God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1120
Merit: 1393
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
June 30, 2025, 09:19:22 AM |
|
ফাইনালি আবারো একটি ফ্রি র্যাফেলে অংশগ্রহণ করে বিজয়ী হলাম
আলহামদুলিল্লাহ আমার ভাগ্য অনেক ভালো, যদিও আমি বেশি ফ্রি র্যাফেলে অংশগ্রহণ করি না, কিন্তু কয়েকদিন পর পর বিজয়ী হয়ে যাই। মনে হয় এখন পর্যন্ত ৪০ টি মতো ফ্রি র্যাফেলে অংশগ্রহণ করেছিলাম যার মধ্যে প্রায় ৭-৮ বার বিজয়ী হতে পেরেছি, যারা বলেন ফ্রি র্যাফেলে অংশগ্রহণ করে বিজয়ী হওয়া যায় না, কিন্তু যদি আপনার লাক ভালো থাকে তাহলে অবশ্যই বিজয়ী হতে পারবেন। যদিও এই র্যাফেলের পুরুষ্কার হাতে পাওয়া খুবই কঠিন। কিন্তু পুরষ্কার হাতে পাওয়ার চেয়ে বিজয়ী হওয়া অনেক আনন্দময়, কেননা এখানে আরও ৩০/৩৫ জন অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে আমি ভাগ্যবান ছিলাম। আপনাকে অভিনন্দন। এই যে ৭-৮ বার বিজয়ী হলে, এটা কি আপনি আপনার ঠিকানায় ডেলিভারি নিয়েছেন নাকি? আমি তো এসবে জয়েন করি না কারণ এগুলো দেশে আনা মানে হুদাই টাকা নষ্ট করা। কাস্টমস অনেক বেশি ঝামেলা করে। আর যদি সেটা ক্রিপ্টো রিলেটেড কিছু হয়, তাহলে তো কোনো কথা কাজে আসবে না। আমি একবার একটা কার্ড জিতেছিলাম একটা মিক্সার থেকে, সেটা গাজেটা বিটকয়েন কে দিয়ে দিয়েছিলাম। কারণ দেশে আনার মতো তেল বা সাহস কোনোটাই আমার হয় নাই। আপনি এগুলো করেছেন জানালে খুশি হইতাম। যদি দেশে এনে থাকেন, তাহলে সেটার প্রসেস কি ছিলো। আমি স্পোর্টসবেট থেকে দুইটা জার্সি আর একটা স্কার্ফ পাইছিলাম, সেটা রিসিভ করতে আমাকে অনেক কষ্ট করছে হয়েছে। এর পর থেকে আমি আর কোনো ধরনের কন্টেস্ট এ জয়েন করি নাই।
|
|
|
|
|
Bd officer
|
 |
June 30, 2025, 10:35:08 AM |
|
আপনাকে অভিনন্দন। এই যে ৭-৮ বার বিজয়ী হলে, এটা কি আপনি আপনার ঠিকানায় ডেলিভারি নিয়েছেন নাকি? আমি তো এসবে জয়েন করি না কারণ এগুলো দেশে আনা মানে হুদাই টাকা নষ্ট করা। কাস্টমস অনেক বেশি ঝামেলা করে। আর যদি সেটা ক্রিপ্টো রিলেটেড কিছু হয়, তাহলে তো কোনো কথা কাজে আসবে না। আমি একবার একটা কার্ড জিতেছিলাম একটা মিক্সার থেকে, সেটা গাজেটা বিটকয়েন কে দিয়ে দিয়েছিলাম। কারণ দেশে আনার মতো তেল বা সাহস কোনোটাই আমার হয় নাই।
আপনি এগুলো করেছেন জানালে খুশি হইতাম। যদি দেশে এনে থাকেন, তাহলে সেটার প্রসেস কি ছিলো। আমি স্পোর্টসবেট থেকে দুইটা জার্সি আর একটা স্কার্ফ পাইছিলাম, সেটা রিসিভ করতে আমাকে অনেক কষ্ট করছে হয়েছে। এর পর থেকে আমি আর কোনো ধরনের কন্টেস্ট এ জয়েন করি নাই।
আরে ভাই এইগুলো কিছুই এখনো আনা হয় নাই, প্রত্যেক বার হোল্ড করে রেখে দিতে বলেছিলাম, এই গূলো এনে কি নিজেকে ঝামেলায় ফেলবো নাকী। আর ফ্রি দিতে হবে আবার নানান ঝামেলা। আমি ৭-৮ বারের মধ্যে একবার পুরষ্কার নিয়েছিলাম, সেটি বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করেছিলো, মেবি ৪৯ ডলারের পেমেন্ট পেয়েছিলাম, এই আমার লাভ। বিজয়ী হয়ে কোন লাভ হয় না, অযথা অংশগ্রহণ করি, কিন্তু বিজয়ী হলে খুবই ভালো লাগে এর জন্য অংশগ্রহণ করি। দেখা যায় অনেকেই অভিনন্দন জানায়, এই আরকী।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
Z_MBFM
|
 |
June 30, 2025, 06:38:20 PM |
|
NFC টেকনোলজি প্রত্যেকটা ব্যাংকের ফিজিক্যাল কার্ড এর মধ্যে থাকে। আর যদি আপনার মোবাইল ফোনে NFC টেকনোলজি থাকে তাহলে আপনি এটি ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না। Redotpay ব্যবহার করা আমি ছেড়ে দিছি। আপনার কার্ডে যদি ব্যালেন্স না থাকে কিন্তু যদি কোন প্লাটফর্মে অটো সাবস্ক্রাইব অন থাকে এবং সেখান থেকে যদি আপনার কার্ড থেকে টাকা কাটার চেষ্টা করে তাইলে প্রত্যেকটা ফেইল ট্রানজেকশনের জন্য ১ ডলার কাটে। আমার কার্ডের ব্যালেন্স হয়ে আছে এখন -২৬$ আমি যখন অ্যাপস আনইন্সটল করে দিছি তখন ব্যালেন্স ছিল -৭$। আর আমি গত দুইদিন আগে অ্যাপস ডাউনলোড করে আবার লগইন করছিলাম Gemini এর VO3 এর স্টুডেন্ট ফ্রি ট্রায়াল নেয়ার জন্যে। Gimini VO3 ১৫ মাসের জন্য প্রিমিয়াম ফ্রি ট্রায়াল দিতাছে স্টুডেন্টদের জন্য। আমি ভাবছিলাম কার্ডটা এড করে ফ্রি ট্রায়াল নিব তারপরে কাজ শেষ। কিন্তু কার্ড বারবার ডিক্লাইন করে দিতেছে আবার প্রত্যেকটা ফেল ট্রানজেকশনের জন্য -১$ করে বাড়তেছে। এই হচ্ছে এখন Redotpay এর অবস্থা। আমি এটা ব্যবহার করা বাদ দিয়ে দিছি। ব্যাংকের কার্ড পাসপোর্ট দিয়ে অ্যান্ড্রোজমেন্ট করে সেটা ব্যবহার করি।
ভালো কথা বলেছেন ভাই না হলে তো আমি জানতামই না যে Redotpay যে এত ক্রিটিক্যাল টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। আমি তো ইন্সটল করে ঘাটাঘ্যাট ব্যবহার করা শুরু করে দিয়েছি আপনার কথা থেকে বুঝতে পারলাম যে কখনও সজ্ঞানে হোক অজ্ঞানে হোক Redotpay দিয়ে সাবস্ক্রিপশন কেনার আগে অটো সাবস্ক্রিপশন অপশন অফ করতে হবে। তবে আমার কাছে এটা একটু এক্সেস লেগেছে যে ফেইল ট্রানজেকশন এর জন্য এক ডলার করে কেটে নেয়। যদিও এটা আমি আপনার পোস্টের মাধ্যমে জানতে পেরেছি। আপনি কি সাপোর্টের যোগাযোগ করেছিলেন তারপর কনফার্ম হয়েছেন এই বিষয়টা নাকি কন্ডিশনে দেখেছেন? আমি সাপোর্টে কথা বলিনাই আর কোথাও লেখাও পড়িনাই। আমার নিজের সাথে এমন হচ্ছে আমি নিজে বাস্তব প্রমাণ। আর শুধু আমার সাথে না আমার পরিচিত যারাই Redotpay ব্যবহার করে সবার সাথেই এরকম হইতেছে। আমি বাস্তবে এইসব ফেস করছি তাই এখানে শেয়ার করছি। এইসব সমস্যার সম্মুখীন হবার পর আর সবার সাথে একই রকম ঘটনা ঘটতে দেখার পর আর সাপোর্টে কথা বলার কি দরকার। আমি এপস আন্সটিল করে দিছি। আর ভাই Gimini VO3 ১৫ মাসের জন্য প্রিমিয়াম ফ্রি ট্রায়াল দিতাছে স্টুডেন্টদের জন্য এটা ভাই কোথায় পাইছেন আমাকে একটু দিবেন একটু ট্রাই দিয়ে দেখতাম পারি কিনা কিনতে.
