Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
November 27, 2023, 04:49:45 AM |
|
আসসালামু ওয়ালাইকুম LM ভাই। আপনার কাছে আমার একটা রিকুয়েস্ট ছিল। যদি আপনি ইলেকট্রাম ব্যবহার করে থাকেন অথবা ম্যানুয়ালি সঠিক ফি সেট করা সম্পর্কে জেনে থাকেন, সেক্ষেত্রে যদি এ বিষয়ে একটা বিস্তারিত পোস্ট বা গাইড/টুউটরিয়াল দিতেন তাহলে যারা নিউবাই বা যারা ম্যানুয়ালি ফি সেট করা পেরা মনে করে তাদের কাছে উপকার হতো। ম্যানুয়ালি ফি সেটের সময় কি কি বিষয় মাথায় রাখতে হয়, সবসহ। আমি জানি আপনি গাইড টাইড বানান না, তারপরেও বলে রাখলাম বিষয়টা, যদি সময় পান আরকি। আমি নিজেও অটোমেটিক ফিই সবসময় ব্যবহার করি, ম্যানুয়াল নিয়ে ঘাটিনি কখনো।
আজকে রাতে দেয়ার চেষ্টা করব। আমি গাইড বানাই না এইটা ঠিক তবে আমি যাদের জন্য বানাবো তাদের যদি এইসবে আগ্রহ না থাকে, আমার প্রচেষ্টা তো বৃথা। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি। বাইদাওয়ে ভাই, আপনার ইনভেস্টের আপডেট কি? (নভেম্বর)
এখনো আমরা স্টেপ-১ শেষ করতে পারিনি। রিস্কি প্রজেক্টে বিনিয়োগ করলে হয়ত আরো আগেই স্টেপ ১ শেষ হয়ে যেত কিন্তু রিস্কি প্রজেক্ট আপনার পুরো বিনিয়োগ ধ্বংস করে দিতে পারে, সেটা মাথায় রেখেই একটা ফান্ডামেন্টালি ভালো প্রজেক্টে বিনিয়োগ করা। এইটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই বুলরানে যদি আমরা ৫/৬ টা স্টেপ শেষ করতে পারি তাহলেও বিশাল পাওনা আমাদের জন্য। বাকিটা আমরা পরবর্তী বুলরানেও টার্গেট করতে পারি।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Subbir
Full Member
Offline
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
|
|
November 27, 2023, 08:31:03 AM |
|
আজকে রাতে দেয়ার চেষ্টা করব। আমি গাইড বানাই না এইটা ঠিক তবে আমি যাদের জন্য বানাবো তাদের যদি এইসবে আগ্রহ না থাকে, আমার প্রচেষ্টা তো বৃথা। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি।
সত্যি কথা বলতে ভাই ইনভেস্ট করার ইচ্ছা আছে আপনার সাথে কিন্তু এই মুহুর্তে ইনভেস্ট করার মতো সামোর্থ নাই, এই কারনেই ইচ্ছে থাকা সত্যেও ইনভেস্ট করতে পরিনা। আপনি গাইড দেন সামনে থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
|
|
|
|
synchronym
|
|
November 27, 2023, 01:25:00 PM |
|
বিটকয়েন দিয়ে পারিবারিক ব্যবসায় সাহায্য এবং নিজের স্বপ্ন পূরণ করা
বিটকয়েন দিয়ে আমার স্বপ্ন পূরণ করা:
প্রথমে আপনাকে অনেক অভিনন্দন কারণ আপনি অনেক কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে বিটকয়েন থেকে অর্থ উপার্জন করেছেন এবং সে অর্থটা আপনি আপনার ফ্যামিলিকে সাহায্য করেছেন। প্রত্যেকটা মানুষ তখন জীবনের সাকসেসফুল হয় যখন তার ফ্যামিলিতে তার ইনকামের মাধ্যমে কিছু অর্থ বাবা মাকে সাহায্য করা যায় তখন নিজেকে অনেক গর্বিত মনে হয় অবশ্যই আপনি প্রশংসনীয় একটি কাজ করেছেন। প্রত্যেকটা ছেলেটি স্বপ্ন থাকে বাইক কেনার আপনি বিটকয়েনের মাধ্যমে আপনার নিজের স্বপ্নটাকে পূরণ করেছেন। যারা বিটকয়েনে কাজ করে বা আগামীতেও করার জন্য আগ্রহ প্রকাশ করবে অবশ্যই আপনার এই জীবনের গল্পটা শুনে তারা অনেক অনুপ্রাণিত হবে।
|
|
|
|
tjtonmoy
|
|
November 27, 2023, 04:03:42 PM |
