Bitcoin Forum
May 24, 2024, 05:11:44 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 [29] 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 ... 89 »
561  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Do not panic sell when there is dump on: April 17, 2021, 07:17:59 PM
What do you think about this circumstance ? am i overthinking this ? share your views.

It can be good for only those coins/tokens which have great fundamentals and strong support level on price chart. But it doesn't make sense to hodl any coins/tokens which is influenced by famous persons and novice are pumping by being into fomo. BTW, we need to control our emotion to be a successful in any situation whether it's bull market or bear. As always, DYOR first and don't invest into shitcoins even if those shitcoins pump a lot.  Wink
562  Local / Other languages/locations / Re: বিএসসি কিংবা বাইন্যান্স স্মার্ট চেইন কি এ on: April 17, 2021, 12:02:21 PM

বিএসসি কিংবা বাইন্যান্স স্মার্ট চেইন কি এবং এর ওয়ালেট সংক্রান্ত সকল তথ্য?


আমরা সকলেই ইথিরিয়াম ব্লকচেইন ব্যবহার করে অভ্যস্থ এবং মেটামাস্ক কিংবা মাইইথারওয়ালেট সম্পর্কে অল্প হলেও জানি। কিন্তু বর্তমানে ইথিরিয়াম ব্লকচেইনের ট্রান্সজেকশন/গ্যাস ফি বেশি হওয়াতে অনেকের জন্য টোকেন পাঠানো কিংবা ইথিরিয়াম পাঠানোর জন্য অতিরিক্ত ট্রান্সজেকশন ফি দিতে লাগতেছে, যেটি সকলের জন্য সম্ভব নয়। আর এর মাঝে একটি হাইপ চলে আসে বিএসসি চেইনের, কারণ সেখানে ট্রান্সজেকশন ফি খুবই কম এবং যেকোনো টোকেন পাঠানোর ক্ষেত্রে খুবই অল্প পরিমাণে বিএনবি ফি হিসেবে কেটে নেয়। তাহলে এখন অনেকের মনের মাঝে প্রশ্ন জাগতে পারে যে, বিএসসি কি এবং এটি কিভাবে কাজ করে?


বিএসসি কি এবং ইথিরিয়ামের সাথে এর পার্থক্যগুলো কি কি?


বিএসসি এর পুরো নাম হলো বাইন্যান্স স্মাট চেইন ( BSC = Binance Smart Chain ) এবং এটি এক ধরনের ইথিরিয়ামের ফোর্ক কিংবা ক্লোন বলা যায়, যেটি কিছু বিষয়ের পরিবর্তন করেছে। সকলের জন্য বিএনবি সংক্রান্ত কিছু বিষয়: বিএনবি বর্তমানে তিনটি চেইনের উপর রয়েছে এবং তিনটি চেইনগুলো হলো: (১) ইথিরিয়াম কিংবা ইআরসি২০ টোকেন , (২)বিএসিস - বিইপি২০  কিংবা বাইন্যান্স স্মার্ট চেইন এবং (৩) বাইন্যান্স চেইন/ বিইপি২০  কিংবা বাইন্যান্সের নিজস্ব ব্লকচেইন

বিএনবি কোন কোন চেইনে রয়েছে , এটি বলার একমাত্র কারন হলো যে, আজকের পোষ্ট শুধুমাত্র ইথিরয়াম কিংবা ইআরসি২০ এবং বিএসসি কিংবা বাইন্যান্স স্মার্ট চেইন নিয়ে কথা বলব । কারণ বাইন্যান্স চেইন কিংবা বিইপি২০ হলো বাইন্যান্সের নিজস্ব ব্লকচেইন এবং সেটির উপর অনেক টোকেন রয়েছে যেগুলো বাইন্যান্স ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেডিং হচ্ছে।

