Learn Bitcoin
|
|
April 01, 2024, 07:22:46 AM Merited by Xal0lex (3), Halab (2) |
|
আফ্রিকান জব, ঘরে বসেই ইনকাম!
যদিও এটা আমি আরো অনেক আগে থেকেই জানি, তবে জানতাম না যে বাংলাদেশে এরকম স্ক্যাম কতোটা বেড়ে গেছে। ইদানিং এলাকার প্রায় প্রত্যেকটা যুবক বয়সের মানুষের মোবাইলে আফ্রিকান স্ক্যামার রা কল করে ইংলিশে জব অফার করছে এবং ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখাচ্ছে। যদিও ফোন কলের আগে তারা অন্যান্য ভাবে এটেম্পট করে থাকে। হোয়াটসএ্যপ বা টেলিগ্রামে প্রথমে জব অফার করে থাকে। যাদরে টেলিগ্রাম নেই, তাদেরকে হোয়াট্স এ্যাপে মেসেজ দেয়। আর যারা এ দুইটার একটা ব্যাবহার করে না, তাদেরকে ফোন কলে জব অফার করে।
কিছুদিন আগে আমাকে হোয়াট্সএ্যাপে এরকম জব অফার করেছিলো। তো যেহেতু আমি বুঝতে পেরেছি আগেই। আমি তাদের অফারে রাজি হয়ে যাই এবং তাদের কথা মতো কাজ করতে থাকি। আমি অপেক্ষায় ছিলাম কখন তারা আমাকে ডিপোজিট করতে বলবে। এর আগে অব্দি আমি সম্ভবত ১৫০ টাকা বা ৩০০ টাকার মতো তাদের কাছ থেকে পেমেন্ট পাই। তারপর আমাকে ডিপোজিট করতে বলে আর আমার উত্তর ছিলো যে আমি অপক্ষো করছিলাম কখন আমাকে ডিপোজিট করতে বলবা। গুড নাইট স্ক্যামারস!
সবাই এসব ব্যাপারে সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক রাখবেন।
|
|
|
|
Bd officer
|
|
April 01, 2024, 08:34:57 AM |
|
আফ্রিকান জব, ঘরে বসেই ইনকাম! ... সবাই এসব ব্যাপারে সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক রাখবেন।
ভাই যাদের বেশি লোভ তারা এই ধরনের ফাঁদে পা দিয়ে নিজের টাকা অন্যের হাতে দিয়ে দেয়। এই ধরনের যতগুলো স্কাম প্রকল্প এসেছে সবগুলোর একই নিয়মে আসে, প্রথমে তারা লস দেয় পরে যখন অনেকেই লোভে পরে ইনভেস্ট করে এবং তাদের প্রকল্পটি যখন অনেক বড় হয়ে যায়, তখনই তাদের আসল চেহারা বেরিয়ে আসে তখন তাদের কে চেনা যায় যে তারা স্কামার। তাই সকলের মনে রাখা উচিত, যে আমাদের কেউ কোন দিন বিনা পারিশ্রমিকে কোনদিন কিছু দেয় না। যদি কেউ এই ধরনের অফার করে থাকে তাহলে বুঝে নিতে হবে তারা স্কামার। আমি এই ধরনের কোন কোম্পানিতে আদৌ কিছু ইনভেস্ট করি নাই, যদিও কেউ করতে চেয়েছে তাদের কে সতর্ক করেছি। গত কয়েকদিন আগে আমার এক স্কুল ফ্রেন্ড একটা স্কাম প্রকল্প তে বিনিয়োগ করে আমাকে বলেছিলো বন্ধু তুই এখানে ইনভেস্ট কর অনেক টাকা ইনকাম করতে পারবি। আমি তাকে সতর্ক করেছিলাম কিন্তু সে শুনে নাই, কয়েকদিন পরে জানতে পারি আমার সেই বন্ধু মারা খেয়েছে।
|
|
|
|
Crypto Library
|
|
April 01, 2024, 06:59:50 PM Last edit: September 03, 2024, 08:58:09 PM by Crypto Library Merited by Xal0lex (5), DdmrDdmr (4) |
|
