Bitcoin Forum
June 24, 2024, 04:41:23 AM *
News: Voting for pizza day contest
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 [19] 20 21 22 23 24 25 26 27 28 29 30 »
361  Other / Meta / Re: Campaign to improve posting quality for local boards on: August 30, 2023, 03:11:44 AM
If you want then I'll try to convert that into my local language. If someone already translated that post then send me the link and I'll add that link in the post.

After I talked with 2 Bengali users with reputation on the forum, I understood that the translation content is very poor, uses inadequate Bengali words and, worst of worst, some parts were translated using automated translating tools. This is totally not acceptable and is also against forum rules:

27. Using automated translation tools to post translated content in Local boards is not allowed.

As a consequence I suggest you to do again the entire translation from scratch and do it properly this time.

I'll revise all of the content again, Sir. Have a good day!



Quote
Yes, it's a good suggestion. A second chance is deserved in my opinion.  Smiley

I'll revise all of the content properly. Have a good day!
362  Other / Meta / Re: Campaign to improve posting quality for local boards on: August 28, 2023, 12:32:47 PM
Today, Latviand has PMed me and reserved to create a translated version for our Filipino Local Board.
I've accepted his request and added him to my OP where I've listed all translations:

Reserved Translations

Bengali - roksana.hee
Filipino - Latviand

Looking forward to his work.  Smiley

Here is the converting post that was written in my own language: https://docs.google.com/document/d/1M_Vr0_3OOvYhmGnXtq-_LrjJxPzHPzTrvgTalMfHoW0/edit?usp=sharing

In this post, "Română (Romanian) by GazetaBitcoin." @GazetaBitcoin, he mentioned a few additional posts, If you want then I'll try to convert that into my local language. If someone already translated that post then send me the link and I'll add that link in the post.
363  Other / Meta / Re: Campaign to improve posting quality for local boards on: August 19, 2023, 08:31:00 AM
So please be very careful, as this translation does not mean to translate this topic, but to create a new one, in your language, presenting the problems with posts in Bengali language and with references about these issues and how to avoid them.

Okay, Sir. I'll make it in my local language's helpful words or any examples. Sir, need time for proper optimization. As soon as possible, I'll send you the proof.
364  Other / Meta / Re: Campaign to improve posting quality for local boards on: August 19, 2023, 07:41:12 AM

You can already apply below by reserving your language, just submit a post:


Thank you, sir, for your meaningful post which impresses me a lot. I already translate all of the posts into my local language. I hope, in Bangladesh, it will be a much more helpful post to improve Bangali local boards' post quality. Thank you so much for your own @1miau creations with the help of @GazetaBitcoin who is my Ideal.

Quote
I would like to reserve my local language and post a translation in my local board

#Proof of JOIN: https://docs.google.com/document/d/1kzlqaZM6rJ9Sh151_t0nKt0FT6TCne51K-wx104AYRY/edit?usp=sharing
Language: Bengali
Bitcointalk Account: https://bitcointalk.org/index.php?action=profile;u=3527704
365  Local / Other languages/locations / Re: বিটকয়েন বাঁচাও ইউক্রেন বাঁচাও! on: August 18, 2023, 03:27:14 AM

এটি আসলেই লজ্জাজনক যে পুতিন এসব করছেন। ২য় বিশ্বযুদ্ধের পর তিনিই সবচেয়ে বড় যুদ্ধ শুরু করছেন। এজন্য পুটিনকে হিটলারের সাথে মিল রেখে " Putler" বলা একদম ন্যায়সঙ্গত।

আমার কাছে পুতিনকে "Putler" বলাটা যৌক্তিক বলে মনে হয়েছে। কারণ আমরা সবাই জানি, যে যুদ্ধ-বিগ্রহ কখনোই কোন দেশের জন্য বা কোন মানুষের জন্য শান্তি বয়ে আনে না। সমঝোতা এবং যৌক্তিক ব্যাখ্যার মাধ্যমে যদি কোন সমস্যার সমাধান করা যায়, তাহলে সেটা যুদ্ধ-বিগ্রহ মারামারি-হানাহানি থেকে হাজার গুণ শ্রেষ্ঠ। আর একাবিংশ শতাব্দীর মত, এই সময়ে এসেও যদি মানুষ মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ নিয়ে পড়ে থাকে, তাহলে পৃথিবীর মানবতার উন্নয়ন কিভাবে সম্ভব? যাইহোক, @GazetaBitcoin ভাই আপনার রাজনৈতিক ব্যাখ্যা সত্যি প্রতিটা দেশের মানুষের জন্য, বিশেষ করে যারা বিটকয়েন ব্যবহার করেন তাদের জন্য একটা যৌক্তিক প্রেজেন্টেশন।

