|
Review Master
|
 |
October 04, 2024, 11:30:43 AM |
|
বর্তমান দাম = $০.০০০১৩৩৬ উড়েই গেল দশমিকের পরের একটা শুন্য ...দাম এখন দশগুন... অভিনন্দন সমস্ত বিনিয়োগকারীকে।  অনেকে DM করছেন PulseChain setup করবেন কিভাবে? আপনারা নিচের link এ দেখতে পারেন... https://PulseChain.comজানি নাহ কে বা কারা আপনাকে DM করছে, কিন্তু বিষয়টা এমন হইলো নাহ যে, টোকেনটা হয়তো আপনারই কিংবা পরিচিত কারো এবং মুরগি খুজতেছেন exit liquidity এর জন্য । আর এখানে এসে এমনভাবে পোষ্ট করতেছেন যে, এটি আসলেই 5x কিংবা 10x হয়ে গেলো। যাইহোক আপনার শেয়ার করা টোকেনটি নিয়ে কিছু বিষয় নাহ বললেই নয়:→ টোকনটির হোল্ডার মাত্র ৩১ এবং এর মধ্যে ৭টি হলো কন্ট্রাক এড্রেস। এর থেকে নজর দেওয়ার বিষয় হইলো ৫টি ওয়ালেটে সমপরিমাণের টোকেন রয়েছে এবং সেগুলো আবার ২য় থেকে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। → সবচেয়ে হাস্যকর বিষয় হলো Liquidity মাত্র $১০০০ এবং ক্রয়-বিক্রয়ের লিস্ট দেখলে বুঝা যায় যে, মাত্র কয়েকটি ওয়ালেট $১ কিংবা তার কমে ক্রয় বিক্রয় করতেছে। কারণ $১০ কিংবা বেশি পরিমাণে ক্রয় করলে টোকেন ১.৫ গুণ বৃদ্ধি পাবে। → গত ২৪ ঘন্টার volume মাত্র $১৩, কিন্তু টোকেনের মূল বুদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে, যারা DeFi সম্পর্কে জানে তাদেরকে তো আর বিস্তারিত জানানোর দরকার নাই। যাইহোক, এখান ২টি বিষয় হইতে পারে:০১) আপনি টোকেনটি তৈরি করেছেন এবং Dev wallet এর টোকেন বার্ন করলেও অন্যান্য ওয়ালেটে আগেই ট্রান্সফার করেছেন কিংবা আগেই অল্প অল্প করে ক্রয় করেছেন। যাতে এখানে এভাবে প্রচার করে, exit liquidity এর জন্য কাউকে পান, সহজ ভাষায় কোনো একজন না জেনে টোকেনটি $১০ কিংবা $৫০ এর ক্রয় করবে আর আপনি সব ওয়ালেট থেকে টোকেন ডাম্প করবেন। ০২) টোকেনটি আপনার নাহ হইলেও , আপনি জানেন টোকেনটি কার এবং আপনি ওই সর্বোচ্চ টোকেন হোল্ডারদের মধ্যে কয়েকটি ওয়ালেটের মালিক এবং একইভাবে exit liquidity এর জন্য মুরগি খুজতেছেন।
|
|
|
|
Dip69
Member

Offline
Activity: 76
Merit: 33
|
 |
October 04, 2024, 01:22:53 PM |
|
আমার এক বন্ধু আমার মোবাইলটি নিয়ে Ultrapro নামের একটি মোবাইল apps নামিয়ে দেয়। যা বর্তমানে নতুন রেজিস্টেশন কারীকে ২৫ USDT করে দিচ্ছে। এবং প্রতি রেফার করার জন্য ২ USDT করে দিচ্ছে। আমার ID রেজিস্টেশন হওয়ার পরেই আমি ২৫USDT পেয়েছি। এখন আমার প্রশ্ন হলো এই ২৫ USDT কেন দিলো ? কোনো টাস্ক ও পুরুন করা লাগলো না। এটা কি airdrop ? নাকি আমাদের মোবাইল এ কোনো ম্যালওয়ার ঢুকানোর একটি নতুন পদ্ধতি ? [তারা আবার বলে ৯ তারিখে পেমেন্ট পাওয়া যাবে। ] এখন ও KYC আপডেট করার অপশন আসে নি । তো আমার কি এখন পরবর্তী ধাপে যাওয়া উচিত ?  
|
|
|
|
|
inearth
Member

Offline
Activity: 107
Merit: 55
|
 |
October 04, 2024, 01:34:53 PM |
|
আমার এক বন্ধু আমার মোবাইলটি নিয়ে Ultrapro নামের একটি মোবাইল apps নামিয়ে দেয়। যা বর্তমানে নতুন রেজিস্টেশন কারীকে ২৫ USDT করে দিচ্ছে। এবং প্রতি রেফার করার জন্য ২ USDT করে দিচ্ছে। আমার ID রেজিস্টেশন হওয়ার পরেই আমি ২৫USDT পেয়েছি। এখন আমার প্রশ্ন হলো এই ২৫ USDT কেন দিলো ? কোনো টাস্ক ও পুরুন করা লাগলো না। এটা কি airdrop ? নাকি আমাদের মোবাইল এ কোনো ম্যালওয়ার ঢুকানোর একটি নতুন পদ্ধতি ? [তারা আবার বলে ৯ তারিখে পেমেন্ট পাওয়া যাবে। ] এখন ও KYC আপডেট করার অপশন আসে নি । তো আমার কি এখন পরবর্তী ধাপে যাওয়া উচিত ?   ভাই আমার মনে হয় এই সমস্ত অযথা সময় নষ্ট না করে ভালো কাজ হয়ে মনোযোগ দেওয়া ভালো, কেননা সামান্য একটি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কে আপনাকে $25 দিবে? সচরাচর আমরা জানি যারা স্ক্যামার তারা সবসময়ই সচরাচর এই ধরনের অফার গুলো নিয়ে আসে, তারা বলে একাউন্ট খুললেই $50 আবার প্রতি রেফারে $5 / $10 এই ধরনের লোভনীয় অফার গুলো নিয়ে আসে তারা যাতে প্রত্যেকেই তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তাদের কথামতো তাদের সাইডে অ্যাকাউন্ট খুলে, এর ফলে তারা আমাদের ডিভাইসের সমস্ত অ্যাক্সেস গুলো পেয়ে যায়. তাই আমি মনে করি এগুলো থেকে আমাদের দূরে থাকাই ভালো, ভাই মনে রাখবেন বিনা কারণে কেউ কাউকে অর্থ প্রদান করে না, আপনি তাকে সেবা প্রদান করবেন ফলে তিনি আপনাকে অর্থ প্রদান করবে, তাছাড়া এ পৃথিবীতে কারো এমন ঠ্যাকা নেই যে একটি কোম্পানি কোন কাজ ছাড়াই সবাইকে অর্থ প্রদান করবে. তাই আমি মনে করি এটি থেকে আপনার দূরে থাকাই ভালো হবে, অথবা আপনি পরবর্তীতে পেয়ে এগিয়ে যেতে পারেন এটি আপনার ইচ্ছা, আমি শুধু আপনাকে একটি পরামর্শ দিলাম, কেননা এই ধরনের ফাঁদে এর আগে আমিও পড়েছি, তাই এইগুলোর অভিজ্ঞতা আমার আছে তাই আপনাকে একটু পরামর্শ দিলাম আর কি.
