Crypto Library
|
|
December 30, 2023, 07:14:59 PM |
|
ভাই লোকেদের কাছ থেকে একটা পরামর্শ চাই, Kucoin এক্সচেঞ্জার থেকে আমি আমার কিছু USDT অন্য এক্সচেঞ্জারে নিতে চাই, তবে কোন কয়েন বা টোকেনে উইড্র করলে সব চাইতে কম ফি দেওয়া লাগবে, আমি মূলত আগে trx ব্যবহার করতাম এখনো করি কিন্তু এটার উইথট্র ফি বেড়ে গিয়েছে, এখন অল্টারনেটিভ খুজছি।
আসলে কু'কয়েন একচেঞ্জার এক সময় আমার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার গুলোর মধ্যে ফেভারিট ছিল কারণ তখন কেওয়াইসি ছাড়া মোটামুটি আমার কাজ চালানো যেত। আর এখন এটিতে কেওয়াইসি ভেরিফিকেশন বাধ্যতামূলক করে দিয়েছে। যাই হোক আমি আপনাকে বলব যে TRX কয়েনে উইথড্র করুন, কারণ এর থেকে আমি আর ভালো অপশন দেখছি না- তাছাড়া এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন যদি আপনার নিকট কোনোটি আরো বেশি কমপাটিবল মনে হয়- https://withdrawalfees.com/exchanges/kucoinতবে এক্ষেত্রে যে টোকেন বা কয়েন বাছাই করবেন প্রাথমিকভাবে দেখে নিবেন সেগুলো আপনি যে একচেঞ্জারে নিতে চাচ্ছেন সেগুলোতে লিস্টেড রয়েছে কিনা, কারণ লিস্টেড না থাকলে আপনার পুরো ফান্ডটাই জলে যাবে। আরেকটি জিনিস খেয়াল করবেন যে কয়েনটি যেন মিম কয়েন না হয়, কারণ এক্ষেত্রে অনেক সময় দেখবেন উইথড্র করতে করতে আপনার প্রাইস অনেক ড্রপ করে ফেলেছে সে ক্ষেত্রে কম উইথড্রফি এর জন্য খাজনার চেয়ে বাজনা বেশি পড়বে। এক্ষেত্রে TRX মোটামুটি একটা টেবিল পজিশনে রয়েছে বর্তমানে।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Learn Bitcoin
|
|
December 31, 2023, 01:15:05 AM |
|
তবে তারপরেও আল্টিমেটলি আমি বলব যে ব্যানটা উঠে গেলেই ভালো হবে, তবে যদি আমাদের সরকার একটু করের অনুভূতিশীল হয়, আল্টিমেটলি ভালো হবে কেন বললাম এই যে বললেন বাংলাদেশ থেকে লোক নিতে চায় না লোক হায়ার করতে চায় না, তাছাড়া আমরা লিগালি ভালো কোন স্টার্টআপ দেখতে পাচ্ছি না বাংলাদেশ থেকে নিজেরাও কোন উদ্যোগ গ্রহণ করতে পারছি না। উল্টো বিটকয়েন পেলেই তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। কিছুদিন আগেই একটা স্টার্ট আপ দেখলাম যেটা এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর সার্ভিস প্রোভাইড করে। অনেকটা ওয়াইস ডট কমের মতো। আর সেতার ব্যাপারে যতটুকু জানলাম, সেটার মালিক বাংলাদেশি। তো চিন্তা করে দেখেন যে বাংলাদেশে যদি ক্রিপ্টো লিগ্যাল হতো, তখন তো এই স্টার্ট আপ টা আমাদের হতো। এটা সম্ভবত লিটল মাউস ভাই আমাকে বলেছিলো। আমি সঠিক মনে করতে পারছি না। বাংলাদেশে অনেক ব্লকচেইন ডেভেলপার আছে যারা এসব প্রজেক্ট এ কাজ করতে আগ্রহী! কিন্তু সরকার তাদের তেমন কোনো সুবিধাই করে দিচ্ছে না। ক্রিপ্টোই যদি লিগ্যাল না হয়, তারা শিখবে কি করে? সার্ভিস সেলিং বলতে আপনার যে স্কিল আছে সেই স্কিলকেই সেলিং এর কথা বলেছি, যেমন অলরেডি দুইটা উল্লেখ করে দিয়েছেন তাছাড়া অন্যান্য স্কিল যেমন যদি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট তাছাড়া আরও রয়েছে ফোরামের এনাউন্সমেন্ট থ্রেড ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ইত্যাদি। আমার তো তেমন কোনো এক্ট্রা বলার মতো স্কিল নাই। ডিজাইন, ডেভেলপমেন্ট ২০১৩ সালের দিকে যখন ওয়াপকা ছিলো, তখন সাইট বানায়া বানায়া সেল করতাম। ২০১৫ সালের দিকে সুমিরবিডি, ফিউশান বিডির গ্রাবার দিয়ে মিউজিক ডাউনলোড ওয়েবসাইট বানায়া সেল করতাম। এক সময় ডোমেইন হোস্টিং ও সেল করতাম। তারপর হুট করে সব থেকে বের হয়ে গিয়ে চাকরি তে মনোযোগ দিয়েছিলাম। যাই হোক, সেগুলো ছিলো কপি পেস্ট
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
December 31, 2023, 06:25:45 AM |
|
আসসালামুয়ালিকুম। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি প্রায় দুই ঘন্টা ধরে বাইনান্স এ পি টু পি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না। বিশেষ দ্রষ্টব্যঃ মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি শুধুমাত্র ল্যাপটপের কোন ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি না। অন্য কারো কি এই সমস্যা দেখা দিচ্ছে নাকি সবার ঠিকঠাক আছে?
|
|
|
|
roksana.hee
|
|
December 31, 2023, 06:52:21 AM |
|
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। ব্যর্থতার গ্লানি ভুল, নতুন বছরে সবাই সফলতার পিছনে নতুন উদ্যমে শুরু করবেন। যদি কেউ মন থেকে কোন কিছু চায়, তাহলে সে সেটা পায। দোয়া করি সবাই মন থেকে ন্যায় জিনিস, ন্যায্য জিনিস, ভালো জিনিস চাইবেন, আল্লাহ সবার মনের আশা পূরণ করবেন, ইনশাআল্লাহ।
নতুন বছর কাছে একটি নতুন সূচনা। বিটকয়েনের প্রতি কাজ করা দেখে, আমার স্ত্রী এখন বিটকয়েনকে বিশ্বাস করতে শুরু করেছে। আমার স্ত্রীও এখন আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেন।
একটা কথা না বলে পারছি না, আমার পাঁচ বছরের ছেলে বলে, "এই দেশ থেকে অন্য কোন দেশে চলে যাই, যেখানে বিটকয়েন বৈধ, সেখানে যাইয়া আমরা বিটকয়েন মাইনিং করব, বিটকয়েন নিয়ে কাজ করব, বাবা। আজ সত্যি মনে হচ্ছে, বিটকয়েন এর সাথে জড়িত না হওয়াটা আমার জীবনের বড় ব্যর্থতা ছিল। যেটা আমার পাঁচ বছরের ছেলে বুঝতে পারল, আমি বুঝতে পারলাম না। "
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন কমিউনিটি বাংলাদেশ। নতুন কিছু করব সবাই ইনশাল্লাহ, নতুন বছরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ। সবার সহযোগিতার মাধ্যমে নতুন বছরেই আমাদের বাংলাদেশ লোকাল বোর্ড প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ ।
|
|
|
|
Negotiation
|
|
December 31, 2023, 07:05:34 AM Last edit: December 31, 2023, 07:18:01 AM by Negotiation |
|
আসসালামুয়ালিকুম। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি প্রায় দুই ঘন্টা ধরে বাইনান্স এ পি টু পি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না। বিশেষ দ্রষ্টব্যঃ মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি শুধুমাত্র ল্যাপটপের কোন ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি না। অন্য কারো কি এই সমস্যা দেখা দিচ্ছে নাকি সবার ঠিকঠাক আছে?