~

@GazetaBitcoin ভাই, আপনি সঠিকভাবে বিটকয়েন প্রয়োগের মাধ্যমে যুদ্ধের কার্যক্রমকে স্থগিত করার মত সুন্দর একটা আলোচনা করেছেন এবং এটি কিভাবে রাশিয়ানরা পুতিনের কার্যক্রমে সমর্থন জানাতে পারে এবং এটি কীভাবে বিপক্ষে দক্ষতা সৃষ্টি করতে পারে সেটি ব্যাখ্যা করেছেন। এটি একটি সাহায্য প্রদান করার উপায় হতে পারে এবং ইউক্রেনের বিশেষ সম্প্রদায় ও জনগণের সহিত সামর্থ্য বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনার উদ্যোগগুলি সুন্দর, সুন্দর উদাহরণ এবং বিটকয়েন এর মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং সাধারণ মানুষদের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারে।
366  Economy / Reputation / Re: 10 Years on: August 17, 2023, 10:40:34 AM
This forum has been an important part of my life, just like Bitcoin.

It's a very good word for me to impress. A few months ago, I found this forum but I already read many pages here to learn more. I hope I'll reach the peak early.

Here I met very good people from all nationalities, made good friends, and had job opportunities.

I appreciate you. Here I already get a few hands who help people to know much more about this forum or cryptocurrency. For that, I can say "Bitcointalk forum is a media house of brotherhood."

Long live Bitcoin for one to a thousand generations, long live Satoshi Nakamoto's unique invention.
367  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 10, 2023, 06:57:00 PM
~

আপনি নিজেই তো বাংলাদেশী ভাই ব্রাদারদের বিশ্বাস করেন না। আপনি কি জানেন বাংলাদেশে এই লোকাল থ্রেডের ভাই ব্রাদার সিনিয়র যারা আছেন, এরা কতটা হেল্পফুল মাইন্ডেড? বিশেষ করে বাংলাদেশ লোকাল  থ্রেডের সিনিয়র বড় ভাই লিটল মাউস, এসহাসান ভাই, এলডিএল ভাই, ক্রিপ্টো লাইব্রেরী ভাই, লার্ন বিটকয়েন ভাই, বিটকয়েন পিপুল ভাইসহ আরো অনেকে বাংলাদেশ লোকাল থ্রেডে যারা আছে তারা সবাইকেই প্রচন্ড পরিমাণে সাহায্য সহযোগিতা করেন। আপনি যেকোন বিষয়ে প্রশ্ন করা মাত্র সিনিয়র ভাইয়েরা আপনাকে প্রশ্নের সুন্দর উত্তর জানিয়ে দিবেন। ভাই আপনার প্রতি পরামর্শ হলো, যে আগে নিজের মাতৃভাষাকে সম্মান করতে শেখেন। দেশ মাতৃকার প্রেম যার মনে নেই, সে দেশের কি উন্নয়ন করতে পারে বলেন ভাই? যাই হোক ভাই আমার কথায় কষ্ট নিবেন না!

আপনার প্রশ্নের সঠিক উত্তর লিটিল মাউস ভাই, এসহাসান ভাই, লার্ন বিটকয়েন ভাই, এলডিএল ভাই দিতে পারবেন।

আর হ্যাঁ এটা সত্য যে সবাই এখন সিগনেচার ক্যাম্পেইনের পিছনে দৌড়াচ্ছে ভাই, বাউন্টি নিয়ে কেউ পড়ে নাই।
368  Economy / Services / Re: Bulk image editing/resizing - Need beginners (graphic designers) on: August 09, 2023, 12:18:21 AM
Telegram: @roksanahee
Bech32 address: bc1qvlccvlt3lkvqezphr6fpl907vh3f6d2l8z5xuf

