LDL
|
এখন আসি আপনার ১৪ ডলার ফি তে। আমি মাত্র মোবাইলে চেক করে দেখলাম, এইরকম কিছুই দেখি নি। আপনি কি 2FA ওয়ালেট ব্যবহার করছেন? 2FA ওয়ালেট এর জন্য আলাদা একটা ফি দিতে হয় কারণ, এইটা থার্ড পার্টির সাথে একটা মাল্টিসিগ্নেচার ওয়ালেট। এইটা একটু জানান।
Little Mouse ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি দীর্ঘ ৩০ মিনিট বিষয়টি বুঝিয়ে দেওয়ার পর আমি সমস্যাটির সমাধান করতে পেরেছি।@Little Mouse ভাই যদি না থাকতো তাহলে হয়তো আমি এই সমস্যাটি সমাধান করতে পারতাম না। ফলে বরাবরই আমার বেশি পরিমাণ ফি দেওয়া লাগতো। সমস্যা হয়েছিল আমার Electrum wallet 2FA SegWit করা ছিল । যারা পরবর্তীতে এই ওয়ালেট ব্যবহার করবেন তারা 2FA disable করে রাখবেন। 2FA active থাকলে বেশি পরিমাণে এক্সট্রা ফি দিতে হয়।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Learn Bitcoin
|
|
May 04, 2023, 08:40:33 AM |
|
@learn Bitcoin ভাই ওয়ালেট সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদের এখানে শেয়ার করে কিন্তু আমি যে দারুন মুসিবতে পরেছি তার কি হবে?
আমি কি বলবো ভাই। আমি নিজেই ওয়ালেট সংক্রান্ত ঝামেলায় পড়ে গেলে Little Mouse ভাইকে নক করি। কয়েকদিন আগে একটা ঝামেলায় পড়েছিলাম। বিটকয়েন কোর ওয়ালেট থেকে ইলেকট্রামে বিটকয়েন সেন্ড করার সময় ১ সাতসি পার বাইট ফি পে করছিলাম। তারপর তো ট্রানজেকশন আর কনফার্ম হয় না। এদিকে ইলেকট্রামে আনকনফার্মড ট্রানজেকশনেও আমার ট্রান্জেকশন দেখায় না। সব ব্লকচেইনেও আমার ট্রানজেকশন ব্রডকাষ্ট হয় নাই। তারপর অনেক কিছু ঘাটাঘাটি করে ফেলে রাখরাম। একটু পর দেখি আনকনফারম্ড ট্রানজেকশনে শো করছে। তখন আমারই আরেকটা ওয়ালেট এড্রেস নিয়ে সেটাতে বেশি ফি দিয়ে আনকনফার্মড ট্রানজেকশন থেকে স্পেন্ড করে এটা ঠিক করা লাগছে। Little Mouse ভাই সব সময় এসব ব্যাপারে হেল্প করার জন্য মুখিয়ে থাকে। মাঝে মাঝে কনফিউজ্ড হয়ে যাই, ওনার ডেডিকেশন দেখে মনে হয় ঝামেলায় আসলে উনি পড়েছেন। সমস্যা হয়েছিল আমার Electrum wallet 2FA SegWit করা ছিল । যারা পরবর্তীতে এই ওয়ালেট ব্যবহার করবেন তারা 2FA disable করে রাখবেন। 2FA active থাকলে বেশি পরিমাণে এক্সট্রা ফি দিতে হয়।
আমি অনেক চেষ্টা করেও 2FA খুলতে পারি নাই। এখন মনে হয় ভালোই করেছিলাম। কিছু এরর আসতেছিলো যখন ট্রই করতেছিলাম। পরে লিও আমাকে হেল্প করেছিলো। I downloaded an Electrum wallet from Electrum.org for windows. It's installed fine. When I tried to create a wallet, it stuck in the last step where I have to accept the TOS and I can't click on Accept button. There is no ToS to accept when creating a standard Electrum wallet. Are you trying to create a two-factor authentication wallet by mistake? By Mistake? Yes, I was trying to create a two-factor authentication wallet willingly because I thought it would be more secure. The error says: Could Not Retrieve Terms of service: ErrorConnectingServer(TimeoutError())
|
|
|
|
Dimitri94
|
|
May 04, 2023, 10:18:56 AM |
|
এখন আসি আপনার ১৪ ডলার ফি তে। আমি মাত্র মোবাইলে চেক করে দেখলাম, এইরকম কিছুই দেখি নি। আপনি কি 2FA ওয়ালেট ব্যবহার করছেন? 2FA ওয়ালেট এর জন্য আলাদা একটা ফি দিতে হয় কারণ, এইটা থার্ড পার্টির সাথে একটা মাল্টিসিগ্নেচার ওয়ালেট। এইটা একটু জানান।
Little Mouse ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি দীর্ঘ ৩০ মিনিট বিষয়টি বুঝিয়ে দেওয়ার পর আমি সমস্যাটির সমাধান করতে পেরেছি।@Little Mouse ভাই যদি না থাকতো তাহলে হয়তো আমি এই সমস্যাটি সমাধান করতে পারতাম না। ফলে বরাবরই আমার বেশি পরিমাণ ফি দেওয়া লাগতো। সমস্যা হয়েছিল আমার Electrum wallet 2FA SegWit করা ছিল । যারা পরবর্তীতে এই ওয়ালেট ব্যবহার করবেন তারা 2FA disable করে রাখবেন। 2FA active থাকলে বেশি পরিমাণে এক্সট্রা ফি দিতে হয়। @Little Mouse ভাইয়ের অনেক গুলো গুনের মধ্যে বড় গুন হল তিনি যে কোন কঠিন বিষয়টিকে খুব সহজভাবে পরিবেশন করতে পারেন যা সব ধরনের ইউজারদের উপলব্দি করা সহজ হয়।যাই হোক পরিবারের কয়েকজন সদস্যেদের অসুস্থতার জন্য অনেক দিন ফোরামে যুক্ত হতে পারিনি। আজকে আবারও যুক্ত হলাম। যুক্ত হওয়ার পরই আমার চোখে পরল @LDL ভাইয়ের একটি পোস্ট। সেই পোস্ট এর উপর রিসার্চ করে বেশ কিছু বিষয় আরও পরিস্কার হলাম। সেই বিষয়ে কিছু বলার আগ্রহ প্রকাশ করিছ। বিটকয়েন লেনদেনের জন্য মাইনিং ফি হল খনি শ্রমিকদের দেওয়া একটি ছোট পরিমাণ বিটকয়েন যা ব্লকচেইনে অর্ন্ত্ভুক্ত এবং প্রক্রিয়াকরনের জন্য প্রদান করা হয়। এই মাইনিং ফি সাধারনত প্রতি বাইট সাতোশির উপর নির্ভর করে পরিমাপ করা হয়। যখন কোন ব্যেক্তি ইলেক্ট্রাম ওয়ালেট ব্যবহার করে বিটকয়েনে একটি ট্রানজেকশন করবে তখন সেই সময়ে নেটওয়ার্কের অবস্থার উপর নির্ভর করে সংক্রিয়ভাবে একটি প্রস্তাবিত টানজেকশন ফি ধরা হবে।