Bitcoin Forum
December 12, 2024, 04:44:10 AM *
News: Latest Bitcoin Core release: 28.0 [Torrent]
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 519 520 521 522 523 524 525 526 527 528 529 530 531 532 533 534 535 536 537 538 539 540 541 542 543 544 545 546 547 548 549 550 551 552 553 554 555 556 557 558 559 560 561 562 563 564 565 566 567 568 [569] 570 571 572 573 574 575 576 577 578 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 5438410 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1830 posts by 89+ users deleted.)
Crypto Library
Hero Member
*****
Offline Offline

Activity: 1064
Merit: 952


Find your Digital Services at- cryptolibrary.pro


View Profile WWW
October 13, 2024, 07:21:40 PM
Last edit: October 13, 2024, 07:45:07 PM by Crypto Library
Merited by Shishir99 (1)
 #11361

যাইহোক যেহেতু প্রকাশ্যে অনেক কিছুই বলে ফেলেছেন তো এর পর থেকে নজরে রাখুন সবকিছু । বাংলাদেশী আপনি LM , Sahsan ভাই এর DT তে আছে। ভবিষ্যতে হয়তোবা আরো হবে। বাংলাতে আগে তেমন DT ছিলনা তখন এগুলো হয়েছে সেটি মেনে নেওয়া যেত তো এখন এতগুলা DT থাকা সত্ত্বেও যদি এগুলো চলতে থাকে তাহলে গ্লোবালে আমাদের রেপোর্টেশন আরো শেষ হয়ে যাবে।
প্রকাশ্যে শুধু এটুকই বললাম। বেশি কিছু বলতে গেলে থলের বিড়াল বেড়িয়ে আসবে। কালকে বড় ভাই আমাকে বলছিলো যে, কাদের এক্সপোজ করবেন? থুতু ফেললে সেটা নিজের গায়ে এসে পড়বে। এরা সবাই বাংলাদেশী। একটু কঠোর হলে পুরা কমিউনিটির ৭০% লোক নেগেটিভ ট্যাগ খেয়ে যাবে। এমনিতেই তো আমাদের কমিউনিটির মেম্বারদের কোনো রেপুটেশন নাই। কিন্তু আমি বিগত ১ বছর যাবৎ চেষ্টা করছি এগুলো বন্ধ হোক। সবাই সবার প্রতি ফেয়ার থাকুক। কোনো প্রকার এবিউজ না হোক।
আমি কয়েকদিন যাবৎ অনেককেই প্রাইভেট মেসেজ করে বুঝানোর চেষ্টা করছি। আমরা চাচ্ছিলাম নতুন বছরে লোকাল বোর্ড এর জন্য এপ্লাই করতে। কিন্তু এই সময়ে এসে যদি কমিউনিটির এমন অবস্থা হয়, তাহলে কেমনে কি হবে? প্রাইভেট মেসেজ করে কয়েকজন কে রিকোয়েষ্ট করেছি এগুলো আর না করার জন্য। কিন্তু প্রতিটা কন্টেষ্ট আসলে সবাই ঝাপিয়ে পড়ে মেরিট এবিউজ করার জন্য। মনে হয় এটাই রেংক আপ করার সুযোগ। কালকে রাতে আমি একদম ব্রেইনলেস হয়ে গেছি। মনে হচ্ছে আমাদের লোকাল থ্রেড দেশের একটা জেলা থেকেই কন্ট্রোল হচ্ছে। থেমস এর বাড়িও সেখানেই মনে হচ্ছে।
আপনারা দুইজন দেখা যায় আবার খেপছেন। তবে ভাই ইনিসিয়েটেডগুলো দরকার ছিল কারণ হচ্ছে আবারো পাম্পকিন কার্ভিং কনটেস্ট এসেছে, আপনার এই অ্যাক্টিভিটি গুলা অনেকটাই তাদের মেরিট এর অপব্যবহার করতে থেকে বিরত রাখবে যাতে করে এটা তাদের জন্যই ভালো, "কারণ চোরের ১০ দিন গৃহস্থের একদিন" একদিন না একদিন যারা এই মেরিট এর অপব্যাবহার করে তারা ধরা খাবে তাই আগে থেকেই এদের সতর্ক থাকা ভালো।

যাই হোক যারা এই ধরনের গ্যাং এ রয়েছেন তাদের মনে হয় আমার আর নতুন করে ওয়ার্নিং করতে হবে না। আমি একটা কথা বলি সেটা হল একটা ফুল মেম্বার হতে মেরিট লাগে ১০০ টা এবং সিনিয়র মেম্বার হতে মেরিট লাগে ২৫০টা এবং হিরো মেম্বার হতে মেরিট লাগে ৫০০টা লেজেন্ডারি র‍্যাঙ্কের কথা বাদ দিলাম এখন ফুল মেম্বার হতে ১০০ টার মধ্যে কয়টা  মেরিট অপব্যবহার করে নিতে পারবেন?
5-10 টা মেরিট বা ধরেন 20 টাই মেরিট বা ধরেন ৫০ টা মেরিট না হয় আপনারা অপব্যবহার করে নিলেন কিন্তু বাকি ৫০ টা বা বাকি আড়াইশোটা বা বাকি সাড়ে চারশটা তোর নিজেদের ভালো একটিভিটির জন্যই পাবেন, সো অযথা খুবই অল্প পার্সেন্ট এই মেরিট এর অপব্যবহার করা বাদ দিয়ে নিজের পূর্বের ভাল পোস্টগুলো এর দিকে খেয়াল রাখুন এবং এবং কি মিসিং আছে বর্তমানে আপনার সেটা আপনি নিজেই বুঝতে পারবেন সেগুলো ঠিক করুন এবং সেই স্ট্রেটেজিতে পোস্ট করুন। অযথা এই Lm, Z_MBFM বা আমরা অন্য যারা আছি এদের দ্বারা ক্রিটিসাইজ কেন হবেন। জানি সিগনেচার ক্যাম্পেইন অনেকের রুটি রোজির প্রধান অবলম্বন আর এই অবলম্বন সেই সোনার ডিম পারা হাঁসের মতন জবাই করে দিবেন না অল্প কয়টা মেরিট এর জন্য। সো কনটেস্ট এসেছে অংশগ্রহণ করুন সমস্যা নেই মেরিট অ্যাবিউজ কইরেন না।

জানিনা কে আমার কথা কে কিভাবে নিবেন কারণ পোষ্টের মধ্যে ভালো খারাপ দুটোই মিক্স করে বলেছি, ভালো লাগলে ভালো আর খারাপ লাগলে কিছু করার নাই আমরা বাঙালি ভাই। আর এখন আমার বাংলা গ্রামীণ ভাষায় একটা পচা কথা মনে পড়ে গেল " গু*য়া তোমার, এখন তোমার গু*য়া তুমি বাঁশ দিয়ে ফারবা নাকি কাঁচি দিয়ে ফারবা এটা তোমার বিষয়"


সত্যি কথা বলতে আমি নিজেও ইলেকট্রাম চালাই। আর সুবিধা অসুবিধার যদি কথা বলি তাহলে আমার চোখে আহামরি তেমন কিছু পড়তেছেনা। জাস্ট পার্থক্য হলো ইলেকট্রাম, বিটকয়েন কোর এসব GUI বেইসড আর এটা CLI বেইসড, ইন্টারফেস আলাদা। এছাড়া আরো কোনো সুবিধা আছে কিনা তা এই মুহূর্তে আমার জানা নেই, জানতে পারলে অবশ্যই জানাচ্ছি....
ধুর মিয়া আপনি আবার কি কন, CLI বেইসড ইন্টারফেস আবার কবে সুবিধা হইলো। CLI  এর অসুবিধা এর জন্য মানুষ GUI বেইসড ইন্টারফেস এর আবিষ্কার করল আপনি আবার সেই প্রাচীনকালে চইলা যান।

তবে ভাই এটা অস্বীকার করা যাবে না CLI বেইসড ইন্টারফেস ওয়ালা অ্যাপ্লিকেশন বলুন বা অপারেটিং সিস্টেম বলুন এগুলোর সুবিধা হল এরা লো কনফিগারেশনেরেও ভালো কর পারফরম্যান্স করতে পারে। তবে এটা যারা কোডিং প্রোগ্রামিং এর সাথে যুক্ত আছেন তাদের জন্য উপযুক্ত সবার জন্য না।


আর যারা CLI কি বা GUI কি বুঝতেছেন না আর বলতেছেন এরা কি আবোল-তাবোল কইতেছে তাদেরকে বলতেছি এটা ভাই কিছুই না শর্ট ফর্ম, Command Line Interface আরেকটি হইল  Graphical interface,
Command line interface মানে হইল আপনাকে টাইপিং করে কমান্ড করতে হবে একটা অ্যাপ্লিকেশনবা সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে।
আর গ্রাফিক্যাল ইন্টারফেস এর সবচাইতে সহজ উদাহরণ মাউস দিয়ে ক্লিক করার মাধ্যমে ব্যবহার করতাছেন বা গ্রাফিক্যাল যা কিছু আপনি সামনে দেখতেছেন সেটাই হইল গ্রাফিক্যাল ইন্টারফেস।  গ্রাফিক্যাল ইন্টারফেস এর একটা সুবিধা হল  এরা ইউজার ফ্রেন্ডলি যে কেউ সহজেই এটাকে ব্যবহার করতে পারে কিন্তু কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করতে হইলে নলেজ লাগে কমান্ডগুলো সম্পর্কে। একটা জিনিস দেখবেন যে এপ্লিকেশনে গ্রাফিক্যাল জিনিসপত্র যত বেশি আমি বলতে চাইতেছে গ্রাফিক্স বেশি সেই ইন্টারফেস তত বেশি ভারী এবং সেটাকে ব্যবহার করতে হলে তত ভালো কনফিগারেশন এর কম্পিউটার বা ডিভাইস লাগবে।
তাই বর্তমানে দেখবেন যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য অ্যাপসগুলো যত সুবিধা হচ্ছে ব্যবহার করতে তত বেশি ভারী হচ্ছে আই মিন আগে ফেসবুক যেখানে ১০০ এমবি জায়গা দখল করতো এখন দেখবেন পাঁচ ছয় জিবি খাইতেছে।
কমান্ড লাইন ইন্টারফেসে বিষয়গুলো আবার ভিন্ন এখানে গ্রাফিক্স নাই খালি কমান্ড মারো আর কাজ কর।
আগের জামানায় কম্পিউটার ব্যবহার করতে হলে শুধুমাত্র  কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করতে হতো তখন যেমন আপনি এখন একটি ফোল্ডারে ডাবল ক্লিক করেই ফোল্ডারের ভিতরে ঢুকতেছেন কমান্ড লাইন ইন্টারফেস এ আপনাকে এটা করার জন্য cd foldername ব্যাক এ আসতে হইলে cd.. আবার ড্রাইভ চেঞ্জ করতে হলে drivename: তারপরও যদি আমার দ্বারা বুঝতে না পারেন গুগলে সার্চ করে বুঝে নেন।