|
বেশিরভাগ ওয়ালেটে ফি এস্টিমেশন সঠিক নয়। আপনি যদি অটোমেটিক ফি চুজ করেন, সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কিছু ফি দিবেন। যদিও ফি যখন কম থাকে তখন এইটা খুব একটা গায়ে লাগবে না। সাধারনত মিমপুল চেক করে ফি সেট করাই শ্রেয়। যারা ইলেকট্রাম ওয়ালেট নতুন ব্যবহার করে তাদের ক্ষেত্রে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি ইলেকট্রামে বিটকয়েনের ডেনোমিনেশ্ন কিভাবে ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে আপনাকে ফি কিংবা এমাউন্ট বসাতে হবে। অনেক সময় আমাদের ডিফল্ট ডেনোমিনেশন থাকে এম.বিটিসি যার কারনে আমরা প্রয়োজনের তুলনায় কম এমাউন্ট পাঠানো হয়, পক্ষান্তরে প্রয়োজনের তুলনায় অত্যধিক ফি দেয়া হয়ে যায়। জি ভাই এই বিষয় টা আমি খেয়াল করেছিলাম। সাধারনত অটোমেটিক ফি এর ক্ষেত্রে মিমপুল এর থেকে একটু বেশি ফিক্স করে দেয় তারাতারি কনফার্ম হওয়ার জন্য। এতে না ওয়ালেট কোম্পানির লাভ না আপনার লাভ। তারা তাদের ওয়ালেট কে ফাস্ট বলে দাবি করার জন্য বেশি ফি সিলেক্ট করে দেয়। যারা এটি বুঝেনা তারা ওইটাই ইউজ করে। আমি তো আগে সেই ভাবে বুঝতাম না যে ম্যানুয়ালি ফি সিলেক্ট করা যায়। ১৫ ডলার পাঠাইতে ৩ ডলার ফি দিয়েছিলাম এক সময়। ফি ওঠানামা কেনো করত এইটাও বুঝতাম না। এরপর মিমপুল এর কাহিনি থেকে বুঝতে পেরেছি। তবে আপনি যা বলেছেন, মিমপুল ফাকা থাকলে ওই পরিমান ফি গায়ে লাগে না। তবে যখন ফি বেশি/ মিমপুল এ ভীর বেশি, তখন নিজের মত ফি সেট করাটাই বেটার।
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
November 28, 2023, 02:41:00 AM |
|
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৩৯ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalk.org/index.php?topic=5475646
|
|
|
|
Z_MBFM
|
|
November 28, 2023, 04:14:51 AM |
|
এরকম অনেক মেধাবী এরকমভাবে নষ্ট হয়ে যায় তাদের মেধা
আসলেই কি তাই? মেধা কি দিয়ে যাচাই করেন? মেধাবীর মানদন্ড কি? উন্নত দেশগুলোতে মেধা যাচাই হয় তার স্কিল দিয়ে তার সাকসেস দিয়ে তবে বাংলাদেশে যাচাই হয় সার্টিফিকেট দিয়ে। কে কতটা নকল করে, প্রশ্নফাস করে পরিক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে। সারা বছর লেখাপড়া নাই আবার পয়েন্ট কম পেলে দেখবেন ডং এর শেষ নাই। এদিকে A+ পাওয়া ছাত্রদের যদি বলা হয় আমি A+ পেয়েছি এটা ইংরেজিতে বলো। এইটাই বলতে পারে না। এর জন্যই এ দেশে সার্টিফিকেট নিয়ে শুধু ঘুরতে হয় চাকরি পাওয়া যায় না। কারো মধ্যে কোনো স্কিল নাই তবে সার্টিফিকেটে সবার ভালো পয়েন্ট আছে। যার স্কিল আছে তাদের চাকরির অভাব হয় না। আর যারা শুধু সার্টিফিকেট নিয়ে বড়াই করে তারা বেকার হইয়া ঘুইরা বেড়ায় আর দোষ দেয় সরকারকে দোষ দেয় দেশের অবস্থাকে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ খুজে কোন সাবজেক্টের ডিমান্ড আছে, কোন ব্যবসার ডিমান্ড আছে কিংবা কোন সার্ভিসের ডিমান্ড আছে। অথচ, আমার মতে আপনি এমন ব্যবসা কিংবা সার্ভিস অফার করুন যেখানে আপনি ডিমান্ড ক্রিয়েট করবেন। অনলাইনে মানুষ খাবার অর্ডার করবে, এইটার ডিমান্ড আছে ভেবে যারা খাবার ডেলিভারি ব্যবসায় নামবে তারা সফল হবে না। যারা মানুষকে অনলাইনে খাবার অর্ডার দেয়া শিখিয়েছে তারা কিন্তু সফল, তারা এইখানে ডিমান্ড ক্রিয়েট করেছে। প্রকৃত মেধাবীরা কখনোই পিছিয়ে পরে না, আমাদের সমাজে তথাকথিত এ+ ধারীদের মেধাবী ভাবা হয় অথচ সার্টিফিকেট কখনো মেধার মানদন্ড হতে পারে না।
