musafar37
Member
Offline
Activity: 184
Merit: 65
|
|
May 30, 2023, 08:19:02 PM |
|
আসসালামু আলাইকুম আমাদের এই বাংলা লোকাল বোর্ডে অনেক নতুন নতুন মেম্বার অ্যাড হয়েছে। তাদের জন্য আজকের এই পরিচয় পর্ব আমরা কি পরিচয় হতে পারি? আমরা বাংলাদেশে কে কোন বিভাগ ও জেলা থেকে বাংলা লোকাল কমিউনিটি এর সদস্য হিসেবে আছি। এবং আপনার জেলায় কোন বিষয়টি বিখ্যাত সেই বিষয়ে একটু সংক্ষিপ্ত বিশ্লেষণ করবেন। আমি রাজশাহী বিভাগ পাবনা জেলা থেকে বলছি, আমার জেলায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র জন্য বিখ্যাত এবং আমার জেলায় ঐতিহাসিক মানসিক হাসপাতাল। ঈশ্বরদী হারিয়ে ব্রিজ । ঈশ্বরদী বিমানবন্দর, স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড। বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস অভিনেতা চঞ্চল চৌধুরী ইত্যাদি আরো অনেক কিছু জন্য বিখ্যাত ওয়ালাইকুম আসসালাম ভাই,ভাই আপনি ফোরামে নতুন তাই দয়া করে নিচের লিঙ্কে প্রবেশ ফোরামের সকল অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।ফোরামের নিয়ম-কানুন গুলোও পেয়ে যাবেন। লিঙ্ক https://bitcointalk.org/index.php?topic=631891.msg7033740#msg7033740এখান থেকে যদি সম্পূর্ণ তথ্য না পেয়ে থাকেন অথবা আপনার আরো জানার প্রশ্ন থাকে এখানে করবেন ফোরামের নিয়ম অনুযায়ী।অভিজ্ঞ সদস্যরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবেন।
|
|
|
|
tjtonmoy
|
|
May 30, 2023, 08:25:04 PM |
|
কি অবস্থা সবার? অনেক দিন হইল লোকাল থ্রেড এ আসা হয়না। কিছুদিন আগে ঝড় বৃষ্টি তে ভিজে স্বর্দি জ্বর এ ভুগতেছি। শুধু সিগ্নেচার ক্যামপেইং এর পোস্ট কমপ্লিট করে অফলাইন চলে যাই। তবে আজ একটু ভালো লাগছে বলে লোকাল থ্রেড টা ঘুরে দেখতে আসলাম। লেট এ জানাচ্ছি তবে @Crypto Library ভাই এর জন্য অনেক শুভ কামনা। হিরো মেম্বার এ চলে গেছেন দেখে অনেক খুশি লাগতেছে আবার জেলাস ফিল ও হচ্ছে। তবে জেলাস টা খারাপ ভাবে নিবেন না । মানে, এই জেলাস থেকে নিজেকে পুশ করার জন্য মোটিভেশন পাচ্ছি। চিন্তা কইরেন না আশা করি খুব শিগ্রই আপনার আসে পাশে চলে আসব। আর আপনার জন্য দোয়া সবসময়। আরও এগিয়ে যান। আমরা আছি আপনার পাশে। আশা করি পরবর্তী থেকে এইখানে এক্টিভ থাকব ইনশাআল্লাহ। দোয়া করবেন যেনো খুব দ্রুত সুস্থ হয়ে যাই।
|
|
|
|
Bd officer
|
|
May 31, 2023, 12:49:43 AM |
|
আমরা কি পরিচয় হতে পারি?
