Wonder Work
Full Member
Online
Activity: 224
Merit: 171
Memory of o_e_l_e_o
|
|
July 01, 2024, 06:21:40 AM |
|
সত্যি বলতেছি আমরা কোনভাবেই নিজেকে ক্ষমা করতে পারবোনা যেখানে আমরা তিন বেলা পেট ভরে খাচ্ছি অথচ বর্তমান সময়ে এসেও ফিলিস্তিনবাসীরা না খেয়ে দিন পার করছে। আল্লাহ জানি ফিলিস্তিনবাসীকে কোন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করাচ্ছে। আল্লাহ সুবহানাহু তায়ালা কবে ফিলিস্তিনবাসীকে এই সমস্ত কঠিন দিন থেকে মুক্তি দেবে। কবে ফিলিস্তিন বাশির উপরে রহমতের সূর্য উঠবে ।আল্লাহতালা ফিলিস্তিনবাসীকে রক্ষা করুক তাদের তুমি সকল অভাবনটন দুঃখ দুর্দশা ক্লান্তি মৃত্যু থেকে রক্ষা করো হেফাজত কর। নিচের ভিডিও দেখে সত্যিই নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যেখানে আমরা সুখে শান্তিতে জীবন যাপন করছি ঠিক সেখানে কত ছোট ছোট শিশুরা, যুবক ভাইয়েরা, মা-বোনেরা, মৃত্যুর সাথে প্রতিদিন লড়াই করছে। আল্লাহতালা ফিলিস্তিনবাসীকে রক্ষা করো সকল প্রকার আজাব থেকে মুক্তি দাও। https://www.facebook.com/share/v/qqMY6bwVBJWE1JC5/?mibextid=oFDknkএটা অনেক মর্মান্তিক একটা ঘটনা ভাই যেটা আমরা মুসলমানদের জন্য অপমান জনক একটা ঘটনা। ফিলিস্তিন এমন অবস্থায় বিরাজ করছে যে যেটা বলে বোঝানো যাবে না। আল্লাহ্ তাদের আর কত পরিক্ষা করবে জানিনা। আমরা মুসলিম বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছি কিন্তু করতে পারতেছি না। আমরা সত্যি অনেক খারাপ অবস্থায় বিরাজ করতেছি যেটা বলে বোঝানো যাবে না। দেশটি স্বাধীন পেয়েছে কিন্তু এই স্বাধীন কতটা কার্যকর জানিনা। আর দীর্ঘদিন যুদ্ধের পরে দেশটি অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে গেছে। তারা এমনেতেই গরিব দেশ তারা যুদ্ধ করে শেষ হয়ে গেছে। তাদের পাশে দাড়ানো দরকার। জানিনা তাদের এই কষ্টের দিন কতদিনে শেষ হবে। দোয়া করি আল্লাহ্ যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাদের কষ্টের দিন। তাদের অন্যায়ভাবে যারা অত্যাচার করেছে তাদের আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ্ এগুলোর বিচার অবশ্যই করবে একদিন আগে আর পরে। আল্লাহ্ ফিলিস্তিন বাসীদিের রক্ষা করো।
|
|
|
|
Z_MBFM
|
|
July 01, 2024, 06:14:22 PM |
|
ট্যাপসোয়াপ এতো বড় কমিউনিটি বানানোর পড়েও তারা কি করছে, কি না করছে, সেই ব্যাপারে তেমন কোনো আপডেট বা প্রোগ্রেস দেখা যাচ্ছে না। আমি কিছুদিন আগে ক্রিপ্টো লাইব্রেরীকে বলছিলাম যে ভাই, এটা যে পরিমানে মাইনিং হয়েছে, তারা কি এলোকেশন দিবে, কেউ জানে না। কয়েন দিগুন করার জন্য যে টুন দিয়ে পেমেন্ট নিচ্ছিলো ট্যাপ সোয়াপ, এটা আমার কাছে রেড ফ্লাগ মনে হয়েছে। তাই আমি এটাতে তেমন বেশি সময় দিচ্ছি না। আপাতত অন্যান্য প্রজেক্টগুলোতে সময় দিচ্ছি।
Tapswap যখন TON নিয়ে নিয়ে কয়েন ডাবল করার একটা সুযোগ দিলো ইউজারদের তখন আমার কাছে এটা স্কাম মনে হইছে। এরা অনেক পরিকল্পনা করতেছে ভালো কিছু করার জন্য তবে SOL ওদের বিপক্ষে কথা বলায় প্রথমেই এরা একটা হোচট খেয়ে গেছে। TON এদের সাপোর্ট করছে তবে আমি মনে করছি না যে TON এর সাপোর্টে তারা বেশি দূর পর্যন্ত যেতে পাড়বে। TON প্রায় সকল প্রজেক্টকে সাপোর্ট করতেছে বিশেষ করে যাদের কমিউনিটি বড় যেমন Hamster, catizen, tapswap. TON তাদের চেইনের ইউজার বাড়ানোর জন্য বড় বড় কমিউনিটি ওয়ালা প্রজেক্টের সাপোর্ট করতে শুরু করেছে। এটা TON এর ব্যাক্তিগত লাভের জন্য। আর Tapswap কয়েন ডাবল করার অফার দিয়ে যে TON গুলা হাতিয়ে নিছে সেগুলা ব্যবহার করে টোকেন এক্সচেঞ্জে লিস্ট করতে পারবো। তাই হান্টাররা কিছু প্যামেন্ট পাইতে পারে। তবে এখান থেকে বড় কিছু আশা করা বোকামি হবে। শেষ কয়েকদিনে আমি পেমেন্ট পেয়েছি ATH, এবং Blast থেকে। আশা করেছিলাম ব্লাষ্ট থেকে ৫০০ ডলারের বেশি পাবো। কিন্তু পেলাম মাত্র ৩৫০ ডলারের মতো। যেটার দাম কমে এখন ২৫০ ডলারের মতো আছে। যদিও আমি এয়ারড্রপের প্রফিট হোল্ড করা পছন্দ করি। কারন এয়ারড্রপ হান্টারদের ডাম্পিং শেষ হলে কয়েন আবার পাম্প করবে বলে আমি মনে করি।
এয়ারড্রপ থেকে $৩৫০ প্যামেন্ট পাওয়ার অনেক বড় কিছু। এয়ারড্রপ থেকে তারাই কোপাইতে পারে যাদের অনেক রেফার আছে যারা একটা টেলিগ্রাম চ্যানেল /গ্রুপ বা ইউটিউব চ্যানেল গড়তে পেড়েছে ৩০০-৫০০ রেফার যাদের হয় তারা ইচ্ছে মতো কোপায়। আর আমাদের মতো যারা রেফার করতে না পাড়ে তাদের কাছে এয়ারড্রপ থেকে ১০০-২০০$ অনেক বড় কিছু। এটা একটা ভালো উদ্যোগ, নিয়মিত আপডেট পেলে সময় মতো কিছু টাস্ক পুরন করে এবং সঠিক সময়ে বিভিন্ন একশন নিয়ে এয়ারড্রপ থেকে শর্টকাটে কিছু ভালো প্রফিট করা যায় যেমন HOT থেকে ৭ দিনের রেফার ইভেন্ট থেকে অনেকে অনেক HOT কালেক্ট করতে পেড়েছে, অনেক এই ইভেন্টের মাধ্যমে নতুন নতুন HOT এ জয়েন করে যতটা HOT কালেক্ট করেছে সে পরিমান hot তারাও মাইন করতে পারেনাই যারা ৩-৪ মাস যাবত এটা মাইন করতেছে।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Wonder Work
Full Member
Online
Activity: 224
Merit: 171
Memory of o_e_l_e_o
|
|
July 01, 2024, 06:49:21 PM |
|
এয়ারড্রপ থেকে $৩৫০ প্যামেন্ট পাওয়ার অনেক বড় কিছু। এয়ারড্রপ থেকে তারাই কোপাইতে পারে যাদের অনেক রেফার আছে যারা একটা টেলিগ্রাম চ্যানেল /গ্রুপ বা ইউটিউব চ্যানেল গড়তে পেড়েছে ৩০০-৫০০ রেফার যাদের হয় তারা ইচ্ছে মতো কোপায়। আর আমাদের মতো যারা রেফার করতে না পাড়ে তাদের কাছে এয়ারড্রপ থেকে ১০০-২০০$ অনেক বড় কিছু।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন যে যাদের ভালো একটা কমিউনিটি আছে তারা সেখান এয়ারড্রপ শেয়ার করে প্রচুর পরিমানে রেফার জিতে নিচ্ছে এবং ভালো পরিমানে $ আর্ন করতে সক্ষম হচ্ছে। তবে ভাই NOT কয়েন থেকে যে কোপাইছে বলার বাইরে। এরকম খুব কমই দেখেছি ভই এয়ারড্রপ থেকে এক যোগে এত পরিমাণ ইনকাম করছে। আমার এলাকার কথা বলি ভাই নটকয়েন করে এরা এত পরিমাণ কোপাইছিলো যে দোকানে টাকা তোলার ভীড় লেগে গিয়েছিলো। সামনে যে এয়াড্রপ গুলো আসতেছে এগুলো মোটামুটি ভালো ভালো এয়ারড্রপ আসতেছে। আর কিছু দিন এরকম চলবে পরে আবার ড্রাম্প করবে এয়াড্রপ গুলা। এটা একটা ভালো উদ্যোগ, নিয়মিত আপডেট পেলে সময় মতো কিছু টাস্ক পুরন করে এবং সঠিক সময়ে বিভিন্ন একশন নিয়ে এয়ারড্রপ থেকে শর্টকাটে কিছু ভালো প্রফিট করা যায় যেমন HOT থেকে ৭ দিনের রেফার ইভেন্ট থেকে অনেকে অনেক HOT কালেক্ট করতে পেড়েছে, অনেক এই ইভেন্টের মাধ্যমে নতুন নতুন HOT এ জয়েন করে যতটা HOT কালেক্ট করেছে সে পরিমান hot তারাও মাইন করতে পারেনাই যারা ৩-৪ মাস যাবত এটা মাইন করতেছে।
জ্বি ভাই এটা ঠিক বলছেন আমার এক বন্ধু ৫মাস ধরে হট ক্লেইম করে যে কয়টা HOT জমাইছে গত কয়েকদিনে রেফার করেই তার থেকে বেশি জমাইয়া ফালাইছে অনেকে। আমি কি HOT করতেছেন ভাই? নিয়মিত HOT ক্লেইম কইরেন HOT থেকে ভালো একটা কোপ হতে যাচ্ছে ভাই। আমিও নিয়মিত ৩-৪টা একাউন্ট দিয়ে ক্লেইম করেছি ভাই। HOT এ Solona Case ওপেন করছে এখান থেকে বক্স ওপেন করতে দিবে দেখি কি হয়। আমি তিন তায় ওপেন করার জন্য প্রস্তুত করছি ভাই। HOT, Catizen, Hamster, Blum এগুলো মিস করা যাবে না ভাই এগুলো ভালো হবে মনে হচ্ছে।
|
|
|
|
Learn Bitcoin
|
|
July 02, 2024, 06:06:58 AM |
|
এয়ারড্রপ থেকে $৩৫০ প্যামেন্ট পাওয়ার অনেক বড় কিছু। এয়ারড্রপ থেকে তারাই কোপাইতে পারে যাদের অনেক রেফার আছে যারা একটা টেলিগ্রাম চ্যানেল /গ্রুপ বা ইউটিউব চ্যানেল গড়তে পেড়েছে ৩০০-৫০০ রেফার যাদের হয় তারা ইচ্ছে মতো কোপায়। আর আমাদের মতো যারা রেফার করতে না পাড়ে তাদের কাছে এয়ারড্রপ থেকে ১০০-২০০$ অনেক বড় কিছু। যদিও আমি চাচ্ছি একটা এয়ারড্রপ কমিউনিটি বানাতে, তবে আমার চেষ্টা তেমন একটা লাভ হচ্ছে না। আমি কোনো প্রকার রেফার ছড়াই ব্লাস্ট থেকে ৩৫০ ডলারের মতো প্রফিট পেয়েছি। এটা আমার কাছে কম মনে হয়েছে কারণ এর পেছনে আমি অনেক বেশি সময় দিয়েছি, আর আমার ইনভেস্ট ১ লাখ টাকার বেশি ছিলো। যদিও এটা ইনভেস্টমেন্ট ছিলো, যদি এক্সপেন্স বা খরচ কতো হয়েছে জানতে চান, তাহলে বলবো আমার হয়তো ১০০ ডলারের মতো খরচ হয়েছে। তবে আমি যে ফিশিং এ পা দিয়েছিলাম, সেটার লস রিকোভার করা জরুরী ছিলো। আমি আগে সমানে এয়ারড্রপে জয়েন করতাম। কিন্তু এখন মনে হচ্ছে নিজের যেটা ভালো মনে হবে, শুধুমাত্র সেই প্রজেক্টেই জয়েন করা উচিৎ। হাতে বেশ কয়েকটা প্রজেক্ট আছে, যেগুলোতে সময় দিচ্ছি আপাতত। তার মধ্যে একটা হলো লেয়ার থ্রি! আশা করি ভালো প্রফিট দিবে।
|
|
|
|
DYING_S0UL
|
|
July 02, 2024, 04:13:14 PM |
|
ভাই আপনারা কেউ NID কার্ডের ছবি পরিবর্তন করছেন বা প্রসেস জানেন? আমার ছোট ভাইয়ের এইবার কার্ড ইস্যু হইছে। ছবি মাশাআল্লাহ্। পাক্কা ডেনডি খোর দেখায়। সত্যি বলতে ডেনডি খোরও বোধয় ভালো দেখায়। এ অবস্থায় ছবি পরিবর্তন করতে চাচ্ছে ও।
গুগলে দেখলাম অনেক লম্বা প্রসেস, উমুকের সই লাগবে তুমুকের ডকুমেন্ট লাগবে। নতুন ডেট দিবে সেই ডেট এ আবার ছবি তুলবে। মূর্খের দল আবারো আগের মতো ডেনডিখোরের মতো ছবি তুলবে, আর এটা কন্টিনিউ থাকবে....
এ অবস্থায় কি করা যায়? সিম্পল একটা জিনিসে এতো পেরা!
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
HelliumZ
|
|
July 02, 2024, 05:37:00 PM |
|
ভাই আপনারা কেউ NID কার্ডের ছবি পরিবর্তন করছেন বা প্রসেস জানেন? আমার ছোট ভাইয়ের এইবার কার্ড ইস্যু হইছে। ছবি মাশাআল্লাহ্। পাক্কা ডেনডি খোর দেখায়। সত্যি বলতে ডেনডি খোরও বোধয় ভালো দেখায়। এ অবস্থায় ছবি পরিবর্তন করতে চাচ্ছে ও।
গুগলে দেখলাম অনেক লম্বা প্রসেস, উমুকের সই লাগবে তুমুকের ডকুমেন্ট লাগবে। নতুন ডেট দিবে সেই ডেট এ আবার ছবি তুলবে। মূর্খের দল আবারো আগের মতো ডেনডিখোরের মতো ছবি তুলবে, আর এটা কন্টিনিউ থাকবে....
এ অবস্থায় কি করা যায়? সিম্পল একটা জিনিসে এতো পেরা!
ভাই মনে করেন ক্লাস ওয়ান থেকে এমএ পাস পর্যন্ত যে পরিমাণ প্যারা নিয়েছে পড়ালেখা করতে হয় ঠিক সেই পরিমাণ প্যারা নিয়ে এনআইডি কার্ডের ইনফরমেশন পরিবর্তন করতে হয়। এনআইডি কার্ডের ছবি যে শালারা তোলে তাদের গণপিটুনি দিতে হবে। তাছাড়া অল্প শিক্ষিত মানুষ দিয়ে ইনফরমেশন কালেক্ট করে ফলে আইডি কার্ডে ৭৫ পার্সেন্ট ইনফরমেশন ভুল দেয়। এই সকল ইনফরমেশন পরিবর্তন করতে করতে জীবন শেষ। আমাদের ফ্যামিলিতে ৭ জন সদস্য প্রত্যেকে ইনফরমেশন ভুল আছে। আমার মায়ের নাম মোছাঃ রমিশা আক্তার কিন্তু আমার আইডি কার্ডে আমার মায়ের নাম এসেছে মোসাম্মৎ রমিসা বেগম, বলেন দেখি কিরকম লাগে। অনেকেই বলেছে এ সকল ইনফরমেশন চেঞ্জ করে নিতে কিন্তু আমি এখন পর্যন্ত পরিবর্তন করি নাই। আইডি কার্ডের ইনফরমেশন পরিবর্তন করা রীতিমতো ঝামেলা সাপেক্ষ এজন্য আমি এখন পর্যন্ত পরিবর্তন করি নাই এবং পরিবর্তনের প্রসেসটাও আমার জানা নেই।
|
|
|
|
Z_MBFM
|
|
July 02, 2024, 07:03:35 PM |
|
ভাই আপনারা কেউ NID কার্ডের ছবি পরিবর্তন করছেন বা প্রসেস জানেন? আমার ছোট ভাইয়ের এইবার কার্ড ইস্যু হইছে। ছবি মাশাআল্লাহ্। পাক্কা ডেনডি খোর দেখায়। সত্যি বলতে ডেনডি খোরও বোধয় ভালো দেখায়। এ অবস্থায় ছবি পরিবর্তন করতে চাচ্ছে ও।
গুগলে দেখলাম অনেক লম্বা প্রসেস, উমুকের সই লাগবে তুমুকের ডকুমেন্ট লাগবে। নতুন ডেট দিবে সেই ডেট এ আবার ছবি তুলবে। মূর্খের দল আবারো আগের মতো ডেনডিখোরের মতো ছবি তুলবে, আর এটা কন্টিনিউ থাকবে....
এ অবস্থায় কি করা যায়? সিম্পল একটা জিনিসে এতো পেরা!
https://youtu.be/lLU6mvXuIAQ?si=-fidHJlRo3Pex_abএই ভিডিও দেখতে পারেন ইনি ভালো ভিডিও বানায়। তবে ঘটনা হচ্ছে ছবি পরিবর্তন করা ঝামে আছে। আর নতুন ভোটাররা সম্ভবত ছবি পরিবর্তন করতে পারে না। আমি কয়েকবছর আগে যখন প্রথন NID এর অনলাইন কপি পেলাম তারপর এক সময় আমার এক ফ্রেন্ড এর NID বানাতে নির্বাচন অফিসে গিয়েছিলাম। আমি সেখানে আমার NID এর ছবি পরিবর্তন এর কথা আস্ক করছিলাম তারা বললো যে কেবল মাত্র নতুন ভোটার হইছেন এখন পরিবর্তন করা যাবে না। পড়ে আপনি online এ আবেদন কইরেন দেখেন সুযোগ দেয় কি না পরিবর্তন করার। তবে আমি আর চেষ্টা করিনাই। আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন সেগুলো দেখে ওয়ে বোঝার চেষ্টা করেন। তারপরও যদি না বুঝে থাকেন তাহলে নির্বাচন অফিসে যোগাযোগ করেন
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Wonder Work
Full Member
Online
Activity: 224
Merit: 171
Memory of o_e_l_e_o
|
|
July 02, 2024, 07:57:54 PM |
|
আমার একটা জিনিস মাথায় ডুকছে না নতুন একাউন্টের পোস্ট এবং পুরাতন একাউন্ট এর পোষ্টের একটিভিটি সেম ভাবে বাড়ে না কেন? পুরাতন একাউন্ট দিয়ে পোস্ট করলে দেখা যায় সাথে সাথেই এক্টিভিটি বেড়ে যায় কিছুক্ষণের মধ্যে। কিন্তু আমারটা বাড়ে না এজন্য একটা পোস্ট দেখেছিলাম যে 14 দিন পরে পরে এটা আপডেট হয় কিন্তু এমনটা হওয়ার কারণ কি নতুন অ্যাকাউন্টের এক্টিভিটি কম বারে কিন্তু পুরাতন একাউন্ট গুলো দেখা যায় পোস্ট করার কিছুক্ষণের মধ্যে এক্টিভিটি বেড়ে যায়। কেন এরকমটা হয় একটু কেউ বলবেন।
|
|
|
|
~speedx~
|
