Crypto Library
|
|
January 04, 2024, 04:04:44 PM |
|
---- BitCoinDream আশা করি বিষয়টা আবারও খতিয়ে দেখবেন কারণ বর্তমানে এটা শুধু একটা সেলফ মডারেট টপিক এর মধ্যে সীমাবদ্ধ নেই এটি আমাদের বাংলাদেশের কমিউনিটিতে পরিণত হয়েছে। অনেক ভাবনাচিন্তার পরেই এই পরিবর্তনটি করা হয়েছে। এটা কোনো আকষ্মিক পরিবর্তন নয়। ২০২২ এ বিষয়টি প্রথম উত্থাপন করা হয়... যদিও আমার কথার উদ্দেশ্য শুধু এটাই ছিল না যে টপিকের নামের আকষ্মিক পরিবর্তন কেন করা হয়েছে। তবে যাই হোক ভাই এ বিষয়ে এক্সপ্লানেশন দেওয়ার জন্য ধন্যবাদ। তবে সবশেষে আমি বলব যে আমার মনে হয় না বিটকয়েন মিক্সার এর আইনি জটিলতার সাথে আমাদের এই ফোরামের টপিক সেকশন জড়িত হবে। সার্ভিস আর ডিসকাশন একত্রিত হয়ে যাবে। যাই হোক Learn Bitcoin আমার মনের অনেক কথাই বলে দিয়েছে, আর কিছু বলতে চাই না। একচুয়ালি আমার এই পোস্টটির মেইন উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা ক্রিপ্টো কারেন্সি রিলেটেড বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছি তাদের অনেক সময়ই গুগল স্প্রেড সিটে ক্রিপ্টোকারেন্সি এর লাইভ প্রাইস জানার প্রয়োজন হয়, আমার এই থ্রেটের উদ্দেশ্য হলো তাদের সামনে বেসিক কিছু পদ্ধতি তুলে ধরা যেন তারা সহজেই ক্রিপ্টোকারেন্সি এর লাইভ প্রাইস স্প্রিডসিটে সেট করতে পারে। ~~~~
ধন্যবাদ ভাই পোষ্টের জন্য, আমি আসলে গতকাল আপনার পোস্টটি দেখেছি আজকে আমার কাজে লেগেছে নিজের হোল্ডিং পোর্টফোলিও এর মধ্যে কিছু অল্ট-কয়েনও রয়েছে যদিও আপনার এগুলো আমার বিটকয়েন, বিএনবি এবং আরো কিছু ওপরে লেভেলের অল্ট-কয়েন গুলোর ক্ষেত্রে কাজে এসেছে তবে অন্যান্য আল্ট কয়েন এর ক্ষেত্রে এরর দেখাচ্ছে।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Bd officer
|
|
January 05, 2024, 09:36:33 AM |
|
গত রাতে আমার আমার 30 sat ফি দিয়ে পাঠানো সেই ট্রানজেকশনটি কনফার্ম হয়েছে। খুবই ভালো লাগলো সকালে উঠে দেখি রাতেই মধ্যেই কনফার্ম হওয়ার নোটিফিকেশন উঠে রয়েছে। কোন ভাইয়ে জানি বলেছিলেন কি জানি মনে নাই, কনফার্ম হবে না নাকী? ট্রাস্ট ওয়ালেটের সাপোর্টারদের সাথে আলাপ করতে বলেছিলেন। যাইহোক আমি কিছুই করেছিলাম না। মেমপুল অনেকটাই কমে এসেছে। রাতে মনে হয় আরো কমেছিলো। আজকে অনেক খুশি লাগতাছে।
|
|
|
|
HEART001
Newbie
Offline
Activity: 94
Merit: 0
|
|
January 05, 2024, 11:10:32 AM |
|
আসসালামু আলাইকুম। আচ্ছা সবার কাছে জানতে চাচ্ছি বিগত কয়েক মাস ধরে কোনরকম বাউনটি ক্যাম্পেন আসতেছে না কেন। দয়া করে আপনারা মতামত দিবেন কেউ জেনে থাকলে।
মার্কেট বিয়ারিং এর জন্য বাউন্টি আসতেছে না আর যেগুলো আসতেছে সেগুলো খুব ভালো না। নতুন নতুন একাউন্ট দিয়ে দেখি বাউন্টি ছাড়ে অনেকে এরা নতুন এরা পেমেন্ট দেবে বলে মনে হয় না। এদের বেশিরভাগ প্রজেক্ট ইস্কাম করে। যারা ট্রাস্টেড তাদের প্রজেক্ট এর কাজগুলো করবেন তাছাড়া করবেন না। যারা ট্রাস্টেড তাদের বাউন্টিতে জয়েন করলে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে আর কি। এরা পেমেন্ট করে বাকিরা পেমেন্ট করে না। মার্কেটের অবস্থা ভালো হচ্ছে হয়তো সামনে ভালো ভালো বাউনটি পাবে আশা করা যায়।
|
|
|
|
Popkon6
|
|
January 05, 2024, 12:40:37 PM |
|
গত রাতে আমার আমার 30 sat ফি দিয়ে পাঠানো সেই ট্রানজেকশনটি কনফার্ম হয়েছে। খুবই ভালো লাগলো সকালে উঠে দেখি রাতেই মধ্যেই কনফার্ম হওয়ার নোটিফিকেশন উঠে রয়েছে। কোন ভাইয়ে জানি বলেছিলেন কি জানি মনে নাই, কনফার্ম হবে না নাকী? ট্রাস্ট ওয়ালেটের সাপোর্টারদের সাথে আলাপ করতে বলেছিলেন। যাইহোক আমি কিছুই করেছিলাম না। মেমপুল অনেকটাই কমে এসেছে। রাতে মনে হয় আরো কমেছিলো। আজকে অনেক খুশি লাগতাছে। @Bd officer আপনি অনেকদিন যাবত ধৈর্য ধরেছিলেন মেমপুল বৃদ্ধি পাওয়ার কারণে আপনার বিটকয়েন ট্রানজেকশন হয়নি। যেহেতু আপনি ট্রাস্ট ওয়ালেট এর সেটিং এ গিয়ে মেমপুল অনেক কমে দিয়েছেন তাই ট্রাস্ট ওয়ালেট সাপোর্টার এর সাথে কথা বলেও কোন লাভ হবে না। বিটকয়েন ট্রানজেকশন ক্যানসেল করার সিস্টেম নেই যার কারণে কোন সাপোর্টের সাথে আলাপ করে আপনার লাভ হবে না। কয়েকদিন যাবত বিটকয়েন ট্রানজেকশন ফি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে বিটকয়েন ট্রানজেকশন করতে গেলে প্রচুর পরিমাণ ফি দিতে হয়েছে। বিটকয়েন হোল্ডাররা এই ট্রানজেকশন এর কারণে নানাভাবে বিপদের সম্মুখীন হয়েছেন।