অনেক সময় ক্যাস প্রব্লেম এর জন্যেও এমন সমস্যা দেখা দেয়, আপনি আপনার ব্রাউজিং থেকে হিস্টোরি ক্লিয়ার করে দেখেন, যদি তাও সমস্যার সমাধান না হয় তাহলে আপনি ডিভাইস গুলো দিয়ে ইন্টারনেট ব্যাবহার করছেন সবগুলো অফ করে অন করেন, এর পরেও যদি সমস্যা দেখা দেই আপনার আই এস পি প্রোভাইডার কে ফোন দেন। এটা যদি ক্যাস এ সমস্যা না থাকে তাহলে আপনার শেয়ার আইপি এর জন্যে এমন হচ্ছে। একটা আইপি অনেকগুলো ডিভাইসে ব্যাবহার করলে এই সমস্যা বেশি দেখা দেয়, ডিভাইস গুলো অন অফ করলে অনেক সময় আইপি চেঞ্জ হয়ে নতুন আইপি পায় তখন এটা ঠিক হয়ে যায়। https://www.binance.com/en-ZA/feed/post/74139Edited.
|
|
|
|
synchronym
|
|
December 31, 2023, 11:01:19 AM |
|
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। ব্যর্থতার গ্লানি ভুল, নতুন বছরে সবাই সফলতার পিছনে নতুন উদ্যমে শুরু করবেন। যদি কেউ মন থেকে কোন কিছু চায়, তাহলে সে সেটা পায। দোয়া করি সবাই মন থেকে ন্যায় জিনিস, ন্যায্য জিনিস, ভালো জিনিস চাইবেন, আল্লাহ সবার মনের আশা পূরণ করবেন, ইনশাআল্লাহ।
আর মাত্র কয়েক ঘন্টা কয়েক ঘন্টা পরে আমরা ২০২৩ সালকে বিদায় জানিয়ে ২০২৪ সাল কে বরণ করবো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হয়তো বা ২০২৩ সাল কারো জীবনে অনেক সুখ নিয়ে এসেছিল বা কারো জীবনে অনেক কষ্টের স্মৃতি জড়ানো ছিল। তাই সব দুঃখ কষ্ট ভুলে আমরা এটা কামনা করি যাতে করে আমরা ২০২৪ সাল আমাদের সবার জীবনেই সুখ স্বাচ্ছন্দ বয়ে নিয়ে আসছে। আবারও সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
|
|
|
|
Crypto Library
|
|
December 31, 2023, 06:31:00 PM |
|
সবাইকে ইংরেজি ২০২৪ এর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা রাখি যত দুঃখ এবং হতাশা ২০২৩ সালে ছিল সেগুলো কেটে গিয়ে ২০২৪ টা আমাদের আনন্দের এবং সাকসেসের হবে। আসসালামুয়ালিকুম। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি প্রায় দুই ঘন্টা ধরে বাইনান্স এ পি টু পি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না। বিশেষ দ্রষ্টব্যঃ মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি শুধুমাত্র ল্যাপটপের কোন ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি না। অন্য কারো কি এই সমস্যা দেখা দিচ্ছে নাকি সবার ঠিকঠাক আছে?
এখনো কি ভাই সমস্যাটা হচ্ছে? আমি আমার ল্যাপটপ এবং পিসি দুটোতেই দেখলাম কোন সমস্যা নেই। আসলে কি এরর শো করতেছে? যেমন- This site can’t be reached একটা এরর, আর বাইন্যান্সের একাউন্ট রিলেটেড কোন সমস্যা হলে হয়তো ব্রাউজিং থাকা অবস্থায় কোন মেসেজ করবে, এরকম কোন কিছু হলে বাইনান্স সাপোর্টের সাথে যোগাযোগ করতে হবে। তাছাড়া আপনি Negotiation ভাই এর সাজেশন অনুযায়ী আপনার ব্রাউজারের Cached ডাটা ডিলিট করে আবার চেষ্টা করে দেখতে পারেন অথবা অন্য কোন ব্রাউজার এ ট্রাই করে দেখতে পারেন।
