Bitcoin Cryptic
Newbie
Offline
Activity: 8
Merit: 0
|
|
May 20, 2023, 07:08:34 AM |
|
কিভাবে আপনার নিজের ক্রিপ্টোকারেন্সি তৈরি করবেন?নতুন কোনো ক্রিপ্টোকারেন্সি তৈরি করার সময় আপনি একটি কয়েন বা টোকেন তৈরি করতে পারেন। কয়েনের নিজস্ব ব্লকচেইন রয়েছে, আর টোকেন একটি পূর্ব-বিদ্যমান নেটওয়ার্কে তৈরি করা হয়। ক্রিপ্টোকারেন্সিগুলো তাদের নিরাপত্তা ও ডিসেন্ট্রালাইজড প্রকৃতির জন্য ব্লকচেইনের উপর নির্ভর করে। কোনো ক্রিপ্টো কয়েন তৈরির চেয়ে কোনো টোকেন তৈরি করার জন্য কম দক্ষতা ও প্রচেষ্টার প্রয়োজন হয়। কোনো কয়েন তৈরির জন্য সাধারণত ডেভলপার ও বিশেষজ্ঞদের একটি দলের প্রয়োজন হয়। কোনো টোকেনের জন্যও প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন হয়, তবে অন্যান্য ব্লকচেইন যেমন ইথিরিয়াম, Binance স্মার্ট চেইন, সোলানা ও পলিগন ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে এটি তৈরি করা সম্ভব। আপনি যে কাস্টমাইজযোগ্যতা ও ইউটিলিটি চান তার উপর নির্ভর করে কোনো টোকেন বা কয়েন বিষয়ে আপনার পছন্দ পরিবর্তিত হবে। সাধারণত, সংশ্লিষ্ট খরচগুলো কী কী কাজ প্রয়োজন তার উপর নির্ভর করে, যেমন বাহ্যিক ডেভলপার ও সময়। ইথিরিয়াম ও Binance স্মার্ট চেইন হল ডিজিটাল মুদ্রা তৈরির জন্য জনপ্রিয় ব্লকচেইন। আপনি নিজেই টোকেন তৈরি করতে প্রতিষ্ঠিত কোড ব্যবহার করতে পারেন অথবা কোনো মুদ্রা তৈরির পরিষেবা ব্যবহার করতে অর্থ প্রদান করতে পারেন। মেইন ব্লকচেইনের সুবিধার পাশাপাশি আরো অধিক কাস্টমাইজেশন প্রদান করায় সাইডচেইন হল আরেকটি জনপ্রিয় পছন্দ। আপনার নিজের ক্রিপ্টো তৈরি করার আগে, আপনাকে এটির উপযোগিতা, টোকেনমিক্স ও আইনি স্ট্যাটাস বিবেচনা করতে হবে। এর পরে, ডেভলপমেন্ট পর্যায়ের জন্য আপনার ব্লকচেইন পছন্দ, কনসেনশাস প্রক্রিয়া ও আর্কিটেকচার সবই প্রয়োজন। আপনি এর পরে, আপনার প্রজেক্টের একটি অডিট ও একটি চূড়ান্ত আইনি পরীক্ষার বিষয় বিবেচনা করতে পারেন। মোটামুটিভাবে যেকেউই ক্রিপ্টোকারেন্সি তৈরি করতে পারলেও, নির্ভরযোগ্য প্রজেক্ট ডেভলপ করার জন্য গুরুতর প্রচেষ্ঠা ও সংকল্প প্রয়োজন হয়। আপনি যদি আরো ভালোভাবে জানতে চান এখান থেকে ঘুরে আসতে পারেন
|
|
|
|
Learn Bitcoin
|
|
May 20, 2023, 07:32:20 AM |
|
ওখানে কাউন্ট ডাউন দিলে @Ratimov এসে কাউন্ট ডাউন থেকে অনেক মেম্বারকে তাদের রিকোয়ারমেন্ট অনুসারে যে কয়েকটি মেরিট শর্ট থাকে সেগুলো সে দিয়ে থাকে। তাছাড়া ওখানে কাউন্টডাউন দিলে ওই পোস্টে মেরিট দেয়া রুলসের মধ্যে নেই। ওখানে কাউন্ট ডাউন দিলে গ্লোবাল থেকে বড় বড় মেম্বার এসে প্রোফাইল গেটে ভালো পোস্টে মেরিট দিয়ে থাকে।
আমিও এটাই জানতাম। তবে আমার বেলায় এরকম টা হয়নি। আমি তো ১০ দিনে ২ টা মেরিট পেয়েছিলাম সেখান থেকে। সেখানে পোস্ট করার পর ১০ দিনেও কোনো মেরিট সোর্স আমার প্রোফাইল দেখে নি। তবে এই ১০ দিনে আমি আমার লোকাল থ্রেড থেকে সবচাইতে বেশি সাপোর্ট পেয়েছি। আর এজন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ! লাস্ট টাচ টা দিয়েছে লিটল মাউ ভাই। এই কয়েকজন মানুষ আমাদের সাথে না থাকলে আমরা হয়তো মোটিভেশান পেতাম না। এছাড়া যারা আমাকে তাদের সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করেছেন তাদের প্রতি আমিও চির কৃতজ্ঞ।
আপনাকে অভিনন্দন! আপনি ডিজার্ভ করেন বলেই আজকে ফুল মেম্বার হতে পেরেছেন। আমি মনে করি আমাদের থ্রেড এর অনেকের মাঝেই ভালো র্যাংক আপ করার পোটেনশিয়ালিটি আছে। নতুন কিছু মেম্বার রা ইম্প্রুভ করছে যেটা দেখে সত্তিই ভালো লাগছে। এখন আমাদের দরকার হাই র্যাংক মেম্বার। সবাই আস্তে আস্তে র্যাংক আপ করতে থাকুন। ফোরামে নিজের একটা স্থান তৈরি করুন। Sashan, Little Mouse এগুলা একেকটা ব্র্যান্ড এর মতো হয়ে গেছে। তাদের নাম বললে ফোরামে ম্যাক্সিমাম মানুষ চিনবে। আপনাকে নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেনো আপনার নামেও মানুষ চেনে। বাংলাদেশ এর নাম শুনলে যেনো বলে ও হ্যা, এই নামে একজন বাংলাদেশি ফোরাম মেম্বার আছে। সবাই গ্লোবাল বোর্ড গুলোতে ছড়িয়ে পরুন। শুধু পোস্ট কোটা পুরন করার জন্য পোস্ট না করে, কন্সট্রাকটিভ পোস্ট করুন। সকলের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করুন। আর চেস্টা করবেন আপনার শেকড় না ভুলে যেতে। লোকাল থ্রেড এ প্রতিদিন অন্তত একটা পোস্ট করুন। না পারলে দুইদিন এ একটা করুন। তবুও একটিভ থাকুন! সবাইকে শুভ কামনা! আর Dimitri94 ভাই আপনাকে আবারো অভিনন্দন!