|
|
|
|
HEART001
Newbie
Offline
Activity: 94
Merit: 0
|
|
January 05, 2024, 05:45:59 PM |
|
@Bd officer আপনি অনেকদিন যাবত ধৈর্য ধরেছিলেন মেমপুল বৃদ্ধি পাওয়ার কারণে আপনার বিটকয়েন ট্রানজেকশন হয়নি। যেহেতু আপনি ট্রাস্ট ওয়ালেট এর সেটিং এ গিয়ে মেমপুল অনেক কমে দিয়েছেন তাই ট্রাস্ট ওয়ালেট সাপোর্টার এর সাথে কথা বলেও কোন লাভ হবে না। বিটকয়েন ট্রানজেকশন ক্যানসেল করার সিস্টেম নেই যার কারণে কোন সাপোর্টের সাথে আলাপ করে আপনার লাভ হবে না। কয়েকদিন যাবত বিটকয়েন ট্রানজেকশন ফি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে বিটকয়েন ট্রানজেকশন করতে গেলে প্রচুর পরিমাণ ফি দিতে হয়েছে। বিটকয়েন হোল্ডাররা এই ট্রানজেকশন এর কারণে নানাভাবে বিপদের সম্মুখীন হয়েছেন।
জ্বী আপনি ঠিকি বলেছেন ট্রানজেকশন এর ফি অনকে বেশি থাকার কারনে এটা অনেক ব্যয় বহুল ছিলো। এবং অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে।
|
|
|
|
Siyamsk
Jr. Member
Offline
Activity: 31
Merit: 6
|
|
January 05, 2024, 06:11:08 PM |
|
২০২৩ সালে আমাদের এই লোকাল থ্রেডে মোট পোস্ট হয়েছে ৪৩৬৬ টি। ২০২৩ সালে @Learn Bitcoin ভাই এই বছরে সর্বোচ্চ পোস্ট করে ১ নাম্বারে রয়েছেন। তিনি ৩৪৩ টি পোস্ট করেছেন। @Crypto Library ভাই ২ নাম্বারে রয়েছেন ২১২ টি পোস্ট করে। @LDL ভাই তিনিও ২১২ টি পোস্ট করে ৩ নাম্বারে রয়েছেন। ২০২৩ সালে প্রথম ১০ জন পোস্টদাতার নাম উল্লেখ করে হলো।
1. Learn Bitcoin [343] 2. Crypto Library [212] 3. LDL [212] 4. roksana.hee [199] 5. DYING_S0UL [180] 6. Bd officer [178] 7. Bitcoin_people [164] 8. Little Mouse [164] 9. shasan [127] 10. tjtonmoy [121]
আমাদের লোকাল থ্রেডে ২০১৪ সালে খোলা হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ পোস্ট করা হয়েছে ৪৩৬৬ টি। ২০১৮ সালেও অনেক পোস্ট হয়েছিলো ৩২৬২ টি। আশা করি ২০২৪ সালে আরও অনেক বেশি পোস্ট হবে।
আমি ২০১৬ সাল থেকে এই বিটকয়েনটকের সাথে পরিচিত হয়েছি। এবং আমার পূর্বে ১টি একাউন্ট ছিল যেটা নষ্ট হয়ে গেছে। ট্রানজেকশনের কারণে যে আইডিটির রেট টাচ দেয় সেটা আমার জানা ছিল না এই কারণে আমার একটি একাউন্ট এরকম নষ্ট হয়ে গিয়েছে তারপর থেকে আর এই লাইনে আসা হয়নি। আমি তখন থেকেই দেখি এই বাংলা থ্রেডটা খুব একটা বেশি প্রচলিত নেই। @Little Mouse ভাইয়ের এই আইডিটা আমি সেই 2016 সাল থেকে দেখেছি তারপর থেকে দেখলাম বাই বাংলা থেকে একটু ভালোই সাহায্য করে সবাইকে কোন কিছু না বুঝলে। আমাদের এই বাংলা সেট টা অনেক অবহেলিত ছিলো। কিছু কিছু ভাইরা এই থ্রেড থেকে সাহায্য করে তারা সবাইকে অনেক কিছু শিখিয়েছে এবং জানিয়েছে। আমি দেখেছি এখানে একদম জিরো লেভেল থেকে এসেও আস্তে আস্তে জেনে শুনে অনেক কিছু শিখেছে এবং অনেক ভালো কিছু করেছে তাদের দু একটা অ্যাকাউন্ট এখন রেংকিং একাউন্টে আছে দেখতে পেলাম। ধন্যবাদ জানাই তাদের যারা তাদেরকে শূন্য থেকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এবং দিন দিন এই ছেলের অবস্থা ভালো হতে শুরু করেছে। সামনে আরো ভালো কিছু হবে এই থ্রেডে। এখানে মেম্বার একাউন্ট, ,ফুল মেম্বার একাউন্ট, এসার মেম্বার একাউন্ট, হিরো মেম্বার একাউন্ট এবং এজেন্ডারি মেম্বার একাউন্ট যারা বাংলা থ্রেডে পোস্ট করেন তারা সবাই বন্ধুর মতো। কোন কিছু না বুঝলে বা জানতে চাইলে তারা খুব সুন্দর করে বুঝিয়ে দেন। আমি আশা করি এই সহযোগিতার মাধ্যমে আমরা সবাই একসাথে ভালো কিছু করব এবং জানতে পারবো শিখতে পারবে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যারা ভালো বোঝেন এবং ভালো জানেন তারা একটু সদয় হয়ে সবাইকে সাহায্য করবেন তাহলে আমাদের জন্য অনেক সহজে সহায়তা হবে। আর আমার বিশ্বাস ধীরে ধীরে আমাদের এই থ্রেট অন্যান্য থ্রেট এর মত অনেক ভালো এবং জনপ্রিয় হয়ে উঠবেই।
