Bitcoin Forum
May 23, 2024, 04:55:27 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 [43] 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 »
841  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 20, 2020, 07:05:14 PM
কিছু কয়েন দেখলাম অনেক দাম কমে গেছে প্রায় 90-95% ইথারপুল এবং ইথারস্কান দেখলাম কয়েন গুলো কেই একজন 60-65% হোল্ড করে রাখছে এই জন্য কি দাম কমছে।

ইথারস্ক্যান কিংবা ইথারপুল ব্যবহার না করে, আপনি টোকেনগুলো কয়েন/টোকেন ট্রাকিং করা সাইট যেমন: কয়েনমার্কেটক্যাপ কিংবা কয়েনগিকো ব্যবহার করেন। তাহলে ভালো আইডিয়া পাবেন। কয়েনগিকোতে বিশেষ করে , টিম টোকেন বিক্রি করলে সেটির সতর্ক বার্তা কয়েন/টোকেনের নামের উপরে দেয়। আর যদি সেটি কোনো ডিফাই প্রজেক্ট হয় এবং শুধুমাত্র ইউনিসোয়াপে লিস্টেড থাকে , তাহলে সম্ভবত তারাই টোকেনটির মূল্য কারসাজি করতেছে। তাই ওমন কয়েন থেকে দূরে থাকুন।  Wink
842  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 19, 2020, 06:38:51 PM
  <-- snip -->

polkadot মোটেই এথেরিয়াম এর copycat  নয়। আপনার উচিত polkadot এর ফিচারস এবং সার্ভিস নিয়ে আরো ভালো ভাবে জানা।  

Grin Grin অবশ্যই আমাকে শুধুমাত্র গুগল থেকে সার্চ করে পার্থক্যগুলো না বের করে, ভালো করে রিসার্চ করা উচিত ছিল ।  জ্ঞানী ব্যক্তিকে একটি ঈঙ্গিত দিলেই হয়, আশা করি বুঝে নিবেন, পূর্বের বাক্যটির মানে। Grin Grin

এই আসি কপিক্যাট বলার কারণটি কী ছিল এবং পুরো যুক্তিকতা দিয়ে দিবো। বাকিটা যে যেমন ভাবেন , সেটি তার উপর কারণ আমার সকল মতামত যে আপনাদের সাথে মিলবে এমন কোনো গ্রন্থে লেখা নেই।

নিচে একটি Polkadot এর অফিসিয়াল ভিডিও এবং কিছু টাইমস্টাম্প দিলাম , ওই সময়ের বক্তব্যটি সকলে জেনে নিন।
ভিডিও লিংক: https://youtu.be/GcOKXAOh4Xw
সময়:
Quote
    00.19 - 00.27 : We were just kind of thinking how we could maybe create the next version of Ethereum
    01.53 - 02:11 : There was a general idea back in 2014 when we were starting Ethereum, that Ethereum 2.0 should be being under development by late 2016. ANd here we were sitting around in autumn of 2016 and there was absolutely no indication that there was going to be any development significant at least on Ethereum 2.0 for some time.

সকলে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে  বাংলা করে নিয়ে, যদি ইংরেজিগুলো না বুঝতে পারেন। এখন আসি মূল কথায়, উক্তিতে দেওয়া ২য় টাইমস্টাম্পের বক্তব্যগুলো যদি ভালো করে দেখি| তাহলে দেখা যায় যে, ইথিরিয়াম ২.০ তৈরির আলোচনা ২০১৬ তে শুরু হয় এবং এটি একাই Polkadot এর ফাউন্ডারের কখনোই আইডিয়া ছিল না , কারণ সকল ডেভেলপার আলোচনা করেই এটি সিদ্ধান্ত নিয়ে ছিল। কিন্তু ২০১৬ এর শেষে যখন Polkadot এর ফাউন্ডার দেখলো যে, ইথিরিয়াম ২.০ এর ডেভেলপমেন্ট তেমনভাবে এগোচ্ছে না। তখন নিজেই একটি টিম তৈরি করে, Polkadot এর মতো cross-chain ( polkadot এর cross-chain কে নতুন নাম দেয়া হয় parachain, যেমনটা Cosmos তাদের cross-chain কে cosmos-hub নাম দিয়েছে) প্রজেক্ট শুরু করে এবং ইথিরিয়াম ২.০ এর সকল আইডিয়া কপি করার পর, শুধুমাত্র cross-chain টি সংযুক্ত করে। আর প্রথম যে টাইমস্টাম্প দেয়া আছে, সেটি দেখে লাফালাফি করার কোনো মানে হয় না। কারণ তারা নিজেদের আইডিয়া সকলের সামনে তুলে ধরার জন্যই এমন একটি বক্তব্য ভিডিও এর শুরুতে রেখেছে। আশা করি, এবার কপিক্যাট বলার কারণটি খুজে পেয়েছেন সবাই। কপিক্যাট প্রমাণ দেয়ার দরকার ছিল, সেট দিলাম এবং পরবর্তী বিষয়গুলো আলোচনার কোনো মানেই আসে না কারণ সকলেই এক ব্লকচেইন থেকে আইডিয়া চুরি করে এবং নতুন কিছু ফাংশনালিটি দিয়ে নতুন প্রজেক্ট আনে, যেন অন্যরা কপিক্যাট না বলতে পারে।