I am professional freelancer on the field of graphics design with digital marketing. I already read your requirements. I hope I can handle the project perfectly. You can check my profile I already join the contest and got merit. Can I know your deadline?
369  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: July 31, 2023, 08:52:47 AM
Newbie member থেকে jr member হতে কি কি করতে হই।  কারুর জানা থাকলে একটু বলবেন

অবশ্যই ভালো ভালো পোস্ট করতে হবে। আর সর্বনিম্ন একটা মেরিট না পাওয়া পর্যন্ত আপনি জুনিয়র মেম্বার হতে পারবেন না। তাই আপনার প্রতি অনুরোধ রইল, ভালো ভালো পোস্ট করেন এবং হেল্পফুল পোস্ট করেন। যাতে আপনার পোস্ট থেকে একজন মানুষ ভালো কিছু শিক্ষা লাভ করে বিটকয়েন বা  ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে। আর আপনি যদি কোন বিষয়ে বুঝে না থাকেন তাহলে গ্রুপে অনেক সিনিয়র ভাইয়েরা আপনাকে সব সময় সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন। তাদের মধ্যে লিটিল মাউস ভাই ক্রিপ্টো লাইব্রেরী ভাই এহাসান ভাইয়ের কথা না বললেই না। এবার সব সময় বাংলাদেশ লোকাল বোর্ডের জন্য নিবেদিত প্রাণ।
370  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: July 25, 2023, 04:02:08 AM
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এটি নিশ্চিতভাবে বলা যায় যে বিটকয়েন আর কোন দিন সেই পজিশনে আসবে না। সময়ের পরিবর্তনের সাথে বিটকয়েনেরও সেই অবস্থারও পরিবর্তন হয়ে গেছে। তাই অতীত নয় বর্তমান সময়টিকেই গুরুত্ব দেওয়া উচিত। বিটকয়েন ক্রয় করার ইচ্ছা থা্কলে এখনি উপযুক্ত সময়।

আপনি ঠিকই বলেছেন ভাই। আমি বিটকয়েনের সাথে প্রথম পরিচিত হই ২০১৫ সালে। ঠিক মনে নাই আনুমানিক ২০১৫ সালের শেষের দিকে, বিটকয়েনের প্রাইস দেখেছিলাম ২৩০ ডলার মাত্র। তখন কিছু বিটকয়েন কেনার ইচ্ছা পোষণ করেছিলাম। তার কিছুদিন আগে বিটকয়েন সর্বনিম্ন নেমেছিল ১৭২ ডলারে। তাই ভেবেছিলাম যে হয়তো আরো কিছুটা কমবে তারপর কিছু কিনব ১০০ বা ১৫০ ডলারের ভিতরে হইলে কিছু কিনব। কিন্তু সেটা কিনা হলো না তার পরের বছরই ২০১৬ তে যারা আমি কিছু বিটকয়েন কিনি প্রায় ১২০০ ডলারে। অল্প কিছু বিটকয়েন সাতোশি কিনেছিলাম। সেই পরিমাণ বিটকয়েন আমি ১৬০০০ ডলারে সেল দেই। তাই আমি বলবো যদি কেউ কিছু বিটকয়েন কেনেন তাহলে এখনি কিনতে পারেন।
371  Economy / Reputation / Re: I'm 10! on: July 23, 2023, 06:28:45 AM


While I think this part of my life has comfortably passed, I'll always be able to look back on it extremely fondly. Without this forum my life would be completely different, and I really owe so much to it.


First I will give you Congratulation for spending a much time in this forum. I feel impress about this couple of words. I hope you get the hidden treasure from here. God will give you success in the future step of your life. Have a good day!

