MamBp9
Newbie
Offline
Activity: 25
Merit: 0
|
 |
December 15, 2025, 01:16:13 PM Last edit: December 15, 2025, 01:22:53 PM by Xal0lex |
|
নিয়ম ও শর্তাবলি :
টুরনামেন্ট এর সময়সূচী : 15 December 2025 , 14:00 UTC ; বাংলাদেশ সময় রাত ৮ টা
Bitz- 19868894-25e1-454e-8ef4-a4c96b488bdd Pokernow- mamunbp
|
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
December 15, 2025, 01:32:59 PM |
|
কোট
এক্সট্রিমলি সরি ভাই। আমি মনে হয়না পার্টিসিপেট করতে পারবো! আমি এক সপ্তাহ ধরে বলে আসছি আজকে আমার একটা ইভেন্ট আছে। আমি ভাবছিলাম যে বাসায় হয়তো তাড়াতাড়ি ফিরতে পারবো, বাট এখানে এসে দেখি মাত্র শুরু হইছে। বাড়ি যেতে যেতে অনেক রাত হওয়ার সম্ভবনা আছে। রেজিস্টেশনও করতে পারিনাই এসবের চাপে। কি একটা অবস্থা। আমি জানি আপনি অনেক ইফোর্ট দিছেন এই ইভেন্টের পিছনে বাট কি আর করার। পরবর্তীতে যদি এমন কোনো গেমে ঢোকার সিচুয়েশন হয় তাহলে অবশ্যই জয়েন করবো। 
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Hridyansh Labs
Jr. Member
Offline
Activity: 45
Merit: 11
|
 |
December 15, 2025, 04:16:55 PM |
|
আমাদের পোকার টুরনামেন্ট আজ শুরু হবে, ৩ ঘন্টার ও কম সময় আছে। আশা করছি সবাই জয়েন করবেন। আমরা গ্লোবাল পার্টিসিপেন্ট এক্সেপ্ট করছি পার্টিসেপেন্ট কম হওয়ার জন্য। সবাই কে ট্যাগ করে দিচ্ছি -
 বাহ্ আজকে পোকার টুর্নামেন্ট মোটামুটি ভালই ইন্টারেস্টিং হয়েছে। যদিও আমি সেরকম ভালোভাবে পারিনা তবে চেষ্টা করছি খেলায় টিকে থাকার। প্রথমদিকে যখন জয়েন করলাম তখন মোটামুটি ভালো একটা অবস্থানে গিয়েছিলাম পরে আস্তে আস্তে পয়েন্ট কমে গেল ভাবছিলাম এইবার আউট হয়ে যাব কিন্তু সেখান থেকে আবার ভালো একটা কার্ড পাওয়ার জন্য কাম ব্যাক করতে পারি। মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত গেমে টিকে থেকে গেম প্লে করেছি। সর্বশেষ পর্যায়ে (৯ম) পজিশনে আমি আউট হয়ে যাই। আরেকটু সময় থাকতে পারলে হয়তো প্রথম তিনজনের মধ্যে থাকতে পারতাম। যাই হোক আমিও প্রথম তিনজনের মধ্যে থাকতে পারি নাই তবে আমাদের কমিউনিটির একমাত্র আমি (৯ম) পজিশনে থেকে খেলা শেষ করেছি। ধরতে গেলে আমি আমাদের কমিউনিটিতে (১ম হয়েছি। আমি ভাবছিলাম Mahiyammahi ভাই পোকার টুর্নামেন্ট থেকে প্রথম পুরস্কার নেবে কিন্তু সেও আমার আগেই আউট হয়ে গিয়েছে।  তবে একটা বিষয় দুঃখের কারণ আমাদের কমিউনিটির মেম্বারদের মধ্যেই খেলাটা চালানোর কথা ছিল কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেম্বার না থাকার কারণে Mahiyammahi গ্লোবালি চালিয়েছে। গ্লোবাল ইউজাররা না থাকলে আমি এই টুর্নামেন্টে (১ম) হতাম। অনেকেই রেসপন্স করেছে খেলায় অংশগ্রহণ করবে কিন্তু আজকে যখন টুর্নামেন্ট শুরু হল তখন আমাদের কমিউনিটির (২-১) ব্যতীত কারো রেসপন্স পাইনি। আপনারা যারা এখানে একটিভ তারা সকলেই যদি গেমপ্লেতে অংশগ্রহণ করতেন তাহলে গ্লোবাল কমিউনিটি মেম্বারদের আনতে হতো না। যাইহোক আমার কমিউনিটির একটিভ মেম্বারদের জন্য একটি কথা থাকবে যদি পরবর্তী সময় এরকম ইভেন্ট আবারও কেউ চালায় তাহলে আপনারা অংশগ্রহণ করলে অনেক ভালো হবে। আমাদের কমিউনিটির একটিভ মেম্বারদের কাছে আমার একটি প্রশ্ন আপনাদের অংশগ্রহণ না করায় আমি প্রথম পুরস্কার নিতে পারলাম না এর দায়ভার আপনাদের নিতে হবে, কিছু হলেও পুরস্কার দিতে হবে আমাকে. 😁। বিশেষ করে ধন্যবাদ জানাই Mahiyammahi, God Of Thunder এই দুই ভাইকে কারণ আপনারা এই টুর্নামেন্ট চালিয়েছেন। টুর্নামেন্টে স্পন্সর করেছেন Bitz.io এবং স্পনসরশীপ আমরা পেয়েছি আমাদের লোকাল কমিউনিটির ম্যানেজার God Of Thunder ভাইয়ের মাধ্যমে। আপনারা যদি এরকম ভাবে আরো টুর্নামেন্ট চালানো যায় তাহলে আরো চালাবেন। এক্সট্রিমলি সরি ভাই। আমি মনে হয়না পার্টিসিপেট করতে পারবো! আমি এক সপ্তাহ ধরে বলে আসছি আজকে আমার একটা ইভেন্ট আছে। আমি ভাবছিলাম যে বাসায় হয়তো তাড়াতাড়ি ফিরতে পারবো, বাট এখানে এসে দেখি মাত্র শুরু হইছে। বাড়ি যেতে যেতে অনেক রাত হওয়ার সম্ভবনা আছে। রেজিস্টেশনও করতে পারিনাই এসবের চাপে। কি একটা অবস্থা। আমি জানি আপনি অনেক ইফোর্ট দিছেন এই ইভেন্টের পিছনে বাট কি আর করার। পরবর্তীতে যদি এমন কোনো গেমে ঢোকার সিচুয়েশন হয় তাহলে অবশ্যই জয়েন করবো।  ভাই আপনাদের মিস করেছি কারন আমাদের লোকাল কমিউনিটিতে আপনারাই বেশি অ্যাক্টিভ। ভাবছিলাম আপনারা থাকবেন গেম অনেক ইনজয় হবে কিন্তু আপনাদের ব্যস্ততার কারণে আসতে পারলেন না যাই হোক ভাই পরবর্তী সময় থেকে যদি আসতে পারেন তাহলে ভালই হবে।
