Wonder Work
Full Member
Online
Activity: 224
Merit: 171
Memory of o_e_l_e_o
|
|
July 03, 2024, 06:09:43 PM |
|
ভাই আপনারা কেউ NID কার্ডের ছবি পরিবর্তন করছেন বা প্রসেস জানেন? আমার ছোট ভাইয়ের এইবার কার্ড ইস্যু হইছে। ছবি মাশাআল্লাহ্। পাক্কা ডেনডি খোর দেখায়। সত্যি বলতে ডেনডি খোরও বোধয় ভালো দেখায়। এ অবস্থায় ছবি পরিবর্তন করতে চাচ্ছে ও।
গুগলে দেখলাম অনেক লম্বা প্রসেস, উমুকের সই লাগবে তুমুকের ডকুমেন্ট লাগবে। নতুন ডেট দিবে সেই ডেট এ আবার ছবি তুলবে। মূর্খের দল আবারো আগের মতো ডেনডিখোরের মতো ছবি তুলবে, আর এটা কন্টিনিউ থাকবে....
ভাই আপনি যেটা বলেছেন আমি সেটা নিয়ে কিছু কথা বলি। বাংলাদেশের যতগুলো এনআইডি কার্ড বর্তমানে হয়েছে এগুলোর মধ্যে ৯৮% এনআইডি কার্ডের ভিতরে নাম ভুল এটা ভুল ওটা ভুল এরকম কোন না কোন একটা ভুল আছে এগুলা কেন হয়েছে ভাই জানেন এগুলা হয়েছে একমাত্র যারা এনআইডি রেজিস্ট্রেশন করে তারা সব মূর্খের দল। ওরা নিজেরা কিছু পারেই না তো এই এনআইডি কার্ডগুলো বের করে দিয়ে এরা আরো সাধারণ পাবলিককে হারাসমেন্ট এর স্বীকার করতেছে। নির্বাচনী অফিসে গেলে দেখা যায় ঠিক করে দেওয়ার ব্যাপারে শুধু ঘোড়ায় আর টাকা খাওয়ার ধান্দা। বাংলাদেশের নির্বাচনী অফিসের যে লোকটা চাকরি করে বেশিরভাগই মূর্খ ভালোভাবে কম্পিউটার চালাতে পারে না আর এদের দ্বারা কিভাবে ভালো কিছু সম্ভব বা আশা করা যায় ভাই আমি জানিনা। এনআইডি কার্ডের সমস্যা নিয়ে কত মানুষ যে ঘুরতেছে বলার বাহিরে। এনআইডি কার্ড ঠিক করার জন্য অনলাইন পেমেন্ট করে সব ডকুমেন্ট জমা দিয়ে রাখলেও দেখাতে কোন কিছু করে না এভাবেই থাকে। এরা আসলে কি করে কোন কিছু বুঝিনা। সাধারণত এনআইডি কার্ডের সমস্যার পাশাপাশি দেখা যায় পাসপোর্ট করতে অনেক ঝামেলা পোহাতে হয়। যেখানে পাসপোর্ট করতে কোন টাকাই লাগে না ওইখানে দালালরা ৩-৪ হাজার টাকা বেশি নেয়। তবুও কত হ্যারাসমেন্ট এর শিকার হয় যারা পাসপোর্ট করে তারা। এর জন্য আমি আমার জেলায় আমার নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলাম আমি নিজে পাসপোর্ট করে দেব কোন অতিরিক্ত টাকা নেব না অনলাইন পেমেন্ট যেটা সেটাই নিব। ওখান থেকে আমি গত মাসে ১৮ টা পাসপোর্ট ফ্রিতে করে দিয়েছি। তাদের সকল ধরনের সমস্যা ফেস করা থেকে মুক্তভাবে তাদের পাসপোর্ট বের করে দিয়েছি। আমি নিজেও একটি এনআইডি কার্ড নিয়ে কয়েকবার নির্বাচনী অফিসে গিয়েছি এনআইডি কার্ড ঠিক করা হলে আমি পাসপোর্ট করব একজনে কিন্তু এটা কোন ভাবে ঠিক করা পারতেছি না এখন তারা যেটা বলতেছে তাদের কথায় বোঝা যাচ্ছে যে টাকা লাগবে তাছাড়া ঠিক করে দেবে না এই হচ্ছে অবস্থা আমাদের দেশে। এ অবস্থায় কি করা যায়? সিম্পল একটা জিনিসে এতো পেরা!
আপনার যে সমস্যা এই ব্যাপারে আপনি আপনার জেলার নির্বাচনী অফিসে যেয়ে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে জিনিসটা ঠিক করলে ভালো হবে ভাই।
|
|
|
|
Crypto Library
|
|
July 03, 2024, 08:00:10 PM |
|
প্রথম দশজন পোস্টদাতা 1. Learn Bitcoin [20] আপনাকে আবারো ধন্রবাদ মাসের শুরুতেই পরিশ্রম করে এই পোষ্টটি করার জন্য। যেহেতু গ্রাফ বানাতে হয়, তথ্য কালেক্ট করতে হয়, তাই প্রচুর সময় নেয় একটা পোষ্ট লিখতে গিয়েই। যাই হোক, আবারো মাত্র ২০ পোষ্ট করেই আমাদের লোকাল কমিউনিটির প্রথম স্থানে আমি! আমি মনে হয় এই কাজটি ২০২২ সাল থেকে শুরু করেছি সঠিক মনে নেই কোন মাস থেকে শুরু করেছিলাম তবে ডিসেম্বর থেকে আমার নোটে রয়েছে। বিষয়টি আগে আমাদের নাঈম ভাই করত। হয়তো তিনি থাকলে আজকে এটি তিনি করতেন কিন্তু বর্তমানে তিনি ফোরামে ইনএকটিভ রয়েছেন। যাই হোক বর্তমানে আমার এটি করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে মাস শেষে এটা না দিলে ভালোই লাগে না আর আমি বরং অপেক্ষা করি কবে মাসে হবে। তাছাড়া আমার ডাটা এনালাইসিস করা সবচাইতে পছন্দের কাজ শুধু এটা নয় আমি এমন অনেক ডাটা এনালাইসিস করি যা ফোরামের প্রকাশিত থাকে। নতুনরা ভালো করছে, তবে আপনি নিজেই তেমন একটা একটিভ হচ্ছে না। আপনার যেরকম কোডিং স্কিল আছে, আমার সেরকম থাকলে নতুন নতুন জিনিস বানাইতাম আর পোষ্ট করতাম। এইতো ভাই আসল জায়গায় হাত মাইরা দিলেন। একচুয়ালি বর্তমানে আমার একটিভিটি কম হওয়ার কয়েকটি কারণ রয়েছে- ১. দিন যাচ্ছে আর কাজের বাড়ছে। ২. কিছু নতুন স্কিল গ্রো করতেছি সেখানে কয়েক ঘন্টা খরচ করতে হইতেছে। ৩. আপনাকে হয়তো জানিয়েছি অতিথির কথা। এইসবের ভিড়ে বর্তমানে লোকাল বোর্ড এর জন্য নতুন নতুন পোস্ট নতুন নতুন ট্রিকস করার সংখ্যা ধীরে ধীরে কমতেছে। যদিও আমার কাছে এখনো অনেকগুলা পোস্ট কিউয়ে পড়ে আছে এখানে শেয়ার করার জন্য জাস্ট সময়ের অভাবে বানানো হচ্ছে না। আর ভাই আমার কোডিং স্কিল এর কথা বললেন, আসলে যে স্কিলটা আছে এটা কোডিং এর ইন্ডাস্ট্রিতে হাতের ময়লাও না 🤧
আচ্ছা বুল রানের নামে কি ক্রিপ্টো মার্কেট আমাদের মূলা ধরিয়ে দিচ্ছে নাকি? বিটকয়েনের দাম ঘুরে ফিরে ৬০-৬৫ এর ভেতরেই আছে, আর ইথেরিয়াম ৩০০০ থেকে ৩৫০০ এর ভেতরেই আছে মাঝখানে যারা অল্টকয়েনে ফান্ড মুভ করেছিলো, তাদের বেশিরভাগের পোর্টফোলিও তে লালবাতি জ্বলে আছে। অল্টকয়েনে আমি ১০০% এর চেয়েও বেশি পরিমানে ডাউন। কোন ধান্দায় যে বিটকয়েন সেল করছিলাম জানি না।
আপনিও মিয়াও অধৈর্য হইয়া যাইতাছেন নাকি। অপেক্ষা করেন বুল রান তো এখনো শুরুই হয়নি ২০২৪ সালের লাস্ট Q এর জন্য অন্তত ওয়েট করেন, অনেকেই তো বলতেছে লাস্ট Q থেকে স্টার্ট হবে আমার তো মনে হইতেছে ২০২৫ সাল থেকে স্টার্ট হবে। আমিও মোটামুটি ভালই লসে আছি তবে যে সব কয়েন ইনভেস্টমেন্ট করেছি আশা করি বুল রানে তারা আমাকে হতাশা করবে না।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Learn Bitcoin
|
|
July 04, 2024, 04:34:50 AM |
|
এইসবের ভিড়ে বর্তমানে লোকাল বোর্ড এর জন্য নতুন নতুন পোস্ট নতুন নতুন ট্রিকস করার সংখ্যা ধীরে ধীরে কমতেছে। যদিও আমার কাছে এখনো অনেকগুলা পোস্ট কিউয়ে পড়ে আছে এখানে শেয়ার করার জন্য জাস্ট সময়ের অভাবে বানানো হচ্ছে না। আর ভাই আমার কোডিং স্কিল এর কথা বললেন, আসলে যে স্কিলটা আছে এটা কোডিং এর ইন্ডাস্ট্রিতে হাতের ময়লাও না 🤧 আমি এখন আর কোনো কিছু পেন্ডিং রাখতে চাই না। যখন যেটা মনে হয়, সেটা করে ফেলি। এর পেছনে কারন হচ্ছে আমার ভুলে যাওয়া। আমি প্রায়ই অনেক কিছু করবো বলে মনে করি, কিন্তু মনে না থাকার কারনে আর করতে পারি না। আমি প্রায়ই খাওয়ার পর ভুলে যাই কি দিয়ে খেয়েছিলাম। এটা ঠিক যে এতোকিছুর মাঝে আসলে সময় বের করা সবচাইতে বেশি সমস্যা। জেনে ভালো লাগলো যে আপনি নতুন স্কিল ডেভেলপমেন্ট করছেন। আর আজকে ৫ বছর হলো আমি গ্রাফিক্স এ এক্সপার্ট হওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি এখনো বিগিনার। অিামি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। কিন্তু সময়রে অভাবে ক্লাস অব্দি করতে পারিনি। আপনিও মিয়াও অধৈর্য হইয়া যাইতাছেন নাকি। অপেক্ষা করেন বুল রান তো এখনো শুরুই হয়নি ২০২৪ সালের লাস্ট Q এর জন্য অন্তত ওয়েট করেন, অনেকেই তো বলতেছে লাস্ট Q থেকে স্টার্ট হবে আমার তো মনে হইতেছে ২০২৫ সাল থেকে স্টার্ট হবে। আমিও মোটামুটি ভালই লসে আছি তবে যে সব কয়েন ইনভেস্টমেন্ট করেছি আশা করি বুল রানে তারা আমাকে হতাশা করবে না। এটা ঠিক যে বুলরান যখন আসার, তখনই আসবে। কিন্তু এই যে এনালিষ্টদের বুঝুং ভাঝং! এগুলো তো সব ভুল প্রমান হয়ে যাচ্ছে এদের প্রেডিকশন শুনে শুনেই তো আশা করি যে এমন কিছু একটা হবে। পরে হয়ে যায় উল্টো।