|
|
|
|
Bd officer
|
|
May 20, 2023, 09:19:27 AM |
|
তাছাড়া ছোট্ট একটু উদাহরণ দেই গতকালকে সালবদরে একজন আইনের লোককে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীকে ধরার জন্য 5000 সালবদরিয়ান পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব ওই হত্যাকারীকে খুঁজে বের করতে। অথচ আমাদের দেশে যদি একজন হত্যা হয় তাহলে ওই হত্যাকারীকে আইনের প্রটেকশনে মুক্তি দেওয়া হয়। আপনারা মিলিয়ে নিন সালবদরে বিটকয়েনকে বৈধতা দিয়ে তারা সালবধরকে একটি শক্তিশালী শান্তিপ্রিয় দেশ হিসেবে স্বীকৃতি দিতে পারে।
এ হত্যাকাণ্ড নিয়ে এল সালভাদরের নতুন কোন বিষয় নয়। হত্যাকাণ্ড দিক দিয়ে বিশ্বের মধ্যে এল সালভাদর অন্যতম অবস্থানে রয়েছে। এল সালভাদর হত্যাকাণ্ড অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। এল সালভাদর বিশ্বের একমাত্র প্রথম দেশ যারা বিটকয়েন তাদের দেশের সরকারি মুদ্রা করেছেন। সর্বপ্রথম এল সালভাদর বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে বিটকয়েন তাদের দেশে বৈধ করা হয়। বাংলাদেশের কথা আপাতত বাদ দিয়ে দিন কেননা বাংলাদেশ কোনদিনও বিটকয়েন বৈধতা দেবে না।
যদি বিটকয়েন যুগ যুগ ধরে টিকে থাকে তাহলে আমি মনে করি অবশ্যই বাংলাদেশে একদিন বিটকয়েন বৈধ করে দেওয়া হবে। আমাদের বাংলাদেশি মানুষও কিন্তু ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আসছে। ট্রিপল এ তথ্য অনুযায়ী সারাবিশ্বে 42 কোটি মানুষ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে। তারমধ্যে আমাদের বাংলাদেশ প্রায় 40 লাখের বেশি মানুষ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আসছে। আমাদের দেশে এখনো বিটকয়েন বৈধতা দেওয়া হয়নি কিন্তু গোপনে গোপনীয়তা বজায় রেখে অনেক মানুষে বিটকয়েনের বিনিয়োগ করে রেখেছেন। কিন্তু আমরা সেটা জানতে পারছি না, জানার কোন ধরনের ব্যবস্থা নেই। আমাদের দেশে হয়তো আগামী বছর শুনতে পাবো 40 লাখ থেকে বৃদ্ধি পেয়ে 50 লাখ মানুষ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার শুরু করে দিয়েছে। আস্তে আস্তে ক্রমাগতভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার আমাদের দেশে বৃদ্ধি পেতে থাকবে। হয়তো এক সময় আমাদের বাংলাদেশে শুনতে পাবো বিটকয়েন বৈধ করে দিয়েছেন। তাছাড়া বাংলাদেশে বিটকয়েন বৈধ না হওয়া সত্ত্বেও সব ধরনের সুযোগ-সুবিধা আমরা পেয়ে যাচ্ছি। বিটকয়েন সংরক্ষণ করার জন্য নানান ধরনের ওয়ালেট প্লেস্টরে বা গুগোল থেকে ডাউনলোড করে নিতে পারছি। KYC ভেরিফাই করতে বাংলাদেশী আইডি কার্ড দিয়েই করা যাচ্ছে। আমাদের বাংলাদেশ বিটকয়েন কবে বৈধ করা হবে তা অনিশ্চিত। যাই হোক আমাদের সকলকে গোপনীয়তা বজায় রেখে কাজ চালিয়ে যেতে হবে। সব সময় আমাদের সতর্ক হয়ে থাকতে হবে
|
|
|
|
Coin63$
Member
Offline
Activity: 182
Merit: 10
|
|
May 20, 2023, 01:05:50 PM |
|
বাজারে একাধিক ডিসেন্ট্রালাইজড ওয়ালেট বিদ্যমান।তার মধ্যে কিছু জনপ্রিয় ওয়ালেটের নাম নিচে দেওয়া হলোঃ
মেটামাস্ক (MetaMask) ট্রাস্ট ওয়ালেট (Trust Wallet) মাই-ইথার ওয়ালেট (MyEtherWallet) এটমিক ওয়ালেট (Atomic Wallet) এক্সোডাস ওয়ালেট (Exodus Wallet) লেজার লাইভ৷ (Ledger Live) ট্রেজর ওয়ালেট (Trezor Wallet) এজ ওয়ালেট (Edge Wallet) ইলেকট্রাম ওয়ালেট (Electrum Wallet) ইনজিন ওয়ালেট (Enjin Wallet)
মেটামাস্ক(MetaMask): হল একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, যা Ethereum ব্লকচেইনের একটি ওয়ালেট। এটি ওয়ালেট হিসাবে কাজ করে এবং এটি সহজে একটি ব্রাউজার এক্সটেনশন হিসাবে ব্যবহারযোগ্য। MetaMask ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের ইথেরিয়াম টোকেন এবং ভিন্ন ধরনের ERC-20 টোকেনস সংরক্ষণ করতে পারে। এছাড়াও, এটি ডিসেন্ট্রালাইজড এপ্লিকেশনগুলি ব্যবহার করতে পারে যা Ethereum ব্লকচেইনে ভিত্তি করে কাজ করে। এটি ব্যবহারকারীদের পারস্পরিক লেনদেন করতে সহায়তা করে এবং ব্লকচেইন ট্রানজেকশনসমূহ স্বচ্ছতার সাথে সম্পন্ন করে।
"ট্রাস্ট ওয়ালেট"(Trust wallet) একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এপ্লিকেশন যা ব্লকচেইন প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি স্টোর করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি মোবাইল অ্যাপ্লিকেশন যা ব্লকচেইন ব্যবহার করে দ্রুত ও স্বচ্ছ লেনদেন সম্পন্ন করে। ট্রাস্ট ওয়ালেট এপ্লিকেশন বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি সমর্থন করে, যেমন Bitcoin, Ethereum, Ripple ইত্যাদি। এই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের ব্লকচেইন লেনদেন সম্পন্ন করতে একটি নিরাপদ ও সুরক্ষিত প্রযুক্তি সরবরাহ করে।
"মাই-ইথার ওয়ালেট" হল একটি ইথেরিয়াম ওয়ালেট এপ্লিকেশন, যা আপনাকে আপনার ইথেরিয়াম সম্পদ সংরক্ষণ করতে সাহায্য করে। এটি একটি ডিসট্রিবিউটেড ওয়ালেট এবং আপনি একটি প্রাইভেট কী ব্যবহার করে আপনার ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ করতে পারেন।
আমি মূলত যতদিন ধরে ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত আছি ততদিন ধরে ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করে আসছি। আবার মেটামাস্ক ওয়ালেট ও অনেক ব্যবহার করেছি। তবে আমার কাছে ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করার সবচেয়ে বেশি সুবিধা জনক মনে হয়। ট্রাস্ট ওয়ালেট এ সব ধরনের টোকেন সাপোর্ট করে। যার যার সুবিধামতো সবাই অন্য ওয়ালেট ব্যবহার করতে পারে।
|
|
|
|
Crypto Library
|
|
May 20, 2023, 03:38:41 PM |
|