এখন আসি cross-chain নিয়ে, আগের পোষ্টটে বলেছি যে অনেক প্রতিযোগী আছে । মাফ করবেন কারণ আমি শুধুমাত্র ইথিরিয়াম লেখেছিলাম এবং ইথিরিয়াম ২.০ টি লেখতে ভুলে গিয়েছিলাম ( ইথিরিয়াম ২.০ মানেই যে cross-chain এটি বলি নাই, তাই নিজে থেকে এমন ভুল তথ্য মনে করা বাদ দিবেন সবাই) ।  Grin Grin  Polkadot এর মতো আরো ভালো cross-chain সার্ভিসের অনেক ব্লকচেইন আছে, যেমন cosmos ও avalanche তাদের একটি (এই সকল ব্লকচেইনের সবকিছু একই ধরনের হলে কপিক্যাট বলবে, তাই সকলেই কিছু না কিছু বিষয়ে অন্যভাবে ডেভেলপমেন্ট করেছে  Grin) । এখন যদি polkadot, cosmos ও avalanche এর তুলনায় আসি , তাহলে avalanche অন্য দুইটির চেয়ে কিছুটা হলেও এগিয় থাকবে( সবগুলো মূল্য কনসেপ্ট একই রকম, তবে সব ব্লকচেইন একই নয়। কারণ একটাই কপিক্যাট বলবে)।


নোট: এখন অনেকেই বলবে যে, আমি যেটাকে কপিক্যাট বলতেছি, সেটি ইন্সপারেশন। তাহলে আমার করা কিছু নাই কারণ আমার সাথে সকলের মতামত একই রকম নাও হইতে পারে। তবে এমনভাবে আলোচনা করাতে অনেক ভালো লাগলো।  Wink Cheesy


843  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 19, 2020, 05:53:28 AM
আমার মনে হচ্ছে polkadot এথেরিয়াম এর চাইতেও বেশি পপুলার হবে. এথেরিয়াম নেটওয়ার্ক যেসব সমস্যার এখনো দূর করতে পারেনাই তার সব ই polkadot দূর করেছে। আর এটি সম্ভব হয়েছে polkadot এর সিইও এর জন্যে। উনি আগে এথেরিয়াম নেটওয়ার্ক এ কাজ করেছে। তাই তিনি এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতেন এবং তিনি সেই অনুযায়ী কাজ করে এমন একটা নেটওয়ার্ক বানাইছেন যা এথেরিয়াম এর চাইতেও ভালো।

হয়তো বা আপনার কথা সঠিক হতে পারে। কিন্তু কপিক্যাট কখনোই আসল কয়েনকে টক্কর দিতে পারবে বলে মনে হয় না। ইথিরিয়ামের অনেক প্রতিযোগী রয়েছে এবং Polkadot এর মধ্য একটি যে সফলতার সাথে অন্যান্যদের এগিয়ে আছে। তবে মনে হয় না, এসব কপিক্যাট ইথিরিয়ামকে লম্বা সময়ের জন্য টিকে থাকবে, কারণ যেমনটা শুরুতে বললাম , কপিক্যাট কখনোই আসল কয়েনকে টক্কর দিতে পারবে না।  Grin
844  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: What is your favorite project these days? on: November 15, 2020, 03:19:12 PM
At first, i thought that everyone will shill their favourite Defi or NFT project's name. But i was wrong after reading last few posts. Looks like, defi hype is almost at bottom and NFT is still on track. I won't mention any coin/project name because it's obviously sure that Bitcoin is the king and Ethereum is it's queen. I hope, all will understand the loopwhole of it.  Wink Cheesy
845  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 15, 2020, 03:09:21 PM

৭। একাউন্ট সিকিউরিটি বাড়ানোর জন্য 2FA একটিভ করতে চাইলে, 2FA একটিভ করার সময় যে ব্যাকআপ কোড আপনাকে দেখানো হবে, সেই কোডটিও নোট করে রাখবেন।

ভাই এত তারিখ প্রথমত মনে রাখার দরকার নেই এবং আপনি যেটি বলেছেন যে, এক্সচেঞ্জে KYC করার বিষয়টি। আমি সকলকে বলব যে, যদি দরকার না পড়ে , তাহলে আপনারা কখনোই কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে KYC করবেন না, কারণ এটি আপনার একটি অসুবিধার কারণ হতে পারে, যদি আমাদের দেশের সরকার ক্রিপ্টো ব্যবহাকারীদের জন্য কোনো আইনী ব্যবস্থা গ্রহণ করে ( যদিও এর সম্ভাবনা খুবই কম এবং ব্যান তুলে নেওয়ার সম্ভাবনা কিছুটা দেখতে পাইতেছি। আর আগেই বলে রাখলাম, এটি কুকয়েনের p2p এর জন্য নয়।) ।

এখন আসি, 2FA এর বিষয়টি নিয়ে। অনেকে গুগলের অ্যাপটি ব্যবহার করে থাকেন এবং মোবাইল রিবুট/রিস্ট্যাট দিলে সব হারিয়ে যায় ( যদি ব্যাকআপ কী সযত্নে না রাখেন)। এরজন্য একটি সমাধান আছে এবং সেটি হলো, Authy নামে একটি অ্যাপ আছে। এই অ্যাপটিতে যদি মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে রাখেন ( মোবাইল নাম্বার ব্যবহারে কারো আপত্তি না থাকলে ), তাহলে মাল্টিপল ডিভাইসে ব্যবহার করতে পারবেন কোনো ব্যাকআপ কী এন্ট্রি না করেই। আর মোবাইল রিবুট/রিস্ট্যাট দিলে, কোনো সমস্যা নাই । কারণ মোবাইল নাম্বার দিয়ে একাউন্টে সাইন ইন করলে সবগুলো আবার ব্যাকআপ অটোমেটিক হয়ে যায়, শধুমাত্র Authy অ্যাপে যে ব্যাকআপ পাসওয়ার্ড ব্যবহার করবেন সেটি ভালো করে মনে রাখবেন।

Authy অ্যাপের লিংক: https://authy.com/download/
846  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 11, 2020, 05:04:18 PM
Bitcoin ki ai year a 20000USD per hote pare