|
|
|
|
Crypto Library
|
|
July 04, 2024, 05:48:56 AM |
|
এইসবের ভিড়ে বর্তমানে লোকাল বোর্ড এর জন্য নতুন নতুন পোস্ট নতুন নতুন ট্রিকস করার সংখ্যা ধীরে ধীরে কমতেছে। যদিও আমার কাছে এখনো অনেকগুলা পোস্ট কিউয়ে পড়ে আছে এখানে শেয়ার করার জন্য জাস্ট সময়ের অভাবে বানানো হচ্ছে না। আর ভাই আমার কোডিং স্কিল এর কথা বললেন, আসলে যে স্কিলটা আছে এটা কোডিং এর ইন্ডাস্ট্রিতে হাতের ময়লাও না 🤧 আমি এখন আর কোনো কিছু পেন্ডিং রাখতে চাই না। যখন যেটা মনে হয়, সেটা করে ফেলি। এর পেছনে কারন হচ্ছে আমার ভুলে যাওয়া। আমি প্রায়ই অনেক কিছু করবো বলে মনে করি, কিন্তু মনে না থাকার কারনে আর করতে পারি না। আমি প্রায়ই খাওয়ার পর ভুলে যাই কি দিয়ে খেয়েছিলাম। এটা ঠিক যে এতোকিছুর মাঝে আসলে সময় বের করা সবচাইতে বেশি সমস্যা। একচুয়ালি ভুলে যাওয়া রোগটা শুধু খালি আপনার না, আমার নিজেরও এই ভুলে যাওয়ারও রয়েছে এর জন্য আমি প্রতিদিন যখন যে আইডিয়া মাথায় আসে বা যে কাজ করার চিন্তাভাবনা করি সেটা সাথে সাথেই google keep এবং ফিজিক্যালি একটা ডাইরিতে লিখে রাখি। এটা আমার ক্ষেত্রে ভালো কাজে দিয়েছে। তবে এর মধ্যেও লিস্ট করতে করতে এত বড় হয়ে গিয়েছে যে বর্তমানে এগুলো করতে গেলেও আমার এক মাস লেগে যাবে। তাই আর আলসেমিতে এগুলো করা হয় না। জেনে ভালো লাগলো যে আপনি নতুন স্কিল ডেভেলপমেন্ট করছেন। আর আজকে ৫ বছর হলো আমি গ্রাফিক্স এ এক্সপার্ট হওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি এখনো বিগিনার। অিামি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। কিন্তু সময়রে অভাবে ক্লাস অব্দি করতে পারিনি। এই কথার পরে পেতে ওই যে এক কথা আমরা আসলে বেশি লাভের আশায় চার হাত-পা কে ১০ নৌকায় ছড়িয়ে দেয় তার ফলে কোনটাই ভালো হতো কমপ্লিট করতে পারিনা। এই যে আমাকেই দেখেন প্রোগ্রামিং পড়াশুনা করতেছি আর এই দিকে মার্কেটিং এর স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কোর্স করতেছি। 😂 মার্কেটিং স্কিল গেইন করার কারণ হচ্ছে আমি যদি কোডিংও করি অথবা কোন সফটওয়্যার ডেভলপার বা ওয়েব ডেভেলপার হই, নিজের এজেন্সি বা নিজের সার্ভিস সেল করার জন্য হলেও আমাকে মার্কেটিং করতে হবে সেটা আমি না করলেও আমার বেসিক জানা থাকতে হবে। আরেকটা বিষয় চিন্তা করে দেখলাম দুনিয়ার সবচাইতে বেশি টাকা ইনভেস্টমেন্ট হয় বর্তমানে এই মার্কেটিং এর পিছনে। সাথে একটু ফ্রি টাইম পেয়েছিলাম দেখে নিজেকে ব্যস্ত রাখার জন্য এগুলো বেছে নিয়েছি। এটা ঠিক যে বুলরান যখন আসার, তখনই আসবে। কিন্তু এই যে এনালিষ্টদের বুঝুং ভাঝং! এগুলো তো সব ভুল প্রমান হয়ে যাচ্ছে এদের প্রেডিকশন শুনে শুনেই তো আশা করি যে এমন কিছু একটা হবে। পরে হয়ে যায় উল্টো।
আমি আপনাকে বলব যে এই শর্ট টার্ম ট্রেডিং বাদ দিন লং টার্ম ট্রেডিং স্টার্টেজি নিন এবং তার চেয়েও বড় বিষয় এই অ্যানালিস্টদের কথার ওপর ভরসা করবেন না। আমার তো মনে হয় মাঝেমধ্যে বড় বড় তিমিরা এই বড় এনালিস্টদের হায়ার করে মার্কেট ম্যানুপুলেশন করে কিছু প্রফিট গেইন করার জন্য। যাই হোক আমি জাস্ট দেখি পূর্বের হিস্টরি হাল্ভিং হিস্টরি দেখি, কতদিন পরে আগের সিজনগুলোতে মার্কেট বুল রান স্টার্ট করেছে। এখন দেখা যাক কখন স্টার্ট হয় কারণ বিটকয়েন যে শুধু আগের হিস্টোরি অনুযায়ী সামনে আগাবে এমন কোন কথা নেই। তবে আমি আবার লং-টার্ম এ ২০২৭ বা ২০২৬ সালে ইনভেস্টমেন্ট করার জন্য অল্প অল্প করে টাকা গোছানো শুরু করছি। কারণ গত বেয়ার সিজনে টাকা না থাকার কারণে বড়সড়ো কোন ইনভেস্টমেন্ট করতে পারেনি। এই কষ্ট আর ভোলার নয় বিটকয়েন যখন ১৬k ডলারে নেমেছিল তখন আমার কাছে টাকা ছিল না ইনভেস্টমেন্ট করার জন্য । আশা করি ২০২৬ বা ২৭ সালে ইনভেসমেন্ট এর জন্য এখন থেকে অল্প অল্প টাকা গুছালে মোটামুটি একটা বড় এবং দেখা যাবে। ফান্ড টা আমি স্টেবল কারেন্সিতে জমা করতেছি যদি ২০২৬ বা ২৭ সালে আমার আইডিয়া অনুযায়ী বেয়ার সিজন নাও আসে আমি এই টাকাটা অন্য কাজে তো ব্যবহার করতে পারব।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Nothingtodo
Full Member
Offline
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
July 04, 2024, 11:24:01 AM |
|
দেখেন এদের কার্যকলাপ, উপরের গোল চিহ্ন স্থানে তারা X2 দিয়ে রেখেছিল ভেবেছিলাম হয়তো 0.5TON দিয়ে বুষ্ট মারলে হয়তো ব্যালেন্স দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু বুস্ট মারার পর ট্যাপ করলে দ্বিগুণ দেয় কিন্তু ব্যালেন্স দ্বিগুণ হলো না তখন থেকে আমার এই প্রজেক্ট এর টিমের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। আগে করতাম নিয়মিত এখন আর এই ট্যাপে ঢোকা হয় না বলা চলে এক প্রকার বাদ দিয়ে দিয়েছি। আপনার আমরা যতই এসব প্রজেক্ট থেকে আশা করে থাকি না কেন নট কয়েন এর মত কোনো প্রজেক্টই আর পেমেন্ট দেবে না। এরা এভাবেই গোলেমালে কমিউনিটি বাড়িয়ে চলে যাবে। আমরা যারা HMSTR নিয়ে খুব আশায় রয়েছি না দেখবেন শেষে এক ডলার পরিমাণ হয় কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বী রয়েছে। মাত্র এক পারসেন্ট 1% কমিউনিটিতে দেবে মানে 10বিলিয়ন থেকে ১% মানে ১০ কোটি টাকা দেবে তাহলে ধরে নিন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি মানুষ এই প্রজেক্টে কাজ করেছে তাহলে কি পরিমান প্রজেক্টে থেকে পেমেন্ট পাবে একবার ভেবে দেখুন।
শুধু আপনি নয় আপনার মত লক্ষ লক্ষ ইউজার আপনার আমার মত টন দিয়ে বুস্ট করে নিয়েছে এতে করে কি পরিমান ডলার তারা জনগণের কাছ থেকে নিয়ে নিয়েছে সেটা একবার কল্পনা করে দেখুন। তবে যদি প্রজেক্ট এর টিম সৎ হয়ে থাকে তাহলে এই টাকা দিয়ে তারা এক্সচেঞ্জ লিস্ট করবে। আর যদি সৎ না হয়ে থাকে তাহলে এভাবে ডেট চেঞ্জ করতে করতে মার্কেট থেকে উধাও হয়ে যাবে। তবে এরকম পরিস্থিতি যেন না আসে তারা যেন এক্সচেঞ্জ লিস্ট করে আমাদের কিছু পেমেন্ট দিয়ে দেয়।
