HelliumZ
|
|
April 06, 2024, 11:05:30 AM |
|
Source.আমাদের পরিবেশটা কেমন যেন আবার ঘোলাটে হয়ে যাচ্ছে, কারণ ১ জুলাই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যারা এতদিন ফ্রিল্যান্সার বা আইটি প্রফেশনাল হিসেবে প্রফেশন বা ইটিন অথবা অন্যান্য আইডি কার্ড ব্যবহার করে এসব কার্যক্রম পরিচালনা করছেন এবং নিজেরা চলতেছিলেন। তাদের জন্য আগামীতে হয়তোবা ১০% আরোপ করা হবে। এর পূর্বে যখন এই ধরনের একটা নিউজ আসছিল তখন সবাই এটা দ্বিমত পোষণ করছিল এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল। কিন্তু এবার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত বা এসব বিষয় নিয়ে যারা কাজ করে তারা এখন এটা নিয়ে কথা বলছে। এই বিষয়টি নিয়ে কথাবার্তা চলছে বিশেষ করে আগামী জুলাই থেকে আইটি খাতে কর ধার্য করার কথা রয়েছে কিন্তু বিষয়টি এখন পর্যন্ত ঘোলাটে অবস্থায় রয়েছে বাস্তবায়ন হয়েছে কিনা কেউ বলতে পারছে না। বিভিন্ন নিউজ চ্যানেল ঘাটাঘাটি করে দেখতে পেলাম এখনো বাস্তবায়ন হয়নি তবে সরকারের পক্ষ থেকে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন এজেন্সি ইতিমধ্যে সরকারের গৃহীত এই বিল বাস্তবায়নের বিপক্ষে ভোট দিয়েছে এবং তারা ২০৩১ সাল পর্যন্ত আইটি খাতকে কর অব্যাহতির আওতায় রাখতে গোড় অনুরোধ জানাচ্ছেন। তবে বাংলাদেশের জন্য বিষয়টি যেকোনো সময় যে কোন দিকে গতি পাল্টাতে পারে। মূলত বাংলাদেশ কয়েকজনের কথায় উঠে বসে এখানে জনগণের কথায় কোন কিছুই পরিবর্তন হবে না তাই জনগণের এই নিছক অনুরোধ আমি মোটেই মূল্যবান মনে করছি না। সরকারি এজেন্সি থেকে যদি করের বিষয়ে জুলাই পর্যন্ত টাইম বেদে দেওয়া হয় তাহলে অবশ্যই ধরে নিতে হবে আগামী জুলাই থেকে আইটি খাতে কর ধার্য করা হচ্ছে।
|
|
|
|
Negotiation
|
|
April 06, 2024, 09:37:02 PM |
|
ভাই, আমাদের পরিবেশটা কবে ঘোলাটে ছিল না, পরিবেশটা আমাদের দেশে সব সময় ঘোলাটে ছিল এবং সেটাই সামনেও হতে যাচ্ছে। তবে আমরা যারা ক্রিপ্ত কারেন্সি এর সাথে যুক্ত আছি এদের তো আর ফ্রিল্যান্সার বললে হচ্ছে না এরা হইলো অবৈধ মানিলন্ডার। তবে ভাই ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে আয়ের ওপরে যে ট্যাক্স দিতে হতো না এটা আমার জানা ছিল না। আমি যতটুকু জানতাম যে E-TIN যাদের রয়েছে তাদের ১৫% এর জায়গায় ১০% ইনকাম ট্যাক্স দিতে হয়। আর যতটুকু জানি পুরুষ মানুষের সাড়ে তিন লাখ টাকার উপরে ইনকাম থাকলে সেটাকে ট্যাক্সের আওতাভুক্ত করা হয়। ভাই এখানে সবার শিক্ষার অভাব আছে, কারণ এক ডলার ইনকাম করলেও সেটার জন্য বৈধতা নেওয়ার জন্য সবাই লাফালাফি করে বড় বড় নিউজ পেপার গুলা বা অনলাইন পোর্টাল গুলা নিউজ করে যে অমুক জন এতো ডলার ইনকাম করেছে। এগুলা আসলে শিক্ষার অভাব এখন বুঝবে, যারা এতদিন মনে করেন যারা ইউটিউব থেকে ইনকাম করছে বা বিভিন্ন মাধ্যমে ইনকাম করে ফ্রিল্যান্সিং এসে সম্পাদক তথ্য দিয়েছে। তারা তথ্য লুকাইতে পারবে না গাড়ি-বাড়ি থেকে শুরু করে ব্যবহারের যা কিছু করছে সবকিছুর উপুড়ে এবার মনে করেন ট্যাক্স বসবে। ভাই আমার নিজের ইটিন করা আছে আমি দুইবার রিটার্ন জমা দিয়েছি কিন্তু আমার কোন চার্জ আসেনি যদিও আমি অনলাইনে নিজে নিজেই সব করেছি এই কারণে হয়তো চার্জ আসে না।
|
|
|
|
LDL
|
|
April 06, 2024, 11:32:04 PM |
|