আমি আপনার সাথে একমত। যারা প্রকৃত মেধাবী তারা কখনই ডিমান্ডেবল দিকে খুজে না নিজেই একটা ডিমান্ড হয়। আর মেধাবীদের চাকরির পেছনে ছোটা লাগে না চাকরি তাদের পেছনে ছোটে। আমার এক পরিচিত বড় ভাই ছিলো সে এমন মেধাবি ছিলো যে HSC পাশ করার পর বলছিলো যে আমো Dhaka University তে ভর্তি হবে। সে অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে আপ্পলাই করে নাই অন্য ইউনিভার্সিটিতে ভর্তি পরিক্ষা দেয়নাই। সে শুধুমাত্র DU এর জন্য প্রিপারেশন দেয়। তার নিজের প্রতি এতো কনফিডেন্স ছিলো যে সে DU তে চান্স পায়। সেখান থেকে ভালো রেজাল্ট করে এখন সে অর্থ মন্ত্রণালয় চাকরি করে তার সিগনেচার ছাড়া কোনো বিল পাশ হয় না। সেও মানুষ আমরাও মানুষ সবাই মানুষ তাইলে সে এমন পারলে আমরা ক্যান ডিমান্ডের পেছনে দৌড়াবো? যে ডিমান্ডের পেছন পেছন দৌড়াবে সে কখনই ভালো কিছু করতে পারবে না। তার জীবন দৌড়ের উপরই থাকবে সারাজীবন
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Popkon6
|
|
November 28, 2023, 01:11:22 PM |
|
আজকে রাতে দেয়ার চেষ্টা করব। আমি গাইড বানাই না এইটা ঠিক তবে আমি যাদের জন্য বানাবো তাদের যদি এইসবে আগ্রহ না থাকে, আমার প্রচেষ্টা তো বৃথা। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি।
সত্যি কথা বলতে ভাই ইনভেস্ট করার ইচ্ছা আছে আপনার সাথে কিন্তু এই মুহুর্তে ইনভেস্ট করার মতো সামোর্থ নাই, এই কারনেই ইচ্ছে থাকা সত্যেও ইনভেস্ট করতে পরিনা। আপনি গাইড দেন সামনে থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিনিয়োগ করার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। কারণ একজন মানুষ পুরো সম্পদ দিয়ে সে বিনিয়োগ করে না, আস্তে আস্তে বিনিয়োগ করতে শিখুন। যেমন ব্যবহার করতে পারেন ডিসিএ (DCA) পদ্ধতি অনুসরণ করে আপনি দীর্ঘমেয়াদী ভাবে বিনিয়োগ করতে পারেন। আপনার যদি সম্পদ কম থাকে এবং আপনি আস্তে আস্তে প্রত্যেক সপ্তাহে অথবা মাসিক ভাবে আপনি ডিসিএ(DCA) পদ্ধতি অনুসরণ করে বিটকয়েন বিনিয়োগ করতে পারবেন। আপনি প্রত্যেক মাসে ১০০০ টাকা থেকে ২০০০ টাকা মধ্যে আপনি বিটকয়েনে দীর্ঘ মেয়াদী বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার ওয়ালেট অবশ্যই অনেক সম্পদ জড়ো হবে। @subbir আপনি Buy the DIP, and HODL! এই লিংকে প্রবেশ করে ডিসিএ (DCA) পদ্ধতিতে কিভাবে বিনিয়োগ করতে হয় তা সকল প্রকার তথ্য দেওয়া রয়েছে। এবং বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা এখানে পরামর্শ ও মতামত প্রকাশ করে তাদের থেকেও আপনি বিনিয়োগ করার কৌশল গুলো জানতে পারবেন।
|
|
|
|
Fuso.hp
|
|
November 28, 2023, 05:20:05 PM |
|
আজকে রাতে দেয়ার চেষ্টা করব। আমি গাইড বানাই না এইটা ঠিক তবে আমি যাদের জন্য বানাবো তাদের যদি এইসবে আগ্রহ না থাকে, আমার প্রচেষ্টা তো বৃথা। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি।