|
|
|
|
|
|
Review Master
|
 |
October 04, 2024, 02:14:30 PM |
|
আমার এক বন্ধু আমার মোবাইলটি নিয়ে Ultrapro নামের একটি মোবাইল apps নামিয়ে দেয়। যা বর্তমানে নতুন রেজিস্টেশন কারীকে ২৫ USDT করে দিচ্ছে। এবং প্রতি রেফার করার জন্য ২ USDT করে দিচ্ছে। আমার ID রেজিস্টেশন হওয়ার পরেই আমি ২৫USDT পেয়েছি। এখন আমার প্রশ্ন হলো এই ২৫ USDT কেন দিলো ? কোনো টাস্ক ও পুরুন করা লাগলো না। এটা কি airdrop ? নাকি আমাদের মোবাইল এ কোনো ম্যালওয়ার ঢুকানোর একটি নতুন পদ্ধতি ? [তারা আবার বলে ৯ তারিখে পেমেন্ট পাওয়া যাবে। ] এখন ও KYC আপডেট করার অপশন আসে নি । তো আমার কি এখন পরবর্তী ধাপে যাওয়া উচিত ?  যেহেতু INR রয়েছে, তার মানে একটি ইন্ডিয়ার এক্সচেঞ্জ এবং ইন্ডিয়ানরা যেমন ভালো প্রজেক্ট তৈরি করতে পারে, তার থেকে বেশি স্ক্যাম করতে পারে। আর নতুন এক্সচেঞ্জগুলো এমন welcome bonus দিয়ে থাকে, তাই এটিকে এয়ারড্রপ বলা যাবে নাহ। আর এই বোনাসটি দেওয়ার মাধ্যমে মূলত তারা নতুন ব্যবহারকারীদের প্লাটফর্ম ব্যবহারে আমন্ত্রণ করে থাকে। অনেক এক্সচেঞ্জ এমন USDT বোনাস দেয়, যেন ওগুলো এক্সচেঞ্জে ট্রেডিং এর জন্য ব্যবহার করতে পারনে | যদি কোনো ধরনের লাভ করতে পারেন ট্রেডিং করে, তাহলে শুধুমাত্র লাভের সেই অংশটি withdraw করতে পারবেন। কিন্তু যেহেতু KYC লাগবেই বলেছে, তার মানে এরা KYC এর ডাটা নিয়ে scam করবে। কারণ $২৫০ মিলিয়ন কিংবা এর বেশি USDT কোনো একচেঞ্জ এখন পর্যন্ত বোনাস হিসেবে দেয় নাই। তার চেয়ে বড় কথা হইলো, চোর বলবেই যে সে চুরি করে নাহ। বলার কারণ এই টুইটটার কমেন্টে রিপ্লাইগুলো দেখেন: https://x.com/ultraproex/status/1841436868577050961
|
|
|
|
|
Bd officer
|
 |
October 04, 2024, 02:43:31 PM |
|
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ 4. Bd officer [318]
বাহ,,সর্বোচ্চ পোস্ট করার দিক দিয়ে আমি ৪ নাম্বারে উঠেছি। যাইহোক, আমাদের থ্রেডে দেখি নতুন সদস্যদের আগমন দেখা যাচ্ছে যা খুবই ভালো। সকলের জন্য শুভকামনা।
Vanilla Finance টেলিগ্রাম বটে CONE ব্যবহার করে, শুধুমাত্র option ট্রেডিং করেন। আর লেভেল বাড়ান, কেননা আপনার লেভেল যত বেশি হবে তত বেশি এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধন্যবাদ ভাই আপনাকে!! ভাই এইটায় জয়েন হইলাম, Cone পয়েন্ট প্রায় ৪০০০ মতো আর্ন করেছিলাম। আমি কয়েকটা ট্রেড করলাম শুধু পয়েন্ট কমে আসতেছে। এই ট্রেডিং তো দেখি প্রায় জুয়ার মতোই লাগলো। এই বট থেকে ট্যাপ ট্যাপ করলে পয়েন্ট বেড়ে যায় এবং লেভেল ও বাড়ে। এইটা মনোযোগ দিয়ে করি দেখি কেমন প্রফিট পাওয়া যায়।
পরিশেষে, সকলের কি অবস্থা? টানা দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে সকালে কেমন ফিল করছেন? গত রাত্রে যে বৃষ্টি হয়েছে বিগত ১০ বছরে এমন বৃষ্টি হতে দেখি নাই। আমাদের এলাকায় রাস্তাঘাট ভেঙ্গে চুরে গিয়েছে। এ বছরে যতটা বন্যায় পানি না হয়েছিল তার চেয়ে বেশি বৃষ্টিতে পানি জমেছে। আমার ঘরবাড়ির অবস্থা খুবই বাজে হয়ে গেছে। সকলের প্রতি দোয়া রইল সকলে যেন সুস্থ থাকেন। 
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
|
Review Master
|
 |
October 04, 2024, 02:54:56 PM |
|
Vanilla Finance টেলিগ্রাম বটে CONE ব্যবহার করে, শুধুমাত্র option ট্রেডিং করেন। আর লেভেল বাড়ান, কেননা আপনার লেভেল যত বেশি হবে তত বেশি এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধন্যবাদ ভাই আপনাকে!! ভাই এইটায় জয়েন হইলাম, Cone পয়েন্ট প্রায় ৪০০০ মতো আর্ন করেছিলাম। আমি কয়েকটা ট্রেড করলাম শুধু পয়েন্ট কমে আসতেছে। এই ট্রেডিং তো দেখি প্রায় জুয়ার মতোই লাগলো। এই বট থেকে ট্যাপ ট্যাপ করলে পয়েন্ট বেড়ে যায় এবং লেভেল ও বাড়ে। এইটা মনোযোগ দিয়ে করি দেখি কেমন প্রফিট পাওয়া যায়। CONE দিয়ে ট্রেড করলে আপনার লেভেল আপ হবে যেমনটা বলেছিলাম যে, আমাদেরকে লেভেলবৃদ্ধি করতে হবে। আর এটি Option trading প্লাটফর্ম , অন্যান্য এক্সচেঞ্জের মতো SPOT কিংবা Leverage/margin/future ট্রেডিং প্লাটফর্ম নয়। আমি পোষ্টে বলে দিয়েছিলাম যে, আপনারা Delta neutral strategy টি ব্যবহার করতে পারেন। সহজ বাংলা কথায়, একই সময়ে LONG ও SHORT পজিশন নিবেন এবং যেটায় লাভ হবে, সেটি close করে দিবেন। যেহেতু option ট্রেডিং প্লাটফর্ম, সেহেতু ১০০% লাভের পরই পজিশনগুলো close কইরেন। বটে সর্বোচ্চ ১০টি পজিশন তৈরি করা যায়, তাই একবারে ৫টি করে LONG/SHORT পজিশন খুলে বসে থাকবেন এবং নজরে রাখবেন কোনটায় লাভ হইতেছে। আর এটা জুয়া খেলার মতোই কেননা আপনি ১০ মিনিটের সময়ের মধ্যে বিড করতেছেন যে, মার্কেট বাড়বে নাকি কমবে।
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 04, 2024, 04:20:47 PM |
|
What to do? Post on R7 X. This is a monthly raffle, FREE to join. For Bitcointalk members, all you need is to let me know your bech32 address and you are a part of this FREE raffle. Royse প্রতিমাসে একটি ফ্রি রাফেল দেয় যেখানে যেকোনো কেউ চাইলে জয়েন হতে পারবে। অক্টোবরের জন্যও দিছে। জাস্ট আপনার bech32 এড্রেসটা পোস্টে কমেন্ট করে আসুন তাহলেই হবে। প্রাইজ ম্যানি ৫০$ 
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
BlackHatSojib
|
 |
October 04, 2024, 05:08:28 PM Merited by DYING_S0UL (1) |
|
আমি ৯৯% ভাগ বলবো না। নাম্বার টা ৯০% হতে পারে বা এর আশে পাশেই। কিন্তু এটা মূল ব্যাপার না। তুমি আমাদের কে সাজেষ্ট করতে পারো যে কোন স্কিল ডেভেলপমেন্ট করলে সবচাইতে বেশি ভালো হবে। কোন সেক্টরে কম্পিটিশন কম আর কাজের চাহিদা আছে। যারা একদম বিগিনার, তারা কি দিয়ে শুরু করলে সবচাইতে ভালো হবে। যারা কোডিং শিখতে চায়, তাদের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শেখা উচিৎ এবং কেনো? সবাই বলে পিএইচপি ইস ডেড! কথাটা কি আসলেই সত্য? এই ফোরাম কিন্তু পিএইচপি তে কোড করা।