|
|
|
|
HelliumZ
|
|
July 04, 2024, 02:55:23 PM |
|
ব্লুম কি হ্যাক হয়ে গেল নাকি। হঠাৎ করে Blum এর আপডেট হয়ে গেল নাকি কিছুই বুঝলাম না। অনেকেই দেখলাম বলাবলি করছে ব্লুম স্ক্যাম এবং হ্যাক হয়ে গেছে। এখন পর্যন্ত অফিসিয়ালি কোন অ্যানাউন্সমেন্ট দেখতে পেলাম না। এজন্য এখানে পোস্ট করলাম যে হয়তো অভিজ্ঞ কোন ইউজার এ ব্যাপারে জানতে পারে। অনেক অনেকদিন ধরে অর্থাৎ প্রায় ৪৫ দিন ধরে গেম খেলতে খেলতে আজ এ পর্যন্ত এসেছি। প্রায় ৯০ হাজারের মতো পয়েন্ট হয়েছে এই মুহূর্তে এসে যদি হ্যাক হয়ে যায় তাহলে একটু খারাপ লাগবে। এখন পর্যন্ত ই কোন প্রজেক্ট থেকে পেমেন্ট পাইনি তাই মন একটু একটু খারাপ হতেই পারে। আপনারা যদি কোন সঠিক তথ্য জেনে থাকেন তাহলে এখানে শেয়ার করবেন।
|
|
|
|
Bd officer
|
|
July 04, 2024, 03:12:59 PM |
|
ব্লুম কি হ্যাক হয়ে গেল নাকি। হঠাৎ করে Blum এর আপডেট হয়ে গেল নাকি কিছুই বুঝলাম না। অনেকেই দেখলাম বলাবলি করছে ব্লুম স্ক্যাম এবং হ্যাক হয়ে গেছে। এখন পর্যন্ত অফিসিয়ালি কোন অ্যানাউন্সমেন্ট দেখতে পেলাম না। এজন্য এখানে পোস্ট করলাম যে হয়তো অভিজ্ঞ কোন ইউজার এ ব্যাপারে জানতে পারে। অনেক অনেকদিন ধরে অর্থাৎ প্রায় ৪৫ দিন ধরে গেম খেলতে খেলতে আজ এ পর্যন্ত এসেছি। প্রায় ৯০ হাজারের মতো পয়েন্ট হয়েছে এই মুহূর্তে এসে যদি হ্যাক হয়ে যায় তাহলে একটু খারাপ লাগবে। এখন পর্যন্ত ই কোন প্রজেক্ট থেকে পেমেন্ট পাইনি তাই মন একটু একটু খারাপ হতেই পারে। আপনারা যদি কোন সঠিক তথ্য জেনে থাকেন তাহলে এখানে শেয়ার করবেন।
আসলে বিষয়টি সত্যিই, আমি এইমাত্র আমার ব্লুম টেলিগ্রাম বট ওপেন করে দেখি সেম অবস্থা। তবে আমি এখনো গেম খেলতে পারছি, গেমের ধরন অনেকটাই পাল্টে গেছে, কাটা স্টার হাবিজাবি আসতেছে কোনটা ট্যাপ করলে পয়েন্ট বাড়বে কিছু বোঝা যাচ্ছে না। আবার দেখি ফারমিং ওপেন করা রইছে, ফার্মিং হচ্ছে। গেম খেলে টোকেন কালেক্ট করতে পারছি। আমার মনে হয় এইটা কোন আপডেট হতে পারে, দেখাযাক শেষ পর্যন্ত কি হয়। এই বিষয়ে LB ভাই ভালো মতামত দিতে পারবে।
|
|
|
|
HelliumZ
|
|
July 04, 2024, 03:40:42 PM |
|
ব্লুম কি হ্যাক হয়ে গেল নাকি। হঠাৎ করে Blum এর আপডেট হয়ে গেল নাকি কিছুই বুঝলাম না। অনেকেই দেখলাম বলাবলি করছে ব্লুম স্ক্যাম এবং হ্যাক হয়ে গেছে। এখন পর্যন্ত অফিসিয়ালি কোন অ্যানাউন্সমেন্ট দেখতে পেলাম না। এজন্য এখানে পোস্ট করলাম যে হয়তো অভিজ্ঞ কোন ইউজার এ ব্যাপারে জানতে পারে। অনেক অনেকদিন ধরে অর্থাৎ প্রায় ৪৫ দিন ধরে গেম খেলতে খেলতে আজ এ পর্যন্ত এসেছি। প্রায় ৯০ হাজারের মতো পয়েন্ট হয়েছে এই মুহূর্তে এসে যদি হ্যাক হয়ে যায় তাহলে একটু খারাপ লাগবে। এখন পর্যন্ত ই কোন প্রজেক্ট থেকে পেমেন্ট পাইনি তাই মন একটু একটু খারাপ হতেই পারে। আপনারা যদি কোন সঠিক তথ্য জেনে থাকেন তাহলে এখানে শেয়ার করবেন।
আসলে বিষয়টি সত্যিই, আমি এইমাত্র আমার ব্লুম টেলিগ্রাম বট ওপেন করে দেখি সেম অবস্থা। তবে আমি এখনো গেম খেলতে পারছি, গেমের ধরন অনেকটাই পাল্টে গেছে, কাটা স্টার হাবিজাবি আসতেছে কোনটা ট্যাপ করলে পয়েন্ট বাড়বে কিছু বোঝা যাচ্ছে না। আবার দেখি ফারমিং ওপেন করা রইছে, ফার্মিং হচ্ছে। গেম খেলে টোকেন কালেক্ট করতে পারছি। আমার মনে হয় এইটা কোন আপডেট হতে পারে, দেখাযাক শেষ পর্যন্ত কি হয়। এই বিষয়ে LB ভাই ভালো মতামত দিতে পারবে। জি ভাই এটা মূলত তাদের গেমের আপডেট যা ইতিমধ্যে তারা দিয়ে দিয়েছে। তবে আমি প্রতিদিনের গেম প্রতিদিন কমপ্লিট করে রাখি এর জন্য আজকের গেমে কি আপডেট আছে সেটা জানতে পারছি না। তবে খুব শিগ্রই এই বিষয়ে অফিশিয়াল এনাউন্সমেন্ট আসবে। তবে গেম আগের চেয়ে এখন অনেকটা ভালো কিনা সেটা বলতে পারবো না তবে আগে বোমা আসতো এবং বোমা এসে যদি ক্লিকে লাগতো তাহলে সকল পয়েন্ট শূন্য হয়ে যেত। এখন হয়তো ওই রকম আপডেট নাই যাহোক কালকে বারোটার পর বিষয়টি ভালোভাবে জানতে পারবো। তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট: https://t.me/blumcrypto/221
|
|
|
|
Wonder Work
Full Member
Online
Activity: 224
Merit: 171
Memory of o_e_l_e_o
|
|
July 04, 2024, 04:58:24 PM |
|
দেখেন এদের কার্যকলাপ, উপরের গোল চিহ্ন স্থানে তারা X2 দিয়ে রেখেছিল ভেবেছিলাম হয়তো 0.5TON দিয়ে বুষ্ট মারলে হয়তো ব্যালেন্স দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু বুস্ট মারার পর ট্যাপ করলে দ্বিগুণ দেয় কিন্তু ব্যালেন্স দ্বিগুণ হলো না তখন থেকে আমার এই প্রজেক্ট এর টিমের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। আগে করতাম নিয়মিত এখন আর এই ট্যাপে ঢোকা হয় না বলা চলে এক প্রকার বাদ দিয়ে দিয়েছি। আপনার আমরা যতই এসব প্রজেক্ট থেকে আশা করে থাকি না কেন নট কয়েন এর মত কোনো প্রজেক্টই আর পেমেন্ট দেবে না। এরা এভাবেই গোলেমালে কমিউনিটি বাড়িয়ে চলে যাবে। আমরা যারা HMSTR নিয়ে খুব আশায় রয়েছি না দেখবেন শেষে এক ডলার পরিমাণ হয় কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বী রয়েছে। মাত্র এক পারসেন্ট 1% কমিউনিটিতে দেবে মানে 10বিলিয়ন থেকে ১% মানে ১০ কোটি টাকা দেবে তাহলে ধরে নিন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি মানুষ এই প্রজেক্টে কাজ করেছে তাহলে কি পরিমান প্রজেক্টে থেকে পেমেন্ট পাবে একবার ভেবে দেখুন।
শুধু আপনি নয় আপনার মত লক্ষ লক্ষ ইউজার আপনার আমার মত টন দিয়ে বুস্ট করে নিয়েছে এতে করে কি পরিমান ডলার তারা জনগণের কাছ থেকে নিয়ে নিয়েছে সেটা একবার কল্পনা করে দেখুন। তবে যদি প্রজেক্ট এর টিম সৎ হয়ে থাকে তাহলে এই টাকা দিয়ে তারা এক্সচেঞ্জ লিস্ট করবে। আর যদি সৎ না হয়ে থাকে তাহলে এভাবে ডেট চেঞ্জ করতে করতে মার্কেট থেকে উধাও হয়ে যাবে। তবে এরকম পরিস্থিতি যেন না আসে তারা যেন এক্সচেঞ্জ লিস্ট করে আমাদের কিছু পেমেন্ট দিয়ে দেয়। যারা টন বুস্ট করে ব্যালেন্স দ্বিগুণ করার চেষ্টা করেছিল এই আশায় যারা বুস্ট করেছিল তারা আসলেই বোকা বলে আমি মনে করি। কারণ দেখতেছে যে এই প্রজেক্টের ফিউচার নাই কিছুই নাই ধরতে গেলে অন্যের নামের উপর ভর করে চলতেছে এইখানে কেউ বুস্ট করার মত মন মানসিকতা কাদের থাকে যারা কিছু বুঝে না এই সম্পর্কে তারা এগুলো করছে। আর যারা এগুলা করছে তারা অবশ্যই লস করেছে। Tapswap এর কোন ভবিষ্যৎ নাই ভাই এটা আগেই বুঝেছিলাম।এদের কমিউনিটি এতটা বড় হয়েছে যে তারা এখনো এটা নিয়ে সামনের দিকে কোন কিছু কল্পনা করতে পারছে না তাহলে বুঝেন এরা সামনে আর কি করবে এদের দ্বারা কোন কিছু আশা করাটাও মনে হয় এখন একটা বোকামি।