ভাই, আমাদের পরিবেশটা কবে ঘোলাটে ছিল না, পরিবেশটা আমাদের দেশে সব সময় ঘোলাটে ছিল এবং সেটাই সামনেও হতে যাচ্ছে। তবে আমরা যারা ক্রিপ্ত কারেন্সি এর সাথে যুক্ত আছি এদের তো আর ফ্রিল্যান্সার বললে হচ্ছে না এরা হইলো অবৈধ মানিলন্ডার। তবে ভাই ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে আয়ের ওপরে যে ট্যাক্স দিতে হতো না এটা আমার জানা ছিল না। আমি যতটুকু জানতাম যে E-TIN যাদের রয়েছে তাদের ১৫% এর জায়গায় ১০% ইনকাম ট্যাক্স দিতে হয়। আর যতটুকু জানি পুরুষ মানুষের সাড়ে তিন লাখ টাকার উপরে ইনকাম থাকলে সেটাকে ট্যাক্সের আওতাভুক্ত করা হয়। ভাই এখানে সবার শিক্ষার অভাব আছে, কারণ এক ডলার ইনকাম করলেও সেটার জন্য বৈধতা নেওয়ার জন্য সবাই লাফালাফি করে বড় বড় নিউজ পেপার গুলা বা অনলাইন পোর্টাল গুলা নিউজ করে যে অমুক জন এতো ডলার ইনকাম করেছে। এগুলা আসলে শিক্ষার অভাব এখন বুঝবে, যারা এতদিন মনে করেন যারা ইউটিউব থেকে ইনকাম করছে বা বিভিন্ন মাধ্যমে ইনকাম করে ফ্রিল্যান্সিং এসে সম্পাদক তথ্য দিয়েছে। তারা তথ্য লুকাইতে পারবে না গাড়ি-বাড়ি থেকে শুরু করে ব্যবহারের যা কিছু করছে সবকিছুর উপুড়ে এবার মনে করেন ট্যাক্স বসবে। ভাই আমার নিজের ইটিন করা আছে আমি দুইবার রিটার্ন জমা দিয়েছি কিন্তু আমার কোন চার্জ আসেনি যদিও আমি অনলাইনে নিজে নিজেই সব করেছি এই কারণে হয়তো চার্জ আসে না। অনলাইনে ইনকামের উপর সরকার যে চার্জ বসাবে সেটা মূলত একটি রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বিশেষ করে যখন সরকার আইটি আয়কর ধার্য করবে তখন হয়তো ন্যূনতম একটি (১০০০ ডলারের নিচে যাদের বার্ষিক ইনকাম তাদের ক্ষেত্রে হয়তো আয়কর ধার্য নাও হতে পারে) যদিও এটা আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করলাম এমন তো হতে পারে। তবে একটি বিষয় কমে যাবে যেটা হলো অনলাইনে, ফেসবুকে, নিউজপত্রের আনাচে কানাচে অনেক ফ্রিল্যান্সারদের লাইফ হিস্ট্রি, ইনকাম হিস্ট্রি ঢালাওভাবে তুলে ধরা হয় যদি আইটি খাতে ইনকাম ট্যাক্স ধার্যকর করা হয় তাহলে এইসব বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। তখন ফ্রিল্যান্সারদের লাইফ হিস্ট্রি ঠিক এভাবে আসবে কোনমতে দিন আনে দিন খায় এর মত। অনেক ফ্রিল্যান্সাররা রয়েছে যারা অবিবাহিত এবং এই বিজ্ঞাপন তাদের জন্য অবশ্যই দরকার কেননা বিবাহর আগে বিজ্ঞাপন দিয়ে কনে পক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য দিয়ে থাকতে পারে। ১০% ধার্যকর করা হলে বাংলাদেশ থেকে অনেক ফ্রিল্যান্সার ইনকাম ট্যাক্স এর ভয়ে নিজেদেরকে আর আত্মপ্রকাশ করবে না।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Crypto Library
|
|
April 07, 2024, 08:19:08 PM |
|
এটা স্ক্যাম না হলেও, স্ক্যামারদের কে স্ক্যাম করার যে একটা আনন্দ, সেটা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখলে বুঝা যায়। কিটবুগা নাকি কি একটা চ্যানেল যেনো ছিলো, এক সময় আমি তার ভিডিও দেখতাম যে কিভাবে তারা স্ক্যামারদেরকে বিরক্ত করে। সামনে ঈদ এগিয়ে আসছে, আর স্ক্যামারদের কাজের পরিমান অনেক বেশি পরিমানে বেড়ে গেছে। সপ্তাহ খানেক আগে আমার এক বন্ধু বিদেশ থেকে আমার কাছে হুন্ডি ব্যাবহার করে নগদে টাকা পাঠিয়েছে। গতকাল একটা স্ক্যামার ফোন দিয়ে বলতেছে ভাইয়া এতো টাকা পাঠাইছিলাম পেয়েছিলেন? মজার ব্যাপার হলো ট্রু কলারে কে যেনো ওর নাম্বার বিকাশ স্ক্যামার নামে সেভ করে দিছে। মুচকি একটা হাসি দিয়ে একটা গালি দিয়ে ফোন রেখে দিলাম। তারাবির নামাজ পড়ে বাসায় আসার পর আরেক নাম্বার থেকে কল দিয়ে বলতেছে আপনার নগদ একাউন্ট বন্ধ করে দিয়েছি। আমি সুন্দর করে বললাম মাদার**, কোন ** ফালাইতে পারোস ফালা গিয়া। হুদাই আমার টাইম নষ্ট করিছ না। তারপর আস্তে করে কেটে দিছি। চাইলে মজা নিতে পারতাম, কিন্তু আমি সারাদিন থাকি ব্যাস্ত, এদের সাথে টাইম নষ্ট করার কোনো মানে হয় না।