আমার একটা জিনিস মাথায় ডুকছে না নতুন একাউন্টের পোস্ট এবং পুরাতন একাউন্ট এর পোষ্টের একটিভিটি সেম ভাবে বাড়ে না কেন? পুরাতন একাউন্ট দিয়ে পোস্ট করলে দেখা যায় সাথে সাথেই এক্টিভিটি বেড়ে যায় কিছুক্ষণের মধ্যে। কিন্তু আমারটা বাড়ে না এজন্য একটা পোস্ট দেখেছিলাম যে 14 দিন পরে পরে এটা আপডেট হয় কিন্তু এমনটা হওয়ার কারণ কি নতুন অ্যাকাউন্টের এক্টিভিটি কম বারে কিন্তু পুরাতন একাউন্ট গুলো দেখা যায় পোস্ট করার কিছুক্ষণের মধ্যে এক্টিভিটি বেড়ে যায়। কেন এরকমটা হয় একটু কেউ বলবেন।
যদিও আমি আপনার পুরাতন একাউন্ট এবং নতুন একাউন্টের কথাটি বুঝলাম না। তার পরেও এখানে একটা গণিতের খেল রয়েছে। পোস্ট এর লিমিট এর উপরে। আমি একটু ঘাটাঘাটি করে যেটি পেলাম থেমাস এর এই সূত্রটি একটু ভাল করে দেখে নিন হয়তো বুঝে যাবেন- The activity number is determined in this way: time = number of two-week periods in which you've posted since your registration activity = min(time * 14, posts)
কোন এক বড় রিপোর্টেবল ইউজার এর আরেকটি টেবিল দেখেছিলাম অনেক আগে কিন্তু সেটা এখন খুঁজে পাচ্ছি না অবশ্য আমি ইতিমধ্যেই খুজতেছি যদি পাই এখানে এডিট করে বসিয়ে দেবো। হয়তো সেটা দেখলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। কেন অ্যাক্টিভিটি বাড়ছে না। ইডিটেট:ভাই পেয়েছি, আপনি চাইলে এই পোস্টটি মেটা বোর্ডের প্রথম পেজেই খুঁজে পাবেন পিন করে রয়েছে অথবা নিচের কোট করা পোস্টে গিয়ে চেক দিয়ে নিন। তাছাড়া এই টপিকটি যদি ভালোভাবে পড়েন অ্যাক্টিভিটি সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে পারবেন। তাছাড়া আপনার জন্য টেবিলটির উপস্থাপন করলাম- Here is a table of the activity periods and time it will take you to achieve each rank:1 X 14 = 14 2 X 14 = 28 3 X 14 = 42 --- Junior. Member (1.5 month) 4 X 14 = 56 5 X 14 = 70 --- Member (2.5 month) 6 X 14 = 84 7 X 14 = 98 8 X 14 = 112 9 X 14 = 126 --- Full Member (4.5 month) 10 X 14 = 140 11 X 14 = 154 12 X 14 = 168 13 X 14 = 182 14 X 14 = 196 15 X 14 = 210 16 X 14 = 224 17 X 14 = 238 18 X 14 = 252 --- Senior Member (8.5 month) 19 X 14 = 266 20 X 14 = 280 21 X 14 = 294 22 X 14 = 308 23 X 14 = 322 24 X 14 = 336 25 X 14 = 350 26 X 14 = 364 27 X 14 = 378 28 X 14 = 392 29 X 14 = 406 30 X 14 = 420 31 X 14 = 434 32 X 14 = 448 33 X 14 = 462 34 X 14 = 476 35 X 14 = 490 ---- Hero Member (1.3 years) 36 X 14 = 504 37 X 14 = 518 38 X 14 = 532 39 X 14 = 546 40 X 14 = 560 41 X 14 = 574 42 X 14 = 588 43 X 14 = 602 44 X 14 = 616 45 X 14 = 630 46 X 14 = 644 47 X 14 = 658 48 X 14 = 672 49 X 14 = 686 50 X 14 = 700 51 X 14 = 714 52 X 14 = 728 53 X 14 = 742 54 X 14 = 756 55 X 14 = 770 56 X 14 = 784 --- Legendary rank (2 years)
|
|
|
|
Wonder Work
Full Member
Online
Activity: 224
Merit: 171
Memory of o_e_l_e_o
|
|
July 02, 2024, 08:23:30 PM |
|
যদিও আমি আপনার পুরাতন একাউন্ট এবং নতুন একাউন্টের কথাটি বুঝলাম না। তার পরেও এখানে একটা গণিতের খেল রয়েছে। পোস্ট এর লিমিট এর উপরে। আমি একটু ঘাটাঘাটি করে যেটি পেলাম থেমাস এর এই সূত্রটি একটু ভাল করে দেখে নিন হয়তো বুঝে যাবেন-
~~~~~ [\quote] ভাই আমি সম্পর্কে অবগত আছি। এবং আমি এটা নিয়েও পরেছি এবং বুঝতে পেরেছি কিন্তু এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো পোস্ট করার সাথে সাথে একটিভিটিত বাড়ে না কেনো? আপনারা যেমন একটু আাগে পোস্ট করলেন আর আপনদের একটিভিটি বাড়ছে কিন্তু আমার টায় বাড়ে নাা কেনো?
|
|
|
|
~speedx~
|
|
July 02, 2024, 08:36:02 PM |
|
ভাই আমি সম্পর্কে অবগত আছি। এবং আমি এটা নিয়েও পরেছি এবং বুঝতে পেরেছি কিন্তু এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো পোস্ট করার সাথে সাথে একটিভিটিত বাড়ে না কেনো? আপনারা যেমন একটু আাগে পোস্ট করলেন আর আপনদের একটিভিটি বাড়ছে কিন্তু আমার টায় বাড়ে নাা কেনো?
ভাই ডাবল পোস্ট করার দরকার নেই একটি পোস্ট ডিলিট করে দেন। আর কোট টা আবার একটু ঠিক করেন।
এখন আসি আপনার অবগত হওয়ার কথায়, আপনি যদি আসলে অবগত হয়ে থাকেন তাহলে আমার মনে হয় না আপনি আবার এই কোশ্চেনটা করতেন যে আমার অ্যাক্টিভিটি বাড়ছে কেন আর আপনারটি বাড়ছে না কেন। আমি বহুত আগে রেজিস্টার করেছিলাম ফোরামে আর আপনাকে দেখছি মে মাসের ২০ তারিখে রেজিস্টার হয়েছেন। আপনার টোটাল ৪৪ দিন হয়েছে এখন টেবিলটি খেয়াল করে দেখুন ৪৪ দিনে আপনার কয়টা অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল দেখতেই পাচ্ছেন টেবিলটির তিন নম্বর সাড়িতে ৩*১৪=৪২ টি আপনি যেহেতু ৪৪ নম্বর দিনে রয়েছেন তাই আপনার অ্যাক্টিভিটি আরো ১৪ টি যোগ হয়েছে আর দেখতেই পাচ্ছেন আপনার টোটাল এক্টিভিটি ৫৬ টি । আপনি যখন ৫৬ নম্বর দিনটি ক্রস করবেন এবং আপনার অ্যাক্টিভিটি অটোমেটিক্যালি আরো ১৪ টি বেড়ে ৭০ টি হয়ে যাবে। মানে এই জুলাই মাসের ১৫ তারিখে আপনার একটিভিটি আরো চৌদ্দটি বাড়বে। আশা করি এখন বিষয়টি আপনার নিকট ক্লিয়ার হয়েছে। না হলে আবার জিজ্ঞাসা করবেন হয়তো এখানে আমার থেকে আরো সিনিয়র ভাইয়েরা রয়েছে তারা ভালোভাবে জবাব দিতে পারবেআর আমিও চেষ্টা করব।
|
|
|
|
Crypto Library
|
|
July 02, 2024, 08:52:58 PM Last edit: September 03, 2024, 08:57:07 PM by Crypto Library |
|
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪ কি ব্যাপার ভাই লোক। ১ মাস ভালো পারফরমেন্স করে হাপিয়ে উঠলেন নাকি। (ফান করলাম) যদিও এ মাসে আমাদের এক্টিভিটি পূর্বের মাসের তুলনায় দুইটা বেশি রয়েছে তবে মেরিটের সংখ্যা প্রায় অর্ধ থেকে নেমে এসেছে। যাইহোক মেরিট এর সংখ্যা অর্ধেকের নামলেও আমি মনে করি আমাদের লোকাল থ্রেডের পোস্টের কোয়ালিটি এর একটু উন্নতি হয়েছে। যাইহোক অন্যদের দ্বারা বইতে থাকুক কোয়ালিটি পোস্ট এর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকুক, কারণ কোয়ানটিটি এর চাইতে কোয়ালিটি এর দাম বেশি। সবার জন্য শুভকামনা । আর যারা টপ টেনে রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইটুকু এফোর্ড না দিলে হয়তো এইটুকু পারফরমেন্সও আমাদের লোকাল থ্রেডে দেখা যেত না। জুন মাসের টোটাল পোস্ট হয়েছে = 149টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 66টি মে মাসের টোটাল পোস্ট হয়েছে = 147টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 117টিপ্রথম দশজন পোস্টদাতা 1. Learn Bitcoin [20] 2. Wonder Work [16] 3. HelliumZ [13] 4. LDL [12] 5. Ricardo11 [12] 6. Crypto Library [11] 7. Bd officer [9] 8. wtsimis [7] 9. BTC_pokaop [5] 10. Imugen [5]
২০২৩ সালের অ্যাক্টিভিটি জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪ ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪ মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪ এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪ মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪ জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪ জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪ আগস্ট মাসের একটিভিটি ২০২৪
এনাদের ক্রেডিট না দিলেই নয় Ninjastic.Space -> TryNinja Merit Dashboard -> DdmrDdmr
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
LDL
|
|
July 02, 2024, 11:53:38 PM |
|
ভাই আপনারা কেউ NID কার্ডের ছবি পরিবর্তন করছেন বা প্রসেস জানেন? আমার ছোট ভাইয়ের এইবার কার্ড ইস্যু হইছে। ছবি মাশাআল্লাহ্। পাক্কা ডেনডি খোর দেখায়। সত্যি বলতে ডেনডি খোরও বোধয় ভালো দেখায়। এ অবস্থায় ছবি পরিবর্তন করতে চাচ্ছে ও।
গুগলে দেখলাম অনেক লম্বা প্রসেস, উমুকের সই লাগবে তুমুকের ডকুমেন্ট লাগবে। নতুন ডেট দিবে সেই ডেট এ আবার ছবি তুলবে। মূর্খের দল আবারো আগের মতো ডেনডিখোরের মতো ছবি তুলবে, আর এটা কন্টিনিউ থাকবে....
এ অবস্থায় কি করা যায়? সিম্পল একটা জিনিসে এতো পেরা!
আমাদের জাতীয় পরিচয় পত্রের ছবি সাধারণত নায়ক স্টাইলের হয় এজন্য আপাতত এই ছবি যে খারাপ হয় এটা ভাই সকলেই জানে এজন্য এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করার কোন মানে হয় না। শতকরা ৯৫ শতাংশ ছবি জাতীয় পরিচয় পত্রের খারাপ হয়। তাই পরিচয় পত্র ছবি সংশোধন না করে যদি অন্য কোন ডাটা সংশোধন করার প্রয়োজন হয় সেটা করাই উত্তম বলে মনে করি। তবে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন অথবা পৌরসভা কার্যালয়ে গিয়ে আলাপ করতে পারেন। অথবা আপনার উপজেলা কার্যালয়ে গিয়ে ভালোভাবে আলাপ-আলোচনা করে তারা একটি সমাধানের পথ বলে দিতে পারে।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Learn Bitcoin
|
|
July 03, 2024, 02:55:25 AM |
|
