Bitcoin Forum
May 24, 2024, 11:03:48 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 ... 89 »
201  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Alt Coins to buy with 200$ on: November 06, 2021, 06:35:09 PM
<--snip-->

If he is in two options maybe he can take one, but if the risk is big, then another way is needed to develop, investing in the crypto world is basically good and profitable, as long as he is able to take advantage of the conditions invested, but is he ready for the conditions that will arise? happens in the future, it concerns school and family, if he really wants to do it then we need to push him for something right.

Indeed, there will be risk because of the market's volatility and none can maintain own portfolio without back-up plan or risk management. So we need to hope for good and prepare for the worst outcome. TBH, he can participate into AMAs or giveaways from top projects to have some funds while he's learning as beginner which i would recommend to do at first place. After having sufficient funds from those events, he could take risk to do whatever he prefers from our suggestion. It's a win-win situation and won't have effect on regular life, IMHO.  Cheesy
202  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: 2017 Vs 2021 on: November 06, 2021, 05:57:12 PM
For all those preparing for the last bull run cycle what makes you think that things will work out exactly as that of 2017? Many are expecting bear market in 1st quarter of 2022 if there is anything that have surprised me since stock was a thing in my life it's cryptocurrency, things might work out differently this time

Indeed, it won't be the same like previous bear market with same type of pattern. But bear market will be happened for sure, no doubt on it. Also, upcoming bear market might show new pattern in the crypto-currency market, else everyone would make profits by following the previous bear market. So just hope for the good and prepare for the worst.  Wink
203  Local / Other languages/locations / Re: বিএনবি এর নতুন সর্বোচ্চ মূল্য! on: November 05, 2021, 09:23:47 AM
আর এই প্যাটার্ন অনুযায়ী বিএনবি নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করবে , যদি বিএনবি $৫৫০ এর উপরে থাকে এবং $৬০৫ এর কিছু দৈনিক ক্যান্ডেল তৈরি করে। যেহেতু খুব শীঘ্রই হয়তো নতুন প্রজেক্ট বাইন্যান্স Launchpad এ আসবে।

যেমনটি এর আগে বলেছিলাম, বিটকয়েন বিএনবি অবশেষে $৬০৫ এর দিকে ধাবিত হচ্ছে এবং Launchpad এ নতুন প্রজেক্ট না আসলেও Launchpool এ নতুন প্রজেক্ট এসেছে। যেটিতে বিএনএবি স্টেকিং করে বেশি রিওয়ার্ড পাওয়া যায় এবং এটি আরো ২২ দিন চলবে। এছাড়াও সপ্তাহ শেষ হতে চলেছে এবং নতুন সাপ্তাহিক ক্যান্ডেল কেমন হবে, সেটি দেখার বাকি। যদি সাপ্তাহিক ক্যান্ডেল $৬০৫ এর উপরে তৈরি হয় এবং ট্রেডিং ভলিউম বেশি হয়, তাহলে খুবই কম সময়ে মধ্যে বিএনবির নতুন সর্বোচ্চ মূল্য তৈরি হবে। এখন শুধুমাত্র অপেক্ষার পালা।  Grin
204  Alternate cryptocurrencies / Service Discussion (Altcoins) / Re: Hotbit exchange, is it safe and good to trade here? on: November 03, 2021, 09:45:33 PM
Any experience with Hotbit, anyone?

My previous experience was great, but i didn't use hotbit since it got hacked. Also many memecoins/shit projects are getting listed into that exchange, that's why there are so many tokens in hotbit. Basically, memecoins/shit projects are using hotbit at first place as they can generate huge volume by wash trading to attract new investors. Grin So just use that exchange when you don't have any option and storing funds into that exchange isn't good choice, IMHO.
205  Economy / Speculation / Re: When new ATH? When moon? on: November 03, 2021, 09:36:07 PM
TBH, i'll keep eye on the taproot upgrade along with the resistance level at $63.5k price level. Also it won't take that much time to make a new ATH and hopefully we'll see the 6 figures in bitcoin's price in this year or at the beginning of next year. Just need to wait for the hype for another bullish rally as bitcoin will take small correction after making each new ATH.
206  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Alt Coins to buy with 200$ on: November 03, 2021, 09:30:27 PM
A student is not wrong to take advantage of the current technological developments, but what is of concern is that an investment based on the need for money in the near future is not very appropriate, even if this investment is successful then the opportunity is very small, especially if the investment is to help parents and costs. school, imagine if this fails, then the child will suffer twice from now.

