Bd officer
|
|
May 09, 2023, 01:32:03 AM |
|
আজকে meta একটা ট্রপিক দেখলাম হিস্টোরি অফ লোকাল বোর্ড। সেখানে অনেক বোর্ডের হিস্টোরি দেওয়া আছে। আমাদের লোকাল থ্রেডে এখন অনেক মেম্বার Active আছেন প্রচুর পোস্ট করা হচ্ছে তবুও, আমাদের থ্রেড এখনো Inactive দেখানো রয়েছে। আগামীকাল এই বিষয় নিয়ে, @Crypto Library ফেব্রুয়ারী -এপ্রিল মাসের আমাদের থ্রেডের এক্টিবিটি তুলে ধরেছেন। সম্ভবত আমাদের থ্রেড টা এক্টিব করে দিতে পারেন। Crypto Library ভাই কে অসংখ্য ধন্যবাদ এই বিষয় তুলে ধরার জন্য। আরেকটা বিষয় দেখতে পেলাম Vietnamese আমাদের মতো একটা লোকাল থ্রেড ছিলো, অতিরিক্ত spam করার কারণে তাদের থ্রেড লক করে দেওয়া হয়েছে। আমি সর্বদাই চেষ্টা করবো আমাদের থ্রেডে, আমার ধারা যাতে কোন ধরনের স্পাম পোস্ট না হয়। যেহেতু স্পাম করার কারনে লোকাল থ্রেড Vietnamese লক করা হয়েছে। আমাদের লোকাল থ্রেডের আর আর ২১ দিন পর ৯ বছর পুর্ন হবে। আমাদের লোকাল থ্রেডের এখন বেশ ভালোই উন্নতি হয়েছে। অনেক এক্টিব মেম্বার এড হয়েছেন। ভালো ভালো পোস্ট করা হচ্ছে, প্রচুর পরিমান মেরিট শেয়ার হচ্ছে।
|
|
|
|
Negotiation
|
কোন সেমিনার?
ব্যাংক এসোসিয়েশন আয়োজিত যেখানে রাজশাহী বিভাগীয় সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এক্সচেঞ্জার গুলার অনেকেই উপস্থিত ছিল। দয়া করে আরো বিস্তারিত জানাবেন কি?
আমি তখন যেখানে কাজ করতাম সেই অফিসের সকল স্টাফ কে ইনভাইট করা হইয়েছিলো, সেই সুবাদে আমি অংশগ্রহন করতে পেরেছিলাম। মুলত সেই সেমিনার এর মুল উদ্যেশ্য ছিলো যারা ফ্রিল্যান্সার এবং বৈধ ভাবে বিদেশ থেকে অর্থ উপার্জন করে তাদেরকে এতদিন বিভিন্নভাবে হয়রানি করা হতো, ভবিশ্যতে যেনো কাউকে হয়রানি না করা হয় সেই বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছিলো, এখন বর্তমানে বেশিরভাগ ব্যাংক ফ্রিল্যান্সারদের শুবিদার্থে আলাদা এ্যাকাউন্ট চালু করেছে, এখন থেকে যারা ফ্রিল্যান্সার তারা শুধুমাত্র ইনকাম এর প্রমান থাকলেই এ্যাকাউন্ট করতে পারবে, আগে যেমন অনেক কাগজপত্রের ঝামেলা ছিলো এখন সেটি নেই । একজন ব্যাংক কর্মকর্তা প্রশ্ন করেছিলেন যে, স্যার যারা বিটকয়েন এর মাধ্যমে লেনদেন করে তারাও তো বৈদেশিক মুদ্রা দেশে আনে তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি যেহেতু বিটকয়েন লেনদেন অববৈধ ? এই প্রশ্নের উওরে বলেছিলেন আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করছি, কিভাবে বিটকয়েনকে বৈধতা দেয়া যায় তা নিয়ে আমারা কাজ করছি, এবং আইসিটি মন্ত্রী বিটকয়েন নিয়ে কাজ করার জন্য অনেকবার আলোচনা করেছেন। আর আপনার কাছে এইসব কথাগুলোর কোন রেকর্ড আছে?
না আমার কাছে রেকর্ড নেই এখন পর্যন্ত তবে আমি চেস্টা করবো যারা ভিডিও করেছিলো কারো কাছে যদি পায় আমি অবশ্যই সবার শুবিদার্থে এখানে আপলোড করবো। যদিও আমি এখন সেই প্রতিষ্ঠানে চাকরী ছেড়ে দিয়েছি তারপরেও চেস্টা করবো। তবে এটা সত্যি যে আমাদের মন্ত্রী পলক সাহেব বিটকয়েন নিয়ে অনেকবার অনেক যায়গাতে আলোচনা করেছেন, এবং আমরা অনেকেই হয়তো সেগুলো দেখেছি। এভাবে যদি প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের সাথে বিটকয়েনের ট্যাক্স এর পরিমাণ বাড়তে থাকবে তাহলে আমরা শুধু উপার্জন করবো আর সরকারকে দিয়ে দিব। আমরা যেমন বিটকয়েনের বৈধতা নিয়ে আফসোস করছি ঠিক আমাদের দেশে বৈধতা পেলে ট্যাক্স নিয়ে আফসোস করব যে কেন বাংলাদেশ বিটকয়েনকে নিষিদ্ধ ঘোষণা করছে না। তাই যেভাবে আছে ঠিক সেভাবেই থাকতে দিন ,আমরা তো বিটকয়েনের বৈধতা ছাড়াই অনেক ভালো আছি।
আমার মনে হয় যদিউ বিটকয়েন বৈধতা দেয় বাংলাদেশ তাহলে ট্যাক্স এবং ভ্যাট মিলিয়ে ২০% এর কম হবে বলে আমার মনে হয়না, কারন বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে সবকিছুতেই ১৫% ট্যাক্স নেয় সরকার।
|
|
|
|
Xal0lex
Moderator
Legendary
Offline
Activity: 2674
Merit: 2639
|
|
May 09, 2023, 05:15:28 AM |
|
আরেকটা বিষয় দেখতে পেলাম Vietnamese আমাদের মতো একটা লোকাল থ্রেড ছিলো, অতিরিক্ত spam করার কারণে তাদের থ্রেড লক করে দেওয়া হয়েছে। আমি সর্বদাই চেষ্টা করবো আমাদের থ্রেডে, আমার ধারা যাতে কোন ধরনের স্পাম পোস্ট না হয়। যেহেতু স্পাম করার কারনে লোকাল থ্রেড Vietnamese লক করা হয়েছে।
Vietnamese স্থানীয় পরিষদ বন্ধ করা হয় না। আপনি সেখানে লিখতে পারেন।
|
|
|
|
Bd officer
|
|
May 09, 2023, 06:06:21 AM |
|
Vietnamese স্থানীয় পরিষদ বন্ধ করা হয় না। আপনি সেখানে লিখতে পারেন।