এনিওয়ে বাইন্যান্সের p2p এর কথা থেকে আমার মনে পড়ে গেল Kucoin এর পিটুপি ট্রেডিং এর কথা, আমি মূলত বাইন্যান্স ছাড়া আর কোন এক্সচেঞ্জার এ পিটুপি সার্ভিস ব্যবহার করিনি। কুকয়েন দেখলাম এই সার্ভিস রয়েছে অনেকদিন ধরে ভাবতেছিলাম এখানে ট্রেড করে একটা টেস্ট করে দেখব। তবে আমার কেন যেন বাইনান্স এর থেকে এটি কম ভরসাযোগ্য মনে হচ্ছে, আপনারা কেউ কি এখানে ট্রেড করে থাকেন? করে থাকলে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করেন।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
|
LDL
|
|
January 01, 2024, 05:46:27 AM Merited by Bd officer (1) |
|
বাংলাদেশ কমিউনিটির সকল ভাই-বোনদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার ভালো কাটুক সেই শুভকামনা রইলো। আরে ভাই ২০১৪-১৫ ও ১৬ এই তিন বছর বেশি পোস্ট না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ২০১৪ ১৫ ১৬ বছরে সাধারণত পোস্ট কাউন্ট হলেই অ্যাক্টিভিটি বেড়ে যেত তখন এখানকার ইউজাররা অনেক বেশি স্পামিং করতে শুরু করেছিল। এজন্য শুরুর তিন বছর আমাদের বাংলা লোকাল কমিউনিটির বেশিরভাগ পোস্ট ডিলিট করে দেওয়া হয়। এজন্য ওই তিন বছর পোস্ট খুঁজে পাওয়া যায় না। কিন্তু পরবর্তীতে রেঙ্ক সিস্টেম পরিবর্তন হওয়ার পরপরই আমাদের কমিউনিটির পোস্ট সংখ্যা হু হু করে বাড়তে থাকে। এখন প্রতি মাসে আমাদের এখানে গড়ে সাড়ে চারশোর উপরে পোস্ট হয়ে থাকে। আমাদের এখানকার প্রত্যেক পোস্টেই প্রায় ভালো মানের হওয়া শুরু করেছে জন্য এখন আর ডিলেট করার প্রয়োজন হয় না। ১২০+ জনের প্রায় ১৭৭৭+ পোস্ট ডিলেট করে দেওয়া হয়েছিল।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Z_MBFM
|
|
January 01, 2024, 07:55:21 AM |
|
আসসালামুয়ালিকুম। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি প্রায় দুই ঘন্টা ধরে বাইনান্স এ পি টু পি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না। বিশেষ দ্রষ্টব্যঃ মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি শুধুমাত্র ল্যাপটপের কোন ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি না। অন্য কারো কি এই সমস্যা দেখা দিচ্ছে নাকি সবার ঠিকঠাক আছে?
আমিতো প্রায় প্রতিদিন p2p ব্যবহার করি আমার এন্ড্রয়েড ফোনের অ্যাপ থেকে আমি কোন সময় এরকম সমস্যার সম্মুখীন হই না। তবে অনেকদিন আগে আমারে একজন দেখাই ছিল তার মোবাইল ফোনের Binance app থেকে p2p তে BDT এর জন্য কোন কিছু শো করে না। আমি এর জন্য কতক্ষণ চেষ্টা করছি তার মোবাইল এর এর ডেটা কানেকশনে কাজ হইলো না তখন আমার ফোন থেকে Hospot দিয়াও চেষ্টা করছি কিন্তু কাজ হয়নাই। সম্ভবত Binance থেকে কারো কারো জন্য এমন সমস্যা করে আইডেন্টিটি sync না হওয়ার কারনে কারনে। তবে এই সমস্যা অটোমেটিক ঠিক হয়। তারপরও আপনি Binance এর app এর clear Data করে আপনার অ্যাকাউন্ট পুনরায় লগইন করে দেখতে পারেন সমস্যাটির সমাধান হয় কি না। তারপরও সমস্যার সমাধান না হলে আপনি Binance এর support এ কথা বলে দেখেন একচুল সমস্যা কিসের