সফলতা কাকে বলে তা আমি এই মুহুর্তে সঙ্গায়িত করত পারব না। কারন সফলত অনেকের কাছে তার আশা প্রাপ্তির উপর নির্ভর করবে। আমার দিক থেকে নতুন র্যাংক অর্জন এটিও একটি সফলতা। যাই হোক আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমার প্রতি আপনাদের সকলের ভালবাসা শিক্ত হওয়ার সক্ষমতা দান করেছেন। আপনাদের সহযোগীতায় আল্লাহর রহমতে আমি আমার একটি কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়নে সফল হয়েছি। শুকুর আলহামদুলিল্লা। আমার প্রিয় ফোরাম মেম্বারদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই আমার আকুল আবেদনে সারা দিয়েছেন। তাই আজ থেকে আমি আপনাদের কাছে ঋনি। বাংলা ফোরামের উন্নতিতে যদি সামান্য নিজেকে মেলে ধরতে পারি নিজেকে ধন্য মনে করব। প্রথম দিকে আমার ধারনা ছিল হয়তো বাংলা ফোরামে হিংসা বিদ্বেসের একটি জায়গা। কিন্তু আমার ধারনা ভূল ছিল আমি যখন ফোরামে একটিভ হওয়ার চেস্টা করলাম তখন আপনাদের সারা পেয়ে নিজের ভুল ধারনা থেকে সরে এলাম। আজকে প্রত্যাশার জায়গাতে অবস্থান করার পর এতটাই আনন্দিত যা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার এই আনন্দ আমার ফোরামের সবার মধ্যে কিছুটা হলেও শেয়ার করতে পারলে আমি ধন্যহতাম। ফোরামে অনেকেই হয়তো আমার আবেদন দেখতে পারেন নি হয়তো দেখলে তারাও এগিয়ে আসত। তাই সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। ফোরামে ছোট বড় সবাই আমাকে হেল্প করেছেন তবে শুরু থেকেই আমাকে যারা সর্বোচ্চ সাপোর্ট করেছিল এবং অনুপ্রানিত করেছিল তাদের নাম উল্লেখ না করলেই নয়। কারন আমি একটি সময় হাল ছেড়ে দিয়েছিলাম সেই অবস্থা থেকে যারা আমাকে অনুপ্রানিত করেছিলেন @Little Mouse @shasan @Crypto Library @LDL। এছাড়া যারা আমাকে তাদের সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করেছেন তাদের প্রতি আমিও চির কৃতজ্ঞ।
অভিনন্দন ব্রাদার। আপনাকে দিয়ে আরও একজন ফুল মেম্বার আমাদের থ্রেড এ যুক্ত হল । তো আমাদের লোকাল থ্রেডের ঝোলা ধীরে ধীরে ভারী হচ্ছে । তার মানে এই অ্যাচিভমেন্টের শুধু আপনার নয় আমাদের থ্রেডেরও আশা করি আপনার এই অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকবে। অনেকদিন হয়তো ফোরামে একটিভ ছিলেন না তারপরও খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে পারছেন এর জন্য আমার নিজেরও ভালো লাগছে। আশা করি এখন থেকে আমাদের বাংলাদেশ থ্রেডেও একটিভ থাকবেন। মেম্বার র্যাঙ্ক অর্জন করা মানে আপনার অপরচুনিটি গুলোর রাস্তা আরো ভালোভাবে খুলে যাওয়া । এখন আমি আপনাকে সাজেস্ট করব বাউনটি টাউনটি বাদ দিয়ে এখানে একটিভ থাকেন আর সার্ভিস স্টেটে নিয়মিত চোখ রাখেন কোন স্লট খালি হওয়ার জন্য। আশা করি ভালো একটা ক্যাম্পেইনে আপনি গৃহীত হবেন, এরপর চাইলে হোক, না চাইলে হোক টাকার জন্য হলেও একটিভিটি বাড়ানোর চেষ্টা করতে হবে, তখন আশা করি বাংলাদেশী থ্রেডেও নিয়মিত হবেন। সামনের দিনগুলির জন্য শুভকামনা রইল ।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
May 20, 2023, 05:42:20 PM Last edit: May 20, 2023, 05:55:41 PM by Little Mouse |
|
আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। কিন্তু আজকে রাত্রে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট পেয়েছি কিন্তু সেই পেমেন্ট উইথড করতে গিয়ে উচ্চতর ফি এর সম্মুখীন হয়েছি। আমাকে কেউ একজন সাজেস্ট করেন কোন বিটকয়েন ওয়ালেট ব্যবহার করলে ট্যান সেকশন বা লেনদেন ফি একটু কম হবে। আপাতত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে চাচ্ছি না।
বিটকয়েন অন চেইন লেনদেনে বর্তমানে ফি একটা চরম ইস্যু, যদিও এখন অনেকটা কমে এসেছে তবে, এইটার কোন স্থায়ী সমাধান নেই। যাই হোক, বিভিন্ন ওয়ালেট ভেদে আপনি হয়ত কিছু ফি কমাতে পারবেন তবে তার মানে এই না যে খুব বেশি ফি কমাতে পারবেন। এছাড়া, কিছু ট্রিকস আছে যেগুলো অনুসরণ করতে পারেন। আগেই বলে রাখি, ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করাই শ্রেয় কারণ আপনি আপনার মন মত ফি দিতে পারবেন এইখানে। ১। সব ইনপুটকে একটা ইনপুটে রুপান্তর করে রাখাঃ একটা এড্রেসে কিংবা একের অধিক এড্রেসে আমরা যতবার বিটকয়েন রিসিভ করে থাকি সবগুলো এক একটা ইনপুট হিসেবে কাউন্ট হয়। একটা ট্রাঞ্জেকশনে যত বেশি ইনপুট এবং আউটপুট হবে, লেনদেনের সাইজ তত বৃদ্ধি পাবে। ফলস্বরুপ, আপনাকে বেশি পরিমাণ ফি দেয়া লাগবে। এর জন্য, আমরা যেটা করতে পারি- যখন ট্রাঞ্জেকশন ফি খুব কম থাকবে, মানে ১সাতোশি প্রতি বাইট, তখন আমরা সবগুলো ইনপুটকে কনসোলিডেট করবো মানে আপনার কাছে থাকা সব বিটকয়েন দিয়ে আপনার একই ওয়ালেটের যে কোন একটি এড্রেসে একটা ট্রাঞ্জেকশন ক্রিয়েট করবেন। এইটার মানে নিজের কাছে নিজেই বিটকয়েন পাঠানো। এতে অনেকগুলো ইনপুট একটা ইনপুটে রুপান্তর হবে এবং পরবর্তীতে যখন অনচেইন ফি বেশি থাকবে, আপনি খুব বেশি ফি দেয়া লাগবে না। ২। ট্রাঞ্জেকশনে আলাদা ইনপুট ব্যবহারঃ এইটা শুধু ডেস্কটপ ওয়ালেট যারা ব্যবহার করে তাদের জন্য প্রযোজ্য, মোবাইল ওয়ালেটে এই ফিচাওরটি নেই এখনো। ইলেকট্রাম ওয়ালেটে শো কয়েন অপশন চালু করুন। এইটা ভিউ অপশনে গেলে পাবেন। তারপর আপনার ওয়ালেট ইন্টারফেসে নতুন একটা অপশন দেখতে পাবেন কয়েন নামে। সেখানে ক্লিক করলে আপনি সব ইনপুট আলাদা আলাদা করে দেখতে পারবেন যেখান থেকে আপনি চাইলে যে কোন একটি ইনপুট ব্যবহার করতে পারবেন। তবে, এর লিমিটেশন হল আপনাকে ছোট এমাউন্ট পাঠাতে হবে। বড় এমাউন্ট পাঠাতে গেলে ঘুরেফিরে একই কথা হয়ে যাবে কারণ আপনাকে বেশি ইনপুট নির্বাচণ করতে হবে। যদি আপনার কোন ইনপুটে বেশি এমাউন্ট থাকে তাহলে সমস্যা নেই। যাই হোক, প্রথম অপশনটা সবার অনুসরণ করা উচিত কারণ দ্বিতীয় অপশনটা শুধুমাত্র ডেস্কটপেই আছে। বিটকয়েন নিয়ে অনেকেই অনেক ভবিষ্যতবানী করেছেন। বালাজী শ্রীনিবাসন তিনি বলেছিলেন আগামী ৯০ দিনের ভিতরে ১ বিটকয়েন ১ মিলিয়ন ডলার হবে। অলরেডি ৬০ দিন পারি হয়ে গেছে আদো বিটকয়েন $৩৫k উপরে দেখতে পেলাম না। তার ভবিষ্যৎ বাণীর আর মাত্র ৩০ দিন বাকী আছে। সত্যি এতি অসম্ভব ৩০ দিনের ভিতরে ১ মিলিয়ন ডলার হবে। সর্বশেষে বিটকয়েনের দাম কত হবে আজ পর্যন্ত কেউ সঠিকভাবে ভবিষ্যৎবাণী করতে পারবেনা যা একেবারেই অসম্ভব। তবুও অনেক বিশেষজ্ঞ আছেন যারা আনুমানিক ভাবি ভবিষ্যৎবাণী করে থাকে। বালাজী শ্রীনিবাসন এই ভদ্রলোকের ভবিষ্যৎবাণী এটিই থেকেই বোঝা যায়। বিটকয়েনের সঠিক ভবিষ্যৎ বাণী কেউই করতে পারবে না। বালাজী শ্রীনিবাসন এই বাজি লাগানোর মুল উদ্দেশ্য কিন্তু বিটকয়েন এর দাম নিয়ে ভবিষ্যৎবাণী করা নয়, তার উদ্দেশ্য ছিল মানুষকে বোঝানো ইউ.এস.ডি কতটা খারাপ পর্যায়ের সম্মুখীন হতে যাচ্ছে। হাইপার-ইনফ্লেশন খুব শীগ্রই দেখা যেতে পারে অর্থনীতিতে। আমাদের দেশের দিকেও যদি নজর দেন, জিনিসপত্রের দাম বৃদ্ধির হার অতিরিক্ত। খুব শীগ্রই জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। বালাজী অলরেডি এই বাজির টাকা পে করে দিয়েছেন। একই ইস্যু নিয়ে তিনি আরো একটি বাজি ধরেছিলেন। দুইটা বাজিই তিনি হার মেনে নিয়ে পে করে দিয়েছেন। এর মধ্যে টুইটার ব্যবহারকারী সম্ভবত তার পুরো কিংবা অর্ধেক টাকা কোথাও দান করে দিয়েছেন। আমি পরেছিলাম কিছুদিন আগে কিন্তু এখন খুজে পাচ্ছি না।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Crypto Library
|
|
May 20, 2023, 07:18:13 PM |
|
আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। কিন্তু আজকে রাত্রে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট পেয়েছি কিন্তু সেই পেমেন্ট উইথড করতে গিয়ে উচ্চতর ফি এর সম্মুখীন হয়েছি। আমাকে কেউ একজন সাজেস্ট করেন কোন বিটকয়েন ওয়ালেট ব্যবহার করলে ট্যান সেকশন বা লেনদেন ফি একটু কম হবে। আপাতত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে চাচ্ছি না।
Little mouse ভাই অলরেডি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আপনি যদি ডেস্কটপ ইউজার হন শুধু ডেস্কটপ এর কথা নয়, নন কাস্টডিয়াল ওয়ালেট গুলোর মধ্যে electrum ব্যবহার করা কয়েকটা বিষয়ের জন্য উত্তম হবে যেমন এখানে আপনি স্ট্রং ফিচারস পাবেন, সিকিউরিটির দিক থেকেও এটি উত্তম।আর এটি ব্যবহার করা একজন প্রফেশনালিজম বিটকয়েনারের পরিচয়। তবে আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেহেতু আপনার ওয়ালেটে অলরেডি বিটকয়েন চলে আসছে এটা নিয়ে আর কিছু করা যাচ্ছে না। তবে আমি আপনার সাথে আমার একটা ব্যক্তিগত ট্রিক্স শেয়ার করছি, আমিও প্রথমদিকে সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট নেওয়ার জন্য এরকম নন কাস্টডিয়াল ওয়ালেট ব্যবহার করেছি। পরে দেখলাম এখানে আমার ট্রানজেকশন কস্ট বেশি পড়ে যাচ্ছে, এর জন্য নন কাস্টেডিয়াল থেকে সিগনেচার পেমেন্ট নেওয়ার জন্য কাস্তোডিয়াল ওয়ালেটে শিফট হলাম। আর ওয়ালেট এড্রেস এর সিকিউরিটি এর জন্য আমি Ku-coin এক্সচেঞ্জার ব্যবহার করলাম, সরাসরি কু কয়েন এর BTC এড্রেস এ আমি পেমেন্ট নিয়ে থাকি এবং পরবর্তীতে সেগুলো অন্য কোন একচেঞ্জযারে ট্রান্সফার করার জন্য সেগুলোকে লো কষ্ট ট্রানজেকশন ফি ওয়ালা alt-coin ব্যবহার করি এর ক্ষেত্রে আপনি Lite coin বা TRX ব্যবহার করতে পারেন। আমি মূলত TRX ব্যবহার করে থাকি Lite কয়েনে ট্রানজেকশন ফি আরো কম কিন্তু আমি ফাস্ট ট্রানজেকশন এর জন্য TRX ব্যবহার করে থাকি। কয়েকবার দেখেছি লাইট কয়েনের থেকে টি আর এক্স এ ট্রানজেকশন তাড়াতাড়ি হয়।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
shasan
Copper Member
Legendary
Online
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
May 20, 2023, 09:39:32 PM |
|
joeperry, Utopia এর হয়ে আবারো (১২ তম) বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalk.org/index.php?topic=5452765 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন। প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন।
|
|
|
|
Crypto Library
|
|
May 21, 2023, 09:44:35 AM |
|
কোনো পোস্ট বা টপিকে টোটাল মেরিট দেখার উপায়আমরা আমাদের কোন পোস্টে বা টপিকে অনেক সময় অনেক মেরিট পেয়ে থাকি এবং আমি এটাও জানি যে মোট কতগুলো মেরিট পেলামএটা সবারই বারবার জানতে বা দেখতে ইচ্ছে করে তো এই স্ক্রিপ্টির সুবিধা হলঃ -কোন পোস্টে বা টপিকে মোট কতগুলো মেরিট পেলেন এগুলো আলাদা আলাদা করে কাউন্ট করতে হবে না সবগুলো মেরিট একত্রে দেখাবে আশা করি সবার একটু হলেও কাজে লাগবে এটি ব্রাউজারে সেটআপ করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন:১। প্রথমে ব্রাউজারে এই এক্সটেনশন টি এড করতে হবে Tampermonkey-যারা মোবাইল ইউজার আছেন তারা Kiwi ব্রাউজার ব্যবহার করে এটা ব্যবহার করতে পারবেন। চাইলে Kiwi ব্রাউজারে কম্পিউটার ব্রাউজারের এক্সটেনশন এড করার উপায় সম্পর্কিত আমার এই পোস্টটি দেখতে পারেন- //** Kiwi ব্রাউজার ব্যবহার করে শুধু BPIP কম্পিউটারে ব্যবহৃত যাবতীয় সকল এক্স টেনশন মোবাইলে ব্যবহার করতে পারবেন শুধু ক্রোম ওয়েব স্টোরে এগিয়ে এড করে নিলেই হবে**//
২। তারপর ব্রাউজারে গিয়ে এক্সটেনশন অপশনে Tampermonkey টিতে ক্লিক করে ক্রিয়েট এ নিউ স্ক্রিপ্টে ক্লিক করুন নিচের ছবি ন্যায় ৩।তারপর নিচের স্ক্রিপটি কপি করে এখানে পেস্ট করে ফাইল মেনু থেকে সেভ অপশনে ক্লিক করুন- কাজ শেষ // ==UserScript== // @name Bitcointalk Post Merit Sum // @version 1.0 // @grant none // @include https://bitcointalk.org/index.php?topic=* // @run-at document-end // ==/UserScript==