প্রথমত এরপরের পোষ্ট/রিপ্লাইগুলো অবশ্যই বাংলাতে লেখবেন। আমি আমার মতামত দিলে এটিই বলব যে, বিটিসি পূর্বের বুল মার্কেটে বৃদ্ধি শুরুর পূর্বে কিছুটা কারেকশন ( বৃদ্ধির পূর্বে মূল্যের হ্রাসকে কারেকশন বলা যায়) করে এবং এটি এই বছরের অনেকবার হয়েছে। যদি বিটিসির মূল্য ৯ হাজার ডলারের সময়কার কথা মনে করেন , তাহলে দেখবেন যে, বৃদ্ধি পাবার পর হ্রাস পেয়েছে এবং এরপর অনেকটা আবার বৃদ্ধি পেয়েছে। তাই বিটিসির মূল্য আমার মতে ২০ হাজার পার করতে পারে , যদি বিটিসির বর্তমান কারকশনটা শেষ হয়।



অবশেষে Ethereum 2.0 Launch এর তারিখ জানা গেল ডিসেম্বর এর ১ তারিখ ২০২০।

বিস্তারিত - https://blog.ethereum.org/2020/11/04/eth2-quick-update-no-19/

এটি এক সপ্তাহের পুরাতন খবর বলা যায়। কারণ ভিটালিক বুটারিন এটি সপ্তাহের শুরুতেই টুইট করেছে এবং আজকে একটি Hard Fork সম্ভবত হইলো ইথিরিয়াম নেটওয়ার্কে।
847  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 11, 2020, 04:36:53 PM
সত্যিকারের ব্যবহার না নিয়ে একটি টোকেন। তারা প্রকল্পের জন্য তহবিল সংগ্রহের জন্য মাত্র পাঁচটি ছোট এক্সচেঞ্জের তালিকাভুক্ত করেছে। এছাড়াও, তাদের প্রকল্পটি এতটা unique নয় এবং তাদের বাজারে অনেক প্রতিযোগী রয়েছে। এই প্রকল্পটিকে আপাতত ব্যর্থতা বলা যেতে পারে তবে ভবিষ্যতে কী ঘটতে পারে তা আমরা জানি না। সম্ভবত তাদের টোকেনের জন্য কিছু বাস্তব ব্যবহারের কেস তৈরির পরিকল্পনা রয়েছে।

আমি @Fatemablabla এর পোষ্টটে লিংক করে দেওয়া মূল্য টপিকটির যেসব পয়েন্ট ছিল, সবগুলোই আপনি বাংলায় অনুবাদ করে রিপ্লাই করেছেন। এটা কখনোই আশা করা যায় না। দয়া করে এমন কপি-পেষ্ট থেকে দূরে থাকুন।

আবার সোর্স লিংক দিলাম: https://bitcointalk.org/index.php?topic=5286833.0
848  Alternate cryptocurrencies / Bounties (Altcoins) / Re: [BOUNTY][DeFi]👑KingSwap👑 NFTs, Staking/Yielding, Exchange (4 Weeks!)✅ on: November 03, 2020, 03:05:33 PM
Week #04: (29/10-04/11/2020)
Twitter Link: https://twitter.com/SMPSultanPrince
Number on the Spreadsheet: 37
Retweets:
1 - (29/10) https://twitter.com/SMPSultanPrince/status/1321824213137788936
2 - (30/10) https://twitter.com/SMPSultanPrince/status/1322219628739784705
3 - (31/10) https://twitter.com/SMPSultanPrince/status/1322560997832368135
4 - (01/11) https://twitter.com/SMPSultanPrince/status/1322897193603198977
5 - (02/11) https://twitter.com/SMPSultanPrince/status/1323640109380431872

Tweets:
1 - (29/10) https://twitter.com/SMPSultanPrince/status/1321824622350749698
2 - (30/10) https://twitter.com/SMPSultanPrince/status/1322220073327554560
3 - (31/10) https://twitter.com/SMPSultanPrince/status/1322562581526032386
849  Alternate cryptocurrencies / Bounties (Altcoins) / Re: [BOUNTY] Poolz DeFi - 25000 POZ Reward Pool (only 6 weeks) on: November 01, 2020, 01:47:51 PM
Week - 04: (28/10-03/11/2020)
Twitter Campaign
Twitter Profile Link: https://www.twitter.com/SMPSultanPrince

Tweet Links:
1. https://twitter.com/SMPSultanPrince/status/1321502978944102401
2. https://twitter.com/SMPSultanPrince/status/1321823848346476545

Retweet Links:
1. https://twitter.com/SMPSultanPrince/status/1321502870873669633
2. https://twitter.com/SMPSultanPrince/status/1321823552375455747
3. https://twitter.com/SMPSultanPrince/status/1322219176115662849
4. https://twitter.com/SMPSultanPrince/status/1322563043637698561
5. https://twitter.com/SMPSultanPrince/status/1322897656981590018
850  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 30, 2020, 05:24:51 AM

CME Gap মুলত মার্কেট যেভাবে মুভমেন্ট হয় তার একটা চিনহ নির্দেশনা করে জা পরবর্তিতে জেনো মার্কেটের পুর্বের অবস্থান আসলে কি ধরনের ছিলো তা সফজে  বোঝা যায়

@Istiaque আশা করি আপনি টেলিগ্রাম নোটিফিকেশন বটটি ব্যবহার করেন এবং এটি খুবই দ্রুত পেয়ে যাবেন। আপনাকে এর আগে বলছি যে, মনগড়া কোনো পোষ্ট দিবেন না। আপনি সোর্স বা প্রমাণ দেখান যে আপনি উপরের কথাগুলো সঠিক । আপনাকে আমি চিনি না এবং কোনো হিংসাও নাই, তবে আমি সত্যি রিপোর্ট করবো, আমার একাউন্টের কি হচ্ছে হোক। কোনো ধরনের বিশ্লেষণ ছাড়াই এমন মনগড়া কথা সহ্য করার মতো না।


এখন আসি বিটকয়েনের মূল্যে CME Gap এর প্রভাব আছে কি না, সেটির বিস্তারিত আশা করি কালকে পেয়ে যাবেন ছবিসহ । কারণ লেখা দিয়ে বললে, আপনারা অনেকেই বোঝেন না।

