Bitcoin Forum
May 24, 2024, 10:52:22 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 [21] 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 »
401  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 30, 2020, 12:28:05 PM
কিপ্টোকারেন্সির ভবিষ্যত কেমন...?

পৃথিবীর বিভিন্ন দেশে কিপ্টোকারেন্সির কদর বেড়েই চলেছে।
এটা নিয়ে আপনি অনেক কিছু জানেন এটা আমি বিশ্বাস করি। কারন এর পরের লাইন টাই তার প্রমাণ। যাই হোক ক্রিপ্টোকারেন্সি এর কদর যেহেতু বেড়েই চলেছে তাহলে সমানতালে কিন্তু এর একসেপটেন্সি ও বেড়ে চলেছে। মানুষ নতুন জিনিস জানছে। নিজের কাজের গোপনীয়তা রক্ষার সুযোগ পাচ্ছে। বড় বড় ডিল করার সুযোগ রয়েছে। ট্রেডিং এর বিস্তৃতি সম্পর্কে আশা করি আর বলা লাগবেনা। দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে মোটামুটি এখনকার যুগে ভালো থেকে শুরু করে অনেক খারাপ কাজ সম্পন্ন করার কাজেও ক্রিপ্টোকারেন্সির ব্যবহার লক্ষনীয়। আশা করি বুঝতে পেরেছেন। একটু গুগল করলে আরো ভালো বুঝতে পারবেন।

আমাদের বাংলাদেশের ৯৯% মানুষ বিটকয়েন কি তা জানেই না।
আপনার ধারনাটি সঠিক নয়। কারন আমাদের দেশের ১% মানুষ এখনো অনলাইন শপিং করে না। আর বিটকয়েন তো অনেক পরের হিসাব। জাস্ট উদাহরণ হিসেবে বললাম। অনলাইন শপিং এখন আমাদের দেশে খুবই ভিজিবল জিনিস, এতো এতো মানুষ কেনাকাটা করেও সেটা ১% এ আনা সম্ভব হয় নি। হাইপোথেটিক্যাল উদাহরণ থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন।
অনেক দেশ থেকে কত ক্রিপ্টোকারেন্সি  কত এক্সচেঞ্জ লঞ্চ হচ্ছে। আশা করি আমার দেশ ও এগিয়ে যাবে এই অনলাইন কারেন্সি তেও। Smiley
আমাদের দেশ পরবর্তী ৫০ বছরেও ক্রিপ্টোকারেন্সি এর বৈধতা পাওয়ার কোনো চান্স নাই। আর দেশ পরিচালনার প্রতিটি দপ্তর প্রায় ধ্বংস। যাই হোক এটা আমাদের কাছে দিবা স্বপ্ন বৈ কিছুই না। তারপরও আমরা আশা রাখি একদিন হবে।
402  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Invest in your ability to earn more. on: August 29, 2020, 05:17:04 PM
Superfluous to say, invest according to your ability. Because when it comes to new trading, it is not fully understood what can transpire. You have to grasp the trading strategy by working hard. It is a very difficult task. So when the strategy resumes working, the hazard can be seized, not prior. There is another campaign which is fate. In some trials fate also deduces a lot.
403  Bitcoin / Bitcoin Discussion / Re: The Importance of Bitcoin during the Pandemic on: August 29, 2020, 05:00:58 PM
Bitcoin is a famous and valuable digital currency in crypto world. Many hackers using it on their evil deeds,that's why many people says that bitcoin is useful for criminals and people involved with them. But despite that,bitcoins value keep on increasing and many others also said that bitcoin is important because of the technology that makes it work.

During this time that we are experiencing difficulties because of pandemic ,I can say that bitcoin is what we really need.Why? What is the importance of bitcoin now?
     >Bitcoin is so important during this time of pandemic that we need to take care of ourselves and for our families and loved ones to not be infected with the virus.

     >Bitcoin is intangible,you can't touch or handle it unlike fiat money that hold by different hands and it is prone to viruses.

     >Bitcoin serves as an instrument for online payments away from covid 19 and with the ability to transact internationally beyond the framework of financial regulation.

     >Millions of people have lost their job because of this pandemic. Why not use this bitcoin as a substitute to your work in order to earn money to sustain the needs of your family.
       I know  there are other ways to earn but in terms of safety from virus outside our home much better to earn money using bitcoin. Also,there are many ways to earn it.

   During this pandemic we need to: Stay at Home
                                                     Stay Safe
                                                     Stay Positive and Earn with Bitcoin


I agree with you.
Bitcoin is a place of love. Because of this in this pandemic situation, we are earning fairly, transactions are robust. Bitcoin does not stop where governments are stricken to stop everything. I am personally benefiting as a student because I support my family with my pocket money. The subsidy of Bitcoin truly is undeniable at this period.
404  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 29, 2020, 06:17:21 AM
কামরুল ভাই, আপনি একটার পর একটা article এইভাবে copy-paste মারতাসেন ক্যান?


