Bitcoin Forum
June 24, 2024, 02:48:55 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 [18] 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 »
341  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 28, 2023, 01:39:30 PM
আগস্ট মাসের পোস্টগুলা পড়তে যেয়ে, আমি বেশ কিছু ভালো ভালো পোস্ট লিঙ্ক স্টোর করে রেখেছি। নিচে সেই পোষ্ট গুলার একটা তালিকা তৈরি করা হলো আমার মনে হয়, এই পোস্টগুলা আরো বেশি মেরিট ডিজার্ভ করে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মেরিট না থাকায় আমি কাউকে মেরিট দিতে পারছি না। এটা মানতে বাধ্য হলাম যে, ভালো ভালো পোস্ট অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করে। আগস্ট মাসের সবচেয়ে বেশি মেরিট হান্টিং এবং মেরিটেরিয়াস পোস্ট এর একটি লিস্ট করা হলো। @2Pizza410000BTC ভাইয়ের পোস্টটি সবচেয়ে বেশি মেরিট হান্ট করতে পেরেছে। আমার পক্ষ থেকে @2Pizza410000BTC ভাইকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাই এবং ফোরামে নতুন হিসেবে @Talevin1234 ভাইকেও আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার পোস্টে আমার দৃষ্টি আকর্ষণ করেছে।

সবচেয়ে বেশি মেরিট হান্টিং পোস্ট থেকে তুলনামূলক কম মেরিট হান্টিং পোস্টের তালিকা তৈরি করা হলো।

1. @2Pizza410000BTCলোকাল বোর্ডের পোস্ট - 10 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62729101#msg62729101

2. @Fuso.hpবড় দুইটা বিনিয়োগ সাইট সরাসরি স্কাম - 9 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62731232#msg62731232

3. @DYING_S0UL - কি ঘটে যখন আপনার ব্যক্তিগত পরিচয় চুরি হয়? - 8 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62679075#msg62679075

4. @Bd officer - বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি - 7 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62755795#msg62755795

5. @Learn Bitcoin - ক্রিপ্টো নৈরাজ্যবাদী ফতোয়া - পড়া উচিৎ - 7 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62750858#msg62750858

6. @Learn Bitcoin - সরকার ট্রেডারদের পেছনে লেগেছে - 6 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62698898#msg62698898

7. @DYING_S0UL - PGP নিয়ে ফিল জিমারম্যানের চিন্তা - পড়া উচিত - 6 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62755106#msg62755106

8. @Learn Bitcoin - ক্রিপ্টো vs সরকারের বানানো ডিজটাল মুদ্রা - 5 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62712987#msg62712987

9. @DYING_S0UL - বিটকয়েন বাঁচাও ইউক্রেন বাঁচাও - 5 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62707133#msg62707133

10. @Bd officer - ঘটতে পারে ডলারের পতন: স্বর্ণ, রুপা ও বিটকয়েন কিনে রাখার পরামর্শ - 4 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62705169#msg62705169


পরের তিনটা পোস্ট মেরিটেরিয়াস কিন্তু তুলনামূলক কম মেরিট অর্জন করেছে। এই পোস্ট তিনটায় আরও মেরিট হওয়া উচিত ছিল।

11. @LDL - ফুল মেম্বাররা সকল সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার সুযোগ পায় - 3 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62669191#msg62669191

12. @2Pizza410000BTC - বাংলাদেশের নাগরিক হিসাবে কোন কিছু না পেলেও একটা শিক্ষা অর্জন করেছি - 3 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62660688#msg62660688

13. @Talevin1234 - অনেক মানুষই আছে জেনেশুনে থার্ড পার্টি অ্যাপসে ইনভেস্ট করে - 2 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62694699#msg62694699


আমি বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই @Learn Bitcoin ভাই এবং @DYING_S0UL ভাইকে। কারণ তারা আমাদের মাঝে নতুন কিছু পোস্ট নিয়ে এসেছে। যা একজন লিজেন্ডারি রোমানিয়ান মেম্বার @GazetaBitcoin ভাইয়ের পোস্ট কনভার্ট করার মাধ্যমে।

বিটকয়েনটক বাংলাদেশ লোকাল থ্রেডের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ভালো ভালো পোস্ট করার জন্য উৎসাহিত করছি। এই পোস্টে যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে, আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
342  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 28, 2023, 08:07:49 AM

কিন্তু আশলেও কি এই ১০% সরকারের নেয়া উচিৎ ?