|
|
|
|
Nothingtodo
Full Member
Offline
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
July 04, 2024, 10:55:56 PM |
|
দেখেন এদের কার্যকলাপ, উপরের গোল চিহ্ন স্থানে তারা X2 দিয়ে রেখেছিল ভেবেছিলাম হয়তো 0.5TON দিয়ে বুষ্ট মারলে হয়তো ব্যালেন্স দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু বুস্ট মারার পর ট্যাপ করলে দ্বিগুণ দেয় কিন্তু ব্যালেন্স দ্বিগুণ হলো না তখন থেকে আমার এই প্রজেক্ট এর টিমের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। আগে করতাম নিয়মিত এখন আর এই ট্যাপে ঢোকা হয় না বলা চলে এক প্রকার বাদ দিয়ে দিয়েছি। আপনার আমরা যতই এসব প্রজেক্ট থেকে আশা করে থাকি না কেন নট কয়েন এর মত কোনো প্রজেক্টই আর পেমেন্ট দেবে না। এরা এভাবেই গোলেমালে কমিউনিটি বাড়িয়ে চলে যাবে। আমরা যারা HMSTR নিয়ে খুব আশায় রয়েছি না দেখবেন শেষে এক ডলার পরিমাণ হয় কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বী রয়েছে। মাত্র এক পারসেন্ট 1% কমিউনিটিতে দেবে মানে 10বিলিয়ন থেকে ১% মানে ১০ কোটি টাকা দেবে তাহলে ধরে নিন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি মানুষ এই প্রজেক্টে কাজ করেছে তাহলে কি পরিমান প্রজেক্টে থেকে পেমেন্ট পাবে একবার ভেবে দেখুন।
শুধু আপনি নয় আপনার মত লক্ষ লক্ষ ইউজার আপনার আমার মত টন দিয়ে বুস্ট করে নিয়েছে এতে করে কি পরিমান ডলার তারা জনগণের কাছ থেকে নিয়ে নিয়েছে সেটা একবার কল্পনা করে দেখুন। তবে যদি প্রজেক্ট এর টিম সৎ হয়ে থাকে তাহলে এই টাকা দিয়ে তারা এক্সচেঞ্জ লিস্ট করবে। আর যদি সৎ না হয়ে থাকে তাহলে এভাবে ডেট চেঞ্জ করতে করতে মার্কেট থেকে উধাও হয়ে যাবে। তবে এরকম পরিস্থিতি যেন না আসে তারা যেন এক্সচেঞ্জ লিস্ট করে আমাদের কিছু পেমেন্ট দিয়ে দেয়। যারা টন বুস্ট করে ব্যালেন্স দ্বিগুণ করার চেষ্টা করেছিল এই আশায় যারা বুস্ট করেছিল তারা আসলেই বোকা বলে আমি মনে করি। কারণ দেখতেছে যে এই প্রজেক্টের ফিউচার নাই কিছুই নাই ধরতে গেলে অন্যের নামের উপর ভর করে চলতেছে এইখানে কেউ বুস্ট করার মত মন মানসিকতা কাদের থাকে যারা কিছু বুঝে না এই সম্পর্কে তারা এগুলো করছে। আর যারা এগুলা করছে তারা অবশ্যই লস করেছে। Tapswap এর কোন ভবিষ্যৎ নাই ভাই এটা আগেই বুঝেছিলাম।এদের কমিউনিটি এতটা বড় হয়েছে যে তারা এখনো এটা নিয়ে সামনের দিকে কোন কিছু কল্পনা করতে পারছে না তাহলে বুঝেন এরা সামনে আর কি করবে এদের দ্বারা কোন কিছু আশা করাটাও মনে হয় এখন একটা বোকামি। উচিত কথা বলেছেন ভাই কিন্তু কি করব বর্তমান মোবাইলে মোবাইলে এই পরিমাণ ট্যাপ টু আর্ন প্রজেক্ট গুলো রান হচ্ছে যে বোঝার কোন ক্ষমতা নেই কোনটি আসল এবং কোনটি নকল। এজন্য আপাতত ফ্রিতে যা পাওয়া যায় তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত অহেতুক টাকা পুড়িয়ে বুস্ট করার কোন প্রয়োজন নেই। অনেকেই বলেছিল যে নট কয়েনের পরে Tapswap মানুষকে ভালো পেমেন্ট দেবে এই আশাতেই অনেকেই এই প্রজেক্টে বিনিয়োগ করেছিল অর্থাৎ দ্বিগুণ পাওয়ার লোভে বুস্টার মেরেছিল। আমিও বাদ যায়নি কিন্তু বর্তমানে তাদের প্রজেক্ট এর রোড ম্যাপ এর তাল বাহানা দেখলে মনে হয় এটি আমাদের ঘোড়ার ডিম ধরিয়ে দেবে।
|
|
|
|
DYING_S0UL
|
|
July 05, 2024, 05:38:20 PM |
|
দেখেন এদের কার্যকলাপ, উপরের গোল চিহ্ন স্থানে তারা X2 দিয়ে রেখেছিল ভেবেছিলাম হয়তো 0.5TON দিয়ে বুষ্ট মারলে হয়তো ব্যালেন্স দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু বুস্ট মারার পর ট্যাপ করলে দ্বিগুণ দেয় কিন্তু ব্যালেন্স দ্বিগুণ হলো না তখন থেকে আমার এই প্রজেক্ট এর টিমের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। আগে করতাম নিয়মিত এখন আর এই ট্যাপে ঢোকা হয় না বলা চলে এক প্রকার বাদ দিয়ে দিয়েছি। আপনার আমরা যতই এসব প্রজেক্ট থেকে আশা করে থাকি না কেন নট কয়েন এর মত কোনো প্রজেক্টই আর পেমেন্ট দেবে না। এরা এভাবেই গোলেমালে কমিউনিটি বাড়িয়ে চলে যাবে। আমরা যারা HMSTR নিয়ে খুব আশায় রয়েছি না দেখবেন শেষে এক ডলার পরিমাণ হয় কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বী রয়েছে। মাত্র এক পারসেন্ট 1% কমিউনিটিতে দেবে মানে 10বিলিয়ন থেকে ১% মানে ১০ কোটি টাকা দেবে তাহলে ধরে নিন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি মানুষ এই প্রজেক্টে কাজ করেছে তাহলে কি পরিমান প্রজেক্টে থেকে পেমেন্ট পাবে একবার ভেবে দেখুন।
শুধু আপনি নয় আপনার মত লক্ষ লক্ষ ইউজার আপনার আমার মত টন দিয়ে বুস্ট করে নিয়েছে এতে করে কি পরিমান ডলার তারা জনগণের কাছ থেকে নিয়ে নিয়েছে সেটা একবার কল্পনা করে দেখুন। তবে যদি প্রজেক্ট এর টিম সৎ হয়ে থাকে তাহলে এই টাকা দিয়ে তারা এক্সচেঞ্জ লিস্ট করবে। আর যদি সৎ না হয়ে থাকে তাহলে এভাবে ডেট চেঞ্জ করতে করতে মার্কেট থেকে উধাও হয়ে যাবে। তবে এরকম পরিস্থিতি যেন না আসে তারা যেন এক্সচেঞ্জ লিস্ট করে আমাদের কিছু পেমেন্ট দিয়ে দেয়। যারা টন বুস্ট করে ব্যালেন্স দ্বিগুণ করার চেষ্টা করেছিল এই আশায় যারা বুস্ট করেছিল তারা আসলেই বোকা বলে আমি মনে করি। কারণ দেখতেছে যে এই প্রজেক্টের ফিউচার নাই কিছুই নাই ধরতে গেলে অন্যের নামের উপর ভর করে চলতেছে এইখানে কেউ বুস্ট করার মত মন মানসিকতা কাদের থাকে যারা কিছু বুঝে না এই সম্পর্কে তারা এগুলো করছে। আর যারা এগুলা করছে তারা অবশ্যই লস করেছে। Tapswap এর কোন ভবিষ্যৎ নাই ভাই এটা আগেই বুঝেছিলাম।এদের কমিউনিটি এতটা বড় হয়েছে যে তারা এখনো এটা নিয়ে সামনের দিকে কোন কিছু কল্পনা করতে পারছে না তাহলে বুঝেন এরা সামনে আর কি করবে এদের দ্বারা কোন কিছু আশা করাটাও মনে হয় এখন একটা বোকামি। উচিত কথা বলেছেন ভাই কিন্তু কি করব বর্তমান মোবাইলে মোবাইলে এই পরিমাণ ট্যাপ টু আর্ন প্রজেক্ট গুলো রান হচ্ছে যে বোঝার কোন ক্ষমতা নেই কোনটি আসল এবং কোনটি নকল। এজন্য আপাতত ফ্রিতে যা পাওয়া যায় তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত অহেতুক টাকা পুড়িয়ে বুস্ট করার কোন প্রয়োজন নেই। অনেকেই বলেছিল যে নট কয়েনের পরে Tapswap মানুষকে ভালো পেমেন্ট দেবে এই আশাতেই অনেকেই এই প্রজেক্টে বিনিয়োগ করেছিল অর্থাৎ দ্বিগুণ পাওয়ার লোভে বুস্টার মেরেছিল। আমিও বাদ যায়নি কিন্তু বর্তমানে তাদের প্রজেক্ট এর রোড ম্যাপ এর তাল বাহানা দেখলে মনে হয় এটি আমাদের ঘোড়ার ডিম ধরিয়ে দেবে। বর্তমানে বেশিরভাগ প্রজেক্টই স্ক্যাম প্রজেক্ট লাগে আমার কাছে। এই কিছুদিন আগে একটা প্রজেক্ট দেখলাম, ভালোই হাইপ ভালোই কমিউনিটি এক্টিভিটি, তারা তাদের টোকেনে প্রি-সেল করতেছিলো। সঠিক মনে নেই বাট সম্ভবতো ০.০৯ ডলার সামথিং এ প্রি-সেল হচ্ছিল। কাল দেখি তাদের টোকেন এক্সচেঞ্জে লিস্টিং হইছে, লিস্টিং প্রাইস প্রি-সেলের ১০% ও না। ০.০০১ ডলার সামথিং, লল। কমিউনিটি তো একেবারে ক্ষেপে ফায়ার। সবাই গালিগালাজ শুরু করে দিসে। মানে একটা টোকেন আগেভাগে ১০০ টাকায় কিনলাম, বাজারে আসার পর সেটার দাম দাড়ালো ৫ টাকা, এর থেকে হাস্যকর আর কি হতে পারে। এইজন্য লিজিট না মনে হলে ইনভেস্ট করি না কোথাও, ২ টাকা লাভের আসায় ১০ টাকা মারা খাওয়ার প্রশ্নই হয়না। আমার কাছে বর্তমানে ট্যাপসোয়াপের ১৭ মিলিয়ন আছে। সেখান থেকে যদি ১৭ ডলারও আসে তাতেও আমি খুশি, বাট টাকা দিয়ে বুস্ট করবো ডাবল করবো ঐসবে আমি নাই।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Wonder Work
