MJSO22
Member
Offline
Activity: 504
Merit: 10
|
|
January 29, 2024, 03:47:04 PM |
|
হ্যাঁ ভাই আমি এটাই জানতে চাচ্ছিলাম। প্রথমত আমি হেবি ইউজার, ধরেন ভারি ভারি জিনিসই চালাবো, সবসময় হয়তো না বাট যখন চালাবো তখন ল্যাগ ফ্রী হলেই এনাফ। ২য় ঘনঘন ঘুরিনা, তবে মাঝে মাঝে, বাহিরে নেয়ার দরকার পড়লেও পড়তে পারে। শপের লিংকটা দিয়েনতো থাকলে! আমার পরিচিত অনেকেরই এমন সপ দিয়ে কিনতে দেখছি। ৩০-৪০ হাজারে দেখি সেই সেই কনফিগ, আবার অনেকগুলোতে দেখছি গ্রাফিক্স কার্ডও (2GB) আছে। তবে এগুলো কেমন হয় যদি একটু ফিডব্যাক দিতেন! কোনো রকম ইস্যু পাইছেন কখনো? আর চার্জ কেমন থাকে।
শেষে আমার একটাই কথা, যেহেতু আমার কয়েক বছর ইউজ করা লাগবে তাই নিলে, হাই কনফিগের টাই নিবো। হোক সেটা কাস্টম পিসি বা নতুন বা রিফাবরিসড্ ল্যাপটপ।
আপনি যদি হেভি কাজ করতে চান, তাহলে আমি বলবো ল্যাপটপের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন ভাই। আপনার ৫০ হাজার টাকার পিসি যেই সার্ভিস দিবে বা যেরকম পারফর্ম করবে, সেই একই রকম পারফরমেন্স পেতে গেলে আপনাকে ১ লাখ টাকার ল্যাপটপ কিনতে হবে। হেভি কাজ করলে যেস্কটপ বিল্ড কর ফেলেন। আর সাথে একটা কম দামি ল্যাপটপ নিতে পারেন যেটাতে ব্রাউজিং সহ অন্যান্য লাইট ওয়েট কাজ গুলো করতে পারবেন। শপের লিংক নাই। তবে ঢাকার মিরপুর ১০ শাহ আলী প্লাজায় দোকান। দোকানের নাম ল্যাপটপ সোর্স। তারা শুধুমাত্র ইম্পোর্টেড ল্যাপটপ সেল করে থাকে। এখন ব্যাপার হলো ওরা আমাকে ভালো প্রোডাক্ট দিয়েছে এর মানে কিন্তু এই না যে আপনাকেও দিবে। আপনাকে নিজে গিয়ে ভালো করে চেক করে নিয়ে আসতে হবে। সব চেক করে নিবেন। ভাই আপনি ঠিক বলেছেন কারণ হচ্ছে ৫০-৬০ হাজার টাকার মধ্যে যদি পিসি বিল্ড করা যায় তাহলে সেটা অনেক কার্যকরী এবং অনেক ভারী ভারী কাজগুলো এখানে করা যায়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে পোর্টেবল যদি প্রয়োজন হয় তাহলে পিসিটা নিয়ে সব জায়গাতে যাওয়া যায় না। কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায় যে আপনি ইচ্ছা করলেন বাইরে কোথাও গেলেন ২-১ দিনের জন্য বা আপনার বেশিরভাগ সময় বাইরে ঘোরাফেরা প্রয়োজন হয় সে ক্ষেত্রে ল্যাপটপটা অনেক কাজে দেয়। আর এখন থেকে মোটামুটি যেসব পিসি গুলো আসতেছে বা নতুন যেসব ল্যাপটপগুলো আসে ১০ জেনারেশনের পর থেকে সবগুলোতে মোটামুটি পারফরম্যান্স ল্যাপটপ এবং ডেস্কটপ কাছাকাছি থাকে এবং এগুলো টেস্ট দিলে দেখা যায় যে বেঞ্চ মার্কে কাছাকাছি পারফরম্যান্স করে সবগুলাই। ল্যাপটপ এবং ডেক্সটপে দুইটারই কুলিং সিস্টেম এখন মোটামুটি আগের থেকে অনেক উন্নত করেছে ইনটেল এবং রাইজন দুইটা কোম্পানি তো এই ক্ষেত্রে ওই সবগুলোই মোটামুটি কাছাকাছি পারফরম্যান্স করে যদি বাজেট প্রবলেম না হয়। এখন অনেক মুভি বা নাটক সিনেমা এসব অ্যানিমেশনের ক্ষেত্রেও অনেক ভারী এবং বড় প্রজেক্ট এর