এটা ভাই বাংলাদেশ এর জন্য এভিলেবল না। USA ও হতে গোনা কিছু দেশের জন্য বর্তমানে ইভেলেবল আছে। তাই আপনি বাংলাদেশ থেকে ব্যবহার করতে চাইলে ভিপিএন ব্যবহার করে একসেস করতে হবে। আর এর আপাকে স্টুডেন্ট প্রমাণ করতে একটা EDU মেইল লাগবে কিন্তু বাংলাদেশ এর কোনো প্রতিষ্ঠানে EDU মেইল কাজ করে না চেক করে দেখছি। আপনি এর জন্য Temp মেইল এ ব্যবহার করতে পারেন EDU এর টেম্প মেইল পাওয়া যায় গুগলে সেগুলো ব্যবহার করতে পারেন কাজ করবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার সব ইমেইল এই সার্ভিসের জন্য এলিজিবল নাও হতে পারে। এক্ষেত্রে আপনি নতুন ইমেইল খুলে চেষ্টা করতে পারেন। যদি আপনার ইমেইল। এলিজিবল না থাকে তাহলে আপনি প্রথম ধাপেই আটকে যাবেন তখন অন্য মেইল দিয়ে ট্রাই করবেন। Link - https://one.google.com/explore-plan/ai-premium-studentএই লিংকে ডুকলেই বাকি প্রসেস নিজে নিজেই বুঝতে পারবেন একটু ঘাটাঘাটি করলে। আর অবশ্যই VPN এ USA এর কোনো লোকেশন কানেক্ট করে এই লিংকে ডুকবেন।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
LDL
|
 |
July 01, 2025, 04:56:53 AM |
|
ফেসবুকে একটি পোস্ট পড়ে একটা বিষয় জীবনে ভুল ধারণা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল এবং এখানে আমি শেয়ার করার চেষ্টা করলাম। কেউ মাইন্ডে নিয়েন না। আমি আগে ভাবতাম দাজ্জাল কোন এক ব্যক্তির নাম যার কপালে এক চোখ থাকবে এবং কপালে ত্রিভুজ আকৃতির কিছু সনাক্তকারি চিহ্ন থাকবে। কিন্তু দাজজাল মুলত কোন একক ব্যক্তি নয় বরং একটা সিস্টেম ব্যবস্থা। ধরেন আমাদের বর্তমানে প্রিয় Bitcoin, Blockchain অর্থাৎ ডিজিটাল কারেন্সি যা একটি দাজজালিয় সিস্টেম যা আমরা এমনভাবে গ্রহণ করেছি যা এখন ইচ্ছে করলেও জীবন থেকে বাদ দিতে পারবো না। যেমন ধরুন Artificial intelligence (AI) এখন পৃথিবীর টক অব দ্য ইয়ার। পৃথিবীতে প্রতিযোগিতা হচ্ছে এআই এর জন্য। এআই দিয়ে এমন প্রাণবন্ত ভিডিও, ছবি বানানো হচ্ছে যা দেখে সনাক্ত করা সম্ভব নয় আসল না নকল। এগুলো সবই দাজজালিয় ফিতনা যা আমরা হাসিমুখে সাদরে গ্রহণ করছি। ডিজিটাল ব্যাংকিং, অনলাইন ক্যাসিনো , যতই বলি না কেন আমি নিজেও এই সিস্টেম থেকে নিজেকে বিরত রাখতে পারবো না। আমরা মনের অজান্তেই দাজজালিয় ফিতনার সাথে জড়িত হয়ে গেছি।
তবে একটা বিষয় হচ্ছে আমরা কেউই দাজজালিয় ফিতনার থেকে মুক্ত থাকতে পারবো না তবে মনে রাখতে হবে আপনি যেন দাজজালিয় ফিতনার মধ্যে থেকে ইমান নষ্ট না করেন। ইসলামের প্রাগৈতিহাসিক যুগে অনেক মুসলিম অমুসলিম বাড়িতে কাজ করতো , চাকরি করতো কিন্তু তারা শত কষ্টের মাঝেও ইমানহারা হননি। তাই আমাদের উচিত এই সকল ফিতনা থেকে নিজেকে সবোর্চ্চ রক্ষা করে চলার । আল্লাহ আমাদের সবাইকে দাজজালিয় ফিতনার কবল থেকে হেফাজত করে ইমান মজবুত রেখে চলার তৌফিক দান করুন। আমীন
|
|
|
|
|
Negotiation
Sr. Member
  
Offline
Activity: 1498
Merit: 285
Reality is that 1 BTC = Billionaire.
