আমি মনে করি মাত্র 5 বছরের জন্য জেলখানায় পাঠানো এর সাজা আসলে কম হয়ে গেল।
পৃথিবীটা এমনই ভাই। যার যা প্রাপ্য তাকে তা দেয়া হয় না। সিল্ক রোডের প্রতিষ্ঠাতা রস উলব্রিচ (সঠিক উচ্চারণ কি
) যাবজ্জীবন জেল খাটছেন কারণ তিনি সিল্ক রোডের মত একটা মার্কেটপ্লেস প্রতিষ্ঠা করেছিলেন। আরো অবাক হবেন জেনে যে, তাকে সম্ভবত দুইটা আলাদা আলাদা যাবজ্জীবন কারাদন্ডের সাজা দেয়া হয়, এর পাশপাশি আরো একটা মামলায় ৩০/৪০ বছর। সঠিক মনে নেই। তার অপরাধ সে সিল্ক রড প্রতিষ্ঠা করেন। উনার কাছ থেকে অনেক বিটকয়েনও জব্দ করা হয় যেগুলো এফ.বি.আই সম্ভবত নিলামে কিছু বিক্রয় করেন।
সিল্ক রোডের সহ-প্রতিষ্ঠাতা কিংবা এর ব্যভারকারী কেউই সম্ভবত ৫/৭ বছরের বেশি সাজা পায় নি। রস কি আসলেই এইটা ডিজার্ভ করে? অবশ্যই না। সে কারো সাথে ফ্রড করে নাই। কিন্তু তাকে সারাজীবন জেলে কাটাতে হবে।
অভিনন্দন, ভালো লাগলো দেখে যে আপনি সেলফ মেড সিনিয়র মেম্বার। একটা সময় আমার খুব খারাপ লাগত। আমাদের লোকাল থেকে মাত্র হাতে গোনা কয়েকজন আছে/ছিল যারা মেরিট সিস্টেম এর পর সিনিয়র মেম্বার হয়েছেন। যদিও অনেকেই পরিচয় গোপন রাখেন।
তালিকাটা করা উচিত মনে হয়।
1. mdayonliner (Sr member)
2. S_therapist (Sr member)
3. shasan (Hero Member, Legendary soon)
4. Little Mouse (Legendary)
5. Naim027 (Sr member, Potential Hero)
6. Crypto Library (Sr member)
Mahdirakib (Hero Member, ৫০০ মেরিট আর্ন্ড যদিও মেরিট সিস্টেম এর আগে উনার ১০০ মেরিট ছিল।)
আর কেউ কি বাকি আছেন? মনে পড়ছে না।