ক্ষেত্রে দেখা যায় যে ল্যাপটপ ব্যবহার করে অনেকে। পিসির পাটস গুলো অনেক ভারি হয়। যদি আপনি ৫০/৬০ হাজার টাকা দিয়ে পিসি বানান তা হলে ২ লক্ষ টাকার ল্যাবটপ এর চাইতে ভালো কাজ করবে। যেহেতু ৫০ হাজার টাকা তাই পিসির মান অনেক ভালো হবে। এতে কাজ করে অনেক মজা পাওয়া যাবে। সকল ধরনের কাজ অনায়াসে করা যাবে। ল্যাবটপ এর চাইতে পিসি অনেক ভালো কাজে দেয়। তবে ল্যাবটপ এর একটি ভালো দিক হলো কারেন্ট না থাকলে ও ৫/৬ ঘন্টা ব্যাকাপ পাওয়া যায়। তবে পিসি একটি সমস্যা হলো কারেন্ট বা আইপিএস না থাকলে চলে না। তবে আমি মনে করি পিসিই বেটার কারণ এখন সকল Software গুলো অনেক ভারি ভারি এর জন্য পিসি অনেক ভালো কাজে দেয়।
|
|
|
|
DYING_S0UL
|
|
January 29, 2024, 04:22:49 PM |
|
পিসির পাটস গুলো অনেক ভারি হয়। যদি আপনি ৫০/৬০ হাজার টাকা দিয়ে পিসি বানান তা হলে ২ লক্ষ টাকার ল্যাবটপ এর চাইতে ভালো কাজ করবে। যেহেতু ৫০ হাজার টাকা তাই পিসির মান অনেক ভালো হবে। এতে কাজ করে অনেক মজা পাওয়া যাবে। সকল ধরনের কাজ অনায়াসে করা যাবে। ল্যাবটপ এর চাইতে পিসি অনেক ভালো কাজে দেয়। তবে ল্যাবটপ এর একটি ভালো দিক হলো কারেন্ট না থাকলে ও ৫/৬ ঘন্টা ব্যাকাপ পাওয়া যায়। তবে পিসি একটি সমস্যা হলো কারেন্ট বা আইপিএস না থাকলে চলে না। তবে আমি মনে করি পিসিই বেটার কারণ এখন সকল Software গুলো অনেক ভারি ভারি এর জন্য পিসি অনেক ভালো কাজে দেয়।
ভাই আপনার কি মাথা ঠিক আছে? আপনার রিপ্লাই দেখে আমার নিজের মাথায় নিজে টাক মারতে ইচ্ছা করতেছে! এটা কি ধরনের রিপ্লাই? আমাকে বা আমাদের কি কচি বাচ্চা মনে হয়? পিসি আর ল্যাপটপের মধ্যেকার পার্থক্যে আমি অবগত ভাই। পিসির পার্টস ভারি, ল্যাপটপ হালকা এসব আমি কি বুঝিনা? অনেক মজা পাওয়া যাবে, কারেন্ট আইপিএস এসব কেমন কথাবার্তা? ক্লাস ফাইভের বাচ্চাও তো এসব জিনিস বোঝে। আবার ভারি ভারি কাজে পিসি বেটার ল্যাপটপ খারাপ এসব ইনফো দিসে কে আপনাকে? ৫০/৬০ হাজারের পিসি ২ লাখের ল্যাপটপের থেকে বেটার পারফর্ম করে এসব বেহুদা কথা পান কই দিয়ে? ASUS TUF এটার নাম শুনছেন কখনো? মানে যা মনে আসছে তাই লিখে ফেলছেন! কিছু মনে কইরেননা, আপনার আগেও কয়েকজন আমাকে এবিষয়ে অনেক সাজেশন দিসে। যেমন: Crypto Library, Shishir99, Negotiation ভাইয়েরা। তাদের একজনের কথাবার্তাও আমার কাছে বেখাপ্পা মনে হয়নাই। সবাই প্রাকটিকাল, লিজিকাল কথাবার্তা বলছে। শুধু তাই না, তারা আমাকে লিংক সহ, পার্সোনাল ইউজেস ফিডব্যাক অব্দি দিসে, আর আপনি বলেন হালকা ভারি, বাহ। বুকে হাত দিয়ে বলি!!! আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি সিগ্নেনাচের কোঠা ফিল করার জায়গা পাচ্ছিলেন না তাই এখানে এই আজাইরা (স্প্যাম) পোস্টটা করছেন।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Shishir99
|
|
January 29, 2024, 05:04:48 PM |
|