|
 |
July 01, 2025, 07:04:33 AM |
|
তবে একটা বিষয় হচ্ছে আমরা কেউই দাজজালিয় ফিতনার থেকে মুক্ত থাকতে পারবো না তবে মনে রাখতে হবে আপনি যেন দাজজালিয় ফিতনার মধ্যে থেকে ইমান নষ্ট না করেন। ইসলামের প্রাগৈতিহাসিক যুগে অনেক মুসলিম অমুসলিম বাড়িতে কাজ করতো , চাকরি করতো কিন্তু তারা শত কষ্টের মাঝেও ইমানহারা হননি। তাই আমাদের উচিত এই সকল ফিতনা থেকে নিজেকে সবোর্চ্চ রক্ষা করে চলার । আল্লাহ আমাদের সবাইকে দাজজালিয় ফিতনার কবল থেকে হেফাজত করে ইমান মজবুত রেখে চলার তৌফিক দান করুন। আমীন
ভাই আপনি ঠিক বলেছেন তবে দাজ্জালের বিষয়টা একটু জটিল একটা বিষয়। আমাদের দেশের বর্তমান আলেমগণ বা বিশ্বব্যাপী যে সকল আলেম-ওলামা রয়েছেন, তারা দাজ্জাল বিষয়ে খুব একটা ভালো ধারণা বা স্বচ্ছ একটা বক্তব্য দিতে সক্ষম নন। কারণ দাজ্জাল বিষয়ে কথা বলতে হলে তাকে কোরআন ও হাদিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। পাশাপাশি বর্তমান বিশ্ব ব্যবস্থা, অর্থনীতি , রাজনীতি এবং সমসাময়িক সকল ধরনের প্রেক্ষাপট সম্পর্কে তাকে ধারণা রাখতে হবে। এক্ষেত্রে দেখা যায় অধিকাংশ মানুষ আবেগের বসত শুধু মানুষ দেখানো বক্তব্য দিয়ে থাকে। এই মুহূর্তে আমাদের জীবন ব্যবস্থায় কোনটা আসলে দাজ্জালে ফেতনা। আর কোনটা আমাদের সাধারণ বিষয় বা বাস্তবিক উন্নতি, এটা বোঝা খুব কঠিন কারণ একেকজন আলেম একেক ভাবে বক্তব্য দিয়ে থাকে এবং একেক জন আলেম এক একটা পক্ষ নিয়ে কথা বলে থাকে। এক্ষেত্রে আমরা যারা আলেম না আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে কোনটা আসলে সত্য এবং কোনটা মিথ্যা এটা বোঝা। এই মুহূর্তে খুব কঠিন একটা বিষয় কারণ আপনি যখন দেখবেন যে আপনার বাস্তবিক জীবনে কোন একটা বস্তু প্রয়োজন। সেটা কেউ যদি এসে বলে দাজ্জালের ফেতনা তাহলে সেটা আপনার প্রয়োজন এবং ফেতনা সাথে সাংঘর্ষিক। ------ আপনি এগুলো করেছেন জানালে খুশি হইতাম। যদি দেশে এনে থাকেন, তাহলে সেটার প্রসেস কি ছিলো। আমি স্পোর্টসবেট থেকে দুইটা জার্সি আর একটা স্কার্ফ পাইছিলাম, সেটা রিসিভ করতে আমাকে অনেক কষ্ট করছে হয়েছে। এর পর থেকে আমি আর কোনো ধরনের কন্টেস্ট এ জয়েন করি নাই।
ভাই বাহির থেকে গিফট হিসেবে আপনি যখন কোন প্রোডাক্ট নিয়ে আনবেন। তখন ওখানে রিলেশনশিপ এর কথা উল্লেখ করা জায়গা থাকলে ফ্রেন্ড দিতে বলবেন এবং এটা গিফট আইটেম হিসেবে পাঠাতে বলবেন। তাহলে কাস্টম ট্যাক্স বসাবে না। বা আটকাবে না এক্ষেত্রে আপনার পণ্যটা যদি ওজন কম হয় তাহলে কাস্টম ছেড়ে দেবে এবং আপনি আপনার যে পোস্টাল অফিস সেটার ঠিকানা দিবেন। সেখানে তাহলে আপনার পোস্ট অফিসের ঠিকানায় সেটা চলে আসবে । আর যদি আপনি DHL এর মাধ্যমে নেন তাহলে সরাসরি আপনার স্থানীয় পর্যায়ে, সুন্দরবন অথবা অন্যান্য যে কুরিয়ার সার্ভিস গুলো আছে সেগুলোর মাধ্যমে আপনার কাছে পাঠানো হবে. এক্ষেত্রে উল্লেখ করতে হবে এটা একটা গিফট আইটেম। আমি চায়না থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছিলাম এবং আমেরিকা থেকে একটা প্রোডাক্ট আনতে দিয়েছিলাম। তো তারা দেখেছিলাম ঠিকানা ওই জায়গাতে প্রোডাক্ট আইটেম হিসেবে গিফট আইটেম লিখে দিয়েছিল। এক্ষেত্রে গিফট আইটেমের ক্ষেত্রে খুব কম সময় ট্যাক্স বা ভ্যাট বাসায় থাকে। যদি পণ্যে ওজন বেশি না হয় এবং সাইজে খুব বেশি বড় না হয়। তাহলে সাধারণত ট্যাক্স বাসায় না স্ক্যানিং করেই ছেড়ে দেয়।
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1120
Merit: 1393
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
July 01, 2025, 10:20:45 AM |
|
আরে ভাই এইগুলো কিছুই এখনো আনা হয় নাই, প্রত্যেক বার হোল্ড করে রেখে দিতে বলেছিলাম, এই গূলো এনে কি নিজেকে ঝামেলায় ফেলবো নাকী। আর ফ্রি দিতে হবে আবার নানান ঝামেলা। আমি ৭-৮ বারের মধ্যে একবার পুরষ্কার নিয়েছিলাম, সেটি বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করেছিলো, মেবি ৪৯ ডলারের পেমেন্ট পেয়েছিলাম, এই আমার লাভ। বিজয়ী হয়ে কোন লাভ হয় না, অযথা অংশগ্রহণ করি, কিন্তু বিজয়ী হলে খুবই ভালো লাগে এর জন্য অংশগ্রহণ করি। দেখা যায় অনেকেই অভিনন্দন জানায়, এই আরকী। আমি আসলে পর্যাপ্ত সময় পাই না, আর বেশিরভাগ সময় খেয়াল ই করি না কি হচ্ছে। নইলে আপনার মতো আমি এসব উইনার হলে ফোরামে কয়েকজনের সাথে ভালে রিলেশন করে ফেলতাম। আমি এর আগের টা গাজেটা কে দিয়ে দিছিলাম। ধরেন আমি এরকম ৫ টা কন্টেষ্ট জিতে গেলাম, আমি যেহেতু এগুলো রিসিভ করতে পারছি না, খজে খুজে ফোরামের রেপুটেড মেম্বারদের অফার করতাম যে তারা সেটা রিসিভ করতে চায় কি না। এতে করে তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরী হতো। এখন আমার এই কথা শুনে আবার সবাই এভাবে ধুমায়া মানুষকে এগুলো অফার করতে যাইয়েন না। তাইলে আবার মনে করতে পারে যে আপনি আসলে পজেটিভ ফিডব্যাক বানানোর জন্য হয়তো এগুলো করছেন। এটা জাষ্ট একটা ধারনা দিলাম আরকি।
|
|
|
|
|
Nothingtodo
|
 |
July 01, 2025, 02:54:04 PM |
|
