Bd officer
|
|
May 07, 2023, 03:55:27 AM |
|
২০২৪ সালের শেষ নাগাদ শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম কোটি টাকায় (এক লাখ ডলার) পৌঁছতে পারে বলে ভবিষ্যদ্বানী করেছে ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড। সোমবার ব্রিটিশ বহুজাতিক ব্যাংকটি বলেছে যে, ক্রিপ্টোর শীতল সময় শেষ হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের ডিজিটাল সম্পদ গবেষণার প্রধান জিওফ কেন্ড্রিক একটি নোটে বলেছেন, ব্যাংকিং সেক্টরে সাম্প্রতিক গোলযোগ, এবং ক্রিপ্টো মাইনিংয়ের উন্নতি বিটকয়েনের লাভের সময় ফিরিয়ে আনতে পারে। খবর রয়টার্সের কেন্ড্রিক বলেছেন, 'যদিও অনিশ্চয়তার উৎস এখনও রয়ে গেছে। আমরা মনে করি এর দাম এক লাখ ডলার হওয়ার পথ পরিষ্কার হয়ে যাচ্ছে।' গত দেড় বছরে ভয়াবহ দরপতন দেখেছে বিটকয়েন। ২০২০ সালের নভেম্বরে সিটির একজন বিশ্লেষক ভবিষ্যদ্বানী করে বলেছিলেন যে, ২০২২ সালে বিটকয়েনের দাম ৩ লাখ ১৮ হাজার ডলার ছাড়াতে পারে। তবে করোনাভাইরাস মহামারি ও বিনিয়োগকারীদের ভরসা কমে যাওয়ায় ঘটে তার উল্টো। ৭৯ হাজার ডলার থেকে দেড় বছরে বিটকয়েনের দাম কমে দাঁড়ায় সাড়ে ১৬ হাজার ডলারে। তবে সেই সময় পার করে আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সি। গত দশ মাসের মধ্যে চলতি মাসে বিটকয়েনের সর্বোচ্চ ৩০ হাজার ডলার দাম ওঠে। আন্তর্জাতিক ডেস্ক নিউজ
|
|
|
|
Bounty Inspectors
Jr. Member
Offline
Activity: 48
Merit: 7
|
|
May 07, 2023, 11:26:12 AM |
|
মার্কজুকারবার্গের ছাগলের নাম "বিটকয়েন"এটা একটা ট্রেন্ডিং ছিল কি-না বলতে পারলাম না তবে একটি হাস্যকর বিষয় ছিল সেটা সুনিশ্চিত। বিশ্বের অনেক নামিদামি ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিটকয়েনকে উপস্থাপন করেছেন। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বিটকয়েনের নামে রয়েছে কিন্তু এই প্রথম বিশ্বের নামিদামি ব্যক্তিবর্গের মধ্যথেকে Facebook এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার ছাগলের নাম রেখেছেন "বিটকয়েন" এটা তার একটি মজাদার কৌশল ছিল কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি তবে নেটিজেনরা তার এই বিষয়টাকে মজা হিসেবেই নিয়েছিলেন। যাহোক বিষয়টিকে সিরিয়াসলি গ্রহণ করবেন না।@Little Mouse, @roksana.hee এই দুজন মজাদার ইনফরমেশন শেয়ার করেছেন সেজন্য আমি একটু ভিন্ন টাইপের জিনিস শেয়ার করলাম আর কি। নিউজ পড়তে ক্লিক করুন: লিংক মার্ক জুকারবার্গ তার ছাগলের নাম নিয়ে পোষ্টটি করেছিলেন দুই বছর আগে। পোস্টটি দেখে বিটকয়েনের বিশেষজ্ঞ যারা আছে তারা ধারণা করেছিলেন মার্গ জুকারবার্গ হয়তো বিটকয়েন কে স্বীকৃতি দিচ্ছে বা তিনি বিটকয়েনে আগ্রহী। আমার কাছেও তাই মনে হয় কারণ বিটকয়েন সম্পর্কে মার্ক জুকারবার্গ জানেন বলেই ছাগলের এমন নামকরণ করেছে । তবে তিনি আসলে কি বুঝিয়েছেন সেটা বলা অসম্ভব।
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Online
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
May 07, 2023, 01:31:28 PM |
|
|
|
|
|
Learn Bitcoin
|
|
May 07, 2023, 02:00:28 PM |
|
ইনটারেষ্টিং! এই বিটকয়েন ক্যাফে নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। আমি কিন্তু জানতাম না এটা কোন যায়গার। আমি াাপনার কাছে প্রশ্ন করতে যেতাম, তখন ভাবলাম একটু সার্চ করে দেখি। তাদের সম্ভবত বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে। এর মধ্যে পান্থপথ এবং মিরপুর ১ নাম্বারের ব্রাঞ্চ সবচাইতে জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া ইউটিউবেও তাদের ক্যাফের কিছু রিভিউ ভিডিও আছে। আমি তো ভাবতেছি এরা এতোদিন ধরে কই লুকিয়ে ছিলো? একবারো কেনো তাদের ক্যাফের নাম শোনলাম না? তাদের ফেসবুক পেইজে দেখলাম ২০২১ সালের পর থেকে আর কোনো পোষ্ট নেই। আপনি কি শিওর তাদের ব্রাঞ্চ গুলো এখনো চালু আছে? বাংলাদেশে তো বিটকয়েনের নাম শুনলো পশ্চাতেদেশে চুলকানি শুরু হয়ে যায়। krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন
ভাই ওনাকে নিয়ে একটা প্রশ্ন আছে। উনি সব সময় ফ্রি রাফেল দিয়ে থাকেন। আসলে এত করে ওনার লাভ কি? একটা মানুষ এতাদিন ধরে কিভাবে এটা কন্টিনিউ করে যাচ্ছে? উনি এতা কিছু কালেক্ট করেন কিভাবে?