যেহেতু বিএসসি ইথিরিয়ামের একটি ফোর্ক কিংবা ক্লোন ব্লকচেইন, সেইজন্য আমরা যেকোনো ইথিরিয়াম এড্রেসকে বিএসসি এড্রেস হিসেবে ব্যবহার করতে পারবো। এই বিষয়টিও শেষে বলে দিবো, কিন্তু তার আগে আমরা বিএসসি এবং ইথিরিয়ামের মধ্যকার পার্থক্যগুলো জেনে নেই।
ইথিরিয়াম ব্লকচেইন সকল ব্লক মাইনারদের দ্বারা যাচাই করা হয়ে থাকে, কিন্তু বিএসসিতে ভেলিডেটর থাকেন এবং তারাই প্রত্যেকটি ব্লক যাচাই করেন। আর একটি বিষয়, ইথিরয়ামে আমরা যেকেউ চাইলে মাইনার হতে পারবো, কিন্তু বিএসসি এর ভেলিডেটর যেকেউ হতে পারবো না। এইজন্য অনেকেই বিএসসিকে সেন্ট্রালাইজ চেইন বলে থাকে, কারণ সাধারন ক্রিপ্টো ব্যবহারকারী ভেলিডেটর হতে পারে না। শুধুমাত্র এটিই নয়, ইথিরিয়ামের বর্তমান যে ট্রান্সজেকশন ফি সিস্টেম রয়েছে সেটিতে গ্যাসের মূল্য ওঠানামা করে ব্লকচেইনের কনজাকশনের উপর। কিন্তু বিএসসিতে এই গ্যাসের মূল্য বর্তমানে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে এবং সেটি হলো ১০ । চাইলেই আমরা এটি বৃদ্ধি করতে পারবো, কিন্তু কোনো অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে না যেমন: ট্রান্সজেকশন খুবই তাড়াতাড়ি হওয়া।
এই ছিল বিএসিস এবং ইথিরিয়াম চেইনের মধ্যকার পার্থক্য।  সকলের মনে প্রশ্ন থাকে যে, বিএসসি এড্রেস কোথায় পাবো কিংবা ইথিরিয়াম এড্রেসকে কিভাবে বিএসসি এড্রেস বানাবো। এখন এই প্রশ্নের উত্তরে আসা যাক এবং মোবাইল ও কম্পিউটার উভয় ব্যবহারকারীদের জন্য উপায়গুলো বলে দিবো।


বিএসসি এড্রেস মোবাইল ওয়ালেটে কিংবা মেটামাস্কে সংযুক্ত করার উপায়


প্রথমেই বলেছি যে, বিএসসি হলো ইথিরিয়ামেরই ফোর্ক কিংবা ক্লোন , তাই আমরা ইথিরিয়ামের যে এড্রেসটি ব্যবহার করে থাকি, সেটিই হবে আমাদের বিএসসি এড্রেস। সুতরাং ইথিরিয়াম ও বিএসসি এড্রেস একই কিন্তু চেইন/নেটওয়ার্ক ভিন্ন। আর আপনারা মোবাইলে যেভাবে ইথিরিয়াম এড্রেসকে বিএসসি এড্রেস করবেন, এককথায় যেভাবে ইথিরিয়াম থেকে বিএসসিতে চেইন/নেটওয়ার্ক পরিবর্তন করতে হয়, তার উপায়গুলো বলবো। সবচেয়ে সহজ উপায় হলো ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করা, কেননা এখানে ইথিরিয়ামকে স্মার্ট চেইন ওয়ালেটে সংযোজন করলেই হয়ে যায়। তাহলে আপনাদেরকে ছবি সহকারে বিষয়টি বুঝিয়ে দেই।
সর্বপ্রথম আপনি নিজের ট্রাস্ট ওয়ালেটটিতে প্রবেশ করুন। যদি আপনার ওয়ালেট আগে থেকেই ইম্পোর্ট করা থাকে, তাহলে সেটিংস থেকে ওয়ালেট নামের উপর ক্লিক করলে নিচের ছবিটির প্রথম অংশের মতো অপশন পাবেন। সেখান থেকে “+” আইকনটিতে ক্লিক করুন, তাহলে নিচের ছবির মাঝখানের অংশটি চলে আসবে। আর কোনো ওয়ালেট ইম্পোর্ট করা না থাকলে নিচের ছবিটির মাঝখানের মতো অপশন পাবেন। এখন আপনি নিচের ছবির ২য় অংশের মতো দুইটি অপশন থাকবে: (১) Create a new Wallet (২) I already have a wallet । এই দুইটি অপশনের মধ্যে ২নং অপশন “ I already have a wallet “ এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির ৩য় অংশের মতো অনেকগুলো কয়েনের নাম আসবে। এসবের মধ্যে একটি অপশন পাবেন, যেটি আমি মার্ক করে দিয়েছি এবং সেটি হলো: “Smart Chain” । এখন আপনি এই “Smart Chain” অপশনটিতে ক্লিক করলে পরবর্তীতে ওয়ালেট ইম্পোর্টের অপশন আসবে। এখন আপনি নিজের ইথিরিয়াম ওয়ালেটে প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেস দিয়ে ওয়ালেট ইম্পোর্ট করেন। তাহলে আপনার ইথিরিয়াম ওয়ালেটকে সংক্রিয়ভাবে বিএসসি ওয়ালেট হিসেবে সংযুক্ত করতে পারবেন। আর সেটি দিয়ে যেকোনো বিএসসি প্রজেক্টের ডিএপ ব্যবহার করতে পারবেন।