Rust কোডিং সহ যাবতীয় কোড লেখার জন্য আমি আমি Visual Studio Code (VS Code) ব্যাবহার করি । আপনি চাইলে Visual Studio Code (VS Code) ছাড়াও আরো অনেক এডিটর আছে অইগুলা ইউজ করতে পারেন। বেষ্ট কয়েকটি এডিটর হলো
  • JetBrains CLion
  • IntelliJ IDEA (With Rust Plugin)
  • Neovim
  • Sublime Text
ধুর মিয়া আপনি আবার Sublime Text রে ম্যানশন করছেন ডিপ্লোমা এর কলেজ লাইফে একটা কাইসসা ইন্সট্রাক্টর ছিল সে বুঝতো না বালের মাথা খালি করতো হাতা পাতা, আর সেই ইন্সট্রাক্টর Sublime Text ব্যবহার করাইতো আমার কাছে জঘন্যতম একটা কোড এডিটর,
তবে ইস্ট অর ওয়েস্ট VS Code ইস দ্যা বেস্ট, এমন কোন প্লাগইন খুঁজে পাবেন না  যা এখানে নাই।




বাই দ্যা ওয়ে শিশির ভাইকে ধন্যবাদ, আমার বহুদিন থেকে এই ধরনের আইডিয়াটা মাথায় ঘুরপাক খাচ্ছিল কয়েকবার বলেছিলামও যেটাকে আপনি আঞ্জাম দিয়েছেন আর অবশ্যই বিশাল সময় খরচ করেছেন এর পেছনে।
বাংলা কমিউনিটি থেকে আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন লোকাল থ্রেডকেই আমরা অনেকটা লোকাল বোর্ডের মতন করে ব্যবহার করতে পারব।

আর BitCoinDream ভাইকে বলব শিশির ভাইয়ের এই পোস্টটাকে অবশ্যই অবশ্যই ওপিতে রাখবেন। আমি অলরেডি তার এই পোস্টকে বুক মার্ক করে রেখেছি মাঝে মধ্যে নিজের পোস্টটা নিজে খুঁজে পাই না এটা আমাকে বহুত সাহায্য করবে।

┏━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━┓
 ফোরাম রিলেটেড ইনফরমেটিভ পোষ্ট গুলো|Meta
 বাংলা থ্রেড এর একটিভিটি ওভার ভিউ|Local Meta
 টুলস এবং টিউটোরিয়াল পোষ্ট গুলো|Beginners and Help
 বিটকয়েন এবং ক্রিপ্টো ও টেক রিলেটেড তথ্যবহুল পোষ্ট|Technical Discussion
 গুরুত্বপূর্ণ অনুবাদ গুলো|Translations
 অন্যান্য গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো|Others
┗━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━┛

███████████████████████████
███████▄████████████▄██████
████████▄████████▄████████
███▀█████▀▄███▄▀█████▀███
█████▀█▀▄██▀▀▀██▄▀█▀█████
███████▄███████████▄███████
███████████████████████████
███████▀███████████▀███████
████▄██▄▀██▄▄▄██▀▄██▄████
████▄████▄▀███▀▄████▄████
██▄███▀▀█▀██████▀█▀███▄███
██▀█▀████████████████▀█▀███
███████████████████████████
.
.Duelbits.
..........UNLEASH..........
THE ULTIMATE
GAMING EXPERIENCE
DUELBITS
FANTASY
SPORTS
████▄▄█████▄▄
░▄████
███████████▄
▐███
███████████████▄
███
████████████████
███
████████████████▌
███
██████████████████
████████████████▀▀▀
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
.
▬▬
VS
▬▬
████▄▄▄█████▄▄▄
░▄████████████████▄
▐██████████████████▄
████████████████████
████████████████████▌
█████████████████████
███████████████████
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
/// PLAY FOR  FREE  ///
WIN FOR REAL
..PLAY NOW..
DYING_S0UL
Sr. Member
****
Offline Offline

Activity: 518
Merit: 475


Payment Gateway Allows Recurring Payments


View Profile WWW
October 13, 2024, 07:40:38 PM
 #11362

সত্যি কথা বলতে আমি নিজেও ইলেকট্রাম চালাই। আর সুবিধা অসুবিধার যদি কথা বলি তাহলে আমার চোখে আহামরি তেমন কিছু পড়তেছেনা। জাস্ট পার্থক্য হলো ইলেকট্রাম, বিটকয়েন কোর এসব GUI বেইসড আর এটা CLI বেইসড, ইন্টারফেস আলাদা। এছাড়া আরো কোনো সুবিধা আছে কিনা তা এই মুহূর্তে আমার জানা নেই, জানতে পারলে অবশ্যই জানাচ্ছি....
ধুর মিয়া আপনি আবার কি কন, CLI বেইসড ইন্টারফেস আবার কবে সুবিধা হইলো। CLI  এর অসুবিধা এর জন্য মানুষ GUI বেইসড ইন্টারফেস এর আবিষ্কার করল আপনি আবার সেই প্রাচীনকালে চইলা যান।

তবে ভাই এটা অস্বীকার করা যাবে না CLI বেইসড ইন্টারফেস ওয়ালা অ্যাপ্লিকেশন বলুন বা অপারেটিং সিস্টেম বলুন এগুলোর সুবিধা হল এরা লো কনফিগারেশনেরেও ভালো কর পারফরম্যান্স করতে পারে। তবে এটা যারা কোডিং প্রোগ্রামিং এর সাথে যুক্ত আছেন তাদের জন্য উপযুক্ত সবার জন্য না।
আচ্ছা এখানেই আবার রিপ্লাই দেই, PM এ মেইবি ঠাডা পড়ছে।

আমি কখন বল্লাম CLI তে সুবিধা, GUI তে অসুবিধা? যারা CLI প্রেফার করে এডভান্স ইউজার তাদের জন্য মূলত এটা। আর নিচে যা বল্লেন সেটা ঠিক অবশ্য, CLI তুলনামূলক ভালো পারফরমেন্স দেয়, GUI এর তুলনায়। লাস্ট লাইনে মেইবি ভুল বোঝাবুঝি হইছে, LM ভাই আমাকে আস্ক করছিলো, এই টুলটার এক্সট্রা কি সুবিধা আছে, সেটা উত্তরে আমি বলছিলাম যে এই মুহূর্তে আমার জানা নাই, জানতে পারলে জানাচ্ছি, এখানে আমি CLI বা GUI এর সুবিধা অসুবিধার কিছু মিন করি নাই।



Rust কোডিং সহ যাবতীয় কোড লেখার জন্য আমি আমি Visual Studio Code (VS Code) ব্যাবহার করি । আপনি চাইলে Visual Studio Code (VS Code) ছাড়াও আরো অনেক এডিটর আছে অইগুলা ইউজ করতে পারেন।
ধুর মিয়া আপনি আবার Sublime Text রে ম্যানশন করছেন ডিপ্লোমা এর কলেজ লাইফে একটা কাইসসা স্যাইন্সট্রাক্টর ছিল সে বুঝতো না বালের মাথা খালি করতো হাতা পাতা, আর সেই ইন্সট্রাক্টর Sublime Text করাইতো আমার কাছে জঘন্যতম একটা কোড এডিটর,
তবে ইস্ট অর ওয়েস্ট VS Code ইস দ্যা বেস্ট, এমন কোন প্লাগইন খুঁজে পাবেন না  যা এখানে নাই।
তাও ভালো লিস্টে Notepad বলে নাই, আমাদের যখন শেখানো হইছিল তখন Codeblocks এর জামানা ছিলো, এখন সবাই VS code চালাই।

cryptomus.   
  