|
|
|
|
Shishir99
|
|
January 06, 2024, 09:25:47 AM |
|
গত রাতে আমার আমার 30 sat ফি দিয়ে পাঠানো সেই ট্রানজেকশনটি কনফার্ম হয়েছে। খুবই ভালো লাগলো সকালে উঠে দেখি রাতেই মধ্যেই কনফার্ম হওয়ার নোটিফিকেশন উঠে রয়েছে। কোন ভাইয়ে জানি বলেছিলেন কি জানি মনে নাই, কনফার্ম হবে না নাকী? ট্রাস্ট ওয়ালেটের সাপোর্টারদের সাথে আলাপ করতে বলেছিলেন। যাইহোক আমি কিছুই করেছিলাম না। মেমপুল অনেকটাই কমে এসেছে। রাতে মনে হয় আরো কমেছিলো। আজকে অনেক খুশি লাগতাছে। আপনাকে অভিনন্দন। আমিও কিছু বিটকয়েন ট্রান্সফার করার চেষ্টা করছিলাম কয়েকদিন ধরে কিন্তু হাই ফি এর কারনে ট্রাঞ্জেকশন করার সাহস পাচ্ছিলাম না। সেদিন দেখলাম ফি ৪০ থেকে ৫০ Sat/vB এর আশে পাশে আছে। ৪০ সাতোশি দিয়ে ট্রানজেকশন করে দিলাম, কয়েকটা ব্লক পরেই একটা ব্লকে ইনক্লুড হয়ে গেছে। আমাদের থ্রেডে অনেকেই কিছু ভুল টার্ম ব্যাবিহার করছেন যেগুলো আসলে সংশোধন করা প্রয়োজন। নইলে ভবিষ্যতে সবাই এগুলোকেই সঠিক মনে করবে। যেমন, মেমপুল কমা বা বাড়া বলতে কিছু নেই। বিটকয়েন এর ট্রানজেকশন ভলিয়ম বেড়ে গেলে মিমপুতে অতিরিক্ত ট্রানজেকশন গুলো জমা হতে থাকে। যেটাকে বলা ভিড় বা কনজেশন। এই কনজেশনের কারনে সবাই চায় তার ট্রানজেকশন আগে কমপ্লিট করতে। আর এর জন্য হাই ফি ব্যাবহার করে থাকে। কারণ, মাইনার রা হাই ট্রানজেকশন ফি দেয়া ট্রানজেকশন গুলোকেই প্রাধান্য দেয়। তো আপনি যেখানে বলেছেন মিমপুল বেড়ে গেছে, এখানে সঠিক হবে, মিমপুলে কনজেশন বেড়ে গেছে, অথবা ট্রানজেকশন ফি বেড়ে গেছে। আশা করি বুজতে পেরেছেন। মার্কেট বিয়ারিং এর জন্য বাউন্টি আসতেছে না আর যেগুলো আসতেছে সেগুলো খুব ভালো না। নতুন নতুন একাউন্ট দিয়ে দেখি বাউন্টি ছাড়ে অনেকে এরা নতুন এরা পেমেন্ট দেবে বলে মনে হয় না। এদের বেশিরভাগ প্রজেক্ট ইস্কাম করে। মার্কেট বিয়ারিং কোনো টার্ম নয়। এটা মুলত বিয়ার মার্কেট এবং বুল মার্কেট। বুল মার্কেট বুঝায় যখন মার্কেট আপ ট্রেন্ড এ থাকে। আর যখন ডাউন ট্রেন্ড এ থাকে, সেটাকে বিয়ার মার্কেট বলা হয়। আর বর্তমান অবস্থাকে আমি বিয়ার মার্কেট বলতে চাই না। আমরা আপাতত বুল রানের দিকেই এগুচ্ছি। বুল রান বা বিয়ার রানের সাথে বাউন্টির কোনো সম্পর্ক আছে কি না আমি জানি না। তবে যারা বাউন্টির কাজ করেন, এখানে নতুন একাউন্ট বা পুরাতন একাউন্ট থেকে বাউন্টি রান করা খুব একটা ফ্যাক্ট করে না। আপনাকে দেখতে হবে যে প্রজেক্ট এর ফান্ড এস্ক্রো করা হয়েছে কি না। স্বনামধন্য বাউন্টি ম্যানেজার ও পেমেন্ট করতে পারবে না যদি পেমেন্ট এস্ক্রো করা না থাকে। মেমপুল বৃদ্ধি পাওয়ার কারণে আপনার বিটকয়েন ট্রানজেকশন হয়নি। - মিমপুল বৃদ্ধি পাওয়ার টার্ম এর ব্যাপারে আমার ওপরের লেখাটা একটু পরবেন প্লিজ। বিটকয়েন হোল্ডাররা এই ট্রানজেকশন এর কারণে নানাভাবে বিপদের সম্মুখীন হয়েছেন। ট্রানজেকশন ফি এর কারনে হোল্ডার রা আসলে বিপদে পড়ে নাই। যারা হোলদার, তারা হোল্ড করেই বসে আছে। বিপদে পড়েছি আপনার আমার মতো ব্যাবহারকারীরা। কারন আমাদেরকেই প্রতিনিয়ত ট্রানজেকশন করতে হয়। হোল্ডার রা ট্রান্সফার করার সময় এসব ফি তাদেরকে বদার করে না।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Volimack
Member
Offline
Activity: 462
Merit: 13
★Bitvest.io★ Play Plinko or Invest!
