অরিজিনাল টপিক: TalkImg.com - Image hosting for BitcoinTalkলেখক: joker_josue

WWW.TALKIMG.COMআমি আপনাদের মাঝে একটি নতুন ইমেজ হোস্টিং সার্ভিস উপস্থাপন করতে যাচ্ছি, যা সম্পূর্ণভাবে বিটকয়েনটক ফোরাম এবং এর পুরো কমিউনিটির জন্য ডিজাইন করা হয়েছে।
বেশ কয়েক বছর ধরে আমি লক্ষ্য করছি ফোরামের অনেক ছবি ঠিকমতো দেখা যায় না বা অনেক সময় নেয় লোড নিতে দেরি করে। আবার এমনও ঘটে যে কয়েক মাস বা বছর পর ছবিগুলো আর দেখাই যায়না। এইসব সমস্যার সমাধানের উদ্দেশ্যেই মূলত TalkImg প্রজেক্টির জন্ম।
উদ্দেশ্য ____________________বিটকয়েনটক ফোরামের জন্য একটি ডেডিকেটেড হোস্টিং সার্ভিস প্রোভাইড করা যা সবার জন্য ব্যবহারযোগ্য এবং প্রাকটিকাল।
এই প্লাটফর্মটির মেইন উদ্দেশ্য হলো ফোরামে ব্যবহৃত ছবিগুলো সবসময় যেনো সবার জন্য এভেইলেবল থাকে, এবং অতি দ্রুত লোড হয়।
ফিচারস্ ____________________- আপলোড করা সকল ইমেজ শুধুমাত্র ফোরামে ব্যবহারযোগ্য (তবে কোনো ইউজার যদি অন্য কোথাও ব্যবহারের রিকুয়েস্ট করে; তবে সেক্ষেত্রে সেটা joker_josue দ্বারা যাচাইবাছাই এর পর এলাউ করা যেতে পারে)।
- ফোরাম যেসব ফরম্যাটের ছবি এলাউ করে শুধুমাত্র সেগুলোই আপলোড সম্ভব (JPG, JPEG, PNG, GIF)।
- ছবির সাইজ সর্বোচ্চ ২.৫ এমবি হতে পারবে।
- একবার আপলোড হয়ে গেলে, ইমেজ ডিলিট করা পসিবল না (একভাবে যদিও পসিবল তবে সেক্ষেত্রে আপনাকে ইমেজ আপলোডের সময় জেনারেট হওয়া "ডিলিট লিংক" ইউজ করতে হবে, যা শুুধুমাত্র ইমেজ আপলোডের সময়ই সংরক্ষণ করা সম্ভব)।
- এখানে NSFW কনটেন্ট সম্পূর্ণ নিষিদ্ধ।
- কোনো ইউজারের তথ্য সংরক্ষণ করা হয় না (শুধুমাত্র IP এড্রেস রাখা হয় স্প্যাম কনট্রলের জন্য)।
- ছবি আপলোডের সময় সিস্টেম অটোমেটিক্যালি সব EXIF ডেটা মুছে দেয়।
- অপশনে থাকা BBCode এ আগে থেকেই ইমেজের আসল দৈর্ঘ্য প্রস্থ সেট করা থাকবে (এক্ষেত্রে আপনাকে শুধু "BBCode full fix HxW" সিলেক্ট করে নিতে হবে)।
দীর্ঘমেয়াদী পরিকল্পনা __________________অনলাইল গ্যালারি নিয়ে আমার বহু বছরের অভিজ্ঞতা রয়েছে, এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি আশা করি, এই প্রজেক্টটিকে আমি যতদিন সম্ভব চালু রাখতে সক্ষম হবো। অবশ্য, আমরা কেউই বলতে পারি না ভবিষ্যৎতে কি হতে পারে, তবে আমার এই প্রজেক্টটিকে বহু বহু বছর ধরে মেইনটেন রাখার পরিকল্পনা আছে।