আচ্ছা ভাই এদের নিয়ে কি করা যায় বলেন তো? আমরা তো প্রতিনিয়ত জাস্ট এরকম কল পাই এবং এভয়েড করে যাই, এটা মনে করে যে আমি তো আর স্ক্যামের শিকার হচ্ছি না। তবে আমি একটা বিষয় চিন্তা করলাম এখন যে আমি আপনি স্ক্যামের শিকার না হলেও হয়তো অন্য আরেকজন স্ক্যামের শিকার হতেও পারে। অবশ্য কেউ নিজে চিপায় না পড়লে হ্যাসেল নিতে চায় না। তবে এদের নাম্বার গুলো আইন শৃঙ্খলা বাহিনী এর কাছে রিপোর্ট করা উচিত। কিছুদিন আগে আমার বাবাকেও স্ক্যামাররা কল করে, বলতেছে আপনি ২৬ লক্ষ টাকার একটা গাড়ি জিতেছেন আব্বু তাদের আরেকটি কথা বলার আগেই, আমি গাড়ি চালাতে পারি না বলে কল কেটে দিয়েছে। ভাই এখানে সবার শিক্ষার অভাব আছে, কারণ এক ডলার ইনকাম করলেও সেটার জন্য বৈধতা নেওয়ার জন্য সবাই লাফালাফি করে বড় বড় নিউজ পেপার গুলা বা অনলাইন পোর্টাল গুলা নিউজ করে যে অমুক জন এতো ডলার ইনকাম করেছে। এগুলা আসলে শিক্ষার অভাব এখন বুঝবে, যারা এতদিন মনে করেন যারা ইউটিউব থেকে ইনকাম করছে বা বিভিন্ন মাধ্যমে ইনকাম করে ফ্রিল্যান্সিং এসে সম্পাদক তথ্য দিয়েছে। তারা তথ্য লুকাইতে পারবে না গাড়ি-বাড়ি থেকে শুরু করে ব্যবহারের যা কিছু করছে সবকিছুর উপুড়ে এবার মনে করেন ট্যাক্স বসবে। ভাই আমার নিজের ইটিন করা আছে আমি দুইবার রিটার্ন জমা দিয়েছি কিন্তু আমার কোন চার্জ আসেনি যদিও আমি অনলাইনে নিজে নিজেই সব করেছি এই কারণে হয়তো চার্জ আসে না। রিটার্নে কি আপনার ইনকাম সাড়ে তিন লাখ এর নিচে ছিল? আসলে আমি আরো দুই বছর আগে ই-টিন বানিয়েছিলাম এবং সেটি ব্যাংকে জমা দিয়েছিলাম। কিন্তু এখনো পর্যন্ত একবারও রিটার্ন ও দেইনি। যদিও কয়েকবার ফর্ম কিনে বাসায় এনে রেখে দিয়েছি আলসেমের ফিলাপও করেনি দেওয়া হয়নি। নিজে নিজে কি অনলাইনেই আপনার রিটার্ন সাবমিট করে দিয়েছেন? আমি তো আবার ভাবতেছিলাম আমাকে অফলাইনে ব্যাংক স্টেটমেন্ট সহ ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। দুই বছর যাবত কোন রিটার্ন দেইনি এখনো পর্যন্ত আমাকে কেউ কোন নোটিশ দিল না। অনলাইনে ইনকামের উপর সরকার যে চার্জ বসাবে সেটা মূলত একটি রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বিশেষ করে যখন সরকার আইটি আয়কর ধার্য করবে তখন হয়তো ন্যূনতম একটি (১০০০ ডলারের নিচে যাদের বার্ষিক ইনকাম তাদের ক্ষেত্রে হয়তো আয়কর ধার্য নাও হতে পারে) যদিও এটা আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করলাম এমন তো হতে পারে। তবে একটি বিষয় কমে যাবে যেটা হলো অনলাইনে, ফেসবুকে, নিউজপত্রের আনাচে কানাচে অনেক ফ্রিল্যান্সারদের লাইফ হিস্ট্রি, ইনকাম হিস্ট্রি ঢালাওভাবে তুলে ধরা হয় যদি আইটি খাতে ইনকাম ট্যাক্স ধার্যকর করা হয় তাহলে এইসব বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। তখন ফ্রিল্যান্সারদের লাইফ হিস্ট্রি ঠিক এভাবে আসবে কোনমতে দিন আনে দিন খায় এর মত। অনেক ফ্রিল্যান্সাররা রয়েছে যারা অবিবাহিত এবং এই বিজ্ঞাপন তাদের জন্য অবশ্যই দরকার কেননা বিবাহর আগে বিজ্ঞাপন দিয়ে কনে পক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য দিয়ে থাকতে পারে। ১০% ধার্যকর করা হলে বাংলাদেশ থেকে অনেক ফ্রিল্যান্সার ইনকাম ট্যাক্স এর ভয়ে নিজেদেরকে আর আত্মপ্রকাশ করবে না।
আপনাদের আলোচনা থেকে আমি এখনো পুরোপুরি ভাবে ক্লিয়ার হলাম না যে ফ্রিল্যান্সারদের ইনকাম আগে ইনকাম ট্যাক্সের বহিরভূত ছিল যে তাদের সাড়ে তিন লাখ এর অধিক ইনকাম থাকলেও ১৫% ট্যাগ দিতে হয় না।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Negotiation
|
|
April 08, 2024, 12:46:18 AM |
|