|
|
January 06, 2024, 05:27:43 PM |
|
ট্রানজেকশন ফি এর কারনে হোল্ডার রা আসলে বিপদে পড়ে নাই। যারা হোলদার, তারা হোল্ড করেই বসে আছে। বিপদে পড়েছি আপনার আমার মতো ব্যাবহারকারীরা। কারন আমাদেরকেই প্রতিনিয়ত ট্রানজেকশন করতে হয়। হোল্ডার রা ট্রান্সফার করার সময় এসব ফি তাদেরকে বদার করে না।
আসলে যারা দিন আনে দিন খায় আমাদের অবস্তা খুব একটা ভালোনা, বিটকয়েন যেখানে প্রোফিত দেয়ার কথা সেখানে প্রোফিট দিয়েছে এর মধ্যে আবার ফি বারায়ে দিসে ঘতনা আগের মতোই, লাগ দিলেও কোনো লাভ নাই, ফি দিয়ে সব সমান, আর যাদের অনেক আছে তারা বসে আছে আরো অপেক্ষা করছে তারা এগুলা ভাবেনা।
|
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
Offline
Activity: 588
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
|
|
January 07, 2024, 04:18:00 AM |
|
ট্রানজেকশন ফি এর কারনে হোল্ডার রা আসলে বিপদে পড়ে নাই। যারা হোলদার, তারা হোল্ড করেই বসে আছে। বিপদে পড়েছি আপনার আমার মতো ব্যাবহারকারীরা। কারন আমাদেরকেই প্রতিনিয়ত ট্রানজেকশন করতে হয়। হোল্ডার রা ট্রান্সফার করার সময় এসব ফি তাদেরকে বদার করে না।
আসলে যারা দিন আনে দিন খায় আমাদের অবস্তা খুব একটা ভালোনা, বিটকয়েন যেখানে প্রোফিত দেয়ার কথা সেখানে প্রোফিট দিয়েছে এর মধ্যে আবার ফি বারায়ে দিসে ঘতনা আগের মতোই, লাগ দিলেও কোনো লাভ নাই, ফি দিয়ে সব সমান, আর যাদের অনেক আছে তারা বসে আছে আরো অপেক্ষা করছে তারা এগুলা ভাবেনা। বেশ কিছুদিন ধরে ট্রানজেকশন ফি অত্যাধিক বৃদ্ধি পেয়েছে যার কারণে মানুষ লেনদেন করতে পারছে না। এটা বর্তমানে সবচেয়ে আলোচিত সমস্যা। তবে আমরা যারা বিটকয়েন ফোরামে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করছি এবং সপ্তাহে যে উপার্জন করছি সেই উপার্জনের জন্য বাইনান্স এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে ক্যাম্পেইন ম্যানেজারের সাহায্যে যদি আমরা এড্রেস পরিবর্তন করে নিতে পারি তাহলে সরাসরি আমাদের এক্সচেঞ্জ একাউন্টে বিটকয়েন চলে আসবে এবং সেই বিটকয়েন দিয়ে আমরা p2p মাধ্যমে খুব সহজেই দেশীয় কারেন্সিতে রূপান্তর করতে পারি এ ক্ষেত্রে কোন ট্রানজেকশন ফি দেওয়া লাগবে না। যেহেতু আমাদের পারিবারিক চাহিদার জন্য সাপ্তাহিক অর্থ বিক্রি করতে হয় সেহেতু আমাদের এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করা সবচেয়ে উত্তম। তবে এই পদ্ধতি যার যার নিজস্ব ঝুঁকি নিয়ে করতে হবে কারণ অনেকেই বলতে পারে এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করা অনেক ঝুঁকিপূর্ণ। তবে যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার জন্য রয়েছেন তাদের ক্ষেত্রে নিজস্ব একাউন্ট ব্যবহার করা উত্তম।
|
|
|
|
Siyamsk
Jr. Member
Offline
Activity: 31
Merit: 6
|
|
January 07, 2024, 04:34:15 AM Last edit: January 07, 2024, 10:55:34 AM by Xal0lex |
|
মার্কেট বিয়ারিং এর জন্য বাউন্টি আসতেছে না আর যেগুলো আসতেছে সেগুলো খুব ভালো না। নতুন নতুন একাউন্ট দিয়ে দেখি বাউন্টি ছাড়ে অনেকে এরা নতুন এরা পেমেন্ট দেবে বলে মনে হয় না। এদের বেশিরভাগ প্রজেক্ট ইস্কাম করে।
হ্যাঁ এটা অবশ্য ঠিক আছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রজেক্ট ভালো বাউন্টি রান করেছে হান্টার্সরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করেছে অনেক দিন ধরে কিন্তু পরে আর পেমেন্ট করা হয়নি। আবার শোনা যায় যে প্রজেক্ট ম্যানেজাররা ঠিকই পেয়ে করেছে কিন্তু বাউন্টি ম্যানেজমেন্টের সবাই মেরে দিয়ে চলে গেছে। সেজন্য আমি বলছিলাম যে যারা পে করে তাদের কাজগুলো করবেন।
|
|
|
|
Shishir99
|
|
January 07, 2024, 03:04:25 PM |
|