আপনাকে আমি প্রথমে বলি এখানে পরিচিত দেওয়া মানে খাল কেটে কুমির আনা। যাই হোক আপনি তো জানেন আমাদের দেশে বিটকয়েন এখনো অবৈধ। এখন এখানে যদি আমরা আমাদের পরিচয় দিয়ে ফেলি হয়তো কোন এক মাধ্যমে প্রশাসনের লোক যদি আমাদের চিহ্নিত হতে পারে, তাহলে তো জেলে গিয়ে রুটি খেতে হবে । তাই আমি মনে করি পরিচয় না হওয়াই ভালো।
|
|
|
|
Negotiation
|
|
May 31, 2023, 03:29:00 AM |
|
বাইন্যান্স পিটুপি অনুযায়ী আমাদের দেশে বর্তমানে ১ বিটকয়েনের দাম প্রায় ৩৩,৪৫০০০ টাকা কিন্তু আমরা যখন বিটকয়েনের দাম গুগলে দেখছি, তখন বিটকয়েনের দাম । প্রায় ২ লক্ষ টাকার ব্যবধান। এইটা তো আসল দাম না আসলে। সম্পূর্ন ভুল তথ্য দেয়া হচ্ছে। এটার কারণ ডলার রেট বনাম USDT রেটে হেরফের। সমস্যাটা কোথায় আশা করি বুঝতে পারছেন। এইটা শুধু সমস্যা বললে আমার হিসেবে আসলে ভুল হবে। বিটকয়েনের একচুয়াল দাম থেকে প্রায় ২ লক্ষ টাকা কম দেখানো মানে এইটা আসলে বিরাট সমস্যা। আমি কিছুদিন আগে একজনের সাথে কথা বলেছিলাম যে কোনভাবে বাইন্যান্সের পিটুপি থেকে বিটকয়েনের দাম API এর মাধ্যমে কল করা যায় কি না। উনি অবশ্য আমাকে কিছু জানান নাই। মনে হয় না উনি পারলেও ব্যাপারটা নিয়ে কাজ করবেন। যাই হোক, আমাদের মাঝে কি কেউ আছেন যারা এইটা নিয়ে কাজ করতে পারবেন? বাইন্যান্সের পিটুপিতে বিটকয়েনের দাম যা আছে, তা কোন ওয়েবসাইটে দেখানো। ওয়েবসাইট বলতে আমি অবশ্যই কোন ব্যক্তিগত ওয়েবসাইট এর কথা বলছি না, বিটকয়েন নিয়ে একটা নন প্রফিট ওয়েবসাইট আমি বিল্ড করতে চাচ্ছি যেখানে থাকবে সব ধরনের প্রয়োজনীয় তথ্য, গাইডলাইন ইত্যাদি। আমার পরিচিত একজনের কাছে bitcoinbangladesh.org ডোমেইনটি কেনা আছে এবং এইরকম নন প্রফিট উদ্যোগের জন্য তিনি এই ওয়েবসাইট দিতে চাচ্ছেন। সেখানে আমি একটা ফিচার রাখতে চাচ্ছি বিটকয়েনের দাম বাংলাদেশী টাকায় দেখানো তবে সেটা অবশ্যই বাইন্যান্স পিটুপি অনুযায়ী। কেউ যদি আমাকে সহযোগিতা করতে চান, আমার টেলিগ্রামে নক দিতে পারেন। আর এই কাজটা কেউ করে দিতে পারলে আমি এর জন্য তাকে সম্মানী দিতে রাজি আছি। ভাই আপনে যেটা করতে চাচ্ছেন সেটা অনেকের জন্যেই অনেক ভালো হবে এবং উপকারে আসবে, কিন্তু বর্ত্মানে সব জায়গাতে সাইবার ইন্টেলিজেন্সি এর লোকজন আছে, আর বর্ত্মানে দেশে ডলার সংকটের কারনে, বিটকয়েন নিয়ে কোনো সাইট না বানানোই ভালো বলে মনে করি, কারন সাইট ট্রাক করা কোনো ব্যাপার না তাদের কাছে। খুলনাতে গতো কয়েকমাসে অনেক জনকেই পুলিশে ধরেছে, "তৈউহিদ হালদার" নামের আমার অনেক আগে পরিচিতো একজনকে গোয়েন্দা পুলিশ ধরেছে, তার কাছে আমার জানা মতে ১০০টা বিটকয়েন এর বেশি ছিলো কিন্তু তাকে যখন চালান দিয়েছে মাত্র ৫হাজার ডলার দেখিয়ে। আমার জানাশোনার মধ্যে ৫-৬জন এখন জেলে আছে, এর মধ্যে ২-৩জন হয়তো কার্ড স্ক্যাম এর সাথেও জড়িত ছিলো। আমি চায় সবাই যেনো নিরাপদে থাকে এবং "বাংলাদেশ" বিটকয়েন কমুনিটিটাকে যেনো আমরা সবাই মিলে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আমার পরামর্শ হচ্ছে আর কয়েকমাস পরে সাইট চালু করাই ভালো তাহলে একদিকে যেমন নিজে সেফ থাকা যাবে অন্যদিকে "বাংলাদেশ কমুনিটির" অনেকের উপোকারে আসবে। @Little Mouse আপনার মহৎ উদ্যগ এর জন্যে আপনাকে ধন্যবাদ।