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Negotiation
|
|
January 01, 2024, 08:11:35 AM |
|
সকলকে ইংরেজি নববর্শের শুভেচ্ছা, নতুন বছরে সবার জীবনে আনান্দ বয়ে আনুক, জীবন যাপনে আরো সহজ হয়ে উঠুক প্রত্যেকের ।
|
|
|
|
Learn Bitcoin
|
|
January 01, 2024, 08:36:59 AM |
|
সবাইকে ইংরেজি ২০২৪ এর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা রাখি যত দুঃখ এবং হতাশা ২০২৩ সালে ছিল সেগুলো কেটে গিয়ে ২০২৪ টা আমাদের আনন্দের এবং সাকসেসের হবে। আপনাকেও অনেক বেশি শুভেচ্ছা। আশা করি বউ বাচ্চা নিয়ে আগামী বছর ভালো কাটবে। আর বউ বাচ্চা না থাকলে আপাতত এটাকে অগ্রিম উইস হিসেবে ধরে নিতে পারেন। এনিওয়ে বাইন্যান্সের p2p এর কথা থেকে আমার মনে পড়ে গেল Kucoin এর পিটুপি ট্রেডিং এর কথা, আমি মূলত বাইন্যান্স ছাড়া আর কোন এক্সচেঞ্জার এ পিটুপি সার্ভিস ব্যবহার করিনি। কুকয়েন দেখলাম এই সার্ভিস রয়েছে অনেকদিন ধরে ভাবতেছিলাম এখানে ট্রেড করে একটা টেস্ট করে দেখব। তবে আমার কেন যেন বাইনান্স এর থেকে এটি কম ভরসাযোগ্য মনে হচ্ছে, আপনারা কেউ কি এখানে ট্রেড করে থাকেন? করে থাকলে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করেন। কুকয়েনে আমি বেশ কয়েকবার ট্রেডিং করেছি এবং আমার কাছে ভালোই মনে হয়েছে। বাইনান্সে যেসব বায়ার সেলার রা ট্রেড অফার করে, কুকয়েনে সেই একই পাপিরাও ট্রেড করে। যদিও কমিউনিটি অনেকটাই ভিন্ন। তবে আমার সেখানে ২০/৩০ কে ট্রানজেকশন করার এক্সপেরিয়েন্স আছে। অনেকটা বাইনান্স এর মতোই। কিছু ভিন্নতা আছে, তবে তাতে করে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়। [পিকচার গুগল থেকে ডাউনলোড করর এডিট করা হয়েছে] ভাই, ছবি গুলো একটা সাইজ করে দেন। পুরো পেইজ জুড়ে একটা ছবি, দেখতেই তো কেমন জানি লাগছে। 1. Learn Bitcoin [343]
খারাপ না। আমি এতো পোষ্ট করেছি দেখে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।
|
|
|
|
AR.Muhin
Newbie
Offline
Activity: 1
Merit: 0
|
|
January 01, 2024, 04:33:58 PM |
|
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি বিটকয়েনটক ফোরাম এবং বাংলা লোকাল থ্রেডে একজন নতুন সদস্য। আমি এখানে log in করে দেখলাম এটি একটা বিদেশি সাইট কিন্তু একটু খোজাখুজির পরে এই বাংলা লোকাল থ্রেড দেখে বেশ খুশি হলাম।🥰 কারণ এখানে অনন্ত বাঙালীতো আছে। আমি আশা সিনিয়র ভায়েরা সবসময় আমার পাশে থাকবে এবং আমি যেন তাদের থেকে অনেক কিছু শিখতে পারি।
যাইহোক, আমাদের মধ্যে বেশিরভাগই হয়তো মুসলিম। কিন্তু আমরা খ্রিষ্টানদের নববর্ষ পালন করলাম আর হিজরি নববর্ষ সম্পর্কে কিছুই জানলাম না! এটা কিন্তু মানানসই হলোনা। আবার আজকে তো সবার দুঃখ করা উচিৎ কারণ আমাদের সবার জীবন থেকে আরও একটা বছর কেটে গেল আর আমরা মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম। কিন্তু আজকে সবাই আনন্দ করছে!