.
lllllllllllllllllll CRYPTO
PAYMENT GATEWAY
▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄
██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█
██░▀▄██░░░███▄███░░░███░░▄█
▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀
▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄
███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█
██▀▄███░░░██░░░██░░░█▄███░█
▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀

▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄
█▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██
█▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███
▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀
ACCEPT
CRYPTO
PAYMENTS
██████
██
██







██
██
██████

GET STARTED
██████
██
██








██
██
██████
BlackHatSojib
Jr. Member
*
Offline Offline

Activity: 51
Merit: 12


View Profile WWW
October 13, 2024, 07:48:20 PM
 #11363


ধুর মিয়া আপনি আবার Sublime Text রে ম্যানশন করছেন ডিপ্লোমা এর কলেজ লাইফে একটা কাইসসা স্যাইন্সট্রাক্টর ছিল সে বুঝতো না বালের মাথা খালি করতো হাতা পাতা, আর সেই ইন্সট্রাক্টর Sublime Text করাইতো আমার কাছে জঘন্যতম একটা কোড এডিটর,
তবে ইস্ট অর ওয়েস্ট VS Code ইস দ্যা বেস্ট, এমন কোন প্লাগইন খুঁজে পাবেন না  যা এখানে নাই।
কোড এডিট করতে জানলে এডিটর কোনো ফ্যাক্ট না। খাতার সাদা পাতায় ও কোড লেখা যায়। আমি অনেক ক্ষেত্রে এখনো Notepad++ ব্যাবহার করি। অনেক সিনিয়র কোডার আছে যাদের সামনে আমার মতো সাধারন কোডার এর টাইম নাই তারা এখনো Notepad++ ব্যাবহার করে। তারা যে অন্য এডিটর ইউজ করতে পারেনা এমন কোনো বিষয় না। তারা সবসময় এটাতে করে আসছে এখনো এটাতেই করে। যার যেটা পছন্দ সেটাই সে ব্যাবহার করবে, এটা হলো যার যার ব্যাক্তিগত পছন্দ।
Crypto Library
Hero Member
*****
Offline Offline

Activity: 1064
Merit: 952


Find your Digital Services at- cryptolibrary.pro


View Profile WWW
October 13, 2024, 08:08:09 PM
 #11364

আচ্ছা এখানেই আবার রিপ্লাই দেই, PM এ মেইবি ঠাডা পড়ছে।

আমি কখন বল্লাম CLI তে সুবিধা, GUI তে অসুবিধা? যারা CLI প্রেফার করে এডভান্স ইউজার তাদের জন্য মূলত এটা। আর নিচে যা বল্লেন সেটা ঠিক অবশ্য, CLI তুলনামূলক ভালো পারফরমেন্স দেয়, GUI এর তুলনায়। লাস্ট লাইনে মেইবি ভুল বোঝাবুঝি হইছে, LM ভাই আমাকে আস্ক করছিলো, এই টুলটার এক্সট্রা কি সুবিধা আছে, সেটা উত্তরে আমি বলছিলাম যে এই মুহূর্তে আমার জানা নাই, জানতে পারলে জানাচ্ছি, এখানে আমি CLI বা GUI এর সুবিধা অসুবিধার কিছু মিন করি নাই।


পিএম এ অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছি কোন জায়গায় আপনি সুবিধার কথা বলছিলেন যাইহোক এখন বুঝলাম ভুল বুঝাবুঝি হইছে। বাট সুবিধার কথা কিন্তু কইছিলেন  Tongue




ধুর মিয়া আপনি আবার Sublime Text রে ম্যানশন করছেন ডিপ্লোমা এর কলেজ লাইফে একটা কাইসসা স্যাইন্সট্রাক্টর ছিল সে বুঝতো না বালের মাথা খালি করতো হাতা পাতা, আর সেই ইন্সট্রাক্টর Sublime Text করাইতো আমার কাছে জঘন্যতম একটা কোড এডিটর,
তবে ইস্ট অর ওয়েস্ট VS Code ইস দ্যা বেস্ট, এমন কোন প্লাগইন খুঁজে পাবেন না  যা এখানে নাই।
কোড এডিট করতে জানলে এডিটর কোনো ফ্যাক্ট না। খাতার সাদা পাতায় ও কোড লেখা যায়। আমি অনেক ক্ষেত্রে এখনো Notepad++ ব্যাবহার করি। অনেক সিনিয়র কোডার আছে যাদের সামনে আমার মতো সাধারন কোডার এর টাইম নাই তারা এখনো Notepad++ ব্যাবহার করে। যার যেটা পছন্দ সেটাই সে ব্যাবহার করবে, এটা হলো যার যার ব্যাক্তিগত পছন্দ।
কথা ঠিক, কোডিং করতে জানলে এডিটর ফ্যাক্ট না।
কিন্তু ভাই কোন সিনিয়র কোডার রয়েছে ভাই নামটা একটু বলেন তারে একটু দেখি যে এই যুগে যদি note++ করে সে মানুষ না ভাই মানুষের চাইতে উচ্চ লেভেল এ রয়েছে। 
(এখানে ভাই আমার কথার মিনিং হচ্ছে "কাজকে সুবিধা করা" আর "সময় বাঁচানো" এটা না যে কে কি রকম কোডার বা কত বড় কোডার। )

ভাই "সময় অনেক দামি জিনিস" দুনিয়া যত আপগ্রেড হচ্ছে তত সময়ের দাম বাড়তেছে আর তাই বেশিরভাগ মানুষ এখন সময় বাঁচায় এমন সব কোড এডিটর বা কম্পাইলার ব্যবহার করতেছে। আর এর মধ্যে VS code একটা রেভুলেশন।
ভবিষ্যতে তো দেখবেন কোডিংও করতেছে না জাস্ট কমান্ড দিতেছে কোডাররা। অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কে ব্যবহার করে এটা করা স্টার্ট হয়ে গিয়েছে, আমার নিজের অনেক প্রোগ্রামার বন্ধু রয়েছে যারা বড় বড় আইটি কোম্পানিতে জব করতেছে ওরা সময় বাঁচানোর জন্য আর কাজকে আরো সহজ করার জন্য এ আই ব্যবহার করে।

███████████████████████████
███████▄████████████▄██████
████████▄████████▄████████
███▀█████▀▄███▄▀█████▀███
█████▀█▀▄██▀▀▀██▄▀█▀█████
███████▄███████████▄███████
███████████████████████████
███████▀███████████▀███████
████▄██▄▀██▄▄▄██▀▄██▄████
████▄████▄▀███▀▄████▄████
██▄███▀▀█▀██████▀█▀███▄███
██▀█▀████████████████▀█▀███
███████████████████████████
.
.Duelbits.
..........UNLEASH..........
THE ULTIMATE
GAMING EXPERIENCE
DUELBITS
FANTASY
SPORTS
████▄▄█████▄▄
░▄████
███████████▄
▐███
███████████████▄
███
████████████████
███
████████████████▌
███
██████████████████
████████████████▀▀▀
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
.
▬▬
VS
▬▬
████▄▄▄█████▄▄▄
░▄████████████████▄
▐██████████████████▄
████████████████████
████████████████████▌
█████████████████████
███████████████████
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
/// PLAY FOR  FREE  ///
WIN FOR REAL
..PLAY NOW..
Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 742
Merit: 1017


Vires in numeris


View Profile WWW
October 14, 2024, 01:06:09 AM
Merited by Crypto Library (1), Ricardo11 (1)
 #11365

আপনারা দুইজন দেখা যায় আবার খেপছেন। তবে ভাই ইনিসিয়েটেডগুলো দরকার ছিল কারণ হচ্ছে আবারো পাম্পকিন কার্ভিং কনটেস্ট এসেছে, আপনার এই অ্যাক্টিভিটি গুলা অনেকটাই তাদের মেরিট এর অপব্যবহার করতে থেকে বিরত রাখবে যাতে করে এটা তাদের জন্যই ভালো, "কারণ চোরের ১০ দিন গৃহস্থের একদিন" একদিন না একদিন যারা এই মেরিট এর অপব্যাবহার করে তারা ধরা খাবে তাই আগে থেকেই এদের সতর্ক থাকা ভালো।

ভাই, আসলে ক্ষেপার কিছু নাই। আমাদের লোকালে যেটা হচ্ছে, মানে লোকাল মেম্বার রা বাইরে গিয়ে যেসব কাজ করছে, সেটা আমাদের চোখে সবার আগে পড়া উচিৎ এবং অন্য কেউ সেগুলো নিয়ে গ্লোবাল বোর্ড এ থ্রেড খুলে আলাপ করার আগে আমাদের উচিৎ এগুলো এখানেই সমাধান করা। আজকে আমি বা আপনি লোকালে আলাপ করার ফলে যে রেজাল্ট আসছে, গ্লোবালে একই আলাপ হলে কি একই রেজাল্ট আসতো বলে আপনার মনে হয়? আমার কখনোই মনে হয় না।

গ্লোবাল কোনো মেম্বার যদি রেপুটেশনে থ্রেড খুলে ১০ জনের অপিনিয়ন চায়, আপনার কি মনে হয় বাংলাদেশি দের পক্ষে থাকবে কেউ? থাকবে না। এর পেছনে কারণ হলো আমাদের রেপুটেশন আগে থেকেই খারাপ। অনেক মেম্বার আছে যারা ২০১৬-১৭ সাল থেকে এই ফোরামে আছে। তারা ব্যান খেয়ে, ট্যাগ খেয়ে কি ফোরাম ছেড়ে চলে গেছে বলে আপনার মনে হয়? তারা এখনো এই ফোরামেই আছে।

একটু নাড়াচাড়া করলেই মাটির নিচ থেকে নর্দমার মতো পচা গন্ধ বের হতে শুরু করবে। এখানে এতোগুলো নাম পাবলিকলি পোষ্ট করার পরেও ওনারা এসব বন্ধ না করে কন্টিনিউ করে যাচ্ছে। এর মানে হচ্ছে গোয়ায় বাশ ঢুকার আগ অব্দি ওনারা এবিউজ করেই যাবেন। বাশ ঢুকলে তখন আস্তে করে চুপ করে যাবে। অল্টকয়েন্টক ফোরামে আমি এখন লোকাল মোডারেটর এটা তো জানেন। সেখানে একই টিম কারমা এবিউজ করছিলো। সেখানের এডমিন তো আর থেমস এর মতো না। সে একাউন্ট গুলো চেক করে রেড ডট বসিয়ে দিছে। এবার করো কারমা এবিউজ।

তবে আমি চাই না এখানেও এরকম কিছু হোক। যে কারনে অনেক কেই প্রাইভেট মেসেজে বুঝিয়েছি। যদি ওনারা মেনে চলেন, তাহলে ভালো। নইলে গ্লোবাল মেম্বার লাগবে না, আমি নিজেই একটা থ্রেড ওপেন করে ধুতি খুলে ছেড়ে দেবো। 

