God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1078
Merit: 1354
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
December 29, 2023, 05:02:08 AM |
|
মেইন কথা আপনাকে অনুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয় কিন্তু আপনার অবস্থানে আমি থেকে কথাগুলো বললাম এগুলোর চিন্তা আমার মাথায় মাঝেমধ্যে আসে কিন্তু আমাদের মেইন প্রতিবন্ধকতার কারণে কোন টিকেই রূপান্তরিত করতে পারছি না।  এক্সচেঞ্জ এর ব্যাবসা করতে গেলে নিজের আইডেন্টিটি হাইড রাখা কঠিন একটা ব্যাপার হবে। এটা সত্তিই বলেছেন। বিকাশে অটোমেটেড পেমেন্ট কিভাবে কাজ করে? অনেক পেমেন্ট প্রসেসর আছে যেগুলো আপনাকে পেমেন্ট প্রসেস (গ্রহণ, পাঠানো) করতে সহায়তা করবে। তারা ক্যাসিনোর সাথে কাজ করে। সেগুলো কিভাবে কাজ করে কিংবা কি ধরনের ডকুমেন্ট তারা চায় সেটা খতিয়ে দেখতে পারেন। আমার খুব বেশি ধারনা নাই। সম্প্রতি দেখলাম কয়েনস.গেম বিকাশ নগদে অটোমেটেড পেমেন্ট প্রসেস করছে যদিও তারা শুধু ডিপোজিটের সময়ই এইটা ব্যবহার করে থাকে। তারা যে অটোমেটিক পেমেন্ট প্রসেস করে সেটা যখন তাদের কন্টেস্ট হয়, সেই সময়েই আমি খেয়াল করেছিলাম। তবে তারাও থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করে থাকে। তবে এদের সাথে জড়িত হওয়ার ইচ্ছা নাই আপাতত, তাই এগুলা নিয়ে ঘাটাঘাটি করে লাভ নাই। কিন্তু আমি চাচ্ছিলাম এক্সচেঞ্জ বিজনেস করতে। কিন্তু দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় বিকাশ নগদ দিয়ে পেমেন্ট নিয়ে বা পেমেন্ট করে লেনদেন করাও রিস্ক মনে হচ্ছে। একমাত্র উপায় হচ্ছে ডলার টু ডলার বাই সেল করা। অথবা নেটেলার টু স্ক্রিল। কিন্তু এভাবে ব্যাবসা করে আসলে তেমন কোনো লাভ হবে না। সকলের পরামর্শ নিয়েই তাই আপাতত এই বিজনেস এর প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলতে হচ্ছে।
|
|
|
|
SPARE
Jr. Member
Offline
Activity: 76
Merit: 6
|
 |
December 29, 2023, 05:25:29 AM |
|
যারা ক্রিপটোকারেন্সি সম্পর্কে অনেক কিছু জানেন বা অনেক কাজ পারেন তারা চাইলে নিচের সাইট গুলোর মাধ্যমে বিভিন্ন কাজ পেতে পারেন এখানে অনেক কাজের অফার পাওয়া যায় আপনারা চেষ্টা করতে পারেন ..... | ওয়েবসাইট | | | কাজের ধরন | | | | _____________________________________________ | | | _________________________________________________________________ | | | | beincrypto.com/jobs | | | ওয়েব 3 এর কাজ | | | | bitcoinerjobs.com | | | ডিজাইনার, ইঞ্জিনিয়ার, ডেভেলপার, বিজনেস ডেভেলপমেন্ট, ম্যানেজার, মার্কেটিং এর কাজ | | | | upwork.com/freelance-jobs/cryptocurrency/ | | | কনটেন্ট, বট ডেভলপার, আর্টিস্ট এর কাজ | | | | reddit.com/r/Jobs4Bitcoins/ | | | ভিডিও এডিটর, ওয়েব সাইট ডেভলপার, লেখক এর কাজ | | | | crypto.jobs/ | | | ডেভলপার, কমিউনিটি ম্যানেজার, কনটেন্ট লেখক, ফাইন্যান্স ম্যানেজার এর কাজ | | | | cryptojobslist.com/ | | | কমিউনিটি ম্যানেজার, কনটেন্ট লেখক, ডেভলপার এর কাজ | | | | hyve.works/ | | | কনটেন্ট লেখক, আর্টিস্ট, ডেভলপার এর কাজ | | | | larborx.com | | | কনটেন্ট লেখক, আর্টিস্ট, ডেভলপার, কমিউনিটি ম্যানেজার, ট্রান্সলেটর এর কাজ | | | | cryptogigs.co | | | কনটেন্ট লেখক, ডেভলপার, গ্রাফিক্স ডিজাইনার, ট্রান্সলেটর, ডাটা এন্ট্রি এর কাজ | | | | cryptocurrencyjobs.co/ | | | ক্রিপ্টো এবং ব্লকচেইন এর কাজ | | | | crypto-careers.com/ | | | কাস্টমার এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডেভলপার, মার্কেটিং এর কাজ | | | | blockew.com/ | | | কমিউনিটি ম্যানেজার, ডেভলপার, ডিজাইনার এর কাজ | | | | blockchainheadhunter.com/ | | | ক্রিপ্টো এবং ব্লকচেইন/ওয়েব-3 এর কাজ | | | | cryptorecruit.com/ | | | ডেভলপার, মার্কেটিং, ডিজাইনার এর কাজ | | | | linkedin.com/jobs/blockchain-jobs | | | ডেভলপার, বিজনেস ডেভলপার, ডিজাইনার, মার্কেটিং এর কাজ | | | | indeed.com/q-Crypto-jobs.html | | | ডেভলপার, বিজনেস ডেভলপার, মার্কেটিং, ডিজাইনার, ডাটা এনালাইসিস এর কাজ | | | | cryptocurrencyjobs.co | | | ডিজাইনার, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, মার্কেটিং, কাস্টমার সাপোর্ট এর কাজ | | | | workaspro.com | | | কনটেন্ট লেখক, গ্রাফিক্স ডিজাইনার, এসইও, ডাটা এন্ট্রি, ইঞ্জিনিয়ারিং এর কাজ | | | | web3.career | | | ইঞ্জিনিয়ারিং, ডাটা এন্ট্রি, বিজনেস ডেভলপার এর কাজ | | | | bitgigs.com | | | লেখক, প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইনার, অ্যাড এর কাজ | | | | deteriora.com | | | এটা নতুন ওয়েবসাইট | | | এখান থেকে অনুবাদ করা হয়েছে
|
|
|
|
|
Negotiation
Sr. Member
  
Offline
Activity: 1484
Merit: 285
Reality is that 1 BTC = Billionaire.