""বিটকয়েন মাইনিং""
এখন পর্যন্ত বিটকয়েন শব্দটি আপনি হয়ত শত শত বার শুনেছেন। আপনাদের মধ্যে আবার অনেকে ভালভাবেই জানেন যে বিটকয়েন কি এবং এটি কি কাজে ব্যাবহার করা হয়। আবার অনেকে হয়ত অনেক আগে থেকে বিটকয়েন মাইনিং করেও আসছেন। আবার হয়ত অনেকে আছেন যারা কখনো শোনেন নি বিটকয়েন কি এবং এটার কাজ কি এবং বিটকয়েন সম্পর্কিত সবধরনের কাজ কিভাবে করা হয় এবং লাভই বা কি এসব করে। আপনার যদি আগে থেকেই বিটকয়েন এবং বিটকয়েন মাইনিং সম্পর্কে ভাল ধারনা থেকে থাকে বা আপনি যদি এই বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এই আর্টিকেলটি সম্ভবত আপনার জন্য নয়। আপনি চাইলে আর্টিকেলটি পড়ে দেখে নিতে পারেন যে আমি কিছু ভুল বলেছি কিনা। আমার লেখায় কোথাও কোন ভুল হলে অবশ্যই  মেনশন করে জানাবেন। এবং আপনি যদি আগে থেকে বিটকয়েন মাইনিং করেন, তাহলে এই বিষয়ে আপনার মতামত এবং আপনার অভিজ্ঞতা কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। আর, আপনার যদি বিটকয়েন এবং বিটকয়েন মাইনিং বিষয়ে একেবারেই কোন ধারণা না থাকে বা যদি ভালভাবে না জেনে থাকেন, তাহলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এই আর্টিকেলটি পড়তে পারেন। আশা করি, এই আর্টিকেলটি পড়ার পরে আপনার এই বিষয়ে কিছুটা হলেও ধারণা হবে।আর হ্যাঁ, ভয় নেই ! যারা আগে থেকে বিটকয়েন মাইনিং করছেন বা বিটকয়েন আয় করছেন, তারা চাইলে এই আর্টিকেলটি নির্দ্বিধায় পড়তে পারেন।

বিটকয়েন কি?
সোজা কথায় বলতে হলে, বিটকয়েন হচ্ছে এক ধরনের কারেন্সি। আমাদের দেশের টাকা যেমন একটি কারেন্সি, ইউএস ডলার যেমন এক ধরনের কারেন্সি, বিটকয়েনও তেমন একটি কারেন্সি। একে সাধারনত ক্রিপ্টোকারেন্সি এবং অনেকসময় ক্রিপ্টোকয়েনও বলা হয়ে থাকে। তাহলে আমদের দেশের টাকা বা ইউএস ডলারের সাথে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির পার্থক্যটি কি? পার্থক্যটি হচ্ছে বিটকয়েনের কোন ফিজিক্যাল অস্তিত্ব নেই। অর্থাৎ এটিকে আপনি দেখতে পাবেন না এবং ছুঁতেও পারবেন না। এটি সম্পূর্ণ ডিজিটাল কারেন্সি। অর্থাৎ, এটি শুধুমাত্র ইন্টারনেট এবং কম্পিউটার নির্ভর একটি কারেন্সি। বিটকয়েনের প্রচলন সর্বপ্রথম শুরু হয় ২০০৮ সালে এবং যিনি বা যে অজানা ব্যাক্তি বা গ্রুপ এই কারেন্সির প্রচলন করেন, তার নাম সাতোশি নাকামোটো। এখন বিটকয়েন তৈরি করা হয় মাইনিং এর রিওয়ার্ড বা পুরষ্কার হিসেবে। এই বিষয়ে নিচে আরও বিস্তারিত আলোচনা করবো।বিটকয়েন লেনদেন করার জন্য কোন আলাদা প্রতিষ্ঠান বা অরগানাইজেশনের প্রয়োজন হয়না। আপনি যদি কারো সাথে বিটকয়েন লেনদেন করেন তাহলে আপনাদের লেনদেনটি কেউ কখনো ট্র্যাক করতে পারবে না। একে পিয়ার টু পিয়ার লেনদেন বলা হয়। এই কারনেই এখনকার যুগে বিটকয়েন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। একটি বিটকয়েন লেনদেন সম্পূর্ণভাবে প্রোসেস এবং অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে নতুন বিটকয়েন তৈরি হয়। নতুন যেসব বিটকয়েন তৈরি করা হয়, সেসব বিটকয়েন প্রত্যেক ৪ বছর পরপর অর্ধেকে নেমে আসে। আর, নতুন বিটকয়েন তৈরির কাজটি চলবে ২১৪০ সাল পর্যন্ত। এরপরে আর নতুন কোন বিটকয়েন তৈরি করা হবেনা।

Source 1: https://www.wapdesh.com/2017/12/online-bitcoin-earn.html

Source 2: https://wirebd.com/article/3669

Source 3: https://sobuzbanglatv.blogspot.com/2019/12/blog-post_24.html


বিটকয়েন সম্পর্কে মজার কিছু তথ্য
বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অধিকাংশই বিটকয়েন নামটির সাথে কম বেশি পরিচিত। তবুও একটু সংক্ষেপে জানিয়ে রাখি, বিটকয়েন বিশ্বের সর্বপ্রথম ওপেন-সোর্স ক্রিপ্টোকারেন্সি, যা লেনদেনের জন্য কোনো ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। এটি কোনো দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মুদ্রা নয়। ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে কোন এক ব্যক্তি এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। নানা জল্পনা-কল্পনা রয়েছে এই মুদ্রা ও এর প্রবর্তককে ঘিরে, যা এখনও উন্মোচিত হয়নি। আজ আমাদের আলোচ্য বিষয় হলো বিটকয়েন সম্পর্কিত মজার কিছু তথ্য।