▄▄███████▄▄
▄██████████████▄
▄██████████████████▄
▄████▀▀▀▀███▀▀▀▀█████▄
▄█████████████▄█▀████▄
███████████▄███████████
██████████▄█▀███████████
██████████▀████████████
▀█████▄█▀█████████████▀
▀████▄▄▄▄███▄▄▄▄████▀
▀██████████████████▀
▀███████████████▀
▀▀███████▀▀
.
 MΞTAWIN  THE FIRST WEB3 CASINO   
.
.. PLAY NOW ..
Crypto Library
Hero Member
*****
Offline Offline

Activity: 1064
Merit: 952


Find your Digital Services at- cryptolibrary.pro


View Profile WWW
October 14, 2024, 06:40:18 AM
 #11366

ভাই, আসলে ক্ষেপার কিছু নাই। আমাদের লোকালে যেটা হচ্ছে, মানে লোকাল মেম্বার রা বাইরে গিয়ে যেসব কাজ করছে, সেটা আমাদের চোখে সবার আগে পড়া উচিৎ এবং অন্য কেউ সেগুলো নিয়ে গ্লোবাল বোর্ড এ থ্রেড খুলে আলাপ করার আগে আমাদের উচিৎ এগুলো এখানেই সমাধান করা। আজকে আমি বা আপনি লোকালে আলাপ করার ফলে যে রেজাল্ট আসছে, গ্লোবালে একই আলাপ হলে কি একই রেজাল্ট আসতো বলে আপনার মনে হয়? আমার কখনোই মনে হয় না।

গ্লোবাল কোনো মেম্বার যদি রেপুটেশনে থ্রেড খুলে ১০ জনের অপিনিয়ন চায়, আপনার কি মনে হয় বাংলাদেশি দের পক্ষে থাকবে কেউ? থাকবে না। এর পেছনে কারণ হলো আমাদের রেপুটেশন আগে থেকেই খারাপ। অনেক মেম্বার আছে যারা ২০১৬-১৭ সাল থেকে এই ফোরামে আছে। তারা ব্যান খেয়ে, ট্যাগ খেয়ে কি ফোরাম ছেড়ে চলে গেছে বলে আপনার মনে হয়? তারা এখনো এই ফোরামেই আছে।

একটু নাড়াচাড়া করলেই মাটির নিচ থেকে নর্দমার মতো পচা গন্ধ বের হতে শুরু করবে। এখানে এতোগুলো নাম পাবলিকলি পোষ্ট করার পরেও ওনারা এসব বন্ধ না করে কন্টিনিউ করে যাচ্ছে। এর মানে হচ্ছে গোয়ায় বাশ ঢুকার আগ অব্দি ওনারা এবিউজ করেই যাবেন। বাশ ঢুকলে তখন আস্তে করে চুপ করে যাবে। অল্টকয়েন্টক ফোরামে আমি এখন লোকাল মোডারেটর এটা তো জানেন। সেখানে একই টিম কারমা এবিউজ করছিলো। সেখানের এডমিন তো আর থেমস এর মতো না। সে একাউন্ট গুলো চেক করে রেড ডট বসিয়ে দিছে। এবার করো কারমা এবিউজ।

তবে আমি চাই না এখানেও এরকম কিছু হোক। যে কারনে অনেক কেই প্রাইভেট মেসেজে বুঝিয়েছি। যদি ওনারা মেনে চলেন, তাহলে ভালো। নইলে গ্লোবাল মেম্বার লাগবে না, আমি নিজেই একটা থ্রেড ওপেন করে ধুতি খুলে ছেড়ে দেবো। 
খ্যাপার কথাটা যেটা ইউজ করেছি সেটা আসলে ভাই  স্যারকাজম ছিল, আমি জানি আপনি এটা বুঝছেন তারপরে অন্যদের বোঝাতে লিখলাম ।
তবে ভাই আপনি একটা পয়েন্ট আউট করেছেন যেটা আমার নজরেও পূর্বে পড়েছিল সেটা হল যে সব গ্যাং এর কথা আপনি ২০২৩ সালে বলেছিলেন বা আপনার সাথে আমার যাদের নিয়ে কথা হয়েছিল তাদের বেশিরভাগের একাউন্টই আমি দেখলাম অল্টকয়েন্টক এ একাউন্ট খুলেছে কিন্তু মজার বিষয় হচ্ছে অল্টকয়েন্টক এর এডমিন একটু দুষ্ট কোয়ালিটির সে আইপি ভেরিফিকেশন করে দেখে নিয়েছে বা বুঝে নিয়েছে কোন একাউন্ট গুলো অল্ট আর রেড ডট এর বিষয়টা আমিও অনেক আগেই খেয়াল করেছি। এই বিষয়ে খোঁজাখুঁচি কম করি কারণ নিজেদের ঘরের ময়লা কাপড় বাইরে শুকাতে চাই না। তবে আপনার কথাও ঠিক কারণ যদি ময়লা কাপড় জমতে জমতে এমন অবস্থা হয় ঘরে নিজের থাকার অবস্থা নাই তখন বাইরে নিয়ে পরিষ্কার  শুখা দেওয়া ছাড়া আর কোন উপায় নাই।

আর ২০১৬ -১৭ সাল এর যে বিষয়টা বলেছেন সেটা হল এই ফোরামটা পুরাই এনোনিমাস। এখন ব্যান খেয়ে বা ট্যাগ আবার একাউন্ট খুলে আসলে ধরাও পসিবল না। তবে 2016-17 সাল থেকে ফোরামে থেকে এখনো যদি তাদের মেরিট এর অপব্যবহার করতে হয় তাহলে তাদের আর কিছু না কচু গাছের সাথে গ*লায় দ*ড়ি দিয়ে বা আত্ম*ত্যা গাছের গোটা খেয়ে ম*রে যাওয়া উচিত।
একটা জিনিস সঠিকভাবেও অর্জন করা যায় আবার দুই নাম্বার পর ব্যবহার করেও অর্জন করা যায় কিন্তু আমরা বাঙালিরা কেন জানি শুধু দুই নাম্বার পথটাই অবলম্বন করি।

জাকগা ভাই খালি বাঙালি কথাটা ইউজ করতেছি মনে হচ্ছে আমি নিজেই নিজেরে গালি দিতেছি একটু হীনমন্যতায় ভুগতেছি তাই অন্যদের কথা কইয়া মনের একটু শান্তি  দেই, মনের শান্তির জন্য বলতে চাই খালি এই বিষয়টা আমি বাঙ্গালীদের মধ্যে দেখিনি দক্ষিণ এশিয়া থেকে শুরু করে আফ্রিকার দেশ নাইজেরিয়া সহ আরো কয়েকটি বোর্ডের মেম্বারদের মধ্যে এই ধরনের প্রভাববিলিটি দেখতে পেয়েছি,  উদাহরণস্বরূপ পাকিস্তান, ইন্ডিয়া এবং নাইজেরিয়ার মেম্বারদেরও অনেক অবস্থা একই রকম। তবে ভাই নাইজেরিয়ার মেম্বারদের অবস্থা আরো ভয়াবহ খারাপ, এরা একাউন্ট দিয়ে meta এর অপব্যবহার তো করেই সেই সাথে স্ক্যামিংও করে যদিও আমি নিজেই স্ক্যামিং এর শিকার হইনি তবে বিষয়টা অনেকটা স্ক্যামিং এর মত হয়ে ছিল আমার সাথে, নাইজেরিয়ার এক মেম্বার আমার কাছ থেকে প্রথমে ১০ ডলারের মতন লেন্ড নেয় এবং মনে করেছিলাম মাত্র ১০ ডলারের লেন্ডিং ব্যাপার না, পরে ভাই এরা যে কি মানুষ বুঝতে পারলাম ১০ ডলার থেকে শুরু করে আস্তে আস্তে ঘুরিয়ে পেচিয়ে এটাকে ৬০ ডলারের উপর পর্যন্ত নিয়ে গিয়েছিল প্রায় তিন মাস এইরকম ঘুরাইছে প্যাচাইছে।


███████████████████████████
███████▄████████████▄██████
████████▄████████▄████████
███▀█████▀▄███▄▀█████▀███
█████▀█▀▄██▀▀▀██▄▀█▀█████
███████▄███████████▄███████
███████████████████████████
███████▀███████████▀███████
████▄██▄▀██▄▄▄██▀▄██▄████
████▄████▄▀███▀▄████▄████
██▄███▀▀█▀██████▀█▀███▄███
██▀█▀████████████████▀█▀███
███████████████████████████
.
.Duelbits.
..........UNLEASH..........
THE ULTIMATE
GAMING EXPERIENCE
DUELBITS
FANTASY
SPORTS
████▄▄█████▄▄
░▄████
███████████▄
▐███
███████████████▄
███
████████████████
███
████████████████▌
███
██████████████████
████████████████▀▀▀
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
.
▬▬
VS
▬▬
████▄▄▄█████▄▄▄
░▄████████████████▄
▐██████████████████▄
████████████████████
████████████████████▌
█████████████████████
███████████████████
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
/// PLAY FOR  FREE  ///
WIN FOR REAL
..PLAY NOW..
Shishir99
Hero Member
*****
Offline Offline

Activity: 826
Merit: 522



View Profile WWW
October 14, 2024, 12:59:37 PM
 #11367

বাই দ্যা ওয়ে শিশির ভাইকে ধন্যবাদ, আমার বহুদিন থেকে এই ধরনের আইডিয়াটা মাথায় ঘুরপাক খাচ্ছিল কয়েকবার বলেছিলামও যেটাকে আপনি আঞ্জাম দিয়েছেন আর অবশ্যই বিশাল সময় খরচ করেছেন এর পেছনে।
বাংলা কমিউনিটি থেকে আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন লোকাল থ্রেডকেই আমরা অনেকটা লোকাল বোর্ডের মতন করে ব্যবহার করতে পারব।

