Bd officer
|
|
March 04, 2024, 04:40:26 AM |
|
@shasan ভাই মনে হয় র্যাফেল টা দেখে নাই, আমি আবেদন করে ফেলেছি ভাই আবেদন করে ফেলুন। আমাদের বাংলা থেকে বেশি কেউ র্যাফেলে অংশগ্রহণ করেন না। যাইহোক যেহেতু shasan ভাই র্যাফেল টা শেয়ার করে নাই তাই আমি শেয়ার করে দেই। @krogothmanhattan আবারো ৫৫৩ তম ফ্রি রাফেল নিয়ে এসেছেন। যারা আবেদন করতে চান নিয়ম কানুন পড়ে আবেদন করে ফেলুন। উৎস : https://bitcointalk.org/index.php?topic=5487408.msg63752861#msg63752861
|
|
|
|
Offline33
Newbie
Offline
Activity: 22
Merit: 0
|
|
March 04, 2024, 11:44:08 AM |
|
আসসালামালাইকুম সবাইকে আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে ! অনেক দিন পর। বাংলা লোকাল বোর্ডে এসে দেখতে পেলাম । আগের মত বাংলা লোকাল বোর্ডের কেউ একটিভ থাকে না । গত ২০২৩ অক্টোবর মাসে আমি দেখেছি যে অনেকেই অ্যাক্টিভ ছিল । কিন্তু তার তুলনায় এখন পোস্ট করা সবাই কমিয়ে দিয়েছে। দেখেন বাংলা লোকাল বোর্ডে যদি অভিজ্ঞ সিনিয়ারেরা এক্টিভ না থাকে । আমরা তাহলে কেমন করে সামনের দিকে এগিয়ে যাব । এবং ভালো কিছুর দেখা পাব । তাই চাই আগের মতই বাংলা লোকাল বোর্ডে সবাই এক্টিভ থাকবেন । পোস্ট করবেন। হয়তো আমি ভালো ভালো পোস্ট করতে পারি না । কিন্তু সিনিয়রদের পোস্ট এবং দক্ষতা থেকে অনেক কিছু শেখার আছে । তার জন্যই পোস্ট না করলেও , তাদের পোস্টগুলো প্রতিনিয়তই ফলো করি।
|
|
|
|
Learn Bitcoin
|
|
March 04, 2024, 11:46:01 AM |
|
গত জানুয়ারি মাসে যে কথা বলেছি এই মাসেও প্রাইজ একই বরং এ মাসে কথাই বলতে হবে বরং এ মাসে আমাদের বাংলা থ্রেডের অবস্থা আরও শোচনীয় হয়েছে। শুধু ম্যারিট একটিভিটি এর দিক থেকে নয় বরং মেরিট এবং পোস্ট একটিভিটি উভয় ক্ষেত্রে প্রায় অর্ধ থেকে নেমে এসেছি আমরা। গত বছর এই মাসে আমাদের পোস্ট অ্যাক্টিভিটি ছিল ২২৬ টি এবং মেরিট ছিল ১৭০ টি। গত বছর আমরা এবং পাকিস্তানি লোকাল থ্রেড প্রায় সমান তালে এগিয়ে ছিলাম কিন্তু এ বছর দেখা যাচ্ছে তাদের থেকে আমরা কয়েকটা পিছিয়ে পড়েছি। যাই হোক পোস্ট একটিভিটি কম হোক সমস্যা নেই তবে আমাদের পোস্ট কোয়ালিটি ভালো করে আগাতে হবে। নিচে বিস্তারিত চারটে উপস্থাপন করা হলো। গত বছর অনেকেই নতুন ছিলেন, সেই সময় অনেকে জানার জন্যও অনেক প্রশ্ন করে পোষ্ট করেছিলো। এই বছর তেমন কোনো নতুন লোকজন দেখা যাচ্ছে না। আর পুরাতন যারা আছেন, তাদের মধ্যে অল্প কয়েকজন মানুষ এই থ্রেড এ পোষ্ট করছেন। বাকিরা হয়তো ফোরামের অন্য সাইডে একটিভ আছে। কিন্তু লোকালে ওনাদের তেমন একটা দেখা যাচ্ছে না। অনেক ক্যাম্পেইন আছে যে লোকাল বোর্ড এর পোষ্ট কাউন্ট করে না। এজন্য সব সময় লোকাল থ্রেড এ হয়তো পোষ্ট করতে পারেন না। কিন্তু যারা লোকালে একেবারেই পোষ্ট করেন না, এটা আসলে দুঃখ জনক। তবে পোষ্ট একটিভিটি এবং অন্যান্য একটিভিটি কমার কারনে আফসোস করার কিছু নেই বলে আমি মনে করি। ১০০ টা স্প্যাম পোষ্ট এর চাইতে ৫০ টা কোয়ালিটি পোষ্ট ভালো। যদিও বাংলাদেশ থ্রেডে এখন তেমন কোনো টেকনিক্যাল ডিসকাশন হচ্ছে না।
|
|
|
|
|
Shishir99
|
|
March 04, 2024, 01:25:47 PM |
|