অনেক কথা বলে ফেলেছি। সবাই যেন সঠিক পথে ২০২৪ সালটা পার করতে পারে আর আল্লাহর হুকুম মানতে পারে। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান কর। আমিন।
|
|
|
|
Crypto Library
|
|
January 01, 2024, 10:05:28 PM Last edit: January 01, 2024, 10:21:03 PM by Crypto Library Merited by DdmrDdmr (4), Little Mouse (2) |
|
২০২৩ সালের অ্যাক্টিভিটি ২০২৩ সাল নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে তবে যদি এক কথায় বলি তাহলে ২০২৩ সাল হচ্ছে আমাদের বাংলাদেশ থ্রেড এর অন্যতম সেরা একটা বছর, কারণ এবছর বাংলাদেশ থ্রেডকে অন্যান্য বছরগুলোর থেকে ভিন্নরূপে দেখা গিয়েছে, এ বছর নতুন নতুন অনেক মেম্বারগণ থ্রেডে যুক্ত হয়ে দারুল পারফরম্যান্স দেখিয়েছে, বলতে গেলে এটা আমাদের জন্য রেবুলেশনারী এয়ার। এ বছরে আমরা মেরিট সিস্টেম ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে সবচাইতে বেশি ২০৮২ টি মেরিট অর্জন করতে সক্ষম হয়েছি। এর আগের হাইস্ট মেরিট স্কোর ছিল ২০২০ সালে ৪৫৪টি মেরিট। অ্যাক্টিভিটি এর কথা তো বলতেই হবে না কারণ উপরে অলরেডি একজন পোস্টে উল্লেখ করে দিয়েছে। আশা করি নতুন বছর নতুন উন্মাদনায় আবার নতুন রেকর্ড তৈরি করবে, সবাইকে আবারো নতুন বছরের শুভেচ্ছা।
ডিসেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩ এবছরের সম্পূর্ণ হিসাব করলে বছরটা অন্যান্য বছর থেকে ভাল ছিল তবে এই ডিসেম্বর মাস অন্যান্য মাসের তুলনায় একটিভিটি এবং মেরিট ট্রানজেকশন দুটোই কম হয়েছে। আশা করি ২০২৪ সালে এই জানুয়ারির শুরুটা এর থেকে ভালো হবে। ডিসেম্বর মাসের টোটাল পোস্ট হয়েছে = 238টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 52টি নভেম্বর মাসের টোটাল পোস্ট হয়েছে = 385টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 140টিপ্রথম দশজন পোস্টদাতা 1. DYING_S0UL [33] 2. Crypto Library [22] 3. Learn Bitcoin [22] 4. Bd officer [20] 5. synchronym [20] 6. Shishir99 [18] 7. AirtelBuzz [16] 8. Negotiation [15] 9. shasan [13] 10. Little Mouse [9]
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩ ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩ মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩ এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩ মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩ জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩ জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৩ আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩ সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩ অক্টোবর মাসের অ্যাক্টিভিটি ২০২৩ নভেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩ ডিসেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এনাদের ক্রেডিট না দিলেই নয় Ninjastic.Space -> TryNinja Merit Dashboard -> DdmrDdmr
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
January 02, 2024, 03:40:46 AM |
|
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৪৪ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalk.org/index.php?topic=5480008
|
|
|
|
cozyman69
Newbie
Offline
Activity: 24