নতুন সার্ভার _____________________বর্তমানে TalkImg এর ডেডিকেটেড সার্ভারটি (VPS) Michigan, US এ অবস্থিত। এটিতে ৬৪-বিট, AlmaLinux ৮ অপারেটিং সিস্টেম (OS) ব্যবহার করা হয়েছে, যার আছে ৪ কোর সিপিইউ, ৪ জিবি রাম, এবং ১০০ জিবি হার্ডডিস্ক। সার্ভারটির নিজস্ব প্রোটেকশন সিস্টেম থাকার পরেও, অতিরিক্ত সিকিউরিটির জন্য, এটি Cloudflare ইউজ করে।
একাউন্ট ____________________এই সার্ভিসটি এক্সক্লুসিভলি বিটকয়েনটকে ব্যবহারের উদ্দেশ্য তৈরি করা হয়েছে। এজন্য সাধারণ ইউজারদের TalkImg এ একাউন্ট করার সুযোগ নেই, এটা শুুধুমাত্র ফোরাম ইউজারদের জন্য বরাদ্দ। যেসব ফোরাম ইউজাররা এখানে একাউন্ট করতে চান তাদের
joker_josue এর সাথে যোগাযোগ করতে বলা হলো। যদি রিকুয়েস্টটি যাচাই বাচাইয়ের পর ভ্যালিড হয় সেক্ষেত্রে একাউন্ট তৈরি করে দেয়া হবে।
নতুন ব্যাকআপ ___________________- প্রতি সপ্তাহে, পূর্ববর্তী সপ্তাহে আপলোড হওয়া সব নতুন ছবি নিয়ে একটি ZIP ফাইল তৈরি করা হয়। এই ZIP ফাইলটি ১৫ দিনের জন্য ডাউনলোড করার সুযোগ থাকবে, এখানে:
talkimg.com/tempbackups/- প্রতি মাসে, যেসব ছবি আগের ZIP ফাইলে অন্তর্ভুক্ত হয়নি এবং যেসব ছবি বিটকয়েনটক ইমেজ প্রক্সির মাধ্যমে অন্তত একবার অ্যাক্সেস করা হয়েছে এমন সব ছবি নিয়ে একটি ZIP ফাইল তৈরি করা হয়, এই ZIP ফাইলটি ৬০ দিন পর্যন্ত ডাউনলোড করতে পারবেন, এখানে:
talkimg.com/tempbackups/btctalk_bk/এসব ব্যাকআপ সহজে ডাউনলোডের জন্য API এর ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতি সপ্তাহে আপলোড হওয়া সকল ছবির অফলাইন ব্যাকআপও রাখি আমি।
ZIP টুল _________________যেসব ইমেজ ২.৫ এমবির থেকে বড় সেগুলোকে auxiliary টুল ব্যবহার করে ZIP করে নেয় হয়। PHP ফিচারস্ ব্যবহার করে ছবি কমপ্রেস করা হয়, যা ছবির কোয়ালিটি অনেক কমিয়ে আনে। এরপর ইমেজগুলো অটোমেটিক্যালি লোড হয়ে, কনভার্ট হয়ে TalkImg এ পাঠিয়ে দেয়া হয়, সেখানে থেকে আপনাকে লিংক/BBcode প্রদান করা হয় যা আপনি সরাসরি ফোরামে ইউজ করতে পারবেন। এই টুলসটি এখনো বেটা (BETA) ফেজ এ আছে, সো দুই এক জায়গার ইরর দেখতে পাবেন।
এক্সেস::
Image Zip Tool - TalkImgনতুন পরিসংখ্যান ________________প্রজেক্টটি শুরু হওয়ার পর থেকে, মোট পরিসংখ্যানগত ডেটা (এপ্রিল ২৮, ২০২৩):
| | |
ছবির সংখ্যা: ২৩৮ ০২২ | ডিস্কে জায়গা: ৭২.১জিবি |
সর্বশেষ আপডেট: ০২/১২/২০২৫মান্থলি পরিসংখ্যান:
[প্রথম ১৫ দিন]
[মে ২৩][জুন ২৩][জুলাই ২৩][আগষ্ট ২৩][সেপ্টেম্বর ২৩][অক্টোবর ২৩][নভেম্বর ২৩][ডিসেম্বর ২৩][জানুয়ারি ২৪][ফেব্রুয়ারি২৪][মার্চ ২৪][এপ্রিল ২৪][১ম বর্ষ]