বিটকয়েন ক্রয়
অনেকে মনে করেন যে বিটকয়েন কিনতে গেলে ১ বিটকয়েনই কিনতে হবে। তবে এটি সত্য নয়। ১ বিটকয়েনের বর্তমান বাজার মূল্য প্রায় ১১,৩৬২ ডলার, যা বাংলাদেশী টাকায় ৯৬৩,২১৩ টাকারও বেশি। আপনি ১ এর কম (ভগ্নাংশ পরিমাণ) বিটকয়েন কিনতে পারবেন। যেমন ০.০১ বিটকয়েন, এমনকি ০.০০১ বিটকয়েনও! মূলত আপনি চাইলে ৮ দশমিক স্থান পর্যন্তও বিটকয়েন কিনতে পারবেন।

বিটকয়েনের চাহিদা
কেউ কেউ এটি মনে করেন যে, বিটকয়েনের দাম কখনোই কমেনা, বরং বাড়তেই থাকে। এটি একটি ভুল ধারণা। বিটকয়েনের বাজারদরের সাথে শেয়ার মার্কেটের তুলনা করা যেতে পারে। এটি যেকোনো সময়ই কমতে বা বাড়তে পারে।

লেনদেন ট্র‍্যাকিং
বিটকয়েন সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত এর লেনদেন ট্র্যাক করার ধারণাটি। বিটকয়েন লেনদেনকে অনেকেই সবচেয়ে গোপন লেনদেন মনে করেন। তবে সত্যিটা হল, বিটকয়েন লেনদেনের ব্যাপারটা মূলত গোপনীয় নয়, বরং পাবলিক। প্রতিটি বিটকয়েনের লেনদেনই ব্লকচেইনে এন্ট্রি হয়ে যায়, যেসব তথ্য বুদ্ধিমান ব্যবহারকারীরা সময় দিলেই ট্রেস করতে পারেন। অতএব, এটি একটি ভুল ধারণা যে, বিটকয়েন লেনদেন ট্র‍্যাকিং সম্ভব নয়।

বিটকয়েনই কি একমাত্র ক্রিপ্টোকারেন্সি?
না। বিটকয়েন একমাত্র ক্রিপ্টোকারেন্সি নয়। স্টেলার, ইথারিয়াম, লাইটকয়েন এইরকম অনেক ক্রিপ্টোকারেন্সি বাজারে বিদ্যমান। তবে বিটকয়েনই সর্বোচ্চ জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি।

বিটকয়েন মাইনিং
এখন বিটকয়েনের মূল উৎস হল মাইনিং, যা বিশেষ ধরণের কম্পিউটারের মাধ্যমে করা হয়। তবে এই ধারণা সঠিক নয় যে, যেকোনো কম্পিউটারেই বিটকয়েন মাইনিং সম্ভব। যদিও বা সম্ভব হয়, তবুও তার লাভের হার সন্দেহজনক হবে। বিটকয়েন মাইনিংয়ে লাভের মুখ দেখতে হলে অনেক কম্পিউটিং পাওয়ার ও উন্নত প্রযুক্তি প্রয়োজন।

মোট বিটকয়েন সরবরাহ
ইন্টারনেটে আপনি অনেক ওয়েবসাইটে হয়ত এই তথ্য পেয়েছেন যে, বিটকয়েনের সরবরাহ সীমিত পরিমাণের। এই ধারণাটি সত্য। বিদ্যমান ব্যবস্থায় মোট ২১ মিলিয়ন বিটকয়েন মাইন করা সম্ভব হবে। তবে ভগ্নাংশের মাধ্যমে এর লেনদেনের পরিমাণ অনেক বৃদ্ধি করা যাবে।

বিটকয়েন এবং আইনব্যবস্থা
বিটকয়েন কি আইন দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব? অনেকেই হয়ত মনে করেন যে এটি গোপনীয় ছদ্মনামে থাকায় এটা হয়ত আইনের চোখ এড়াতে পারে, কিন্তু বিটকয়েন ব্যবহার আইনের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। মূলত অনেক দেশেই এই বিটকয়েনকে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক (বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক) বাংলাদেশে বিটকয়েন ও এরকম ক্রিপ্টোকারেন্সিকে “বৈধ নয়” বলে উল্লেখ করে এগুলো লেনদেন না করতে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এএফপি এবং টেলিগ্রাফের ২০১৪ সালের একটি রিপোর্ট বলছে বাংলাদেশে বিটকয়েন লেনদেন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে এএফপি’কে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

Source 1: https://banglatech24.com/0314790/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF/

Source 2: https://www.facebook.com/OutsideKnowledgeBD/posts/4252874338119555


আইসিও- ফিউচার ইনভেস্টমেন্ট অ্যাপ্রেইজাল
ICO তথা Initial Coin Offering জিনিসটা বিশ্বব্যাপী ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষত টেক কোম্পানি বা বিভিন্ন স্টার্টআপে ফান্ডিং এর জন্য উন্নত বিশ্বে অনেক টেক উদ্যোক্তারা ICOর দিকে ঝুঁকছেন। যদিও বাংলাদেশে এরকম কিছু হচ্ছে না। হওয়ার কথাও না। ক্রিপ্টোকারেন্সির মত জিনিসগুলোর ব্যাপারে আমাদের তেমন কোন ভাল ধারণা নেই, এর ইউজ তো দূরের কথা। আর তাছাড়া আমাদের এখানে এক পাঠাও ছাড়া আর কোন স্টার্টআপ বড় কিছু করে দেখাতেও পারেনি। যদিও অবস্থার পরিবর্তন হচ্ছে। রিসেন্টলি দেখলাম একটা অ্যাপভিত্তিক কুরিয়ার সার্ভিস বড় অংকের বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। কাজেই বলা যায় অবস্থার পরিবর্তন হচ্ছে এবং হবে।

