|
Bd officer
|
 |
October 03, 2025, 03:28:05 AM |
|
আমার এখানে একটি প্রশ্ন ছিল, বাইনান্স বাদে আর কোন কোন এক্সচেঞ্জর ভালো P2P সুবিধা পাওয়া যায়। এটা বলার কারণ হলো বাইনান্স এ যেরকম সবসময় বাংলাদেশী বায়ার/সেলার আভালাইবল থাকে, অন্যান্য এক্সচেঞ্জর কি এইরকম P2P বায়ার/সেলার সবসময় আভেলাবল থাকে? যদি থাকে ও এখানে তো আবার রেইট এর ও ব্যাপার সেপার আছে।
আমি কুকয়েনে কয়েকবার পিটুপি ট্রেডিং করে ডলার সেল করেছি সেখানেও বাইনান্স এর মতনই সময় লেগেছে তার মানে সেখানে বায়ার সবসময় এভেইলেবল আছে তবে পার্থক্য একটাই যে বাইনান্স এর থেকে আপনি এক দুই টাকা কম পাবেন কুকয়েন এ, আর অন্যান্য কোন এক্সচেঞ্জারে এখনো পর্যন্ত পিটুপি সেলিং করা হয়নি তাই এখনো আমার এই বিষয়গুলি জানার বাহিরে রয়েছে। ভাই কুকয়েনে আবার অন্য একদিন দিয়ে কিন্তু ভালো আছে, মানে আপনি ৫০ টাকাও সেল করা পাবেন (যদিও রেট একটু কম পাবেন, যদি ১২৪ টাকা সেল করতে পারতেন, কিন্তু ৫০ টাকা সেল করার জন্য আপনাকে ১২০/২১ টাকা রেট দেওয়া হবে। হ্যাঁ প্রায় সময় বায়ার পাওয়া যায়। অন্যদিকে, বাইন্যান্সে সর্বনিম্ন ৪৩৮ টাকা নিচে সেল করা যায় না, কিন্তু রেট খুবই কম দেওয়া হয় (১০০-৯৮ টাকা রেট) তবে অবশ্যই বাইন্যান্স সেরা, সব দিক থেকে বাইন্যান্স ভালো। এনিওয়ে আগামীকাল আসতেছে সেপ্টেম্বর মাসের আমাদের এই বাংলা বোর্ডের অ্যাক্টিভিটি রিপোর্ট
ভাই অক্টোবর শেষ হয়ে গেলো, আর আপনি এখনও রিপোর্ট নিয়া দেরি করতেছেন। সম্ভবত আমি সেপ্টেম্বর মাসে টপ পোস্টার এর মধ্যে এক নাম্বারে থাকবো। 
ভালোই চলছিলো 109/1 কিছুক্ষন পর দেখি 118/6 বাঙালি বলে কথা এমন তো হবেই। সব মূর্খের দলেরা, আ**বা**ল সব। কেউ কি দেখেছিলেন?
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1414
Merit: 1113
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
October 03, 2025, 08:23:15 PM |
|
ভাই কুকয়েনে আবার অন্য একদিন দিয়ে কিন্তু ভালো আছে, মানে আপনি ৫০ টাকাও সেল করা পাবেন (যদিও রেট একটু কম পাবেন, যদি ১২৪ টাকা সেল করতে পারতেন, কিন্তু ৫০ টাকা সেল করার জন্য আপনাকে ১২০/২১ টাকা রেট দেওয়া হবে। হ্যাঁ প্রায় সময় বায়ার পাওয়া যায়। অন্যদিকে, বাইন্যান্সে সর্বনিম্ন ৪৩৮ টাকা নিচে সেল করা যায় না, কিন্তু রেট খুবই কম দেওয়া হয় (১০০-৯৮ টাকা রেট) তবে অবশ্যই বাইন্যান্স সেরা, সব দিক থেকে বাইন্যান্স ভালো।
আদৌ কি বাইনান্সে সর্বনিম্ন ৪৩৮ টাকা নিচে সেল করা যায় না? আপনি কি কনফার্ম? কারণ আমি রিসেন্ট সময় যাবত এত কম ডলার সেল করিনি, কিন্তু কয়েক বছর আগে দুই থেকে তিন বছর হবে তখন ১০০ টাকার আশেপাশেও সেল করেছিলাম মনে রয়েছে। আর আমি মনে করি 50-100 টাকা সেল না দিয়ে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বিশেষ করে রাউন্ড ফিগারে ঠিক বেতনের মতন সেল করে নেওয়াটা সবচাইতে বেটার এই দিক থেকে মানিলন্ডারিং নাটক এর হাত থেকেও বাঁচা যায়। ভাই অক্টোবর শেষ হয়ে গেলো, আর আপনি এখনও রিপোর্ট নিয়া দেরি করতেছেন। সম্ভবত আমি সেপ্টেম্বর মাসে টপ পোস্টার এর মধ্যে এক নাম্বারে থাকবো।  ধুর মিয়া কি যে বলেন কে বলে মাসের তিন দিন গেল, অক্টোবর মাসের শেষ হইতে এখনো ২৮ দিন বাকি রয়েছে। তবে আন্তরিকভাবে দুঃখিত আজকে কথা দিয়েও রিপোর্টটা দিতে পারলাম না যদিও কাজ শুরু করেছিলাম কিন্তু এখন অনেকটাই সময় সল্পতা আর এই কারণে দ্রুত করতে গেলে বিষয়গুলা ভুল এবং পরিমার্জিত নাও হতে পারে তাই আজকে বাদ দিলাম, ইনশাআল্লাহ কালকে প্রদান করব। আজকে না পারার কাছে কারণ হিসেবে বাংলাদেশের খেলাও অনেকটা দায়ী রয়েছে। ভালোই চলছিলো 109/1 কিছুক্ষন পর দেখি 118/6 বাঙালি বলে কথা এমন তো হবেই। সব মূর্খের দলেরা, আ**বা**ল সব। কেউ কি দেখেছিলেন?