সত্যি কথা বলতে ভাই ইনভেস্ট করার ইচ্ছা আছে আপনার সাথে কিন্তু এই মুহুর্তে ইনভেস্ট করার মতো সামোর্থ নাই, এই কারনেই ইচ্ছে থাকা সত্যেও ইনভেস্ট করতে পরিনা। আপনি গাইড দেন সামনে থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ভাই আমাদের প্রধান সমস্যা, আমাদের বিনিয়োগ করার আগ্রহ আছে কিন্তু বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নাই। হয়তো এখন বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নাই কিন্তু ভবিষ্যতে অবশ্যই আপনার সময় আসবে এবং সেই সময় অবশ্যই আপনি বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ করতে অর্থ লাগে কিন্তু বিনিয়োগ সম্পর্কে শিখতে অর্থের প্রয়োজন হয় না এবং বিনিয়োগ করার পূর্বে আগে বিনিয়োগ সম্পর্কে শিখতে হয়। আপনি অর্থ হলে বিনিয়োগ করতে পারবেন তাই এই সময় টুকু অর্থ ম্যানেজ করার পাশাপাশি বিনিয়োগ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করুন। বিনিয়োগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্বল্প মেয়াদী বিনিয়োগ আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ। আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করেন তাহলে দীর্ঘ মেয়াদী বিনিয়োগ নিয়ে বেশ কিছু টপিক তৈরি করা আছে আপনি সেই টপিক এর মূল বিষয় এবং অন্যান্য মন্তব্য গুলো পড়তে পারেন আশা করছি আপনার বিনিয়োগ সম্পর্কে মোটামুটি ধারণার সৃষ্টি হবে।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
wtsimis
|
|
November 28, 2023, 08:49:24 PM |
|
আজকে রাতে দেয়ার চেষ্টা করব। আমি গাইড বানাই না এইটা ঠিক তবে আমি যাদের জন্য বানাবো তাদের যদি এইসবে আগ্রহ না থাকে, আমার প্রচেষ্টা তো বৃথা। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি।
সত্যি কথা বলতে ভাই ইনভেস্ট করার ইচ্ছা আছে আপনার সাথে কিন্তু এই মুহুর্তে ইনভেস্ট করার মতো সামোর্থ নাই, এই কারনেই ইচ্ছে থাকা সত্যেও ইনভেস্ট করতে পরিনা। আপনি গাইড দেন সামনে থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ভাই আমাদের প্রধান সমস্যা, আমাদের বিনিয়োগ করার আগ্রহ আছে কিন্তু বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নাই। হয়তো এখন বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নাই কিন্তু ভবিষ্যতে অবশ্যই আপনার সময় আসবে এবং সেই সময় অবশ্যই আপনি বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ করতে অর্থ লাগে কিন্তু বিনিয়োগ সম্পর্কে শিখতে অর্থের প্রয়োজন হয় না এবং বিনিয়োগ করার পূর্বে আগে বিনিয়োগ সম্পর্কে শিখতে হয়। আপনি অর্থ হলে বিনিয়োগ করতে পারবেন তাই এই সময় টুকু অর্থ ম্যানেজ করার পাশাপাশি বিনিয়োগ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করুন। বিনিয়োগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্বল্প মেয়াদী বিনিয়োগ আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ। আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করেন তাহলে দীর্ঘ মেয়াদী বিনিয়োগ নিয়ে বেশ কিছু টপিক তৈরি করা আছে আপনি সেই টপিক এর মূল বিষয় এবং অন্যান্য মন্তব্য গুলো পড়তে পারেন আশা করছি আপনার বিনিয়োগ সম্পর্কে মোটামুটি ধারণার সৃষ্টি হবে। দীর্ঘ অনেক মাস পরে অনলাইন এ আসলাম। ভাই যে