ভাই আপনি সিনিওর মেম্বার আপনি হয়তো আমার থেকে বেশি জানেন বা বোঝেন তাতে কোনো সমস্যা নাই তবে আমি মনগরা কোনো আমার জানার মধ্যে থেকে বলার চেস্টা করেছি, আপনি আমার পুরো পোস্ট টা ভালোভাবে পরেন নাই

আমি আপনার পোষ্টটি ভালো করে পড়েছি এবং আপনি মনে হয় এখনও বুঝতে পারেন নাই, কোন বিষয়টার জন্য আপনাকে সতর্ক হইতে বলেছি। আপনি যে CME Gap এর সংজ্ঞা দিয়েছেন বা CME Gap কী - সেই সম্পর্কে মতামত দিয়েছে, সেটি আপনি কই পাইলেন । দেখেই তো বুঝা যাচ্ছ আপনি মনগড়া নিজে যেটা বুঝেছেন সেটি লেখেছেন । বরং উপরের পোষ্টটে @Pffr ভালো করেই সংজ্ঞাটি বলে দিয়েছে। আপনার বলা মতামতের কোনো সোর্স আছে বলে আমার মনে হয় না কিংবা আপনি ইংরেজি সংজ্ঞাটার মানেটাই এখনও ভালো করে বুঝতে পারেন নাই । আর একটি বিষয় CME Gap এর প্রভাব বিটকয়েনের মূল্যের উপর আছে কিনা সেটি সম্পর্কে তো আমি কিছুই বলি নাই এবং বলে দিছি যে, আমি পরের পোষ্টটে বলবো।

নোট: আপনার যে বিষয়টি মনগড়া ছিল সেটি এবার লাল রং এর করে দিলাম, আশা করি এবার বিষয়টি বুঝতে পারবেন।




আমার মনে হয় CME Gap কিভাবে কাজ করে এবং এটা আসলে কেনো সেটা আমাদের বোঝা উচিত, আপনি যদি কখনো ডে ট্রেড বা সর্ট টার্ম ট্রেড করে থাকেন তাহলে এটা অবশ্যেই যেনে  থাকবেন।
ধন্যবাদ।


আপনাকে এবার স্বাগতম জানাবো । কারণ সতর্ক করে দেয়ার পর একটু হলেও রিসার্চ করেছেন। আর একটি বিষয় ট্রেডিং শুধু ডে বা শর্ট টার্ম ট্রেডিং হয় না, অনেকে লং টার্ম ট্রেডিং কিংবা সহজ কথায় হোল্ড করে। আর আমি প্রথম পোষ্টটেই বলেছি, ২০১৮ এর শেষে কিংবা ২০১৯ এর শুরুতে একটি গ্যাপ তৈরি হয়েছিল ১৪ হাজার ডলারের সেটি ২০২০ সালে এসে পূরণ হয়। যে কেউ যদি সাধারণভাবে এই বাক্যটি পড়ে , তাহলে বুঝতেই পারবে যে, এখানে লং ট্রেডিং কিংবা হোল্ডের কথা বলা হয়েছে । শর্ট কিংবা ডে ট্রেডের তো কথাই আসে না।



CME Gap আমাদেরকে সাহায্যে করে পুর্বের অবস্থান দেখে ভবিশ্যতে কি হতে পারে সেটার একটা ধারনা মাত্র, (যেমনঃ আমরা আকাশে ঘন কালো  মেঘ দেখলে ধারনা করতে পারি যে হয়তো বৃষ্টি হবে) তাই ক্যান্ডেলস্টিক,চার্ট,ইন্ডেকেটর বা CME Gap  ঠিক অনেকটা একই রকম ভাবে কাজ করে(not.100%) আমরা এগুলা দেখে শুদু অনুমান করতে পারি, আর আপনি হয়তো এখানেও একমত হবেন যে ট্রেডিং এর বিষয়ে "১০০% সঠিক"  শদ্বটা খুব কম  ব্যাবহার হয়ে থাকে

হাসি পাচ্ছে , আপনি তো আমার কথাই আবার বললেন, আমি বলে দিয়েছি বিটকয়েনের মূল্য বাড়বে নাকি কমবে সেটি CME Gap দেখেই বুঝা যায় (বুঝা যায় মানে এই নয় যে আজকেই বিটকয়েন ২০ হাজার ডলারে যাবে, সময় লাগবে কিন্তু একদিন না একদিন সেটি বৃদ্ধি পাবে) । আর আমি ১০০% সঠিক এটি কখনোই বলি না, শুধু অন্যরা যদি ভাবে যে আমি ১০০% সঠিক হয়ে বলতেছি । তাহলে সেটি অন্যজনের বোঝার ভুল , আমার ভুল নয় ।  তাই এরপর থেকে এমন বিশ্লষণ করে পোষ্ট করবেন, একদিন বেশি মেরিট পাওয়ার আশা করে লাভ নাই, যদি না আপনি সঠিক তথ্য সরবরাহ করতে না পারেন । তবে এর মানে এই না যে, আপনি আশা ছেড়ে দিবেন । অবশ্যই দৃঢ় মনোবল রাখবেন যে, আপনি মেরিট পাবেন , কিন্তু তথ্য যেন সঠিক হয়।
851  Economy / Games and rounds / Re: Betnomi – Premier League Predictor – 1 BTC main prize on: October 29, 2020, 06:26:22 PM
Here goes my entry:

Wolves v Crystal Palace - 2
Sheffield Utd v Man City - 2
Burnley v Chelsea - 2
Liverpool v West Ham - X
Aston Villa v Southampton - 2
Newcastle Utd v Everton - 1
Man Utd v Arsenal - 1
Spurs v Brighton - 2
Fulham v West Brom - 2
Leeds Utd v Leicester City - X

Username: ReviewMaster
852  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 29, 2020, 03:26:31 PM
ভারতীয় সরকার ক্রিপ্টোর অনুমতি দিয়েছে। এখন ভারতীয় ব্যাংকগুলি 34 টি শাখারও বেশি ক্রিপ্টো পরিষেবা দিচ্ছে। বাংলাদেশ ভারতীয় সরকার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত এবং আমরা বাংলাদেশী সরকারের আগে দেখেছি ভারত কী করে তা অনুসরণ করে | তাহলে আপনি কী ভাবেন যে বাংলাদেশী সরকারও এটি বিবেচনা করবে এবং তার প্রতিবেশী দেশ কী করছে তা দেখে আমাদের দেশে ক্রিপ্টোকে অনুমতি দেবে?

