Xal0lex
Moderator
Legendary
Offline
Activity: 2660
Merit: 2636
|
|
May 24, 2023, 07:35:38 PM |
|
কেন আপনি উত্স একটি লিঙ্ক পোস্ট করবেন না? আপনি মনে করিয়ে দেওয়া প্রয়োজন? আমি মনে করি না আপনি চুরির জন্য নিষিদ্ধ হতে চান।
স্যার, আমি আশা করি এই ধরনের মারাত্মক কোন ভুল আমার দ্বারা ভবিষ্যতে কোনদিন হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ভুলটা ধরিয়ে দেয়ার জন্য আমি আশা করি আমাদের বাংলাদেশে এই লোকাল থ্রেডের কেউই ভবিষ্যতে কোনদিন এই ধরনের কোন ভুল করার সাহস দেখাবে না। আমি খুব আশা করি সেটা হবে।
|
|
|
|
NicNacCoin
|
@Mijanur_Rahman পাই বেকিং কনটেস্টের নমুনাটি হুবহু পিজ্জা কনটেস্ট জমা দিয়েছেন । কেন ভাই এমন করতে হবে কেন? আপনি কি মনে করেছেন যে আপনার এই চালাকি কেউ ধরতে পারবেনা। আপনি অতি দ্রুত নিজেকে সংশোধন করে নিন তা না হয় আপনাকে চিটিং এর অপবাদে আপনার একাউন্ট ব্যান হয়ে যেতে পারে। তাছাড়া পীজ্জা বানানো তো এমন কিছু কঠিন বিষয় না। আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে হাজার হাজার ভিডিও আপনার সামনে চলে আসবে। তাছাড়া পিজ্জা বানানোর সিস্টেমটা প্রায়ই একই। আপনি আপনার নিকটস্থ শপিংমল অথবা বাজার থেকে বাঁধাকপি, ফুলকপি, ময়দা/পাউরুটি, ক্যাপসিকাম, টমেটো, আলু বোখরা ,সস, চিজ, সামান্য কিছু কালারিং এজেন্ট ইত্যাদি দিয়ে ইউটিউবের ভিডিওর মত সিস্টেমেটিকওয়াইতে কাজ করলেই আকর্ষণে পিজ্জা তৈরি হয়ে যাবে। এজন্য আপনাকে আপনার পূর্বের নমুনা নতুন নমুনা হিসেবে চালিয়ে যাওয়ার কোন ইঙ্গিত নেই। নিজে কাজ করুন, নিজের আত্মসম্মান বজায় রাখুন। অহেতুক আমাদের বাংলাদেশ কমিউনিটির বদনাম করবেন না। ধন্যবাদ বিষয়টি বুঝতে পেরেছেন।
|
|
|
|
Bitcoin_people
|
|
May 25, 2023, 03:45:16 AM |
|
বিটকয়েন হল একটি ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা যা পূর্বের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি একটি ডিসট্রিবিউটেড লেজার প্রযুক্তি ব্যবহার করে, যা কার্যকর করে ক্রিপ্টোগ্রাফি এবং কনসেনস অ্যালগরিদম ব্যবহার করে ট্রানজেকশনগুলি সংরক্ষণ ও যাচাই করে। মাস্টারকার্ড, যেমন আপনি বলেন, একটি বহুজাতিক আর্থিক পরিষেবা কর্পোরেশন, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড প্রদান করে এবং বিশ্বব্যাপী ব্যবহার হয়ে থাকে। মাস্টারকার্ড একটি প্রতিষ্ঠিত এবং বিশ্বব্যাপী প্রতিষ্ঠান হওয়ার কারণে এর ব্যবহার একটি স্থিতিশীল অর্থনীতির অংশ হয়ে উঠেছে। বিটকয়েন ও মাস্টারকার্ডের মধ্যে ক্যাপ মার্কেট মানে বাজার মূলধন এবং মোট মূল্যের পার্থক্য অন্যতম বিভাগ হয়ে উঠেছে। এটি একদিকে বিটকয়েনের সম্প্রদায় এবং বিনিয়োগকারীদের গুরুত্ব দেখায়, আর অন্যদিকে এর মধ্যে কাঠামোর পাল্টানো স্বাচ্ছন্দ্য এবং দ্রুত বৃদ্ধির মাধ্যমে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। বিটকয়েন বাজারে তুলনামূলকভাবে ক্রিপ্টোকারেন্সির প্রভাব ও গুরুত্ব সাবলীল করে এবং অর্থনীতিতে নতুন পাঠ লিখে দিয়েছে। এই মজার ঘটনা দেখাচ্ছে যে ক্রিপ্টোকারেন্সির প্রভাব এবং গ্রহণ সাধারণ অর্থনীতিতে দিনপ্রতিদিন বৃদ্ধি পেয়েছে এবং বৈশ্বিক পরিস্থিতিতে এর প্রভাব সাধারণ প্রশ্নগুলির ওপর বাধাধীন হয়েছে। ইডিট সোর্স লিংক: বিটকয়েন ম্যাগাজিনভাই আপনি তো ভালোই কয়েকদিন যাবত ফোরামে সময় দিচ্ছেন এবং অনেকটা এগিয়েছেন অন্য সকল বোর্ডে গিয়ে দেখেন আপনার মত অন্য কোন ইউজার এত সহজে তাড়াতাড়ি এত মেরিট পায়নি। আপনি নিজেই ভিতর থেকে কিছু বলার চেষ্টা করুন কিন্তু আপনি এটা না করে প্রতিনিয়ত সোর্স দিয়ে কপি পেস্ট করেন। আপনি মনে হচ্ছে নিজেকে অনেক চালাক চতুর