Bitcoin Forum
May 24, 2024, 08:15:33 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 ... 89 »
301  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 13, 2021, 06:34:18 PM
২০১৮ সালের আজকের দিনে আমি বিটকয়েনটক ফোরামে জয়েন করি।

অভিনন্দন এবং সামনের দিনগুলো আরো ভালো হবে, দোয়া রঈলো। আশা করি, খুবই কম সময়ের মধ্যে আমরা আপনাকে লিজেন্ডারি মেম্বার পদে দেখবো। এভাবেই এগিয়ে যান।


ভাই প্রতিবেদন টার লিংক দিলে কি হতো একটু চেষ্টা করলাম প্রতিবেদন গুরুত্বপূর্ণ সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম অনেকে জানে না গুরুত্বপূর্ণ বিষয় গুলো আশা করি আমার প্রতিবেদন টায় কিছু টা হলেও বিগতো বছর গুলোর গুরুত্বপূর্ণ তথ্যগুলো সরন হবে।

প্রথমত @RIFAT001 ভাই quote করার বিষয়টি একটু জেনে নিন, কারণ এমন করে যদি পুরো পোষ্ট কোট করেন, তাহলে খারাপ দেখা যায়। তাই যতটুকু প্রয়োজন শুধুমাত্র ততটুকু কোট করেন। আর এমন প্রতিবেদন দিয়ে, হয়তো নতুনদের জন্য কিছুটা উপকার হতে পারে, কিন্তু এমন ধরনের প্রতিবেদন ভালো নয়। কারণ নিউজপোর্টালগুলো ক্রিপ্টো নিয়ে কথা বলতেছে, কারণ এখন বুল মার্কেট চলতেছে, আর বেয়ার মার্কেট আসলে কোনো কথাই বলবে না।
302  Economy / Speculation / Re: Buy Bitcoin and hold it: 180% annual yield on average since the first halving on: August 13, 2021, 06:23:08 PM
<-- snip -->
Good analysis brother, the problem is that many people will not want to for a long period of time to make it big. People mostly believe that the same way it happened to Bitcoin from $1>$44,000 as at the time of this post it can happen to other Altcoins which is not likely.

Indeed, most of the users will buy it and leave this industry when they'll be on profits. But only those will keep hodling bitcoin even if bitcoin hits $1 million or more  who knows the potential of bitcoin. So it's just a matter of time as more users will be filtered through the cycle. But adoption won't stop in the upcoming days which is the best thing for bitcoin to hit those milestone, IMHO.  Wink
303  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: DYOR also needs your input on: August 12, 2021, 07:11:05 PM
Not a fan of memecoin, so can't say anything about FEG. But poolz as well as dego is great one for next bull cycle. Just waiting for the listing of poolz on binance.  Grin BTW, dego might take another bullish rally to make another new ATH if bitcoin surpasses $60k level again.
304  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: What majority of altcoins CEO aren't telling you. on: August 12, 2021, 07:02:15 PM
Before an altcoins get launched, most times they must have been several funding phrase that the general public aren't allowed to participate in and some are done without anybody knowing which means there's always people that we're just enriching each time we buy newly launched tokens either from market or pre-sale.

Seed sale isn't for public as only well-known crypto company or well-established projects invest into that round as a partner and many of them don't want to reveal it for public domain.


While we Invest in project, we shouldn't blindly follow what the CEO are saying regarding their project, always make sure you research

Just depending on what CEO or team's saying or promising, isn't a good way to be an investor. Basic research is always required and we can find out good project by following best VCs or looking into great partnership.  Wink
305  Economy / Speculation / Re: BTC approaches resistance on: August 11, 2021, 05:05:24 PM
Anyhow, I think $47k could be breach in the next 1-3 days, maybe we can see the price goes down a bit, but with the current FOMO we have, no doubt that $47k-$50k could be achievable even better the end of the month.