রিটার্নে কি আপনার ইনকাম সাড়ে তিন লাখ এর নিচে ছিল? আসলে আমি আরো দুই বছর আগে ই-টিন বানিয়েছিলাম এবং সেটি ব্যাংকে জমা দিয়েছিলাম। কিন্তু এখনো পর্যন্ত একবারও রিটার্ন ও দেইনি। যদিও কয়েকবার ফর্ম কিনে বাসায় এনে রেখে দিয়েছি আলসেমের ফিলাপও করেনি দেওয়া হয়নি। নিজে নিজে কি অনলাইনেই আপনার রিটার্ন সাবমিট করে দিয়েছেন? আমি তো আবার ভাবতেছিলাম আমাকে অফলাইনে ব্যাংক স্টেটমেন্ট সহ ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। দুই বছর যাবত কোন রিটার্ন দেইনি এখনো পর্যন্ত আমাকে কেউ কোন নোটিশ দিল না।
এখানে মূল বিষয় হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকার নিচে হলে ট্যাক্স দিতে হবে না বিষয়টা এমন না, কিছু ক্ষেত্রে আছে বা কিছু পেশা রয়েছে যেখানে আপনার সেই পেশার যদি কর্মজীবী হন, আপনার বাৎসরিক ইঙ্কাম যদি এক টাকা নাও থাকে তারপরও আপনাকে ট্যাক্স দিতে হবে। অন্তত ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। আপনি যদি দুই বছর ধরে ট্যাক্স রিটার্ন না দিয়ে থাকেন, তাহলে এখন আপনার জন্য করণীয় ওই দুই বছরের জরিপানা দিয়ে আপনাকে এখন নতুন ভাবে ট্যাক্স রিটার্ন দিতে হবে। সবথেকে ভালো হয় সামনে বাণিজ্য মেলা আসবে তখন আপনি সেখানে টেক্স মওকুফের জন্য একটা ফর্ম পূরণ করে। ট্যাক্স রিটার্ন জমা দিয়ে দিবেন। আপনি যদি আপনার ট্যাক্স রিটার্ন বা ইটিন সার্টিফিকেট দিয়ে কিছু করতে চান, তাহলে আপনাকে এখন গত দুই বছরের জরিনা দিয়ে পুনরায় নতুনভাবে ট্যাক্স রশিদ নিতে হবে। আপনাদের আলোচনা থেকে আমি এখনো পুরোপুরি ভাবে ক্লিয়ার হলাম না যে ফ্রিল্যান্সারদের ইনকাম আগে ইনকাম ট্যাক্সের বহিরভূত ছিল যে তাদের সাড়ে তিন লাখ এর অধিক ইনকাম থাকলেও ১৫% ট্যাগ দিতে হয় না। এতদিন যারা আইটি রিলেটেড সার্ভিস প্রোভাইড করেছে বা ফ্রিল্যান্সার ব্যবসার সাথে জড়িত ছিল, তাদের ট্যাক্স মওকুফ ছিল কারণ তাদের কোন ট্যাক্স দিতে হতো না যত টাকা ইনকাম হোক না কেন শুধু ট্যাক্স রিটার্ন দিলেই হত। গত বছর কিছু নিউজ পেপার বাংলাদেশ ব্যাংকের যে বৈদেশিক মুদ্রানীতে উপরে, ট্যাক্স এর উপর গেজেট প্রকাশ করেছিল সেটা বাংলা বোর্ডে আলোচনা হয়েছিল তখন সবাই বলেছিল এটা ভুয়া কিন্তু এখন সেটাই বাস্তবায়ন হতে যাচ্ছে।
|
|
|
|
Bd officer
|
|
April 08, 2024, 02:04:02 AM |
|
আচ্ছা ভাই এদের নিয়ে কি করা যায় বলেন তো? আমরা তো প্রতিনিয়ত জাস্ট এরকম কল পাই এবং এভয়েড করে যাই, এটা মনে করে যে আমি তো আর স্ক্যামের শিকার হচ্ছি না। তবে আমি একটা বিষয় চিন্তা করলাম এখন যে আমি আপনি স্ক্যামের শিকার না হলেও হয়তো অন্য আরেকজন স্ক্যামের শিকার হতেও পারে। অবশ্য কেউ নিজে চিপায় না পড়লে হ্যাসেল নিতে চায় না। তবে এদের নাম্বার গুলো আইন শৃঙ্খলা বাহিনী এর কাছে রিপোর্ট করা উচিত। কিছুদিন আগে আমার বাবাকেও স্ক্যামাররা কল করে, বলতেছে আপনি ২৬ লক্ষ টাকার একটা গাড়ি জিতেছেন আব্বু তাদের আরেকটি কথা বলার আগেই, আমি গাড়ি চালাতে পারি না বলে কল কেটে দিয়েছে। ভাই এই ধরনের লোকদের নাম্বার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়াই উচিত। আসলে যারা বুঝে না তারাই এ ধরনের স্কামারদের ফাঁদে পা দিয়ে দেয়। আর মূলত লোভের কারনে অনেকেই স্কামারের শিকার হয়। এটা তো আমাদের সকলেরই বুঝা দরকার যে আমাকে কেন একজন এমনিতেই টাকা দিবে। অনেকদিন হয়েছে আমাকেও এ ধরনের স্কামারা ফোন দিয়ে বলে আপনি ২০০০০ টাকা পেয়েছেন। আপনাকে টাকা নেওয়ার জন্য কিছু টাকা আমাদের দিতে হবে। আরো বলে আপনি যদি আমাদের ২০০০ টাকা দেন তাহলে আমরা আপনাকে ২০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দিবো। তখন আমি বুঝলাম এরা আসলে স্কামার, তাই আমি তাদের উত্তর দিয়েছি যেহেতু আমি ২০০০০ টাকা পেয়েছি তাহলে আমি আপনাকে ২ হাজার টাকা নয় আমি আপনাকে ১০ হাজার টাকা দিবো। আমি বললাম আমি যে ২০ হাজার টাকা পাবো আপনি ওখানে থেকে ১০ হাজার নিয়ে আমাকে ১০ হাজার দেন। তারা বললো এই টাকায় আমরা হাত দিতে পারবো না, আপনাকে বিকাশ থেকে আমাদের টাকা দিতে হবে। তখন আরকী আমিও তাদের বকাদিতে শুরু করলাম তারা ফোন কেটে দিয়েছে। তাই সকলেরই লোভে পড়া যাবে না, কেউ এমনে কাউকে কিছু দেয় না এইটা মাথায় রাখতে হবে।
