Bitcoin Forum
June 24, 2024, 05:08:06 AM *
News: Voting for pizza day contest
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 [17] 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 »
321  Local / Other languages/locations / Re: জীবন এর প্রথম Bitcoin উপার্জন। on: October 23, 2023, 04:43:05 AM


তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ।

আপনার জীবনের প্রথম উপার্জন দিয়ে আপনার বাবা-মা যদি বেঁচে থাকে তাদেরকে কোন গিফট দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনার বাবা-মা খুশি তো স্বয়ং আল্লাহ পাক খুশি।


এটা সত্যিই অনেক বড় তৃপ্তির একটা জায়গা যে, "জীবনের প্রথম ইনকাম, সত্যি..."। আশা করব, জীবনের প্রথম ইনকামের টাকা অবশ্যই ভালো কোন কাজে খরচ করবেন! @LDL ভাই যদিও বলে দিয়েছেন, যে এই টাকা থেকে আপনার বাবা-মায়ের জন্য কোন গিফট কিনে দিলে তারা খুশি হত। আসলেই বাবা-মায়ের খুশির উপর আর কোন খুশি হয় না। বাবা-মা যে সন্তানকে কতটা ভালোবাসে! আসলে যে প্রকৃত সন্তান, সেই বিষয়টা বুঝতে পারে!!! বিশেষ করে বাবার কথা, না বললেই না...! সব সন্তান শুধু বাবার উপরের শাসনটা দেখে কিন্তু বাবার ভিতরের মনটা অনেক সন্তানই বুঝতে পারে না। সন্তানের কিছু হলে বাবা নামক ব্যক্তিটা যে কতটা কষ্ট পায় সে কথা বলে বোঝানো যায় না।

গত এক সপ্তাহ আগে আমার বড় ছেলেটার ছোটখাটো এক্সিডেন্ট হয়, সেই এক্সিডেন্টের কথাটা শুনেই আমি যে কতটা কষ্ট পেয়েছি, কাউকে বুঝাইতে পারবো না। বুকের ভিতর থেকে কি যেন এক অজানা কষ্ট অশ্রু হয়ে বেরিয়ে আসে।।। ভালো থাক পৃথিবীর সব বাবা-মা।

পরিশেষে @Suzume ভাইরে, একটা কথাই বলবো, যত ব্যস্ততার মাঝেই হোক ফোরাম একটু সময় দিয়েন।



সেন্টিবেল মেরিট না থাকাই ভাইরে মেরিটটা দিতে পারলাম না।।।
322  Economy / Reputation / Re: "Bitcointalk" is part of my family living life & my "Baby birthday celebration" on: October 22, 2023, 09:20:21 AM
~

OP, Thanks for sharing your thoughts here. It's a celebration of your daughter's birthday, not only yours only but also the whole Bitcointalk Community. I'm very happy to see this topic here, but why do you share your family picture here? Don't know the safety of your own personality? You know Bitcoin is officially banned from your Country. For that anytime you can face any issues from the government. Please safe your children, safe your family.
323  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 22, 2023, 07:18:27 AM




আমি আপনার পরিবারের সবার জন্য শুভকামনা জানাই এবং তাদের সুস্থ, সুন্দর ভবিষ্যৎ কামনা করি। এটা জেনে ভালো লাগলো যে, আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই বিটকয়েনের মত অমূল্য সম্পদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। তার মানে আপনার সন্তান আপনার হাতেই বিটকয়েনের হাতে খড়ি হলো। আপনি একজন আদর্শ পিতার মত কাজ করেছেন। বাংলাদেশ লোকাল থ্রেডের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই। এইভাবে "বিটকয়েন" একদিন সর্বস্তরের জনগণের হাতে পৌঁছে যাবে, ইনশাল্লাহ।
324  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 21, 2023, 02:54:29 PM
অফ টপিক

বাংলাদেশের সাতটি কোম্পানির লবণের মধ্যে তিনটিতে কোন আয়োডিনই নেই। একটিতে আছে পর্যাপ্ত পরিমাণের চেয়ে কম। ভোক্তা অধিকারের এক অভিযানে এই বিষয়টা ধরা পড়ে।