আর BitCoinDream ভাইকে বলব শিশির ভাইয়ের এই পোস্টটাকে অবশ্যই অবশ্যই ওপিতে রাখবেন। আমি অলরেডি তার এই পোস্টকে বুক মার্ক করে রেখেছি মাঝে মধ্যে নিজের পোস্টটা নিজে খুঁজে পাই না এটা আমাকে বহুত সাহায্য করবে।

আপনাকেও ধন্যবাদ ভাই।
আইডিয়া তো মূলত আপনাদেরই। তবে এর জন্য আমাকে ১৫ দিনের বেশি সময় ব্যয় করতে হয়েছে। সব গুলো পেইজ পড়ার কারনে আমি বাংলাদেশ থ্রেড এর অনেক কিছুই জানতে পারছি। কিছু কিছু পোষ্ট পড়ে অনেক বেশি হাসি পাইছিলো। কিছু পোষ্ট দেখে অনেক রাগ হয়েছিলো। আবার কিছু পোষ্ট দেখে অনেক খুশি হয়েছি। যাই হোক, পোষ্ট পড়ে পড়ে নানান অভিজ্ঞতা হয়েছে আমার। আর সবচাইতে ভালো লাগছে কাজ টা শেষ করতে পেরে। আপনাকেও অনেক ধন্যবাদ আপনার লোকাল থ্রেড চার্ট গুলো কম্পাইল করার জন্য। আমি অলরেডি বিটকয়েন ড্রিম ভাইকে মেসেজ করেছি থ্রেড টা আপডেট করার জন্য। আশা করি উনি অনলাইনে আসলেই থ্রেড আপডেট করবো।

▄▄███████████████████▄▄
▄███████████████████████▄
████████▀░░░░░░░▀████████
███████░░░░░░░░░░░███████
███████░░░░░░░░░░░███████
██████▀░░░░░░░░░░░▀██████
██████▄░░░░░▄███▄░▄██████
██████████▀▀█████████████
████▀▄██▀░░░░▀▀▀░▀██▄▀███
███░░▀░░░░░░░░░░░░░▀░░███
████▄▄░░░░▄███▄░░░░▄▄████
▀███████████████████████▀
▀▀███████████████████▀▀
 
 CHIPS.GG 
▄▄███████▄▄
▄████▀▀▀▀▀▀▀████▄
███▀░▄░▀▀▀▀▀░▄░▀███
▄███
░▄▀░░░░░░░░░▀▄░███▄
▄███░▄░░░▄█████▄░░░▄░███▄
███░▄▀░░░███████░░░▀▄░███
███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███
███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░██
▀███
░▀░▀▄██▀░▀██▄▀░▀░██▀
▀███
░▀▄░░░░░░░░░▄▀░██▀
▀███▄
░▀░▄▄▄▄▄░▀░▄███▀
▀█
███▄▄▄▄▄▄▄████▀
█████████████████████████
▄▄███████▄▄
███
████████████▄
▄█▀▀▀▄
█████████▄▀▀▀█▄
▄██████▀▄▄▄▄▄▀██████▄
▄█████████████▄████████▄
████████▄███████▄████████
█████▄█████████▄██████
██▄▄▀▀▀▀█████▀▀▀▀▄▄██
▀█████████▀▀███████████▀
▀███████████████████▀
██████████████████
▀████▄███▄▄
████▀
████████████████████████
3000+
UNIQUE
GAMES
|
12+
CURRENCIES
ACCEPTED
|
VIP
REWARD
PROGRAM
 
 
  Play Now  
Wonder Work
Full Member
***
Offline Offline

Activity: 210
Merit: 171


Memory of o_e_l_e_o


View Profile WWW
October 14, 2024, 05:14:32 PM
Merited by Shishir99 (1)
 #11368

আইডিয়া তো মূলত আপনাদেরই। তবে এর জন্য আমাকে ১৫ দিনের বেশি সময় ব্যয় করতে হয়েছে। সব গুলো পেইজ পড়ার কারনে আমি বাংলাদেশ থ্রেড এর অনেক কিছুই জানতে পারছি। যাই হোক, পোষ্ট পড়ে পড়ে নানান অভিজ্ঞতা হয়েছে আমার। আর সবচাইতে ভালো লাগছে কাজ টা শেষ করতে পেরে।
ভাই আপনি ১৫ দিনের বেশি সময় ব্যয় করে হলেও যে কাজটা করেছেন এটা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে কারণ ৫০০ প্লাস পড়ে পড়ে লোকাল থ্রেডের মেম্বাররা কখনো এগুলো পড়তে যাইতো না। আসলে এটা খুঁজে খুঁজে বের করাটাও অনেকটা কঠিন কাজ হয়ে যেত বা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যেত। যদিও কিছু কিছু পোস্ট পূর্বেই গোছানো ছিল কিন্তু সবগুলো এভাবে সাজানো গুছানোর মধ্যে ছিল না আপনি যে সবগুলো পেজ পড়ে শর্টকাটের ভিতরে সকল গুরুত্বপূর্ণ পোস্টগুলো একত্রিত করে এনেছেন এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় পোস্ট হয়েছে। আমাদের আর এত কষ্ট করে বিভিন্ন ধরনের পোস্ট খুঁজতে হবে না আপনার এইটা বুক মার্ক করে রেখে দিয়েছি আমি প্রয়োজন মত দেখে নেওয়া যাবে। তবে ভাই এই পর্যন্তই শেষ না সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আসবে এই লোকালে তখনও সেগুলো খেয়াল করে গুরুত্ব সহকারে এই পোস্টে এনে যোগ করে দেবেন যদি এটা ধরে রাখেন তাহলে একটা পোস্টের মাধ্যমে সবকিছু পেয়ে যাবে সবাই। আপনাকে অবশ্যই ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কাজ গুছানোর জন্য।

BitCoinDream (OP)
Legendary
*
Offline Offline

Activity: 2394
Merit: 1216

The revolution will be digital


View Profile
October 14, 2024, 08:52:02 PM
Merited by Shishir99 (1), Z_MBFM (1)
 #11369

বাই দ্যা ওয়ে শিশির ভাইকে ধন্যবাদ, আমার বহুদিন থেকে এই ধরনের আইডিয়াটা মাথায় ঘুরপাক খাচ্ছিল কয়েকবার বলেছিলামও যেটাকে আপনি আঞ্জাম দিয়েছেন আর অবশ্যই বিশাল সময় খরচ করেছেন এর পেছনে।
বাংলা কমিউনিটি থেকে আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন লোকাল থ্রেডকেই আমরা অনেকটা লোকাল বোর্ডের মতন করে ব্যবহার করতে পারব।

আর BitCoinDream ভাইকে বলব শিশির ভাইয়ের এই পোস্টটাকে অবশ্যই অবশ্যই ওপিতে রাখবেন। আমি অলরেডি তার এই পোস্টকে বুক মার্ক করে রেখেছি মাঝে মধ্যে নিজের পোস্টটা নিজে খুঁজে পাই না এটা আমাকে বহুত সাহায্য করবে।

আপনাকেও ধন্যবাদ ভাই।
আইডিয়া তো মূলত আপনাদেরই। তবে এর জন্য আমাকে ১৫ দিনের বেশি সময় ব্যয় করতে হয়েছে। সব গুলো পেইজ পড়ার কারনে আমি বাংলাদেশ থ্রেড এর অনেক কিছুই জানতে পারছি। কিছু কিছু পোষ্ট পড়ে অনেক বেশি হাসি পাইছিলো। কিছু পোষ্ট দেখে অনেক রাগ হয়েছিলো। আবার কিছু পোষ্ট দেখে অনেক খুশি হয়েছি। যাই হোক, পোষ্ট পড়ে পড়ে নানান অভিজ্ঞতা হয়েছে আমার। আর সবচাইতে ভালো লাগছে কাজ টা শেষ করতে পেরে। আপনাকেও অনেক ধন্যবাদ আপনার লোকাল থ্রেড চার্ট গুলো কম্পাইল করার জন্য। আমি অলরেডি বিটকয়েন ড্রিম ভাইকে মেসেজ করেছি থ্রেড টা আপডেট করার জন্য। আশা করি উনি অনলাইনে আসলেই থ্রেড আপডেট করবো।

OP update করে দিয়েছি ভাই।

Crypto Library
Hero Member
*****
Offline Offline

Activity: 1064
Merit: 952


Find your Digital Services at- cryptolibrary.pro


View Profile WWW
October 15, 2024, 03:26:57 AM
 #11370

OP update করে দিয়েছি ভাই।
আগের যে ৭টি পয়েন্ট ছিল সেই সাতটি পয়েন্টও রাখা উচিত ছিল ভাই স্পেশালি বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন গুলো।  আমি বলব শিশির ভাইয়ের এই পোস্ট এবং আগের 7 টি পোষ্ট লিংক আবারও অ্যাড করার অনুরোধ করছি।

███████████████████████████
███████▄████████████▄██████
████████▄████████▄████████
███▀█████▀▄███▄▀█████▀███
█████▀█▀▄██▀▀▀██▄▀█▀█████
███████▄███████████▄███████
███████████████████████████
███████▀███████████▀███████
████▄██▄▀██▄▄▄██▀▄██▄████
████▄████▄▀███▀▄████▄████
██▄███▀▀█▀██████▀█▀███▄███
██▀█▀████████████████▀█▀███
███████████████████████████
.
.Duelbits.
..........UNLEASH..........
THE ULTIMATE
GAMING EXPERIENCE
DUELBITS
FANTASY
SPORTS
████▄▄█████▄▄
░▄████
███████████▄
▐███
███████████████▄
███
████████████████
███
████████████████▌
███
██████████████████
████████████████▀▀▀
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
.
▬▬
VS
▬▬
████▄▄▄█████▄▄▄
░▄████████████████▄
▐██████████████████▄
████████████████████
████████████████████▌
█████████████████████
███████████████████
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
/// PLAY FOR  FREE  ///
WIN FOR REAL
..PLAY NOW..
Shishir99
Hero Member
*****
Offline Offline