মূলত এই ফি টি লেনেদেনের জন্যে একটি নির্দিস্ট সময়ের মধ্যে প্রক্রিয়াকরন করা হবে তার নিশ্চয়তা প্রদান করে। ইলেক্ট্রম ওয়ালেটে অতিরিক্ত ফি হিসেবেও একটি ফি ধার্য করা হয়ে থাকে যা আপনার লেনদেনকে আরও দ্রুত সময়ে প্রক্রিয়াকরনের জন্য প্রস্তাব করে। যা সেই লেনদেনের উপর যুক্ত করা যেতে পারে। তবে এটি আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। আপনি চাইলে এটিকে ম্যানুয়ালি কম অথবা বেশি করে দিতে পারেন যা সম্পুর্নভাবে আপনার উপর নির্ভর করবে। স্বাভাবিভাবে যদি নেটওয়ার্ক কনজেশন থাকে তাহলে এই ধার্যকৃত অতিরিক্ত ফি আপনার লেদেনকে দ্রুততার সহিত প্রক্রিয়া করতে সাহায্য করবে। মাইনাররা সেই ট্রানজেকশনটিকে দ্রুত ব্লকে অর্ন্তভুক্ত করার জন্য প্রভাবিত করে থাকে। আমাদের একটি বিষয় জানা উচিত যে মাইনিং ফি এবং অতিরিক্ত ফি Electrum এ একই বিষয় নয়। সাধারনত মাইনিং ফি হল নেটওয়ার্কে একটি লেনদেন প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় পরিমাণ এবং অতিরিক্ত ফি হল একটি ঐচ্ছিক অতিরিক্ত ফি যা লেনদেনকে অগ্রাধিকার দেওয়ার জন্য যোগ করতে পারেন।ইলেক্ট্রাম ওয়ালেটে, আপনি চাইলে একাধিক ওয়ালেট তৈরি বা ইমপোর্ট করতে পারেন। সেক্ষেত্রে সেখানে ওয়ালেট গুলো এক সাথে দেখতে পারেন। এখানে অনেক গুলো ওয়ালেট এক সাথে থাকলেও আলাদা আলাদা ব্যেক্তিগত কি বা ফ্রেস দ্বারা সেট করা হয়। বিভিন্ন কারনে একজন বিটকয়েন হোল্ডার একাধিক ওয়ালেট ব্যবহার করতে পারেন। বিশেষ করে তার ব্যেক্তিগত ট্রানজেকশন বা ব্যবসায়িক উদেশ্যে ট্রানজেকন করা হতে পারে। সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন একাউন্ট দিয়ে আপনি আপনার সেই কাজ গুলো সম্পাদন করতে পারেন। এক্ষেত্রে আপনার একাউন্টের গোপনীয়তা রক্ষা করা যায়। বিভিন্ন একাউন্টের জন্য ভিন্ন ভিন্ন সেটিং গুলো একটিভ করারও সুযোগ থাকে। প্রতিটি ক্ষেত্রে এক্সটা ফি একই হবে না কারন নেটওয়ার্ক কনজেশনের উপর এই ফি ডিপেন্ড করে। Electrum ওয়ালেটের উপর নির্ভর করে আমি যা বুঝি সেটি হল ধরুন আপনি কয়েকটি ব্যবাসায়ের একজন একক মালিক। আপনি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্নি ব্যাংক একাউন্ট ব্যবহার করেন। সেক্ষেত্রে ব্যাবসায়িক কার্য নির্বাহের জন্য প্রচুর অর্থ প্রয়োজন হয় যা আপনার সেই একাউন্ট থেকে উত্তোলন করা হয়। কিন্ত কোন কারনে আপনার ব্যাবসায়িক সেই একাউন্টের টাকা শেষ হলে আপনাকে অবশ্যই আপনার অন্য কোন একাউন্টের অর্থ সেখানে দিতে হতে পারে। আপনি যখন সেই অর্থ পেরন করলেন তখন আপনি নিজের একাউন্টে নিজেই অরর্থ প্রেরন করলেন। বিটকয়েনের ক্ষেত্রে যদি একই চিন্তা করেন তাহলে বিষয়টি সহজ হবে। আপনার বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন বিটকয়েন ওয়ালেট থাকতে পারে এবং প্রয়োজন অনুযায়ি আপনি সেখানে লেনদেন করতে পারেন।
|
|
|
|
Mr.corol
|
|
May 04, 2023, 11:28:31 AM |
|
The banking system is "sound and stable" The banking system: Source ক্রিপ্টোকারেন্সির বাজার ‘অনিয়ন্ত্রিত’গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)বন্ধ হয়ে যায়। এর পর সিগনেচার ব্যাংক নামের আরেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তার ওপর ক্রিপ্টোকারেন্সি তথা ডিজিটাল মুদ্রা খাতের ঋণদাতা ব্যাংক হিসেবে বিবেচিত সিলভারগেটও মুখ থুবড়ে পড়ে। একের পর এক ব্যাংক বন্ধের কারণে দুশ্চিন্তা বাড়েছে সকল দেশে। বিস্তারিত প্রথম আলো নিউজ.
|
|
|
|
Learn Bitcoin
|
|
May 04, 2023, 03:49:08 PM |
|
Edited Out
আপনি দয়া করে এরকম ট্রান্সলেট করে সোর্স ছাড়া পোষ্ট করা বন্ধ করেন। কথা বললে তো কেউ শোনেন না। হঠাৎ করে ব্যান খেয়ে বসে থাকবেন। তারপর আবার নতুন একাউন্ট করে আসবেন। গত দুইদিন আগেই Lucky Star তার একাউন্ট টি ব্যান খাইলো। আপনি এর আগেও এরকম একটা ট্রান্সলেট করা নিউজ পোষ্ট করেছেন কোনো প্রকার সোর্স ছাড়া। আবার গুগল ড্রাইভের ফাইল লিংক শেয়ার করছেন কোনো কিছু লেখা ছাড়াই। এটা কিসের ফাইল, কেনো শেয়ার করলেন কোনো কিছুই লেখেন নাই। এখন দেখলাম একসেস ও দেয়া নাই। কেউ চাইলেই দেখতে পারবে না যে এটা কি। একদিক দিয়ে ভালোই হয়েছে অবশ্য। দয়া করে ফোরামের রুলস গুলো পড়ে আসবেন আর আশা করি রুলস মেনে পোষ্ট করবেন।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
May 04, 2023, 04:49:41 PM Last edit: May 05, 2023, 03:41:43 AM by Little Mouse Merited by tjtonmoy (1), Learn Bitcoin (1) |
|
Little Mouse ভাই সব সময় এসব ব্যাপারে হেল্প করার জন্য মুখিয়ে থাকে। মাঝে মাঝে কনফিউজ্ড হয়ে যাই, ওনার ডেডিকেশন দেখে মনে হয় ঝামেলায় আসলে উনি পড়েছেন।