ভাই, যেগুলো ধরে, ঘুরে ফিরে দেখবেন এনারা সব বড় বড় রাঘব বোয়াল। যার কাছে সাড়ে তিন কোটি টাকার ক্রিপ্টো আছে, ওনারা আসলেই অনেক বড় ব্যাবসায়ী। তবে আমি বুঝতে পারি নাই এটার সাথে বিনান্সের কি সম্পর্ক। হতে পারে যে বিনান্স থেকে ওনার তথ্য পাচার হয়েছে। উনি হয়তো বাই সেল করার সময় এমন কারো সাথে লেনদেন করেছেন, যিনি তার এড্রেস সহ অন্যান্য তথ্য লিক করে দিয়ে তাকে বিপদে ফেলেছে। এটাও ঠিক যে বিভিন্ন যায়গায় এরকম ফাদ পাতা আছে। কখন আমরা সেই ফাদে পড়ে যাই কেউ জানে না। একটা জিনিস দেখলাম যে কিছু বাংলাদেশি দুবাইয়ে তাদের ক্রিপ্টো সেল করে ব্যাংক একাউন্টের মাধ্যমে দেশে রেমিটেন্স হিসাবে নিয়ে আসছে। দুবাইয়ে সম্ভবত ক্রিপ্টো বৈধ।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
DYING_S0UL
|
|
March 04, 2024, 03:26:01 PM Last edit: March 04, 2024, 04:00:59 PM by DYING_S0UL |
|
ভাই, যেগুলো ধরে, ঘুরে ফিরে দেখবেন এনারা সব বড় বড় রাঘব বোয়াল। যার কাছে সাড়ে তিন কোটি টাকার ক্রিপ্টো আছে, ওনারা আসলেই অনেক বড় ব্যাবসায়ী। তবে আমি বুঝতে পারি নাই এটার সাথে বিনান্সের কি সম্পর্ক। হতে পারে যে বিনান্স থেকে ওনার তথ্য পাচার হয়েছে। উনি হয়তো বাই সেল করার সময় এমন কারো সাথে লেনদেন করেছেন, যিনি তার এড্রেস সহ অন্যান্য তথ্য লিক করে দিয়ে তাকে বিপদে ফেলেছে। এটাও ঠিক যে বিভিন্ন যায়গায় এরকম ফাদ পাতা আছে। কখন আমরা সেই ফাদে পড়ে যাই কেউ জানে না। একটা জিনিস দেখলাম যে কিছু বাংলাদেশি দুবাইয়ে তাদের ক্রিপ্টো সেল করে ব্যাংক একাউন্টের মাধ্যমে দেশে রেমিটেন্স হিসাবে নিয়ে আসছে। দুবাইয়ে সম্ভবত ক্রিপ্টো বৈধ। ধরে শুধুমাত্র বাচ্চাগুলোরে বাট উপর দিয়ে যে বাপেরা কোটি কোটি টাকা পাচার করে ফেলে সেটা কারো চোখেঁ পড়লেও না পড়ার ভান করে থাকে। বাইদাওয়ে বাইন্যান্স ব্যবহার না করার কারণ টা একটু নির্দিষ্ট করলে বুঝতে সুবিধা হতো। এটা জাস্ট একটা একচেন্জ, বাইন্যান্স কি বাংলাদেশে ব্যান? এটাই তো জানিনা, ওত্তেরি, মাত্র মাথায় আসলো প্রশ্নটা। হ্যা লেনদেন লিংক করার বিষয়টা বুঝছি আমি, বাট সেটা করাও চাট্টিখানি কথা না। তবে ব্যবহার করলেও পার্সোনাল ফোনে কোথাও করিনা। লেনদেনের ফোন বাসায় থাকে সবসময়, তাও আবার দরকার পড়লে এপস ইনস্টল করে নতুন করে লগিন করি, এমন সিস্টেম।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Crypto Library
|
|
March 04, 2024, 06:04:21 PM |
|
আসসালামালাইকুম সবাইকে আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে ! অনেক দিন পর। বাংলা লোকাল বোর্ডে এসে দেখতে পেলাম । আগের মত বাংলা লোকাল বোর্ডের কেউ একটিভ থাকে না । গত ২০২৩ অক্টোবর মাসে আমি দেখেছি যে অনেকেই অ্যাক্টিভ ছিল । কিন্তু তার তুলনায় এখন পোস্ট করা সবাই কমিয়ে দিয়েছে। দেখেন বাংলা লোকাল বোর্ডে যদি অভিজ্ঞ সিনিয়ারেরা এক্টিভ না থাকে । আমরা তাহলে কেমন করে সামনের দিকে এগিয়ে যাব । এবং ভালো কিছুর দেখা পাব । তাই চাই আগের মতই বাংলা লোকাল বোর্ডে সবাই এক্টিভ থাকবেন । পোস্ট করবেন। হয়তো আমি ভালো ভালো পোস্ট করতে পারি না । কিন্তু সিনিয়রদের পোস্ট এবং দক্ষতা থেকে অনেক কিছু শেখার আছে । তার জন্যই পোস্ট না করলেও , তাদের পোস্টগুলো প্রতিনিয়তই ফলো করি।