|
|
|
|
roksana.hee
|
|
May 31, 2023, 04:08:21 AM |
|
ডোজকয়েন একটি জনপ্রিয় মিম টোকেন হলেও এর দাম অনেকদিন যাবত একই জায়গায় অবস্থান করছে। আর একই জায়গায় অবস্থান করা মানে খুব তাড়াতাড়ি হয়তো এটি বৃদ্ধি পাবে বা এটা কমে যাবে এরকম একটা সম্ভাবনার উক্তি দেয়। একটি পরিচিত টেকনিক্যাল ইন্ডিকেটর হিসেবে বলিঞ্জার ব্যান্ড ব্যবহার করা হয় দামের গতিবিধি লক্ষ্য রাখার জন্য। বলিঞ্জার ব্যান্ড তিনটি লাইন ব্যবহার করে - উপরের ব্যান্ড, নিচের ব্যান্ড এবং সিম্পল মুভিং এভারেজ। যদি দূরত্ব তিনটি ব্যান্ডের মধ্যে অত্যন্ত বেশি হয়, তবে এর মাধ্যমে বুলিশ বা বিয়ারিশ ট্রেন্ডের শেষ অবস্থান বলে মনে করা হয়। অর্থাৎ যখন বলিঞ্জার ব্যান্ডের লাইনগুলি একই অবস্থানে দীর্ঘ সময় থাকে, তখন মার্কেট বৃদ্ধির বা কমতির সম্ভাবনা বেশি দেখা যাবে। এই বলিঞ্জার ব্যান্ড শুধুমাত্র একটি ইন্ডিকেটর এবং দামের পরিবর্তনের সম্ভাবনা নির্ণয় করার জন্য ব্যবহৃত একটি প্রাথমিক সরঞ্জাম। আপনার দৃষ্টিভঙ্গি ও অতিরিক্ত তথ্যের উপর নির্ভর করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। এটা মনে করা উচিত নয় যে, একটি সিদ্ধান্ত কেবল একটি ইন্ডিকেটরের উপর নির্ভর করবে, বরং এটি অন্যান্য তথ্যের সাথে মিলিয়ে বিবেচনা করতে হবে। ২০২৩ সালে ডোজকয়েনের মূল্য এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র ৩%। পক্ষান্তরে, বিটকয়েন এবং ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৬৮% এবং ৬০%। বর্তমানে, ডোজকয়েনের মার্কেট ক্যাপিটাল ১০.২২ বিলিয়ন ডলার প্রায় যা মার্কেটে ৮ম অবস্থানে রয়েছে। বিস্তারিত[নোট: আর হ্যাঁ আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি যে, "বলিঞ্জার ব্যান্ড" হচ্ছে এই ক্যান্ডেল আকৃতির যে সিম্বলগুলা এখানে দেখা যাচ্ছে সেগুলা।]
|
|
|
|
Bd officer
|
|
May 31, 2023, 05:13:51 AM |
|
এই মে মাসের এখন পর্যন্ত আমাদের লোকাল থ্রেডে টোটাল 370 টি পোস্ট করা হয়েছে। 42 জন ইউজার এই মাসে আমাদের লোকাল থ্রেডে একটিভ ছিলেন। 1. Bd officer [37] 2. Learn Bitcoin [35] 3. roksana.hee [34] 4. LDL [26] 5. Bitcoin_people [21] 6. Crypto Library [20] 7. Little Mouse [19] 8. Xal0lex [18] 9. NicNacCoin [15] 10. tjtonmoy [14] 11. Dimitri94 [13] 12. Negotiation [11] 13. sj13 [10] 14. shasan [9] 15. Bitcoin_Support_360 [7] 16. Suzume [7] 17. Bitcoin Cryptic [6] 18. Fuso.hp [6] 19. Mr.corol [6] 20. Popkon6 [6] 21. Bnl248 [5] 22. Poorman2 [5] 23. Z_MBFM [4] 24. ahamed [4] 25. musafar37 [4] 26. Coin63$ [3] 27. Gulttam2a2 [3] 28. Jack051 [3] 29. Nothingtodo [3] 30. Hairr [2] 31. Review Master [2] 32. S00 [2] 33. BD Crypto [1] 34. BD Technical [1] 35. BitCoinDream [1] 36. Bounty Inspectors [1] 37. Coinpk [1] 38. Rahman90 [1] 39. TAA MAX [1] 40. akash khan [1] 41. light_warrior [1] 42. ~speedx~ [1] তথ্য টি এখান থেকে নেওয়া হয়েছেআমি এই মাসে আমার অ্যাকাউন্টটি খুলেছি। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না এই মাসে আমি সর্বোচ্চ পোস্ট করে ফেলেছি ।