হাসালেন ভাই। তবে এইটা সত্য যে আমি যতটুকু জানি তা মানুষের সাথে শেয়ার করার মুল উদ্দেশ্য হল মানুষ যাতে শিখতে পারে এবং সচেতন হতে পারে। আর আপনারা কিছু জিজ্ঞেস করলে, আমি যদি সেটা সমাধান করতে চাই সেখানে আমারও লাভ আছে। ব্যাপারটা এমন নয় যে বিটকয়েন নিয়ে আমি সব জানি। আমার কাছে মনে হয় আমি ১০-২০% জানি/বুঝি। যখন আপনাদের সাথে এইসব নিয়ে আলোচনা হয়, তখন দেখা যায় কোন সমস্যা সমাধান করতে গিয়ে নিজেও অনেক কিছু শিখেছি। এই যেমন আজকের কথাই ধরুন। 2FA ওয়ালেট ইলেকট্রামে করা যায় জানতাম যদিও কোন সময় করি নি কারণ এইটার জন্য আলাদা ফি দেয়া লাগে। আর এইটা আসলে থার্ড পার্টির মাধ্যমে হয়। অনেকটা মাল্টি সিগ ওয়ালেটের মত। একটা কী থার্ড পার্টি তথা ট্রাস্টেডকয়েন নামক কোম্পানির কাছে থাকে। যদিও সেটা খুব বড় সমস্যা নয়, তবুও অতিরিক্ত ফি প্রদান ভালো লাগে নি। যাই হোক, আমি জানতাম না যে 2FA ওয়ালেটকে আবার সাধারণ ওয়ালেটে রুপান্তর করা যায়। যখন LDL ভাইকে সহায়তা করার জন্য ঘাটাঘাটি করলাম, তখন জানলাম যে এই ওয়ালেটকে চাইলেই সাধারণ ওয়ালেটে নিয়ে আসা যায়। যখন কোন কিছু নিয়ে আমরা আলোচনা করি, তখন নতুন কিছু শেখা যায় এবং নিজের ভুল থাকলে সেটাও শুধরে নেয়া যায়। বিটকয়েন সম্পর্কে জানাটা আমার এক ধরনের প্যাশনে পরিনত হয়েছে বলতে পারেন। সময় পেলেই নতুন কিছু জানতে ইচ্ছে হয়। তারই প্রেক্ষিতে সবাইকে সহায়তা করার চেষ্টা। আমাদের একটি বিষয় জানা উচিত যে মাইনিং ফি এবং অতিরিক্ত ফি Electrum এ একই বিষয় নয়। সাধারনত মাইনিং ফি হল নেটওয়ার্কে একটি লেনদেন প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় পরিমাণ এবং অতিরিক্ত ফি হল একটি ঐচ্ছিক অতিরিক্ত ফি যা লেনদেনকে অগ্রাধিকার দেওয়ার জন্য যোগ করতে পারেন। ইলেকট্রাম এ 2FA ওয়ালেট ছাড়া অতিরিক্ত ফি কিছু নেই। আপনি যেটাকে অতিরিক্ত ফি বলছেন, সেটা আসলে মাইনিং/ট্রাঞ্জেকশন ফি। ইলেকট্রাম আপনাকে একটা ফি রিকমেন্ড করে, যেটা সর্বশেষ কিছু লেনদেন অনুযায়ী আপনার কত ফি দেয়া উচিত সে অনুযায়ী নির্ধারণ করে। তবে, আপনার যদি মনে হয় যে ওই ফি দিয়ে ট্রাঞ্জেকশন সাথে সাথে (পরবর্তী ব্লকে) কনফার্ম হবে না, তাহলে আপনি ফি বাড়িয়ে দিতে পারেন। আপনি যা ফি দিবেন তাই মাইনিং তথা ট্রাঞ্জেকশন ফি। প্রতিটি ক্ষেত্রে এক্সটা ফি একই হবে না কারন নেটওয়ার্ক কনজেশনের উপর এই ফি ডিপেন্ড করে। নেটওয়ার্ক কনজেশন + আপনার লেনদেন কতটা ইনপুট এবং আউটপুট ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে। আমরা একটা ওয়ালেটে অনেকগুলো লেনদেন করে থাকি। যতবার আমরা বিটকয়েন রিসিভ করি আমাদের ওয়ালেটে, প্রতিটা লেনদেন ইনপুট হিসেবে গণনা করা হবে যখন আপনি কাউকে বিটকয়েন পাঠাতে যাবেন। ইনপুট বেশি হলে ট্রাঞ্জেকশন সাইজ ও বড় হবে এবং ফলস্বরুপ, আপনাকে বেশি ফি দিতে হবে। এইটা আপনি কমাতে পারেন দুইটা উপায়ে- ১। যখন ফি কম থাকবে তখন একটা ট্রাঞ্জেকশন করবেন আপনার কাছে থাকা সব বিটকয়েন নিয়ে। আপনার উক্ত ওয়ালেটের যে কোনই একটি এড্রেসে। তাহলে পরে যখন আপনি লেনদেন করতে যাবেন তখন আপনার ইনপুট থাকবে একটি, যার কারনে অনেক ফি কমাতে পারবেন। ২। কয়েন কন্ট্রোল ফিচারের মাধ্যমে। ইলেকট্রামে (শুধু ডেস্কটপ/ল্যাপটপ ওয়ালেটে) View অপশনে গিয়ে আপনি Show Coin এ ক্লিক করলে আপনার সবগুলো ইনপুট আলাদা আলাদা দেখাবে। এইখান থেকে আপনি চাইলে যে কোন একটা ইনপুট আলাদা করে ব্যবহার করতে পারেন। এইটাও আপনাকে ফি কম প্রদানে সাহায্য করবে। Electrum ওয়ালেটের উপর নির্ভর করে আমি যা বুঝি সেটি হল ধরুন আপনি কয়েকটি ব্যবাসায়ের একজন একক মালিক। আপনি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্নি ব্যাংক একাউন্ট ব্যবহার করেন। সেক্ষেত্রে ব্যাবসায়িক কার্য নির্বাহের জন্য প্রচুর অর্থ প্রয়োজন হয় যা আপনার সেই একাউন্ট থেকে উত্তোলন করা হয়। কিন্ত কোন কারনে আপনার ব্যাবসায়িক সেই একাউন্টের টাকা শেষ হলে আপনাকে অবশ্যই আপনার অন্য কোন একাউন্টের অর্থ সেখানে দিতে হতে পারে। আপনি যখন সেই অর্থ পেরন করলেন তখন আপনি নিজের একাউন্টে নিজেই অরর্থ প্রেরন করলেন। বিটকয়েনের ক্ষেত্রে যদি একই চিন্তা করেন তাহলে বিষয়টি সহজ হবে। আপনার বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন বিটকয়েন ওয়ালেট থাকতে পারে এবং প্রয়োজন অনুযায়ি আপনি সেখানে লেনদেন করতে পারেন।
ব্যাংকের ক্ষেত্রে আপনার একাধিক ব্যাংক একাউন্ট এর প্রয়োজন হলেও, বিটকয়েনের ক্ষেত্রে আপনার একাধিক ওয়ালেট এর প্রয়োজন নেই। আপনি একটা ওয়ালেট দিয়ে যত ইচ্ছে এড্রেস ক্রিয়েট করতে পারবেন এবং কয়েন কনট্রোল ফিচারের মাধ্যমে, আপনি খুব সহজেই সব এড্রেস আলাদা করে দেখতে পারবেন এবং সব এড্রেসের ব্যালেন্স আলাদা করে দেখতে পারবেন, এর পাশাপাশি ভিন্ন ভিন্ন ব্যবসায়ের জন্য ভিন্ন ভিন্ন এড্রেস থেকে খরচও করতে পারবেন। আপনার ব্যবসা যখন বড় হবে, আপনি অনেক বিটকয়েন লেনদেন করবেন, তখন আপনি অবশ্যই ইলেকট্রামের মত হট ওয়ালেট ব্যবহার না করে কোল্ড ওয়ালেট বা হার্ডওয়্যার ওয়ালেট খুজবেন। তখন নিশ্চয়ই আপনি অনেকগুলো হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার করতে চাইবেন না।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
roksana.hee
|
|
May 04, 2023, 05:26:29 PM Last edit: May 04, 2023, 07:40:32 PM by roksana.hee |
|
"তুমুল গতিতে যুদ্ধ চলছে, $DOGE কয়েন আর $PEPE কয়েনের মধ্যে, বিশাল ব্যবধানে এগিয়ে চলেছে $PEPE কয়েন, তাহলে $DOGE কয়েন কি হাল ছেড়ে দিয়েছে?”