https://i.imgur.com/Lr0xEDk.jpg sourceদুঃখিত আমি বিষয়টি ভালো ভাবে খেয়াল করি নি। আর আমি ওই Vietnamese লোকাল থ্রেড টি, লিংকে চাপ দিয়ে দেখি নি যে পোস্ট করা যায় কিনা। এই পোস্ট টি ২০২০ সালে লাস্ট এডিট করা হয়েছিলো,তার আগে হয়তো স্পাম করার কারনে Vietnamese লোকাল থ্রেড লক করা হয়। পরবর্তীতে আবার পুনরায় চালু করা হয়। কিন্তু @tranthidung ২০২০ সালের পর পোস্ট টি আর এডিট করে নি। এখন বিষয় টি ভালো ভাবে বুঝতে পারলাম।
|
|
|
|
Xal0lex
Moderator
Legendary
Offline
Activity: 2674
Merit: 2639
|
|
May 09, 2023, 06:41:17 AM |
|
Vietnamese স্থানীয় পরিষদ বন্ধ করা হয় না। আপনি সেখানে লিখতে পারেন।
https://i.imgur.com/Lr0xEDk.jpg sourceদুঃখিত আমি বিষয়টি ভালো ভাবে খেয়াল করি নি। আর আমি ওই Vietnamese লোকাল থ্রেড টি, লিংকে চাপ দিয়ে দেখি নি যে পোস্ট করা যায় কিনা। এই পোস্ট টি ২০২০ সালে লাস্ট এডিট করা হয়েছিলো,তার আগে হয়তো স্পাম করার কারনে Vietnamese লোকাল থ্রেড লক করা হয়। পরবর্তীতে আবার পুনরায় চালু করা হয়। কিন্তু @tranthidung ২০২০ সালের পর পোস্ট টি আর এডিট করে নি। এখন বিষয় টি ভালো ভাবে বুঝতে পারলাম। কিছু ভয়ানক নেই। হ্যাঁ, tranthidung এর টপিকে তথ্যটি পুরানো। টপিকটি বন্ধ করা হয়েছে কিনা পরীক্ষা করার জন্য অবশ্যই এর ভিতরে ঢুকতে হবে না। এখানে দেখানো হল, টপিকটি ব্লক করা হয়েছে কিনা তা চিহ্নিত করার উপায়।
|
|
|
|
Bitcoin Cryptic
Newbie
Offline
Activity: 8
Merit: 0
|
|
May 09, 2023, 10:47:10 AM |
|
যারা Omega Network Mining করতেছেন করেনি অথবা করতে পারেননি আর মাত্র 5 থেকে 6 মাস বাকি আছে । ইনশাআল্লাহ ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মিনিমাম 100$-200$ ইনকাম করতে পারবেন । যারা core মিস করছেন তারা আজ থেকে Omega Network Mining এ মাইনিং শুরু করে দিন। কাজ ২৪ ঘন্টা পর পর মাইনিং অন করে দিবেন। Core এর চেয়েও বেশি প্রফিট দিবে এই Omega Network Mining. যারা মিস করবেন পরে আফসোস করতে হবে। যেইরকম Core Mining App থেকে ১ বছরে আমরা প্রায় $500–2000 ডলারইনকাম করেছে অনেকে ভালো সাইড কেউ মিস করবেন না এই টোকেন বিন্যান্স লিস্টেড হতে পারে আমি আবরো বলছি কেউ এই Mining অফার মিস করবেন না ধন্যবাদ । Apps Link: https://play.google.com/store/apps/details?id=com.omtch.om
|
|
|
|
Learn Bitcoin
|
|
May 09, 2023, 02:45:22 PM |
|
তবে এটা সত্যি যে আমাদের মন্ত্রী পলক সাহেব বিটকয়েন নিয়ে অনেকবার অনেক যায়গাতে আলোচনা করেছেন, এবং আমরা অনেকেই হয়তো সেগুলো দেখেছি পলক সাহেব আগে কিছু কাজ করার চেষ্টা করেছিলেন। তবে সেটা ২০২০ অথবা ২০২১ সালের দিকে। এর পর নতুন কোনো খবর শুনতে পাইনি। তিনি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দিয়েছিলেন। তখন উনি একটা কথা বলেছিলেন যেটা আমার সবচাইতে ভালো লেগেছিলো সেটা হলো, একটা কারেন্সি কে আপনি অবৈধ বলে ঘোষনা করতে পারেন না। সেটা দিয়ে কি অবৈধ কাজ হচ্ছে সেটা কন্ট্রোল করতে হবে। ভবিষ্যতে যদি বিটকয়েন নিয়ে বাংলাদেশ কিছু করে সেটা পলক সাহেবের হাত ধরে হলে অবাক হবো না। উনি বিটকয়েনের ব্যাপারে আগে থেকেই পজেটিভ। তবে সরকার মহলের অনেক যায়গা আছে যেখানে সবাইকে রাজি করানো সহজ ব্যাপার হবে না। আমার মনে হয় যদিউ বিটকয়েন বৈধতা দেয় বাংলাদেশ তাহলে ট্যাক্স এবং ভ্যাট মিলিয়ে ২০% এর কম হবে বলে আমার মনে হয়না, কারন বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে সবকিছুতেই ১৫% ট্যাক্স নেয় সরকার। আবুল মাল আব্দুল মালেক সাহেবের কথা মনে আছে? উনি কিন্তু উদ্ভট কিছু যায়গায় ট্যাক্স বসানোর প্রস্তাব করেছিলেন। ওনাদের কাছে ৪ হাজার কোটি টাকা কিছুই না। কিছু কিছু লোক কিন্তু কি করবে তার কোনো আগা মাথা নেই! যদি ৩০% এর বেশি ট্যাক্স আরোপ করে দেয়, সেখানে আপনার কিছুই করার থাকবে না। ৫ বছর আগে ভিডিও বাবা প্রোডাকশন একটা প্যারোডি গান বানিয়েছিলো, হঠাৎ করে মনে পরে গেলো! সবাই আরেকবার হেসে আসতে পারেন! https://www.youtube.com/watch?v=5TJqoxsoXc4
|
|
|
|
tjtonmoy
|
|
May 09, 2023, 07:05:22 PM |
|
এমন অবস্থা কতদিন থাকবে এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারবেনা যেহেতু ট্রানজেকশন এর ভিড়ে এই অবস্থা হয়েছে পরবর্তীতে ভবিষ্যতে ট্রানজেকশন এর অবস্থা বা পরিমাণ কেমন হবে এটা কেউ বলতে পারবে না তাই এটাও নির্দিষ্ট করে বলা যাবে না এটা কতদিন থাকবে.। বিকল্প হিসেবে আমি এখন আলাদা কোন রাস্তা দেখতেছি না কম ফি দিয়ে ট্রানজেকশন করতে হলে আপনাকে দিনের পর দিন বসে থাকতে হতে পারে কনফার্মেশন এর পাওয়ার জন্য। তবে বিকল্প হিসেবে এখন বিটকয়েন ট্রানজেকশন এর বদলে অন্যান্য কারেন্সি ব্যবহার করা বেটার হবে এক্ষেত্রে আপনি BNB , Polygon matic ব্যবহার করতে পারেন।