Better to learn the deeper side and not just quickly judge the situation, I see your point and consider it as valid, what if he made a mistake he's risking his education since he's using the amount that should be more useful if he will concentrate using it for his education, but in the other side, if ever he succeed he will learn to be more financially stable on his early age.

Both of those points are correct and it's just like taking blue or red pill. If anyone's having the balls to face the risk or backup plan for any kind of bad situation, than it won't matter a lot. Either way, he would learn from every single moment of his life. Also everything has pros and cons as well as market is volatile, so we need to cope with that. That's the easiest thing to do in situation like those which are explained by both of you. TBH, it would be great to have financial freedom than anything else. Wink
207  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 03, 2021, 09:13:39 PM
২০১৭ সালের Segwit আপগ্রেডের পর এই মাসের ১৬ তারিখে হতে যাচ্ছে বিটকয়েন পোর্টোকলের সবচেয়ে বড় আপগ্রড Taproot, যেটি প্রতিটি ট্রান্সজেকশনের গোপনীয়তা বৃদ্ধিতে খুবই কার্যকরী হবে। আর এটি সম্পন্ন হবে #৭০৯,৬৩২ ব্লক হাইটে এবং সেটি নভেম্বরের ১৬ তারিখ নাগাদ হবে। আর এইদিকে বিটকয়েন এখনো $৬৫ হাজার ডলারের কম মূল্যে উঠানামা করতেছে।
আপনাদের কি মনে হয়, Taproot আপগ্রড সম্পন্ন হলে বিটকয়েন ভালো ধরনের উর্ধ্বগতিতে নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করবে। আর এই বুলরান কত দিন চলতে পারে, কারণ ইতিমধ্যে বুলরানের ১ বছর হতে চলেছে। শুধু মাঝখানে একটু কারেকশনের সময় ছিল।  Cheesy
208  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Could Fantom make it to the top 15 ? on: November 01, 2021, 06:18:38 PM
Do you think Fantom could do a 10X from where it currently sits ? How about making the top 15 ?

Not sure about the 10x from current price level, but it could easily enter into the top 15 list if it is just pumped more than 2.5x from current price as per coingecko data. Also, it could enter into the top 10 ranking if it's pumped 10x from current point. Although defi and nft projects are increasing day by day in Fantom ecosystem. So we just need to wait for it while doing DCA for more bullish rally.  Wink
209  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Squid Game token crashes 99.99% from $2,861 to $0.003475, Twitter account gone on: November 01, 2021, 05:58:54 PM
Scammer took the advantage from current hype of "Squid Game" web serie and did this rugpull carefully. Few days ago, there was a warning in CMC that few users can't sell iit after buying and even after that warning, many users aped into this shit and got rekt. BTW, a livestream video is circulating when youtuber was checking that memecoin and rug pull was done which is interesting.  Grin Grin So stay away from memecoins , especially from those which are created according to the current trend/hype from social media.
210  Local / Other languages/locations / Re: বিএনবি এর নতুন সর্বোচ্চ মূল্য! on: October 30, 2021, 07:51:25 PM
ইতিমধ্যে ইথিরিয়াম নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করেছে এবং খুব শীঘ্রই হয়তো $৫০০০ অতিক্রম করবে। বর্তমানেও ইথিরিয়ামের ট্রান্সজেকশন ফি অনেক বেশি রয়েছে এবং বেশিরভাগ প্রজেক্টই বাইন্যান্স স্মার্ট চেইনে চালু হচ্ছে। আর বিএনবি কিন্তু পূর্ববর্তী সর্বোচ্চ মূল্য এখনো অতিক্রম করতে পারেনি, তাই বিএনবি হয়তো খুবই তাড়াতাড়ি নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করতে পারে। কারণ বিএনবি ইতিমধ্যে $৫০০ অতিক্রম করেছে এবং Rising Wage প্যাটার্ন তৈরি হয়েছে। আর এই প্যাটার্ন অনুযায়ী বিএনবি নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করবে , যদি বিএনবি $৫৫০ এর উপরে থাকে এবং $৬০৫ এর কিছু দৈনিক ক্যান্ডেল তৈরি করে। যেহেতু খুব শীঘ্রই হয়তো নতুন প্রজেক্ট বাইন্যান্স Launchpad এ আসবে।