Full Member
Online
Activity: 224
Merit: 171
Memory of o_e_l_e_o
|
|
July 05, 2024, 06:14:25 PM |
|
ফোরামের আমাদের বাংলাদেশের লোকাল বোর্ডের সকল অভিজ্ঞ ভাইদের কাছে আমি একটা কথা জানতে চাচ্ছি। যদিও আমি এখানে একজন নতুন মেম্বার আমি এতটা আপনাদের মত অভিজ্ঞ নই তবে আমি সর্বোচ্চ পরিমাণ শেখার চেষ্টা করতেছি আশা করি আমি অনেক কিছু শিখতে পারতেছি আপনাদের মাধ্যমে। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবো আমার এই যাত্রায় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমার পাশে থেকে আপনারা আমাদের সাহায্য করবেন।
আমি একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হল : আমার এই ছোট্ট অ্যাকাউন্ট নিয়েও একটা সিগনেচার ক্যাম্পেইনে অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমাকে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করার জন্য এক্সেপ্ট করা হয়েছে কিন্তু আমি এর আগে কখনো সিগনেচার ক্যাম্পে নিয়ে কাজ করিনি কারন আমি একদম নতুন ই ফোরামে নতুন মেম্বার হয়েও আমি এটার সুযোগ পেয়েছি আমার যোগ্যতা দিয়ে। এই সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমাকে একটু সবাই ধারণা দিবেন এবং আমি কি কি ধরনের কাজ করলে এবং কিভাবে কি করলে আমার অনেক ভালো কিছু হবে সিগনেচার ক্যাম্পেইন এর জন্য। কারণ যারা আমাকে সিগনেচার ক্যাম্পেইন করার সুযোগ দিয়েছে তাদের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে সেটা ফলো করার চেষ্টা করতেছি কিন্তু আমার এই লোকাল বোর্ডের ভাইরা আমাকে একটু সিগনেচার ক্যাম্পেইন করার সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেবেন আমি কিভাবে কি করলে ভালো হবে।
সিগনেচার ক্যাম্পেইন একটা দিকনির্দেশনা দেওয়া থাকে দশটা বা ২০ টা পোস্ট করতে হবে সপ্তাহে। আমি কি এই দশ টাকা বিশটা পোস্ট করব নাকি আরো বেশি করব? একটু এগুলা সম্পর্কে অভিজ্ঞ ভাইয়েরা মতামত দিবেন।
|
|
|
|
Crypto Imagine
Newbie
Offline
Activity: 12
Merit: 8
|
|
July 05, 2024, 06:29:43 PM |
|
আমি ফোরামে একজন নতুন মেম্বার। আমি গত মাসে একাউন্টটি করেছিলাম আমার এক বন্ধুর মাধ্যমে। এই কয়েকদিন যাবত আমি কিছু কিছু খেয়াল করলাম এবং আজকে আমি এই লোকাল বোর্ডটা খুঁজে পেলাম। সেজন্য আমি এখানে আজকে পোস্ট করলাম একটা। আমি এই ফোরাম সম্পর্কে জানতে চাই এবং শিখতে চাই এটার জন্য আমাকে কি করতে হবে। আমাকে কিভাবে আগালে এই ফোরাম সম্পর্কে আমি ভালো জানতে পারব?
|
|
|
|
Bd officer
|
|
July 05, 2024, 06:39:45 PM |
|
আমি একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হল : আমার এই ছোট্ট অ্যাকাউন্ট নিয়েও একটা সিগনেচার ক্যাম্পেইনে অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমাকে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করার জন্য এক্সেপ্ট করা হয়েছে কিন্তু আমি এর আগে কখনো সিগনেচার ক্যাম্পে নিয়ে কাজ করিনি কারন আমি একদম নতুন ই ফোরামে নতুন মেম্বার হয়েও আমি এটার সুযোগ পেয়েছি আমার যোগ্যতা দিয়ে। এই সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমাকে একটু সবাই ধারণা দিবেন এবং আমি কি কি ধরনের কাজ করলে এবং কিভাবে কি করলে আমার অনেক ভালো কিছু হবে সিগনেচার ক্যাম্পেইন এর জন্য। কারণ যারা আমাকে সিগনেচার ক্যাম্পেইন করার সুযোগ দিয়েছে তাদের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে সেটা ফলো করার চেষ্টা করতেছি কিন্তু আমার এই লোকাল বোর্ডের ভাইরা আমাকে একটু সিগনেচার ক্যাম্পেইন করার সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেবেন আমি কিভাবে কি করলে ভালো হবে।
সিগনেচার ক্যাম্পেইন একটা দিকনির্দেশনা দেওয়া থাকে দশটা বা ২০ টা পোস্ট করতে হবে সপ্তাহে। আমি কি এই দশ টাকা বিশটা পোস্ট করব নাকি আরো বেশি করব? একটু এগুলা সম্পর্কে অভিজ্ঞ ভাইয়েরা মতামত দিবেন।
যদিও আপনি মেম্বার হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করেছেন কিন্তু এক্টিভিটির অভাবে জুনিয়ার মেম্বার হয়ে আছেন। এখন আপনি যদি কোন সিংনেচার করতে চান তাহলে বাউটি সেকশনে যেসব সিগনেচার রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। বিটকয়েনের মাধ্যমে অর্থ প্রদান করে এমন সকল সিগনেচারে ক্যম্পেইনে ফুল মেম্বার প্লাস বা সিনিয়র প্লাস থাকে আবার কিছু কিছু ক্যম্পেইনে হিরো/লিজেন্ডারি থাকে। যাইহোক এখন আপনি যদি কোন সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন তাহলে সেই সিগনেচার ক্যাম্পেইনের যে সকল রুলস দেওয়া থাকবে সেগুলি আপনাকে মেনে চলতে হবে। আপনি যে সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন সেই ক্যম্পেইনের সিগনেচার কোড এবং ফুল মেম্বার প্লাস থাকলে এভাটার এবং টেক্সট আপনার প্রোফাইলে যুক্ত করতে হবে। কিছু কিছু সিগনেচার ক্যম্পেইনে দেখবেন কিছু কিছু নির্দিষ্ট বোর্ডের নাম উল্লেখ করা থাকবে এই বোর্ডে পোস্ট করা যাবে না, আপনি যদি সেই বোর্ডে পোস্ট করেন তাহলে সেই পোস্ট কাউন্ট করবে না। এখন যদি কোন সিগনেচার ক্যাম্পেইনে ২০ টা পোস্ট দিতে বলে তাহলে আপনি ২২-২৫ এই রকম পোস্ট দিতে পারেন, আপনি চাইলে আরো বেশি করতে পারেন। আপনি চাইলে ২০ টাও করতে পারেন তবে ২-১ টা পোস্ট গ্রহণযোগ্য না হলে দেখা যাবে আপনি পেমেন্ট পাবেন না। কিছু কিছু ক্যম্পেইনে নির্দিষ্ট করে দেওয়া থাকে ২০ পোস্টের নিচে পোস্ট হলে পেমেন্ট পাবেন না। তাই সবসময় চেষ্টা করবেন কয়েকটি পোস্ট বেশি দেওয়ার। Editআমি ফোরামে একজন নতুন মেম্বার। আমি গত মাসে একাউন্টটি করেছিলাম আমার এক বন্ধুর মাধ্যমে। এই কয়েকদিন যাবত আমি কিছু কিছু খেয়াল করলাম এবং আজকে আমি এই লোকাল বোর্ডটা খুঁজে পেলাম। সেজন্য আমি এখানে আজকে পোস্ট করলাম একটা। আমি এই ফোরাম সম্পর্কে জানতে চাই এবং শিখতে চাই এটার জন্য আমাকে কি করতে হবে। আমাকে কিভাবে আগালে এই ফোরাম সম্পর্কে আমি ভালো জানতে পারব?