এটি হলো সবচেয়ে সহজ উপায় কোনো ধরনের নেটয়ার্ক/চেইন বিবরণি সংযোজন ছাড়াই বিএসসি ব্যবহার করার । এখন মেটামাস্কে কিভাবে বিএসসি চেইন/নেটওয়ার্ক সংযোজন করবেন এবং যেকোন ওয়ালেটকে ইথিরিয়াম থেকে বিএসসিতে পরিবর্তন করবেন, সেটি বুঝিয়ে দিবো। প্রথমেই মোবাইলে মেটামাস্ক ব্যবহারকারীদের জন্য বিষয়টি বুঝিয়ে দিতেছি এবং পরের অংশে কম্পিউটারের এক্সটেনশনে একইভাবে নেটওয়ার্ক/চেইন সংযোজনের বিষয়টি দেয়া হয়েছে।

আপনারা সঠিক মেটামাস্ক এপটি মোবাইলে ইনস্টল করুন এবং নিজেদের ইথিরিয়াম ওয়ালেটটি সেটিতে ইম্পোর্ট করে ফেলুন। ওয়ালেট ইম্পোর্ট করা শেষ হলে, সকলে নিচের ছবির প্রথম অংশের মতো বামদিকের সর্বোউপরে থাকব মেনু আইকনটিতে ক্লিক করুন । এরপর ছবির ২য় অংশের মতো “ Settings ” অপশনটিতে ক্লিক করুন। এরপর ছবির ৩য় অংশটি আসবে , সেখানের “ Networks ” অপশনটিতে ক্লিক করুন।


এবার নিচের ছবির প্রথম অংশের মতো “ Add Network ” অপশটি পাবেন এবং সেটিতে ক্লিক করলে, ২য় অংশের মতো একটি ফরম পাবেন, যেটিতে বিএসসি নেটওয়ার্কের সকল তথ্য দিতে হবে। নিচে দেওয়া সকল তথ্যগুলো ওই ফরমগুলোতে পূরণ করুন। নিচের ছবির ৩য় অংশের মতো সকল তথ্য পূরণ শেষে “ Add ” বাটনটিত ক্লিক করুন। তাহলে আপনি সফলভাবে বিএসসি চেইন/নেটওয়ার্কটি মেটামাস্কে সংযোজন করে ফেলেছেন।

Network Name: BSC Mainnet
New RPC URL: https://bsc-dataseed.binance.org/
ChainID: 56
Symbol: BNB
Block Explorer URL: https://bscscan.com

উপরের সকল বিষয়গুলো ফরমটিতে ভালো করে পূরণ করুন এবং নেটওয়ার্ক নামের ক্ষেত্রে যেকোনো নাম ব্যবহার করতে পারবেন।