;[...document.querySelectorAll(".td_headerandpost")].forEach(post => { try { let sum = [...post.querySelectorAll(".smalltext i > a")] .map(e => { return parseInt(e.nextSibling.textContent.match(/\((.*)\)/)[1]) }) .reduce((acc, e) => acc + e, 0) if (sum > 0) { let sumElement = document.createElement("span") sumElement.textContent = `Total merit: ${sum} | ` post.querySelector(".smalltext i").prepend(sumElement) } } catch (e) { console.error(e) } })
৪। এখন ফোরামে গিয়ে যে পোস্টটিতে টোটাল মেরিট দেখতে চান সেখানে ব্রাউজ করুন---হেয়ার ইজ আওয়ার আউটপুট সম্পূর্ণ স্ক্রিপটি এই পোস্ট থেকে নেওয়া- https://bitcointalk.org/index.php?topic=5148488.msg52264117#msg52264117 Thanks to hatshepsut93 for made this script
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
LDL
|
|
May 21, 2023, 11:55:43 AM Last edit: May 21, 2023, 12:36:11 PM by LDL Merited by NicNacCoin (1) |
|
কোনো পোস্ট বা টপিকে টোটাল মেরিট দেখার উপায় •••••
@Crypto Library ভাই মাঝে মাঝে এমন সকল পোস্ট করে থাকে যা অত্যন্ত উপকারী ও টেকনোলজি নির্ভর। আমি মাঝেমধ্যে তার পোস্টগুলো পড়ে বিভিন্ন টেকনোলজি পূর্ণ ট্রিকস জানতে পারি। বেশি বাড়িয়ে বলছি না তাদের মত বুদ্ধিমত্তা ইউজার যদি বাংলায় না থাকতো তাহলে হয়তো আমরা বেশি কিছু জানতে পারতাম না। যেমন লিটন মাউস ভাই পরোপকারী, তাকে যদি আমি পার্সোনাল মেসেজের মাধ্যমে কোন সমস্যা বলি তাহলে সে আমার সমস্যার সমাধান না করা পর্যন্ত নিজেকে নিস্তার দেয় না। ধন্যবাদ ভাইয়েরা আপনারা বাংলা লোকালে থাকলেই এরকম পোস্টের মত আরো হাজার জ্ঞানগর্ভ মূলক পোস্ট করতে পারব। @Crypto Library ভাই মোবাইল ফোনের মাধ্যমে KIwi browser দিয়ে।।। পরে কি হবে বুঝতে পারছি না। আমার মোবাইল ফোনের ব্রাউজারে আপনার দেওয়া কোড পেস্ট করার মত কোন জায়গা আসে না। কি করলে কোড পেস্ট করার জায়গা আসবে । ভাই কমপ্লিট করেছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।।।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Crypto Library
|
|
May 21, 2023, 05:42:38 PM Last edit: May 21, 2023, 06:16:43 PM by Crypto Library |
|
@Crypto Library ভাই মোবাইল ফোনের মাধ্যমে KIwi browser দিয়ে।।। পরে কি হবে বুঝতে পারছি না। আমার মোবাইল ফোনের ব্রাউজারে আপনার দেওয়া কোড পেস্ট করার মত কোন জায়গা আসে না। কি করলে কোড পেস্ট করার জায়গা আসবে দেখে ভালো লাগলো যে আপনি শেয়ার করা ট্রিক্স টি ট্রাই করেছেন। আপনি সঠিক রাস্তায় রয়েছেন এখানে সমস্যাটি হয়েছে এক্সটেনশন টি কম্পিউটার ব্রাউজার বেজড হওয়াতে মোবাইলের ক্ষেত্রে রেসপনসিভ ডিসপ্লে হয়নি এর ফলে এমন দেখাচ্ছে। আমিও প্রথমে এড করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম তারপরও সমস্যা নাই সমস্যার সমাধান রয়েছে। সমাধানটি হলো গিয়া ওই যে, উপরের রাইট সাইডে থ্রি ডট দেখতেছেন ওই অপশনে ক্লিক করে অল্প করে স্ক্রোল ডাউন করে এই ডেক্সটপ অপশনটিতে হালকা করে চাপ দিন। তো ব্রাউজার এখন ডেস্কটপ ভিউতে থাকবে তারপর পূর্ব থেকে থাকা কোড গুলো সিলেক্ট অল দিয়ে সব মুছে ফেলুন এবং ফাইল অপশন থেকে সেবে ক্লিক করুন। অল ডান আশা করি বুঝতে পেরেছেন তারপরও সমস্যা হলে জিজ্ঞাসা করতে কোন দ্বিধাবোধ করবেন না। edited:- ওহো কি জিনিসটা যে কমপ্লিট করেছেন এটার দিকে আমার চোখি পড়েনি, যাইহোক এই প্রবলেমটা আরো অনেক মোবাইল ইউজাররা ফেস করতে পারে। আশা করি তাদের জন্য এই পোস্টটি হেল্পফুল হবে
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
NicNacCoin
|
আলহামদুলিল্লাহ নিজে নিজে ট্রাই করে করে ফেলেছি বলব না , উপরের Crypto Library ও LDLভাইয়ের দেখানো রাস্তায় বিষয়টি আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। প্রথমে ক্রোম ব্রাউজারের মাধ্যমে চেষ্টা করেছিলাম কিন্তু কোন এক্সটেনশন এড করা সিস্টেম আসে না পরে kiwi ব্রাউজার ডাউনলোড করে চেষ্টা করলাম এবং সফল হইলাম। তবে একটি বিষয় হলো প্রত্যেকবারই ক্ষেত্রেই ডেক্সটপ মুড অন করে রাখতে হবে তা না হলে code পেস্ট করার স্পেস ক্লিয়ার করা যায় না যেমনটি ফেস করেছিলেন LDL ভাই প্রথমে। যাহোক এক দুইটা মেরিটের জন্য উপরের এই মেরিট কাউন্ট সিস্টেমটি ভালো লাগবে না তাই যারা একটু বেশি মেরিট পেয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি প্রযোজ্য। তাই যারা বেশি মেরিট পেয়েছে তাদের মেরিটের কাউন্ট সংখ্যার স্ক্রীনশট দিয়ে দিলাম আর কি।
|
|
|
|
LDL
|
|
May 22, 2023, 12:49:03 AM Last edit: May 22, 2023, 03:07:57 AM by LDL |
|
বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা Pic collected from Google & Binance Discover. আজ 22 মে , ইতিহাসে এই দিনটিকে ঘিরে অনেক বৈচিত্র্যময় ঘটনা ঘটে থাকতে পারে কিন্তু আজকের দিনে যারা বিটকয়েন ও বিটকয়েন ফোরামের সাথে যুক্ত আছেন তারা হয়তো জানেন 22 মে বিটকয়েনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ইতিহাসে 22 মে ২০১০ সালে ফ্লোরিডার একজন প্রোগ্রামার Laszlo Hanycez বিটকয়েনের ইতিহাসে প্রথম বিটকয়েনের বিনিময়ে প্রোডাক্ট কেনার রেকর্ড করে। তিনি তার গচ্ছিত 10000 বিটকয়েনের বিনিময়ে দুটি বড় সাইজের পিজ্জা অর্ডার করে যার ওই সময় মূল্য ছিল 41 ডলার। পাপাজন নামক একজন পিৎজা বিক্রেতা তার এই অর্ডার কনফার্ম করে এবং যেদিন কনফার্ম করে সেদিন তিনি পিজ্জা ডেলিভারি দিতে পারেনি বরং কয়েকদিন পরে তিনি পিজ্জা ডেলিভারি দিতে সক্ষম হন। Laszlo Hanycez 10000 বিটকয়েনের বিনিময়ে যে দুটো পিজ্জা কিনেছিলেন তার বর্তমান বাজারমূল্য $270 মিলিয়ন ডলার। তাকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি যে দশ হাজার বিটকয়েন বিনিময়ে দুটি পিৎজা কিনেছিলেন বর্তমান সময়ে এসে তার খারাপ লাগে না। জবাবে তিনি বলেছিলেন আমার খারাপ লাগছে না বরং আমার কাছে এটা খুব গৌরবের মনে হচ্ছে কেননা বিটকয়েনের ভ্যালু তৈরি করতে গেলে এরকম পদক্ষেপ গ্রহণ করতেই হবে। তাছাড়া তিনি যদি ওই সময়ে এরকম সাহসী পদক্ষেপ গ্রহণ না করতেন তাহলে আমরা বর্তমান সময়ে এসে বিটকয়েনের এত উচ্চতর ভ্যালু পেতাম না। প্রতিবছর Laszlo Hanycez এর বিটকয়েন ও পিজ্জা কেনাবেচার ইতিহাসকে বিটকয়েন সমর্থকদের মনে করিয়ে দিতে ২২ মে বিটকয়েন সমর্থক গোষ্ঠী বিশ্বব্যাপী বিটকয়েন পিজ্জা দিবস পালন করে।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