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪ দুঃখজনকভাবে এই মাসেও আমরা কোন উন্নতি করতে পারেনি যদিও মেরিট গত মাসের চেয়ে পাঁচটা বেশি ট্রানজেকশন হয়েছে এই মাসে আমি এটাকে কাউন্ট করতে চাচ্ছি না। পোস্ট একটিভিটি দারুন ভাবে কমতে শুরু করেছে সেই গত বছরের নভেম্বর থেকে তারপর থেকে ক্রমাগত আমাদের পোস্ট এক্টিভিটি কমে চলছে। গত মাসেও আমাদের পোস্ট এক্টিভিটি বৃষ্টি বেশি ছিল। তবে যাই হোক এক্টিভিটি কম থাকলেও আমাদের পোস্ট কোয়ালিটি আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। সবাইকে আবারো সেই একই কথা বলে অনুরোধ করব যে আমাদের বাংলা থ্রেডেও একটু টাইম দিবেন যদি সবাই অল্প অল্প করে একটু টাইম দেন তাহলে আশা করি আমাদের একটিভিটি অনেক বেশি থাকবে বর্তমান পরিস্থিতি থেকে। নিচে বিস্তারিত চারটে উপস্থাপন করা হলো। মার্চ মাসের টোটাল পোস্ট হয়েছে = 132টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 58টি ফেব্রুয়ারি মাসের টোটাল পোস্ট হয়েছে = 152টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 53টিপ্রথম দশজন পোস্টদাতা 1. Bd officer [22] 2. Negotiation [21] 3. Learn Bitcoin [13] 4. Crypto Library [10] 5. Elissa~sH [10] 6. DYING_S0UL [8] 7. synchronym [6] 8. Shishir99 [5] 9. BTC_pokaop [4] 10. Bounty police [4]
২০২৩ সালের অ্যাক্টিভিটি জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪ ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪ মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪ এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪ মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪ জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪ জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪ আগস্ট মাসের একটিভিটি ২০২৪
এনাদের ক্রেডিট না দিলেই নয় Ninjastic.Space -> TryNinja Merit Dashboard -> DdmrDdmr
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Bd officer
|
|
April 01, 2024, 09:37:43 PM |
|
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪ প্রথম দশজন পোস্টদাতা 1. Bd officer [22]
দিন যতই যাচ্ছে আমাদের লোকাল থ্রেড এর পোস্ট এক্টিবিটি কমে যাচ্ছে। গতবছর যেখানে ৪০০-৫০০ করে পোস্ট হয়েছে, বর্তমানে পোস্ট মাসে ১৫০+ হয় না। এটা খুবই দুঃখজনক সবাই এক্টিব থাকা কমিয়ে দিয়েছেন। এমনে এক্টিবিটি থাকলে মনে হয় না আমারা এবছরে লোকাল বোর্ড পাবো। আপনারা সকলেই এক্টিব হওয়ার চেষ্টা করুন। যাইহোক, আমিই পোস্ট করি না বেশি মাত্র ২২ পোস্ট করেছি, তাই পোস্টদাতার মধ্যে ১ নাম্বারে রয়েছি। অনেকেই ৪-৫ টা পোস্ট করেও ৮-১০ নাম্বারে রয়েছে। আগে যখন বেশি পোস্ট হতো ২০-২২ পোস্ট করলে ৮-১০ নাম্বারে থাকা লাগতো। পোস্ট সংখ্যা উন্নত না হয়ে শুধু অবনতি হচ্ছে, এ মাসেও মেবি আরো কম হতে পারে। সকলেই এক্টিব হয়ে যান মিয়া।
|
|
|
|
Elissa~sH
Member
Offline
Activity: 84
Merit: 57
|
|
April 01, 2024, 10:33:00 PM |
|
প্রথম দশজন পোস্টদাতা 5. Elissa~sH [10]
কি অবস্থা ভাইয়েরা। আমি এই মাসে ৫ নাম্বারে আছি। আমি অনেক কিছু শিখছি আপনাদের থেকে এবং সে অনুযায়ী নিজেকে বিল্ড করে আপনাদের সাথে থাকার জন্য চেষ্টা করছি। আমার সামনে আরো বেশি পোস্ট হবে এবং আপনাদের মাঝে সবসময় থাকতে চাই। আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি আরো এগিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ্।
