হ্যাস পাওয়ার কি?আমারা জানি মাইনিং করার জন্য বেশ ইকুইপমেন্টের প্রয়োজন। সেই সাথে প্রয়োজন বিদুৎতের। মনে করুন আমি বিটকয়েন মাইনিং করতে চাইছি। এর জন্য আমার CPU, GPU অথবা ASIC এর প্রয়োজন। এই সবগুলোরই ভিন্ন ভিন্ন ক্ষমতা। যেমন CPU এর চেয়ে GPU ক্ষমাতাশালী। তেমন GPU এর চেয়ে ASIC অধিক ক্ষমতাশালী।
এখন ধরে নিলাম, এর মধ্যে আমি কিছু ইকুইপমেন্ট আর বিদুৎ ব্যবস্থা করে মাইনিং শুরু করলাম। এখন নিশ্চয় সকলেই অবগত রয়েছেন যে, আমি শুধু একাই মাইনিং করছি না। আমার মতো লক্ষ লক্ষ ব্যক্তি মাইনিং করছে।
আমি একাই একজন ব্যক্তি অল্পকিছু ইকুইপমেন্ট নিয়ে মাইনিং শুরু করলাম। এখন আমার চেয়ে বড় বড় কম্পানি আমার চেয়ে অধিক খরচ করে মাইনিং শুরু করেছে। তো, নিশ্চয় বড় বড় কম্পানি গুলোর তুলনাই আমার ইকুইপমেন্ট খুবই নগন্য। অর্থাৎ আমার মাইনিং মেশিনের চেয়ে বড় মাইনিং কম্পানি গুলোর মেশিন বহু গুন শক্তিশালি।
যেমনটা সেই বল তৈরীর মেশিন গুলোর কথা ভেবে দেখুন।
তাদের এই মাইনিং মেশিনের ক্ষমতাকেই হ্যাসিং পাওয়ার বলা হয়।
এখন বিষয় হচ্ছে যার যত হ্যাসিং পাওয়ার, তার ব্লক মাইনিং করার অগ্রধীকারও তত বেশি। এখন আমি মাইনিং করার জন্য বসে বসে বিদুৎ খরচ করছি কিন্তু মাইনিং করার জন্য আমি কোন সুযোগ পাচ্ছি না। তাহলে আমি কেন শুধু শুধু বিদুৎ খরচ করবো?
মনে করুন আমি আমার মতো আরো ১০জনকে পেলাম যাদের ইকুইপমেন্ট অল্প। তো আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম আমরা ১০ জনে মিলে এক সাথে মাইনিং করবো। এর জন্য আমরা একটা পুল তৈরি করলাম। আর সেই সাথে আমাদের মত পাবলিকদের জন্য সেখানে যোগ হওয়ার সুবিধাও দিলাম। তাহলে কি হচ্ছে, আমাদের ১০জন বা ১৫ জনের হ্যাস পাওয়ার যোগ হয়ে একটি শক্তিশালী হ্যাস পাওয়ার তৈরি হচ্ছে। যার ফলে ব্লক তৈরির জন্য আমাদেরও অগ্রাধীাকর বৃদ্ধি পাচ্ছে।
আমরা নিশ্চয় Poolin, F2pool ইত্যাদির নাম শুনেছি। যদি না শুনে থাকেন তবে নিচের ছবিটি দেখুন।
এখানে বেশ কিছু মাইনিং পুল দেখতে পাচ্ছেন। আর সেই সাথে কার কাছে কত পরিমান হ্যাস পাওয়ার আছে তাও দেখাচ্ছে। যেমন Poolin এর কাছে ১৭.৭%, BTC.com এর কাছে ১৪.২%।
এখন ধরুন নতুন কিছু ট্রানজেকশন হলো, এখন এই ট্রানজেকশন গুলোকে নিয়ে একটি ব্লক তৈরি করার জন্য সব মাইনার লেগে গেল। এখন যার হ্যাসিং পাওয়ার যত বেশি তার সম্ভাবনাও অনেক বেশি পরবর্তী ব্লক তৈরির জন্য।
উপরের ছবি দিয়ে উদাহরন দিতে হলে বলা যায়, Poolin এর চান্স ১৭.৭%, F2Pool এর চান্স ১৭%, BTC.com এর চান্স ১৪.২% এইভাবে বাকি গুলোর।
আবার আপনি ইকুইপমেন্ট না বাড়িয়ে আপনি হ্যাস পাওয়ার কিনে নিতেও পারেন। হ্যাস পাওয়ার বিক্রয় করে এমন একটি সাইট হচ্ছে
https://www.nicehash.com/একটি কথা না বললেই নই। আর তা হচ্ছে এই ধরনের মাইনিং পুল তৈরি ডিসেন্ট্রালাইজেশনের জন্য হুমকি। কারন পুল তৈরিতে সকলে একসাথে হয়ে সেন্ট্রালাইজেশন তৈরি করছে। যার দ্বারাই 51% Attack হওয়ার সম্ভাবনা বাড়ছে।