প্রথম দশজন পোস্টদাতা 1. Learn Bitcoin [20] আপনাকে আবারো ধন্রবাদ মাসের শুরুতেই পরিশ্রম করে এই পোষ্টটি করার জন্য। যেহেতু গ্রাফ বানাতে হয়, তথ্য কালেক্ট করতে হয়, তাই প্রচুর সময় নেয় একটা পোষ্ট লিখতে গিয়েই। যাই হোক, আবারো মাত্র ২০ পোষ্ট করেই আমাদের লোকাল কমিউনিটির প্রথম স্থানে আমি! নতুনরা ভালো করছে, তবে আপনি নিজেই তেমন একটা একটিভ হচ্ছে না। আপনার যেরকম কোডিং স্কিল আছে, আমার সেরকম থাকলে নতুন নতুন জিনিস বানাইতাম আর পোষ্ট করতাম।
আচ্ছা বুল রানের নামে কি ক্রিপ্টো মার্কেট আমাদের মূলা ধরিয়ে দিচ্ছে নাকি? বিটকয়েনের দাম ঘুরে ফিরে ৬০-৬৫ এর ভেতরেই আছে, আর ইথেরিয়াম ৩০০০ থেকে ৩৫০০ এর ভেতরেই আছে মাঝখানে যারা অল্টকয়েনে ফান্ড মুভ করেছিলো, তাদের বেশিরভাগের পোর্টফোলিও তে লালবাতি জ্বলে আছে। অল্টকয়েনে আমি ১০০% এর চেয়েও বেশি পরিমানে ডাউন। কোন ধান্দায় যে বিটকয়েন সেল করছিলাম জানি না।
|
|
|
|
Wonder Work
Full Member
Online
Activity: 224
Merit: 171
Memory of o_e_l_e_o
|
আমি বহুত আগে রেজিস্টার করেছিলাম ফোরামে আর আপনাকে দেখছি মে মাসের ২০ তারিখে রেজিস্টার হয়েছেন। আপনার টোটাল ৪৪ দিন হয়েছে এখন টেবিলটি খেয়াল করে দেখুন ৪৪ দিনে আপনার কয়টা অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল দেখতেই পাচ্ছেন টেবিলটির তিন নম্বর সাড়িতে ৩*১৪=৪২ টি আপনি যেহেতু ৪৪ নম্বর দিনে রয়েছেন তাই আপনার অ্যাক্টিভিটি আরো ১৪ টি যোগ হয়েছে আর দেখতেই পাচ্ছেন আপনার টোটাল এক্টিভিটি ৫৬ টি । আপনি যখন ৫৬ নম্বর দিনটি ক্রস করবেন এবং আপনার অ্যাক্টিভিটি অটোমেটিক্যালি আরো ১৪ টি বেড়ে ৭০ টি হয়ে যাবে। মানে এই জুলাই মাসের ১৫ তারিখে আপনার একটিভিটি আরো চৌদ্দটি বাড়বে। আশা করি এখন বিষয়টি আপনার নিকট ক্লিয়ার হয়েছে। না হলে আবার জিজ্ঞাসা করবেন হয়তো এখানে আমার থেকে আরো সিনিয়র ভাইয়েরা রয়েছে তারা ভালোভাবে জবাব দিতে পারবেআর আমিও চেষ্টা করব।
ও হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমি যে নতুন ২০ তারিখে একাউন্ট করেছিলাম এই বিষয়টি আমার মাথায় ছিল না ভুলে গিয়েছিলাম এজন্য বিষয়টি ডাব ছিল। ধন্যবাদ আপনাকে বিষয়টা সম্পর্কে আমাকে অবগত করার জন্য। প্রথম দশজন পোস্টদাতা 2. Wonder Work [16] 7. Bd officer [9]
ওয়াও আমি রীতিমতো এই মাসে অবাক হয়ে গেলাম গত জুন মাসে আমি সাত নম্বরে ছিলাম এবং এই মাসে দুই নাম্বার এসে গেছি। গত মে মাসে মাত্র ৯ট পোস্ট করে সাত নম্বরে ছিলাম। ১৬টি পোস্ট করে Bd officer দ্বিতীয় অবস্থানে ছিল। বিষয়টা খুব সুন্দর ম্যাজিকের মত হয়ে গেছে গতমাসে Bd officer ভাই ২ নাম্বার পজিশনে ছিলো আমি ছিলাম ৭ নাম্বার পজিশন ছিলাম এই মাসে শুধু উলটপালট হয়েছে আমি দুই নাম্বারে Bd office ভাই ৭ নাম্বারে। সেও ১৬টা পোস্ট করে দ্বিতীয় নাম্বারে ছিলো এবং আমি ৯টা পোস্ট করে ৭ নাম্বারে ছিলাম এইবার শুধু উল্টো হয়ে গেছে।
|
|
|
|
Ricardo11
|
|
July 03, 2024, 05:03:34 AM |
|
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪ কি ব্যাপার ভাই লোক। ১ মাস ভালো পারফরমেন্স করে হাপিয়ে উঠলেন নাকি। (ফান করলাম) যদিও এ মাসে আমাদের এক্টিভিটি পূর্বের মাসের তুলনায় দুইটা বেশি রয়েছে তবে মেরিটের সংখ্যা প্রায় অর্ধ থেকে নেমে এসেছে। যাইহোক মেরিট এর সংখ্যা অর্ধেকের নামলেও আমি মনে করি আমাদের লোকাল থ্রেডের পোস্টের কোয়ালিটি এর একটু উন্নতি হয়েছে। যাইহোক অন্যদের দ্বারা বইতে থাকুক কোয়ালিটি পোস্ট এর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকুক, কারণ কোয়ানটিটি এর চাইতে কোয়ালিটি এর দাম বেশি। সবার জন্য শুভকামনা । আর যারা টপ টেনে রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইটুকু এফোর্ড না দিলে হয়তো এইটুকু পারফরমেন্সও আমাদের লোকাল থ্রেডে দেখা যেত না।
না ভাই হাপিয়ে উঠবো কোনো,( আমিও মজা করলাম,) আমাদের লোকাল বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া আমাদেরই দায়িত্ব, ১মাস ভালো পারফরমেন্স হয়েছে, এখন সামনের মাসএ আরো ভালো করার চেষ্টা করা উচিত। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমাদের বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমাদের নিজ দায়িত্বএ আমাদের পোস্ট এর কোয়ালিটি আরো ভালো ভাবে মেইনটেইন করতে হবে. যাই হোক ভাই, যার যার মতো এগিয়ে যান, এবং আমাদের বোর্ড কেউ এগিয়ে নিয়ে যান. আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালো করার চেষ্টা করবো। ধন্যবাদ।..
|
|
|
|
Bd officer
|
আমার একটা জিনিস মাথায় ডুকছে না নতুন একাউন্টের পোস্ট এবং পুরাতন একাউন্ট এর পোষ্টের একটিভিটি সেম ভাবে বাড়ে না কেন? পুরাতন একাউন্ট দিয়ে পোস্ট করলে দেখা যায় সাথে সাথেই এক্টিভিটি বেড়ে যায় কিছুক্ষণের মধ্যে। কিন্তু আমারটা বাড়ে না এজন্য একটা পোস্ট দেখেছিলাম যে 14 দিন পরে পরে এটা আপডেট হয় কিন্তু এমনটা হওয়ার কারণ কি নতুন অ্যাকাউন্টের এক্টিভিটি কম বারে কিন্তু পুরাতন একাউন্ট গুলো দেখা যায় পোস্ট করার কিছুক্ষণের মধ্যে এক্টিভিটি বেড়ে যায়। কেন এরকমটা হয় একটু কেউ বলবেন।
আপনি যে বিষয়টি এখানে জানতে চেয়েছেন, ~speedx~ ভাই ধারনা দিয়েছেন। আমিও আপনাকে বিষয়টি ক্লিয়ার করে দিই, যাইহোক আপনি বলেছেন পুরাতন একাউন্ট দিয়ে পোস্ট করলে সাথে সাথে এক্টিভিটি বাড়ে কিন্তু নতুন একাউন্ট দিয়ে পোস্ট করলে সাথে সাথে বাড়ে না। পোস্ট করলেই এক্টিভিটি বাড়ে না, একাউন্ট পুরাতন বা নতুন হোক। আমি LB ভাইয়ের একটা পোস্ট থেকে ধারনা পেয়েছিলাম। এক্টিভিটি সাধারণত ১৪ দিনের পিড়িয়ড অনুযায়ী বেড়ে থাকে। আপনার একাউন্টে যদি ১৫০-২০০ পোস্ট করা থাকে, এখন যদি আপনার একাউন্টে রেজিষ্ট্রেশন করলেন ৩ মাস হয় নাই, এখন আপনার একাউন্টে পোস্ট করলেই এক্টিভিটি বাড়বে না, ১৪ দিন পর পর ১৪ টা করে এক্টিভিটি বাড়বে। তবে আপনাকে রেগুলার এক্টিভ থাকতে হবে। এখন কিভাবে অন্যকারো একাউন্টে পোস্ট করলেই এক্টিভিটি বেড়ে যায় সে বিষয়ে ক্লিয়ার করি। এখন আপনি আজকে একাউন্ট রেজিষ্ট্রেশন করলেন। প্রথম ১৪ দিনে ১৪ পোস্ট করলে এক্টিভিটি বাড়বে, আপনি যদি ১ দিনেই ১৪ পোস্ট করেন তাহলে ১ দিনের ১৪ এক্টিভিটি বেড়ে যাবে। যদি আপনি এই ১৪ দিনে ৭ পোস্ট করেন তাহলে আপনার ৭ টা এক্টিভিটি রিজার্ভ রইলো। আবার ১৪-২৮ এই পিড়িয়ডে যদি ৮ পোস্ট করেন তাহলে আপনার আবারো ৬ টা এক্টিভিটি রিজার্ভ রইলো। আবারো ২৮-৪২ এই ১৪ দিনের পিড়িয়ডে যদি ৫টা পোস্ট করেন তাহলে আপনার ৯ টা এক্টিভিটি রিজার্ভ রইলো। এখন আপনি হিসেব করেন আপনি এই ৩ পিড়িয়ডে হিসেব করেন কয়টা পোস্ট করলেন? উপরে হিসেব করলে দেখা যায়(৭+৮+৫=২০ টা পোস্ট হয়েছে) আপনার একাউন্টে ৩ পিড়িয়ডে ২০ এক্টিভিটি হইবে। এখন আপনার একাউন্টে ২২ টা এক্টিভিটি রিজার্ভ রইছে, এখন আপনি ২২ টা পোস্ট করলে ২২ এক্টিভিটি সাথে সাথে বেড়ে যাবে। এই হলো কাহিনি, পুরাতন বা নতুন কোন কিছু নয়, তাদের এক্টিভিটি রিজার্ভ রইছে দেখে পোস্ট করলেই এক্টিভিটি বেড়ে যায়।
ওয়াও আমি রীতিমতো এই মাসে অবাক হয়ে গেলাম গত জুন মাসে আমি সাত নম্বরে ছিলাম এবং এই মাসে দুই নাম্বার এসে গেছি। গত মে মাসে মাত্র ৯ট পোস্ট করে সাত নম্বরে ছিলাম। ১৬টি পোস্ট করে Bd officer দ্বিতীয় অবস্থানে ছিল। বিষয়টা খুব সুন্দর ম্যাজিকের মত হয়ে গেছে গতমাসে Bd officer ভাই ২ নাম্বার পজিশনে ছিলো আমি ছিলাম ৭ নাম্বার পজিশন ছিলাম এই মাসে শুধু উলটপালট হয়েছে আমি দুই নাম্বারে Bd office ভাই ৭ নাম্বারে। সেও ১৬টা পোস্ট করে দ্বিতীয় নাম্বারে ছিলো এবং আমি ৯টা পোস্ট করে ৭ নাম্বারে ছিলাম এইবার শুধু উল্টো হয়ে গেছে। আসলে বিষয়টি জোস হইছে, এই মাসে আমি এক্টিভ থাকতে পারি নাই, তবুও মাত্র ৯টি পোস্ট করে শীর্ষ ১০ জন পোস্ট দাতার মধ্যে রয়েছি। সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে, একার পক্ষে লোকাল বোর্ডে পরিনত করা সম্ভব হবে না। সকলেত জন্য শুভকামনা রইলো, সকলেই বেশি বেশি এক্টিভ থাকার চেষ্টা করুন।
|
|
|
|
HelliumZ
|
|
July 03, 2024, 01:42:37 PM |
|
বর্তমান সিজনটা Airdrop করেই পার করে দিচ্ছি এখন পর্যন্ত নট কয়েন পেমেন্ট করেছে বাকি কোনোটাই পেমেন্ট করে নাই। Hamster Kombat বর্তমানে রেকর্ড সংখ্যক ভাইরাল হয়েছে ফলে এর পেমেন্ট নিয়ে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। Tapswap আসলেও পেমেন্ট করবে কিনা এটাও আমরা সন্দেহ প্রকাশ করছি। কিন্তু Memefi এই প্রজেক্ট আমাদের খুব আশ্বাস দিচ্ছে এবং তারা বলছে ৯০% কমিউনিটির জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও এর সাপ্লাই অনেক কম বলতে গেলে ১০০০ কোটি টোটাল সাপ্লাই যার মধ্যে ৯০% যদি কমিউনিটির জন্য বরাদ্দ করা হয় তাহলে 900 কোটি কমুনিটির জন্য দিয়ে দিবে। এজন্য প্রজেক্টটা আমি রিজেক্ট করেছিলাম যে হয়তো কমিউনিটিতে আশা দিয়ে পরবর্তীতে হয়তো আমাদের টোকেন দেবে না। কিন্তু কালকে Kucoin এর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এই প্রজেক্ট নিয়ে পোস্ট করেছে যাতে মনে হল হয়তো ভবিষ্যতেই প্রজেক্টর কম করে হলেও Kucoin এ লিস্ট হবে তাই কালকে থেকে পুনরায় করা আরম্ভ করে দিয়েছি। যা হোক দেখি যে কয়দিন বাকি আছে এই কয়দিনে কিছু করতে পারি কিনা। আপনারা যদি এই এয়ারড্রোপটি না করে থাকেন তাহলে আজই আপনারা জয়েন হতে পারেন। আজকে একটা নিউজ চ্যানেল থেকে একটা নিউজ পাওয়ার পর সত্যি করে Tapswap এর অফিসিয়াল টেলিগ্রামে ঢুকে দেখি তাদের রোড ম্যাপ এ আরো কয়েক মাস এয়ারড্রোব হান্টারদের টোকেন ডিস্ট্রিবিউশন করার ডেট পরিবর্তন করে দিয়েছে। তাদের আগের এনাউন্সমেন্টে চলতি জুলাই মাসে টোকেন ডিস্ট্রিবিউশন করার কথা ছিল কিন্তু তারা ডিস্ট্রিবিউশনের ডেট Q3(জুলাই, আগস্ট, সেপ্টেম্বর) পিছিয়ে দিয়েছে। এরা যে হারে তালবাহানা শুরু করে দিয়েছে তাতে করে মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করতে হবে। হামস্টার কমবাট, Tapswap, Memefi, Blum, Dotcoin এদের কাজ করতে করতে মোবাইলের ডিসপ্লে প্রায় টিপতে টিপতে আধমারা করে ফেললাম। যদি এরা ডিস্ট্রিবিউশন না করে তাহলে মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করব কেমনে। Tapswap এর এনাউন্সমেন্ট: https://punchng.com/just-in-again-tapswap-postpones-token-allocation/
