কেউ কি রুপা কিনেছিলেন? রুপা বিনিয়োগকারীদের বাম্পার। রুপার দাম বৃদ্ধি হওয়া দেখে অবাক হলাম। ২০২৫ সালের জানুয়ারিতে প্রতি ভরি ২১০০ টাকার মতো ছিলো, কিন্তু বর্তমানে এক ভরি ৬০০০ টাকার মতো। কিছু দিন আগে মার্কেট ক্যাপে রুপা ৭ নাম্বার অবস্থানে ছিলো, কিন্তু এখন গোল্ডের পরেই রুপার অবস্থান। প্রতি আউন্স রুপার দাম ৯০ ডলার, তাহলে কি শিগ্রই ১০০ ডলার হবে নাকী? কতদূর পর্যন্ত এগিয়ে যাবে।
পিকচার লিংক
কি অবস্থা সবার? কেমন আছেন ভাইয়েরা। সকাল থেকে হটাৎ জ্বরে আক্রান্ত। সবার দোয়াপ্রার্থী।
আলহামদুলিল্লাহ ভালো, অবশ্যই দুয়া করি আল্লাহ যেন আপনাকে দ্রুত সুস্থ করে দেন। আর আপনার ওখানে কেমন তা জানি না কিন্তু যদি জ্বর খুব বেশি হয় তাহলে ডাক্তার দেখানোর সুযোগ থাকলে ডাক্তার দেখিয়েন।