RealYield কি এবং ক্রিপ্টোমার্কেটের পরবর্তী হাইপ?
যদি আপনাদেরকে বলি যে, আপনারা শুধুমাত্র স্টেকিং করে দৈনিক $৩ থেকে আরো বেশি স্টেকিং থেকে পেতে পারেন এবং যে টোকেনটি স্টেকিং এ রাখবেন, সেটি পরবর্তীতে ১০ গুণ বৃদ্ধি পেতে পারে। কিংবা অদূর ভবিষ্যতে বাইন্যান্সেও লিস্ট হতে পারে। বিশ্বাস নাহ হইলেও এমনি একটি প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং আমার নিজের কিছু মতামতের সাথে।
প্রথমেই আপনাদেরকে RealYield কি? এবং ক্রিপ্টোমার্কেটের পরবর্তী হাইপ সম্পর্কে বলবো। এরপর না হয় বলবো যে, কিভাবে এমন Yield Farming কিংবা স্টেকিং থেকে লাভ করতে পারবেন।
RealYield কি?: আমরা সকলেই বিভিন্ন DeFi প্রজেক্টের staking কিংবা Yield Farming এ অংশগ্রহণ করেছি। যারা ক্রিপ্টোমার্কেটে নতুন, তারাও কিন্তু একবার হলেও Pancakeswap - ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে Cake অথবা cake-wBNB লিকুইডিটি পুলে স্টেকিং করে Yield Farming করেছেন। ২০২২ সালের পূর্বে যত DeFi প্লাটফর্ম ছিল, সবগুলোই সাধারণত তাদের নিজস্ব টোকেনে ব্যবহারকারীকে রিওয়ার্ড দিত। যেটি মূলত এক প্রকার FakeYield, কেননা প্রজেক্টগুলো তাদের নিজস্ব টোকেনের সাপ্লাই বৃদ্ধি করতো এবং রিওয়ার্ড দিতো। আর প্লাটফর্মের যত ফি কিংবা মুনাফা/লাভ হতো, সেগুলো টিম নিজেরা রেখে দিতো। এমনকি অনেক প্রজেক্টের টোকেনের মূল্য অনেক হ্রাস পেত এই কারণে এবং বিনিয়োগকারীরা লোকসানে থাকতো।
এই সমস্যা সমাধানে ক্রিপ্টোমার্কেটে নতুন একটি শব্দ চলে এসেছে, সেটি হলো RealYield. পূর্ববর্তী প্রজেক্টগুলো যেমন FakeYield এর মাধ্যমে তাদের নিজস্ব টোকেনগুলো রিওয়ার্ড হিসেবে দিয়ে টোকেনের মূল্যের ১২ টা বাজিয়ে বিনিয়োগকারীদের লোকসানে ফেলতো। সেখানে RealYield এর মাধ্যমে এই সমস্যার সমাধান হয়েছে এবং এতে DeFi প্রজেক্টগুলো তাদের নিজস্ব প্লাটফর্মের মুনাফা কিংবা ফি, তাদের ব্যবহারকারীদের মাঝে রিওয়ার্ড হিসেবে বিতরণ করে থাকে।
সহজ ভাষায়, যখন কোনো প্রজেক্ট নিজেদের অর্জিত লাভ কিংবা ফিগুলো তাদের নিজস্ব ব্যবহারকারীদের মাঝে Yield Farming রিওয়ার্ড হিসবে বিতরণ করে থাকে, তখন সেটিকে RealYield বলে। আর এতে সবসময় ভালো রিওয়ার্ড পাওয়া যায় এবং Yield Farming এর পরিমাণও কমে নাহ। যেটি টোকেনে রিওয়ার্ড দিয়ে থাকলে কমবে, কারণ টোকেনের মূল্যে হ্রাসে কোনো Yield Farmer যদি ১০০০ টোকেনও পায়, সেটির মূল্য শূন্যের পর্যায়ে যাবে।
ক্রিপ্টোমার্কেটের পরবর্তী হাইপ: ক্রিপ্টোমার্কেটে সবসময় কোনো নাহ কোনো হাইপ চলে থাকে এবং এসবে যদি আপনি অংশগ্রহণ করতে পারেন, তাহলে অনেক লাভবান হতে পারবেন। যেটি হয়তো আপনি ট্রেডিং থেকে করতে পারবেন নাহ এবং আপনার মানসিকভাবেও ভালো থাকবেন, যেটি ট্রেডিং এ নাই। আমি ব্যক্তিগতভাবে বলবো যে, ক্রিপ্টোমার্কেটের পরবর্তী হাইপ হইলো
Decentralized Derivative Exchange এবং RealYield ভিত্তিক প্রজেক্টগুলো। যদিও এটি সম্পর্কে আমি সেই ২২ সেপ্টেম্বর ২০২২ এ BitByte Crypto গ্রুপটিতে বলেছিলাম!
এখন অনেকেই হয়তো ভাবতে পারেন যে, এতদিনে হয়তো এই হাইপ শেষ হয়ে যাচ্ছে কিংবা শেষের পথে। কিন্তু আমি বলবো যে, এখনো সময় আছে। কারণ P2E প্রজেক্টগুলো হাইপ কিন্তু প্রায় একবছরের মতো ছিল এবং এরপর মার্কেট ডাম্প হওয়ায় কমে গিয়েছে। কিন্তু Perpetual/Derivative Dex এর হাইপটায় শুরু হয়েছে Bear market এ এবং আশা করি আরো ৬-১০ মাসের মতো চলবে। যেহেতু এখনো তেমন হাইপ আমি দেখি নাই।
আর একটি বিষয়, অনেকেই হয়তো দেখেছেন যে, কিছুদিন আগে Binance এক্সচেঞ্জ GMX এবং gTrade (GNS) প্রজেক্ট দুইটিকে লিস্ট করেছে। আপনারা যারা জানেন নাহ, তাদের উদ্দেশ্যে বলবো যে, GMX আর gTrade (GNS) হইলো প্রথম প্রজেক্ট যেগুলো RealYield এর সফলভাবে ক্রিপ্টোমার্কেটে বিস্তার লাভ করিয়েছে। আর FTX এক্সচেঞ্জের কান্ডের পর তো অনেক হাইপ পেয়েছে, কেননা এসব এক্সচেঞ্জ হইলো Decentralized Perpetual/Derivative এক্সচেঞ্জ।
এখন আসে আপনারাও আমার মতো কিভাবে দৈনিক $৩ থেকে আরো বেশি লাভ করতে পারবেন, তা আবার RealYield এর মাধ্যমে, যেনতেন ফালতু DeFi প্রজেক্ট থেকে নাহ।
আমি ইতিপূর্বে El Dorado Exchange সম্পর্কে এখানে পোষ্ট করেছিলাম । কিন্তু কেউ তখন আমার পোষ্টে কোনো রিপ্লাই দেয় নাই। যাই হোক, আজকের প্রজেক্টই হলো El Dorado Exchange এবং এটির টোকেন নিয়ে অল্প কিছু কথা, কারণ ইতিমধ্যে RealYield নিয়ে বকবক করে আপনাদেরকে বিরক্ত করেছি।
উপরের ছবিটিতে আপনারা দেখতে পারতেছেন যে, EDE এক্সচেঞ্জটির সর্বমোট কেমন ট্রেডিং ভলিউম এবং কত পরিমাণ প্লাইফর্মের মুনাফা কিংবা ফি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় এই এক্সচেঞ্জটি প্রায় $১৬,৫০০ এর ফি কিংবা প্লাটফর্মের মুনাফা অর্জন করেছে। আর এইগুলোই Yield Farmers দের মাঝে রিওয়ার্ড হিসেবে প্রদান করা হবে। আমি যেভাবে এটি থেকে দৈনিক $৩ এর মতো লাভ করতেছি সেটি বলি, তাহলে বিষয়টি সকলের কাছে আরো সহজ হয়ে উঠবে।
আমি মূলত EDE টোকেনটি স্টেকিং এ রেখে দিয়েছি এবং সেটির মাধ্যমে দুইটি রিওয়ার্ড পাচ্ছি।
০১) প্রথমত EDE টোকেনের রিওয়ার্ড, যেটিতে বর্তমানে ৭৫% এর মতো APR দিতেছে । মানে আপনি যদি $১০০ এর টোকেন স্টেকিং এ দেন, তাহলে বছরে $৭৫ এর টোকেন রিওয়ার্ড হিসেবে পাবেন। যদিও APR কম বেশি হয়।
০২) দ্বিতীয়ত EUSD টোকেনে রিওয়ার্ড পাই, যেটি RealYield থেকে আসে। আর এটিতে ১১৬% এর বেশি APR দিতেছে, যদিও এটি নির্ভর করবে প্লাটফর্মের অর্জিত লাভ/মুনাফা কিংবা ফি এর পরিমাণের উপর। কারণ যত প্লাটফর্ম ফি কিংবা মুনাফা/লাভ হবে, ততই APR ও বাড়বে এবং রিওয়ার্ডও বৃদ্ধি পাবে।
আশা করি, বিষয়টি আপনারা এখন বুঝতে পেরেছেন। এখন আসি ১০ গুণ বৃদ্ধি পাওয়ার বিষয়টিতে, আপানরা যদি GMX এর টোকেন মূল্য দেখেন, তাহলে দেখবেন এটির মূল্য অনেক। কিন্তু এটির Total Supply এর পরিমাণ অসীম । পক্ষান্তরে EDE এর Total Supply শুধুমাত্র ৩০ মিলিয়ন এবং এটি BSC Chain এর প্রথম Derivative/Perpetual Dex প্রজেক্ট। তাই এটির Total Supply অনুযায়ী প্রজেক্টটি এখনো ১০ গুণ বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যে সর্বোচ্চ মূল্য $১৬ এ চলে গিয়েছিল এবং আমি মনে করি $১০ কিংবা $১০০ মূল্যে চলে যাবে।
আজকের মতো এতটুকুই। সকলে নিজেদের মতামত জানাবেন এবং নিজেরা বিশ্লেষণ শেষে এখানে বিনিয়োগ করুন।