Allah helps people who are honest and innocent.
372  Local / Other languages/locations / Re: কাস্টম ইউজার নোট এবং কোড গুলোকে ক্লিক বোর on: July 23, 2023, 05:46:20 AM
২০১৮ সালে আমি ১০০০ ডোজ কয়েন দিয়ে ২ লাখ ৬৯ হাজার পাই কয়েন কিনেছিলাম। তখন এর ভ্যালু আস্তে আস্তে বাড়ছিল। আমি প্রায় এক দেড় মাস যাবত সেটাকে ফলো করতেছিলাম। যখনই আমি ডোজ কয়েন দিয়ে পাই কয়েনটা কিনে ফেললাম। প্রায় দুই মাস যাবত সেটাকে অবজারভ করতেছিলাম। দেখলাম এর ভ্যালু আমার কেনা ভ্যালু থেকে ডাবল হয়ে গিয়েছে। যখনই আমি ওইটাকে আবার ডোজ কয়েনে কনভার্ট করতে গেলাম। ওরে বাবা! দেখি কি অবস্থা জানেন? আমার ২ লাখ ৬৯ হাজার পাই কয়েন মাত্র ২৬৯ পাই কয়েন এ পরিণত হয়েছে। আমার ২৬৯ পরে যে শূন্য ছিল সেই শুন্য কোথায় চলে গেল? আমি বুঝলাম না, ভাই। দেখলাম আমার ২৬৯ এরপরে দশমিক বিন্দুটা রয়েছে তারপরে দুইটা শূন্য রয়েছে। কিন্তু খুব মজার ব্যাপার হলো যে, এই দশমিক বিন্দুটা ছিল ২৬৯ এর পরে তিনটা শূন্য তারপরে ছিল কিন্তু হঠাৎ করে এই দশমিক বিন্দুটা কিভাবে লাফাই লাফায় তিনটে শূন্যের আগে চলে আসলো, আমি সেটাই বুঝলাম না। তারপর থেকে নতুন যে কয়েনগুলো মার্কেট লঞ্চ হয় সেগুলোতে ইনভেস্ট করতে খুব ভয় করে।

যাই হোক ভাই, আপনারা যারা যেখানেই ইনভেস্ট করেন না কেন? চিন্তা-ভাবনা করে এবং সিনিয়র ভাইদের পরামর্শ নিয়ে ইনভেস্ট করবেন।

কারণ জীবনের একটা ভুল, সারা জীবনের কান্নায় পরিণত হইতে বেশি সময় লাগে না ভাই। সব থেকে বড় কথা, আল্লাহ দিলে সব হয়। ইনশাল্লাহ সত্যের জয় হবেই। আমি বিশ্বাস করি, আমি যদি কারো সাথে প্রতারণা না করি আমার সাথেও কেউ প্রতারণা করবে না। হয়তো আমার না জানা কিছু ভুল ছিল যার কারণে আমি সেখানে কিছু অর্থ লস করেছি।
373  Other / Meta / Re: [CHARTS] Brief monthly overview of the local boards activity on: July 17, 2023, 10:17:55 AM
~

Top 10 posters from18 local boards. Specally thanks 3 top posters for the outstanding achievement both of you: joker_josue from Portuguese local board has yet again been the most active members with 275 posts, Russian local board, Smartprofit (234) and Ratimov (221). Keep it up guys

Portuguese

joker_josue [275]

Russian

Smartprofit [234]

Ratimov [221]

Julien_Olynpic [188]

klarki [183]

jokers10 [174]

fruktik [150]

bonfire66 [143]

Snork1979 [142]

Turkish

totti67 [127]

Really proud of you bro @joker_josue, @Smartprofit, @Ratimov, and all of Russian board members with the specially feeling happy to see @totti67
374  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: July 04, 2023, 05:20:32 AM
বর্তমানে আমরা সবাই কম বেশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে  জড়িত। এর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক এবং twitter। আমরা সকলেই কমবেশি মাধ্যম দুটির সাথে জড়িত। তবে আমরা অনেকেই এর ইতিহাস সম্পর্কে জানি না। নিচে ফেসবুক এবং twitter এর সংক্ষিপ্ত সৃষ্টি ইতিহাস আলোচনা করা হলো :

@SuparCa ভাই, এই ফোরামের নাম বিটকয়েনটক [ডট] ওআরজি। এই ফোরামের নাম দেখি আপনি অবশ্যই বুঝতে পারছেন যে, এখানে বিটকয়েন বা ক্রিপ্টো-কারেন্সি রিলেটেড তথ্য শেয়ার করে সবাই। তাই আমার অনুরোধ থাকবে, আপনি যদি পোস্ট খুঁজে না পান তাহলে, নিচে আমি কিছু পোষ্টের লিংক শেয়ার করলাম নতুনদের জন্য। আপনি পোস্টগুলো পড়বেন, পড়ে জ্ঞান অর্জন করেন, এবং এখান থেকে যদি কোন টপিক না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন?