বেশ কিছুদিন ধরে ট্রানজেকশন ফি অত্যাধিক বৃদ্ধি পেয়েছে যার কারণে মানুষ লেনদেন করতে পারছে না। এটা বর্তমানে সবচেয়ে আলোচিত সমস্যা। তবে আমরা যারা বিটকয়েন ফোরামে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করছি এবং সপ্তাহে যে উপার্জন করছি সেই উপার্জনের জন্য বাইনান্স এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে ক্যাম্পেইন ম্যানেজারের সাহায্যে যদি আমরা এড্রেস পরিবর্তন করে নিতে পারি তাহলে সরাসরি আমাদের এক্সচেঞ্জ একাউন্টে বিটকয়েন চলে আসবে এবং সেই বিটকয়েন দিয়ে আমরা p2p মাধ্যমে খুব সহজেই দেশীয় কারেন্সিতে রূপান্তর করতে পারি এ ক্ষেত্রে কোন ট্রানজেকশন ফি দেওয়া লাগবে না। যেহেতু আমাদের পারিবারিক চাহিদার জন্য সাপ্তাহিক অর্থ বিক্রি করতে হয় সেহেতু আমাদের এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করা সবচেয়ে উত্তম। তবে এই পদ্ধতি যার যার নিজস্ব ঝুঁকি নিয়ে করতে হবে কারণ অনেকেই বলতে পারে এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করা অনেক ঝুঁকিপূর্ণ।
তবে যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার জন্য রয়েছেন তাদের ক্ষেত্রে নিজস্ব একাউন্ট ব্যবহার করা উত্তম।
ট্রানজেকশন ফি বাচানোর জন্র এটা খুব একটা খারাপ আইডিয়া নয়, তবে প্রাইভেসির কথা চিন্তা করলে এই আইডিয়া আসলেই ভালো নয়। কেউ চাইবে না তার এক্সচেন্জ এর ডিপোজিট এড্রেস রিভিল করে দিতে। এর কারন হলো এক্সচেন্জ এ মূলত একটা একাউন্ট এর ডিপোজিট এড্রেস আপনি আর কখনোই পরিবর্তন করতে পারবেন না। একই এড্রেস এ বিভিন্ন কারনে বিটকয়েন রিসিভ করতে হতে পারে, আবার এক্সচেন্জ থেকে কাউকে বিটকয়েন সেন্ড করার প্রয়োজন হলে বিপদে পড়ে যাবেন। এক্সচেন্জ এ বর্তমানে ট্রানজেকশন ফি দেখলে আপনার সাধ মিটে যাবে। বিটকয়েনের ট্রানজেকশন ফি যতোই বেশি হোক না কেনো, আপনি ট্রানজেকশন করতে গেলে যে ফি দিবেন, এক্সচেন্জ এ তার ১০ গুন বেশি ফি চার্জ করে বসে থাকে। তাছাড়া সেখানে কিছু লিমিটেশন আছে। যেমন আপনি চাইলেই কাউকে ৫০০০০ সাতোশি সেন্ড করতে পারবেন না।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Siyamsk
Jr. Member
Offline
Activity: 31
Merit: 6
|
|
January 07, 2024, 04:25:38 PM |
|
২০২২ সাল থেকে বিটকয়েনের অবস্থার অবনতি হওয়া শুরু করেছিল। ২০২৩ সালে অনেক বেশি অবনতি হয়েছিল এবং সেখান থেকে ২০০৩ সালের শেষের দিকে আমরা বিটকয়েনের একটি নতুন রূপ দেখতে পেয়েছি। এবং মার্কেট ধীরে ধীরে স্টাবল হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে এসেছে। ২০২৪ সালে এসে আমরা এটি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের বিটকয়েনের অবনতিটা ধীরে ধীরে রিকভারি হতে যাচ্ছে। এবং সামনে আমাদের জন্য একটি ভালো সুসংবাদ বয়ে নিয়ে আসবে এটা আমি মনে করি। আমার মনে হয় এটা ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। ২০২৪ সালে বিটকয়েনের অবস্থা ভালো হবে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন আপনাদের মতামত শেয়ার করবেন।
|
|
|
|
Crypto Library
|
|
January 07, 2024, 04:41:14 PM |
|
ট্রানজেকশন ফি বাচানোর জন্র এটা খুব একটা খারাপ আইডিয়া নয়, তবে প্রাইভেসির কথা চিন্তা করলে এই আইডিয়া আসলেই ভালো নয়। কেউ চাইবে না তার এক্সচেন্জ এর ডিপোজিট এড্রেস রিভিল করে দিতে। এর কারন হলো এক্সচেন্জ এ মূলত একটা একাউন্ট এর ডিপোজিট এড্রেস আপনি আর কখনোই পরিবর্তন করতে পারবেন না। একই এড্রেস এ বিভিন্ন কারনে বিটকয়েন রিসিভ করতে হতে পারে, আবার এক্সচেন্জ থেকে কাউকে বিটকয়েন সেন্ড করার প্রয়োজন হলে বিপদে পড়ে যাবেন। এক্সচেন্জ এ বর্তমানে ট্রানজেকশন ফি দেখলে আপনার সাধ মিটে যাবে। বিটকয়েনের ট্রানজেকশন ফি যতোই বেশি হোক না কেনো, আপনি ট্রানজেকশন করতে গেলে যে ফি দিবেন, এক্সচেন্জ এ তার ১০ গুন বেশি ফি চার্জ করে বসে থাকে। তাছাড়া সেখানে কিছু লিমিটেশন আছে। যেমন আপনি চাইলেই কাউকে ৫০০০০ সাতোশি সেন্ড করতে পারবেন না।