Activity: 826
Merit: 522



View Profile WWW
October 15, 2024, 05:42:18 AM
 #11371

তবে ভাই এই পর্যন্তই শেষ না সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আসবে এই লোকালে তখনও সেগুলো খেয়াল করে গুরুত্ব সহকারে এই পোস্টে এনে যোগ করে দেবেন যদি এটা ধরে রাখেন তাহলে একটা পোস্টের মাধ্যমে সবকিছু পেয়ে যাবে সবাই। আপনাকে অবশ্যই ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কাজ গুছানোর জন্য।

আমি নিয়ত করেছি পোষ্ট গুলো প্রতি মাসে আপডেট করবো। তবুও ব্যাস্ততার কারনে একটু লেট হলেও হতে পারে। বিটকয়েন্ড্রিম ভাই মেসেজ করে সাজেস্ট করেছেন যে কম পক্ষে অন্তত ৬ মাসে হলেও একবার আপডেট করতে। আর প্রতি সপ্তাহে বা কয়েকদিন পর পর আপডেট করলে পোষ্ট সিলেকশনের মান কমে যেতে পারে। আমি এই ব্যাপারটার সাথে একমত। নাই মামার চাইতে যখন কানা মামা ভালো হবে, তখন খারাপ পোষ্ট ও ভালো মনে হতে পারে। যাই হোক, গোল থাকবে প্রতি মাসে অন্তত একবার আপডেট করার।

OP update করে দিয়েছি ভাই।
আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাই।

আগের যে ৭টি পয়েন্ট ছিল সেই সাতটি পয়েন্টও রাখা উচিত ছিল ভাই স্পেশালি বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন গুলো।  আমি বলব শিশির ভাইয়ের এই পোস্ট এবং আগের 7 টি পোষ্ট লিংক আবারও অ্যাড করার অনুরোধ করছি।
আমি যে পোষ্ট গুলোর তালিকা করেছি, সেখানে সেই ৭ টি পোষ্ট এর লিংক এড করা আছে। তবুও আমি বিটকয়েন্ড্রিম ভাইকে মেসেজ করার পর থ্রেড এ পোষ্ট করে আপনাদের সাজেশন জানতে চেয়েছিলাম, আপনারা কেউ কোনো কিছুই বললেন না  Cry , যেহেতু উনি নিয়মিত আসতে পারেন না, তাই আমাদের আগে থেকেই সব সিদ্ধান্ত নিতে হবে। আপনার সাজেশনের পক্ষে বা বিপক্ষে আমার কোনো মতামত নেই। তবে সেই পোষ্ট গুলোতেও এই ৭ টা পোষ্ট উল্লেখ করা আছে।

▄▄███████████████████▄▄
▄███████████████████████▄
████████▀░░░░░░░▀████████
███████░░░░░░░░░░░███████
███████░░░░░░░░░░░███████
██████▀░░░░░░░░░░░▀██████
██████▄░░░░░▄███▄░▄██████
██████████▀▀█████████████
████▀▄██▀░░░░▀▀▀░▀██▄▀███
███░░▀░░░░░░░░░░░░░▀░░███
████▄▄░░░░▄███▄░░░░▄▄████
▀███████████████████████▀
▀▀███████████████████▀▀
 
 CHIPS.GG 
▄▄███████▄▄
▄████▀▀▀▀▀▀▀████▄
███▀░▄░▀▀▀▀▀░▄░▀███
▄███
░▄▀░░░░░░░░░▀▄░███▄
▄███░▄░░░▄█████▄░░░▄░███▄
███░▄▀░░░███████░░░▀▄░███
███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███
███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░██
▀███
░▀░▀▄██▀░▀██▄▀░▀░██▀
▀███
░▀▄░░░░░░░░░▄▀░██▀
▀███▄
░▀░▄▄▄▄▄░▀░▄███▀
▀█
███▄▄▄▄▄▄▄████▀
█████████████████████████
▄▄███████▄▄
███
████████████▄
▄█▀▀▀▄
█████████▄▀▀▀█▄
▄██████▀▄▄▄▄▄▀██████▄
▄█████████████▄████████▄
████████▄███████▄████████
█████▄█████████▄██████
██▄▄▀▀▀▀█████▀▀▀▀▄▄██
▀█████████▀▀███████████▀
▀███████████████████▀
██████████████████
▀████▄███▄▄
████▀
████████████████████████
3000+
UNIQUE
GAMES
|
12+
CURRENCIES
ACCEPTED
|
VIP
REWARD
PROGRAM
 
 
  Play Now  
Wonder Work
Full Member
***
Offline Offline

Activity: 210
Merit: 171


Memory of o_e_l_e_o


View Profile WWW
October 15, 2024, 02:13:41 PM
 #11372

আমি নিয়ত করেছি পোষ্ট গুলো প্রতি মাসে আপডেট করবো। তবুও ব্যাস্ততার কারনে একটু লেট হলেও হতে পারে। বিটকয়েন্ড্রিম ভাই মেসেজ করে সাজেস্ট করেছেন যে কম পক্ষে অন্তত ৬ মাসে হলেও একবার আপডেট করতে। আর প্রতি সপ্তাহে বা কয়েকদিন পর পর আপডেট করলে পোষ্ট সিলেকশনের মান কমে যেতে পারে। আমি এই ব্যাপারটার সাথে একমত। নাই মামার চাইতে যখন কানা মামা ভালো হবে, তখন খারাপ পোষ্ট ও ভালো মনে হতে পারে। যাই হোক, গোল থাকবে প্রতি মাসে অন্তত একবার আপডেট করার।
সমস্যা নাই ভাই আপনি আপনার সুবিধামতো আপডেট কইরেন। এটা সপ্তাহে আপডেট করতে হবে না সপ্তাহে করলে বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আপনি আপনার সুবিধামতো মাসে একবার দেইখেন তাই হবে ভাই। আর না হলে ভাই আমরা তো আছি এরকম গুরুত্বপূর্ণ কোন পোস্ট হলে তাহলে আপনাকে জানাবো এতে করে আপনারাও একটু সহজ হয়ে যাবে আপনি দেখে পরে সুবিধামতো আপডেট করে দিলেন তাই হবে ভাই

Z_MBFM
Sr. Member
****
Offline Offline

Activity: 602
Merit: 322



View Profile WWW
October 15, 2024, 07:49:55 PM
 #11373

Rust কোডিং করার জন্য কোন code editor সফটওয়্যার ব্যবহার করছেন ? visual studio তে এটা সাপোর্ট করে ?আর এটি শেখার জন্য আপনিকি শুধুমাত্র google বা Chatgpt বা YouTube ইউজ করছেন নাকি আপনি শেখার জন্য কোন ধরনের কোর্স করছেন ? ভবিষ্যতের দিনগুলোতে এটির গুরুত্ব অনেক বেড়ে যাবে তাই এখন এটি শেখাটা অনেক ভালো সিদ্ধান্ত তাতে মার্কেটপ্লেসে ভালো কিছু করা যেতে পারে। আমি রিসেন্টলি CSE কমপ্লিট করেছি আর কোডিং বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমিও Rust শিখবো তাই সোর্সগুলো শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন
Rust কোডিং সহ যাবতীয় কোড লেখার জন্য আমি আমি Visual Studio Code (VS Code) ব্যাবহার করি । আপনি চাইলে Visual Studio Code (VS Code) ছাড়াও আরো অনেক এডিটর আছে অইগুলা ইউজ করতে পারেন। বেষ্ট কয়েকটি এডিটর হলো
  • JetBrains CLion
  • IntelliJ IDEA (With Rust Plugin)
  • Neovim
  • Sublime Text
আমি শেখার জন্য কোনো কোর্স করিনি। আমি একসময় প্রফেশনাল কোডার ছিলাম বাংলাদেশে ২০১২-২০১৬ পর্যন্ত যতো কমিউনিটি সাইট ছিলো সবগুলাতেই আমার করা কিছু না কিছু কোড আছে। প্রফেশন হিসাবে নিতে চাইলে ইউটিউব, গুগল, চ্যাটিজিপিটি দিয়ে কিছু হবেনা। প্রফেশনাল কারো থেকে কাজ শিখতে হবে।
বুঝতে পারছি ! youtube google চ্যাট জিপিটি থেকে শেখা সম্ভব না এটি বলা ঠিক না। নিজের প্রচেষ্টা থাকলে অবশ্যই তা শেখা সম্ভব। কারণ বর্তমান সময়ে ইউটিউব এবং গুগলে থাকা আর্টিকেলে সকল ধরনের সমাধান রয়েছে। শুধুমাত্র একটু সময় ব্যয় করে রিসার্চ করে ভালো কনটেন্টগুলো খুজে বের করাটাই মূল বিষয়। তবে যদি কারো থেকে কোন বিষয় জানা সম্ভব হয় তাহলে শর্টকাটে একটি জিনিস শেখা যায়। তবে আমি মনে করি যদি কেউ তার নিজের প্রচেষ্টায় সময় ব্যয় করে নিজের রিসার্চ করে কোন কিছু শিখতে শুরু করে আর সেই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে সেই সবচাইতে বড় সাকসেস পায়। আপনি যে সময়ের কথা বলতেছেন সেই সময়ে ইউটিউব বা গুগলে প্রোগ্রামিং বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া যেত না আর বাংলাদেশে তেমন কেউ ছিল না যে কোর্স করাবে বা কাউকে হেল্প করবে। আপনি তো আপনার নিজের প্রচেষ্টাতেই সেই সময় কোডিং শিখেছিলেন। আমি কোড এডিটর হিসেবে visual studio এবং sublime text এই দুইটাই ব্যবহার করেছি অন্যগুলো ব্যবহার করার অভিজ্ঞতা আমার তেমন নাই। বেশ কিছুদিন যাবত খুব ব্যস্ত সময় কাটাচ্ছে তাই Rust নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে না। আমি প্রফেশনালি নিজের ক্যারিয়ার গড়ার জন্য data science এর দিকে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি। এবং ইউরোপের কোন দেশে যাওয়ার চেষ্টা করতেছি এই ডিপার্টমেন্টে পড়ার জন্য। দেখি আল্লাহ কপালে কি রাখে।