পিসির পাটস গুলো অনেক ভারি হয়। যদি আপনি ৫০/৬০ হাজার টাকা দিয়ে পিসি বানান তা হলে ২ লক্ষ টাকার ল্যাবটপ এর চাইতে ভালো কাজ করবে। যেহেতু ৫০ হাজার টাকা তাই পিসির মান অনেক ভালো হবে। এতে কাজ করে অনেক মজা পাওয়া যাবে। সকল ধরনের কাজ অনায়াসে করা যাবে। ল্যাবটপ এর চাইতে পিসি অনেক ভালো কাজে দেয়। তবে ল্যাবটপ এর একটি ভালো দিক হলো কারেন্ট না থাকলে ও ৫/৬ ঘন্টা ব্যাকাপ পাওয়া যায়। তবে পিসি একটি সমস্যা হলো কারেন্ট বা আইপিএস না থাকলে চলে না। তবে আমি মনে করি পিসিই বেটার কারণ এখন সকল Software গুলো অনেক ভারি ভারি এর জন্য পিসি অনেক ভালো কাজে দেয়।
যে ব্যাপারে জানেন না, সেই ব্যাপারে পোষ্ট করার আসলে কোনো দরকার আছে বলে মনে হয় না। সব পোষ্টে গিয়েই হয় হয় না করে আপনার যদি অন্য কোনো পয়েন্ট অফ ভিউ থাকে, সেটা শেয়ার করতে পারেন। সব পোষ্ট গিয়ে যদি বলেন, এটা ঠিক হবে, সেটা ঠিক হবে। এটা সত্যি, সেটা সত্যি, এসব শিট পোষ্টিং না করলেও চলবে। উল্টা ফোরাম থেকে কিছু ট্যাগ খেয়ে বসে থাকবেন। অলরেডি মেরিট ট্রেডিং এর জন্য নিউট্রাল খেয়ে বসে আছেন। যে ব্যাপারে খুব বিস্তারিত কিছু জানেন না, সেখানে গিয়ে পোষ্ট না লিখে সেই ব্যাপারে রিসার্চ করুন। আমি আপনার বেশ কিছু ইংলিশ পোষ্ট দেখেছি যেখানে আপনি যা তা লিখে যাচ্ছেন। ব্যাসিক ইংলিশ যদি না জানেন তাহলে তো হবে না। আর জানলেই কি? বাংলায় যদি গঠনমূলক কিছু না লিখতে পারেন, ইংলিশে লিখবেন কি করে।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
AirtelBuzz
|
|
January 30, 2024, 02:47:25 AM Last edit: January 30, 2024, 03:39:36 AM by AirtelBuzz |
|
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। কারণ PGp এই বিষয় নিয়ে অনেক ডাউট ছিল। এখন আরো সম্পন্ন ভালো ভাবে বুঝতে পারলাম। আপনি আমাদের কে বুঝিয়ে দিয়েছেন।
বাহ, আপনার একাউন্টের প্রথম পোস্ট আপনার PGP নিয়ে। শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন সেজন্য ধন্যবাদ। ভাই এত সহজে কিভাবে বুঝলেন পি জি পি নিয়ে। আপনি আপনার এই একাউন্ট হয়তো সম্প্রতি ক্রিয়েট করেছেন কারো কাছে জিজ্ঞেস করেননি পিজিপি কি এবং কিভাবে কাজ করে। একা একা সবকিছু আয়ত্ত করে ফেলেছেন। আপনি আপনার পিজিপি পাবলিক কে এবং মেসেজ দিতে শিখেছেন আশা করি আপনি ফিঙ্গারপ্রিন্ট ও বের করতে পারেন। আপনি দেখছি অনেক ট্যালেন্টেড।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
|
Bd officer
|
|
January 30, 2024, 04:32:16 PM |
|
ভাই বেশি লোভ করলে যা হয় আর কী। নিউজ টি তে দেখলাম মাসে লাখে ১১ হাজার টাকা মুনাফা দিবে ""বাহ"" তাই দেখে সবাই বিনিয়োগ শুরু করেছিলো, এখন ভালো লাভ হইছে, চালান সব গেছে । আসলে এর আগেও কয়েকটা সাইড উধাও হতে দেখলাম একটা বিষয়ে খুবই মিল রয়েছে। সব সাইড গুলো দেখি একই নিয়মে চালানো হয়। প্রথমে ভালোই সবাইকে পেমেন্ট করে, তাই দেখে আরো আশেপাশের অনেকেই বিনিয়োগ করতে শুরু করে। যখন দেখা যাক কোম্পানিতে গ্রাহক অনেক বেড়ে গেছে বিনিয়োগ এর এমাউন্ট অনেক বড় হইছে তখন সেই সাইড উধাও। ""বাহ""