|
|
|
|
|
Bitcoin_people
|
|
May 07, 2023, 04:28:03 PM |
|
মার্কজুকারবার্গের ছাগলের নাম "বিটকয়েন"এটা একটা ট্রেন্ডিং ছিল কি-না বলতে পারলাম না তবে একটি হাস্যকর বিষয় ছিল সেটা সুনিশ্চিত। বিশ্বের অনেক নামিদামি ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিটকয়েনকে উপস্থাপন করেছেন। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বিটকয়েনের নামে রয়েছে কিন্তু এই প্রথম বিশ্বের নামিদামি ব্যক্তিবর্গের মধ্যথেকে Facebook এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার ছাগলের নাম রেখেছেন "বিটকয়েন" এটা তার একটি মজাদার কৌশল ছিল কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি তবে নেটিজেনরা তার এই বিষয়টাকে মজা হিসেবেই নিয়েছিলেন। যাহোক বিষয়টিকে সিরিয়াসলি গ্রহণ করবেন না।@Little Mouse, @roksana.hee এই দুজন মজাদার ইনফরমেশন শেয়ার করেছেন সেজন্য আমি একটু ভিন্ন টাইপের জিনিস শেয়ার করলাম আর কি। নিউজ পড়তে ক্লিক করুন: লিংক মার্ক জুকারবার্গ তার ছাগলের নাম নিয়ে পোষ্টটি করেছিলেন দুই বছর আগে। পোস্টটি দেখে বিটকয়েনের বিশেষজ্ঞ যারা আছে তারা ধারণা করেছিলেন মার্গ জুকারবার্গ হয়তো বিটকয়েন কে স্বীকৃতি দিচ্ছে বা তিনি বিটকয়েনে আগ্রহী। আমার কাছেও তাই মনে হয় কারণ বিটকয়েন সম্পর্কে মার্ক জুকারবার্গ জানেন বলেই ছাগলের এমন নামকরণ করেছে । তবে তিনি আসলে কি বুঝিয়েছেন সেটা বলা অসম্ভব। আমার জানা মতে মার্ক জুকারবার্গ বিটকয়েনে বিনিয়োগ করেছেন। এবং তিনি সম্পতি বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির সাথে সম্পর্কিত আছেন। এবং তিনি বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিশেষভাবে প্রয়োজনীয় ব্যাখ্যা উপস্থাপন করেছিলেন। আর তিনি হয়তো এই বিটকয়েন কে স্বীকৃতি দিয়েছে এবং বিনিয়োগ করেছে যার কারণে তার ছাগলের নাম বিটকয়েন দিয়েছেন। আর মার্ক জুকারবার্গ যদি বিটকয়েনের প্রতি অধিক আগ্রহী হয়ে থাকে তাহলে অবশ্যই ভবিষ্যতে তার ফেসবুকে বিটকয়েন দ্বারা নির্মিত করার সম্ভাবনা থাকবে। মার্ক জুকারবার্গ বিটকয়েন কে পর্যাপ্ত পরিমাণ পছন্দ করেন যার কারণে তিনি তার ছাগলের নাম দিয়েছে বিটকয়েন। তবে তার সোশ্যাল মিডিয়া ফেসবুক অধিক জনপ্রিয় ভবিষ্যতে ফেসবুকের পেজ এবং অন্যান্য ক্ষেত্রে হয়তো বিটকয়েন দ্বারা পেমেন্ট সিস্টেম করতে পারে যদিও এটি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা কম তবে হতেও পারে।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
tjtonmoy
|
|
May 07, 2023, 08:31:10 PM |
|
আর তিনি হয়তো এই বিটকয়েন কে স্বীকৃতি দিয়েছে এবং বিনিয়োগ করেছে যার কারণে তার ছাগলের নাম বিটকয়েন দিয়েছেন। আর মার্ক জুকারবার্গ যদি বিটকয়েনের প্রতি অধিক আগ্রহী হয়ে থাকে তাহলে অবশ্যই ভবিষ্যতে তার ফেসবুকে বিটকয়েন দ্বারা নির্মিত করার সম্ভাবনা থাকবে। মার্ক জুকারবার্গ বিটকয়েন কে পর্যাপ্ত পরিমাণ পছন্দ করেন যার কারণে তিনি তার ছাগলের নাম দিয়েছে বিটকয়েন। তবে তার সোশ্যাল মিডিয়া ফেসবুক অধিক জনপ্রিয় ভবিষ্যতে ফেসবুকের পেজ এবং অন্যান্য ক্ষেত্রে হয়তো বিটকয়েন দ্বারা পেমেন্ট সিস্টেম করতে পারে যদিও এটি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা কম তবে হতেও পারে।
আমরা হয়তো ছাগলকে বাঙালি হিসেবে অনেক তুচ্ছ মনে করি কিন্তু ওয়েস্টার্ন দেশগুলোতে ছাগলকে GOAT বলা হয়, যার পূর্ণরূপ হল Greates Of All Time. মার্ক জাকারবার্গ, তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা। তিনি কেন একটি ছাগল পুষবেন? অবশ্যই এর পিছনে কোন কারণ রয়েছে এবং তার ছাগলের এই বিটকয়েন নামকরণ করার পিছনেও হয়তো কোন উদ্দেশ্য রয়েছে। বিটকয়েন আসলেই যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অনলাইন কারেন্সি তা হয়তো আমরা এক নজর দেখলেই বুঝতে পারি। হয়তো এ বিষয়টি সকলের সামনে একটি মজার উপায় এ তুলে ধরার জন্য মার্ক জাকারবার্গ তার ছাগলের এই নামকরণ করেছে। আমিও সঠিক জানিনা তবে এর পিছনে অন্য কারনে থাকতে পারে। আসলে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। মজার ক্ষেত্রে বলেছি, মজা হিসেবে, নেবেন এটা কোন সিরিয়াস পোস্ট না। আসলে কে কোন বিষয় নিয়ে বা কোন ইনটেনশন নিয়ে কি করতেছে তাই এই সময়ে জানা খুবই কঠিন। ইলন মাস্ক ডোজ কয়েন নিয়ে এত লাফালাফি করে টুইটারে লোগো পর্যন্ত চেঞ্জ করে দিলো, কিন্তু তা ছিল ক্ষণস্থায়ী ছিলো, যা একটি পিরামিড স্ক্যামের সূচনা করেছে। সুতরাং হতে পারে মার্কজাকারবার্গ কোন একটি অন্য উদ্দেশ্য নিয়ে এটি করেছিলো। তবে বিষয়টা আসলেই মজার।
|
|
|
|
Crypto Library
|
|
May 07, 2023, 08:38:21 PM |
|
আসলামলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বিটকয়েনের ফরুমের নিয়ম কারণ গুলি খুব সুন্দরভাবেই পড়েছি। আমার সর্ব প্রথম পোস্ট আমাদের লোকাল থ্রেডে পোস্ট করতে পেরে অনেকটাই ভালো লাগছে। বাংলা ভাষায় পোস্ট করতে পারছি। আমি যতদিন আছি ততদিন চেষ্টা করে যাব। আমার দ্বারা যাতে আমাদের বাংলা কমিউনিটি কোন প্রকার ক্ষতি না হয়, ওই ধরনের কোন কাজ করবো না যাতে আমাদের লোকাল কমিউনিটি বদনাম হোক। আমাদের বাংলা থ্রেডে @Littol Mouse @LDL @Crypto Library @tjtonmoy @Learn Bitcoin @Bitcoin_people আর ওনেক সিনিয়র ভাইয়েরা আছেন আমি সব সময় আপনাদের কে অনুসরন করবো। আপনাদের দেওয়া সকল প্রকার পোস্ট থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবো।
আপনাকে স্বাগতম বিটকয়েন টক ফোরামে এবং আমাদের বাংলাদেশী লোকাল থ্রেডে, গত পরশু আপনি আইডিটি রেজিস্ট্রেশন করেছেন ইতিমধ্যেই আপনার ইনিশিয়েটিভ যাত্রা ভালোই হয়েছে। আশা করছি এর ধারা অব্যাহত রেখে সামনে আরো ভালো কিছু আপনার নিকট হতে পাব। চালিয়ে যান, কোন সাহায্যের প্রয়োজন হলে আমরা রয়েছি, আর নিঃসংকচে DM এবং PM করবেন। আসলে ভালো গুণগত মানের পোস্টারদের আমাদের লোকাল থ্রেডে এখন বেশি প্রয়োজন । ভাই ওনাকে নিয়ে একটা প্রশ্ন আছে। উনি সব সময় ফ্রি রাফেল দিয়ে থাকেন। আসলে এত করে ওনার লাভ কি? একটা মানুষ এতাদিন ধরে কিভাবে এটা কন্টিনিউ করে যাচ্ছে? উনি এতা কিছু কালেক্ট করেন কিভাবে?