|
|
|
|
Bd officer
|
|
April 02, 2024, 02:07:26 AM |
|
@paid2 আবারো Custom eXch Cryptosteel Capsule রাউন্ড - ৫ ফ্রি রাফেল এনেছেন। আপনারা যারা আবেদন করতে চান তারা নিয়মকানুন গুলো পড়ে আবেদন করুন। এই র্যাফেলে ৯৯ টি স্লট রয়েছে, যাদের ৫০০ মেরিট বা তার চেয়ে বেশি মেরিট অর্জিত রয়েছে তারা ২ টা স্লট নিতে পারবেন। অনেকেই দুটি স্লট নেওয়ায় স্লট সিমিত রয়েছে, তাই যারা আবেদন করতে চান তারাতাড়ি স্লট বেছে নিন। সবার জন্য শুভকামনা। র্যাফেল উৎস : https://bitcointalk.org/index.php?topic=5491197.msg63886690#msg63886690
|
|
|
|
BTC_pokaop
Member
Offline
Activity: 94
Merit: 28
|
|
April 03, 2024, 03:06:10 AM |
|
9. BTC_pokaop [4]
বাহ, আমি পোস্ট করার দিক দিয়ে ৯ নাম্বারে। এখানে অনেক বড় ব্যাংকের ইউজাররা রয়েছে, আমি ২০-২৫ নম্বরে থাকার কথা কিন্তু আমি ৯ নাম্বার হয়েছি। আমার কাছে খুবই ভালো লাগছে সবার মাঝে নয় নাম্বারে।
বিটকয়েনের দর পতন হচ্ছে যাহারা এখনো বিলম্ব করে বিটকয়েনে বিনিয়োগ করেন নাই তাহারা দেরি না করে জলদি বিনিয়োগ শুরু করে দিন। ২০২৫ সালে এমন হতে পারে যে আপনার বাড়ি পাশ দিয়ে বাস গেছে, কিন্তু আপনি বাস মিস করেছেন এমনটা মনে হবে। বর্তমান বিটকয়েনের মূল্য ৬৬০০০ নিচে, হয়তো বিটকয়েন হালবিং এর আগে ৬০ হাজারের নিচে নামতে পারে। কেউ বাস মিস করবেন না।। হ্যাপি রমাদান মোবারক!!!
|
|
|
|
DYING_S0UL
|
|
April 03, 2024, 10:49:46 PM |
|
কারো কি নেটে ঝামেলা করতেছে? আমার কোনো কিছু চলতেছে না।ওয়াইফাই এ "No Internet" মেসেজ দেখাচ্ছে। তবে কাকতালীয় ভাবে ফেসবুক আর টেলিগ্রাম চলতেছে। পরে ভিপিএন লাগালাম, হাতে গোনা কিছু সাইট এ ঢুকতে পারলাম। তবে এখনো বেশিরভাগ সাইটে ঢোকেনা। "DNS PROBE FINISHED", "PROXY ERROR" এমন এরর মেসেজ।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
Offline
Activity: 588
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
|
|
April 03, 2024, 11:46:18 PM |
|
কারো কি নেটে ঝামেলা করতেছে? আমার কোনো কিছু চলতেছে না।ওয়াইফাই এ "No Internet" মেসেজ দেখাচ্ছে। তবে কাকতালীয় ভাবে ফেসবুক আর টেলিগ্রাম চলতেছে। পরে ভিপিএন লাগালাম, হাতে গোনা কিছু সাইট এ ঢুকতে পারলাম। তবে এখনো বেশিরভাগ সাইটে ঢোকেনা। "DNS PROBE FINISHED", "PROXY ERROR" এমন এরর মেসেজ।
WiFi/ইন্টারনেট ঝামেলা করছে কিনা বলতে পারবোনা ভাই, তবে এত পরিমান লোডশেডিং হচ্ছে যার কারনে ফোন চার্জ ঠিকমতো দিতে পারতেছি না, ফোনে চার্জ না থাকার কারণে ঠিকমতো অনলাইনে ঢুকতে পারতেছি না এবং কাজ করতে পারতেছি না। 24 ঘন্টায় মনে হয় না দুই ঘন্টা কারেন্ট থাকে। গরমই শুরু হলো না তার আগেই এত পরিমান লোডশেডিং আর গরম শুরু হলে মনে হয় কি পরিমান লোডশেডিং হবে। শুধু কি আমার এখানেই এত লোডশেডিং নাকি সবার এলাকায় লোডশেডিং শুরু হয়েছে?