আগিয়ে যাবে কেমনে ভাই আপনি বলতেছেন যে অনেকদিন পর বাংলা ফোরামে আসলেন, অক্টোবর মাসে অনেকে একটিভ ছিল সেটা তো দেখতেই পারবেন ২০২৩ সালের অ্যাক্টিভিটি জয় হোক ভাই আপনাকেও অনুরোধ করবো সঠিকভাবে এগিয়ে যান আর ফোরামে অনেকদিন পর পর আশা বন্ধ করে রেগুলার হন, তাতে করে আমাদের অ্যাক্টিভিটি বাড়বে। গত বছর অনেকেই নতুন ছিলেন, সেই সময় অনেকে জানার জন্যও অনেক প্রশ্ন করে পোষ্ট করেছিলো। এই বছর তেমন কোনো নতুন লোকজন দেখা যাচ্ছে না। আর পুরাতন যারা আছেন, তাদের মধ্যে অল্প কয়েকজন মানুষ এই থ্রেড এ পোষ্ট করছেন। বাকিরা হয়তো ফোরামের অন্য সাইডে একটিভ আছে। কিন্তু লোকালে ওনাদের তেমন একটা দেখা যাচ্ছে না। অনেক ক্যাম্পেইন আছে যে লোকাল বোর্ড এর পোষ্ট কাউন্ট করে না। এজন্য সব সময় লোকাল থ্রেড এ হয়তো পোষ্ট করতে পারেন না।<.....cut......> তবে পোষ্ট একটিভিটি এবং অন্যান্য একটিভিটি কমার কারনে আফসোস করার কিছু নেই বলে আমি মনে করি। ১০০ টা স্প্যাম পোষ্ট এর চাইতে ৫০ টা কোয়ালিটি পোষ্ট ভালো। যদিও বাংলাদেশ থ্রেডে এখন তেমন কোনো টেকনিক্যাল ডিসকাশন হচ্ছে না।
সেটাই ভাই দুষ্টু গরুর চেয়ে যেমন শূন্য গোয়ালঘর ভালো তেমনি স্প্যাম পোষ্টের থেকে কোয়ালিটি ফুল পোস্ট ভালো, আমি আগে থেকেই বলে আসতেছি আগের প্রতিটা মাসে যখন ভালো একটিভিটি হয়েছে এই ধরনের রিপোর্টে এই কথাটা মেনশন করেছি যে, উই নিড কোয়ালিটি নট অনলি কোয়ান্টিটি। কিন্তু যারা লোকালে একেবারেই পোষ্ট করেন না, এটা আসলে দুঃখ জনক। ভাই আমার কি মনে হয় জানেন তারা পোস্ট করে কিন্তু বাচ্চা হয়ে, ইউ নো ব্রাদার আমি কি বুঝাতে চেয়েছি। কেউ মেরিড ছেল দিলে, আমাকে ইনবক্স এ মেসেজ দিবেন।TG: @Jacksonalvi
ভাই সত্যি কথা বলতে আপনার এই পোস্ট দেখে আমার মনের নেগেটিভ চিন্তা ঢুকে গিয়েছিল, আমি মনে করেছিলাম আপনি চাইতেছেন কোন মেরিড ছেলে থাকলে আপনার ইনবক্সে মেসেজ দিতে, ভাবছিলাম আমি আপনি ইমু ফ্রিল্যান্সার। যাই হোক ভাই মেরিট সেল করা, দাঁড়ান আপনাকে আমি ডিটি না হওয়া সত্ত্বেও একটা ট্যাগ মেরে দেই
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Learn Bitcoin
|
|
March 05, 2024, 04:37:12 AM |
|
সেটাই ভাই দুষ্টু গরুর চেয়ে যেমন শূন্য গোয়ালঘর ভালো তেমনি স্প্যাম পোষ্টের থেকে কোয়ালিটি ফুল পোস্ট ভালো, আমি আগে থেকেই বলে আসতেছি আগের প্রতিটা মাসে যখন ভালো একটিভিটি হয়েছে এই ধরনের রিপোর্টে এই কথাটা মেনশন করেছি যে, উই নিড কোয়ালিটি নট অনলি কোয়ান্টিটি। কিন্তু যারা লোকালে একেবারেই পোষ্ট করেন না, এটা আসলে দুঃখ জনক। ভাই আমার কি মনে হয় জানেন তারা পোস্ট করে কিন্তু বাচ্চা হয়ে, ইউ নো ব্রাদার আমি কি বুঝাতে চেয়েছি। ভাই, ওনারা পোষ্ট করে কি না সেটা সম্পর্কে আমার ধারনা নাই। কারন ওনাদের পোষ্টিং প্যাটার্ন আমি দেখলেই চিনতে পারি। এমনিতেই তো আমি খারাপ মানুষ। আমার কারনে ওনাদের লোকালে আসা বন্ধ হয়ে গেছে। এখন অল্ট একাউন্ট দিয়েও যদি পোষ্ট না করতে পারে, তাহলে তো ভাই ঝামেলা। সেকথা আপাতত বাদ দিলাম। আসেন অন্য কথা বলি। আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে বিটকয়েন হয়তো হালভিং এর আগেই অল টাইম হাই ব্রেক করতে যাচ্ছে। কালকে রাতের মুভমেন্ট এর, আজকে কেউ কি কিছু বলতে চান? বিটকয়েন বর্তমানে ৬৮৩০০ ডলারে আছে। আমার তো মনে হচ্ছে আজকে বা কালকের মধ্যেই আমরা নতুন অল টাইম হাই পেতে যাচ্ছি। আর এর চাইতেও বড় কথা হলো, অল টাইম হাই ব্রেক করার পর মার্কেটে সেল প্রেশার বাড়ে কি না, সেটাই মূখ্য বিষয়।