অভিনন্দন সফলভাবে বিএসসি চেইন/নেটওয়ার্কটি মেটামাস্কে সংযোজন করতে পারায়। এখন আপনাকে ইথিরিয়াম মেইননেট থেকে নেটওয়ার্ক/চেইন পরিবর্তন করে বিএসসিতে যেতে হবে । এইজন্য নিচের ছবির প্রথম ১ম অংশের মতো মার্ক করে দেওয়া অংশটিতে ক্লিক করলে, আপনি বিভিন্ন নেটওয়ার্ক অপশন পাবেন । যদি একটু নিচের দিকে দেখেন ,তাহলে নিজের সংযোজন করা বিএসসি মেইননেট অপশনটি পাবেন, যেটি নিচের ছবির ২য় অংশে দেখানো হয়েছে। এখন শুধু ওই “ BSC Mainnet ” অপশনটিতে ক্লিক করুন, তাহলে আপনি সফলভাবে ইথিরিয়াম থেকে বিএসসি চেইন/নেটওয়ার্কে ওয়ালেটকে পরিবর্তন করতে পারবেন এবং নিচের ছবির ৩য় অংশের মতো আপনার ওয়ালেটে “ BNB ” দেখাবে।


আশা করি সকল মোবাইল ব্যবহারকারীরা এখন থেকে বিএসসি চেইন/নেটওয়ার্ক সংযোজন কিংবা ট্রাস্ট ওয়ালেটে ইথিরিয়ামকে বিএসসি হিসেবে ব্যবহারের উপায়গুলো বুঝতে পেরেছেন।

এখন কম্পিউটার ব্যবহারকারীরা হয়তো ভাবতেছেন যে, ব্রাউজারের মেটামাস্কে কিভাবে বিএসসি চেইন/নেটওয়ার্কটিকে সংযোজন করবো। যদি আপনি মোবাইলের মেটামাস্কে নেটওয়ার্কের বিষয়টি বুঝতে পারেন, তাহলে আপনার কাছে ব্রাউজারের মেটামাস্ক এক্সটেনশনে বিএসসি নেটওয়ার্ক সংযোজন করা কিছুই না। কারণ সকল বিষয়গুলো একই ধরনের শুধুমাত্র অপশনগুলো খুজে পাওয়াটাই মূল বিষয়। তাই আমি নিচে ছবির মাধ্যমে বিষয়টি দেখিয়ে দিলাম এবং উপরের দেওয়ার নেটওয়ার্কের তথ্যগুলো একটভাবে পূরণ করুন এবং মেটামাস্ক এক্সটেনশনে বিএসসি চেইন/নেটওয়ার্ক সংযোজন করে ব্যবহার করুন।






উপরোক্ত সকল বিষয়বস্তু আমি  “Review Master” নিজে লেখেছি এবং এই বিষয়টি সকলকে অবগত করার জন্য বিভিন্ন ক্রিপ্টো বিষয়ক ফোরামে প্রকাশ করেছি। তাই এই পোষ্টটি “Review Master” এর কপিরাইট অধিকারে রয়েছে। ধন্যবাদ সবাইকে বিষয়টি পড়ার জন্য।

563  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: DOGE is living proof of Influential Power of Rich People! on: April 16, 2021, 06:10:20 PM
If he keeps doing 5-10 more tweets every other week then I don't know DOGE could be surfing around 1-2 dollars easily. This is crazy economy I have ever seen in my life.   Cheesy

Are you DOGE holder?
If that's happened,  none will be wondered because of that as it's now becoming a regular or well-known thing. Whenever Elon's on the move of tweeting about Dogecoin, everyone's being into fomo to pump it. BTW, this is the craziest thing for all.

Nope, but looking into my old faucet wallet if i get some of it which might be still in there.  Grin
564  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: 1 Million BNB Burnt today on: April 16, 2021, 06:00:50 PM
What is the expected price jump in BNB due to this?

Burning event already showed the surge of BNB when it's announced for the first time after the recent IEO and it's on the dumping phase as the event is done. So, every one of those who are familiar with the situation of burning events, might taking short position on BNB for future trades which is obviously for short period of time. BTW, BNB might target for $1k milestone if there will be another IEO in the upcoming weeks, IMO.
565  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Give reasons why ETH is better than BSC on: April 16, 2021, 05:49:20 PM
I believe that ETH will reclaim it's glory back once gas fee issue is solved, there is also a big difference between BSC and ETH that will still make many prefers ETH, that's the fact that BSC is Centralized and ETH isn't.