আমাদের সবার শরীরে থাইরয়েড গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড থাকে। এই থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড হরমোন তৈরি  করে। থাইরয়েড হরমোনের অনেক কাজ আছে আমাদের শরীরে। তার মধ্যে একটি প্রধান কাজ হচ্ছে কোষকে গ্রো করা এবং কোষের ড্যামেজ রিপেয়ার করা। শরীরের মেটাবলিজম লেভেলটাকে কন্ট্রোল করা।

থাইরয়েড গ্ল্যান্ডের আবার থাইরয়েড হরমোন তৈরি করতে প্রয়োজন হয় আয়োডিনের। যদি থাইরয়েড গ্ল্যান্ড নিয়মিত আয়োডিন সাপ্লাই না দিতে পারে তাহলে সে থাইরয়েড হরমোন তৈরি করতে পারবে না। আর থাইরয়েড হরমোন তৈরি না হলে শরীরের মেটাবলিজম লেভেলটা কন্ট্রোল হবে না। থাইরয়েড হরমোনের ঘাটতি পরলে আমাদের শরীরে যে সমস্ত রোগ দেখা দেয়।

সেগুলো হলো >>>

১ । গলকন্ড
২ । অপ্রত্যাশিতভাবে মোটা হয়ে যাওয়া
৩ । ব্রেনের সমস্যা
৪ । চুল কমে যাওয়া
৫ । প্রচন্ড ক্লান্তি এবং দুর্বলতা
৬ । অনিয়মিত পিরিয়ড অথবা এসময় অতিরিক্ত ব্লিডিং হতে পারে
৭ । গর্ভবতী মায়েদের আয়োডিনের অভাব



বিস্তারিত

[এখন প্রশ্ন হল, বাংলাদেশের যদি এই সমস্যা লেগেই থাকে তাহলে সুদূর ভবিষ্যতে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি প্রতিবন্ধী দেশ হিসেবে পরিচিত হবে।]



Grayscale, বিশ্বের বৃহত্তম বিটকয়েন অ্যাসেট ম্যানেজার, তার Grayscale Bitcoin Trust (GBTC) কে একটি স্পট #Bitcoin ETF-তে রূপান্তর করতে SEC-কে দায়ের করেছে! এতে কি ভালো কিছু হবে, আপনাদের কি মনে হয়?

Quote
আশা করি সবাই নিজেদের আগ্রহ এবং দক্ষতা এর ভিত্তিতে ফোরামে কাজ করে যাবেন।

আপনাদেরকে বলতেছি, আপনারা নিজেরাই বলেন গ্লোবাল থেকে অনেক বড় বড় ইউজাররা আমাদের লোকাল থ্রেডটাকে ভিজিট করে মাঝে মাঝেই, তাহলে আপনারা নিজেরাই যদি যতসব "হ য ব র ল" তথ্য নিয়ে প্রতিনিয়ত লোকাল থ্রেডটাকে বিরক্তির কারণ ধরিয়ে দিচ্ছেন। পাশাপাশি কিছু ইউজার সরাসরি নতুনদেরকে অপমানসূচক মন্তব্য করতেছেন। ভাই, পারলে একজনকে উৎসাহিত করেন, নিরুৎসাহিত করবেন না। বাংলাদেশ লোকাল থ্রেডটা অনেকের অনেক দিনের স্বপ্ন। এটা একদিন বাংলাদেশ বোর্ডে পরিণত হবে।
325  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 ACTUAL DISCUSSION THREAD! on: October 20, 2023, 10:38:11 AM
It's true that Bangladesh improved their bowling, but not enough.