Indeed, bitcoin could break that level within this week as everyone's so much bullish after knowing that hashribbon is giving buy signal. As per history, bitcoin took bullish rally when hashribbon provided buy signals. Though we aren't sure yet about current situation whether it’s really a breakout or fakeout, until bitcoin's surpassing the price level of $50k-$55k. So, lets just wait to confirm it.  Cheesy
306  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 10, 2021, 05:29:06 PM
মাত্র ৩ জন? আর কিছু বাড়িয়ে দিলে ভালো হতো না? মানে আমি অত্নত জিতার আশা করতে পারতাম আর কি  Grin

আমি ভুল করে, প্রথম তিনজন লেখেছিলাম। কিন্তু ওটা হবে, সেরা তিনজনকে ক্রিপ্টো দিয়ে পুরস্কৃত করা হবে। যদি অনেক ব্যবহারকারী এত অংশগ্রহণ করে, তাহলে হয়তো সেরা ৫জনকে পুরস্কৃত করবো, যদিও এটি এখনো নির্ধারণ করা হয়নি।

আর একটি বিষয় হলো, আপনি quote করতে পারেননি। তাই ভালোভাবে quote করার বিষয়টি জেনে নিন। আর পুরোপোষ্ট quote করলে খারাপ দেখা যায়।  Cheesy



আমার তৈরিকৃত মিম: ডাবল চেক ( মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: একটি দুর্ঘটনা, সারা জিবনের কান্না প্রতি সেল দেওয়ার সময়ে ডাবল চেক দিতে হয়

আমার তৈরিকৃত মিম: রিস্ক থাকবেই ( মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: এখনো লিগ্যালিটি পায় নাই, একটু সাবধানে থাকবেন সবাই , আশা করি অদুর ভবিষ্যতে লিগ্যাল হয়ে যাবে

আমার তৈরিকৃত মিম: ভাই আমারে ছাইড়া দেন।আর করবো না🤧 ( মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: অনেক কিছু দেখতেছি এখন, সাবধানে থাকবেন । অনেক কিছু দেখতেছি এখন, সাবধানে থাকবেন (২)

আমার তৈরিকৃত মিম: ups and downs ( মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: কিছুই করার নাই, আল্টকয়েন প্রাইজ বিটিসি এর ডিপেন্ট always invest in you own risk
আশা করি, সবগুলো আপনার নিজের তৈরি। প্রথম দুইটি মোটোমোটি সবারই বর্তমান অবস্থা বলা যায়। Grin Grin আর ৪র্থটি ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক আগে থেকেই আছে, তাই এটি প্রতিযোগিতায় গণ্য হবে নাহ। আর পরবর্তীতে যারা পোষ্ট করবেন,তারা বিষয়টি লক্ষ্য রাখবেন। আর নতুন কিছু তৈরি করেন, ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কোনো মিমের বিষয় নিয়ে নিজের মতো করে পুনরায় তৈরি করবেন নাহ। এককথায় নতুন কিছু তৈরি করেন।



মাত্র ৩ জন? আর কিছু বাড়িয়ে দিলে ভালো হতো না? মানে আমি অত্নত জিতার আশা করতে পারতাম আর কি  Grin

মেরিট চেয়ে পোষ্ট কেন করবে?

সম্ভবত আপনি ভুল ব্যবহারকারীকে রিপ্লাই দিয়েছেন। কারণ উনি পুরস্কৃত করার বিষয়টি বলেছেন, যেটি আমি সেরা তিনজনকে প্রতিযোগিতা শেষে দিবো। আপনি সম্ভবত @abdurrahman99 কে রিপ্লাই দিতে চেয়েছিলেন। আর একটু অনুরোধ রইলো, পুরো পোষ্টটি quote না করলে ভালো হয়।  Smiley
307  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Biggest hack on Defi/Crypto space worth of $600 Million plus from PolyNetwork on: August 10, 2021, 04:28:05 PM

Updates


Hacker recently did a transection to share a message: https://etherscan.io/tx/0x552bc0322d78c5648c5efa21d2daa2d0f14901ad4b15531f1ab5bbe5674de34f
Code:
IT WOULD HAVE BEEN A BILLION HACK IF I HAD MOVED REMAINING SHITCOINS! DID I JUST SAVE THE PROJECT?
NOT SO INTERESTED IN MONEY, NOW CONSIDERING RETURNING SOME TOKENS OR JUST LEAVING THEM HERE

Btw, it looks like the end of this heist as SlowMist already found out the the identity of that hacker according to the news of TheBlockCrypto.