আপনারা দুইজন দেখা যায় আবার খেপছেন। তবে ভাই ইনিসিয়েটেডগুলো দরকার ছিল কারণ হচ্ছে আবারো পাম্পকিন কার্ভিং কনটেস্ট এসেছে, আপনার এই অ্যাক্টিভিটি গুলা অনেকটাই তাদের মেরিট এর অপব্যবহার করতে থেকে বিরত রাখবে যাতে করে এটা তাদের জন্যই ভালো, "কারণ চোরের ১০ দিন গৃহস্থের একদিন" একদিন না একদিন যারা এই মেরিট এর অপব্যাবহার করে তারা ধরা খাবে তাই আগে থেকেই এদের সতর্ক থাকা ভালো।
নারে ভাই খেপা খেপির কিছু নাই। ফোরাম আমার ব্যক্তিগত সম্পত্তি না। কেউ মেরিট অ্যাবিউজ করে একাধিক অ্যাকাউন্ট বড় করলেও আমার কোন লাভ নেই আবার তারা এইসব নিয়ে বিপদে পড়লেও আমার কোন লাভ নেই আবার কোন ক্ষতি নেই। কার সম্পদকে কতটা সেফি করে রাখবে সেটা তার ব্যক্তিগত বিষয়। তাদেরকে শুধুমাত্র একটি ভালো উপদেশ দিচ্ছি তবে যদি সেগুলো না শুনে তাহলে তো আর কিছু করার নেই। এটুকু বলতাম না যদি তাদের এই কর্মকাণ্ড নিয়ে গ্লোবালে কথা না হতো। এটা যদি শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আমার কোন মাথা ব্যাথা ছিল না তবে তাদের জন্য আমরাও কোথাও সম্মান পাচ্ছি না। এই কারণেই একটু বলা।

LM নিয়মিত ক্যাম্পেন নিয়ে আসতেছে , অপরদিকে Royse এবং Hhampuz বাঙ্গালীদের ভালই একসেপ্ট করে তাদের ক্যাম্পেন গুলোতে। তারপরও যদি আমরা দুর্নীতির আশ্রয় নেই তাহলে আর কিছুদিন পরে এরাও বাংলাদেশী ইউজারদের এভয়েড করে চলবে। তখন কি হবে ! এরকম চলতে থাকলে তারা অবশ্যই বাংলাদেশি ইউজারদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হতে না পারে তাহলে কেউ একটিভ থাকবে না। যে যায় বলুক সবার একটি উদ্দেশ্য সেটা হচ্ছে ইনকাম করা। এ কারণেই তাদেরকে সতর্ক করতেছি যেন তারাও বাঁচে তার পাশাপাশি আমরা একটু বাঁচি। তা না হলে সবাই গলাগলি ধরে ফোরাম ত্যাগ করতে হবে।











██
██
██████
R


▀▀██████▄▄
████████████████
▀█████▀▀▀█████
████████▌███▐████
▄█████▄▄▄█████
████████████████
▄▄██████▀▀
LLBIT
██████
██
██
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
██████████████
 
 TH#1 SOLANA CASINO 
██████████████
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
████████████▄
▀▀██████▀▀███
██▄▄▀▀▄▄████
████████████
██████████
███▀████████
▄▄█████████
████████████
████████████
████████████
████████████
█████████████
████████████▀
████████████▄
▀▀▀▀▀▀▀██████
████████████
███████████
██▄█████████
████▄███████
████████████
█░▀▀████████
▀▀██████████
█████▄█████
████▀▄▀████
▄▄▄▄▄▄▄██████
████████████▀
[
[
5,000+
GAMES
INSTANT
WITHDRAWALS
][
][
HUGE
   REWARDS   
VIP
PROGRAM
]
]
████
██
██
██
██
██
██
██
██
██
██
██
████
████████████████████████████████████████████████
 
PLAY NOW
 

████████████████████████████████████████████████
████
██
██
██
██
██
██
██
██
██
██
██
████
BlackHatSojib
Jr. Member
*
Offline Offline

Activity: 51
Merit: 12


View Profile WWW
October 16, 2024, 06:28:10 AM
 #11374

বুঝতে পারছি ! youtube google চ্যাট জিপিটি থেকে শেখা সম্ভব না এটি বলা ঠিক না। নিজের প্রচেষ্টা থাকলে অবশ্যই তা শেখা সম্ভব। কারণ বর্তমান সময়ে ইউটিউব এবং গুগলে থাকা আর্টিকেলে সকল ধরনের সমাধান রয়েছে। শুধুমাত্র একটু সময় ব্যয় করে রিসার্চ করে ভালো কনটেন্টগুলো খুজে বের করাটাই মূল বিষয়। তবে যদি কারো থেকে কোন বিষয় জানা সম্ভব হয় তাহলে শর্টকাটে একটি জিনিস শেখা যায়। তবে আমি মনে করি যদি কেউ তার নিজের প্রচেষ্টায় সময় ব্যয় করে নিজের রিসার্চ করে কোন কিছু শিখতে শুরু করে আর সেই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে সেই সবচাইতে বড় সাকসেস পায়। আপনি যে সময়ের কথা বলতেছেন সেই সময়ে ইউটিউব বা গুগলে প্রোগ্রামিং বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া যেত না আর বাংলাদেশে তেমন কেউ ছিল না যে কোর্স করাবে বা কাউকে হেল্প করবে। আপনি তো আপনার নিজের প্রচেষ্টাতেই সেই সময় কোডিং শিখেছিলেন। আমি কোড এডিটর হিসেবে visual studio এবং sublime text এই দুইটাই ব্যবহার করেছি অন্যগুলো ব্যবহার করার অভিজ্ঞতা আমার তেমন নাই। বেশ কিছুদিন যাবত খুব ব্যস্ত সময় কাটাচ্ছে তাই Rust নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে না। আমি প্রফেশনালি নিজের ক্যারিয়ার গড়ার জন্য data science এর দিকে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি। এবং ইউরোপের কোন দেশে যাওয়ার চেষ্টা করতেছি এই ডিপার্টমেন্টে পড়ার জন্য। দেখি আল্লাহ কপালে কি রাখে।
Ai এর কল্যাণে এখন অনেক কিছুই সহজ হয়ে গেছে। আমি বলিনি YouTube ,Google ,Chatgpt এর মাধ্যমে শেখা যাবে না। তবে প্রফেশনাল হতে হলে অবশ্যই প্রফেশনাল কারো কাছেই যেতে হবে। হাতে কলমের ব্যাপার ভাই আলাদা। আমার নিজের ২ টা প্রোগ্রামিং কোর্স হয় প্রতি বছর। তবে সবচেয়ে বড়ো কথা নিজের মধ্যে প্রবল ইচ্ছা থাকতে হবে শেখার। সবার আগে নিজের ইচ্ছাশক্তি। আমি অসুস্থ + ক্লাসে আছি নাহলে আরো বিস্তারিতভাবে বলতে পারতাম। ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলাপ করবো অতি তারাতারি।
Z_MBFM
Sr. Member
****
Offline Offline

Activity: 602
Merit: 322



View Profile WWW
October 16, 2024, 02:46:44 PM
 #11375

আমরা সবাই কমবেশি ট্রেডিং করি। বর্তমান সময়ে প্রি মার্কেট নামে একটি ফিচার চালু হয়েছে এবং বাইনান্সও এটি নিয়ে কাজ করছেন। আমরা হয়তোবা এটি সম্পর্কে অনেকেই জানিনা। তবে প্রি_মার্কেট থেকে অনেক ভালো প্রফিট করা যায় । আমি Cati এবং Hamster টোকেন থেকে প্রি_মার্কেট ট্রেডিং করে অনেক ভালো প্রফিট করেছিলাম।

আমি প্রি মার্কেট নিয়ে বিস্তারিত ভাবে একটি পোস্ট বানাতে চাচ্ছি আপনারা কি বলেন যদি আপনারা চান তাহলে আমি প্রিমার্কেট নিয়ে বিস্তারিত একটি পোস্ট করব। আপনাদের মতামত চাচ্ছি। হয়তোবা অনেকেই এটি সম্পর্কে অনেক ভালো জানেন। তবে যারা জানেন না বা জানতে চান তাদের মতামত চাচ্ছি তাহলে আমি এটি করব











██
██
██████
R


▀▀██████▄▄
████████████████
▀█████▀▀▀█████
████████▌███▐████
▄█████▄▄▄█████
████████████████
▄▄██████▀▀
LLBIT
██████
██
██
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
██████████████
 
 TH#1 SOLANA CASINO 
██████████████
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
████████████▄
▀▀██████▀▀███
██▄▄▀▀▄▄████
████████████
██████████
███▀████████
▄▄█████████
████████████
████████████
████████████
████████████
█████████████
████████████▀
████████████▄
▀▀▀▀▀▀▀██████
████████████
███████████
██▄█████████
████▄███████
████████████
█░▀▀████████
▀▀██████████
█████▄█████
████▀▄▀████
▄▄▄▄▄▄▄██████
████████████▀
[
[
5,000+
GAMES
INSTANT
WITHDRAWALS
][
][
HUGE
   REWARDS   
VIP
PROGRAM
]
]
████
██
██
██
██
██
██
██
██
██
██
██
████
████████████████████████████████████████████████
 