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1456
Merit: 1123
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
December 15, 2025, 07:42:26 PM |
|
পাই চার্ট ভালো লাগার একমাত্র কারন হলো ঐটার দিকে তাকালেই কোনটায় কত ভাগ তা বোঝা যেতো। এজন্য আরকি! ফর এক্সজাম্পল, ধরো পিজ্জা খেতে গেছো, ওয়েটার অসমান ভাবে স্লাইস করছে? এমন হলে তো আমি আগেই বড় স্লাইসে হামলা দিবো! এক পলকেই বোঝা যায় সব। হ্যাঁ উদাহরণটা ফালতু দিলাম বাট মেইন রিজন আই গেস বুঝছো। এখন আসি হরিজেনটাল বারের কথায়, ঐখানে জাস্ট আমি বড় বড় লাঠি আর ছোট্ট ছোট্ট হরফে বোর্ডের নাম দেখি। এর থেকে বেশি কিছু নজরে কাড়ে না। এনিওয়ে ঠিক আছে, ওপিকে প্রশ্ন করবো নি, পুরাতন ইন্টারফেস এক্সেস সম্ভব কিনা এখনো!
হ্যাঁ এটা সত্যি যে এক একজনের পছন্দ একেক রকম থাকতেই পারে, এই ক্ষেত্রে হয়তোবা তোমার পছন্দ কিছুটা ভিন্ন, তবে আমার কাছে কিন্তু এটা আগেরটার চাইতে ভালই লেগেছে এখানে তুমি ক্যান্ডেল গুলোর মাধ্যমেই বুঝা যাবে যে তুমি কোন কোন বোর্ডে বেশি একটিভ তুমি বিশ্বাস করে মেয়েটা এবং আমাদের এই লোকাল থ্রেডে যে বেশি একটিভ এইটা এই চার্ট দেখেই বোঝা যাচ্ছে। আর প্রিভিয়াস চার্টের ক্ষেত্রে যেহেতু পাই চার্ট ব্যবহার করা হয়েছিল তাই সেখানে আলাদা করে টেবিল দিতে হয়েছে board activity এর জন্য. এই ক্ষেত্রে এই হরাইজেনটাল বারের ক্ষেত্রে এক্সট্রা টেবিলের প্রয়োজন হচ্ছে না যা মূলত কিছুটা স্পেস আলাদা কোন ফিচারের জন্য ব্যবহার করা যায়। আমাদের পোকার টুরনামেন্ট আজ শুরু হবে, ৩ ঘন্টার ও কম সময় আছে। আশা করছি সবাই জয়েন করবেন। আমরা গ্লোবাল পার্টিসিপেন্ট এক্সেপ্ট করছি পার্টিসেপেন্ট কম হওয়ার জন্য। সবাই কে ট্যাগ করে দিচ্ছি -
ভাই দুঃখ প্রকাশ করছি কারণ আমি এই টুর্নামেন্টে জয়েন করার ইচ্ছা থাকা সত্ত্বেও জয়েন করতে পারলাম না কারণ আমি গত তিন দিন যাবৎ আমি আমার আম্মুকে নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, এনজিওগ্রাম করার জন্য অপেক্ষা করছি যদি তার হার্টে কোন ব্লক ধরা পড়ে তাহলে হয়তোবা করোনারি স্টেন্ট স্থাপন করতে হতে পারে। দৌড়াদৌড়ি করে এই একটু আগে ফ্রি হতে পেরেছি তাই ফোরামে ঢোকার সময় পর্যন্ত পাইনি।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Z_MBFM
|
 |
December 15, 2025, 08:06:14 PM |
|
কোট
এক্সট্রিমলি সরি ভাই। আমি মনে হয়না পার্টিসিপেট করতে পারবো! আমি এক সপ্তাহ ধরে বলে আসছি আজকে আমার একটা ইভেন্ট আছে। আমি ভাবছিলাম যে বাসায় হয়তো তাড়াতাড়ি ফিরতে পারবো, বাট এখানে এসে দেখি মাত্র শুরু হইছে। বাড়ি যেতে যেতে অনেক রাত হওয়ার সম্ভবনা আছে। রেজিস্টেশনও করতে পারিনাই এসবের চাপে। কি একটা অবস্থা। আমি জানি আপনি অনেক ইফোর্ট দিছেন এই ইভেন্টের পিছনে বাট কি আর করার। পরবর্তীতে যদি এমন কোনো গেমে ঢোকার সিচুয়েশন হয় তাহলে অবশ্যই জয়েন করবো।  কেউ দেখি জয়েন করেনাই তাইলে খেলোলো কে কে। রাত বাজে ২ টা আমি কেবল মাত্র অনলাইনে আসলাম। এতো কাজের চাপে ছিলাম যে টুর্নামেন্ট খেলার সুযোগ পাইনাই। এটা চিন্তা করে রাখছি যে পোকার খেলবো সবাই মিলা মজা হবে। আমি ভাবছি আমিই মনে হয় মিস করে গেছি এখন দেখে কেউ আপনারা খেলেন নাই। Mahiyammahi খুবই দুঃখিত জয়েন করতে পারিনাই। যাইহোক কয়জন খেলছে টুর্নামেন্ট আর ফ্রাস্ট হইলো কে ? কোট
ভাই একটু ক্লিয়ারলি বলবেন? আপনি একটু কমপ্লেক্স করে পোস্টটা করছেন। রেট এর ক্যালকুলেশন বুঝি নাই, সোজা বাংলায় বলেন। আর লাস্টে পেওনিওর নিয়ে যা বলছেন তাও বুঝিনি। সোজা বাংলায় বললে আপনি যখন কোথাও ডলারে কোনো কিছু পার্টসেস করবেন বাংলাদেশের কোনো ব্যাংক কার্ড ব্যবহার করা তখন ১৫% এক্সট্রা ব্যাট দিয়ে হবে। যেমন আপনি যদি ১ টা সাবস্ক্রিপশন কিনেন ২০$ যার দাম তাহলে ২০$ এর দাম হচ্ছে ব্যাংক এর দাম হিসেবে ২৪৭০ টাকা (১২৩.৫ টাকা প্রতি ডলার) কিন্তু আপনার ব্যালেন্স কাটবে ২৮৪০ টাকা। মানে ২৪৭০+১৫% ভ্যাট তাহলে এখন দেখেন ডলার রেট কত হইলো 2,840÷20 = ১৪২ টাকা। তাইলে দেখেন কতটা লাভ ব্যাংক এর কার্ড দিয়া ডলারে কোনো কিছু পার্চেস করা লোল। পেওনিয়ার নিয়া যেটা বলছি টা হইলো কিয়া আমার NID , পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কোনো কিছু দিয়াই একাউন্ট হইতেছে না kyc রিজেক্ট করতেছে। আগে কখনও খুলছিলাম কি না তাও মনে নাই। তবে ক্লিয়ার কোনো রিজন পাইতেছি না। পেওনিয়ার এ নাকি ট্রানজেকশন ফি কম অনেক।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Mahiyammahi
|
 |
December 15, 2025, 08:28:37 PM |
|
আজকের টুরনামেন্ট এর উইনার রা হলো - Pokernow Display Name -------- Bitz User ID -----------------------------------Prize Money
1. Oddoeuf ------------------- a9dad195-3ec9-47ce-8c26-3ce7b1209b0c --------- $25
2. Narirsak -------------------- 7981a504-381a-4864-8eb9-911aa6ba1139 ---------- $15
3. Leahized -------------------- 35aaefaf-05f7-4e29-9b4c-b5ba8846389f ---------- $10
এক্সট্রিমলি সরি ভাই। আমি মনে হয়না পার্টিসিপেট করতে পারবো! আমি এক সপ্তাহ ধরে বলে আসছি আজকে আমার একটা ইভেন্ট আছে। আমি ভাবছিলাম যে বাসায় হয়তো তাড়াতাড়ি ফিরতে পারবো, বাট এখানে এসে দেখি মাত্র শুরু হইছে। বাড়ি যেতে যেতে অনেক রাত হওয়ার সম্ভবনা আছে। রেজিস্টেশনও করতে পারিনাই এসবের চাপে। কি একটা অবস্থা। আমি জানি আপনি অনেক ইফোর্ট দিছেন এই ইভেন্টের পিছনে বাট কি আর করার। পরবর্তীতে যদি এমন কোনো গেমে ঢোকার সিচুয়েশন হয় তাহলে অবশ্যই জয়েন করবো।  পারটিসেপেন্ট ছিলো না শেষে God Of Thunder ভাই কে জানাইলে সে বললো গ্লোবাল এর খেলোয়াড় গুলোও নিতে, পড়ে আমি LM ভাই এর Contest Hunter গ্রুপ এ পোস্ট করি, সেখান থেকে প্লেয়ার জয়ে করে। মোট ৩৯ জন খেলি আমরা, বাংলাদেশ এর কেও টপ এ যেতে পারে নাই। ১.৫ ঘন্টা যাবত ম্যাচ টি চলে। ভাই দুঃখ প্রকাশ করছি কারণ আমি এই টুর্নামেন্টে জয়েন করার ইচ্ছা থাকা সত্ত্বেও জয়েন করতে পারলাম না কারণ আমি গত তিন দিন যাবৎ আমি আমার আম্মুকে নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, এনজিওগ্রাম করার জন্য অপেক্ষা করছি যদি তার হার্টে কোন ব্লক ধরা পড়ে তাহলে হয়তোবা করোনারি স্টেন্ট স্থাপন করতে হতে পারে। দৌড়াদৌড়ি করে এই একটু আগে ফ্রি হতে পেরেছি তাই ফোরামে ঢোকার সময় পর্যন্ত পাইনি।
সমস্যা নেই ভাই ভবিশ্যতে আবার যদি হোস্ট করি তখন খেইলেন৷ ফ্যামিলি সবার আগে। আশা করি আন্টি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সময় দিন ফ্যামিলি কে
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Z_MBFM
|
 |
December 15, 2025, 08:37:51 PM |
|
এক্সট্রিমলি সরি ভাই। আমি মনে হয়না পার্টিসিপেট করতে পারবো! আমি এক সপ্তাহ ধরে বলে আসছি আজকে আমার একটা ইভেন্ট আছে। আমি ভাবছিলাম যে বাসায় হয়তো তাড়াতাড়ি ফিরতে পারবো, বাট এখানে এসে দেখি মাত্র শুরু হইছে। বাড়ি যেতে যেতে অনেক রাত হওয়ার সম্ভবনা আছে। রেজিস্টেশনও করতে পারিনাই এসবের চাপে। কি একটা অবস্থা। আমি জানি আপনি অনেক ইফোর্ট দিছেন এই ইভেন্টের পিছনে বাট কি আর করার। পরবর্তীতে যদি এমন কোনো গেমে ঢোকার সিচুয়েশন হয় তাহলে অবশ্যই জয়েন করবো।  পারটিসেপেন্ট ছিলো না শেষে God Of Thunder ভাই কে জানাইলে সে বললো গ্লোবাল এর খেলোয়াড় গুলোও নিতে, পড়ে আমি LM ভাই এর Contest Hunter গ্রুপ এ পোস্ট করি, সেখান থেকে প্লেয়ার জয়ে করে। মোট ৩৯ জন খেলি আমরা, বাংলাদেশ এর কেও টপ এ যেতে পারে নাই। ১.৫ ঘন্টা যাবত ম্যাচ টি চলে। ওহ আচ্ছা, আপনি সম্ভবত মেনশন দিচ্ছিলেন কিন্তু ডুকতে পারিনাই। সমস্যা নাই পরবর্তিতে কোনো টুর্নামেন্ট নিয়ে আসলে জয়েন করবনি। আজকে সন্ধ্যার সময় ভিডিও এডিটিং করতে বসছিলাম, পারি না এডিটিং এটা ওটা ঘাটাঘাটি করতে করতে রাত বাইজা গেছে ১২টা তারপর রাত্রের খাবার খাইয়া একটু রেস্ট নিয়ে ফোরামে ডুকছি তখন মনে হইছে যে টুর্নামেন্ট ছিলো আজকে। মানে আমার একটা অভ্যাস হলো একটা জিনিষ নিয়ে বসলে যে পর্যন্ত সেটা শেষ না করতে পারি সেই পর্যন্ত অন্য কোনো তাল থাকে না। এইভাবে খাবারও খাই না ঠিক মতো দিন রাত মিলে ২ বার খাওয়া হয় বেশিরভাগ দিন। যাইহোক গ্লোবাল এর প্লেয়ার নিয়া ভালো করছেন তা না হলে খালি মাঠে মাছি তারানো লাগতো পরে আপনাকেই ফাঁকা মাঠে গোল দিয়া টুর্নামেন্ট শেষ করা লাগতো।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
DYING_S0UL
|
 |
December 15, 2025, 09:23:56 PM |
|
সবাইই দৌড়ের মধ্যে ভাই! আমি সেই দুপুর থেকে এখানে ওখানে। পরে সন্ধ্যায় গ্যাপ পাইছিলাম একটু তখন মাহি ভাইয়ের কাছে সরি চাহিয়া আবার অফলাইলে চলে যাই। তারপর আবার ১০.৩০ কি ১১.০০ টায় বাড়ি ঢুকি। রাত ৩ টা বাজে। এখন মোটামুটি আমি ফ্রি! কেউ খেলবা? (লল সারকাজম করছি সিরিয়াস নিয়েননা)। সোজা বাংলায় বললে আপনি যখন কোথাও ডলারে কোনো কিছু পার্টসেস করবেন বাংলাদেশের কোনো ব্যাংক কার্ড ব্যবহার করা তখন ১৫% এক্সট্রা ব্যাট দিয়ে হবে। যেমন আপনি যদি ১ টা সাবস্ক্রিপশন কিনেন ২০$ যার দাম তাহলে ২০$ এর দাম হচ্ছে ব্যাংক এর দাম হিসেবে ২৪৭০ টাকা (১২৩.৫ টাকা প্রতি ডলার) কিন্তু আপনার ব্যালেন্স কাটবে ২৮৪০ টাকা। মানে ২৪৭০+১৫% ভ্যাট তাহলে এখন দেখেন ডলার রেট কত হইলো 2,840÷20 = ১৪২ টাকা। তাইলে দেখেন কতটা লাভ ব্যাংক এর কার্ড দিয়া ডলারে কোনো কিছু পার্চেস করা লোল।
আমি দুইদিন ধরে খেয়াল করলাম তুমি মিয়া বারবার ভ্যাটরে ব্যাট বলতেছো! এটা কি ইচ্ছা করে মজা নাও? ১৪২ টাকা? থাক ভাই, লাগতো না আমার সাবক্রিবপশন। বিডি তে ক্রিপ্টো বৈধ না ভালো হইছে, এতো এতো টাকা ভ্যাট দেয়া লাগতেছে না, নয়তো দেখতেন মোবাইলের মতো এখানেও অযৌক্তিক ৫৭%+ ভ্যাট বসায় রাখছে।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1120
Merit: 1387
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
December 16, 2025, 03:45:34 AM |
|
আজকের টুরনামেন্ট এর উইনার রা হলো - Pokernow Display Name -------- Bitz User ID -----------------------------------Prize Money
1. Oddoeuf ------------------- a9dad195-3ec9-47ce-8c26-3ce7b1209b0c --------- $25
2. Narirsak -------------------- 7981a504-381a-4864-8eb9-911aa6ba1139 ---------- $15
3. Leahized -------------------- 35aaefaf-05f7-4e29-9b4c-b5ba8846389f ---------- $10
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সফল ভাবে আয়োজন করার জন্য। আনুগ্রহ করে উইনারদের কে বলুন তাদের Bitz USDT BEP20 ডিপোজিট এড্রেস শেয়ার করার জন্য। আমি তাদেরকে আমার ওয়ালেট থেকে ডলার সেন্ড করবো। আর এরই মাধ্যমে আমি অনেকটা ডিসাইড করলাম যে আমাদের লোকাল থেকে আসলে কেউ পোকার টুর্নামেন্ট হ্যান্ডেল করতে পারবে। আমি অন্যান্য ম্যানেজারদের সাথে এই ব্যাপারে কথা বলবো আর দেখবো কোলাবোরেশন করা যায় কি না। আমরা কয়েকজন অনেকটা এমন একজনের ওপর ডিপেন্ড করছিলাম, যিনি চাইলে আমাদের ক্লাইন্টকে সরাসরি অফার করতে পারতো। যেটা পুরোটাই বিজনেস এথিক্স এর বাইরে। আশা করি আপনার সাথে আমাদের কোলাবোরেশন ভালো হবে।
|
|
|
|
Hridyansh Labs
Jr. Member
Offline
Activity: 45
Merit: 11
|
 |
December 16, 2025, 04:56:05 AM |
|
HAPPY VICTORY DAY ১৬ই ডিসেম্বর আমাদের গৌরবের দিন (মহান বিজয় দিবস)। ১৯৭১ সালে এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পেয়েছিল চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের ত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা। তাঁদের জন্যই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। হাজারো কষ্ট হাজারো ত্যাগ স্বীকার করার মধ্য দিয়ে আমরা এই দিনটিকে পেয়েছি। আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এইরকম ছিলাম কিন্তু আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল সেজন্য বাংলার দামাল ছেলেরা সেটা মেনে নেয়নি। শেষেই দীর্ঘ নয়মাস যুদ্ধের পরে আমরা আমাদের বিজয় ছিনিয়ে এনেছি। এই দিনটি আমাদের বাঙালীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনটির জন্যই আমরা বিজয় পেয়েছি। এই দিনটি বাঙালি জাতির ইতিহাসের গৌরবের দিন। দল মত নির্বিষেসে উজ্জাপন করুন। বিস্তারিত: https://en.wikipedia.org/wiki/Victory_Day_(Bangladesh)
|
|
|
|
|
|
Royal Cap
|
 |
December 16, 2025, 01:50:58 PM |
|
পারটিসেপেন্ট ছিলো না শেষে God Of Thunder ভাই কে জানাইলে সে বললো গ্লোবাল এর খেলোয়াড় গুলোও নিতে, পড়ে আমি LM ভাই এর Contest Hunter গ্রুপ এ পোস্ট করি, সেখান থেকে প্লেয়ার জয়ে করে। মোট ৩৯ জন খেলি আমরা, বাংলাদেশ এর কেও টপ এ যেতে পারে নাই। ১.৫ ঘন্টা যাবত ম্যাচ টি চলে।
আর ভাই এত পার্টিসিপেট দেখে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। মনে মনে বলতেছিলাম যে ভুলে অন্য কোনো পোকার টুর্নামেন্টের এ ঢুকে পড়লাম নাকি। পরে আপনাকে জিজ্ঞাস করে কনফার্ম হলাম যে এইটা আমাদেরই টুর্নামেন্ট। যতদূর দেখলাম আমরা বাংলা বোর্ড থেকে মাত্র 4 জন খেলেছি। তার মধ্যে দেখলাম আমি, আপনি, আর GOT ভাই এক সিরিয়ালে নকআউট হয়ে গিয়েছিল। একমাত্র Hridyansh lab ভাই নবম হতে পেরেছে। যদি আর কয়েকজন বাংলা বোর্ড থেকে জয়েন করত তাহলে হয়তো আরো একটি মজার হতো খেলাটি। যাইহোক খারাপ লাগেনি, অনেকদিন পর খেললাম ভালই লেগেছে। এরপর যদি কোনো টুর্নামেন্ট দিলে, আরেকটি গভীর রাতের দিকে দিলে হয়তো আমাদের কমিউনিটি থেকে আরো অনেক এ পার্টিসিপেট করতে পারবে। ভাই দুঃখ প্রকাশ করছি কারণ আমি এই টুর্নামেন্টে জয়েন করার ইচ্ছা থাকা সত্ত্বেও জয়েন করতে পারলাম না কারণ আমি গত তিন দিন যাবৎ আমি আমার আম্মুকে নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, এনজিওগ্রাম করার জন্য অপেক্ষা করছি যদি তার হার্টে কোন ব্লক ধরা পড়ে তাহলে হয়তোবা করোনারি স্টেন্ট স্থাপন করতে হতে পারে। দৌড়াদৌড়ি করে এই একটু আগে ফ্রি হতে পেরেছি তাই ফোরামে ঢোকার সময় পর্যন্ত পাইনি।
খুবই দুঃখজনক ঘটনা ভাই। আপনার মায়ের সুস্থতার জন্য দোয়া করি। আশাকরি ভালো কোনো সংবাদ পাবেন। এখন একটু বেশি করে ফ্যামিলিকে সময় দেন। আসলে হাসপাতালে গেলে বুঝা যায় যে সুস্থ থাকাটা আল্লাহর কত বড় নিয়ামত।
|
|
|
|
|
Bd officer
|
 |
December 17, 2025, 02:47:21 AM |
|
গত সপ্তাহে Michael Saylor আবারও বড় পরিসরে বিটকয়েন ক্রয় করেছেন, $280.3M ডলার দিয়ে 10645 Btc ক্রয় করেছেন। তাদের মোট হোল্ডিং $671,268 BTC রয়েছে। বিটকয়েনের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে, কিন্তু তারা নিয়মিত ক্রয় করে যাচ্ছে। আর কয়েকদিন আগে Michael Saylor তাদের হোল্ডিং থেকে কিছু বিটকয়েন ট্রান্সফার করেছিল, অনেকেই মন্তব্য করেছেন যে তারা BTC বিক্রি করে দিবে, কিন্তু এটা ভুল প্রমাণিত হয়েছে। আমার মনে হয় যদি তাদের বিক্রি করার ইচ্ছা থাকতো তাহলে হাই মুল্যে বিক্রি করার চেষ্টা করতো। কিন্তু হয়তো তারা আরও দীর্ঘমেয়াদী হোল্ডিং করার পরিকল্পনা করেছে। আর অলরেডি MSTR কোম্পানি বিটকয়েনের টোটাল সাপ্লাইয়ের ৩.২% দখল করেছে। 
ভাই দুঃখ প্রকাশ করছি কারণ আমি এই টুর্নামেন্টে জয়েন করার ইচ্ছা থাকা সত্ত্বেও জয়েন করতে পারলাম না কারণ আমি গত তিন দিন যাবৎ আমি আমার আম্মুকে নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, এনজিওগ্রাম করার জন্য অপেক্ষা করছি যদি তার হার্টে কোন ব্লক ধরা পড়ে তাহলে হয়তোবা করোনারি স্টেন্ট স্থাপন করতে হতে পারে। দৌড়াদৌড়ি করে এই একটু আগে ফ্রি হতে পেরেছি তাই ফোরামে ঢোকার সময় পর্যন্ত পাইনি।
ভাই এখন আপনার মায়ের কি অবস্থা? আশা করি আল্লাহ আপনার মাকে দ্রুত সুস্থতা দান করবেন। সত্যি বললে, হসপিটালে যে রুগী নিয়ে দৌড়াদৌড়ি করে সেও রুগীর মতোই হয়, আমি কিছুদিন এমন হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, সময় মতো খাবার খাওয়া যায় না। যাইহোক, আমি আবারও প্রার্থনা করি আল্লাহ যেন দ্রুত আপনার মাকে সুস্থ করে দেন। (ফি আমানিল্লাহ)