It's a shame for the Bangladesh Cricket Team. Especially the failure of Santo, Miraj, and Towhid Hridoy. Bangladesh Cricket Team depends on their performance. On the other hand, Musfiqur Rahim, and Mahamudullah Riyed played so much better from Middle-Order-Batsman. Proverb said, They again proved, "Old is Gold".
326  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 19, 2023, 11:28:55 AM


@DYING_S0UL, বাংলা কমিউনিটিকে সমৃদ্ধ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
327  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 ACTUAL DISCUSSION THREAD! on: October 19, 2023, 08:39:26 AM
~

But you know cricket is a game where anytime can be anything. Bangladesh is not a small team. I hope every member of the Bangladesh team give their best in this match. Bangladesh Cricket Team is like a hopeful Tiger.

328  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 19, 2023, 07:20:01 AM
আজকের এই ম্যাচটা বাংলাদেশের জেতা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের জন্য। তাই সারা বাংলাদেশসহ, পাকিস্তান অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সবার আজ মনের দাবী বাংলাদেশের জয়জয়কার। সেই সাথে সাকিবুল হাসানের জন্য সুবর্ণ সুযোগ বিরাট কোহলিকে টপকাইয়া বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর অর্জন করা।

329  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 ACTUAL DISCUSSION THREAD! on: October 19, 2023, 07:00:37 AM
The big match will be held local time at 2.30 PM within Bangladesh Vs India. It will be a great chance to beat India if the bating line or balling line performs better. Go ahead Bangladesh.



Also, Sakibul Hasan will gain the top score to beat Virat the give his best performance.

330  Economy / Gambling discussion / Re: Can Gambling affect your relationship? on: October 17, 2023, 07:37:22 AM
Yes,

Yes, it has the potential to significantly impact personal relationships. it has a potential negative impact on personal relationships. Here you can see how gambling affects relationships. Various types of negative impact names, see below.

- Financial Tensions

- Psychological Casualties

- Loss of Quality Time

- Communication Breakdown

- Impact on Mental Health

- Role Reversal and Enabling

- Legal and Social Consequences
331  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 17, 2023, 06:03:31 AM


অফ টপিক

এটা সত্যি কথা যে, এক সময় পাকিস্তান এবং ভারতের খেলা মানে বাংলাদেশ টানটান উত্তেজনা অনুভব করত। কিন্তু এখন বাংলাদেশের মানুষ বেশি উত্তেজনা অনুভব করে ভারত-বাংলাদেশের খেলায়। "পাকিস্তান এবং ভারতের খেলায় উত্তেজনাটা এখন আর আগের মত নাই।" পাকিস্তান-বাংলাদেশ বা বাংলাদেশ-ভারতের খেলাই বেশি উত্তেজনা অনুভব করে মানুষ।
332  Economy / Services / Re: 👉[Open] ▄■▀■▄🌟Bitvest.io🌟 - Plinko Signature Campaign, Member+ {Funds Escrow] on: October 17, 2023, 05:00:10 AM
Username: roksana.hee
Position: Member
Post start: 266
Address: bc1q6f0w65xuyvxsgg9wncpv2ry3n2rw2kh40v99j7
333  Local / Other languages/locations / Re: ইনফরমেটিভ পোষ্ট আর্কাইভ! on: October 11, 2023, 05:01:43 AM
আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডটি দিন দিন আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। যেসব ইউজারদের কারণে এই সমৃদ্ধি লাভ করছে বাংলাদেশ লোকাল থ্রেড বা যেসব পোস্টের জন্য এই লোকাল থ্রেডটি সমৃদ্ধ লাভ করছে। সেসব পোষ্টের একটি তালিকা তৈরি করা হলো।

আমি অসংখ্য ধন্যবাদ জানাই @Little Mouse ভাই এবং @LDL ভাইকে যারা আমাকে এই পোস্টটি তৈরি করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আর একজন ব্যক্তির কথা না বললেই না @Learn Bitcoin ভাই যার পরামর্শ অনুযায়ী এই পোস্টের টাইটেল নির্ধারণ করা হয়েছে। আমি আশা করব তারা সব সময় আমাকে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।