Indeed, every project will come into this market to be claimed as the better version of Ethereum.  But those won't be able to do so and ethereum will be in its position though it might get some problems which is just temporary. BTW, other projects could become a rival of etherem by doing extra innovative development along with smart contracts, IMHO.

I have some thread or tweet on twitter there has some issue on PancakeSwap, BSC transaction reached 1 million block delayed on PancakeSwap.

It's actually with the tracking/info site which is pancakeswap.info where we can get information like liqudity/price history of an asset which is traded/swapped on pancakeswap exchange. BTW, it can be synced if any developer take a into that and Hayden Adams, Founder of Uniswap, troll for it. Check it here: https://mobile.twitter.com/haydenzadams/status/1381962450707181569

566  Economy / Trading Discussion / Re: Does it still make sense to dollar cost average when the market is crazy bull? on: April 15, 2021, 04:53:10 PM
Pick the lowest dip I can find say, this week, and invest all my principle. Or, dollar cost average anyway....if so, over what time horizon? Surely not over the next year.  Maybe a week? A month?

If it's just for a week/month, so it's better to avoid DCA and try to get the support and resistance zone for bitcoin as well to take entry on it. But DCA will be the option if anyone's willing to hodl BTC for longer period of time because those are now on profits who started doing DCA back in 2017-18 bull run. So, it's never late for anyone to buy bitcoin or DCA on it for longer period of time, IMO.
567  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Altcoin recommendation for this alts season on: April 15, 2021, 04:34:00 PM
There is no doubt we are going to have an altcoin season just like from 2017 event.  I believe before BTC hits its maximum ATH for this season altcoins will start to blast headed by high market cap altcoins headed by ETH, XRP, LTC

Maybe this time will different than before and current alt season might be happened for longer time than the previous one. BTW, every alts are taking bullish rally along with bitcoin as bitcoin isn't stopped from its bullish rally. So, current market will be more profitable if we don't make the same mistakes and profit out within the right time.

Any recommendation for coins that can give me 50x to 100x , against BTC pairs.  Just sharing my bags do you think these are good? BTC 30%,  ETH 20%, LTC 10%, BNB 10%, UNI 10%, BCH 10%, ADA 10%

Don't wait for huge return and try to profit out the initial coins if any coins/tokens are on 2x profit. BTW, i won't hodl ltc , bch or ADA if there isn't such a good event in the upcoming months. But BNB or UNI is good for my portfolio as IEO or token burning event will pump BNB and AMM is just on the starting point, so UNI will do more bullish rally as development is on the way by team.
568  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Who Benefited from AME Token? on: April 14, 2021, 08:49:09 AM
Too bad hope you waited 48 hours in vain because the team again gave another reason to distribute the tokens and now they say they will distribute the 23rd April, whether this will be the last reason or there will be another reason after 23 April. you better have to be patient

It's not that much bad for us because we waited more than 2 years for next alt season and now it's here. So we can wait another 1.5 week for the outcome of it. BTW, thanks for having patient because i have a lot and hopefully others are having too.  Wink


I would be very grateful to you for providing a link, or at least providing directions where to find it.

Here is the first announement of distributing the signature payment first and bounty later on: https://t.me/smallrabbitbounty/16962
BTW, BM recently made an update of distribution that team will distribute both signature and bounty payment at the same time. Here is the link: https://t.me/smallrabbitbounty/17082
569  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Taking the opportunity, or nothing ! on: April 14, 2021, 08:35:23 AM
But it turns out that you only need to make a few mistakes to lose all of your capital if you invest in those coins

Totally agree with evey words what you said and the thing is: most of crypto users didn't take lesson from their previous mistakes.On the other, those are now on great profit even hodling some potential alts who took leason from their past. BTW, it's ture that only few mistakes can be the reason for losing our whole capital as well as few research might double or tripple our capital if we take lesson from our mistakes.
570  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: TLM on Binance. on: April 13, 2021, 12:38:03 PM
How it will end? In the moon or the hell place?