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | ✦ ✦ | | ✦ | | ✦ ✦ | Claim your reward every day until December 25th! | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1120
Merit: 1387
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
December 17, 2025, 07:52:40 AM |
|
আজকের টুরনামেন্ট এর উইনার রা হলো - Pokernow Display Name -------- Bitz User ID -----------------------------------Prize Money
1. Oddoeuf ------------------- a9dad195-3ec9-47ce-8c26-3ce7b1209b0c --------- $25
2. Narirsak -------------------- 7981a504-381a-4864-8eb9-911aa6ba1139 ---------- $15
3. Leahized -------------------- 35aaefaf-05f7-4e29-9b4c-b5ba8846389f ---------- $10
উইনার দের একাউন্টে অলরেডি তাদের রিওয়ার্ড ক্রেডিট হয়ে গেছে। আমরা সম্ভবত সামনের সপ্তাহ থেকে আরও টুর্নামেন্ট নিয়ে আসবো। প্রথমে এই ফ্রি টুর্নামেন্ট টা শুধু লোকাল প্লেয়ারদের জন্য রেখেছিলাম। যেহেতু যথেষ্ট পরিমাণে প্লেয়ার হয় নাই, তাই পরবর্তী তে আমরা সেটাকে গ্লোবালে রূপ দিতে বাধ্য হয়েছি। যেহেতু ফ্রি এন্ট্রি ছিলো, তাই সবাই জয়েন করতে পেরেছে। এটাছাড়া আর কোন অপশন আপাতত ছিলো না। যেহেতু স্পন্সর করেছে আমার একটা ক্লাইন্ট, এখানে পারটিসিপেন্ট কম হলে লজ্জার ব্যাপার হতো। যাই হোক, আশা করি আমরা পরে আরও বড় আকারে টুর্নামেন্ট নিয়ে আসতে পারবো।
|
|
|
|
NNRR
Member

Offline
Activity: 1960
Merit: 15
🪙 🪙 🪙 🪙
|
 |
December 18, 2025, 01:39:49 AM |
|
এই পোস্টটি দেখে ওই ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন করার কারণে কিছু ডলার ফ্রী দেয় সেই ডলার দিয়ে গেম খেলে আরও কিছু ডলার আমি আর্ন করি কিন্তু যখন আমি ডলার withdrawal করতে যাব তখন তারা বলতেছে আমার অ্যাকাউন্ট একটিভ করতে হবে এটি করার জন্য ডিপোজিট করতে হবে এখানে ডিপোজিট করা উচিত হবে ? https://bitcointalk.org/index.php?topic=5567830.0কিন্তু আমি ডিপোজিট করতে সাহস পাচ্ছি না ওয়েবসাইটটি আমার কাছে কেমন যেন scam মনে হচ্ছে, কারণ আমি মোটামুটি ভালো ডলার গেম খেলে ইনকাম করেছি ওই ওয়েবসাইটে প্রায় ২০কে ডলার , গ্যাম্বলিং সাইডে যারা গেম খেলেন তারা একটু আমাকে সাজেশন দিলে আমার উপকার হতো আমি এর আগে কোন গাম্ভেলিং সাইডে গেম খেলিনি Website : https://solgames.top/
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1120
Merit: 1387
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
December 18, 2025, 05:15:51 AM |
|
এই পোস্টটি দেখে ওই ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন করার কারণে কিছু ডলার ফ্রী দেয় সেই ডলার দিয়ে গেম খেলে আরও কিছু ডলার আমি আর্ন করি কিন্তু যখন আমি ডলার withdrawal করতে যাব তখন তারা বলতেছে আমার অ্যাকাউন্ট একটিভ করতে হবে এটি করার জন্য ডিপোজিট করতে হবে এখানে ডিপোজিট করা উচিত হবে ? https://bitcointalk.org/index.php?topic=5567830.0কিন্তু আমি ডিপোজিট করতে সাহস পাচ্ছি না ওয়েবসাইটটি আমার কাছে কেমন যেন scam মনে হচ্ছে, কারণ আমি মোটামুটি ভালো ডলার গেম খেলে ইনকাম করেছি ওই ওয়েবসাইটে প্রায় ২০কে ডলার , গ্যাম্বলিং সাইডে যারা গেম খেলেন তারা একটু আমাকে সাজেশন দিলে আমার উপকার হতো আমি এর আগে কোন গাম্ভেলিং সাইডে গেম খেলিনি Website : https://solgames.top/আপনি আসলে এখানে পোষ্ট করে বুদ্ধিমানের মতো একটা কাজ করেছেন। এটা আসলে একটা স্ক্যাম সাইট। একই স্ক্রিপ্ট ব্যাবহার করে শত শত ক্যাসিনো ওপেন করেছে এই স্ক্যামার গুলো। এরা প্রথমে কিছু ফ্রি বোনাস দেয়, এবং তারপর উইথড্র করতে গেলে ইউজারদেরকে ডিপোজিট করতে বলে। ধরেন আপনার একাউন্টে ২০ হাজার ডলার আছে, আপনি এই টাকা পেতে হলে অনেক টাকা রিস্ক নিবেন সেটা ওরা জানে। এখন এই ধোঁকায় আপনাকে ফেলতে পারলেই হয়। আপনি যে থ্রেডের লিংক দিয়েছেন, সেখানে অলরেডি একজন রিভিউ পোষ্ট করেছে। প্রথমে ৩০ ডলার ডিপোজিট করতে বলে, তারপর ৫০ ডলার করতে বলে, সেটা করার পড় আবার ১০০ ডলার ডিপোজিট করার জন্য বলবে, এভাবেই তাদের এমাউন্ট বাড়তে থাকবে আর আপনি স্ক্যামের শিকার হবেন। ভুলেও এই ওয়েবসাইটে কোন ডলার ডিপোজিট করবেন না।