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দুটি জনপ্রিয় ডিজিটাল মুদ্রা হল, $PEPE কয়েন এবং $DOGE কয়েন এর মধ্যে সাপে-নেউলের যুদ্ধ চলছে। ক্রিপ্টোকারেন্সির জগতে আধিপত্য বিস্তারের জন্য চলমান যুদ্ধে, $PEPE কয়েন তার প্রতিযোগীদের, বিশেষ করে $DOGE কয়েন এর উপর একটি উল্লেখযোগ্য নেতৃত্ব বজায় রেখেছে। ক্রিপ্টো মার্কেটের $DOGE কয়েনের যথেষ্ট জনপ্রিয়তা থাকা সত্ত্বেও, $PEPE কয়েন যথেষ্ট ব্যবধান রেখে সমানতালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যার কারনে অনেকেরই মনে হচ্ছে যে $DOGE কয়েন কি হাল ছেড়ে দিচ্ছে দিয়েছে? এই দুটি ক্ষিপ্ত কারেন্সির মধ্যে তুমুল গতিতে যুদ্ধ চলছে এবং শুধুমাত্র সময়ই বলে দেবে কোনটি চূড়ান্তভাবে বিজয়ী হবে। যাইহোক, $DOGE এর ভাগ্য অনিশ্চিত, এবং পর্যবেক্ষকরা অধীর আগ্রহে এর পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে। ক্রিপ্টোকারেন্সি ক্ষেত্রটি একটি গতিশীল এবং চিত্তাকর্ষক স্থান হিসাবে অব্যাহত রয়েছে, কারণ এই প্রতিযোগীরা আধিপত্যের জন্য লড়াই করে। কয়েন টেলিগ্রাফের থেকে ঘুরে আসতে পারেন-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- "LDL ভাইয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা”
@LDL ভাই, এর সিনিয়র মেম্বার রেঙ্ক দেখার জন্য খুব অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আর হয়তো খুব বেশি দেরি নাই। এই সিনিয়র মেম্বার এন্ড পাওয়ার জন্য আর মাত্র ২৭ দিন অপেক্ষা করতে হবে। আশা করি আগামী মাসের ১ তারিখেই @LDL ভাই, সিনিয়র মেম্বার রেঙ্ক-এ পৌঁছে যাবেন। @LDL ভাইয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আপনার মোস্ট ভ্যালুয়েবল পোস্ট গুলো দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় বসে থাকি। -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- "[OPEN] 🔥🔥🔥 COINSLOTTY SIGNATURE CAMPAIGN – 100$ p/w, funds escrowed 🔥🔥🔥”
@Trofo ভাই, একটা সিগনেচার ক্যাম্পেইন নিয়ে আসছেন ১২ সপ্তাহের জন্য। তার পাঁচজন হিরো অথবা লিজেন্ডারি মেম্বার লাগবে, পাঁচ জন সিনিয়র মেম্বার লাগবে, এবং জার্মান লোকাল বোর্ডের থেকে পাঁচজন মেম্বার লাগবে। হিরো অথবা লিজেন্ডারি এবং স্টাফ মেম্বাররা পার পোস্টের জন্য $৪ করে পাবেন, ম্যাক্সিমাম ২৫টি পোস্ট করতে পারবে প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে $১০০ করে পাবেন। আর সিনিয়র মেম্বার$৩.৫ করে পাবে, প্রতিটি পোস্টের জন্য, ম্যাক্সিমাম ২০ পোস্ট করতেপারবে প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে $৭০ করে পাবেন। কারো ভালো লাগলে পোস্টটি থেকে ঘুরে আসতে পারেন
|
|
|
|
Suzume
Member
Offline
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
|
2024 বিটকয়েন হালভিং 2008 সালে সাতোশি নকামত নামক একজন অপরিচিত ব্যক্তি Bitcoin আবিষ্কার করেন ।। Bitcoin Blockchain এর প্রথম ব্লক 2009 সালের 3 জানুয়ারী সাতোশি নকমত দ্বারা মিনিং করা হয় ।। এই প্রথম ব্লককে বলা হয় " বুক 0" বা "জেনেসিস ব্লক " ।। সেই সময় সাতোশি ছিলেন একমাত্র মাইনার ।। 2010 সালে মার্চ মাসে প্রথম bitcoin এক্সচেঞ্জ চালু করা হয় এক্সচেঞ্জের এর নাম হলো BitcoinMarket.com এর পর 2011 সালে bitcoin সর্ব প্রথম $1 দাম পার করে ।। Bitcoin halving হলো এমন একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়াতে প্রতিবার bitcoin মাইনার দের খনন কৃত Bitcoin অর্ধেক কেটে নেওয়া হয়।। বিটকয়েনকে সীমিত সরবরাহের জন্য ডিজাইন করা হয়েছিল, মাত্র 21 মিলিয়ন বিটকয়েন মাইনিং করা হবে।। এপ্রিল, 2023 পর্যন্ত 18.7 মিলিয়ন Bitcoin মাইনিং করা হয়েছে ।। সর্ব প্রথম Bitcoin halving হয়েছিল 28 নভেম্বর 2012 ।। আবার পরবর্তী তে দ্বিতীয় বার Bitcoin halving হয় 9 জুলাই 2016 ।। তৃতীয় ধাপে Bitcoin halving হয় 11 মে 2020।। এইবার সকলে বলছে যে 2024 সালে চতুর্থ তম halving হবে।। Bitcoin halving এর মূল উদ্ধেশ হলো Bitcoin এর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে Bitcoin দীর্ঘায়ু করা ।। মাইনার দের খনন করা bitcoin অর্ধেক কেটে নেওয়া হয় এবং তাদের মাইনিং খরচ বৃদ্ধি হয় যার ফলে মাইনিং তাদের জন্য চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠে ।। Bitcoin অর্ধেক হয়ে যাওয়ায় ফলে bitcoin দাম এর উপর প্রভাব বিস্তার করবে।। source 2012 সালে যখন প্রথম halving এর পরে Bitcoin এর দাম এক বছর এর মধ্যে $11 থেকে $1000 এর উপরে গিয়েছিল ।।2016 সালে যখন দ্বিতীয় halving হয় তখন Bitcoin এর দাম $650 থেকে দাম বেড়ে প্রায় $20,000 বেড়েছে ।। ২০২০ সালে যখন তৃতীয় বার halving হয় তখন Bitcoin এর দাম $8,500 থেকে $60,000-এর উপরে বেড়েছে ।। source আশা করা হচ্ছে যে 2024 সালে bitcoin halving হবে এবং মাইনিং রিওয়ার্ড প্রতি ব্লকে 3.125 হ্রাস পাবে ।। তখন bitcoin সরবরাহ কমে bitcoin এর দাম আরো বেশি বৃদ্ধি পাবে ।। source বি দ্রঃ এই সকল তথ্য এই পোস্ট থেকে নেওয়া হয়েছে ।। আগ্রহীরা দেখে আসতে পারেন।। ধন্যবাদ।।
|
|
|
|
LDL
|
|
May 05, 2023, 04:54:16 AM Last edit: May 05, 2023, 05:22:24 AM by LDL |
|
কাট
ধুর ভাই বিষয়গুলো বুঝেন না কেন? আপনি কি পোস্ট দেওয়ার আগে পূর্ববর্তী পোস্টগুলো ভালোভাবে পড়েন না? পড়লে হয়তো এরকম ট্রান্সলেশন মার্কা পোস্ট করতে পারতেন না। @Learn Bitcoin ভাই আপনাকে দুই এক পোস্ট আগেও আপনাকে নিয়ে সতর্কতামূলক পোস্ট করেছেন অথচ আপনি সেটা খেয়াল না করে পুনরায় ট্রান্সলেশন করে পোস্ট করে ফেলেছেন। ভাই আপনাকে আমি একটা কথা বলি, এই ফোরামটা কতদিন চলবে সেটা আমি আপনি কেউ বলতে পারি না। তবে বিটকয়েনের যে আকাশচুম্বী জনপ্রিয়তা বেড়েছে সেটা সবাই আন্দাজ করতে পারেন। আমি আপনি এই বিটকয়েন ফোরামে না থাকলেও যুগ যুগ ধরে এই ফোরাম চলবে বলে মনে করি কিন্তু পৃথিবীর সবাই আলাদা লোকাল পেলেও আমার মনে হয় বাংলাদেশ আলাদা লোকাল পাবে না। কেননা আমার দেখা ডজনখানেক অ্যাকাউন্ট শুধুমাত্র কপি পোস্ট, সোর্স ছাড়া পোস্ট, অন্যের information বিশেষ করে কোন কনটেস্টে অন্যের নমুনা চুরি করে পোস্ট ইত্যাদি কারণে অনেক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে। এসব অনৈতিক কর্মকান্ড গ্লোবালের সবাই খেয়াল করে এবং তারা মার্ক করে রাখে । আমরা যদি পরবর্তীতে আলাদা পিটিশন থ্রেড তৈরি করি সেখানে তারা এই সমস্ত ভুলগুলো তুলে ধরবে তাহলে কি আমরা বাংলাদেশকে আলাদা লোকাল