ATM, it's sure to be on the hell place for those who get into fomo and bought TLM at $5 or more because it's dumped more than 10x after listing into binance. Nowadays, every projects are having correction/dump whenever binance list any of those projects. Also, some hodlers are still thinking that it'll pump soon as bitcoin takes pump and TLM gets dumped like other alts. TBH, DYOR first before taking any trades on TLM.
571  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: April 13, 2021, 03:35:12 AM
Trust Wallet এইরকম কেন করেছে কারো idea আছে? BNB আর BSC address তো আসলে একই! অনেকটা ETH আর ERC20 আলাদা করার মতো।

বিএনবি মূলত তিনটি ব্লকচেইনে চলতেছে: ইথিরিয়াম/ইআরসি২০ টোকেন, বাইন্যান্স স্মার্ট চেইন/বিএসসি বিইপি২০ এবং [https://explorer.binance.org/assets/bep2]বাইন্যান্স ব্লকচেইন/বিইপি২[/url] । এখন বাইন্যান্স স্মার্ট চেইন অথবা বিএসসি হলো ইথিরিয়ামের ফোর্ক/ক্লোন করা চেইন যেখানে গ্যাস মূল্য নির্ধারিত এবং এটির কোনো মূল্যে কোনো উঠানামা নেই যেমনটা ইথিরিয়ামের গ্যাস ফিতে আছে। আর বিএসসি মূলত ভ্যালিডেটর দ্বারা প্রত্যেকটি ব্লক নির্ধারণ করে থাকে এবং সবাই চাইলেই ভ্যালিডেটর হতে পারে না। যেহেতু বিএসসি ইথিরিয়ামের ফোর্ক/ক্লোন , তাই বিএসসি এড্রেস এবং ইআরসি২০ এড্রেস একই হয়। আর চাইলেই আমরা আমাদের ইথিরিয়াম এড্রেসকে বিএসসি করতে পারবো। আসা করি, বিএসসি নিয়ে আপনাকে জানাতে পেরেছি।


যাইহোক অন্যদের মতামত জানতে চাই , আইডিয়া শুনতে চাই।

বিটকয়েন, ইথিরিয়ামের মতো বিএনবিও কিন্তু এখন প্রফিট সাইকেলিং - লাভ চক্রের মধ্যে চলে এসেছে। তাই কেউ যদি বিএনবি সর্বোচ্চ মূল্যেও ক্রয় করে, তাহলে দীর্ঘদিন সময়ের ক্ষেত্রে সে অবশ্যই লাভে থাকবে। আর আমি দীর্যসময়ের হোল্ডিং করে থাকি এবং কিছু কয়েন/টোকেন খুবই ভালো লাভ দিয়েছে। এই কাজটি অনেকে করতে পারে না, কারণ তারা যখনই দেখে ক্রয় মূল্যের থেকে ট্রেডিং কম মূল্যে হচ্ছে, তখন তারা তাড়াহুড়ো করে বিক্রি করে দেয়। কোনো কয়েন/টোকেন ভালো হলে, আমি সেটি ক্রয় করার পর ওয়ালেটের দিকে ফিরেও তাকাই নাহ, শুধু বিটইউনিভার্সে প্রাইজ এলার্ট - মূল্যের সতর্কতা বার্তা নির্ধারণ করে রাখি।  Grin
572  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Honest opinion poll about the potential of NFT on: April 12, 2021, 07:18:08 PM
Recent NFT craze is just temporary which is still going on and it might slow down soon. Though it's rulling ATM for shorter timeframe, but it'll continue to exist for the long run. BTW, recently New York Stock Exchange launching  First Trade NFTs which is already on Crypto(Dot)com.
573  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Who Benefited from AME Token? on: April 12, 2021, 07:09:15 PM
I still holding . But the team is so confused for me. They are not distributing bounty hunters AMEtoken .  It is so rediculas for hinters. But I hope they will pump it again and give a new moon to its holder.