প্রথমেই আবার তোমাকে ধন্যবাদ জানাই বন্ধু আমাকে এতো সুন্দর একটা প্লাটফর্ম এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বর্তমানে খুব কম সময়ে যদি স্কিল ডেভেলপ করতে চায় কেউ তাহলে সে গ্রাফিক্স সেক্টরে আসতে পারে, কারণ এই সেক্টরে তুলণামূলক সময় কম লাগে। তবে আগামী দিনে গ্রাফিক্স এর সেক্টরের একটা বিশাল অংশ এ আই এর দখলে চলে যাবে। তাই আমি ব্যাক্তিগতভাবে কাউকে স্কিল ডেভেলপ করার জন্য সাজেশন দিলে অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট এর সেক্টরে আসার পরামর্শ দিবো। এই সেক্টরে সময় বেশী লাগলেও ভালোভাবে নিজেকে দক্ষ করতে পারলে ভবিষ্যতে ভালো কিছু করার প্রচুর সম্ভাবনা আছে। বাংলাদেশের আনাচে কানাচে এখন গ্রাফিক্স ডিজাইনার খুঁজে পাওয়া গেলেও ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরের লোক খুব কমই আছে। তাই যারা দক্ষ তাদের কাজের জন্য প্রতিযোগীতা করতে হয় না। ভালো কাজ জানলে কাজের অভাব হয় না। আমার মতে যারা নতুন এই সেক্টরে আসতে চায় তারা বেসিক এর পরে পিএইচপি নিয়ে কাজ করতে পারে। কারণ পিএইচপি এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়্যাজ। যারা বলে পিএইচপি ইজ ডেড আমার মতে তারা বোকার স্বর্গে বসবাস করতেছে। কারণ বর্তমান সময়েও সারা পৃথিবীতে যতো ওয়েবসাইট আছে তার প্রায় ৭০% ওয়েবসাইট পিএইচপি তে চলছে। জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম Wordpress, Drupal, Joomla এইগুলা সব পিএইচপি তে চলছে। তাহলে যারা বলে পিএইচপি ইজ ডেড তাদের কাছে আমার প্রশ্ন রইলো পিএইচপি এর এতো জনপ্রিয়তা এবং ব্যাবহার থাকতে পিএইচপি কিভাবে ডেড হয়? আর হ্যাঁ এই ফোরাম সিম্পল ম্যাশিন ফোরাম নামে একটা সি এম এস ব্যাবহার করে তৈরি করা যা পিএইচপি তে রান হচ্ছে।
|
|
|
|
|
|
Nothingtodo
|
 |
October 04, 2024, 08:38:19 PM |
|
আমার এক বন্ধু আমার মোবাইলটি নিয়ে Ultrapro নামের একটি মোবাইল apps নামিয়ে দেয়। যা বর্তমানে নতুন রেজিস্টেশন কারীকে ২৫ USDT করে দিচ্ছে। এবং প্রতি রেফার করার জন্য ২ USDT করে দিচ্ছে। আমার ID রেজিস্টেশন হওয়ার পরেই আমি ২৫USDT পেয়েছি। এখন আমার প্রশ্ন হলো এই ২৫ USDT কেন দিলো ? কোনো টাস্ক ও পুরুন করা লাগলো না। এটা কি airdrop ? নাকি আমাদের মোবাইল এ কোনো ম্যালওয়ার ঢুকানোর একটি নতুন পদ্ধতি ? [তারা আবার বলে ৯ তারিখে পেমেন্ট পাওয়া যাবে। ] এখন ও KYC আপডেট করার অপশন আসে নি । তো আমার কি এখন পরবর্তী ধাপে যাওয়া উচিত ?  এরকম ১০০ ডলার, ৫০ ডলার, ২৫ ডলার, ২০ ডলার অফার করা অনেক প্রোজেক্টের এপ্লিকেশন ডাউনলোড করে একাউন্ট করে রেখেছিলাম কিন্তু দুঃখের বিষয় একটা প্রজেক্ট থেকেও এখন পর্যন্ত উইথড্র করতে পারিনি। উইড্য করতে গেলে একাধিক শর্ত জুড়ে দেয় সে ক্ষেত্রে ২৫ ডলার তুলতে গেলে তারা বলবে ১০০ ডলারের ট্রেডিং ভলিউম দেখাতে। আবার ১০০ ডলার ট্রেডিং ভলিউম করার পর তারা নতুন করে আবার শর্ত জুড়ে দেবে। এভাবে শর্ত পূরণ করতে করতে হাঁপিয়ে গেলে আপনি নিজে থেকেই উইথড্র করার চিন্তা বাদ দিয়ে দিবেন। এগুলা সবই ইন্ডিয়ানদের ইসকাম প্রজেক্ট। এগুলোতে কাজ করার আগে অবশ্যই দুই একবার ভেবে নেওয়া উচিত।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | Rainbet.com CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 05, 2024, 05:37:48 AM |
|
আমি ৯৯% ভাগ বলবো না। নাম্বার টা ৯০% হতে পারে বা এর আশে পাশেই। কিন্তু এটা মূল ব্যাপার না। তুমি আমাদের কে সাজেষ্ট করতে পারো যে কোন স্কিল ডেভেলপমেন্ট করলে সবচাইতে বেশি ভালো হবে। কোন সেক্টরে কম্পিটিশন কম আর কাজের চাহিদা আছে। যারা একদম বিগিনার, তারা কি দিয়ে শুরু করলে সবচাইতে ভালো হবে। যারা কোডিং শিখতে চায়, তাদের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শেখা উচিৎ এবং কেনো? সবাই বলে পিএইচপি ইস ডেড! কথাটা কি আসলেই সত্য? এই ফোরাম কিন্তু পিএইচপি তে কোড করা।
প্রথমেই আবার তোমাকে ধন্যবাদ জানাই বন্ধু আমাকে এতো সুন্দর একটা প্লাটফর্ম এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বর্তমানে খুব কম সময়ে যদি স্কিল ডেভেলপ করতে চায় কেউ তাহলে সে গ্রাফিক্স সেক্টরে আসতে পারে, কারণ এই সেক্টরে তুলণামূলক সময় কম লাগে। তবে আগামী দিনে গ্রাফিক্স এর সেক্টরের একটা বিশাল অংশ এ আই এর দখলে চলে যাবে। তাই আমি ব্যাক্তিগতভাবে কাউকে স্কিল ডেভেলপ করার জন্য সাজেশন দিলে অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট এর সেক্টরে আসার পরামর্শ দিবো। এই সেক্টরে সময় বেশী লাগলেও ভালোভাবে নিজেকে দক্ষ করতে পারলে ভবিষ্যতে ভালো কিছু করার প্রচুর সম্ভাবনা আছে। বাংলাদেশের আনাচে কানাচে এখন গ্রাফিক্স ডিজাইনার খুঁজে পাওয়া গেলেও ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরের লোক খুব কমই আছে। তাই যারা দক্ষ তাদের কাজের জন্য প্রতিযোগীতা করতে হয় না। ভালো কাজ জানলে কাজের অভাব হয় না। আমার মতে যারা নতুন এই সেক্টরে আসতে চায় তারা বেসিক এর পরে পিএইচপি নিয়ে কাজ করতে পারে। কারণ পিএইচপি এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়্যাজ। যারা বলে পিএইচপি ইজ ডেড আমার মতে তারা বোকার স্বর্গে বসবাস করতেছে। কারণ বর্তমান সময়েও সারা পৃথিবীতে যতো ওয়েবসাইট আছে তার প্রায় ৭০% ওয়েবসাইট পিএইচপি তে চলছে। জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম Wordpress, Drupal, Joomla এইগুলা সব পিএইচপি তে চলছে। তাহলে যারা বলে পিএইচপি ইজ ডেড তাদের কাছে আমার প্রশ্ন রইলো পিএইচপি এর এতো জনপ্রিয়তা এবং ব্যাবহার থাকতে পিএইচপি কিভাবে ডেড হয়? আর হ্যাঁ এই ফোরাম সিম্পল ম্যাশিন ফোরাম নামে একটা সি এম এস ব্যাবহার করে তৈরি করা যা পিএইচপি তে রান হচ্ছে। আপনার কথাগুলো শুনে ভালো লাগলো। সত্যি কথা বলতে সুযোগ থাকার পরেও আজকার অনেকেই এই স্কিল ডেভেলপমেন্টের দিকে অনীহা দেখায়। একটি কারন অলসতা। আরো একটা সমস্যা বেশিরভাগই শেষ পর্যন্ত কোর্স শেষ করতে পারে না বা করে না, মাঝপথে এসে ড্রপ করে। এর মূল কারন আমাদের ধৈর্য কম। ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যা বল্লেন তা নিয়ে একটু বলি। বর্তমানে এটির পেছনে বস্তা বস্তা লোক ঘোরে, এটা প্রোগ্রামিং সেক্টরের সবথেকে ইজি একটা সেক্টর বলে আমি মনে করি। এজন্য সবায় এটার পেছনে দৌড়ায়, দিনশেষে সবাই যে লক্ষে পৌছায় তা না, যারা হার্ডওয়ার্ক করে শুরু তারা। বাংলাদেশের ক্ষেত্রে ওয়েবের থেকে AI সেক্টরে অনেক কম লোক ইনভল্ব আছে। আমি কোনো কিছুকে ছোট করতেছিনা, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে, অর্ধেক দেখবেন CSE নিয়ে পড়তেছে, বাকি অর্ধেক BBA। কে কি নিয়ে পড়লো সেটা ম্যাটার করে না, বর্তমানে সময়ে সবার উচিত কোনো একটা স্কিল শিখা, হোক সেটা ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং বা এডিটিং, যেকোনো কিছু। নিজের কথা যদি বলি, আমি আপাতত টুকটাক FrontEnd (JS/React/NodeJS/VueJS/AngularJS) এর কাজ শেখার ট্রাই করতেছি। বাই দা ওয়ে, বিগিনার হিসেবে যারা এই সেক্টরের কাজ শিখতে চায়, তাদের জন্য কোন প্লাটফর্মের কনটেন্ট সুবিধা হবে, বা আপনি কাদের ফলো করেন, এগুলো যদি বলতেন!