লোক মনে করেন কিন্তু আপনার ধারণা নেই যে আমাদের ফোরামে আপনার চেয়ে শতগুণ বেশি বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি রয়েছে। আপনাকে এর আগে ও কয়েক বার সর্তক করে দেওয়া হয়েছে কিন্তু আপনি এগুলো হয়তো লক্ষ্য না করে এরিয়ে যাচ্ছেন। যেখানে আপনাকে আমাদের লোকাল বোর্ডের মডারেটর এর আগে আপনাকে সতর্ক করেছিলেন তবুও আপনি এর নিয়ম ভঙ্গ করে যাচ্ছেন। ভাই আপনি সতর্কতা অবলম্বন করুন এতে আপনার জন্যই মঙ্গল হবে পরবর্তীতে যদি এত কষ্ট করে গোড়ে তোলা আইডি ব্যান হয়ে যায় তখন বুঝতে পারবেন। তাই ব্যান হওয়ার আগে সতর্ক হন এবং কপি পেস্ট থেকে বিরত থাকুন আর ভাই আপনি নিজের ভাষায় কথা বলবেন তাহলে কপি পেস্ট কেন করবেন? আপনি যদি কোনো কিছু না জানেন তাহলে বলবেন আমাদের বাংলা লোকাল বোর্ডে অনেক সিনিয়র ভাইয়েরা রয়েছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করবে। @roksana.hee আপনি সতর্কতা অবলম্বন করুন নিজেকে নিরাপদে রাখুন ধন্যবাদ।
কেন আপনি উত্স একটি লিঙ্ক পোস্ট করবেন না? আপনি মনে করিয়ে দেওয়া প্রয়োজন? আমি মনে করি না আপনি চুরির জন্য নিষিদ্ধ হতে চান।
স্যার, আমি আশা করি এই ধরনের মারাত্মক কোন ভুল আমার দ্বারা ভবিষ্যতে কোনদিন হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ভুলটা ধরিয়ে দেয়ার জন্য আমি আশা করি আমাদের বাংলাদেশে এই লোকাল থ্রেডের কেউই ভবিষ্যতে কোনদিন এই ধরনের কোন ভুল করার সাহস দেখাবে না। আরে মিয়া আপনাকে ভুল ধরিয়ে দিবে কেন এর আগে ও তো আপনি এই রকম ভুল অনেক বার করেছেন। কয়েকদিন পর পর এইরকম কপি পেস্ট করবেন আর বলবেন ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তাই নিজেকে পরিবর্তন করুন। আপনি বুঝেন কিন্তু বুঝেও কোন কাজ করেন না তাই অতি চালাক হতে গিয়ে গলায় দড়ি দিয়ে নিয়েন না। এমন করে কপি পেস্ট করে এখন এগিয়ে যাচ্ছেন যখন আইডির রেংক বৃদ্ধি পাবে তখন আপনার জন্য ক্ষতি হবে ভবিষ্যতে।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
Bitcoin_Support_360
Jr. Member
Offline
Activity: 32
Merit: 3
|
|
May 25, 2023, 10:56:40 AM |
|
আসসালামুয়ালাইকুম আমি একজন Bitcointalk এ নতুন সদস্য আমি প্রথম পোস্ট করলাম Bitcoin pizza প্রতিযোগিতায় আমি ফাস্ট টাইম pizza বানানোর চেষ্টা করলাম জানিনা আমার pizza কেমন হয়েছে তবে আবার যুদি কখনো এইরকম প্রতিযোগিতা আসে তখন আমি আরো ভালো করে বানানোর চেস্টা করবো আর আমি জানতাম না যে এই Bitcointalk ফোরামে বাংলায় কথা বলা যায় যাইহোক আমার খুব ভালো লেগেছে বাংলা ফোরাম দেখে @Bitcoin_people ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট Quote করার জন্য সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করবো বাংলাদেশের সকল ভাইদের অসংখ্য ধন্যবাদ |
|
|
|
|
LDL
|
|
May 25, 2023, 11:37:29 AM |
|
আসসালামুয়ালাইকুম আমি একজন Bitcointalk এ নতুন সদস্য আমি প্রথম পোস্ট করলাম Bitcoin pizza প্রতিযোগিতায় আমি ফাস্ট টাইম pizza বানানোর চেষ্টা করলাম জানিনা আমার pizza কেমন হয়েছে তবে আবার যুদি কখনো এইরকম প্রতিযোগিতা আসে তখন আমি আরো ভালো করে বানানোর চেস্টা করবো আর আমি জানতাম না যে এই Bitcointalk ফোরামে বাংলায় কথা বলা যায় যাইহোক আমার খুব ভালো লেগেছে বাংলা ফোরাম দেখে @Bitcoin_people ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট Quote করার জন্য সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করবো বাংলাদেশের সকল ভাইদের অসংখ্য ধন্যবাদ |