এই বিষয় নিয়ে @Crypto Library খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেন। আশা করছি এ মসের এক্টিভিটি ও টোটাল পোস্ট এবং মেরিট ট্রানজেকশন নিয়ে চার্টের মাধ্যমে সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করবে।
|
|
|
|
Nothingtodo
Full Member
Offline
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
May 31, 2023, 06:37:07 AM |
|
29. Nothingtodo [3]
ইনশাআল্লাহ আগামী মাসে আমি সেরা ১০ নম্বরের মধ্যে থাকতে পারবো। এই মাসে আমি বাংলায় এসেছি। কিন্তু ঠিকমত একটিভ থাকতে পারেনি।বিডি অফিসার এই মাসে সর্বোচ্চ পোস্ট দাতা হয়েছেন এটা একদিকে যেমন সম্মানের অন্যদিকে এই বাংলাদেশ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দোয়া করি আপনারা সবাই এভাবেই সক্রিয় হয়ে থাকতে পারেন। Crypto Library ভাইকে হিরো মেম্বারে পদোন্নতি হওয়ার জন্য শুভ কামনা করছি।
|
|
|
|
LDL
|
|
May 31, 2023, 08:22:03 AM Last edit: May 31, 2023, 09:19:46 AM by LDL Merited by Nothingtodo (1) |
|
বিশ্বের সেরা প্রভাবশালী চিন্তাবিদরা ইদানিং বিটকয়েনের উপর খুবই গুরুত্ব দিচ্ছেন। সালভাদরের প্রেসিডেন্টে নায়েবে বুকলে Dr Saifedean Ammous কে তার দেশের একটি বিটকয়েন ভিত্তিক প্রতিষ্ঠান The Bitcoin office এর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। আজকে একটি নিউজ দেখতে পেলাম যেখানে বিটকয়েনের উপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেকচারার একটি বিশ্ববিদ্যালয়ের অডিটেরিয়ামে বিটকয়েনের উপর লেকচার দিচ্ছে। ভিডিও দেখতে লিংকে প্রবেশ করুন। https://www.binance.com/en/feed/post/574965?ref=22537208&utm_campaign=app_share_link
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Gulttam2a2
Member
Offline
Activity: 112
Merit: 34
|
|
May 31, 2023, 09:02:10 AM |
|
বর্তমান যুগে অনলাইনের দুনিয়ায় নিরাপত্তা একটি বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর যখন কথা আসে এসেট,ইনভেস্টের কথা তখন আমাদের আরও বেশি সতর্ক থাকতে হয়। ক্রিপ্টো ব্লকচেইনগুলি হ্যাক করা কঠিন কাজ হয়ে থাকলেও হ্যাকাররা নানা পথ অবলম্বন করে থাকে হ্যাক করার জন্য। তাই অনলাইনে আমাদের যে কোন কার্যকলাপের জন্য ঝুঁকির বিষয়টা সর্বদা মাথায় রাখতে হয়। বর্তমানে ক্রিপ্টোকারেন্সিগুলি সরকারি নিয়ন্ত্রণের অধীনে নেই,ক্রিপ্টো মুদ্রার লেনদেনগুলি কোন নির্দিষ্ট আইনের সুরক্ষিত সাথে জড়িত নেই। তাহলে কীভাবে ক্রিপ্টো মুদ্রাগুলো সুরক্ষিত রাখবেন?