আপনাদের কি মনে হয়, বিএনবি নভেম্বরের মধ্যে নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করবে নাকি আরো সময় লাগবে? সকলের মতামত আশা করতেছি।  Cheesy
211  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Ethereum is going to reach $5k soon? on: October 29, 2021, 08:00:24 PM
So far, ethereum already pumped back to new ATH of $4,467.57 according to coingecko which was even less than $400 back in November 2020. It's already pumped so much from that point and more bullish rally will be happened in the upcoming months as market's so much bullish. It won't take that much time to break the milestone of $5k as it could even hit $10k or more if bitcoin continues the current rally to $100k in the upcoming months.  Cheesy
212  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Meme coin craze on: October 29, 2021, 06:40:41 PM
Shakura inu
Kiba inu
Naruto inu Which I'm sure is coming
 Grin Cheesy Grin Grin

Just know where you put your money not all these meme coins mean business

Don't know if you're fan of anime or not, but those project owners wanna take advantage of anime lovers as all those tokens are named from the characters name of "Naruto" anime. Not only this, there are also so many memecoins which used the main character's name of famous anime/manga. Also, those are just launched to grab money from the market and many of those projects already became scammed project. So don't believe into those, just put those amount which anyone can afford to lose.  Wink
213  Local / Other languages/locations / Re: ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! on: October 28, 2021, 06:17:07 PM
সকলকেই বিটকয়েনটকের বাংলা লোকাল বোর্ডে স্বাগতম জানাই এবং যারা নতুন যোগদান করেছেন, তারা প্রথম পোষ্টে পিন করে দেওয়া পোষ্ট থেকে অনেক বিষয় জানতে পারবেন। আর নতুনদের জন্য শুভকামনা রঈলো। আজকের পোষ্টে আপনাদেরকে কিছু সহজ উপায় বলবো, যেটির মাধ্যমে আপনারা স্পামিং থেকে মুক্ত থাকবেন এবং নিজেকে একজন দক্ষ-অভিজ্ঞ পোষ্টদাতা হিসেবে তৈরি করতে পারবেন।

প্রথম বিষয় হলো, অনেকেই নতুন যোগদানের পরই জিজ্ঞেস করেন যে কিভাবে ইনকাম করবো, খুবই অল্প ব্যবহারকারীরা নতুন কিছু শেখার চেষ্টা করে। তাই লোকাল বোর্ডের শুরুতেই গুরুত্বপূর্ণ পোষ্টের লিংকগুলোতে ক্লিক করে জানার চেষ্টা করুন। আর অনেকেই নতুন কিছু শেখার কিংবা অন্যদের সাথে ভাগাভাগি করার আগ্রহ দেখাচ্চেন। এই কথাটি বললাম, কারণ ক্রিপ্টো মার্কেটে নিত্যনতুন বিষয় হচ্ছে, আর আমরা সেগুলো নিয়ে নতুন পোষ্ট তৈরি নাহ করার ফলে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে নাহ। আর এর ফলস্বরূপ আমরা সেই বিষয়গুলো থেকে অনেকটা পিছিয়ে পড়ে যাচ্ছি । তাই সকলকে আহবান করতেছি যে, নিচের বিষয়গুলো জানুন এতে আপনারা ভালো পোষ্টদাতা হতে পারবেন এবং বাংলা লোকাল বোর্ডটি আরো তথ্যবহুল হবে।