আপনি পিজ্জা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এটা জেনে খুব ভালো লাগলো। আরো বেশি ভালো লাগলো আপনি যখন বাংলা লোকাল কমিউনিটিতে এসেছেন। আপনি নিয়মিত এখানে একটিভ থাকুন ফলে সর্বদা আপনি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের অনেক মূল্যবান ইনফরমেশন জানতে পারবেন এবং ফোরামের অনেক খুঁটিনাটি প্রতিযোগিতা এখানে শেয়ার করা হয় তাও জানতে পারবেন। তবে একটি বিষয় খুব না বললেই নয়, আপনি আপনার পোস্ট খেয়াল করুন। আপনি যখন পোস্টটি লিখলেন তখন একটি বিষয় খেয়াল করলেন না যে বিরাম চিহ্ন (দাড়ি,কমা,প্রশ্নবোধক চিহ্ন) দেওয়ার প্রয়োজন আছে কিনা। আপনি যখন পরবর্তীতে পোস্ট লিখবেন তখনই খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল করবেন। বিরাম চিহ্ন না দিলে পোস্ট খুবই খারাপ লাগে এবং পড়তে অসুবিধা হয়। যা হোক বাংলা কমিউনিটিতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Bitcoin_Support_360
Jr. Member
Offline
Activity: 32
Merit: 3
|
|
May 25, 2023, 11:46:06 AM |
|
আসসালামুয়ালাইকুম আমি একজন Bitcointalk এ নতুন সদস্য আমি প্রথম পোস্ট করলাম Bitcoin pizza প্রতিযোগিতায় আমি ফাস্ট টাইম pizza বানানোর চেষ্টা করলাম জানিনা আমার pizza কেমন হয়েছে তবে আবার যুদি কখনো এইরকম প্রতিযোগিতা আসে তখন আমি আরো ভালো করে বানানোর চেস্টা করবো আর আমি জানতাম না যে এই Bitcointalk ফোরামে বাংলায় কথা বলা যায় যাইহোক আমার খুব ভালো লেগেছে বাংলা ফোরাম দেখে @Bitcoin_people ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট Quote করার জন্য সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করবো বাংলাদেশের সকল ভাইদের অসংখ্য ধন্যবাদ |
আপনি পিজ্জা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এটা জেনে খুব ভালো লাগলো। আরো বেশি ভালো লাগলো আপনি যখন বাংলা লোকাল কমিউনিটিতে এসেছেন। আপনি নিয়মিত এখানে একটিভ থাকুন ফলে সর্বদা আপনি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের অনেক মূল্যবান ইনফরমেশন জানতে পারবেন এবং ফোরামের অনেক খুঁটিনাটি প্রতিযোগিতা এখানে শেয়ার করা হয় তাও জানতে পারবেন। তবে একটি বিষয় খুব না বললেই নয়, আপনি আপনার পোস্ট খেয়াল করুন। আপনি যখন পোস্টটি লিখলেন তখন একটি বিষয় খেয়াল করলেন না যে বিরাম চিহ্ন (দাড়ি,কমা,প্রশ্নবোধক চিহ্ন) দেওয়ার প্রয়োজন আছে কিনা। আপনি যখন পরবর্তীতে পোস্ট লিখবেন তখনই খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল করবেন। বিরাম চিহ্ন না দিলে পোস্ট খুবই খারাপ লাগে এবং পড়তে অসুবিধা হয়। যা হোক বাংলা কমিউনিটিতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য। আমি এখন থেকে পোস্ট করার আগে অবশ্যই ভালো করে দেখে নিবো। কোথায় ভুল আছে। আর আমি এখন থেকে সবসময় অ্যাক্টিভ থাকবো। এবং আপনাদের ফলো করবো। আর আমি নিজেও কিছু করার চেষ্টা করবো। @LDL ধন্যবাদ ভাই
|
|
|
|
Negotiation
|
|
May 25, 2023, 03:49:11 PM |
|
সাধারন প্রোয়োজনে যারা টিন-সার্টিফিকেট ওপেন করেছিলেন তাদের জন্যে এখন সেটি গলার কাটা হয়ে যাবে, একদিকে কিছু মানুষ চাচ্ছে যে দেখের মানুষ একটু সান্তিতে থাকুক , অন্যদিকে কিছু লোক করের সকল বোঝা চাপিয়ে দিচ্ছেন সাধারন মানুষের উপরে, যারা নিম্ন বেতনে চাকরি করে তাদের আসলেই অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এখন। আর এই কর আরোপের কারনে অনেকেই এখন তাদের টিন সার্টিফিকেট বন্ধ করে দিবে । ফলে সরকার যে কর পেতো সেটিও হয়তো হারাতে পারে এগুলো বাস্তবায়োন হলে। নিউজ লিংকঃ শূন্য করের দিন শেষ! ক্রিপ্টোকারেন্সি যদি বৈধতা দেয় তাহলে ৩৫% এর উপরে হয়তো কর দিতে হবে । তখন আমাদের মনে হতে পারে যে বৈধতা না দেয়াই ভালো ছিলো ...!
