Bitcoin Forum
May 24, 2024, 02:04:14 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 ... 89 »
141  Local / Other languages/locations / Re: Sundaeswap - Cardano ব্লকচেইনের AMM/Dex ! on: January 20, 2022, 11:25:22 AM
বর্তমানে Cardano প্রেমিদের কাছে জনপ্রিয় প্রজেক্ট হয়ে উঠেছে SundaeSwap এবং এটির হাইপও চলতেছে। প্রজেক্টটির টিম ইতিমধ্যে Beta Launch আজকে অর্থ্যাৎ ২০ জানুয়ারী চালু করবে। শুধু এটিই নয়, প্রজেক্টির ISO (Initial Staking Offer) চালু হবে ২৫ই জানুয়ারি থেকে এবং ৩১৬ epochs থেকে ৩২০ epochs এর মধ্যে সম্পন্ন হবে। Cardano ব্লকচেইনে epochs প্রতি ৪ দিন পর পর ৫ম দিনে সম্পন্ন হয়ে থাকে এবং ISO এর জন্য ৫% টোকেন বরাদ্ধ করা হয়েছে। এর মানে প্রতি epochs এ ১% করে টোকেন বিক্রি হবে এবং মোট স্টেকিং এর উপর নির্ভর করবে অংশগ্রহণকারীরা কত $SUNDAE টোকেন পাবে। তাই সকলে ISO তে অংশগ্রহণ করতে পারেন। আর একটি বিষয়, Sundaeswap এর শুধুমাত্র Beta launch হতে যাচ্ছে এবং সম্পূর্ণ mainnet launch এখনো বাকি আছে।

আরো বিস্তারিত জানুন: https://www.sundaeswap.finance/posts/wen-sundae
আমার সোর্স: https://t.me/bitbytecrypto_ann/525

আপনাদের মতামত জানাবেন প্রজেক্টটি নিয়ে এবং সকলের মতামত আশা করতেছি।  Wink

বি:দ্র: আমি শুধুমাত্র প্রজেক্টটি সম্পর্কে আপনাদেরকে জানালাম, তাই নিজের বিচার-বিশ্লেষণ করার পর যেকোনো ক্রিপ্টোতে বিনিয়োগ করবেন। আপনার লাভ হলে যেমন আমি কোনো কিছুর অংশীদ্বার হবো নাহ, তেমনি আপনার ক্ষতির জন্যও আমি কোনো ধরনের দ্বায়ী নয়।  Grin
142  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: January 13, 2022, 11:00:56 AM

নতুন সপ্তাহের আগে অবশ্য sideways movement এ দেখা যাবে এবং ট্রেডিং ভলিউম যদি তেমন বেশি না হয়। তাহলে মার্কেট হয়তো আবারও নিম্নগামী হবে। এটি আমার বিশ্লেষণ থেকে মনে হয়। Wink
143  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: January 07, 2022, 03:32:46 PM
ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad

আমি ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী, বিটকয়েন মোটামোটি ৩৮হাজার ডলারের নিচে আসতে পারে। এরপর হয়তো আবার বৃদ্ধি পাবে। এছাড়াও অনেকের বিশ্লেষণ অনুযায়ী এটি আবার ৩০ হাজারের নিচে চলে যেতে পারে। তাই সবচেয়ে ভালো হয়, যেকোনো ট্রেডিং এর জন্য স্টপ-লস ব্যবহার করা।

কবে পাম্প করবে সেটা বলা যাচ্ছে না এখন ক্রমাগত হ্রাস পাচ্ছে বিটকোইন।
তার পরো আশা করি এটা আবার আগের জাগায় ফিরে যাবে।
একটু সময় লাগবে।