|
|
|
|
Learn Bitcoin
|
|
April 08, 2024, 07:11:56 AM |
|
আচ্ছা ভাই এদের নিয়ে কি করা যায় বলেন তো? আমরা তো প্রতিনিয়ত জাস্ট এরকম কল পাই এবং এভয়েড করে যাই, এটা মনে করে যে আমি তো আর স্ক্যামের শিকার হচ্ছি না। তবে আমি একটা বিষয় চিন্তা করলাম এখন যে আমি আপনি স্ক্যামের শিকার না হলেও হয়তো অন্য আরেকজন স্ক্যামের শিকার হতেও পারে। অবশ্য কেউ নিজে চিপায় না পড়লে হ্যাসেল নিতে চায় না। তবে এদের নাম্বার গুলো আইন শৃঙ্খলা বাহিনী এর কাছে রিপোর্ট করা উচিত। কিছুদিন আগে আমার বাবাকেও স্ক্যামাররা কল করে, বলতেছে আপনি ২৬ লক্ষ টাকার একটা গাড়ি জিতেছেন আব্বু তাদের আরেকটি কথা বলার আগেই, আমি গাড়ি চালাতে পারি না বলে কল কেটে দিয়েছে। বিশাল মুসকিলে পড়লাম তো ভাই। এটা নিয়ে আমরা অলরেডি আলাপ করতেছি, আর এদিকে এদের চক্র প্রচুর পরিমানে একটিভ হয়ে গেছে। সামনে ঈদ, আর এরা পাগলের মতো মানুষকে স্ক্যাম করতেছে। মাত্র ১ দিন আগের ঘটনা এখানে শেয়ার করলাম, আজকে ঘন্টা খানেক আগে দোকানে এস বসার পরেই কল আসলো। এবার কল দিলো জব অফার স্ক্যামার। আমাকে জব অফার করতেছে। এই যে স্ক্যামার রা বাংলাদেশি রেজিষ্টার্ড সিম দিয়ে এগুলো করছে, আমরা তো এর কোনো প্রতিকার পাচ্ছি না। সরকার বলেছিলো বায়োমেট্রিক সিষ্টেম করার পর প্রতারকদেরকে সহজেই ধরে ফেলবে তারা। কিন্তু প্রতারক চক্র তো এগুলো রেজিষ্টার্ড সিম দিয়েই করছে। সাধারন মানুষের কোটি কোটি টাকা মেরে দিচ্ছে। বাংলাদেশের আইন কোথায় এখন? আমি রিপোর্ট করবো, বলে যে ১ জনের রিপোর্ট এ কিছু হবে না। ১০-১৫ জন যোগার করে নিয়ে আসতে।
|
|
|
|
Bd officer
|
|
April 08, 2024, 08:19:13 AM |
|
আবারো @krogothmanhattan ৫৫৮তম ফ্রি রাফেল এনেছেন। এখনো অনেক স্লট খালি রয়েছে, একজনে একটা স্লট নিতে পারবেন। আপনারা যারা আবেদন করতে চান নিয়ম কানুন গুলো পড়ে আবেদন করতে পারেন। সকলের জন্য শুভকামনা রইলো। র্যাফেল লিংক: https://bitcointalk.org/index.php?topic=5491949.msg63913857#msg63913857
আজকে রোজা ২৮ টা শেষ হতে চলেছে, আর হয়তো ১ অথাবা ২ টা রোজা হতে পারে। বাংলা লোকাল থ্রেডের সকল ভাই ব্রাদার কে ঈদের অগ্রিম শুভেচ্ছা।
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2408
Merit: 1311
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
April 09, 2024, 05:56:57 PM |
|
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#7)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যাদের মেরিট ৫০০ বা তার বেশি তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalk.org/index.php?topic=5492231
|
|
|
|
Unknown Op
|
|
April 10, 2024, 04:53:08 AM Merited by DYING_S0UL (1) |
|
Eid Mubarak My Dear Bengali Brothers Assalamu alaikum to all my Bengali Brothers! As we approach end of holy month Ramadan I would like to take this opportunity to wish all my fellow Muslim members with Bengali Brother a joyous occasion Eid Ul Fitr. Eid Ul Fitr is festival of ending fast and marks end of month long fasting period. It is a time of celebration, forgiveness and gratitude for blessings of Allah. To all my fellow Muslims on Bangladesh Family Once again Eid Mubarak! May Allah grant us all happiness, forgive us and love between our two countries always strong. Ameen.