আমার জানামতে প্রতি ২ সপ্তাহ পর পর ফি এডজাস্ট করা হয়। এক্ষেত্রে আপনাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। কারন মিমপুল এ ৭২ ঘন্টা পর পর যে সকল ট্রানজেকশন এ লো ফি এড করা থকে তা সরিয়ে দেওয়া হয় বা ক্যান্সেল হয়ে যায়। এইভাবে মিমপুল কে স্ট্রেস মুক্ত করা হয়। যদিও এটি নির্দিষ্ট না তবে আর ১ সপ্তাহ পর হয়ত ফি লো হয়ে যাবে। অথবা যাদের ট্রানজেকশন ফেইলড হয়ে গেছে তারা হয়ত পুনরায় বেশি ফি দিয়ে নতুন ট্রানজেকশন ব্রডকাস্ট করবে। যার ফলে ফি এর পরিমান একই থাকতে পারে। তবে গতকাল এর তুলনায় যেখানে ৬২০ সাতোশি পার বাইট ফি প্রদান করতে হয়েছে হাই প্রাইওরিটি তে, সেখানে আজ তা ২৫৫ সাতোশি পার বাইট। ধীরে ধীরে ফি কমে আসার সম্ভবনা আছে এবং Blockchair.com এর তথ্য অনুযায়ী পরের এডজাস্ট হইতে সময় বাকি ১ সপ্তাহ। এইসকল সিচুয়েশন এর জন্যই সকল ক্ষেত্রে লাইটনিং নেটওয়ার্ক এর ব্যবহার কার্জকর করা বেশি জরুরি বলে আমি মনে করি।
|
|
|
|
Bitcoin_people
|
|
May 10, 2023, 06:02:22 AM |
|
~~snip~~
আচ্ছা মনে করেন বাংলাদেশে বিটকয়েনের বৈধতা দেয়া হয়েছে অনেক আগেই যা আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে বিটকয়েন ব্যবহার শুরু করে দিয়েছি। তাহলে আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে ঠিক সেভাবেই বিটকয়েনের উপর ক্রমবর্ধমান ট্যাক্স এর পরিমাণ সেভাবে বৃদ্ধি পাবে।।। 2010 সালে ১ কেজি চাউল ১৩ টাকা ১ কেজি আটা ১০ টাকা ১ লিটার দুধ ১৫ টাকা ১ লিটার পেট্রোল ৩৫ টাকা ১ হালি ডিম ১৪ টাকা ১ কেজি পোল্টি ৫০ টাকা ১ কেজি গরুর মাংস ২৫০ টাকা বিটকয়েনের উপর ট্যাক্স ৩০%(মনে করি) ২০২০ সালে ১ কেজি চাউল ৪০ টাকা ১ কেজি আটা ৩০ টাকা ১ লিটার দুধ ৫০ টাকা ১ লিটার পেট্রোল ৮৫ টাকা ১ হালি ডিম ৩৬ টাকা ১ কেজি পোল্টি ১২০ টাকা ১ কেজি গরুর মাংস ৬০০ টাকা বিটকয়েনের উপর ট্যাক্স ৪০%(মনে করি) ২০২৩ সালে ১ কেজি চাউল ৭০ টাকা ১ কেজি আটা ৬০ টাকা ১ লিটার দুধ ৮০ টাকা ১ লিটার পেট্রোল ১৪৫ টাকা ১ হালি ডিম ৬০ টাকা ১ কেজি পোল্টি ২৯০ টাকা ১ কেজি গরুর মাংস ৮০০ টাকা বিটকয়েনের উপর ট্যাক্স ৬০%(মনে করি) ২০২৫ সালে আল্লাহ যদি বাচাইয়া রাখেন ১ কেজি চাউল ১০০ টাকা ১ কেজি আটা ৯০ টাকা ১ লিটার দুধ ১৩০ টাকা ১ লিটার পেট্রোল ২৫৫ টাকা ১ হালি ডিম ১০০ টাকা ১ কেজি পোল্টি ৬০০ টাকা ১ কেজি গরুর মাংস ১৪০০ টাকা বিটকয়েনের উপর ট্যাক্স ৯০%(মনে করি) এভাবে যদি প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের সাথে বিটকয়েনের ট্যাক্স এর পরিমাণ বাড়তে থাকবে তাহলে আমরা শুধু উপার্জন করবো আর সরকারকে দিয়ে দিব। আমরা যেমন বিটকয়েনের বৈধতা নিয়ে আফসোস করছি ঠিক আমাদের দেশে বৈধতা পেলে ট্যাক্স নিয়ে আফসোস করব যে কেন বাংলাদেশ বিটকয়েনকে নিষিদ্ধ ঘোষণা করছে না। তাই যেভাবে আছে ঠিক সেভাবেই থাকতে দিন ,আমরা তো বিটকয়েনের বৈধতা ছাড়াই অনেক ভালো আছি। আমি মনে করি আমাদের দেশে যদি বিটকয়েন বৈধতা দেওয়া হয় তাহলে নিত্য নতুন যে সমস্ত পণ্যগুলো রয়েছে তার দাম কমবে না বরং বৃদ্ধি পাবে। কেননা বাংলাদেশে যদি বিটকয়েন লেনদেন করা হয় তাহলে ক্রমাগতভাবে প্রতি বছরই বিটকয়েনের ট্যাক্স বৃদ্ধি করা হবে। বর্তমানে আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রতি যেভাবে ট্যাক্স নেওয়া হয় এতে করে বোঝা যায় বিটকয়েন অনুমোদন দিলে কতটা ট্যাক্স নিবে বাংলাদেশ সরকার। আর প্রতিনিয়ত যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে এতে দেশের মানুষ অনেক অনাহারে পড়ে গিয়েছে যারা দিনমজুর তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে পরিবার নিয়ে বসবাস করা। ২০২০ সালে বিভিন্ন জিনিসের মূল্য যতটা ছিল তার তুলনায় ২০২৩ সালে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে আর সাথে তো ট্যাক্স আছেই সব জিনিসের মধ্যেই। বিটকয়েন বাংলাদেশের অনুমোদন দিলে অবশ্যই ট্যাক্স পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি হবে ২০২৩ সালে বিটকয়েনের উপর ট্যাক্স ৬০% যদি ট্যাক্স ধরা হয় তাহলে যারা বিটকয়েন ব্যবহার করবে তারা পথের ফকির হয়ে বসে থাকবে। তাই আমাদের দেশে যেরকম আছে এভাবেই থাকাটা আমি ভালো মনে করি যদি বিটকয়েনের বৈধতা দেয়া হয় তাহলে দেশে যত নেতারা আছে তাদের ওয়ালেটে বিটকয়েনের অভাব হবে না। যারা প্রতিনিয়ত বিটকয়েন দিয়ে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করবে তাদের ট্যাক্স দিতে দিতে ফকির হয়ে যাবে তাই যেরকম আছে বর্তমানে এরকম থাকাটাই বেটার আমরা যেভাবে বিটকয়েন ব্যবহার করি এভাবেই আমরা অনেক সুবিধার মধ্যে বিটকয়েন ব্যবহার করতে পারছি। বাংলাদেশে বিটকয়েন অনুমোদন যাতে ভবিষ্যতে না দেওয়া হয় এটাই আমার মন্তব্য বৈধতা দেওয়া হলে বর্তমানে বাংলাদেশ যে পজিশনে রয়েছে ভবিষ্যতে এতোটুকুও থাকবে না। আপনি কয়েকটি অপশন বাদ দিয়ে দিয়েছেন