|
|
|
|
AirtelBuzz
|
|
January 30, 2024, 05:04:21 PM |
|
Safepal সবার জন্য একটা অফার নিয়া আইছে। আমাদের সবাই যারা এই ফোরামের সাথে সংযুক্ত তারা সবাই হয়তো Safepal crypto wallet সম্পর্কে জানি। সম্প্রতি Safepal একটি ঘোষণা করছে অর্থাৎ তারা একটি অফার প্রদান করছে যে বিনামূল্যে USDC X1 হার্ডওয়্যার ওয়ালেট পাওয়া যাইতে পারে। একটা বিশেষ সুবিধা হিসাবে রিডেম্পশন জন্য আপনাকে ১০ ডলার USDC ফি দিতে হইবে। আপনি যখন ওয়ালেট অ্যাক্টিভেশন করবেন এবং নতুন একটা ওয়ালেট তৈরি করবেন তখন আপনাকে এই দশ ইউএসডিসি (USDC) ফেরত দেওয়া হবে। তাদের এই অফারটি চলবে ২৪ শে জানুয়ারি থেকে ৩০ শে জুন পর্যন্ত অর্থাৎ ইতিমধ্যেই ছয় দিন অতিবাহিত হইয়া গেছে। তবে তারা উল্লেখ করেছে যে এই অফারটি উল্লেখিত তারিখের আগেও শেষ হইতে পারে। Safepal= https://blog.safepal.com/safepal-launches-limited-edition-usdc-hardware-wallet-with-unique-perks/
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
January 30, 2024, 05:13:52 PM |
|
বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই। আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
January 30, 2024, 07:07:36 PM |
|
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৪৫ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalk.org/index.php?topic=5483251.0
|
|
|
|
AirtelBuzz
|
|
January 31, 2024, 02:58:06 AM |
|
বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই। আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক। ভাই সব জায়গায় কি শুধু বাঙালিরাই আকাম-কুকাম কইরা বেড়ায়। ৮০ ডলারের লোভ সামলাতে পারে নাই তাহলে সে কতটা ছোট মনের মানুষ হলে এই কাজটা করেছে। যদি আরো বেশি ডলার হতো তাহলে হয়তো সে আপনাকে অর্ধেক পেমেন্টও করতো না সবগুলাই স্কাম কইরা নিত। ভাই যখন আপনারা বলেন বাঙ্গালিরা শুধরাবে না বা বাঙালিরা ভালো হবে না তখন যেন কেমন লাগে তখন মনে পইড়া যায় আরে আমরা নিজেরাও তো বাঙালি।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
BD Technical
Member
Offline
Activity: 196
Merit: 14
|
|
January 31, 2024, 04:05:25 AM |
|
এরা কেমনে শুধরাবে ভাই, এরা কোনো সাইট থেকে যদি প্রথমেই কিছু টাকা ইনকাম করে ফেলে তো সে সাইট এ যুকে পড়ে আর ভাবে বেশি ইনভেষ্ট করলে বুঝি বেশি পাবো। কিছুদিন আগে ট্রোন লিংক থেকে একটা অটো মাইনিং আসছিলো যেখানে USDT ব্যালেন্স এ রাখলেই ২৪ ঘন্টা পর পর তার ব্যালেন্স এর উপর প্রফিট দেওয়া হতো। তখন আমিও কিছু রেখেছিলাম তবে আমি বেশি লোভ না করে আমার ডলার শরিয়ে ফেলেছিলাম পড়ে কি কপাল আমার তার পরের দিনই শুনি সবার মূল ব্যালেন্স এর টাকা উধাও, অনেকে তো বাড়ির গরু বিক্রি করেও ইনভেষ্ট করেছিলো এতটাই অন্ধ বিশ্বাস করে ফেলে এরা যে বাড়ির মূলধন বিক্রি করতেও দ্বিধা বোধ করে না। আসলে ভাই এদের বলে লাভ নাই আমরা আসলে বেশি চালাক। আর অতি চালাকের গলায় ধরি পরবেই।