Not only this, one user already found out another wallet address (most probably hackers main wallet) which is tied to binance, ftx, okex.

PloyNetwork tweeted a message for hacker: https://twitter.com/PolyNetwork2/status/1425123153009803267

Another transection: https://etherscan.io/tx/0x4c102e972301b999318df70e3d3a067994dcc83951f07f7f37c45ff7e922beec
Code:
WHAT IF I MAKE A NEW TOKEN AND LET THE DAO DECIDE WHERE THE TOKENS GO

Hacker started returning the stolen funds.

Hacker leave a message on his polygon address for polynetwork team: https://polygonscan.com/tx/0xa64b7bdfdad745efff19224eeaa0d0ebd012be647972a5e949080ba316a89c74
Code:
DONATE TO 0xA87fB85A93Ca072Cd4e5F0D4f178Bc831Df8a00B IF YOU SUPPORT MY DECISION
ENCRYPT YOUR MSG WITH HIS PUBKEY IF YOU WANT TO TALK

Hacker again returned almost $120 million BUSD to polynetwork team on BSC.

Hacker returns almost all funds to PoyNetwork

[ur=https://twitter.com/PolyNetwork2/status/1427574236483231749l]PolyNetwork invites the hacker to be the Chief Security Advisor & won't take any legal action[/url]
Code:
#PolyNetwork has no intention of holding #mrwhitehat     legally responsible and cordially invites him to be our Chief Security Advisor. $500,000 bounty is on the way. Whatever #mrwhitehat chooses to do with the bounty in the end, we have no objections.

Note: Updating thses stuffs as this is the biggest hack in defi/crypto space.  Wink
308  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Biggest hack on Defi/Crypto space worth of $600 Million plus from PolyNetwork on: August 10, 2021, 04:27:30 PM
Exploit in defi space is becoming commons as every now and then, we get news of hack/exploit on any defi projects. Previously, biggest exploit amount was $89 million which was drained from compound labs. But this time, the exploit of polynetwork breaks that record as $600 Million plus worth of funds was drained from three different chain including ethereum, binance smart chain and polygon which is now the biggest hack on defi/crypto space.

PolyNetwork officially statement: https://twitter.com/PolyNetwork2/status/1425073987164381196

Here is hacker's wallet address:
Ethereum: https://etherscan.io/address/0xC8a65Fadf0e0dDAf421F28FEAb69Bf6E2E589963
Binance smart chain: https://bscscan.com/address/0x0D6e286A7cfD25E0c01fEe9756765D8033B32C71
Polygon: https://polygonscan.com/address/0x5dc3603C9D42Ff184153a8a9094a73d461663214

Crazy thing is, someone informed hacker throughout transection to not use usdt which is blacklisted and hacker tipeed that address 13.37 eth. After knowing this, everyone's started to spam on his address for free money. Just check the ethereum address of that hacker. More entertainment on those transections.  Grin Grin

Here's the two of those transections:
(1) https://etherscan.io/tx/0xae2442c5b5721df8c190fd8f59b53b6dc56a875fb03035ad34276a598ddf7d31
(2) https://etherscan.io/tx/0xdf3afc47c7914e06ddb1be19afcd769e558111d353e55273a62c4a96e6a6090f
309  Economy / Speculation / Re: People are panic buying right now! on: August 09, 2021, 05:15:07 PM
Starting of a correction, every users be like: "It's the end of bitcoin and no more rebouding or bullish rally" When correction is done and bitcoin started to surge back to it's previous position, every users than: "Buy more as bull run, still on the way" .  Grin Grin Those users who get into fomo, can't be satisfied whether it's bullish rally or correction time. So be a diamond hand hodlers and don't fall for any traps even it sounds like an another bullish rally or not. In the long run, panic users won't get anything except losses.  Wink
310  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 09, 2021, 04:43:20 PM
  <-- snip -->