|
|
|
|
Learn Bitcoin
|
আজকে Meta একটা ট্রপিকে দেখতে পেলাম লোকাল বোর্ডের প্রতি মাসের চার্ট ও এক্টিবিটি নিয়ে থ্রেডটি তে দেখতে পেলাম। @Learn Bitcoin ভাই একটা প্রশ্ন করেছিলেন আমাদের লোকাল থ্রেড নিয়ে। তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন তুলে ধরে বলেছিলেন আমরা কি অতি শিগ্রই লোকাল বোর্ডে পেয়ে যাবো। প্রশ্নের রিপ্লে করে @Rikafip স্যার বলেছিলেন। এই বিষয় নিয়ে @cyrus ও @thyemos ভালো জানেন কিন্তু তিনি অনুমান করেছিলেন খুব শিগ্রই হবে না, আগামী কয়েক মাসের মধ্যে হবে না। সিনিয়র ভাইদের কাছে আমার প্রশ্ন আমরা কি এই বছরে লোকাল বোর্ড পাবো? আমরা কোন বছর লোকাল বোর্ড পাবো কেউ জানে না। আমাদের লোকাল বোর্ড এর এপ্লিকেশন আপাতত ইনএকটিভ। আমরা সামনে হয়তো লোকাল বোর্ড এর জন্য আবেদন করবো। তবে তার আগে আমাদের আরো কিছু মেমবার যোগার করতে হবে যারা কোয়ালিটি কন্টেন্ট প্রডিউস করে। আমাদের একটিভ মেম্বার দরকার, একটিভিটি বাড়ানো দরকার। পাকিস্তান থ্রেড এর ৭০০ পেজ হয়ে গেছে আর ওনাদের এপ্লিকেশন এখন একটিভ আছে। দেখার বিষয় ওনাদের কতোদিন লাগে। ওনাদের ডেডিকেটেড মেরিট সোর্স ও আছে। আমরা পাকিস্তান থ্রেড থেকে অনেক পিছিয়ে ছিলাম। তবে কয়েকমাসের একটিভিটি তে আমরা এগিয়ে যাচ্ছি। এখন দেখার বিষয় আমরা এটা ধরে রাখতে পারি কি না। bitcointalk ফোরাম এর নতুন সদস্য আমি।কিন্তু বিটকয়েনটক ফোরাম কিভাবে কাজ করে সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। অর্থাৎ কিভাবে শুরু করবো কিছুই বুঝতে পারছি না।bitcoin সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে । তাই কোনো সিনিয়র ভাই যদি আমাকে এই বিষয়ে সাহায্য করতেন তাহলে খুব উপকার হতো। আমি মেইনলি জানতে চাচ্ছি কিভাবে পোস্ট করতে হয় আর কোথায় করতে হয়।আর মেরিট কিভাবে পাওয়া যাবে?। অগ্রিম ধন্যবাদ ।
ফোরামে আপনাকে স্বাগতম। এই থ্রেড এর প্রথম পেইজে সব কিছু লেখা আছে। আপনার সুবিধার জন্য কোট করে দিলাম। সময় নিয়ে এই ৭ টি পোষ্ট মনোযোগ দিয়ে পড়বেন। এটা পড়ার পর কোনো কিছু না বুঝলে বা কোনো প্রশ্ন থাকলে এখানে প্রশ্ন করবেন। অবশ্যই উত্তর দেয়ার চেষ্টা করবো।
|
|
|
|
sj13
Jr. Member
Offline
Activity: 107
Merit: 2
|
|
May 31, 2023, 01:00:46 PM |
|
আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ বিটকয়েন ধারণ করে কিন্তু খুব বেশি লোক বিটকয়েনের সত্যিকারের মানকেও জানেন না. নিজেকে জিজ্ঞাসা করুন এবং কেন আপনি একটি বিটকয়েন ধরে রাখা হয় মনে হয়? অবশ্যই আমরা তার একটি বিনিয়োগ এবং লাভজনক অধিকার জানি? আপনি অন্য কারণ কি জানেন?