সংবাদ লিঙ্ক: https://cointelegraph.com/news/indian-bank-to-offer-crypto-services-across-its-34-branches

আপনি হয়তো পুরো কাহিনীটা জানেন না। মূল কাহিনী হলো: ভারতে কখনোই ক্রিপ্টো ব্যান হয় নাই, শুধুমাত্র RBI (Reserve Bank of India) দ্বারা ব্যাংক ট্রান্সজেকশন ব্যান ছিল এবং অনেক ক্রিপ্টো অ্যাডভোকেট সেটির বিরুদ্ধে মামলা করছিলো। সকলে ক্রিপ্টো ক্রয়-বিক্রয় এবং ট্রেডিং করতে পারতো এবং সর্বশেষ RBI (Reserve Bank of India) এই মামলায় হেরে যায়, আর সকলে এখন ক্রিপ্টো তাদের ব্যাংকে সরাসরি উইথড্র করতে পারবে। আর  এটা অনেক পুরাতন খবর বলা যায় এবং মার্কেট ভালো দেখে ব্যাংকগুলো সুপ্রিম কোর্টের যে রায় কয়েকমাস আগে দিয়েছিলো সেটি কাজে লাগাচ্ছে মাত্র। এককথায় ঝোক বুঝে কোপ মারছে। কিন্তু বাংলাদেশে শুরু থেকেই ক্রিপ্টো ব্যান হয়ে আছে, যদিও এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম দেশ ছিল যারা ২০১৪ সালের ১৫ আগস্টে বিটকয়েন ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত হয় এবং তারই কিছুদিন পর নাম সরিয়ে নেয় ও সর্বশেষ ক্রিপ্টো ব্যান করে। আশা করি তফাতটা এবার বুঝতে পারতেছেন।

বিটকয়েন ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত হওয়ার সোর্স:



ভাই, বর্তমানে নতুনদের অল্প সময়ের জন্য invest করার মত কিছু coin বলবেন। যা লস হওয়ার আশংকা কম এবং কিছু profit করা যায়।

ভাই এমন কোনো কয়েন নেই , তবে আপনি ট্রেডিং শিখতেছেন আশা করি। লেগে থাকুন এবং TA (Technical Analysis) ও FA (Fundamental Analysis) ভালো করে শিখুন। আশা করি ভালো কিছু করতে পারবেন ট্রেডিং থেকে এবং একটাই উপদেশ সকলের উদ্দেশ্য যে, কোনো কয়েন সম্পর্কে না জেনে কখনোই অন্য কারো ট্রেডিং সিগন্যাল অনুসরণ করবেন না।
853  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 29, 2020, 03:09:16 PM

 <-- snip -->


CME Gap মুলত মার্কেট যেভাবে মুভমেন্ট হয় তার একটা চিনহ নির্দেশনা করে জা পরবর্তিতে জেনো মার্কেটের পুর্বের অবস্থান আসলে কি ধরনের ছিলো তা সফজে  বোঝা যায়

@Istiaque আশা করি আপনি টেলিগ্রাম নোটিফিকেশন বটটি ব্যবহার করেন এবং এটি খুবই দ্রুত পেয়ে যাবেন। আপনাকে এর আগে বলছি যে, মনগড়া কোনো পোষ্ট দিবেন না। আপনি সোর্স বা প্রমাণ দেখান যে আপনি উপরের কথাগুলো সঠিক । আপনাকে আমি চিনি না এবং কোনো হিংসাও নাই, তবে আমি সত্যি রিপোর্ট করবো, আমার একাউন্টের কি হচ্ছে হোক। কোনো ধরনের বিশ্লেষণ ছাড়াই এমন মনগড়া কথা সহ্য করার মতো না।


এখন আসি বিটকয়েনের মূল্যে CME Gap এর প্রভাব আছে কি না, সেটির বিস্তারিত আশা করি কালকে পেয়ে যাবেন ছবিসহ । কারণ লেখা দিয়ে বললে, আপনারা অনেকেই বোঝেন না।
854  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 29, 2020, 05:15:13 AM
CMA gap টা কি? কিছু ট্রেড সর্ম্পকে youtube video দেখলাম। তো ওখানে বলছে CMA gap সর্ম্পকে। ওখানে ভালো ভাবে বুজতে পারলাম না। তাই জানতে চাইলাম।

এইটা CMA gap না, CME gap হবে সম্ভবত।

 গ্যাপ ইন্ডিকেটর দিয়ে মুলত দামের গ্যাপটা বের করা হয়। যদিও এর ব্যবহার সম্পর্কে আমি খুব অবগত নই। গ্যাপ বলতে আগের দিনের ক্লোজিং প্রাইসের সাথে পরের দিনের অপেনিং প্রাইসের তুলনা বুঝায়।

@Pffrt আপনি গ্যাপ সম্পর্কে যা বলেছেন , ওই বিষয় গুলো গ্যাপের সংজ্ঞার ক্ষেত্রে সঠিক । তবে মূল তথ্যটি আমি উক্তি করে দিলাম যেন আপনিও @suparigach এর সাথে বিষয়টি জানতে পারেন।