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Elissa~sH
Member
Offline
Activity: 84
Merit: 57
|
|
April 10, 2024, 08:08:42 AM |
|
রাতে বিদায় নিলো তারাবি ভোর রাতে বিদায় নিলো সেহেরি, আজকে বিদায় নেবে ইফতার, সামনের বছর আর এই রমজান মাস ফিরে পাবে কিনা জানিনা। হে আল্লাহ্ আমাদের সবাইকে কবুল করে নিন। আমরা মুসলিমরা যেন সামনের রমজান পর্যন্ত ভালো থাকি এবং সুস্থ থাকি। এই রমজান মাসটি খুবই ভালো এবং সুন্দর ভাবে কাটলো। অন্যান্য মাসের থেকে এই মাসটি ছিলো খুবই সুন্দর। আমার সকল বাঙ্গালী ভাইদের জন্য দোয়া থাকবে সকলে যেন ভালো থাকতে পারি একসাথে।
|
|
|
|
Bd officer
|
|
April 10, 2024, 03:19:33 PM |
|
বাংলা লোকাল থ্রেডের সকল ভাইয়েদের জানাই আসসালামু আলাইকুম। এবং আমাদের কমিনিউটির সকল ভাইয়েদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। !!ঈদ মোবারক!! পিকচার উৎস আজকে রোজা শেষ হয়ে গেলো, আবারো একটি বছর পরে রোমজান মাস আসবে, মৃত্যুর কোন গ্যারান্টি নাই জানি না আমরা আবারো রোমজান মাস ফিরে পাবো কিনা। যাইহোক আগামীকাল সকাল হলে মুসলমানদের দুটি বড় উৎসবের মধ্যে একটি উৎসব ঈদুল ফিতর। দোয়া করি আপনারা সকলে যেন আপনার পরিবার-পরিজনের সাথে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইলো,!! ঈদ মোবারক!! আসলে একটা কথা আজকে অনেক মনে পরতেছে, যখন ছোট ছিলাম তখন ঈদের কত আনন্দ ছিল কিন্তু যখন থেকে টাকা ইনকাম করতে শিখলাম বড় হলাম তখন আর সেই ছেলেবেলা মতো ঈদের আনন্দ হয় না। আনন্দ যা করার তা ছেলেবালায় করেছি, সেই পুরোনো দিনের কথা আজকে অনেক মনে পরতেছে। কতই না ঈদের আগের রাতে বাজি ফাটাইতাম, আনন্দ উল্লাস করতাম সেই আনন্দটা আর করা হয় না। ঈদের আনন্দ যা করার তা ছেলেবেলায় করেছি। যাইহোক, আপনাদের সকলকে ঈদের দাওয়াত রইলো।
|
|
|
|
DYING_S0UL
|
|
April 10, 2024, 04:01:48 PM |
|
ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
LDL
|
|
April 10, 2024, 11:25:03 PM |
|
ঈদ মোবারক! ঈদ মোবারক!! عيد مباركعيد مباركআজকে মুসলিম বিশ্বে মুসলমানদের সবচেয়ে বড় ও বরকতময় দিন। আজকের ঈদের আনন্দে সারা মুসলিম বিশ্ব আলোকিত হবে। আল্লাহ তাআলা আমাদের দীর্ঘ একমাস সিয়াম পালনের মাধ্যমে আমাদের এই আনন্দ ও বরকতময় দিন দান করেছেন। বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটি মুসলমানের জীবন হয়ে উঠুক অনাবিল আনন্দময়। আমাদের বাঙালি কমিউনিটির সকল ভাই-বোনদের জীবন হয়ে উঠুক রঙিন ও আনন্দময়। আমাদের প্রত্যেককে আল্লাহ তায়ালা নেক নিয়ামত দান করুক এবং আমাদেরকে আল্লাহতালা ক্ষমা করে দিন। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Ricardo11
|
|
April 11, 2024, 02:48:25 AM |
|
ছবির উৎসআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সমস্ত মুসলমান ভাইদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই, ”ঈদ মোবারক”. আজকে সমস্ত মুসলমান ভাইদের জন্য খুবই খুশির একটি দিন, আজকে প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে ঈদের আনন্দের জোয়ার বইবে, আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করে এবং বেশি বেশি ঈমান আনার তৌফিক দান করুন, আমীন জানিনা আগামী রমজান পর্যন্ত আমরা আবার বেঁচে থাকবো কিনা,যাই হোক আল্লাহ যেন আমাদের এই রমজান উপলক্ষে আমাদের সকল গুনাহ মাফ করে দিন. তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম.
|
|
|
|
HelliumZ
|
|
April 11, 2024, 06:24:03 AM |
|
ঈদ মোবারক। আজকে মুসলমান সম্প্রদায়ের জন্য বড় আনন্দের দিন। পবিত্র ঈদুল ফিতর।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
আজকে ঈদের আনন্দ সকল মুসলিম ভাইবোনদের মাঝে ছড়িয়ে পড়ুক। পৃথিবীর প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ তা'আলা মাফ করে দিক এবং সকল মুসলমান সম্প্রদায়ের উপর আল্লাহর অশেষ নিয়ামত বর্ষণ হোক। আল্লাহতালা ফিলিস্তিনি বাসির উপর শান্তি নাযিল করুক এবং তাদের সকল প্রকার দুঃখ-দুর্দশা দূর করে দিক। ফিলিস্তিনি বাসির পাশাপাশি আল্লাহতালা আমাদের বাংলাদেশের মানুষের উপর অশেষ রহমত বর্ষণ করুক। সকলকে আল্লাহ তায়ালা নেক হায়াত দান করুন এবং মানুষের মাঝে আল্লাহ তায়ালা সকল প্রকার বালা-মুসিবত উঠিয়ে নিক। আমীন।
|
|
|
|
Learn Bitcoin
|
|
April 11, 2024, 07:11:38 AM |
|
সবাইকে ঈদ মুবারাক!