ক্রমিক|একনজরে দেখে আসুন|বোর্ড|
1
|Re: মাসিক পোস্ট একটিভিটি/কাউন্টডাউন|বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর >২০২৩ |
2
|Re: মাসের সেরা পোস্টগুলো|বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর >২০২৩|
3
|Re: নতুনরা - পোস্ট করার আগে পড়ুন      | বাংলাদেশ (Bengali) > BitCoinDream|
4
|Re: ইফেক্টিভ অনুবাদ|বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর > ২০২৩ | Learn Bitcoin, DYING_S0UL, Z_MBFM|
5
|Re: ইফেক্টিভ বিবিধ পোস্ট| বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর >২০২৩|

@Shishir99 ভাই, সর্বোচ্চ মেরিট সংগ্রহকারির তালিকায় প্রথম স্থান অধিকার করে আছেন। এই লিস্টে আরো কিছু পোস্ট আছে যেগুলা কিছু মেরিট ডিজার্ব করে। এই তালিকা যারা স্থান পেয়েছেন। আশা করি ভবিষ্যতেও তারা ভালো ভালো পোস্ট করে বাংলাদেশ লোকাল থ্রেডটিকে আরও বেশি সমৃদ্ধশালী করে তুলবেন। সবার প্রতি শুভকামনা। জয় হোক বাংলাদেশ লোকাল থ্রেডের।
334  Bitcoin / Pools / Re: New - Open Source Solo Mining Pool - Free/1.5% on: October 09, 2023, 06:45:58 AM
~

Solo Mining Pool is a great contribution to the modern era. I hope it will be the best invention of 2023. I already shared it with my local Bengali community to find its best users. Keep it up! Here is the local thread link: Click here
335  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 09, 2023, 06:37:54 AM


"ওপেন সোর্স সোলো মাইনিং পুল" - @skot ভাই, সকল বিটকয়েন মাইনারদের কথা চিন্তা করে, "সোলো মাইনিং পুল" নামে একটি মাইনিং নিয়ে এসেছেন। "ওপেন সোর্স মাইনিং" সম্প্রদায়ে আপনার অন্যবদ্ধ সৃষ্টির জন্য আপনাকে অভিনন্দন।  "সোলো মাইনিং পুল" সেটআপ করা যতটা সহজ তার থেকে বেশি সহজ এটাকে ব্যবহার করা। এটা সত্যি বিটকয়েন মাইনিং সম্প্রদায়ের জন্য একটা বড় সুযোগ। অফিসিয়াল সাইট লিংকে প্রবেশ করুন: https://web.public-pool.io/ এটা মূলত ওপেন সোর্স মাইনিং পুল। এটি স্টারাটাম সার্ভার এবং জিইউআই এর সাথে কাজ করে।

অনুপ্রেরণায়
336  Other / Beginners & Help / Re: [Merit] Help posts in local boards that did not receive enough merits on: October 03, 2023, 02:58:06 PM

Here is my list of local post links.


My Bengali Local Thread posts links.

1. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62384452#msg62384452

2. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62236366#msg62236366

3. https://bitcointalk.org/index.php?topic=631891.msg61999286#msg61999286

4. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62711956#msg62711956

5. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62912861#msg62912861

6. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62913260#msg62913260

7. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62874231#msg62874231

8. https://bitcointalk.org/index.php?topic=631891.msg61861346#msg61861346

9. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62059905#msg62059905

10. https://bitcointalk.org/index.php?topic=631891.msg61924291#msg61924291
337  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 03, 2023, 05:15:11 AM
বিটকয়েনের টাকায় অপারেশন

আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি।
আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।

