<-- snip -->
polkadot মোটেই এথেরিয়াম এর copycat নয়। আপনার উচিত polkadot এর ফিচারস এবং সার্ভিস নিয়ে আরো ভালো ভাবে জানা।
অবশ্যই আমাকে শুধুমাত্র গুগল থেকে সার্চ করে পার্থক্যগুলো না বের করে, ভালো করে রিসার্চ করা উচিত ছিল । জ্ঞানী ব্যক্তিকে একটি ঈঙ্গিত দিলেই হয়, আশা করি বুঝে নিবেন, পূর্বের বাক্যটির মানে।
এই আসি কপিক্যাট বলার কারণটি কী ছিল এবং পুরো যুক্তিকতা দিয়ে দিবো। বাকিটা যে যেমন ভাবেন , সেটি তার উপর কারণ আমার সকল মতামত যে আপনাদের সাথে মিলবে এমন কোনো গ্রন্থে লেখা নেই।
নিচে একটি Polkadot এর অফিসিয়াল ভিডিও এবং কিছু টাইমস্টাম্প দিলাম , ওই সময়ের বক্তব্যটি সকলে জেনে নিন।
ভিডিও লিংক:
https://youtu.be/GcOKXAOh4Xwসময়:
00.19 - 00.27 : We were just kind of thinking how we could maybe create the next version of Ethereum
01.53 - 02:11 : There was a general idea back in 2014 when we were starting Ethereum, that Ethereum 2.0 should be being under development by late 2016. ANd here we were sitting around in autumn of 2016 and there was absolutely no indication that there was going to be any development significant at least on Ethereum 2.0 for some time.
সকলে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে বাংলা করে নিয়ে, যদি ইংরেজিগুলো না বুঝতে পারেন। এখন আসি মূল কথায়, উক্তিতে দেওয়া ২য় টাইমস্টাম্পের বক্তব্যগুলো যদি ভালো করে দেখি| তাহলে দেখা যায় যে, ইথিরিয়াম ২.০ তৈরির আলোচনা ২০১৬ তে শুরু হয় এবং এটি একাই Polkadot এর ফাউন্ডারের কখনোই আইডিয়া ছিল না , কারণ সকল ডেভেলপার আলোচনা করেই এটি সিদ্ধান্ত নিয়ে ছিল। কিন্তু ২০১৬ এর শেষে যখন Polkadot এর ফাউন্ডার দেখলো যে, ইথিরিয়াম ২.০ এর ডেভেলপমেন্ট তেমনভাবে এগোচ্ছে না। তখন নিজেই একটি টিম তৈরি করে, Polkadot এর মতো cross-chain ( polkadot এর cross-chain কে নতুন নাম দেয়া হয় parachain, যেমনটা Cosmos তাদের cross-chain কে cosmos-hub নাম দিয়েছে) প্রজেক্ট শুরু করে এবং ইথিরিয়াম ২.০ এর সকল আইডিয়া কপি করার পর, শুধুমাত্র cross-chain টি সংযুক্ত করে। আর প্রথম যে টাইমস্টাম্প দেয়া আছে, সেটি দেখে লাফালাফি করার কোনো মানে হয় না। কারণ তারা নিজেদের আইডিয়া সকলের সামনে তুলে ধরার জন্যই এমন একটি বক্তব্য ভিডিও এর শুরুতে রেখেছে। আশা করি, এবার কপিক্যাট বলার কারণটি খুজে পেয়েছেন সবাই। কপিক্যাট প্রমাণ দেয়ার দরকার ছিল, সেট দিলাম এবং পরবর্তী বিষয়গুলো আলোচনার কোনো মানেই আসে না কারণ সকলেই এক ব্লকচেইন থেকে আইডিয়া চুরি করে এবং নতুন কিছু ফাংশনালিটি দিয়ে নতুন প্রজেক্ট আনে, যেন অন্যরা কপিক্যাট না বলতে পারে।
এখন আসি cross-chain নিয়ে, আগের পোষ্টটে বলেছি যে অনেক প্রতিযোগী আছে । মাফ করবেন কারণ আমি শুধুমাত্র ইথিরিয়াম লেখেছিলাম এবং ইথিরিয়াম ২.০ টি লেখতে ভুলে গিয়েছিলাম ( ইথিরিয়াম ২.০ মানেই যে cross-chain এটি বলি নাই, তাই নিজে থেকে এমন ভুল তথ্য মনে করা বাদ দিবেন সবাই) ।
Polkadot এর মতো আরো ভালো cross-chain সার্ভিসের অনেক ব্লকচেইন আছে, যেমন cosmos ও avalanche তাদের একটি (এই সকল ব্লকচেইনের সবকিছু একই ধরনের হলে কপিক্যাট বলবে, তাই সকলেই কিছু না কিছু বিষয়ে অন্যভাবে ডেভেলপমেন্ট করেছে
) । এখন যদি polkadot, cosmos ও avalanche এর তুলনায় আসি , তাহলে avalanche অন্য দুইটির চেয়ে কিছুটা হলেও এগিয় থাকবে( সবগুলো মূল্য কনসেপ্ট একই রকম, তবে সব ব্লকচেইন একই নয়। কারণ একটাই কপিক্যাট বলবে)।
নোট: এখন অনেকেই বলবে যে, আমি যেটাকে কপিক্যাট বলতেছি, সেটি ইন্সপারেশন। তাহলে আমার করা কিছু নাই কারণ আমার সাথে সকলের মতামত একই রকম নাও হইতে পারে। তবে এমনভাবে আলোচনা করাতে অনেক ভালো লাগলো।