|
 |
December 29, 2023, 06:34:09 AM |
|
কিন্তু এভাবে ব্যাবসা করে আসলে তেমন কোনো লাভ হবে না। সকলের পরামর্শ নিয়েই তাই আপাতত এই বিজনেস এর প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলতে হচ্ছে।
আসলে অনেক বছর ধরে নিজের চোখের সামনে অনেকের সাথে অনেক খারাপ কিছু হতে দেখেছি শুধুমাত্র ডলার বাইসেল এর কারণে, আর বাংলাদেশে যেকোনো বৈধ ব্যাবসা করলে দেখা যায় যে মানুষ শত্রুতা করে অনেক ভাবেই ক্ষতি করে থাকে, আর যেকোনো ব্যবসাতে কেউ যদি মনে করে কারো ক্ষতি করবে তাহলে সেটা সমভাব, কারণ বাংলাদেশের আইন একেক সময় এবং আলাদা ব্যক্তির ক্ষেত্রে আলাদা ভাবে কাজ করে। আমার মনে হয়না যে এগুলো করতে যেয়ে আপনারা যারা একটু র্যঙ্ক আপ করতে পেরেছেন তাদের কোন ঝামেলাতে জরানো উচিত । একবার যদি কোনোভাবে আইনের ঝামেলাতে পরেন তাহলে সারাজীবন মানুষ এটা নিয়ে কথা বলবে, আমার কাছে মনে হয় এগুলার থেকে সম্মান আগে। ডিজিটাল কারেন্সি (বিটকয়েন) নামে পরিচিত তার ব্যবহার সম্পর্কে আপনার সম্মানিত মতামত কী? এটা কি জায়েজ? এবং এর উপর কি যাকাত ফরয।
উত্তরে তিনি বলেছেন: সমস্ত প্রশংসা আল্লাহর, এবং শান্তি ও বরকত বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদের (সা.) উপর। তিনি বলেছিলেন এরকম প্রশ্ন এর আগেও আমার নজরে এসেছে, এবং আমি এই লেনদেনে উল্লেখিত সমস্যাগুলির কারণে ডিজিটাল মুদ্রার সাথে লেনদেনের বিষয়ে একটি রায় দিতে সতর্ক ছিলাম, যেমন অনিশ্চয়তা এবং অজ্ঞতা। তারপর তিনি বলেছিলেন এখন আমি এটাকে জায়েজ মনে করি।
টাকা যেমন ভালো এবং খারাপ যেকোনো কাজেই আপনি ব্যাবহার করতে পারেন আমার কাছে এটিকে তেমনি মনে হয়, টাকা একটাই কিন্তু কেউ এই টাকা দিয়ে মদ কিনছে আবার কেউ এই টাকা দিয়েই দুধ কিনছে এটা আপনি কোন কাজে ব্যাবহার করছেন সেটার উপরে নির্ভর করে, কিন্তু বেশিরভাগ খারাপ নিউজ গুলা সামনে আসে এই জন্যে , মানুষ এটাকে খারাপ ভাবে তুলনা করে । ভালো সাইড গুলা সামনে আসেনা।
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1414
Merit: 1113
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
December 29, 2023, 07:00:42 AM |
|
তারা যে অটোমেটিক পেমেন্ট প্রসেস করে সেটা যখন তাদের কন্টেস্ট হয়, সেই সময়েই আমি খেয়াল করেছিলাম। তবে তারাও থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করে থাকে। তবে এদের সাথে জড়িত হওয়ার ইচ্ছা নাই আপাতত, তাই এগুলা নিয়ে ঘাটাঘাটি করে লাভ নাই। কিন্তু আমি চাচ্ছিলাম এক্সচেঞ্জ বিজনেস করতে। কিন্তু দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় বিকাশ নগদ দিয়ে পেমেন্ট নিয়ে বা পেমেন্ট করে লেনদেন করাও রিস্ক মনে হচ্ছে। একমাত্র উপায় হচ্ছে ডলার টু ডলার বাই সেল করা। অথবা নেটেলার টু স্ক্রিল। কিন্তু এভাবে ব্যাবসা করে আসলে তেমন কোনো লাভ হবে না।
বর্তমানে দেশের যে পরিস্থিতি, ক্রিপ্ত কারেন্সি এর ওপর আইনের কোন শিথিলতা এখনো আসতেছে না। আর আমার মনে হচ্ছে এই শিথিলতা আসতেও আরো অনেক সময় লাগবে। তাই বর্তমানে আমরা যা করতে পারি সেটা হল যে এই ক্রিপ্টো কারেন্সি এর জগতে থেকেই ক্রিপটো কারেন্সি আর্ন করা এবং রিয়েল লাইফে যতটুকু প্রয়োজন বা যখন প্রয়োজন তখন ওই অর্থ বের করে ব্যবহার করা। আমার মনে হয় আমাদের বর্তমানে আমাদের সার্ভিস সেলিং করাই একটা বেটার অপশন। এখন এইসব সার্ভিস সেলিং করে চালিয়ে যাই পাশাপাশি যদি সুযোগ আসে ডিসেন্টালাইজ কোন প্রজেক্ট এর সাথে যুক্ত হওয়ার যুক্ত হব এবং এই এক্সপেরিয়েন্স গুলো ইনশাল্লাহ ভবিষ্যতে যখন আমাদের দেশের ক্রিপ্টো কারেন্সি এর এই প্রতিবন্ধকতা গুলো কেটে যাবে তখন কাজে লাগাবো। সকলের পরামর্শ নিয়েই তাই আপাতত এই বিজনেস এর প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলতে হচ্ছে। গুড ডিসিশন 
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Popkon6
|
 |
December 29, 2023, 09:17:21 AM Last edit: December 29, 2023, 10:52:29 AM by Popkon6 |
|
প্রশ্নঃ ডিজিটাল কারেন্সি (বিটকয়েন) নামে পরিচিত তার ব্যবহার সম্পর্কে আপনার সম্মানিত মতামত কী? এটা কি জায়েজ? এবং এর উপর কি যাকাত ফরয।