ফ্রিল্যান্সারদের উপর থেকে ১০% না কেটে যদি তাদেরকে আরো ১০% দেয়া হতো তাহলে প্রতিটা ঘরে ঘরে ফ্রিল্যান্সারদের জন্ম হত। বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার নিজের ক্যারিয়ার গড়ার আগে ভয়ে থাকে, আতঙ্কে থাকে, যদি গভমেন্ট তার উপর নিষেধাজ্ঞা জারি করে। ফ্রিল্যান্সারদেরকে যদি বিটকয়েন মাইনিং এর অপরাধে জেলে যেতে হয়।

ফ্রিল্যান্সারদেরকে উৎসাহিত না করে তাদেরকে বরং নিরুৎসাহিত করে। বিভিন্ন প্রকার আইনি ঝামেলার মধ্যে ফেলে তাদেরকে কোণ ঠাসা করে রাখা হচ্ছে বদ্ধ ঘরের মধ্যে। আসলে বাংলাদেশে মানুষদের বড় সমস্যা হচ্ছে, তারা নিজে পরিশ্রম না করে অন্যের অর্জিত টাকায় নিজের ভাগ বসানো। এটা সত্যিই একটা দেশের জন্য কলঙ্কিত অধ্যায়।

বহি বিশ্বে যেখানে তারা দেশের প্রতিটা নাগরিককে যথোপযুক্ত কর্ম উপযোগী করে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেয়। সেখানে বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপটে, আইনের জটিলতার মধ্যে ফেলে একজন উদ্যোক্তার জীবনকে ধ্বংস করে দেয়। দেশের প্রধানমন্ত্রী যদি একজন ফ্রিল্যান্সার সমমনা ব্যক্তি হত! তাহলে এই দেশের ফ্রিল্যান্সারদের উন্নয়ন করা সম্ভব...!

যাই হোক ভাই, আমার কথায় কেউ কষ্ট পেলে আমাকে মাফ করে দিবেন। আমি আমার অভিমত প্রকাশ করছি শুধু।
343  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 28, 2023, 05:34:40 AM
এখনি সতর্ক হোন

যারা এখনো পর্যন্ত কোনো সতর্কতা অবলম্বন করেননি তারা দ্রুত সতর্কতা অবলম্বন করুন। আমরা একই নাম্বার দিয়ে বছরের পর বছর টাকা লেনদেন করবো না বরং বেশ কিছুদিন পর পর টাকা লেনদেনের মাধ্যম গুলো চেঞ্জ করতে হবে তা না হলে গোয়েন্দা বিভাগের নজরদারি পড়তে হবে।


বেশ কয়েক মাস অপেক্ষা করার পরে, স্পেনের সেন্ট্রাল ব্যাংক ক্রিপ্টো সম্পর্কিত লেনদেন গুলি চালু করেছে। সত্যিই এই খবরটা স্পেনে ক্রিপ্টো ট্রেডারদের জন্য একটা বড় ধরনের সুখবর। গত সোমবার এই নিউজটি অফিসিয়ালি ডিক্লারেশন করা হয়। তবে ব্যাংকটিতে ক্রিপ্টো রিলেটেড সেবা পরিচালনা করার জন্য কিছু শর্ত মেনে চলতে হবে।