ফাইনালি আবারো একটি ফ্রি র্যাফেলে অংশগ্রহণ করে বিজয়ী হলামআলহামদুলিল্লাহ আমার ভাগ্য অনেক ভালো, যদিও আমি বেশি ফ্রি র্যাফেলে অংশগ্রহণ করি না, কিন্তু কয়েকদিন পর পর বিজয়ী হয়ে যাই। মনে হয় এখন পর্যন্ত ৪০ টি মতো ফ্রি র্যাফেলে অংশগ্রহণ করেছিলাম যার মধ্যে প্রায় ৭-৮ বার বিজয়ী হতে পেরেছি, যারা বলেন ফ্রি র্যাফেলে অংশগ্রহণ করে বিজয়ী হওয়া যায় না, কিন্তু যদি আপনার লাক ভালো থাকে তাহলে অবশ্যই বিজয়ী হতে পারবেন। যদিও এই র্যাফেলের পুরুষ্কার হাতে পাওয়া খুবই কঠিন। কিন্তু পুরষ্কার হাতে পাওয়ার চেয়ে বিজয়ী হওয়া অনেক আনন্দময়, কেননা এখানে আরও ৩০/৩৫ জন অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে আমি ভাগ্যবান ছিলাম। #88 - Bd officer Thanks  And we have a winner! এই প্রাইসের দাম কত ? যদি টাকা খরচ করে দাম নাই তোলা যায় তাহলে সে ক্ষেত্রে কিছুই লাভ হবে না। ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া ডিজাইন এ লেখা আছে এটা কি আসলে সত্য। ২৪ ক্যারেট স্বর্ণের যে দাম। এগুলা যদি রিপ্লেস করে কিছু টাকা পয়সা দেয় সেটাই ভালো হতো। অথবা বিক্রি করা যায় কিনা এটা অ্যানাউন্সমেন্ট উল্লেখ থাকলে ভালো হতো। ইউএস এর বাইরে ডেলিভারি দিতে হলে অবশ্যই সিপমেন্ট খরচ দিতে হবে। আমাদের দেশে আনতে গেলে অনেক বেশি খরচ হবে এবং বিশেষ করে আইনের ঝামেলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এই পুরস্কারের পরিবর্তে যদি বিটকয়েন কিংবা টাকা দেওয়া সম্ভব হতো এটাই অনেক বেটার হতো। যা হোক পুরস্কারের চেয়ে এতগুলো মানুষের মাঝে নির্বাচিত হয়েছেন এটাই বড় কথা। শিপমেন্টের পরিবর্তে আপনি যদি তাদের কাছে হোল্ডিং করে রেখে দেন তাহলে তারা হোল্ডিং করে রেখে দেবে। এবং সেটাই করে দেন অথবা ইউএসএ তে যদি আপনি কারো কাছে রেখে দিতে চান অথবা দিয়ে দেন সেটাও করতে পারেন।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | Rainbet.com CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
Wonder Work
|
 |
July 01, 2025, 04:17:40 PM |
|
Update June:২০২৫ সালের জুন মাসের সক্রিয় অ্যাকাউন্টগুলির ডেমো গ্রাফ চার্টটি দেখুন। এত বেশি অ্যাকাউন্ট সংরক্ষিত আছে যে তা কল্পনার বাইরে। প্রতি মাসে এইভাবে অনেক অ্যাকাউন্ট সক্রিয় হয়। কোন ধরণের অ্যাকাউন্টের জন্য সেগুলি সংরক্ষিত করা হয়েছে তা বলা সহজ বলে মনে হয় না কারণ এটা ফার্মিং এর মাধ্যমে একাউন্টগুলো ফার্ম করে থাকে। আমি জুন মাসের সংগৃহীত তথ্য এবং গ্রাফ চার্ট তৈরি করেছি। এই চার্টে, আপনি পুরানো/নতুন অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইমেলগুলির একটি ডেমো দেখতে পাবেন যা পরিবর্তিত হয়েছে এবং সেগুলি দেখুন/চোখ রাখুন। এই চার্টে, এই ডেমোটি দেখুন। নতুন অ্যাকাউন্টগুলি সক্রিয় করা হয়েছে, এবং পাসওয়ার্ড এবং ইমেলগুলির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। নীচের ডেমোতে এগুলি দেখা যাবে এবং আপনার চোখ খুলে দেবে, এত পরিমান অ্যাকাউন্ট ফার্ম করে তারা কি করে। এই চার্টে, এই ডেমোটি দেখুন। এখানে র্যাঙ্ক অ্যাকাউন্টগুলির পাসওয়ার্ড এবং নীচের গ্রাফে ইমেল পরিবর্তন করা হয়েছে তার ডেমো[ র্যাঙ্কেবল অ্যাকাউন্টগুলি সক্রিয় করা হয়েছে, এবং পাসওয়ার্ড এবং ইমেলের মাধ্যমে নিচের গ্রাফে পরিবর্তন করা হয়েছে এবং দেখুন এরা পরবর্তি সময় কি করে। মোট নতুন অ্যাকাউন্ট চালু হয়েছে/ পাসওয়ার্ড পরিবর্তন/ ইমেলের মাধ্যমে এবং পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে=2339। এবং অ্যাকাউন্ট র্যাঙ্ক করা হয়েছে/ পাসওয়ার্ড পরিবর্তন/ ইমেলের মাধ্যমে এবং পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে=450। এগুলো দেখার পর, আপনি অবাক হবেন যে এত অ্যাকাউন্ট তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে, যা আরও আশ্চর্যজনক। আমি এখানে আপডেট করছি যেখান থেকে আমি ডেটা সংরক্ষণ করতে এবং গ্রাফ প্রকাশ করতে সক্ষম হয়েছি। মাসিক ওভারভিউয়ের তালিকা 2024 OctoberNovemberDecember2025JanuaryFebruaryMarch AprilMayJune(Update) Wonder Work
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Bd officer
|
 |
July 02, 2025, 12:57:40 AM |
|
ফেসবুকে একটি পোস্ট পড়ে একটা বিষয় জীবনে ভুল ধারণা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল এবং এখানে আমি শেয়ার করার চেষ্টা করলাম। কেউ মাইন্ডে নিয়েন না। আমি আগে ভাবতাম দাজ্জাল কোন এক ব্যক্তির নাম যার কপালে এক চোখ থাকবে এবং কপালে ত্রিভুজ আকৃতির কিছু সনাক্তকারি চিহ্ন থাকবে। কিন্তু দাজজাল মুলত কোন একক ব্যক্তি নয় বরং একটা সিস্টেম ব্যবস্থা। ধরেন আমাদের বর্তমানে প্রিয় Bitcoin, Blockchain অর্থাৎ ডিজিটাল কারেন্সি যা একটি দাজজালিয় সিস্টেম যা আমরা এমনভাবে গ্রহণ করেছি যা এখন ইচ্ছে করলেও জীবন থেকে বাদ দিতে পারবো না। যেমন ধরুন Artificial intelligence (AI) এখন পৃথিবীর টক অব দ্য ইয়ার। পৃথিবীতে প্রতিযোগিতা হচ্ছে এআই এর জন্য। এআই দিয়ে এমন প্রাণবন্ত ভিডিও, ছবি বানানো হচ্ছে যা দেখে সনাক্ত করা সম্ভব নয় আসল না নকল। এগুলো সবই দাজজালিয় ফিতনা যা আমরা হাসিমুখে সাদরে গ্রহণ করছি।