যাইহোক শেষ পর্যন্ত বাংলাদেশ দল জিততে পেরেছে এটাই আপনার আমার সৌভাগ্য অযথা গালিগুলা দিলেন hahaha,,,, 
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Bd officer
|
 |
October 04, 2025, 02:30:51 AM |
|
বিটকয়েনটক কুমড়ো খোদাই প্রতিযোগিতা 2025গতবছরের মতো এবারো বিটকয়েনটক কুমড়ো খোদাই প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতাটি ১লা অক্টোবর থেকে শুরু হয়েছে এবং ৩১শে অক্টোবর পর্যন্ত চলবে। তাই যারা যারা অংশগ্রহণ করতে চান তারা প্রস্তুতি নিয়ে নিন, পর্যাপ্ত সময় রয়েছে। উপরে দেওয়া লিংকে ক্লিক করে প্রতিযোগিতার থ্রেড থেকে ঘুরে আসুন আরও বিস্তারিত জানুন। আমি আমাদের লোকাল মেম্বারদের জন্য এখানে শেয়ার করলাম, হয়তো অনেকেই জানেন না। নিয়ম: আপনাকে বাজার থেকে কুমড়ো কিনতে হবে এবং বিটকয়েনের ডিজাইনে খোদাই করতে হবে, আপনাকে কুমড়ার পাশে আপনার ইউজার নেম সহ তারিখ দিয়ে কাগজের টুকরা রাখতে হবে, যাতে কাজটি আপনি করেছেন তার প্রমান থাকে। পুরস্কার হিসেবে ভালোই থাকছে, এবার কোন স্পন্সর নেই। @ChiBitCTy নিজেই সরবরাহ করবেন। 👉 পুরস্কার এখানে দেখতে পারেন।তাই যারা অংশগ্রহণ করবেন তারা দেরি না করে, দা, কোদাল, কাঁচি, চাকু এবং কুমড়া নিয়ে প্রস্তুত হন। হা হা।  আমিও অলরেডি কুমড়ো কেনার প্রস্তুতি নিয়েছি, কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না।
আদৌ কি বাইনান্সে সর্বনিম্ন ৪৩৮ টাকা নিচে সেল করা যায় না? আপনি কি কনফার্ম? কারণ আমি রিসেন্ট সময় যাবত এত কম ডলার সেল করিনি, কিন্তু কয়েক বছর আগে দুই থেকে তিন বছর হবে তখন ১০০ টাকার আশেপাশেও সেল করেছিলাম মনে রয়েছে।
ভাই আমি এটা বলিনি, আমি বলেছিলাম ৪৩৮ টাকার নিচে কোন অর্ডার করা যায় না, মানে মিনিমাম ৪৩৮ টাকা সেল করতে হইবে কিন্তু রেট কম দেওয়া হইবে। তবে মাঝে মাঝে আরও কম থাকে, কিন্তু প্রায় সময় ৪৩৮ টাকার নিচে হয় না। যাইহোক শেষ পর্যন্ত বাংলাদেশ দল জিততে পেরেছে এটাই আপনার আমার সৌভাগ্য অযথা গালিগুলা দিলেন hahaha,,,,  ভাবিনি গতকাল জিতবে কেননা পাওয়ার প্লে ৩ উইকেট হারিয়েছিলো, কিন্তু বহুবছর পর মিডল অর্ডার ভালো করলো। যাইহোক, এশিয়ার ২য় সেরা দলের বিপক্ষে সিরিজ জয়, এটাই অনেক কিছু।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
Hridyansh Labs
Jr. Member
Online
Activity: 36
Merit: 2
|
 |
October 04, 2025, 02:45:45 AM |
|
সমস্যা হলেও হতে পারে। আপনার দুইটা বাইনান্সের প্রয়োজন কি? আপনি অন্য এক্সচেঞ্জ ব্যবহার করতে পারেন, বাইবিট, বিটগেট, কয়েনবেস, কুকয়েন, ইত্যাদির মত এক্সচেগুলো ব্যবহার করতে পারেন।
সমস্যা কিছুই না তবে বিষয়টা জানা প্রয়োজন ছিল তাই জিজ্ঞেস করেছিলাম। আপনি অন্যান্য যে এক্সচেঞ্জ এর কথাগুলো উল্লেখ করেছেন এগুলো ঠিক আছে তবে আবার জানার প্রয়োজন ছিল বাইনান্স ২ টা ব্যবহার করলে সমস্যা হবে কিনা। হ্যাঁ তবে একটা বাইনান্স ব্যবহার করাই সেভ। টেকনিক্যালি পারার কথা, বাট এটা রেকমেন্ডেড না। যদি নিজের আর বাবা মার নামের বাইনান্স সেইম নেটওয়ার্কের (ওয়াইফাই) আন্ডারে ইউস করতে চান তাহলে অন্ততপক্ষে চেষ্টা কইরেই আলাদা ডিভাইস ব্যবহার করার। যেমন আপনারটা আপনার ফোনে, আর আপনার বাবার টা আপনার পিসি বা ল্যাপটপ। এভাবে যদি বাইনান্স কোনো কারনে আপনার একাউন্ট ফ্লাগও করে, সেক্ষেত্রে এক্সপ্লেনেশন দিতে পারবেন যে ফ্যামিলি মেম্বার ছিলো। বাট একটা জিনিস ইনশিউর কইরেন যে "পেমেন্ট" মেথড যেনো ভিন্ন হয়। পেমেন্ট মেথড মানে যখন ডলার বাই সেল করবেন P2P থেকে, ঐখানে যেনো সেইম বিকাশ/নগদ/ব্যাংক না দেয়া থাকে। আলাদা আলাদা রাখবেন, জাস্ট টু বি অন দ্যা সেইফ সাইড।
লাস্টলি আমার সাজেশন থাকবে, এসব না করে, "Sub account" ফিচারস্ ইউজ করেন। ঐটা সেইফ।
হ্যাঁ এটাই ব্যবহার করতেছি একটা মোবাইলে আমারটা লগইন করেছি এবং আমার অন্য একটি ফোনে আম্মুরটা লগইন করেছি এভাবেই ব্যবহার করতেছি। ওরকম দুইটা লাগে না তবে মাঝে মাঝে প্রয়োজন হয় সেজন্য এটার ব্যবহার করা যাবে কিনা বিস্তারিত জানতে চেয়েছিলাম এবং আমি সাপোর্টেও কথা বলেছিলাম সেখানেও বলেছে আপনি চাইলে দুইটা একাউন্ট ব্যবহার করতে পারবেন সুইচ করে। তবুও নিজেদের দিক থেকে সেইভ থাকাই ভালো।
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1414
Merit: 1113
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
October 04, 2025, 06:55:35 PM |
|
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন, আবারো নিয়ে আসলাম আরেকটি নতুন মাসের অ্যাক্টিভিটির রিপোর্ট, এবার আমাদের পোস্ট এক্টিভিটি এবং মেরিট অ্যাক্টিভিটি দুইটার দিক থেকেই কিছুটা নিচের দিকে নেমেছে তারপরেও তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা কোয়ালিটি ফুল পোস্ট এর মাধ্যমে একটিভিটি এবং মেরিট আর্ন করেছেন সেই সাথে সাথে তাদেরকেও যারা মেরিট কন্ট্রিবিউশন করেছেন। গত মাসে প্রায় মেরিট প্রায় 52.4% বেড়েছিল কিন্তু এই মাসের অবস্থা 78.13% ডাউন গত মাসের থেকে আশা করছি সবাই আবার ফোকাস করবেন এবং এই ডাউন ফলকে রিকভার করে উপরের দিকে নিয়ে যাবেন নিচে বিস্তারিত ডাটা গুলো চার্টের মাধ্যমে তুলে ধরা হলো। সেপ্টেম্বর মাসের টোটাল পোস্ট হয়েছে = 137টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 21টিপ্রথম তিনজন সর্বোচ্চ মেরিট অর্জনকারীঃ1. Crypto Library 2. Bd officer 3. Review Masterপ্রথম তিনজন সর্বোচ্চ মেরিট সেন্ডারঃ1. Xal0lex 2. DYING_S0UL 3. Mahiyammahi