বোর্ড হিসাবে পাওয়ার চিন্তাভাবনা করতে পারব? আমি তো এই লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে মাত্র ৩-৪ মাস ধরে একটিভ কিন্তু অনেক বছর ধরে যারা এই বাংলা লোকালকে নিজের সন্তানের মত করে লালন পালন করে আসছে বিশেষ করে কয়েকজনকে নাম উল্লেখ করলেই নয় (BitcoinDream,Little Mouse, Review Master, Shasan, Crypto Library) এদেরকে জিজ্ঞাসা করলে বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠবে। একটা কমিউনিটিকে কতটুকু যত্ন করলে বড় বানানো যায়। আমি একটি পোস্টে ২০১৪-১৫-১৬ সালে বাংলা কমিউনিটিতে মোট পোস্ট হয়েছিল খুবই নগণ্য কিন্তু পরবর্তীতে জানতে পারি ওই সময়ে হাজার হাজার পোস্ট হয়েছিল কিন্তু ভালো কনস্ট্রাক্টিভ পোস্ট না হওয়ায় BitcoinDream ভাই সেগুলো কি ডিলিট করতে বাধ্য হয়েছে। আপনারা ভালোভাবে প্রথম পোস্ট টি পড়তে পারেন এবং সেখানে দেখতে পাবেন বাংলাদেশের জন্য আলাদা লোকাল বোর্ড চেয়ে এটি অ্যাপ্লিকেশন করা আছে এবং সেখানে কয়েকটি কমেন্ট ভালোভাবে পড়তে পারেন দেখবেন তারা সবাই এক লাইন পোস্টের জন্য আমাদের বাংলা লোকাল থ্রেডকে অনেক নিন্দা জানিয়ে এবং বিরোধিতা করেছে। কিসের জন্য বিরোধিতা করেছেন সেটা সকলেই স্পষ্ট দেখতে পাবেন। বেশ কিছুদিন আগে এই সকল বিষয় নিয়ে Little Mouse ভাই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে যে আমাদের বাংলাদেশকে আলাদা লোকাল বোর্ড হিসাবে পাওয়ার জন্য আমাদের বেশ কিছু উচ্চতর রেংক এর মেম্বার প্রয়োজন। এজন্য বেশ কয়েকজন ফুল মেম্বার ইতিমধ্যে (Learn Bitcoin, Bitcoin People) এবং কয়েকজন মেম্বার পদমর্যাদা ( Suzume, roksana.hee) পেয়ে গেছেন। কয়েকজন ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করার পথে (Mr.Corol, Dimitri94, Musafar)। এই লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেড আগের মত নেই, এখানকার ইউজাররা গ্লোবাল সেকশন থেকে মেরিট অর্জন করে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে থ্রেডের ইউজারদের মধ্যে বিতরণ করে দেয়। এখানকার কয়েকজন ইউজারদের মেরির সেন্ট অপশনে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। Little Mouse, Shasan, Crypto Library, LDL, Learn Bitcoin ,NicNacCoin, Bitcoin _People , Review Master, Mustafar,এই সমস্ত ইউজারদের মেরিট সেন্ট অপশনে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখুন। এত সকল প্রচেষ্টা কিসের জন্য, উওর একটাই আসবে শুধুমাত্র বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডেকে বিটকয়েন ফোরামের বুকে একটি আলাদা স্থান দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষকে এই ফোরামের বুকে আলাদা ভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ছোট্ট একটি বিষয় তুলে ধরে এই লেখাটি শেষ করব। বেশ কয়েকদিন আগে সম্ভবত মার্চ মাসে লোকাল বোর্ডের লোকাল বোর্ডের পোস্ট সংখ্যা ,এক্টিভিটি সংখ্যা, মেরিট আদান-প্রদান নিয়ে (Rikafiq) একটা পোস্ট দিয়েছিলেন সেখানে একমাত্র বাংলাদেশের নাম ছিল না। এটা বাংলাদেশ লোকালের ল্যাঙ্গুয়েজ থ্রেডের কেউ খেয়াল না করলেও একমাত্র Little Mouse ভাই দেখলাম লেখালেখি করেছে এবং বাংলাদেশ না থাকার কারণ জানতে চেয়েছিলেন। এখানে যদি আরো একাধিক ইউজাররা লেখালেখি করত তাহলে এমন ভুলটি আর পরবর্তীতে করতে পারত না। তাই আপাতত লিটল মাউসের সাপোর্টার হিসেবে বেশ কয়েকটি উচ্চতার রেংকের ইউজার প্রয়োজন। এত সকল কথা বলার জন্য আপাতত ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু নতুনে যারা এখানে পোস্ট করবেন তাদের জন্য এই লেখাটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছি।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Suzume
Member
Offline
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
|
|
May 05, 2023, 05:04:25 AM |
|
Snip
ভাই আমি আপনার কথায় এক মত।। বেশ কয়েক দিন ধরে দেখছি যে অনেক গুলো নতুন আইডি আমাদের লোকাল বোর্ড এ যুক্ত হয়েছে ।। @Bnl248 পূর্বে শুধু link পোস্ট করছিলো আমি বলেছিলাম যে পোস্ট এর দিকে খেয়াল রেখে যুক্তি স্থাপন করে পোস্ট করবেন ।। কিন্তু তিনি তাও আমার কথা খেয়াল রাখে নি ।। যদি এমন ভাবে চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি @Bnl248 ব্যান খাবে।। এখন তারা যদি নিজেদের ভালো নিজেরা না বোঝে তাহলে ভাই আমরা তো তাদের হাত তুলে খাওয়াই দিতে পারবো না ।। উনি যদি এই ধরনের এর কাজ থেকে বিরত না থাকে তাহলে তিনি নিজের ক্ষতি নিজেই করছে ।।
|
|
|
|
Xal0lex
Moderator
Legendary
Offline
Activity: 2660
Merit: 2636
|
|
May 05, 2023, 08:49:40 AM |
|
ইরান আমদানির জন্য ক্রিপ্টো অর্থ প্রদানের সুবিধার্থে প্ল্যাটফর্ম সেট আপ করে
ইরানের কর্তৃপক্ষ নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশে পণ্য আমদানিকারী সংস্থাগুলির জন্য ক্রিপ্টো অর্থ প্রদান সহজ করার জন্য পদক্ষেপ নিচ্ছে। আন্তঃসীমান্ত বন্দোবস্তের উদ্দেশ্যে স্থানীয় ব্যবসাগুলিকে ক্রিপ্টোকারেন্সি স্থানান্তর করার অনুমতি দেওয়ার জন্য একটি উত্সর্গীকৃত প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে।
ইরান আমদানির জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করবে, বাণিজ্য সংস্থার প্রধান প্রতিশ্রুতি ইরানী কোম্পানিগুলি ক্রিপ্টোকারেন্সিগুলির মাধ্যমে আমদানির জন্য অর্থ প্রদান করতে সক্ষম হবে, দেশটির ট্রেড প্রমোশন অর্গানাইজেশন TPO আশ্বাস দিয়েছে, স্থানীয় মিডিয়া অনুসারে।
সরকারী সংস্থার প্রধান আলিরেজা পেমানপাক বলেছেন যে ইরানের কেন্দ্রীয় ব্যাংক সিবিআই আমদানিকৃত পণ্যগুলির জন্য বন্দোবস্তগুলিতে ক্রিপ্টো ব্যবহার করার অনুমতি দিয়েছে।
রবিবার অফিসিয়াল ইকোনমি এবং ব্যাংক অফ ইরান নিউজ নেটওয়ার্ক (ইবেনা) উদ্ধৃত করে পেমানপাক যোগ করেছে, "অর্থনীতি মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"
ইরান ক্রিপ্টোকারেন্সিতে তার প্রথম অফিসিয়াল আমদানি অর্ডার দেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক মাস পরে পেম্যানপাকের বিবৃতি এসেছে। 2022 সালের আগস্টে, সরকারী কর্মকর্তা প্রকাশ করেছিলেন যে চুক্তিটি $ 10 মিলিয়ন মূল্যের পণ্যের জন্য ছিল।
"সেপ্টেম্বরের শেষ নাগাদ, লক্ষ্য দেশগুলির সাথে বৈদেশিক বাণিজ্যে ক্রিপ্টোকারেন্সি এবং স্মার্ট চুক্তির ব্যবহার ব্যাপক হবে," তিনি সেই সময়ে টুইট করেছিলেন।
খবরের উৎসের লিঙ্ক কোথায়? অথবা আপনি চুরির জন্য নিষিদ্ধ পেতে চান?