কোনো বিষয় না বুঝলে জিজ্ঞেস করতে দ্বিধা বোধ করবেন না

অনেকেই আছেন যারা কোনো বিষয় না বুঝলে কখনোই জিজ্ঞেস করেন নাহ, কারণ অন্যজন হয়তো আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এমন মনমানসিকতা থাকলে আপনি নতুন বিষয় কখনোই জানতে পারবেন নাহ। তাই অন্যজন কি ভাবতেছে, সেটি নিয়ে চিন্তা না করে অবশ্যই জিজ্ঞেস করুন। কারণ যেকোনো একজন আপনাকে অবশ্যই সঠিক তথ্য প্রদান করবে।

সাধারণ বিষয়গুলো না জানা থাকলে গুগল কিংবা ইউটিউবে সার্চ করুন

শুরুতে অনেকেই অনেক কিছু জানেন নাহ, আর এটা স্বাভাবিক বিষয়। তাই বলে যে, খুবই সাধারণ বিষয়গুলো নিজে থেকে জানার চেষ্টা করবেন নাহ, এমন মনমানসিকতা থাকলে সবাই আপনাকে কখনোই সহযোগিতা করবে নাহ। সহজ কথায়, যদি কোনো বিষয় আপনি না জেনে থাকেন, প্রথমত সেই বিষয়টি নিয়ে গুগল কিংবা ইউটিউবে সার্চ করবেন। আর একবারে না বুঝতে পারলে যে হাল ছেড়ে দিবেন, এমন কাজ কখনোই করবেন নাহ। প্রথমবারে না বুঝলে বিষয়টি বার বার পড়বেন/দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন। আর এভাবে চেষ্টা করতে থাকলে একটা সময় চলে আসবে যে, আপনি সহজেই সব কিছু বুঝতে পারতেছেন।

ইংরেজি বাক্য না বুঝলে অবশ্যই গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন
আমাদের মধ্য অনেকেই আছেন, যারা হয়তে ইংরেজিতে একটু দুর্বল এবং সকল বিষয় প্রথমবারেই বুঝতে পারেন। এমনকি আমিও অনেকসময় বিভিন্ন ইংরেজি বাক্য অন্যজন কি বলতে চাচ্ছে, সেট বুঝতে পারি নাহ। বুঝতে পারিনি বলে যে হাল ছেড়ে দিবেন, এমনটা কখনোই করবেন নাহ। সবসময় গুগল এবং গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন ।
শব্দের অর্থ বের করার জন্য: আপনি যদি কোনো শব্দের মানে বুঝতে নাহ পারেন, তাহল "Define শব্দটি" লিখে গুগলে সার্চ করবেন, তাহলে শব্দটি নিয়ে বিস্তারিত জানতে পারবেন। উদাহরণ হিসেবে আমি Powercut শব্দটির মানে জানি নাহ, তাহল আমি গুগলের সার্চবারে "Define Powercut" লিখে সার্চ করবো।
বাক্যের অর্থ বের করার জন্য: আপনি কোনো একটি ইংরেজি পোষ্টের মানে পুরোপুরি বুঝতে পারতেছেন নাহ, কারণ ইংরেজিতে একজন একটি বিষয় বলে আর সেটির আবার অনেক ভাবার্থ থাকে। আপনি যদি কোনো পোষ্টের ভাবার্থ সঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে সেই বাক্যটি গুগল ট্রান্সলেটরে গিয়ে বাংলায় অনুবাদ করে নিয়েন। গুগল শুদ্ধ অনুবাদ দিবেন না, কিন্তু আপনি বিষয়টি একটু হলেও ভালো করে বুঝতে পারবেন।

নতুন পোষ্টে মতামত প্রদানের চেষ্টা করুন এবং পুরাতন পোষ্টে মতামত প্রদান থেকে বিরত থাকুন