আমার মনে হয় উনার মতন যারা আরও ফ্রী রাফেল দিয়ে থাকে তাদের নিজেদের আলাদা কোন বড় আর্নিং সেক্টর রয়েছে, পাশাপাশি ফ্রী রাফেল দেওয়ার লাভ হিসেবে আমি একটা জিনিসই মনে করি যে রেপ্রুটেশন গেইন করা পাশাপাশি ফোরামে নিজের নামের একটা ফ্রি বিজ্ঞাপন হয়ে যাবে । এই যেমন ধরুন আপনি ওনার সম্পর্কে জানতে চাচ্ছেন আর শাসন ভাই উনার পোস্ট কোড করে আমাদের সামনে নিয়ে এসেছে, সবকিছুতে তো তারই নামের বিজ্ঞাপন হয়ে গেল
আচ্ছা ভাই কেউ কি বাংলাদেশের ন্যাশনাল লটারি সম্পর্কে জানেন? আমি আসলে প্রাইজবন্ডের কথা বলতেছি সরকারি এই প্রাইজবন্ডগুলো কি সব ব্যাংকে পাওয়া যায় কারো কি এ সম্পর্কে ধারনা রয়েছে কিছু ? আজকে প্রাইজবন্ড সম্পর্কে একজনের কাছ থেকে শুনলাম তার ভাষ্য মতে এটা আবার যখন তখন ইচ্ছা অনুযায়ী ভাঙানো যায় , আর ১০০ টাকা থেকে শুরু হয় পাশাপাশি লটারি ড্র এর মাধ্যমে একটা বড় এমাউন্টের ফান্ড অর্জন করা সম্ভব হয়। এ বিষয়ে কারো জানা থাকলে একটু বিস্তারিত জানাবেন -
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Dimitri94
|
|
May 08, 2023, 12:11:01 AM Last edit: May 08, 2023, 06:34:14 AM by Dimitri94 Merited by Crypto Library (1) |
|
আচ্ছা ভাই কেউ কি বাংলাদেশের ন্যাশনাল লটারি সম্পর্কে জানেন? আমি আসলে প্রাইজবন্ডের কথা বলতেছি সরকারি এই প্রাইজবন্ডগুলো কি সব ব্যাংকে পাওয়া যায় কারো কি এ সম্পর্কে ধারনা রয়েছে কিছু ? আজকে প্রাইজবন্ড সম্পর্কে একজনের কাছ থেকে শুনলাম তার ভাষ্য মতে এটা আবার যখন তখন ইচ্ছা অনুযায়ী ভাঙানো যায় , আর ১০০ টাকা থেকে শুরু হয় পাশাপাশি লটারি ড্র এর মাধ্যমে একটা বড় এমাউন্টের ফান্ড অর্জন করা সম্ভব হয়। এ বিষয়ে কারো জানা থাকলে একটু বিস্তারিত জানাবেন -
বিনিয়োগের জন্য প্রাইসবন্ড একটি ভাল উপায়। বিশেষ করে যারা সুদ মুক্ত বিনিয়োগ চান কারন প্রাইজ বন্ড ক্রয় করলে সেখানে কোন সুদের কারবার হয় না। এটি মুলত লাটারীর মত মনে হলেও সরাসরি কোন লটারী নয়। তবে লটারীর চেয়ে বেশি কিছু বলা যায়। কারন যখন আপনি কোন প্রাইস বন্ড ক্রয় করবেন তখন আপনি সেই কাগজের ম্রদুায় একধরনের নম্বর পাবেন। সেই নম্বর গুলোই আপনার লটারীর নম্বর হিসেবে বিবেচিত হবে। সাধারন লটারীতে একবার লাটারী রেজাল্ড হওয়ার পর তা অকেজো হয়ে যায় কিন্তু প্রাইজবন্ডের মাধ্যমে আপনি যতদিন পর্যন্ত সেই বন্ড নিজের কাছে রাখতে পারবেন ততদিন সেখানে আপনি অটেমেটিক লটারীতে অংশগ্রনের জন্য যুক্ত থাকতে পারবেন। অর্থাৎ কাগজের মুদ্রা যতদিন আপনার কাছে আছে ততদিন আপনি লটারী ধরতে পারছেন। এখাানে এই সুবিধা আজীবন পাবেন। প্রতি বছর 4 বার প্রাইজনন্ডের উপর লটারী হয়ে থাকে সেই সময়কাল হল 31 জানুয়ারী,30 এপ্রিল, 31 জুলাই এবং 31 অক্টেবর।এখানে মজার ব্যাপার হল প্রাইজবন্ড আপনি চাইলে যে কোন সময় এটি ক্রয় করতে পারেন এবং সেটি যে কোন সময় বিক্রয়ও করতে পারেন। এটি সম্পুর্ণ আপনার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। প্রাইস বন্ধ বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস, সকল প্রকার বানিজ্যিক ব্যাংক , পোস্ট অফিস সহ জাতীয় সঞ্চয় অদিদপ্তরের অধীনে আপনি এই প্রাইজবন্ড ক্রয় এবং তা ভাঙাতে পারবেন। টাকা যেমন চাহিবা মাত্র ইহার বাহকে দিতে বাধ্য থাকিবে এমন একটি লেখা প্রাইজন্ডের উপর লেখা থাকে। যার কারনে আপনি চাহিবা মাত্র প্রাইজবন্ড থেকে টাকায় কনভার্ট করতে পারেন। বাংলাদেশে 1995 সালের আগে 10 এবং 50 টাকা মুল্যের প্রাইস বন্ড থাকলেও সেগুলো বিলুপ্ত করা হয়েছে এবং 1995 সাল থেকে শুধুমাত্র 100 টাকা মুল্যের প্রাইজ বন্ড রাখা হয়েছে। আপনি যতটা কিনতে চান সেই পরিমান অর্থ ব্যাংকে বা যেখান থেকে ক্রয় করবেন সেখানে দিলে তারা আপনাকে সেই পরিমান অর্থের বিপরীতে প্রাইজবন্ড দিবে। প্রাইজবন্ড ক্রয় করতে কোন প্রকার কোন ফরম ফিলাপ করতে হয় না। আপনি শুধুমাত্র টাকা দিবেন তার পরিবর্তে তারা আপনাকে কিছু কাজের নোট প্রদান করবে। তবে যদি আপনি লটারী পান তাহলে আপনার জাতীয় পরিচিত্র পত্র সহ বেশ কিছু তথ্য দিতে হবে। প্রাইজ বন্ডে মোট 46 টি পুরস্কার থাকে 1ম পুস্কার হিসেবে 6 লক্ষ্য টাকা - 1 জন বিজয়ি পাবে। 2য় পুরস্কার 3লক্ষ্য 25 হাজাার টাকা -1 জন বিজয়ি পাবে। 3য় পুরস্কার 1 লক্ষ্য টাাকা- 2 জন বিজয়ি পাবে। 4র্থ পুরস্কার 50 হাজার টাকা - 2 জন বিজয়ি পাবে। 5ম পুরস্কার 10 হাজাার টাকা - 40 জন বিজয়ি পাবে। ব্যেক্তিগত ভাবে আমি সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে অনেক বার প্রাইজবন্ড ক্রয় করেছি। তবে আমি সেখানে ভাগ্যবান ছিলাম না। তবে আমার মাধ্যমে কয়েকজন কে আমি ক্রয় করে দিয়েছিলাম তাদের মধ্যে একজন ব্যেক্তি 2য় প্রুরস্কার পেয়েছিল। আরও বিস্তারিত জানার প্রয়োজন হলে এখানে ক্লিক করতে পারেন