এটি সত্য যে, বিটকয়েনকে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে সময় লাগবে। আর সেটি কেউ সঠিকভাবে বলতে পারবে নাহ, তবে অবাক করার বিষয় যে সকল হোয়েলসরা বিকটয়েন ক্রয় করতেছে। আর আমাদের অনেকেই এতটুকু ডাম্পে কি করবো সেটি নিয়ে চিন্তিত হয়ে যাই। তবে আমি মনে করি, এইমাসে বিটকয়েন একটু হ্রাসের দিকেই থাকবে এবং পরবর্তী মাস থেকে আবার ভালো ধরনের বৃদ্ধি দেখা যাবে।
144  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 30, 2021, 04:40:08 PM
সাধারণত যখন ভালো এক্সচেঞ্জগুলো লিস্টিং করে, তখন হোল্ড করা ভালো। কিন্তু কিছূসময় পর টোকেনের মূল্য কমতে শুরু করে, তখন আপনি DCA (Dollar Cost Average ) করতে পারেন।  Cheesy

Tar mane Ami sell na kora hold korbo r price koma gale nijer cash deya buy korbo 😃😃😃  Kotha ta Kemon Jani hoilo na.. ja Ami free token  sell na kora oi jinsh dam koma gale buy korbo nijer cash deya... Ami age bolce Vai ja sell kora buy back korta because atar dam Komba bolce thik Ty hoisa .. bojta hoba bapar ta mot token er 50% airdrop deba.

আমি কি উল্টো বললাম নাকি? যখন ভালো এক্সচেঞ্জ লিস্ট করার সম্ভাবনা রয়েছে, তখন হোল্ড করেন, আর লিস্টিং এরপর পাম্পে বিক্রি করেন । এরপর বাড়বে নাহ কমবে, সেটি আপনি নিজে বিশ্লেষণ করে ট্রেড করেন কিংবা DCA করেন। সেটিই তো সংক্ষেপে বলছি একলাইনে। আর আপনি সেটি বুঝতে পারেন নাই, এর মানে এই নাহ যে আমি অন্য কিছু বলছি। আর সেটি যে নিজের পকেট থেকে করতে হবে এমন তো আমি বলি নাই কিংবা উল্লেখও করি নাই। কেননা এটি আপনার উপর এবং কেমন কৌশল অবলম্বন করে, সেটির উপর। কারণ আমি নিজেই বলছি  যে, টোকেনের মূল্য কমলে DCA করবেন। আর যখন governance vote হয়, তখন এমন টাইপের যেকোনো প্রজেক্টের মূল্য আরো বৃদ্ধি পায়। তাই সকল সময় প্যারাবোলিকভাবে চলবে এমন কখনোই নাহ । বুঝতে হবে বিষয়টা Wink মার্কেট কখনোই শুধু উর্ধ্বগতিতে চলে নাহ, বরং পাম্প-ডাম্প থাকবে। কিন্তু লম্বা সময়ে ট্রেডিং চার্ট শুধু উর্ধ্বগতির দেখায়। বুঝতে হবে ব্যাপারটা।  Cheesy

FTX এক্সচেঞ্জ আজকে SOS টোকেনকে লিস্টিং এর ঘোষণা দিয়েছে: https://twitter.com/FTX_Official/status/1476553663166304257
145  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 26, 2021, 08:41:13 AM
Kucoin খুব শীঘ্রই এটি লিস্ট করবে হয়তো, কেননা তারা টুইট করেছে।
তারা লিস্ট করেছে কিছুক্ষণ আগে- https://twitter.com/kucoincom/status/1474708077681135619?t=Ux8NJMp7akmuUDYhS0s2sg&s=19
যারা ক্রিপ্টোকারেন্সিতে মোটামুটি ভালোভাবে ইনভলভ তারা আসলেই ভালো ইনকাম করতে পারছে।