আপনাকে বাংলা লোকাল কমিউনিটিতে স্বাগতম। আপনাকে প্রথমে পরামর্শ দিব আপনি এই বিটকয়েন টক ফোরামের নিয়ম কানুন গুলো ভালোভাবে পড়বেন এবং মেনে চলবেন। এই থ্রেডের প্রথম পেজে নিয়ম কানুন গুলো মেনশন করে দেওয়া আছে, আমি আপনাকে কোট করে দিচ্ছি আপনি নিচের কোট করা সকল লিংকে প্রবেশ করে সবগুলো মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন।
|
|
|
|
Wonder Work
Full Member
Online
Activity: 224
Merit: 171
Memory of o_e_l_e_o
|
|
July 05, 2024, 06:49:58 PM |
|
আমি একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হল : আমার এই ছোট্ট অ্যাকাউন্ট নিয়েও একটা সিগনেচার ক্যাম্পেইনে অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমাকে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করার জন্য এক্সেপ্ট করা হয়েছে কিন্তু আমি এর আগে কখনো সিগনেচার ক্যাম্পে নিয়ে কাজ করিনি কারন আমি একদম নতুন ই ফোরামে নতুন মেম্বার হয়েও আমি এটার সুযোগ পেয়েছি আমার যোগ্যতা দিয়ে। এই সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমাকে একটু সবাই ধারণা দিবেন এবং আমি কি কি ধরনের কাজ করলে এবং কিভাবে কি করলে আমার অনেক ভালো কিছু হবে সিগনেচার ক্যাম্পেইন এর জন্য। কারণ যারা আমাকে সিগনেচার ক্যাম্পেইন করার সুযোগ দিয়েছে তাদের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে সেটা ফলো করার চেষ্টা করতেছি কিন্তু আমার এই লোকাল বোর্ডের ভাইরা আমাকে একটু সিগনেচার ক্যাম্পেইন করার সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেবেন আমি কিভাবে কি করলে ভালো হবে।
সিগনেচার ক্যাম্পেইন একটা দিকনির্দেশনা দেওয়া থাকে দশটা বা ২০ টা পোস্ট করতে হবে সপ্তাহে। আমি কি এই দশ টাকা বিশটা পোস্ট করব নাকি আরো বেশি করব? একটু এগুলা সম্পর্কে অভিজ্ঞ ভাইয়েরা মতামত দিবেন।
যদিও আপনি মেম্বার হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করেছেন কিন্তু এক্টিভিটির অভাবে জুনিয়ার মেম্বার হয়ে আছেন। এখন আপনি যদি কোন সিংনেচার করতে চান তাহলে বাউটি সেকশনে যেসব সিগনেচার রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। বিটকয়েনের মাধ্যমে অর্থ প্রদান করে এমন সকল সিগনেচারে ক্যম্পেইনে ফুল মেম্বার প্লাস বা সিনিয়র প্লাস থাকে আবার কিছু কিছু ক্যম্পেইনে হিরো/লিজেন্ডারি থাকে। যাইহোক এখন আপনি যদি কোন সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন তাহলে সেই সিগনেচার ক্যাম্পেইনের যে সকল রুলস দেওয়া থাকবে সেগুলি আপনাকে মেনে চলতে হবে। আপনি যে সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন সেই ক্যম্পেইনের সিগনেচার কোড এবং ফুল মেম্বার প্লাস থাকলে এভাটার এবং টেক্সট আপনার প্রোফাইলে যুক্ত করতে হবে। কিছু কিছু সিগনেচার ক্যম্পেইনে দেখবেন কিছু কিছু নির্দিষ্ট বোর্ডের নাম উল্লেখ করা থাকবে এই বোর্ডে পোস্ট করা যাবে না, আপনি যদি সেই বোর্ডে পোস্ট করেন তাহলে সেই পোস্ট কাউন্ট করবে না। এখন যদি কোন সিগনেচার ক্যাম্পেইনে ২০ টা পোস্ট দিতে বলে তাহলে আপনি ২২-২৫ এই রকম পোস্ট দিতে পারেন, আপনি চাইলে আরো বেশি করতে পারেন। আপনি চাইলে ২০ টাও করতে পারেন তবে ২-১ টা পোস্ট গ্রহণযোগ্য না হলে দেখা যাবে আপনি পেমেন্ট পাবেন না। কিছু কিছু ক্যম্পেইনে নির্দিষ্ট করে দেওয়া থাকে ২০ পোস্টের নিচে পোস্ট হলে পেমেন্ট পাবেন না। তাই সবসময় চেষ্টা করবেন কয়েকটি পোস্ট বেশি দেওয়ার। ভাই আমি অলরেডি একটা সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হয়েছি এবং ২০$ বিটিসি পেমেন্ট করবে। আমাকেও সিগনেচার ক্যাম্পিং করার জন্য একসেপ্ট করেছে। আমি এর জন্য জানতে চেয়েছিলাম কিভাবে কি করলে ভালো হয়। আপনাকে ধন্যবাদ ভাই অনেক সুন্দর আইডিয়া দিয়েছেন। এর আগে এক্টিভিটি নিয়ম আপনি আমাকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ভাই। আপনার কাছে চিরকৃতজ্ঞ আমার একটি ভুল ধারণা ছিল সেটা আপনি অনেক সুন্দর ভাবে পরিষ্কার করে দিয়েছেন।
|
|
|
|
Z_MBFM
|
আমি একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হল : আমার এই ছোট্ট অ্যাকাউন্ট নিয়েও একটা সিগনেচার ক্যাম্পেইনে অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমাকে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করার জন্য এক্সেপ্ট করা হয়েছে কিন্তু আমি এর আগে কখনো সিগনেচার ক্যাম্পে নিয়ে কাজ করিনি কারন আমি একদম নতুন ই ফোরামে নতুন মেম্বার হয়েও আমি এটার সুযোগ পেয়েছি আমার যোগ্যতা দিয়ে। এই সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমাকে একটু সবাই ধারণা দিবেন এবং আমি কি কি ধরনের কাজ করলে এবং কিভাবে কি করলে আমার অনেক ভালো কিছু হবে সিগনেচার ক্যাম্পেইন এর জন্য। কারণ যারা আমাকে সিগনেচার ক্যাম্পেইন করার সুযোগ দিয়েছে তাদের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে সেটা ফলো করার চেষ্টা করতেছি কিন্তু আমার এই লোকাল বোর্ডের ভাইরা আমাকে একটু সিগনেচার ক্যাম্পেইন করার সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেবেন আমি কিভাবে কি করলে ভালো হবে।
সিগনেচার ক্যাম্পেইনে একেক ম্যানেজার তাদের নিজস্ব রুলস রাখে আপনি রুলস ফলো করেন কি করতে বলছে তাহলে নিজেই বুঝতে পারবেন। যে বিষয়গুলো ডাবল চেক করবেন তা হলো। - সপ্তাহে কতগুলো পোস্ট করতে বলছে
- সর্বনিম্ন কত ক্যারেক্টারের পোস্ট কাউন্ট করবে
- কোন কোন টপিকে বা বোর্ডে পোস্ট করলে কাউন্ট করবে না সেটা দেখবেন।
- লোকাল পোস্ট সর্বোচ্চ কতটা কাউন্ট করবে
- পার্সোনাল টেক্সট লাগানো বাধ্যতামূলক কি না
সিগনেচার ক্যাম্পেইন একটা দিকনির্দেশনা দেওয়া থাকে দশটা বা ২০ টা পোস্ট করতে হবে সপ্তাহে। আমি কি এই দশ টাকা বিশটা পোস্ট করব নাকি আরো বেশি করব? একটু এগুলা সম্পর্কে অভিজ্ঞ ভাইয়েরা মতামত দিবেন।
যতগুলো পোস্ট এর কথা বলবে সপ্তাহে ততগুলো পোস্ট আপনাকে করতে হবে সেই এমাউন্ট পোস্ট বাধ্যতামূলক। সেই পরিমান পোস্ট এর কম হলে আপনি প্যামেন্ট পাবেন না। কিন্তু বেশি করলে সমস্যা নেই। সবসময় বেশি বেশি পোস্ট করার চেষ্টা করবেন। কারন প্রতি সপ্তাহে শুধু সিগনেচার ক্যাম্পেনের রিকোয়ারমেন্ট পূরন করাটা কোনো কোয়ালিটি ইউজারদের কাম্য নয়। আপনি প্রতি সপ্তাহে শুধু সিগনেচার রিকোয়ারমেন্ট পূরন করা মানে আপনি ফোরামে কোনো সময় দিচ্ছেন না আপনার উদ্দেশ্য শুধু সিগনেচার করা। এতে আপনি কোয়ালিটি ইউজার হবেন না কিছু কিছু বড় ম্যানেজারদের কাছে এবং বড় বড় প্যামেন্টের কোনো ক্যাম্পেইনে হয়তবা আপনাকে একসেপ্ট করবে না।
আমি ফোরামে একজন নতুন মেম্বার। আমি গত মাসে একাউন্টটি করেছিলাম আমার এক বন্ধুর মাধ্যমে। এই কয়েকদিন যাবত আমি কিছু কিছু খেয়াল করলাম এবং আজকে আমি এই লোকাল বোর্ডটা খুঁজে পেলাম। সেজন্য আমি এখানে আজকে পোস্ট করলাম একটা। আমি এই ফোরাম সম্পর্কে জানতে চাই এবং শিখতে চাই এটার জন্য আমাকে কি করতে হবে। আমাকে কিভাবে আগালে এই ফোরাম সম্পর্কে আমি ভালো জানতে পারব?