”ডাস্ট এ্যাটাক” বর্তমানে একটি কমন বিষয় হয়ে দাড়িয়েছে বিশেষ করে বিএসসি নেটকওয়ার্কে। এরা কিছু কিছু ফ্রি টোকেন সেন্ড করে ওয়ালেটে। নতুনরা সেটা যখন দেখে সেল করলে কিছু ডলার পাওয়া যাবে তখন তাদের মাথায় কাজ করেনা।

এইজন্য সকলের উচিত বিভিন্ন বিষয়ে আগে জানা। আর একটি বিষয় হলো যে, স্ক্যামাররা যেকোন উপায় খুজে বের করবে যদি কোনো কিছুর হাইপ/ট্রেন্ড চলতে থাকে। তাই সকলকেই সতর্ক থাকা উচিত এবং টাকা চিন্তা আগে না করে সকল বিষয় নিয়ে ভালো করে বিশ্লেষণ করা। তাহলে স্ক্যামাররা তাদের কাজে সফল হতে পারবে না।  Grin


আমার বাসা টাঙ্গাইল আমি এই ফোরামে আজকের নতুন।

পুরাতন পোষ্টে রিপ্লাই না দেওয়া খুবই ভালো হবে, যদি না সেটি কোনো তথ্যমূলক পোষ্ট হয়। আর ক্রিপ্টোকারেন্সি+ব্লকচেইন দুনিয়াতে আপনাকে স্বাগতম এবং ব্যক্তিগত তথ্য কারো সাথে বিনিময় না করাই ভালো, যেহেতু ক্রিপ্টো এখনো সম্পূর্ণরূপে বাংলাদেশে বৈধ না। আর বাংলা বোর্ডের প্রথম পোষ্টে যেসকল পোষ্টের লিংক করে দেওয়া হয়েছে, সেগুলো পড়ুন এবং ফোরাম সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন।  Wink





একটি বিশেষ বিজ্ঞপ্তি বাঙালি ফোরাম ব্যবহারকারীদের জন্য




আমি লক্ষ্য করেছি যে, বিভিন্ন ব্যবহারকারী অনেক সময় মেরিট প্রদানের প্রতিযোগিতা করে, হোক সেটি কোনো ক্রিপ্টো নিয়ে সাধারণ জ্ঞানমূলক প্রতিযোগিতা কিংবা অন্য কোনো প্রতিযোগিতা। তাই আমি সিদ্বান্ত নিয়েছি যে, আমাদের বাংলা ফোরামের সকল ব্যবহারকারীদের জন্য একটি Meme Contest ( মিম প্রতিযোগিতা ) করবো। আর এটির জন্য অবশ্য আমি ব্যক্তিগতভাবে কিছু অর্থ দিয়ে সেরাদের পুরস্কৃত করবো। আশা করি, সকলে অংশগ্রহণ করবেন। তাই নিয়মগুলো দেখে নিন।

প্রতিযোগিতার নিয়ম-নীতি:
  • যেকোনো ব্যবহারকারী এতে অংশগ্রহণ করতে পারবে এবং যতটি ইচ্ছা মিম তৈরি করতে পারবে।
  • অন্যকারো কাজ/মিম কপি করা যাবে নাহ এবং আপনি যে মিমটি তৈরি করবেন, সেটির চিন্তাভাবনা আপনার মাথায় কেমন করে আসলো। সেই বিষয়টি মিমের সাথে উল্লেখ করতে হবে।
  • সেরা তিনজনকে সমান অর্থে পুরস্কৃত করবো ( মোট রিওয়ার্ড/অর্থমূল্য এখনো নির্ধারণ করা হয়নি)
  • আর কেউ মেরিট চেয়ে কোনো পোষ্ট করবেন নাহ এবং এমনটি কেউ যদি করেন, তাহলে আপনার পোষ্টটি ভালো হওয়া সত্ত্বেও প্রতিযোগিতা থেকে বাতিল করা হবে।
  • এই প্রতিযোগিতায় কেউ তার অল্ট একাউন্ট ব্যবহার করতে পারবেন নাহ। এককথায় যারা খারাপ পোষ্ট কিংবা বাউন্টিতে দুর্নীতি করতে যেয়ে, নেগেটিভ ট্রাস্ট পেয়েছেন।
  • উচ্চপদের মেম্বাররা চাইলে ভালো পোষ্টদাতা বাছাইকরণে ভোট কিংবা মতামত দিতে পারেন।