কথাটা বলেছেন, আমাদের সবারই বিনিয়োগ করার ইচ্ছা আছে কিন্তু বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নেই। একেবারে খাঁটি একটা কথা বলেছেন ভাই। গত কয়েক মাস যাবত আমি অল্প অল্প বিনিয়োগ করেছি কিন্তু স্বল্প মেয়াদে বিনিয়োগ করেছিলাম। তেমন কোন প্রফিট করতে পারেনি। কেননা স্বল্প মেয়াদে বিনিয়োগে আমরা অল্প একটু প্রফিট দেখলে সেল করে দেই। পরে দেখা যায় আমি সেল করার পরে ওই টোকনের মূল্য আরও অনেক বৃদ্ধি পায়। আমাদের মত অল্প অর্থ সম্পন্ন লোকের দীর্ঘমেয়াদী বিনিয়োগ আসলে সম্ভব হয় না। আর সম্ভব হলেও সেটা আমাদের জন্য তেমন লাভজনক কিছু বয়ে আনে না। তার কারণ হচ্ছে দেখা গেল আমি বিনিয়োগ করার পরে ওই টোকেনের মূল্য আরো কমেছে কিন্তু আমার পরিবারজনিত সমস্যার জন্য এখনই টাকা লাগবে তখন বাধ্য হয়ে আমার মূল বিনিয়োগ থেকে অনেক লস করে টোকেন বিক্রি করে দিতে হয়। এই সমস্যাটা একের অধিক বার ফেস করেছি। ইনশাআল্লাহ মনের ভিতরে ইচ্ছা আছে কোন একদিন অনেক ডলার দিয়ে ট্রেড করব।
|
|
|
|
synchronym
|
|
November 29, 2023, 02:18:31 AM |
|
আজকে রাতে দেয়ার চেষ্টা করব। আমি গাইড বানাই না এইটা ঠিক তবে আমি যাদের জন্য বানাবো তাদের যদি এইসবে আগ্রহ না থাকে, আমার প্রচেষ্টা তো বৃথা। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি।
সত্যি কথা বলতে ভাই ইনভেস্ট করার ইচ্ছা আছে আপনার সাথে কিন্তু এই মুহুর্তে ইনভেস্ট করার মতো সামোর্থ নাই, এই কারনেই ইচ্ছে থাকা সত্যেও ইনভেস্ট করতে পরিনা। আপনি গাইড দেন সামনে থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ভাই আমাদের প্রধান সমস্যা, আমাদের বিনিয়োগ করার আগ্রহ আছে কিন্তু বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নাই। হয়তো এখন বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নাই কিন্তু ভবিষ্যতে অবশ্যই আপনার সময় আসবে এবং সেই সময় অবশ্যই আপনি বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ করতে অর্থ লাগে কিন্তু বিনিয়োগ সম্পর্কে শিখতে অর্থের প্রয়োজন হয় না এবং বিনিয়োগ করার পূর্বে আগে বিনিয়োগ সম্পর্কে শিখতে হয়। আপনি অর্থ হলে বিনিয়োগ করতে পারবেন তাই এই সময় টুকু অর্থ ম্যানেজ করার পাশাপাশি বিনিয়োগ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করুন। বিনিয়োগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্বল্প মেয়াদী বিনিয়োগ আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ। আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করেন তাহলে দীর্ঘ মেয়াদী বিনিয়োগ নিয়ে বেশ কিছু টপিক তৈরি করা আছে আপনি সেই টপিক এর মূল বিষয় এবং অন্যান্য মন্তব্য গুলো পড়তে পারেন আশা করছি আপনার বিনিয়োগ সম্পর্কে মোটামুটি ধারণার সৃষ্টি হবে। দীর্ঘ অনেক মাস পরে অনলাইন এ আসলাম। ভাই যে কথাটা বলেছেন, আমাদের সবারই বিনিয়োগ করার ইচ্ছা আছে কিন্তু বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নেই। একেবারে খাঁটি একটা কথা বলেছেন ভাই। গত কয়েক মাস যাবত আমি অল্প অল্প বিনিয়োগ করেছি কিন্তু স্বল্প মেয়াদে বিনিয়োগ করেছিলাম। তেমন কোন প্রফিট করতে পারেনি। কেননা স্বল্প মেয়াদে বিনিয়োগে আমরা অল্প একটু প্রফিট দেখলে সেল