অন্যদিকে, বাংলাদেশ সরকার ক্রিপ্টো-কারেন্সি বিষয়গুলো নিয়ে জানাশোনা ব্যক্তিবর্গকে কিভাবে নিঃস্ব করে দেয়া যায় বা সর্বস্বান্ত করে দেয়া যায় সেই নীল নকশা আঁকছে। এটা কেমন ধরনের কথা রে, ভাই। বাংলাদেশে যারা ক্রিপ্টো ট্রেডার আছে, তারা কি আসলেই দুই নাম্বারি কোন পন্থা অবলম্বন করে কাজ করেন? অবশ্য আমরা বাঙালিরা এই কথাটা জোর দিয়ে বলতে পারব না যে, বাংলাদেশের সব ক্রিপ্টো ব্যবহারকারীরা সঠিক ভাবে ক্রিপ্টো-কারেন্সি লেনদেন করেন বা ব্যবহার করেন বা মাইনিং করেন। দেখা যায়, দুই একজন লোক আছে যারা অবৈধ পন্থা অবলম্বন করেন কিন্তু বেশিরভাগ ব্যবহারকারীরাই সৎ ভাবেই এই ক্রিপ্টো-কারেন্সি আর্নিং করেন। @LDL ভাইয়ের দেয়া এই নিউজটি সত্যি বাঙ্গালীদের জন্য একটা বড় ধরনের হুমকি আসতে যাচ্ছে। তাই আশা করি, যারা ক্রিপ্টো ব্যবহারকারী তারা নিজেদেরকে হেফাজত করার পাশাপাশি নিজেদের ক্রিপ্টো-কারেন্সি হেফাজত করবেন।

এটাই হচ্ছে বাইরের দেশের সাথে বাংলাদেশের তুলনা। বাইরের দেশ তার দেশের মধ্যে ক্রিপ্টো-কারেন্সিকে কিভাবে বৈধতা দেয়া যায় সেই পরিকল্পনার সাদা নকশা আঁকতেছে সেখানে বাংলাদেশ ক্রিপ্টো-কারেন্সি ব্যবসায়ীদের কিভাবে নিঃস্ব করে দেয়া যায় সেই নীল নকশা বাস্তবায়ন করার প্র্যাকটিক্যাল পরিকল্পনা করতেছেন।

হায়রে আমার সোনার বাংলা। দেশের ভিতরে নোংরা রাজনীতিকে বন্ধ না করে যত অত্যাচার শুধু ফ্রিল্যান্সারদের উপর আর ক্রিপ্টো ব্যবসায়ীদের উপর।
344  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 26, 2023, 08:21:29 AM
~
এখানকার লেখার আর আপনার লেখার মধ্যে কী পার্থক্য আছে আপনে বলেন। আপনাগো বার বার সতর্ক করার পরেও সতর্ক হন না।

হ্যাঁ, আমি এই পোস্টটা কনভার্ট করছি। এটা ঠিক যে, আমি সোর্স লিংক দিতে ভুলে গেছিলাম। মনে হয় একটু বেশি বলে ফেললেন না? যাইহোক ভাই, ভুল হইছে।
345  Bitcoin / Meetups / Re: FinTech Festival Asia 2023 | 27-28 September 2023 | Bangkok, Thailand on: September 26, 2023, 05:42:35 AM
FinTech Festival Asia 2023 | 27-28 September 2023 | Bangkok, Thailand


Event Website: https://fintechfestival.asia/


Thank you bro for sharing the event's time before. Today I already shared the topics in converting Bengali languages in our local community. I hope many people share their thoughts to join that meeting. Here is the post link.
346  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 26, 2023, 05:29:53 AM
ফিনটেক ফেস্টিভ্যাল এশিয়া ২০২৩ | ২৭ - ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ব্যাংকক, থাইল্যান্ড


ব্যাংকিং, পেমেন্ট, পার্সোনাল ফাইন্যান্স, ইনসুরটেক, এআই, ডিজিটাল সম্পদ এবং ওয়েব৩, ব্লকচেইন, এক্সচেঞ্জ, রেগটেক, রবোএডভাইজারস্, পি২পি, বিনিয়োগ, ট্রেডিং এবং সাইবারসিকিউরিটি ইত্যাদি - এর মতো প্রযুক্তির জন্য দেশের সক্ষমতা উন্নত ও প্রসারিত করার জন্য থাইল্যান্ডের ফিনটেক দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তার করেছে।