সঠিক বলছেন ভাই ট্রানজেকশন ফি এটা করার মাধ্যমে বাঁচানো সম্ভব কিন্তু এর ফলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আমি নিজেও আমার বাইনান্স ওয়ালেট এড্রেস গুলো সহজে সবার নিকট রিভিল করিনা। তাছাড়া আর একটা বড় কথা মিক্সার ক্যাম্পেইন গুলোতে যারা জয়েন আছেন আমি শুধু বিটকয়েন টকের কথা বলতেছি না কারণ সম্প্রতি এখানে মিক্সার রিলেটেড সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আল্টকয়েনটকে ক্যাম্পেইন চালু করা হয়েছে, তো এমন কোন একজন দিবেন না যেখানে একটু ভালো অ্যামাউন্ট এর ফান্ড রয়েছে। বিশেষ করে সেগুলো যদি মিক্সার রিলেটেড কিছু হয়। সম্প্রতি আমরা সি*বাদ ক্যাম্পেইন পার্টিসিপেন্টের বাইন্যান্স থেকে নোটিফিকেশন পেতেও দেখেছি। ২০২২ সাল থেকে বিটকয়েনের অবস্থার অবনতি হওয়া শুরু করেছিল। ২০২৩ সালে অনেক বেশি অবনতি হয়েছিল এবং সেখান থেকে ২০০৩ সালের শেষের দিকে আমরা বিটকয়েনের একটি নতুন রূপ দেখতে পেয়েছি। এবং মার্কেট ধীরে ধীরে স্টাবল হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে এসেছে। ২০২৪ সালে এসে আমরা এটি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের বিটকয়েনের অবনতিটা ধীরে ধীরে রিকভারি হতে যাচ্ছে। এবং সামনে আমাদের জন্য একটি ভালো সুসংবাদ বয়ে নিয়ে আসবে এটা আমি মনে করি। আমার মনে হয় এটা ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। ২০২৪ সালে বিটকয়েনের অবস্থা ভালো হবে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন আপনাদের মতামত শেয়ার করবেন।
আসলে আমিও একই কথা বলবো ২০২৪ সালটা হবে বিটকয়েন এর জন্য রিকভারি এর বছর, বিটকয়েন হালবিং এর আর প্রায় ১১৫ দিন এর মতন রয়েছে- যদিও বিটকয়েন এর প্রাইস কখন কি হবে কোন কিছুই গ্যারান্টি দিয়ে বলা যায় না তবে মনে হচ্ছে যে বিটকয়েন হালবিং পিরিয়ড শেষ হওয়ার আগ পর্যন্ত বিটকয়েন ৩৭ হাজার ৫০ পঞ্চাশ হাজার ডলার এর রেঞ্জেই থাকবে, তারপর বিটকয়েন হালবিং পিরিয়ড শেষ হওয়ার পর হয়তো বুল-রান এবং নতুন অলটাইম হাই প্রাইস দেখতে পারি।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Bd officer
|
|
January 08, 2024, 03:16:28 AM |
|
২০২২ সাল থেকে বিটকয়েনের অবস্থার অবনতি হওয়া শুরু করেছিল। ২০২৩ সালে অনেক বেশি অবনতি হয়েছিল এবং সেখান থেকে ২০০৩ সালের শেষের দিকে আমরা বিটকয়েনের একটি নতুন রূপ দেখতে পেয়েছি। এবং মার্কেট ধীরে ধীরে স্টাবল হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে এসেছে। ২০২৪ সালে এসে আমরা এটি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের বিটকয়েনের অবনতিটা ধীরে ধীরে রিকভারি হতে যাচ্ছে। এবং সামনে আমাদের জন্য একটি ভালো সুসংবাদ বয়ে নিয়ে আসবে এটা আমি মনে করি। আমার মনে হয় এটা ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। ২০২৪ সালে বিটকয়েনের অবস্থা ভালো হবে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন আপনাদের মতামত শেয়ার করবেন।
আমি মনে করি ২০২৪-২০২৫ সাল বিটকয়েন প্রেমিদের জন্য আনন্দের বছর হতে পারে। অনেকেই ২০২১ সালে বিটকয়েনে বিনিয়োগ করে লস খেয়েছিলো, যারা ধৈর্য ধরে হোল্ড করেছিলো তারা কিছুটা হলেও রিকোভারী করতে পেরেছে, তবে পুরোপুরি রিকোভারী করতে পারে নাই। আশা করা যায় এই বছরের শেষের দিকে হয়তো বা ২০২৫ সালে অবশ্যই রিকোভারী করতে পারবে। যারা ২০২৩ সালের শুরু থেকেই DCA পদ্ধতিতে বিনিয়োগ করেছেন, তারা তো বর্তমানে অনেক প্রফিটে আছেন। এখনো মনে হয় বিনিয়োগ করার সময় রয়েছে। এখনো বিনিয়োগ করতে পারলে আশা করা যায় হালভিং এর পরের বছর অনেক প্রফিট পাওয়া যাইতে পারে। বিটকয়েন প্রেমিদের জন্য সুদিন আসছে চলেছে। : D
@DYING_S0UL ভাইয়ের কি হইলো, এখানে কোন সারা নাই। কয়েকদিন ধরেই দেখি বাংলায় এক্টিব নাই।
আপনাদের সকলের এলাকার নির্বাচনের কি অবস্থা, ভোট কেমন দিলেন সবাই?