|
|
|
|
Nothingtodo
Full Member
Offline
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
May 31, 2023, 02:41:29 PM |
|
Congratulations @LDL ভাই আপনি অতি দ্রুত নিজেকে সিনিয়র মেম্বার হিসেবে প্রতিষ্ঠিত করলেন। আপনি অতি অল্প সময়ে এত তাড়াতাড়ি সিনিয়ার মেম্বার পদমর্যাদা পেলেন তা সত্যিই অবাক করার বিষয়। শুধু সিনিয়ার মেম্বার না আপনি অতি অল্প সময়ের মধ্যেই সিনিয়র মেম্বার হতে না হতে হিরো মেম্বার হওয়ার মেরিট অর্জন করে ফেলেছেন। আমি আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করছি। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
|
|
|
|
Bitcoin_people
|
|
May 31, 2023, 02:52:47 PM |
|
Congratulations LDL অসংখ্য অভিনন্দন জানাই @LDL আপনাকে প্রচুর পরিমাণে সময় ব্যয় করে মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রমের পর আপনি সিনিয়র মেম্বার রেংক পদমর্যাদা অর্জন করেছেন এটা আমাদের বাংলা লোকাল বোর্ডের জন্য অনেক আনন্দের। আপনার মত একজন ইন্টেলিজেন্ট ব্যাক্তি আমাদের বাংলা লোকাল বোর্ডে থাকা মানে আমরা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার আশা রাখতে পারি ১০০%। আপনি এখন সিনিয়র মেম্বার রেংক অর্জন করেছেন কিন্তু আপনার মেধা হিরো মেম্বার এর কাছাকাছি অতি শীঘ্রই আপনি হিরো মেম্বরের মেধা অর্জন করবেন। আমাদের বাংলা লোকাল বোর্ড থেকে আরো একজন সদস্যের র্যাঙ্ক পরিবর্তন হয়েছে এটা আমাদের বাংলা লোকাল বোর্ডের জন্য প্রশংসনীয় বিষয় সেইসাথে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং শুভকামনা।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
Bd officer
|
|
May 31, 2023, 02:54:06 PM |
|
""অভিনন্দন"" অভিনন্দন @LDL ভাই আপনি Sr. Member পদমর্যাদা অর্জন করে ফেলেছেন। আপনি আমাদের বাংলা লোকাল বোর্ডের একজন জ্ঞানী মেম্বার। আপনি প্রতিনিয়ত আমাদের ছোট ইউজারদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করে থাকেন। আমি আপনার জন্য দোয়া করি আপনি যেন আরো সামনে আঘাতে পারেন।
|
|
|
|
Fuso.hp
|
|
May 31, 2023, 03:10:53 PM |
|
@LDL অভিনন্দন আপনাকে আপনি এখন এই ফোরামের একজন সিনিয়র সদস্য যদিও কিছুদিনের মধ্যেই আপনি হিরো মেম্বারের সম্মাননা গ্রহণ করতে চলেছেন। আপনার প্রোফাইলে সিনিয়র মেম্বারের র্যাঙ্ক শো করবে দেখার জন্য অনেকদিন যাবত অপেক্ষা করছিলাম অবশেষে আমাদের সেই অপেক্ষার অবসান ঘটেছে। দীর্ঘ একটা সময়ের পর অবশেষে আপনার নামের পাশে সিনিয়র মেম্বারের ট্যাগ দেখতে পাচ্ছি। এটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই গর্বের একটি বিষয়। আমাদের বাংলা সেকশন নিয়মিতই ডেভেলপমেন্ট হচ্ছে। আপনাকে অনেক অনেক অভিনন্দন। এবং হিরো মেম্বার এর রেঙ্ক অর্জনে আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল। বর্তমান যুগে অনলাইনের দুনিয়ায় নিরাপত্তা একটি বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর যখন কথা আসে এসেট,ইনভেস্টের কথা তখন আমাদের আরও বেশি সতর্ক থাকতে হয়। ক্রিপ্টো ব্লকচেইনগুলি হ্যাক করা কঠিন কাজ হয়ে থাকলেও হ্যাকাররা নানা পথ অবলম্বন করে থাকে হ্যাক করার জন্য। তাই অনলাইনে আমাদের যে কোন কার্যকলাপের জন্য ঝুঁকির বিষয়টা সর্বদা মাথায় রাখতে হয়। বর্তমানে ক্রিপ্টোকারেন্সিগুলি সরকারি নিয়ন্ত্রণের অধীনে নেই,ক্রিপ্টো মুদ্রার লেনদেনগুলি কোন নির্দিষ্ট আইনের সুরক্ষিত সাথে জড়িত নেই। তাহলে কীভাবে ক্রিপ্টো মুদ্রাগুলো সুরক্ষিত রাখবেন?