করে দেই। পরে দেখা যায় আমি সেল করার পরে ওই টোকনের মূল্য আরও অনেক বৃদ্ধি পায়। আমাদের মত অল্প অর্থ সম্পন্ন লোকের দীর্ঘমেয়াদী বিনিয়োগ আসলে সম্ভব হয় না। আর সম্ভব হলেও সেটা আমাদের জন্য তেমন লাভজনক কিছু বয়ে আনে না। তার কারণ হচ্ছে দেখা গেল আমি বিনিয়োগ করার পরে ওই টোকেনের মূল্য আরো কমেছে কিন্তু আমার পরিবারজনিত সমস্যার জন্য এখনই টাকা লাগবে তখন বাধ্য হয়ে আমার মূল বিনিয়োগ থেকে অনেক লস করে টোকেন বিক্রি করে দিতে হয়। এই সমস্যাটা একের অধিক বার ফেস করেছি। ইনশাআল্লাহ মনের ভিতরে ইচ্ছা আছে কোন একদিন অনেক ডলার দিয়ে ট্রেড করব। ভাই আপনি ঠিকই বলেছেন বিনিয়োগের ক্ষেত্রে সবচাইতে বড় সমস্যা হলো অর্থের সমস্যা। বিনিয়োগে যথেষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও অনেকেই অর্থের অভাবে তেমন একটা এগিয়ে যেতে পারছে না। বিনিয়োগ করার ক্ষেত্রে সবারই অর্থের সমস্যা দেখা দেয় কারো হয়তো বিনিয়োগে যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও অর্থের অভাবে ভালোভাবে বিনিয়োগ করতে পারছে না। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের অর্থটা যদি খুবই অল্প হয় তাহলে সেখান থেকে খুব একটা প্রফিট পাওয়া যায় না। অর্থ হচ্ছে বিনিয়োগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় । বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা। তাই আমাদের সকলেরই উচিত দীর্ঘমেয়াদ বিনিয়োগ করা। দীর্ঘমেয়াদ বিনিয়োগ না করলে তেমন একটা লাভবান হওয়া যায় না।
|
|
|
|
Bd officer
|
|
November 29, 2023, 04:02:11 AM Merited by fillippone (1) |
|
আজকে রাতে দেয়ার চেষ্টা করব। আমি গাইড বানাই না এইটা ঠিক তবে আমি যাদের জন্য বানাবো তাদের যদি এইসবে আগ্রহ না থাকে, আমার প্রচেষ্টা তো বৃথা। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি।
সত্যি কথা বলতে ভাই ইনভেস্ট করার ইচ্ছা আছে আপনার সাথে কিন্তু এই মুহুর্তে ইনভেস্ট করার মতো সামোর্থ নাই, এই কারনেই ইচ্ছে থাকা সত্যেও ইনভেস্ট করতে পরিনা। আপনি গাইড দেন সামনে থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ভাই আমাদের প্রধান সমস্যা, আমাদের বিনিয়োগ করার আগ্রহ আছে কিন্তু বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নাই। হয়তো এখন বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নাই কিন্তু ভবিষ্যতে অবশ্যই আপনার সময় আসবে এবং সেই সময় অবশ্যই আপনি বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ করতে অর্থ লাগে কিন্তু বিনিয়োগ সম্পর্কে শিখতে অর্থের প্রয়োজন হয় না এবং বিনিয়োগ করার পূর্বে আগে বিনিয়োগ সম্পর্কে শিখতে হয়। আপনি অর্থ হলে বিনিয়োগ করতে পারবেন তাই এই সময় টুকু অর্থ ম্যানেজ করার পাশাপাশি বিনিয়োগ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করুন। বিনিয়োগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্বল্প মেয়াদী বিনিয়োগ আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ। আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করেন তাহলে দীর্ঘ মেয়াদী বিনিয়োগ নিয়ে বেশ কিছু টপিক তৈরি করা আছে আপনি সেই টপিক এর মূল বিষয় এবং অন্যান্য মন্তব্য গুলো