যারা বিটকয়েন ভালো ভাবে বুঝবে তারা কখনোই বিটকয়েন হারাম বলবে না। যাকাত নিয়ে আমি এতটা কখনো জানার চেষ্টা করি নাই, যে বিটকয়েনের উপর যাকাত ফরজ কিনা। যেহেতু বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা আমি সঠিক জানি না, তবে আমার মনে হয় বিটকয়েনের উপর অবশ্যই যাকাত দিতে হবে। টাকা পয়সার ও সম্পদের উপর যেভাবে যাকাত দিতে হয়, ঠিক তেমনি মনে হয় বিটকয়েনে উপর যাকাত দিতে হবে। বিটকয়েনের উপর যাকাত যদি ফরজ হয় তাইলে তো আমার অনেক সময় হিসেব নিকাশ করতে গেলে সমস্যা পরে যেতে হবে। যেমন বিটকয়েনের দাম সব সময় কম বেশি হয়ে থাকে আবার দেখা যায় সপ্তাহের শুরুতে ৪০ হাজার আবার শেষে ৪৪ হাজারে রয়েছে। যাকাত সম্পর্কে আপনাদের কি মনে হয়? কিভাবে বিটকয়েনের উপর যাকাত দিতে হবে? যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করিনি তাই আমার তেমন একটা ধারণা নেই যাকাত কিভাবে বন্টন করে। স্বর্ণের এবং রুপার দাম ওঠানামা করে বর্তমান বাজারে। আমার মনে হয় যখন আপনি যাকাত দেবেন তখন বাজারে কি পরিমাণ মুল্য আছে স্বর্ণের ও রুপার ওই অনুযায়ী আপনি আপনার যাকাতের টাকা হিসাব করেন। ঠিক তেমনি বিটকয়েনের বাজার উঠানামা করে। আপনি যখন যাকাতের হিসাব করবেন তখন বর্তমান বাজার কি রকম আছে সেই হিসেবে যাকাতের টাকা হিসাব করাটাই সবচেয়ে ভালো হয়। অভিজ্ঞ ভাইয়েরা, যাদের কোরআন ও হাদীসের সম্পর্কে বিস্তর ধারণা আছে কেউ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের এটা সম্পর্কে জানাবেন। ধন্যবাদ সবাইকে। যাকাত সাধারণত সম্পদের পরিমাণের ওপর ভিত্তি করে দেওয়া হয়। ৭/½ তোলা স্বর্ণ এবং ৫২/½ বড়ি রুপার পরিমাণ সমান সম্পদ হলে যাকাত ওই ব্যক্তির উপর ফরজ। এখন কোথায় আসি বিটকয়েন নিয়ে ইতিমধ্যেই এই নিউজটি সোশ্যাল মিডিয়া প্রচার হচ্ছে। বিষয়টি হচ্ছে এমন যেখানে লাভ লোকসান বিষয় রয়েছে সেখানে যদি আপনি ব্যবসা করেন তাহলে অবশ্যই সেটা হালাল হতে পারে(বাকিটা আল্লাহতালাই ভালো জানে)। যেহেতু সারা বিশ্বের প্রায় সব মানুষ বিটকয়েনের সাথে কিছু না কিছু ভাবে জড়িত রয়েছে। যেমন আমাদের বাংলাদেশ ে ৯০% মুসলমান দেশে বিটকয়েন গোপনে ব্যবহৃত হচ্ছে, এবং সরকারিভাবেও বিটকয়েন বাংলাদেশের জন্য নিষিদ্ধ কিন্তু আমাদের কোনভাবেই সরকার চাপ দিচ্ছে না বললেই চলে। আমি যদি আমার কষ্টের জমানো টাকা বিটকয়েনে বিনিয়োগ করে রেখে ট্রেড করি অথবা দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করি সেটা ওই ব্যক্তির ওপর নির্ভর করবে এবং জায়েজ হতে পারে। কিন্তু কেউ যদি এই বিটকয়েন দিয়ে জুয়া খেলে সেটা অবৈধ হবে কারণ ইসলামের দৃষ্টিতে জুয়া নিষিদ্ধ।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2758
Merit: 1382
Fast contact but no transaction: t.me/shasan32
|
 |
December 29, 2023, 02:26:51 PM |
|
GazetaBitcoin একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন। এই ফ্রি রেফেল এর জন্য যে কেউ আবেদন করতে পারবেন (১লা সেপ্টচেবার এর পর যারা অ্যাকাউন্ট করেছেন তারা আবেদন করতে পারবেন নাহ তাছাড়া গত ১২০ দিনে সর্বনিম্ন ৫টা মেরিট পেতে হবে)। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalk.org/index.php?topic=5479659
|
| █▄ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ▀█ | THE #1 SOLANA CASINO | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | ........5,000+........ GAMES ......INSTANT...... WITHDRAWALS | ..........HUGE.......... REWARDS ............VIP............ PROGRAM | . PLAY NOW |
|
|
|
|
AirtelBuzz
|
 |
December 29, 2023, 03:54:46 PM |
|
GazetaBitcoin একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন। এই ফ্রি রেফেল এর জন্য যে কেউ আবেদন করতে পারবেন (১লা সেপ্টচেবার এর পর যারা অ্যাকাউন্ট করেছেন তারা আবেদন করতে পারবেন নাহ তাছাড়া গত ১২০ দিনে সর্বনিম্ন ৫টা মেরিট পেতে হবে)। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalk.org/index.php?topic=5479659আপনার কথা মত ইতিমধ্যেই ঝটপট করে আবেদন করে ফেলেছি  । জীবনের প্রথম এই ধরনের কোন ফ্রি রেফেল ড্র তে অংশগ্রহণ করলাম। জানিনা বিজয়ী হতে পারব কিনা।  হয়তো সেটা ভাগ্যের ব্যাপার।
|
|
|
|
|
|
| R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | .
| | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
|
synchronym
|
 |
December 30, 2023, 04:41:18 AM |
|
প্রশ্নঃ ডিজিটাল কারেন্সি (বিটকয়েন) নামে পরিচিত তার ব্যবহার সম্পর্কে আপনার সম্মানিত মতামত কী? এটা কি জায়েজ? এবং এর উপর কি যাকাত ফরয।
যারা বিটকয়েন ভালো ভাবে বুঝবে তারা কখনোই বিটকয়েন হারাম বলবে না। যাকাত নিয়ে আমি এতটা কখনো জানার চেষ্টা করি নাই, যে বিটকয়েনের উপর যাকাত ফরজ কিনা। যেহেতু বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা আমি সঠিক জানি না, তবে আমার মনে হয় বিটকয়েনের উপর অবশ্যই যাকাত দিতে হবে। টাকা পয়সার ও সম্পদের উপর যেভাবে যাকাত দিতে হয়, ঠিক তেমনি মনে হয় বিটকয়েনে উপর যাকাত দিতে হবে। বিটকয়েনের উপর যাকাত যদি ফরজ হয় তাইলে তো আমার অনেক সময় হিসেব নিকাশ করতে গেলে সমস্যা পরে যেতে হবে। যেমন বিটকয়েনের দাম সব সময় কম বেশি হয়ে থাকে আবার দেখা যায় সপ্তাহের শুরুতে ৪০ হাজার আবার শেষে ৪৪ হাজারে রয়েছে। যাকাত সম্পর্কে আপনাদের কি মনে হয়? কিভাবে বিটকয়েনের উপর যাকাত দিতে হবে? যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করিনি তাই আমার তেমন একটা ধারণা নেই যাকাত কিভাবে বন্টন করে। স্বর্ণের এবং রুপার দাম ওঠানামা করে বর্তমান বাজারে। আমার মনে হয় যখন আপনি যাকাত দেবেন তখন বাজারে কি পরিমাণ মুল্য আছে স্বর্ণের ও রুপার ওই অনুযায়ী আপনি আপনার যাকাতের টাকা হিসাব করেন। ঠিক তেমনি বিটকয়েনের বাজার উঠানামা করে। আপনি যখন যাকাতের হিসাব করবেন তখন বর্তমান বাজার কি রকম আছে সেই হিসেবে যাকাতের টাকা হিসাব করাটাই সবচেয়ে ভালো হয়। অভিজ্ঞ ভাইয়েরা, যাদের কোরআন ও হাদীসের সম্পর্কে বিস্তর ধারণা আছে কেউ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের এটা সম্পর্কে জানাবেন। ধন্যবাদ সবাইকে। যাকাত সাধারণত সম্পদের পরিমাণের ওপর ভিত্তি করে দেওয়া হয়। ৭/½ তোলা স্বর্ণ এবং ৫২/½ বড়ি রুপার পরিমাণ সমান সম্পদ হলে যাকাত ওই ব্যক্তির উপর ফরজ। এখন কোথায় আসি বিটকয়েন নিয়ে ইতিমধ্যেই এই নিউজটি সোশ্যাল মিডিয়া প্রচার হচ্ছে। বিষয়টি হচ্ছে এমন যেখানে লাভ লোকসান বিষয় রয়েছে সেখানে যদি আপনি ব্যবসা করেন তাহলে অবশ্যই সেটা হালাল হতে পারে(বাকিটা আল্লাহতালাই ভালো জানে)। যেহেতু সারা বিশ্বের প্রায় সব মানুষ বিটকয়েনের সাথে কিছু না কিছু ভাবে জড়িত রয়েছে। যেমন আমাদের বাংলাদেশ ে ৯০% মুসলমান দেশে বিটকয়েন গোপনে ব্যবহৃত হচ্ছে, এবং সরকারিভাবেও বিটকয়েন বাংলাদেশের জন্য নিষিদ্ধ কিন্তু আমাদের কোনভাবেই সরকার চাপ দিচ্ছে না বললেই চলে। আমি যদি আমার কষ্টের জমানো টাকা বিটকয়েনে বিনিয়োগ করে রেখে ট্রেড করি অথবা দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করি সেটা ওই ব্যক্তির ওপর নির্ভর করবে এবং জায়েজ হতে পারে। কিন্তু কেউ যদি এই বিটকয়েন দিয়ে জুয়া খেলে সেটা অবৈধ হবে কারণ ইসলামের দৃষ্টিতে জুয়া নিষিদ্ধ। মুসলমানের উপর যাকাত হচ্ছে ফরজ কারণ এটা সাধারণত গরিবের হক তাই যাদের ওপর যাকাত ফরজ অবশ্যই তারা সে ফরজটা পালন করে। আমরা যারা বিটকয়েন এ কাজ করে কি পরিমান বিটকয়েন থাকলে আমাদের যাকাত দিতে হবে সে বিষয়ে সত্যি আমার তেমন কোন ধারণা নেই। বা কোন হুজুরের মাধ্যমেও এই সম্পর্কে আমি শুনিনি তবে এটা আমাদের জন্য জানা দরকার যে কার কতটা পরিমাণ বিটকয়েন কিনা থাকলে তার উপর যাকাত ফরজ হয়। কারণ এমনিতেও অনেক হুজুররা বলে বিটকয়েন কাজ নাকি হারাম এই টাকা হালাল নয় ইত্যাদি ইত্যাদি এমন অনেক কথা শুনতে পেয়েছি। তাই সঠিকভাবে বলতে পারব না যে কতটা পরিমাণ বিটকয়েন থাকলে আমাদের উপর যাকাত ফরজ হবে।
|
|
|
|
|
Negotiation
Sr. Member
  
Offline
Activity: 1484
Merit: 285
Reality is that 1 BTC = Billionaire.
