ভাইয়েরা কার কি অবস্থা? কেমন আছেন? বেঁচে আছেন নাকি জমে গেছেন? ইদানীং ছোটন কাকু রে খুব মনে পড়ে আমার। এদিকে এতো শীত যে শীতের সোদনে খাড়াতে পাড়ছি না। পৃথিবীর মায়া ত্যাগ করে আমি এক সপ্তাহ ধরে কম্বলের নিচে শুয়ে আছি। খাওয়া দাওয়া, কাজবাজ, গোসল বাথরুম সবকিছু বন্ধ হয়ে গেছে। এমনকি সামান্য পানি খাওয়ার জন্যও বের হতে ইচ্ছা করে না ইদানীং। ইমনিতেই দিন ছোট এখন তার মধ্যে রোদের দেখা মিলে না বল্লেই চলে। সারাদিন মৃদু মৃদু বাতাস ছিলো, সাথে মেঘ, রাতে বৃষ্টি হলেও হতে পারে। ঠান্ডায় হাত বা জুমে একাকার, আর সবথেকে বড় সমস্যা ঠাং গরম হয়না। তারমধ্যে আমার আবার এলার্জি, আর শীতে আমার নরমাল এলার্লি কোল্ড এলার্জি তে পরিণত হয়ে গেছে। শীতে ত্বকে মনে হয়না, গুটি গুটি গায়ে শিরা দিলে যা হয়? ঐরকম একটা কিছু তবে আমার টায় একটু বেশিই। এতো পরিমাণ চুলকায় বলার মতো না। এনিওয়ে সবাই ভালো থাকেন, আর ঠান্ডা লাগায়েন না।
আছি ভাই আলহামদুলিল্লাহ! বেঁচে আছি

মিয়া আপনি শীতের মধ্যে একাই থাকেন তাইলে তো শীত লাগবেই, মিয়া বিয়েটা করে ফেলেন তাইলে তো সমাধান হয়ে যায়

একা থাকবেন শীত তো লাগবেই।
যাইহোক, এবছর কিন্তু শীত একটু বেশিই পড়েছে, তবুও শীতের দিন আমার কাছে ভালো লাগে। গরমের দিন একদম ভালো লাগে না, গরমে শরীর ঘামে বিজে যায়, সাধারণ একটু নাড়াচাড়া করলেই শেষ।
ভাই আপনি তো ছক্কা মেরে দিছেন। আপনি সত্যিই অনেক লাকি একজন মানুষ, বিটকয়েন ২০০০ ডলার কিনে ১৮০০০ ডলারে বিক্রি করেছেন নিঃসন্দের এটা সৌভাগ্যের ব্যাপার। এ ধরনের ঘটনা তাদের উপরে বেশি ঘটে যারা দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করে থাকেন। আপনিও হয়তো লং টাইম এর জন্য বিনিয়োগ করতে চেয়েছিলেন। যাই হোক আরো যদি কয়েক বছর ধরে রাখতে পারতেন তাহলে হয়তো আর ক্রিপ্টোকারেন্সিতে আপনার সময় ব্যয় করা লাগতো না। আমরা দেখেছি বিটকয়েনের মূল্য সর্বোচ্চ এক লক্ষ ছাব্বিশ হাজার ডলার পর্যন্ত গিয়েছিল আপনি যদি এক লক্ষ ডলারেরও বিক্রি করতেন তাহলে আপনার প্রফিট হত ৯৮ হাজার ডলার। যা আমাদের দেশের প্রেক্ষাপটে হিউজ একটা এমাউন্ট। এখন আর বিটকয়েন থেকে এ ধরনের প্রফিট পাওয়া একপ্রকার অসম্ভব। তবে যদি অন্য কয়েন যেমন ইথারিয়াম বা বিএনবি তে বিনিয়োগ করা হয় এবং সেগুলো যদি বিটকয়েন এর মত এরকম মূল্যবৃদ্ধি পায় তাহলে ওই ধরনের প্রফিট পাওয়া সম্ভব।
ভাই অতীতের কথা বলে লাভ নাই, শুধু আফসোস হয়, হায় যদি আগে একটা btc কিনে রাখা পারতাম, আহা কতই না প্রফিট করতাম। আর ইথেরিয়াম নিয়ে আশা বাদ দিয়ে দেন, সেই ২০২১ সালে ৫ হাজার ডলারের মতো ছিলো এখন ২০২৫ সালেও একই অবস্থায় রয়েছে। আর মনে হয় না কোন কয়েন বিটকয়েনের মতো হতে পারবে।