|
|
|
|
Negotiation
|
|
January 31, 2024, 08:28:23 AM |
|
বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই। আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক। এরকম আরো অনেক ঘটনা আছে ভাই, বাঙালি শুধু স্ক্যাম না ভাই সব জায়গাতে চিকন বুদ্ধি প্রয়োগ করে তার কারণ বাঙালি চায় সব সময় বসে থেকে এবং খুব আরামে কোন কাজগুলো করা যায়, হতে পারে সেটা স্ক্যাম অথবা আরো অন্যান্য কিছু, মানে এরা কষ্ট করে একটু কাজ করবে বা টাকা নিবে এটা চায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে গত এক দেড় বছর ধরে বা দুই বছরের বেশি হতে পারে ইস্কাম বা প্রতারণা এটা একটা সাধারন ব্যাপার হয়ে দাঁড়াইছে। যার যেমন খুশি সে তেমনভাবে করতেছে এবং একটা ঘটনা ঘটার পরে প্রশাসন বলতেছে যেটা উচিত হয়নি বা এটা করা উচিত হয়নি। এখানে যেমন সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সাধারণ মানুষ নিজেরাই দায়ী, অতিরিক্ত লোভের কারণে সহজ মনে করে ইনভেস্ট করে অন্যদিকে প্রশাসনে অনেক ক্ষেত্রে চুপচাপ থাকে, সব ক্ষেত্রে না তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই চুপচাপ থাকে যে কারণে সাধারণ মানুষ গুলো বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়।
|
|
|
|
Z_MBFM
|
|
January 31, 2024, 01:20:16 PM |
|
এইসব বোকার দলের খালি টাকাপয়সা না বিচি সহ নিয়া যায়না কেনো স্কামাররা। এগুলা কোন ধরনের বলদ যে বারবার যেখানে এরকম ঘটনা ঘটতেছে সেখানে কিভাবে কত টাকা বিনিয়োগ করতে পারে। আপনার লিংক থেকে ভিডিও দেখলাম একজন কেদে কেদে বলতেছে যে তার সারা জীবনের যত সঞ্চয় ছিল সব নিয়ে গেছে ভাই সত্য বলতে ওই জায়গার সাংবাদিক যদি আমি হতাম তাহলে আমি তারে জিগাইতাম যে ভাই আপনার বিচি রেখে গেলো কেনো। বাংগালী লোভে পইড়া বারবার একই ভূল করবো আর টাকা হারানোর পর ক্যামেরার সামনে যাইয়া কাদবো নয়লে সোসিয়াল মিডিয়াতে নানান কাহিনি পোস্ট করবো। আমার কথা হলো আমি যদি কাজ করি তাহলে বিনিয়োগ করবো কেনো আর যদি কাজ না করেই কোনো এপস থিকা এতো টাকা দেয় ইনভেস্ট করলেই তাহলে তারা এতো টাকা কেমনে ম্যানেজ করবো। যেখানে ব্যাংক দেয় ৫ থেকে সর্বোচ্চ ১২% পর্যন্ত মুনাফা সেখানে তাদের অফার হিসেবে আসবে ১০০%+ মুনাফা বছরে। আরে ভাই তাগো কাছে কি টাকা ছাপার মেশিন আছে যে আপনারা অল্প কিছু বিনিয়োগ করলে শুধু টাকা আসতেই থাকবে৷ বাংগালী এইটা বোঝে না। বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই। আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক। সেইটা কি তার নিজের প্রজেক্ট