|
|
|
|
DYING_S0UL
|
|
January 08, 2024, 06:51:38 AM |
|
কোট
আছি ভাই মরিনাই। আসলে ভাই একটু বিজি ছিলাম তাই সময় দিতে পারতেছিনা। প্রথমত অসুস্থ ছিলাম হয়তো জানেননা। তাই আসতামনা। পরে ঠিক হওয়ার পর আর ভাললাগতেছিলোনা। সারাটাদিন বাসায় থাকতে হতো। হাওয়া বদলের দরকার অনুভব করতেছিলাম। তাই ভাবলাম একটা ট্রুর দেই। এই আরকি একদুই জায়গায় ট্রুর দিলাম। বাড়ি আসছি ৫-৬ দিন হইছে কিন্তু আবার বাসায় একটু কাজ চলতেছে। সেটা নিয়ে আবার বিজি। আশেপাশেই আছি মরি নাই। নির্বাচন নিয়ে কিছু বলার নাই। এমন ফলাফল হবে এটাই এক্সপেক্টেট ছিল।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
AirtelBuzz
|
|
January 08, 2024, 09:36:42 AM Last edit: January 08, 2024, 10:06:14 AM by AirtelBuzz Merited by lovesmayfamilis (1) |
|
আপনাদের সকলের এলাকার নির্বাচনের কি অবস্থা, ভোট কেমন দিলেন সবাই?
ভাই নির্বাচনের আর অবস্থা। এমন নির্বাচন হয়েছে যে কেন্দ্রে লোকসংখ্যা খুবই কম ছিল। এমন নির্বাচনের কারণে কেন্দ্রে ভোট দিতে যাইনি মনের দুঃখে। গত সাত তারিখে যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন হয়েছে সেটাকে একচুয়ালি নির্বাচন বলা যায় না। একতরফা নির্বাচন কখনো নির্বাচন হয় না। সারা বাংলাদেশের নৌকা সব থেকে বেশি আসন পেয়েছে যেটা সবাই অনুমান করেছিল যে তারাই সবকিছু বেশি পাবে।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
BTC_pokaop
Member
Offline
Activity: 94
Merit: 28
|
|
January 08, 2024, 10:08:24 AM |
|
আমাদের ফোরামের সবার কাছে একটু অনুরোধ করছি যদিও এটা বলা ঠিক হচ্ছে না তারপরও বলতে বাধ্য হচ্ছি আপনাদের সবার কাছে আপন ভেবে। আমার পরবর্তী র্যাংকের আমি কাছাকাছি এসেছি আমার কোন পোস্ট যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটু সাহায্য সহযোগিতা করবেন ভাইয়েরা। তবে আমার একটা জিনিস কম আছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি। তাছাড়া আমার এই কথাটি যদি কারো মন খারাপের কারণ হয় তাহলে শুধু বলবেন আপনার "এই পোস্ট করা উচিত হয়নি"। আমি এডিট করে ডিলিট করে দেব এই অংশটুকু।
বাংলায় একটা প্রবাদ আছে "দশের লাঠি একের বোঝা" আছে সেটা মেনে আপনাদের কাছে এইটুকু উপস্থাপন করলাম।
আমি যতদুর জানি যতদুর বুঝতে পেরেছি এই থ্রেডের প্রথম পেজ থেকে জানতে পেরেছি, আপনার ফুলমেম্বার হতে ১০০মেরিট + ১২০ এক্টিবিটি প্রয়োজন। এখন আপনার ১২০ এক্টিবিটির জন্য অপেক্ষা করতে হবে। যদিও আপনার ১০০ মেরি হয়ে যায় তাইলে লাভ কী? সেই ১২০ এক্টিবিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই ধৈর্য ধরাই উত্তম মনে করি। আপনি যেভাবে ৮৪ এক্টিবিটি হতে না হতেই ৭৫ টা মেরিট পেয়েছেন। আশা করি আপনার মাঝে অনেক টেলেন্ট আছে ১২০ এক্টিবিটি হওয়ার আগেই ফুল মেম্বার হওয়ার মেরিট অর্জন করে ফেলবেন। আর যদি ১২০ এক্টিবিটি হওয়ার পরে ১০০ মেরিট অর্জন করতে না পারেন তাহলে এখানে সিনিয়র যারা আছেন তারা হয়তো কিছুটা করে সাহায্য করলে ফুল মেম্বার হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।
|
|
|
|
Learn Bitcoin
|
|
January 08, 2024, 11:01:11 AM |
|
আসলে আমিও একই কথা বলবো ২০২৪ সালটা হবে বিটকয়েন এর জন্য রিকভারি এর বছর, বিটকয়েন হালবিং এর আর প্রায় ১১৫ দিন এর মতন রয়েছে- যদিও বিটকয়েন এর প্রাইস কখন কি হবে কোন কিছুই গ্যারান্টি দিয়ে বলা যায় না তবে মনে হচ্ছে যে বিটকয়েন হালবিং পিরিয়ড শেষ হওয়ার আগ পর্যন্ত বিটকয়েন ৩৭ হাজার ৫০ পঞ্চাশ হাজার ডলার এর রেঞ্জেই থাকবে, তারপর বিটকয়েন হালবিং পিরিয়ড শেষ হওয়ার পর হয়তো বুল-রান এবং নতুন অলটাইম হাই প্রাইস দেখতে পারি।