ফোরামে বেশি বেশি এক্টিভ থাকুন। আর আপনি সহ অন্যান্য নতুনরা যে প্রশ্নগুলো করতে পারে তার প্রায় সবগুলো এই বাংলা সেকশনের প্রথম পোস্টে দেওয়া আছে আপনি হয়তবা খেয়াল করেননি। আমি এখানে আবারো সেগুলো কোড করলাম। এই বিষয়গুলো ভালোভাবে পড়েন। তাহলে অনেক কিছু বুঝতে পারবেন।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Nothingtodo
Full Member
Offline
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
July 05, 2024, 11:27:05 PM |
|
দেখেন এদের কার্যকলাপ, উপরের গোল চিহ্ন স্থানে তারা X2 দিয়ে রেখেছিল ভেবেছিলাম হয়তো 0.5TON দিয়ে বুষ্ট মারলে হয়তো ব্যালেন্স দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু বুস্ট মারার পর ট্যাপ করলে দ্বিগুণ দেয় কিন্তু ব্যালেন্স দ্বিগুণ হলো না তখন থেকে আমার এই প্রজেক্ট এর টিমের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। আগে করতাম নিয়মিত এখন আর এই ট্যাপে ঢোকা হয় না বলা চলে এক প্রকার বাদ দিয়ে দিয়েছি। আপনার আমরা যতই এসব প্রজেক্ট থেকে আশা করে থাকি না কেন নট কয়েন এর মত কোনো প্রজেক্টই আর পেমেন্ট দেবে না। এরা এভাবেই গোলেমালে কমিউনিটি বাড়িয়ে চলে যাবে। আমরা যারা HMSTR নিয়ে খুব আশায় রয়েছি না দেখবেন শেষে এক ডলার পরিমাণ হয় কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বী রয়েছে। মাত্র এক পারসেন্ট 1% কমিউনিটিতে দেবে মানে 10বিলিয়ন থেকে ১% মানে ১০ কোটি টাকা দেবে তাহলে ধরে নিন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি মানুষ এই প্রজেক্টে কাজ করেছে তাহলে কি পরিমান প্রজেক্টে থেকে পেমেন্ট পাবে একবার ভেবে দেখুন।
শুধু আপনি নয় আপনার মত লক্ষ লক্ষ ইউজার আপনার আমার মত টন দিয়ে বুস্ট করে নিয়েছে এতে করে কি পরিমান ডলার তারা জনগণের কাছ থেকে নিয়ে নিয়েছে সেটা একবার কল্পনা করে দেখুন। তবে যদি প্রজেক্ট এর টিম সৎ হয়ে থাকে তাহলে এই টাকা দিয়ে তারা এক্সচেঞ্জ লিস্ট করবে। আর যদি সৎ না হয়ে থাকে তাহলে এভাবে ডেট চেঞ্জ করতে করতে মার্কেট থেকে উধাও হয়ে যাবে। তবে এরকম পরিস্থিতি যেন না আসে তারা যেন এক্সচেঞ্জ লিস্ট করে আমাদের কিছু পেমেন্ট দিয়ে দেয়। যারা টন বুস্ট করে ব্যালেন্স দ্বিগুণ করার চেষ্টা করেছিল এই আশায় যারা বুস্ট করেছিল তারা আসলেই বোকা বলে আমি মনে করি। কারণ দেখতেছে যে এই প্রজেক্টের ফিউচার নাই কিছুই নাই ধরতে গেলে অন্যের নামের উপর ভর করে চলতেছে এইখানে কেউ বুস্ট করার মত মন মানসিকতা কাদের থাকে যারা কিছু বুঝে না এই সম্পর্কে তারা এগুলো করছে। আর যারা এগুলা করছে তারা অবশ্যই লস করেছে। Tapswap এর কোন ভবিষ্যৎ নাই ভাই এটা আগেই বুঝেছিলাম।এদের কমিউনিটি এতটা বড় হয়েছে যে তারা এখনো এটা নিয়ে সামনের দিকে কোন কিছু কল্পনা করতে পারছে না তাহলে বুঝেন এরা সামনে আর কি করবে এদের দ্বারা কোন কিছু আশা করাটাও মনে হয় এখন একটা বোকামি। উচিত কথা বলেছেন ভাই কিন্তু কি করব বর্তমান মোবাইলে মোবাইলে এই পরিমাণ ট্যাপ টু আর্ন প্রজেক্ট গুলো রান হচ্ছে যে বোঝার কোন ক্ষমতা নেই কোনটি আসল এবং কোনটি নকল। এজন্য আপাতত ফ্রিতে যা পাওয়া যায় তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত অহেতুক টাকা পুড়িয়ে বুস্ট করার কোন প্রয়োজন নেই। অনেকেই বলেছিল যে নট কয়েনের পরে Tapswap মানুষকে ভালো পেমেন্ট দেবে এই আশাতেই অনেকেই এই প্রজেক্টে বিনিয়োগ করেছিল অর্থাৎ দ্বিগুণ পাওয়ার লোভে বুস্টার মেরেছিল। আমিও বাদ যায়নি কিন্তু বর্তমানে তাদের প্রজেক্ট এর রোড ম্যাপ এর তাল বাহানা দেখলে মনে হয় এটি আমাদের ঘোড়ার ডিম ধরিয়ে দেবে। বর্তমানে বেশিরভাগ প্রজেক্টই স্ক্যাম প্রজেক্ট লাগে আমার কাছে। এই কিছুদিন আগে একটা প্রজেক্ট দেখলাম, ভালোই হাইপ ভালোই কমিউনিটি এক্টিভিটি, তারা তাদের টোকেনে প্রি-সেল করতেছিলো। সঠিক মনে নেই বাট সম্ভবতো ০.০৯ ডলার সামথিং এ প্রি-সেল হচ্ছিল। কাল দেখি তাদের টোকেন এক্সচেঞ্জে লিস্টিং হইছে, লিস্টিং প্রাইস প্রি-সেলের ১০% ও না। ০.০০১ ডলার সামথিং, লল। কমিউনিটি তো একেবারে ক্ষেপে ফায়ার। সবাই গালিগালাজ শুরু করে দিসে। মানে একটা টোকেন আগেভাগে ১০০ টাকায় কিনলাম, বাজারে আসার পর সেটার দাম দাড়ালো ৫ টাকা, এর থেকে হাস্যকর আর কি হতে পারে। এইজন্য লিজিট না মনে হলে ইনভেস্ট করি না কোথাও, ২ টাকা লাভের আসায় ১০ টাকা মারা খাওয়ার প্রশ্নই হয়না। আমার কাছে বর্তমানে ট্যাপসোয়াপের ১৭ মিলিয়ন আছে। সেখান থেকে যদি ১৭ ডলারও আসে তাতেও আমি খুশি, বাট টাকা দিয়ে বুস্ট করবো ডাবল করবো ঐসবে আমি নাই। এক নট কয়েন সকল প্রজেক্ট এর পথ পরিষ্কার করে দিয়ে গেছে। তারা অবশ্য ভালো একটি টিম ছিল এবং সবাইকে উচিত এর চেয়ে বেশি পেমেন্ট করেছে কিন্তু পরবর্তীতে যত প্রজেক্ট আসছে আমার কাছে প্রত্যেক প্রজেক্টে কেমন যেন মনে হয়। ইতিমধ্যে কিছু ডেট চেঞ্জ করতে শুরু করেছে অর্থাৎ তাদের রোড ম্যাপ এর সাথে বর্তমান কার্যকলাপের কোন মিল নেই তাহলে বোঝা যাচ্ছে এরা নিজের স্বার্থের জন্য আমাদেরকে কাজে লাগাচ্ছে। কি বলবো ভাই বর্তমানে সকল প্রজেক্টে বিশেষ করে যেগুলা প্রিসেল চলছে ওগুলো বাজারে এসে খুব একটা বেশি হাইপ হতে পারবে না। কেননা বর্তমান সময়টা এলট কয়েনের জন্য ভালো সময় নয় তাই এলট কয়েনের জন্য বিনিয়োগ করতে হলে ৭৫ ভেবেই বিনিয়োগ করতে হবে।
|
|
|
|
BTC_pokaop
Member
Offline
Activity: 94
Merit: 28
|
|
July 06, 2024, 02:24:41 AM |
|
দেখেন এদের কার্যকলাপ, উপরের গোল চিহ্ন স্থানে তারা X2 দিয়ে রেখেছিল ভেবেছিলাম হয়তো 0.5TON দিয়ে বুষ্ট মারলে হয়তো ব্যালেন্স দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু বুস্ট মারার পর ট্যাপ করলে দ্বিগুণ দেয় কিন্তু ব্যালেন্স দ্বিগুণ হলো না তখন থেকে আমার এই প্রজেক্ট এর টিমের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। আগে করতাম নিয়মিত এখন আর এই ট্যাপে ঢোকা হয় না বলা চলে এক প্রকার বাদ দিয়ে দিয়েছি। আপনার আমরা যতই এসব প্রজেক্ট থেকে আশা করে থাকি না কেন নট কয়েন এর মত কোনো প্রজেক্টই আর পেমেন্ট দেবে না। এরা এভাবেই গোলেমালে কমিউনিটি বাড়িয়ে চলে যাবে। আমরা যারা HMSTR নিয়ে খুব আশায় রয়েছি না দেখবেন শেষে এক ডলার পরিমাণ হয় কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বী রয়েছে। মাত্র এক পারসেন্ট 1% কমিউনিটিতে দেবে মানে 10বিলিয়ন থেকে ১% মানে ১০ কোটি টাকা দেবে তাহলে ধরে নিন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি মানুষ এই প্রজেক্টে কাজ করেছে তাহলে কি পরিমান প্রজেক্টে থেকে পেমেন্ট পাবে একবার ভেবে দেখুন।