তাই, ফিনটেক উৎসব হল থাইল্যান্ডের পাশাপাশি এশিয়ার বাকি অংশ এবং সমগ্র বিশ্বের আধুনিক ফিনটেক কোম্পানিগুলির জন্য একটি মিলন মেলা। বিশ্বের ফিনটেক সম্প্রদায়কে এক ছাদের নীচে জড়ো করা হবে এবং শিল্পের সর্বশেষ উন্নয়ন এবং ধারণাগুলি প্রদর্শন ও আলোচনা করা হবে। ইভেন্টটি কিউরেটেড, ইন্টারেক্টিভ সেশন এবং নেটওয়ার্কিং সুযোগে পরিপূর্ণ। ফিনটেক উৎসব, এফটিএফ তৈরি এবং উৎপাদিত হয় ফিনেক্সপো দিয়ে, যা নেতৃস্থানীয় ইভেন্ট কোম্পানি। উৎস

এশিয়ার মধ্যে যারা আছেন, তারা চাইলে উৎসবটিতে অংশগ্রহণ করতে পারেন। টিকিট পেতে
347  Local / Other languages/locations / Re: বিটকয়েনারদের উপর প্রশাসনের অত্যাচার on: September 20, 2023, 09:11:37 AM
কিছু সুবিধাবাদী লোক মনে করেছিল যে তারা সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ চালিয়ে বড়লোক হবেন। তাদের মধ্যে একজন চার্লি শ্রেম (ইয়াঙ্কি (বিটইন্সট্যান্ট))। তিনি একজন তরুণ উদ্যমী, যিনি কলেজে পড়ার সময়ে বিটকয়েন এডপ্ট করেছেন। পরে তিনি BitInstant চালু করেন, যা প্রথম ক্রিপ্টো এক্সচেঞ্জগুলির মধ্যে একটা এবং এক সময় পুরো  বিটকয়েন লেনদেনের প্রায় ৩০% সেখানেই হতো। পরবর্তীতে লাইসেন্সবিহীন মানি ট্রান্সফার ব্যবসা পরিচালনায় সহায়তা করার জন্য তাকে জেল খাটতে হয়। তাকে "বিটকয়েনের প্রথম অপরাধী"ও বলা হয়।

শ্রেমের কেস এর পর থেকে, বিটকয়েনারদের সাথে প্রশাসন আরও কঠোর হতে শুরু করে। ২০১৮ সালের এর একটা আর্টিকেল এ জানানো হয়েছে যে "তথাকথিত "বিটকয়েন মাভেন", যিনি লাইসেন্সবিহীন বিটকয়েন-ফর-ক্যাশ এক্সচেঞ্জ ব্যবসা এবং বিটকয়েন লন্ডারিং করার কথা স্বীকার করেছেন [...] তাকে আজ ১২ মাস এবং এক দিনের ফেডারেল কারাগারে সাজা দেওয়া হয়েছে, $20,000" জরিমানা এবং ৩ বছরের সুপারভাইজ্ড রিলিজ দেয়া হয়েছে।

মানি লন্ডারিং সত্যিই এক ধরনের ভয়ানক অপরাধ। এটা অন্যদিক দিয়ে বললে, এটা একটা দেশের জন্য অর্থনৈতিক হুমকি। এত বড় অন্যায় বা অপরাধের শাস্তি কম দেয়া হয়েছে বলে আমার মনে হয়। BitInstant থেকে টোটাল বিটকয়েনের ৩০% লেনদেন করে থাকেন! তার মানে এই সাইডের জনপ্রিয়তা দিন দিন বাড়ছিল। আসলে বিষয়টা হচ্ছে যে, "মানুষের সুখে থাকতে ভুতে কিলায়।" সেই সাথে আরো একটা কথা বলা যায়, "লোভে পাপ, পাপে মৃত্যু।" পৃথিবীতে অনেক বড় মনের মানুষ আছে। যারা অনেক প্রফিট থাকা সত্ত্বেও জনগণের সুযোগ-সুবিধা কোথায় চিন্তা করেন। "আল্লাহ যার কপালে যতটুকু দিয়েছেন, ততটুকু নিয়ে সুখে থাকাই উত্তম।"