|
|
|
|
Bd officer
|
|
March 05, 2024, 04:47:45 AM |
|
বাইদাওয়ে বাইন্যান্স ব্যবহার না করার কারণ টা একটু নির্দিষ্ট করলে বুঝতে সুবিধা হতো। এটা জাস্ট একটা একচেন্জ, বাইন্যান্স কি বাংলাদেশে ব্যান? এটাই তো জানিনা, ওত্তেরি, মাত্র মাথায় আসলো প্রশ্নটা। হ্যা লেনদেন লিংক করার বিষয়টা বুঝছি আমি, বাট সেটা করাও চাট্টিখানি কথা না।
হ্যাঁ আমিও ভিডিওটি দেখেছি, কিন্তু বুঝলাম না কি কারনে Negotiation ভাই বাইন্যন্স এ লেনদেন করতে সতর্ক্য করলেন। ভিডিওর ব্যাক্তিকে একাধিক মামলায় ফেলে দেওয়া হয়েছে, জানি না বেচারার কি হাল হবে।
আসেন অন্য কথা বলি। আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে বিটকয়েন হয়তো হালভিং এর আগেই অল টাইম হাই ব্রেক করতে যাচ্ছে। কালকে রাতের মুভমেন্ট এর, আজকে কেউ কি কিছু বলতে চান? বিটকয়েন বর্তমানে ৬৮৩০০ ডলারে আছে। আমার তো মনে হচ্ছে আজকে বা কালকের মধ্যেই আমরা নতুন অল টাইম হাই পেতে যাচ্ছি। আর এর চাইতেও বড় কথা হলো, অল টাইম হাই ব্রেক করার পর মার্কেটে সেল প্রেশার বাড়ে কি না, সেটাই মূখ্য বিষয়।
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একই মত আজকালের মধ্যেই সর্বকালের সর্বোচ্চ দাম এর রেকর্ড ভেঙ্গে ফেলবে। আমি কুকয়েনে দেখালাম গতকাল রাতে $৬৮৬৮৪ তে উঠেছিলো, অল্পের জন্য অলটাইম হাই অতিক্রম হলো না। হয়ে যাবে ভাই হয়ে যাবে আজকালের মধ্যেই।।
|
|
|
|
Learn Bitcoin
|
|
March 05, 2024, 04:57:03 AM |
|
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একই মত আজকালের মধ্যেই সর্বকালের সর্বোচ্চ দাম এর রেকর্ড ভেঙ্গে ফেলবে। আমি কুকয়েনে দেখালাম গতকাল রাতে $৬৮৬৮৪ তে উঠেছিলো, অল্পের জন্য অলটাইম হাই অতিক্রম হলো না। হয়ে যাবে ভাই হয়ে যাবে আজকালের মধ্যেই।।
গত কয়েক মিনিটে বেশ সেল প্রেশার পড়েছে। কিছুক্ষন আগেও বিটকয়েন ৬৮৩০০ ডলার ছিলো। যেটা এখন ৬৭৩০০ ডলারে চলে আসছে। অনেকেই হয়তো বুঝতে পারেন না যে বিটকয়েনের দাম এতা তাড়াতাড়ি কিভাবে মুভমেন্ট করে? দাম বাড়ার সময় আস্তে আস্তে বাড়তে থাকে, আর কমার সময় হুটহাট করে কমে যায়। এর পেছনে কারন হলো এক্সচেন্জগুলো তে লিমিট দিয়ে সেল অর্ডার প্লেস করা থাকে। ধরেন আমি লে অর্ডার দিয়ে রাখলাম ৬৮৫০০ ডলারে। যখন বিটকয়েন ৬৮৫০০ ডলারে যাবে, আমার বিটকয়েন সেল হয়ে যাবে অটোমেটিক। এরকম তো আমি একা না, প্রতিটা এক্সচেন্জ এ হাজার হাজার মানুষ তাদের সেলিং পয়েন্ট ঠিক করে রাখে। যে কারনে একটা নির্দিষ্ট যায়গায় বিটকয়েনের প্রাইস অনেকসময় ধরে ঘুরপাক খেতে থাকে। যারা ৬৮৫০০ তে সেল অর্ডার দিয়ে রেখেছে, যতখন না সব গুলো সেল অর্ডার কম্প্লিট হচ্ছে, বিটকয়েন এর ওপর যেতে পারবে না। তো চলেন দেখা যাক, কি চলছে এখন, বায়ার রা কি সেলারদের সেল ডিমান্ড শেষ করতে পারবে? চোখ রাখুন বিটকয়েন চার্ট এ ! সাংবাদিক হয়ে গেলাম! লল।
|
|
|
|
Bd officer
|
|
March 05, 2024, 08:53:09 AM |
|