|
|
|
|
DYING_S0UL
|
|
July 03, 2024, 01:53:28 PM |
|
আজকে একটা নিউজ চ্যানেল থেকে একটা নিউজ পাওয়ার পর সত্যি করে Tapswap এর অফিসিয়াল টেলিগ্রামে ঢুকে দেখি তাদের রোড ম্যাপ এ আরো কয়েক মাস এয়ারড্রোব হান্টারদের টোকেন ডিস্ট্রিবিউশন করার ডেট পরিবর্তন করে দিয়েছে। তাদের আগের এনাউন্সমেন্টে চলতি জুলাই মাসে টোকেন ডিস্ট্রিবিউশন করার কথা ছিল কিন্তু তারা ডিস্ট্রিবিউশনের ডেট Q3(জুলাই, আগস্ট, সেপ্টেম্বর) পিছিয়ে দিয়েছে। এরা যে হারে তালবাহানা শুরু করে দিয়েছে তাতে করে মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করতে হবে। হামস্টার কমবাট, Tapswap, Memefi, Blum, Dotcoin এদের কাজ করতে করতে মোবাইলের ডিসপ্লে প্রায় টিপতে টিপতে আধমারা করে ফেললাম। যদি এরা ডিস্ট্রিবিউশন না করে তাহলে মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করব কেমনে। Tapswap এর এনাউন্সমেন্ট: https://punchng.com/just-in-again-tapswap-postpones-token-allocation/আমার কাছে এদের হাবভাব ভালো দেখায় না। অনেকটা পল্টিবাজ টাইপ। প্রথমে দেখলাম সোলানাতে লন্চ করবে, পরে তাদের সাথে ভাব করতে না পেরে টন ব্লকচেইনে গেলো। এখন আবার এই কাহিনি। তার উপর আবার কিছুদিন আগে কয়েন ডাবল করার জন্য লোভনীয় অফার দিলো, কথার কথা তাদের ইউজার বেজ যদি ১০ মিলিয়ন হয় তাহলে কত টাকার টন তারা কালেক্ট করছে ভাবেন। যদিও আমি কোনো ইনভেস্ট করিনি, এসবের গ্যারান্টি থাকেনা। ১০ ডলারও পাবো কিনা কে জানে। এয়ারড্রপ সেখানে নাকি আবার টাকা দেয়া লাগবে। যাইহোক যদিও এমন সিস্টেম অন্যদেরও আছে, স্টেক করা। আপনাদের কত কি আছে, আমার ১৫ মিলিয়ন চলে। অটোক্লিকার ইউজ করেন। হাত দিয়ে করতে করতে দেখবেন, হয় হাত পঙ্গু হয়ে গেছে নয় ডিসপ্লে ফুটো হয়ে গেছে, লল।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
LDL
|
|
July 03, 2024, 03:12:23 PM |
|
আজকে একটা নিউজ চ্যানেল থেকে একটা নিউজ পাওয়ার পর সত্যি করে Tapswap এর অফিসিয়াল টেলিগ্রামে ঢুকে দেখি তাদের রোড ম্যাপ এ আরো কয়েক মাস এয়ারড্রোব হান্টারদের টোকেন ডিস্ট্রিবিউশন করার ডেট পরিবর্তন করে দিয়েছে। তাদের আগের এনাউন্সমেন্টে চলতি জুলাই মাসে টোকেন ডিস্ট্রিবিউশন করার কথা ছিল কিন্তু তারা ডিস্ট্রিবিউশনের ডেট Q3(জুলাই, আগস্ট, সেপ্টেম্বর) পিছিয়ে দিয়েছে। এরা যে হারে তালবাহানা শুরু করে দিয়েছে তাতে করে মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করতে হবে। হামস্টার কমবাট, Tapswap, Memefi, Blum, Dotcoin এদের কাজ করতে করতে মোবাইলের ডিসপ্লে প্রায় টিপতে টিপতে আধমারা করে ফেললাম। যদি এরা ডিস্ট্রিবিউশন না করে তাহলে মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করব কেমনে। Tapswap এর এনাউন্সমেন্ট: https://punchng.com/just-in-again-tapswap-postpones-token-allocation/আমার কাছে এদের হাবভাব ভালো দেখায় না। অনেকটা পল্টিবাজ টাইপ। প্রথমে দেখলাম সোলানাতে লন্চ করবে, পরে তাদের সাথে ভাব করতে না পেরে টন ব্লকচেইনে গেলো। এখন আবার এই কাহিনি। তার উপর আবার কিছুদিন আগে কয়েন ডাবল করার জন্য লোভনীয় অফার দিলো, কথার কথা তাদের ইউজার বেজ যদি ১০ মিলিয়ন হয় তাহলে কত টাকার টন তারা কালেক্ট করছে ভাবেন। যদিও আমি কোনো ইনভেস্ট করিনি, এসবের গ্যারান্টি থাকেনা। ১০ ডলারও পাবো কিনা কে জানে। এয়ারড্রপ সেখানে নাকি আবার টাকা দেয়া লাগবে। যাইহোক যদিও এমন সিস্টেম অন্যদেরও আছে, স্টেক করা। আপনাদের কত কি আছে, আমার ১৫ মিলিয়ন চলে। অটোক্লিকার ইউজ করেন। হাত দিয়ে করতে করতে দেখবেন, হয় হাত পঙ্গু হয়ে গেছে নয় ডিসপ্লে ফুটো হয়ে গেছে, লল। দেখেন এদের কার্যকলাপ, উপরের গোল চিহ্ন স্থানে তারা X2 দিয়ে রেখেছিল ভেবেছিলাম হয়তো 0.5TON দিয়ে বুষ্ট মারলে হয়তো ব্যালেন্স দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু বুস্ট মারার পর ট্যাপ করলে দ্বিগুণ দেয় কিন্তু ব্যালেন্স দ্বিগুণ হলো না তখন থেকে আমার এই প্রজেক্ট এর টিমের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। আগে করতাম নিয়মিত এখন আর এই ট্যাপে ঢোকা হয় না বলা চলে এক প্রকার বাদ দিয়ে দিয়েছি। আপনার আমরা যতই এসব প্রজেক্ট থেকে আশা করে থাকি না কেন নট কয়েন এর মত কোনো প্রজেক্টই আর পেমেন্ট দেবে না। এরা এভাবেই গোলেমালে কমিউনিটি বাড়িয়ে চলে যাবে। আমরা যারা HMSTR নিয়ে খুব আশায় রয়েছি না দেখবেন শেষে এক ডলার পরিমাণ হয় কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বী রয়েছে। মাত্র এক পারসেন্ট 1% কমিউনিটিতে দেবে মানে 10বিলিয়ন থেকে ১% মানে ১০ কোটি টাকা দেবে তাহলে ধরে নিন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি মানুষ এই প্রজেক্টে কাজ করেছে তাহলে কি পরিমান প্রজেক্টে থেকে পেমেন্ট পাবে একবার ভেবে দেখুন।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
|