[মে ২৪][জুন ২৪][জুলাই ২৪][আগষ্ট ২৪][সেপ্টেম্বর ২৪][অক্টোবর ২৪][নভেম্বর ২৪][ডিসেম্বর ২৪][জানুয়ারি ২৫][ফেব্রুয়ারি ২৫][মার্চ ২৫][এপ্রিল ২৫][২য় বর্ষ]
[মে ২৫][জুন ২৫][জুলাই ২৫][আগষ্ট ২৫][সেপ্টেম্বর ২৫][অক্টোবর ২৫][নভেম্বর ২৫]
ডোনেশন এবং বিজ্ঞাপন ______________এই প্রজেক্টটি কমিউনিটি থেকে প্রাপ্ত ডোনেশন এবং সিগ্নেচার কাম্পেইনের মতো বিজ্ঞাপন থেকে প্রাপ্ত ফান্ড দিয়ে চালু রাখা হবে।
- ডোনেশন: যারা এই প্রজেক্টিকে সাপোর্ট করতে চান তারা নিচের দেয়া বিটকয়েন এড্রেসে ডোনেশন দিতে পারেন:
bc1qhwnncpdd8gfzqwjkk9n052wf7g9mvks3xaa7qa অথবা Lightning Address:
talkimg@wallets.fyoumoneypod.com- বিজ্ঞাপন: শুধুমাত্র হোমপেজে একটি বিজ্ঞাপন থাকবে, যেমনটা আমরা আজকাল একজন ইউজারের সিগ্নেচারে দেখি। যদি কোনো কাম্পেইন ম্যানেজার TalkImg এ বিজ্ঞাপন দেখাতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলা হলো।
আগামীতে আসতে যাচ্ছে ________________- অটোমেটিক ফাইল কনভার্সন সিস্টেম।
(নির্ধারিত তারিখ নেই)- BBCode-এ ছবির আকার (উচ্চতা বা প্রস্থ) নির্ধারণ করার সুযোগ।
(নির্ধারিত তারিখ নেই) আরো তথ্য _________________এই সাইটটির মেইনটেনেন্স ও ম্যানেজমেন্টের সম্পূর্ণ দায়িত্বে থাকবেন
joker_josue, যিনি ইউজারদের সকল প্রকার সহায়তা ও সাপোর্ট প্রদান করবেন।
আমি আপনাদের সকলের মতামত ও পরামর্শের অপেক্ষায় আছি। এই টুলটি কমিউনিটির জন্য তৈরি করা হয়েছে, যাতে কমিউনিটিকে আরও ভালোভাবে সেবা দেওয়া যায়।
আমি যতদিন পারি, এই প্রজেক্টটি চালু রাখার চেষ্টা করব, এটি ভালো সাড়া পাক বা না পাক। এছাড়াও, আপলোড করা সব ছবিই সবার জন্য স্থায়ীভাবে এভেইলেবল থাকবে।
লিংক, স্ক্রিপ্ট এবং এড-অনস্ _______TalkImgTerms of ServicePrivacy Policyনতুন TalkImg Service Statusনতুন Image Zip Tool - TalkImgSig Promote TalkImg###
[Add-on] Add a button to upload an image directly from the forum - তৈরি করছেন
TryNinja[Script] Imgur to TalkImg - automatically fix your broken images - তৈরি করছেন
TryNinjaআপনি যদি কোনো স্ক্রিপ্ট বা এডস-অন ডেভেলপ করে থাকেন যা পাবলিক, তাহলে সেটা আমাকে জানাবেন আমি লিস্ট আপডেট করে দিবো।নতুন ইভেন্টে ___________________TalkImg Awards - Image of the Year 2023 | স্পনসর BC.Game / Icarus
অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে: