Nothingtodo
Full Member
Offline
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
September 23, 2024, 10:37:31 PM |
|
Hamster Kombat আবারো কি শুরু করল
26 সেপ্টেম্বর হাম্সটার কমবাট আমাদের হাতে মুলা ধরিয়ে দিবে ভাইজান। আপনি যদি আপনার হাম্সটার কমবাট ওয়ালেট চেক করে না থাকেন তাহলে আপনি চেক করে নিন। এতো বড়ো ধোঁকাবাজি, যারা চাবি ও রেফার করতে পেরেছে তাদের বেশি বেশি দিয়েছে। আমি চাবি নিতে পারিনি, রেফার করতে পারিনি তাই আমি আপাতত হাম্সটার কমবাট নামক প্রতারণা থেকে আপাতত মুক্ত। ৫৪৩ টি টোকেন পেয়েছি তাও আবার ১২ মাসের ভেসটিং । শা******র চিটার প্রজেক্ট। বাইন্যান্স এক্সচেঞ্জে ফিডে পোস্ট দেখলাম যেখানে উল্লেখ করা আছে প্রায় 43 পার্সেন্ট একাউন্ট উপযুক্ত ধরেছে এবং বাকি অ্যাকাউন্টগুলো অনুপযুক্ত ধরেছে। একটা মানে বুঝলাম না আমার একজন রিলেটেড কিছুই করে নাই অথচ তার একাউন্ট চিটিং ধরেছে। আমারে মেসেজ দিয়ে বলল যে আমার একাউন্ট এরকম হওয়ার কারণ কি? আমি বললাম হয়তো আপনি কোন কিছু করেছেন যেখানে নিয়মবহির্ভূত কিন্তু ওই রিলেটেড যেভাবে বলল সে কিছুই করে নাই বরং তার অ্যাকাউন্ট চিটিং হিসেবে ট্যাগ মেরেছে। যাহোক Hamster Kombat সেপ্টেম্বর ২৬ তারিখ আমাদের বাংলাদেশসহ বিশ্বের কয়েকটা দেশকে যেভাবে ধনী বানানোর গুঁজব উঠেছে আপাতত ওই দিন সবাই ঠান্ডা হয়ে যাবে। টেলিগ্রামে আর টেপা টেপি কিছুটা হলেও কমে যাবে। ট্যাপ ট্যাপ শুধুমাত্র কোম্পানির লাভ বরং ইউজারদের কোন ফায়দা হবে না। সাধারণ জ্ঞান থাকলেই বুঝা যায় যে Hamster Kombat একটি ধোকা। বাংলায় একটি প্রবাদ আছে "যা রোটায়, তা ঘটায় না" এটি Hamster Kombat এর জন্য বাস্তব উদাহরণ। আমি মনে করি Hamster kombat যদি প্রত্যেকটা ব্যবহারকারীকে ২ ডলার করেও দিতে চায় তাহলে এমন একটি পরিমাণে দিতে হবে যা তাদের কোম্পানির মার্কেট ভ্যালুও নয়। তারা ৫০% ব্যবহারকারীকেও $২ করে দিতে পারবে না এটি আমার বিশ্বাস। সবাই বলছে ২৬ তারিখ বড়লোক হওয়ার দিন, আমি বলি ২৬ তারিখ নিজেকে জোকারে পরিণত করার দিন। যে সময় টিপাটিপিতে নষ্ট করেছে এই সময়টা অন্য কাজে ব্যয় করলে কিছু উপার্জন হতো বা কাজে লাগতো। রাইট ভাই, এলাকার অনেক স্কুল কলেজের স্টুডেন্টরা এই সকল কাজের প্রতি খুব গুরুত্ব দিচ্ছে ফলে দেখা যাচ্ছে তাদের লেখাপড়ার সময় গুলো এই টিপাটিপি পিছনে ব্যয় হচ্ছে। যদি এই সকল টিপাটিপি বন্ধ না হয় তাহলে তাদের ক্যারিয়ারে ব্যাপক ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব এই সকল টিপাটিপি থেকে আমাদের তরুণ প্রজন্ম কে ফেরানো উচিত। তা না হলে তাদের ক্যারিয়ার ধ্বংসের পাশাপাশি আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীদের একটা বড় অংশ ড্যামেজ হয়ে যাবে।
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
September 23, 2024, 11:16:03 PM |
|
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#18)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalk.org/index.php?topic=5509996.0
|
|
|
|
HelliumZ
|
|
September 23, 2024, 11:48:51 PM |
|
আমি গতকাল একটা লোকাল থ্রেড এর একটা পোষ্টে Xal0lex সাহেবের কাছ থেকে মেরিট পাই। তারপর আজকে ওনার মেরিট হিষ্টোরি দেখে যা মনে হচ্ছে, তা হলো, উনি যেসব লোকাল বোর্ড এবং থ্রেড গুলো মোডারেট করছেন, সেগুলোতে তিনি মেরিট সোর্স হিসেবেও এসাইন হয়েছেন। যদিও মেরিট সোর্স রা কখনোই বলেন না যে তারা কোনে বোর্ড এর জন্য এসাইন করা হয়েছে। নিজেরা এগুলো বলতে পছ্ন্দ করেন না।
তবে Xal0lex এর মেরিট সেন্ড হিষ্টোরি দেখে মনে হচ্ছে হয়তো ওনাকে লোকাল বোর্ড/থ্রেড গুলোর জন্য মেরিট সোর্স হিসাবে এসাইন করা হয়েছে, অথবা উনি নিজে থেকেই ওনার সোর্স মেরিট গুলো লোকাল বোর্ড/থ্রেড গুলোতে দিচ্ছেন। যদিও এর পুরোটাই একটা স্পেকুলেশন। Xal0lex ইচ্ছা করলে কমেন্ট করে জানাতে পারেন, কারন আমি মনে করি আপনি এই পোষ্ট পড়বেন।
যদি এরকমটা হয়ে থাকে, তাহলে এটা আমাদের লোকাল বোর্ড/থ্রেড গুলোর জন্য আশির্বাদ স্বরুপ হয়ে আসবে।
Merit sources are not assigned to a specific section on the forum. Merit sources are assigned for the whole forum and can give merits in any section of the forum. যোগ্যতা উৎস ফোরাম একটি নির্দিষ্ট বিভাগে বরাদ্দ করা হয় না. মেধার উৎস সমগ্র ফোরাম জন্য বরাদ্দ করা হয় এবং ফোরামের কোনো বিভাগে মেধার দিতে পারেন. ইনি তো আমাদের বড় ভাইয়ের মতো এবং আমরা আমাদের এই ভাইয়ের কাছ থেকে অনেক ভালো ভালো ইনফরমেশন পেয়ে থাকি। আমাদের কাছে মনে হয় না উনি আমাদের মডারেটর মনে হয় উনি আমাদের বাংলা কমিউনিটির একজন সুদক্ষ মেম্বার। আমি অনেক মোড কে দেখেছি যারা সপ্তাহে দুই একদিন একটি থাকতো কিন্তু আমাদের এই Xal0lex মডারেটর ভাই প্রতিনিয়ত এক্টিভ থাকে এবং আমাদের বেশিরভাগ ভালো ভালো পোস্টে সে কনস্ট্রাক্টিভ রিপ্লাই দিয়ে থাকে। আমরা এরকম গার্ডিয়ান সমতুল্য মডারেটর পেয়ে সত্যিই নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছি।
|
|
|
|
AirtelBuzz
|
|
September 24, 2024, 03:14:23 AM |
|
আমি গতকাল একটা লোকাল থ্রেড এর একটা পোষ্টে Xal0lex সাহেবের কাছ থেকে মেরিট পাই। তারপর আজকে ওনার মেরিট হিষ্টোরি দেখে যা মনে হচ্ছে, তা হলো, উনি যেসব লোকাল বোর্ড এবং থ্রেড গুলো মোডারেট করছেন, সেগুলোতে তিনি মেরিট সোর্স হিসেবেও এসাইন হয়েছেন। যদিও মেরিট সোর্স রা কখনোই বলেন না যে তারা কোনে বোর্ড এর জন্য এসাইন করা হয়েছে। নিজেরা এগুলো বলতে পছ্ন্দ করেন না।
তবে Xal0lex এর মেরিট সেন্ড হিষ্টোরি দেখে মনে হচ্ছে হয়তো ওনাকে লোকাল বোর্ড/থ্রেড গুলোর জন্য মেরিট সোর্স হিসাবে এসাইন করা হয়েছে, অথবা উনি নিজে থেকেই ওনার সোর্স মেরিট গুলো লোকাল বোর্ড/থ্রেড গুলোতে দিচ্ছেন। যদিও এর পুরোটাই একটা স্পেকুলেশন। Xal0lex ইচ্ছা করলে কমেন্ট করে জানাতে পারেন, কারন আমি মনে করি আপনি এই পোষ্ট পড়বেন।
যদি এরকমটা হয়ে থাকে, তাহলে এটা আমাদের লোকাল বোর্ড/থ্রেড গুলোর জন্য আশির্বাদ স্বরুপ হয়ে আসবে।
Merit sources are not assigned to a specific section on the forum. Merit sources are assigned for the whole forum and can give merits in any section of the forum. যোগ্যতা উৎস ফোরাম একটি নির্দিষ্ট বিভাগে বরাদ্দ করা হয় না. মেধার উৎস সমগ্র ফোরাম জন্য বরাদ্দ করা হয় এবং ফোরামের কোনো বিভাগে মেধার দিতে পারেন. ইনি তো আমাদের বড় ভাইয়ের মতো এবং আমরা আমাদের এই ভাইয়ের কাছ থেকে অনেক ভালো ভালো ইনফরমেশন পেয়ে থাকি। আমাদের কাছে মনে হয় না উনি আমাদের মডারেটর মনে হয় উনি আমাদের বাংলা কমিউনিটির একজন সুদক্ষ মেম্বার। আমি অনেক মোড কে দেখেছি যারা সপ্তাহে দুই একদিন একটি থাকতো কিন্তু আমাদের এই Xal0lex মডারেটর ভাই প্রতিনিয়ত এক্টিভ থাকে এবং আমাদের বেশিরভাগ ভালো ভালো পোস্টে সে কনস্ট্রাক্টিভ রিপ্লাই দিয়ে থাকে। আমরা এরকম গার্ডিয়ান সমতুল্য মডারেটর পেয়ে সত্যিই নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছি। Xal0lex তিনি শুধু আমাদের বাংলা কমিউনিটির মডারেটর নন। তিনি Other languages/locations, Русский (Russian), Politics and Society এর মডারেটর। সর্বদা একটিভ থেকে এইসব থ্রেড গুলোতে তিনি প্রতিনিয়ত observation করছেন। আমরা অনেকবার দেখেছি কেউ তার পোস্টে ভুলবশত কোন কিছু করলে বা কোন পোষ্টের মধ্যে source লিংক দিতে ভুলে গেলে তিনি সেটি উল্লেখ করে সংশোধন করার নির্দেশ দেন। ভাই শেষ পর্যন্ত হাতে এক আটি মুলা এবং হারিকেন দরাই দিলো। বাঙালি যেটা শুরু করে সেটাই ভাইরাল হয়, ৩০০ মিলিয়ন এর বেশি ইউজার তাইলে এখান থেকে কি আশা করা যায়। যেটা ট্রেন্ডিংয়ে ওঠে বাঙালি সেটার পিছনে দৌড় মারে। অনেকেই দেখি আশা করেছিলো অনেক টাকা পাবে, কতই না হামস্টার ভাইরাল ছিলো। দিনশেষে যারা লাফালাফি করেছিল তারা ৫-১০ ডলার পাবে নি।
বাঙালি বলতে সবাই আপনিও এবং আমিও বাঙ্গালী। হয়তো আপনিও এ প্রজেক্ট নিয়ে অনেক উচ্চশিত ছিলেন এবং আশা করছিলেন। আসলে এই প্রজেক্ট নিয়ে অনেক বেশি উন্মাদনা শুরু হয়েছিল। মানুষের মুখে মুখে এমনভাবে রটে গিয়েছিল যেন তারা মুহূর্তের মধ্যে অনেক অর্থের মালিক হতে চলেছে। পরিশেষে সবার জল্পনা কল্পনা মিথ্যা করে হয়তো ২৬ তারিখে ভিন্ন রকম অনুভূতি দিতে চলেছে এই প্রজেক্ট।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Shishir99
|
|
September 24, 2024, 07:03:05 AM |
|
Merit sources are not assigned to a specific section on the forum. Merit sources are assigned for the whole forum and can give merits in any section of the forum.
যোগ্যতা উৎস ফোরাম একটি নির্দিষ্ট বিভাগে বরাদ্দ করা হয় না. মেধার উৎস সমগ্র ফোরাম জন্য বরাদ্দ করা হয় এবং ফোরামের কোনো বিভাগে মেধার দিতে পারেন.
ক্লারিফাই করার জন্য ধন্যবাদ। আসলে আমার এটা মনে করার কারন হলো আমি ফোরামে এমন মেরিট সোর্স এপ্লিকেশন দেখেছি যেখানে তারা স্পেসিফিক বোর্ড এর জন্য মেরিট সোর্স হওয়ার জন্য এপ্লাই করে। এমন অনেক এপ্লিকেশন দেখেছি যেখানে কেউ কেউ তাদের লোকাল বোর্ড এর জন্য মেরিট সোর্স হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আবার এরকম এপ্লিকেশন দেখেছি যেখানে একজন গেমব্লিং বোর্ড এর জন্য মেরিট সোর্স হওয়ার জন্য আবেদন করেছেন। যাই হোক, আপনাকে স্পেসিফিক কোথাও এসাইন করা না হলেও, আপনি আমাদের লোকাল থ্রেড এ একটিভ ভাবে মেরিট দিচ্ছেন, এজন্য আপনাকে ধন্যবাদ।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Wonder Work
Full Member
Offline
Activity: 224
Merit: 172
Memory of o_e_l_e_o
|
|
September 24, 2024, 07:07:36 AM Last edit: September 24, 2024, 07:31:10 AM by Wonder Work |
|
বাংলাদেশ কমিউনিটি মেম্বারদের জন্য একটা কথা। কিছুদিন আগে একটা ফেইসবুক গ্রুপে পোষ্ট করেছিলাম যে বিটকয়েনটক ফোরাম নিয়ে তাদের ধারণা কেমন। এই ব্যাপারে তারা কিছু জানে কি না। এখান থেকেও যে টুকিটাকি ইনকাম করা যায়, এই ব্যাপারে কেউ জানে কি না। সেই পোষ্ট এ অনেকেই আগ্রহ দেখিয়েছে ফোরামে জয়েন করার জন্য। সবাইকে আলাদা আলাদা মেসেজ করা সমস্যা এজন্য সবাইকে একটা ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে এড করে মেসেজে ফোরামের ব্যাপারে কিছু আইডিয়া দিয়েছি। অনেকেই ফোরামে জয়েন করতে আগ্রহী হয়েছে। আমার প্রথমে যদিও কোনো উদ্দেশ্য ছিলো না। কিন্তু এখন মনে হচ্ছে বাংলাদেশী মেম্বার বাড়লে আমাদের কমিউনিটির জন্য ভালো হবে। আমরা সামনে আবারো লোকাল বোর্ড এর জন্য আবেদন করবো বলে ভাবছি। তো, সামনে আমাদের থ্রেড এ কিছু নতুন মেম্বার আসতে পারে। যে যখন একটিভ থাকবেন, তাদের কে হেল্প করার জন্য অনুরোধ করবো। এতে করে আমাদের কমিউনিটি আস্তে আস্তে বড় হবে। আর এই কাজে আমার সাথে আছেন আমাদের বড় ভাই ছোট ইদুর।
আমি যতদূর জানি ভাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মেম্বাররা যারা ফোরামে আছে তারা বেশিরভাগ বাউন্টি নিয়ে ব্যস্ত। তারা এই ফোরাম সম্পর্কে বাউন্টি ছাড়া আর কোন কিছু বোঝেনা বা তারা বোঝার চেষ্টাও করে না। আমি এটা দেখেছি তারা বাউন্ডারি নিয়েই খুশি। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন যে বর্তমান সময়ে বাউন্টির অবস্থায় এতটা ভালো না কিন্তু তবুও যদি নতুন কোন বাউন্টি আসে তাহলে দেখা যাইবে তারা যাপাইয়া পড়ে জয়েন হয় বাউন্টিতে। আপনি যে উদ্যোগটা নিয়েছেন এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং আপনি যে কাজটা করেছেন এটা খুবই ভালো কাজ করেছেন। আসলে আমাদের বাংলা কমিউনিটিতে এই কয়েকজন ছাড়া আমি আর কোন মেম্বার দেখতে পাই না যারা ফোরামে সময় দেয়। এই আমরা গুটিক কয়েকজন যারা ফোরামের সময় দিচ্ছি এবং সম্মানিত বড় ভাইয়েরা সময় দিচ্ছে তারা খুবই হেল্পফুল। এরা খুবই ফ্রেন্ডলি নতুন কেউ আসলে যদি কোন কিছু জানতে চাই এটা সুন্দর করে বুঝিয়ে দেয় এই বিষয়গুলো থাকা সত্ত্বেও আমাদের কমিউনিটি কেন বৃদ্ধি পাচ্ছে না এইটা আমাদের ভাবা উচিত। ফোরামে যখন নতুন কেউ আসবে তাদেরকে সাদরে গ্রহণ করে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে। যারা ফোরাম সম্পর্কে জানে না তাদেরকেই ফোরাম সম্পর্কে জানাতে হবে তাদেরকে এখানে আসতে মোটিভেট করতে হবে। আমার কিছু বন্ধুদের সাথে এটা সম্পর্কে আলোচনা করেছি এবং তারা এখানে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমি যদিও নতুন যদি আমার থেকেও প্রেসার কেউ এই ফোরামে আসে তাহলে আমি যতটুকু জানি সেটা তাদের মাঝে ওপেনলি দেওয়ার চেষ্টা করব। আর ফোরামের বড় মেম্বার ভাইয়েরা তো আসেনি তারা তো দেখবে সমস্যা নেই আমার মনে হয় নতুন কেউ যদি শেখার জন্য আসে তাহলে শিখতে বেশি দেরি হবে না যদি রেগুলার লেগে থাকে। ami bangladeshi . new kivabe ay forum a valo kora jabe parle akta guideline dian boss
ভাই আপনি ২০ সেপ্টেম্বর পরা মেয়ে একটা পোস্ট করেছিলেন সেই পোস্ট দেখে আপনাকে সবাই সাদরে গ্রহন করে মেম্বাররা আপনাকে স্বাগতম জানিয়েছে এবং আপনাকে ফোরাম সম্পর্কে বোঝার জন্য এবং শেখার জন্য অনেক লিংক শেয়ার করেছি। এবং আপনাকে এটাও বলেছে যে ফোরামের বাংলা কমিউনিটিতে এসে বাংলিশ ভাষায় কথা বলা যাবে না আপনি কোন কিছু জানতে চাইলে সেটা বাংলাতেই লিখবেন আপনাকে এই সম্পর্কে অবগত করেছেন তারা। আশা করি আপনি সেই পোস্টগুলো পড়বেন এবং ফোরাম সম্পর্কে শিখবেন। আর কোন কিছু না বুঝলে সেটা জানার জন্য বাস শিখার জন্য এখানে জিজ্ঞাসা করে প্রশ্ন করে পোস্ট করতে পারেন অন্য সকল বড় ভাইয়েরা যারা এটা সম্পর্কে জানে তারা সেটা সম্পর্কে আপনাকে ক্লিয়ার করে দিবে। ভাইয়া আমি বাউন্টি সম্পরকে একটা ধারনা চাই।
পরবর্তীতে আপনি 22 সেপ্টেম্বর একটি পোস্ট করেছেন আপনি বাউন্টি সম্পর্কে জানতে চান। আচ্ছা আপনি জানতে চান এটা ভালো কথা আপনি জানতে চাইতেই পারেন কিন্তু ভাই আমি আপনাকে বলব ফোরাম সম্পর্কে একটু ভালোভাবে শেখেন ফোরাম সম্পর্কে ভালো একটা আইডিয়া নেন তারপর আস্তে আস্তে জেনে যাবেন। যদি ফোরামে এসেই তাড়াহুড়া করেন সবকিছুর জন্য তাহলে ভাই অনেক কিছু শিখতে পারবেন না মিস হয়ে যাবে। সেজন্য একটু স্থির হয়ে ভালোভাবে শেখার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনি অনেক কিছু শিখে গেছেন। আচ্ছা তাহলে এখন আসি আপনার বাউন্টি সম্পর্কে একটু ধারণা দিতে। আসলে বাউন্টি হচ্ছে একটা প্রচারণার মাধ্যম। যার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রমোট করা হয়। যেমন আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং সিস্টেম সম্পর্কে জানেন। এই বানানটিটা হচ্ছে একটা মার্কেটিং সিস্টেম তৃপ্ত প্রজেক্ট গুলো মার্কেটিং করার জন্য বাউন্টির মাধ্যমে মার্কেটিং করা হয়। যেমন: টুইটার, ফেসবুক, টেলিগ্রাম ইত্যাদি। pepe miss korsi তারপর ভাই আপনি ২৩ তারিখে একটা পোস্ট করেছেন আমি বুঝলাম না আপনি কি রকম ভাবে এই পোস্টটা করলেন আপনাকে যদিও পূর্বে বলা হয়েছে যে এরকম বাংলিস পোস্ট করা যাবে না কিন্তু আপনি হয়তো ভুলে গেছিলেন ভাই। ভাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এগুলো নেক্সটাইম করবেন না আপনি আপনার পোস্টগুলো বাংলায় সুন্দর ভাবে তুলে ধরবেন।
|
|
|
|
Learn Bitcoin
|
|
September 24, 2024, 11:42:43 AM |
|
আমার কিছু বন্ধুদের সাথে এটা সম্পর্কে আলোচনা করেছি এবং তারা এখানে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমি যদিও নতুন যদি আমার থেকেও প্রেসার কেউ এই ফোরামে আসে তাহলে আমি যতটুকু জানি সেটা তাদের মাঝে ওপেনলি দেওয়ার চেষ্টা করব। আর ফোরামের বড় মেম্বার ভাইয়েরা তো আসেনি তারা তো দেখবে সমস্যা নেই আমার মনে হয় নতুন কেউ যদি শেখার জন্য আসে তাহলে শিখতে বেশি দেরি হবে না যদি রেগুলার লেগে থাকে। নিজের পরিচিত লোকজনদের মধ্যে খুব ক্লোজ না হলে, কাউকে ফোরামে নিয়ে আসা অনেক রিস্কি। এটা যেমন প্রাইভেসির দিক দিয়ে, অন্যান্য ভাবেও। যারা খুব ক্লোজ, তারা আপনাকে কখনো বিপদে ফেলতে চাইবে না। কিন্তু যদি এমন হয় যে একজন আপনাকে চনে, সে যে কোনো সময় আপনাকে বিপদে ফেলে দিতে পারে। কথাটা মাথায় রাখবেন যে বিটকয়েন বাংলাদেশে অবৈধ। ফোরামে কাউকে নিয়ে আসার সময় কখনোই টাকার লোভ দেখানো যাবে না। এখান থেকে টাকা ইনকাম খুবই কঠিন ব্যাপার। আবার যারা পারে, তাদের জন্য অনেক সহজ। ফোরামে কাউকে নিয়ে আসার আগে, তাদেরকে অবশ্যই ফোরাম সম্পর্কে একটা ধারনা দিতে হবে। ফোরামে কি কি করা যাবে, সেটার চাইতে বেশি জানা জরুরী যে ফোরামে কি কি করা যাবে না। আমরা কপি পেষ্ট এর কাজ এতো বেশি জানি, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন সবাই চায় অন্যের লেখা নিজের বলে চালিয়ে দিতে। নতুন রা এসব ব্যাপার গুলো বুঝতে অনেক সময় নেয়। কিন্তু যখন বুঝতে পারে, তখন অনেক বেশি দেরী হয়ে যায়।
|
|
|
|
Nothingtodo
Full Member
Offline
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
September 24, 2024, 02:58:13 PM |
|
আমার কিছু বন্ধুদের সাথে এটা সম্পর্কে আলোচনা করেছি এবং তারা এখানে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমি যদিও নতুন যদি আমার থেকেও প্রেসার কেউ এই ফোরামে আসে তাহলে আমি যতটুকু জানি সেটা তাদের মাঝে ওপেনলি দেওয়ার চেষ্টা করব। আর ফোরামের বড় মেম্বার ভাইয়েরা তো আসেনি তারা তো দেখবে সমস্যা নেই আমার মনে হয় নতুন কেউ যদি শেখার জন্য আসে তাহলে শিখতে বেশি দেরি হবে না যদি রেগুলার লেগে থাকে। নিজের পরিচিত লোকজনদের মধ্যে খুব ক্লোজ না হলে, কাউকে ফোরামে নিয়ে আসা অনেক রিস্কি। এটা যেমন প্রাইভেসির দিক দিয়ে, অন্যান্য ভাবেও। যারা খুব ক্লোজ, তারা আপনাকে কখনো বিপদে ফেলতে চাইবে না। কিন্তু যদি এমন হয় যে একজন আপনাকে চনে, সে যে কোনো সময় আপনাকে বিপদে ফেলে দিতে পারে। কথাটা মাথায় রাখবেন যে বিটকয়েন বাংলাদেশে অবৈধ। ফোরামে কাউকে নিয়ে আসার সময় কখনোই টাকার লোভ দেখানো যাবে না। এখান থেকে টাকা ইনকাম খুবই কঠিন ব্যাপার। আবার যারা পারে, তাদের জন্য অনেক সহজ। ফোরামে কাউকে নিয়ে আসার আগে, তাদেরকে অবশ্যই ফোরাম সম্পর্কে একটা ধারনা দিতে হবে। ফোরামে কি কি করা যাবে, সেটার চাইতে বেশি জানা জরুরী যে ফোরামে কি কি করা যাবে না। আমরা কপি পেষ্ট এর কাজ এতো বেশি জানি, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন সবাই চায় অন্যের লেখা নিজের বলে চালিয়ে দিতে। নতুন রা এসব ব্যাপার গুলো বুঝতে অনেক সময় নেয়। কিন্তু যখন বুঝতে পারে, তখন অনেক বেশি দেরী হয়ে যায়। মানুষ জানার ইচ্ছার চেয়ে কিভাবে ইনকাম করা যায় সেই ব্যাপারটা জানার ক্ষেত্রে বেশি। কিন্তু মানুষ এটা বোঝার চেষ্টা করে না আগে আপনি ভালোভাবে জানো তারপর ইনকাম কিভাবে করা যায় সেটা আপনাকে নিজে নিজেই পথ দেখিয়ে দিবে। বেশ কিছু লোক আছে যারা আমার পরিচিত একই সাথে বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের দরকার নেই কিন্তু তারা সব সময় জিজ্ঞেস করতে থাকে তোমরা অনেক টাকা ইনকাম করো অথচ আমাদেরকে পথ দেখাও না। তাদেরকে কিভাবে বলি যে আমরা কি পরিমান টাকা উপার্জন করি। আগে হয়তো বাউন্টি সেকশনটা ভালো ছিল কিছু টাকা ইনকাম করা যেত এখন ভাই খুবই খারাপ অবস্থা কিন্তু তারা কখনো বুঝতে চায় না তারা জানে আমরা হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। একবার ভাবি তাদের এই পথে এনে দেখিয়ে দিতে হবে আমরা কি পরিমান টাকা উপার্জন করি।
|
|
|
|
bestqualitybd
Newbie
Offline
Activity: 5
Merit: 0
|
|
September 24, 2024, 06:25:58 PM |
|
ami bhia faridpur theke.. apni ki amr moto new akhane?
|
|
|
|
Z_MBFM
|
|
September 24, 2024, 06:50:40 PM |
|
আমার কিছু বন্ধুদের সাথে এটা সম্পর্কে আলোচনা করেছি এবং তারা এখানে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমি যদিও নতুন যদি আমার থেকেও প্রেসার কেউ এই ফোরামে আসে তাহলে আমি যতটুকু জানি সেটা তাদের মাঝে ওপেনলি দেওয়ার চেষ্টা করব। আর ফোরামের বড় মেম্বার ভাইয়েরা তো আসেনি তারা তো দেখবে সমস্যা নেই আমার মনে হয় নতুন কেউ যদি শেখার জন্য আসে তাহলে শিখতে বেশি দেরি হবে না যদি রেগুলার লেগে থাকে। নিজের পরিচিত লোকজনদের মধ্যে খুব ক্লোজ না হলে, কাউকে ফোরামে নিয়ে আসা অনেক রিস্কি। এটা যেমন প্রাইভেসির দিক দিয়ে, অন্যান্য ভাবেও। যারা খুব ক্লোজ, তারা আপনাকে কখনো বিপদে ফেলতে চাইবে না। কিন্তু যদি এমন হয় যে একজন আপনাকে চনে, সে যে কোনো সময় আপনাকে বিপদে ফেলে দিতে পারে। কথাটা মাথায় রাখবেন যে বিটকয়েন বাংলাদেশে অবৈধ। ফোরামে কাউকে নিয়ে আসার সময় কখনোই টাকার লোভ দেখানো যাবে না। এখান থেকে টাকা ইনকাম খুবই কঠিন ব্যাপার। আবার যারা পারে, তাদের জন্য অনেক সহজ। ফোরামে কাউকে নিয়ে আসার আগে, তাদেরকে অবশ্যই ফোরাম সম্পর্কে একটা ধারনা দিতে হবে। ফোরামে কি কি করা যাবে, সেটার চাইতে বেশি জানা জরুরী যে ফোরামে কি কি করা যাবে না। আমরা কপি পেষ্ট এর কাজ এতো বেশি জানি, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন সবাই চায় অন্যের লেখা নিজের বলে চালিয়ে দিতে। নতুন রা এসব ব্যাপার গুলো বুঝতে অনেক সময় নেয়। কিন্তু যখন বুঝতে পারে, তখন অনেক বেশি দেরী হয়ে যায়। মানুষ জানার ইচ্ছার চেয়ে কিভাবে ইনকাম করা যায় সেই ব্যাপারটা জানার ক্ষেত্রে বেশি। কিন্তু মানুষ এটা বোঝার চেষ্টা করে না আগে আপনি ভালোভাবে জানো তারপর ইনকাম কিভাবে করা যায় সেটা আপনাকে নিজে নিজেই পথ দেখিয়ে দিবে। বেশ কিছু লোক আছে যারা আমার পরিচিত একই সাথে বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের দরকার নেই কিন্তু তারা সব সময় জিজ্ঞেস করতে থাকে তোমরা অনেক টাকা ইনকাম করো অথচ আমাদেরকে পথ দেখাও না। তাদেরকে কিভাবে বলি যে আমরা কি পরিমান টাকা উপার্জন করি। আগে হয়তো বাউন্টি সেকশনটা ভালো ছিল কিছু টাকা ইনকাম করা যেত এখন ভাই খুবই খারাপ অবস্থা কিন্তু তারা কখনো বুঝতে চায় না তারা জানে আমরা হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। একবার ভাবি তাদের এই পথে এনে দেখিয়ে দিতে হবে আমরা কি পরিমান টাকা উপার্জন করি। এই ফোরামে একটা সময় বাউন্টি ক্যাম্পেন থেকে অনেক ভালো পেমেন্ট পাওয়া যেত বলে জানি। আপনার কথাগুলো পড়ে আমি কিছু কথা না বললে থাকতে পারলাম না। আমি প্রায় 2017 সাল থেকে ক্রিপ্টো কারেন্সি সহ আরো কিছু সেক্টর নিয়ে কাজ করছি এবং মোটামুটি কিছু আর্ন করছি যা দিয়ে নিজের খরচ এবং শখ মেটানো যায় ভালোভাবে। এগুলো দেখে অনেকে হিংসে করে আবার অনেকে এসে বলে কি করো আমাকে শেখাও, কিভাবে টাকা ইনকাম করবো পথ দেখাও, আমাকে কিছু দেখিয়ে দাও ইত্যাদি ইত্যাদি। তবে তারা এটি চিন্তা করে না যে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় সাত বছর যাবত আমি অনলাইনে বিভিন্ন কিছু করছি তাই আমার সাথে অনেকের সাথে ভালো লিংক রয়েছে আমার একটি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং দীর্ঘ সময় এই সেক্টরে থাকায় একটি ব্যর্থ হলে চেষ্টা করে আরেকটিতে সফল হতে পারি। কিন্তু তারা কিভাবে তাৎক্ষণিক কোন কিছু শিখতে পারে এবং ইনকাম করতে পারবে। আমি কয়েকজনকে কিছু দেখিয়েও দিয়েছি যারা বেশি বেশি এরকম করতো। তবে আমি তাদের বোঝাতে বোঝাতে প্রায় পাগল হওয়ার অবস্থা অথচ তারা ভালোভাবে কোন কিছু করতে না পারায় এবং নিজে থেকে কোনো প্রকার ওয়ে বের করার চেষ্টা না করায় কোন ইনকাম করতে পারেনা। তখন আমার এমন কথা বলে যে কি শিখাইলা তুমি ইনকাম করো আমরা কেন পারি না। তাহলে বলেন কোন দিকে যাবো? এই হলো বাংগালীর অবস্থা।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Bd officer
|
|
September 25, 2024, 12:39:52 AM |
|
ami bhia faridpur theke.. apni ki amr moto new akhane?
বুঝলাম না ভাই ২ পোস্ট উপরে Wonder Work ভাই আপনাকে পরামর্শ দিলো বাংলিশ লিখবেন না, আমিও বলেছিলাম বাংলায় পোস্ট করবেন। এইটা আমাদের বাংলা লোকাল থ্রেড এখানে বাংলা ভাষায় লেখা উচিত। আচ্ছা আপনাকে কি কেউ জিজ্ঞেস করেছে আপনি কোথায় থেকে বলছেন? নিজে থেকেই পরিচয় দিতাছেন, এভাবে নিজের পরিচয় দেওয়া উচিত নয় গোপনীয়তা বজায় রেখে চলুন কারন বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ। প্রথম পেজে দেখা যায় সেই ২০১৪ সালে এই লোকাল থ্রেডে অনেকেই বাংলিশ লিখে পোস্ট করতো। আপনি সেগুলো ফলো করে পোস্ট করা শুরু করেছেন। ভাই প্রথম পেজ ফলো করা বাদ দিয়ে দেন, দেখেন বর্তমানে সবাই কিভাবে পোস্ট করে। আপনি যেভাবে পোস্ট লেখেন এইভাবে সবাই মেসেঞ্জারে কথা বলে, এইটা কিন্তু ফেসবুক মেসেঞ্জার নয় এখানে যেভাবে ইচ্ছা কথা বলবেন এইটা বিটকয়েন ফোরাম। ইংরেজি অক্ষর দিয়ে বাংলাতে কথা বলা এইটা বাংলিশ। তাই বাংলিশ বাদ দিয়ে দেন আপনি এখানে পোস্ট করলে অবশ্যই বাংলা ভাষায় পোস্ট করবেন। আমাদের লোকাল থ্রেড যিনি খুলেছেন তিনিও কিন্তু প্রথম পেজে সবাই কে সতর্ক করেছেন যে এখানে বাংলাতে কথা বললে ভালো হয়। আশা করি এরপর থেকে বাংলা ভাষায় লিখে পোস্ট করবেন। এখানে বাংলায় কথা বললেই ভালো হয়
|
|
|
|
HelliumZ
|
|
September 25, 2024, 09:04:02 PM |
|
আমার কিছু বন্ধুদের সাথে এটা সম্পর্কে আলোচনা করেছি এবং তারা এখানে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমি যদিও নতুন যদি আমার থেকেও প্রেসার কেউ এই ফোরামে আসে তাহলে আমি যতটুকু জানি সেটা তাদের মাঝে ওপেনলি দেওয়ার চেষ্টা করব। আর ফোরামের বড় মেম্বার ভাইয়েরা তো আসেনি তারা তো দেখবে সমস্যা নেই আমার মনে হয় নতুন কেউ যদি শেখার জন্য আসে তাহলে শিখতে বেশি দেরি হবে না যদি রেগুলার লেগে থাকে। নিজের পরিচিত লোকজনদের মধ্যে খুব ক্লোজ না হলে, কাউকে ফোরামে নিয়ে আসা অনেক রিস্কি। এটা যেমন প্রাইভেসির দিক দিয়ে, অন্যান্য ভাবেও। যারা খুব ক্লোজ, তারা আপনাকে কখনো বিপদে ফেলতে চাইবে না। কিন্তু যদি এমন হয় যে একজন আপনাকে চনে, সে যে কোনো সময় আপনাকে বিপদে ফেলে দিতে পারে। কথাটা মাথায় রাখবেন যে বিটকয়েন বাংলাদেশে অবৈধ। ফোরামে কাউকে নিয়ে আসার সময় কখনোই টাকার লোভ দেখানো যাবে না। এখান থেকে টাকা ইনকাম খুবই কঠিন ব্যাপার। আবার যারা পারে, তাদের জন্য অনেক সহজ। ফোরামে কাউকে নিয়ে আসার আগে, তাদেরকে অবশ্যই ফোরাম সম্পর্কে একটা ধারনা দিতে হবে। ফোরামে কি কি করা যাবে, সেটার চাইতে বেশি জানা জরুরী যে ফোরামে কি কি করা যাবে না। আমরা কপি পেষ্ট এর কাজ এতো বেশি জানি, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন সবাই চায় অন্যের লেখা নিজের বলে চালিয়ে দিতে। নতুন রা এসব ব্যাপার গুলো বুঝতে অনেক সময় নেয়। কিন্তু যখন বুঝতে পারে, তখন অনেক বেশি দেরী হয়ে যায়। মানুষ জানার ইচ্ছার চেয়ে কিভাবে ইনকাম করা যায় সেই ব্যাপারটা জানার ক্ষেত্রে বেশি। কিন্তু মানুষ এটা বোঝার চেষ্টা করে না আগে আপনি ভালোভাবে জানো তারপর ইনকাম কিভাবে করা যায় সেটা আপনাকে নিজে নিজেই পথ দেখিয়ে দিবে। বেশ কিছু লোক আছে যারা আমার পরিচিত একই সাথে বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের দরকার নেই কিন্তু তারা সব সময় জিজ্ঞেস করতে থাকে তোমরা অনেক টাকা ইনকাম করো অথচ আমাদেরকে পথ দেখাও না। তাদেরকে কিভাবে বলি যে আমরা কি পরিমান টাকা উপার্জন করি। আগে হয়তো বাউন্টি সেকশনটা ভালো ছিল কিছু টাকা ইনকাম করা যেত এখন ভাই খুবই খারাপ অবস্থা কিন্তু তারা কখনো বুঝতে চায় না তারা জানে আমরা হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। একবার ভাবি তাদের এই পথে এনে দেখিয়ে দিতে হবে আমরা কি পরিমান টাকা উপার্জন করি। এই ফোরামে একটা সময় বাউন্টি ক্যাম্পেন থেকে অনেক ভালো পেমেন্ট পাওয়া যেত বলে জানি। আপনার কথাগুলো পড়ে আমি কিছু কথা না বললে থাকতে পারলাম না। আমি প্রায় 2017 সাল থেকে ক্রিপ্টো কারেন্সি সহ আরো কিছু সেক্টর নিয়ে কাজ করছি এবং মোটামুটি কিছু আর্ন করছি যা দিয়ে নিজের খরচ এবং শখ মেটানো যায় ভালোভাবে। এগুলো দেখে অনেকে হিংসে করে আবার অনেকে এসে বলে কি করো আমাকে শেখাও, কিভাবে টাকা ইনকাম করবো পথ দেখাও, আমাকে কিছু দেখিয়ে দাও ইত্যাদি ইত্যাদি। তবে তারা এটি চিন্তা করে না যে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় সাত বছর যাবত আমি অনলাইনে বিভিন্ন কিছু করছি তাই আমার সাথে অনেকের সাথে ভালো লিংক রয়েছে আমার একটি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং দীর্ঘ সময় এই সেক্টরে থাকায় একটি ব্যর্থ হলে চেষ্টা করে আরেকটিতে সফল হতে পারি। কিন্তু তারা কিভাবে তাৎক্ষণিক কোন কিছু শিখতে পারে এবং ইনকাম করতে পারবে। আমি কয়েকজনকে কিছু দেখিয়েও দিয়েছি যারা বেশি বেশি এরকম করতো। তবে আমি তাদের বোঝাতে বোঝাতে প্রায় পাগল হওয়ার অবস্থা অথচ তারা ভালোভাবে কোন কিছু করতে না পারায় এবং নিজে থেকে কোনো প্রকার ওয়ে বের করার চেষ্টা না করায় কোন ইনকাম করতে পারেনা। তখন আমার এমন কথা বলে যে কি শিখাইলা তুমি ইনকাম করো আমরা কেন পারি না। তাহলে বলেন কোন দিকে যাবো? এই হলো বাংগালীর অবস্থা। এইটা দাদা বাংলাদেশের মানুষের চিরাচরিত চরিত্র হিসাবে আপনি তুলনা করতে পারেন এটা শুধু আপনার আশেপাশের লোকদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং আমি যে আপনার থেকে মাইলমাইল দূরে থাকি এখানে আপনার এলাকার মত লোকজনের অভাব নেই। তাদেরকে আপনি সঠিক শিক্ষা দিতে যাবেন তারা মনে করবে হয়তো আমি হাতে শিক্ষা রেখে তাদেরকে অন্য টাইপের শিক্ষা দিচ্ছি। তারা আপনাকে কখনো শিক্ষা দিচ্ছেন এই কৃতজ্ঞতা থেকে একটা ধন্যবাদ দেবে সেটা নয় বরং তাকে আপনি সঠিক শিক্ষা দেননি এই অপবাদ দিয়ে পরিশেষে চলে যাবে। এটা আসলে আমাদের বাংলার একটি চিরাচরিত ধারা বলতে পারেন। কখনো কাউকে আপনি পুরোপুরি শিক্ষা দিতে পারবেন না বরং যে শিক্ষা দেবেন সে শিক্ষায় তারা মন ভরবেন না বরং পরিশেষে বলে বাড়াবেন অমুক ভাই আমাকে শিখাইছে কিন্তু সঠিক শিক্ষা দেয় নাই। এইরকম অপবাদের সম্মুখীন হতেই হয়। এটা শুধু বাউন্টি করার ক্ষেত্রে নয় বরং আপনার বাস্তববাদী যে কোন শিক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য।
|
|
|
|
Wonder Work
Full Member
Offline
Activity: 224
Merit: 172
Memory of o_e_l_e_o
|
আমার কিছু বন্ধুদের সাথে এটা সম্পর্কে আলোচনা করেছি এবং তারা এখানে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমি যদিও নতুন যদি আমার থেকেও প্রেসার কেউ এই ফোরামে আসে তাহলে আমি যতটুকু জানি সেটা তাদের মাঝে ওপেনলি দেওয়ার চেষ্টা করব। আর ফোরামের বড় মেম্বার ভাইয়েরা তো আসেনি তারা তো দেখবে সমস্যা নেই আমার মনে হয় নতুন কেউ যদি শেখার জন্য আসে তাহলে শিখতে বেশি দেরি হবে না যদি রেগুলার লেগে থাকে। নিজের পরিচিত লোকজনদের মধ্যে খুব ক্লোজ না হলে, কাউকে ফোরামে নিয়ে আসা অনেক রিস্কি। এটা যেমন প্রাইভেসির দিক দিয়ে, অন্যান্য ভাবেও। যারা খুব ক্লোজ, তারা আপনাকে কখনো বিপদে ফেলতে চাইবে না। কিন্তু যদি এমন হয় যে একজন আপনাকে চনে, সে যে কোনো সময় আপনাকে বিপদে ফেলে দিতে পারে। কথাটা মাথায় রাখবেন যে বিটকয়েন বাংলাদেশে অবৈধ। ফোরামে কাউকে নিয়ে আসার সময় কখনোই টাকার লোভ দেখানো যাবে না। এখান থেকে টাকা ইনকাম খুবই কঠিন ব্যাপার। আবার যারা পারে, তাদের জন্য অনেক সহজ। ফোরামে কাউকে নিয়ে আসার আগে, তাদেরকে অবশ্যই ফোরাম সম্পর্কে একটা ধারনা দিতে হবে। ফোরামে কি কি করা যাবে, সেটার চাইতে বেশি জানা জরুরী যে ফোরামে কি কি করা যাবে না। আমরা কপি পেষ্ট এর কাজ এতো বেশি জানি, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন সবাই চায় অন্যের লেখা নিজের বলে চালিয়ে দিতে। নতুন রা এসব ব্যাপার গুলো বুঝতে অনেক সময় নেয়। কিন্তু যখন বুঝতে পারে, তখন অনেক বেশি দেরী হয়ে যায়। মানুষ জানার ইচ্ছার চেয়ে কিভাবে ইনকাম করা যায় সেই ব্যাপারটা জানার ক্ষেত্রে বেশি। কিন্তু মানুষ এটা বোঝার চেষ্টা করে না আগে আপনি ভালোভাবে জানো তারপর ইনকাম কিভাবে করা যায় সেটা আপনাকে নিজে নিজেই পথ দেখিয়ে দিবে। বেশ কিছু লোক আছে যারা আমার পরিচিত একই সাথে বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের দরকার নেই কিন্তু তারা সব সময় জিজ্ঞেস করতে থাকে তোমরা অনেক টাকা ইনকাম করো অথচ আমাদেরকে পথ দেখাও না। তাদেরকে কিভাবে বলি যে আমরা কি পরিমান টাকা উপার্জন করি। আগে হয়তো বাউন্টি সেকশনটা ভালো ছিল কিছু টাকা ইনকাম করা যেত এখন ভাই খুবই খারাপ অবস্থা কিন্তু তারা কখনো বুঝতে চায় না তারা জানে আমরা হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। একবার ভাবি তাদের এই পথে এনে দেখিয়ে দিতে হবে আমরা কি পরিমান টাকা উপার্জন করি। এই ফোরামে একটা সময় বাউন্টি ক্যাম্পেন থেকে অনেক ভালো পেমেন্ট পাওয়া যেত বলে জানি। আপনার কথাগুলো পড়ে আমি কিছু কথা না বললে থাকতে পারলাম না। আমি প্রায় 2017 সাল থেকে ক্রিপ্টো কারেন্সি সহ আরো কিছু সেক্টর নিয়ে কাজ করছি এবং মোটামুটি কিছু আর্ন করছি যা দিয়ে নিজের খরচ এবং শখ মেটানো যায় ভালোভাবে। এগুলো দেখে অনেকে হিংসে করে আবার অনেকে এসে বলে কি করো আমাকে শেখাও, কিভাবে টাকা ইনকাম করবো পথ দেখাও, আমাকে কিছু দেখিয়ে দাও ইত্যাদি ইত্যাদি। তবে তারা এটি চিন্তা করে না যে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় সাত বছর যাবত আমি অনলাইনে বিভিন্ন কিছু করছি তাই আমার সাথে অনেকের সাথে ভালো লিংক রয়েছে আমার একটি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং দীর্ঘ সময় এই সেক্টরে থাকায় একটি ব্যর্থ হলে চেষ্টা করে আরেকটিতে সফল হতে পারি। কিন্তু তারা কিভাবে তাৎক্ষণিক কোন কিছু শিখতে পারে এবং ইনকাম করতে পারবে। আমি কয়েকজনকে কিছু দেখিয়েও দিয়েছি যারা বেশি বেশি এরকম করতো। তবে আমি তাদের বোঝাতে বোঝাতে প্রায় পাগল হওয়ার অবস্থা অথচ তারা ভালোভাবে কোন কিছু করতে না পারায় এবং নিজে থেকে কোনো প্রকার ওয়ে বের করার চেষ্টা না করায় কোন ইনকাম করতে পারেনা। তখন আমার এমন কথা বলে যে কি শিখাইলা তুমি ইনকাম করো আমরা কেন পারি না। তাহলে বলেন কোন দিকে যাবো? এই হলো বাংগালীর অবস্থা। এইটা দাদা বাংলাদেশের মানুষের চিরাচরিত চরিত্র হিসাবে আপনি তুলনা করতে পারেন এটা শুধু আপনার আশেপাশের লোকদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং আমি যে আপনার থেকে মাইলমাইল দূরে থাকি এখানে আপনার এলাকার মত লোকজনের অভাব নেই। তাদেরকে আপনি সঠিক শিক্ষা দিতে যাবেন তারা মনে করবে হয়তো আমি হাতে শিক্ষা রেখে তাদেরকে অন্য টাইপের শিক্ষা দিচ্ছি। তারা আপনাকে কখনো শিক্ষা দিচ্ছেন এই কৃতজ্ঞতা থেকে একটা ধন্যবাদ দেবে সেটা নয় বরং তাকে আপনি সঠিক শিক্ষা দেননি এই অপবাদ দিয়ে পরিশেষে চলে যাবে। এটা আসলে আমাদের বাংলার একটি চিরাচরিত ধারা বলতে পারেন। কখনো কাউকে আপনি পুরোপুরি শিক্ষা দিতে পারবেন না বরং যে শিক্ষা দেবেন সে শিক্ষায় তারা মন ভরবেন না বরং পরিশেষে বলে বাড়াবেন অমুক ভাই আমাকে শিখাইছে কিন্তু সঠিক শিক্ষা দেয় নাই। এইরকম অপবাদের সম্মুখীন হতেই হয়। এটা শুধু বাউন্টি করার ক্ষেত্রে নয় বরং আপনার বাস্তববাদী যে কোন শিক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য। ভাই আপনারা যে কথাগুলো বলেছেন সেটা অবশ্যই খুব সুন্দর কথা বলেছেন। আরে ভাই এগুলো বলে লাভ নাই আমাদের বাঙ্গালীদের একটা সমস্যা আছে এরা মনে করে যে খুব সহজে সবকিছু হয়ে যায়। কিন্তু একটা মানুষ একটা জিনিস করে টাকা ইনকাম করে এটার পিছনে যে তার কত শ্রম গেছে প্রাথমিক অবস্থায় এটা কখনোই তারা চিন্তা করেন ভাই এগুলো তারা দেখার বা চিন্তা করার চেষ্টাও করে না। বাঙালি জাতি এমন এক জাতি মনে হয় তারা বসে থাকবে তাদের কাছে এসে যদি বস্তা বস্তা টাকা দিয়ে দিত তাহলে খুব ভালো হতো। বাঙালি জাতি একদম আইলসের জাতি এর জন্য এরা সামনের দিকে এগিয়ে যেতে পারে না ভালোভাবে। আমি নিজেও ২০১৮ সাল থেকে এরকম ক্রিপ্টোকারেন্সিতে পা রাখি কিন্তু আমি প্রথম অবস্থায় কোন রকমের ইনকাম করতে পারি নাই বললেই চলে। আমি অনেক শেখার চেষ্টা করেছি এবং বুঝার চেষ্টা করেছি বিষয়গুলো কেমনে কি। পড়ে আসলাম হচ্ছে এয়াড্রপের জগতে তখন চলে হচ্ছে ২০১৯ সাল ২০১৯ সালে আমি ভালই ইনকাম করা শুরু করলাম। মানে ছয় মাস কাজ করলাম এর ভিতর কোন পেমেন্ট পেলাম না আর বুঝতেই তো পারছেন এয়ার্ডপ কিরকম না দিলেও কোন কিছু করার নেই। তাও আমি হাল ছাড়লাম না পরবর্তী সময়ে ভালো ভালো গ্রুপে জয়েন হলাম এবং সেখান থেকে ভালো ভালো এয়ারপোর্ট গুলো খুঁজে বের করে সেগুলো করার চেষ্টা কর দেখা গেল যে আমি যে এয়ার্ডপ গুলো ভালোভাবে দেখে করলাম সেখান থেকে টুকটাক কিছু কিছু শুরু পেমেন্ট আসা করল। আমার মনে আছে 2019 এর মাঝামাঝি অবস্থায় একটা এয়াড্রপ থেকে আমি ২০০ ডলারের উপরে পেমেন্ট পেয়েছিলাম আমি একটি Redmi7 মোবাইল ফোন কিনেছিলাম। তখন থেকে অনেক বন্ধু-বান্ধব এবং আশেপাশের সমবয়সী অনেক ভাই ব্রাদার তারা আমাকে বলছিল যে আমাকে এটা শিখাও আমাকে এটা শিখাও তাদের যখন আমি এই গুলোর কথা বলি তারা এটা বিশ্বাস করে না বা এই ধৈর্য নিয়ে তারা করতে পারে না এর জন্য তারা করেনি এটা কি আমাদের দোষ কিন্তু দেখা গেছে যে আমি কষ্ট করে করছি পরে এখন কিছু কিছুটা পেমেন্ট পাই তখন তারা এটা শুনে হিংসা করে। পড়ে দেখলাম যে বিষয়টা ভালো হচ্ছে না তারপর থেকে আমি বললাম যে আমি কোন কিছু করি না আর করলে এয়াড্রপগুলাই করি আপনাদের ভাল লাগলে আপনারা করবেন না লাগলে করবেন না। পরে যদিও আমি এই এয়াড্রপে জগত থেকে আস্তে আস্তে সরে যাই পরে অন্য কোন কিছু করার চেষ্টা করি। এসইও কোর্স কিনি ২০১৯সালের শেষের দিকে eShikhon থেকে ১৯হাজার টাকা দিয়ে। একটা একা ছিলাম না দু-একজন মিলে কিনেছিলাম। পরে কোর্স এক মাস করার পর ফেসবুক থেকে বিভিন্ন ধরনের কাজ খোঁজা শুরু করলাম পরে আস্তে আস্তে ফাইবারের দিকে ঝুকে গেলাম পড়ে বাংলাদেশেরই লোকাল মার্কেট থেকে এক ভাইয়ের কাজ করতাম আমি এখনো দিব্যি তার কাজ করতেছি। এবং পাশাপাশি একটা এয়ার্ডোপে জয়েন হয়েছিলাম যেটা ২০২০ সাল থেকে চলতেছে এখনো রানিং আছে। এটাই এরকম আমরা ৩০০ জন মেম্বার কাজ করতেছি যদিও প্রথমদিকে আমাদের পেমেন্ট অনেক বেশি ছিল কিন্তু মার্কেট ডাম্প করার পর থেকে আমাদের মাসিক বেতন খুবই অল্প তবু ধরে রেখেছি যায় আস আসতেছে তো। আসলে বাঙালি জাতিদের দিয়ে কোন কিছু হবে না বললেই চলে যতক্ষণ পর্যন্ত এরা এগুলো থেকে বের হতে না পারে।
|
|
|
|
DYING_S0UL
|
|
September 26, 2024, 08:23:23 AM |
|
What to do?This is a monthly raffle, FREE to join. For Bitcointalk members, all you need is to let me know your bech32 address and you are a part of this FREE raffle. Post on R7 X Royse একটা ফ্রী রাফেল নিয়ে আসছে, কিছু করা লাগবে না, শুধু আপনার bech32 এড্রেসটা দিয়ে রাখবেন। দেরি না করে তাড়াতাড়ি জয়েন হন। প্রাইজ ম্যানি ৫০$
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Shishir99
|
|
September 26, 2024, 11:12:50 AM |
|
লেদা বাচ্চার মতো পিরামিড কোট করছেন কেনো ভাই? আপনারা তো সবাই অনেকদিন ধরেই ফোরামে আছেন। পিরামিড কোট কিন্তু নিরুৎসাহিত করা হয়। পিরামিড কোট এর আরেকটা খারাপ দিক হলো যে, কোট করা সবার কাছে নোটিফিকেশন যায়। যেটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। তাছাড়া পেইজ হুদাই ভরে যায়। স্ক্রল করতে করতে হাত ব্যাথা হয়ে যাক কিন্তু পেইজ শেষ হয় না। রিকোয়েস্ট থাকবে পিরামিড কোট না করার জন্য। আর আমাদের লোকাল থ্রেড এ নতুন কিছু আলাপ হচ্ছে না। ফোরামের সিগ্নেচার ডিজাইন করার কোনো টিউটোরিয়াল দিতে পারেন কেউ? ফোরামে আগে কোথাও কিছু টিউটোরিয়াল দেখেছিলাম, এখন আর খুজে পাচ্ছি না।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Bitcoin_people
|
|
September 26, 2024, 12:26:56 PM |
|
কোটি মানুষের স্বপ্ন নিমিষে শেষ করে দিল Hamster Kombat সারা সোশ্যাল মিডিয়ার জুড়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল তা আজকে কিছু সময়ের মধ্যেই এটি নিমিষেই শেষ। কি বলবো আর এই দুঃখের কথা এই টেলিগ্রাম বট এয়ারড্রপ থেকে যা আশা করা হয়েছিল তার বিপরীত হয়েছে, সবার হাতে মুলা ধরিয়ে দিয়েছে Hamster Kombat। অনেকদিন আগে থেকেই আমি Hamster Kombat এ কাজ করতে ছিলাম এটা কখনোই ভাবিনি যে এমন ভাবে প্রতারণার শিকার হতে হবে আমাদের আমি মনে করি প্রত্যেকেই এই এয়ার্ডপটি করেছিল তারাই হাতে আজকে মুলা পেয়েছে। ১৯২ দিন এখানে সময় ব্যয় করে মাত্র ১০৪০ টোকেন পেয়েছি যার মূল্য বর্তমানে $৯ সত্যিই হাস্যকর এটি, আমরা যা আশা করি তা পাই না, যাইহোক আপনারা কে কেমন Hamster Kombat থেকে ইনকাম করলেন গাড়ি বাড়ি করলেন এতদিন তো সকলেই দেখতাম গাড়ি-বাড়ি করে আইফোন কিনে টাকা সব শেষ করে ফেলেছে আজকে তাদের স্বপ্ন কি পুরন হয়েছে
Such Airdrop time should not be wasted, I will not waste my time from today on this telegram bot.
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
HelliumZ
|
|
September 26, 2024, 01:49:48 PM |
|
কোটি মানুষের স্বপ্ন নিমিষে শেষ করে দিল Hamster Kombat সারা সোশ্যাল মিডিয়ার জুড়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল তা আজকে কিছু সময়ের মধ্যেই এটি নিমিষেই শেষ। কি বলবো আর এই দুঃখের কথা এই টেলিগ্রাম বট এয়ারড্রপ থেকে যা আশা করা হয়েছিল তার বিপরীত হয়েছে, সবার হাতে মুলা ধরিয়ে দিয়েছে Hamster Kombat। অনেকদিন আগে থেকেই আমি Hamster Kombat এ কাজ করতে ছিলাম এটা কখনোই ভাবিনি যে এমন ভাবে প্রতারণার শিকার হতে হবে আমাদের আমি মনে করি প্রত্যেকেই এই এয়ার্ডপটি করেছিল তারাই হাতে আজকে মুলা পেয়েছে। ১৯২ দিন এখানে সময় ব্যয় করে মাত্র ১০৪০ টোকেন পেয়েছি যার মূল্য বর্তমানে $৯ সত্যিই হাস্যকর এটি, আমরা যা আশা করি তা পাই না, যাইহোক আপনারা কে কেমন Hamster Kombat থেকে ইনকাম করলেন গাড়ি বাড়ি করলেন এতদিন তো সকলেই দেখতাম গাড়ি-বাড়ি করে আইফোন কিনে টাকা সব শেষ করে ফেলেছে আজকে তাদের স্বপ্ন কি পুরন হয়েছে
Such Airdrop time should not be wasted, I will not waste my time from today on this telegram bot. আপনি হামস্টার কমবাটের দোষ দিয়ে কি লাভ করবেন বলেন , এরা তো আপনাকে বাধ্য করে নাই কাজ করার জন্য বরং আপনি স্বেচ্ছায় কাজ করেছেন। একদম খারাপ কিছু পায়নি যা কিছু করেছিলাম তারমধ্যে চালান ঘরে উঠেছে। মনে করেন প্রতিদিন কমপক্ষে ১০ বার Hamster Kombat টেলিগ্রাম বটে প্রবেশ করেছিলাম। ১ বার প্রবেশ করলে অবশ্যই ১০ MB ইন্টারনেট ব্যবহার করা হয়েছে। তাহলে ১০×১০ = ১০০ MB April থেকে প্রায় অক্টোবর পর্যন্ত ৭ মাস =২০০-২১০ দিন ধরে নিলাম। মোট ইন্টারনেট ব্যবহার=১০০×২০০= ২০০০০ MB = 20000÷1024= 20GB পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে আজকে খুব সম্ভবত ৬০০ টাকার মত পেয়েছি তাতে ইন্টারনেট খরচ বাদ দিলে দু একশ টাকা লাভ হয়েছে। খারাপ না হ চালিয়ে যান।।।
|
|
|
|
LDL
|
|
September 26, 2024, 03:09:20 PM |
|
কোটি মানুষের স্বপ্ন নিমিষে শেষ করে দিল Hamster Kombat সারা সোশ্যাল মিডিয়ার জুড়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল তা আজকে কিছু সময়ের মধ্যেই এটি নিমিষেই শেষ। কি বলবো আর এই দুঃখের কথা এই টেলিগ্রাম বট এয়ারড্রপ থেকে যা আশা করা হয়েছিল তার বিপরীত হয়েছে, সবার হাতে মুলা ধরিয়ে দিয়েছে Hamster Kombat। অনেকদিন আগে থেকেই আমি Hamster Kombat এ কাজ করতে ছিলাম এটা কখনোই ভাবিনি যে এমন ভাবে প্রতারণার শিকার হতে হবে আমাদের আমি মনে করি প্রত্যেকেই এই এয়ার্ডপটি করেছিল তারাই হাতে আজকে মুলা পেয়েছে। ১৯২ দিন এখানে সময় ব্যয় করে মাত্র ১০৪০ টোকেন পেয়েছি যার মূল্য বর্তমানে $৯ সত্যিই হাস্যকর এটি, আমরা যা আশা করি তা পাই না, যাইহোক আপনারা কে কেমন Hamster Kombat থেকে ইনকাম করলেন গাড়ি বাড়ি করলেন এতদিন তো সকলেই দেখতাম গাড়ি-বাড়ি করে আইফোন কিনে টাকা সব শেষ করে ফেলেছে আজকে তাদের স্বপ্ন কি পুরন হয়েছে
Such Airdrop time should not be wasted, I will not waste my time from today on this telegram bot. আপনি হামস্টার কমবাটের দোষ দিয়ে কি লাভ করবেন বলেন , এরা তো আপনাকে বাধ্য করে নাই কাজ করার জন্য বরং আপনি স্বেচ্ছায় কাজ করেছেন। একদম খারাপ কিছু পায়নি যা কিছু করেছিলাম তারমধ্যে চালান ঘরে উঠেছে। মনে করেন প্রতিদিন কমপক্ষে ১০ বার Hamster Kombat টেলিগ্রাম বটে প্রবেশ করেছিলাম। ১ বার প্রবেশ করলে অবশ্যই ১০ MB ইন্টারনেট ব্যবহার করা হয়েছে। তাহলে ১০×১০ = ১০০ MB April থেকে প্রায় অক্টোবর পর্যন্ত ৭ মাস =২০০-২১০ দিন ধরে নিলাম। মোট ইন্টারনেট ব্যবহার=১০০×২০০= ২০০০০ MB = 20000÷1024= 20GB পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে আজকে খুব সম্ভবত ৬০০ টাকার মত পেয়েছি তাতে ইন্টারনেট খরচ বাদ দিলে দু একশ টাকা লাভ হয়েছে। খারাপ না হ চালিয়ে যান।।। দারুন, আপনার খরচটা আপনি কোন রকমে ঘরে তুলেছেন কিন্তু ভাই আমি আমার খরচটা কিভাবে কি করব বুঝতে পারছি না। অনেকেই বলছে হিউজ কমিউনিটি নিয়ে যে সকল প্রজেক্ট লাঞ্চ হচ্ছে সেগুলো একবার প্রাইস ফল করলে কারেকশন হতে দীর্ঘদিন লাগে। তাই হোল্ড করার চিন্তাভাবনা না করাই আমার মনে হয় ভালো। আমি খারাপ পাইনি বরং প্রথম দিকে লিস্ট হওয়ার পর ৩৫ ডলার পরিমান সো করেছিল কিন্তু বর্তমানে কমতে কমতে এখন ২৪ ডলার দেখাচ্ছে। কালকে মনে হয় ২০ ডলারের নিচে দেখা যাবে। যেটা আলোচনা করার জন্য লেখা আর কি, হামস্টার দেওয়াতে আমার ভালোই সুবিধা হয় কেননা আশেপাশে যেরকম বলাবলি করছে আমি এবার কোটিপতি হয়ে যাব। যারা এরকম বলেছে তাদের মুখটা কোনরকমে বন্ধ হওয়ার দারুন একটি সুযোগ এসেছে। বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা বলতে পাড়ার মহিলাদের কথা বলছি যারা সব সময় বলে বেড়াতো আমরা নাকি কোটি কোটি টাকা আয় করি। মোবাইল ফোনের মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করি তাদের কিছুটা হলেও মুখ বন্ধ হবে। বন্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে যারা এগুলা বলতো তাদের ছেলে মেয়েরা আজকে পেমেন্ট পেয়েছে। একজনের ছেলের মোবাইল থেকে ৪ ডলার পরিমাণ যদিও বাইনান্সে সেল দেওয়া যায় না কিন্তু বিএনবিতে কনভার্ট করে ৪ ডলার পরিমাণ বিক্রি করে দিয়েছি। যে ছেলেটার হামস্টার বিক্রি করে দিয়েছি সে সন্ধ্যা ছয়টার আগেও লাখপতি হওয়ার স্বপ্ন দেখেছিল। এজন্যই বললাম হামস্টার কমবাটের এরকম করার কারণে আমার অনেক অনেক সুবিধা হয়েছে।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
DYING_S0UL
|
|
September 26, 2024, 04:48:07 PM |
|
কোটি মানুষের স্বপ্ন নিমিষে শেষ করে দিল Hamster Kombat সারা সোশ্যাল মিডিয়ার জুড়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল তা আজকে কিছু সময়ের মধ্যেই এটি নিমিষেই শেষ। কি বলবো আর এই দুঃখের কথা এই টেলিগ্রাম বট এয়ারড্রপ থেকে যা আশা করা হয়েছিল তার বিপরীত হয়েছে, সবার হাতে মুলা ধরিয়ে দিয়েছে Hamster Kombat। অনেকদিন আগে থেকেই আমি Hamster Kombat এ কাজ করতে ছিলাম এটা কখনোই ভাবিনি যে এমন ভাবে প্রতারণার শিকার হতে হবে আমাদের আমি মনে করি প্রত্যেকেই এই এয়ার্ডপটি করেছিল তারাই হাতে আজকে মুলা পেয়েছে। ১৯২ দিন এখানে সময় ব্যয় করে মাত্র ১০৪০ টোকেন পেয়েছি যার মূল্য বর্তমানে $৯ সত্যিই হাস্যকর এটি, আমরা যা আশা করি তা পাই না, যাইহোক আপনারা কে কেমন Hamster Kombat থেকে ইনকাম করলেন গাড়ি বাড়ি করলেন এতদিন তো সকলেই দেখতাম গাড়ি-বাড়ি করে আইফোন কিনে টাকা সব শেষ করে ফেলেছে আজকে তাদের স্বপ্ন কি পুরন হয়েছে
Such Airdrop time should not be wasted, I will not waste my time from today on this telegram bot. বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে Hamster kombat করতে দেখে একটু আফসোসই করতেছিলাম প্রথম প্রথম। বার বার ভাবতেছিলাম, আমি কেন যে করলাম না। কোথাও টিকতে পারতেছিলাম না, একজন bmw কিনবে, আরেকজন বাড়ি বানাবে, আহা কত স্বপ্ন, মাথা খারাপ করে দিসিলো hamster hamster চিল্লাইতে চিল্লাইতে। এখন এতটু ভালোই লাগতেছে, না করে ভালো করছি, সময় নষ্ট হয়নি। আর যারা এটা করছে তারা এটা না করে ঘুমালেও হয়তো শরীরের উপকারে আসতো, বিগ লল।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
chotu1
Jr. Member
Offline
Activity: 35
Merit: 3
|
|
September 26, 2024, 08:53:21 PM |
|
বর্তমান দাম = $০.০০০০৮১২৪ অর্থাৎ দাম প্রায় ছয়গুণ হইসে। Hamster Kombat এর দুঃখে যাদের মন ভেঙ্গে গিয়েছে, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি রেখেই বলছি, $SEC on PulseChain কে অবজ্ঞা করায় আপনারা already capital ছয়গুণ করা থেকে বঞ্চিত হয়েছেন। দশ হাজার গুণ হওয়ার লক্ষ্যে দৌড়াচ্ছে $SEC টোকেন। এখনো যদি অবজ্ঞা করেন, পরে অনেক কষ্ট পাইতে পারেন।
|
|
|
|
|