|
|
|
|
Bd officer
|
|
May 08, 2023, 02:12:27 AM |
|
প্রাইজবন্ড কার জন্য বেশী প্রযোজ্য? যাদের হাতে অল্প টাকা আছে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে চায় প্রাইজবন্ড কিনে আর্থিক অবস্থার ভাগ্যে থাকলে পরিবর্তন হতে পারে । এই প্রাইজবন্ড কিনে ব্যক্তিগত লাভের পাশাপাশি দেশ গড়ার কাজে নিজেকে লিপ্ত রাখা যায়। প্রাইজবন্ডের লক্ষ্য ও উদ্দেশ্যঃঅভ্যন্তরীন সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে সর্বপ্রথম প্রাইজবন্ডের স্কীমটি চালু করে। সরকার এই প্রাইজবন্ড বিক্রি করে জনগণের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নেয়। এই প্রকল্পের মাধ্যমে সরকারের অভ্যন্তরীন উৎস হতে অর্থ আহরন করা অনেকটাই সহজতর। প্রাইজবন্ড পুনরায় সরকার জনগণের কাছ থেকে কিনে ঋণ পরিশোধ করেন। আর বিস্তারিত জানতে এখানে দেখতে পারেন।
|
|
|
|
Negotiation
|
আমি এমন অনেক কেই জানি যারা এখন বিটকয়েন দিয়ে সবথেকে বেশি লেনদেন করে থাকে কিন্ত নিরাপত্তার জন্যে তারা মুখে শিকার করেনা, ফ্রিল্যান্সিং এর সাথে যারা যুক্ত বাংলাদেশে পেমেন্ট মেথড সীমিত হবার কারণে অনেকই এখন বিটকয়েন এর মাধ্যমে লেনদেন করে, ৩-৪ মাস আগে একটা সেমিনারে অংশ গ্রহণ করেছিলাম সেখানে বাংলাদেশ ব্যাংক এর অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন, তারা সবাই বলছিলেন যে তারা বিটকয়েন নিয়ে কাজ করছে, আর খুব দ্রুত তারা অন্য কোন দেশ যেখানে বিটকয়েন বৈধ তাদের থেকে সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবং তাদের সাথে চুক্তির মাধ্যমে বিটকয়েন কে বৈধতা কীভাবে দেয়া যায় তা নিয়ে তারা কাজ করছে । অনেকেই প্রশ্ন করেছিলেন যে তাহলে কেমন সময় লাগতে পারে বিটকয়েন কে বৈধতা দিতে , তখন একজন কর্মকর্তা বলেছিলেন আগামী ১-২ বছরের মধ্যে হয়তো আমাদের কার্যক্রম সম্পুর্ন করতে সক্ষম হবো । আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে , খুব দ্রুত এটার বৈধতা দেয়া হতে পারে ।
|
|
|
|
Bd officer
|
|
May 08, 2023, 08:57:29 AM Last edit: May 08, 2023, 04:20:54 PM by Xal0lex |
|
আমি এমন অনেক কেই জানি যারা এখন বিটকয়েন দিয়ে সবথেকে বেশি লেনদেন করে থাকে কিন্ত নিরাপত্তার জন্যে তারা মুখে শিকার করেনা, ফ্রিল্যান্সিং এর সাথে যারা যুক্ত বাংলাদেশে পেমেন্ট মেথড সীমিত হবার কারণে অনেকই এখন বিটকয়েন এর মাধ্যমে লেনদেন করে, ৩-৪ মাস আগে একটা সেমিনারে অংশ গ্রহণ করেছিলাম সেখানে বাংলাদেশ ব্যাংক এর অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন, তারা সবাই বলছিলেন যে তারা বিটকয়েন নিয়ে কাজ করছে, আর খুব দ্রুত তারা অন্য কোন দেশ যেখানে বিটকয়েন বৈধ তাদের থেকে সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবং তাদের সাথে চুক্তির মাধ্যমে বিটকয়েন কে বৈধতা কীভাবে দেয়া যায় তা নিয়ে তারা কাজ করছে ।
অনেকেই প্রশ্ন করেছিলেন যে তাহলে কেমন সময় লাগতে পারে বিটকয়েন কে বৈধতা দিতে , তখন একজন কর্মকর্তা বলেছিলেন আগামী ১-২ বছরের মধ্যে হয়তো আমাদের কার্যক্রম সম্পুর্ন করতে সক্ষম হবো ।
আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে , খুব দ্রুত এটার বৈধতা দেয়া হতে পারে ।
আমাদের দেশে বিটকয়েনকে বৈধ না করাই ভালো। ভারতেই ৩০% কর (tax) নেওয়া হয়। আমরা ভারতের পার্শ্ববর্তী দেশ। এদেশের কথা তো সবারই জানাই আছে, আমাদের দেশে হয়তো ভারতের থেকে কম ট্যাক্স নিবে না, তার থেকে আরো বেশি(tax) ধার্য করা হবে। যাইহোক বিটকয়েন বৈধ করা হলে আমাদের অনেকটাই সুবিধা হবে। রাস্তাঘাটে সমালোচনা করতে পারবো। আইনি কোন ধরনের ঝামেলায় পড়তে হবে না। খোলামেলা ভাবেই বিটকয়েন বিনিয়োগ করতে পারব। যখন আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হবে। আমরা ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে বিটকয়েনের ব্যবহার করতে পারব। বাংলাদেশি বিটকয়েন বৈধ করা হলে, হয়তো দোকান থেকে আমরা বিটকয়েনের মাধ্যমে জিনিসপত্র কেনাকাটা করতে পারবো। আস্তে আস্তে যেভাবে পুরো বিশ্বে জুড়েই বিটকয়েন জনপ্রিয়তা পাচ্ছে। হয়তো আমাদের দেশেও এক সময় বিটকয়েন বৈধ করা হবে। মজার ঘটনা: হাঙ্গেরি #বিটকয়েন নির্মাতা সাতোশি নাকামোতোর সম্মানে একটি মূর্তি তৈরি করেছে 🇭🇺 সত্যিই ভাই আপনি একটি মজার ঘটনা শেয়ার করেছেন, কিন্তু ভাই আপনি এটা বিটকয়েন ম্যাগাজিন টুইটার পেজ থেকে বাংলা ট্রান্সলেট করে পোস্ট করেছেন। পোস্টটি করেছেন কোন প্রকার লিঙ্ক যুক্ত করে দেন নাই। মেবি দুদিন আগে একটি পোস্ট দেখলাম, মডারেটর তিনি নিজে এসেও কপি পেস্ট করার কারণে নিষেধ করে দিয়ে যাচ্ছেন। কেন ভাই আপনি কি ফরমের রুলস গুলি ভালোভাবে পড়েন নি। এ ধরনের ভুল করার কারণে আপনার একাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে। আর শুধু শুধু এরকম কপি পেস্ট করে বাংলা থ্রেডের ক্ষতি করছেন। তাই আগে থেকে সতর্ক হয়ে যান এধরনের কপি-পেস্ট করা থেকে বিরত থাকবেন। আপনার ঐ পোষ্টের অরিজিনাল লিংক. বিশেষ দ্রষ্টব্যঃ আমি পরপর দুটি পোস্ট করে ফরমের নিয়ম ভঙ্গ করার কারণে সকলের কাছে ক্ষমা চাচ্ছি।
|
|
|
|
LDL
|
|
May 08, 2023, 11:33:55 AM Last edit: May 08, 2023, 02:24:03 PM by LDL |
|
আমি এমন অনেক কেই জানি যারা এখন বিটকয়েন দিয়ে সবথেকে বেশি লেনদেন করে থাকে কিন্ত নিরাপত্তার জন্যে তারা মুখে শিকার করেনা, ফ্রিল্যান্সিং এর সাথে যারা যুক্ত বাংলাদেশে পেমেন্ট মেথড সীমিত হবার কারণে অনেকই এখন বিটকয়েন এর মাধ্যমে লেনদেন করে, ৩-৪ মাস আগে একটা সেমিনারে অংশ গ্রহণ করেছিলাম সেখানে বাংলাদেশ ব্যাংক এর অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন, তারা সবাই বলছিলেন যে তারা বিটকয়েন নিয়ে কাজ করছে, আর খুব দ্রুত তারা অন্য কোন দেশ যেখানে বিটকয়েন বৈধ তাদের থেকে সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবং তাদের সাথে চুক্তির মাধ্যমে বিটকয়েন কে বৈধতা কীভাবে দেয়া যায় তা নিয়ে তারা কাজ করছে ।
অনেকেই প্রশ্ন করেছিলেন যে তাহলে কেমন সময় লাগতে পারে বিটকয়েন কে বৈধতা দিতে , তখন একজন কর্মকর্তা বলেছিলেন আগামী ১-২ বছরের মধ্যে হয়তো আমাদের কার্যক্রম সম্পুর্ন করতে সক্ষম হবো ।
আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে , খুব দ্রুত এটার বৈধতা দেয়া হতে পারে ।
আচ্ছা মনে করেন বাংলাদেশে বিটকয়েনের বৈধতা দেয়া হয়েছে অনেক আগেই যা আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে বিটকয়েন ব্যবহার শুরু করে দিয়েছি। তাহলে আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে ঠিক সেভাবেই বিটকয়েনের উপর ক্রমবর্ধমান ট্যাক্স এর পরিমাণ সেভাবে বৃদ্ধি পাবে।।। 2010 সালে ১ কেজি চাউল ১৩ টাকা ১ কেজি আটা ১০ টাকা ১ লিটার দুধ ১৫ টাকা ১ লিটার পেট্রোল ৩৫ টাকা ১ হালি ডিম ১৪ টাকা ১ কেজি পোল্টি ৫০ টাকা ১ কেজি গরুর মাংস ২৫০ টাকা বিটকয়েনের উপর ট্যাক্স ৩০%(মনে করি) ২০২০ সালে ১ কেজি চাউল ৪০ টাকা ১ কেজি আটা ৩০ টাকা ১ লিটার দুধ ৫০ টাকা ১ লিটার পেট্রোল ৮৫ টাকা ১ হালি ডিম ৩৬ টাকা ১ কেজি পোল্টি ১২০ টাকা ১ কেজি গরুর মাংস ৬০০ টাকা বিটকয়েনের উপর ট্যাক্স ৪০%(মনে করি) ২০২৩ সালে ১ কেজি চাউল ৭০ টাকা ১ কেজি আটা ৬০ টাকা ১ লিটার দুধ ৮০ টাকা ১ লিটার পেট্রোল ১৪৫ টাকা ১ হালি ডিম ৬০ টাকা ১ কেজি পোল্টি ২৯০ টাকা ১ কেজি গরুর মাংস ৮০০ টাকা বিটকয়েনের উপর ট্যাক্স ৬০%(মনে করি) ২০২৫ সালে আল্লাহ যদি বাচাইয়া রাখেন ১ কেজি চাউল ১০০ টাকা ১ কেজি আটা ৯০ টাকা ১ লিটার দুধ ১৩০ টাকা ১ লিটার পেট্রোল ২৫৫ টাকা ১ হালি ডিম ১০০ টাকা ১ কেজি পোল্টি ৬০০ টাকা ১ কেজি গরুর মাংস ১৪০০ টাকা বিটকয়েনের উপর ট্যাক্স ৯০%(মনে করি) এভাবে যদি প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের সাথে বিটকয়েনের ট্যাক্স এর পরিমাণ বাড়তে থাকবে তাহলে আমরা শুধু উপার্জন করবো আর সরকারকে দিয়ে দিব। আমরা যেমন বিটকয়েনের বৈধতা নিয়ে আফসোস করছি ঠিক আমাদের দেশে বৈধতা পেলে ট্যাক্স নিয়ে আফসোস করব যে কেন বাংলাদেশ বিটকয়েনকে নিষিদ্ধ ঘোষণা করছে না। তাই যেভাবে আছে ঠিক সেভাবেই থাকতে দিন ,আমরা তো বিটকয়েনের বৈধতা ছাড়াই অনেক ভালো আছি।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Crypto Library
|
|
May 08, 2023, 03:12:47 PM Last edit: May 08, 2023, 03:30:45 PM by Crypto Library |
|
বিশেষ দ্রষ্টব্যঃ আমি পরপর দুটি পোস্ট করে ফরমের নিয়ম ভঙ্গ করার কারণে সকলের কাছে ক্ষমা চাচ্ছি।
ঠিক আছে ভাই এখানে ক্ষমা চাওয়ার কিছু নাই, যেহেতু আপনি বুঝতে পেরেছেন আপনি চাইলে নিজেই আপনার ওই দুটি পোস্ট মার্য করতে পারেন অর্থাৎ দুটো পোস্ট কে কোট করে একটি পোস্টে রূপান্তর করুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অনেকেই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য না বুঝেই পরপর স্প্যামিং পোস্ট করে থাকে। তাদের উদ্দেশ্যও বলতে চাই স্পামিং করার দরকার নেই ওয়েট করুন আরেকটা পোস্ট হোক তারপর না হয় অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য নিয়ম মেনেই আর একটা পোস্ট করুন। এভাবে যদি প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের সাথে বিটকয়েনের ট্যাক্স এর পরিমাণ বাড়তে থাকবে তাহলে আমরা শুধু উপার্জন করবো আর সরকারকে দিয়ে দিব। আমরা যেমন বিটকয়েনের বৈধতা নিয়ে আফসোস করছি ঠিক আমাদের দেশে বৈধতা পেলে ট্যাক্স নিয়ে আফসোস করব যে কেন বাংলাদেশ বিটকয়েনকে নিষিদ্ধ ঘোষণা করছে না। তাই যেভাবে আছে ঠিক সেভাবেই থাকতে দিন ,আমরা তো বিটকয়েনের বৈধতা ছাড়াই অনেক ভালো আছি।
কথাগুলো আসলে আপনি মন্দ বলেননি, বাংলাদেশের যে অবস্থা এখন যদি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বৈধতা দান করে অত্যধিক পরিমাণ ভ্যাট ট্যাক্স বসিয়ে দেয় তাহলে তখন আমাদের আম ও যাবে সালাও যাবে। যদিও বর্তমানে আম চুরি করে অল্প হোক বেশি হোক খেতে পারতেছি। তবে সরকারের থেকে এক্সপেক্টেশন থাকবে যে অত্যাধিক পরিমাণ ভ্যাট না বসানোর এতে করে নামে মাত্র শুধু বৈধতা দান করবে ভ্যাট বেশি হওয়ার কারণে মানুষজন হয়তো এর ব্যবহার কমিয়েও দিতে পারে। তবে বর্তমান পরিস্থিতির কথা বললে হয়তো আমি আপনি ভালো আছি কিন্তু যা করতেছি সবকিছুর ভেতরেই একটা অশান্তি রয়েছে ভয়ে ভয়ে করতে হয় এই কখন না জানি পুলিশ বাসায় এসে পড়ে। আমি আসলে এই টেনশন থেকে মুক্তি পেতে চাই আর এর জন্য বৈধতা অবশ্যই প্রয়োজনীয়
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Learn Bitcoin
|
|
May 08, 2023, 04:11:37 PM |
|
আমার মনে হয় উনার মতন যারা আরও ফ্রী রাফেল দিয়ে থাকে তাদের নিজেদের আলাদা কোন বড় আর্নিং সেক্টর রয়েছে, পাশাপাশি ফ্রী রাফেল দেওয়ার লাভ হিসেবে আমি একটা জিনিসই মনে করি যে রেপ্রুটেশন গেইন করা পাশাপাশি ফোরামে নিজের নামের একটা ফ্রি বিজ্ঞাপন হয়ে যাবে । এই যেমন ধরুন আপনি ওনার সম্পর্কে জানতে চাচ্ছেন আর শাসন ভাই উনার পোস্ট কোড করে আমাদের সামনে নিয়ে এসেছে, সবকিছুতে তো তারই নামের বিজ্ঞাপন হয়ে গেল
হতে পারে উনি ওনাকেই একটা ব্রান্ড হিসাবে তৈরি করছেন। ওনার অবশ্যই বাইরে ইনকাম আছে। ফোরামে যারা আছেন সবারই মনে হয় বাইরে ইনকাম আছে প্রফেশনাল কয়েকজন বাদে। তবে শুধুমাত্র নাম কামানোর জন্য এতা লং টাইম ধরে রাফেল অরগানাইজ করা কিন্তু চাট্টিখানি কথা নয়। আমরা অনেকেই আছি প্রফিট হবে জেনেও অনেক কাজ ছেড়ে দেই কারন একটা সময় আমরা বোরিং ফিল করি আর কাজের প্রতি ইন্টারেষ্ট হারিয়ে ফেলি। আমি অনেক ইউটিউবার কে দেখেছি যারা অনেক কষ্ট করে অনেক দূর এসেও তাদের চ্যানেল এখন ফেলে রাখছে। কারণ কি? তারা আসলে ইন্টারেষ্ট হারিয়ে ফেলেছে। টাকার দরকারে অনেকেই কাজ করে, আবার অনেকে টাকা ইনকাম হবে জেনেও কাজ করে না। সুতরাং একটা কাজের প্রতি ইন্টারেষ্ট ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ফোরামের এমন অনেক মেম্বার আছে যারা ইনটারেষ্ট হারিয়ে ইনএকটিভ হয়ে গেছে। থেমোস কিভাবে হেড এডমিন হলো জানেন? তার নিজের কাছেই ষ্টোরি টা বোরিং লাগে। ফোরামের একজন গ্লোবাল মোড দরকার ছিলো, সে গ্লোবাল মোড হলো। তার পর আস্তে আস্তে ফোরামের এডমিন রা ইন্টারেষ্ট হারিয়ে ফেলে যার কারনে থেমোস এই পজিশন পেয়ে যায়!