মিম তৈরি করার জ্ন্য কিছু বিষয়: ক্রিপ্টোকারেন্সি-ব্লকচেইন সম্পর্কিত, বাংলাদেশ ও ক্রিপ্টোকারেন্সি, ডেফি-ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, বিভিন্ন ট্রেন্ড/হাইপ, শিক্ষামূলক প্রভৃতি।
প্রতিযোগিতার সময়সীমা: দুই মাস ( আজকে থেকে সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত অক্টোবরে শেষ করা হবে )
পোষ্ট করার পদ্ধতি:
Code:
আমার তৈরিকৃত মিম ( মিমটির লিংক ):   
মিমটি তৈরির করার কাহিনি( বিস্তারিতভাবে বিবরণ দিবেন ):


বি:দ্র: সকলের জন্য একটি বিষয়, যদি কেউ quote করেন, তাহলে সম্পূর্ণ পোষ্ট quote করবেন নাহ। এতে খারাপ দেখা যাবে এবং নিজে নতুন পোষ্ট করেও রিপ্লাই দিতে পারেন, কোনো সমস্যা নেই।
311  Other / Meta / Re: Application to be a Merit source for Bangladesh Thread on: August 08, 2021, 02:09:40 PM
Little Mouse, why don't you apply to be a source?  You've been around long enough and seem like you'd be enthusiastic about the position, so perhaps you should ask Theymos to consider it.
Having one merit source for the local thread we have is enough. BitcoinDream has already applied and that's why I didn’t consider to apply anymore.

No hate to anyone, but BitcoinDream is quite inactive and LittleMouse's engaging into others conversation regularly. So it'll better for our local board if BitcoinDream becomes more active to engage with us. On the other hand, maybe LittleMouse should talk to BitcoinDream if he wanna give the position for that application. As always, we really need a merit source for our local board. Cheesy
312  Alternate cryptocurrencies / Bounties (Altcoins) / Re: [BOUNTY] LITHOSPHERE 💰 $2.2M WORTH OF REWARDS AVAILABLE! 💰 on: August 08, 2021, 01:21:56 PM
#Proof Of Authentication
Bitcointalk username: Review Master
Bitcointalk profile link:  https://bitcointalk.org/index.php?action=profile;u=1949590
Telegram username: @SonofSultan
Joined campaign: Signature
Bsc Wallet Address: 0x8fde497671f9714f7251e7e1acbb253d721ad961
313  Local / Other languages/locations / Re: ইথিরিয়ামের লন্ডন হার্ডফোর্ক ! on: August 07, 2021, 05:59:47 PM
এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে।

পোষ্টটি করেছিলাম যখন ইথিরিয়ামের মূল্য প্রায় ২৪৫০ ডলারে ছিল। আর ইথিরিয়ামের লন্ডন হার্ডফোর্ক শেষ হওয়ার পর এখন ইথিরিয়ামের মূল্য ৩০০০ ডলার বেশি চলে গিয়েছে। আর বিটকয়েন যদি বৃদ্ধি পেতে থাকে , তাহলে আশা করা যায় নতুন সর্বোচ্চ মূল্যতে যেতে পারে।  Cheesy


ধন্যবাদ ভাইয়া।  একটা প্রশ্ন আমি VERA  (pancakeswap) এ সোয়াপ করার চেষ্টা করি কিন্তু ফেইল্ড হয়ে যায়। কিন্তু আমি তাদের ওয়েবসাইট এ গিয়ে swap করি নি।কোন সমস্যা হবে কি? আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো এয়ারড্রপ থেকে পেয়েছি তাই পেনকেকসোয়াপ এ গিয়ে সোয়াপ করি কিন্তু ফেইল্ড হয়। এখন কি কোন সমস্যা হবে?