|
 |
December 30, 2023, 11:55:06 AM |
|
GazetaBitcoin একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন। এই ফ্রি রেফেল এর জন্য যে কেউ আবেদন করতে পারবেন (১লা সেপ্টচেবার এর পর যারা অ্যাকাউন্ট করেছেন তারা আবেদন করতে পারবেন নাহ তাছাড়া গত ১২০ দিনে সর্বনিম্ন ৫টা মেরিট পেতে হবে)। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalk.org/index.php?topic=5479659আপনার কথা মত ইতিমধ্যেই ঝটপট করে আবেদন করে ফেলেছি  । জীবনের প্রথম এই ধরনের কোন ফ্রি রেফেল ড্র তে অংশগ্রহণ করলাম। জানিনা বিজয়ী হতে পারব কিনা।  হয়তো সেটা ভাগ্যের ব্যাপার। আবেদন করে কপালে না থাকলে পাওয়ার সম্ভাবনা অনেক কম কারণ হচ্ছে এগুলা পাইতে হলে কপাল থাকতে হয় আমি এখন একবার পাইনি কার কাছ থেকেই, কয়েকটাতে মনে হয় আবেদন করেছিলাম। আপনে পাইলে আপনার কপাল ভালো ।
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1078
Merit: 1354
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
December 30, 2023, 12:20:31 PM |
|
বর্তমানে দেশের যে পরিস্থিতি, ক্রিপ্ত কারেন্সি এর ওপর আইনের কোন শিথিলতা এখনো আসতেছে না। আর আমার মনে হচ্ছে এই শিথিলতা আসতেও আরো অনেক সময় লাগবে। তাই বর্তমানে আমরা যা করতে পারি সেটা হল যে এই ক্রিপ্টো কারেন্সি এর জগতে থেকেই ক্রিপটো কারেন্সি আর্ন করা এবং রিয়েল লাইফে যতটুকু প্রয়োজন বা যখন প্রয়োজন তখন ওই অর্থ বের করে ব্যবহার করা। আমার মনে হয় আমাদের বর্তমানে আমাদের সার্ভিস সেলিং করাই একটা বেটার অপশন। এখন এইসব সার্ভিস সেলিং করে চালিয়ে যাই পাশাপাশি যদি সুযোগ আসে ডিসেন্টালাইজ কোন প্রজেক্ট এর সাথে যুক্ত হওয়ার যুক্ত হব এবং এই এক্সপেরিয়েন্স গুলো ইনশাল্লাহ ভবিষ্যতে যখন আমাদের দেশের ক্রিপ্টো কারেন্সি এর এই প্রতিবন্ধকতা গুলো কেটে যাবে তখন কাজে লাগাবো। আমার আসলে তেমন কোনো প্রজেক্ট এ কাজ করার এক্সপেরিয়েন্স নাই। বেশ কিছু ইন্টারন্যাশনাল টাইপের এক্সন্জে এ কাজ করার ট্রাই করেছিলাম। তবে বেশিরভাগ এক্সচেন্জগুলো বাংলাদেশ থেকে হায়ার করে না। এর পেছনে কি কারন থাকতে পারে জানি না। তবে ক্রিপ্টোকারেন্সি ব্যান আমাদের অনেকের জীবনে একটা অভিশাপের মতো হয়ে আছে। ব্যান উঠে গেলে খুব উপক্রিত হবো ব্যাপার টা এমন ও না। তবে, দুইটা সাইডেই বেশ সমস্যা আছে। জানি না আপনি কোনে সার্ভিস সেলিং এর কথা বলছেন। তবে আপাতত ফোরামে সিগন্যাচার সেলিং ছাড়া তেমন কিছু করছি না। ট্রান্সলেশন করতে আমার ভালো লাগে। বেশ কিছু টপিক ট্রান্সলেট করার পর AOBT তে জয়েন করলাম। দেখা যাক, সেখান থেকে কিছু কাজ হাতে পাই কি না।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1414
Merit: 1113
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
December 30, 2023, 01:23:52 PM |
|
আমার আসলে তেমন কোনো প্রজেক্ট এ কাজ করার এক্সপেরিয়েন্স নাই। বেশ কিছু ইন্টারন্যাশনাল টাইপের এক্সন্জে এ কাজ করার ট্রাই করেছিলাম। তবে বেশিরভাগ এক্সচেন্জগুলো বাংলাদেশ থেকে হায়ার করে না। এর পেছনে কি কারন থাকতে পারে জানি না। তবে ক্রিপ্টোকারেন্সি ব্যান আমাদের অনেকের জীবনে একটা অভিশাপের মতো হয়ে আছে। ব্যান উঠে গেলে খুব উপক্রিত হবো ব্যাপার টা এমন ও না। তবে, দুইটা সাইডেই বেশ সমস্যা আছে।
ঠিক বলছেন ভাই ব্যান উঠে গেলে হয়তো ২০% পার্সেন্ট বা ৩০% পার্সেন্ট করের বোঝা মাথায় নিয়ে তারপরে কাজ করতে হবে বলতে গেলে নিজের আয়ে তিন ভাগের এক ভাগ সরকারকে দিয়ে দিতে হবে তখন। তবে তারপরেও আল্টিমেটলি আমি বলব যে ব্যানটা উঠে গেলেই ভালো হবে, তবে যদি আমাদের সরকার একটু করের অনুভূতিশীল হয়, আল্টিমেটলি ভালো হবে কেন বললাম এই যে বললেন বাংলাদেশ থেকে লোক নিতে চায় না লোক হায়ার করতে চায় না, তাছাড়া আমরা লিগালি ভালো কোন স্টার্টআপ দেখতে পাচ্ছি না বাংলাদেশ থেকে নিজেরাও কোন উদ্যোগ গ্রহণ করতে পারছি না। উল্টো বিটকয়েন পেলেই তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। জানি না আপনি কোনে সার্ভিস সেলিং এর কথা বলছেন। তবে আপাতত ফোরামে সিগন্যাচার সেলিং ছাড়া তেমন কিছু করছি না। ট্রান্সলেশন করতে আমার ভালো লাগে। বেশ কিছু টপিক ট্রান্সলেট করার পর AOBT তে জয়েন করলাম। দেখা যাক, সেখান থেকে কিছু কাজ হাতে পাই কি না।
সার্ভিস সেলিং বলতে আপনার যে স্কিল আছে সেই স্কিলকেই সেলিং এর কথা বলেছি, যেমন অলরেডি দুইটা উল্লেখ করে দিয়েছেন তাছাড়া অন্যান্য স্কিল যেমন যদি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট তাছাড়া আরও রয়েছে ফোরামের এনাউন্সমেন্ট থ্রেড ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ইত্যাদি।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
~speedx~
|
 |
December 30, 2023, 07:12:03 PM |
|