|
|
|
|
NNRR
Member

Offline
Activity: 1960
Merit: 15
🪙 🪙 🪙 🪙
|
 |
December 18, 2025, 05:51:29 AM |
|
এই পোস্টটি দেখে ওই ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন করার কারণে কিছু ডলার ফ্রী দেয় সেই ডলার দিয়ে গেম খেলে আরও কিছু ডলার আমি আর্ন করি কিন্তু যখন আমি ডলার withdrawal করতে যাব তখন তারা বলতেছে আমার অ্যাকাউন্ট একটিভ করতে হবে এটি করার জন্য ডিপোজিট করতে হবে এখানে ডিপোজিট করা উচিত হবে ? https://bitcointalk.org/index.php?topic=5567830.0কিন্তু আমি ডিপোজিট করতে সাহস পাচ্ছি না ওয়েবসাইটটি আমার কাছে কেমন যেন scam মনে হচ্ছে, কারণ আমি মোটামুটি ভালো ডলার গেম খেলে ইনকাম করেছি ওই ওয়েবসাইটে প্রায় ২০কে ডলার , গ্যাম্বলিং সাইডে যারা গেম খেলেন তারা একটু আমাকে সাজেশন দিলে আমার উপকার হতো আমি এর আগে কোন গাম্ভেলিং সাইডে গেম খেলিনি Website : https://solgames.top/আপনি আসলে এখানে পোষ্ট করে বুদ্ধিমানের মতো একটা কাজ করেছেন। এটা আসলে একটা স্ক্যাম সাইট। একই স্ক্রিপ্ট ব্যাবহার করে শত শত ক্যাসিনো ওপেন করেছে এই স্ক্যামার গুলো। এরা প্রথমে কিছু ফ্রি বোনাস দেয়, এবং তারপর উইথড্র করতে গেলে ইউজারদেরকে ডিপোজিট করতে বলে। ধরেন আপনার একাউন্টে ২০ হাজার ডলার আছে, আপনি এই টাকা পেতে হলে অনেক টাকা রিস্ক নিবেন সেটা ওরা জানে। এখন এই ধোঁকায় আপনাকে ফেলতে পারলেই হয়। আপনি যে থ্রেডের লিংক দিয়েছেন, সেখানে অলরেডি একজন রিভিউ পোষ্ট করেছে। প্রথমে ৩০ ডলার ডিপোজিট করতে বলে, তারপর ৫০ ডলার করতে বলে, সেটা করার পড় আবার ১০০ ডলার ডিপোজিট করার জন্য বলবে, এভাবেই তাদের এমাউন্ট বাড়তে থাকবে আর আপনি স্ক্যামের শিকার হবেন। ভুলেও এই ওয়েবসাইটে কোন ডলার ডিপোজিট করবেন না। আমার কাছেও জিনিসটি দেখে অনেক সন্দেহ মনে হল এই কারণে ভাবলাম যে এখানে একটা পোস্ট করি তাহলে আমি আরেকটু ক্লিয়ার হতে পারব ধন্যবাদ ভাই আপনাকে
|
|
|
|
|
malekbaba
Legendary
Offline
Activity: 1568
Merit: 1027
PlayToEarn
|
 |
December 18, 2025, 06:02:29 AM |
|
HAPPY VICTORY DAY ১৬ই ডিসেম্বর আমাদের গৌরবের দিন (মহান বিজয় দিবস)। ১৯৭১ সালে এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পেয়েছিল চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের ত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা। তাঁদের জন্যই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। হাজারো কষ্ট হাজারো ত্যাগ স্বীকার করার মধ্য দিয়ে আমরা এই দিনটিকে পেয়েছি। আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এইরকম ছিলাম কিন্তু আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল সেজন্য বাংলার দামাল ছেলেরা সেটা মেনে নেয়নি। শেষেই দীর্ঘ নয়মাস যুদ্ধের পরে আমরা আমাদের বিজয় ছিনিয়ে এনেছি। এই দিনটি আমাদের বাঙালীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনটির জন্যই আমরা বিজয় পেয়েছি। এই দিনটি বাঙালি জাতির ইতিহাসের গৌরবের দিন। দল মত নির্বিষেসে উজ্জাপন করুন। বিস্তারিত: https://en.wikipedia.org/wiki/Victory_Day_(Bangladesh) আমরা বোধ হয় নতুন রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছি। শরীফ ওসমান হাদী ভাইকে নিয়ে নোংরা রাজনীতি, ভারতীয় আধিপত্যবাদ, আসন্ন জাতীয় নির্বাচন, পতিত স্বৈরাচারীর নির্বাচন নষ্ট করার অপচেষ্টা সবকিছু নিয়ে দেশটা ভয়ঙ্কর সংকটের দিকে যাচ্ছে। আমরা একজন হাদীকে প্রায় হারিয়ে ফেলেছি, আমরা অবশ্য আগে ও ১৪০০ হাদীকে হারিয়েছি,, এমন কত হাদি হারিয়ে যাবে কে জানে। জীবনে নিরাপত্তার যে অবস্থা যেকোনো দিন জীবন প্রদীপ নিভে যেতে পারে। তারপরও বাংলাদেশকে ভালবাসি, এবং বাংলাদেশের উত্তরোত্তর কল্যাণ প্রত্যাশা করি