আগস্ট মাসের টোটাল পোস্ট হয়েছে = 139টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 96টিপ্রথম দশজন পোস্টদাতা 1. Bd officer [23] 2. Crypto Library [22] 3. DYING_S0UL [18] 4. God Of Thunder [14] 5. Z_MBFM [12] 6. Shishir99 [9] 7. LDL [8] 8. Mahiyammahi [7] 9. Review Master [7] 10. Yea_btc [5]
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
[⬆ ⬇ last position change indicator] 1. Crypto Library [596] ⬆ 2. Learn Bitcoin [569] ⬇ 3. Little Mouse [530] + MotoLM [8] 4. Bd officer [483] 5. DYING_S0UL [464] 6. LDL [366] ⬆7. Review Master [353] 8. shasan [245] ⬆9. Shishir99 [218] 10. Z_MBFM [218] বাংলা থ্রেড এর একটিভিটি ওভার ভিউ২০২৪ সাল এর অ্যাক্টিভিটিজানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৫ফেব্রুয়ারি মাসের একটিভিটি ২০২৫মার্চ মাসের একটিভিটি ২০২৫এপ্রিল মাসের একটিভিটি ২০২৫মে মাসের অ্যাক্টিভিটি ২০২৫জুন মাসের একটিভিটি ২০২৫জুলাই মাসের এক্টিভিটি ২০২৫আগস্ট মাসের একটিভিটি ২০২৫সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটিএনাদের ক্রেডিট না দিলেই নয়Ninjastic.Space -> TryNinjaMerit Dashboard -> DdmrDdmr
DT1 LOGS
অক্টোবর মাসের ডিটি1 মেম্বার হওয়ার জন্য যোগ্য ছিলেন-116 জন 100DT1 | | এ মাসে নতুন যারা ডিটি1 হয়েছেন | যারা গত মাসে ডিটি1 ছিলেন | | ________________________________ | ________________________________ | 1. OgNasty 2. mprep 3. d5000 4. Pmalek 5. Timelord2067 6. hilariousandco 7. EcuaMobi 8. minerjones 9. pooya87 10. SFR10 11. Ale88 12. CryptopreneurBrainboss 13. TheBeardedBaby 14. fillippone 15. lovesmayfamilis 16. jokers10 17. zasad@ 18. NotATether 19. apogio
| 1. Vod 2. hybridsole 3. Buchi-88 4. nutildah 5. zazarb 6. o_solo_miner 7. ekiller 8. polymerbit 9. logfiles 10. MinoRaiola 11. 1miau 12. bullrun2024bro
| source
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 04, 2025, 07:13:38 PM |
|
কোট
আমি আবার লোকালে কারে মেরিট দিলাম! মেরিট নিয়ে লোকালে কাউরাকাউরি বাজে তাই লোকালে কিছু দিতে মন চায়না। এনিওয়ে টপ পোস্টাদের মাঝে নিজেকে দেখে ভালো লাগলো। আশা করি আগামীতেও থাকতে পারবো। কোট
বেশ কিছুদিন আগেই দেখছি বাট এটা নিয়ে নিউজ করার প্রয়োজন মনে করি নাই। কেন করি নাই সেটা ভালো করেই জানে সবাই। পুরাতন ড্রামা থেকে শিক্ষা হয় নাই? আমি পার্সোনালী এই টাইপ কনটেস্ট অংশগ্রহণে তেমন আগ্রহ রাখিনা। কারন এইসব কনটেস্ট কে ঘিরে নানান আলোচনা সমালোচনা কনট্রোভার্সি লেগেই থাকে। তাই আমি এসবে নাই। একবার পাই বা পিজ্জায় জাস্ট অংশ নিছিলাম, তারপর নাকে মাটি দিসি।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1078
Merit: 1356
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 05, 2025, 06:16:18 AM |
|
তাই যারা অংশগ্রহণ করবেন তারা দেরি না করে, দা, কোদাল, কাঁচি, চাকু এবং কুমড়া নিয়ে প্রস্তুত হন। হা হা।  আমিও অলরেডি কুমড়ো কেনার প্রস্তুতি নিয়েছি, কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। যে যা খুশি করেন, অন্তত মাল্টিপল একাউন্ট দিয়ে পারটিসিপেট কইরেন না। মান সম্মান তো ভাই এমনিতেই আমরা হারিয়ে ফেলেছি। তাই সবার উদ্দেশ্য করে বলতে চাই, ভাই এটাকে আর নষ্ট কইরেন না অনুগ্রহ করে। পরে ধরা খেয়ে চুপাচপ বসে থাকবেন। অনেকে আবার একাউন্ট কিনে ব্যাবহার করে বলে আমার মনে হয়। সন্দেহ হলেও কাউকে কিছু বলি না এখন আর। এমনিতেই আমাকে কেউ দেখতে পারে না এখন। আমি জানি যে এই কন্টেস্ট এ কেউ টাকা জেতার জন্য জয়েন করে না। সবাই শুধু মেরিট পাওয়ার জন্যই জয়েন করে। কিন্তু সেটাও এবিউজ যদি আপনি মাল্টিপল একাউন্ট নিয়ে জয়েন করেন। সেই থ্রেড এ নুতিলদাহ অলরেডি ওয়ার্নিং দিয়ে রাখছে যে, কেউ যদি অল্টারনেটভ একাউন্ট নিয়ে জয়েন করে, নুতিলদাহ তাকে খুঁজে বের করবে এবং ট্যাগ মারবে। যাইহোক শেষ পর্যন্ত বাংলাদেশ দল জিততে পেরেছে এটাই আপনার আমার সৌভাগ্য অযথা গালিগুলা দিলেন hahaha,,,,  চলেন আজকে খেলা দেখি 
|
|
|
|
|
Bd officer
|
 |
October 05, 2025, 06:33:50 AM |
|