ভাই লোকেদের কাছ থেকে একটা পরামর্শ চাই, Kucoin এক্সচেঞ্জার থেকে আমি আমার কিছু USDT অন্য এক্সচেঞ্জারে নিতে চাই, তবে কোন কয়েন বা টোকেনে উইড্র করলে সব চাইতে কম ফি দেওয়া লাগবে, আমি মূলত আগে trx ব্যবহার করতাম এখনো করি কিন্তু এটার উইথট্র ফি বেড়ে গিয়েছে, এখন অল্টারনেটিভ খুজছি।
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1414
Merit: 1113
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
December 30, 2023, 07:14:59 PM |
|
ভাই লোকেদের কাছ থেকে একটা পরামর্শ চাই, Kucoin এক্সচেঞ্জার থেকে আমি আমার কিছু USDT অন্য এক্সচেঞ্জারে নিতে চাই, তবে কোন কয়েন বা টোকেনে উইড্র করলে সব চাইতে কম ফি দেওয়া লাগবে, আমি মূলত আগে trx ব্যবহার করতাম এখনো করি কিন্তু এটার উইথট্র ফি বেড়ে গিয়েছে, এখন অল্টারনেটিভ খুজছি।
আসলে কু'কয়েন একচেঞ্জার এক সময় আমার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার গুলোর মধ্যে ফেভারিট ছিল কারণ তখন কেওয়াইসি ছাড়া মোটামুটি আমার কাজ চালানো যেত। আর এখন এটিতে কেওয়াইসি ভেরিফিকেশন বাধ্যতামূলক করে দিয়েছে। যাই হোক আমি আপনাকে বলব যে TRX কয়েনে উইথড্র করুন, কারণ এর থেকে আমি আর ভালো অপশন দেখছি না- তাছাড়া এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন যদি আপনার নিকট কোনোটি আরো বেশি কমপাটিবল মনে হয়- https://withdrawalfees.com/exchanges/kucoinতবে এক্ষেত্রে যে টোকেন বা কয়েন বাছাই করবেন প্রাথমিকভাবে দেখে নিবেন সেগুলো আপনি যে একচেঞ্জারে নিতে চাচ্ছেন সেগুলোতে লিস্টেড রয়েছে কিনা, কারণ লিস্টেড না থাকলে আপনার পুরো ফান্ডটাই জলে যাবে। আরেকটি জিনিস খেয়াল করবেন যে কয়েনটি যেন মিম কয়েন না হয়, কারণ এক্ষেত্রে অনেক সময় দেখবেন উইথড্র করতে করতে আপনার প্রাইস অনেক ড্রপ করে ফেলেছে সে ক্ষেত্রে কম উইথড্রফি এর জন্য খাজনার চেয়ে বাজনা বেশি পড়বে। এক্ষেত্রে TRX মোটামুটি একটা টেবিল পজিশনে রয়েছে বর্তমানে।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1078
Merit: 1354
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
December 31, 2023, 01:15:05 AM |
|
তবে তারপরেও আল্টিমেটলি আমি বলব যে ব্যানটা উঠে গেলেই ভালো হবে, তবে যদি আমাদের সরকার একটু করের অনুভূতিশীল হয়, আল্টিমেটলি ভালো হবে কেন বললাম এই যে বললেন বাংলাদেশ থেকে লোক নিতে চায় না লোক হায়ার করতে চায় না, তাছাড়া আমরা লিগালি ভালো কোন স্টার্টআপ দেখতে পাচ্ছি না বাংলাদেশ থেকে নিজেরাও কোন উদ্যোগ গ্রহণ করতে পারছি না। উল্টো বিটকয়েন পেলেই তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। কিছুদিন আগেই একটা স্টার্ট আপ দেখলাম যেটা এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর সার্ভিস প্রোভাইড করে। অনেকটা ওয়াইস ডট কমের মতো। আর সেতার ব্যাপারে যতটুকু জানলাম, সেটার মালিক বাংলাদেশি। তো চিন্তা করে দেখেন যে বাংলাদেশে যদি ক্রিপ্টো লিগ্যাল হতো, তখন তো এই স্টার্ট আপ টা আমাদের হতো। এটা সম্ভবত লিটল মাউস ভাই আমাকে বলেছিলো। আমি সঠিক মনে করতে পারছি না। বাংলাদেশে অনেক ব্লকচেইন ডেভেলপার আছে যারা এসব প্রজেক্ট এ কাজ করতে আগ্রহী! কিন্তু সরকার তাদের তেমন কোনো সুবিধাই করে দিচ্ছে না। ক্রিপ্টোই যদি লিগ্যাল না হয়, তারা শিখবে কি করে? সার্ভিস সেলিং বলতে আপনার যে স্কিল আছে সেই স্কিলকেই সেলিং এর কথা বলেছি, যেমন অলরেডি দুইটা উল্লেখ করে দিয়েছেন তাছাড়া অন্যান্য স্কিল যেমন যদি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট তাছাড়া আরও রয়েছে ফোরামের এনাউন্সমেন্ট থ্রেড ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ইত্যাদি। আমার তো তেমন কোনো এক্ট্রা বলার মতো স্কিল নাই। ডিজাইন, ডেভেলপমেন্ট ২০১৩ সালের দিকে যখন ওয়াপকা ছিলো, তখন সাইট বানায়া বানায়া সেল করতাম। ২০১৫ সালের দিকে সুমিরবিডি, ফিউশান বিডির গ্রাবার দিয়ে মিউজিক ডাউনলোড ওয়েবসাইট বানায়া সেল করতাম। এক সময় ডোমেইন হোস্টিং ও সেল করতাম। তারপর হুট করে সব থেকে বের হয়ে গিয়ে চাকরি তে মনোযোগ দিয়েছিলাম। যাই হোক, সেগুলো ছিলো কপি পেস্ট 
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2758
Merit: 1382
Fast contact but no transaction: t.me/shasan32
|
 |
December 31, 2023, 06:25:45 AM |
|
আসসালামুয়ালিকুম। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি প্রায় দুই ঘন্টা ধরে বাইনান্স এ পি টু পি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না। বিশেষ দ্রষ্টব্যঃ মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি শুধুমাত্র ল্যাপটপের কোন ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি না। অন্য কারো কি এই সমস্যা দেখা দিচ্ছে নাকি সবার ঠিকঠাক আছে?
