আমি বিটকয়েনটক ফোরামে নতুন, আইডি অনেক আগেই খুলেছিলাম কিন্তু পোস্ট করতে পারিনি। আজকে অবশেষে সিনিয়র একজনের সহায়তায় পোস্ট করতে সক্ষম হলাম। আমরা অনেক কিছুতেই "Customers support"/support desk পেয়ে থাকি।কিন্তু দেখলাম Bitcoin এর কোন "customers support" নেই।আমার জানায় কি কোন ভূল আছে?আশা করছি সিনিয়ররা মতামত দিবেন।
আপনাকে বিটকয়েনটক এবং বাংলা লোকালে স্বাগতম!
আসলে আপনার প্রশ্নটি আমার কাছে ক্লিয়ার নয়, আপনি কি বিটকয়েনে কাস্টমার সাপোর্ট এর কথা বলেছেন? নাকী এই বিটকয়েনটক ফোরামের কাস্টমার সাপোর্ট এর কথা বলেছেন? প্রশ্ন করলে বিষয়টি ক্লিয়ার করে করলে ভালো হয়।
যাই হোক, যদি এই ফোরাম সম্পর্কে বলে থাকেন তাহলে ইতিমধ্যে উপরে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, সেগুলো ফলো করতে পারেন এবং আশা করি আপনার উপকারী হবে।
এখন যদি বিটকয়েনের কাস্টমার সাপোর্ট এর কথা বলেন, তাহলে বিটকয়েন বিকেন্দ্রীভূতল্র ডিজিটাল মুদ্রা, বিটকয়েনের কেউ নিয়ন্ত্রণ করে না, তাই এর কোন কাস্টমার সাপোর্ট নেই।
বাংলাদেশের টি-২০ ওয়াল্ড কাপ খেলা কি অনিশ্চিত হয়ে পড়েছে? বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে ICC বিকল্প দলের বিবেচনা করছে। অন্যদিকে আমরা জানি বিপদে বন্ধুর পরিচয়, ঠিক তেমনি নিউজে দেখলাম পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে বাংলাদেশের সমস্যা সমাধান না করলে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। এখন ভারত বুঝবে কত ধানে কত চাল হয়।