For Sale


ভাই আমি এটা এইখা কতক্ষণ যে তাকাইয়া ছিলাম। বাংলাদেশের একটা ইট এর ট্যাগ USDT. তারা এই নাম কিসের জন্যে রাখছে আর এটার ফুল মাইনিং কি এইটা এখনো খুইজা পাইলাম না। কেউ দেখছেন নাকি এইটা কেউ জানেন এই কোম্পানি ইটের নাম এইটা কেনো দিয়েছে ? এইটা দেইখা কৌতূহল হইতেছিল তাই পোস্ট করলাম যদিও এইটা একটা অফ টপিক।
বাইচ্ছা লন, খুইজা লন এক দাম ১০টাকা ১০টাকা, ১০টাকা। কদিন আগে আমিও দেখলাম। বর্তমানে এমন অবস্থা হইছে, Only Usdt I can afford🥲. সেদিন এইটা নিয়েই হাসাহাসি করতাছিলাম যে, একমাত্র Usdt যেটা আমি ১ হাজার পিস কিনতে পারব😁।
একনজরের বিশ্ব ক্রিপ্টো ম্যাপ দেখুন।
বিশ্বের কোন কোন দেশে ক্রিপ্টোর উপর কত % ট্যাক্স ধার্য করেছে তার একটি লিস্ট বানানো হয়েছে। আমাদের বাংলাদেশে ব্যান করা হয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ৩০% কর দিতে হয়। এছাড়া অনেক দেশ রয়েছে যেখানে ক্রিপ্টোর উপর কোন ট্যাক্স দিতে হয় না, এর মধ্যে এল সালভাদর অন্যতম।
আমার জানামতে ইন্ডিয়ার ৮০% লোক এই ট্যাক্স ফাকি দেয়। মূলত ওরা যদি ক্রিপ্টো সেল দিয়ে ব্যানক এ আনে তাহলে ৩০% ট্যাক্স কর্তন করে রেখে দেয়৷ আর সবাই এটা ফাকি দেয়। ১০০ টাকা ইনকাম করলে ৩০টাকাই যদি সরকার নিয়া যায়, জিবনে লাল বাত্তি৷ তার উপর ট্রেড এ মারা খেয়ে তো বসেই থাকি সবসময়।