আসলে ভাই এই বিষয়ে আমি আমাদের দেশের কিছু টপ লেবেলের ওলামায়ে কেরামদের কিছু ভিডিও দেখেছিলাম, যেখানে শায়েখ আহমাদুল্লাহ তিনিও বলে থাকেন যে দাজ্জাল কোন এক ব্যাক্তি হবে, যার কপালে কাফের লিখা থাকবে। আসলে দাজ্জাল মানে কী? দাজ্জাল হলো ছলনাময়ী, ধোকাবাজ, তিনি মুসলমানদের ধোকা দিয়ে ছলনা দিয়ে ঈমান নষ্ট করবে। এখন আমার হাদিস সম্পর্কে এতটা ধারনা নেই, জানি না আমরা কোনটা আসল হাদিস বা কোনটা নকল হাদিস। এখন আরও একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম, যে যখন পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে তখন দাজ্জাল ৪০ দিন এই পৃথিবীতে রাজত্ব করবে এবং ৪০ দিন পর ইমাম মাহদীর হাতে দাজ্জালের মৃত্যু হবে এবং দাজ্জাল সম্পর্কে নুহ (আ) তার উম্মতের সতর্ক করেছিলেন, তাই এখানে বোঝা যায় দাজ্জালের আগেই তার জন্ম হয়েছে। এখন শুধু পৃথিবীতে আবির্ভাব হবে, জানি না আসলে সত্যি কী? তিনি এক ব্যক্তি হবে নাকী কোন প্রযুক্তি হবে, তবে AI এটাও দাজ্জালের ফিতনা হতে পারে। আর পৃথিবীতে যখন জুলুম অন্যায় অত্যাচার ব্যাপক পরিমাণে শুরু হবে তখনই পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে। দেখেন এখন ন্যায়বিচার হয়? কখনোই আপনি ন্যায় বিচার পাবেন না, যার টাকা আছে বিচার তার দিকেই চলে যায় যদিও সে অন্যায় করেছিল। আর এখন শতকরা কত পারসেন্ট লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? এখন মানুষ আস্তে আস্তে নামাজের কথা ভুলে যাবে, অন্যায় অত্যাচার অবিচারে লিপ্ত হবে, যা আমাদের নবী পূর্বে থেকে এই ভবিষ্যতবানী করে গিয়েছিলেন। যাই হোক আল্লাহ সকলকে ঈমান দান করুক, দাজ্জালের সকল ফিতনা থেকে হেফাজত করুক। আমিন।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
HelliumZ
|
 |
July 02, 2025, 03:48:47 PM |
|
বাংলাদেশে এখানে কেউ আছেন যে বাংলাদেশের খেলা দেখতেছেন না। যারা দেখেন নাই তারা দ্রুত দেখেনিন। বাংলার দামাল ছেলের অসাধারণ খেলছে যেখানে আমার মত ব্যাট ধরতে দাঁত ভেঙে যায় এরকম ব্যাটসম্যান ও এত খারাপ খেলবে না। ২৯ রানে যখন এক উইকেট তখন তানজিদ হাসান ও নাজমুল হাসান শান্ত খুব ভালো পারফরম্যান্স করে ১০০ রান পর্যন্ত নিয়ে গেছে। ভেবেছিলাম হয়তো বাংলাদেশ আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাবে হারাবে। ১০০ রানে একটি অনাকাঙ্ক্ষিত রান আউট হয়ে গেল নাজমুল হাসান শান্ত। তারপরে খাবার জন্য একটু খেলা দেখা বিরতি দিয়ে দেখি ওরে বাবারে প্রায় অল আউট হয়ে গেছে। এটা আসলে আমরা কাদের খেলা দেখি এবং আমাদের ট্যাক্সের টাকায় এরকম খেলা দেখাটা আমি কোনভাবেই যুক্তিসংগত মনে করি না। আসলে এরা হারাম খাচ্ছে কেননা জনগণের টাকা হালাল টাকা দিয়ে যে খেলা দেখানো উচিত সে খেলা না দেখিয়ে বরং দুর্নীতি করে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে হবে এজন্য তারা খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় তা না হলে মাত্র চার রানে 6 উইকেটের পতন হয় এরকম ক্রিকেট টিম পৃথিবীতে আছে কিনা আমার মনে হয় না। 100/2 .....105/8 ওরে বাবা ১২৫ রানে নয় উইকেট হারিয়ে ফেলেছে। জাকির আলী যদি কিছুটা রান সংগ্রহ না করে দিত তাহলে 105 রানে অল আউট হয়ে যেত। শালার বিড়ালদের খেলা দেখছি। আমার মনে হয় বিড়ালরাও এদের চেয়ে ভালো খেলবে। মেহেদী রাকিব ভাই দেখলাম বলছে যে এলাকার পোলাপানরাও এদের চেয়ে ভালো ব্যাটিং করে।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
|
Wonder Work
|
 |
July 02, 2025, 06:04:02 PM |
|
বাংলাদেশে এখানে কেউ আছেন যে বাংলাদেশের খেলা দেখতেছেন না। যারা দেখেন নাই তারা দ্রুত দেখেনিন। বাংলার দামাল ছেলের অসাধারণ খেলছে যেখানে আমার মত ব্যাট ধরতে দাঁত ভেঙে যায় এরকম ব্যাটসম্যান ও এত খারাপ খেলবে না। ২৯ রানে যখন এক উইকেট তখন তানজিদ হাসান ও নাজমুল হাসান শান্ত খুব ভালো পারফরম্যান্স করে ১০০ রান পর্যন্ত নিয়ে গেছে। ভেবেছিলাম হয়তো বাংলাদেশ আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাবে হারাবে। ১০০ রানে একটি অনাকাঙ্ক্ষিত রান আউট হয়ে গেল নাজমুল হাসান শান্ত। তারপরে খাবার জন্য একটু খেলা দেখা বিরতি দিয়ে দেখি ওরে বাবারে প্রায় অল আউট হয়ে গেছে। এটা আসলে আমরা কাদের খেলা দেখি এবং আমাদের ট্যাক্সের টাকায় এরকম খেলা দেখাটা আমি কোনভাবেই যুক্তিসংগত মনে করি না। আসলে এরা হারাম খাচ্ছে কেননা জনগণের টাকা হালাল টাকা দিয়ে যে খেলা দেখানো উচিত সে খেলা না দেখিয়ে বরং দুর্নীতি করে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে হবে এজন্য তারা খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় তা না হলে মাত্র চার রানে 6 উইকেটের পতন হয় এরকম ক্রিকেট টিম পৃথিবীতে আছে কিনা আমার মনে হয় না। 100/2 .....105/8 ওরে বাবা ১২৫ রানে নয় উইকেট হারিয়ে ফেলেছে। জাকির আলী যদি কিছুটা রান সংগ্রহ না করে দিত তাহলে 105 রানে অল আউট হয়ে যেত। শালার বিড়ালদের খেলা দেখছি। আমার মনে হয় বিড়ালরাও এদের চেয়ে ভালো খেলবে। মেহেদী রাকিব ভাই দেখলাম বলছে যে এলাকার পোলাপানরাও এদের চেয়ে ভালো ব্যাটিং করে।
কি আর কমু ভাই খেলা আমিও দেখছি পরে এই অবস্থা দেখে খেলা দেখে বন্ধ করে দিয়ে চা খেতে চলে গেছি। এইসব খেলা দেখা মানে আরো সময়ের নষ্ট কত চেষ্টা করি যে এইসব খেলার দেখব না তবুও ক্যামনে ক্যামনে জানি দেখি কিছুই বুঝতে পারি না। গতকালকেও গ্যাম্বেলিং বোর্ডে দেখলাম কেউ একজন বাংলাদেশ নিয়ে ট্রল করতাছে। তখন কেমন যে লাগলো ভাই আমার বলে বোঝাতে পারবো না মনে হলো কিছু বলবো ওরে পরে আর বলতে পারলাম না। বলতে না পারার কারন হচ্ছে আমাদের সোনার ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলে তাদের অনেক সুনাম রয়েছে যার কারণে কিছু বলতে পারলাম না। বাংলাদেশের যখন উইকেট পড়তে শুরু করে তখন মনে হয় এক ওভারের ভিতরে সব অলআউট হয়ে যাবে। কি একটা অবস্থা এভাবে আর কতদিন কোন উন্নতি নাই কিভাবে কি একটা ক্রিকেট বোর্ড চলতে পারে। এরা খেলা শিখবে কবে এরা উন্নতি করবে কবে কোন রকমের আশার আলো দেখতে পাচ্ছি না এদের থেকে।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