roksana.hee
|
|
May 22, 2023, 05:16:43 AM Last edit: May 22, 2023, 05:40:56 AM by roksana.hee Merited by Little Mouse (1), LDL (1), Dimitri94 (1) |
|
বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা Laszlo Hanycez 10000 বিটকয়েনের বিনিময়ে যে দুটো পিজ্জা কিনেছিলেন তার বর্তমান বাজারমূল্য $270 মিলিয়ন ডলার।
প্রথমবার কেউ যদি দুইটা পিজার দাম ২৭০ মিলিয়ন ডলার এটার কথা চিন্তা করে। আমার মনে হয়, সে নিশ্চিত হার্ট ফেল করবে। হ্যাঁ, আপনি সঠিকভাবে বলছেন যে 22 মে বিটকয়েনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই ঘটনাটি প্রথমবারের মত আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী প্রচারিত হয় কারণ এটি বিটকয়েনের ব্যবহারের একটি আদান-প্রদানের উদাহরণ ছিল এবং এটি দেখানোর মাধ্যমে প্রযুক্তিগত আর্থিক পদক্ষেপের জন্য একটি উদাহরণ স্থাপন করা হয়েছিল। এটি একটি অসাধারণ প্রতিষ্ঠানিক ও সামাজিক ইতিহাস যা বিটকয়েনের গুরুত্ব ও সংগ্রহশীলতার একটি উদাহরণ হিসাবে পরিচিত হয়েছে। এই ইতিহাসিক ঘটনা কর্তৃপক্ষের দ্বারা "বিটকয়েন পিজ্জা দিবস" হিসাবে পালন করা হয়। Laszlo Hanyecz একজন বিটকয়েন সমর্থক এবং প্রোগ্রামার ছিলেন, যার নাম 2010 সালের 22 মে তারিখে বিটকয়েনের ইতিহাসে একটি মাইলস্টোন প্রতিষ্ঠা হয়েছিল। সে দিন তিনি 10,000 বিটকয়েন দিয়ে দুটি বড় সাইজের পিজ্জা কিনেন, যা মূলত 41 ডলারের মান ছিল। এই ঘটনাটি হয়তো প্রথম বারের মতো আমাদের কাছে অস্থির মনে হতে পারে, কারণ তখন বিটকয়েনের মূল্য খুবই কম ছিল। বিটকয়েন পিজা দিবস | সবচেয়ে দামী পিজা?
|
|
|
|
Coin63$
Member
Offline
Activity: 182
Merit: 10
|
|
May 22, 2023, 09:21:28 AM |
|
বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা Laszlo Hanycez 10000 বিটকয়েনের বিনিময়ে যে দুটো পিজ্জা কিনেছিলেন তার বর্তমান বাজারমূল্য $270 মিলিয়ন ডলার।
প্রথমবার কেউ যদি দুইটা পিজার দাম ২৭০ মিলিয়ন ডলার এটার কথা চিন্তা করে। আমার মনে হয়, সে নিশ্চিত হার্ট ফেল করবে। হ্যাঁ, আপনি সঠিকভাবে বলছেন যে 22 মে বিটকয়েনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই ঘটনাটি প্রথমবারের মত আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী প্রচারিত হয় কারণ এটি বিটকয়েনের ব্যবহারের একটি আদান-প্রদানের উদাহরণ ছিল এবং এটি দেখানোর মাধ্যমে প্রযুক্তিগত আর্থিক পদক্ষেপের জন্য একটি উদাহরণ স্থাপন করা হয়েছিল। এটি একটি অসাধারণ প্রতিষ্ঠানিক ও সামাজিক ইতিহাস যা বিটকয়েনের গুরুত্ব ও সংগ্রহশীলতার একটি উদাহরণ হিসাবে পরিচিত হয়েছে। এই ইতিহাসিক ঘটনা কর্তৃপক্ষের দ্বারা "বিটকয়েন পিজ্জা দিবস" হিসাবে পালন করা হয়। Laszlo Hanyecz একজন বিটকয়েন সমর্থক এবং প্রোগ্রামার ছিলেন, যার নাম 2010 সালের 22 মে তারিখে বিটকয়েনের ইতিহাসে একটি মাইলস্টোন প্রতিষ্ঠা হয়েছিল। সে দিন তিনি 10,000 বিটকয়েন দিয়ে দুটি বড় সাইজের পিজ্জা কিনেন, যা মূলত 41 ডলারের মান ছিল। এই ঘটনাটি হয়তো প্রথম বারের মতো আমাদের কাছে অস্থির মনে হতে পারে, কারণ তখন বিটকয়েনের মূল্য খুবই কম ছিল। বিটকয়েন পিজা দিবস | সবচেয়ে দামী পিজা?প্রতিবছর ইংরেজি মে মাসের ২২ তারিখে বিটকয়েন পিজ্যা দিবস পালন করা হয়। ২০২৩ সালের আজকের এই দিনে পালিত হবে তের তম বিটকয়েন পিজা দিবস। বিটকয়েন ফোরামের একজন মেম্বার লাসজেলো হানইয়েয পোস্ট করেছিলেন যে তিনি কতিপয় পিজার বিনিময়ে ১০ হাজার বিটকয়েন দিবেন। লাসজেলো হানইয়েয পিজা পাওয়ার জন্য পোস্ট করেছিলেন 18 তারিখ কিন্তু তিনি পিযা পান ২২ তারিখ। তিনি একমাত্র ব্যক্তি যে বিটকয়েন দিয়ে পিজা ক্রয় করেছিলেন। এরপর থেকেই ২২ তারিখ প্রতিবছর বিটকয়েন পিজা দিবস পালিত হয়।
|
|
|
|
LDL
|
|
May 22, 2023, 10:57:12 AM |
|
Hotbit Crypto Exchange বন্ধ হতে চলেছেHotbit ক্রিপ্টো এক্সচেঞ্জ ২২ মে ২০২৩ থেকে তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি তাদের এক অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে অ্যানাউন্সমেন্ট করেছে এবং পিন মেসেজ করে রেখেছে। https://twitter.com/Hotbit_news/status/1660496999458963458?s=19চাইলে আপনারা উপরে লিংকে প্রবেশ করে পুরো অ্যানাউন্সমেন্ট পড়ে আসতে পারেন। বিষয়টি এখানে লেখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে শত শত ক্রিপ্টো হোল্ডার ,ট্রেডার ও ইনভেস্টর রয়েছে যারা বিভিন্ন এক্সচেঞ্জে তাদের বিনিয়োগ করা ডলার, ক্রিপ্টোকারেন্সি জমা করে রাখে। যারা বিষয়টি জানেনা তারা অতি দ্রুত বিষয়টি সম্পর্কে অবগত হয়ে হটবিট থেকে তাদের জমা করা সকল ক্রিপ্টোকারেন্সি আগামী ২১ জুনের মধ্যেই উত্তোলন করে নেয়। It's time to take a bow 🙇 For 5 years and 4 months, the Hotbit team has been proud to participate in a wonderful crypto show with 5 million users. However, it is with great regret that we have made the decision to stop all CEX operations from May 22, UTC 04:00. We kindly ask all users to withdraw their remaining assets before June 21, UTC 04:00.