গত মাসের সবগুলা পোস্ট রিভাইস করতে যেয়ে, এই পোস্টে আমার চোখ এবং কন্সেন্ট্রেশন আটকে গেল। আমি @LDL ভাইকে সাধুবাদ জানাই। আল্লাহ আপনার দীর্ঘায়ু দান করুন এবং সবসময় ফ্যামিলির পাশে থেকে একজন দায়িত্বশীল পুরুষ হিসেবে নিজের কার্য সম্পদন করুন। সৎ পথে ইনকাম করা টাকা দিয়ে আপনি আপনার স্ত্রীর অপারেশন করেছেন। আলহামদুলিল্লাহ ভাই। আর এই সৎপথের ইনকামের টাকাটা আপনি পেয়েছেন বিটকয়েন সিগনেচার ক্যাম্পেইনের মাধ্যমে। এটা সত্যি ভাই, যে আপনি, এবং আপনার মত আরো অনেকেই বিটকয়েন সিগনেচার ক্যাম্পেইনের টাকা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেছেন। সব ভাইদের প্রতি শুভকামনা। আল্লাহ সবাইকে সৎ পথে ইনকাম করার তৌফিক দান করুন আমীন।



সিগ্নেচার ক্যাম্পেইন এর জন্য ফোরামের মান কমে যাচ্ছে এইটা ঠিক, কিন্তু আমার মনে হয় এডমিন থিমস শুধু মানুষের কথা ভেবেই সিগ্নেচার অফ করছে না। না হলে হয়তবা অনেক আগেই বন্ধ করে দিত।

আমি @Little Mouse ভাইয়ের কথায় একমত পোষণ করছি। আমারও ঠিক তাই মনে হয়, যে এডমিন থিমস সিগনেচার ক্যাম্পেইন অফ করতেছে না শুধুমাত্র অনেক বেকার যুবকদের কথা চিন্তা করে। থিমস আসলে একটা সহযোগিতার হাত উন্মুক্ত করে রেখেছেন বেকার যুবকদের জন্য। বিটকয়েনটক ফোরামের জন্য সিগনেচার ক্যাম্পেইন একটা আশীর্বাদ স্বরূপ। আমি বাঙ্গালীদের পাশাপাশি সারা বিশ্বের অন্যান্য ভাষাভাষী মানুষদের প্রতি বলতে চাই যে, সিগনেচার ক্যাম্পেইনের অ্যাবিউজটা যেন না হয়।পরিশেষে, এডমিন থিমস এর প্রতি শুভকামনা।

বেকারত্বের জ্বালা বা বেকারত্বের অভিশাপ কতটা ভয়ংকর অভিশাপ, যে বেকার যুবক সেই ভালো বুঝতে পারবেন। আর কোম্পানির জব করে যে নিজেকে টিকিয়ে রাখার পাশাপাশি ফ্যামিলিকে টিকিয়ে রাখা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জিং প্রফেশন।


338  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 30, 2023, 05:44:51 AM
আগস্ট মাসের পোস্টগুলা পড়তে যেয়ে, আমি বেশ কিছু ভালো ভালো পোস্ট লিঙ্ক স্টোর করে রেখেছি। নিচে সেই পোষ্ট গুলার একটা তালিকা তৈরি করা হলো আমার মনে হয়, এই পোস্টগুলা আরো বেশি মেরিট ডিজার্ভ করে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মেরিট না থাকায় আমি কাউকে মেরিট দিতে পারছি না। এটা মানতে বাধ্য হলাম যে, ভালো ভালো পোস্ট অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করে। আগস্ট মাসের সবচেয়ে বেশি মেরিট হান্টিং এবং মেরিটেরিয়াস পোস্ট এর একটি লিস্ট করা হলো। @2Pizza410000BTC ভাইয়ের পোস্টটি সবচেয়ে বেশি মেরিট হান্ট করতে পেরেছে। আমার পক্ষ থেকে @2Pizza410000BTC ভাইকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাই এবং ফোরামে নতুন হিসেবে @Talevin1234 ভাইকেও আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার পোস্টে আমার দৃষ্টি আকর্ষণ করেছে।

সবচেয়ে বেশি মেরিট হান্টিং পোস্ট থেকে তুলনামূলক কম মেরিট হান্টিং পোস্টের তালিকা তৈরি করা হলো।

1. @2Pizza410000BTC -  লোকাল বোর্ডের পোস্ট - 10 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62729101#msg62729101