|
|
|
|
Dimitri94
|
|
May 05, 2023, 12:42:13 PM |
|
ব্যাংকের ক্ষেত্রে আপনার একাধিক ব্যাংক একাউন্ট এর প্রয়োজন হলেও, বিটকয়েনের ক্ষেত্রে আপনার একাধিক ওয়ালেট এর প্রয়োজন নেই। আপনি একটা ওয়ালেট দিয়ে যত ইচ্ছে এড্রেস ক্রিয়েট করতে পারবেন এবং কয়েন কনট্রোল ফিচারের মাধ্যমে, আপনি খুব সহজেই সব এড্রেস আলাদা করে দেখতে পারবেন এবং সব এড্রেসের ব্যালেন্স আলাদা করে দেখতে পারবেন, এর পাশাপাশি ভিন্ন ভিন্ন ব্যবসায়ের জন্য ভিন্ন ভিন্ন এড্রেস থেকে খরচও করতে পারবেন। আপনার ব্যবসা যখন বড় হবে, আপনি অনেক বিটকয়েন লেনদেন করবেন, তখন আপনি অবশ্যই ইলেকট্রামের মত হট ওয়ালেট ব্যবহার না করে কোল্ড ওয়ালেট বা হার্ডওয়্যার ওয়ালেট খুজবেন। তখন নিশ্চয়ই আপনি অনেকগুলো হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার করতে চাইবেন না।
ভাই আপনাকে ধন্যবাদ দ্রুত আপনি আমার বিষয়টির উপর একটি উন্নতর এবং নির্ভরযোগ্য তথ্য দিয়েছেন। আমি বিষয়গুলো আরও ভালভাবে বুঝতে সক্ষম হলাম। আমি আপনার মাধ্যমে আরও কয়েকটি বিষয় ধীরে ধীরে জানার চেস্টা করব। আজকে আমার অনেক দিন লুকিয়ে থাকা একটি প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি। আমি বিটকয়েন মাইনিং নিয়ে একটি বিষয় পরিস্কার হতে চায়। সেটি হল যে আমরা প্রতি ট্রানজেকশনে একটি ফি দিয়ে থাকি যা মাইনারা পেয়ে থাকে। যখন বিটকয়েনের টোটাল সাপ্লাই যুক্ত হবে অর্থাৎ ২১ মিলিয়ন হওয়ার পর তখন আর মাইনাররা মাইনিং করতে পারবে না। তাহলে বিটকয়েনের গানিতিক সমস্যা গুলোর সমাধান কারা করবে বা কিভাবে হবে? ক্রিপ্টোকারেন্সির বাজার ‘অনিয়ন্ত্রিত’ গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)বন্ধ হয়ে যায়। এর পর সিগনেচার ব্যাংক নামের আরেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তার ওপর ক্রিপ্টোকারেন্সি তথা ডিজিটাল মুদ্রা খাতের ঋণদাতা ব্যাংক হিসেবে বিবেচিত সিলভারগেটও মুখ থুবড়ে পড়ে। একের পর এক ব্যাংক বন্ধের কারণে দুশ্চিন্তা বাড়েছে সকল দেশে।
২০২২ সালের শেষ দিকে বিশ্ব মুদ্রা তহবিল আই এম এফ এবং বিশ্বব্যাংক থেকে বিশ্বমন্দার আগাম বার্তা দেওয়া হয়েছিল। বর্তমান বৈশয়িক পরিস্থিতি খারাপ হওয়ায় তাদের পুর্বানুমানের সত্যতা পাওয়া যাচ্ছে। যদি শিগরই যুদ্ধ বন্ধ না হয় তাহলে মুদ্রাস্ফিতি বেড়ে যাওয়া সহ অর্থনৌতিক অবস্থার বড় বিপর্যয় ঘটবে। ইতমধ্যে আমেরিকার বেশ কিছু ব্যাংক দেউলিয়া হয়েছে এবং কিছু ব্যাংকের অবস্থাও আশঙ্কা জনক। আর এই পরিস্থিতি অর্থনৈতিক ভাবে প্রতিটি সেক্টরের প্রভাব ফেলছে। ক্রিপ্টো বাজারে এর তেমন প্রভান না পরলেও দীর্ঘ মেয়াদে বড় প্রভাব পরতে পারে। বিশেষ করে যেই ব্যাংক গুলোতে থেকে ক্রিপ্টো ঋন সুবিধা গ্রহন করা হত। অর্থনৌতিক প্লাটফরম গুলোর সুচক সবই নিম্নমুখি রয়েছে। তাছাড়া আমাদের দেশের অর্থনীতিও যে ভাল পর্যায়ে নেই তা প্রায় সবারই জানা। ঋন খেলাপি, মুদ্রাস্ফিতি আমাদের দেশের মত দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। আমেরিকার অর্থনীতি এবং আমাদের দেশের অর্থনীতির মধ্যে বড় পার্থক্য রয়েছে। এর একটি উদাহারন হিসেবে বলা যায় যে ২০০৮ সালে আমেরিকাতে একটি বড় অর্থনৈতিক মন্দা ভাব দেখাগিয়েছিল। মুলত আবাসন ক্ষাতে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় সংগঠিত হয়েছিল সেই সময়ে। এই বিপর্যয় কে নিয়ন্ত্রনে আনার জন্য সরকারকে লক্ষ্য কোটি ডলার অনুদান দিতে হয়েছিল। কিন্তু আমাদের দেশের কথা যদি চিন্তা করি তাহলে এত অর্থ সহায়তা সরকারের পক্ষ্যে দেওয়া কখনই সম্ভব নয়। তাই প্রয়োজন আগাম প্রস্তুতি। ছোট্ট একটি বিষয় তুলে ধরে এই লেখাটি শেষ করব। বেশ কয়েকদিন আগে সম্ভবত মার্চ মাসে লোকাল বোর্ডের লোকাল বোর্ডের পোস্ট সংখ্যা ,এক্টিভিটি সংখ্যা, মেরিট আদান-প্রদান নিয়ে (Rikafiq) একটা পোস্ট দিয়েছিলেন সেখানে একমাত্র বাংলাদেশের নাম ছিল না। এটা বাংলাদেশ লোকালের ল্যাঙ্গুয়েজ থ্রেডের কেউ খেয়াল না করলেও একমাত্র Little Mouse ভাই দেখলাম লেখালেখি করেছে এবং বাংলাদেশ না থাকার কারণ জানতে চেয়েছিলেন। এখানে যদি আরো একাধিক ইউজাররা লেখালেখি করত তাহলে এমন ভুলটি আর পরবর্তীতে করতে পারত না। তাই আপাতত লিটল মাউসের সাপোর্টার হিসেবে বেশ কয়েকটি উচ্চতার রেংকের ইউজার প্রয়োজন। এত সকল কথা বলার জন্য আপাতত ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু নতুনে যারা এখানে পোস্ট করবেন তাদের জন্য এই লেখাটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছি। মানুষ চেস্টা করলে তার কাছে অনেক কিছুই সম্ভব। বাংলা থ্রেডে গত ৪ থেকে ৫ মাস আগেও কয়েকজন ব্যবহারকারী ছাড়া কেউ আসত না। তবে কিছু উদ্যমি ভাইদের প্রচেস্টায় (BitcoinDream,Little Mouse, Review Master, Shasan, Crypto Library, LDL) বাংলা থ্রেড এখন বেশ এগিয়ে যাচ্ছে এবং আগামিতে আরও এগিয়ে যাবে। সাম্প্রতিক সময়ে কয়েকজন ভাই Learn Bitcoin, NicNacCoin, Bitcoin _People, Mr.Corol, Mustafar, Suzume, roksana.hee খুবই পরিশ্রম করে যাচ্ছেন কেউ কেউ ইতমধ্যে তাদের ছোট সফলতা পেয়েছেন।