|
|
|
|
~speedx~
|
|
May 08, 2023, 05:30:23 PM |
|
বিটকয়েনের ট্রানজেকশন ফি এর এমন বেহাল অবস্থা কেন? আজকে ট্রাস্ট ওয়ালেটে কিছু বিটিসি ট্রানজেকশনকরতে গিয়ে দেখি এর ফি ই রিকোয়ারমেন্ট করতেছে ১৮ ডলার অথচ কিছুদিন আগেও সেটা মাত্র কয়েক সেন্ট ছিল ৪০ সেন্টের মধ্যেই হয়ে যেত, আসলে এটার পিছনে কারণ কি? আর কতদিন এমন অবস্থা থাকতে পারে ? এবং এর কি কোন বিকল্প আছে কি কমানোর?
|
|
|
|
Crypto Library
|
|
May 08, 2023, 05:34:16 PM |
|
বিটকয়েনের ট্রানজেকশন ফি এর এমন বেহাল অবস্থা কেন? আজকে ট্রাস্ট ওয়ালেটে কিছু বিটিসি ট্রানজেকশনকরতে গিয়ে দেখি এর ফি ই রিকোয়ারমেন্ট করতেছে ১৮ ডলার অথচ কিছুদিন আগেও সেটা মাত্র কয়েক সেন্ট ছিল ৪০ সেন্টের মধ্যেই হয়ে যেত, আসলে এটার পিছনে কারণ কি?
আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন সে বিষয়ে অলরেডি ফোরামে কথাবার্তা হয়ে গিয়েছে , এ বিষয়ে Little Mouse অলরেডি সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছেন, তার পোস্টটি কোট করলাম। আর আমারও অনুরোধ থাকবে কয়েন আলাপের আর্টিকেলটি পড়ার সেখানে খুব সুন্দর করে উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে আসলে ট্রানজেকশন ফি এর দাম কেন বাড়ে প্রথমেই আমি আপনাকে বলব এই আর্টিকেলটি পড়ে আসার জন্য- বিটকয়েন এর ফি কেন বৃদ্ধি পায়আপনাকে জানতে হবে বিটকয়েন এর ফি কেন বৃদ্ধি পায়। আর সাথে জানতে হবে ইনপুট কি, আউটপুট কি। আপনি যখন কাউকে বিটকয়েন পাঠাতে যাবেন তখন আপনার জন্য, ইনপুট হল আপনি আপনার ওয়ালেটে যতবার বিটকয়েন রিসিভ করেছেন সেগুলো। আর আউটপুট হল যাকে/যাদেরকে পাঠাবেন। এইখানে ইনপুট এবং আউটপুট যত বেশি হবে, আপনার ট্রাঞ্জেকশন সাইজ তত বড় হবে। ফলস্বরুপ, আপনাকে বেশি ফি দেয়া লাগবে। যখন বিটকয়েন এর ফি বৃদ্ধি পায়, তখন বেশি ইনপুট এর ট্রাঞ্জেকশনগুলোতে অতিরিক্ত ফি চলে যায়। এইজন্য, যখন বিটকয়েন এর ফি কম থাকে, বিশেষ করে যখন ১ সাতোশি পার বাইট থাকে, তখন আপনি আপনার সব ইনপুটকে একটা ইনপুটে রুপান্তর করার নামই হল কনসোলিডেট করা। মানে, আপনার সবগুলো বিটকয়েন আপনারই একটা এড্রেসে (একই ওয়ালেট থেকে) একটা ট্রাঞ্জেকশন এর মাধ্যমে একটা ইনপুটে নিয়ে আসবেন। সিম্পল। তাহলে আপনার ট্রাঞ্জেকশন সাইজ অনেক ছোট হবে যার কারনে আপনাকে খুব বেশি ফি দেয়া লাগবে না। বিটকয়েন এর ফি দেখুন- mempool.spaceআর কতদিন এমন অবস্থা থাকতে পারে ? এবং এর কি কোন বিকল্প আছে কি কমানোর? এমন অবস্থা কতদিন থাকবে এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারবেনা যেহেতু ট্রানজেকশন এর ভিড়ে এই অবস্থা হয়েছে পরবর্তীতে ভবিষ্যতে ট্রানজেকশন এর অবস্থা বা পরিমাণ কেমন হবে এটা কেউ বলতে পারবে না তাই এটাও নির্দিষ্ট করে বলা যাবে না এটা কতদিন থাকবে.। বিকল্প হিসেবে আমি এখন আলাদা কোন রাস্তা দেখতেছি না কম ফি দিয়ে ট্রানজেকশন করতে হলে আপনাকে দিনের পর দিন বসে থাকতে হতে পারে কনফার্মেশন এর পাওয়ার জন্য। তবে বিকল্প হিসেবে এখন বিটকয়েন ট্রানজেকশন এর বদলে অন্যান্য কারেন্সি ব্যবহার করা বেটার হবে এক্ষেত্রে আপনি BNB , Polygon matic ব্যবহার করতে পারেন। বর্তমান ফিস
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
light_warrior
In memoriam
Copper Member
Hero Member
Offline
Activity: 588
Merit: 926
|
|
May 08, 2023, 06:18:31 PM |
|
বিটকয়েনের ট্রানজেকশন ফি এর এমন বেহাল অবস্থা কেন? আজকে ট্রাস্ট ওয়ালেটে কিছু বিটিসি ট্রানজেকশনকরতে গিয়ে দেখি এর ফি ই রিকোয়ারমেন্ট করতেছে ১৮ ডলার অথচ কিছুদিন আগেও সেটা মাত্র কয়েক সেন্ট ছিল ৪০ সেন্টের মধ্যেই হয়ে যেত, আসলে এটার পিছনে কারণ কি? আর কতদিন এমন অবস্থা থাকতে পারে ? এবং এর কি কোন বিকল্প আছে কি কমানোর?