যাইহোক ICOর ব্যাপারে একটু বলি। এটা হচ্ছে একটা বিনিয়োগ প্রসেস। অনেকটা শেয়ার মার্কেটের মত। তবে শেয়ার মার্কেটে ঢুকতে হলে অর্থাৎ বাজারে কোন একটা কোম্পানির শেয়ার ছাড়তে হলে কোম্পানিকে যেমন অনেক জটিল প্রক্রিয়া, অনেক আইন কানুনের মধ্য দিয়ে যেতে হয় ICOতে সেরকম না। ICO তে আপনি আপনার বিজনেস আইডিয়াটিকে হোয়াইট পেপারের মাধ্যমে প্রকাশ করে সরাসরি সাধারণ ইনভেস্টরদের কাছ থেকে টাকা তুলতে পারবেন।

ধরা যাক আপনার কাছে একটা ইউনিক বিজনেস আইডিয়া আছে। আপনি আপনার আইডিয়াটা নিয়ে কোন একটা ব্যাংক বা ইনভেস্টিং ফার্মের কাছে গেলেন। কিন্ত দেখা গেল তারা বিজনেসটা ভালভাবে বুঝল না (টেক স্টার্টআপের ক্ষেত্রে সাধারণত যা হয়) কিংবা রিস্কি ভেবে ইনভেস্ট করল না। কিন্ত প্রাথমিকভাবে বিজনেসটাকে দাড় করানোর জন্য আপনার ৫০ লাখ টাকা দরকার। এখন আপনি কি করবেন? ওয়েল... এক্ষেত্রে আইসিও হতে পারে আপনার সমাধান।

প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিজনেস প্ল্যানটাকে লিখিতভাবে একটা পেপার আকারে পাবলিশ করতে হবে। এই পেপারটাকেই বলে White Paper বা শ্বেতপত্র। এখানে খসড়া আকারে আপনার বিজনেস প্ল্যানটা সবার সামনে তুলে ধরবেন। যেমন আপনি কিভাবে কি করবেন, কত সময়ের মধ্যে বিনিয়োগকারীরা তাদের লাভ ফেরত পেতে পারে, লাভের পরিমাণ কেমন হবে ইত্যাদি।

এখন কোন বিনিয়োগকারী যদি দেখে আপনার বিজনেসটা লাভজনক তো তখন সে আপনার এখানে ইনভেস্ট করবে। কিন্ত এই ইনভেস্টটা সাধারণভাবে টাকা, ডলার বা অন্য কোন মুদ্রায় হবে না। এটা হবে ক্রিপ্টোকারেন্সিতে। (আবার একেবারে সব আইসিও তে ক্রিপ্টোকারেন্সিতেই লেনদেন হবে এরকমও না। অনেক আইসিও তে আপনি সরাসরি ক্যাশের মাধ্যমেও লেনদেনের সুযোগ থাকতে পারে)। যাইহোক ক্রিপ্টোকারেন্সি বলতে মেইনলি বিটকয়েন অথবা ইথার (ইথিরিয়াম) কে বোঝায়। কারণ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলো স্টেবল না। (Although Facebook’s Libra Could be a Real Game Changer)
যাইহোক আগেই বলেছি আপনার বিজনেসের জন্য ৫০ লাখ টাকা দরকার। এর জন্য আপনি ৫০ হাজার কয়েন বা টোকেন তৈরি করলেন। অর্থাৎ প্রতিটা কয়েন বা টোকেনের দাম হচ্ছে ১০০ টাকা করে। এই কয়েনটা বাস্তব কোন কয়েন না। পুরোটাই ভার্চুয়াল। অর্থাৎ পুরো জিনিসটাই আছে কম্পিউটারে, আপনার অ্যাকাউন্টে। এবং এর সরাসরি কোন মার্কেট ভ্যালু নেই। ইনভেস্টররা নিজেদের বিটকয়েন কিংবা ইথারের বিনিময়ে এই কয়েন পাবে। কোম্পানির ভ্যালু বাড়ার সাথে সাথে এই কয়েনের ভ্যালু বাড়বে। এবং পরে ইনভেস্টররা চাইলে এই কয়েন ফেরত দিয়ে বা অন্য কারো কাছে বিক্রি করে প্রফিট তুলে নিতে পারবে। মানে এটা হচ্ছে একটা ভার্চুয়াল শেয়ার মার্কেটের মত। এই হল মোটামুটিভাবে আইসিও।
ICOর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জিনিসটা টোটালি আনরেগুলেটেড। ক্রিপ্টোকারেন্সি জিনিসটাই একটা টোটালি আনরেগুলেটেড জিনিস। এর লেনদেনের জন্য যেহেতু কোন ব্যাংক বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানের দরকার নেই কাজেই আইসিওর জন্যও কোন রেগুলেশন নেই। যেকোনো কেউ চাইলে নিজের কোম্পানিকে আইসিও করে মার্কেট থেকে টাকা তুলে নিতে পারে যদি তার সেরকম ইনভেস্টর আকৃষ্ট করার সক্ষমতা থাকে। ২০১৭-১৮ তে এরকম অনেকগুলো ফেক আইসিও র মাধ্যমে স্ক্যামাররা বিনিয়োগকারীদের প্রচুর টাকা তুলে নিয়ে গেছে। অনেক দেশই এখন আইসিও কে রেগুলেশনের আওতায় আনার জন্য কাজ করছে। চায়না এবং সাউথ কোরিয়াতে আইসিও ব্যান করা হয়েছে।
আইসিওর এত সমস্যার পরও বিনিয়োগ কিন্ত থেমে নেই। ২০১৮ তে গ্লোবালি প্রায় ২০ বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এসেছে আইসিও থেকে। এর কারণ হচ্ছে আইসিও তে লাভের পরিমাণ অসম্ভব বেশি।