|
|
|
|
Bitcoin_Support_360
Jr. Member
Offline
Activity: 32
Merit: 3
|
|
May 25, 2023, 04:26:30 PM Last edit: May 26, 2023, 12:03:00 AM by Bitcoin_Support_360 |
|
মাস্টারকার্ডের প্রধান বলেছেন ব্লকচেইন আর্থিক পরিষেবাগুলিতে অনেক বেশি মূল্য আনতে পারে। পেমেন্ট জায়ান্ট মাস্টারকার্ড খুঁজে পায় যে ক্রিপ্টো এবং ব্লকচেইন দরকারী এবং সামগ্রিকভাবে আর্থিক শিল্পে অনেক বেশি মূল আনতে পারে, কিন্তু শুধুমাত্র তখনই যখন তারা আস্থা তৈরি করার জন্য নিরাপত্তা এবং ব্যবহারের সহজতার সমস্যাগুলি মোকাবেলা করে। সোর্স
|
|
|
|
Xal0lex
Moderator
Legendary
Offline
Activity: 2660
Merit: 2636
|
|
May 25, 2023, 05:39:51 PM Last edit: May 25, 2023, 07:22:38 PM by Xal0lex |
|
মাস্টারকার্ডের প্রধান বলেছেন ব্লকচেইন আর্থিক পরিষেবাগুলিতে অনেক বেশি মূল্য আনতে পারে। পেমেন্ট জায়ান্ট মাস্টারকার্ড খুঁজে পায় যে ক্রিপ্টো এবং ব্লকচেইন দরকারী এবং সামগ্রিকভাবে আর্থিক শিল্পে অনেক বেশি মূল আনতে পারে, কিন্তু শুধুমাত্র তখনই যখন তারা আস্থা তৈরি করার জন্য নিরাপত্তা এবং ব্যবহারের সহজতার সমস্যাগুলি মোকাবেলা করে।
চুরির জন্য আপনাকে নিষিদ্ধ করবেন যাতে আপনি অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠেন?
|
|
|
|
Learn Bitcoin
|
|
May 25, 2023, 08:21:54 PM |
|
মাস্টারকার্ডের প্রধান বলেছেন ব্লকচেইন আর্থিক পরিষেবাগুলিতে অনেক বেশি মূল্য আনতে পারে। পেমেন্ট জায়ান্ট মাস্টারকার্ড খুঁজে পায় যে ক্রিপ্টো এবং ব্লকচেইন দরকারী এবং সামগ্রিকভাবে আর্থিক শিল্পে অনেক বেশি মূল আনতে পারে, কিন্তু শুধুমাত্র তখনই যখন তারা আস্থা তৈরি করার জন্য নিরাপত্তা এবং ব্যবহারের সহজতার সমস্যাগুলি মোকাবেলা করে।
আমি জানি না আপনার পোষ্ট এর সোর্স কি। তবে কোনো ওয়েবসাইট থেকে কপি করলে অবশ্যই সোর্স এড করে দিবেন। আপনার পোষ্ট টি দেখে মনে হচ্ছে এটা একটা ট্রান্সলেট করা পোষ্ট। কোথাও থেকে কপি করে সেটা ট্রান্সলেট করে পোষ্ট করেছেন। ফোরামে অটোমেটিক ট্রান্সলেটর ব্যাবহার করে পোষ্ট করা নিষেধ। তাছাড়া কোনো সোর্স ছাড়া কপি পেষ্ট করা নিষেধ। মোডারেটর আপনাকে অলরেডি ব্যান করার কথা বলছেন। দয়া করে ফোরামের রুলস মেনে পোষ্ট করবেন। প্রথম পেইজ থেকে দরকারি কিছু পোষ্ট পড়ে আসতে পারেন।
|
|
|
|
Bitcoin_Support_360
Jr. Member
Offline
Activity: 32
Merit: 3
|
|
May 25, 2023, 11:49:38 PM |
|
মাস্টারকার্ডের প্রধান বলেছেন ব্লকচেইন আর্থিক পরিষেবাগুলিতে অনেক বেশি মূল্য আনতে পারে। পেমেন্ট জায়ান্ট মাস্টারকার্ড খুঁজে পায় যে ক্রিপ্টো এবং ব্লকচেইন দরকারী এবং সামগ্রিকভাবে আর্থিক শিল্পে অনেক বেশি মূল আনতে পারে, কিন্তু শুধুমাত্র তখনই যখন তারা আস্থা তৈরি করার জন্য নিরাপত্তা এবং ব্যবহারের সহজতার সমস্যাগুলি মোকাবেলা করে।
চুরির জন্য আপনাকে নিষিদ্ধ করবেন যাতে আপনি অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠেন? আমি আসলে এতো কিছু জানিনা আমি একজন নতুন সদস্য আমার ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আমি আর এইরকম ভুল করবো না
|
|
|
|
Negotiation
|
|
May 26, 2023, 01:00:10 AM |
|
মাস্টারকার্ডের প্রধান বলেছেন ব্লকচেইন আর্থিক পরিষেবাগুলিতে অনেক বেশি মূল্য আনতে পারে। পেমেন্ট জায়ান্ট মাস্টারকার্ড খুঁজে পায় যে ক্রিপ্টো এবং ব্লকচেইন দরকারী এবং সামগ্রিকভাবে আর্থিক শিল্পে অনেক বেশি মূল আনতে পারে, কিন্তু শুধুমাত্র তখনই যখন তারা আস্থা তৈরি করার জন্য নিরাপত্তা এবং ব্যবহারের সহজতার সমস্যাগুলি মোকাবেলা করে।
