DYING_S0UL
|
|
July 24, 2024, 11:00:52 AM |
|
পাঁচ দিন পাঁচ বছরের মতো মনে হলো। নির্লজ্জ হাসিনা শেষমেশ না পেরে নেটই বন্ধ করে দিলো। ডেটা সেন্টারে উমুক হইছে তুমুক হইছে সব বাহানা মাত্র। এক বড়ভাই তার স্প্রিড টেস্টের সস দেখালো; +- 90 Mbps, তার কোন এক পরিচিত isp আছে, ছোট খাটো গুলো না বড় গুলো, সেখান থেকে আইপি নিয়ে চালাচ্ছে। তার ভাষ্যমতে, গভঃ থেকে নাকি পারমিশন দেয়নি, শুধু লিস্ট করা গুলোদের নেট দিচ্ছে, তার মধ্যেও যারা এদিক সেদিক নেট দিচ্ছে, তাদের লাইন নাকি অফ করে দিবে। আপাতত বাইপাস করা ছাড়া ভালো গতীতে নেট চালাবার উপায় নাই। 1111 দিয়ে অনেক কষ্টে ফেসবুকে ঢোকে তাও, ভক্কর চক্কর অবস্থা।
অনেক আর্থিক ক্ষতি হলো, বিশেষ করে যারা ক্রিপ্টো হোল্ড করতেছিলাম। মার্কেট কোথায় কোনদিক গেলো এখনো নো আইডিয়া। এই ২জি স্পিডে এতো ভারি ভারি সাইট এক্সেস করা যায়না। বিটকয়েনটক একেবারে বেসিক ইন্টারফেস হওয়ায় সহজে ঢুকতে পারতেছি।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
LDL
|
|
July 24, 2024, 12:23:05 PM Last edit: July 24, 2024, 01:05:05 PM by LDL |
|
পাঁচ দিন পাঁচ বছরের মতো মনে হলো। নির্লজ্জ হাসিনা শেষমেশ না পেরে নেটই বন্ধ করে দিলো। ডেটা সেন্টারে উমুক হইছে তুমুক হইছে সব বাহানা মাত্র। এক বড়ভাই তার স্প্রিড টেস্টের সস দেখালো; +- 90 Mbps, তার কোন এক পরিচিত isp আছে, ছোট খাটো গুলো না বড় গুলো, সেখান থেকে আইপি নিয়ে চালাচ্ছে। তার ভাষ্যমতে, গভঃ থেকে নাকি পারমিশন দেয়নি, শুধু লিস্ট করা গুলোদের নেট দিচ্ছে, তার মধ্যেও যারা এদিক সেদিক নেট দিচ্ছে, তাদের লাইন নাকি অফ করে দিবে। আপাতত বাইপাস করা ছাড়া ভালো গতীতে নেট চালাবার উপায় নাই। 1111 দিয়ে অনেক কষ্টে ফেসবুকে ঢোকে তাও, ভক্কর চক্কর অবস্থা।
অনেক আর্থিক ক্ষতি হলো, বিশেষ করে যারা ক্রিপ্টো হোল্ড করতেছিলাম। মার্কেট কোথায় কোনদিক গেলো এখনো নো আইডিয়া। এই ২জি স্পিডে এতো ভারি ভারি সাইট এক্সেস করা যায়না। বিটকয়েনটক একেবারে বেসিক ইন্টারফেস হওয়ায় সহজে ঢুকতে পারতেছি।
ভাইরে ভাই পুরো বাংলাদেশ শেখ হাসিনার মাথার কাছে পরাজিত হলো।আমরা শুধু শুধু আমাদের দেশের সোনার ছেলে মেয়েদেরকে হারালাম। অনেক নাম না জানা সোনার ছেলেরা শহীদ হয়ে গেল। শহীদ আবু সাঈদ ভাইকে আমরা চিরতরে হারিয়ে ফেললাম অথচ আমরা আমাদের দাবি আদায় করে নিতে পারলাম না। তবে তবে কয়েকদিন আগেও পরিবেশ পরিষ্কার ছিল কেউ ধারণা করতে পারেনি হঠাৎ করে এই সরকারের বিপক্ষে বাংলার জনগণ এভাবে বিস্ফোরিত হবে। আপনারা সাবধান হয়ে যান আপনাদের এরকম অত্যাচার যদি অবিরত থাকে তাহলে কোন এক সময় আপনাদের উপর আল্লাহর গজব নাযিল হবে তখন আপনি কোন বাহিনী দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন না।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Ricardo11
|
|
July 24, 2024, 12:32:52 PM |
|
ভাই গত কাল আবারও ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলো। আমাদের এখানে রাত ৮টার সময় খোলার পর ২ঘন্টা ছিল, পরে আবার রাত ১০টার সময় আবারও চলে গেল. এখন পুনরায় আবার আজকে সন্ধ্যা ৬টার সময় ইন্টারনেট পেয়েছি, অর্থাৎ মাত্র কিছুক্ষন আগে। TV তে খবর দেখলাম, খবর অনুযায়ী তো মনে হয় যে এখনো ইন্টারনেট স্থায়ী হওয়ার কথা. এখন দেখা যাক এটি স্বাভাবিক হয়েছে কিনা।
|
|
|
|
Learn Bitcoin
|
|
July 24, 2024, 12:34:05 PM |
|
তারপর বলেন, সবাই কেমন আছেন?