বিটকয়েন আবারো নতুন ATH করেছে। অক্টোবর যে বুলিস মাস তা আবারও প্রমান করে দিলো। পুর্বের ইতিহাসে অক্টোবর মাস গুলোতে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়েছিলো এবং ২০২৫ সালের অক্টোবর মাসেও একই ঘটনা ঘটেছে। কিছু দিন আগে ATH ছিলো $১২৪k কিন্তু বর্তমান ATH $১২৫k হয়েছে। মার্কেট মুভমেন্ট খুবই ভালো দেখাচ্ছে মনে হয় এই মাসের বড় ধরনের পাম্পিং হতে পারে। আপনারা কি ভাবছেন? Happy Uptober........... সামনে আরও ভালো কিছু দেখবো মনে হয়। কিন্তু ইথেরিয়াম বড় ধাক্কা দিতেছে না, $৪০০০-৪৬০০ মধ্যে ঘুরপাক খাচ্ছে। বিটকয়েনের দাম যতই বৃদ্ধি পায় না কেন কিন্তু ইথেরিয়ামের দাম $৬ হাজারের বেশি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1414
Merit: 1113
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
October 05, 2025, 10:51:16 AM |
|
কোট
আমি আবার লোকালে কারে মেরিট দিলাম! মেরিট নিয়ে লোকালে কাউরাকাউরি বাজে তাই লোকালে কিছু দিতে মন চায়না। এনিওয়ে টপ পোস্টাদের মাঝে নিজেকে দেখে ভালো লাগলো। আশা করি আগামীতেও থাকতে পারবো। তুমি মিয়া সেই কথা বাদ দাও, আকাশের চাঁদ ফুটে ছিল গত মাসে তাই তোমার কাছ থেকে আমি এবং Review Master এবং Z_MBFM ভাই মেরিট পেয়েছিলাম। যাইহোক শেষ পর্যন্ত বাংলাদেশ দল জিততে পেরেছে এটাই আপনার আমার সৌভাগ্য অযথা গালিগুলা দিলেন hahaha,,,,  চলেন আজকে খেলা দেখি  মজা লন মিয়া? আমি দেখতে বসলেও আপনার এবং মজা আপনি দেখতে বইছেন না আপনি দেখতে বসলেই বাংলাদেশ হেরে যাবে। যদিও আজকে এমনিও হারতে তে পারে অন্য হারতে পারে কারণ বাংলাদেশ অলরেডি সিরিজটি জিতে গিয়েছে তাই মানসিকভাবে বাংলাদেশ প্লেয়াররা অলরেডি ছুটিতে রয়েছে আর এজন্যই বিগত সিরিজ গুলোর মত এই ম্যাচেও বাংলাদেশ ডাব্বা মেরে হারতে পারে।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Review Master
|
 |
October 05, 2025, 03:11:20 PM |
|
9. Review Master [7]
যেকোনো সময় মনে হয় সেরা ১০ এর মধ্যেও থাকবো নাহ। গতমাসে ফাইনাল এক্সাম আর টুর দিয়ে সময় নষ্ট করেছি, দেখি এই মাসে কেমন অ্যাক্টিভ থাকতে পারি।  আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ [⬆ ⬇ last position change indicator] 7. Review Master [353] এখানেও আবনতি হয়ে গেল  এইমাসে কামব্যাক দিতেই হবে।
কিন্তু ইথেরিয়াম বড় ধাক্কা দিতেছে না, $৪০০০-৪৬০০ মধ্যে ঘুরপাক খাচ্ছে। বিটকয়েনের দাম যতই বৃদ্ধি পায় না কেন কিন্তু ইথেরিয়ামের দাম $৬ হাজারের বেশি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না।
কারণ ইথিরিয়ামও কিন্তু অল্টকয়েন আর অল্টকয়েনের মূল্য তখনে বাড়ে, যখন বিটকয়েনের মূল্যে তেমন একটা পরিবর্তন দেখা যায় নাহ । কিন্তু বিটকয়েনের মূল্যের দিকে তাকান, গতমাসের শেষে বিটকয়েনের মূল্য ১০৮,৫০০ এর কাছে চলে গিয়ে ছিল। এই জন্যই বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেলেও ইথিরিয়ামের মূল্যের তেমন একটা পরিবর্তন দেখা যায় নাই।
|
|
|
|
|
Mahiyammahi
|
 |
October 05, 2025, 08:12:18 PM |
|
তাই যারা অংশগ্রহণ করবেন তারা দেরি না করে, দা, কোদাল, কাঁচি, চাকু এবং কুমড়া নিয়ে প্রস্তুত হন। হা হা।  আমিও অলরেডি কুমড়ো কেনার প্রস্তুতি নিয়েছি, কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। কাল বাজারে গিয়ে একটু ঘুরে আসব, দেখি বড় সাইযের কুমড়ো পাই কিনা। কিনে বানাতে হবে, আচ্ছা আপনারা এখানে ব্যবহারিত কুমড়ো গুলো কি পরবর্তি তে ফেলে দেন নাকি খাওয়ার জন্য ব্যবহার করেন। কারন পুরা কুমড়ো টা ফেলে দিতে আমার কেমন যেনো খারাপ লাগবে। কম করে হলেও ৪/৫, কেজির না হলে বানানো যাবে না ভালো মতন। প্রথম তিনজন সর্বোচ্চ মেরিট সেন্ডারঃ 1. Xal0lex 2. DYING_S0UL 3. Mahiyammahi
হেহে ভাই, টপ ৩ এ আছি দেখেই আনন্দ লাগে৷ বাংলায় একটু কম সময় দিয়েছি গত মাসে, তাই টপ মেরিট আর্নিং এর মধ্যে থাকতে পারলাম না। যাই হোক দেখে ভালোই লাগলো সেপ্টেম্বর এর রিপোর্ট
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1078
Merit: 1356
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 06, 2025, 05:35:30 AM |
|
মজা লন মিয়া? আমি দেখতে বসলেও আপনার এবং মজা আপনি দেখতে বইছেন না আপনি দেখতে বসলেই বাংলাদেশ হেরে যাবে। যদিও আজকে এমনিও হারতে তে পারে অন্য হারতে পারে কারণ বাংলাদেশ অলরেডি সিরিজটি জিতে গিয়েছে তাই মানসিকভাবে বাংলাদেশ প্লেয়াররা অলরেডি ছুটিতে রয়েছে আর এজন্যই বিগত সিরিজ গুলোর মত এই ম্যাচেও বাংলাদেশ ডাব্বা মেরে হারতে পারে।