আসসালামু আলাইকুম! ধন্যবাদ, আপনাকে আমাদের বিটকয়েনটক ফোরামে যোগদান করার জন্য। আমরা আপনার সফলতা কামনা করছি এবং আপনি এই ফোরামে একটি সতর্ক, সহযোগিতা-মুলক এবং সংবেদনশীল ভাষায় বাংলা কমিউনিটি তৈরি করতে সহায়ক হবেন, ইনশাআল্লাহ।

বিটকয়েনটক এই ফোরাম সম্পর্কে অধিক জানার চেষ্টা করুন। ভালো ভালো পোস্ট পড়বেন, ভালো ভালো পোস্ট করবেন এবং ভাল ভাল পোস্টে কমেন্ট করবেন। অবশ্যই খেয়াল রাখবেন, আপনার পোস্ট বা কমেন্ট থেকে অন্য কোন ইউজার যেন সহায়তা পেতে পারে বা সাহায্য পায়। আমি নিচে কিছু বিটকয়েনটক ফোরামের গাইডলাইন লিংক দিয়ে দিলাম। আপনি একটু পড়ে নেবেন।

কিছু গুরুত্বপূর্ণ থ্রেড

Newbies - Read before posting
Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ
BTCtalk Activity times
FAQ: Everything you need to know about forum 'activity, account ranks and merit
Merit & new rank requirements


আমাদের সত্যি উচিত এই বিলিয়নার ব্যক্তিকে কংগ্রাচুলেট করা। সোর্স লিংক


=======================================================================================================================
বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ইতিহাসে টাকার বিপরীতে সবচেয়ে বেশি ধরে ডলার বিক্রি করেছে। গত ৩ জুলাই বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক ১০৯ টাকা ধরে ডলার বিক্রি করে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি টাকার অবমূল্যায়ন করেছে। এভাবে যদি বাড়তে থাকে তাহলে একসময় আর্জেন্টিনার মত ধাতব মুদ্রা দিয়ে মেশিনের নাট,ও ওয়াশার বানিয়ে দাম উঠাতে হবে।
বাংলাদেশে প্রতিনিয়ত টাকার যে মুদ্রাস্ফিতি হচ্ছে এবং একই সাথে সুদহার বৃদ্ধি যে পরিকল্পনা করা হচ্ছে তাতে করে আগামী পাঁচ বছর পরে বাংলাদেশে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা অনুমান করা আমার পক্ষে সম্ভব না।
এসব কথা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে টাকা বা ডলারের চেয়ে বিটকয়েন সবচেয়ে বেশি নিরাপদ কেননা টাকা ও ডলারের মধ্যে সবচেয়ে বেশি যে প্রভাবটি কাজ করে তাহলে inflation বা মুদ্রা স্ফিতি। বিটকয়েনের সাপ্লাই ২১মিলিয়ন একদম নির্ধারিত হওয়ায় মুদ্রানীতি, মুদ্রাস্ফিতি, সুদহারনীতি,টাকা ছাপানোর নীতি ইত্যাদি কোন প্রভাব নেই। তাই বাংলাদেশের টাকার চেয়ে বিটকয়েন শতগুণ ভালো সেটা বলার অপেক্ষা রাখে না।

এর সবচাইতে বেশী ইফেক্ট পড়েছে সাধারণ মানুষের ওপর। তো যারা বিটকয়েন বা ডলারে বেতন পাচ্ছে, তারা কিছুটা হলেও মুদ্রা স্ফিতি মোকাবেলা করতে পারছে।