Okex এক্সচেঞ্জ লিস্টিং এর কিছুক্ষণ পরেই Kucoin এক্সচেঞ্জ লিস্টিং এর ঘোষণা দিয়েছে। আর যারা বেশি এনএফটি ক্রয়-বিক্রয় করেছে, তারা অনেক টোকেন পেয়েছে। শুধুমাত্র এটিই নয়, এইমাসে অনেক এয়ারড্রপ হয়েছে। যেমন ENS (Ethereum Name Server ) এর মতো Terra ব্লকচেইনের TNS (Terra  Name Server ) এর গভর্নেস টোকেন চালু হয়েছে এবং যারা নিজেদের TNS ক্রয় করেছিল, তারা এয়ারড্রপ পেয়েছে। মাত্র $১৬ খরচ করে, অনেকে $১০০০ এর মতো এয়ারড্রপ পেয়েছে।  Wink


আমি মনে করি টোকেনটি বিক্রি করে পরে আবার ক্রয় করা ভালো হবে। কারন মোট টোকেনের ৫০% এয়ারড্রপে দিবে।  এয়ারড্রপে ক্লিমের শেষ তারিখের পর ক্রয় করলে ভালো হবে।

সাধারণত যখন ভালো এক্সচেঞ্জগুলো লিস্টিং করে, তখন হোল্ড করা ভালো। কিন্তু কিছূসময় পর টোকেনের মূল্য কমতে শুরু করে, তখন আপনি DCA (Dollar Cost Average ) করতে পারেন।  Cheesy
146  Alternate cryptocurrencies / Altcoin Discussion / TheOpenDao ($sos) airdrop to OpenSea Traders | Okex Listed on: December 25, 2021, 10:27:07 AM



TheOpenDao ($SOS) is grateful to all NFT creators, collectors and markets for nurturing the entire NFT ecosystem. To pay tribute, we have chosen OpenSea collectors to conduct our airdrop. 50% of $SOS token will be distributed to all addresses that have traded on OpenSea since day 1. All eligible users have until June 30, 2022 to claim their tokens.
Maybe Kucoin will list $SOS soon as per their tweet. BTW, Okex just listed it.

Every OpenSea Traders can Claim $SOS airdrop: https://www.theopendao.com/

Official Sources:
Twitter: https://twitter.com/The_OpenDAO
Discord: https://discord.gg/opendao
Coingecko: https://www.coingecko.com/en/coins/opendao

Join BitByte For more Updates like this: https://t.me/bitbytecrypto_ann/491
147  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 25, 2021, 10:18:37 AM



যেসকল ক্রিপ্টোপ্রেমিরা OpenSea ব্যবহার করেছেন এবং যেকোনো এনএফটি ক্রয়/বিক্রয় করেছেন, তারা TheOpenDao এর এয়ারড্রপ পাবেন। TheOpenDao ($SOS) টোকনটির মোট সাপ্লাই এর ৫০% এয়াড্রপ দেয়া হয়েছে। টোকেনটি ইতিমধ্যে Mexc, Okex, Bitforex এক্সচেঞ্জগুলোতে লিস্টেড এবং Kucoin খুব শীঘ্রই এটি লিস্ট করবে হয়তো, কেননা তারা টুইট করেছে। তাই সকলে নিজেদের ওয়ালেট কানেক্ট করে দেখুন: https://www.theopendao.com/

টোকেনটি ইথিরিয়াম ব্লকচেইনের টোকেন এবং এটি ক্লেইম করার সর্বশেষ সময় হলো ৩০ জুন, ২০২২।  Cheesy

মূল সোর্স: https://t.me/bitbytecrypto_ann/491
টুইট লিংক: https://twitter.com/officialbitbyte/status/1474679848652079104

ব্যক্তিগত মতামত: যারা এয়ারড্রপ পাবেন, তারা টোকেনগুলো হোল্ড করতে পারেন, কেননা Kucoin লিস্ট করলে Binanceও লিস্ট করতে পারে এবং টোকেনের মূল্য আরো বৃদ্ধি পাবে।  Wink
148  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Are you invest in new projects? on: December 19, 2021, 04:53:45 PM
Hello everyone, my question is: how often do you invest in new and young projects? Aren't you afraid of losing money if the project closes?