ETF এপ্রুভাল নিয়ে কি নাটক হচ্ছে দেখতেই তো পাচ্ছেন মনে হয়। কয়েকদিন আগে কয়েকজন টুইট করলো যে সব ETF রিজেক্ট করে দেয়া হবে। আর কিছু নিউজ মিডিয়া সেগুলোকে ধুমায়া প্রচার শুরু করলো। আর বিটকয়েন হুট করেই ৪৫ হাজার ডলার থেকে ৪১ হাজারে চলে আসে। আর অল্টকয়েন গুলো সমান তালে নিচে নামতে থাকে। যখন মানুষ বুঝতে পারলো যে এর সবই আসলে অনুমান করে বলা, তখন আবার মার্কেট আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। যাই হোক, অনেক যায়গা থেকে শোনলাম ১০ তারিখের দিকে কিছু নিউজ আসতে পারে। তখন হয়তো মারকেটে আরেকটা মুভমেন্ট দেখা যাবে। আজকে সুযোগ মতো ওয়ান ইঞ্চ কিনে নিলাম কিছু। দেখা যাক কি হয়।
প্রথম বারের মতো ডিটি নেটওয়ার্ক এ এসেছি। যদিও এটা একদম টেম্পোরারি। তবুও এই ব্যাপারে আমি বেশ এক্সাইটেট।
|
|
|
|
AirtelBuzz
|
|
January 08, 2024, 12:19:49 PM |
|
প্রথম বারের মতো ডিটি নেটওয়ার্ক এ এসেছি। যদিও এটা একদম টেম্পোরারি। তবুও এই ব্যাপারে আমি বেশ এক্সাইটেট।
কনগ্রাচুলেশন ভাই ডিটি নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য। যদিও এখন টেম্পোরারি হয়তো ভবিষ্যতে পার্মানেন্টলি হয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের ফোরামের সবার কাছে একটু অনুরোধ করছি যদিও এটা বলা ঠিক হচ্ছে না তারপরও বলতে বাধ্য হচ্ছি আপনাদের সবার কাছে আপন ভেবে। আমার পরবর্তী র্যাংকের আমি কাছাকাছি এসেছি আমার কোন পোস্ট যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটু সাহায্য সহযোগিতা করবেন ভাইয়েরা। তবে আমার একটা জিনিস কম আছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি। তাছাড়া আমার এই কথাটি যদি কারো মন খারাপের কারণ হয় তাহলে শুধু বলবেন আপনার "এই পোস্ট করা উচিত হয়নি"। আমি এডিট করে ডিলিট করে দেব এই অংশটুকু।
বাংলায় একটা প্রবাদ আছে "দশের লাঠি একের বোঝা" আছে সেটা মেনে আপনাদের কাছে এইটুকু উপস্থাপন করলাম।
আমি যতদুর জানি যতদুর বুঝতে পেরেছি এই থ্রেডের প্রথম পেজ থেকে জানতে পেরেছি, আপনার ফুলমেম্বার হতে ১০০মেরিট + ১২০ এক্টিবিটি প্রয়োজন। এখন আপনার ১২০ এক্টিবিটির জন্য অপেক্ষা করতে হবে। যদিও আপনার ১০০ মেরি হয়ে যায় তাইলে লাভ কী? সেই ১২০ এক্টিবিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই ধৈর্য ধরাই উত্তম মনে করি। আপনি যেভাবে ৮৪ এক্টিবিটি হতে না হতেই ৭৫ টা মেরিট পেয়েছেন। আশা করি আপনার মাঝে অনেক টেলেন্ট আছে ১২০ এক্টিবিটি হওয়ার আগেই ফুল মেম্বার হওয়ার মেরিট অর্জন করে ফেলবেন। আর যদি ১২০ এক্টিবিটি হওয়ার পরে ১০০ মেরিট অর্জন করতে না পারেন তাহলে এখানে সিনিয়র যারা আছেন তারা হয়তো কিছুটা করে সাহায্য করলে ফুল মেম্বার হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। 😱😱😱 রচনাটি লেখার জন্য ধন্যবাদ। আমি আমার পোষ্টের মধ্যেও বলেছি।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
BTC_pokaop
Member
Offline
Activity: 94
Merit: 28
|
|
January 08, 2024, 12:40:56 PM |
|
ETF এপ্রুভাল নিয়ে কি নাটক হচ্ছে দেখতেই তো পাচ্ছেন মনে হয়। কয়েকদিন আগে কয়েকজন টুইট করলো যে সব ETF রিজেক্ট করে দেয়া হবে। আর কিছু নিউজ মিডিয়া সেগুলোকে ধুমায়া প্রচার শুরু করলো। আর বিটকয়েন হুট করেই ৪৫ হাজার ডলার থেকে ৪১ হাজারে চলে আসে। আর অল্টকয়েন গুলো সমান তালে নিচে নামতে থাকে। যখন মানুষ বুঝতে পারলো যে এর সবই আসলে অনুমান করে বলা, তখন আবার মার্কেট আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। যাই হোক, অনেক যায়গা থেকে শোনলাম ১০ তারিখের দিকে কিছু নিউজ আসতে পারে। তখন হয়তো মারকেটে আরেকটা মুভমেন্ট দেখা যাবে। আমি এই জিনিস টা বুঝি না। অনেকেই দেখি বলতাছে ETF এপ্রুপ হইবো। আসলে ETF জিনিস টা কী? এই টা এফ্রুপ হলে কি হয়?
|
|
|
|
|