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
BlackHatSojib
|
 |
October 05, 2024, 05:56:03 AM |
|
আপনার কথাগুলো শুনে ভালো লাগলো। সত্যি কথা বলতে সুযোগ থাকার পরেও আজকার অনেকেই এই স্কিল ডেভেলপমেন্টের দিকে অনীহা দেখায়। একটি কারন অলসতা। আরো একটা সমস্যা বেশিরভাগই শেষ পর্যন্ত কোর্স শেষ করতে পারে না বা করে না, মাঝপথে এসে ড্রপ করে। এর মূল কারন আমাদের ধৈর্য কম।
ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যা বল্লেন তা নিয়ে একটু বলি। বর্তমানে এটির পেছনে বস্তা বস্তা লোক ঘোরে, এটা প্রোগ্রামিং সেক্টরের সবথেকে ইজি একটা সেক্টর বলে আমি মনে করি। এজন্য সবায় এটার পেছনে দৌড়ায়, দিনশেষে সবাই যে লক্ষে পৌছায় তা না, যারা হার্ডওয়ার্ক করে শুরু তারা। বাংলাদেশের ক্ষেত্রে ওয়েবের থেকে AI সেক্টরে অনেক কম লোক ইনভল্ব আছে। আমি কোনো কিছুকে ছোট করতেছিনা, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে, অর্ধেক দেখবেন CSE নিয়ে পড়তেছে, বাকি অর্ধেক BBA। কে কি নিয়ে পড়লো সেটা ম্যাটার করে না, বর্তমানে সময়ে সবার উচিত কোনো একটা স্কিল শিখা, হোক সেটা ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং বা এডিটিং, যেকোনো কিছু। নিজের কথা যদি বলি, আমি আপাতত টুকটাক FrontEnd (JS/React/NodeJS/VueJS/AngularJS) এর কাজ শেখার ট্রাই করতেছি।
বাই দা ওয়ে, বিগিনার হিসেবে যারা এই সেক্টরের কাজ শিখতে চায়, তাদের জন্য কোন প্লাটফর্মের কনটেন্ট সুবিধা হবে, বা আপনি কাদের ফলো করেন, এগুলো যদি বলতেন!
ধন্যবাদ ভাই, আপনার কথা ঠিক আছে তবে আমি যেভাবে বলছি আর আপনি যেভাবে বুঝছেন সেখানে একটু মিষ্টেক আছে। আমি গ্রাফিক্স আর ওয়েব এর তুলনা করছি। গ্রাফিক্স ডিজাইন , ইউ আই ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এর থেকে তুলণামূলক অনেক সহজ এবং সময় ও কম লাগে। বর্তমানে যারা এসবের বিভিন্ন কোর্স বিক্রি করে তারা বেশিরভাগই ভূয়া, আর যারা বিভিন্ন ট্রেনিং সেন্টার পরিচালনা করে এসব কাজ শেখায় তাদের অনেক সেন্টারের ট্রেইনার বেসিক টা কোনোমতে জানে আমার নিজের চোখে দেখা। আমাদের দেশের মানুষ দৌড়ায় যদি ১০০ জন লক্ষে পৌঁছায় ৪/৫ জন, এর সবচেয়ে বড়ো কারণ হচ্ছে আমাদের ধৈর্য কম আর স্কিল ডেভেলপ করার চাইতে টাকা ইনকাম করাকে প্রাধান্য দেওয়া। মানুষ এটা বুঝেনা যে ভালো স্কিল থাকলে টাকা ইনকাম করা ব্যাপার না। বর্তমানে যারা শুরু করতে চায় আমার মতে প্রথমে যেকোনো একটা ডেভেলপমেন্ট প্লাটফর্ম যেমন ওয়ার্ডপ্রেস কিংবা জুমলা এসবে টুকটাক কাজ করে আগে বুঝা উচিৎ নিজেকে দক্ষ করার জন্য যে ধৈর্য প্রয়োজন সেটা ধরতে পারবে কি না, পাশাপাশি এই প্লাটফর্মগুলাতে দক্ষ হলেও ব্যাপক চাহিদা আছে কাজের। বর্তমানে সবাই ওয়ার্ডপ্রেস এর মতো রেডিমেড সিএমএস এর ব্যাবহার দিন দিন বাড়াচ্ছে। আর আমি আসলে কাউকে ফলো করি না, কখনো কাউকে ফলো করিও নি। নিজের চেষ্টায় যতোটুকু পারছি করছি। ধন্যবাদ
|
|
|
|
|
|
Shishir99
|
 |
October 05, 2024, 07:22:45 AM |
|
টুলস এবং টিউটোরিয়াল পোষ্ট গুলো
এই পোষ্ট টি টুলস এবং টিউটোরিয়াল পোষ্ট গুলো কালেক্ট করে রাখার জন্য ব্যাবহার করা হবে। এই পোষ্ট টি ইনফরমেটিভ পোষ্ট আর্কাইভের অংশ যা নিয়মিত আপডেট হবে।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Wonder Work
|
 |
October 05, 2024, 11:18:27 AM |
|
আমাদের বাংলা কমিউনিটির Ricardo11 ভাই আজকে নেচারাল ট্যাগের অন্তর্ভুক্ত হয়ে গেলো। অযথা o_e_l_e_o এর ফোরামের ৭ম জন্মদিন নিয়ে পোস্ট করেছেন কিন্তু আপনার পোস্টটা তাকে ব্যঙ্গ করে উয্যাপন করা হয়েছে বলে উল্লেখ করেছেন। ( মৃত ফোরাম সদস্যদের উল্লেখ করে মেধা শিকার করা) এমনটায় আখ্যায়িত করে ন্যাচারাল ট্যাগ দিয়েছে। Ricardo11 আপনি খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছিলেন আপনি কেন একটা এরকম পোস্ট করতে গেলেন আমি বুঝতে পারলাম না আপনি মোটামুটি ফোরাম সম্পর্কে ভালই জানেন। সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এরকম ভাবে আছাড় পরলেন ভাই। o_e_l_e_o ফোরামের সম্মানিত ব্যক্তি, তাকে নিয়ে এরকম পোস্ট করা আসলেই আমার দিক থেকেও মনে হয় ঠিক হয়নি আপনার। এত সুন্দর একটা একাউন্ট ট্যাগ খেয়ে গেলেন ভাই।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Ricardo11
|
 |
October 05, 2024, 11:49:40 AM |
|
আমাদের বাংলা কমিউনিটির Ricardo11 ভাই আজকে নেচারাল ট্যাগের অন্তর্ভুক্ত হয়ে গেলো। অযথা o_e_l_e_o এর ফোরামের ৭ম জন্মদিন নিয়ে পোস্ট করেছেন কিন্তু আপনার পোস্টটা তাকে ব্যঙ্গ করে উয্যাপন করা হয়েছে বলে উল্লেখ করেছেন। ( মৃত ফোরাম সদস্যদের উল্লেখ করে মেধা শিকার করা) এমনটায় আখ্যায়িত করে ন্যাচারাল ট্যাগ দিয়েছে। Ricardo11 আপনি খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছিলেন আপনি কেন একটা এরকম পোস্ট করতে গেলেন আমি বুঝতে পারলাম না আপনি মোটামুটি ফোরাম সম্পর্কে ভালই জানেন। সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এরকম ভাবে আছাড় পরলেন ভাই। o_e_l_e_o ফোরামের সম্মানিত ব্যক্তি, তাকে নিয়ে এরকম পোস্ট করা আসলেই আমার দিক থেকেও মনে হয় ঠিক হয়নি আপনার। এত সুন্দর একটা একাউন্ট ট্যাগ খেয়ে গেলেন ভাই। ভাই সত্যি বলতেছি, সেখানে আমাকে যে সন্দেহ করে ট্যাগ টি দেওয়া হয়েছে সেরকম কোন উদ্দেশ্য আমার ছিল না. o_e_l_e_o আমাদের ফোরামের অত্যন্ত সম্মানী ব্যক্তি ছিলেন, তিনি চলে যাওয়ার পর এটি তার প্রথম জন্মদিন ছিল, তিনি আজ থেকে ৮ মাস ১৪ দিন আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এবং আজকে তার একাউন্টটির জন্মদিন, আমি শুধুমাত্র তার জন্মদিনটি স্মরণ করে তার জন্য শান্তি কামনা করার জন্য এই থ্রেডটি খুলেছিলাম, যা কিনা আমার অপরাধ হয়েছে, ভাই আমি যখন দেখলাম আমার একাউন্টে ট্যাগ পরে গেছে তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে. আমি প্রায় এক ঘন্টা যাবত কান্না করেছি, এখন আমার মাথা ঘুরতেছে. আমি এখন কি করবো কোন কিছুই বুঝতে পারতেছি না. আল্লাহই জানে কেন মাতবরি করে শুধুমাত্র আমিই এই পোস্টটি করতে গেলাম. দোয়া কইরেন ভাই আমার জন্য আমার অ্যাকাউন্টটি যেন ঠিক থাকে।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | Rainbet.com CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1078