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
December 18, 2025, 11:13:19 AM |
|
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন! বাট আমি অনেক ঝামেলার মধ্যে আছি। কয়েক মাস আগে শেয়ার করছিলাম, কানে ইনফেকশন হইছে আর শরীরে মারাত্মক এলার্জি। ইনফেকশন ঠিক হলেও এলার্জি কোনো ভাবেই কমতেছে না। CL এর পরামর্শ অনুযায়ী ডাক্তার দেখালাম, কতগুলো ওষুধ খাইলাম (৪০+ এন্টিবায়োটিক + এলার্জির ঔষধ) সব অলমোস্ট ঠিকও হয়ে গেছিলো। বাট এই ঠাস করে শীত আসায় আবার সিম্পটম দেখা দিছে। দুই হাত দুই।পায়ে কেমন জানি গুটিগুটি দানাদানা ফিল হয়। আর ঐসব জায়গা চুলকায়ও ব্যাপক। চুলকাইতে চুলকাইতে ক্ষত করে ফেলছি বলা চলে। যেখানে ক্ষত হইছে সেখানে চারিপাশে কেমন জানি পানি পানি ফোলা ফোলা হইছে। ছবিতে বোঝায় কিনা জানিনা, বাট তাও দিলাম, কেউ যদি চিনে থাকেন জানায়েন। অনেক জায়গায় পার্মানেন্টলি কালোও হয়ে গেছে। আজকে আবারো ডাক্তার দেখাতে যাইতেছি দেখা যাক কি হয়, সন্ধায় সিরিয়াল! দোয়া কইরেন! রোগটা কি সেটাই বুঝতেছিনা, ডাক্তার ব্যাডাও কিছু বলেনা। 
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Shishir99
|
 |
December 18, 2025, 01:00:05 PM |
|
আমরা বোধ হয় নতুন রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছি। শরীফ ওসমান হাদী ভাইকে নিয়ে নোংরা রাজনীতি, ভারতীয় আধিপত্যবাদ, আসন্ন জাতীয় নির্বাচন, পতিত স্বৈরাচারীর নির্বাচন নষ্ট করার অপচেষ্টা সবকিছু নিয়ে দেশটা ভয়ঙ্কর সংকটের দিকে যাচ্ছে। আমরা একজন হাদীকে প্রায় হারিয়ে ফেলেছি, আমরা অবশ্য আগে ও ১৪০০ হাদীকে হারিয়েছি,, এমন কত হাদি হারিয়ে যাবে কে জানে। জীবনে নিরাপত্তার যে অবস্থা যেকোনো দিন জীবন প্রদীপ নিভে যেতে পারে। তারপরও বাংলাদেশকে ভালবাসি, এবং বাংলাদেশের উত্তরোত্তর কল্যাণ প্রত্যাশা করি
আমি প্রথমে ধরেই নিয়েছিলাম যে এই কাজ মির্জা আব্বাস করিয়েছে। বাংলাদেশে এই প্রতিহিংসার রাজনীতি অনেক আগে থেকেই চলে আসছে। একজনের রাস্তায় যদি আরেকজন কে থ্রেট মনে করে, তাহলে তাকে জীবনে মেরে ফেলার ব্যাপারেও দুইবার ভাবে না। ঢাকার যে আসলে ওসমান হাদি প্রার্থী হয়েছে, সেখানে তার চাইতে যোগ্য কোন লোক আছে বলে মনে হয় না। সে নিজেই বলেছে যে, এই আসনে যদি এমন কেউ থাকে, যে বাকি ২৯৯ জনের সামনে বুক চিতিয়ে কথা বলতে পারবে, অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলবে, আপনারা তাকেই ভোট দিবেন। এরকম ভাবে আর কয়জন আছে বলতে পারবে? হাদির মাথায় গুলি লেগেছে শুনেই ধরে নিয়েছি লোক টা মারা যাবে। তবু যতদিন উনি সারভাইব করে যাচ্ছে, তাতে অবাক হয়েছি। আল্লাহর পক্ষ থেকে একটা মিরাকল হোক। উনি আবার আমাদের মাঝে ফিরে আসুক। আর আমরা আবার ফিরে পাই আমাদের হাদিকে।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Bd officer
|
 |
December 18, 2025, 01:31:21 PM |
|
HODL= Hold On for Dear Life.এই HOLD এর ইতিহাস নিয়ে টুইটার x এ দেখি ভাইরাল। আর আমিও ভালো করে জানতাম না আরকী কিন্তু এখন পরিষ্কার, হা হা  । আজকে থেকে ১২ বছর আগে ১৮ ডিসেম্বর HOLD লেখার জন্ম হয়। কোন এক ফোরাম মেম্বার ক্ষতিগ্রস্ত হয়ে, হতাশার মধ্যে তিনি Holding লেখার পরিবর্তে ভুল করে HOLDING লিখে ছিল। যার কারনে বর্তমানে অনেকেই দীর্ঘমেয়াদী ধরে রাখার জন্য HOLD এর পরিবর্তে HODL লিখে থাকেন। ভুলেই পরিবর্তন হলো hold থেকে hodl  
আজকে আবারো ডাক্তার দেখাতে যাইতেছি দেখা যাক কি হয়, সন্ধায় সিরিয়াল! দোয়া কইরেন! রোগটা কি সেটাই বুঝতেছিনা, ডাক্তার ব্যাডাও কিছু বলেনা।
ভাই আবারও আপনার এই রোগ টা দেখা দিয়েছে, এটা এক ধরনের চুলকানি জনিত রোগ, আর চুলকানি জনিত রোগ হলে তো ছোঁয়াচে হতে পারে, আপনাদের বাড়ির আর কারো কি এমন হয়েছে? তবে আপনি সতর্ক থাকুন! আর ডক্টর কি বললো? 
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | ✦ ✦ | | ✦ | | ✦ ✦ | Claim your reward every day until December 25th! | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|