বর্তমানে ২০২০ সালে Decentralized Finance (DiFi) চলছে। অনেক টোকেন বা কয়েন Decentralized Finance (DiFi) নাম লাগচ্ছে। তাই সর্তক থাকুন।

Source 1: https://engineersdiarybd.com/ico/

Source 2: https://www.facebook.com/alauddinvuian/posts/698845987634922


এইগুলা report হইলে আপনার দুইটা account ই ban হইয়া যাইতে পারে সেইটা জানেন কি?
সময় নিয়ে সবগুলোর সোর্স বের করার জন্য ধন্যবাদ আপনাকে। এখন কামরুল ভাইয়ের প্রতি অনুরোধ পোস্ট গুলোর নিচে Reference দিয়ে সবগুলো এডিট করে নিন। অন্যথায় পোস্টগুলো ডিলিট করা ছাড়া উপায় নেই।

পোস্ট ডিলিট করার পক্ষে না আমি, কারন না করলে এখানে কিছু ভালো জিনিস থাকবে যা নতুনদের আরো গভীরভাবে জানতে সাহায্য করবে। আমি আপনাকে এডিট করার জন্য অনুরোধ করছি। এগুলা এভাবে রেখে দিলে আপনার একাউন্ট এর জন্য ও রিস্ক হয়ে যাবে।
405  Bitcoin / Bitcoin Discussion / Re: Patience above all will be rewarded here on: August 29, 2020, 05:52:49 AM
There is frivolity beyond patience. If there is patience in all realms, something can be achieved. But nothing is credible if it is short-tempered.
So it is empirical to be rewarded only if you work with patience.
406  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Can Crypto be more valuable than gold? on: August 28, 2020, 02:50:46 PM
It is not susceptible to say whether crypto will be worth more than gold. It depends on the economic opportunities, the global political environment, and the evaluation of crypto. There is no doubt that crypto is much more valuable than gold in the prevailing situation. Nonetheless, in the age of globalization, it cannot be announced that the stance of crypto will not be robust.
Both are precious - one traditionally the other digitally 😉
407  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Don't invest for quick gains only on: August 28, 2020, 02:27:10 PM
Quick gains are not appropriate for a businessman. Because who wants to become a businessman has to work in a long way. But those who want immediate earnings and not passionate at a business can invest for a short time for quick gains.
408  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Can Crypto be more valuable than gold? on: August 28, 2020, 12:49:07 PM
I have thought that one key advantage crypto (bitcoin, litecoin, Dash, monero etc.) has over gold is that its supply level is fixed and transparent, but can this or features make crypto more valuable than gold?
This is not clear to me what do you mean by more valuable. If it considered as marketcap then we can mention the crypto as more valuable than gold. Both has demand on their on field. If we considered crypto as legalized then the demand and price will be more than now. So it can be said that it has a good potential.
409  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 28, 2020, 02:58:24 AM
আইসিও- ফিউচার ইনভেস্টমেন্ট অ্যাপ্রেইজাল
ICO তথা Initial Coin Offering জিনিসটা বিশ্বব্যাপী ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষত টেক কোম্পানি বা বিভিন্ন স্টার্টআপে ফান্ডিং এর জন্য উন্নত বিশ্বে অনেক টেক উদ্যোক্তারা ICOর দিকে ঝুঁকছেন। যদিও বাংলাদেশে এরকম কিছু হচ্ছে না। হওয়ার কথাও না। ক্রিপ্টোকারেন্সির মত জিনিসগুলোর ব্যাপারে আমাদের তেমন কোন ভাল ধারণা নেই, এর ইউজ তো দূরের কথা। আর তাছাড়া আমাদের এখানে এক পাঠাও ছাড়া আর কোন স্টার্টআপ বড় কিছু করে দেখাতেও পারেনি। যদিও অবস্থার পরিবর্তন হচ্ছে। রিসেন্টলি দেখলাম একটা অ্যাপভিত্তিক কুরিয়ার সার্ভিস বড় অংকের বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। কাজেই বলা যায় অবস্থার পরিবর্তন হচ্ছে এবং হবে।

যাইহোক ICOর ব্যাপারে একটু বলি। এটা হচ্ছে একটা বিনিয়োগ প্রসেস। অনেকটা শেয়ার মার্কেটের মত। তবে শেয়ার মার্কেটে ঢুকতে হলে অর্থাৎ বাজারে কোন একটা কোম্পানির শেয়ার ছাড়তে হলে কোম্পানিকে যেমন অনেক জটিল প্রক্রিয়া, অনেক আইন কানুনের মধ্য দিয়ে যেতে হয় ICOতে সেরকম না। ICO তে আপনি আপনার বিজনেস আইডিয়াটিকে হোয়াইট পেপারের মাধ্যমে প্রকাশ করে সরাসরি সাধারণ ইনভেস্টরদের কাছ থেকে টাকা তুলতে পারবেন।

