Bitcoin Forum
May 24, 2024, 06:39:45 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 ... 89 »
181  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Kindly suggest metaverse tokens which could lead the future on: November 29, 2021, 01:40:06 PM
Here's the potential gem from my portfolio as i invested into these or bought after the TGE: Enjin+Efinity, Star Atlas,Sin city, Citizen Finance, Shoefy, Gaia everworld. So dyor before jumping into these projects. From all of those projects, gaia everworld, efinity, citizen finance is on the top of my portfolio. Star Atlas would take time as it's developing for long term perspective, not just for the hype/trend. Sin city for those who loved to play GTA and Shoefy is on rader as it's the potential to do min 10x from here, but quite risky.  Wink
182  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 29, 2021, 01:02:45 PM
নিউজ এর মধ্যে দেখতেছি করুনার নতুন ভ্যালেন্টিয়ার অনেক জায়গায় ধরা পড়েছে এর কারণে মার্কেটে অনেকটা প্রভাব ফেলেছে। তবে আরো কিছুদিন দেখা দরকার মার্কেটের কী অবস্থা হয় তারপর বুঝেশুনে ইনভেস্ট করা ভালো হবে।

এটা সত্য যে, করোনার নতুন ধরণ দেখা দিয়েছে এবং ইতিমধ্যে এর প্রভাব স্টক মার্কেটের উপর দেখা দিয়েছে। যদিও ক্রিপ্টোমার্কেটে তেমন প্রভাব পড়ে নাই, তবে বলা যায় না যে প্রভাব পড়বে নাহ। আবার আরো একটি বিষয় লক্ষ্য করার মতো যে, করোনার পর থেকে ক্রিপ্টোমার্কেটে যেমনটা প্রভাব পড়ার কথা ছিল, তেমন কোনো ধরনের প্রভাব এর আগে দেখা যায়নি। তাই এর বিপরীতও হতে পারে এবং মার্কেটে আরো কিছু সময় হয়তো উর্ধ্বগতি দেখা যেতে পারে কিংবা এর উল্টো। তাই এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

অবশ্য তাদেরকে শুভেচ্ছা জানাই যারা গতদিনগুলোতে ক্রয় করেছেন, কেননা বিটকয়েন আবার ৫৭ হাজার ডলারে চলে এসেছে। সবাই আজকে cybermonday উপহার হিসেবে পাইলো। Grin
183  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 28, 2021, 02:21:10 PM
বর্তমান মার্কেটের অবস্থা দেখে অনেকেই মনে করতেছে যে, বেয়ার মার্কেট চালু হয়েছে এবং সামনের দিনগুলোতে হয়তো বিটকয়েনসহ অন্যান্য অল্টকয়েনের মূল্য আরো হ্রাস পাবে। আর অনেকেই এই কারেকশনটিকে আরো ক্রয় করার সুযোগ হিসেবে ব্যবহার করতেছে। যদিও আমি দীর্ঘসময়ের জন্য বিটকয়েন ও ইথিরিয়াম হোল্ড করবো, কেননা আমি স্বল্পসময়ে শুধুমাত্র হাইপওয়ালা কয়েন/টোকেন ক্রয় করে থাকি। তাই বর্তমান মার্কেট নিয়ে, আপনাদের মতামত কি এবং সামনের দিনগুলো কেমন হবে বলে মনে হয়!
184  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Altcoin investment on: November 28, 2021, 02:09:18 PM
I think the most promising crypto investment is altcoins
Altcoin? Did the current rise in bitcoin price make you decide that altcoin are more promising?

Not sure, maybe he/she's referring to the dominance of bitcoin as it's decreased as compare to previous quarters of this year. Also many users are waiting for alt season as well.

though don't use all the money to invest in cryptocurrencies.
difficult to understand