আপনি সঠিক বলেছেন @Learn Bitcoin ভাই, ক্রিপ্টোকারেন্সি বা ডলারের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার প্রভাব পাইকারী এবং খুচরা বাজারে পড়ছে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ট্রানজেকশন করা সহজ, দ্রুত, এবং অন্যান্য প্রস্তুত পেমেন্ট পদ্ধতিগুলির চেয়ে কম ফি প্রদান করে। সেইসাথে, ক্রিপ্টোকারেন্সি মূল্য উচ্চতর হওয়া সম্ভব, এটি বিনিময় দ্বারা আয় করার সুযোগ তৈরিতে সাহায্য করতে পারে।
375  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: July 03, 2023, 04:49:17 PM
আসসালামু আলাইকুম, প্রিয় বিটকয়েনটক ইউজারবৃন্দ আশা করি সকলে ভালো আছেন। বিটকয়েন এ আমি নতুন। বিশেষ করে বাংলা ফোরামে নতুন। এর নিয়ম সঠিকভাবে জানিনা। আমি এখানে এসে একটা বিষয় দেখলাম আমার সিনিয়র ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর পোস্ট করেছে। তাদের পোস্টগুলো পড়ে আমি অনেক বিষয় জানতে পেরেছি। আমি আশা করি আমিও একদিন সফল হব ইনশাআল্লাহ। আমি সিনিয়র ভাইদের আরও সফলতা কামনা করি।  

ওয়ালাইকুম আসসালাম! ধন্যবাদ, আপনি আমাদের বিটকয়েনটক ফোরামে যোগদান করার জন্য। আমরা আপনার সফলতা কামনা করছি এবং আপনি এই ফোরামে একটি সতর্ক, সহযোগিতা-মুলক এবং সংবেদনশীল ভাষায় বাংলা কমিউনিটি তৈরি করতে সহায়ক হবেন, ইনশাআল্লাহ।

বিটকয়েনটক এই ফোরাম সম্পর্কে অধিক জানার চেষ্টা করুন। ভালো ভালো পোস্ট পড়বেন, ভালো ভালো পোস্ট করবেন এবং ভাল ভাল পোস্টে কমেন্ট করবেন। অবশ্যই খেয়াল রাখবেন, আপনার পোস্ট বা কমেন্ট থেকে অন্য কোন ইউজার যেন সহায়তা পেতে পারে বা সাহায্য পায়। আমি নিচে কিছু বিটকয়েনটক ফোরামের গাইডলাইন লিংক দিয়ে দিলাম। আপনি একটু পড়ে নেবেন।

কিছু গুরুত্বপূর্ণ থ্রেড

Newbies - Read before posting
Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ
BTCtalk Activity times
FAQ: Everything you need to know about forum 'activity, account ranks and merit
Merit & new rank requirements


বাংগালী কখনো ভালো হবে না। ফাইজলামির একটা লিমিট আছে। এটা হলো ক্রিপ্টো ফোরাম এখানে এরা যা তা করে। এখানে আইছে কাচা মরিচের হিস্ট্রি বলতে। আজব বাংগালী

আরে @Dorimon45 ভাই, আপনি যে সরাসরি বাঙ্গালীদের ছোট করতেছেন, এটা কি ঠিক ভাই? আপনি তো নিজেই এক অবাঙ্গালীর মত কাজ করে বসলেন। মানে হচ্ছে, আপনি আপনার নিজের ভুলটা দেখবেন না, অন্যের ভুল নিয়ে পড়ে থাকবেন। আর একটা কথা, একটা পেইজি সম্পূর্ণ দখল করে নিলেন, পোস্ট করতে করতে? আর আপনি কি-সব চাকরি-বাকরির অফার দিচ্ছেন, এখানে? কে কাকে বিশ্বাস করবে না করবে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার! একটা অনুরোধ থাকলো ভাই, ভালো ভালো পোস্ট করবেন আর নিজের সীমার মধ্যে অবশ্যই থাকবেন, ইনশাল্লাহ ভাল কিছু হবে। আল্লাহ দিলে সবই হয়!!!
376  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: June 29, 2023, 09:59:43 AM
ঈদুল আযাহার শুভেচ্ছা ও অভিনন্দন। এই পবিত্র ঈদুল আযহা সুখ বয়ে আসুক সকলের জীবনে। ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক প্রতিটি প্রাণ। ঈদ মোবারক!
377  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: June 25, 2023, 06:40:17 PM
বিশ্বের বড় বড় ওলামাকেরাম বিভিন্ন মন্তব্য করেন যে বিটকয়েন সাধারণত অপরাধমূলক প্রবণতায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেমন বিটকয়েন দিয়ে অনলাইন কেসিনো, অনলাইন জুয়া, আন্তর্জাতিক চোরাচালান , অস্ত্র কেনাবেচা, নারী পাচার ইত্যাদি অপরাধমূলক কার্যসম্পন্ন হয় বলে একে হারাম কারেন্সি হিসেবে আখ্যায়িত করা হয়।
১। অনলাইন ক্যাসিনো? টাকা, ডলার, ইউরো দিয়েও জুয়া খেলা যায়।
২। আন্তর্জাতিক চোরাচালান? টাকা, ডলার, ইউরো দিয়েও হয়।
৩। অস্ত্র কেনাবেচা? ২০০৯ সালের আগে কি অস্ত্র বেচাকেনা বন্ধ ছিল?
৪। নারী পাচার? ২০০৯ সালের আগে কি নারী পাচার হয় নি?