অনেক নতুন ব্যবহারকারী ২ বছর আগের পোষ্টে মতামত/রিপ্লাই প্রদান করে। আশা করি, তারা এই অভ্যাসটি পরিবর্তন করবে এবং নতুন পোষ্ট তৈরি কিংবা নতুন পোষ্টে মতামত প্রদানে আগ্রতী হবে। আমাদের মধ্য খুবই অল্প ব্যবহারকারী আছেন, যারা নতুন কোনো বিষয় নিয়ে পোষ্ট করেন কিংবা অন্যজন আলোচনা শুর করলেও সেটিতে যোগদান করেন নাহ। এতে অনেক বিষয় জানতে পারেন নাহ। তাই নতুন বিষয়গুলো নিয়ে পোষ্টের মাধ্যমে আলোচনা শুরু করেন এবং অনেক বিষয় জানতে কিংবা অন্যদের সাথে ভাগাভাগি করতে পারবেন। আর একটি বিষয় হলো, অনেক ব্যবহারকারী আছেন যে, অন্যের মতামতে শ্রদ্বাশীল নয়। তারা যেটি বিশ্বাস করে, সেটিই সত্য এবং অন্যজন বিপরীত মতামত প্রদান করলে, সেই ব্যবহারকারীকে হেয় করে ।তাই অন্যের মতামতে শ্রদ্বাশীল হোন, কারণ আপনি একটি কয়েন/টোকেনকে পছন্দ করতে পারেন এবং সেটি হয়তো অন্যজনের কাছে ভালো নাও লাগতে পারে। তাই বলে তাকে হেয় করার দরকার নেই, বন্ধুসুলভ হয়ে উঠেন।



বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".

214  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 27, 2021, 07:41:46 PM
অপর দিকে 1660 super জিপিউর সেকেন্ড হ্যান্ড দাম ৩৮-৪০ হাজার এবং হ্যাশরেট ৩১-৩৪ মেগাহ্যাশ।

1660 super জিপিউ এর দাম এত কম সেকেন্ডারি মার্কেটে! আমি যতটুকু জানি আরো ৫-৮ হাজার বেশি হওয়ার কথা। কারণ অনেকে চাহিদা অনেক বেশি এবং অধিকাংশ গেমাররা চাচ্ছে যে 1660 super জিপিউ বিক্রি করার পর আরো কিছু টাকা যোগ করার মাধ্যমে 3060 or 3070 ক্রয় করার।  Grin

সুতরাং, আমার মতে ২-৩ মেগাহ্যাশের জন্য ৮-১০ হাজার টাকা বেশী খরচ করার কোনো মানে হয় না।

আমিও সেই বিষয়টি বলেছি, কারণ যারা জিপিউ সম্পর্কে কম জানে, তারা যখন জিপিউ ক্রয় করতে যাবে, তখন বেশি পন্ডিতরা বলবে যে 1660 super জিপিউটি ক্রয় করতে । কারণ ক্রয়কারী তো তাদেরকে বলতে পারবে নাহ যে, মাইনিং এর জন্য নিতেছে। ভুলেও বলে ফেললে, গেমাররা গণধোলাই দিবে। Grin তাই তারা তখন হয়তো সেটি ক্রয় করতে পারে, তাই তারা যেন নিজেরা আগে সকল বিষয় বিশ্লেষণ করে।  Wink


বিটকয়েন কি কিছুদিনের মধ্যে আবার ডিপে যেতে পারে? যদি না যায় তাহলে অল্টকয়েন আশা করা যায় খুব ভালো সময় অতিক্রম করতে যাচ্ছে। সব অল্টকয়েনের নতুন অল টাইম হাই হতে পারে।