তবে আমি যা বুঝি যদি কোন কমিউনিটি দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে তাদের দ্বারা যে কোন কিছুই সম্ভব। এখানে আমরা যারা নিম্ন র্যাংকধারী আছি আমরা যদি আমাদের সিনিয়র ভাইদের পরামর্শ অনুযায়ি ইফোর্ট দিতে পারি তাহলে হয়তো একটি নির্দিস্ট সময় পরে আমদেরও অবস্থান তৈরী হতে পারে। তবে এজন্য প্রয়োজন উপযুক্ত জ্ঞান যা অর্জন করলে যে কেউ সফল হবেই হয়তো আজ নয় তো কাল।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
May 05, 2023, 12:53:05 PM |
|
আমি বিটকয়েন মাইনিং নিয়ে একটি বিষয় পরিস্কার হতে চায়। সেটি হল যে আমরা প্রতি ট্রানজেকশনে একটি ফি দিয়ে থাকি যা মাইনারা পেয়ে থাকে। যখন বিটকয়েনের টোটাল সাপ্লাই যুক্ত হবে অর্থাৎ ২১ মিলিয়ন হওয়ার পর তখন আর মাইনাররা মাইনিং করতে পারবে না। তাহলে বিটকয়েনের গানিতিক সমস্যা গুলোর সমাধান কারা করবে বা কিভাবে হবে?
আপনাকে আগে মাইনিং জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হতে হবে। মাইনিং হল নতুন ব্লক সৃষ্টির প্রক্রিয়া। এইখানে একটু ভালো করে খেয়াল করুন। নতুন ব্লক সৃষ্টির প্রক্রিয়া, নতুন কয়েন সৃষ্টির প্রক্রিয়া বলাটা ভুল হবে। মাইনাররা অনেকগুলো ট্রাঞ্জেকশন একসাথে করে নতুন ব্লক খুজে পাওয়ার চেষ্টা করে। এখন কথা হচ্ছে কেউ অযথা এই কাজটি কেন করবে? এর জন্যেই রাখা হয়েছে প্রতিটা ব্লকে রিওয়ার্ড। মানে ব্লক রিওয়ার্ড। কিন্তু যখন ২১ মিলিয়ন বিটকয়েন সাপ্লাইয়ে যোগ হবে, তখন কি হবে? তখন কেউ ব্লক খুজে পাওয়ার জন্য ব্লক রিওয়ার্ড পাবে না। তাহলে কেন তারা মাইনিং করবে? এইখানে আমি দুইটা অপশন রাখতে চাই, একান্ত ব্যক্তিগত যদিও অনেকেই এইটা আগেও বলেছেন। আমি প্রথম বলছি এইরকম না। যখন মাইনাররা ব্লক রিওয়ার্ড পাবে না তখন তারা শুধুই ট্রাঞ্জেকশন ফি পাবে যদি মাইনিং করে। সেক্ষেত্রে, একটি ব্লক খুজে পেতে তাদের যে পরিমাণ খরচ হবে, আর তারা যে ট্রাঞ্জেকশন ফি পাবে সেটা যদি খরচের চেয়ে বেশি না হয় তাহলে বিটকয়েন ব্লকচেইন ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অথবা, ব্যাপারটা এমন হবে যে বিটকয়েন এর দাম তখন এত বেশি থাকবে যে শুধুমাত্র ট্রাঞ্জেকশন ফি দিয়েই তারা লাভবান থাকবে। যাই হোক, আমরা জানি আমরা আরো ১১৫ বছর পরের কথা বলতেছি। এর মাঝে আরো অনেক কিছুই ঘটতে পারে।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Learn Bitcoin
|
|
May 05, 2023, 01:13:52 PM |
|
খবরের উৎসের লিঙ্ক কোথায়? অথবা আপনি চুরির জন্য নিষিদ্ধ পেতে চান?
Sorry, Xal0lex. I and LDL warned this guy twice not to use Automated Translator and not to post News without original source. I've reported his translated posts. I hope he will learn from this, and I hope he won't repeat that again. Edited Out
কি একটা ব্যাপার দেখেন তো। এখন ফোরাম মোডারেটর রা এসেও আমাদের থ্রেড এর মেম্বারদের কে ওয়ার্নিং দিয়ে যায়। ব্যাপার টা নিশ্চই আমাদের থ্রেড এর মেম্বারদের গৌরবের। তাই না? কি বলেন Bnl248 ভাই? আমরা লোকাল রা অনেকেই কপি পেষ্ট দেখে বা সোর্স ছাড়া নিউজ দেখে রিপোর্ট করি না একটা কারনে, সেটা হলো আমরা চাই না লোকাল কেউ ব্যান খেয়ে যাক। তবে, কথা না শুনে কেউ যদি ব্যান খেয়ে যায়, তখন আমাদের আর কি করার থাকবে বলেন? হাসালেন ভাই।
আসলে আমার যেটা মনে হলো সেটা বললাম আর কি। আমি যখন আমার সমস্যার কথা শেয়ার করেছি, তখন আপনার এপ্রোচ দেখে আমার এমনটা মনে হয়েছে। লাভ লসের ব্যাপার যাই হোক না কেনো, এত কমিউনিটির ও ভালো।
|
|
|
|
Mr.corol
|
|
May 05, 2023, 03:41:43 PM |
|
. কি একটা ব্যাপার দেখেন তো। এখন ফোরাম মোডারেটর রা এসেও আমাদের থ্রেড এর মেম্বারদের কে ওয়ার্নিং দিয়ে যায়। ব্যাপার টা নিশ্চই আমাদের থ্রেড এর মেম্বারদের গৌরবের। তাই না? কি বলেন Bnl248 ভাই? আমরা লোকাল রা অনেকেই কপি পেষ্ট দেখে বা সোর্স ছাড়া নিউজ দেখে রিপোর্ট করি না একটা কারনে, সেটা হলো আমরা চাই না লোকাল কেউ ব্যান খেয়ে যাক। তবে, কথা না শুনে কেউ যদি ব্যান খেয়ে যায়, তখন আমাদের আর কি করার থাকবে বলেন?