চুরির জন্য আপনাকে নিষিদ্ধ করবেন যাতে আপনি অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠেন? আমি আসলে এতো কিছু জানিনা আমি একজন নতুন সদস্য আমার ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আমি আর এইরকম ভুল করবো না কোথাও থেকে যদি কোনোকিছু কপি করেন তাহলে অবশ্যই উল্যেখ করতে হবে যে আপনি সেটি কোথায় থেকে কপি করেছেন, তাছারা আপনার এ্যাকাউন্টে যেকোনো সময় সাস্পেন্ড বা ব্যান হয়ে যাবে সেটির কারনে, যেভাবে সোর্স লিংক দিবেনঃ [url=https://bitcointalk.org/index.php?topic=631891.7280]Source link.[/url]
url= এর পরে যেখান থেকে কপি করবেন সেটার লিংক দিবেন, মডারেটর যেহেতু আপনাকে ওয়ার্নিং দিয়েছে তাই আপনাকে আর বেশি সতর্ক থাকতে হবে এখন ।
|
|
|
|
Bitcoin_Support_360
Jr. Member
Offline
Activity: 32
Merit: 3
|
|
May 26, 2023, 01:07:31 AM |
|
মাস্টারকার্ডের প্রধান বলেছেন ব্লকচেইন আর্থিক পরিষেবাগুলিতে অনেক বেশি মূল্য আনতে পারে। পেমেন্ট জায়ান্ট মাস্টারকার্ড খুঁজে পায় যে ক্রিপ্টো এবং ব্লকচেইন দরকারী এবং সামগ্রিকভাবে আর্থিক শিল্পে অনেক বেশি মূল আনতে পারে, কিন্তু শুধুমাত্র তখনই যখন তারা আস্থা তৈরি করার জন্য নিরাপত্তা এবং ব্যবহারের সহজতার সমস্যাগুলি মোকাবেলা করে।
চুরির জন্য আপনাকে নিষিদ্ধ করবেন যাতে আপনি অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠেন? আমি আসলে এতো কিছু জানিনা আমি একজন নতুন সদস্য আমার ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আমি আর এইরকম ভুল করবো না কোথাও থেকে যদি কোনোকিছু কপি করেন তাহলে অবশ্যই উল্যেখ করতে হবে যে আপনি সেটি কোথায় থেকে কপি করেছেন, তাছারা আপনার এ্যাকাউন্টে যেকোনো সময় সাস্পেন্ড বা ব্যান হয়ে যাবে সেটির কারনে, যেভাবে সোর্স লিংক দিবেনঃ [url=https://bitcointalk.org/index.php?topic=631891.7280]Source link.[/url]
url= এর পরে যেখান থেকে কপি করবেন সেটার লিংক দিবেন, মডারেটর যেহেতু আপনাকে ওয়ার্নিং দিয়েছে তাই আপনাকে আর বেশি সতর্ক থাকতে হবে এখন । ভাই আমি আসলেই কিছু জানতাম না, আর জানলে আমি কখনো এইরকম ভুল করতাম না। আর আমি এখন থেকে খুব সতর্ক হয়ে পোস্ট করবো @Negotiation ভাই এতো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
|
|
|
|
Bd officer
|
|
May 26, 2023, 01:23:24 AM |
|
আপনি যখন পোস্টটি লিখলেন তখন একটি বিষয় খেয়াল করলেন না যে বিরাম চিহ্ন (দাড়ি,কমা,প্রশ্নবোধক চিহ্ন) দেওয়ার প্রয়োজন আছে কিনা। আপনি যখন পরবর্তীতে পোস্ট লিখবেন তখনই খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল করবেন। বিরাম চিহ্ন না দিলে পোস্ট খুবই খারাপ লাগে এবং পড়তে অসুবিধা হয়।
সত্যিই বিরাম চিহ্ন কোন লেখার মধ্যে ব্যবহার না করলে বুঝাতে মুশকিল হয়ে পড়ে। যাইহোক উদাহরণ স্বরূপ ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিলেন। কয়েকটা ওষুধের নাম লিখে দিলেন এবং খাওয়ার নিয়ম টা এভাবে লিখে দিলেন। (রোগীকে নিয়মিত ওষুধ খাওয়াবেন না খেলে মারা যাবে)। এই ডাক্তারের লেখা বাক্য টা বুঝতে অনেক কনফিউশন পড়তে হবে। বুঝতে অসুবিধা হচ্ছে ডাক্তার রোগীকে ওষুধ খাওয়াতে বলছেন, না ওষুধ খাওয়াতে না করছেন। তাই আমার মতো নতুন যারা আছে সবাই পোস্ট লেখার সময় অবশ্যই বিরাম চিহ্ন