BM already announced about signature campaign and hoping to be distributed within 48 hours. BTW, congrts if you did the signature campaign just like me and after rechecking few weeks works , bounty rewards might be distributed as well. In this point, maybe we'll get another chance to buy AME at dip as more bounty hunters will try to sell out for instant profit which might dump the price of AME, IMO. So, get ready with more bucks if anyone want to buy at dip.
574  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: BNB Burn is coming on: April 12, 2021, 07:00:51 PM
Maybe every one of those who sell their BNB at $300 or less than that, waiting for a major correction. But none knows if there will be another IEO which might be announced just after burning event. TBH, BNB might take bullish rally for $1k zone if that's happened and just like previous bullish rally, it'll might also make sidewise movements if bitcoin takes another correction, IMO.
575  Bitcoin / Bitcoin Discussion / Re: “Bitcoin is the laughing stock of our firm” on: April 12, 2021, 06:30:46 PM
Every one of those will say that bitcoin is more volatile or it would go to zero. Just look into this: indian stock investors lose Rs 9 lakh crore in one day and still they'll say that bitcoin isn't having such potentials or more volatile market than others which is ridiculous.  Grin Grin Let them keep saying this and we'll be on the long drive for moon.  Wink
576  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: If BNB will reach $500, what's next? on: April 11, 2021, 05:31:55 PM
I think it will be a big rival of ETH and might soon replace ETH in the rank 2 spot.

As long as binance create more oppertunity for BNB hodlers, it'll continue the bullish rally and it can be the best rival of ETH. Also, sooner or later BNB will get into rank two if it's continued the bullish rally and eth get more correction with small bounce back.

What do you think are the reasons for this pump?

BNB increased a lot whenever it's going to do an IEO for new projects as participants need to stake bnb in order to get allocation. Also, yield farming is introduced by binance through launchpool where most of the allocation goes for the BNB staking. So, BNB started its bullish rally when TKO IEO was started and there will be a quarterly burn event in the upcoming months which help BNB to maintain the bullish rally to target for $750 or even $1000, IMO.
577  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: What's going on with LTC ! on: April 11, 2021, 07:23:00 AM
why people still believe in LTC in today's market.

People started to believe that alt season would be starting in this month or early May and everyone is filling their bags with top old altcoins as most of those alts didn't take any kind of huge bullish rally. All of us know, any altcoins can be pumped if everyone get themselves into fomo to buy that. Maybe that thing is currently going on and every hodlers of LTC is waiting for a new ATH to sell off their hodling and exit out from litecoin, IMO.
578  Alternate cryptocurrencies / Service Discussion (Altcoins) / Re: Best Exchange for a first Listing on: April 11, 2021, 07:16:29 AM
We are looking for a exchange to list our token for the first Time , Already we are on the Pancakeswap. So we are looking for a good exchange for list the Token .. Our Budget is around 40,000 $ ...


Pancakeswap is quite good as an AMM on BSC and try to do the samething with bakeryswap with some extra promotion/marketing events like farming on bakeryswap. BTW, MXC, Hoo, Bitforex is quite good to list as a centralized exchange and don't go for any of those exchanges which are using bot trading a lot (Though every exchanges use bot trading to maintain their rankings).
579  Alternate cryptocurrencies / Service Discussion (Altcoins) / Re: Uniswap question! (help required!) on: April 09, 2021, 05:02:33 PM
I bought some dexmex and on my wallet it just says "wrapped ether". Is this normal ? How do I view my tokens ?

It's only showing Wrapped Ether because eth was swapped into wrapped ether and than swappped into dexmex. If OP wants to see dexmex in trustwallet , than simple add custom tokens by submitting the contract address of dexmex into your trust wallet because new tokens won't be added into trustwallet automatically. Also, OP can use etherscan or ethplorer to search the eth address in order to see dexmex in the explorer. Hopefully, it'll help OP to get solution of that problem.  Wink
580  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Is it safe to invest in BNB now? on: April 09, 2021, 04:56:08 PM
for now, BNB's potential is enormous. I also probably wouldn't hesitate to choose BNB if I focused on that coin. in fact, I feel that BNB might hit a price higher than $ 500 this year. looking at the price which is still below that, I think having it right now is still very much worth it.

If binance wiill launch more than 2 projects in the upcoming days (hopeing to see OpenOcean as a next one), than sure to hit $1000 or more than that price as everyone is having so much interest into launchpad as well as launchpool. Every yield farmer is participating into launchpool projects as those get listed into binance later on (If that's not listed yet). So, more bullish rally will be done in the upcoming months, IMO.
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 [29] 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 ... 89 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!