Bnl248 ভাই কে নিয়ে কত পোস্ট করা হচ্ছে , অথচ তিনি কোন ধরনের রিপ্লে দিয়ে সরি বা ভুল করেছেন, ক্ষমা চেয়ে কোন ধরনের পোস্ট করলেন না। ওই পোস্টগুলি ডিলেটও দিলেন না বা কোন ধরনের সোর্স লিংক যুক্ত করে দিলেন না। তিনি শুধু শুধু বাংলা লোকাল থ্রেডের দুর্নাম ছড়াতে এসেছেন। তার প্রোফাইলে গিয়ে পোস্টগুলি দেখলাম হয়তো তাকে খুব শীঘ্রই চান্দের দেশের টিকিট ধরিয়ে দিবেন। @LDL ভাই ও @Learn Bitcoin ভাই আপনারা দুজনে তাকে সতর্ক করেছিলেন কিন্তু সে কানেই নিল না। যাইহোক তিনি ভুল শুধরে নিলেন না তার ব্যান খাওয়াই উচিত। তাকে আর নিষেধ করে লাভ নেই পরবর্তীতে কোন সোর্স থেকে কপি করে বা ট্রান্সলেট করে পোস্ট করলে সোর্স লিংক যুক্ত করে না দিলে সাথে সাথে সবাই মিলে রিপোর্ট মেরে দেবো। কেননা তার কারণে বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের ক্ষতি হোক তা আমরা চাই না।
|
|
|
|
Xal0lex
Moderator
Legendary
Offline
Activity: 2660
Merit: 2636
|
|
May 05, 2023, 05:59:47 PM |
|
খবরের উৎসের লিঙ্ক কোথায়? অথবা আপনি চুরির জন্য নিষিদ্ধ পেতে চান?
Sorry, Xal0lex. I and LDL warned this guy twice not to use Automated Translator and not to post News without original source. I've reported his translated posts. I hope he will learn from this, and I hope he won't repeat that again. আপনার কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই। এটা তোমার দোষ নয়। ঠিক আছে, যদি তিনি একটি পাঠ না শিখেন, ফোরামে তার পরবর্তী ভাগ্য, আমি আশা করি, পরিষ্কার। আর হ্যাঁ, ভবিষ্যতে আমাকে বাংলায় লিখতে পারেন।
|
|
|
|
roksana.hee
|
“হাউস অফ নাকামোতো” বিটকয়েনের একটি দোকান
"হাউস অফ নাকামোতো" নামে বিটকয়েন এর একটি দোকান ঘুরে বেড়াচ্ছে। বিটকয়েন ম্যাগাজিন - এর টুইটার একাউন্টে এই দোকানটি নিয়ে একটি পোস্ট করা হয়। “হাউস অফ নাকামোটো” নামে এই দোকানটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দেখা গেছে। “হাউস অফ নাকামোতো” হল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত একটি সুপরিচিত বিটকয়েনের দোকান। দোকানটি হার্ডওয়্যার ওয়ালেট, মার্চেন্ডাইজ এবং শিক্ষাগত সম্পদ সহ দর্শকরা যাতে বিটকয়েনের পিছনের ইতিহাস এবং প্রযুক্তি সম্পর্কে জানতে পারে এবং বিটকয়েন-সম্পর্কিত পণ্য যেমন হার্ডওয়্যার ওয়ালেট এবং পণ্যদ্রব্য ক্রয় করতে পারে। হাউস অফ নাকামোতো ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি দ্রুত বিটকয়েন উৎসাহ এবং বিনিয়োগকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। দোকানটি বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির উপর নিয়মিত ইভেন্ট এবং কর্মশালার আয়োজন করে, আলোচনা এবং শেখার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। ক্রিপ্টোকারেন্সি রেগুলেশনের ক্ষেত্রে অস্ট্রিয়া তুলনামূলকভাবে প্রগতিশীল হয়েছে এবং বিটকয়েনকে সাধারণত দেশে বৈধ বলে মনে করা হয়। যেমন, দ্য হাউস অফ নাকামোটো খোলাখুলিভাবে পরিচালনা করতে এবং ভিয়েনায় তার ব্যবসা বাড়াতে সক্ষম হয়েছে। সামগ্রিকভাবে, দ্য হাউস অফ নাকামোতো বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির ক্রমবর্ধমান মূলধারা গ্রহণের পাশাপাশি ব্লকচেইন প্রযুক্তি এবং এর সম্ভাব্য প্রয়োগের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের একটি চমৎকার উদাহরণ। এটি পর্যটক এবং স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে যারা ক্রিপ্টোকারেন্সির জগতে আগ্রহী।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
May 06, 2023, 01:27:46 PM |
|
“হাউস অফ নাকামোতো” বিটকয়েনের একটি দোকান
আর আমাদের আছে বিটকয়েন ক্যাফে যদিও সেখানে বিটকয়েন গ্রহণ করা হয় না। আমি একবার খেতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম বিটকয়েনে পেমেন্ট নিবে কি না। উনি বলল না https://www.facebook.com/thebitcoincafepanthopath/
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Bd officer
|
|
May 06, 2023, 06:04:41 PM |
|
আসলামলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বিটকয়েনের ফরুমের নিয়ম কারণ গুলি খুব সুন্দরভাবেই পড়েছি। আমার সর্ব প্রথম পোস্ট আমাদের লোকাল থ্রেডে পোস্ট করতে পেরে অনেকটাই ভালো লাগছে। বাংলা ভাষায় পোস্ট করতে পারছি। আমি যতদিন আছি ততদিন চেষ্টা করে যাব। আমার দ্বারা যাতে আমাদের বাংলা কমিউনিটি কোন প্রকার ক্ষতি না হয়, ওই ধরনের কোন কাজ করবো না যাতে আমাদের লোকাল কমিউনিটি বদনাম হোক। আমাদের বাংলা থ্রেডে @Littol Mouse @LDL @Crypto Library @tjtonmoy @Learn Bitcoin @Bitcoin_people আর ওনেক সিনিয়র ভাইয়েরা আছেন আমি সব সময় আপনাদের কে অনুসরন করবো। আপনাদের দেওয়া সকল প্রকার পোস্ট থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবো।
|
|
|
|
LDL
|
|
May 06, 2023, 10:02:44 PM |
|
মার্কজুকারবার্গের ছাগলের নাম "বিটকয়েন"এটা একটা ট্রেন্ডিং ছিল কি-না বলতে পারলাম না তবে একটি হাস্যকর বিষয় ছিল সেটা সুনিশ্চিত। বিশ্বের অনেক নামিদামি ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিটকয়েনকে উপস্থাপন করেছেন। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বিটকয়েনের নামে রয়েছে কিন্তু এই প্রথম বিশ্বের নামিদামি ব্যক্তিবর্গের মধ্যথেকে Facebook এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার ছাগলের নাম রেখেছেন "বিটকয়েন" এটা তার একটি মজাদার কৌশল ছিল কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি তবে নেটিজেনরা তার এই বিষয়টাকে মজা হিসেবেই নিয়েছিলেন। যাহোক বিষয়টিকে সিরিয়াসলি গ্রহণ করবেন না।@Little Mouse, @roksana.hee এই দুজন মজাদার ইনফরমেশন শেয়ার করেছেন সেজন্য আমি একটু ভিন্ন টাইপের জিনিস শেয়ার করলাম আর কি। নিউজ পড়তে ক্লিক করুন: লিংক
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
|