CME Bitcoin Future ট্রেডিং হয়, যারা Future Trading সম্পর্কে জানেন ভালো এবং না জানলে কোনো সমস্যা নাই। এই সম্পর্কে না হয় পরে জানাবো। এখন মূল বিষয়টি বলি, CME Bitcoin Future মূলত ইন্টারন্যাশনাল মার্কেটের মতো চলে, সহজ কথায় Forex-Stock মার্কেটের মতো সপ্তাহে ২ দিন শনিবার ও রবিবার বন্ধ থাকে (মূলত শুক্রবার বিকেল ৫টায় বন্ধ হয়) । আর এই দুইদিনের মধ্যে বিটকয়েনের মূল্য যদি অনেক বেশি বৃদ্ধি-হ্রাস ঘটে। তাহলে সোমবারে যখন CME Bitcoin Future এর ট্রেডিং ক্যান্ডেলে একটি গ্যাপ কিংবা শনিবার ও রবিবারের ক্যান্ডেলগুলো তৈরি হয় না। আর এটিই CME Gap বলা হয় এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি হবে নাকি হ্রাস পাবে , সেই বিষয়টি CME Gap এর উপর অনেকটা নির্ভরশীল। কারণ আজকে হোক আর কালকে হোক না কেন CME Gap পূরণ হবেই। উদাহরণ হিসেবে বলবো, ২০১৮ এর শেষে কিংবা ২০১৯ এর শুরুতে একটি গ্যাপ তৈরি হয়েছিল ১৪ হাজার ডলারে , কিন্তু এর বিটকয়েন সর্বনিম্ন মূল্য পৌছায়। তখন সকলেই বলছিল যে বিটকয়েনের মূল্য আরো নিচে যাবে । তবে ওই গ্যাপ সম্পর্কে যারা জানতো তারা অন্যদের মজা নিতো , কারণ ২০২০ তে এসে এই ১৪ হাজারের গ্যাপটি পূরণ হয়। তাই বিটকয়েন বাড়বে নাকি কমবে , সেটি এই CME Gap এর উপর অনেকটা নির্ভরশীল। Cheesy
855  Alternate cryptocurrencies / Bounties (Altcoins) / Re: [BOUNTY][DeFi]👑KingSwap👑 NFTs, Staking/Yielding, Exchange (4 Weeks!)✅ on: October 28, 2020, 05:16:07 PM
Week #03: (21/10-27/10/2020)
Twitter Link: https://twitter.com/SMPSultanPrince
Number on the Spreadsheet: 37
Retweets:
1 - (21/10) https://twitter.com/SMPSultanPrince/status/1318938140669743104
2 - (22/10) https://twitter.com/SMPSultanPrince/status/1319309890003726336
3 - (23/10) https://twitter.com/SMPSultanPrince/status/1319649888313856000
4 - (25/10) https://twitter.com/SMPSultanPrince/status/1320370239419289600
5 - (26/10) https://twitter.com/SMPSultanPrince/status/1320750757046480897

Tweets:
1 - (21/10) https://twitter.com/SMPSultanPrince/status/1318938777406959617
2 - (22/10) https://twitter.com/SMPSultanPrince/status/1319310345509335040
3 - (23/10) https://twitter.com/SMPSultanPrince/status/1319650589781839872
856  Alternate cryptocurrencies / Bounties (Altcoins) / Re: [BOUNTY] Poolz DeFi - 25000 POZ Reward Pool (only 6 weeks) on: October 25, 2020, 02:28:58 PM
Week - 03: (21/10-27/10/2020)
Twitter Campaign
Twitter Profile Link: https://www.twitter.com/SMPSultanPrince

Tweet Links:
1. https://twitter.com/SMPSultanPrince/status/1318937513612910592
2. https://twitter.com/SMPSultanPrince/status/1319308369274916865


Retweet Links:
1. https://twitter.com/SMPSultanPrince/status/1318937337733160961
2. https://twitter.com/SMPSultanPrince/status/1319308095449788418
3. https://twitter.com/SMPSultanPrince/status/1319649429620551680
4. https://twitter.com/SMPSultanPrince/status/1320018748527407104
5. https://twitter.com/SMPSultanPrince/status/1320368306566483969
857  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 24, 2020, 07:45:23 AM
আমরা যারা কুকয়েন এর বিডি ট্রেডিং পেয়ার দেখে অনেক খুশি হচ্ছি- এইটা আসলে তেমন কিছুই না। এইটা localcryptos কিংবা localbitcoins এর মতই। তেমন কোন পার্থক্য নেই। এতে সরকার তেমন কিছু করতেও পারবে না।
কুকয়েন হঠাৎ এইরকম ডিসিশন নেয়ার কারন কি? বাংলাদেশ থেকে কি কোন সিগন্যাল পেয়েছে  Grin

যারা P2P এর মানেই ভালো করে জানে না , তারা সেই ধরনের খুশি হয়েছে । আর আপনি যেটি বলেছেন , সেটি আসল কাহিনী এবং কুকয়েন শুধুমাত্র একটি সিকিউরিটি দিতেছে যেন কেউ স্ক্যাম করতে না পারে। কারণ অনেকেই ফেসবুক কিংবা টেলিগ্রামে ক্রয়-বিক্রয় করে, তারা অনেক সময় স্ক্যামের শিকার হয়ে থাকে। Localbitcoins কিংবা Paxful এর মতোই তেমন কিছু না। আর যারা এক্সচেঞ্জের কাজ করে, তাদের জন্য একটি সুযোগ হয়ে গেলো এর বেশি আর কিছু না।

আর বাংলাদেশ থেকে কোনো সিগন্যাল পেয়েও লাভ হবে না। যারা পেপালকে বৈধ করে নাই , এই ভেবে যে টাকা ও তথ্য পাচার হবে। তবে রেগুলেশন আনলেও এমন আনবে যে তেমন কোনো লাভ হবে না।



আমিও তাই মনে করি. বাংলাদেশ সরকার যদি এ সম্পর্কে জানতে পারে তবে তারা সম্ভবত ব্যবস্থা নেবে। আমি kucoin সাপোর্টেও কথা বলেছি। তারা বলেছে যে ইতিমধ্যে অনেকে সফলভাবে এই জাতীয় লেনদেন করেছেন। তবে আমি মনে করি আমাদের সেই ঝুঁকি নেওয়া উচিত নয়। আমরা এর জন্য কারাগারে যেতে পারি।