ওই টোকেনটি হলো একটি ভুয়া টোকেন, আপনি ওটা এক্সচেঞ্জ করতে পারবেন না, কেননা ওদের স্মার্ট কন্ট্রাকটি ওমন করেই তৈরি করা হয়েছে। শুধুমাত্র তাদের ওয়েবসাইটে এক্সচেঞ্জ করা যাবে , যেন অন্যদের ওয়ালেটের প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেজ নিতে পারে। আর একটি বিষয় Bscscan ইতিমধ্যে ওদের কন্ট্রাক এড্রেসকে ফিসিং কন্ট্রাক হিসেবে ট্যাগ করে দিয়েছে। তাই ওই টোকেন নিয়ে কোনো আশাই রাখেন নাহ।  Wink



ভাই আমি দেখতেছি কিছু একাউন্টে মেরিট আছে তারপরও তারা
JR মেম্বার পাইতেছে না এটা কি? নাকি জিয়ার মেম্বার হওয়ার জন্য কপার মেম্বার হওয়া লাগবে আগে যদি আমাকে বলেন তাহলে অনেক উপকার হত আর যেহেতু আমি বাঙালি তাই এক বাঙালি আরেক বাঙালিকে সাহায্য করা উচিত

প্রথমত শুধুমাত্র মেরিট হইলেই হবে না, বরং মেরিট ও এক্টিভিটি থাকতে হবে। কেবল তখনই আপনি জুনিয়র মেম্বার হবে। বিস্তারিত জানতে এই পোষ্টটি ভালো করে পড়ুন: https://bitcointalk.org/index.php?topic=631891.msg53602200#msg53602200
314  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 05, 2021, 06:48:53 PM
আমরা অনেকেই ট্রাস্ট ওয়ালেট ইউজ করি এখন,বাউন্টি বা এয়ারড্রপ করার জন্য এর বিকল্প নেই এবং ইজি ইউজ করা, কিন্তু ঈদানিং খেয়াল করবেন অনেক ফেইক টোকেন আমাদের ওয়ালেটে পাঠাচ্ছে হ্যাকার রা, গতকাল আমার ওয়ালেটে ভেরা নামক টোকেন আসে এবং সেই হ্যাকার রা হুবুহু অর্জিনাল ভেরা টোকেন এর মতো টোকেন পাঠায়

আপনি যে বিষয়টি এখানে তুলে ধরেছেন, এটিকে "ডাস্ট এট্যাক" বলা হয়ে থাকে। অনেক সময় স্ক্যামাররা আপনাকে ফ্রি টোকেন দেয়, এবং সেটি হয় তাদের নিজস্ব এক্সচেঞ্জ ছাড়া অন্যকোনো এক্সচেঞ্জে সোয়াপ করা যাবে না, কিংবা আপনাকে যত টোকেন পাঠিয়েছে তার থেকে আরো একটু বেশি টোকেন লাগবে সর্বনিম্ন সোয়াপের জন্য। এই দুইটি উপায় স্ক্যামার ব্যবহার করে থাকে বেশিরভাগ সময়। তাই যেকোনো ফ্রি টোকেন পেয়ে খুশি হবেন না। মজার বিষয় হলো, আমি প্রতিদিন বিএসসি চেইন ১০ বারের মতো ট্রান্সজেকশন করি এবং স্ক্যামার আমাকে একই টোকেন ২ বার পাঠিয়েছে, যেন আমি লোভে পড়ে সোয়াপ করি এবং আমার ওয়ালেট হ্যাক করতে পারে।  Grin Grin