আপনারা কে কে The Dictator (2012) মুভি টা দেখেছেন? না দেখে থাকলে এখনি ডাউনলোড করে দেখতে পারবেন। মুভি টা মি জং উন কে ডেডিকেটেড করে বানানো হয়েছিলো। আমি কিন্তু কাউকে কোনো প্রকার ইঙ্গিত করে কিছু বলিনি। আজকে ঘন্টা দুই আগে ইন্টারনেট কানেকশন পেলাম। এর বাইরে একটা ক্যাশ সারভার দিয়ে বন্ধুদের সাথে কথা বলছিলাম, যেটা আমারই আরেক বন্ধু ডেভেলপ করেছে। বিডিআইএক্স আছে, এরকম ওয়াইফাই থেকে সার্ভার একসেস করা যায়।
|
|
|
|
HelliumZ
|
|
July 24, 2024, 12:49:32 PM |
|
শেখ হাসিনার পরিচয় দেখেই আমরা বুঝতে পারি আমাদের ড্যাডি অব নেশন কেমন মানুষ ছিলেন। আমার আশেপাশে অনেক মোল্লা মৌলভী আছে যারা ছেলেবেলায় আমাদের দেশের ড্যাডি অব নেশনের ইতিহাস বলতো আর আমি মনে মনে ঐ মোল্লা মৌলভীদেরকে খারাপ মানুষ মনে করতাম। কখনো আমরা জাতির পিতার দুর্নাম সহ্য করতে পারতাম না কিন্তু বর্তমানে এসে বুঝতে পারলাম তাদের কথায় সত্য ছিল আমরা ছোটবেলাতে ভুল ছিলাম। অহেতুক তারা ড্যাডি অব নেশনকে দেশের অন্যতম প্রধান খা****প স্বার্থপর হিসাবে চিহ্নিত করতো আজ সেই কারণ বুঝতে পারলাম। আমার জীবনে কখনো আমি অতীতের আন্দোলন দেখিনি কিন্তু এই ছাত্র আন্দোলন দেখে শেখ মুজিবুর রহমানের কন্যার ভয়ংকর রূপ দেখে শেখ মুজিবুর রহমানের রূপ দেখে নিয়েছি। যদিও এই মুহূর্তে একমাত্র আমাদেরকে আল্লাহতালা ছাড়া কেউ রক্ষা করতে পারবেনা তাই একমাত্র আল্লাহতালার কাছে আমাদের ফরিয়াদ আমাদেরকে বর্তমান প্রজন্মের ফেরাউন থেকে হেফাজত করে রাখবেন। অহেতুক কারো সাথে তর্কে জড়াবেন না আপনারা যদি বর্তমানে এই সরকারের রুক্ষী বাহিনীর সাথে তর্কে জড়ান তাহলে আমাদের ব্যাপক ক্ষতি হবে। আমাদেরকে আল্লাহ তায়ালা হেফাজত করুন আমীন।
|
|
|
|
Bitcoin_people
|
|
July 24, 2024, 02:38:29 PM |
|
আমার এই সোনার বাংলাদেশ কতই না সুন্দর ছিল কিন্তু কিছুদিন যাবত আমরা যে পরিস্থিতির মোকাবেলা করেছি এটা সোনার বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। নেটওয়ার্ক অবস্থা যদিও এখন হালকা একটু স্বাভাবিক হয়েছে তবুও আসতেছে আর যাইতেছে, শেখ হাসিনা সরকার আমাদের দেশের যে তান্ডবটি চালিয়েছে এটা কেউ কল্পনা করেনি কিন্তু আমরা এর সম্মুখীন হয়েছি। যদিও এই বিষয়টি অনেক লজ্জা যে একটি দেশে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে শেখ হাসিনা সরকার তবুও এর প্রতি তার কোন দয়া মায়া পর্যন্ত হয়নি এর মানে আমরা বলতে পারি সরকারের প্রতি দেশের কোন ভালবাসা মায়া মমতা নেই। আর যদি এভাবেই দেশ চলতে থাকে তাহলে অবশ্যই বিশাল একটি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে বাংলাদেশ ইতিমধ্যেই প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বিভিন্ন স্থানে। দেশের বিভিন্ন জায়গায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো হয়তো ফিরিয়ে আনা সম্ভব কিন্তু আমার ছাত্র বাই রাজ্যে আন্দোলন করে মৃত্যুবরণ করেছে তাদের কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয়। যাইহোক এই সরকারের আসল রূপ আমরা দেখতে পেরেছি তবুও আমরা কিছু করতে পারবো না তার কেননা সারা দেশ এর বড় বড় আইন সবকিছু তার হাতের মুঠোয়। হয়তো এই সরকারকে কেউ হটাতে পারবে না এই দেশ থেকে যতদিন পর্যন্ত না আল্লাহ তা'আলা তার এই অপকর্মের শাস্তি না দেয় অবশ্যই আল্লাহ তা'আলা ফেরাউন কেও ছাড় দেয়নি ঠিক তেমনি কাউকেও ছাড় দিবেনা, এর বিচার একদিন এই বাংলার জমিতেই হবে।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
Bd officer
|
|
July 24, 2024, 03:51:01 PM |
|
কোন উপায় না পেয়ে কি করব কিছু বুঝতে পারছিলাম না। সময় কাটানোর জন্য যে পিসিতে কিছু মুভি দেখব তাও কোন মুভি ছিল না পিসিতে। পরে নেট বন্ধ হবার পরের দিন বিকেলে এক পরিচিত কম্পিউটারের দোকানে গিয়ে কিছু মুভি নিয়ে আসলাম। এতদিন সেই মুভি গুলো দেখে দেখেই সময় পার করছিলাম।।। এভাবে চলতে চলতে আজকে অবশেষে ইন্টারনেট খুললো। সেই যে ১৮ তারিখ বন্ধ হল আর আজকে ২৩ তারিখে আবার খুলল, মোট পাঁচ দিন পর অবশেষে আবার আমাদের ফোরামে পুনরায় একটিভ হতে পারলাম। আপনাদের কি অবস্থা সবার ? অফলাইনে দিনকাল কেমন কাটলো ?