না, মজা লই নাই। কালকের ম্যাচ নিয়ে সবার মনেই একটু নেগেটিভ ধারনা ছিল যে শেষ ম্যাচে তারা গা ছেড়ে দিয়ে খেলবে। যেহেতু হেরে গেলেও কোন সমস্যা নেই। কিন্তু মজার ব্যাপার হলো, অন্য দুই ম্যাচ এর চাইতে শেষ ম্যাচ টা একটু কমফোর্টেবল ভাবেই জিতেছে বলে মনে হচ্ছে। প্রথম দুই ম্যাচে যেভাবে উইকেট হারিয়েছে, ম্যাচ প্রায় হেরেই যাচ্ছিলো। দুই ম্যাচেই ত্রাতা হয়ে এসেছে সোহান। পর পর দুইটা কার্যকরী ইনিংস খেলে দলকে জিতিয়েছে সোহান। এর জন্য তাকে আসলে কৃতিত্ব দিতেই হচ্ছে। একই কাজ আমরা এশিয়া কাঁপেও আশা করেছিলাম, কিন্তু লাভ হয়নি। গতকালের ম্যাচে অবশ্য এরকম সিচুয়েশন হয়নি। শামিম যেভাবে ক্রিজে এসে প্রথম বলেই শট খেলতে গিয়ে আউট হয়েছে, মুজিব পর পর দুই বলে দুই উইকেট পেলো, সেটা দেখে গাইয়ের লোম দাঁড়িয়ে গেছে। ধন্যবাদ দেয়া লাগবে সাইফ কে। এই ছেলেটা প্রতি ম্যাচেই চেষ্টা করছে নিজের সেরাটা দিয়ে দলকে জেতানোর জন্য। ওরে আমার কাছে মাহমুদুল্লাহর বেটার ভার্শন মনে হয়।
|
|
|
|
|
Bd officer
|
 |
October 06, 2025, 01:45:28 PM |
|
না, মজা লই নাই। কালকের ম্যাচ নিয়ে সবার মনেই একটু নেগেটিভ ধারনা ছিল যে শেষ ম্যাচে তারা গা ছেড়ে দিয়ে খেলবে। যেহেতু হেরে গেলেও কোন সমস্যা নেই। কিন্তু মজার ব্যাপার হলো, অন্য দুই ম্যাচ এর চাইতে শেষ ম্যাচ টা একটু কমফোর্টেবল ভাবেই জিতেছে বলে মনে হচ্ছে। প্রথম দুই ম্যাচে যেভাবে উইকেট হারিয়েছে, ম্যাচ প্রায় হেরেই যাচ্ছিলো। দুই ম্যাচেই ত্রাতা হয়ে এসেছে সোহান। পর পর দুইটা কার্যকরী ইনিংস খেলে দলকে জিতিয়েছে সোহান। এর জন্য তাকে আসলে কৃতিত্ব দিতেই হচ্ছে। একই কাজ আমরা এশিয়া কাঁপেও আশা করেছিলাম, কিন্তু লাভ হয়নি।
গতকালের ম্যাচে অবশ্য এরকম সিচুয়েশন হয়নি। শামিম যেভাবে ক্রিজে এসে প্রথম বলেই শট খেলতে গিয়ে আউট হয়েছে, মুজিব পর পর দুই বলে দুই উইকেট পেলো, সেটা দেখে গাইয়ের লোম দাঁড়িয়ে গেছে। ধন্যবাদ দেয়া লাগবে সাইফ কে। এই ছেলেটা প্রতি ম্যাচেই চেষ্টা করছে নিজের সেরাটা দিয়ে দলকে জেতানোর জন্য। ওরে আমার কাছে মাহমুদুল্লাহর বেটার ভার্শন মনে হয়।
ভাই আমি একটা বিষয় চিন্তা করি, এত সুন্দর খেলা পাকিস্তানের বিপক্ষে কোথাও ছিলো? আমাদের মানতে হবে যে পাকিস্তানের বোলিং লাইনের চেয়ে অবশ্যই আফগানিস্তানের বোলিং লাইন ভালো, কিন্তু বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হেরেছিলো। তবে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই, তারা আফগানিস্তানকে বাংলাওয়াশ করেছে। আর টানা ৪টি T-20 সিরিজ জিতেছে। আর অবশ্যই সাইফ হাসানের পারফরম্যান্স অসাধারণ ছিলো, তিনি যেভাবে ছক্কা মারেন এতে মনে হয় না তিনি বাংলাদেশি খেলোয়ার, মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ থেকে এসেছে। যাইহোক, বাংলাদেশ জিতেছে কিন্তু একজন খেলোয়াড়কে দেখলেই আমার বিরক্তিকর লাগে, এশিয়া কাপে ৬ ম্যাচ এবং আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ তাহলে টোটাল ৯ ম্যাচে কোন ফিফটি করতে পারে নাই। আসলে আমরা জানি না তার মত খেলোয়ারকে কেন এত বারবার সুযোগ দেওয়া হয়? এছাড়া একটি বিষয় কি লক্ষ্য করেছেন? আফগানিস্তানের বিপক্ষে জাকের আলী ৩ ম্যাচেই LBW হয়েছে, কিন্তু ক্যাপ্টেন তাই রিভিউ নিয়ে শুধু রিভিউ নষ্ট করেছে। অথচ খেলা পারে না, নিশ্চিত আউট কিন্তু রিভিউ নেয়, এরা এতদিন ধরে ক্রিকেট খেলছে, কিন্তু এখনও নিশ্চিত হতে পারে না কোনটা আউট হয়েছে, লল। এদের নিয়ে মন্তব্য করলে কখনই শেষ হবে না, আর আমাদের মন্তব্য করে লাভ নাই, কিন্তু ক্রিকেট পছন্দ করি তাই বাংলাদেশ ভালো না করলে নিজের খারাপ লাগে।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
|
synchronym
|
 |
October 06, 2025, 03:59:09 PM |
|
না, মজা লই নাই। কালকের ম্যাচ নিয়ে সবার মনেই একটু নেগেটিভ ধারনা ছিল যে শেষ ম্যাচে তারা গা ছেড়ে দিয়ে খেলবে। যেহেতু হেরে গেলেও কোন সমস্যা নেই। কিন্তু মজার ব্যাপার হলো, অন্য দুই ম্যাচ এর চাইতে শেষ ম্যাচ টা একটু কমফোর্টেবল ভাবেই জিতেছে বলে মনে হচ্ছে। প্রথম দুই ম্যাচে যেভাবে উইকেট হারিয়েছে, ম্যাচ প্রায় হেরেই যাচ্ছিলো। দুই ম্যাচেই ত্রাতা হয়ে এসেছে সোহান। পর পর দুইটা কার্যকরী ইনিংস খেলে দলকে জিতিয়েছে সোহান। এর জন্য তাকে আসলে কৃতিত্ব দিতেই হচ্ছে। একই কাজ আমরা এশিয়া কাঁপেও আশা করেছিলাম, কিন্তু লাভ হয়নি।
গতকালের ম্যাচে অবশ্য এরকম সিচুয়েশন হয়নি। শামিম যেভাবে ক্রিজে এসে প্রথম বলেই শট খেলতে গিয়ে আউট হয়েছে, মুজিব পর পর দুই বলে দুই উইকেট পেলো, সেটা দেখে গাইয়ের লোম দাঁড়িয়ে গেছে। ধন্যবাদ দেয়া লাগবে সাইফ কে। এই ছেলেটা প্রতি ম্যাচেই চেষ্টা করছে নিজের সেরাটা দিয়ে দলকে জেতানোর জন্য। ওরে আমার কাছে মাহমুদুল্লাহর বেটার ভার্শন মনে হয়।