Usually, i participated into the public of any projects which are having great partnerships and backing from top capital farm. So it'll be best to participate into those projects which are doing their ido/igo on well-known ido platform. If anyone wanna take risk, than try to participate into the staking pool for guaranteed allocation, else participate into public whitelist with own luck for allocation. Talking about losing money, there is always risk for investing into projects, so hope for good and prepare for the worst situation, IMHO.
149  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 19, 2021, 04:24:59 PM
এই রিপোর্ট নিয়ে আপনাদের মন্তব্য কি?

রিপোর্টটি ছিল মূলত WazirX এক্সচেঞ্জের এবং এসব শুধুমাত্র তাদের এক্সচেঞ্জের সার্ভে থেকে পাওয়া তথ্য। তাই এটি পুরো পৃথিবীর ক্ষেত্রে নাহ, বরং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সমীক্ষা বলা যায়। Wink আর Shiba Inu বর্তমানে memecoin থেকে অনেক বড় হয়ে গিয়েছে, কারণ তাদের টিম এখন একটি গেম ডেভেলপমেন্ট করবে এবং এইজন্য বড়মাপের দক্ষ গেম ডেভেলপারদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। তাই Shiba Inu এখন শুধুমাত্র memecoin কয়েন আর নেই, এর থেকে অনেক নতুন কিছু করতেছে এবং এটির use-case বৃদ্ধি পাচ্ছে। এইসব বিষয় হয়তো কারণ হতে পারে।


আপনি যে পোস্টটা দিয়েছেন তার সোর্স লিঙ্কটা দিলে ভালো হতো।

সঠিক বলেছেন, সবসময় সোর্স লিংক দেওয়া ভালো। এতে অন্যরা পোষ্টটি পড়তে পারবে এবং বিস্তারিত জানতে পারবে। সবার জন্য আমি সোর্স লিংকটা দিয়ে দিলাম: https://bengali.news18.com/news/business/west-bengal-lottery-result-2021-dear-bangasree-ichamati-results-for-december-19-at-4-pm-ss-706622.html
150  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 18, 2021, 05:42:39 PM
এখানের অনেকেই আমরা ইথিরিয়ামের উচ্চ ট্রান্সজেকশন ফি এর জন্য অন্যান্য ব্লকচেইনও ব্যবহার করে থাকি, তার মধ্যে একটি হলো Solana ব্লকচেইন। আমিও কমবেশি ব্যবহার করে থাকি। আমাদের অনেকের যেমন ইথিরিয়ামের জন্য uniswap কিংবা বাইন্যান্স স্মার্ট চেইনের জন্য pancakeswap পছন্দের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, তেমনি হয়তো Solana ব্লকচেইনে পছন্দের কোনো নাহ কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রয়েছে। তাই সকলে আপনাদের পছন্দের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের নাম এবং কেন সেটি ভালো লাগে সেটি জানাবেন!

আশা করি, সকলে আলোচনায় অংশগ্রহণ করবেন।  Cheesy


আপনি কি মনে করেন?এত অল্প সময়ে বিটকয়েন ধংশ সম্ভব?আমার মনে হয় না।কারন ক্রিপ্টকারেন্সির সবথেকে উপরে নং১ বিটিসি।যার উপর মানুষ তাদের আস্থা রাখতে পারে।কিন্তু কিভাবে এত তারাতরি ধংশ হতে পারে,আমার মনে প্রশ্ন। মতামত আসা করি।
নিউজ করে হয়তো মানুষের মনে কিছুদিন বিষয় গুলো রাখতে।