আমাদের দেশে ১ কেজি সয়াবিন তেল এর মূল্য যেখানে ২০০ টাকা সেখানে গরিব লোকেরা কিভাবে তাদের সংসার চালাবে। আপনি দেখেন সয়াবিন তেল ছাড়া কোন কিছুই রান্নাবান্না করা যায় না এই তেল সব সময় প্রয়োজন হয়। তেল ছাড়া কোন পরিবারে রান্না করতে পারেনা খাবারের বেশিরভাগ ক্ষেত্রেই তেলের সবচেয়ে বেশি প্রয়োজন হয় আর এটা ভেবেই আমাদের দেশে তেলের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি করা হয়েছে। ১ লিটার তেল কিনতে গেলে বাজারে পকেটের টাকা শেষ হয়ে যায় বাকি বাজারগুলো করার মতো মন মানসিকতা আর থাকে না এটাই আমাদের বাংলাদেশ। আরেকটি জিনিস হচ্ছে চিনি যার মূল্য বর্তমানে ১২৫ টাকা কেজি আগে ছিল ৪৫ টাকা কেজি তবে ২০২৩ সালে এসে চিনির দাম তিনগুণ বৃদ্ধি পেয়েছে ভাবা যায় । মানুষ কি কিনে তাঁদের জীবিকা নির্বাহ করবে সব জায়গায় ট্যাক্স আর ট্যাক্স সুঁই-সুতা থেকে শুরু করে আমাদের দেশের সকল পন্যতেই ট্যাক্স নেওয়া হয় আর যারা চাকরি করে তাদের বেতন কোন কোম্পানিতেই বাড়ানো হয়নি আগের মতই রয়েছে কিন্তু জিনিসপত্র কিনতে গেলে তাদের হিমশিম খেতে হয়। বিশেষ করে যারা মধ্যবিত্ত এবং গরিব ফ্যামিলি রয়েছে তাদের সংসার চালানোটা অনেক কষ্টকর হয়ে গিয়েছে বর্তমানে কিন্তু কোন পণ্যের দাম কমছে না বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে কি হয় কিছুই বোঝা যায় না। আর যদি এই সময়ে ক্রিপ্টোকারেন্সি অনুমোদন দেওয়া হয় তাহলে বিটকয়েনে যারা লেনদেন করবে তাদের কি হাল হতে পারে এটা আমরা ভালো করেই বুঝতে পারছি। ট্যাক্স এর পরিমাণ এতটাই বাড়ানো হবে যার কাছে বিটকয়েন থাকবে তা লেনদেন করতে গেলে তার আরো ঋণ হতে হবে।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
roksana.hee
|
|
May 10, 2023, 06:13:50 AM |
|
ChatGPT এবং অন্যান্য AI গুলি আরও বেশি ব্যবহারকারীকে ক্রিপ্টোতে চালিত করতে একটি বড় ভূমিকা পালন করতে পারে
AI ভাষার মডেল হিসেবে, @ChatGPT ব্যবহারকারীদের ক্রিপ্টোতে চালিত করার সাথে সরাসরি জড়িত নয়। যাইহোক, অন্যান্য AI প্রযুক্তি রয়েছে যা এই স্থানটিতে সম্ভাব্য ভূমিকা পালন করতে পারে। একটি উদাহরণ হল মেশিন লার্নিং অ্যালগরিদম, যা বাজারের প্রবণতা বিশ্লেষণ এবং ভবিষ্যদ্বাণী করতে এবং ব্যবসায়ীদের আরও সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করতে ব্যবহার করা যেতে পারে। আরেকটি উদাহরণ হল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), যা সেন্টিমেন্ট বিশ্লেষণ করতে এবং সোশ্যাল মিডিয়া এবং নিউজ সোর্স থেকে প্রাসঙ্গিক তথ্য বের করতে ব্যবহার করা যেতে পারে, যা ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। উপরন্তু, ব্লকচেইন প্রযুক্তিকে প্রায়ই ক্রিপ্টো শিল্পের মূল চালক হিসাবে দেখা হয়, কারণ এটি মধ্যস্থতাকারীদের প্রয়োজন ছাড়াই নিরাপদ এবং স্বচ্ছ লেনদেন সক্ষম করে। সামগ্রিকভাবে, এআই এবং ক্রিপ্টোর সংযোগস্থলে ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সরঞ্জাম এবং অন্তর্দৃষ্টি আনার সম্ভাবনা রয়েছে এবং স্থানটিতে গ্রহণ এবং বৃদ্ধিকে আরও চালিত করতে সহায়তা করতে পারে। কারো ভালো লাগলে কয়েন টেলিগ্রাফের পোস্ট থেকে ঘুরে আসতে পারেন
|
|
|
|
Bd officer
|
|
May 10, 2023, 07:58:33 AM |
|
বিটকয়েন বাংলাদেশের অনুমোদন দিলে অবশ্যই ট্যাক্স পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি হবে ২০২৩ সালে বিটকয়েনের উপর ট্যাক্স ৬০% যদি ট্যাক্স ধরা হয় তাহলে যারা বিটকয়েন ব্যবহার করবে তারা পথের ফকির হয়ে বসে থাকবে। তাই আমাদের দেশে যেরকম আছে এভাবেই থাকাটা আমি ভালো মনে করি যদি বিটকয়েনের বৈধতা দেয়া হয় তাহলে দেশে যত নেতারা আছে তাদের ওয়ালেটে বিটকয়েনের অভাব হবে না। যারা প্রতিনিয়ত বিটকয়েন দিয়ে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করবে তাদের ট্যাক্স দিতে দিতে ফকির হয়ে যাবে তাই যেরকম আছে বর্তমানে এরকম থাকাটাই বেটার আমরা যেভাবে বিটকয়েন ব্যবহার করি এভাবেই আমরা অনেক সুবিধার মধ্যে বিটকয়েন ব্যবহার করতে পারছি। বাংলাদেশে বিটকয়েন অনুমোদন যাতে ভবিষ্যতে না দেওয়া হয় এটাই আমার মন্তব্য বৈধতা দেওয়া হলে বর্তমানে বাংলাদেশ যে পজিশনে রয়েছে ভবিষ্যতে এতোটুকুও থাকবে না।
মনে হয় না ট্যাক্স ৫০% এর উপরে করবে আমাদের দেশে বৈধ করা হলে। যাইহোক ট্যাক্স নিলেও বিটকয়েন বৈধ করে দিলে, একদিক দিয়া অনেক সুবিধা হতো, আইনি কোন ঝামেলা থাকতো না। আমাদের গোপনে বিটকয়েন ব্যবহার করতে হতো না। যেখানে ইচ্ছা আলোচনা করতে পারতাম। ট্যাক্স দিয়ে বৈধ করে খাওয়াই আমার মনে হয় অনেক ভালো হবো। এখন আপনার কথাই যদি পুলিশে শুনে আপনি বিটকয়েনের সাথে সম্পর্কিত তাহলে আপনাকে জেলে ঢুকিয়ে দিবো নি একটা বিষয়ে খারাপ বলেন নি আমাদের দেশের বড় বড় নেতা, তাদের ওয়ালেটে সব জমা করে নিয়া, দেশে ছেরে চলে যেতে পারেন। আমাদের দেশেএ নেতারা দুর্নীতিতে এগিয়ে, তারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছেন। বিটকয়েন বৈধ করে দিলেই আমার মনে হয়, ট্যাক্স দেওয়া লাগলেও অনেক ভালো হবে।
