স্বর্ণ/সিলভার কিংবা ক্রিপ্টোমার্কেটে বিশাল ধসের মূল কারণ
গত ২৯ জানুয়ারীতে স্বর্ণ এবং সিলভারের মূল্য ইতিহাসের সর্বোচ্চতে পৌছায় এবং ইতিহাস তৈরি করে। ইথিরিয়ামরের মূল্য $৫০০০ এ পৌছানোর আগেই স্বর্ণের মূল্য কিন্তু সেটিতে পৌছে যায়। এর ঠিক একদিন পরে, ৩০ জানুয়ারীতে শুধু স্বর্ণ কিংবা সিলভার নয়, বরং ক্রিপ্টো মার্কেটেও বিশাল ধস দেখা যায়। বিটকয়েনের মূল্য ২৯ তারিখে ৯০ হাজারে ছিল, সেটির মূল্য কমে সর্বনিম্ন ৮০ থেকে ৮১ হাজারে কোনো কোনো এক্সচেঞ্জে নেমে যায়। শুধুমাত্র এটি ২৪ ঘন্টার কম সময়ে হয়েছি। এর মূল্য কারণ হইলো,
US Government এর আবারও Shutdown হওয়ারা সম্ভাবনা । আপনি ঠিকই শুনেছেন যে, এটি প্রথমবার হইতেছে নাহ এবং আবারও USA Government এর Shutdown হইতে যাচ্ছে (যেটি ইতিমধ্যে হয়েছে, যখন এটি আমি লেখতেছি)।
যারা US Government এর Shutdown বিষয়টা কি জানেন নাহ, তাদের জন্য সংক্ষেপে বিষয়টি বুঝিয়ে দেই। US Government এর Shutdown নিম্নরূপ:
আমাদের বাংলাদেশে যেমন সংসদে অর্থবছরের বৈঠকে রাজস্ব কাজের জন্য বিভিন্ন জিনিসের উপর কর আরোপ এবং উন্নয়নের জন্য বিভিন্ন সরকারী সংস্থাদের জন্য অর্থ বরাদ্দ করা হয়। তেমনি USA তে এমনি অর্থ বরাদ্দ কিংবা ইংরজিতে Bill Pass হয়ে থাকে। যেটি মূল্যত বর্তমান যে সরকার রয়েছে, তাদের দ্বারা প্রস্তাবিত অর্থ সরকারী বিভিন্ন সংস্থা এবং কাজের জন্য। এটি নিয়ে তাদের সিনেটে ভোট হয় এবং যদি সরকার দ্বারা প্রস্তাবিত Bill আলোচনার পর সিনেট সেটিকে মনঞ্জুরি দেয়, তাহলে সরকার তাদের কার্যক্রম যেমনভাবে চলে সেভাবে চালায়। আর যদি সিনেট Bill Pass নাহ করায়, তাহলে সরকার তাদের কাজ থেকে অব্যাহতি দেয়। সহজ কথায়, সরকার এবং সরকারের অধীনে থাকা সকল অফিস কোনো প্রকার কাজ করে নাহ। কারণ তাদের জন্য কোনো অর্থ বরাদ্দ নেই এবং অর্থ ছাড়া তো বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্ভব নাহ। এটিকে US Government এর Shutdown বলে আখ্যায়িত করা হয়।