আপনি ভালো একটি পয়েন্ট সকলের সামনে তুলে ধরেছেন যেহেতু ক্রিপ্ত কারেন্সি নিয়ে সরকারের কোন হস্তক্ষেপ নেই তাই যদি আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তা আমাদের অর্থগুলো চুরি হয় তাহলে সে ক্ষেত্রে আমরা থানায় এ বিষয়ে কোনো মামলা করতে পারবো না কারণ আমাদের দেশে এই রিলেটেড সমস্ত কিছু অবৈধ। তাই আমরা যারা ক্রিপ্ত কারেন্সি সাথে জড়িত আছি তাদের সকলের অনেক সচেতন থাকা উচিত বিশেষ করে আমরা যে একাউন্টে আমাদের অর্থগুলো রাখব সেই অ্যাকাউন্ট যাতে হাই সিকিউরিটি সম্পন্ন হয় তা আমাদের নিশ্চিত করতে হবে। প্রথমত নিজের গোপন কোন তথ্য কারো কাছে শেয়ার করা যাবে না সে আপনার যতই কাছের হোক না কেন। সব সময় নিজের তথ্যগুলো গোপন রাখার চেষ্টা করবেন। ডিজিটাল মুদ্রা গুলো রাখার জন্য হার্ডওয়ার ওয়ালেট অনেক নিরাপদ কিন্তু আমাদের দেশে যেহেতু হার্ডওয়ার ওয়ালেট ব্যবহারের নিয়ম নেই সেক্ষেত্রে আপনি উচ্চ সিকিউরিটি সম্পন্ন কিছু মোবাইল ওয়ালেট ব্যবহার করতে পারেন যেগুলো সিকিউরিটির দিক বিবেচনা করে অনেকটাই শক্তিশালী। ইলেকট্র্রাম ওয়ালেট এবং মাইসেলিয়াম ওয়ালেট আপনার অর্থের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আমি মনে করি।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
LDL
|
|
May 31, 2023, 03:35:04 PM |
|
হঠাৎ আজকে এশার নামাজের পর কমিউনিটিতে ঢুকে দেখি আমার সিনিয়র মেম্বার পদমর্যাদা পেয়ে গেছি। শরীরটা বেশ কয়েক সপ্তাহ ধরে খুব খারাপ যাচ্ছে , আজকে হঠাৎ আমার এই পদমর্যাদা দেখে খুবই ভালো লাগছে। মেরুদন্ডের হাড়ে বেশ কয়েকদিন ধরে ব্যাথা অনুভব করছি। ফলে বাংলা কমিউনিটিতে খুব একটা বেশি একটিভ হতে পারছি না। অন্যান্য মাসে পোস্ট দিয়ে প্রথম স্থান অধিকার করি কিন্তু এবার আমার পোষ্ট সংখ্যা অনেক কমে গেছে। আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমার যেন শরীরটা আল্লাহ তাআলা ভালো রাখে। আজকে আমার রেঙ্ক চেঞ্জ হওয়ার পিছনে কয়েকজন মেম্বারের অবদান অনস্বীকার্য। তাদের সহযোগিতা না পেলে আমি হয়তো আমার র্যাঙ্ক পরিবর্তন করতে পারতাম না। @Little Mouse, Shasan, Crypto Library, Review Master, tjtonmoy, learn bitcoin, Bitcoin People, NicNacCoin, popkon6,Mr Corol অন্যান্য প্রমুখ এই সমস্ত ভাইয়ের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এসব ভাইয়েরা যদি বাংলা কমিউনিটিতে সাহায্য সহযোগিতা না করতো তাহলে আমি এত দূর আসতে পারতাম না। পরিশেষে একটি কথা বলে শেষ করব, সর্বদা সৎ ভাবে ফোরামে থেকে একে অন্যকে সাহায্য সহযোগিতা করলে অবশ্যই আল্লাহ তায়ালা একদিন কামিয়াবী করবেন। আল্লাহতালা কোন বান্দাকে নিরাশ করে না যে বান্দা সর্বদা সৎভাবে থেকে পরিশ্রম করে। আপনারা সৎভাবে থেকে ফোরামে সময় দিন এবং বাংলা কমিউনিটিতে সর্বদা পরিশ্রম করে যান ফলে একদিন না একদিন আমরা সফলকাম হবই হব।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Learn Bitcoin
|
হঠাৎ আজকে এশার নামাজের পর কমিউনিটিতে ঢুকে দেখি আমার সিনিয়র মেম্বার পদমর্যাদা পেয়ে গেছি।