ভাই আমি একটা বিষয় চিন্তা করি, এত সুন্দর খেলা পাকিস্তানের বিপক্ষে কোথাও ছিলো? আমাদের মানতে হবে যে পাকিস্তানের বোলিং লাইনের চেয়ে অবশ্যই আফগানিস্তানের বোলিং লাইন ভালো, কিন্তু বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হেরেছিলো। তবে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই, তারা আফগানিস্তানকে বাংলাওয়াশ করেছে। আর টানা ৪টি T-20 সিরিজ জিতেছে। আর অবশ্যই সাইফ হাসানের পারফরম্যান্স অসাধারণ ছিলো, তিনি যেভাবে ছক্কা মারেন এতে মনে হয় না তিনি বাংলাদেশি খেলোয়ার, মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ থেকে এসেছে। যাইহোক, বাংলাদেশ জিতেছে কিন্তু একজন খেলোয়াড়কে দেখলেই আমার বিরক্তিকর লাগে, এশিয়া কাপে ৬ ম্যাচ এবং আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ তাহলে টোটাল ৯ ম্যাচে কোন ফিফটি করতে পারে নাই। আসলে আমরা জানি না তার মত খেলোয়ারকে কেন এত বারবার সুযোগ দেওয়া হয়? এছাড়া একটি বিষয় কি লক্ষ্য করেছেন? আফগানিস্তানের বিপক্ষে জাকের আলী ৩ ম্যাচেই LBW হয়েছে, কিন্তু ক্যাপ্টেন তাই রিভিউ নিয়ে শুধু রিভিউ নষ্ট করেছে। অথচ খেলা পারে না, নিশ্চিত আউট কিন্তু রিভিউ নেয়, এরা এতদিন ধরে ক্রিকেট খেলছে, কিন্তু এখনও নিশ্চিত হতে পারে না কোনটা আউট হয়েছে, লল। এদের নিয়ে মন্তব্য করলে কখনই শেষ হবে না, আর আমাদের মন্তব্য করে লাভ নাই, কিন্তু ক্রিকেট পছন্দ করি তাই বাংলাদেশ ভালো না করলে নিজের খারাপ লাগে। পাকিস্তানের বিপক্ষে পরাজিত হবার একটাই কারণ সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি দায়িত্বশীল ব্যাটিং করতে পারতো অবশ্যই এশিয়া কাপে পাকিস্তান কে হারিয়ে বাংলাদেশ ফাইনাল খেলতে পারতো। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা মোটামুটি ভালো ব্যাটিং করেছে এবং বলাররা দুর্দান্ত ভালো পারফরম্যান্স করেছে ।যার কারণে আফগানিস্তানের বিপক্ষে তারা দুর্দান্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে এবং আফগানিস্তানকে বাংলা ওয়াস করতে সক্ষম হয়েছে। এখন বাংলাদেশে দলের উচিত হবে টি-টোয়েন্টি ম্যাচের জয় লাভ করার পর বেশি আত্মবিশ্বাসী না হয়ে ওয়ানডে পারফরম্যান্স যেন ভালোভাবে করতে পারে সেদিকে লক্ষ্য রাখা যাতে করে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ভালো পারফরমেন্স করতে পারে। আর যদি জাকের আলীর কথা বলি ওকে একদম আমার বাজে লাগে ভালোভাবে খেলতে পারেনা শুধু ছাগলের মত জাবর কাটায় যা একদম বিরক্ত কর। অস্থায়ী অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সেটা কাজে লাগাতে হবে না যার কারণে আউট হওয়ার পরেও রিভিউ নেয় এবং অযথা রিভিউ গুলো নষ্ট করে।
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1414
Merit: 1113
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
October 06, 2025, 04:34:53 PM |
|
প্রথম তিনজন সর্বোচ্চ মেরিট সেন্ডারঃ 1. Xal0lex 2. DYING_S0UL 3. Mahiyammahi
হেহে ভাই, টপ ৩ এ আছি দেখেই আনন্দ লাগে৷ বাংলায় একটু কম সময় দিয়েছি গত মাসে, তাই টপ মেরিট আর্নিং এর মধ্যে থাকতে পারলাম না। যাই হোক দেখে ভালোই লাগলো সেপ্টেম্বর এর রিপোর্ট আনন্দলাগা স্বাভাবিক এবং আমি যারা টপ থ্রি মেরিট সেন্ডার এর মধ্যে রয়েছে তাদেরকে সব সময় আমাদের অ্যাক্টিভিটি প্রগ্রেস এ আরো বড় ভূমিকা পালনকারী মনে করি কারণ তারা মেরিট দেওয়ার মাধ্যমে ইউজারদের মাঝে উদ্দীপনা তৈরি করে এবং যার ফলে ইউজার ভালো এবং কোয়ালিটি ফুল কন্টেন্ট বা পোস্ট তৈরি করার চেষ্টা চালিয়ে যায়। যাইহোক আপনাকে সহ আর দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। 9. Review Master [7]
যেকোনো সময় মনে হয় সেরা ১০ এর মধ্যেও থাকবো নাহ। গতমাসে ফাইনাল এক্সাম আর টুর দিয়ে সময় নষ্ট করেছি, দেখি এই মাসে কেমন অ্যাক্টিভ থাকতে পারি।  আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ [⬆ ⬇ last position change indicator] 7. Review Master [353] এখানেও আবনতি হয়ে গেল  এইমাসে কামব্যাক দিতেই হবে। ব্যাপার না ভাই এক্সাম ট্যুর এগুলোও জীবনের অংশ, এগুলোতেও সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। সাথে সাথে আমি আপনার কাম ব্যাক আরো ভালোভাবে চাই কারণ আপনার মতন মানুষের অ্যাক্টিভিটি আমাদের লোকাল থ্রেডে আরো বেশি বেশি প্রয়োজন। না, মজা লই নাই। কালকের ম্যাচ নিয়ে সবার মনেই একটু নেগেটিভ ধারনা ছিল যে শেষ ম্যাচে তারা গা ছেড়ে দিয়ে খেলবে। যেহেতু হেরে গেলেও কোন সমস্যা নেই। কিন্তু মজার ব্যাপার হলো, অন্য দুই ম্যাচ এর চাইতে শেষ ম্যাচ টা একটু কমফোর্টেবল ভাবেই জিতেছে বলে মনে হচ্ছে। প্রথম দুই ম্যাচে যেভাবে উইকেট হারিয়েছে, ম্যাচ প্রায় হেরেই যাচ্ছিলো। দুই ম্যাচেই ত্রাতা হয়ে এসেছে সোহান। পর পর দুইটা কার্যকরী ইনিংস খেলে দলকে জিতিয়েছে সোহান। এর জন্য তাকে আসলে কৃতিত্ব দিতেই হচ্ছে। একই কাজ আমরা এশিয়া কাঁপেও আশা করেছিলাম, কিন্তু লাভ হয়নি।
গতকালের ম্যাচে অবশ্য এরকম সিচুয়েশন হয়নি। শামিম যেভাবে ক্রিজে এসে প্রথম বলেই শট খেলতে গিয়ে আউট হয়েছে, মুজিব পর পর দুই বলে দুই উইকেট পেলো, সেটা দেখে গাইয়ের লোম দাঁড়িয়ে গেছে। ধন্যবাদ দেয়া লাগবে সাইফ কে। এই ছেলেটা প্রতি ম্যাচেই চেষ্টা করছে নিজের সেরাটা দিয়ে দলকে জেতানোর জন্য। ওরে আমার কাছে মাহমুদুল্লাহর বেটার ভার্শন মনে হয়।
সব কথা বাদ দেন, আগে বলেন আপনি খেলা দেখছিলেন নাকি দেখেন নাই ? আমার তো মনে হয় আপনি দেখেন নাই, নইলে বাংলাদেশ এত ভালো খেললো কেমনে তাও আবার ইনিংসে জিতে তৃতীয় নম্বর ম্যাচে!