শুধু আপনি নয় আপনার মত লক্ষ লক্ষ ইউজার আপনার আমার মত টন দিয়ে বুস্ট করে নিয়েছে এতে করে কি পরিমান ডলার তারা জনগণের কাছ থেকে নিয়ে নিয়েছে সেটা একবার কল্পনা করে দেখুন। তবে যদি প্রজেক্ট এর টিম সৎ হয়ে থাকে তাহলে এই টাকা দিয়ে তারা এক্সচেঞ্জ লিস্ট করবে। আর যদি সৎ না হয়ে থাকে তাহলে এভাবে ডেট চেঞ্জ করতে করতে মার্কেট থেকে উধাও হয়ে যাবে। তবে এরকম পরিস্থিতি যেন না আসে তারা যেন এক্সচেঞ্জ লিস্ট করে আমাদের কিছু পেমেন্ট দিয়ে দেয়। যারা টন বুস্ট করে ব্যালেন্স দ্বিগুণ করার চেষ্টা করেছিল এই আশায় যারা বুস্ট করেছিল তারা আসলেই বোকা বলে আমি মনে করি। কারণ দেখতেছে যে এই প্রজেক্টের ফিউচার নাই কিছুই নাই ধরতে গেলে অন্যের নামের উপর ভর করে চলতেছে এইখানে কেউ বুস্ট করার মত মন মানসিকতা কাদের থাকে যারা কিছু বুঝে না এই সম্পর্কে তারা এগুলো করছে। আর যারা এগুলা করছে তারা অবশ্যই লস করেছে। Tapswap এর কোন ভবিষ্যৎ নাই ভাই এটা আগেই বুঝেছিলাম।এদের কমিউনিটি এতটা বড় হয়েছে যে তারা এখনো এটা নিয়ে সামনের দিকে কোন কিছু কল্পনা করতে পারছে না তাহলে বুঝেন এরা সামনে আর কি করবে এদের দ্বারা কোন কিছু আশা করাটাও মনে হয় এখন একটা বোকামি। উচিত কথা বলেছেন ভাই কিন্তু কি করব বর্তমান মোবাইলে মোবাইলে এই পরিমাণ ট্যাপ টু আর্ন প্রজেক্ট গুলো রান হচ্ছে যে বোঝার কোন ক্ষমতা নেই কোনটি আসল এবং কোনটি নকল। এজন্য আপাতত ফ্রিতে যা পাওয়া যায় তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত অহেতুক টাকা পুড়িয়ে বুস্ট করার কোন প্রয়োজন নেই। অনেকেই বলেছিল যে নট কয়েনের পরে Tapswap মানুষকে ভালো পেমেন্ট দেবে এই আশাতেই অনেকেই এই প্রজেক্টে বিনিয়োগ করেছিল অর্থাৎ দ্বিগুণ পাওয়ার লোভে বুস্টার মেরেছিল। আমিও বাদ যায়নি কিন্তু বর্তমানে তাদের প্রজেক্ট এর রোড ম্যাপ এর তাল বাহানা দেখলে মনে হয় এটি আমাদের ঘোড়ার ডিম ধরিয়ে দেবে। নট কয়েন পেমেন্ট করার পর থেকেই অনেক এয়ারড্রপে টেপ টেপ শুরু করে দিয়েছিলাম। মাঝখানে কয়েকদিন হামস্টার কাম বট অনেক ভাইরাল হয়ে গিয়েছিল, ভেবেছিলাম অল্প কয়েক দিনের ভিতরে হয়তো পেমেন্ট পাব কিন্তু দুঃখের বিষয় তারা মার্কেটে কবে ট্রেডিং শুরু হবে সেই ডেট শুধু পিছিয়ে দিচ্ছে। এই ধরনের প্রজেক্টে চালিয়ে শুধু তারা তাদের কমিউনিটি সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়িয়ে টাকা কামাই করছে। এই বিষয়ে আপনি ঠিকই বলেছেন শেষ মুহূর্তে আমাদের হাতে ঘোড়ার ডিম ধরিয়ে দেবে। আচ্ছা কোন মাইনিং প্রজেক্ট গুলো ভালো হওয়ার সম্ভাবনা আছে? এ বিষয়ে যদি কেউ ধারণা দিতেন তাহলে আমি সেই ভালো প্রজেক্ট গুলো করার চেষ্টা করতাম। অযথা কোন প্রজেক্টে টেপ টেপ করে সময় নষ্ট করতে চাই না।
|
|
|
|
Wonder Work
Full Member
Online
Activity: 224
Merit: 171
Memory of o_e_l_e_o
|
|
July 06, 2024, 10:01:18 AM |
|
দেখেন এদের কার্যকলাপ, উপরের গোল চিহ্ন স্থানে তারা X2 দিয়ে রেখেছিল ভেবেছিলাম হয়তো 0.5TON দিয়ে বুষ্ট মারলে হয়তো ব্যালেন্স দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু বুস্ট মারার পর ট্যাপ করলে দ্বিগুণ দেয় কিন্তু ব্যালেন্স দ্বিগুণ হলো না তখন থেকে আমার এই প্রজেক্ট এর টিমের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। আগে করতাম নিয়মিত এখন আর এই ট্যাপে ঢোকা হয় না বলা চলে এক প্রকার বাদ দিয়ে দিয়েছি। আপনার আমরা যতই এসব প্রজেক্ট থেকে আশা করে থাকি না কেন নট কয়েন এর মত কোনো প্রজেক্টই আর পেমেন্ট দেবে না। এরা এভাবেই গোলেমালে কমিউনিটি বাড়িয়ে চলে যাবে। আমরা যারা HMSTR নিয়ে খুব আশায় রয়েছি না দেখবেন শেষে এক ডলার পরিমাণ হয় কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বী রয়েছে। মাত্র এক পারসেন্ট 1% কমিউনিটিতে দেবে মানে 10বিলিয়ন থেকে ১% মানে ১০ কোটি টাকা দেবে তাহলে ধরে নিন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি মানুষ এই প্রজেক্টে কাজ করেছে তাহলে কি পরিমান প্রজেক্টে থেকে পেমেন্ট পাবে একবার ভেবে দেখুন।
শুধু আপনি নয় আপনার মত লক্ষ লক্ষ ইউজার আপনার আমার মত টন দিয়ে বুস্ট করে নিয়েছে এতে করে কি পরিমান ডলার তারা জনগণের কাছ থেকে নিয়ে নিয়েছে সেটা একবার কল্পনা করে দেখুন। তবে যদি প্রজেক্ট এর টিম সৎ হয়ে থাকে তাহলে এই টাকা দিয়ে তারা এক্সচেঞ্জ লিস্ট করবে। আর যদি সৎ না হয়ে থাকে তাহলে এভাবে ডেট চেঞ্জ করতে করতে মার্কেট থেকে উধাও হয়ে যাবে। তবে এরকম পরিস্থিতি যেন না আসে তারা যেন এক্সচেঞ্জ লিস্ট করে আমাদের কিছু পেমেন্ট দিয়ে দেয়। যারা টন বুস্ট করে ব্যালেন্স দ্বিগুণ করার চেষ্টা করেছিল এই আশায় যারা বুস্ট করেছিল তারা আসলেই বোকা বলে আমি মনে করি। কারণ দেখতেছে যে এই প্রজেক্টের ফিউচার নাই কিছুই নাই ধরতে গেলে অন্যের নামের উপর ভর করে চলতেছে এইখানে কেউ বুস্ট করার মত মন মানসিকতা কাদের থাকে যারা কিছু বুঝে না এই সম্পর্কে তারা এগুলো করছে। আর যারা এগুলা করছে তারা অবশ্যই লস করেছে। Tapswap এর কোন ভবিষ্যৎ নাই ভাই এটা আগেই বুঝেছিলাম।এদের কমিউনিটি এতটা বড় হয়েছে যে তারা এখনো এটা নিয়ে সামনের দিকে কোন কিছু কল্পনা করতে পারছে না তাহলে বুঝেন এরা সামনে আর কি করবে এদের দ্বারা কোন কিছু আশা করাটাও মনে হয় এখন একটা বোকামি। উচিত কথা বলেছেন ভাই কিন্তু কি করব বর্তমান মোবাইলে মোবাইলে এই পরিমাণ ট্যাপ টু আর্ন প্রজেক্ট গুলো রান হচ্ছে যে বোঝার কোন ক্ষমতা নেই কোনটি আসল এবং কোনটি নকল। এজন্য আপাতত ফ্রিতে যা পাওয়া যায় তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত অহেতুক টাকা পুড়িয়ে বুস্ট করার কোন প্রয়োজন নেই। অনেকেই বলেছিল যে নট কয়েনের পরে Tapswap মানুষকে ভালো পেমেন্ট দেবে এই আশাতেই অনেকেই এই প্রজেক্টে বিনিয়োগ করেছিল অর্থাৎ দ্বিগুণ পাওয়ার লোভে বুস্টার মেরেছিল। আমিও বাদ যায়নি কিন্তু বর্তমানে তাদের প্রজেক্ট এর রোড ম্যাপ এর তাল বাহানা দেখলে মনে হয় এটি আমাদের ঘোড়ার ডিম ধরিয়ে দেবে। নট কয়েন পেমেন্ট করার পর থেকেই অনেক এয়ারড্রপে টেপ টেপ শুরু করে দিয়েছিলাম। মাঝখানে কয়েকদিন হামস্টার কাম বট অনেক ভাইরাল হয়ে গিয়েছিল, ভেবেছিলাম অল্প কয়েক দিনের ভিতরে হয়তো পেমেন্ট পাব কিন্তু দুঃখের বিষয় তারা মার্কেটে কবে ট্রেডিং শুরু হবে সেই ডেট শুধু পিছিয়ে দিচ্ছে। এই ধরনের প্রজেক্টে চালিয়ে শুধু তারা তাদের কমিউনিটি সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়িয়ে টাকা কামাই করছে। এই বিষয়ে আপনি ঠিকই বলেছেন শেষ মুহূর্তে আমাদের হাতে ঘোড়ার ডিম ধরিয়ে দেবে। আচ্ছা কোন মাইনিং প্রজেক্ট গুলো ভালো হওয়ার সম্ভাবনা আছে? এ বিষয়ে যদি কেউ ধারণা দিতেন তাহলে আমি সেই ভালো প্রজেক্ট গুলো করার চেষ্টা করতাম। অযথা কোন প্রজেক্টে টেপ টেপ করে সময় নষ্ট করতে চাই না। ভাই বর্তমান সময়ের জন্য আমি BLUM, HOT, PIXEL, CERTIK, CATIZEN এই কয়েকটা করতেছি ভাই বাকি সব বাদ দিয়ে দিয়েছি ভাই। এগুলো ভালো হবে আশা করা যায়। এদের জার্নটা অনেক ভালো মনে হচ্ছে ভাই। এদের রোডম্যাপগুলো আমার কাছে ইলিজেবল মনে হচ্ছে ভাই। আপনি চাইলে এগুলো করতে পারেন ভই এগুলো ভালো হবে ভাই। যে ১০০% ভালো হবে এরকম না তবে ভাই এগুলো থেকে মোটামুটি ভালো কিছু পাবেন ভুল আশা করা যায়। আমি নিজেও এগুলো করতেছি এগুলো মিস করতেছি না।
|
|
|
|
Morshedbns
Newbie
Offline
Activity: 11
Merit: 0
|
|
July 06, 2024, 06:56:11 PM |
|
নতুন যারা তাদের জন্য সিনিয়র মেম্বারদের কোনো মতামত আছে কি? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍
|
|
|
|
|