সকলের কি অবস্থা? কেমন আছেন সবাই? আমার মনে হচ্ছে দীর্ঘ কয়েকদিন পর আবার জীবন ফিরে পেলাম। সেই ১৮ তারিখের পর থেকে আর অনলাইনে আসতে পারি নাই। কত কষ্ট করে যে এই কয়েকটা দিন কাটালাম তা আমরা সকলেই বুঝতে পারছি। আপনারা কয়েকজনে দেখি আগামীকাল অনলাইনে ছিলেন। আমার এখানে আজকে সন্ধ্যা ৮ টার পর ওয়াইফাই আসছে। এখনো পুরোপুরি নেট চলতেছে না, শুধু একটু একটু চলতেছে। আমাদের দেশের সরকার নিয়ে আর কি বলবো, আমরা সকলেই জানি আমাদের দেশের সরকার কতটা খারাপ। সেই দাবি মানলো কিন্তু কয়েকজন ছাত্র ভাইয়েদের জীবন চলে যাওয়ার পর। যে ছাত্র ভাইয়েরা মারা গেছেন এর মাঝে অনেকেই গরীব ফ্যামিলির সন্তান ছিলো, সেই ছাত্র ভাইদের টিউশনের টাকা দিয়ে অনেকের সংসার চলে। এমন যাদের সংসার ছিলো, এই ধরনের ফ্যামিলির অনেক ছাত্র ভাই মারা গেছেন এখন তাদের সংসার কেমন করে চলবে? এই কারফিউ মারামারি এতে কাদের ক্ষতি হলো? দিনশেষে যারা দিন এনে দিন খায় তাদের ক্ষতি হলো। যারা সরকারি চাকরি করে তারা বসে বসে বেতন পাবে। যাইহোক, আমাদের দেশের সরকারের পতন হবে ওই দিন যেদিন সরকার মারা যাবেন। অবশ্যই জুলুমকারীর পতন হবে। এই পৃথিবীতে অনেক শক্তিশালী শাসক ছিলেন তাদেরও পতন হয়েছে। আমাদের দেশের এই সরকারেরও শীগ্রই পতন হবে ইনশাআল্লাহ।
|
|
|
|
Popkon6
|
|
July 24, 2024, 11:21:44 PM |
|
তারপর বলেন, সবাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট সুখে রেখেছে। কিন্তু আপনি ভালো আছেন তো? আপনারা কে কে The Dictator (2012) মুভি টা দেখেছেন? না দেখে থাকলে এখনি ডাউনলোড করে দেখতে পারবেন। মুভি টা মি জং উন কে ডেডিকেটেড করে বানানো হয়েছিলো। আমি কিন্তু কাউকে কোনো প্রকার ইঙ্গিত করে কিছু বলিনি। আজকে ঘন্টা দুই আগে ইন্টারনেট কানেকশন পেলাম। এর বাইরে একটা ক্যাশ সারভার দিয়ে বন্ধুদের সাথে কথা বলছিলাম, যেটা আমারই আরেক বন্ধু ডেভেলপ করেছে। বিডিআইএক্স আছে, এরকম ওয়াইফাই থেকে সার্ভার একসেস করা যায়।
কি বলবো ভাষা নেই তবু সামান্য মনের ভাব প্রকাশ করি, আমাদের সাথে বর্তমান সময়ে যে রকম পরিস্থিতি তৈরি হয়েছে এতে যেকোনো মুভিকে হার মানাবে। কারণ মুভিটি তৈরি হয় কাল্পনিক এবং কিছু ঘটে যাওয়া ঘটনা থেকে, কিন্তু আমাদের দেশের সরকার আমাদের সাথে এতটাই ঘটনা ঘটিয়েছে যা বলার ভাষা নেই। আপনি লক্ষ্য করুন এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়নি, যদিও ব্রডব্যান্ড লাইন কানেকশন দিয়েছে কিন্তু সিম এর লাইনগুলো কানেকশন পায়নি। এই নেট কানেকশন বন্ধ থাকার কারণে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লোকশাল হচ্ছে, এতে আমাদের দেশের সরকার কিছুই মনে করছে না। আর তো জনগণের কথা ভাববে সেদিকে হয়তো তার খেয়াল নেই।
|
|
|
|
LDL
|
|
July 24, 2024, 11:57:13 PM |
|
ভাই গত কাল আবারও ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলো। আমাদের এখানে রাত ৮টার সময় খোলার পর ২ঘন্টা ছিল, পরে আবার রাত ১০টার সময় আবারও চলে গেল. এখন পুনরায় আবার আজকে সন্ধ্যা ৬টার সময় ইন্টারনেট পেয়েছি, অর্থাৎ মাত্র কিছুক্ষন আগে। TV তে খবর দেখলাম, খবর অনুযায়ী তো মনে হয় যে এখনো ইন্টারনেট স্থায়ী হওয়ার কথা. এখন দেখা যাক এটি স্বাভাবিক হয়েছে কিনা।