ওসব নিউজ মিডিয়ার দিকে নজর দিয়েন নাহ, কারণ প্রথমত ওটি একটি অনুবাদ করা খবর এবং কোন দেশ ক্রিপ্টোকারেন্সি নিয়ে কি বললো সেটি কভার করলে টিআরপি বাড়বে, তাই তারা শুধুমাত্র খবরটি প্রকাশ করেছে। আর একটি বিষয়, যত ব্যাংকার কিংবা খ্যাতিমান ব্যক্তিরা ২০১৮ সালের আগে বিটকয়েনকে স্ক্যাম বলতো, তারা আজকের দিনে বিটকয়েনকে স্বীকৃতি দিয়েছে। শুধু এটিই নয়, বরং তাদের ব্যাংক ব্যবহারকারীদেরকে বিটকয়েন ও অন্য সেরা কয়েনগুলোর সেবা প্রদান করতেছে। তাই শুধু অপেক্ষা করেন, কয়েকবছর পর ব্যাংক অব ইংল্যান্ডও নিজের মতামত পরিবর্তন করবে।  Wink Grin
151  Economy / Trading Discussion / Re: Worst exchange you experience for trading on: December 18, 2021, 05:40:35 PM
YoBit and latoken will be the worst one without any doubt. I had the worst experience on YoBit for overall thing. BTW, latoken will be on top for worst exchange if it's about withdrawal fees and liquidation. Most of the altcoin pairs are having fake/bot trading on latoken and withdrawal fee was so high. I don't know about the current situation of withdrawal fees as i stopped using latoken back in 2019 or starting of 2020. After that, i start avoiding latoken for any tokens.
152  Bitcoin / Bitcoin Discussion / Re: My second purchase with bitcoin on: December 16, 2021, 06:54:46 PM
Congrats @Imran232 for the second purchase with crypto, specially with bitcoin. Keyboard looks good as i used fantech previously and currently using RK71 keyboard, but using headset from fantech. BTW, my second purchase was gift card with bitcoin and don't remember the first one, but it could be the domain purchasing.  Cheesy
153  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Let's pay attention to BNB? on: December 16, 2021, 06:45:21 PM
If we look at this issue that I opened for BNB, towards the end of the year, it seems to be above the value we estimated. Even in these tumultuous days, I think any value over $500 will be a promising figure for BNB.

Bitcoin isn't taking that much correction like previous months, even btc took correction, but recovered from that dip. That's why alts like BNB is still managed to maintain those price level. So that could be the price level for this month with sideways movement if market acts like current situation. But BNB could hit new ATH if market takes bullish rally and CZ announced another project for binance launchpad in the meantime, IMHO.  Wink
154  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: ELON MUSK BECOME AN INFLUENCER on: December 16, 2021, 06:25:23 PM
He said that he thought about quitting as  a CEO and become an influencer, Full time.
Can some one tell me your opinion about this, it can be from crypto side, or another.

TBH, it could be a hint for collaboration with other influencers. Just look into that tweet, even Mr Beast commented into that tweet and Elon replied with emoji.
Quote
I’ll coach u on how to get YouTube views!
Comment link: https://twitter.com/MrBeast/status/1469158006445256715
Who knows, it could be a hint for future collaboration! Grin Lets see what'll be the end result.  Wink
155  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: My crypto lessons in 2021 on: December 16, 2021, 06:12:59 PM
This year is not good for crypto like other year we see many dump in this year that's why we won't make good profit and also due to this dump alt session not come again in 2021

Those was just correction for another bullish rally, so try to take advantage of any hypes/trends which was going on. Thus portfolio will be increased/profitable, even correction was done. BTW, many users including me, took advantage of ongoing trends and made huge profit from those. So just DYOR and do more research on current trends/hypes when bullish season is going on with correction. Wink
156  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 16, 2021, 05:41:59 PM
আর Pi network সম্পর্কে কারো ভালো জানা থাকলে অবশ্যই বলবেন।
যে Pi network এর ভবিষ্যৎ কেমন হবে?