সবাই বলে ধর্ম যার যার উৎসব সবার। ঈদের ক্ষেত্রে কিন্তু এটা আর কেউ বলে না। পূজা বা অন্য ধর্মের কোনো উৎসব হলেই এই বাক্য গুলো শোনা যায়। যাই হোক, ঈদ প্রতিটা মুসলমানের জন্যই। কিন্তু ঈদের আনন্দ যারা রমজান মাসে ৩০ টা রোজা রেখেছেন। রমজান মাস যাওয়ার সাথে সাথেই আমাদের ভেতরের আমল গুলোও চলে গেছে। আমাদের মসজিদে ৩ জন মাদ্রাসার ছাত্র ইতিকাশে ছিলো একজন হাফেজ সহ, অথচ আজকে ঈদের দিন ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি মসজিদের ভেতরে মুয়াজ্জিন সহ ৩ জন বসে আছে। ১০ মিনিট দেড়ি করে ৫ জন মিলে ফজরের নামাজ আদায় করেছি। এই ঈদ কি আসলেই আমাদের জন্য? ফজরের ফরজ নামাজ ছেড়ে ঈদের ওয়াজিব নামাজ পড়ার জন্য ১ ঘন্টা আগে ঈদ্গাহে গিয়ে বসে থেকে কি লাভ আমাদের?
|
|
|
|
LDL
|
|
April 11, 2024, 08:17:56 AM |
|
সবাইকে ঈদ মুবারাক!
সবাই বলে ধর্ম যার যার উৎসব সবার। ঈদের ক্ষেত্রে কিন্তু এটা আর কেউ বলে না। পূজা বা অন্য ধর্মের কোনো উৎসব হলেই এই বাক্য গুলো শোনা যায়। যাই হোক, ঈদ প্রতিটা মুসলমানের জন্যই। কিন্তু ঈদের আনন্দ যারা রমজান মাসে ৩০ টা রোজা রেখেছেন। রমজান মাস যাওয়ার সাথে সাথেই আমাদের ভেতরের আমল গুলোও চলে গেছে। আমাদের মসজিদে ৩ জন মাদ্রাসার ছাত্র ইতিকাশে ছিলো একজন হাফেজ সহ, অথচ আজকে ঈদের দিন ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি মসজিদের ভেতরে মুয়াজ্জিন সহ ৩ জন বসে আছে। ১০ মিনিট দেড়ি করে ৫ জন মিলে ফজরের নামাজ আদায় করেছি। এই ঈদ কি আসলেই আমাদের জন্য? ফজরের ফরজ নামাজ ছেড়ে ঈদের ওয়াজিব নামাজ পড়ার জন্য ১ ঘন্টা আগে ঈদ্গাহে গিয়ে বসে থেকে কি লাভ আমাদের?
এরকম ভাই সব জায়গায় আছে। এটা ভাই প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে নিয়ে যাবে বিশেষ করে আমাদের প্রজন্মে যে পরিমাণ নামাজী রয়েছে ভবিষ্যৎ প্রজন্মে সেই পরিমাণ নামাজী লোক পাওয়া যাবে না। আমি আমার এলাকার সামান্য কিছু সমালোচনা করব যদিও আমার এলাকা কিন্তু আমার এলাকা নিয়ে আমাকে সমালোচনা করতেই হলো। আমি যে গ্রামে বসবাস করি ঠিক পাশেই একটি দ্বিতলা মসজিদ রয়েছে এবং পাশে একটি ছোট্ট মার্কেট রয়েছে। মার্কেটে মনিটরে বিভিন্ন পালা গান ও মারফতি গান বাজানো হয়। আযানের সময় হলে মাঝেমধ্যে রিকুয়েস্ট করে বন্ধ করতে হয়। আমার মসজিদে মাঝেমধ্যে তাবলীগ জামাতের লোকজন আসে এবং তাদেরকে নিয়ে যদি ওই মার্কেটের লোকজনের কাছে যাওয়া হয় তাহলে বোঝা যায় মানুষের ভিতরে ঈমানী শক্তি কতটুকু। অনেকে এতটাই নাস্তিকের সাথে তাদের সাথে ব্যবহার করে যা দেখলে মনে হয় আমাদের বাংলাদেশে অহেতুক আমরা ইসলাম ধর্মে রয়েছি। আমরা এই প্রজন্মের থেকে যদি ওই ইয়াহুদী নাসারাদের বংশধরদের আচরণ দেখতে হয় তাহলে আমরা যখন এই দুনিয়ায় থাকবো না তখন হয়তো কি জামানা আসবে কি বলতে পারে। তাদের ধর্মের বিষয়ে কিছু জ্ঞান দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং উল্টো আমাদের বিভিন্ন মারফতি জ্ঞান দিয়ে বুঝিয়ে দেয় আমরা অহেতুক নামাজ রোজা করছি। সবাই না কিছু লোক বলে আখিরাত বলতে কোন জিনিস নেই বরং দুনিয়ায়তেই সবকিছু রয়েছে। তাদের কাছে গেলে আমাদেরকে অনেক অসহায় লাগে। ওই জামাতের লোক নিয়ে যদি বাড়ি বাড়ি দাওয়াত দিতে যাই বিশেষ করে নামাজের তখন প্রতি বাড়িতে মিনিমাম ২০ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হয় লোকজন বের করে আনতে। এটাই যদি হয় বর্তমান জামানার কালচার তাহলে ভবিষ্যতে আমাদের বংশধরেরা ইসলামের দাওয়াত কিভাবে দেবে এটা আমার কাছে বোধগম্য মনে হচ্ছে না। আপনার মত আমরাও মাঝেমধ্যে দুই তিন জন নিয়ে জামাত আদায় করি। অনেক সময় আমাকেও ইকামত দিতে হয়। জানি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করবে এবং আমরা আবারো ইসলামের আলোতে আলোকিত হব এই প্রত্যাশা কামনা করছি। আমাদের সবাইকে আল্লাহতালা নামাজী ও ঈমানদার বানিয়ে দিন এবং আমরা যাতে আল্লাহ তাআলার ইসলামী শরীয়ত মোতাবেক চলতে পারি এবং আমাদের নবী রাসূলদের দেওয়া হেদায়েত প্রাপ্ত হতে পারি। পরিশেষে আবারো সবাইকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Bd officer
|
|
April 11, 2024, 09:31:30 AM |
|
সবাইকে ঈদ মুবারাক!