|
|
|
|
Learn Bitcoin
|
|
May 10, 2023, 11:57:21 AM |
|
মনে হয় না ট্যাক্স ৫০% এর উপরে করবে আমাদের দেশে বৈধ করা হলে। যাইহোক ট্যাক্স নিলেও বিটকয়েন বৈধ করে দিলে, একদিক দিয়া অনেক সুবিধা হতো, আইনি কোন ঝামেলা থাকতো না। আমাদের গোপনে বিটকয়েন ব্যবহার করতে হতো না। যেখানে ইচ্ছা আলোচনা করতে পারতাম। ট্যাক্স দিয়ে বৈধ করে খাওয়াই আমার মনে হয় অনেক ভালো হবো। এখন আপনার কথাই যদি পুলিশে শুনে আপনি বিটকয়েনের সাথে সম্পর্কিত তাহলে আপনাকে জেলে ঢুকিয়ে দিবো নি একটা বিষয়ে খারাপ বলেন নি আমাদের দেশের বড় বড় নেতা, তাদের ওয়ালেটে সব জমা করে নিয়া, দেশে ছেরে চলে যেতে পারেন। আমাদের দেশেএ নেতারা দুর্নীতিতে এগিয়ে, তারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছেন। বিটকয়েন বৈধ করে দিলেই আমার মনে হয়, ট্যাক্স দেওয়া লাগলেও অনেক ভালো হবে। ৫০% ট্যাক্স কি আপনার কাছে সঠিক মনে হচ্ছে? আমার তো মনে হয় ২০% ট্যাক্স ই বেশি হয়ে যায়। তবে এটা বাংলাদেশ। এখানে ৫০% ট্যাক্স আরোপ করলেও আপনার কিছুই করার থাকবে না। আর বিটকয়েন বৈধতা দিলে বাংলাদেশ সরকার অনেক রেভিনিউ পেতো যেটা এখন সরকার মিস করছে। ভেবে দেখেন আপনি বিটকয়েন থেকে ১০০০ টাকা লাভ করলেন আর সরকার ট্যাক্স হিসাবে ৫০০ টাকা পাচ্ছে। ভাবা যায় সরকার কতো টাকা রেভিনিউ পেতো? তবে ৫০% ট্যাক্স কোনোভাবেই কাম্য নয়। এর চাইতে অবৈধ থাকুক, সেটাই ভালো। নিজের সিকিউরিটি নিজের কাছে। আপনি সব যায়গা থেকে এননিমাস থাকেন তাহলেই হলো। এবার আসি টাকা পাচারের ব্যাপারে। আপনার কি মনে হয় এখন টাকা কম পাচার হচ্ছে? টাকা এখনো অনেক ভাবেই পাচার হচ্ছে। হুন্ডির মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। বিটকয়েনের মাধ্যমেও হচ্ছে। তবে বৈধতা পেলে অবশ্যই তারা সেটা আরো বড় হবে এই আর কি। তবে বৈধতা দিলে রেগুলেশন আসবে। রেগুলেশন আসলে আপনার কয় টাকা ইনভেস্ট আছে বিটকয়েনে, সেটা সরকার জানবে। আর এসব যদি অন্য কেউ জানে, তাহলে বিটকয়েনের মুল কন্সেপ্ট আর থাকলো না। বিটকয়েনের যেই উদ্দেশ্য, সেটা বাস্তবায়ন হবে না।
|
|
|
|
Negotiation
|
|
May 10, 2023, 12:04:25 PM |
|
আমার মনে হয় যদিউ বিটকয়েন বৈধতা দেয় বাংলাদেশ তাহলে ট্যাক্স এবং ভ্যাট মিলিয়ে ২০% এর কম হবে বলে আমার মনে হয়না, কারন বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে সবকিছুতেই ১৫% ট্যাক্স নেয় সরকার। আবুল মাল আব্দুল মালেক সাহেবের কথা মনে আছে? উনি কিন্তু উদ্ভট কিছু যায়গায় ট্যাক্স বসানোর প্রস্তাব করেছিলেন। ওনাদের কাছে ৪ হাজার কোটি টাকা কিছুই না। কিছু কিছু লোক কিন্তু কি করবে তার কোনো আগা মাথা নেই! যদি ৩০% এর বেশি ট্যাক্স আরোপ করে দেয়, সেখানে আপনার কিছুই করার থাকবে না। ৩০% ভ্যাট করতেই পারে সন্দেহ নাই কারন বেশিরভাগ মার্কেট বা সার্ভিস প্রোভাইডার ২০% এর উপরেই চার্জ করে থাকে সেখানে বাংলাদেশ ও করতে পারে, ফাইবার,আপওয়ার্ক এগুলা অনেক বেশি ফি নেই যদিও এগুলার কারন হিসেবে বলে তারা এস্ক্রো এর জন্যে নেই কিন্ত আশল ব্যাপারটা হচ্ছে, এটা একটা অনেক বড় প্রোফিটেবল বিজনেস। আর যেখানে মারিং কাটিং এর যায়গা আছে কিছু লোক ছাড় দিবেনা, কিছুদিন পরে দেখবেন তাদের নিজেদের সার্থের কারনে হলেও তারা বিটকয়েনকে বৈধতা করিয়ে নিবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিমান দুর্নীতি হয়েছে এবং হচ্ছে এগুলার জন্যে হলেও আশা করতে পারেন বিটকয়েনকে বৈধতা দিবে।
|
|
|
|
Learn Bitcoin
|
|
May 10, 2023, 12:27:58 PM |
|
৩০% ভ্যাট করতেই পারে সন্দেহ নাই কারন বেশিরভাগ মার্কেট বা সার্ভিস প্রোভাইডার ২০% এর উপরেই চার্জ করে থাকে সেখানে বাংলাদেশ ও করতে পারে, ফাইবার,আপওয়ার্ক এগুলা অনেক বেশি ফি নেই যদিও এগুলার কারন হিসেবে বলে তারা এস্ক্রো এর জন্যে নেই কিন্ত আশল ব্যাপারটা হচ্ছে, এটা একটা অনেক বড় প্রোফিটেবল বিজনেস। আর যেখানে মারিং কাটিং এর যায়গা আছে কিছু লোক ছাড় দিবেনা, কিছুদিন পরে দেখবেন তাদের নিজেদের সার্থের কারনে হলেও তারা বিটকয়েনকে বৈধতা করিয়ে নিবে।
বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিমান দুর্নীতি হয়েছে এবং হচ্ছে এগুলার জন্যে হলেও আশা করতে পারেন বিটকয়েনকে বৈধতা দিবে।