এসব স্ক্যামাররা Waves ব্লকচেইনে আগে অনেক ছিল, প্রায় প্রতিদিন কোনো না কোনো টোকেন ওয়ালেটে পেতাম। তবে সবগুলো "ডাস্ট এট্যাক" এর টোকেন ছিল। তাই সকলে উচিত যেকোন অপরিচিত ওয়েবসাইট ব্যবহারের পর ট্রাস্ট ওয়ালেটের সেটিংসে যাওয়ার পর "Preferences -> DApp Browser -> Clear Browser Cache " যেয়ে, ব্রাউজিং ক্যাশ এ ক্লিক করা। কারণ হ্যাকাররা অনেক সময় ব্রাউজিং কুকিস/ক্যাশ দিয়ে ওয়ালেটের এক্সেস পায়, যদি কোনো অচেনা ওয়েবসাইটের স্মাট কন্ট্রাকে অনুমতি দিয়ে থাকে। অনেক সময় স্মাট কন্ট্রাকের ওই অনুমতি ও ব্রাউজিং কুকিস/ক্যাশ ব্যবহার করে, হ্যাকার আপনার অনুমতি ছাড়াই কোনো কন্ট্রাক/সোয়াপ চালিয়ে ফান্ড নিতে পারে। আর যেমনটি @Little Mouse বললেন যে, ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে প্রাইভেট কী অথবা পাসফ্রেজ দেয়া উচিত না।  Wink
315  Economy / Speculation / Re: Drop from $60k to $30k was part of bull run cycle? on: August 03, 2021, 07:41:00 PM
Looks like, crossover of 20 & 50 weekly MA won't start bear market as par the OP's chart. But that crossover was the starting of bear market in the past two bull season. Lets see what'll happen in the upcoming months, bullish or bearish. TBH, i'm still hoping to see bitcoin more than $100k and won't wonder if history doesn't repeat this time.  Grin
316  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Why we buy NFT? on: August 03, 2021, 06:37:18 PM
TBH, buying an authentic NFT doesn't mean to be an investment as it's more than that. Moreover, many nft based projects offer real life items like autographs, fighting gloves, baseball bats of that legend who's dropping his/her authentic NFT with collaboration of that project which is a win-win situation for that NFT hodler. Like i said many times that nft is still on early stage and more adoption will be done in this field.  Cheesy
317  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Will Ethereum last forever? on: August 03, 2021, 05:16:07 PM
I guess no because there are strong competitors that will challenge Ethereum especially its very terrifying gas fee. Now it is undesirable to use. Actually I don't buy the tokens that I know erc20 because of gas fee. I always try to invest in bsc projects even just a small penny of investment.

That's not possible if you just comparing based on gas/transection fee as most anticipated london hardfork will solve that problem. Even gas price almost back to normal/affordable one before the implementation of EIP 1559 through london hardfork. If you just wanna compare based on gas fee, than polygon has less gas fee as compare to bsc. Wink TBH, there will be more competitors of Ethereum in future which will sure to make ethereum more strong as those competitors will just enter the market by saying "Next gen Ethereum" or "Ethereum killer". But those will improve by their own concept, not like being a real ethereum killer.  Cheesy
318  Local / Other languages/locations / Re: ইথিরিয়ামের লন্ডন হার্ডফোর্ক ! on: August 03, 2021, 04:47:24 PM
--snip--
আমি যা জানি তাহচ্ছে বিটকয়েনের গতিবিধির উপর বেশিরভাগ কয়েনেরই প্রবাহ নির্ভর করে এবং বিটকয়েনের পথই বেশিরভাগ কয়েনের পথ, কিন্তু ব্যতিক্রম অবশ্যই আছে এবং সেটা অনুসরনের তুলনায় নিজস্বতা স্বল্প আপনিও চার্ট ফলো করে মেজর কয়েনগুলোর গতিবিধির সাথে বিটকয়েনের তুলনা করে মুটামুটি ধারনা অবশ্যই পাবেন।