|
|
|
|
Bd officer
|
|
April 04, 2024, 01:47:13 AM Last edit: April 04, 2024, 02:15:11 AM by Bd officer Merited by DYING_S0UL (1) |
|
@paid2 আবারো Blackjack.fun রাউন্ড -২ ফ্রি র্যাফেল নিয়ে এসেছেন। এখানে পুরুস্কার হিসেবে পাবেন ৫০ ডলারের বিটকয়েন। যারা আবেদন করতে চান তারা নিয়ম কানুন গুলো পড়ে আবেদন করুন। র্যাফেল উৎস : https://bitcointalk.org/index.php?topic=5491211.msg63887484#msg63887484
বিটকয়েন পাই কনটেস্ট প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১ম হয়েছেন @GazetaBitcoin ২য় হয়েছেন @Mame89 ৩য় হয়েছেন @Agbe সকল বিজয়ীদের অভিনন্দন জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের লোকাল এবং গ্লোবাল থেকে যারা আমাকে ভোট দিয়েছিলেন। এই পাই কনটেস্টে এত দূর আসতে পেয়েছি এটাই অনেক কিছু, বিজয়ী হওয়ার চেয়ে অনেক বেশি আনন্দ পাচ্ছি যে আমাকে অনেকেই সমর্থন করেছিলেন। @Crypto Library ভাই ও আমি দুজনে বেশ ভালো এগিয়েছিলাম। ভাগ্যে আমাদের সাথে ছিল না, আমাদের লোকাল থেকে কেউ বিজয়ী হতে পারলাম না। যাইহোক, এর পরের বছর আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে অনেক ভালো করে পাই বানিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করব। তবে, কিছুদিন পর পিজ্জা কনটেস্ট আসবে সেখানে ভালো করে পিজ্জা বানানোর ট্রাই করবো।
বিশেষভাবে অভিনন্দন জানাই @Learn Bitcoin ভাইকে, Learn Bitcoin ভাইয়ের সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বারে পদোন্নতি হয়েছে।
|
|
|
|
Learn Bitcoin
|
|
April 04, 2024, 05:54:07 AM |
|
কারো কি নেটে ঝামেলা করতেছে? আমার কোনো কিছু চলতেছে না।ওয়াইফাই এ "No Internet" মেসেজ দেখাচ্ছে। তবে কাকতালীয় ভাবে ফেসবুক আর টেলিগ্রাম চলতেছে। পরে ভিপিএন লাগালাম, হাতে গোনা কিছু সাইট এ ঢুকতে পারলাম। তবে এখনো বেশিরভাগ সাইটে ঢোকেনা। "DNS PROBE FINISHED", "PROXY ERROR" এমন এরর মেসেজ।
আমি ফেইসবুকে অথবা অন্য কোথাও দেখেছিলাম মনে হয় যে বিটিসিএল পোস্ট করে জানিয়েছে যে তাদের ওখান থেকে কিছু কারগরি ত্রুটির কারনে কিছু সরকারি ওয়েবসাইট এক্সেস করা যাচ্ছে না। এছাড়াও আরো কোনো সমস্যা হয়ে থাকতে পারে। তবে গতকাল সারাদিনে আমি এমন কোনো সমস্যার সম্মুক্ষীন হই নাই। যদিও আমি শুনলাম যে কারো কারো নাকি সমস্যা হচ্ছে। আমার আই এস পি দিয়ে তেমন কোনো সমস্যা আমার চোখে পড়ে নাই। বিশেষভাবে অভিনন্দন জানাই @Learn Bitcoin ভাইকে, Learn Bitcoin ভাইয়ের সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বারে পদোন্নতি হয়েছে। আপনাকে ধন্যবাদ। হিরো মেম্বার হয়ে ভালো লাগছে। এর চাইতে বেশি কি বলবো। আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। লোকাল কমিউনিটির সাপোর্ট ছাড়া ফোরামে টেকা মুশকিল। আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।