Invest which we can afford to lose.  Smiley
185  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Are there any successful memecoins on the not Ethereum blockchain? on: November 28, 2021, 01:42:17 PM
Near would be great choice for any tokens as far it's getting more adoption and it won't be a good idea to invest into those memecoins until market's in bullish mode. So invest which can be afforded to lose. BTW, other EVM chain's are also getting hypes and many memecoins are launching on those like avalance or fantom, OP could monitor that as well. Just DYOR and invest at your own risk as market's still volatile and memecoins would give that much roi without hype/trend.  Wink
186  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Don’t Miss Out: Play To Earn on: November 27, 2021, 07:00:28 PM
Another project which is inspired by the famous web series  "Squid Game" and another high possibility to be a scam one just like squid game. Also, it's using the P2E tag with memecoin mechanism which is ridiculious. So everyone should stay away from this type of projects.  Wink
187  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Coins with a potential like the Ethereum. on: November 25, 2021, 07:33:43 PM
None can't say, exactly this coin will be pumped hard just like ethereum or will be the rival of ethereum. But there are few projects which can be monitored which are solana, polkadot, avalanche, fantom, terra etc. Currently i'm looking into crypto(dot)com or CRO as Cronos chain TVL is increasing day by day which could be the next hype like other EVM chain. So DYOR if you wanna take entry into CRO or other projects.
188  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: 1 million Ethereum burned since August EIP-1559 on: November 25, 2021, 06:44:08 PM
It is not possible to expect this. Because they have a lot of big holders. At present they do not care about the small holders. If they thought about everyone then maybe they would reduce the fee.

Actually, it's not controlled by single person or team. It depends on the demand for using the network and how much gwei is used by the most of the users. Just check watchtheburn, you'll see priority fee is less than 30 gwei, but base fee is more than 100 gwei as many users (who're having huge funds) are preferring to use the higher gas price to confirm their transection instantly. That's why ethereum can't hit those priority fee price even after implementing the EIP-1559.
189  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 24, 2021, 04:26:50 PM
প্রায় ১০ দিন পর ফোরামে আবার ফেরত আসলাম। আশা করি, সকলে ভালো আছেন এবং শীতের আনন্দ উপভোগ করতেছেন। প্রথমেই @naim027 কে অভিনন্দন খুবই ফুল মেম্বার হওয়ার জন্য এবং বাংলা লোকাল বোর্ডে তথ্যবহুল পোষ্ট করার জন্য। এছাড়াও অনেকে বাংলা ফোরামে আরো বেশি বেশি পোষ্ট করতেছে, তাদেরকেও মন থেকে অভিনন্দন । এভাবে আমরা বাংলা লোকালবোর্ডকে আরো এগিয়ে নিয়ে যাবো আশা করা যায়।


কিছুদিন ধরে সোস্যাল মিডিয়া গুলোতে একটা নিউজ নিয়ে গুঞ্জন চলছে। SHIBA INU নাকি রবিনহুডের মতো এতো বড় এক্সচেঞ্জে লিস্ট করা হবে। এ ব্যাপারে আপনি কতটা অবগত। আর যদি লিস্ট হয়ও তাহলে SHIBA INU এর পরবর্তী মুভমেন্ট কি হতে পারে বলে আপনি মনে করেন।

নিউজ,
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.youtube.com/watch%3Fv%3DYuAi8uqbl6U&ved=2ahUKEwiN8_bYqbD0AhX5EbkGHVqyCz4QwqsBegQICRAF&sqi=2&usg=AOvVaw0nrkwEG2OtoGxTMK3rLbIs
   
এটিকে shilling বলা যায়, কারণ Shiba Inu এর ভক্তরা এমন ধরনের অনেক পোষ্ট করে থাকে। যেন টোকেনের মূল্য আরো বৃদ্ধি পায়। তারা ভিডিওটিতে টাইটেল দেয়া হয়েছে, ক্লিকবেট করার জন্য যেন সকলে কৌতুহলী হয়ে ক্লিক করে এবং ভিডিওটি দেখে। আর ভিডিওটিতে এটা বলা হয়েছে, রবিনহুড হয়তো Shiba Inu কে লিস্ট নাও করতে পারে এবং ভক্তরা একটি পিটিশন করেছিল, যেটি রবিনহুডে লিস্ট করার পক্ষে দলটি বিজয়ী হয়েছিল। এইটুকুই এবং এর বেশি কিছু নাহ।  Wink


ডিসেম্বর এ মার্কেট কেমন হতে পারে? অনেকে বলে USDT করার কথা। অভিজ্ঞদের মতামত আশা করছি ALT এই থাকা উচিত নাকি কি করা উচিত মিড টার্ম ট্রেডারদের?