সকলের হয়তো মনে আছে বিটকয়েনের মূল্য ১২৩ হাজার ডলারে পৌছানোর পরই বিশাল দরপতন হয়েছিলো এবং এটিরও কারণ ছিলো এই US Government এর Shutdown হওয়া। কেননা সর্বশেষ যে shutdown টা হয়েছিলো সেটি গতবছর অক্টোবর মাসের সময়ে হয়েছিলো এবং যদিও ছবিতে ০১ অক্টোবর দেওয়া রয়েছে, কিন্তু এটি হইতে সময় নেয় । উদারণ হিসেবে আজকে খবর এসেছে যে, US Government আবারও Shutdown হয়েছে। কিন্তু এখানে একটি বিষয় হইলো এবার সিনেট Bill Pass করেছে, কিন্তু এটি হওয়ার কথা ছিল গত ২৯ কিংবা ৩০ তারিখের আলোচনা সভায়। তাই বর্তমান আংশিক shutdown টা হয়েছে, এটি সোমবার পর্যন্তু চলবে এবং সোমবারে যদি সিনেটের সম্মতি দেওয়া Bill টি (যেটিতে কিছু পরিবর্তন রয়েছে, সরকারের পক্ষ থেকে দেওয়ার Bill এর তুলনায়) বর্তমান সরকার, ট্রাম্প গ্রহণ করে, তাহলে আর US Government এর Shutdown হবে নাহ। আর যদি White house কিংবা ট্রাম্প সরকার সিনেটের দেওয়া Bill গ্রহণ নাহ করে, তাহলে এই Shutdown চলতে থাকবে এবং মার্কেটে আরো বড় ধরনের দরপতন দেখা যাবে। বিটকয়েনের মূল্য হয়তো আমরা ৭৮ হাজার কিংবা ৭৫ হাজার পর্যন্ত নামতে পারে।
এখন আসুন দেখি, স্বর্ণ/সিলভার কিংবা ক্রিপ্টো মার্কেটে এমন দরপতনে US Government এর Shutdown কেমন করে প্রভাব রাখলো:- ২৮ জানুয়ারী থেকে US Government এর Shutdown এর বিষয়টা খুবই গুরুত্ব পায়, কারণ এক তো FOMC Meeting ছিলো এবং অন্যদিকে বিভিন্ন prediction মার্কেটগুলোতে US Government এর Shutdown এর পক্ষে ৭৮% সম্ভাবনা দেখা যায়।
- যদিও FOMC Meeting এ কোনো প্রকার Interest Rate পরিবর্তন নাহ করার দিদ্ধান্ত হয়, যেটি মার্কেটের জন্য ভালো ছিলো।
- পরবর্তী দিন, ২৯ জানুয়ারীতে বিভিন্ন prediction মার্কেটগুলোতে US Government এর Shutdown এর সম্ভাবনা কমে আসে, যদিও সকলে জানে যে, এটি কিছু manipulation এর মতোই। কারণ ট্রাম্প সরকার কখনোই সমঝোতা করে নাহ। তাইতো তার সময়ে আমরা ২ বার Shutdown দেখেছি, ২০১৯ সালে ও ২০২৫ সালে এবং এটি সংকেত দেয় যে, এবারও একই কাহিনী হবে
- ফলস্বরূপ ক্রিপ্টো এবং অন্যান্য মার্কেটে বিশাল দরপতন শুরু হয়ে গেলো। স্বর্ণ, সিলভার থেকে শুরু করে ক্রিপ্টোমার্কেটেও বিশাল দরপতন চলতে থাকে।
- ৩০ তারিখের বৈঠকেও সিনেট Bill Pass করে নাই এবং পরবর্তী আলোচনায় আবার ভোটের সিদ্বান্ত নেয়। আর আজকে কিছুটা পরিবর্তন করে সিনেট সেই Bill Pass করে, যদিও US Government ইতিমধ্যে Shutdown হয়েছে।
বি:দ্র: যদি এটি শুক্রবার ও শনিবারে নাহ হয়ে, অন্য কোনো দিনের ঘটনা হইতো তাহলে মার্কেটে আরও দরপতন দেখতে পাইতাম আমরা । সাধারণত শুক্রবার থেকে রবিবরা পর্যন্ত মার্কেট তেমন একটা সচল থাকে নাহ, সহজ ভাষায় whale রা মার্কেটে কম ট্রেড করে। বর্তমানে তো আবার ETF এরও ট্রেড রয়েছে , যেটির Inflow/Outflow এর কার্যক্রম থাকে নাহ। অন্যদিন হইলে সকলে মার্কেট থেকে বের হইতো এবং মার্কেটে বিশাল sell pressure দেখা যেত।
যারা ট্রেড করতেছেন কিংবা নতুন ট্রেড নিবেন ভাবতেছেন, তাদের বলবো যে সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করুন এবং দেখুন সোমবার সকালবেলা Asia এর whale গুলো মার্কেটে কেমন প্রভাব রাখে। যখন US Government এর Shutdown এর কাহিনী শেষ হবে এবং মার্কেট কিছুটা স্থির হবে, তখন ট্রেড নিয়েন।

স্বর্ণের ও সিলভারের দামে ধস! 
ভাই @Review Master আপনাকে মেনশন দিলাম, কারন আপনি তো এইসব বিষয় ভালো বোঝেন। আপনার এক্সপ্লেনেশন গুলো সহজে বুঝি। আশা করি আপনি এবং বাকিরা তাদেন মতামত শেয়ার করবেন।

উপরে লেখে দিলাম, সময় করে পড়ে নিবেন। আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন সময় নিয়ে উত্তর দিবোনি।
যাইহোক, খুব একটাতো কমে নাই, মাত্র ভরিতে ১৪ হাজারের মতো কমেছে, স্বর্ণের সর্বোচ্চ দাম ছিলো ২ লাখ ৮৬ হাজার টাকা ভরি ছিলো, বর্তমানে ২ লাখ ৭১ হাজার ৩৬০+- রয়েছে। তাহলে আর কতই কমলো? মিয়া আগে নিজের চিন্তা করেন, নাকী এর মধ্যে সেরে ফেলেছেন?
আপনি যেটি বললেন, সেটি আসল কাহিনী নাহ এবং উপরে আমি বর্ণনা করে দিয়েছি, ওটা পড়ুন তাহলে আসল কাহিনীটা জানতে পারবেন। আর আপনি টাকায় মূল্যের পরিবর্তনটা দেখতেছেন, সেটা কোনো ধরনের বিশাল পরিবর্তন নাও লাগতে পারে। কিন্তু আপনি যদি ডলারে সেটি দেখেন, তাহলে প্রায় একদিনে ১৬% মূল্য হ্রাস হয়েছে স্বর্ণের মূল্যে , আর সর্বশেষ সর্বোচ্চ ১৫% এর মতো দরপতন হয়েছিলো covid-19 এর সময়। যেহুতু একদিনে এইিই ইতিহাসের সর্বোচ্চ দরপতন, এইজন্য সকলেই একটি বিশাল দাম ধস বলে আখ্যায়িত করতেছে।