LDL
|
 |
July 02, 2025, 06:47:18 PM |
|
গতকালকেও গ্যাম্বেলিং বোর্ডে দেখলাম কেউ একজন বাংলাদেশ নিয়ে ট্রল করতাছে। তখন কেমন যে লাগলো ভাই আমার বলে বোঝাতে পারবো না মনে হলো কিছু বলবো ওরে পরে আর বলতে পারলাম না। বলতে না পারার কারন হচ্ছে আমাদের সোনার ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলে তাদের অনেক সুনাম রয়েছে যার কারণে কিছু বলতে পারলাম না। বাংলাদেশের যখন উইকেট পড়তে শুরু করে তখন মনে হয় এক ওভারের ভিতরে সব অলআউট হয়ে যাবে। কি একটা অবস্থা এভাবে আর কতদিন কোন উন্নতি নাই কিভাবে কি একটা ক্রিকেট বোর্ড চলতে পারে। এরা খেলা শিখবে কবে এরা উন্নতি করবে কবে কোন রকমের আশার আলো দেখতে পাচ্ছি না এদের থেকে।
কি আর বলবেন ভাই ট্রল করলেও কিছু বলার নেই কেননা এই মুহূর্তে বাংলাদেশের খেলার যে কন্ডিশন তাতে যে কোন মানুষ বাংলাদেশকে নিয়ে ট্রল করলে কিছুই বলার মতো অবস্থায় নেই। বাংলাদেশেরই খেলা দেখে যে কোন ক্রিকেটপ্রেমী মানুষ অবশ্যই ট্রল করবে। এরা ক্রিকেটের সৌন্দর্যকে নষ্ট করে যেখানে পৃথিবীর যেকোনো দেশ এই পরিস্থিতি থেকে জয় নিশ্চিত করবে সেখানে বাংলাদেশ কি খেলা দেখালো।GB ভিন্ন দেশি মানুষেরা সাধারণত খেলাধুলা নিয়ে সব সময় আলোচনা সমালোচনা করে থাকে সেখানে বাংলাদেশের এই খেলা গুলো দেখে অবশ্যই তারা সমালোচনাই করবে। হ্যাঁ ভাই এক্ষেত্রে বাংলাদেশ নিয়ে সমালোচনা করলে একটু খারাপ লাগবে কিন্তু কিছুই করার নেই। অনেকেই দেখলাম অনেক কিছু বলছে সেটা অবশ্য বলার কারন রয়েছে যা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। বাংলাদেশের খেলা দেখতে গেলে উইকেটের বৃষ্টির খেলা দেখতে হয় । দেখা গেছে আজকের খেলাতে ১০০ রানের পর থেকে ১১০ রান পর্যন্ত যেতে প্রায় অলআউট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল কিন্তু সেখানে জাকের আলী অনেকটাই বিপদ থেকে এগিয়ে নিতে সক্ষম হয়েছিল। কিন্তু একা কতক্ষণ যুদ্ধ করা যায়। যাহোক বাংলাদেশ যতই খারাপ খেলুক আমাদের দেশতো তাই কেউ ট্রল করলে অবশ্যই সেটার জবাব দিতে হবে। খেলোয়ারকে নিয়ে সমালোচনা করা যাবে কিন্তু বাংলাদেশকে নিয়ে সমালোচনা করা যাবে না কেননা বাংলাদেশের ক্ষেত্রে কোন দোষ নেই খেলোয়ারদের মনসংযোগ দক্ষতা, ধৈর্য শক্তি, গুণ বিশ্লেষণ নিয়ে সমালোচনা করা যেতেই পারে। কিন্তু বাংলাদেশকে নিয়ে সমালোচনা করা কোনভাবেই সাপোর্টযোগ্য নয়।
|
|
|
|
|
|
Z_MBFM
|
 |
July 02, 2025, 07:16:53 PM |
|
বাংলাদেশে এখানে কেউ আছেন যে বাংলাদেশের খেলা দেখতেছেন না। যারা দেখেন নাই তারা দ্রুত দেখেনিন। বাংলার দামাল ছেলের অসাধারণ খেলছে যেখানে আমার মত ব্যাট ধরতে দাঁত ভেঙে যায় এরকম ব্যাটসম্যান ও এত খারাপ খেলবে না। ২৯ রানে যখন এক উইকেট তখন তানজিদ হাসান ও নাজমুল হাসান শান্ত খুব ভালো পারফরম্যান্স করে ১০০ রান পর্যন্ত নিয়ে গেছে। ভেবেছিলাম হয়তো বাংলাদেশ আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাবে হারাবে। ১০০ রানে একটি অনাকাঙ্ক্ষিত রান আউট হয়ে গেল নাজমুল হাসান শান্ত। তারপরে খাবার জন্য একটু খেলা দেখা বিরতি দিয়ে দেখি ওরে বাবারে প্রায় অল আউট হয়ে গেছে। এটা আসলে আমরা কাদের খেলা দেখি এবং আমাদের ট্যাক্সের টাকায় এরকম খেলা দেখাটা আমি কোনভাবেই যুক্তিসংগত মনে করি না। আসলে এরা হারাম খাচ্ছে কেননা জনগণের টাকা হালাল টাকা দিয়ে যে খেলা দেখানো উচিত সে খেলা না দেখিয়ে বরং দুর্নীতি করে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে হবে এজন্য তারা খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় তা না হলে মাত্র চার রানে 6 উইকেটের পতন হয় এরকম ক্রিকেট টিম পৃথিবীতে আছে কিনা আমার মনে হয় না। 100/2 .....105/8 ওরে বাবা ১২৫ রানে নয় উইকেট হারিয়ে ফেলেছে। জাকির আলী যদি কিছুটা রান সংগ্রহ না করে দিত তাহলে 105 রানে অল আউট হয়ে যেত। শালার বিড়ালদের খেলা দেখছি। আমার মনে হয় বিড়ালরাও এদের চেয়ে ভালো খেলবে। মেহেদী রাকিব ভাই দেখলাম বলছে যে এলাকার পোলাপানরাও এদের চেয়ে ভালো ব্যাটিং করে।
ও ভাই রে ভাই। খেলা দেখার সময় কি যে মেজাজ খারাপ হইছে, মনে হইতেছিল শা লা গো গিয়া পিটাই। ১০০ রান পর্যন্ত ভালই খেললো বোলিং এর সময়েও ভালো খেলছে তারপর উইকেটের ঝড় শুরু হইলো। কি এক অবস্থা, ইজি একটা ম্যাচ এইভাবে হরলো। ৫০ ওভারের ম্যাচ ২৪৪ রানের টার্গেট তারপরও ১০০ রান পর্যন্ত স্মুথবাবে খেলছে। সবকিছুই ঠিক ছিল হঠাৎ মনে হলো এদের উপরে ঝিন ভর করছে, ধিপ ধাপ উইকেট। এদের গাইলান ছাড়া আর কিছুই করার নাই। আমি আর পরে আর বাংলাদেশের কোনো খেলাই দেখব না। বাংলাদেশ এর খেলা দেখার সময় এখন মনে হয় খেলা না সার্কাস দেখতেছি।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1456
Merit: 1144
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
July 02, 2025, 08:37:36 PM |
|
ও ভাই রে ভাই। খেলা দেখার সময় কি যে মেজাজ খারাপ হইছে, মনে হইতেছিল শা লা গো গিয়া পিটাই। ১০০ রান পর্যন্ত ভালই খেললো বোলিং এর সময়েও ভালো খেলছে তারপর উইকেটের ঝড় শুরু হইলো। কি এক অবস্থা, ইজি একটা ম্যাচ এইভাবে হরলো।