ধরা যাক আপনার কাছে একটা ইউনিক বিজনেস আইডিয়া আছে। আপনি আপনার আইডিয়াটা নিয়ে কোন একটা ব্যাংক বা ইনভেস্টিং ফার্মের কাছে গেলেন। কিন্ত দেখা গেল তারা বিজনেসটা ভালভাবে বুঝল না (টেক স্টার্টআপের ক্ষেত্রে সাধারণত যা হয়) কিংবা রিস্কি ভেবে ইনভেস্ট করল না। কিন্ত প্রাথমিকভাবে বিজনেসটাকে দাড় করানোর জন্য আপনার ৫০ লাখ টাকা দরকার। এখন আপনি কি করবেন? ওয়েল... এক্ষেত্রে আইসিও হতে পারে আপনার সমাধান।

প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিজনেস প্ল্যানটাকে লিখিতভাবে একটা পেপার আকারে পাবলিশ করতে হবে। এই পেপারটাকেই বলে White Paper বা শ্বেতপত্র। এখানে খসড়া আকারে আপনার বিজনেস প্ল্যানটা সবার সামনে তুলে ধরবেন। যেমন আপনি কিভাবে কি করবেন, কত সময়ের মধ্যে বিনিয়োগকারীরা তাদের লাভ ফেরত পেতে পারে, লাভের পরিমাণ কেমন হবে ইত্যাদি।

এখন কোন বিনিয়োগকারী যদি দেখে আপনার বিজনেসটা লাভজনক তো তখন সে আপনার এখানে ইনভেস্ট করবে। কিন্ত এই ইনভেস্টটা সাধারণভাবে টাকা, ডলার বা অন্য কোন মুদ্রায় হবে না। এটা হবে ক্রিপ্টোকারেন্সিতে। (আবার একেবারে সব আইসিও তে ক্রিপ্টোকারেন্সিতেই লেনদেন হবে এরকমও না। অনেক আইসিও তে আপনি সরাসরি ক্যাশের মাধ্যমেও লেনদেনের সুযোগ থাকতে পারে)। যাইহোক ক্রিপ্টোকারেন্সি বলতে মেইনলি বিটকয়েন অথবা ইথার (ইথিরিয়াম) কে বোঝায়। কারণ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলো স্টেবল না। (Although Facebook’s Libra Could be a Real Game Changer)
যাইহোক আগেই বলেছি আপনার বিজনেসের জন্য ৫০ লাখ টাকা দরকার। এর জন্য আপনি ৫০ হাজার কয়েন বা টোকেন তৈরি করলেন। অর্থাৎ প্রতিটা কয়েন বা টোকেনের দাম হচ্ছে ১০০ টাকা করে। এই কয়েনটা বাস্তব কোন কয়েন না। পুরোটাই ভার্চুয়াল। অর্থাৎ পুরো জিনিসটাই আছে কম্পিউটারে, আপনার অ্যাকাউন্টে। এবং এর সরাসরি কোন মার্কেট ভ্যালু নেই। ইনভেস্টররা নিজেদের বিটকয়েন কিংবা ইথারের বিনিময়ে এই কয়েন পাবে। কোম্পানির ভ্যালু বাড়ার সাথে সাথে এই কয়েনের ভ্যালু বাড়বে। এবং পরে ইনভেস্টররা চাইলে এই কয়েন ফেরত দিয়ে বা অন্য কারো কাছে বিক্রি করে প্রফিট তুলে নিতে পারবে। মানে এটা হচ্ছে একটা ভার্চুয়াল শেয়ার মার্কেটের মত। এই হল মোটামুটিভাবে আইসিও।
ICOর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জিনিসটা টোটালি আনরেগুলেটেড। ক্রিপ্টোকারেন্সি জিনিসটাই একটা টোটালি আনরেগুলেটেড জিনিস। এর লেনদেনের জন্য যেহেতু কোন ব্যাংক বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানের দরকার নেই কাজেই আইসিওর জন্যও কোন রেগুলেশন নেই। যেকোনো কেউ চাইলে নিজের কোম্পানিকে আইসিও করে মার্কেট থেকে টাকা তুলে নিতে পারে যদি তার সেরকম ইনভেস্টর আকৃষ্ট করার সক্ষমতা থাকে। ২০১৭-১৮ তে এরকম অনেকগুলো ফেক আইসিও র মাধ্যমে স্ক্যামাররা বিনিয়োগকারীদের প্রচুর টাকা তুলে নিয়ে গেছে। অনেক দেশই এখন আইসিও কে রেগুলেশনের আওতায় আনার জন্য কাজ করছে। চায়না এবং সাউথ কোরিয়াতে আইসিও ব্যান করা হয়েছে।
আইসিওর এত সমস্যার পরও বিনিয়োগ কিন্ত থেমে নেই। ২০১৮ তে গ্লোবালি প্রায় ২০ বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এসেছে আইসিও থেকে। এর কারণ হচ্ছে আইসিও তে লাভের পরিমাণ অসম্ভব বেশি।