Merit: 1354
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 05, 2024, 12:34:17 PM |
|
ভাই সত্যি বলতেছি, সেখানে আমাকে যে সন্দেহ করে ট্যাগ টি দেওয়া হয়েছে সেরকম কোন উদ্দেশ্য আমার ছিল না. o_e_l_e_o আমাদের ফোরামের অত্যন্ত সম্মানী ব্যক্তি ছিলেন, তিনি চলে যাওয়ার পর এটি তার প্রথম জন্মদিন ছিল, তিনি আজ থেকে ৮ মাস ১৪ দিন আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এবং আজকে তার একাউন্টটির জন্মদিন, আমি শুধুমাত্র তার জন্মদিনটি স্মরণ করে তার জন্য শান্তি কামনা করার জন্য এই থ্রেডটি খুলেছিলাম, যা কিনা আমার অপরাধ হয়েছে, ভাই আমি যখন দেখলাম আমার একাউন্টে ট্যাগ পরে গেছে তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে. আমি প্রায় এক ঘন্টা যাবত কান্না করেছি, এখন আমার মাথা ঘুরতেছে. আমি এখন কি করবো কোন কিছুই বুঝতে পারতেছি না. আল্লাহই জানে কেন মাতবরি করে শুধুমাত্র আমিই এই পোস্টটি করতে গেলাম. দোয়া কইরেন ভাই আমার জন্য আমার অ্যাকাউন্টটি যেন ঠিক থাকে।
আপনি এই থ্রেড ওপেন করে কোনো ফোরাম রুলস ভায়োলেট করেন নাই। আর আপনি যে নিউট্র্যাল ট্যাগ পেয়েছেন, এটার জন্য পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো কোনো ব্যাপার ঘটেনি। আমি একমত যে আপনি মেরিট ফিশিং করতে চাইছেন, যে কারনে আপনি এই ট্যাগ টা পাইলেন। তবে মেরিট ফিশিং কম বেশি অনেকেই করে থাকে। এটা এমন কোনো বড় ধরনের অপরাধ না। তবে এই যে সব যায়গায় মেরিট খোজার একটা প্রবণতা, এটাই আমাদের যত ঝামেলার মুল। এই ট্যাগ আপনার একাউন্ট খুব বড় কোনো ক্ষতি করবে ব্যাপার টা এমন না। তবে একাউন্ট টা আর ফ্রেশ রইলো না। সব যায়গায় মেরিট এর জন্য পোষ্ট করা লাগে না। আর যিনি আপনাকে নিউট্র্যাল ট্যাগ দিলো, সে নিজেও ধোয়া তুলশি পাতা না। ওনার ট্যাগ গুলো এই ধরনেরই হয়ে থাকে আর আমি মনে করি এটা একটা সাধারণ ব্যাপার। থ্রেড যেহেতু খুলেই ফেলেছেন আর এটার জন্য ট্যাগ খাইতে হইলো, তাইলে এটা ওপেন রাখলেই পারতেন। লক করার দরকার ছিলো না। সব কিছু ভুলে সামনে আগাতে থাকেন, আর মেরিট হান্টিং বন্ধ করেন।
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 05, 2024, 01:14:38 PM Last edit: November 08, 2024, 03:38:37 AM by DYING_S0UL |
|
লেখক : 1miauঅরিজিনাল টপিক : How to add a Bitcoin address to Electrum / difference sweep and import priv. key কিভাবে ইলেকট্রামে বিটকয়েন এড্রেস যুক্ত করবেন / প্রাইভেট কী সুইপ এবং ইমপোর্ট এর মধ্যে পার্থক্যএই পোস্টটি এই পোস্টের একটি অতিরিক্ত পোস্ট, যা ব্যাখ্যা করে যে কীভাবে আপনার নিজস্ব ইউনিক বিটকয়েন এড্রেস (ভ্যানিটি এড্রেস) তৈরি করা যায়। ইলেকট্রামে এক্সটারনাল বিটকয়েন এড্রেস (যেমন একটি পেপারওয়ালেট), ব্যবহার করার জন্য দুটি ফাংশন রয়েছেঃ সুইপ এবং ইমপোর্ট। উভয় ফাংশনই ইলেকট্রামের মাধ্যমে বিটকয়েন এড্রেসগুলির ব্যালেন্স অ্যাক্সেস করতে সক্ষম। এখানে আপনি যেকোনো ওয়ালেট ইমপোর্ট করতে পারবেন, এক্ষেত্রে আপনার কাছে প্রাইভেট কী থাকতে হবে। এটি আপনার খুব কাজে আসবে যদি আপনার কাছে এখনও একটি পুরানো পেপারওয়ালেট থাকে এবং আপনি বিটকয়েনগুলি ট্রান্সফার করতে চান, একটি এড্রেস যা আপনি বর্তমানে অন্য ক্লায়েন্টে ব্যবহার করছেন এবং ইলেকট্রামে ব্যবহার করতে চান বা আপনার স্ব-নির্মিত ভ্যানিটি এড্রেসটি ব্যবহার করতে চান। ইমপোর্টইলেকট্রামে নতুন ওয়ালেট হিসেবে একটি বিটকয়েন এড্রেস সংযোগ করার সময় ইমপোর্ট ফাংশন ব্যবহার করা হয়। বিটকয়েনগুলি এই ওয়ালেটে থাকবে এবং আপনি এই ওয়ালেটটি ইলেকট্রামে ইমপোর্ট করার পরে তা অ্যাক্সেস করতে পারবেন। এটি মাথায় রাখবেন যে ইমপোর্ট করা ওয়ালেটটিতে কোনো সিডফ্রেস থাকবে না এবং আপনি এটি সিডফ্রেস দিয়ে পুনরুদ্ধারও করতে পারবেন না যেহেতু কোনো সিডফ্রেস নেই। আপনি যদি প্রাইভেট কী টি না হারান, তাহলে আপনার সিডের প্রয়োজনও পড়বে না। সুইপঅন্যদিকে, সুইপ ফাংশনটি আপনার বিটকয়েনগুলোকে আপনার অরিজিনাল ওয়ালেট থেকে ইলেকট্রামের নতুন একটি ওয়ালেটে ট্রান্সফার করে। যেহেতু এখানে বিটকয়েনের ট্রানজেকশন (পুরানো ওয়ালেট থেকে নতুন ওয়ালেটে) ঘটবে, সেক্ষেত্রে সুইপ ফাংশনটিতে ইন্টারনেট সংযোগ এবং ট্রানজেকশন ফী এর প্রয়োজন হবে। ইলেকট্রামে পূর্বে তৈরি ভ্যানিটি এড্রেস ব্যবহারের ক্ষেত্রে, ইমপোর্ট ফাংশন ব্যবহার করতে হবে।
এটি এভাবে কাজ করে: 1. ইলেকট্রামে প্রবেশ ইলেকট্রামে প্রবেশ করুন এবং ফাইল অপশনে যান => এরপর New/Restore এ ক্লিক করুন  2. নাম নির্ধারণ এরপর আপনি আপনার যে ওয়ালেটটি ইমপোর্ট করতে চাচ্ছেন তার একটি নাম নির্ধারণ করুন এবং তারপর Next এ চাপ দিন  3. ইমপোর্ট বিটকয়েন এড্রেস অথবা প্রাইভেট কী অপশনটি বেছে নিন 4. আপনার এড্রেসটি ইমপোর্ট করতে প্রাইভেট কী প্রদান করুনএখন আপনি .txt ফাইল থেকে আপনার প্রাইভেট কী কপি করুন এবং সেটি ইলেকট্রামে পেস্ট করে দিন। তাত্ত্বিকভাবে যদি বলি, আপনি চাইলে এখানে একসাথে একাধিক প্রাইভেট কী ইমপোর্ট করতে পারবেন।  5. একটি পাসওয়ার্ড সিলেক্ট করুন, সেটি কোথাও লিখে রাখুন এবং Next এ ক্লিক করুন অবশেষে, আপনি আপনার 1test ওয়ালেটটি সফলভাবে ইমপোর্ট করতে সক্ষম হয়েছেন। এখন আপনি চাইলে আপনার ওয়ালেটে BTC পাঠাতে পারেন অথবা পূর্বে পাঠিয়ে থাকলে অন্য কোথাও পাঠাতে পারেন।  কাজ শেষ  আপডেট: আপনি যদি আপনার SegWit এড্রেডটি ইমপোর্ট / সুইপ করতে চান তাহলে আপনার প্রাইভেট কী এর আগে এই লাইনগুলো (প্রিফিক্স 3 / bc1q) যুক্ত করতে হবে: নেস্টেড SegWit এড্রেসগুলো 3... (P2SH-P2WPKH) p2wpkh-p2sh:Kpriv.key or p2wpkh-p2sh:Lpriv.key নেটিভ SegWit bech32 এড্রেসগুলো bc1q... (P2WPKH) p2wpkh:Kpriv.key or p2wpkh:Lpriv.key সোর্সঅথবা আপনাকে ঠিক কী যোগ করতে হবে তা আপনার বিটকয়েন এড্রেডটি ইমপোর্ট করার সময় পাশে থাকা "info" অপশনে ক্লিক করলেই জানতে পারবেন। কাজ শেষ 
অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে:
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Shishir99
|
 |
October 05, 2024, 02:21:44 PM Last edit: October 06, 2024, 06:28:29 AM by Shishir99 |
|
ফোরাম রিলেটেড ইনফরমেটিভ পোষ্ট গুলো
এই পোষ্ট ফোরাম রিলেটেড ইনফরমেটিভ পোষ্ট গুলো কালেক্ট করে রাখার জন্য ব্যাবহার করা হবে। এই পোষ্ট টি ইনফরমেটিভ পোষ্ট আর্কাইভের অংশ যা নিয়মিত আপডেট হবে।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
BlackHatSojib
|
 |
October 05, 2024, 03:17:12 PM Last edit: October 05, 2024, 03:29:33 PM by BlackHatSojib |
|
একটা জিনিস দেখে খুব আশ্চর্য হই। সেটা হলো বাংলাদেশের বেশীরভাগ কম্পিউটার ব্যাবহারকাররী ক্র্যাক করা উইন্ডোজ ইউজ করে অথচ লিনাক্স ভিত্তিক হাজার হাজার ফ্রী অপারেটিং সিস্টেম আছে। যা তারা চাইলেই ফ্রীতে ইউজ করতে পারে। বাংলাদেশের বেশীরভাগ মানুষ কম্পিউটার অপারেটিং সিস্টেম হিসাবে শুধু উইন্ডোজকেই চিনে। লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলা উইন্ডোজ এর তুলনায় অনেক লাইটওয়েট হওয়ার কারণে পুরাতন মেশিনেও অনেক ভালো পারফর্ম করতে পারে।
লিনাক্স এর হাজার হাজার অপারেটিং সিস্টেম থাকলেও জনপ্রিয়তার দিক থেকে উবুন্টু, ফেডোরা, ডেবিয়ান, লিনাক্সমিন্ট, আর্চ লিনাক্স এইগুলা সবচেয়ে বেশী জনপ্রিয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লিনাক্স ডেক্সটপ ডিস্ট্রিবিউশনগুলো বেশী মানুষ ইউজ না করলেও আমরা প্রায় সবাই দৈনন্দিন জীবণে লিনাক্স এর সাথে জড়িত এর সবচেয়ে বড়ো কারণ পৃথিবীর প্রায় ৭০-৯০% ওয়েব সার্ভার লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে। লিনাক্স এর এতো বিপুল ব্যাবহার এর অন্যতম কারণ এর নিরাপত্তা এবং এটি ওপেন সোর্স। ক্লাউড সার্ভার, ডেটা সেন্টার এবং হোস্টিং সার্ভারগুলাতে লিনাক্স এর ব্যাপক ব্যাবহার লক্ষ্য করা যায়।
আরো মজার ব্যাপার হচ্ছে আমরা যেই এন্ড্রয়েড ফোন ব্যাবহার করি সেটিও কিন্তু লিনাক্স কার্নেল এর উপর ভিত্তি করেই তৈরি করা। তবে দিন দিন লিনাক্স ডেক্সটপ ডিস্ট্রিবিউশনগুলোর ব্যাবহার ও বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে যা একটি ভালো দিক, কারণ লিনাক্স এর নিরাপত্তা উইন্ডোজ এর চাইতে অনেক বেশী। আমি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও ডেক্সটপ এ উবুন্টু ব্যাবহার করতে দেখেছি। একজন লিনাক্স ইউজার হিসাবে আসলে এটি আমার কাছে একটি ভালো লাগার বিষয়।
আগামী দিনে আমি এমন একটি কমিউনিটি তৈরি করতে চাই যেখানে বাংলাদেশের সকল লিনাক্স ব্যাবহারকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারবে, একজন আরেকজন এর সাথে নিজেদের সমস্যাগুলো শেয়ার করে সমাধান নিতে পারবে। আমি আশা রাখি খুব শীগ্রয়ই বাংলাদেশের একটা বিশাল অংকের কম্পিউটার ব্যাবহারকারী উইন্ডোজকে বিদায় জানিয়ে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম এর ব্যাবহার শুরু করবে।
আমি আমার ব্যাক্তিগত কম্পিউটার এ মাঞ্জারো ইউজ করি যেটি একটি আর্চ লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম।
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1400
Merit: 1113
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
October 05, 2024, 05:59:12 PM Last edit: October 05, 2024, 06:12:25 PM by Crypto Library Merited by God Of Thunder (1) |
|
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ 1. Learn Bitcoin [514] ⬆
আপনাকে আবারো ধন্যবাদ মাসের শুরুতেই মাসিক ষ্টাটস পোষ্ট করার জন্য। আর এতো বড় একটা মাইল ফলক মনে করিয়ে দেয়ার জন্য। এই পোষ্ট এর মাধ্যমে আমার আর লিটল মাউস ভাইয়ের মধ্যে যে টাই ছিলো, সেটা ভেঙ্গে যাচ্ছে এবং আমার ৫১৫ পোষ্ট হতে যাচ্ছে। আমি সত্যিই অনেক বেশি গর্বিত বোধ করছি যে বাংলাদেশ থ্রেড এ আমি এতো পরিমানে পোষ্ট করেছি যেটা আমার মোট পোষ্ট এর প্রায় ১৯% শতাংশ। তবে এমন সময় ছিলো যখন আমার মোট পোষ্ট এর প্রায় ২৫ শতাংশ ছিলো আমাদের লোকাল থ্রেড এ। যদিও আপনাকে অভিনন্দন অলরেডি পারসোনালি জানিয়েছি এজন্য তারপরও আবারও এইখানে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ থ্রেড ডেড না হয়ে যাওয়ার কারণ গুলোর মধ্যে যদি কয়েকজনের অবদান থাকে তাহলে আপনি সেখানে একজন। যাইহোক আপনার মোট পোস্ট এর ২৫ পার্সেন্ট আবারো ইনশাল্লাহ হবে বা তারও বেশি হতে পারে কারণ আমাদের বাংলা থ্রেড কে আবার উজ্জীবিত মনে হচ্ছে কারণ নতুন মেম্বাররা এসেছে, আশা করি তারা কন্টিনিউ করবে কারণ এর আগেও অনেক জনকে দেখেছি ফোরামে এসেছে কিন্তু কয়েকদিন পোস্ট করে উধাও হয়ে গিয়েছে আবার নয়তো কোন ট্যাগ খেয়ে চলে গিয়েছে।
আমি ৯৯% ভাগ বলবো না। নাম্বার টা ৯০% হতে পারে বা এর আশে পাশেই। কিন্তু এটা মূল ব্যাপার না। তুমি আমাদের কে সাজেষ্ট করতে পারো যে কোন স্কিল ডেভেলপমেন্ট করলে সবচাইতে বেশি ভালো হবে। কোন সেক্টরে কম্পিটিশন কম আর কাজের চাহিদা আছে। যারা একদম বিগিনার, তারা কি দিয়ে শুরু করলে সবচাইতে ভালো হবে। যারা কোডিং শিখতে চায়, তাদের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শেখা উচিৎ এবং কেনো? সবাই বলে পিএইচপি ইস ডেড! কথাটা কি আসলেই সত্য? এই ফোরাম কিন্তু পিএইচপি তে কোড করা।