যদি সে মানি লন্ডারিং এর মত অপরাধটা না করতো‌, তাহলে সে বিটকয়েনের একজন সফল ব্যবসায়ী হয়ে যেতেন।

সত্যি এই লেখাটা দারুন ছিল। অনেক জ্ঞান সম্পন্ন ছিল। ধন্যবাদ দিয়ে ছোট করবো না @Learn Bitcoin ভাই এবং এই কন্টেন্টের মূল লেখক @GazetaBitcoin ভাইকে।
348  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 19, 2023, 05:22:09 AM

আপনি সেখানে গেলেন কেনো? অবশ্যই আপনি কিনতে গিয়েছিলেন? আর আপনি যে কারনেই গিয়েছেন না কেনো, আপনি অন্য কাউকে বুঝাতে পারবেন না। সুতরাং অতি উৎসাহী হয়ে নিজের আইডি নষ্ট করবেন না।


জি ভাই, আমি আপনার সাথে সহমত পোষণ করছি। আমার এরকমটা করা উচিত হয় নাই। কিন্তু ভাই আমি তো কাউকে নক করি নাই, আমার কাছে পূর্বের মেসেজও আছে। আর এদের পাতানো ফাঁদে পা দেয়ার মত এতটা বোকা আমি না, ভাই। যাই হোক ভাই, আমি বুঝতে পারছি এ সমাজে কারো ভালো করাটা সত্যি অন্যায়। যে ভালো করতে চায়, তার নিজেরই ক্ষতি হয়।
349  Bitcoin / Project Development / Re: My crypto news site - cryptotalk.tech on: September 18, 2023, 06:17:33 PM

It's really a good site to know more about Crypto-Currency. I hope my Bengali Community enjoys this site. I already shared this site with our local. Best of Luck! "CryptoTalk.Tech"

Here is my Bengali Community Post Link: Click Here

350  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 18, 2023, 06:06:15 PM
আজকাল কে ক্রিপ্টো খবর পড়ে না? ক্রিপ্টো কারেন্সি নিয়ে কৌতুহলী মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই, এই বিষয়গুলো নিয়ে মানুষের জানার আগ্রহও অনেক বেড়েছে।

অনেকে আছে ঘুম থেকে উঠে ক্রিপ্টো-কারেন্সি নিউজ নিয়ে বসে পড়েন। এটা একটা ভালো অভ্যাস আমাদের জন্য, যে কিছু কিছু মানুষ ক্রিপ্টো খবর মানুষকে জানাতে খুব পছন্দ করে। তাই @seoincorporation ভাই,  - এর পোস্ট লিঙ্ক থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ক্রিপ্টো-কারেন্সি সকল খুঁটিনাটি আপডেট নিয়ে নতুন একটি সাইট তৈরি করেছেন। সাইটটা যেমন সুন্দর দেখতে, সেরকম তথ্য গুলোও পরিপূর্ণ। সকাল সকাল এক কাপ টাটকা কফির সাথে ক্রিপ্টো-কারেন্সি খবর পড়া সত্যি একটি ভালো অভ্যাস।

এই খবরটি আরো কিছু সাইট থেকে খবর সংগ্রহ করে, @coindesk, @cointelegraph, ও অন্যান্য। তাই এই সাইটটার লিংক আমার বাঙালি কমিউনিটিতে শেয়ার করলাম।


আশা করি, সাইটটা ক্রিপ্টো-কারেন্সি নিউজ পিপাসু মানুষদের মনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
351  Economy / Collectibles / Re: [FREE RAFFLE] 529th ฿ECAUSE I AM STILL IN A GOOD MOOD-CYPHER HODL LOADED BALLET on: September 18, 2023, 07:05:43 AM
93 - roksana.hee