বর্তমানে ২০২০ সালে Decentralized Finance (DiFi) চলছে। অনেক টোকেন বা কয়েন Decentralized Finance (DiFi) নাম লাগচ্ছে। তাই সর্তক থাকুন।
বাহ BTC নিয়ে এমন তথ্য বহুল আলোচনা দেখে খুবই ভালো লাগলো। নরমালি একসাথে এমন পোস্ট পাওয়া যায় না। এটা খুবই ভালো হয়েছে, যারা একবারে নতুন তাদের জন্য। যাই হোক, এমন পোস্ট আমরা আশা করি। তথ্য বহুল আলোচনা সবসময়ই প্রশংসার দাবিদার
410  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 23, 2020, 06:14:30 PM
খুবই ভালো লাগলো যে আমাদের লোকাল এই থ্রেডের অনেক পরিবর্তন হয়েছে। আগের চেয়ে স্পাম কিছুটা কমেছে এবং পাশাপাশি সিনিয়র কিছু মেম্বারও এক্টিভ হয়েছে। আশা করছি সবাই ভালো মানের পোস্ট করবেন যাতে কেউ আমাদের স্পামার বলতে না পারে। পাশাপাশি যাদের মেরিট আছে তারা ভালো কোয়ালিটির পোস্টে অবশ্যই মেরিট দেবেন। এতে সবাই ভালো পোস্ট করার জন্য অনুপ্রানিত হবে।

মেরিট নিয়ে উপরে অনেকগুলো পোস্ট আছে, অনেকেই চেক না করেই জিজ্ঞেস করছে মেরিট কি এবং কিভাবে পেতে হয়। যাই হক, আমি আবার গুছিয়ে একটা পোস্ট করার চেষ্টা করছি যেটা আমাদের থ্রেড মডারেটর আশা করছি উনার থ্রেডে লিংক করে দেবেন যাতে নতুনরা থ্রেড থেকেই জানতে পারে।

মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।

এস-মেরিট কি?
এস-মেরিট হল যে মেরিটগুলো আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি ১টি মেরিট পান, তাহলে আপনার এস-মেরিট হবে ০.৫ মানে আপনি যা মেরিট পাবেন তার অর্ধেক আপনার এস-মেরিটে যোগ হবে।
আপনি কাউকে মেরিট দিলে আপনার মুল মেরিট কম্বে না। উদাহরণস্বরুপ, আপনি ১০ মেরিট পেলে আপনার এস-মেরিট হবে ৫। আপনি যদি কাউকে ৫ মেরিট দেন, আপনার মুল মেরিট কিন্তু কমবে না, সেটা ১০ থেকে যাবে।

মেরিট সোর্স
ফোরামে যাতে পর্যাপ্ত মেরিটের সরবরাহ থাকে বা মেরিট দেয়ার লোক থাকে, সেজন্য এডমিন থিমস সাহেব ৯৮ জন মেরিট সোর্স হিসেবে নিয়েছেন। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে।

মেরিট এর প্রয়োজনীয়তা
ফোরামে র‍্যাংক আপ করতে হলে আপনাকে অবশ্যই মেরিট থাকতে হবে। তাছাড়া মেরিট থাকার মানে হল আপনি একজন ভালো মানের পোস্টার যা আপনাকে একতা ভালো সিগ্নেচার ক্যাম্পেইনে একচেপ্ট হতে সহায়তা করবে। নিচে বিভিন্ন র‍্যাংকের জন্য প্রয়োজনীয় মেরিট সংখ্যা দেয়া হল।
১। নিউবি- ০ মেরিট
২। জুনিয়র মেম্বার- ১ মেরিট + ৩০ এক্টিভিটি
৩। মেম্বার- ১০ মেরিট + ৬০ এক্টিভিটি
৪। ফুল মেম্বার- ১০০ মেরিট + ১২০ এক্টিভিটি
৫। সিনিয়র মেম্বার- ২৫০ মেরিট + ২৪০ এক্টিভিটি
৬। হিরো মেম্বার- ৫০০ মেরিট + ৪৮০ এক্টভিটি
৭। লিজেন্ডারি মেম্বার- ১০০০ মেরিট + ৭৭৫ থেকে ১০৩০ এক্টিভিটি

আমাদের এই থ্রেডে যারা বিটকয়েন এবং এর টেকনিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করবে তাদের আমি মেরিট দেব। শুরু করুন। যেসব ব্যাপার বুঝতে পারবেন না সেক্ষেত্রে আমি আছি, আমাদের মডারেটর আছেন + আরো সিনিয়র মেম্বার আছেন যারা আপনাকে সহায়তা করবেন অবশ্যই।
নোটঃ স্পাম পোস্ট দেখলে রিপোর্ট করতে ভুলবেন না।
খুবই ভালো লাগলো।
মেরিট সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