প্রথমেই আবার তোমাকে ধন্যবাদ জানাই বন্ধু আমাকে এতো সুন্দর একটা প্লাটফর্ম এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বর্তমানে খুব কম সময়ে যদি স্কিল ডেভেলপ করতে চায় কেউ তাহলে সে গ্রাফিক্স সেক্টরে আসতে পারে, কারণ এই সেক্টরে তুলণামূলক সময় কম লাগে। তবে আগামী দিনে গ্রাফিক্স এর সেক্টরের একটা বিশাল অংশ এ আই এর দখলে চলে যাবে। তাই আমি ব্যাক্তিগতভাবে কাউকে স্কিল ডেভেলপ করার জন্য সাজেশন দিলে অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট এর সেক্টরে আসার পরামর্শ দিবো। ব্রো উঁহু উঁহু। AI শুধু গ্রাফিক্স ডিজাইনারদের কাজ খাবেনা ওয়েব ডিজাইনারদেরও কাজ খাবে তবে এখানে কিছু কথা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনা আপনি কিছু করতে পারবে না তাকে অবশ্যই অর্ডার দিতে হবে আর অর্ডার দেওয়ার পিছনে কারা থাকবে অবশ্যই মানুষ, এখন একজন গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনিং সম্পর্কে যতটুকু বুঝে সেটা অবশ্যই অন্য সাধারণ মানুষ বা অন্য ওয়েব ডিজাইনাররা বোঝেনা তাই এ আই কে কমান্ড দেওয়ার জন্য সে যেসব prompt ইউজ করবে সেটার দ্বারা অবশ্যই একটা ভালো ইমেজ তৈরি হবে বা ডিজাইন তৈরি হবে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পুরোপুরিভাবে ভাত কারোরই মারতে পারবেনা। ভাত মারা যাবে তাদেরই যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কে ব্যবহার করবে না। আর এখন কথা হল কে কোন সেক্টরটাকে চুজ করবে, এইখানে আমি বলব কার কোন জিনিসটা ভালো লাগে আমি প্রত্যেককেই সাজেশন দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করে নেই তোমার কি গ্রাফিক্স রিলেটেড কোন কাজ ভালো লাগে নাকি কোডিং ভালো লাগে যার যে জায়গায়তে বেশি ফ্যাশিনেশন কাজ করে তাকে সেটাই সাজেশন করি। কারণ সব কাজ সবার দ্বারা হয় না অনেককে দেখছি প্রোগ্রামিং শিখতে গিয়ে ফেল হয়েছে কিন্তু আবার গ্রাফিক্স ডিজাইন নিয়ে কোপ মেরেছে কারণ তার গ্রাফিক্স ডিজাইনিং এর কাজগুলো ভালো লাগে সেখানে সে সময় দিতে গিয়ে বোরিং হয় না। এই সেক্টরে সময় বেশী লাগলেও ভালোভাবে নিজেকে দক্ষ করতে পারলে ভবিষ্যতে ভালো কিছু করার প্রচুর সম্ভাবনা আছে। বাংলাদেশের আনাচে কানাচে এখন গ্রাফিক্স ডিজাইনার খুঁজে পাওয়া গেলেও ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরের লোক খুব কমই আছে। তাই যারা দক্ষ তাদের কাজের জন্য প্রতিযোগীতা করতে হয় না। ভালো কাজ জানলে কাজের অভাব হয় না। আমার মতে যারা নতুন এই সেক্টরে আসতে চায় তারা বেসিক এর পরে পিএইচপি নিয়ে কাজ করতে পারে। কারণ পিএইচপি এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়্যাজ। যারা বলে পিএইচপি ইজ ডেড আমার মতে তারা বোকার স্বর্গে বসবাস করতেছে। কারণ বর্তমান সময়েও সারা পৃথিবীতে যতো ওয়েবসাইট আছে তার প্রায় ৭০% ওয়েবসাইট পিএইচপি তে চলছে। জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম Wordpress, Drupal, Joomla এইগুলা সব পিএইচপি তে চলছে। তাহলে যারা বলে পিএইচপি ইজ ডেড তাদের কাছে আমার প্রশ্ন রইলো পিএইচপি এর এতো জনপ্রিয়তা এবং ব্যাবহার থাকতে পিএইচপি কিভাবে ডেড হয়? আর হ্যাঁ এই ফোরাম সিম্পল ম্যাশিন ফোরাম নামে একটা সি এম এস ব্যাবহার করে তৈরি করা যা পিএইচপি তে রান হচ্ছে।
পিএইচপিকে তুলনা করব আমাদের বাপ দাদাদের মতন তারা যেমন কর্মঠ ছিলেন বা এই বয়সেও কর্মঠ আছেন ঠিক তেমনি পিএইচপি এখনো কর্মঠ রয়েছে বর্তমান বাজারেও এর অনেক ভ্যালু রয়েছে এবং ডিমান্ডও রয়েছে। পিএইচপি আরও জনপ্রিয়তার শীর্ষে কারণ ওয়ার্ডপ্রেস আর বর্তমানে সবচাইতে সহজ হলো ওয়ার্ডপ্রেস এ কাস্টমাইজ করে ওয়েবসাইট বানানো। তবে আগামী পাঁচ-১০ বছর এর চিন্তা যদি করি তাহলে আমাদেরকে অন্যদিকে যেতে হবে কারণ বর্তমানে জনপ্রিয়তার শেষের দিকে দেখতে গেলে Java, JS, Python এগুলোই উপরের দিকে আর ফিউচারে এগুলোর ডিমান্ড যেমন হাই থাকবে ঠিক তেমনি দামও থাকবে।
আপনি এই থ্রেড ওপেন করে কোনো ফোরাম রুলস ভায়োলেট করেন নাই। আর আপনি যে নিউট্র্যাল ট্যাগ পেয়েছেন, এটার জন্য পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো কোনো ব্যাপার ঘটেনি। আমি একমত যে আপনি মেরিট ফিশিং করতে চাইছেন, যে কারনে আপনি এই ট্যাগ টা পাইলেন। তবে মেরিট ফিশিং কম বেশি অনেকেই করে থাকে। এটা এমন কোনো বড় ধরনের অপরাধ না। তবে এই যে সব যায়গায় মেরিট খোজার একটা প্রবণতা, এটাই আমাদের যত ঝামেলার মুল। এই ট্যাগ আপনার একাউন্ট খুব বড় কোনো ক্ষতি করবে ব্যাপার টা এমন না। তবে একাউন্ট টা আর ফ্রেশ রইলো না। সব যায়গায় মেরিট এর জন্য পোষ্ট করা লাগে না। আর যিনি আপনাকে নিউট্র্যাল ট্যাগ দিলো, সে নিজেও ধোয়া তুলশি পাতা না। ওনার ট্যাগ গুলো এই ধরনেরই হয়ে থাকে আর আমি মনে করি এটা একটা সাধারণ ব্যাপার। থ্রেড যেহেতু খুলেই ফেলেছেন আর এটার জন্য ট্যাগ খাইতে হইলো, তাইলে এটা ওপেন রাখলেই পারতেন। লক করার দরকার ছিলো না। সব কিছু ভুলে সামনে আগাতে থাকেন, আর মেরিট হান্টিং বন্ধ করেন।
যারা মেরিট অপব্যবহার করে তাদের কে আমি অবশ্যই সাপোর্ট করিনা। তবে যে ব্যক্তি এনাকে ট্যাগ দিয়েছে বা তার মতন আরও কয়েকজন রয়েছে এদের ট্যাগ দেওয়া দেখে আমার শুধু একটা কথাই বলতে ইচ্ছে করে "কৃষ্ণ করলে রাজলীলা আমরা করলে দোষ" । আরও একটা গানের উক্তি মনে আসে " তুমি তলে তলে টেম্পু চালাও আমি করলে হরতাল" তাছাড়া সেহনাজ গিল এর এই উক্তি এর কথা মনে পড়ে- 
একটা জিনিস দেখে খুব আশ্চর্য হই। সেটা হলো বাংলাদেশের বেশীরভাগ কম্পিউটার ব্যাবহারকাররী ক্র্যাক করা উইন্ডোজ ইউজ করে অথচ লিনাক্স ভিত্তিক হাজার হাজার ফ্রী অপারেটিং সিস্টেম আছে। যা তারা চাইলেই ফ্রীতে ইউজ করতে পারে। বাংলাদেশের বেশীরভাগ মানুষ কম্পিউটার অপারেটিং সিস্টেম হিসাবে শুধু উইন্ডোজকেই চিনে। লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলা উইন্ডোজ এর তুলনায় অনেক লাইটওয়েট হওয়ার কারণে পুরাতন মেশিনেও অনেক ভালো পারফর্ম করতে পারে।