@Negotiation ভাই এতক্ষনে বুঝতে পারলাম কেন আপনি বিন্যান্স থেকে লেনদেন করতে বিরত থাকতে বলেছেন। আপনি সময় টিবির ভিডিও শেয়ার করেছিলেন সেখানে বিন্যান্স এর কথা উল্লেখ করা হয় নাই। কিন্তু আমি আজকে নিউজ ঘাটাঘাটি করতে গিয়ে হঠাৎ করে, এই সেম নিউজ টা দেখতে পেয়েছি। নিউজ টা নিচে লিংকে দেওয়া হবে। এখন বিন্যান্সে যারা আগে লেনদেন করেছিলো, যদি ওই ব্যাক্তিটি কোন P2P বায়ার হয় তাইলে আমার মনে হয় তাদের সমস্যা হতে পারে। তিনি যদি লেনদেন এর তথ্য গুলো, পুলিশ কে জানিয়ে দেয় তাইলে সমস্যা হতে পারে। তবে এটা আমার ব্যাক্তিগত মত। নিউজে দেখতে পেলাম, ওই ব্যাক্তিটি নাকী, যারা জুয়া খেলেন তাদের একাউন্টে তার একাউন্ট থেকে ডলার টান্সফার করেছে। আর একটা কথা হলো, ওই ব্যাক্তিটির মোবাইল গোয়েন্দা পুলিশে নিয়ে ব্যাক্তিটির বাইন্যান্স থেকে ডলার কোথায় নিয়েছে সেটা জানা যায় নাই। এমনো হতে পারে পুলিশে তার বাইন্যান্স একাউন্ট তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এখন যদি ওই ব্যক্তিটি বায়ার হয়ে থাকে, তাহলে পুলিশেররা p2p তে ওর্ডার করতে পারে। অনেকেই তাদের চক্রান্ত ফেসে যেতে পারেন। যাইহোক, আপাতত আমাদের বাইন্যান্স থেকে কিছু দিনের জন্য লেনদেন না করাই ভালো। নিউজ লিংক। এখানে ক্লিক করুন।
|
|
|
|
Spark22
Jr. Member
Offline
Activity: 476
Merit: 2
|
|
March 05, 2024, 09:04:35 AM |
|
ভাই, আমার ছোট ভাই আজকে একটা নতুন মোবাইল কিনেছে। আর সেও আমার মতো বিটকয়েনটক অ্যাকাউন্ট খুলে কাজ করতে চাই। কিন্তু বিটকয়েনটক ফোরামে অ্যাকাউন্ট খুলতে তো কিছু BNB ফি চায়। আর আমার কিংবা আমার ছোট ভাই কারও কাছেই তো BNB নাই। এখন কী করা যায়?🤔
|
|
|
|
YOSHIE345
Newbie
Offline
Activity: 4
Merit: 0
|
|
March 05, 2024, 09:08:37 AM |
|
ভাই, আমার ছোট ভাই আজকে একটা নতুন মোবাইল কিনেছে। আর সেও আমার মতো বিটকয়েনটক অ্যাকাউন্ট খুলে কাজ করতে চাই। কিন্তু বিটকয়েনটক ফোরামে অ্যাকাউন্ট খুলতে তো কিছু BNB ফি চায়। আর আমার কিংবা আমার ছোট ভাই কারও কাছেই তো BNB নাই। এখন কী করা যায়?🤔
এখন আপনাকে যে উপায় বলবো, এই উপায়টা অনুসরণ করে বিটকয়েনটক অ্যাকাউন্ট খুললে আপনার ছোট ভাইয়ের কাছ থেকে আর কোনো ফি চাবে না। ১. সর্বপ্রথমে আপনাকে এমন একটা ভিপিএন ডাউনলোড করতে হবে সেটাতে কান্ট্রি সিলেক্ট করা যায়। কিছু কিছু ভিপিএন আছে যেগুলোতে কান্ট্রি সিলেক্ট করা যায় না। সেগুলো ডাউনলোড করা যাবে না। তো আপনি Tomato VPN টা ডাউনলোড করতে পারেন, কারণ এটাতে কান্ট্রি সিলেক্ট করা যায়। ২. দ্বিতীয়ত, আপনাকে VPN টাতে কানাডা, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য সিলেক্ট করতে হবে। ৩. তৃতীয়ত, আপনাকে একটা নতুন জিমেইল খুলতে হবে সেটা দিয়ে আপনি কখনো কোনো বিটকয়েনটক একাউন্ট খোলেননি। ৪. তারপর আপনাকে একটা ইউনিক একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। ৫. তারপর আপনি Verification করে Register এ ক্লিক করবেন এবং আইডিটা লগইন করলেই আপনার একাউন্ট তৈরি আর আপনার কাছ থেকে কোনো ফিও চাবে না।
|
|
|
|
Shishir99
|
|
March 05, 2024, 11:35:11 AM |
|
ভাই, আমার ছোট ভাই আজকে একটা নতুন মোবাইল কিনেছে। আর সেও আমার মতো বিটকয়েনটক অ্যাকাউন্ট খুলে কাজ করতে চাই। কিন্তু বিটকয়েনটক ফোরামে অ্যাকাউন্ট খুলতে তো কিছু BNB ফি চায়। আর আমার কিংবা আমার ছোট ভাই কারও কাছেই তো BNB নাই। এখন কী করা যায়?🤔