দেনিক ক্যান্ডেল যদি $৫৯ হাজারের কমে তৈরি হয়, তাহলে আমরা কিছুদিনের জন্য কারেকশন মার্কেট দেখতে পারবো। তাই কালকের নতুন ক্যান্ডেল কত মূল্য তৈরি হচ্ছে,সেটি এখন দেখার বাকি। এছাড়াও কিছুদিন পর সাপ্তাহিক ক্যান্ডেল তৈরি হবে, সেটির উপরও নজর দিতে লাগবে। আর অল্টকয়েনের ভালো সময় চলবে, যদি বিটকয়েন একটি নির্দিষ্ট মূল্যের মধ্য উঠানামা করে। তাই দেখা যাক বিটকয়েন কি করে!  Cheesy
215  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Gas fees are the transaction fees that users pay to miners . on: October 27, 2021, 07:16:24 PM
IDOs are still getting more hype because of the rebounding of market and many users are using more higher gwei price in ethereum mainnet to grab allocation in IDOs or buy at TGE. As a result, gas price is increased on ethereum mainnet time to time and miners are benefited from this situation. Although we have now more options of layer2 or zk rollup solution to do trades into AMM/DEX without worrying about high gas fee for doing transections/trades. Hopefully, more projects will prefer those chains for launching.
216  Economy / Speculation / Re: How much would you like to see Bitcoin priced in 2022? on: October 26, 2021, 07:15:36 PM
A few days ago, bitcoin had broken through the price of $66k which was the new ATH. Looking at the recent very significant increase in the price of bitcoin, it can be said that the achievement of the Bitcoin price in 2022 could reach $100k. Therefore, judging from the price growth over the past few weeks, the price of bitcoin is likely to continue to rise significantly in the next few years.

Maybe it won't take that much time to hit the milestone of $100k if there isn't any new fuds into the market. Also we might see small correction market in 2022 as well because we have institutional investors and they'll profit out whenever they're on profit and create fear among the retail investors to buy at dip, just like the previous correction zone. But bitcoin might hit those milestone within this year or 2022 according to current sentiment of market.
217  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 26, 2021, 06:51:34 PM
বর্তমানে গ্রাফিক্স কার্ডের দাম প্রায় আকাশ চুম্বি। তবে আপনি সেকেন্ড হ্যান্ড জিপিও কিনতে পারেন।
আমার বর্তমান হ্যাশরেট ১১৭। এই মডেলের ৪ টি গ্রাফিক্স কার্ড হলেই আপনিও আমার মতো ১২-১৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন। বিদ্যৎ বিল দেয়ার পরেও।

Rx 570 Or Rx 580 8gb মডেলের একটা জিপিওর সেকেন্ড হ্যান্ড দাম ৩০-৩২ হাজার টাকা। সব মিলিয়ে ১ লক্ষ ৫০-৬৫ হাজার টাকার মধ্যে এই রকম একটা সেটাপ তৈরী করতে পারবেন।

এটি সত্য যে, বর্তমানে গ্রাফিক্স কার্ড মার্কেটে ক্রিপ্টোর মতো বুল মার্কেট চলতেছে ।  Grin আর এই কারণে ব্যবহার করা জিপিউ ক্রয় করতে গেলেও অনেক টাকা লাগবে, কারণ অনেক গেমাররাই ব্যবহার করা জিপিউ ক্রয় করতে পারতেছে নাহ। কারণ মার্কেটে অনেক চাহিদা, কিন্তু মূল্য ধরা ছোয়ার বাহিরে। আর আপনার যেহেতু 1660 super জিপিউটি আছে, তাই আপনি একটু হলেও বেশি হ্যাশরেট পাচ্ছেন। আর সেই তুলনায় কেউ যদি শুধুমাত্র Rx 570 কিংবা Rx 580 জিপিউগুলো দিয়ে মাইনিং করতে চায়, তাহলে তার হ্যাশরেট কমও হইতে পারে। তাই সকলের উচিত মূল বিনিয়োগ এবং মাস শেষে লাভের বিষয়টি whattomine থেকে বিশ্লেষণ শেষে মাইনিং রিগ তৈর করা।  Wink


আমি বুঝতেছি না তাহলে মানুষ কেন ওইখানে ডায়মন্ড সংগ্রহ করার পেছনে আছে লল। আমি তো ভেবেছিলাম ডায়মন্ডগুলোর ভ্যালু আছে ভালোই  :ড