For any questions, please contact us via hotbit.zendesk.com/hc/en-us/reque…
This decision is based on three reasons: please check this announcement link for more detalis hotbit.zendesk.com/hc/en-us/artic… সংবাদটি আমাদের বাংলাদেশ ভিত্তিক অনলাইন ক্রিপ্টোকারেন্সি নিউজ পোর্টাল কয়েন আলাপ ইতিমধ্যে সংবাদ প্রকাশিত করেছে। https://cointelegraph.com/news/hotbit-exchange-halts-operations-urges-users-to-withdraw-fundshttps://t.me/coinalapnews/278
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Learn Bitcoin
|
|
May 22, 2023, 02:26:01 PM |
|
বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা
ধন্যবাদ ভাই। আপনাকেও পিৎজা দিবসের শুভেচ্ছা। বিটকয়েন ফোরামে থাকার কারনে সবাই তো এখন বিটকয়েনের সাথে পিৎজার কি সম্পর্ক তা জেনেই গেছেন। আপনারা কি জানেন পিৎজার উৎপত্তি কোন দেশে? ইতালি! হ্যা, ইতালির নেপলস শহরে এর উৎপত্তি হলেও মোটামোটি সারা পৃথিবীতেই এটা জনপ্রিয় হয়ে গেছে। আমার আবেগী মন ভাবতেছিলো লাজলো যদি পিৎজা অর্ডার না করে ইলিশ মাছ অর্ডার করতো, তাহলে বিটকয়েন ইলিশ মাছ দিবস পালন হতো। আর পহেলা বৈশাখের মতো বিটকয়েন ইলিশ মাছ দিবসে আমরা হাগার হাগার ডলার, মানে বিটকয়েন কামাইতে পারতাম। পিৎজা যেমন বানানো যায়, ইলিশ তো আর ঘরে বানানো যেতো না। সবাইকে বাধ্য হয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানী করতে হতো। এই সুযোগে কুবের মাঝি কিছু টাকা কামাইতো, আর কপিলার জন্য নতুন রঙ্গীন শাড়ি কিনতো। আর বলতো না, ”আমারে নিবা মাঝি?” যাই হোক, Cyrus এর পোষ্ট দেখে মনে হচ্ছে কনটেষ্ট রেডি হচ্ছে। তোমাদের কাছে যা আছে, তোমরা তাই নিয়ে তৈরী থাকো তবে মাল্টিপল একাউন্ট আর এন্ট্রি নিয়ে সাবধান। ধরা খাইলে জামিন নাই।
|
|
|
|
Bitcoin_people
|
|
May 22, 2023, 03:00:26 PM |
|
বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা Pic collected from Google & Binance Discover. আজ 22 মে , ইতিহাসে এই দিনটিকে ঘিরে অনেক বৈচিত্র্যময় ঘটনা ঘটে থাকতে পারে কিন্তু আজকের দিনে যারা বিটকয়েন ও বিটকয়েন ফোরামের সাথে যুক্ত আছেন তারা হয়তো জানেন 22 মে বিটকয়েনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ইতিহাসে 22 মে ২০১০ সালে ফ্লোরিডার একজন প্রোগ্রামার Laszlo Hanycez বিটকয়েনের ইতিহাসে প্রথম বিটকয়েনের বিনিময়ে প্রোডাক্ট কেনার রেকর্ড করে। তিনি তার গচ্ছিত 10000 বিটকয়েনের বিনিময়ে দুটি বড় সাইজের পিজ্জা অর্ডার করে যার ওই সময় মূল্য ছিল 41 ডলার। পাপাজন নামক একজন পিৎজা বিক্রেতা তার এই অর্ডার কনফার্ম করে এবং যেদিন কনফার্ম করে সেদিন তিনি পিজ্জা ডেলিভারি দিতে পারেনি বরং কয়েকদিন পরে তিনি পিজ্জা ডেলিভারি দিতে সক্ষম হন। Laszlo Hanycez 10000 বিটকয়েনের বিনিময়ে যে দুটো পিজ্জা কিনেছিলেন তার বর্তমান বাজারমূল্য $270 মিলিয়ন ডলার। তাকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি যে দশ হাজার বিটকয়েন বিনিময়ে দুটি পিৎজা কিনেছিলেন বর্তমান সময়ে এসে তার খারাপ লাগে না। জবাবে তিনি বলেছিলেন আমার খারাপ লাগছে না বরং আমার কাছে এটা খুব গৌরবের মনে হচ্ছে কেননা বিটকয়েনের ভ্যালু তৈরি করতে গেলে এরকম পদক্ষেপ গ্রহণ করতেই হবে। তাছাড়া তিনি যদি ওই সময়ে এরকম সাহসী পদক্ষেপ গ্রহণ না করতেন তাহলে আমরা বর্তমান সময়ে এসে বিটকয়েনের এত উচ্চতর ভ্যালু পেতাম না। প্রতিবছর Laszlo Hanycez এর বিটকয়েন ও পিজ্জা কেনাবেচার ইতিহাসকে বিটকয়েন সমর্থকদের মনে করিয়ে দিতে ২২ মে বিটকয়েন সমর্থক গোষ্ঠী বিশ্বব্যাপী বিটকয়েন পিজ্জা দিবস পালন করে। আজকে ২২ শে মে বিটকয়েন পিজ্জা দিবসের উপলক্ষে আমাদের সকল লোকাল বোর্ডের কমিটির সকল ভাইদের জানাই শুভেচ্ছা।HAPPY BITCOIN PIZZA DAY 🍕🍕
২২ মে ২০১০ সাল এই সময়টি ছিল বিটকয়েনের সবচেয়ে বড় একটি ইতিহাস। যেখানে মাত্র দুটি পিৎজা এর মূল্য ১০ হাজার বিটকয়েন দিয়ে ক্রয় করেছিল Laszlo Hanycez নামক ব্যক্তি। Laszlo Hanycez যিনি দুটি পিজ্জা এর জন্য ১০ হাজার বিটকয়েন খরচ করে অর্ডার করেছিলে যার বাজার মূল্য বর্তমানে $২৭০ মিলিয়ন ডলার। প্রথমবার এই ঘটনাটি শুনলে শুধু মাথায় ঘুরতে থাকে এত ডলার দিয়ে মাত্র দুটি পিৎজা ক্রয় করেছিল। তবে তখন বিটকয়েনের মূল্য ছিল মাত্র $41 যা দিয়ে মাত্র দুটি বড় পিজ্জা কিনেছিলেন। Laszlo Hanycez যখন ১০০০০ বিটকয়েন দিয়ে দুটি পিৎজা অফার করেছিলেন কেহই এই অফারে রাজি হননি তবে papajan নামক ব্যক্তি বিটকয়েন দিয়ে পিজ্জা বিক্রি করে ও তার কাছে পৌঁছে দেয়। আর এটি ছিল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন দিয়ে সর্বপ্রথম পণ্য কেনা আজকে বিটকয়েনের এত উচ্চতর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। ১০০০০ বিটকয়েন দিয়ে যদি পিজ্জা না কিনতেন তাহলে হয়তো আমরা বিটকয়েনের এই অবস্থান দেখতে পেতাম না তাই Laszlo Hanycez কে অভিনন্দন জানাই তার জন্য আজকের বিশ্ব ব্যাপি বিটকয়েন এতটা জয়প্রিয় হয়েছে। আর এই ১০০০০ বিটকয়েন দিয়ে পিজ্জা ক্রয় করায় ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই দিবসটিকে সম্মান জানাতে প্রতি বছর ২২ শে মে বিশ্বব্যাপী ক্রিপ্টো সম্প্রদায় বিটকয়েন পিজ্জা ডে পালন করে থাকে।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
Crypto Library
|
|