আপনি যেটি বলেছেন, সেটিও ভুল নয়। কারণ যখনই বিটকয়েন অধিক পরিমাণে কমে যায়, সকলেই বিক্রি শুরু করে দেয় যেন ক্ষতির সম্মুখীন না হয়। এর ফলস্বরূপ বিটকয়েনের সাথে সাথে অল্টকয়েনের মুল্যও কমে যায়। কিন্তু মেইননেট, হার্ডফোর্ক, নেটওয়ার্ক আপডেট প্রভৃতি হলো ফান্ডামেন্টাল বিশ্লেষণের অংশ এবং যেকোনো কয়েন/টোকেন বৃদ্ধি পায় মোটামোট এবং বিটকয়েনের গতিবিধির উপর কিছু কম নির্ভরশীল থাকে। আর যখনই ইভেন্ট শেষ হয়ে যায়, তখন আবার বিটকয়েনের গতিবিধির নির্ভরতার উপর চলে আসে। তাই বিষয়টি বুঝেন, কারণ বিটকয়েন নির্ভরতার বিষয়টি লেখেছি এই কারণে। এইবছরে Cardano এর যে হার্ডফোর্ক হয়েছিল, তখন বিটকয়েনের বুলরান না থাকলেও ADA কিন্তু বৃদ্ধি পেত। তবে বুলরান থাকায় সেটি অধিক বৃদ্ধি হয়েছে এবং পার্থক্যটা এই জায়গায়।  Cheesy
319  Local / Other languages/locations / Re: ইথিরিয়ামের লন্ডন হার্ডফোর্ক ! on: August 03, 2021, 12:45:12 PM
আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

ইথেরিয়াম ২. অবশ্যই ক্রিপ্টোমার্কেটে বিশাল অবদান রাখবে সেটা অবশ্যই ইথেরিয়ামের ভ্যালু বৃদ্ধির ক্ষেত্রেও ভাল অবদান রাখবে, কিন্তু একটা ব্যাপার এখনো পর্যন্ত সত্যি যে সব কয়েনই বিটকয়েনের ছায়া অনুসরণ করে চলে সুতরাং ইথেরিয়াম বিটকয়েনকে ছাড়িয়ে যাবে বা নিজস্ব গতিতে চলবে এটা ভাবা বোকামি।

যদিও সকল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর করে কিনা সেটি নিয়ে অনেকের ভিন্ন মতামত আছে - কারণ এই কথাটি সম্পূর্ণ সত্য নয় এবং এর অনেক উদাহরণ আছে। যেমন গতবছর যখন theta টিম নিজেদের মেইননেট ২.০ চালু করে, তখন বিটকয়েন অনেক কমে গিয়েছিল এবং বর্তমানের মতো সাইডওয়াইজ মুভমেন্টে চলতেছিল। মজার বিষয় হলো এই যে, বিটকয়েনের নিম্নগতি থাকা সত্ত্বেও Theta প্রায় ৮ গুণের বেশি বৃদ্ধি পেয়েছিলো। (এই বিষয়টি বিস্তারিত জানার ইচ্ছা থাকলে রিপ্লাই এ জানায়েন, আমি বিস্তারিত ট্রেডিং চার্টসহ দেখিয়ে দিবো।) আর এটি মাত্র একটি উদাহরণ এবং আরো এমন অনেক উদাহরণ আছে। তাই এটি ভাবা বোকামি মোটেও নয়, যখন কোনো কয়েন/টোকেন একটি গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্ট হতে যাচ্ছে ।  Wink 
320  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Underestimated Game DeFi projects!!! on: August 02, 2021, 07:50:03 PM
Guys, share projects in the field of Game DeFi or near it. I want to buy tokens, coins of such projects.
It is not a secret that GameFi is a new trend and hype in the field of cryptocurrencies and decentralized finance.

I found this project https://smartholdem.io/home
to me it seems interesting

Currently, Dinox is looking great for me and just waiting for the launch of staking as of now. So DYOR before participating into that. Although, cryptoblades is great for BSC lovers and it's having low supply, but reward is low ATM.

TBH, get to know about it from you and only one game is available as of now. But lets see, will it get into the hype/trend or not as it isn't that much interesting for me.
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 ... 89 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!