ঐতো আগে নেট ছিল না কিন্তু ২৪ ঘন্টার মতই কারেন্ট ছিল এক ঘণ্টার জন্যও বিরতি দেয়নি অথচ এখন নেট আছে কিন্তু কারেন্ট চলে যায় প্রতি আধা ঘন্টা পর পর। কি বলবো? এগুলা তো মূলত উনাদের হাতের মুঠোয় তাই উনারা যা দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকা বাধ্যতামূলক। এভাবেই চলতে হবে ভাই মাঝেমধ্যে যদি এইরকম ছাত্র আন্দোলন হয় অথবা কোন প্রকারের সরকারবিরোধী কর্মকাণ্ড হয় তাহলে ভাই নেট অফ করে দেবে বিদ্যুৎ নিয়ে নেবে এটা একটা কমন ঘটনা হয়ে যাবে ভাই। তাই যদি পারেন তাহলে দেশে আন্দোলন হওয়ার আগে অথবা আন্দোলন হওয়ার শুরুতেই সীমান্তে অংশগ্রহণ করতে হবে অথবা ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে ইন্ডিয়া চলে যেতে হবে নেট ব্যবহার করার জন্য। অথবা সর্বোপরি যারা খুব এক্সপার্ট নেট সম্পর্কে অনেক কিছুই জানে অথবা নেট হ্যাকিং করে নেট চালাতে পারে তাদের সাথে সবসময় যোগাযোগ করতে হবে। আমার বাড়ির পাশে একজন টেলিটক থেকে ভিপিএন কানেক্ট করে গত শুক্রবার পর্যন্ত নেট চালিয়েছে অথচ আমি জানিনা। জানলে হয়তো আমার গত সপ্তাহের পেমেন্ট টা মিস হতো না, এই সংকট মুহূর্তে এক সপ্তাহ পেমেন্ট মিস মানে অনেক কিছু।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Fatemablabla
Full Member
Offline
Activity: 560
Merit: 180
I'm Matured Now
|
|
July 25, 2024, 12:16:31 AM |
|
কি অবস্থা সবার ? আশা করি আমাকে অনেকেই মনে রেখেছেন । ৬/৭দিন ইন্টারনেট এর বাহিরে থেকে চিন্তা করতে করতে একটা ডিসিশন নিয়েই ফেললাম। ক্রিপ্টো তে ব্যাক করার ডিসিশন । কি মনে হয়? সিদ্ধান্তটা কি সঠিক ? যদিও রিয়াল লাইফে আমার যেই ব্যবসা আছে ঐটা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে । কিন্তু হাতে ফ্রি টাইম থাকে তাই ভাবতেসি আপনাদের জন্য ভালো কিছু বাউন্টি আনি যদি পসিবল হয় আরকি।
|
|
|
|
Imugen
Newbie
Offline
Activity: 18
Merit: 2
|
|
July 25, 2024, 09:27:18 AM |
|
সকলের কি অবস্থা? কেমন আছেন সবাই?
আমার মনে হচ্ছে দীর্ঘ কয়েকদিন পর আবার জীবন ফিরে পেলাম। সেই ১৮ তারিখের পর থেকে আর অনলাইনে আসতে পারি নাই। কত কষ্ট করে যে এই কয়েকটা দিন কাটালাম তা আমরা সকলেই বুঝতে পারছি। আপনারা কয়েকজনে দেখি আগামীকাল অনলাইনে ছিলেন। আমার এখানে আজকে সন্ধ্যা ৮ টার পর ওয়াইফাই আসছে। এখনো পুরোপুরি নেট চলতেছে না, শুধু একটু একটু চলতেছে।
আর অবস্থা ভাই, ইন্টারনেট না থাকার কারণে প্রথম দু একদিন বোরিং লাগছিল,শনিবার বিকেল বেলা বের হয়ে মাঠে গিয়ে যখন দেখতে পেলাম সকলে একসাথে খেলাধুলায় মগ্ন তখন কিছু সময় খেলাধুলা করলাম তখন বেশ ভালই লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহতালা শারীরিকভাবে সুস্থ রেখেছেন। যাইহোক অবশেষে গত ২-১ দিন যাবত ইন্টারনেট সংযোগ এসেছে যদিও খুব স্ল কাজ করছে। কিন্তু তাতেও মনে হয় না পুরোপুরিভাবে জীবন যাত্রার মান স্বাভাবিক হয়েছে কারণ আবারো ইন্টারনেট সংযোগ দুই তিন দিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। যেহেতু আজকে বৃহস্পতিবার সরকারি অফিস গুলো বন্ধ হতে চলেছে শুক্রবার এবং শনিবারে দুদিন ছুটি রয়েছে। এখনও বিভিন্ন সিম কোম্পানির ইন্টারনেট সংযোগ হতে আরো তিন-চার দিন সময় লাগবে এবং সেই সাথে আজ রাতেই বিভিন্ন অজুহাতে বন্ধ হতে পারে বিভিন্ন এলাকার ব্রডব্যান্ড লাইনগুলো। মূলত বাইরের দেশের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য এবং সরকারের দোষগুলো ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের কাছে থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
|
|
|
|
Ricardo11
|
|
July 25, 2024, 04:01:40 PM |
|