বাংলা কমিউনিটিতে কনস্ট্রাক্টিভ ও উপকারী পোস্টগুলো ক্যাটাগোরিভিত্তিক সাজানোর আইডিয়াটি কিন্তু আমরা @roksana.hee এই ভাইয়ের কাছ থেকে পেয়েছি। তাই তাকে আমি আইডিয়ার অগ্রদূত হিসাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনেক সময় ক্লাসের সবচেয়ে দুর্বল মেধাবী ছাত্রদের কাছ থেকেও আমরা ভালো কিছু শিখতে পারি এটাই সেই উদাহরণের প্রমাণ। আমরা হয়তো তাকে এখন মূল্যায়ন করছি না যখন আমরা এই ক্যাটাগরি ভিত্তিক আইডিয়াটা পরবর্তীতে এই কমিউনিটিতে কাজে লাগাবো তখন এর গুরুত্ব সম্পর্কে জানতে পারবো। যাহোক আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যদি তুর্কি, ইন্দোনেশিয়ান, রাশিয়ান , নাইজেরিয়ান ইত্যাদি লোকাল বোর্ড গুলোতে খেয়াল করি তাহলে আমরা এই ক্যাটাগরি ভিত্তিক পোস্টগুলো দেখতে পাবো। তারা ভালো ভালো কনস্ট্রাক্টিভ পোস্টগুলো তাদের কমিউনিটিতে শেয়ার করে যা থেকে পরবর্তীতে তারা জ্ঞানমূলক কিছু অনুশীলন শিখতে পারে। আমাদের এই আইডিয়াটা কাজে লাগালে আমরা হয়তো আমাদের কমিউনিটিকে আরেকটু ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো।

অন্যান্য লোকাল বোর্ডগুলোতে ক্যাটেগরিভিত্তিক পোস্টগুলোর অ্যারেন্জমেন্ট

ইন্দোনেশিয়ান: Re: [HELP]Bantuan untuk menaikkan Rank (Newbie s.d Hero) V.2 [UPDATE]

@roksana.hee  অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এরকম আরো মূল্যবান আইডিয়া দিয়ে ফোরামের সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা কামনা করছি।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যাপন করছি @LDL ভাইয়ের প্রতি। আসলে আমি অনেকদিন ধরেই এটা নিয়ে রিসার্চ করতেছি। আমি ইতিমধ্যে আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডের প্রথম পৃষ্ঠা থেকে ১৫০ পৃষ্ঠা পর্যন্ত ভালো কনস্ট্রাক্টিভ এবং ভালো পোস্টগুলা ফাইন্ড আউট করে ফেলেছি। আমি বেশ কিছুদিন যাবত অসুস্থ থাকার কারণে এবং আমার ল্যাপটপ এর সমস্যা হওয়ার কারণে কাজ করতে পারিনি। মাঝখানে এই দুইটা মাস যদি আমি কাজ করতে পারতাম তাহলে দুই মাস আগেই আমি আমার ব্যাঙ্ক করতে পারতাম। আমার পরেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনেকেই ব্যাঙ্ক করে ফেলেছে। আমি তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি অচিরেই প্রথম পেজ থেকে ৪৪০ নাম্বার পেজ পর্যন্ত যত কনস্ট্রাক্টিভ পোস্ট আছে তার মাস ওয়াইজ একটা করে পোস্ট করে দিব। আশা করি, আমার এই কাজে "বাংলাদেশ লোকাল থ্রেডের যত সিনিয়র বড় ভাইয়েরা আছেন, আমাকে সহযোগিতা করবেন।" আমি সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ!
339  Local / Other languages/locations / Re: কিছু পোস্ট on: September 28, 2023, 11:44:24 PM

ব্যাপারটা আসলেই সুন্দর হবে আমার মাথায় এর আগে থেকে একটা আইডিয়া ছিল। যদিও ফোরামে সরাসরি শেয়ার করা হয়নি।  
আরো এরকম কয়েকটা করা যেতে পারে এখানে পোষ্টের  ভিতরে পোষ্টের লিংক থাকবে। মূল কথা এক একটা পোস্টকে ওইসব ভালো পোস্টগুলোর লিংক বসিয়ে রেগুলার আপডেট করবে