|
| █▄ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ▀█ | THE #1 SOLANA CASINO | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | ........5,000+........ GAMES ......INSTANT...... WITHDRAWALS | ..........HUGE.......... REWARDS ............VIP............ PROGRAM | . PLAY NOW |
|
|
|
|
roksana.hee
|
 |
December 31, 2023, 06:52:21 AM |
|
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। ব্যর্থতার গ্লানি ভুল, নতুন বছরে সবাই সফলতার পিছনে নতুন উদ্যমে শুরু করবেন। যদি কেউ মন থেকে কোন কিছু চায়, তাহলে সে সেটা পায। দোয়া করি সবাই মন থেকে ন্যায় জিনিস, ন্যায্য জিনিস, ভালো জিনিস চাইবেন, আল্লাহ সবার মনের আশা পূরণ করবেন, ইনশাআল্লাহ।
নতুন বছর কাছে একটি নতুন সূচনা। বিটকয়েনের প্রতি কাজ করা দেখে, আমার স্ত্রী এখন বিটকয়েনকে বিশ্বাস করতে শুরু করেছে। আমার স্ত্রীও এখন আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেন।
একটা কথা না বলে পারছি না, আমার পাঁচ বছরের ছেলে বলে, "এই দেশ থেকে অন্য কোন দেশে চলে যাই, যেখানে বিটকয়েন বৈধ, সেখানে যাইয়া আমরা বিটকয়েন মাইনিং করব, বিটকয়েন নিয়ে কাজ করব, বাবা। আজ সত্যি মনে হচ্ছে, বিটকয়েন এর সাথে জড়িত না হওয়াটা আমার জীবনের বড় ব্যর্থতা ছিল। যেটা আমার পাঁচ বছরের ছেলে বুঝতে পারল, আমি বুঝতে পারলাম না। "
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন কমিউনিটি বাংলাদেশ। নতুন কিছু করব সবাই ইনশাল্লাহ, নতুন বছরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ। সবার সহযোগিতার মাধ্যমে নতুন বছরেই আমাদের বাংলাদেশ লোকাল বোর্ড প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ ।
|
|
|
|
|
Negotiation
Sr. Member
  
Offline
Activity: 1484
Merit: 285
Reality is that 1 BTC = Billionaire.
|
 |
December 31, 2023, 07:05:34 AM Last edit: December 31, 2023, 07:18:01 AM by Negotiation |
|
আসসালামুয়ালিকুম। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি প্রায় দুই ঘন্টা ধরে বাইনান্স এ পি টু পি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না। বিশেষ দ্রষ্টব্যঃ মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি শুধুমাত্র ল্যাপটপের কোন ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি না। অন্য কারো কি এই সমস্যা দেখা দিচ্ছে নাকি সবার ঠিকঠাক আছে?
অনেক সময় ক্যাস প্রব্লেম এর জন্যেও এমন সমস্যা দেখা দেয়, আপনি আপনার ব্রাউজিং থেকে হিস্টোরি ক্লিয়ার করে দেখেন, যদি তাও সমস্যার সমাধান না হয় তাহলে আপনি ডিভাইস গুলো দিয়ে ইন্টারনেট ব্যাবহার করছেন সবগুলো অফ করে অন করেন, এর পরেও যদি সমস্যা দেখা দেই আপনার আই এস পি প্রোভাইডার কে ফোন দেন। এটা যদি ক্যাস এ সমস্যা না থাকে তাহলে আপনার শেয়ার আইপি এর জন্যে এমন হচ্ছে। একটা আইপি অনেকগুলো ডিভাইসে ব্যাবহার করলে এই সমস্যা বেশি দেখা দেয়, ডিভাইস গুলো অন অফ করলে অনেক সময় আইপি চেঞ্জ হয়ে নতুন আইপি পায় তখন এটা ঠিক হয়ে যায়। https://www.binance.com/en-ZA/feed/post/74139Edited.