কি অবস্থা সবার ? আশা করি আমাকে অনেকেই মনে রেখেছেন । ৬/৭দিন ইন্টারনেট এর বাহিরে থেকে চিন্তা করতে করতে একটা ডিসিশন নিয়েই ফেললাম। ক্রিপ্টো তে ব্যাক করার ডিসিশন । কি মনে হয়? সিদ্ধান্তটা কি সঠিক ? যদিও রিয়াল লাইফে আমার যেই ব্যবসা আছে ঐটা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে । কিন্তু হাতে ফ্রি টাইম থাকে তাই ভাবতেসি আপনাদের জন্য ভালো কিছু বাউন্টি আনি যদি পসিবল হয় আরকি।
অবশ্যই ভাই, আপনাকে আবারো এই ফোরামে স্বাগতম। ফোরামে ফিরে আসার সিদ্ধান্তটা অবশ্যই ভালো একটি সিদ্ধান্ত, যেহেতু আপনার কাছে ফ্রি সময় থাকে, সেহেতু সময় গুলো নষ্ট না করে ফোরামে সময় দিলেও অনেক ভালো হয়. এভাবেই আমরা আমাদের লোকাল বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ভাবতেসি আপনাদের জন্য ভালো কিছু বাউন্টি আনি যদি পসিবল হয় আরকি।
অবস্যই, তাহলে তো অনেক ভালো হয়। কারণ ইদানিং ফোরামে ভালো বাউন্টি নেই বললেই চলে, খুব কম কম বাউন্টি পাওয়া যায়। তাই যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি বাউন্টি আনুন। এতে সবার অনেক উপকার হবে।
|
|
|
|
Crypto Library
|
|
July 25, 2024, 10:07:22 PM |
|
অনেক আর্থিক ক্ষতি হলো, বিশেষ করে যারা ক্রিপ্টো হোল্ড করতেছিলাম। মার্কেট কোথায় কোনদিক গেলো এখনো নো আইডিয়া। এই ২জি স্পিডে এতো ভারি ভারি সাইট এক্সেস করা যায়না। বিটকয়েনটক একেবারে বেসিক ইন্টারফেস হওয়ায় সহজে ঢুকতে পারতেছি।
শুধু কি ভাই গ্রুপটা হোল্ডিং এর ক্ষতি। দেশের যে কত বড় ক্ষতি হলো এটা বেশিরভাগ মানুষই এখনো বুঝতে পারছে না। সম্প্রতি এক বড় গার্মেন্টস ব্যবসায়ী এর কথা শুনলাম সে নাকি গার্মেন্টস ব্যবসায়ী সমিতি এর কোন নেতাও সেই লোক পর্যন্ত তার বায়ারদের সাথে কথা বলতে পারেনি। এর ফলে বিশাল আকারের অর্ডার বাতিল করে গিয়েছে বা সামনে আরো বাতিল করতে যাচ্ছে। আর ধরেন যারা ফ্রিল্যান্সার তাদের হাতে যেসব ক্লাইন্ট ছিল সেসব এখন অন্যজনের কাছে। আর উদাহরণস্বরূপ ধরেন আপনাকে একজন মানুষ এক হাজার ডলার দিয়ে একটা ওয়েবসাইট বানাতে বলল তার দরকার কালকে আপনি ৫ দিন পরে একটিভ হলে আপনাকে দিয়ে কি আর কাজ করাবে? আর সেখানকার মানুষরা যদি বাংলাদেশ এর খবর জানে এই দেশে সরকার যে কোন সময় আবারো ইন্টারনেট বন্ধ করে দিতে পারে তাহলে। কখনোই ফ্রিল্যান্সার বলুন অথবা গার্মেন্টস এর বড় বড় অর্ডার গুলোর কথা বলুন এগুলো আর আমাদের দেশে আসতেছে না। আপনারা কে কে The Dictator (2012) মুভি টা দেখেছেন? না দেখে থাকলে এখনি ডাউনলোড করে দেখতে পারবেন। মুভি টা মি জং উন কে ডেডিকেটেড করে বানানো হয়েছিলো। আমি কিন্তু কাউকে কোনো প্রকার ইঙ্গিত করে কিছু বলিনি।
বিখ্যাত আলাদিন মাদার*** গানটি এই মুভিরই দেখেছি ভাই। এটা আসলে এখন হাসিনাকে দেখানো উচিত, সত্যি বলতে ওই রকম স্বৈরশাসক হয়ে গিয়েছে এই মুজিবের ঝি।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
LDL
|
|
July 26, 2024, 03:16:38 AM |
|
কি অবস্থা সবার ? আশা করি আমাকে অনেকেই মনে রেখেছেন । ৬/৭দিন ইন্টারনেট এর বাহিরে থেকে চিন্তা করতে করতে একটা ডিসিশন নিয়েই ফেললাম। ক্রিপ্টো তে ব্যাক করার ডিসিশন । কি মনে হয়? সিদ্ধান্তটা কি সঠিক ? যদিও রিয়াল লাইফে আমার যেই ব্যবসা আছে ঐটা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে । কিন্তু হাতে ফ্রি টাইম থাকে তাই ভাবতেসি আপনাদের জন্য ভালো কিছু বাউন্টি আনি যদি পসিবল হয় আরকি।
আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। তবে আগে এক সপ্তাহ ইন্টারনেট ছিল না কিন্তু কারেন্ট ছিল 24 ঘন্টা কিন্তু বর্তমানে ইন্টারনেট এসেছে কিন্তু কারেন্ট থাকে না 24 ঘন্টা। ভালো খারাপের মাঝখানে খুব কঠিন ভাবে দিন অতিবাহিত করছি। আপনার ভালো ডিসিশন নেওয়ার সদিচ্ছা দেখে ভালো লাগছে। বর্তমানে ফোরামে ভালো বাউন্টি নেই বললেই চলে কেননা চারদিকে শুধু মুল্যহীন বাউন্টি প্রজেক্ট। আপনি যদি ফোরামে ভালো বাউন্টি প্রজেক্ট এনে আমাদের ফোরামের উপকার করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। তবে বর্তমানে Play to earn ও Tap to earn যেভাবে জনপ্রিয়তা অর্জন করতেছে তাতে করে ভবিষ্যতে বাউনটি প্রজেক্টগুলো খুব একটা বেশি ভালো পজিশনে যেতে পারবে বলে মনে হয় না। তবে আপনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তো ভবিষ্যতে বাউনটি আগের অবস্থানে ফিরে যেতে পারে।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
HelliumZ
|
|
July 26, 2024, 05:37:20 AM |
|
আর দেশের অবস্থা না জানতে পারার কারণে অনেক্টটা দম বন্ধ লাগতেসে কি হলো এই স্বৈরাচার সরকার আর কত মানুষের জীবন নিলো।
আচ্ছা না হয় আমাদের দেশের প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে মেনে নিলাম কিন্তু ভাই নিজের এলাকার কথাই বলি। সিরাজগঞ্জের অধিকাংশ মানুষ ভাই একটু ধর্মের প্রতি গুরুত্ব দেয় । কারো যদি সিরাজগঞ্জ জেলা নিয়ে ধারনা থাকে তাহলে সহজেই বুঝতে পারবেন। বাংলাদেশে বর্তমানে ঘটে যাওয়া ছাত্র আন্দোলন সম্পর্কে মোটামুটি সবাই ধারণা রেখেছিল কিন্তু আমার মনে হয় শুধুমাত্র ছাত্রলীগ ও আওয়ামীলীগের মানুষ ছাড়া। ভাই সর্বদা নামাজ পড়ে, টুপি পরা থাকে অনেক সন্মানীয় লোক একটি বেসরকারি কলেজর অবসরপ্রাপ্ত শিক্ষক অথচ সেদিন আমার সাথে তর্ক বিতর্ক হয়েছে।টুপীওয়ালা দাঁড়িওয়ালা মানুষ বলে নাকি এগুলো ছাত্র নয় সব বিএনপি জামায়াতের লোক। ছাত্ররা কখনো শেখ হাসিনার বিরুদ্ধে যাবে না, বিএনপি জামায়াতের লোক এগুলো করছে। আচ্ছা বললাম আপনি দেশের সম্পর্কে অনেক কিছুই জানেন না,বুঝেন না আপনি সরকারের বিরুদ্ধে জীবনেও কথা বলবেন না। আপনার বিবেক কে প্রশ্ন করে দেখুন আপনি ঠিক আছেন কিনা তখন আমাকে বলে তোমার বাবার নাম কি, এতো বেয়াদব হয়ে গেছো , বর্তমান জামানার পোলাপান গুলা সব বেয়াদব। মুরব্বিদের সন্মান দিতে জানে না। আমি বললাম আপনাকে আমি অসম্মান করিনি শুধু উচিত কথা বলছি । এগুলো যদি একজন সন্মানিত মুরব্বির কথা হয় তাহলে মুরব্বিদের সন্মান করার দরকার আছে কি। আমি শুধু এরকম মুরব্বিদের কথা বলছি। উল্লেখ্য যে দাঁড়িওয়ালা টুপি ওয়ালা লোকদেরকে আমি অসম্মান করছি না শুধুমাত্র কিছু লোক দাঁড়ি টুপির সন্মান রাখতে পারে না তাদেরকে ইনডিকেট করছি।
|
|
|
|
DYING_S0UL
|
|
July 26, 2024, 08:54:17 AM |
|
ভাইয়েরা আমার একটু হেল্প লাগতো, কারো যদি এই বিষয়ে আইডিয়া থাকে তাহলে একটু হেল্প করেন কাইন্ডলি । আমি আমার সমস্যাটা সংক্ষেপে বলার চেষ্টা করি।
১. আমার, আমার ভাইয়ের, আমার মায়ের সকল প্রকার সার্টিফিকেটে মায়ের নাম বাদে সব ঠিক আছে। ৩ খানেই ৩ রকম। আমার সবখানে মায়ের নাম : সাদিয়া আক্তার আমার ভাইয়ের সবখানে মায়ের নাম: মোসা ছদিয়া আক্তার মায়ের সবখানে: মোসা সাদিয়া আক্তার মিম
উপরের নাম গুলো আসল না কিন্তু, জাস্ট উদাহরণ দিলাম।
২. এ অবস্থায় হয় আমার না হয় আমার ভাইয়ের সব কিছু চেন্জ করতে হবে (SSC, HSC, Honours, Birth, NID)।
৩. ভাইয়ের গুলো করা সম্ভব না কারণ তার (Passport, Visa, Driving License) করা আছে। বাট আমার এগুলো এখনো করি নাই।
৪. যেহেতু মায়ের নিজেরটাতেও ভুল এজন্য আগে একজনের সাথে ম্যাচ করাতে হবে, সেক্ষেত্রে ভাইয়ের সব সার্টিফিকেটের সাথে ম্যাচ (NID, Birth) করাতে হবে।
৫. ভাই আর মায়ের টা মিলে গেলে ভুল থাকে শুধু আমারটায়। এক্ষেত্রে (SSC, HSC, Honours, Birth, NID) নাম সংশোধন করাবো কিভাবে?