কখনোই এমন কোনো মাইনিং অ্যাপ এ ভরসা করা উচিত নাহ। ওসব প্রজেক্ট শুধুমাত্র রেফারাল প্রোগ্রাম সিস্টেম ব্যবহার করে পরিচিত পাচ্ছে এবং আপনারা নিজের অজান্তে নিজের সকল ব্যক্তিগত তথ্য তাদেরকে দিতেছেন। তাই এসব থেকে দূরে থাকা উচিত। আর যদি ব্যবহারই করতে চান, তাহলে একটি পুরাতন মোবাইল কিনে নতুন একটি জিমেইল দিয়ে ব্যবহার করেন। আর ওই মোবাইল/ডিভাইসে কোনো ব্যক্তিগত তথ্য রাখবেন নাহ।  Grin


এইটা টোটালি একটা স্ক্যাম প্ল্যান। মানুষ ভাবছে এইখানে তো টাকা বিনিয়োগ করা লাগছে না তাহলে স্ক্যাম কেন? আমি তাদের উদ্দেশ্য জানি না তবে ভালো কিছু মনে হচ্ছে না।

পুরোই স্ক্যাম। আমার কিছু বন্ধু সেই ২০২০ এ বলছিলো যে, বছরের শেষে লিস্টিং হবে। এখনো তাদের লিস্টিং হইতেছে। ২০২০ শেষ হয়ে এখন ২০২১ এর শেষ হওয়ার পালা Grin Grin


আমি অল্পতে বেচে গেছিলাম। ৭০-৮- ডলারের মতো চুরি করেছে আমার একাউন্ট থেকে। বেশী থাকলে কোনো উপায় ছিলো না। সর্বশেষ আমি 2FA ব্যাবহার করা শুরু করি। এর আগে আমি এতা গুরুত্ব দিতাম না। যাই হোক। সবার কাছে রিকোয়েষ্ট থাকবে, নিজে বলদ হবেন না। অন্যকে বলদ বানাবেন না। নিচে আমার কিছু একাউন্ট হ্যাক এর স্ক্রিনশট দিলাম, বাকি গুলো নেই।

আপনার ক্ষতির কথা শুনে খারাপ লাগলো, কিন্তু এটি থেকে অনেকেই হয়তো বিষয়টি বুঝতে পারবে। তাই আপনাকে ধন্যবাদ বিষয়টি সকলে কাছে তুলে ধরার জন্য।  Smiley
157  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 15, 2021, 08:50:00 PM
প্রথমেই সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই।  Smiley


তারপর বলেন গতকালের বিলিয়নিয়ার কারা কারা আছেন? আমার আফসোস আমি নিজেকে বিলিয়নিয়ার হিসেবে দেখতে পারলাম না কারন যে সময়ে কয়েনমার্কেটক্যাপ এর ত্রুটি হয়েছিল তখন আমি এক্টিভ ছিলাম না।

কালকে রাতে যখন একটি বিষয়টি নিয়ে বিশ্লেষণ করতেছিলাম হঠাৎ করে ট্রাস্ট ওয়ালেটের একটি নোটিফিকেশন আসে, যেটি ছিল যে বিএনবি এর মূল্য $৮০০ পার হয়েছে। ওটা দেখে পুরাই অবাক হয়ে গিয়েছিলাম। ট্রাস্ট ওয়ালেটে প্রবেশের সাথে সাথেই দেখি আমি বিলিয়নিয়ার হয়ে গিয়েছি।  Grin Grin মজা পেয়েছিলাম সেই এবং পরে অবশ্য BitByte Crypto এর গ্রুপে জানিয়ে দিয়েছিলাম যে, কয়েনমার্কেটক্যাপের ওয়েবসাইটে গ্লিচ হয়েছে এবং ট্রাস্ট ওয়ালেট কয়েনমার্কেটক্যাপের API ব্যবহার করে। তাই দুই জায়গাতে এমন বেশি মূল্য দেখাচ্ছে।  Cheesy
158  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 14, 2021, 07:52:13 PM
যারা ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন প্রজেক্টের আপডেট কিংবা আইডিও/টোকেনসেল নিয়ে বিস্তারিত আলোচনা করতে চান, তারা নিচের চ্যানেলে যোগদান করতে পারেন।
Telegram Group: https://t.me/bitbytecrypto
Telegram Channel: https://t.me/bitbytecrypto_ann
Twitter: https://twitter.com/officialbitbyte