Thank You, Sir.
352  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 17, 2023, 08:01:57 AM


সত্যি এটা ভাবতে অনেক কষ্ট হচ্ছে যে, @Joeri Pross ভাই, আর আমাদের এ পৃথিবীতে নাই। তার স্ত্রী সন্তানদের রেখে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। নিচে তার সংক্ষিপ্তসার তুলে ধরা হলো।

#বিটকয়েনটক সদস্য জোয়েরি (জোরি প্রস) একজন স্ত্রী এবং 2 ছোট বাচ্চা রেখে মারা গেছেন।
#তিনি ফোরামের পুরোনো ব্যবহারকারী ছিলেন এবং ফ্যাক্টমের মতো অনেক প্রকল্পের কমিউনিটি ম্যানেজার ছিলেন।
#তিনি ৩০শে আগস্ট নিখোঁজ হন এবং ২রা সেপ্টেম্বর তার লাশ পাওয়া যায়।
#তার স্ত্রী এবং বাচ্চাদের জন্য একটি "GoFundMe" শুরু হয়েছে এবং ইতিমধ্যে 585টি দান করা হয়েছে এবং €18,315 তোলা হয়েছে।


কেউ চাইলে তার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারেন। তার সম্পর্কে আরো জানতে, নিচে লিংক গুলো ভিজিট করুন।

https://hypercube-agency.com/in-memory-of-joeri-pross/

https://www.noordhollandsdagblad.nl/cnt/dmf20230902_29844675

https://www.noordhollandsdagblad.nl/cnt/dmf20230904_76160519
353  Economy / Reputation / Re: Bitcointalk user Joerii passed away... on: September 17, 2023, 07:04:04 AM
May his soul rest in peace and may God grant his family the strength to endure this great pain.
354  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 17, 2023, 05:29:08 AM
আলোচনা সমালোচনা এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। মানুষের চোখে কোন কিছু ভালো লাগলেও সমালোচনা করেন, খারাপ লাগলেও সমালোচনা করেন। আমি এখানে আমেরিকার নিউইয়র্ক ইস্ট্রিটে, বিটকয়েন মাইনিং-কে নিষিদ্ধ করার প্রতিবাদে কিছু কথা বলব।

বর্তমান পৃথিবীতে অত্যাধিক শক্তিধর ক্রিপ্টো-কারেন্সি হল "বিটকয়েন"। বিটকয়েন যেহেতু অত্যাধিক শক্তিধর ক্রিপ্টো-কারেন্সি। তাই বলা যায়, "যেখানে শক্তির উৎস বিদ্যমান, সেখানে আলোচনা সমালোচনা তো থাকবেই।"

আমরা সকলেই জানি, যাকে নিয়ে আলোচনা-সমালোচনা করা হয়, তার ভালো দিক বা খারাপ দিক নিয়েও আলোচনা-সমালোচনা করা হয়! এই আলোচনা সমালোচনার মাঝে কিছু উপকারও হয়। যেমন যাকে নিয়ে সমালোচনা করা হয় তার যদি কোন ভুল-ত্রুটি থেকে থাকে তা সে নিজেই আলোচনা-সমালোচনা পর্যবেক্ষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।


এতে তার পরবর্তী কার্যকলাপ আরো বেশি বেগবান হয়। আমেরিকার নিউইয়র্ক এ কিছু সমালোচক বলতেছেন যে, বিটকয়েন মাইনিং অত্যধিক শক্তি ব্যবহার করে এবং পরিবেশের ক্ষতি করে। যদি বিষয়টা এমন হতো যে অন্য সব কয়েন মাইনিং করতে কোন শক্তির অপচয় অপচয় হয় না বা পরিবেশের ক্ষতি হয় না, শুধু বিটকয়েন মাইনিং এ পরিবেশের ক্ষতি ও শক্তির অপচয় হয় তাহলে একটা বিষয় হতো। যেখানে যেকোন কয়েন মাইনিং-ই শক্তির অপচয় হয় তাহলে সব দোষ বা অপরাধ বিটকয়েন-এর একার কেন হবে!