ছিলো নাকি ৩র্ড পার্টি হিসেবে কাজ করছে আপনার সাথে কমিশনের জন্য। যদি তার প্রজেক্ট হয় তাহলে বাংগালী কোনো প্রজেক্ট নেওয়াই আপনার ভূল হইছে আর আপনি স্কাম হিসেবে রিপোর্ট করেন সেই প্রজেক্টের বিরুদ্ধে। আর যদি ৩র্ড পার্টি হিসেবে কাজ করে থাকে তাহলে এই ভুল থিকা মনে করেন আপনার একটা শিক্ষা হলো। ৮০ ডলার কোনো ব্যাপার না। একটা নতুন কিছু শিখলেন যে বাংগালী কারো সাথে কিছু করলে নগদ টাকা বুইঝা পাইয়া তারপর করবেন৷ আর বিশেষ করে ফোরামে যদি ভালো পজিশনে কোনো একাউন্ট না থাকে এমন লোকদের সাথে এমন বাকি লেনদেন করবেন না।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Shishir99
|
|
January 31, 2024, 02:16:48 PM |
|
উচিৎ শিক্ষা হইছে ভাই। এই সুদানির ফুয়া গুলা জীবনেও ঠিক হবে না। পাবলিক এটা কেনো বুঝে না দুনিয়ায় কেউ কাউকে মাগনা কিছুই দিয়ে দেয় না। যখন কেউ অফার করে যে আপনাকে তারা ১ লাখ টাকার বিপরীতে মাসে ১১ হাজার টাকা দিবে, তখন আপনাকে দেখতে হবে সেই টাকাটা আসবে কোথা থেকে। দুনিয়ায় এমন কোনো লিগ্যাল হালাল যায়গা নাই যারা শুধুমাত্র টাকার বিপরীতে আপনাকে মাসে এতো টাকা প্রফিট দিবে। বিভিন্ন ব্যাংক গুলো আমানতের ওপর সুদ দিয়ে থাকে এবং সেটার হার ৭ শতাংশ এর বেশি না এবং সেটাও বাৎসরিক। মানে আপনি ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে বছরে ৭ হাজার টাকা প্রফিট আসবে। সেখানে অনলাইন প্ল্যাটফর্ম তাদের গ্রাহকদের মাসে ১১ পারসেন্ট প্রফিট দিবে, তাদের টাকা আসবে কই থেকে? ব্যাংক নাহয় গ্রাহকদের লোন দিয়ে টাকা ইনকাম করে, কিন্তু যেসব কোম্পানি এই অফার করে, তাদের মেইন ইনকাম কি? এই সুদানীর ফুয়ারা আরো হেডা মারা খাক। মাঝে মাঝে নিজেকে ধরে রাখা যায় না। খারাপ ভাষা ব্যাবহার করার জন্য সরি!
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
DYING_S0UL
|
|
January 31, 2024, 05:56:12 PM |
|
শুধরাবে না আর ভাই। আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।
আমার সাথেও এমন ঘটছে। ১০০ ডলারের একটা কাজ করছিলাম একজনের। এডভান্স ৫০ ডলার পেমেন্ট করছিল, বাকিটা কাজ জমা দেয়ার পর। কাজ জমা দেয়ার পর থেকে গায়েব, চ্যাট সব উধাও, লল 😂
এইসব বোকার দলের খালি টাকাপয়সা না বিচি সহ নিয়া যায়না কেনো স্কামাররা.....
উচিৎ শিক্ষা হইছে ভাই। এই সুদানির ফুয়া গুলা জীবনেও ঠিক হবে না। পাবলিক এটা কেনো বুঝে না দুনিয়ায় কেউ কাউকে মাগনা কিছুই দিয়ে দেয় না.....
হ্যাঁ ভাই সেটাই। এরা চায় "২৫ দিনে পয়সা ডাবল" করতে। এই টাকা দিয়ে যদি কোনো ছোটখাটো ব্যবসাও করতো, দোকান দিতো, তাও মাসশেষে ভালো ইনকাম হতো। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে এখন রাতারাতি রাস্তার ফকির হয়ে বসে আছে। পার্সোনালি আমার এদের অবস্থা দেখে একটু খারাপই লাগতেছে, কিন্তু আবার উল্টাদিকে মেজাজও খারাপ হচ্ছে। বেটা তুই করলি টা কি!!