Contract address : 0xd22202d23fe7de9e3dbe11a2a88f42f4cb9507cf

হয়তো এই টোকেনের কথা আগেও কেউ বলেছেন এটা ফ্যাক টোকেন।

ইতিমধ্যে অনেকেই এটি নিয়ে এই ফোরামে আলোচনা করেছে। আর একটি বিষয় হলো, টিম কিছুটা স্ক্যামিং সিস্টেম ব্যবহার করে। যেসব টোকেন পেয়েছেন, এগুলো অন্য কাউকে পাঠাতে পারবেন নাহ। আর যদি অন্য এড্রেসে পাঠাতে চান কিংবা বিক্রি করতে  চান, তাহলে আপনাদেরকে আপগ্রেড করতে হবে। আবার অনেকেই আপগ্রেড করার পরও টোকেন বিক্রি কিংবা অন্য এড্রেসে পাঠাতে পারে নাহ। তাই এটি থেকে দূরে থাকেন।
159  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 13, 2021, 07:25:19 PM

ক্রেইগ অনেক এড্রেসগুলোকে তার এড্রেস দাবি করেছিল, কেননা সেগুলো বিটকয়েনের genesis block মাইনিং করেছিল এবং সেইগুলোই নাকি "সাতোশি" প্রমাণ করার জন্য তার কাছে যথেষ্ট।
এই আর্টিকেল টি যদি শেয়ার করতেন তাহলে অনেকে জানতে পারত বিস্তারিত। আমিও এই সম্পর্কে জানতে ইচ্ছুক

যখন ওই ট্রান্সজেকশনটি হয়েছিল, তখন সম্ভবত আমি বাংলা লোকাল সেকশনে পোষ্ট করেছিলাম কিংবা ফোরামের অন্য কোনো একটি টপিকে পোষ্ট করেছিলাম। আজকে অনেক রাত হওয়াতে আর সেটি খুজে বের করলাম নাহ, কালকে হয়তো সেটি বের করে পোষ্ট করবো।  Wink

আমি বহুত চেষ্টা করলাম খুজে বের করার পোষ্টটি, কিন্তু খুজে পেলাম নাহ। এর অবশ্য একটি কারণ রয়েছে, এই ঘটনাটি হয়েছিল ২০২০ সালের অক্টোবর/নভেম্বর মাসের দিকে এবং সেইসময় লোকাল বোর্ডে একটু কাহিনী হয়েছিল আমার সাথে অন্য কিছু বাঙালির। আর সেইমাসে প্রায় ১০টিরও বেশি পোষ্ট ডিলিট হয়েছিল একদিনের মধ্য, কেননা কেউ হয়তো ভুয়া রিপোর্ট করে দিয়েছিল। তাই পোষ্ট আর বের করতে পারলাম নাহ।  Undecided তবে আমি চেষ্টা করবো খুজে বের করার এবং যখন খুজে পাবো, তখন মেনশন করবো।  Wink
160  Economy / Trading Discussion / Re: Do you have any favorite superstititions when trading crypto on: December 13, 2021, 06:35:57 PM
Do you have any favorite superstitions when trading crypto

Usually, i don't believe on any superstitions, but it could be a superstition for others. If i take trade on Sunday, than i'll get rekt on that or my portfolio will be more greenish if i made those trades on Tuesday. Grin BTW, i'm always satisfied with my own TA and research skill to pick any coin/token for trading. Even i won't regret by believin in those superstitions if my trading wasn't successful. So it's best to believe on your own skill set to improve it daily.  Wink
Pages: « 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 ... 89 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!