|
|
|
|
DYING_S0UL
|
|
April 04, 2024, 06:00:15 AM |
|
কোট
কংগ্রাচুলেশন ভাই🥹। বেশি কিছু বলবো না, ট্রিট দিয়েন ছোট ভাইরে, তার উপর সামনে আবার ঈদ। যদি এক্টিভিটি লিমিট না থাকতো তাহলে ২-৪ মাসে লিজেন্ডারিও হয়ে যেতেন। বাইদাওয়ে আপনার ব্যবসার কি অবস্থা, সব গুচগাজ শেষ? সবাই এক্টিভ হয়ে যান মিয়া ।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Negotiation
|
|
April 04, 2024, 10:45:37 AM |
|
কারো কি নেটে ঝামেলা করতেছে? আমার কোনো কিছু চলতেছে না।ওয়াইফাই এ "No Internet" মেসেজ দেখাচ্ছে। তবে কাকতালীয় ভাবে ফেসবুক আর টেলিগ্রাম চলতেছে। পরে ভিপিএন লাগালাম, হাতে গোনা কিছু সাইট এ ঢুকতে পারলাম। তবে এখনো বেশিরভাগ সাইটে ঢোকেনা। "DNS PROBE FINISHED", "PROXY ERROR" এমন এরর মেসেজ।
ভাই এই নেটে সমস্যাটা সারা বাংলাদেশেই, বেশিরভাগ নেটেই সমস্যা করছে নেট আসছে এবং যাচ্ছে এরকম বেশ কিছুদিন ধরে। এরকম সমস্যা হচ্ছে তবে কিছু জায়গাতে অনেক বেশি হচ্ছে এবং কিছু জায়গাতে কিছু কম কিন্তু সমস্যা হচ্ছে। এটা আসলে বাংলাদেশের যে নেটের লাইন আছে সার্ভার স্টেশন অথবা সাবমেরিন ক্যাবল এগুলোতে কোন ঘোষণা ছাড়াই কাজ চলছে কিনা এটা কেউ জানে না। তবে আমার মনে হচ্ছে সাবমেরিন কেবলে কোন একটা ঝামেলা হয়েছে, যেখানে কোন ঘোষণা ছাড়াই সাবমেরিন স্টেশনে কাজ করছে যে কারণে এরকম সমস্যা গুলো হচ্ছে ।
|
|
|
|
Crypto Library
|
|
April 04, 2024, 07:21:53 PM Last edit: April 06, 2024, 05:21:54 AM by Crypto Library |
|
আফ্রিকান জব, ঘরে বসেই ইনকাম!
যদিও এটা আমি আরো অনেক আগে থেকেই জানি, তবে জানতাম না যে বাংলাদেশে এরকম স্ক্যাম কতোটা বেড়ে গেছে। ইদানিং এলাকার প্রায় প্রত্যেকটা যুবক বয়সের মানুষের মোবাইলে আফ্রিকান স্ক্যামার রা কল করে ইংলিশে জব অফার করছে এবং ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখাচ্ছে। যদিও ফোন কলের আগে তারা অন্যান্য ভাবে এটেম্পট করে থাকে। হোয়াটসএ্যপ বা টেলিগ্রামে প্রথমে জব অফার করে থাকে। যাদরে টেলিগ্রাম নেই, তাদেরকে হোয়াট্স এ্যাপে মেসেজ দেয়। আর যারা এ দুইটার একটা ব্যাবহার করে না, তাদেরকে ফোন কলে জব অফার করে।
কিছুদিন আগে আমাকে হোয়াট্সএ্যাপে এরকম জব অফার করেছিলো। তো যেহেতু আমি বুঝতে পেরেছি আগেই। আমি তাদের অফারে রাজি হয়ে যাই এবং তাদের কথা মতো কাজ করতে থাকি। আমি অপেক্ষায় ছিলাম কখন তারা আমাকে ডিপোজিট করতে বলবে। এর আগে অব্দি আমি সম্ভবত ১৫০ টাকা বা ৩০০ টাকার মতো তাদের কাছ থেকে পেমেন্ট পাই। তারপর আমাকে ডিপোজিট করতে বলে আর আমার উত্তর ছিলো যে আমি অপক্ষো করছিলাম কখন আমাকে ডিপোজিট করতে বলবা। গুড নাইট স্ক্যামারস!