ফ্রিল্যান্সিং মারকেট প্লেস এর সাথে বিটকয়েন তুলনা করা ঠিক হবে কি না জানি না। মারকেট প্লেস যেই ফি কাটে, সেটা তারাই রেখে দেয়। সেখান থেকে সরকার কোনো প্রকার রেভিনিউ আর্ন করে না। উলটো, ফ্রিল্যান্সার রা যখন তাদের টাকা নিয়ে আসে, সরকার সেখানে ২% প্রনোদনা প্রদান করে। এই দিকে হিসাব করলে বিটকয়েন এর সাথে মারকেট প্লেস এর সাথে তুলনা করা ঠিক হবে না।
ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।
|
|
|
|
Bd officer
|
|
May 10, 2023, 02:18:07 PM |
|
৫০% ট্যাক্স কি আপনার কাছে সঠিক মনে হচ্ছে? আমার তো মনে হয় ২০% ট্যাক্স ই বেশি হয়ে যায়। তবে এটা বাংলাদেশ। এখানে ৫০% ট্যাক্স আরোপ করলেও আপনার কিছুই করার থাকবে না।
আমি বলেছিলাম 50% এর নিচে ট্যাক্স ধার্য করা হবে। কত হবে তা আমি সঠিক ভাবে বলিনি। ৩০% ভ্যাট করতেই পারে সন্দেহ নাই কারন বেশিরভাগ মার্কেট বা সার্ভিস প্রোভাইডার ২০% এর উপরেই চার্জ করে থাকে সেখানে বাংলাদেশ ও করতে পারে,
যাইহোক ভাই আগে বৈধ করে দিক আমাদের দেশে। তার পর দেখা যাবে কত % টেক্স ধার্য করা হয়। যাই করুক আমাদের আর কিছু করারা থাকবে না, সরকার যা বলবে তাই আমাদের মানতে হবে। সরকারের কথার বাহিরে আমরা কিছু করতে পারবো না।
|
|
|
|
tjtonmoy
|
|
May 10, 2023, 03:13:43 PM |
|
ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।
দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো ভাই। আমার মনে হয় হাজারো লো কোয়ালিটি পোস্টের থেকে অল্প সংখ্যক ভালো কোয়ালিটি পোস্টই ভালো। কপি পেস্ট করে পোষ্টের মান তো থাকেই না, সাথে চোর হিসেবে আখ্যায়িত করা হয়। আর আমি সম্প্রতি দেখছি অনেক নতুন নতুন অ্যাকাউন্ট এখানে যোগ হয়েছে, যা হয়তো এ লোকাল থ্রেডের জন্য ভালো। কিন্তু যখন তারা এইভাবে স্প্যাম করে তখন লোকাল থ্রেডেরই বদনাম হয়। বারবার নিষেধ করার পরেও তারা একই ভুল একাধিক বার করে। সুতরাং ওয়ার্নিং না দিয়ে ডাইরেক্ট ব্যান দেওয়াই ভালো। এতে থ্রেডের রেপুটেশন ঠিক থাক। জানিনা কবে বাংলাদেশ একটি লোকাল বোর্ডে পরিণত হবে, অতি শীঘ্রই আশা করা যাচ্ছে এবং হওয়ার পরে এ সকল একাউন্ট না থাকাই ভালো। নিয়ম কানুন তৈরি করা হয়েছে তা মেনে চলার জন্য, সেটা যদি কেউ অমান্য করে তাহলে তাদের এখানে না থাকাটাই সঠিক বলে আমি মনে করি। তবে সেকেন্ড চান্স সবাই ডিজার্ভ করে, কিন্তু সেকেন্ড চান্স পাওয়ার পরও যারা নিয়মকানুন মানবে না তাদেরকে ব্যান করে দেওয়াই ভালো। বাংলাদেশ লোকাল থ্রেডটি নিয়মিত মডারেটর দ্বারা পরিচালিত হইলে আশা করা যায় আমাদের আর এ সকল লো কোয়ালিটি পোস্ট এর সম্মুখীন হতে হবে না।
|
|
|
|
LDL
|
|
May 10, 2023, 03:25:46 PM Last edit: May 10, 2023, 03:40:51 PM by LDL |
|
ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।
@cyrus @Xal0lex এই দুইজন ভদ্রলোক আদার্স ল্যাঙ্গুয়েজ লোকাল থ্রেডের মোডারেটর হিসেবে নিয়োজিত আছেন। বিশেষ করে @Xal0lex মোডারেটর স্যার প্রতিনিয়ত আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে পোস্টগুলো চেক করছে। বিশেষ করে কেউ যদি সোর্স লিংক ছাড়া পোস্ট কপি করে অথবা ট্রান্সলেশন করে পোস্ট করে তাদেরকে তিনি সাবধান দিয়ে দিচ্ছেন। যথারীতি তিনি আমাদের লোকালে আমাদের মত একটিভ থাকছেন। তাই আমরা আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে একজন গার্ডিয়ান পেলাম। আশা করছি অতি শীঘ্রই আমরা @Xal0lex এর তত্ত্বাবধানে আমরা আলাদা স্বতন্ত্র লোকাল পাব বলে আশা রাখছি। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো ভাই। আমার মনে হয় হাজারো লো কোয়ালিটি পোস্টের থেকে অল্প সংখ্যক ভালো কোয়ালিটি পোস্টই ভালো। কপি পেস্ট করে পোষ্টের মান তো থাকেই না, সাথে চোর হিসেবে আখ্যায়িত করা হয়। আর আমি সম্প্রতি দেখছি অনেক নতুন নতুন অ্যাকাউন্ট এখানে যোগ হয়েছে, যা হয়তো এ লোকাল থ্রেডের জন্য ভালো। কিন্তু যখন তারা এইভাবে স্প্যাম করে তখন লোকাল থ্রেডেরই বদনাম হয়। বারবার নিষেধ করার পরেও তারা একই ভুল একাধিক বার করে। সুতরাং ওয়ার্নিং না দিয়ে ডাইরেক্ট ব্যান দেওয়াই ভালো। এতে থ্রেডের রেপুটেশন ঠিক থাক। জানিনা কবে বাংলাদেশ একটি লোকাল বোর্ডে পরিণত হবে, অতি শীঘ্রই আশা করা যাচ্ছে এবং হওয়ার পরে এ সকল একাউন্ট না থাকাই ভালো।
কথা কিন্তু ১০০% ঠিক কেননা ১০০ টি স্প্যাম পোস্টের চেয়ে ১ টি কনস্ট্রাক্টিভ পোস্ট অনেক ভালো। আমরা অনেক আগেই বাংলাদেশ লোকাল বোর্ড পেয়ে যেতাম কিন্তু শুধুমাত্র একলাইন পোস্ট ও কপি পেস্ট পোস্টের জন্য পাওয়া হয়নি। অতীতের পোস্ট গুলো একলাইন ও কপি পেস্ট করার কারণ ছিল আগে শোনা কথা(BitcoinDream) বলেছেন শুধুমাত্র পোস্ট করলেই এক্টিভিটি ও রেঙ্ক বাড়তো কিন্তু আপডেট মেরিট সিস্টেম চালু হওয়ার পর এই পদ্ধতি বাদ পড়েছে। ঐ সময় বাংলাদেশ লোকাল বোর্ডের জন্য আবেদন করা হয়েছিল শুধুমাত্র একলাইন পোস্টের জন্য আবেদন নাকচ করে দিয়েছেন। কিন্তু এখন অনেক আপডেট ও তথ্যবহুল হওয়ার একলাইন পোস্ট ও কপি পেস্ট করা পোস্ট কখনও অ্যালাউ করা হবে না। যারা একলাইন পোস্ট ও কপি পোস্ট করবে তাদের অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে সাথে সাথে। @Xal0lex মোডারেটর স্যারের কাছে আমাদের অনুরোধ রইল, আপনি আমাদের বাংলাদেশ লোকাল বোর্ডের জন্য যা যা করতে হবে আমাদের একটু পরামর্শ দিলে আমাদের অনেক বেশি উপকার হবে। তাছাড়া আপনার পরামর্শ মোতাবেক কাজ করলে অবশ্যই আমরা ভালো ফল পাব বলে আশাবাদী।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Crypto Library