Merit: 15
|
|
January 02, 2024, 05:17:07 AM |
|
ভাই লোকেদের কাছ থেকে একটা পরামর্শ চাই, Kucoin এক্সচেঞ্জার থেকে আমি আমার কিছু USDT অন্য এক্সচেঞ্জারে নিতে চাই, তবে কোন কয়েন বা টোকেনে উইড্র করলে সব চাইতে কম ফি দেওয়া লাগবে, আমি মূলত আগে trx ব্যবহার করতাম এখনো করি কিন্তু এটার উইথট্র ফি বেড়ে গিয়েছে, এখন অল্টারনেটিভ খুজছি।
ভাই আপনে Kucoin থেকে উইড্র করার জন্য trx ব্যাবহার করতে পারেন কারন বেশ কিছু দিন আগেউ trx ফ্রি বেশি ছিলো কিন্ত এখন অনেক কুমেছে ফ্রি।আমি বেশির ভাগ সময় আগে Kucoin ব্যাবহার করতাম কিন্ত Kucoin এ এখন kyc ছাড়া লেন দেন করা যায় না তার জন্য তেমন ব্যাবহার করি না Kucoin।
|
|
|
|
synchronym
|
|
January 02, 2024, 05:29:21 AM |
|
প্রথম দশজন পোস্টদাতা 5. synchronym [20] [/quote] আমি ভেবেছিলাম হয়তো ডিসেম্বর মাসে ১০ জন পোস্ট দাতার মধ্যে আমি থাকতে পারবো না ।কারণ আমি তেমন একটা বাংলা লোকাল বোর্ডে একটিভ ছিলাম না। কিন্তু দেখে খুব ভালো লাগছে দশজন পোস্ট দাতার মধ্যে আমার নাম রয়েছে। ২০২৩ সাল আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে ২০২৪ সাল এই নতুন বছরে যেন আমরা আরো ভালোভাবে বাংলা লোকাল বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে পারে সকলের প্রতি এই প্রত্যাশা থাকবে। এই বাংলা লোকাল বোর্ডে সিনিয়র ভাইরা যথেষ্ট শিক্ষামূলক পোস্ট দেয় এই পোস্টের মাধ্যমে আমরা যারা নতুন আছে তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং ২০২৪ সালেও আরো ভালো কিছু শিখতে চাই।
|
|
|
|
Learn Bitcoin
|
|
January 02, 2024, 05:40:53 AM |
|
২০২৩ সালের অ্যাক্টিভিটি ২০২৩ সাল নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে তবে যদি এক কথায় বলি তাহলে ২০২৩ সাল হচ্ছে আমাদের বাংলাদেশ থ্রেড এর অন্যতম সেরা একটা বছর, কারণ এবছর বাংলাদেশ থ্রেডকে অন্যান্য বছরগুলোর থেকে ভিন্নরূপে দেখা গিয়েছে, এ বছর নতুন নতুন অনেক মেম্বারগণ থ্রেডে যুক্ত হয়ে দারুল পারফরম্যান্স দেখিয়েছে, বলতে গেলে এটা আমাদের জন্য রেবুলেশনারী এয়ার। এ বছরে আমরা মেরিট সিস্টেম ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে সবচাইতে বেশি ২০৮২ টি মেরিট অর্জন করতে সক্ষম হয়েছি। এর আগের হাইস্ট মেরিট স্কোর ছিল ২০২০ সালে ৪৫৪টি মেরিট। অ্যাক্টিভিটি এর কথা তো বলতেই হবে না কারণ উপরে অলরেডি একজন পোস্টে উল্লেখ করে দিয়েছে। ২০২৩ সাল টা আসলেই আমাদের কমিউনিটির একটা পিক সময় ছিলো। যদিও আমি ২০২২ সাল থেকেই ফোরামে আছি, তবে ২০২৩ সাল পুরোটাই আমি পেয়েছি আর এই বছরেই সব চাইতে বেশি পোস্ট করেছি। এই বছরে অনেক গুলো নতুন মুখ আমরা দেখেছি যাদের অনেক সম্ভাবনা আছে। তবে আমরা আমাদের টিপিক্যাল আচরন পরিবর্তন করতে পারিনি। আমরা মূলত নিউজ কপি পেস্ট, আর কিছু এবিউজের মাঝে আটকে যাই। আমার ভাবতেই ভালো লাগছে যে আমার একটা পদক্ষেপ এর কারনে এসবের পরিমান অনেক কমে গেছে। যারা এসবে ছিলেন এবং এসব ছেড়ে দিয়ে কোয়ালিটি পোস্ট এ মনোযোগ দিচ্ছেন, তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের কমিউনিটির ২০২৩ সালের ডিসকভার অফ দ্যা ইয়ার হতে পারে DYING_S0UL। যদিও ওনাকে আমার প্রথম প্রথম সন্দেহ হতো, সেটা নাই বললাম। এই ব্যাক্তি আমাকে নিয়মিত প্রাইভেট মেসেজ এ নক করেছে বিভিন্ন কারনে। আমিও ২০২৩ সালেই মনে হয় ৫০০ এর মতো মেরিট পেয়েছি। সবার প্রতি অনুরোধ থাকবে কোয়ালিটি পোস্ট এ মনোযোগ দিন। ফোরামের সকলের সাথে ভালো সম্পর্ক বানান।