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Elissa~sH
Member
Offline
Activity: 84
Merit: 57
|
|
January 31, 2024, 08:13:49 PM |
|
বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই। আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক। ভাই আপনার কথার সাথে আমি একমত পোষণ করলাম কারন ভাই বাঙালিরা আসলেই নিচু মানের কাজ করে যা বলার বাহিরে ভাই। এরা ৫-২০হাজার টাকাকে খুব বেশি টাকা মনে করে। মনে করে এই ৫-১০হাজার মেরে খেয়ে খুব বড় হয়ে যাবে এদের চিন্তা ভাবনা এমন ছোট মানের। আমার জানা মতে আমি কখনো কারো টাকা পয়সা মেরে খাইনি ভাই কিন্তু আপনার মতো আমিও ২০২৩ সালের আগস্ট মাসে ৬০$ লস খাই। মানে হচ্ছে আমি লিনোডি পোরটাল বাই করে RDP বানিয়ে বানিয়ে সেল করতাম। আমার একটা ক্লায়েন্ট ছিলো বাংলাদেশি সে আমার কাছ থেকে RDP নিতো। কিন্তু একদিন সে আমার কাছ থেকে ২১টা RDP নিয়ে আর পে করে নি। আমি $ চাইছি বলে আমাকেই উল্টো ব্লক মেরে দিয়েছিলো। এই রকম অনেক আছে ভাই। SEO টুলস Semrush বিক্রি করতে গিয়েও অনেক ধোকা খেয়েছি ভাই। যেসব ধোকা খেয়েছি সেগুলো বেশির ভাগ বাঙালি ছিলো। বাঙালিদের মাইন্ড সেটাপটাই একদম নিম্ন মানের ভাই যা বলে শেষ করা যাবে না।
|
|
|
|
synchronym
|
|
February 01, 2024, 05:16:27 AM |
|
বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই। আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক। ভাই যখন আপনারা বলেন বাঙ্গালিরা শুধরাবে না বা বাঙালিরা ভালো হবে না তখন যেন কেমন লাগে তখন মনে পইড়া যায় আরে আমরা নিজেরাও তো বাঙালি। সত্যি বলতে এই কথাগুলো শুনতে খুবই খারাপ লাগে বাঙালিরা আর ভালো হবে না বা বাঙালিরা কোনদিন শোধরাবে না । মূলত সব বাঙালি তো খারাপ হয় না হয়তোবা এক দুজনের জন্য সমস্ত বাঙালির নাম খারাপ হচ্ছে ।এতে করে বাঙালি জাতির নাম খারাপ হচ্ছে অবশ্যই তাদেরকে শুধরানো উচিত ।যে সমস্ত বাঙালিরা তাদের লোভ সামলাতে না পেরে লোভের বর্ষ ভর্তি হয়ে এ সমস্ত স্কাম কাজগুলো করে তাদের উদ্দেশ্য বলব আপনাদের জন্য বাঙালি জাতির নাম খারাপ করবেন না।
|
|
|
|
Negotiation
|
|
February 01, 2024, 08:48:03 AM |
|
এইসব বোকার দলের খালি টাকাপয়সা না বিচি সহ নিয়া যায়না কেনো স্কামাররা। এগুলা কোন ধরনের বলদ যে বারবার যেখানে এরকম ঘটনা ঘটতেছে সেখানে কিভাবে কত টাকা বিনিয়োগ করতে পারে। আপনার লিংক থেকে ভিডিও দেখলাম একজন কেদে কেদে বলতেছে যে তার সারা জীবনের যত সঞ্চয় ছিল সব নিয়ে গেছে ভাই সত্য বলতে ওই জায়গার সাংবাদিক যদি আমি হতাম তাহলে আমি তারে জিগাইতাম যে ভাই আপনার বিচি রেখে গেলো কেনো।
ভাই আপনার মত আসলে আমি চিন্তা করে দেখিনি কখনো, কিন্তু আপনার পয়েন্ট গুলো অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে ভাই টাকা নিয়ে গেলে তো টাকা পরবর্তীতে পাওয়া যায় বা যেকোন ভাবে উপার্জন করা যায়। কিন্তু যদি ভাই বিচি নিয়ে যায় তাহলে তো ভাই বিচি লাগানো যায় না কিনতেও পাওয়া যায় না এখানে মনে হয় সব থেকে বড় মুশকিলটা। এজন্য এটা রেখে মনে হয় বাদবাকি সব ইনভেস্ট করছে। আর যারা আসলে প্রকৃতপক্ষে শুধরাবে না টারা ভাই বিচি নিয়ে গেলেও শুধরাবে না তারা ওই ভাবেই থাকবে।
|
|
|
|
Shishir99
|
|
February 01, 2024, 02:51:24 PM |
|
হ্যাঁ ভাই সেটাই। এরা চায় "২৫ দিনে পয়সা ডাবল" করতে। এই টাকা দিয়ে যদি কোনো ছোটখাটো ব্যবসাও করতো, দোকান দিতো, তাও মাসশেষে ভালো ইনকাম হতো। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে এখন রাতারাতি রাস্তার ফকির হয়ে বসে আছে। পার্সোনালি আমার এদের অবস্থা দেখে একটু খারাপই লাগতেছে, কিন্তু আবার উল্টাদিকে মেজাজও খারাপ হচ্ছে। বেটা তুই করলি টা কি!!