সবাই এই আশায় এইসব সংগ্রহ করতেছে যেন ভবিষ্যতের কোনো প্রতিযোগিতা থেকে কোনো এনএফটি কিংবা এয়ারড্রপ সংগ্রহ করতে পারে। কারণ কয়েনমার্কেটক্যাপ ইতিমধ্যে অনেক প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে এসেছে এবং হয়তো আরো প্রতিযোগিতার ব্যবস্থা করবে, যেখানে হয়তো কূপন কোড পাওয়া যাবে বিভিন্ন কোম্পানির সার্ভিসে ছাড় পাওয়ার জন্য। যেমন: কয়েনগিকো বিভিন্ন ভিপিএনের বাৎসরিক ক্রয়ের জন্য কূপন দেয়, যেগুলো ব্যবহার করার মাধ্যমে সর্বোচ্চ ৭০% এর ছাড় পাওয়া যায়। হয়তো এমন কিংবা অন্য ধরনের প্রতিযোগিতা অথবা পুরস্কারের ব্যবস্থা করবে।  Wink
218  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Decentralized Minting vs Staking vs Trading vs Hodling on: October 25, 2021, 07:08:45 PM
Staking and hodling is great way for long term to me, but i also prefer to have some trades time to time. So my current portfolio is having 40% staking, 10% trading, 40% hodling and rest of the 10% is for taking risks for ongoing hype/trends or investments. So far, staking is the best option to me if i did my proper research before participating into any platforms whether it's old or new. Maybe OP could participate into staking rather than taking risk for IL (Impermanent Loss) into LP farming.
219  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Scam tokens in my wallet on: October 25, 2021, 06:51:27 PM
The question I have is, how do you activate the malicious contracts?....I'm asking this because I wanna try to import one of those tokens (I found a namesake on CMC and want to see if it's the same token present in my wallet), so, importing the token is enough to activate the malicious contract (I don't want to accidentally activate it and let it destroy my account)?

As far i know, importing any tokens in your wallet won't active the contract until you're trying to sell on dex and make approval transection into that dex. So just ignore those fake/scam tokens like @ryzaadit said. Also, don't submit your private key or seed phrase into any unknown dex/AMM as we don't need to submit the access point to any defi projects to interact and we can do transections using metamask or other dapp wallet.

One more thing for those who wanna reduce the spending amount for any smart contract on ethereum, they can do this on Etherscan's Token Approval page using metamask. Basically, we provide unlimited access to any smart contract for spending any tokens from our wallet whenever we make an approval transection to do trade/swap into dex/amm and it's better to set it limited so that fake projects can't drain funds from our wallet by using their smart contract. Hopefully, bscscan and polygonscan will have the samething as those are also products from etherscan team.  Wink
220  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 24, 2021, 09:04:14 PM
কয়েন মার্কেটক্যাপ হ্যাক!

ওই বিষয়টিকে সম্পূর্ণরূপে হ্যাক বলা যাবে নাহ, বরং তথ্য চুরি বলা যায়। আর সকল ব্যবহারকারীদের উচিত বিভিন্ন ওয়েবসাইটের জন্য বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা। কারণ অনেক সময় এইরকমের তথ্যচুরির সময় হ্যাকাররা পাসওয়ার্ডও পেয়ে যায়। তাই সকলের সতর্ক থাকা ভালো।


বাই দ্য ওয়ে, কেউ কি কয়েনমার্কেটক্যাপ এ ডায়মন্ড কালেক্ট করছেন? সেটা দিয়ে দেখলাম কিছু এনএফটি ক্রয় করা যায়। সেগুলো কি আবার বিক্রি করা যায়? মানে এমন কোন ওয়ে আছে যে ডায়মন্ডগুলোকে রিয়েল মানিতে কনভার্ট করা যায়? আমি আসলে জানতামই না কয়েনমার্কেটক্যাপ এ এইরকম একটা অপশন আছে।

আপনাকে শুধু কম্পিউটার ব্রাউজারে ওয়ালেট ব্যবহারের মাধ্যমে সেটি ক্লেইম করতে হবে। আর শুধুমাত্র কয়েনমার্কেটক্যাপ নয়, কয়েনগিকোও এমন রিওয়ার্ডের ব্যবহার অনেক আগে থেকেই করে আসতেছে।  Wink
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 ... 89 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!