সবাই এসব ব্যাপারে সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক রাখবেন।
লোল ভাই, স্ক্যামার রে উল্টা স্ক্যাম কইরা দিছেন। আপনার মতন কাজ একটা ইউটিউবারও করেছিল ২০০ টাকা আর্নিং করার পরে তার ভিডিও দেখেছিলাম। আমাকে এইবার দিয়ে এই স্ক্যামাররা তিনবার কল করলো, প্রথম দুইবার এভয়েড করার পরে তৃতীয় বার আপনাদের মতন করার জন্য এপ্লাই করলাম এবং জিনিসটা আমার ক্ষেত্রে তেমন কাজ করলো না আমাকে বলল আমি ইংলিশ পারি কিনা বললাম পারি, কাজ করতে আগ্রহী সেটা জানালাম, পরবর্তীতে তারা আমার বয়স জানতে চাইলো বয়স যখন বললাম তারপরে দেখি বলে সরি আমার বয়স নাকি তাদের রিকোয়ারমেন্টে যায় না। নাকি বোধ হয় স্ক্যামাররা বুঝেই গেল যে এইবার আমি তাদের স্ক্যাম করার জন্য হ্যাঁ বলছি।
বাইদা রাস্তা, অনেক অনেক অভিনন্দন দুইটা সুসংবাদ একবারে।
কেউ কি বাইনান্স লাঞ্চপুলপ্যাড ইনভেস্টমেন্ট করতেছেন? আমি আগে আমার হোল্ড কৃত BNB দিয়ে বাইন্যান্স লাঞ্চপুলপ্যাড এ অংশগ্রহণ করতাম. সেখানে অ্যারাউন্ড ৪০০ ডলার এর মতন থেকে প্রতিটা লাঞ্চপুল এ আমার গড়ে তিন ডলার এর মতন থাকতো। গত লাঞ্চপুল এ আমি আমার ২০০০ ডলার এর ইউএসডিটি FDUSD তে stake করে অ্যারাউন্ড ৬৬ টা ENA টোকেন পেয়েছিলাম এবং দুঃখজনকভাবে সেগুলো আমি মাত্র 0.549$ এই সেল দিয়েছে যেটা এখন এক ডলারের উপরে রয়েছে। এখন ভাবতেছি যদি এখন সেল দিতাম টোকেনটি তাহলে আমার গত লাঞ্চপুল থেকে ৬৬ ডলারের উপরে প্রফিট থাকতো। যাইহোক কারো যদি বড় এমাউন্টের ফান্ড USDT তে বাইনান্স এ ফ্লেক্সিবল staking করা থাকে তারা চাইলে FDUSD এর মাধ্যমে লাঞ্চপুল এ অংশগ্রহণ করতে পারেন। আমার কাছে জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে। পরবর্তী লাঞ্চপুল
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
April 04, 2024, 10:36:13 PM |
|
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#6)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যাদের মেরিট ৫০০ বা তার বেশি তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalk.org/index.php?topic=5491648
|
|
|
|
synchronym
|
|
April 05, 2024, 06:19:21 AM |
|
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪ 7. synchronym [6] এই মাসে সত্যি আমি আশা করিনি যে সেরা ১০ জন পোস্টদাতা মধ্যে একজন হতে পারব অবশ্যই ১০ জন পোস্টদাতা মধ্যে একজন হতে পেরে খুবই আনন্দিত এবং আগামীতে আরো বেশি বাংলা লোকাল বোর্ডে একটিভ থাকার চেষ্টা করব।
|
|
|
|
Learn Bitcoin
|
|
April 05, 2024, 10:09:25 AM |
|
কংগ্রাচুলেশন ভাই🥹। বেশি কিছু বলবো না, ট্রিট দিয়েন ছোট ভাইরে, তার উপর সামনে আবার ঈদ। যদি এক্টিভিটি লিমিট না থাকতো তাহলে ২-৪ মাসে লিজেন্ডারিও হয়ে যেতেন।
বাইদাওয়ে আপনার ব্যবসার কি অবস্থা, সব গুচগাজ শেষ?