এক্ষেত্রে বলা যেতে পারে, “চোরের মায়ের বড় গলা” বা “সকল দোষ নন্দ ঘোষ” অর্থাৎ আমরা আমাদের নিজেদের দোষ দেখতে পাই না। আমরা অন্যের দোষ খুঁজতে বেশি পছন্দ করি।

অন্যসব ক্রিপ্টো-কারেন্সি হোল্ডাররা বা ক্রিপ্টো-কারেন্সির মালিকেরা নিজেদের কয়েনের ওয়েব ভ্যালু বাড়াতে মরিয়া থাকে তাই তারা কাকে কি বলবে, তা তারা নিজেরাও জানেনা। তারা কিন্তু দিব্যি ভুলে গেছে, ক্রিপ্টো-কারেন্সির ব্রান্ড লিডার হলো “বিটকয়েন”। তাই বিটকয়েনকে ক্রিপ্টো-কারেন্সির "মা" বললেও কম বলা হবে। মাকে বাদ দিয়ে যেমন সন্তান আশা করা যায় না, সেরকম ক্রিপ্টো-কারেন্সি লিডার বিটকয়েনকে বাদ দিয়েও ক্রিপ্টো-কারেন্সি কল্পনা করা যায় না। তাই চোখ বন্ধ করে বলা যায়, "বিটকয়েন ছাড়া ক্রিপ্টো-কারেন্সি ভ্যালুলেস বা ইউজলেস।"

তাই আমি আমেরিকার নিউইয়র্ক ইস্ট্রিটে অবস্থিত রাজনীতিবিদদের গৃহীত সিদ্ধান্ত তীব্র নিন্দা জানাই। তারা বলে যে, তারা শক্তির জন্য নোংরা জ্বালানি ব্যবহার বন্ধ করতে চায় (মানে দূষণ এড়িয়ে চলতে চায়)। বিটকয়েন মাইনার এবং ডেটা সেন্টার আসলে দূষণ তৈরি করে না। তারা সমস্যা সৃষ্টিকারী নয়, প্রকৃত সমস্যা মোকাবেলা করার পরিবর্তে কিছু অসাধু রাজনীতিবিদ বা ব্যবসায়ী বিটকয়েন-কে লক্ষ্য করে কাদা ছিটিয়ে সামাজিক ভ্যালু নেবার চেষ্টা করতেছেন। রাজনীতিবিদরা যখন এমন কথা বলে কিন্তু বাস্তবতা অন্য কথা বলে, তখন বিটকয়েন ব্যবহারকারীরা সম্পূর্ণ ঘটনা পর্যবেক্ষণ করে বুঝতে পারেন যে, “রাজনীতিবিদদের বস্তা কথা শুধু পরিবেশটা নষ্ট করে, তারা কিন্তু বিটকয়েনের কোন ক্ষতি করতে পারেনা।

পরিশেষে বলতে চাই, বিটকয়েন মাইনিং এর জয় হোক! এইভাবে বিটকয়েনের জয়-জয়কার সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক!
অনুপ্রেরণায়, @fillippone ভাইয়ের পোস্ট।


355  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 17, 2023, 04:40:06 AM




আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আগামীতেও আপনার সাফল্য দেখে খুশি হব। সফলতা প্রতিটা মানুষের জন্য অনেক আনন্দের। আমরাও গভীর আগ্রহে প্রতীক্ষায় আছি, কবে সেই মাহেন্দ্র ক্ষোন আমাদের জীবনে আসবে।
356  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 07, 2023, 02:34:10 PM
বাঙালি জাতির মানুষেরা মনে করে সবাই যেন শিক্ষক, কেউ কারও থেকে শিখতে চায় না, সবাই শুধু শেখাতে চাই কিন্তু কাউকে শেখাতে হলে নিজেকে আগে শিখতে হবে। এটাও মেরিট না পাওয়ার অন্যতম কারণ। আরেকটি কারণ হচ্ছে কেউ কারো পোস্ট পড়তে চায় না। না পড়েই পোস্ট করে ফেলে। এর ফলে তার পোষ্টের গুণগত মান কমে যায়। এটাও একটা কারণ।