আমার একটা মেরিট দরকার।
কেউ কি দয়া করে দিতে পারবেন।।                
ভাই মেরিট  কি চাইলেই পাইবে Qualityসম্পূন postকরেন
এমনিতেই পেয়ে যাবেন।
ধন্যবাদ  
এর পরেই তো একজন পোস্ট দিয়েছিল এবং উনিও মেরিট পেয়েছে। একটু দেখবেন পোস্ট করার আগে, যেটা আপনি বলতে চাচ্ছেন সেটা বলা হয়েছে কিনা। তা না হলে এমন সিকিং পোস্ট এর অভাব হবে না। আর যারা নিয়মিত হেল্প করে তাঁরা ও আগ্রহ হারাবে। সেজন্য নতুন টপিক নিয়ে আলোচনা করা উচিত যাতে নিজের ও জানা হয় এবং অন্যকেও সাহায্য করা সম্ভব হয়।
411  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Altcoin To Buy Now? on: August 22, 2020, 06:00:10 PM
What altcoins are you guys picking up for cheap in this dip?
Bitcoin price is gradually increasing from few days and price is almost $11k+. There are so many altcoins already pumped in that time and some will pump soon. So if anyone want to buy altcoins in this time, he or she need to have a good strategy, otherwise there has a huge chance of loss your money. So think twice before doing anything.
412  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Bitcoin is very excited at the moment. on: August 22, 2020, 11:33:40 AM
After much speculation the value of bitcoin has been $12,000. Bitcoin is currently priced at $12,000. Bitcoin has actually been able to show that bitcoin is the king of the crypto world. As the price of bitcoin has risen, so have the prices of other cryptocurrencies. Ethereum, Litecoin etc coin prices have risen. What is going to happen in the market. What do you think about all this cryptocurrency? Let's discuss in detail.
Yes this is the real charm of Bitcoin. Nobody can say surely which would be happened. So, keep patience and it will never hurt you if you have good strategy and patience as well. We can hope that it can be increased more in near future and it is recovering slowly.
413  Economy / Economics / Re: China is winning the Economy Wars on: August 22, 2020, 11:27:40 AM
If we think an economic giant name then there is no doubt to mention the name of China. Because their has a growing stable economic system. In this pandemic situation, China still keeps her economy stable and that's amazing. Many big countries failed to show this. So it can be said that China is winning the economic wars.
414  Economy / Economics / Re: Why we must study Economics at University? on: August 21, 2020, 05:56:12 PM
The economy is a subject due to which a lot can be comprehended by amassing knowledge. Everyone seizes higher education in the university, so the higher the study of economics, the supplementary proficiency will expand. All the information about the economy of all the countries of the world can be inferred and deciphered. The economy is inextricably linked with life.
415  Economy / Trading Discussion / Re: Small assets, trade or invest? Good decision? on: August 21, 2020, 11:09:37 AM
The quantity of small assets varies from person to person. Yet, it is difficult to say which investment or trading is better. Investment or trading should be accomplished by peeking at the market stance. However, I assume it is convenient to render small assets through trading.
416  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: How to invest my $1.5K? on: August 20, 2020, 01:36:39 AM
i have got around $1500 to invest in coins which coins do you guys suggest to invest in for quick money ? a year ago I have invested in STRAT and Sia and I lost big amounts and regret investing in those coins.

I'm thinking of investing $1k into BTC as its low risk but I would like to risk the the other $500 with a coin that I can make quick money with it
My suggestion is to you to spend your whole money within 5 parts. Each part is for a coin or token. Yes you can go for buying Strat. But I am confused for Sia. You can buy Eth also. Try to remain some Btc also. Xrp, Bnb can help you to get more profit within a short term period. Take your decision wisely, otherwise you have to pay for it.
417  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Bitcoin is very excited at the moment. on: August 20, 2020, 01:33:50 AM
After much speculation the value of bitcoin has been $12,000. Bitcoin is currently priced at $12,000. Bitcoin has actually been able to show that bitcoin is the king of the crypto world. As the price of bitcoin has risen, so have the prices of other cryptocurrencies. Ethereum, Litecoin etc coin prices have risen. What is going to happen in the market. What do you think about all this cryptocurrency? Let's discuss in detail.
Yes, Bitcoin is moving for a strong resistance so far. Already increased the price from few days and getting stable within $11k+. So we can hope it can be increased more in the coming days. There are more good news is coming.
418  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 20, 2020, 01:30:49 AM
Twitter বার বার suspend হওয়ার কারন কি? Twitter suspend হওয়ার থেকে রক্ষা পাওয়ার উপায় কি?
18+ ছবি কিংবা ভিডিও আপলোড  করলে Twitter suspend হওয়ার সম্ভাবনা থাকে।
এটা ফেসবুক নয়। ফেসবুকের রুলস সব জায়গায় এপ্লাই হয় ও না। আপনি টুইটারে ১৮+ ভিডিও দিতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু লক্ষ্য রাখবেন, সেটা যেন নিজের হয়। অন্যথায়, যার ছবি/ভিডিও দিয়েছেন সে যদি রিপোর্ট দেয় তাহলে আপনার একাউন্ট Suspend হওয়ার সুযোগ রয়েছে।
419  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Top 10 DeFi projects on: August 19, 2020, 02:20:58 PM
I am surprised to see YAM in the list of top 10 DeFi projects. You can get more information at https://dappradar.com/rankings/category/defi with different protocols. The link is for all protocols.

https://twitter.com/DappRadar/status/1295646620697030656
Wow, nice things and share worthy. I am looking for some good position coins or tokens to invest for future. Here, I have discovered that defi projects are getting successful now-a-days and I am thinking to invest with it. I am already looked upon some tokens which projects are running and already listed also and their has good position too in Coinmarketcap. This post also help me to find out some projects easily.
420  Bitcoin / Bitcoin Discussion / Re: Covid-19 and Bitcoin on: August 16, 2020, 02:23:02 PM
Coronavirus has made us stay home for months now, Bitcoin's price rised while most stocks crashed. Bitcoin's price rise probably has something to do with Coronavirus, People are staying home, buying things online to avoid contact with other people. My question is are more people being initiated to Bitcoin and are Bitcoins scams more frequent because of covid-19?
I don't think so. It is true that most of the country's stock getting crushed in this pandemic outbreaks. In the meantime, Bitcoin price is getting increased. This is not due to this pandemic so far. In 2017, there was no virus affected that time but BTC price getting increased and broke all the previous records. So, it a regular thing to me.
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 [21] 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!