আপনাকে ধন্যবাদ ভাই। ট্রিট হয়তো দেয়া যাইতো আপনি আমার লোকাল এড়িয়ার হলে। কিছুদিন আগে আমাদের লোকাল কমিউনিটির একজন বড় ভাইয়ের খুব কাছে গিয়েছিলাম, উনি অন্য একজনের মাধ্যমে আমাকে একটা গিফট অব্দি পাঠিয়েছেন। কিন্তু প্রাইভেসি মেইন্টেইন করার কারনে এতো কাছে গিয়েও দেখা করা সম্ভব হয়নি। দেশের অবস্থা ভালো না। সবাই প্রাইভেসি মেইন্টেন করবেন, এটাই আশা করবো। আর ব্যাবসার কথা কি বলবো, তবে আল্লাহ যা করেন, সবই ভালো। লোল ভাই, স্ক্যামার রে উল্টাস কেন কইরা দিছেন। আপনার মতন কাজ একটা ইউটিউবারও করেছিল ২০০ টাকা আর্নিং করার পরে তার ভিডিও দেখেছিলাম।
আসলে আমি স্ক্যাম করে দিছি বললে ব্যাপারটা ভুল হবে। কারণ সে নিজে থেকেই আমাকে কাজের জন্য পেমেন্ট করেছে। সে যদি মনে করে যে তার ২ টা চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আমাকে ১ ডলার দিবে, আমি তো আর সাবস্ক্রাইব না করে পেমেন্ট নেই নাই। আমি তার কাজ করেছি, এবং সে আমাকে কাজের বিনিময়ে বিকাশে পেমেন্ট দিছে। তার অন্য কাজ আমি করবো না, এটা আমার ব্যাপার। স্ক্যামারদের উৎপাত দেশে অনেক বেড়ে গেছে। বিশেষ করে আফ্রিকান স্ক্যামারের সংখ্যা অনেক বেড়ে গেছে এখন। সবাই সতর্ক থাকবেন।
|
|
|
|
Negotiation
|
|
April 06, 2024, 05:08:37 AM |
|
Source.আমাদের পরিবেশটা কেমন যেন আবার ঘোলাটে হয়ে যাচ্ছে, কারণ ১ জুলাই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যারা এতদিন ফ্রিল্যান্সার বা আইটি প্রফেশনাল হিসেবে প্রফেশন বা ইটিন অথবা অন্যান্য আইডি কার্ড ব্যবহার করে এসব কার্যক্রম পরিচালনা করছেন এবং নিজেরা চলতেছিলেন। তাদের জন্য আগামীতে হয়তোবা ১০% আরোপ করা হবে। এর পূর্বে যখন এই ধরনের একটা নিউজ আসছিল তখন সবাই এটা দ্বিমত পোষণ করছিল এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল। কিন্তু এবার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত বা এসব বিষয় নিয়ে যারা কাজ করে তারা এখন এটা নিয়ে কথা বলছে।
|
|
|
|
Crypto Library
|
|
April 06, 2024, 07:22:28 AM |
|
আসলে আমি স্ক্যাম করে দিছি বললে ব্যাপারটা ভুল হবে। কারণ সে নিজে থেকেই আমাকে কাজের জন্য পেমেন্ট করেছে। সে যদি মনে করে যে তার ২ টা চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আমাকে ১ ডলার দিবে, আমি তো আর সাবস্ক্রাইব না করে পেমেন্ট নেই নাই। আমি তার কাজ করেছি, এবং সে আমাকে কাজের বিনিময়ে বিকাশে পেমেন্ট দিছে। তার অন্য কাজ আমি করবো না, এটা আমার ব্যাপার। স্ক্যামারদের উৎপাত দেশে অনেক বেড়ে গেছে। বিশেষ করে আফ্রিকান স্ক্যামারের সংখ্যা অনেক বেড়ে গেছে এখন। সবাই সতর্ক থাকবেন।
না ভাই আপনি স্ক্যামই করেছেন।(Fun) কি পরিমাণের বাটপার প্রথমে ২০০ টাকা পে আউট করবে এবং তারপর আপনাকে গ্রুপে এড করবে এবং সেখানে ডিসকাশন এমন থাকবে যে সে ১০ হাজার টাকা ডিপোজিট করে বিশ হাজার টাকা টাকা ইনকাম করছে। আর পরবর্তীতে যে লোভে পড়ে ১০ হাজার টাকা তাদের পাঠাবে তার ৯৮০০ টাকা স্ক্যাম। তবে ভাই এদের সাথে এটাই করা উচিত আমি আসলে ভুল করেছি আমিও যদি ২০০ টাকা করে নিয়ে নিতাম ভালো হতো ওরা যেরকম ট্রিক্স থাকে আমাদের কাছ থেকে টাকা নাই আমাদেরও এটাই করা উচিত। Source.