|
|
|
|
AirtelBuzz
|
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আশা করি এই নতুন বছরে সবাই সবার পরিবার এবং আত্মীয়স্বজন নিয়ে সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম বিটকয়েন এর দাম ৪৫০০০ ডলার অতিক্রম করে ফেলেছে। হয়তো দুই একদিনের মধ্যে বিটকয়েন এর দাম ৪৬ হাজার ডলার স্পর্শ করবে আমরা সেটা দেখতে পারব।
আমাদের এই লোকাল বোর্ডের ২০২৩ সালের সর্বোচ্চ পোস্টকারীদের অভিনন্দন জানাচ্ছি। 7. AirtelBuzz [16]
এটা দেখে ভালো লাগছে। আমিও আমাদের লোকাল বোর্ডে ডিসেম্বর মাসে পোস্ট করার দিক থেকে ৭ নম্বরে আছি। হয়তো সামনে মাসে আরো বেশি পোস্ট করার চেষ্টায় থাকবো হয়তোবা করব।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Crypto Library
|
|
January 02, 2024, 06:28:42 AM |
|
২০২৩ সাল টা আসলেই আমাদের কমিউনিটির একটা পিক সময় ছিলো। যদিও আমি ২০২২ সাল থেকেই ফোরামে আছি, তবে ২০২৩ সাল পুরোটাই আমি পেয়েছি আর এই বছরেই সব চাইতে বেশি পোস্ট করেছি। এই বছরে অনেক গুলো নতুন মুখ আমরা দেখেছি যাদের অনেক সম্ভাবনা আছে। তবে আমরা আমাদের টিপিক্যাল আচরন পরিবর্তন করতে পারিনি। আমরা মূলত নিউজ কপি পেস্ট, আর কিছু এবিউজের মাঝে আটকে যাই। আমার ভাবতেই ভালো লাগছে যে আমার একটা পদক্ষেপ এর কারনে এসবের পরিমান অনেক কমে গেছে। যারা এসবে ছিলেন এবং এসব ছেড়ে দিয়ে কোয়ালিটি পোস্ট এ মনোযোগ দিচ্ছেন, তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের কমিউনিটির ২০২৩ সালের ডিসকভার অফ দ্যা ইয়ার হতে পারে DYING_S0UL। যদিও ওনাকে আমার প্রথম প্রথম সন্দেহ হতো, সেটা নাই বললাম। এই ব্যাক্তি আমাকে নিয়মিত প্রাইভেট মেসেজ এ নক করেছে বিভিন্ন কারনে। আমিও ২০২৩ সালেই মনে হয় ৫০০ এর মতো মেরিট পেয়েছি। সবার প্রতি অনুরোধ থাকবে কোয়ালিটি পোস্ট এ মনোযোগ দিন। ফোরামের সকলের সাথে ভালো সম্পর্ক বানান।
এর জন্যই ভাই ২০২৩ বছরকে "রেগুলেশনারি এয়ার" ঘোষণা দিয়েছি😁. এবছরের আমাদের স্টার্টিং টাই দারুন ছিল যদিও আমি শুধু জানুয়ারি মাসের কথা বলতেছি না মূলত বছরের Q1টার শেষের দুই মাস থেকেই মূলত স্টার্টিং শুরু তাছাড়া এপ্রিল মাসের মেরিট এর রেকর্ড আমরা আর ভাঙতে পারিনি। যদিও একটিভিটি বছরের মাঝখানে একবারে কমে গিয়ে আবার লাস্টের দিকে একটু বেড়েছে। যাই হোক ভাই এ বছরের এই রেকর্ড গুলো আপনাদের মতন মেম্বাররা কন্ট্রিবিউট না করলে হয়তো এতো ভালো এক্টিভিটি পসিবল হতো না। এ নতুন মুখ কিছু কিছু আমারো নজর পড়েছে তারা আসলেই সম্ভাবনা ময় তাদেরকে অভিনন্দন জানাই। তবে ভাই আপনি যে টিপিকাল আচরণ এর কথা বললেন সেটা আসলে সব লোকাল বোর্ডেই রয়েছে তবে হয়তো আমরা বাঙালি বলে আমাদের এখানে বেশি নজর পড়ছে। তবে ভাই আপনাকে বিশেষ করে ধন্যবাদ আপনার হুংকারের জন্যই এসব একটু চেঞ্জ হয়েছে। একটা আমাদের লোকাল কমিউনিটি এর ভোটিং এবং রেওয়ার্ড এর আয়োজন করতে চেয়েছিলাম তবে এখানে এই ভোটিং এর আয়োজন করে লাভ নেই কারণটা আপনি নিজেই জানেন। যাই হোক সবশেষে বলবো আমার জন্যও আল্টিমেটলি ফোরামের ২০২৩ সালের জার্নিটা ভালই ছিল, রিয়েল লাইফের কথা বললে সেটা আলাদা।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
|