অল্ট মার্কেটে বড় ধরনের উর্ধ্বগতি দেখা যাবে এবং যখন সবাই ফোমোতে আসবে, তখনই বেয়ার মার্কেট অথবা মার্কেটের নিম্নগতি শুরু হবে। এইজন্য ইংরেজিতে একটি কথা আছে:
Quote
Reality of Alt season: "When you sell any alts, it'll skyrocket and you would realize to buy at top price by doing buyback later on."
সহজ কথায় বলতে গেলে, যখনই আমরা কোনো অল্টকয়েন বিক্রি করবো, সেটি অনেক বৃদ্ধি পাবে। আর যখনই আবার ক্রয় করবো, তখন বুঝতে পারবো যে, সর্বোচ্চ মূল্যে ক্রয় করে ফেলেছি। তাই সকলে সতর্ক থাকুন, কেননা আমার মতে ইতিমধ্যে আমরা অল্টমার্কেটের বুল রানে রয়েছি। আর একটি বিষয়, যখনই কোনো অল্টকয়েনে মুনাফায় থাকবে, তখনই আসল বিনিয়োগটি তুলে নিবেন। এতে কম লাভ হবে, কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন না এবং অনুতপ্তবোধও হবে না।  Wink

190  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 15, 2021, 05:02:15 PM
ETH এর গ্যাস হ্রাসের সম্ভাবনা আছে কি?

সম্ভাবনা খুবই কম, কেননা বিটকয়েনের নতুন সর্বোচ্চ মূল্য তৈরির পর থেকেই বিভিন্ন IDO আরো হাইপ পাইতেছে। আর হাইপ প্রজেক্টগুলো যখনই ইউনিসোয়াপে লিস্ট হচ্ছে, তখনই অনেকেই ক্রয় করতে যাওয়ায় ইথিরিয়ামের গ্যাস ফি আরো বৃদ্ধি পাচ্ছে। এটি হলো একটি কারণ, এছাড়াও আরো অনেক ছোট-বড় কারণে এটির গ্যাস বৃদ্ধি পাচ্ছে। তাই এটি হ্রাসের সম্ভাবনা খুবই কম।  Wink
191  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Metamask Question on: November 14, 2021, 06:28:04 PM
how add multiple accounts?

Just use the private key or memoric phrase of all those accounts to import into other device. That’s the easiest way to do it.  Wink Also don't forget to backup your private key or memoric phrase safely.
192  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Is it possible to avoid all scams? on: November 14, 2021, 06:22:19 PM
What do you think, is it possible to somehow get rid of scams among crypto projects?

Not possible to get rid of scams in crypto space. Recently one project scammed a lot of investors although project was having solid concept and did the kyc. But team just deleted all social medias and disappeared after collecting million dollars. Not only this, many successful projects also rugged pull after doing IDO. So none knows when team will rug pull the project.
193  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 13, 2021, 05:47:30 PM
ভাই তাহলে আমাদের ওয়ালেটে যে এমনিতে কিছু কিছু টোকেন চলে আসে। যেমন MNEB, Dex88.org, LinkP.io, VERA, EVER etc. টোকেন গুলো আমরা কিসের বিনিময়ে পাই। কে পাঠায় আর কেনো পাঠায়? এই বিষয়ে যদি একটু ক্লিয়ার ভাবে বলতেন। তাহলে সঠিক তথ্যটা জানতে পারতাম।

ওসব স্ক্যাম টোকেন, কেননা সেগুলো PCS এ সোয়াপ করতে গেলে অনেক মূল্য দেখায় কিন্তু সোয়াপ করা যায় নাহ। শুধমাত্র ওইসব টোকেনের মূল ওয়েবসাইটে সোয়াপ হয়, যেটি একটি স্ক্যাম ওয়েবসাইট। কারণ সেইসব স্ক্যাম ওয়েবসাইটে ওয়ালেট সংযোগ করা যায় নাহ। বরং প্রাইভেট কি অথবা মেমোরিক ফ্রেজ দিতে লাগে এবং ওয়ালেট হ্যাক হয়ে যায়। তাই যেকোনো টোকেন ফ্রিতে পাইলেই সোয়াপ করতে যাবেন নাহ।

আর বার্ন এড্রেস হলোঃ 0x000000000000000000000000000000000000dEaD

194  Economy / Trading Discussion / Re: What do you think about staking? on: November 11, 2021, 09:09:10 PM
Speaking of nws, I liked the fact that there are many different plans to choose from, I decided to try staking for 3 months to test the platform. But I think I was not mistaken about the decision. nws has a lot of positive news, and I think the price will only rise. What do you think about staking and do you use this feature?