পুরো সমস্যাটি হল বিটকয়েন ব্লকচেইনে ট্যাপ্রুট ফর্কের পরে, ডোমোডাটা ডাকনাম সহ একজন বেনামী টুইটার ব্যবহারকারী BRC-20 স্ট্যান্ডার্ড তৈরি করেছেন, যা বিটকয়েন ব্লকচেইনে PEPE এবং এর মতো টোকেন তৈরি করতে দেয়। এছাড়াও Ordinals প্রোটোকল, যা আপনাকে বিটকয়েন ব্লকচেইনে NFT তৈরি করতে দেয়। এই সমস্ত বিটকয়েন ব্লকচেইনে বিপুল সংখ্যক টোকেন এবং NFT তৈরির দিকে পরিচালিত করে। এবং যেহেতু PEPE টোকেন এখন খুব জনপ্রিয়, এর (এবং অন্যান্য অনুরূপ টোকেন) লেনদেন বিটকয়েন মেমপুলকে আটকে দেয়, যা এত বড় কমিশনের দিকে পরিচালিত করে। এবং এটি সম্পর্কে কিছুই করা যাবে না। পিইপিই এবং অনুরূপ মেমে-কয়েনগুলির আশেপাশের হাইপ কমে না যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অথবা, বিকল্পভাবে, লাইটনিং নেটওয়ার্ক ব্যবহার করুন। সমস্যা হল যে খুব কম লোকই এই নেটওয়ার্ক ব্যবহার করে এবং সমস্যা ছাড়াই এটি ব্যবহার করার জন্য শেখা কঠিন।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
May 08, 2023, 08:22:17 PM |
|
আমি এমন অনেক কেই জানি যারা এখন বিটকয়েন দিয়ে সবথেকে বেশি লেনদেন করে থাকে কিন্ত নিরাপত্তার জন্যে তারা মুখে শিকার করেনা, ফ্রিল্যান্সিং এর সাথে যারা যুক্ত বাংলাদেশে পেমেন্ট মেথড সীমিত হবার কারণে অনেকই এখন বিটকয়েন এর মাধ্যমে লেনদেন করে, ৩-৪ মাস আগে একটা সেমিনারে অংশ গ্রহণ করেছিলাম সেখানে বাংলাদেশ ব্যাংক এর অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন, তারা সবাই বলছিলেন যে তারা বিটকয়েন নিয়ে কাজ করছে, আর খুব দ্রুত তারা অন্য কোন দেশ যেখানে বিটকয়েন বৈধ তাদের থেকে সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবং তাদের সাথে চুক্তির মাধ্যমে বিটকয়েন কে বৈধতা কীভাবে দেয়া যায় তা নিয়ে তারা কাজ করছে ।
অনেকেই প্রশ্ন করেছিলেন যে তাহলে কেমন সময় লাগতে পারে বিটকয়েন কে বৈধতা দিতে , তখন একজন কর্মকর্তা বলেছিলেন আগামী ১-২ বছরের মধ্যে হয়তো আমাদের কার্যক্রম সম্পুর্ন করতে সক্ষম হবো ।
আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে , খুব দ্রুত এটার বৈধতা দেয়া হতে পারে ।
কোন সেমিনার? দয়া করে আরো বিস্তারিত জানাবেন কি? আর আপনার কাছে এইসব কথাগুলোর কোন রেকর্ড আছে? আমার মনে হয় না আগামী ৩/৪ বছরেও বিটকয়েনকে দিতে পারবে। কারণ বৈধতা দেয়ার জন্য যেসব টুলস লাগবে (মনিটরিং এর জন্য) এবং সেগুলোর খরচ অনেক বেশি। এইসব বিষয় নিয়ে একাডেমিক শিক্ষাতে কিছুই যোগ হয় নি বলে টুলসগুলোর খুব ভালো প্রয়োগও পারবে না। কারণ, যোগ্য লোকের খুবই অভাব। যাই হোক, সেমিনার এর বিস্তারিত এবং যদি কোন রেকর্ড থাকে তাহলে জানাবেন। আমাদের দেশে বিটকয়েনকে বৈধ না করাই ভালো। ভারতেই ৩০% কর (tax) নেওয়া হয়। আমরা ভারতের পার্শ্ববর্তী দেশ। এদেশের কথা তো সবারই জানাই আছে, আমাদের দেশে হয়তো ভারতের থেকে কম ট্যাক্স নিবে না, তার থেকে আরো বেশি(tax) ধার্য করা হবে।
ট্যাক্স আপনি বিনিয়োগের উপর তো দেবেন না। আপনার প্রফিটের উপর দেবেন। ট্যাক্স তখনই দেবেন যখন আপনি আপনার বিনিয়োগ করা কয়েন বিক্রয় করবেন এবং সেই বিনিয়োগ থেকে আপনি প্রফিট করতে পারবেন। আপনার unrealized গেইন থেকেও ট্যাক্স নেয়া হবে না। আমাদের বেশিরভাগ মানুষই দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে। এইখানে আমি খুব বেশি চিন্তার কিছু দেখি না। রেগুলেশন যদি না হয় তাহলে লিগ্যাল কিভাবে হবে। এইরকম নিয়ম কানুন ঠিক করে কেবল তখনই লিগ্যাল করবে। একটা জিনিস ভালো হবে। লিগ্যাল করার কিছুদিন পর অনেক মানুষ ধরা খাবে।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Crypto Library
|
|
May 08, 2023, 08:40:10 PM Last edit: May 22, 2023, 06:22:49 PM by Crypto Library |
|
BitcoinTalk Notification BOT এর নতুন আপডেটএই আপডেটের মাধ্যমে আপনি এই বটটিকে টেলিগ্রাম গ্রুপেও এড করতে পারবেন। আর এটি করার জন্য আপনাকে প্রথমে গ্রুপে বটটিকে এড করতে হবে এবং তারপর রান করার জন্য /start টাইপ করুন। তাছাড়া মেনু দেখার জন্য /menu টাইপ করতে হবে তবে শুধুমাত্র এডমিনই এই বটের ইন্টারেক্ট চেঞ্জ করতে পারবে ( তাছাড়া সাধারণ ইউজাররা মেনু এবং নোটিফিকেশনদেখতে পারবে ) মেনশন এবং মেরিটের পাশাপাশি, আপনি এই বটের দ্বারা অন্যান্য সাধারণ কাজগুলো করতে পারবেন:- ট্র্যাকিং করা যেমন টপিক , বাক্যাংশ, বোর্ড , ইউজার করতে পারবেন - আর ইগনোর করার মধ্যে রয়েছে- টপিক এবং ইউজার আপডেট এর মেইন সোর্স লিঙ্ক: https://bitcointalk.org/index.php?topic=5248878.msg62208199#msg62208199নতুন আপডেটটি সংযোজন করার জন্য- TryNinja কে ধন্যবাদ যারা BitcoinTalk Notification BOT সম্পর্কে জানেন না তারা এই পোস্টটি দেখতে পারেন- BitcoinTalk SuperNotifier "V2" এখন পাওয়া যাচ্ছে!
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
|