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Bd officer
|
 |
October 09, 2025, 05:14:56 AM |
|
আর যদি জাকের আলীর কথা বলি ওকে একদম আমার বাজে লাগে ভালোভাবে খেলতে পারেনা শুধু ছাগলের মত জাবর কাটায় যা একদম বিরক্ত কর। অস্থায়ী অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সেটা কাজে লাগাতে হবে না যার কারণে আউট হওয়ার পরেও রিভিউ নেয় এবং অযথা রিভিউ গুলো নষ্ট করে।
আসলে জানি না কেন জাকের আলীর মতো খেলোয়াড়কে এত সুযোগ দেওয়া হচ্ছে, টানা ৪ ম্যাচেই LBW আউট হয়েছেন। যাক তাও ভালো যে গতকাল জাকের আলী রিভিউ নেন নাই, মেবি যদি তিনি ক্যাপ্টেন থাকতেন তাহলে হয়তো রিভিউ নিতো আর নষ্ট করতেন। জাকের আলীর চেয়ে বোলাররা ভালো ব্যাটিং করতে পারে, তাই তার বোলারদের কাছে থেকে শেখা উচিত। যাইহোক, আমি আগেই জানতাম বাংলাদেশ অডিআই সিরিজে ভালো করতে পারবে না, রিসেন্টলি কিছু ODI সিরিজে ভালো করতে পারে নাই, বাংলাদেশ প্রায় ODI সিরিজে হেরেছে। আফগানিস্তানের বিপক্ষেও হেরে গেলে আমি অবাক হবো না। অলরেডি ১ম ম্যাচে হেরেছে, তাই পরবর্তী টানা ২ ম্যাচে জেতা চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশের কোন ফরম্যাটে ওপেনিং ভালো হচ্ছে না, ওপেনিংয়ে কমপক্ষে ৬০-৭০ রানের পার্টনারশিপ গড়া উচিত কিন্তু বাংলাদেশ টিমে এই সমস্যার সমাধান করতে পারছে না। মুল কথা বাংলাদেশ দলে ধারাবাহিক ভাবে ভালো করবে এমন খেলোয়াড়ের অভাব রয়েছে।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
|
Z_MBFM
|
 |
October 09, 2025, 05:18:30 AM |
|
 Binance Alpha নিয়ে কে কতটা জানেন আর কে এটা করেন ? আমি দেখতেছি প্রায় প্রতিদিনই Binance Alpha তে এয়ারড্রপ দিচ্ছে সেখানে ১০০-২১১ পয়েন্ট পর্যন্ত যাদের থাকে তারা এলিজিবল হয়। আর আপনি প্রতিদিন ৬৬ হাজার ডলার ভলিউম করে এবং ১০০ ডলার+ হোল্ড করে ১৭ পয়েন্ট করে পাবেন। মানে আপনাকে ১২-১৩ দিন ফ্রি ফ্রি ট্রেড করতে হবে যার খরচ ৪০-৫০ ডলার কিন্তু একবার ২২০+ পয়েন্ট করলে আপনি এয়ারড্রপ পাবেন মিনিমাম ৪ টা আর এই ৪ টা ক্লেইম এ সর্বনিম্ন ১৫০-৫০০$ পাবেন আশা করা যায়। আর আপনাকে এখানে নিয়মিত ট্রেড করে পয়েন্ট আর্ন করতে হবে কারণ এই ফোরামে যেমন ১২০ দিন পর পর মেরিট হিস্ট্রি থেকে মেরিট মুছে যায় Alpha Point এর ১৫ দিন এর হিস্ট্রি আপনাকে ২২০+ পয়েন্ট রাখতে হবে আপনি ১৫ দিনে ১৭ পয়েন্ট করে আর্ন করলে ২৫৫ পয়েন্ট হবে। আর একটা এয়ারড্রপ ক্লেইম করলেও ১৫ পয়েন্ট কেটে নেয়। তবে সব মিলিয়ে এখান থেকে ভালো আর্নিং সম্ভব, তাই কেউ চাইলে করতে পারেন। রিস্ক - যেহেতু প্রতিদিন এখানে ট্রেডিং ভলিউম করতে হবে পয়েন্ট আর্নিং করার জন্য তাই এখানে অবশ্যই রিস্ক থাকবে ভোলাটাইল অবস্থাতে লস এর সংখ্যা বেশি হতে পারে তখন খরচ বেশি পড়তে পারে। - এখন রেগুলার এয়ারড্রপ আসতেছে কিন্তু সব সময় এরকম আসবে তার কোন গ্যারান্টি নেই তাই পয়েন্ট আর্নিং করার পর যেহেতু 15 দিন পর পর পয়েন্ট এক্সপায়ার হয় তাই রেগুলার ট্রেডিং করতে হবে কিন্তু রেগুলার এয়ারড্রপ না আসলে খরচ বেশি পড়ে যাবে। যদি কেউ এটি করেন তাহলে নিজের রিস্কে করতে পারেন। আমি নিজে করতেছি এবং অনেকদিন যাবত গ্রুপে এর সাকসেস দেখতেছি তাই এখানে শেয়ার করলাম।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
synchronym
|
 |
October 09, 2025, 05:47:27 AM |
|
আর যদি জাকের আলীর কথা বলি ওকে একদম আমার বাজে লাগে ভালোভাবে খেলতে পারেনা শুধু ছাগলের মত জাবর কাটায় যা একদম বিরক্ত কর। অস্থায়ী অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সেটা কাজে লাগাতে হবে না যার কারণে আউট হওয়ার পরেও রিভিউ নেয় এবং অযথা রিভিউ গুলো নষ্ট করে।
আসলে জানি না কেন জাকের আলীর মতো খেলোয়াড়কে এত সুযোগ দেওয়া হচ্ছে, টানা ৪ ম্যাচেই LBW আউট হয়েছেন। যাক তাও ভালো যে গতকাল জাকের আলী রিভিউ নেন নাই, মেবি যদি তিনি ক্যাপ্টেন থাকতেন তাহলে হয়তো রিভিউ নিতো আর নষ্ট করতেন। জাকের আলীর চেয়ে বোলাররা ভালো ব্যাটিং করতে পারে, তাই তার বোলারদের কাছে থেকে শেখা উচিত। যাইহোক, আমি আগেই জানতাম বাংলাদেশ অডিআই সিরিজে ভালো করতে পারবে না, রিসেন্টলি কিছু ODI সিরিজে ভালো করতে পারে নাই, বাংলাদেশ প্রায় ODI সিরিজে হেরেছে। আফগানিস্তানের বিপক্ষেও হেরে গেলে আমি অবাক হবো না। অলরেডি ১ম ম্যাচে হেরেছে, তাই পরবর্তী টানা ২ ম্যাচে জেতা চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশের কোন ফরম্যাটে ওপেনিং ভালো হচ্ছে না, ওপেনিংয়ে কমপক্ষে ৬০-৭০ রানের পার্টনারশিপ গড়া উচিত কিন্তু বাংলাদেশ টিমে এই সমস্যার সমাধান করতে পারছে না। মুল কথা বাংলাদেশ দলে ধারাবাহিক ভাবে ভালো করবে এমন খেলোয়াড়ের অভাব রয়েছে। জাকির আলী কথা কি আর বলবো ও যখন খেলতে আসে আমি বাংলাদেশ খেলা তখন ভালোভাবে উপভোগ করতেই পারি না। খেলা দেখার আনন্দ নষ্ট হয়ে যায় ভালোভাবে তো রান করতে পারে না এমন ভাব দেখায় মনে হয় প্রত্যেকটা বলে সে ছয় মারবে। জাকির আলী যখন আউট হলো আমার মনে হচ্ছিল সেই যদি অধিনায়কের দায়িত্ব পেতো অবশ্যই সে রিভিউটা নষ্ট করত। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ দল যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল যার কারণে আফগানিস্তানকে হোয়াইট ওয়াস করা সম্ভব হয়েছিল। তবে ওডিআই ম্যাচে বাংলাদেশ দলের যেন এক ভিন্ন রূপ দেখলাম বাংলাদেশ দল পথে জিতে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে অনেকটাই চাপে পরে বাংলাদেশের ব্যাটসম্যানরা। বাংলাদেশ দলের উচিত ছিল দায়িত্বশীল ব্যাটিং করা ওয়ানডে খেলা যেহেতু অবশ্যই বাংলাদেশ দলকে ২৭০ রান করা দরকার ছিল ।যদি প্রতিপক্ষ আফগানিস্তানকে 270 রানের টার্গেট দিতে পারতো তাহলে অবশ্যই ওডিআই ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করতে পারতো। তবে আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ হারার পরে ওয়ানডেতে ধারণভাবে ফিরে এসেছে তারা খুব ভালো পারফরম্যান্স করেছে এবং বাংলাদেশকে ৫ উইকেট হারিয়ে ওডিআই প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে তারা। তবে বাংলাদেশের প্রথম ওডিআই ম্যাচটা বাংলাদেশ দল ব্যাটিং ও বোলিং কোনটাতেই তেমন ভালো করতে পারেনি অবশ্যই দ্বিতীয় ওডিআই ম্যাচের জন্য বাংলাদেশকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তা নাহলে দ্বিতীয় ম্যাচটি জয়লাভ করতে পারবে না বাংলাদেশ দল।
|
|
|
|
|
|
LDL
|
 |
October 09, 2025, 04:18:22 PM |
|
ক্রিকেট বলেন অথবা ফুটবল বলেন যেখানেই আমি খেলা দেখব সেখানে বাংলাদেশে কখনো পারে না। শেষ মিনিটে গোল হজম করে দলকে রক্ষা করতে পারলেন না। মাত্র দুইটা মিনিট বাংলাদেশ ডিফেন্স করতে পারেনি বরং দ্বিতীয় অর্ধের শেষে ১১ মিনিটের মাথায় বাংলাদেশ গোল খেলো অর্থাৎ গোল দেওয়া ও শেষ শেষ বাঁশি বাজানো শেষ। খেলাটা দেখি খুব কষ্ট পেলাম বিশেষ করে যখন তিন তিন এর সমতা আসলো তখন ভাবলাম বাংলাদেশ এইরকম কঠিন মুহূর্তে এতটা ভাল খেলে ড্র করবে ভাবা যায়। যেখানে দুই গোল পিছিয়ে থেকে শেষের দিকে এসে টানা দুটি গোল করে দলকে সমতায় ফেরালো। কিন্তু চোখের পলক ফেলতেই দেখি অলরেডি শোধ দিয়ে হংকং জয় নিয়ে গেল। আমরা জানি ফুটবলে ভেন্যুতে কিছুটা সুবিধা পেয়ে থাকে বাংলাদেশ তো ঐরকম কোন সুবিধা নিতে পারল না। কিসের একটা মিনিট শালার কভার দিতে পারল না পরাজিত হতেই হল।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
Bd officer
|
 |
October 10, 2025, 01:09:30 AM |
|
ক্রিকেট বলেন অথবা ফুটবল বলেন যেখানেই আমি খেলা দেখব সেখানে বাংলাদেশে কখনো পারে না। শেষ মিনিটে গোল হজম করে দলকে রক্ষা করতে পারলেন না। মাত্র দুইটা মিনিট বাংলাদেশ ডিফেন্স করতে পারেনি বরং দ্বিতীয় অর্ধের শেষে ১১ মিনিটের মাথায় বাংলাদেশ গোল খেলো অর্থাৎ গোল দেওয়া ও শেষ শেষ বাঁশি বাজানো শেষ। খেলাটা দেখি খুব কষ্ট পেলাম বিশেষ করে যখন তিন তিন এর সমতা আসলো তখন ভাবলাম বাংলাদেশ এইরকম কঠিন মুহূর্তে এতটা ভাল খেলে ড্র করবে ভাবা যায়। যেখানে দুই গোল পিছিয়ে থেকে শেষের দিকে এসে টানা দুটি গোল করে দলকে সমতায় ফেরালো। কিন্তু চোখের পলক ফেলতেই দেখি অলরেডি শোধ দিয়ে হংকং জয় নিয়ে গেল। আমরা জানি ফুটবলে ভেন্যুতে কিছুটা সুবিধা পেয়ে থাকে বাংলাদেশ তো ঐরকম কোন সুবিধা নিতে পারল না। কিসের একটা মিনিট শালার কভার দিতে পারল না পরাজিত হতেই হল।
যা হওয়ার তাই হয়েছে, এই ফুটবল টিমের নাম যে বাংলাদেশ, তাই বাংলাদেশের কাছে থেকে ভালো কিছু আশা করা যায় না। বাংলাদেশ দুর্নীতিতে সবার আগে, এদিক দিয়ে কেউ পিছিয়ে ফেলে যেতে পারবে না। শুরুতে বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে মনে হয়েছিলো পাড়া মহল্লার ছেলেরা খেলছে, তবুও হামজার ফ্রি কিকে একটা গোলে বাংলাদেশ এগিয়ে যায় কিন্তু বাংলাদেশের কিংবদন্তি খেলোয়াড়রা হংকং এর খেলোয়াড়দের কাছে বল দেয় গোল খাওয়া জন্য, লল। যাইহোক, দেখবেন আর কয়েকদিন পর ক্রিকেটের মতো সবাই ফুটবল টিম কে ঘৃণা করতে শুরু করবে। আমার তো মনে হয় এর চেয়ে ক্রিকেট টিম ভালো, তারা হংকং কে হারিয়েছিলো।  আমি হামজার প্রশংসা করব, তিনি যথেষ্ট ভালো খেলেছেন, তার পাস খুবই ভালো, যদি তার মতো আরও কয়েকজন খেলোয়াড় থাকতো তাহলে বাংলাদেশ ভালো অবস্থানে যেতে পারতো। এখন একা কারও পক্ষে দলকে জেতানো সম্ভব নয়। দুঃখের বিষয় বাংলাদেশ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না, এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
|