আমি একটি বিষয় লক্ষ্য করলাম @Istiaque এবং @nissanahammed28 আপনারা নিজে থেকে অনেক রুলস তৈরি করতেছেন টুইটারের জন্য। কোনো সোর্স ছাড়া আপন মনে রুলস/নিয়ম তৈরি করা বন্ধ করুন। আর আমি এখানে অফিসিয়াল টুইটারের লিমিটেশন সম্পর্কিত লিংক দিলাম:
https://help.twitter.com/en/rules-and-policies/twitter-limitsএরপর থেকে ভালো করে রিসার্স করবেন এবং নতুনদেরকে ভুল তথ্য দেয়া থেকে দূরে থাকুন। অন্যথায় আমি ব্যবস্থা নিব, কারণ মেরিটের জন্য সবাই এভাবে এখানে ভুল তথ্য দিলে খুবই খারাপ লাগে।
টুইট বা রিটুইটের কি কোন লিমিট আছে?
টুইটারে কিছু লিমিটেশন আছে। নিচে সবগুলো দিয়ে দিলাম:
- টুইট ও রিটুইট করার লিমিট: প্রতিদিন সর্বোচ্চ ২৪০০ টুইট ও রিটুইট করতে পারবেন এবং এটি টুইটারে আপডেট হয় প্রতি ৩০ মিনিটে।
- ই-মেইল পরিবর্তন: প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৪ টি ই-মেইল পরিবর্তন করতে পারবেন।
- ফলো করার লিমিট: প্রতিদিন সর্বোচ্চ ৪০০ ফলো ও আনফলো করতে পারবেন। আপনার যখন ৫০০০ ফলোয়ার হবে, তখন টুইটার ফলো করার একটি লিমিট করে দিবে এবং এটি কোনো নির্দিষ্ট নয়।
এখন আমার কিছু উপদেশ সকল ব্যবহারকারীদের উদ্দেশ্য: ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে একটু সময় নিবেন এবং বটের মতো একবারেই অনেক ফলো করিয়েন না। আর আপনারা থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করে ফলোয়ার বাড়ানোর চেষ্টা না করাই ভালো , আর যদি ব্যবহার করেন তাহলে সাথে সাথে "App and Sessions" থেকে সাথে সাথে ওই ওয়েবসাইটটি সরিয়ে/রিমুভ করবেন। এখন আসি টুইট ও রিটুইট এর ক্ষেত্রে, আপনি যখনই একটি টুইট কিংবা রিটুইট করবেন, তখন থেকে সর্বনিম্ন ১ মিনিট অপেক্ষা করুন নতুন টুইট কিংবা রিটুইট করার জন্য। আমি এই নিয়মগুলো মেনে চলি এবং একাউন্টের তেমন সমস্যা হয় না। শুধু স্ক্যাম প্রজেক্টের বাউন্টি থেকে দূরে থাকুন, কারণ ওসব ওয়েবসাইটের টুইট ও রিটুইটগুলো রিপোর্ট খায় এবং যারা রিটুইট করে তাদের একাউন্ট লিমিট হয়। আর এটি আমার সাথে অনেকবার হয়েছে এবং সেইজন্য সকল ফালতু প্রজেক্টে জয়েন করি না ।
তবে আপনার সাথে আরো একটু যুক্ত করতে চাই সেটি হচ্ছে টুইটারে প্রতি ঘন্টাতে ৫-৬ টা এর বেশি টুইট বা রিটুইট না করাই ভালো হবে কারণ অনেক রুলস আছে টুইটার বলেও না আবার কোথাও লেখাও নাই । যে কারনেই অনেক সময় সকল নিয়ম মেনে চলা আমাদের পক্ষে সম্ভাব হয়না , আমাদের মুল্যবান এ্যাকাউন্ট গুলা হারাতে হয়।
ভাই এমনও সময় ছিল যখন আমি প্রতি ঘন্টাতে ৩২ টা টুইট ও রিটুইট করেছিলাম এবং একাউন্টের কোনো সমস্যা হয় নাই । শুধু উপরের বলা, নিয়মগুলো ধৈর্য্য সহকারে মেনে চলছিলাম।
but টুইট করার সময় #- ট্যাগ গুলো খেল করে দিবেন। ক্রিপ্টো, বিটিসি, ইথার, Cryptocurrency ইত্যাদি এই tag গুলো খুব কম use করবেন আমার একটা টুইটার একাউন্ট ব্যান্ড হইসে,
তাহলে তো সকল বাউন্টি হান্টারদের এতদিন একাউন্ট টিকার কথা না। আপনি হ্যাসট্যাগ ব্যবহার করুন , কিন্তু স্ক্যাম/ফালতু টুইট-রিটুইটগুলোতে এসব হ্যাসট্যাগ ব্যবহার করবেন না। উপরেই বললাম, ওসব একাউন্টগুলোর টুইট-রিটুইটগুলো সচেতন ক্রিপ্টোব্যবহারকারীরা রিপোর্ট করে এবং ফলস্বরূপ একাউন্ট ব্যান হয়।
সকলের উদ্দেশ্য একটি অনুরোধ
(১) আপনারা এখন থেকে বাউন্ট নিয়ে এমন পোষ্ট করা বন্ধ করুন , কারণ নিজেদের মানে বাংলাদেশের জন্য যদি আপনারা একটি একক একাউন্ট চান। তাহলে আমাদেরকে প্রথমেই এই লোকাল বোর্ডটিকে তথ্যবহুল করুন এবং বাউন্টি বিষয়ক তথ্য কখনোই এই বোর্ডটিকে তথ্যবহুল করবে না।
(২) বিটকয়েনটক ফোরামে একের অধিক একাউন্ট ব্যবহার করা যায়, এইজন্য আপনারা মেরিট অ্যাবইউজ করিয়েন না। আর একাউন্টটিকে উচ্চপদে নেয়ার জন্য ভুল তথ্য শেয়ার করবেন না এবং ফোরামের সকল নিয়ম মেনে চলুন।
(৩) যারা প্রোগ্রামিং জানেন, তারা ডেভেলপমেন্ট বিষয় নিয়ে আলোচনা শুরু করুন কিংবা প্রশ্ন করুন। এতে সকলের জ্ঞান বৃদ্ধি পাবে।
(৪) ফোরামটিকে শুধুমাত্র টাকা ইনকামের জন্য ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রথমে জ্ঞান অর্জন করুন এবং দ্বিতীয় অবস্থানে ইনকামের জন্য ব্যবহার করুন।