Indeed, it's best to do staking while anyone's trying to hodl. If anyone tries to do staking on centralized platform, than most of those will have fixed lockup periods. But there isn't any lockup period for staking into DEX/AMM or decentralized platform. So dyor before choosing any type of these platforms. BTW, staking on decentralized platform is best to me. Like i did the farming of cake, bake ,banana on their own platforms.  Wink
195  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Investors desire on meme coins are insane on: November 11, 2021, 07:25:37 PM
I don't have much experience with meme coins, other than eth or btc only doge helped me a bit..
and from there a lot of meme coins came, and I myself was a little unsure and didn't have the courage to take the step of buying or investing in meme coins..
.one of the reasons, I look for a safe point and reduce the risk of excessive losses

Though dogecoin was created as a meme to crypto-currencies by the founder, but it’s already used by numerous users to do transection since long time. Nowadays, many memecoins are launched just by having the same mechanism without any other concepts. So just invest those funds which anyone can afford to lose. For example, i used to invest max $10 into memecoins just for experience.  Grin
196  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Altcoin investment on: November 11, 2021, 12:46:57 PM
I have some capital and I will like to know the right token to investment in. Am new to NFTs and will love to get your opinion on which NFT to buy for a short term base.

If you wanna get profits by quick flipping, than you need to be more active for finding the current hyped up projects so that you can make profits in short term. On the other hand, focus on top alts if you don't have time for researching and being active for quick profits. Also note that many nft scams are going on, so dyor before participating into any presale of nft or buying/minting any nfts.
197  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 11, 2021, 12:31:12 PM
ভাই এইগুলা আবার কেন নিয়ে আসছেন   Cheesy অযথা একটা তর্ক হবে।

কেউ তর্ক করতে চাইলেও আমি তর্ক করবো নাহ  Grin, আগে কাজ কম থাকায় তর্ক করতাম সময় কাটানোর জন্য। আর এখন কাজ করে সময় পাই না, অযথা অন্যের পেছনে সময় নষ্ট করার কোনো মানে নাই। যেটা বাস্তবতা সেটা পরিবর্তন করা যাবে না। ওই বিষয়টি আবার তুললাম, কারণ কিছু বাঙালির সাথে অনেক প্রজেক্ট নিয়ে কথা হয়েছিল, আর তারা বলতো ইথিরিয়ামের দিন শেষের পথে কেননা হাইপে থাকা নতুন চেইনগুলো ইথিরিয়ামকে টপকিয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো নতুন অনেক ব্লকচেইনই scalable নাহ। সেটি সকলকে বুঝতে হবে এবং অনেক চেইন তো ইথিরিয়ামের ভার্চুয়াল মেশিন অথবা EVM ব্যবহার করে।  Grin
198  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 09, 2021, 09:21:00 PM
এই ট্রেন্ড মাত্র শুরু হয়েছে। MOVR বাইন্যান্সে লিস্ট করবে, এইটা অবশ্য অনেকটা প্রেডিক্টেড ছিল, অনেকেই কনফার্ম ছিল যে লিস্ট হবেই। ডট নিয়ে আপনার প্রেডিকশন কি? ১০০ ডলার+ যাবে? এখন তো অনেক হাইপে আছে ডট। আমি গত কিছুদিন ধরে ৪৫ ডলার+ মুল্য থেকে একুমুলেট করছিলাম।

সময় লাগবে, কিন্তু সম্ভব $১০০ অতিক্রম করা। দীর্ঘ সময়ের ক্ষেত্রে DOT এর মূল্য $৫০০ খুবই সহজে অতিক্রম করবে।