ব্যবহার করবেন। আমি আসলে এতো কিছু জানিনা আমি একজন নতুন সদস্য আমার ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আমি আর এইরকম ভুল করবো না গত পেজে দেখলেন @roksana.hee চুরি করে একটি পোস্ট দেওয়ার কারণে তাকে কতকিছু বলা হলো। আপনি নতুন তাই আপনার উচিত আমাদের বাংলা লোকাল থ্রেড প্রতিষ্ঠাতা @BitCoinDream। তিনি প্রথম পেজে নতুনদের জন্য করনীয় কি এই সকল খুঁটিনাটি বিষয় গুলি লিংক দিয়ে রেখেছেন। তাই আপনি সেই সকল নিয়ম কারণ গুলি ভালোভাবে পড়ে নিবেন। ভবিষ্যতে এরকম আর চুরি করে পোষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন। আর কোন উৎস হতে ইনফরমেশন এনে পোস্ট দিলে অবশ্যই সোর্স লিংক যুক্ত করে দিবেন। আপনাকে বাংলা লোকাল থ্রেডে স্বাগতম ।
|
|
|
|
Bitcoin_people
|
|
May 26, 2023, 01:42:05 AM Merited by Bd officer (1) |
|
Happy Bitcoin pizza সবাইকে পিৎজা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি এই প্রথমবার পিজ্জা কনটেস্টে অংশগ্রহণ করেছি। আমি অনেক কাজের ব্যস্ততার মাঝে অল্প একটু সময় নিয়ে পিজ্জা বানিয়ে কমপ্লিট করলাম। আমার জীবনে এটাই ছিল প্রথম বানানো পিজ্জা ভালোভাবে ও না বানাতে পারলেও মোটামুটি ভাবে একটু পেরেছি। আমাদের লোকাল বোর্ডের অনেক সিনিয়র ভাইয়েরা ও জুনিয়র যারা আছে তারা দেখলাম এই কনটেস্টে অংশগ্রহণ করেছে তাদের পিজ্জা গুলো অনেক সুন্দর হয়েছে। কয়েকজন ইউজার এখনো কনটেস্টে অংশগ্রহণ করেনি আমি তাদেরকে আগ্রহ জানাই তারা যেন পিজ্জা কনটেস্টে অংশগ্রহণ করে। ধন্যবাদ আমার বানানো পিজ্জা https://bitcointalk.org/index.php?topic=5247383.msg62298581#msg62298581
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
Bd officer
|
Happy Bitcoin pizza সবাইকে পিৎজা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি এই প্রথমবার পিজ্জা কনটেস্টে অংশগ্রহণ করেছি। আমি অনেক কাজের ব্যস্ততার মাঝে অল্প একটু সময় নিয়ে পিজ্জা বানিয়ে কমপ্লিট করলাম। আমার জীবনে এটাই ছিল প্রথম বানানো পিজ্জা ভালোভাবে ও না বানাতে পারলেও মোটামুটি ভাবে একটু পেরেছি। আমাদের লোকাল বোর্ডের অনেক সিনিয়র ভাইয়েরা ও জুনিয়র যারা আছে তারা দেখলাম এই কনটেস্টে অংশগ্রহণ করেছে তাদের পিজ্জা গুলো অনেক সুন্দর হয়েছে। কয়েকজন ইউজার এখনো কনটেস্টে অংশগ্রহণ করেনি আমি তাদেরকে আগ্রহ জানাই তারা যেন পিজ্জা কনটেস্টে অংশগ্রহণ করে। ধন্যবাদ আমার বানানো পিজ্জা https://bitcointalk.org/index.php?topic=5247383.msg62298581#msg62298581ধন্যবাদ ভাই আপনাকে আপনিও পিজ্জা কনটেস্টে অংশগ্রহণ করেছেন। এখন পর্যন্ত প্রায় 25 জন এর মত সদস্য পিজা কনটেস্টে অংশগ্রহণ করেছে। তারমধ্যে আমার দেখা মতে ৭ জন আমাদের বাংলা লোকাল কমিউনিটির সদস্যই অংশগ্রহণ করেছি। তাদের কয়েকজনের নাম উল্লেখ করেছি, Patrol69, tjtonmoy, LDL, Bitcoin_Support_360, Bitcoin_people, Bd officer, (Mijanur_Rahman ভাই তিনি যদিও পুরাতন পাই বেকিং কনটেস্টের সেম ফটো দিয়ে অংশগ্রহণ হয়েছেন) কিছুক্ষণ আগে দেখতে পেলাম পিজ্জা কন্টেস্টের প্রাইজ পুল বাড়ানো হয়েছে। তাই যারা এখনও পিজ্জা কনটেস্টে আমাদের লোকাল কমিউনিটির যে সকল ভাইয়েরা এখনো অংশগ্রহণ করেননি তারা দ্রুতই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। Quick update, the prize pool increased as theymos was gratious enough to contribute 5mBTC to the prize pool.