আমাদের পরিবেশটা কেমন যেন আবার ঘোলাটে হয়ে যাচ্ছে, কারণ ১ জুলাই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যারা এতদিন ফ্রিল্যান্সার বা আইটি প্রফেশনাল হিসেবে প্রফেশন বা ইটিন অথবা অন্যান্য আইডি কার্ড ব্যবহার করে এসব কার্যক্রম পরিচালনা করছেন এবং নিজেরা চলতেছিলেন। তাদের জন্য আগামীতে হয়তোবা ১০% আরোপ করা হবে। এর পূর্বে যখন এই ধরনের একটা নিউজ আসছিল তখন সবাই এটা দ্বিমত পোষণ করছিল এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল। কিন্তু এবার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত বা এসব বিষয় নিয়ে যারা কাজ করে তারা এখন এটা নিয়ে কথা বলছে। ভাই, আমাদের পরিবেশটা কবে ঘোলাটে ছিল না, পরিবেশটা আমাদের দেশে সব সময় ঘোলাটে ছিল এবং সেটাই সামনেও হতে যাচ্ছে। তবে আমরা যারা ক্রিপ্ত কারেন্সি এর সাথে যুক্ত আছি এদের তো আর ফ্রিল্যান্সার বললে হচ্ছে না এরা হইলো অবৈধ মানিলন্ডার। তবে ভাই ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে আয়ের ওপরে যে ট্যাক্স দিতে হতো না এটা আমার জানা ছিল না। আমি যতটুকু জানতাম যে E-TIN যাদের রয়েছে তাদের ১৫% এর জায়গায় ১০% ইনকাম ট্যাক্স দিতে হয়। আর যতটুকু জানি পুরুষ মানুষের সাড়ে তিন লাখ টাকার উপরে ইনকাম থাকলে সেটাকে ট্যাক্সের আওতাভুক্ত করা হয়।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Learn Bitcoin
|
|
April 06, 2024, 09:42:12 AM |
|
না ভাই আপনি স্ক্যামই করেছেন।(Fun) কি পরিমাণের বাটপার প্রথমে ২০০ টাকা পে আউট করবে এবং তারপর আপনাকে গ্রুপে এড করবে এবং সেখানে ডিসকাশন এমন থাকবে যে সে ১০ হাজার টাকা ডিপোজিট করে বিশ হাজার টাকা টাকা ইনকাম করছে। আর পরবর্তীতে যে লোভে পড়ে ১০ হাজার টাকা তাদের পাঠাবে তার ৯৮০০ টাকা স্ক্যাম। তবে ভাই এদের সাথে এটাই করা উচিত আমি আসলে ভুল করেছি আমিও যদি ২০০ টাকা করে নিয়ে নিতাম ভালো হতো ওরা যেরকম ট্রিক্স থাকে আমাদের কাছ থেকে টাকা নাই আমাদেরও এটাই করা উচিত। এটা স্ক্যাম না হলেও, স্ক্যামারদের কে স্ক্যাম করার যে একটা আনন্দ, সেটা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখলে বুঝা যায়। কিটবুগা নাকি কি একটা চ্যানেল যেনো ছিলো, এক সময় আমি তার ভিডিও দেখতাম যে কিভাবে তারা স্ক্যামারদেরকে বিরক্ত করে। সামনে ঈদ এগিয়ে আসছে, আর স্ক্যামারদের কাজের পরিমান অনেক বেশি পরিমানে বেড়ে গেছে। সপ্তাহ খানেক আগে আমার এক বন্ধু বিদেশ থেকে আমার কাছে হুন্ডি ব্যাবহার করে নগদে টাকা পাঠিয়েছে। গতকাল একটা স্ক্যামার ফোন দিয়ে বলতেছে ভাইয়া এতো টাকা পাঠাইছিলাম পেয়েছিলেন? মজার ব্যাপার হলো ট্রু কলারে কে যেনো ওর নাম্বার বিকাশ স্ক্যামার নামে সেভ করে দিছে। মুচকি একটা হাসি দিয়ে একটা গালি দিয়ে ফোন রেখে দিলাম। তারাবির নামাজ পড়ে বাসায় আসার পর আরেক নাম্বার থেকে কল দিয়ে বলতেছে আপনার নগদ একাউন্ট বন্ধ করে দিয়েছি। আমি সুন্দর করে বললাম মাদার**, কোন ** ফালাইতে পারোস ফালা গিয়া। হুদাই আমার টাইম নষ্ট করিছ না। তারপর আস্তে করে কেটে দিছি। চাইলে মজা নিতে পারতাম, কিন্তু আমি সারাদিন থাকি ব্যাস্ত, এদের সাথে টাইম নষ্ট করার কোনো মানে হয় না।
|
|
|
|
|