বিটকয়েনটকে BNB ফি চায়? আপনি হয়তো ভুল দেখেছেন। এটা মূলত বিটকয়েন। কিছু কিছু আইপি ব্যাবহার করে রেজিষ্ট্রেশন করলে এরকম হতে পারে। এই ক্ষেত্রে হয়তো ফি সেন্ড করে আনলক করতে হবে, অথবা নতুন করে রেজিষ্ট্রেশন করতে পারে। এছাড়া আরেকটা উপায়ে আনলক করা যাইতে পারে। সেজন্য ফোরামের কিছু মেম্বার আছে যারা আন ব্যানকরে থাকে, তাদেরকে ইমেইল করতে হবে। তারা যদি মনে করে যে উনি আন ব্যান হওয়ার যোগ্য, তাহলেই কেবল আন ব্যান করবে।
এখন বিন্যান্সে যারা আগে লেনদেন করেছিলো, যদি ওই ব্যাক্তিটি কোন P2P বায়ার হয় তাইলে আমার মনে হয় তাদের সমস্যা হতে পারে। তিনি যদি লেনদেন এর তথ্য গুলো, পুলিশ কে জানিয়ে দেয় তাইলে সমস্যা হতে পারে। তবে এটা আমার ব্যাক্তিগত মত।
সেই লোক সংবাদ সম্মেলনে বলেছে যে উনি ফ্রিল্যান্সিং করে এই টাকা অনেক সময় ধরে জমিয়েছে। পেমেন্ট গেটওয়ে জনিত সমস্যার কারনে উনি বিনান্সে পেমেন্ট নিয়েছে। তবে আমার মনে হয় উনি ডলার বাই সেলের কাজ করে থাকে। যার কারনে বিনান্সের মতো যায়গায় এতো ডলার রেখেছে।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
DYING_S0UL
|
|
March 05, 2024, 04:07:13 PM Last edit: March 05, 2024, 05:34:12 PM by DYING_S0UL |
|
ভাই, আমার ছোট ভাই আজকে একটা নতুন মোবাইল কিনেছে। আর সেও আমার মতো বিটকয়েনটক অ্যাকাউন্ট খুলে কাজ করতে চাই। কিন্তু বিটকয়েনটক ফোরামে অ্যাকাউন্ট খুলতে তো কিছু BNB ফি চায়। আর আমার কিংবা আমার ছোট ভাই কারও কাছেই তো BNB নাই। এখন কী করা যায়?🤔
LoyceV এর সাথে যোগাযোগ করেন/করতে বলেন। Remove Proxyban (evil fees) - email to get whitelisted for free
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Elissa~sH
Member
Offline
Activity: 84
Merit: 57
|
|
March 05, 2024, 06:36:02 PM |
|
ভাই, আমার ছোট ভাই আজকে একটা নতুন মোবাইল কিনেছে। আর সেও আমার মতো বিটকয়েনটক অ্যাকাউন্ট খুলে কাজ করতে চাই। কিন্তু বিটকয়েনটক ফোরামে অ্যাকাউন্ট খুলতে তো কিছু BNB ফি চায়। আর আমার কিংবা আমার ছোট ভাই কারও কাছেই তো BNB নাই। এখন কী করা যায়?🤔
আপনি এটা কোথায় দেখলেন ভাই বিটকয়েনটকে একাউন্ট করতে কোন ফি লাগে না তো। তবে মাঝে মাঝে আইপি সমস্যা করে সেজন্য বিটিসি পে করে আনএবল পোস্টকৃত একাউন্ট কে এবল পোস্টকুত একাউন্ট করা যায়। এগুলো কোন ফি লাগবে না ভাই আপনাকে একটা সলুশন বলে দেই প্রথমে আপনি সুপার ভিপিন ডাউনলোড করে পরবর্তীতে ভালো কোন ক্রান্টি সিলেক্ট করে ভিপিএন কানেক্টেড করে একাউন্ট করেন তাহলে আইপি তে সমস্যা হবে না।
|
|
|
|
Negotiation
|
|
March 06, 2024, 06:55:46 AM |
|
সেই লোক সংবাদ সম্মেলনে বলেছে যে উনি ফ্রিল্যান্সিং করে এই টাকা অনেক সময় ধরে জমিয়েছে। পেমেন্ট গেটওয়ে জনিত সমস্যার কারনে উনি বিনান্সে পেমেন্ট নিয়েছে। তবে আমার মনে হয় উনি ডলার বাই সেলের কাজ করে থাকে। যার কারনে বিনান্সের মতো যায়গায় এতো ডলার রেখেছে।
ভাই এই লোকের জন্যে আফসোস, পুলিশ কে নিয়ে যারা আলোচনা করে তাদের কপাল বেশিরভাগ খারাপ হয়ে থাকে, কারন প্রশাসন এর সাথে যারা ঝামেলা করে তারা বেশিদিন ভালো থাকতে পারেনা। সামনে দেখবেন তাকে আরও অনেক মামলাতে ফাঁসায়ে দিছে ।