এখানে ব্যবস্থা নেয়ার কিছু নাই , যদি অনেকে রিপোর্টও করে। কারণ Paxful এ প্রতিদিন ১ লক্ষ টাকার বেশি ক্রিপ্টো লেনদেন হয় এবং টেলিগ্রামে তো আমার জানা মতে ১০ হাজার ডলারের লেনদেন হয়। তাহলে বলে , সরকার কেমন করে এদেরকে কাবু করবে । আর যদি কোনো লিগ্যাল অ্যাকশন নিতে যায়, তাহলে একটি আন্দোলন চালু হয়ে যাবে। কারণ অনেকেই এখন এই ক্রিপ্টো ক্রয়-বিক্রয় করে অর্থ উপার্জন করে এবং এদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

আর একটা মজার বিষয় হলো, বিখ্যাত Ponzi/Pyramid/scam scheme ওয়েবসাইট বালসেজ তো Tron ব্লকচেইন ব্যবহার করতেছে এবং বাংলাদেশের প্রায় ৮০% ছাত্র-ছাত্রীরা এটিতে বোকার মতো ইনভেস্ট করে কাজ করতেছে (আমার বন্ধুদের মধ্যে প্রায় সবাই এটিতে ইনভেস্ট করেছে, যদিও আমি তাদেরকে মানা করেছিলাম। আর তারা ভুয়া ইনকামের স্ক্রিনশট মেসেঞ্জারের মাইডেতে দিয়ে নতুনদেরকে বোকা বানাচ্ছে ) । তারাও নিজের অজান্তে ক্রিপ্টো লেনদেনে অংশগ্রহণ করতেছে।
বি:দ্র: কেউ বালসেজের মতো ফালতু Ponzi/Pyramid/scam scheme ওয়েবসাইটে ইনভেস্ট কখনোই করবেন না।
858  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 22, 2020, 05:53:28 PM
তাহলে তো সকল বাউন্টি হান্টারদের এতদিন একাউন্ট টিকার কথা না। আপনি হ্যাসট্যাগ ব্যবহার করুন , কিন্তু স্ক্যাম/ফালতু টুইট-রিটুইটগুলোতে এসব হ্যাসট্যাগ ব্যবহার করবেন না। উপরেই বললাম, ওসব একাউন্টগুলোর টুইট-রিটুইটগুলো সচেতন ক্রিপ্টোব্যবহারকারীরা রিপোর্ট করে এবং ফলস্বরূপ একাউন্ট ব্যান হয়।

স্পাম হ্যাশট্যাগ ব্যবহার করলে কিছুটা সমস্যা হতে পারে। স্পাম হ্যাশট্যাগ বলতে যেসব টুইটে আপনি অপ্রয়োজনীয় হ্যাশট্যাগ ব্যবহার করছেন সেগুলোকে বোঝানো হচ্ছে। যেমন, আপনার পোস্ট হল ক্রিপ্টো নিয়ে কিন্তু আপনি রিচ বাড়ানোর জন্য একটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে দিলেন। সেক্ষেত্রে কেউ যদি রিপোর্ট করে, আপনার একাউন্টে কিছু লিমিট দিতে পারে। এইটা নির্দিষ্ট কোন রুলস না, কিন্তু এইটা কমন সেন্স এবং আমি কোথাও দেখেছি এইটা।

ভাই আপনি একটু আমার পোষ্টটি ভালো করে পড়ুন, আমি উপরে বলছি যে অনেক সচেতন ক্রিপ্টো ব্যবহাহারকারী টু্ইটারে ওমন টুইট রিপোর্ট করে এবং এটিও আপনি বলছেন। আমি শুরুতে বিষয়টি বলেছি, তাই আবার নতুন করে উক্তি করি নাই। লেখাটা একটু অন্যরকম করে বলছি , আশা করি বিষয়টি বুঝতে পারবেন।  Cheesy
859  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 22, 2020, 04:52:19 PM
আমি একটি বিষয় লক্ষ্য করলাম @Istiaque এবং @nissanahammed28 আপনারা নিজে থেকে অনেক রুলস তৈরি করতেছেন টুইটারের জন্য। কোনো সোর্স ছাড়া আপন মনে রুলস/নিয়ম তৈরি করা বন্ধ করুন। আর আমি এখানে অফিসিয়াল টুইটারের লিমিটেশন সম্পর্কিত লিংক দিলাম: https://help.twitter.com/en/rules-and-policies/twitter-limits
এরপর থেকে ভালো করে রিসার্স করবেন এবং নতুনদেরকে ভুল তথ্য দেয়া থেকে দূরে থাকুন। অন্যথায় আমি ব্যবস্থা নিব, কারণ মেরিটের জন্য সবাই এভাবে এখানে ভুল তথ্য দিলে খুবই খারাপ লাগে।

টুইট বা রিটুইটের কি কোন লিমিট আছে?

টুইটারে কিছু লিমিটেশন আছে। নিচে সবগুলো দিয়ে দিলাম:
  • টুইট ও রিটুইট করার লিমিট: প্রতিদিন সর্বোচ্চ ২৪০০ টুইট ও রিটুইট করতে পারবেন এবং এটি টুইটারে আপডেট হয় প্রতি ৩০ মিনিটে।
  • ই-মেইল পরিবর্তন: প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৪ টি ই-মেইল পরিবর্তন করতে পারবেন।
  • ফলো করার লিমিট: প্রতিদিন সর্বোচ্চ ৪০০ ফলো ও আনফলো করতে পারবেন। আপনার যখন ৫০০০ ফলোয়ার হবে, তখন টুইটার ফলো করার একটি লিমিট করে দিবে এবং এটি কোনো নির্দিষ্ট নয়।