৫০ ওভারের ম্যাচ ২৪৪ রানের টার্গেট তারপরও ১০০ রান পর্যন্ত স্মুথবাবে খেলছে। সবকিছুই ঠিক ছিল হঠাৎ মনে হলো এদের উপরে ঝিন ভর করছে, ধিপ ধাপ উইকেট। এদের গাইলান ছাড়া আর কিছুই করার নাই। আমি আর পরে আর বাংলাদেশের কোনো খেলাই দেখব না। বাংলাদেশ এর খেলা দেখার সময় এখন মনে হয় খেলা না সার্কাস দেখতেছি।
আল্লাহ বাঁচাইছে আজকে আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে আজকে যে বাংলাদেশ এবং শ্রীলংকার ওডিআই ম্যাচ রয়েছে এটা ভুলে গিয়েছিলাম। তবে আমি আমার টাইম বাঁচাতে পেরেছি খেলার কথা ভুলে গিয়ে। তবে ভাই আমি মনে আমাদের এতে এত অবাক হওয়ার কিছু রয়েছে কারণ বাংলাদেশ তার নিজের ফরমে ফেরত এসেছে এর আগে টেস্টে যতোটুকু পারফরমেন্স করেছিল সেটা আসলে আনএক্সপেক্টেড পারফরম্যান্স ছিল, তারপরও সেখানে হেরেছে। লল যাই হোক কালকে নিয়ে আসতেছি জুন মাসের বাংলা বোর্ডের অ্যাক্টিভিটি
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Bd officer
|
 |
July 03, 2025, 03:03:04 AM |
|
ওরে বাবা ১২৫ রানে নয় উইকেট হারিয়ে ফেলেছে। জাকির আলী যদি কিছুটা রান সংগ্রহ না করে দিত তাহলে 105 রানে অল আউট হয়ে যেত। শালার বিড়ালদের খেলা দেখছি। আমার মনে হয় বিড়ালরাও এদের চেয়ে ভালো খেলবে। মেহেদী রাকিব ভাই দেখলাম বলছে যে এলাকার পোলাপানরাও এদের চেয়ে ভালো ব্যাটিং করে।
এদের নিয়ে কিছু বলার নেই, এরা যা শুরু করছে তাতে এদের দিয়ে ক্রিকেট খেলা নয় হাল চাষ করা উচিত। অযথা তাদের বেতন দিয়ে লাভ নেই, মাসে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে অথচ খেলার বেলায় ঘোড়ার ডিম। বাংলাদেশের খেলোয়াড়দের একটাই সমস্যা যে তারা ১৫-২০ ম্যাচ পরে একটা ম্যাচে ভালো ব্যাটিং করে, আসলে তারা ১৫-২০ ম্যাচ পর ভালো করার কারন থাকে তাদের যেনো বাদ না দেয়। আরে সবাই বলে এখন খারাপ সময় যাচ্ছে ভালো সময় আসবে, আসলে লিটনের ভালো সময় কবে আসবে? ৩ বছর ধরে একই কথা শুনে আসছি। হ্যাঁ ভালো করে ওই যে বললাম ১৫-২০ ম্যাচ পর ভালো করবে আর বলবে ফর্মে ফিরেছে, আবার ১৫-২০ ম্যাচে তাদের ব্যাটে কোন রান আসবে না, এটাই মুল সমস্যা। যাইহোক, এদের নিয়ে সমালোচনা করলে শেষ হবে না। এদের খেলা দেখে গালি ছাড়া কিছুই আসে না। আমি আর পরে আর বাংলাদেশের কোনো খেলাই দেখব না। বাংলাদেশ এর খেলা দেখার সময় এখন মনে হয় খেলা না সার্কাস দেখতেছি।
আসলে ভাই প্রত্যেক ম্যাচ শেষ হওয়ার পর এই কথাটাই বলে থাকি, যে এদের খেলা আর দেখবো না। কিন্তু যখন বাংলাদেশের কোন সিরিজ আয়োজন করা হয় বা কোন ইভেন্টে খেলে তখন আপনা আপনি খেলা না দেখলেও স্কোর দেখি, এটাই সমস্যা। ভাই যাই বলুন, না দেখে থাকতে পারবেন না।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
Nothingtodo
|
 |
July 03, 2025, 06:32:17 AM |
|
আসলে ভাই প্রত্যেক ম্যাচ শেষ হওয়ার পর এই কথাটাই বলে থাকি, যে এদের খেলা আর দেখবো না। কিন্তু যখন বাংলাদেশের কোন সিরিজ আয়োজন করা হয় বা কোন ইভেন্টে খেলে তখন আপনা আপনি খেলা না দেখলেও স্কোর দেখি, এটাই সমস্যা। ভাই যাই বলুন, না দেখে থাকতে পারবেন না।
আরে না খেলা দেখা বাদ দেবো কেন? খেলা দেখব ক্রিকেট খেলা আমাদের এখন রক্ত বইছে তাই ক্রিকেট খেলা দেখা বাদ দেবো না। তবে বাংলাদেশের বিপক্ষে যে দল থাকবে সেই দলের খেলা দেখব এবং সেই দলের সাপোর্ট নেব। এতে আপাতত মানসিকভাবে ভেঙে পড়তে হবে না। কালকে স্টেডিয়ামে বেশিরভাগ বাংলাদেশীরা খুব মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং তারা এতটাই হতাশ ছিল যে ক্রিকেটের প্রতি তাদের অবশ্যই মনঃক্ষুন্ন হওয়ার কথা। তবে এখন থেকে যদি বাংলাদেশের বিপক্ষের দল সাপোর্ট করি তাহলে অবশ্যই খেলাতে জয়লাভ করে মনটা আপাতত প্রফুল্ল রাখা সম্ভব হবে। এই সমস্ত খেলোয়ারদের খেলা দেখার চেয়ে বিপরীত দলের খেলোয়াড়দের খেলা দেখলে আপাতত এটা তো মনে হবে যে পাঁচ রান যোগ করতে অলআউট হবে না।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | Rainbet.com CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1456
Merit: 1144
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
July 03, 2025, 10:30:20 AM Last edit: December 08, 2025, 11:28:10 AM by Crypto Library Merited by DdmrDdmr (4), Xal0lex (3), Mahiyammahi (1) |
|
জুন মাসের একটিভিটি ২০২৫
বরাবরের মতন আবারো নতুন আরেকটি মাসের একটিভিটি রিপোর্ট উন্মোচন করার জন্য চলে আসলাম। এ বছরে এপ্রিল মাসে তাদের একটিভিটি এর অবস্থা ভালো ছিল কিন্তু পরবর্তীতে শুধু নিচের দিকে নামতে শুরু করতেছে যদিও এর আগের মাসে একটা ভালো রিপোর্ট পেয়েছিলাম কিন্তু এ মাসে একটিভিটি একদমই কমে গিয়েছে সেই সাথে সাথে মেরিট আর্নিং অনেকাংশই কমে গিয়েছে। তাছাড়া এই মাস সম্পর্কে আর বিস্তারিত কোন কিছু বলার নাই। নিচে বিস্তারিত ডাটা গুলো চার্টের মাধ্যমে তুলে ধরা হলো। জুন মাসের টোটাল পোস্ট হয়েছে = 120টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 37টি মে মাসের টোটাল পোস্ট হয়েছে = 184টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 64টিপ্রথম দশজন পোস্টদাতা 1. Crypto Library [16] 2. Bd officer [14] 3. LDL [14] 4. DYING_S0UL [13] 5. Nothingtodo [10] 6. Shishir99 [9] 7. God Of Thunder [7] 8. Wonder Work [7] 9. Z_MBFM [6] 10. Royal Cap [4]