বাংলাদেশে অনেক নামি একটা কোম্পানি ছিলো ডেসটিনি ২০০০ লিমিটেড। এদের ধোকার পর থেকে একই মডেলে বাংলাদেশে আরো হাজারো কোম্পানি এসেছে। যারা হাজার কোটি টাকা ছিনিয়ে না নিলেও শত কোটি টাকা নিয়ে গেছে সাধারন মানুষের। আর সাধারন মানুষ এই ব্যাপারগুলোতে কখনোই সাবধান হওয়ার প্রয়োজন মনে করে নাই। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকেও তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সাধারনত, একটা জিনিস বার বার ঘটতে থাকলে মানুষ সতর্ক হয়ে যায়, সরকার সেটা নিয়ে প্রচার প্রচারনা করে, কিন্তু এই ব্যাপারে সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেখিনি। ছোট বেলায় টিভিতে দেখতাম এসিড মারার শাস্তি নিয়ে বিজ্ঞাপন দিতো, সেই এওকই রকম বিজ্ঞাপন এখন দেয়াটা জরুরী হয়ে পরেছে। বাংলাদেশে ট্রাস্টেড যেসব কোম্পানি ছিলো, যেমন রিং আইডি, এরা যখন এই পিরামিড স্কিম চালু করে, তখনই আমি বুঝেছিলাম যে এরাও স্ক্যাম করবে, এবং হলোও সেটাই।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Crypto Library
|
|
February 01, 2024, 05:02:26 PM Last edit: October 03, 2024, 08:36:05 PM by Crypto Library Merited by Learn Bitcoin (2), ~speedx~ (1) |
|
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪ জানুয়ারি মাসের একটিভিটি এর জন্য আলাদা করে কোন কিছু বলার নেই কারণ বিগত মাসের পারফরমেন্স বিবেচনা করলে এ মাসে পোস্ট এক্টিভিটি এবং মেরিট আর্নিং অনেকটাই কম, তবে গত ডিসেম্বর মাসের থেকে চারটা পোস্ট এক্টিভিটি কম হলেও মেরিট এই জানুয়ারিতে ডিসেম্বরের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। যদিও গত বছরের তুলনায় এ বছরের স্টারটিংটা ভালো কারণ গত বছর জানুয়ারি মাসে পোস্ট একটিভিটি হয়েছিল মাত্র ১৩৭ টি এবং মেরিট ট্রানজেকশন হয়েছিল মাত্র ৩০ টি। সে হিসেবে ধরতে গেলে গত বছরের স্টারটিং এর তুলনায় এ বছরের স্টারটিংটা তুলনামূলক ভালো। তবে রিসেন্ট মাসগুলোর এক্টিভিটি তুলনায় পারফরম্যান্স কিন্তু ডাউনফলে চলে যাচ্ছে। আশা করি আমরা খুব শীঘ্রই আবার সামনের মাসগুলোতে পোস্ট একটিভিটি এবং মেরিট ট্রানজেকশন এর অ্যামাউন্ট গুলো আবার উপরের দিকে নিয়ে যেতে পারবো। জানুয়ারি মাসের টোটাল পোস্ট হয়েছে = 234টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 100টি ডিসেম্বর মাসের টোটাল পোস্ট হয়েছে = 238টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 58টিপ্রথম দশজন পোস্টদাতা 1. AirtelBuzz [25] 2. Learn Bitcoin [23] 3. Bd officer [19] 4. DYING_S0UL [19] 5. Negotiation [19] 6. Shishir99 [15] 7. 2Pizza410000BTC [13] 8. Crypto Library [13] 9. synchronym [10] 10. BTC_pokaop [8]
২০২৩ সালের অ্যাক্টিভিটি জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪ ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪ মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪ এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪ মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪ জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪ জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪ আগস্ট মাসের একটিভিটি ২০২৪ সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এনাদের ক্রেডিট না দিলেই নয় Ninjastic.Space -> TryNinja Merit Dashboard -> DdmrDdmr
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
|