এখন আমার কিছু উপদেশ সকল ব্যবহারকারীদের উদ্দেশ্য: ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে একটু সময় নিবেন এবং বটের মতো একবারেই অনেক ফলো করিয়েন না। আর আপনারা থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করে ফলোয়ার বাড়ানোর চেষ্টা না করাই ভালো , আর যদি ব্যবহার করেন তাহলে সাথে সাথে "App and Sessions" থেকে সাথে সাথে ওই ওয়েবসাইটটি সরিয়ে/রিমুভ করবেন। এখন আসি টুইট ও রিটুইট এর ক্ষেত্রে, আপনি যখনই একটি টুইট কিংবা রিটুইট করবেন, তখন থেকে সর্বনিম্ন ১ মিনিট অপেক্ষা করুন নতুন টুইট কিংবা রিটুইট করার জন্য। আমি এই নিয়মগুলো মেনে চলি এবং একাউন্টের তেমন সমস্যা হয় না। শুধু স্ক্যাম প্রজেক্টের বাউন্টি থেকে দূরে থাকুন, কারণ ওসব ওয়েবসাইটের টুইট ও রিটুইটগুলো রিপোর্ট খায় এবং যারা রিটুইট করে তাদের একাউন্ট লিমিট হয়। আর এটি আমার সাথে অনেকবার হয়েছে এবং সেইজন্য সকল ফালতু প্রজেক্টে জয়েন করি না ।



তবে আপনার সাথে আরো একটু যুক্ত করতে চাই সেটি হচ্ছে টুইটারে প্রতি ঘন্টাতে ৫-৬ টা এর  বেশি টুইট বা রিটুইট না করাই ভালো হবে কারণ  অনেক  রুলস আছে টুইটার বলেও না আবার কোথাও লেখাও নাই । যে কারনেই অনেক সময় সকল নিয়ম মেনে চলা আমাদের পক্ষে সম্ভাব হয়না , আমাদের মুল্যবান এ্যাকাউন্ট গুলা হারাতে হয়।

ভাই এমনও সময় ছিল যখন আমি প্রতি ঘন্টাতে ৩২ টা টুইট ও রিটুইট করেছিলাম এবং একাউন্টের কোনো সমস্যা হয় নাই । শুধু উপরের বলা, নিয়মগুলো ধৈর্য্য সহকারে মেনে চলছিলাম।

but টুইট করার সময়  #- ট্যাগ গুলো খেল করে দিবেন। ক্রিপ্টো,  বিটিসি, ইথার, Cryptocurrency ইত্যাদি এই tag গুলো খুব কম use করবেন আমার একটা টুইটার একাউন্ট ব্যান্ড হইসে,

তাহলে তো সকল বাউন্টি হান্টারদের এতদিন একাউন্ট টিকার কথা না। আপনি হ্যাসট্যাগ ব্যবহার করুন , কিন্তু স্ক্যাম/ফালতু টুইট-রিটুইটগুলোতে এসব হ্যাসট্যাগ ব্যবহার করবেন না। উপরেই বললাম, ওসব একাউন্টগুলোর টুইট-রিটুইটগুলো সচেতন ক্রিপ্টোব্যবহারকারীরা রিপোর্ট করে এবং ফলস্বরূপ একাউন্ট ব্যান হয়।


সকলের উদ্দেশ্য একটি অনুরোধ


(১) আপনারা এখন থেকে বাউন্ট নিয়ে এমন পোষ্ট করা বন্ধ করুন , কারণ নিজেদের মানে বাংলাদেশের জন্য যদি আপনারা একটি একক একাউন্ট চান। তাহলে আমাদেরকে প্রথমেই এই লোকাল বোর্ডটিকে তথ্যবহুল করুন এবং বাউন্টি বিষয়ক তথ্য কখনোই এই বোর্ডটিকে তথ্যবহুল করবে না।

(২) বিটকয়েনটক ফোরামে একের অধিক একাউন্ট ব্যবহার করা যায়, এইজন্য আপনারা মেরিট অ্যাবইউজ করিয়েন না। আর একাউন্টটিকে উচ্চপদে নেয়ার জন্য ভুল তথ্য শেয়ার করবেন না এবং ফোরামের সকল নিয়ম মেনে চলুন।

(৩) যারা প্রোগ্রামিং জানেন, তারা ডেভেলপমেন্ট বিষয় নিয়ে আলোচনা শুরু করুন কিংবা প্রশ্ন করুন। এতে সকলের জ্ঞান বৃদ্ধি পাবে।

(৪) ফোরামটিকে শুধুমাত্র টাকা ইনকামের জন্য ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রথমে জ্ঞান অর্জন করুন এবং দ্বিতীয় অবস্থানে ইনকামের জন্য ব্যবহার করুন।
860  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 21, 2020, 04:29:41 PM

< -- snip -- >

অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা শিখার চাইতে আয় করার প্রতি বেশি মনযোগী। আমরা যদি প্রথমে শিখার চিন্তা করি তাহলে পরে অনেক আয় করা যায়। কিন্তু সে পথে কেউ আগাতে রাজি নয়। এই ফোরামে অনেক কিছু শেখার আছে। আমি অনেকদিন এই ফোরামে আছি এবং আমি যাই জানি, এই ফোরামের সাহায্যেই শিখেছি।
আমি ব্যক্তিগত ভাবে কিছুটা ব্যস্ত। আমিও শীঘ্রই কিছু আর্টিকেল লিখবো চিন্তা করেছি।

কথা একদম সত্য। আমার কিছু বন্ধুকে বললাম আগে , নিজেদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে এবং কাজ নিজে থেকে চলে আসবে। কিন্তু আমি ব্যর্থ , কারণ তারা বসে বসে লাখপতি হতে চায় এবং MLM/Pyramid/Ponzi স্কিমগুলোতে ইনকাম করা শুরু করছে ভুয়া স্কিনশট ম্যাসেন্জারের "মাই ডে" তে দিয়ে। তাই সকলকে এইটাই বলি, জ্ঞান অর্জন আগে।

ভালো লাগলো যে, সকল মেম্বাররা আমরা পোষ্ট লেখা শুরু করবো। আর এমন চলতে থাকলে তো আমাদের একটি একক সেকশন পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে।  Cheesy
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 [43] 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!