আগামী দিনে আমি এমন একটি কমিউনিটি তৈরি করতে চাই যেখানে বাংলাদেশের সকল লিনাক্স ব্যাবহারকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারবে, একজন আরেকজন এর সাথে নিজেদের সমস্যাগুলো শেয়ার করে সমাধান নিতে পারবে। আমি আশা রাখি খুব শীগ্রয়ই বাংলাদেশের একটা বিশাল অংকের কম্পিউটার ব্যাবহারকারী উইন্ডোজকে বিদায় জানিয়ে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম এর ব্যাবহার শুরু করবে।
সিকিউরিটি এর দিক থেকে লিনাক্স যে সবার বাপ এটা বলতে এবং মানতে আমার কোন বাধা নেই। তবে প্রতিটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা থাকে লিনাক্স এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এটি আপনাকে পূর্ণাঙ্গ সিকিউরিটি দিবে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোর তুলনায় কিন্তু এর একটাই অসুবিধা সেটা হলো এটা এমন ইউজার ফ্রেন্ডলি নয় কারণ এর ইন্টারফেস সবাই সহজে বুঝে উঠতে পারবেনা যেমনটা তারা সহজেই windows এ পেরে থাকেনতাছাড়া যদি লক্ষ্য করেন দেখবেন যারা কোডার এবং প্রোগ্রামার এরাই সাধারণত লিনাক্সের সংখ্যাগরিষ্ঠ ইউজার। আর এজন্যই উইন্ডোজ জনপ্রিয়তার মধ্যে ঊর্ধ্বে তবে এখানে সিকিউরিটি কম আবার সিকিউরিটি যদি নিতে চান তাহলেও অনেক টাকা খরচ করতে হবে তাছাড়া গেইমিং এর ক্ষেত্রে উইন্ডোজ ছাড়া পসিবল না। আর বলেন তো ভাই লিনাক্সে এত ভাল পারফর্ম কেন করে? কারণ এখানে তেমন গ্রাফিক্যাল থিংস ব্যবহৃত হয় না। যত গ্রাফিক্স কম রেন্ডার করা লাগে তত বেশি ভালো পারফরমেন্স আমি আমার ব্যাক্তিগত কম্পিউটার এ মাঞ্জারো ইউজ করি যেটি একটি আর্চ লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম। আমি বহুৎ আগে কালি লিনাক্স ওএস ইনস্টল করেছিলাম আমার ভার্চুয়াল বক্সে হ্যাকিং ল্যাব প্রস্তুত করার জন্য পরে আর তেমন কিছু এই পথে আগানো হয় নাই। যাই হোক ভাই মাঞ্জারো এর একটু ইউজার এক্সপেরিয়েন্স শেয়ার করেন।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
BlackHatSojib
|
 |
October 05, 2024, 07:15:48 PM Last edit: October 05, 2024, 07:45:28 PM by BlackHatSojib |
|
সিকিউরিটি এর দিক থেকে লিনাক্স যে সবার বাপ এটা বলতে এবং মানতে আমার কোন বাধা নেই। তবে প্রতিটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা থাকে লিনাক্স এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এটি আপনাকে পূর্ণাঙ্গ সিকিউরিটি দিবে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোর তুলনায় কিন্তু এর একটাই অসুবিধা সেটা হলো এটা এমন ইউজার ফ্রেন্ডলি নয় কারণ এর ইন্টারফেস সবাই সহজে বুঝে উঠতে পারবেনা যেমনটা তারা সহজেই windows এ পেরে থাকেনতাছাড়া যদি লক্ষ্য করেন দেখবেন যারা কোডার এবং প্রোগ্রামার এরাই সাধারণত লিনাক্সের সংখ্যাগরিষ্ঠ ইউজার। আর এজন্যই উইন্ডোজ জনপ্রিয়তার মধ্যে ঊর্ধ্বে তবে এখানে সিকিউরিটি কম আবার সিকিউরিটি যদি নিতে চান তাহলেও অনেক টাকা খরচ করতে হবে তাছাড়া গেইমিং এর ক্ষেত্রে উইন্ডোজ ছাড়া পসিবল না। আর বলেন তো ভাই লিনাক্সে এত ভাল পারফর্ম কেন করে? কারণ এখানে তেমন গ্রাফিক্যাল থিংস ব্যবহৃত হয় না। যত গ্রাফিক্স কম রেন্ডার করা লাগে তত বেশি ভালো পারফরমেন্স আমি আমার ব্যাক্তিগত কম্পিউটার এ মাঞ্জারো ইউজ করি যেটি একটি আর্চ লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম। আমি বহুৎ আগে কালি লিনাক্স ওএস ইনস্টল করেছিলাম আমার ভার্চুয়াল বক্সে হ্যাকিং ল্যাব প্রস্তুত করার জন্য পরে আর তেমন কিছু এই পথে আগানো হয় নাই। যাই হোক ভাই মাঞ্জারো এর একটু ইউজার এক্সপেরিয়েন্স শেয়ার করেন। হ্যাঁ ভাই আপনার বেশ কিছু পয়েন্ট এর সাথে আমি একমত। তবে বর্তমানে লিনাক্স বেইজড অনেক অপারেটিং সিস্টেম আছে যেগুলার ইন্টারফেস একদম ম্যাক কিংবা উইন্ডোজ এর মতো আর লিনাক্স ভিত্তিক ওএস গুলার সবচেয়ে বড়ো সুবিধা হলো ইচ্ছামতো কাষ্টমাইজ করা যায়। চাইলে হুবহু উইন্ডোজ বা ম্যাক এর মতো ইন্টারফেস করা যায়, যেমন আমার বন্ধু Learn Bitcoin ডেবিয়ান ইউজ করে গ্নোম ডেক্সটপ এর সাথে। এর ইন্টারফেস দেখলে কেউ বুঝতেই পারবেনা যে এটা লিনাক্স এর কোনো অপারেটিং সিস্টেম। তার ডেক্সটপ ইন্টারফেস একদম হুবহু ম্যাক ওএস এর মতো কাষ্টমাইজ করা। যারা নতুন ইউজার তাদের জন্য লিনাক্স মিন্ট খুব ভালো একটি অপশন। লিনাক্স ভিত্তিক বেশ কিছু অপারেটিং সিস্টেম আছে যেগুলার মাধ্যমে বর্তমানে গেইম খেলা যায় তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো: ১- SteamOS- এটি ভ্যাল্ড ভিত্তিক ওএস যা মূলত গেইমিং কনসোল এর জন্য ডিজাইন করা হয়েছে। ২- Pop!_OS- এটি একটি গেইমিং এর জন্য অপটিমাইজ করা উবুন্টু ভিত্তিক ওএস। গ্রাফিক্স কার্ড এর সাথে ভালো সাপোর্ট দেয় এই ওএস। ৩- Manjaro- এটি আর্ক ভিত্তিক একটি ওএস যা গেইমিং এর জন্য অপ্টিমাইজ করা। মাঞ্জারো তে AUR (Arch User Repository) ব্যবহার করে সহজেই গেইম ইনস্টল করা যায়। যাইহোক ভাই এমন আরো বেশ কিছু অপারেটিং সিস্টেম আছে। আর একটা বিষয় একটু এডভান্স ইউজার হলেই উইন্ডোজ এর সকল কিছুর বিকল্প খুঁজে পাওয়া সম্ভব লিনাক্স এ। যারা একবার লিনাক্সভিত্তিক ওএস এর মজা পাবে সে কখনো আর উইন্ডোজ এ ফিরে যাবেনা। আমি উবুন্টু, ফেডোরা, লিনাক্স মিন্ট, প্যারট সহ অনেক ওএস ইউজ করছি এখন আমি মাঞ্জারো ইউজ করি গ্নোম ডেক্সটপ এর সাথে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি লাইট ওয়েট এবং বাংলাদেশ মিরর থাকার কারণে যেকোনো প্রোগ্রাম রান করলে বা কোনো এপস ডাউনলোড দিতে গেলে খুব দ্রুত হয়ে যায়।
|
|
|
|
|
|