প্রথমেই আপনাকে কংগ্রাচুলেশনস ভাই! হার্ড ওয়ার্ক সব সময় রেজাল্ট দিয়ে থাকে। আপনি আমাদের থ্রেডের সবচাইতে একটিভ দের মধ্যে একজন। আজকে যেহেতু একটিভিটি ডিস্ট্রিবিউশন ডেট ছিলো, অনেকেই আজকের একটিভিটি তে র্যাংক আপ করেছেন। আমাদের Bd officer আজিকের একটিভি পেয়ে Jr. Member হয়েছেন। তাকেও অভিনন্দন। Bd Officer, আপনি বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছেন, এভাবেই কাজ করতে থাকুন। আপনিও খুব দ্রুত র্যাংক আপ করে ফেলবেন। আর LDL ভাই, সামনের আরো অনেক পথ চলা বাকি। আপনি হিরো মেম্বার হতে হতে দেখবেন আপনার লিজেন্ডারি হওয়ার মেরিট হয়ে গেছে। একজন হিরো মেম্বার হতে হলে পুরো এক বছর সময় লাগে। যদি একটিভিটি পিরিয়ড মিস না করে থাকেন। আর লিজেন্ডারি হতে ২ বছর লাগে। আর নিজের শরীরের যত্ন নিন। নিয়মিত ডাক্তার দেখান এবং মেডিসিন গ্রহন করুন। সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। শরীর হচ্ছে সব চেয়ে বড় সম্পদ। সুতরাং এটার প্রতি অবহেলা চলবে না।
|
|
|
|
NicNacCoin
|
|
May 31, 2023, 03:53:21 PM Last edit: May 31, 2023, 04:06:43 PM by NicNacCoin Merited by LDL (2), Bd officer (1) |
|
°
আপনাকে সুস্বাগতম। এভাবে আপনি আপনার উন্নয়ন চালিয়ে যান ভবিষ্যতে আপনি হিরো মেম্বার হওয়ার আগে লিজেন্ডারি মেম্বারে মেরিট পেয়ে যাবেন। আপনার শরীর অসুস্থ এ কথা শুনে খারাপ লাগছে তবে কিছু করার নেই আল্লাহপাক অতি দ্রুত আপনাকে সুস্থ করে দিবেন। আপনি প্রতিনিয়ত সৎভাবে ফোরামের সময় দিয়ে থাকুন , ভবিষ্যতে আপনাকে আমরা আরো বড় পজিশনে দেখতে চাই। ইডিটেড: @Bd officer আপনাকেও ধন্যবাদ কেননা ছোট ইউজার হলে কি হবে আপনি কিন্তু নিউ বাই থেকে সরাসরি মেম্বার পদের মেরিট অর্জন করে ফেলেছেন। তাছাড়া আপনি এই মাসে সর্বোচ্চ পোষ্ট দাতা। আপনি বাংলাদেশ লোকাল কমিউনিটি তে একটিভ থাকুন দেখবেন ভবিষ্যতে আপনার এক্টিভিটি হওয়ার আগেই ফুল মেম্বার পদমর্যাদা পেয়ে গেছেন। নিঃসন্দেহে এই সমস্ত পদমর্যাদা আমাদের বাংলা কম্যুনিটির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে লোকাল বোর্ড পেতে এগুলা সাহায্য করবে।
|
|
|
|
Fuso.hp
|
|
May 31, 2023, 04:04:36 PM Merited by Bd officer (1) |
|
@Bd officer অভিনন্দন আপনাকে আপনি আজকে নিউ বাই সদস্য থেকে জুনিয়র মেম্বারর র্যাঙ্ক অর্জন করেছেন। আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথে আরও একটি ধাপ অতিক্রম করলেন। প্রত্যেকটা ইউজারের স্বপ্ন থাকে পর্যায়ক্রমে ফোরামের ছোট র্যাঙ্ক থেকে বড় র্যাঙ্ক অর্জন করার। আপনি সে পথেই এগোচ্ছেন। এবং আরো একটি প্রতিবেদন দেখলাম যেখানে এই মাসে আপনি সর্বোচ্চ সংখ্যক পোস্ট করেছেন। আপনার এই চেষ্টা আশা করছি বিফলে যাবে না। আপনার জন্য শুভকামনা রইল।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Gulttam2a2
Member
Offline
Activity: 112
Merit: 34
|
|
May 31, 2023, 04:06:40 PM |
|
@LDL ভাইয়া অভিনন্দন আপনাকে আপনি Sr. Member পদমর্যাদা অর্জন করেছেন। আপনি আমাদের বাংলা লোকাল বোর্ড ফোরামের একজন সিনিয়র এবং অভিজ্ঞ মেম্বার। আপনি আমাদের ছোট ইউজারদের সবসময় সাহায্য সহযোগিতা করে থাকেন এবং আমি এখানে নতুন আশা করছি আপনার কাছে থেকে অনেক সাহায্য পাবো। দোয়া করি ভাই আপনি যেন সামনে আরও এগিয়ে যেতে পারেন।আবারো অভিনন্দন ভাইয়া আপনাকে।
|
|
|
|
|