আমি আপনার মতামতের সাথে একশভাগ সহমত পোষণ করছি। আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আপনি বিটকয়েন টকের পুরান ইউজার। যাই হোক, আপনার পোস্টটা একটা প্রতিবাদ মূলক পোস্ট। আপনি যদি পুরান বিটকয়েনটক ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এটা আপনার নতুন কোন আইডি। যাই হোক ভাই, আপনার এই পোস্টটি পড়ে আমার ভালো লাগছে। আশাকরি বিটকয়েনটক ফোরামের (বাংলাদেশ) সবারই ভালো লাগবে। এই সমস্যাগুলো ওভারকাম করে চলার চেষ্টা করি। আর একটা কথা হ্যাঁ ভাই, আপনার প্রতি অনুরোধ রইলো। আপনি নিজেও এই রুলসটা ফলো করবেন।

Newbies - Read before posting
Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ
BTCtalk Activity times
FAQ: Everything you need to know about forum 'activity, account ranks and merit
Merit & new rank requirements

যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল, "এই পোস্টগুলা একটু ভালো করে পড়ে নিবেন" বিশেষ করে @Little Mouse, @Shasan, @Cripto Libery, @LDL, @Learn Bitcoin ভাইয়ের পোস্টগুলা করার চেষ্টা করবেন।
357  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 07, 2023, 01:10:26 PM
আমি প্রথমে এই কমিউনিটির প্রত্যেক সদস্যকে জানাই কৃতজ্ঞতা কেননা আপনাদের সহযোগিতা না পেলে আমি হয়তো এতদূর আসতে পারতাম না। আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা করার নিমিত্তে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। আশা করছি আমরা এখানে প্রত্যেকে সহযোগিতার মনোভাব নিয়ে বাংলা কমিউনিটির উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করে যাব। একে অন্যের বিপদে সাহায্য সহযোগিতা করবো।


সফলতা প্রতিটা মানুষের জীবনের প্রশান্তির একটা জায়গা। বিটকয়েনটক বাংলাদেশ ফোরামে নতুন একজন ফুল মেম্বার পাওয়াতে আমরা সবাই আন্তরিকভাবে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি ভবিষ্যতেও বাংলাদেশ লোকাল থ্রেট তাকে ভুলে যাবেন না।
358  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 03, 2023, 05:37:33 AM
~

এই তথ্য থেকেই বোঝা যায় যে, মানুষ যত বড় অন্যায় করুক আর অপরাধী হোক না কেন? সে একটা না একটা ভুল করেই ফেলে বা একটা সূত্র রেখেই দেয়। এখানে এই দুইটা একাউন্টের টেলিগ্রাম একাউন্ট একই, তার মানে হচ্ছে যে, সে কিন্তু চালাকি করে কাজটা করছে কিন্তু সে ভুল করেই ফেলছে। এই জন্য অনুরোধ সবার প্রতি যে আপনারা সৎ থাকার চেষ্টা করবেন।
359  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 31, 2023, 08:48:13 AM
বিটকয়েন টলকে কিভাবে কাজ করব।

Newbies - Read before posting

BTCtalk Activity times

Merit & new rank requirements
360  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 30, 2023, 04:07:44 AM


ফুল মেম্বার পদোন্নতি পাওয়ায় @Bd officer ভাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আপনার নতুন পদোন্নতি পাওয়ায় উৎফুল্ল এবং আনন্দিত। আপনার সামনের নতুন আরেকটা চ্যালেঞ্জের দরজা উন্মুক্ত হলো। আপনার সার্বিক মঙ্গল কামনা করি।
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 [18] 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!