নোট: SSC, HSC আলাদা বোর্ডে, একটা রাজশাহী আরেকটা বরিশাল, আরো ঝামেলা।
কেউ যদি যেকোনো একটা তেও সাহায্য করতেন তাহলেও অনেক উপকৃত হতাম। আমি ভাবতেছি প্রথমে Birth আর NID ঠিক করবো, এগুলো হয়তো তুলনামূলক সহজ। তারপর HSC, SSC, পরবর্তীতে Honours। কারো যদি এই লাইনে কেউ পরিচিত কেউ থাকে বা করে থাকেন, প্লিজ একটু হেল্প করেন। ব্যাপক ঝামেলায় পড়ছি এই বাল নিয়ে। বাংলাদেশে নাম সংশোধন যে এতো পেরা।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Bd officer
|
|
July 26, 2024, 09:48:55 AM |
|
কেউ যদি যেকোনো একটা তেও সাহায্য করতেন তাহলেও অনেক উপকৃত হতাম। আমি ভাবতেছি প্রথমে Birth আর NID ঠিক করবো, এগুলো হয়তো তুলনামূলক সহজ। তারপর HSC, SSC, পরবর্তীতে Honours। কারো যদি এই লাইনে কেউ পরিচিত কেউ থাকে বা করে থাকেন, প্লিজ একটু হেল্প করেন। ব্যাপক ঝামেলায় পড়ছি এই বাল নিয়ে। বাংলাদেশে নাম সংশোধন যে এতো পেরা।
ভাই সেম সমস্যা, আমার আর আমার মা বাবার শেষ অংশ মিল নাই। আমার ভাই বোন সব গুলোর ঠিকই আছে শুধু আমার সকল সার্টিফিকেট গুলোতে একই সমস্যা। এই বিষয়ে আসলে অনেক জটিল, সাধারণত একটা এনাইডি সংশোধন করতে গেলেই খুবই পেরার মধ্যে পড়তে হবে। আবার আপনার সহপরিবার নিয়ে দেখি জামেলা। এখন যেহেতু আপনার ভাইয়েরটা গুরুত্বপূর্ণ মনে করেন, তাই আপনি আপনি আপনার ভাইয়ের তথ্য অনুযায়ী আপনার মায়ের ভোটার আইডি কার্ড সংশোধন করে নিতে পারেন। যদি আপনার মায়ের ভোটার আইডি কার্ড আপনার ভাইয়ের তথ্য অনুযায়ী সংশোধন করতে পারেন। এর পর আপনি আপনার সার্টিফিকেট সংশোধন করার চেষ্টা করবেন। আমি আমার সার্টিফিকেট সংশোধন করার চেষ্টা করেছিলাম। প্রথমে আমি যেখান থেকে মাধ্যমিক পাস করেছিলাম (SSC) সেখানে এক পরিচিত স্যারের কাছে গিয়েছিলাম। তাই আপনাকে পরামর্শ দিবো আপনি যে স্কুল থেকে (SSC) পাশ করেছেন সেখানে যোগাযোগ করতে পারেন। সার্টিফিকেট সংশোধন করার জন্য প্রথমে আবেদন করতে হবে। পত্রীকায় বিজ্ঞাপন দিতে হবে, নানান জামেলার সম্মুখীন হতে হবে। সবচেয়ে ভালো হবে, আপনি স্কুলের স্যারের সাথে যোগাযোগ করুন, প্রথমে আবেদন করার জন্য ইআইআইএন নাম্বার ও পাসওয়ার্ড লাগবে, সেগুলো আপনার স্কুল বা কলেজ থেকে নিতে হবে। তাই প্রথমে স্কুলের স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। যাইহোক, এখানে আরো অনেকেই আছেন হয়তো তারা ভালো পরামর্শ দিবে আপনি অপেক্ষা করুন।
আমি আমার সার্টিফিকেট সংশোধন করি নাই। আমি আমার ভোটার আইডি কার্ড আমার সার্টিফিকেট অনুযায়ী করেছি। আমার বাবার নাম তার আইডিতে মো: ******* খান আমার মায়ের নাম তার এনআইডিতে মোছা: ******* জাহান আমার সকল সার্টিফিকেটে আমার বাবা ও মায়ের নাম। বাবার নাম মো: ***** শেখ মায়ের নাম মোছা: ***** বেগম। আমার শুধু উপরের উল্লেখিত নামের টাইটেলে সমস্যা ছিলো। আমি আমার এনআইডি জন্ম নিবন্ধন সকল কিছুই আমার সার্টিফিকেট অনুযায়ী করেছি।
|
|
|
|
Crypto Library
|
|
July 26, 2024, 09:27:58 PM |
|
কেউ যদি যেকোনো একটা তেও সাহায্য করতেন তাহলেও অনেক উপকৃত হতাম। আমি ভাবতেছি প্রথমে Birth আর NID ঠিক করবো, এগুলো হয়তো তুলনামূলক সহজ। তারপর HSC, SSC, পরবর্তীতে Honours। কারো যদি এই লাইনে কেউ পরিচিত কেউ থাকে বা করে থাকেন, প্লিজ একটু হেল্প করেন। ব্যাপক ঝামেলায় পড়ছি এই বাল নিয়ে। বাংলাদেশে নাম সংশোধন যে এতো পেরা।
আপনার সিচুয়েশন টা একটু বেশি ক্রিটিকাল, এইচ সিচুয়েশন আমার নিজেরও করতে হয়েছিল আমার ওয়াইফের ক্ষেত্রে তারও সেম সমস্যা ছিল মার এনআইডিটিতে এক নাম আমার ওয়াইফের সার্টিফিকেটে আরেক নাম। পরবর্তীতে আমি নিজে আমার শাশুড়ির এন আই ডি এর নাম চেঞ্জ করে দিয়েছিলাম, প্রতিটা সার্টিফিকেট এ নাম চেঞ্জ করার পরিবর্তে কারন আমার শ্যালক এখন এস এস সি দেয়নি। আপনার বিষয়টি আসলে পরিচিত লোক থাকলেও করা পসিবল হবে না কারণ আপনি অলরেডি মেনশন করেছেন দুই বিভাগের এক বিভাগের লোক অন্য বিভাগে কাজ করে দিতে পারবে না এটাই হলো মূল ঝামেলা। তবে বর্তমানে অনলাইনে কিন্তু এই সার্টিফিকেট সংশোধন করা যায়, এক্ষেত্রে আপনার ডেডিকেটলি আপনার বিভাগীয় ওয়েবসাইটগুলোতে ঢুকে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদনে যদি তারা সবকিছু ঠিক আছে দেখে তাহলে অনলাইনেই আপনার কাজ শেষ হবে। তবে যদি তাদের মনে হয় কিছু ইনকোয়ারি করলে হয়তো আপনাকে ওই বিভাগীয় অফিসে যেতে হবে অথবা ফোন করে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। বিস্তারিত দেখতে নিচের এই ভিডিওটি দেখতে পারেন- \ https://www.youtube.com/watch?v=fmGPL7IneIg