|
|
May 10, 2023, 03:53:28 PM Last edit: May 10, 2023, 06:23:19 PM by Crypto Library |
|
৫০% ট্যাক্স কি আপনার কাছে সঠিক মনে হচ্ছে? আমার তো মনে হয় ২০% ট্যাক্স ই বেশি হয়ে যায়। তবে এটা বাংলাদেশ। এখানে ৫০% ট্যাক্স আরোপ করলেও আপনার কিছুই করার থাকবে না। আর বিটকয়েন বৈধতা দিলে বাংলাদেশ সরকার অনেক রেভিনিউ পেতো যেটা এখন সরকার মিস করছে। ভেবে দেখেন আপনি বিটকয়েন থেকে ১০০০ টাকা লাভ করলেন আর সরকার ট্যাক্স হিসাবে ৫০০ টাকা পাচ্ছে। ভাবা যায় সরকার কতো টাকা রেভিনিউ পেতো? তবে ৫০% ট্যাক্স কোনোভাবেই কাম্য নয়। এর চাইতে অবৈধ থাকুক, সেটাই ভালো। নিজের সিকিউরিটি নিজের কাছে। আপনি সব যায়গা থেকে এননিমাস থাকেন তাহলেই হলো।
৫০ পার্সেন্ট ট্যাক্স বসালে বিষয়টা অনেকটা এমন হবে যে বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি ইল্লিগাল থেকে লিগাল করেছে যেন সাধারণ মানুষকে এর থেকে বিরত রাখতে পারে আর এর মধ্য দিয়ে বড় বড় রাঘব বোয়ালরা তাদের ফায়দা নিতে পারে, যেমন ধরুন যখন লিগালাইজেশন করা হবে তখন, এখন যারা অনেকেই গোপনে এর সাথে জড়িত রয়েছে তারা হয়তো তাদের আইডেন্টিটি উন্মোচন করবে এবং পরবর্তীতে সরকারকে অবশ্যই তাকে ট্যাক্স দিতেই হবে। আর এই দিক থেকে দেখা যাবে যে আয়ের অর্ধেক সরকারকে দিতে গিয়ে মানুষ এদিকে আরো অনুৎসাহিত হয়ে পড়বে যদিও আমার ধারণা বাংলাদেশ সরকার বৈধতা দান করলে এতটা অমানবিক হবে না। এবার আসি টাকা পাচারের ব্যাপারে। আপনার কি মনে হয় এখন টাকা কম পাচার হচ্ছে? টাকা এখনো অনেক ভাবেই পাচার হচ্ছে। হুন্ডির মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। বিটকয়েনের মাধ্যমেও হচ্ছে। তবে বৈধতা পেলে অবশ্যই তারা সেটা আরো বড় হবে এই আর কি। তবে বৈধতা দিলে রেগুলেশন আসবে। রেগুলেশন আসলে আপনার কয় টাকা ইনভেস্ট আছে বিটকয়েনে, সেটা সরকার জানবে। আর এসব যদি অন্য কেউ জানে, তাহলে বিটকয়েনের মুল কন্সেপ্ট আর থাকলো না। বিটকয়েনের যেই উদ্দেশ্য, সেটা বাস্তবায়ন হবে না।
আমার কথা এইটা যে এখন ক্রিপ্টোকারেন্সি অবৈধ তাই মানুষ যে হারে এটার ব্যবহার করতেছে এবং সরকারের ভাষায় মানি লন্ডারিং করতেছে সেটাকেই ধরতে পারতেছে না আবার যখন বৈধ করবে তখন কি পরিমান হবে- যদিও এটা কমানো সম্ভব হবে ব্যাংকগুলোর আইন আরো কড়াকড়ি করে , মানুষের আয়ের উৎস কি কোথা থেকে আসতেছে এই বিষয়গুলোকে নজরদারিতে রাখলেই হয়তো সম্ভব হবে।
ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।
দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো ভাই। আমার মনে হয় হাজারো লো কোয়ালিটি পোস্টের থেকে অল্প সংখ্যক ভালো কোয়ালিটি পোস্টই ভালো। একদম ঠিক '' উই ওয়ানট কোয়ালিটি নট কোয়ান্টিটি''। আমি @ Xal0lex কে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং বাংলাদেশ এর লোকাল থ্রেডে তাকে স্বাগতম জানাই, আশা করি তিনি তার এসব অবদান প্রতিনিয়ত রানিং রাখবেন । আর তাকে বাংলাদেশী থ্রেডে বাংলায় পোস্ট করতে দেখে আমার খুবই ভালো লাগে । তার নিকট আমার একটি বিশেষ অনুরোধ থাকবে যে আমাদের এই থ্রেডের প্রথম দিকে অনেকগুলো স্প্যাম পোস্ট রয়েছে এগুলোতে রিপোর্ট করলে আশা করি রিভিউ করে এগুলো আমাদের থ্রেড এবং ফোরাম থেকে মুছে ফেলবেন
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
roksana.hee
|
|
May 10, 2023, 06:33:27 PM Last edit: May 10, 2023, 07:26:14 PM by roksana.hee |
|
হতে যাচ্ছে, (১৮ থেকে ২০ মে ২০২৩) তিন দিনব্যাপী বিটকয়েনের সবচেয়ে বড় কনফারেন্স “টিক. টক. নেক্সট ব্লগ.”। এখন পর্যন্ত আশা করা যায় মিয়ামিতে এই কনফারেন্সটি হবে পৃথিবীর সবচেয়ে বড় বিটকয়েন কনফারেন্স। এই কনফারেন্সের মাধ্যমে বিটকয়েন হোল্ডাররা জানতে পারবে:- 1. বিটকয়েনের মূল মন্ত্র, 2. বিটকয়েন যখন সবুজ সিগন্যাল নিয়ে সামনের দিকে ধাবিত হয়, তখন তার সেলিব্রেশন টা কেমন হওয়া উচিত, 3. হাইপার বিটকয়েনাইজেশন এর মাধ্যমে বিটকয়েন কে এমন একটি জায়গায় পৌঁছে দিবে, যা বিটকয়েন কে বিশ্বের প্রাইমারি আর্থিক রিজার্ভ হিসেবে গ্রহণ করা হবে। যদি হাইপারবিটকয়েনাইজেশন ঘটতে থাকে, বিটকয়েন সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে এবং এর সমকক্ষ অন্য কোন মুদ্রাই থাকবে না। ✨ টাকা ঠিক করুন। পৃথিবী ঠিক করুন।টিকিট পেতেটিকিটের দাম বেড়েছে