PLAY NOW
 

████████████████████████████████████████████████
████
██
██
██
██
██
██
██
██
██
██
██
████
Wonder Work
Full Member
***
Offline Offline

Activity: 210
Merit: 171


Memory of o_e_l_e_o


View Profile WWW
October 16, 2024, 03:34:44 PM
 #11376

আমরা সবাই কমবেশি ট্রেডিং করি। বর্তমান সময়ে প্রি মার্কেট নামে একটি ফিচার চালু হয়েছে এবং বাইনান্সও এটি নিয়ে কাজ করছেন। আমরা হয়তোবা এটি সম্পর্কে অনেকেই জানিনা। তবে প্রি_মার্কেট থেকে অনেক ভালো প্রফিট করা যায় । আমি Cati এবং Hamster টোকেন থেকে প্রি_মার্কেট ট্রেডিং করে অনেক ভালো প্রফিট করেছিলাম।

আমি প্রি মার্কেট নিয়ে বিস্তারিত ভাবে একটি পোস্ট বানাতে চাচ্ছি আপনারা কি বলেন যদি আপনারা চান তাহলে আমি প্রিমার্কেট নিয়ে বিস্তারিত একটি পোস্ট করব। আপনাদের মতামত চাচ্ছি। হয়তোবা অনেকেই এটি সম্পর্কে অনেক ভালো জানেন। তবে যারা জানেন না বা জানতে চান তাদের মতামত চাচ্ছি তাহলে আমি এটি করব
ভাই এটা আপনি করতেই পারেন এটা অনেক ভালো কাজ হবে কিন্তু প্রি-মার্কেট কি এবং প্রাইস প্রেডিকশন বিষয়ে Mahiyammahi ভাই আলোচনা করছিলো কয়েকদিন আগে এটা দেইখেন।‌ আমার তো মনে হয় ওখানে অনেক কিছুই সে তুলে ধরেছিল তারপরেও যদি আপনি এটুজেট আকারে বলতে চান তাহলে বইলেন।

shasan
Copper Member
Legendary
*
Offline Offline

Activity: 2422
Merit: 1312


Playbet.io - Crypto Casino and Sportsbook


View Profile WWW
October 16, 2024, 07:13:38 PM
 #11377

paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#20)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalk.org/index.php?topic=5513440.0

███████████████
█████████████████████
██████▄▄███████████████
██████▐████▄▄████████████
██████▐██▀▀▀██▄▄█████████
████████▌█████▀██▄▄██████
██████████████████▌█████
█████████████▀▄██▀▀██████
██████▐██▄▄█▌███████████
██████▐████▀█████████████
██████▀▀███████████████
█████████████████████
███████████████

.... ..Playbet.io..Casino & Sportsbook.....Grab up to  BTC + 800 Free Spins........
████████████████████████████████████████
██████████████████████████████████████████████
██████▄▄████████████████████████████████████████
██████▐████▄▄█████████████████████████████████████
██████▐██▀▀▀██▄▄██████████████████████████████████
████████▌█████▀██▄▄█████▄███▄███▄███▄█████████████
██████████████████▌████▀░░██▌██▄▄▄██████████████
█████████████▀▄██▀▀█████▄░░██▌██▄░░▄▄████▄███████
██████▐██▄▄█▌██████████▀███▀███▀███▀███▀█████████
██████▐████▀██████████████████████████████████████
██████▀▀████████████████████████████████████████
██████████████████████████████████████████████
████████████████████████████████████████
BlackHatSojib
Jr. Member
*
Offline Offline

Activity: 51
Merit: 12


View Profile WWW
October 17, 2024, 04:27:54 AM
Last edit: October 17, 2024, 05:39:54 AM by BlackHatSojib
 #11378

আল্লাহ সবাইকে হেদায়েত করুক। সবাই সবার পরিবারের মানুষদের উপর খেয়াল রাইখেন। গতো কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজের মেয়রা হটাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে। গতো শুক্রবার একটা মেয়ে নিখোঁজ হয়েছিলো আমার পরিচিত। অনেক কষ্টে পুলিশ র‍্যাব এর মাধ্যমে দীর্ঘ ৭২ ঘন্টা অভিযান চালিয়ে দেশের অন্য প্রান্ত থেকে তাকে উদ্ধার করা হয়। ২ দিন আগে আরেকটা মেয়ে আমার জেলা থেকেই নিখোঁজ। একটা নারী পাচারকারী চক্র সারাদেশে সক্রিয়। সবাই সাবধানে থাকবেন। পরিবারের মেয়েদের বিশেষ নজরে রাইখেন।
Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 742
Merit: 1017


Vires in numeris


View Profile WWW
October 17, 2024, 04:55:02 AM
 #11379

আমরা সবাই কমবেশি ট্রেডিং করি। বর্তমান সময়ে প্রি মার্কেট নামে একটি ফিচার চালু হয়েছে এবং বাইনান্সও এটি নিয়ে কাজ করছেন। আমরা হয়তোবা এটি সম্পর্কে অনেকেই জানিনা। তবে প্রি_মার্কেট থেকে অনেক ভালো প্রফিট করা যায় । আমি Cati এবং Hamster টোকেন থেকে প্রি_মার্কেট ট্রেডিং করে অনেক ভালো প্রফিট করেছিলাম।

আমি প্রি মার্কেট নিয়ে বিস্তারিত ভাবে একটি পোস্ট বানাতে চাচ্ছি আপনারা কি বলেন যদি আপনারা চান তাহলে আমি প্রিমার্কেট নিয়ে বিস্তারিত একটি পোস্ট করব। আপনাদের মতামত চাচ্ছি। হয়তোবা অনেকেই এটি সম্পর্কে অনেক ভালো জানেন। তবে যারা জানেন না বা জানতে চান তাদের মতামত চাচ্ছি তাহলে আমি এটি করব

এটা নিয়ে একটা পোষ্ট লিখেন তো ভাই। আমি দেখলাম সবাই নাকি প্রি-মার্কেটে ট্রেডিং করে ভালোই প্রফিট করতেছে। কিন্তু যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়। আমি যখন ব্লাষ্ট এর এয়ারড্রপ করেছিলাম, তখন ব্লাষ্ট এর প্রি মার্কেট প্রাইস ছিলো অনেক। অনেকেই প্রি মার্কেট থেকে ব্লাষ্ট কিনেছে। কিন্তু যখন ডেক্স গুলোতে লিষ্ট হলো, তখন দেখি প্রতি টোকেন ২ সেন্ট করে। সেটা কমে এখন ১ এর কম হয়ে গেছে। যদিও আমি এখনো এগুলো হোল্ড করে বসে আছি।

তারপর আসি ইদানিং কি করলাম। ক্যাটস নিয়ে কিছু হাইপ উঠলো। ভাবলাম বিটগেট থেকে কিছু ক্যাটস কিনবো প্রি মার্কেট থেকে। ৭৭ ডলারের ক্যাটস অর্ডার করলাম, যা লিষ্টিং এর পর দিন ডেলিভারি দিলো। কিন্তু লিষ্টিং এর পর ৭৭ ডলারের টোকেন এর মার্কেট প্রাইস হলো ২৭ ডলার। প্রি মার্কেট ট্রেডিং করা তো এক প্রকার জুয়ার মতো হয়ে গেলো। এখন আর প্রি মার্কেট ট্রেডিং এর কথা ভাবতেই পারছি না।

▄▄███████▄▄
▄██████████████▄
▄██████████████████▄
▄████▀▀▀▀███▀▀▀▀█████▄
▄█████████████▄█▀████▄
███████████▄███████████
██████████▄█▀███████████
██████████▀████████████
▀█████▄█▀█████████████▀
▀████▄▄▄▄███▄▄▄▄████▀
▀██████████████████▀
▀███████████████▀
▀▀███████▀▀
.
 MΞTAWIN  THE FIRST WEB3 CASINO   
.
.. PLAY NOW ..
inearth
Jr. Member
*
Offline Offline

Activity: 66
Merit: 9


View Profile
October 17, 2024, 05:47:33 AM
Merited by Ricardo11 (1)
 #11380

আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমি প্রথমবারের মতো বিটকয়েনে বিনিয়োগ করলাম। Cheesy



ভাই আজকে আমি আমার জীবনের সর্বপ্রথম বিটকয়েন এ বিনিয়োগ করেছি। এটি আমার জন্য খুবই আনন্দের, যদিও এটি খুবই অল্প পরিমান, আমার বাজেট ছিল ৩৫০০ টাকা। আমি প্রথমে ডলার কিনেছি, তারপর সেই ডলার আমি বিটকয়েন এ কনভার্ট করেছি, আমি আমার এক বন্ধুর বড় ভাইয়ের কাছ থেকে ডলার কিনেছি, তিনি প্রতি ডলার ১৩০ টাকা করে নিয়েছেন। যাইহোক আমার সর্বপ্রথম বিনিয়োগটি দেখে আমার খুবই ভালো লাগছে। আশা করি এভাবে অল্প অল্প পরিমান বিনিয়োগ থেকে আমার বিনিয়োগ একদিন বড় পোর্টফোলিও তে পরিনিত হবে. দোয়া কইরেন ভাই, আমি যেন আমার বিনিয়োগ কে এভাবেই নিয়মিত চালিয়ে যেতে পারি এবং দীর্গসময় হোল্ড করতে পারি।
Pages: « 1 ... 519 520 521 522 523 524 525 526 527 528 529 530 531 532 533 534 535 536 537 538 539 540 541 542 543 544 545 546 547 548 549 550 551 552 553 554 555 556 557 558 559 560 561 562 563 564 565 566 567 568 [569] 570 571 572 573 574 575 576 577 578 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!