এইসব অপরাধে এখনো যদি হিসেব করা হয় তাহলে ইতিহাসের বড় বড় অপরাধগুলো বিটকয়েন এর সাহায্যে হয় নি নিশ্চয়ই। তাহলে উক্ত বড় বড় আলেম ওলামারা কেন টাকা কিংবা ডলার কিংবা ইউরো ব্যবহার করছেন? বাই দ্য ওয়ে, স্বর্ণ বর্তমানে হুন্ডি ব্যবসার প্রধান হাতিয়ার। তারা কি স্বর্ণ ব্যবহার বন্ধ করেছে? এইসব আলেম ওলামার কাতারে যাবে না যদি তারা এইসব উদ্ভট কথা বলে। এইটা কোন যুক্তি হতেই পারে না আসলে।

@Little Mouse ভাই, আপনি যথার্থই ভালো একটা বক্তব্য দিয়েছেন, এই আলেমদের বিরুদ্ধে। এদেরকে এক কথায় বলা হয় ভাই, "চোরের মায়ের বড় গলা"! এরা চুরিও করবে, আবার ধরা পড়লে বিভিন্ন ধরনের বড় বড় ওসিহত দেবে। বিটকয়েন ব্যবহার করে যদি মানুষ ইনকাম করে তার ফ্যামিলিকে স্বনির্ভর করতে পারে, তাহলে বিটকয়েনে উপার্জিত টাকা দিয়ে কেন কুরবানী হবে না বা কেন আলেমরাই এই ধরনের বাজে বক্তব্য পেশ করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং মানুষের ঈমান নষ্ট করবে? এই অধিকার কি আলেমদের দেয়া হয়েছে, ভাই?
378  Local / Other languages/locations / Re: বিটকয়েন: সাইফারপাঙ্কসদের স্বপ্ন on: June 25, 2023, 06:24:28 PM

তিনি মানুষকে আবার মুক্ত হতে সাহায্য করতে চেয়েছেন। আর এটা সম্ভব হয়েছে বিটকয়েনের মাধ্যমে। কোনো ব্যাংক বা কোনো সরকার কমবেশি অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে জনগণকে তাদের টাকা থেকে আর "দুধ" দোয়াতে পারবে না, যেমন তাদের টাকা ট্রান্সফার করার জন্য টেক্স, তাদের মালামাল বিক্রির জন্য টেক্স, তাদের কর্মক্ষমতা বিক্রি করার জন্য টেক্স। বিটকয়েন যে কারো জন্য ফ্রি এবং স্বাধীনতা এর মধ্যেই আছে; আপনি যদি আপনার গোপনীয়তার এবং টাকার উপর নিয়ন্ত্রণ রাখতে চান তবে আপনাকে যা করতে হবে তা হল বিটকয়েনকে গ্রহন করতে হবে।