May 22, 2023, 06:04:40 PM Last edit: May 22, 2023, 06:59:33 PM by Crypto Library Merited by roksana.hee (1) |
|
আমার পক্ষ থেকেও সবাইকে বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা। দুর্ভাগ্যক্রমে আজকের এই দিনে নানান ব্যস্ততার কারণে একটা পিজ্জাও গিলতে পারলাম না। তবে Laszlo Hanyecz মতন সরাসরি বিটকয়েন দিয়ে পেমেন্ট করে হয়তো পিজ্জা খেতে পারব না কিন্তু আগামীকাল বিটকয়েন কে টাকায় রূপান্তর করে একটা পিজ্জা কিনে খাব। যদিও Laszlo Hanyecz ও কিন্তু সরাসরি বিটকয়েন এর মাধ্যমে পেমেন্ট করেছিল না তার বিটকয়েন কে ডলারে এক্সচেঞ্জ করে অন্য একজন ওই 10000 বিটকয়েনের বদলে তার বাসায় পিজ্জাটি পাঠিয়েছিল. পিজ্জা আমারও প্রিয় খাবার সত্যি কথা বলতে এখন আমি যত পিজ্জা বার্গার আর যা খাই তার সবকিছুর পিছনে এই বিটকয়নই। ইতিহাসে 22 মে ২০১০ সালে ফ্লোরিডার একজন প্রোগ্রামার Laszlo Hanycez বিটকয়েনের ইতিহাসে প্রথম বিটকয়েনের বিনিময়ে প্রোডাক্ট কেনার রেকর্ড করে।
-শুধু কি একজন কম্পিউটার প্রোগ্রামার এবং পিজ্জা কেনাই তার একমাত্র অবদান, আমরা অনেকেই বিটকয়েন নেটওয়ার্কে তার আরো অন্যান্য অবদান সম্পর্কে জানিনা- -সে বিটকয়েনের প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, সে বিটকয়েন প্রটোকলকে এর ভালনাবিরিটি ঠিক করা সহ এই প্রটোকলকে আরো সুরক্ষিত এবং স্টেবল করে তুলতে সাহায্য করে। -তাছাড়া তিনিই প্রথম জিপিইউ মাইনিং এর প্রবর্তক। যখন সবাই সিপিইউ কেন্দ্রিক মাইনিং করতো তখন তিনি তার করা প্রোগ্রামিং কোড শেয়ারিং এর মাধ্যমে বিটকয়েন মাইনিং এর গতিকে আরো ত্বরান্বিত করেছিলেন। -তাছাড়া তিনিই প্রথম ব্যক্তি যিনি MAC Os এর জন্য বিটকয়েন কোড রিলিজ করেছিলেন যেটা bitcoin এডপশনের রাস্তা কে আরও বেশি সুগম করেছিল। বিস্তারিত জানতে এই দুইটি আর্টিকেল পড়তে পারেন বিটকয়েন পিজা দিবস | সবচেয়ে দামী পিজা?Bitcoin’s 13th Pizza Day: Reflecting on the Transaction that Changed Crypto History আমার আবেগী মন ভাবতেছিলো লাজলো যদি পিৎজা অর্ডার না করে ইলিশ মাছ অর্ডার করতো, তাহলে বিটকয়েন ইলিশ মাছ দিবস পালন হতো। আর পহেলা বৈশাখের মতো বিটকয়েন ইলিশ মাছ দিবসে আমরা হাগার হাগার ডলার, মানে বিটকয়েন কামাইতে পারতাম। পিৎজা যেমন বানানো যায়, ইলিশ তো আর ঘরে বানানো যেতো না। সবাইকে বাধ্য হয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানী করতে হতো। এই সুযোগে কুবের মাঝি কিছু টাকা কামাইতো, আর কপিলার জন্য নতুন রঙ্গীন শাড়ি কিনতো। আর বলতো না, ”আমারে নিবা মাঝি?” যাই হোক, Cyrus এর পোষ্ট দেখে মনে হচ্ছে কনটেষ্ট রেডি হচ্ছে। তোমাদের কাছে যা আছে, তোমরা তাই নিয়ে তৈরী থাকো তবে মাল্টিপল একাউন্ট আর এন্ট্রি নিয়ে সাবধান। ধরা খাইলে জামিন নাই। প্রচুর হাসলাম ভাই আপনার এই ইলিশ মাছের কথায়। তো ভাই এবারের পিজ্জা কনটেস্টে আশা করি একটা পিজজা ইলিশ মাছেরও বানাবেন। হয়তো এর মাধ্যমে ইতিহাসে আপনার নামউঠে যেতে পারে বাংলাদেশে এই প্রথম আস্ত একটা ইলিশ মাছের পিজ্জা বানালো আমাদের এই ভাই Learn Bitcoin। আর আপনি চাইলে এটা আমরা btc এর মাধ্যমে সরাসরি পেমেন্ট করে আপনার সাথে ইতিহাসে আমাদের নামটিও লিখে ফেললাম যাইহোক শখ করে একটা ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম আর সেটিতে মাত্র একটি ক্যাপসিকামি ধরেছে এবং গাছটি মরে যাইতেছে কদিন আগে ছিরব ছিরব করে ছিরিনি মনে হয় এই কনটেস্ট এর জন্যই ওটা এখনও পর্যন্ত গাছে ঝুলে আছে।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Bd officer
|
|
May 22, 2023, 06:23:01 PM |
|
Laszlo Hanycez যিনি দুটি পিজ্জা এর জন্য ১০ হাজার বিটকয়েন খরচ করে অর্ডার করেছিলে যার বাজার মূল্য বর্তমানে $২৭০ মিলিয়ন ডলার। প্রথমবার এই ঘটনাটি শুনলে শুধু মাথায় ঘুরতে থাকে এত ডলার দিয়ে মাত্র দুটি পিৎজা ক্রয় করেছিল। আজকে দিনটার কথা শুনে সত্যিই আমার নিজের মাথা ঘুরাচ্ছে, মাত্র ২ টা পিজ্জার জন্য ১০০০০ হাজার বিটকয়েন খরচ করছিলেন। যার বর্তমান মুল্য সবার জানা আছে। আজকের দিনটি যতদিন বিটকয়েন এই পৃথিবীর বুকে টীকে থাকবে ততদিন এই ২২ মে পিজ্জা দিবস উদযাপন করবে। বর্তমানে মুল্য দেখে আমরা হতাশ হয়ে যাই। কিন্তু যখন বিটকয়েন $১০০k উপরে যাবে তখন তো যারা নতুনে শুনবেন টাসকি খেয়ে যাবে । প্রকৃতপক্ষে বিটকয়েন যদি সবাই ধরে রাখতো তাহলে এত মুল্য কোথায় থাকতো। Laszlo Hanycez তিনি সর্বপ্রথম ব্যবসাক্ষেত্রে বিটকয়েন ব্যবহার করা শুরু করেছিলেন। তার জন্যই ব্যাবসা ক্ষেতে বিটকয়েন সকলে ব্যবহার করতে পারছেন। আমার পক্ষ থেকেও সবাইকে বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা। দুর্ভাগ্যক্রমে আজকের এই দিনে নানান ব্যস্ততার কারণে একটা পিজ্জাও গিলতে পারলাম না। তবে Laszlo Hanyecz মতন সরাসরি বিটকয়েন দিয়ে পেমেন্ট করে হয়তো পিজ্জা খেতে পারব না কিন্তু আগামীকাল বিটকয়েন কে টাকায় রূপান্তর করে একটা পিজ্জা কিনে খাব।
আজকে বিটকয়েন পিজ্জা দিবস কে স্মরণীয় করে রাখতে আমি একটা পিজ্জা কিনে বিটকয়েন পিজ্জা দিবস উদযাপন করেছি। আমিও বিটকয়েন দিয়ে পেমেন্ট করে পিজ্জা কিনতে চেয়েছিলাম দুঃখের বিষয় আমাদের দেশে তো আর বিটকয়েন পেমেন্ট গ্রহন করা হয় না । আমাদের লোকাল কমিনিউটির সকল সদস্য কে আমার পক্ষ থেকে বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা।
|
|
|
|
|