সবাই বলে ধর্ম যার যার উৎসব সবার। ঈদের ক্ষেত্রে কিন্তু এটা আর কেউ বলে না। পূজা বা অন্য ধর্মের কোনো উৎসব হলেই এই বাক্য গুলো শোনা যায়। যাই হোক, ঈদ প্রতিটা মুসলমানের জন্যই। কিন্তু ঈদের আনন্দ যারা রমজান মাসে ৩০ টা রোজা রেখেছেন। রমজান মাস যাওয়ার সাথে সাথেই আমাদের ভেতরের আমল গুলোও চলে গেছে। আমাদের মসজিদে ৩ জন মাদ্রাসার ছাত্র ইতিকাশে ছিলো একজন হাফেজ সহ, অথচ আজকে ঈদের দিন ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি মসজিদের ভেতরে মুয়াজ্জিন সহ ৩ জন বসে আছে। ১০ মিনিট দেড়ি করে ৫ জন মিলে ফজরের নামাজ আদায় করেছি। এই ঈদ কি আসলেই আমাদের জন্য? ফজরের ফরজ নামাজ ছেড়ে ঈদের ওয়াজিব নামাজ পড়ার জন্য ১ ঘন্টা আগে ঈদ্গাহে গিয়ে বসে থেকে কি লাভ আমাদের?
এই কথাটা কে যে বলেছিলো, ধর্ম যার যার উৎসব সবার। তাই যদি হয় ভাই আপনারা কি দেখেছেন ঈদে কোন হিন্দুরা আপনাদের ঈদের নামাজ লাইন ধরে দাড়িয়ে থেকে দেখেছে? অবশ্যই না কোন হিন্দু বা ভিন্ন ধর্মের কোন ব্যক্তিবর্গ ঈদের নামাজ দেখার জন্য কোনদিন আসবে না। কিন্তু আমি দেখেছি আপনারা অনেকেই হয়তো দেখেছেন হিন্দুদের যখন পূজা শুরু হয়, তখন হিন্দুদের চেয়ে মুসলমানদের সংখ্যায় অনেক বেশি হয়। তখন আমাদের মুসলমান ভাইয়েরা হিন্দুদের পূজা দেখার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আমরা মুসলমান হয়ে কেন হিন্দুদের উৎসব দেখতে যাব? আমাদের মুসলমানদের ভিতরে ঈমান নেই, যতই বাহিরে দেখাক সে পরহেজগার কিন্তু ভিতরে দেখবেন নষ্ট হয়ে গেছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক এবং আমাকেও আল্লাহ যেন হেদায়েত দান করেন। সবাই ঈদের আনন্দ কেমন করলেন? যাইহোক সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন।!! ঈদ মোবারক!!
|
|
|
|
Learn Bitcoin
|
|
April 11, 2024, 12:11:03 PM |
|
তাদের ধর্মের বিষয়ে কিছু জ্ঞান দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং উল্টো আমাদের বিভিন্ন মারফতি জ্ঞান দিয়ে বুঝিয়ে দেয় আমরা অহেতুক নামাজ রোজা করছি। সবাই না কিছু লোক বলে আখিরাত বলতে কোন জিনিস নেই বরং দুনিয়ায়তেই সবকিছু রয়েছে। তাদের কাছে গেলে আমাদেরকে অনেক অসহায় লাগে। ওই জামাতের লোক নিয়ে যদি বাড়ি বাড়ি দাওয়াত দিতে যাই বিশেষ করে নামাজের তখন প্রতি বাড়িতে মিনিমাম ২০ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হয় লোকজন বের করে আনতে। এটাই যদি হয় বর্তমান জামানার কালচার তাহলে ভবিষ্যতে আমাদের বংশধরেরা ইসলামের দাওয়াত কিভাবে দেবে এটা আমার কাছে বোধগম্য মনে হচ্ছে না।
এরকম শিয়াল কুত্তা সব যায়গাতেই দুই একটা থাকে। এদের জন্য তো আর দাওয়াত দেয়া বন্ধ করা যাবে না। আপনাকে দেখতে হবে আপনি যেখানে আছেন, সেখানে কাদের সংখ্যা বেশি, যারা মারফতি জ্ঞান দিতে আসে, জেনে রাখেন তারা মুর্তাদ অথবা কাফের হয়ে গেছে। একজন মানুষকে মুসলমান হতে হলে অবশ্যই তাকে আখেরাত বিশ্বাস করতে হবে। আপনার আমার যা কাজ, তা আমাদের করতেই হবে। আপনি যেরকম বর্ননা করেছেন, এরকম হলে প্রথমে সবাইকে নিয়ে বসে এদের বুঝানোর চেষ্টা করতে হবে। এতে কাজ হলে এদেরকে সমাজ থেকে বের করে দিতে হবে। কিন্তু যদি এমন হয় যে এদের সংখ্যা বেশি এবং আপনিই এদের সমাজে বসবাস করছেন, আপনার জন্য এই সমাজ ত্যাগ করাই উত্তম বলে আমি মনে করি। ইমানের নিচের স্তরের কাজ হলো মনে মনে ঘৃণা করা। প্রথমে এদেরকে হাত দিয়ে আটকাতে হবে, যদি না পারেন তাহলে মুখে বলে বাধা দিতে হবে। সেটাও যদি না পারেন তাহলে মন থেকে ঘৃণা করতে হবে। এটাই হচ্ছে তাদের প্রতি আপনার দায়িত্ব।
|
|
|
|
|