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
May 26, 2023, 03:03:35 AM |
|
|
|
|
|
Nothingtodo
Full Member
Offline
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
May 26, 2023, 10:29:44 AM Merited by NicNacCoin (1) |
|
আজ পবিত্র জুমার দিনে বাংলাতে চলে আসলাম। এখানে জানি সবার সাপোর্ট পাব। দীর্ঘদিন বাউন্টি প্রজেক্টগুলোতে কাজ করেছিলাম কিন্তু বর্তমান সময়ে বাউন্টি প্রজেক্ট গুলোর অবস্থা খুবই বাজে। তাই এখানে আমি কাজ করে আমার র্যাংক পরিবর্তন করতে চাই। তাছাড়া এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে আমি পোস্ট করলাম। এক বছর আগে বিকাশ সেভিংস থেকে আমি একটি সেভিংস একাউন্ট তৈরি করার সময় আমার মায়ের নামে একটি ইটিন (eTIN) তৈরি করার অ্যাপ্লিকেশন করি এবং আমি তাদের দেওয়া একটি eTIN নাম্বার সেভিংস করার সময় জমা দেই। আমি মাস তিনেক আগে সেভিংসটি ভেঙে ফেলি। আমি কিভাবে আমার ইটিন নাম্বার ক্যানসেল করব কেউ যদি আমাকে একটু বলেন খুব উপকার হইত।
|
|
|
|
Dimitri94
|
সাধারন প্রোয়োজনে যারা টিন-সার্টিফিকেট ওপেন করেছিলেন তাদের জন্যে এখন সেটি গলার কাটা হয়ে যাবে, একদিকে কিছু মানুষ চাচ্ছে যে দেখের মানুষ একটু সান্তিতে থাকুক , অন্যদিকে কিছু লোক করের সকল বোঝা চাপিয়ে দিচ্ছেন সাধারন মানুষের উপরে, যারা নিম্ন বেতনে চাকরি করে তাদের আসলেই অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এখন। আর এই কর আরোপের কারনে অনেকেই এখন তাদের টিন সার্টিফিকেট বন্ধ করে দিবে । ফলে সরকার যে কর পেতো সেটিও হয়তো হারাতে পারে এগুলো বাস্তবায়োন হলে।
সমগ্রহ বিশ্বেই কর ব্যবস্থা বৈচিত্রময় হয়ে থাকে। এটি সাধারনত সেই দেশের সরকার সংশ্লিষ্ঠ সকলের সাথে বসে একটি সীধান্ত নিয়ে করের পরিমান নির্ধারন করে। যার কারেনে ভিন্ন ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন হারে সেই দেশের মানুষের উপর কর আরোপ করে। উন্নত বিশ্বে ব্যেক্তিগত কর এবং ব্যাবসায়িক দুটি ভিন্ন হয়ে থাকে। কোন কোন দেশের করের মাত্রা প্রায় 50 শতাংশের কাছাকাছি হয়ে থাকে। আবার কিছু দেশ আছে সেখানে ব্যেক্তিগত কর প্রদান করা হয় না কিন্তু অ্যানান্য ক্ষেত্রে যেমন পন্য বা পরিসেবায় কর বেশি হয়ে থাকে। কোন কোন দেশে উচ্ছবিত্তদের জন্য একটি ধরনের কর এবং নিম্নদের জন্য আর এক ধরনের কর দেওয়ারও ব্যবস্থা রয়েছে। বিভিন্ন দেশের ট্রাক্সের পরিমান একটি দেশের উন্নতির লক্ষ্যে কর প্রদান করা প্রতিটি নাগরিকেরই দায়িত্ব। বাংলাদেশের প্রেক্ষাপটেও এটি একই রকম হওয়া উচিত। কারন কর না দিলে সরকার দেশের উন্নয়ন করতে পারবে না। বিভিন্ন পরিসংখ্যান দেখলে সহজেই অনমান করা যায় বাংলাদেশ কর প্রদানে অনেক নিচের অবস্থানেই আছে। দেশের উন্নয়ন না হলে সাধারন নাগারিকদের অবস্থার উন্নতি হবে না। দেশ যখন আর্থিকভাবে শক্তিশালি হবে তখন দেশের মানুষ সর্বোচ্চ সুবিধা ভোগ করতে পারবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার যেটি