|
|
|
|
|
|
synchronym
|
 |
December 31, 2023, 11:01:19 AM |
|
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। ব্যর্থতার গ্লানি ভুল, নতুন বছরে সবাই সফলতার পিছনে নতুন উদ্যমে শুরু করবেন। যদি কেউ মন থেকে কোন কিছু চায়, তাহলে সে সেটা পায। দোয়া করি সবাই মন থেকে ন্যায় জিনিস, ন্যায্য জিনিস, ভালো জিনিস চাইবেন, আল্লাহ সবার মনের আশা পূরণ করবেন, ইনশাআল্লাহ।
আর মাত্র কয়েক ঘন্টা কয়েক ঘন্টা পরে আমরা ২০২৩ সালকে বিদায় জানিয়ে ২০২৪ সাল কে বরণ করবো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হয়তো বা ২০২৩ সাল কারো জীবনে অনেক সুখ নিয়ে এসেছিল বা কারো জীবনে অনেক কষ্টের স্মৃতি জড়ানো ছিল। তাই সব দুঃখ কষ্ট ভুলে আমরা এটা কামনা করি যাতে করে আমরা ২০২৪ সাল আমাদের সবার জীবনেই সুখ স্বাচ্ছন্দ বয়ে নিয়ে আসছে। আবারও সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1414
Merit: 1113
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
December 31, 2023, 06:31:00 PM |
|
সবাইকে ইংরেজি ২০২৪ এর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা রাখি যত দুঃখ এবং হতাশা ২০২৩ সালে ছিল সেগুলো কেটে গিয়ে ২০২৪ টা আমাদের আনন্দের এবং সাকসেসের হবে।  আসসালামুয়ালিকুম। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি প্রায় দুই ঘন্টা ধরে বাইনান্স এ পি টু পি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না। বিশেষ দ্রষ্টব্যঃ মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি শুধুমাত্র ল্যাপটপের কোন ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি না। অন্য কারো কি এই সমস্যা দেখা দিচ্ছে নাকি সবার ঠিকঠাক আছে?
এখনো কি ভাই সমস্যাটা হচ্ছে? আমি আমার ল্যাপটপ এবং পিসি দুটোতেই দেখলাম কোন সমস্যা নেই। আসলে কি এরর শো করতেছে? যেমন- This site can’t be reached একটা এরর, আর বাইন্যান্সের একাউন্ট রিলেটেড কোন সমস্যা হলে হয়তো ব্রাউজিং থাকা অবস্থায় কোন মেসেজ করবে, এরকম কোন কিছু হলে বাইনান্স সাপোর্টের সাথে যোগাযোগ করতে হবে। তাছাড়া আপনি Negotiation ভাই এর সাজেশন অনুযায়ী আপনার ব্রাউজারের Cached ডাটা ডিলিট করে আবার চেষ্টা করে দেখতে পারেন অথবা অন্য কোন ব্রাউজার এ ট্রাই করে দেখতে পারেন।
এনিওয়ে বাইন্যান্সের p2p এর কথা থেকে আমার মনে পড়ে গেল Kucoin এর পিটুপি ট্রেডিং এর কথা, আমি মূলত বাইন্যান্স ছাড়া আর কোন এক্সচেঞ্জার এ পিটুপি সার্ভিস ব্যবহার করিনি। কুকয়েন দেখলাম এই সার্ভিস রয়েছে অনেকদিন ধরে ভাবতেছিলাম এখানে ট্রেড করে একটা টেস্ট করে দেখব। তবে আমার কেন যেন বাইনান্স এর থেকে এটি কম ভরসাযোগ্য মনে হচ্ছে, আপনারা কেউ কি এখানে ট্রেড করে থাকেন? করে থাকলে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করেন।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Bd officer
|
 |
December 31, 2023, 10:10:53 PM Last edit: January 01, 2024, 11:00:55 AM by Bd officer Merited by Little Mouse (1) |
|
 [পিকচার গুগল থেকে ডাউনলোড করর এডিট করা হয়েছে] বাংলাদেশ লোকাল কমিনিউটির সকল সদস্যবৃন্দদের নতুন বছরের শুভেচ্ছা। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে একটি বছর চলে গেলো, ২০২৩ সাল আজকে শেষ হলো। এই ২০২৩ সালে অনেকেই অনেক কিছু হাড়িয়েছেন, অনেকেই অনেক কিছু অর্জন করেছেন। কারো এই ২০২৩ সাল দুঃখে কষ্টে কেটেছে, কারো আবার সুখে শান্তিতে এই ২০২৩ সাল কেটেছে।২০২৪ সাল যেন সকলের জীবনে শান্তি বয়ে আনে। আবারো সকল কে নতুন বছরের শুভেচ্ছা। Happy New Year।
২০২৩ সালে আমাদের এই লোকাল থ্রেডে মোট পোস্ট হয়েছে ৪৩৬৬ টি। ২০২৩ সালে @Learn Bitcoin ভাই এই বছরে সর্বোচ্চ পোস্ট করে ১ নাম্বারে রয়েছেন। তিনি ৩৪৩ টি পোস্ট করেছেন। @Crypto Library ভাই ২ নাম্বারে রয়েছেন ২১২ টি পোস্ট করে। @LDL ভাই তিনিও ২১২ টি পোস্ট করে ৩ নাম্বারে রয়েছেন। ২০২৩ সালে প্রথম ১০ জন পোস্টদাতার নাম উল্লেখ করে হলো। 1. Learn Bitcoin [343] 2. Crypto Library [212] 3. LDL [212] 4. roksana.hee [199] 5. DYING_S0UL [180] 6. Bd officer [178] 7. Bitcoin_people [164] 8. Little Mouse [164] 9. shasan [127] 10. tjtonmoy [121] ninjastic.spaceআমাদের লোকাল থ্রেডে ২০১৪ সালে খোলা হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ পোস্ট করা হয়েছে ৪৩৬৬ টি। ২০১৮ সালেও অনেক পোস্ট হয়েছিলো ৩২৬২ টি। আশা করি ২০২৪ সালে আরও অনেক বেশি পোস্ট হবে। ২০২৩ সালে মোট পোস্ট হয়েছে ৪৩৬৬ টি।২০২২ সালে মোট পোস্ট হয়েছিলো ১০৮৫ টি ২০২১ সালে মোট পোস্ট হয়েছে ১০৭৪ টি২০২০ সালে মোট পোস্ট হয়েছে ১৬৪০ টি ২০১৯ সালে মোট পোস্ট হয়েছে ৪৩৩ টি ২০১৮ সালে মোট পোস্ট হয়েছে ৩২৬২ টি২০১৭ সালে মোট পোস্ট হয়েছে ৬৯৯টি২০১৬ সালে মোট ১ টি পোস্ট হয় নাই,২০১৫ মোট পোস্ট হয়েছে ১টি ২০১৪ মোট পোস্ট হয়েছে ৬ টি
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
|