আসলে বর্তমান পৃথিবীতে যা কিছু চলছে সবকিছু এই চুরি-চামারি করে চলছে। আসলে কেউ নিজের থেকে কোন কিছু উপার্জন করে না বা ইনকাম করে খেতে চায় না। সবাই অন্যের উপার্জিত সম্পত্তিতে ভাগ বসাতে চাই শুধু। প্রচলিত একটা কথা আছে "পরের বাড়ির পিঠা, খেতে লাগে মিঠা"। মানে পরের সম্পদ চুরি করে খাওয়ার মাঝে যে কি মজা আছে? সেটা বিভিন্ন দেশ সহ আমাদের নিজেদের দেশেও এই কাজগুলো হয়, ভাই। একে তো দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি তারপরও এই ট্যাক্স, সেই ট্যাক্স, এই জায়গা খরচ, ওই জায়গায় খরচ, আর ফ্রিল্যান্সারদের কথা তো বলার অপেক্ষা রাখে না। ফ্রিল্যান্সাররা যে কত কষ্ট করে ইনকাম করে, বা তাদের ইনকাম করা টাকা, সরকার মনে করে যে এটা তাদের, "সরকারের বাপের ঘরের সম্পত্তি"।

তাইতো একটি গান নকল করে গাইলাম, "আমরা সবাই চোর, আমাদের এই চোরের রাজত্বে! মিলেমিশে করবো চুরি, লজ্জা কি তাতে?" আমরা সবাই চোর।

-কোন ভুল ত্রুটি করে থাকলে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

@Learn Bitcoin, @GazetaBitcoin ভাইকে অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান তথ্যটি শেয়ার করার জন্য। ব্যক্তিগতভাবে আমি নিজেও বিটকয়েন কে এখন একটা মৌলিক মাধ্যম হিসেবে মনে করি। আমি মনে করি, আমাদের বাংলাদেশ সরকারের উচিত বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিকে বাংলাদেশে বৈধতা দেয়া।
379  Economy / Speculation / Re: Good time to invest in BTC? on: June 22, 2023, 04:05:39 AM

Investments that have high profit potential of course have high risk, many people think they want big profits but low risk, and I guarantee that it will never exist, cryptocurrencies provide us with good opportunities for big profits in a short time, if we buy bitcoin when and hold for at least 10 years so we have a chance to profit at least 500% or 50% per year.

Really I appreciate you because you know "Freedom—is hard to get, but easy to lose!" For that, I think if someone wants much profit then you should hold in your cryptocurrency for at least 10+ years, but every new day there have a risk to lose own capital.
380  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: June 21, 2023, 04:55:41 AM
আপনার টি-শার্ট ডিজাইনের কথা জেনে একটা ব্যাপার জানার ইচ্ছে হলো। আপনি কি এম্যাজন কিন্ডেল নিয়ে কাজ করেন? যেটাকে কেডিপি বলা হয়ে থাকে। বিভিন্ন প্রকার বুক ডিজাইন, কালারিং বুক, লগ বুক ইত্যাদি। কেডিপি মার্কেট এ বই পাবলিশ করার ইচ্ছে ছিলো। প্রপার গাইড না থাকার কারনে কাজ করা হয়ে উঠেনি। আরেকটা পপুলার ক্যাটাগরির কাজ হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। এটা নিয়েও জানার ইচ্ছে ছিলো। তবে সবই যেহেতু গ্রাফিক্স রিলেটেড, তাই আপনার কাছে জানতে চাইলাম।

না ভাই আমার "অ্যামাজন কিন্ডল" নিয়ে বিস্তারিত জানা নাই। "প্রিন্ট অন ডিমান্ড" নিয়ে আমারও কাজ করার খুব ইচ্ছা আছে আমি লার্নিং-এ আছি। ভাই আমি মূলত অ্যামাজন এফিলিয়েট, এসইও, গ্রাফিক্স ডিজাইন, এগুলো নিয়ে কাজ করি। আর হ্যাঁ ভাই, আমার একটা টিমও আছে।

আপনাকে ইনবক্সে একটিভেশন কি দিয়েছি। একটিভ করে আমাকে জানাবেন কাজ হলো কি না। আমার জানামতে এই কি টা আরো অনেকবার ব্যাবহার করা যাবে।

আর হ্যাঁ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ "ইনবক্সে একটিভেশন কি" পাঠানোর জন্য। আমি বাসায় গিয়ে একটিভ করে, কি রেজাল্ট হয়। আমি সেটা আপনাকে জানাবো, ইনশাআল্লাহ।
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 [19] 20 21 22 23 24 25 26 27 28 29 30 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!