|
|
|
|
Shishir99
|
|
March 06, 2024, 12:38:06 PM |
|
সেই লোক সংবাদ সম্মেলনে বলেছে যে উনি ফ্রিল্যান্সিং করে এই টাকা অনেক সময় ধরে জমিয়েছে। পেমেন্ট গেটওয়ে জনিত সমস্যার কারনে উনি বিনান্সে পেমেন্ট নিয়েছে। তবে আমার মনে হয় উনি ডলার বাই সেলের কাজ করে থাকে। যার কারনে বিনান্সের মতো যায়গায় এতো ডলার রেখেছে।
ভাই এই লোকের জন্যে আফসোস, পুলিশ কে নিয়ে যারা আলোচনা করে তাদের কপাল বেশিরভাগ খারাপ হয়ে থাকে, কারন প্রশাসন এর সাথে যারা ঝামেলা করে তারা বেশিদিন ভালো থাকতে পারেনা। সামনে দেখবেন তাকে আরও অনেক মামলাতে ফাঁসায়ে দিছে । উনি তো আলোচনা না করেও পারছে না। এটা তো আর ২ লাখ বা এক লাখের ব্যাপার না। সাড়ে ৩ কোটি টাকার ব্যাপার। ওনার ভাষ্যমতে উনি ১৪ বছর যাবৎ কাজ করে এই টাকা জমিয়েছে। আপনি কি পারবেন চুপ করে থাকতে যদি দেখেন যে আপনার ১৪ বছরের ইনকাম কেউ নিয়ে যাচ্ছে? উনি একটা ভালো কাজ করেছে সংবাদ সম্মেলন করে। এখন মিডিয়া ওনার খোজ খবর নিবে। কিন্তু যদি উনি মিডিয়ায় না জানিয়ে চুপচাপ প্রতিবাদ করার চেষ্টা করতো, তাহলে ওনাকে অনেক বেশি হয়রানির স্বীকার হতে হতো। এখন অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক ব্যাবস্থা নিয়ে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। উনি এখন চাপের মধ্যে আছে ঠিকই, তবে উনি সঠিক কাজই করেছে বলে আমি মনে করি।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Crypto Library
|
|
March 06, 2024, 05:27:17 PM Last edit: March 06, 2024, 05:38:51 PM by Crypto Library |
|
ভাই, ওনারা পোষ্ট করে কি না সেটা সম্পর্কে আমার ধারনা নাই। কারন ওনাদের পোষ্টিং প্যাটার্ন আমি দেখলেই চিনতে পারি। এমনিতেই তো আমি খারাপ মানুষ। আমার কারনে ওনাদের লোকালে আসা বন্ধ হয়ে গেছে। এখন অল্ট একাউন্ট দিয়েও যদি পোষ্ট না করতে পারে, তাহলে তো ভাই ঝামেলা। সেকথা আপাতত বাদ দিলাম। আসেন অন্য কথা বলি।
ধুর মিয়া আপনি খালি জায়গা মতন হাতান, আমি কি বলেছি যে তাদের অল্ট আমিতো জাস্ট এটা বুঝাতে চেয়েছি যে তাহাদের বাচ্চা গণ হয়তো এখন আমাদের বাংলা থ্রেডের দায়িত্ব আপনি তঃ মিয়া সরাসরি আলট বইলা ফলাইলেন 🤭 হতেও তো পারে ওনাদের ছোট ভাই অথবা বাচ্চা গণ তাদের দায়িত্ব পালন করে ☹️ আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে বিটকয়েন হয়তো হালভিং এর আগেই অল টাইম হাই ব্রেক করতে যাচ্ছে। কালকে রাতের মুভমেন্ট এর, আজকে কেউ কি কিছু বলতে চান? বিটকয়েন বর্তমানে ৬৮৩০০ ডলারে আছে। আমার তো মনে হচ্ছে আজকে বা কালকের মধ্যেই আমরা নতুন অল টাইম হাই পেতে যাচ্ছি। আর এর চাইতেও বড় কথা হলো, অল টাইম হাই ব্রেক করার পর মার্কেটে সেল প্রেশার বাড়ে কি না, সেটাই মূখ্য বিষয়।
ভাই সত্যি কথা বলতে আমি বিটকয়েনের প্রাইস আবার ডাম্প করুক এটা মনে প্রাণে চাইতেছি বেশিনা, এখন তো মনে হচ্ছে করেকশন আসতে আসতে অনেক সময় নিয়ে ফেলবে । যদিও এইতো জানিনা এইটা আমার ফোমো এর কারণে হচ্ছে কিনা। তবে ভাই বিটকয়েনের তো অলরেডি এর অল টাইম হাই প্রাইস টাচ করে ফেলেছে বিশেষ করে আমাদের বাংলাদেশী কারেন্সি টাকায় আরো আগে করে ফেলেছে । উনি তো আলোচনা না করেও পারছে না। এটা তো আর ২ লাখ বা এক লাখের ব্যাপার না। সাড়ে ৩ কোটি টাকার ব্যাপার। ওনার ভাষ্যমতে উনি ১৪ বছর যাবৎ কাজ করে এই টাকা জমিয়েছে। আপনি কি পারবেন চুপ করে থাকতে যদি দেখেন যে আপনার ১৪ বছরের ইনকাম কেউ নিয়ে যাচ্ছে? উনি একটা ভালো কাজ করেছে সংবাদ সম্মেলন করে। এখন মিডিয়া ওনার খোজ খবর নিবে। কিন্তু যদি উনি মিডিয়ায় না জানিয়ে চুপচাপ প্রতিবাদ করার চেষ্টা করতো, তাহলে ওনাকে অনেক বেশি হয়রানির স্বীকার হতে হতো। এখন অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক ব্যাবস্থা নিয়ে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। উনি এখন চাপের মধ্যে আছে ঠিকই, তবে উনি সঠিক কাজই করেছে বলে আমি মনে করি।
ওনার পদক্ষেপকে আমি স্যালুট জানাই যদিও জানিনা সে আসলে কিভাবে টাকা গুলো ইনকাম করেছে তবে আমি আমার আশেপাশে এমনও লোক দেখেছি ওনার অর্ধেক পরিমাণ ক্রিপ্টো তার কাছে থেকে ছিনতাই হয়েছে সে মুখ বুঝে সহ্য করে গিয়েছে , কেছ কাবারির পিছনে যায়নি যে ক্রিপ্টো কারেন্সি অবৈধ এখানে উল্টো তারই ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে । যাইহোক বাংলাদেশে কি ক্রিপ্টো কারেন্সি এর বিষয়ে ছাড় দেওয়া শুরু করতেছে নাকি সব নিউজ মিডিয়া থেকে শুরু করে সবাই বিষয়টাকে পজিটিভলি নিতেছে । এইযে তার থেকে আত্বসাত করা বিটকয়েনের পরিমাণ।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Negotiation
|
|
March 06, 2024, 05:41:59 PM |
|
সেই লোক সংবাদ সম্মেলনে বলেছে যে উনি ফ্রিল্যান্সিং করে এই টাকা অনেক সময় ধরে জমিয়েছে। পেমেন্ট গেটওয়ে জনিত সমস্যার কারনে উনি বিনান্সে পেমেন্ট নিয়েছে। তবে আমার মনে হয় উনি ডলার বাই সেলের কাজ করে থাকে। যার কারনে বিনান্সের মতো যায়গায় এতো ডলার রেখেছে।
ভাই এই লোকের জন্যে আফসোস, পুলিশ কে নিয়ে যারা আলোচনা করে তাদের কপাল বেশিরভাগ খারাপ হয়ে থাকে, কারন প্রশাসন এর সাথে যারা ঝামেলা করে তারা বেশিদিন ভালো থাকতে পারেনা। সামনে দেখবেন তাকে আরও অনেক মামলাতে ফাঁসায়ে দিছে । উনি তো আলোচনা না করেও পারছে না। এটা তো আর ২ লাখ বা এক লাখের ব্যাপার না। সাড়ে ৩ কোটি টাকার ব্যাপার। ওনার ভাষ্যমতে উনি ১৪ বছর যাবৎ কাজ করে এই টাকা জমিয়েছে। আপনি কি পারবেন চুপ করে থাকতে যদি দেখেন যে আপনার ১৪ বছরের ইনকাম কেউ নিয়ে যাচ্ছে? উনি একটা ভালো কাজ করেছে সংবাদ সম্মেলন করে। এখন মিডিয়া ওনার খোজ খবর নিবে। কিন্তু যদি উনি মিডিয়ায় না জানিয়ে চুপচাপ প্রতিবাদ করার চেষ্টা করতো, তাহলে ওনাকে অনেক বেশি হয়রানির স্বীকার হতে হতো। এখন অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক ব্যাবস্থা নিয়ে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। উনি এখন চাপের মধ্যে আছে ঠিকই, তবে উনি সঠিক কাজই করেছে বলে আমি মনে করি। আসলে ভাই সমস্যা টা হচ্ছে বাংলাদেশের ব্যাবস্থাপনাতেই সঠিক কোনো কাজ বা সঠিক ভাবে কোন বিচার খুব কম ক্ষেত্রেই হয়ে থাকে। এখন এখন দেখার বিষয় হচ্ছে যে সে যেহেতু বিনান্স ব্যাবহার করছে মামলা সে আরও একটা খাবেই, আর বিচার চলমান বিষয়ে কথা বলার জন্যে আইসিটি আইনে আরও একটা মামলা খাবার সম্ভাবনা আছে। এখন অই রেঞ্জ এর পুলিশ সুপার যদি খালি একবার বলে যে ডিবি পুলিশের কোন দোষ নাই তাইলে মনে করে খেলা ঘুরে যাবে।
|
|
|
|
|