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ [⬆ ⬇ last postion change indicator] 1. God Of Thunder [569] 2. Crypto Library [533] ⬆ 3. Little Mouse [527] ⬇ 4. Bd officer [428] 5. DYING_S0UL [408] 6. LDL [348] 7. Review Master [324] 8. shasan [244] 9. roksana.hee [200] 10. Shishir99 [197] বাংলা থ্রেড এর একটিভিটি ওভার ভিউ২০২৪ সাল এর অ্যাক্টিভিটিজানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৫ফেব্রুয়ারি মাসের একটিভিটি ২০২৫মার্চ মাসের একটিভিটি ২০২৫এপ্রিল মাসের একটিভিটি ২০২৫মে মাসের অ্যাক্টিভিটি ২০২৫জুন মাসের একটিভিটি ২০২৫জুলাই মাসের এক্টিভিটি ২০২৫আগস্ট মাসের একটিভিটি ২০২৫সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটিঅক্টোবর মাসের অ্যাক্টিভিট ২০২৫নভেম্বর মাসের অ্যাক্টিভিট ২০২৫এনাদের ক্রেডিট না দিলেই নয়Ninjastic.Space -> TryNinjaMerit Dashboard -> DdmrDdmr
DT1 LOGS
জুন মাসের ডিটি1 মেম্বার হওয়ার জন্য যোগ্য ছিলেন-120 জন 100DT1 | | এ মাসে নতুন যারা ডিটি1 হয়েছেন | যারা গত মাসে ডিটি1 ছিলেন | | ________________________________ | ________________________________ | 1. theymos 2. joker_josue 3. Buchi-88 4. BitcoinGirl.Club 5. ekiller 6. Jet Cash 7. RaltcoinsB 8. shahzadafzal 9. abhiseshakana 10. The Cryptovator 11. mendace
| 1. Cyrus 2. vizique 3. jeremypwr 4. hybridsole 5. hilariousandco 6. irfan_pak10 7. klarki 8. crwth 9. Vispilio 10. hugeblack 11. El duderino_ 12. JeromeTash 13. Maus0728 14. TheBeardedBaby 15. tvplus006 16. bitmover 17. madnessteat 18. notblox1 19. YOSHIE 20. inspace 21. efialtis 22. geophphreigh 23. Etranger 24. paid2
| source
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Nothingtodo
|
 |
July 03, 2025, 02:44:25 PM |
|
জুন মাসের একটিভিটি ২০২৫
জুন মাসের টোটাল পোস্ট হয়েছে = 120টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 37টি মে মাসের টোটাল পোস্ট হয়েছে = 184টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 64টি5. Nothingtodo [10]আমাদের বাংলা কমিউনিটির সদস্যদের সক্রিয়তা আসলেই কমে গেছে যেখানে অতীতের মাস গুলোতে পোস্টের সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু এ বছর সেটা কমে গিয়ে 120 নেমে এসেছে। তবে আগামীতে বাড়বে বলে আশাবাদী। আমরা যদি সবাই যার যার সক্রিয় অবস্থান থেকে চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের এখানে কনস্ট্রাক্টিভ পোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং বেশ কয়েকদিন আগে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারসন @Little Mouse ভাই বলেছিলেন আমরা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি বাংলা লোকাল বোর্ড পেতে যাচ্ছি। আমাদের সক্রিয়তা বৃদ্ধি পেলে অবশ্যই এই ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। তাই আমরা চেষ্টা করব নিজেদের অবস্থান থেকে আমাদের সক্রিয়তা বৃদ্ধি করা। Crypto Library ভাই শত ব্যস্ততার মাঝেও পোস্ট করে সর্বোচ্চ হয়েছেন। এবং যারা পরবর্তীতে রয়েছেন তারাও যথেষ্ট চেষ্টা করেছেন। আমি ৫ নাম্বার হয়েছি এবং আশাবাদী আগামী মাসে ইনশাআল্লাহ আরো বেশি পোস্ট করার চেষ্টা করব এবং সেটা অবশ্যই হবে কনস্ট্রাক্টিভ।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | Rainbet.com CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
Mahiyammahi
|
 |
July 03, 2025, 05:08:01 PM Last edit: July 03, 2025, 05:51:37 PM by Mahiyammahi |
|
এবং বেশ কয়েকদিন আগে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারসন @Little Mouse ভাই বলেছিলেন আমরা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি বাংলা লোকাল বোর্ড পেতে যাচ্ছি।
এমন টা হলে তো ভালোই খারাপ না৷ আশা করছি আমাদের সক্রিয়তা বেড়ে যাবে ফোরাম। আমাদের এটা ফাইন্ড আউট করতে হবে আগে যে অন্যান্য বোর্ড এর থেকে আমাদের বোর্ড এ কি এমন কমতি আছে যে জন্য এক্টিভিটি এমন কম হয়। সেটা নিয়ে কাজ করলে এটা ঠিক হয়ে যাবে মনে করছি আমি। বাংলা বোর্ড এ Poker খেলতে পারেন এমন কত জন আছেন। তাহলে আমি একটা ম্যাচ হোস্ট করতে চাচ্ছিলাম। মোটামোটি ৫+ জন হলে করা যায় বিষয় টা। কোনো স্পন্সর নেই, এমনি আপনাদের সাথে সময় কাটানোর জন্য, মজা করার জন্য খেলতে চাচ্ছিলাম। উইনার এর জন্য ছোট খাট প্রাইজ পুল থাকবে আমার পক্ষ থেকে।খুব বড় নয় তবে থাকবে কিছু। সাড়া পেলে আমি হোস্ট করতে পারি। 1. Crypto Library 2. Bd officer 3. LDL 4. DYING_S0UL 5. Nothingtodo 6. Shishir99 7. God Of Thunder 8. Z_MBFM 9. Royal Cap যারা মোটামুটি এক্টিভ থাকেন, তাদের ট্যাগ করলাম
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
MotoLM
Member

Offline
Activity: 130
Merit: 18
For Casino Advertisement- @LT_Mouse (Telegram)
|
 |
July 03, 2025, 05:13:21 PM |
|
উইনার এর জন্য ছোট খাট প্রাইজ পুল থাকবে আমার পক্ষ থেকে।খুব বড় নয় তবে থাকবে কিছু। সাড়া পেলে আমি হোস্ট করতে পারি।
আমি আছি। আমাকে জানাবেন যদি হোস্ট করেন।
|
Advertise your casino here. Telegram- @LT_Mouse
|
|
|
|