"১৮ থেকে ২০ মে ২০২৩ তিন দিন বিটকয়েন জগতের সবচেয়ে বড় কনফারেন্স " টিক টক নেক্সট ব্লগ" মিয়ামি বিচ। এখানে বিটকয়েন হোল্ডাররা বিটকয়েনের মূল মন্ত্র, হাইপার বিটকয়েনাইজেশন এবং বিটকয়েনের প্রাইমারি আর্থিক রিজার্ভ সম্পর্কে জানতে পারবে। হাইপার বিটকয়েনাইজেশন হল বিটকয়েন যেখানে এটি বিশ্বের প্রাথমিক আর্থিক রিজার্ভ হিসেবে গ্রহণ করা হবে এবং যদি ঘটে তবে বিটকয়েন সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে।" "বিটকয়েনের অপ্রতিরোধ্য শক্তিকে সামনে থেকে দেখতে এবং এই বিপ্লবী ধারণার সার্থকতা উদযাপনের জন্য মিয়ামি বিচে " টিক টক নেক্সট ব্লগ" সাথে যোগ দিন। সময় এসেছে সবচেয়ে বড় বার্ষিক অনুষ্ঠানের অংশ গ্রহণ করার এবং একটি অপ্রতিরোধ্য ভবিষ্যতের শক্তির সাক্ষী হওয়ার। হাতছাড়া করবেন না, এই সুযোগে বিটকয়েন জগতের সহকর্মীদের সাথে যোগাযোগ তৈরি করার এবং অপ্রতিরোধ্য শক্তি যা ইতিহাসের অংশ হতে পারে।" ১৮ থেকে ২০ মে ২০২৩ মিয়ামি বিচে ৩ দিনের শিক্ষা, উদযাপন এবং হাইপারবিটকয়েনাইজেশনের জন্য আমাদের সাথে যোগ দিন! ✨🌴 বিটকয়েন ম্যাগাজিন এই পোস্টটি থেকে ঘুরে আসতে পারেন।
|
|
|
|
Learn Bitcoin
|
|
May 11, 2023, 12:15:58 PM |
|
ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।
@cyrus @Xal0lex এই দুইজন ভদ্রলোক আদার্স ল্যাঙ্গুয়েজ লোকাল থ্রেডের মোডারেটর হিসেবে নিয়োজিত আছেন। বিশেষ করে @Xal0lex মোডারেটর স্যার প্রতিনিয়ত আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে পোস্টগুলো চেক করছে। বিশেষ করে কেউ যদি সোর্স লিংক ছাড়া পোস্ট কপি করে অথবা ট্রান্সলেশন করে পোস্ট করে তাদেরকে তিনি সাবধান দিয়ে দিচ্ছেন। যথারীতি তিনি আমাদের লোকালে আমাদের মত একটিভ থাকছেন। তাই আমরা আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে একজন গার্ডিয়ান পেলাম। আশা করছি অতি শীঘ্রই আমরা @Xal0lex এর তত্ত্বাবধানে আমরা আলাদা স্বতন্ত্র লোকাল পাব বলে আশা রাখছি। Xal0lex কিন্তু আগে থেকেই আমাদের থ্রেড দেখাশোনা করছে না। cyrus আগে থেকেই আদার ল্যাংগুয়েজ এর থ্রেড গুলোর দ্বায়িত্বে ছিলো। কিন্তু cyrus ফোরামে এতা বেশি একটিভ না। যে কারনে এই মাসের ৯ তারিখে Xal0lex কে লোকাল বোর্ড এর আদার ল্যাংগুয়েজ এর থ্রেড গুলোর জন্য এপয়েন্ট করা হয়েছে। একই সাথে বিয়েতনামের লোকাল আনলক করা হয়েছে। যেটা Xal0lex নিজেই পোষ্ট করে কনফার্ম করেছেন। It's time to edit the table a little. The Vietnamese local board is no longer blocked and a new moderator, Xal0lex, has been added to the "Other languages" section.
৫০% ট্যাক্স কি আপনার কাছে সঠিক মনে হচ্ছে? আমার তো মনে হয় ২০% ট্যাক্স ই বেশি হয়ে যায়। তবে এটা বাংলাদেশ। এখানে ৫০% ট্যাক্স আরোপ করলেও আপনার কিছুই করার থাকবে না। আর বিটকয়েন বৈধতা দিলে বাংলাদেশ সরকার অনেক রেভিনিউ পেতো যেটা এখন সরকার মিস করছে। ভেবে দেখেন আপনি বিটকয়েন থেকে ১০০০ টাকা লাভ করলেন আর সরকার ট্যাক্স হিসাবে ৫০০ টাকা পাচ্ছে। ভাবা যায় সরকার কতো টাকা রেভিনিউ পেতো? তবে ৫০% ট্যাক্স কোনোভাবেই কাম্য নয়। এর চাইতে অবৈধ থাকুক, সেটাই ভালো। নিজের সিকিউরিটি নিজের কাছে। আপনি সব যায়গা থেকে এননিমাস থাকেন তাহলেই হলো।
৫০ পার্সেন্ট ট্যাক্স বসালে বিষয়টা অনেকটা এমন হবে যে বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি ইল্লিগাল থেকে লিগাল করেছে যেন সাধারণ মানুষকে এর থেকে বিরত রাখতে পারে আর এর মধ্য দিয়ে বড় বড় রাঘব বোয়ালরা তাদের ফায়দা নিতে পারে, যেমন ধরুন যখন লিগালাইজেশন করা হবে তখন, এখন যারা অনেকেই গোপনে এর সাথে জড়িত রয়েছে তারা হয়তো তাদের আইডেন্টিটি উন্মোচন করবে এবং পরবর্তীতে সরকারকে অবশ্যই তাকে ট্যাক্স দিতেই হবে। আর এই দিক থেকে দেখা যাবে যে আয়ের অর্ধেক সরকারকে দিতে গিয়ে মানুষ এদিকে আরো অনুৎসাহিত হয়ে পড়বে যদিও আমার ধারণা বাংলাদেশ সরকার বৈধতা দান করলে এতটা অমানবিক হবে না। যদি বৈধ করার পর এই পরিমান ট্যাক্স বসিয়ে দেয়, তবে এখন যেভাবে আসে সেভাবেই থাকুক। আমার বৈধ করার দরকার নাই। রাঘব বোয়ালরা অনেকেই এখনি বিটকয়েন ইউজ করতেছে। তারা এটা সামনে প্রকাশ করে না। গোপনে অনেকেই করছে এটা। কথায় আছে না, কেষ্ট করলে লীলা, আর আমরা করলে ....... পদ্মা সেতুতে ছবি তোলা নিয়ে নিষেধ আছে। সরকারের কয়টা নেতা সেই আইন মানে? ওনারা সগৌরবে সেই ছবি আবার তাদের প্রোফাইল আর ফেসবুক পেজে ছেড়ে বেড়ায়। যেটা বলতে চাচ্ছিলাম, বিটকয়েন সরকার মহলের অনেকেই ইউজ করে। শুধু প্রকাশ হয় না।
|
|
|
|
|