এটা সত্যি একটা ভালো ধারণা। সবাই যদি সবার পোষ্টের রেগুলার একটা আপডেট রাখে। অবশ্যই ভালো ভালো পোস্টের। তাহলে যখন যার যে বিষয়টা দরকার হবে একটা পোষ্টের মধ্যে যেয়ে সব সমস্যার সমাধান পাওয়া যাবে।

যেমন:

@লিটিল মাউস ভাইয়ের অনেক হেল্পফুল পোস্ট আছে যা ফোরামের নতুনদের জন্য সহায়ক হবে!
@এস হাসান ভাইয়ের অনেক জ্ঞানগর্ভ পোস্ট আছে!
@এলডিএল ভাই বাংলা লোকাল থ্রেডের মধ্যমণি তারও অনেক হেল্পিং হ্যান্ড পোস্ট আছে!
@ক্রিপ্টো লাইব্রেরী ভাই তার ভালো ভালো পোষ্টের লিংক অলরেডি শেয়ার করে দিছেন। ফোরামের নতুন ইউজাররা অবশ্যই সেগুলো সময় করে পড়ে নিবেন।
@লার্ন বিটকয়েন ভাই ফোরামের বর্তমান অনেক বেশি একটিভ মানুষ এবং অনেক জ্ঞানী একজন মানুষ। তার অনেক অনেক হেল্পফুল কনভার্টিং পোস্ট আছে‌। যা পড়ে অনেকেই ইতিমধ্যে জ্ঞান লাভ করেছেন এবং যারা পড়েন নাই তারা সবাই সময় করে পড়ে নিবেন।


নাম না জানা আরো হয়তো অনেকেই আছেন যাদের অনেক গুরুত্বপূর্ণ সহায়ক পোস্ট আছে যা ফোরামের নতুন ব্যবহারকারীদের জন্য হেল্পফুল হবে। যাদের নাম বলতে পারলাম না তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পরবর্তীতে আরো অনেক ভালো ভালো পোস্ট শেয়ার করার চেষ্টা করব।

সবার প্রতি অনুরোধ রইল। সবাই যদি সবার পোষ্টের অবশ্যই ভালো ভালো পোষ্টের একটা মাস্টার পোস্ট করে রাখে তাহলে এটা অনেক হেল্প হবে সবার জন্য।
340  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 28, 2023, 03:17:53 PM
সবচেয়ে বেশি মেরিট হান্টিং পোস্ট থেকে তুলনামূলক কম মেরিট হান্টিং পোস্টের তালিকা তৈরি করা হলো।

1. @2Pizza410000BTC - 10 merit: বাংলা থ্রেড এর জুলাই ২০২৩ মাসের মান্থলি রিপোর্ট


আপনি যেভাবে লিষ্ট করেছেন, এভাবে না করে, প্রত্যেকটা পোষ্ট এর একটা করে টাইটেল দিয়ে মাস শেষে এক পোষ্ট এ এগুলো সংগ্রহ করা যেতে পারে। এতে করে পোষ্ট গুলো নেভিগেট করা অনেক সহজ হবে। আপনার উদ্দেশ্য অন্যরকম হতে পারে। তবে আপনার এই পোষ্ট থেকেই আমার আইডিয়াটা তৈরী হলো। তবে এর নাম মেরিট হান্টিং পোষ্ট হবে না। এর নাম হবে ইনফরমেটিভ পোষ্ট আরকাইভ! সকলেই এই ব্যাপারে মতামত জানাতে পারেন।

এই বিষয়টা আমারও মাথায় ছিল। আমি এটাকে পুনরায় সংশোধন করে সাবমিট করতেছি। ধন্যবাদ ভাই, আপনাদের সহযোগিতা পেলেই আমি প্রতি মাসেই আমাদের এই বাংলা থ্রেডেই ভালো ভালো পোষ্টের লিঙ্ক শেয়ার করব।
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 [17] 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!