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
LDL
|
|
July 27, 2024, 11:48:48 AM |
|
বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কোন কিছুই ঠিকমতো ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না। আমরা যদিও দেশের সার্বিক অবস্থা জানতে পারিনি তবুও মনে হচ্ছে সরকার ভীষণ চাপে রয়েছে। আবারো ইন্টারনেট বন্ধ করে দেয় কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। ইন্টারনেট দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি ভালোভাবে নেট চালাতে পারছি না। সরকারি এক কর্মকর্তা এই মাত্র ফোন দিয়ে জানালো খুব সম্ভবত নেটওয়ার্কিং ব্যবস্থা পুনরায় বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশে যাতে আমার দেশের গণহত্যার সংবাদ না জানতে পারে এজন্য ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। সাময়িকভাবে ইন্টারনেট ব্যবস্থা চালু করলেও ইন্টারনেটের গতি নেই বললেই চলে। দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে এ সকল অপকর্মের নিউজ প্রচার করতে না পারে এজন্য কোন সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটের গতি নেই বললেই চলে। যারা এখন পর্যন্ত ফোরামে পোষ্টের কাজ বাকি রেখেছেন তারা খুব দ্রুত সপ্তাহের পোস্টকোটা কমপ্লিট করুন।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
DYING_S0UL
|
|
July 28, 2024, 04:41:27 AM |
|
বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কোন কিছুই ঠিকমতো ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না। আমরা যদিও দেশের সার্বিক অবস্থা জানতে পারিনি তবুও মনে হচ্ছে সরকার ভীষণ চাপে রয়েছে। আবারো ইন্টারনেট বন্ধ করে দেয় কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। ইন্টারনেট দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি ভালোভাবে নেট চালাতে পারছি না। সরকারি এক কর্মকর্তা এই মাত্র ফোন দিয়ে জানালো খুব সম্ভবত নেটওয়ার্কিং ব্যবস্থা পুনরায় বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশে যাতে আমার দেশের গণহত্যার সংবাদ না জানতে পারে এজন্য ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। সাময়িকভাবে ইন্টারনেট ব্যবস্থা চালু করলেও ইন্টারনেটের গতি নেই বললেই চলে। দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে এ সকল অপকর্মের নিউজ প্রচার করতে না পারে এজন্য কোন সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটের গতি নেই বললেই চলে। যারা এখন পর্যন্ত ফোরামে পোষ্টের কাজ বাকি রেখেছেন তারা খুব দ্রুত সপ্তাহের পোস্টকোটা কমপ্লিট করুন।
আপনি পোস্ট কোটা নিয়ে চিন্তিত? এদিকে এই সৈরাচারী সরকার সব স্বাভাবিক বলে কোটা আন্দোলনের পক্ষে থাকা ছাত্র, শিক্ষক, বিভিন্ন ব্যক্তিবর্গদের গ্রেফতার আর গুম করা শুরু করছে। ব্যাক বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহতাব স্যারকে শুনলাম গ্রেফতার করা হয়েছে। দুঃখজনক। p.s: অনেকের কাছে সিগ্নেচারই তার রুজিরুটির সম্বল, অবশ্যই কোটা ফিল করা উচিত কোন অঘটন ঘটার আগে। উপরের কথাটা একটু মন খারাপ করেই বলছি। কোনো কিছু স্বাভাবিক হয় নাই, সবাই কে গুম করবে, জনগনও আস্তে আস্তে সব ভুলে যাবে। লাইক কিছুই হয় নাই। জাস্ট কোটা আন্দোলন নয়, আমাদের স্বাধীনতার আন্দোলন সেদিন শেষ হবে যেদিন এই সৈরাচারীর পতন ঘটবে। এটা ভুলে গেছে চলবে না।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
|