ধারনা সেটি হল দুর্নিতি এমন একটি পর্যায়ে গিয়েছে যা এখন সাধারন মানুষের বুঝতে বাকি নেই। অনেক সরকারী প্রতিষ্ঠান আছে যেখানে কাজ করতে গেলে ঘুস ছাড়া হয় না। মানুষের অতিরক্তি লোভ দেশটির একটি শক্ত কঠামো দুর্বল করে ফেলছে। আমরা প্রায়ই সরকারকেই শুধু দোষারোপ করে থাকি। কিন্তু একটি বিষয় আমাদের ভাবা উচিত যে একজন মানুষ যে দলেরই হোক তার দ্বারা পুরো একা সমালানো যাবে না। সে জন্য অন্যেদেরকে দায়িত্ব দিয়ে রাখা হয়। সেই দায়িত্ববান লোকেরা যদি দুর্নিতির সাথে সম্পুৃক্ত হয় তখন সরকারের পক্ষ্যে সব কিছু সমাধান করা সম্ভব হয় না। এজন্য প্রয়োজন ব্যেক্তিগত সচেতনতা। আমি এই কথা গুলো এজন্য বলালাম কারন আমি দেখেছি অনেকেরেই যথেস্ট আর্থিক ব্যবস্থা আছে অথচ তারা সরকারকে ট্রাক্স প্রদান করে না। আমি তাদের জিজ্ঞাসা করলে তারা নানা দুর্নিতির কথা তুলে ধরে। সেই সব কথা শুনলে অনেকেরই ট্রাক্স পে করার প্রতি নেতিবাচক ধারনা আসতেই পারে। আমি ব্যেক্তিগতভাবে যা মনে করি ট্রাক্স পে করা উচিত সরকার যেটাই ধরুক আপনার সাধ্য অনুযায়ি যদি হয় তাহলে ট্রাক্স পে করেন। উন্নত বিশ্বের চেয়ে ট্রাক্স পে করারতে আমরা অনেক পিছিয়ে আছি। তবে বর্তমানে অর্থনেতিক পরিস্থিতি বিশ্বের কোথাও ভাল নেই সেই হিসেবে পরিবেশ স্বাভাবিক হয়ে উঠা না পর্যন্ত নতুন করে কর বৃদ্ধি করলে জনসাধারনের উপর বিরুপ প্রতিক্রিয়া সৃস্টি হবে যা এই সময় উচিত নয় বলে আমি মনে করি কারন দ্রব্যমুল্য ইতমধ্যে দ্বিগুন হয়ে গিয়েছে।
|
|
|
|
NicNacCoin
|
|
May 26, 2023, 12:08:31 PM |
|
আজ পবিত্র জুমার দিনে বাংলাতে চলে আসলাম। এখানে জানি সবার সাপোর্ট পাব। দীর্ঘদিন বাউন্টি প্রজেক্টগুলোতে কাজ করেছিলাম কিন্তু বর্তমান সময়ে বাউন্টি প্রজেক্ট গুলোর অবস্থা খুবই বাজে। তাই এখানে আমি কাজ করে আমার র্যাংক পরিবর্তন করতে চাই। তাছাড়া এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে আমি পোস্ট করলাম। এক বছর আগে বিকাশ সেভিংস থেকে আমি একটি সেভিংস একাউন্ট তৈরি করার সময় আমার মায়ের নামে একটি ইটিন (eTIN) তৈরি করার অ্যাপ্লিকেশন করি এবং আমি তাদের দেওয়া একটি eTIN নাম্বার সেভিংস করার সময় জমা দেই। আমি মাস তিনেক আগে সেভিংসটি ভেঙে ফেলি। আমি কিভাবে আমার ইটিন নাম্বার ক্যানসেল করব কেউ যদি আমাকে একটু বলেন খুব উপকার হইত। বাংলা ্্লোকাল ল্যাঙ্গুয়েজ কমিউনিটিতে আপনার মত একজন নতুন ইউজার পেয়ে খুব ভালো লাগলো। তবে আপনার প্রবলেম আমরা সাধারণ জনগণ সলভ করে দিতে পারব না কেননা এটি সম্পূর্ণ বিটকয়েনের বহির্ভূত আলোচনা। আপনাকে একটি পরামর্শ দিতে পারি সেটা হল আপনি আপনার নিকটস্থ উপজেলা বা জেলা পর্যায়ে অথবা থানা পর্যায়ে এই ট্যাক্স নিয়ে ভূমি অফিসগুলো আছে তাদের সাথে আলোচনা করতে পারেন। আপনাকে অহেতুক আমাদের ইচ্ছামতো পরামর্শ দিলে আইনি পর্যায়ে গিয়ে আপনার ঝামেলা হতে পারে। তাই অতি শীঘ্র আপনি নিকটস্থ কোনো জ্ঞানী গুণী ব্যক্তির কাছ থেকে ভালো পরামর্শ গ্রহণ করতে পারেন।
|
|
|
|
|