Polkadot থেকে একটি বিষয় মনে হলো, এটি সকলের জন্য এবং এমন নাহ যে @Little Mouse ভাইকে বলতেছি । মূল্য বৃদ্ধি কখনোই প্রজেক্টের মানদন্ড হয় না। তাই $৫০০ অতিক্রম করার মানে এই নয় যে ইথিরিয়ামকে টেক্কা দিবে। কারণ প্রত্যেক প্রজেক্টের নিজস্ব বৈশিষ্ট্য থাকে, না জেনে তর্ক করা বেকার ( এটি তাদের জন্য বললাম, যারা এর আগে ইথিরিয়াম, বাইন্যান্স স্মাট চেইন এবং পল্কাডট নিয়ে তর্ক করতে এসেছিলো  Grin)

বিঃদ্রঃ আমি সকল বক্লচেইনই ব্যবহার করি, কিন্তু হাইপের জন্য কখনোই নতুন কোনো ব্লকচেইনকে বলবো নাহ যে, এটিই পরবর্তী ইথিরিয়াম। তাই এই ফোরামের অনেকেই বিশ্লেষণ ছাড়া তর্ক করতে আসবেন নাহ। কেননা যারা আগে BSC চেইন নিয়ে লাফালাফি করতেছিল, তারা এখন Solana নিয়ে লাফালাফি করতেছে। আর এটি হাস্যকর  Grin


আমি ৫১ ডলারে ডট কিনেছি। এটা কতদিন হোল্ড করবো?  ১১ তারিখের পরে সেল করবো নাকি আগেই?

অনেকেই বলে ইভেন্ট হাইপ শেষ হয়ে গেলে ডাম্প আসে

আসলে এটি হাইপ বলে নয়, বরং parachain auction এর auction শেষ হইলে অনেকে হয়তো DOT টোকেন বিক্রি করতে পারে। তাই হয়তো হাল্কা ডাম্প দেখে দিবে। কিন্তু লম্বা সময়ের জন্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি। শুধু kusama এর auction পরবর্তী মূল্য পর্যবেক্ষণ করেন। তাহলে ভালো ধরনের ধারণা পাবেন। আর এটিও সত্য যে polkadot এর auction সংখ্যা kusama এর তুলনায় খুবই কম হবে, তবে পরবর্তীতে আরো হইতে পারে।
199  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 07, 2021, 06:21:37 PM
যেমনটি এর আগে বলেছিলাম, বিটকয়েন অবশেষে $৬০৫ এর দিকে ধাবিত হচ্ছে
আপনার এনালাইসিস ভালো। তাই এই পোস্ট দেখে আমি আমার সব কিছু বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছিলাম বিটকয়েন ক্রয় করার জন্য। পরে বুঝলাম আপনি বিএনবি এর কথা বলছেন লল। হ্যা, বিএনবি ন্তুন অল টাইম হাই সময়ের ব্যাপার মনে হচ্ছে। বিশেষ করে পোর্তো এর টোকেন লাঞ্চপ্যাডে আসায় বায়িং প্রেসার বেড়েছে। এইবার বিএনবি আরো বড় একটা মুভ দিলেও অবাক হওয়ার কিছু নেই। আমার কাছে ২০১৮ এর ইথেরিয়াম মনে হচ্ছে।

একসাথে অনেক কিছু নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে সব গুলিয়ে ফেলেছি, তাই বিএনবি লেখতে গিয়ে বিটকয়েন লিখে ফেলেছি।  Grin গতকালকেই হয়তো সর্বোচ্চ মূল্য তৈরি করতে পারতো, কারণ কয়েনগিকো অনুযায়ী ২৪ ঘন্টায় সর্বোচ্চ মূল্য $671 ছিল। আর আমার পোষ্টটির পরই বাইন্যান্স নতুন আইইও এর ঘোষণা দিয়েছিল। আশা করা যায়, এই সপ্তাহে নতুন সর্বোচ্চ মূল্য তৈরি হবে।  Wink

এছাড়া polkadot এর parachain auction শুরু হবে ১১ তারিখে এবং DOT চেইনের প্রজেক্ট ভালো লাভ দিবে।
200  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Any Music NFTs Platform may be hyped next? on: November 06, 2021, 07:00:53 PM
TBH, MeMusic is having potential to do something in the music industry because it has great backers and partnership. Not only this, CEO of memusic's having great experience and it might get more attention if k-pop artist's (although i'm not fan of k-pop, but it has great fanbase around the world) started to promote it. We just need to wait for that news and best to dyor before investing into memusic or other projects as well.
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 ... 89 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!