পড়তে পারেন আশা করছি আপনার বিনিয়োগ সম্পর্কে মোটামুটি ধারণার সৃষ্টি হবে। দীর্ঘ অনেক মাস পরে অনলাইন এ আসলাম। ভাই যে কথাটা বলেছেন, আমাদের সবারই বিনিয়োগ করার ইচ্ছা আছে কিন্তু বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নেই। একেবারে খাঁটি একটা কথা বলেছেন ভাই। গত কয়েক মাস যাবত আমি অল্প অল্প বিনিয়োগ করেছি কিন্তু স্বল্প মেয়াদে বিনিয়োগ করেছিলাম। তেমন কোন প্রফিট করতে পারেনি। কেননা স্বল্প মেয়াদে বিনিয়োগে আমরা অল্প একটু প্রফিট দেখলে সেল করে দেই। পরে দেখা যায় আমি সেল করার পরে ওই টোকনের মূল্য আরও অনেক বৃদ্ধি পায়। আমাদের মত অল্প অর্থ সম্পন্ন লোকের দীর্ঘমেয়াদী বিনিয়োগ আসলে সম্ভব হয় না। আর সম্ভব হলেও সেটা আমাদের জন্য তেমন লাভজনক কিছু বয়ে আনে না। তার কারণ হচ্ছে দেখা গেল আমি বিনিয়োগ করার পরে ওই টোকেনের মূল্য আরো কমেছে কিন্তু আমার পরিবারজনিত সমস্যার জন্য এখনই টাকা লাগবে তখন বাধ্য হয়ে আমার মূল বিনিয়োগ থেকে অনেক লস করে টোকেন বিক্রি করে দিতে হয়। এই সমস্যাটা একের অধিক বার ফেস করেছি। ইনশাআল্লাহ মনের ভিতরে ইচ্ছা আছে কোন একদিন অনেক ডলার দিয়ে ট্রেড করব। ভাই আপনি ঠিকই বলেছেন বিনিয়োগের ক্ষেত্রে সবচাইতে বড় সমস্যা হলো অর্থের সমস্যা। বিনিয়োগে যথেষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও অনেকেই অর্থের অভাবে তেমন একটা এগিয়ে যেতে পারছে না। বিনিয়োগ করার ক্ষেত্রে সবারই অর্থের সমস্যা দেখা দেয় কারো হয়তো বিনিয়োগে যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও অর্থের অভাবে ভালোভাবে বিনিয়োগ করতে পারছে না। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের অর্থটা যদি খুবই অল্প হয় তাহলে সেখান থেকে খুব একটা প্রফিট পাওয়া যায় না। অর্থ হচ্ছে বিনিয়োগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় । বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা। তাই আমাদের সকলেরই উচিত দীর্ঘমেয়াদ বিনিয়োগ করা। দীর্ঘমেয়াদ বিনিয়োগ না করলে তেমন একটা লাভবান হওয়া যায় না। আসলে বিশেষ করে যাদের কোন আয়ের উৎস নেই বা কোন চাকরি করে না তাদের ক্ষেত্রেই এইরকম পরিস্থিতি বেশি দেখা যায়। তাদের মনে আফসোস থাকে আমার যদি টাকা থাকতো আজকে বিটকয়েনে বিনিয়োগ করতে পারতাম। বিটকয়েন এমন একটি মুদ্রা যারা প্রথমে বিটকয়েন সম্পর্কে ধারনা পায় তারাই বিটকয়েনে বিনিয়োগ করার জন্য আগ্রহ বেড়ে যায়। গ্লোবালে কয়েকটি টপিকে অনেকেই মন্তব্য করেছে যে ""যা হারাতে পারবেন তাই বিনিয়োগ করুন""। তাই সর্বোপ্রথম আমাদের উচিত বিটকয়েনে বিনিয়োগ করার আগে অবশ্যই কোন আয়ের উৎস খুঁজে বের করা। এখন যদি কারো কোন আয়ের উৎস থাকে, যেমন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে মাসে ১২ হাজার বা তার থেকে বেশি বেতন পায়। তার জন্য বিনিয়োগ করা খুবই সহজ কারন সে যদি মাসে ১০ ডলার করেও বিনিয়োগ করে আস্তে আস্তে তার এমাউন্ট অনেক বড় হবে। গ্রামের দাদিরা বলে,, খুদ কুড়ালে বেল হয়,,। যাইহোক DCA পদ্ধতিতে অল্প অল্প পরিমান করে বিনিয়োগ করলে যদি দীর্ঘকয়েক বছর ধরে বিনিয়োগ করা যায়, তাহলে আস্তে আস্তে এমাউন্ট অনেক বড় হবে। তার জন্য দরকার ধৈর্য, তাড়াহুড়ো করা যাবে না ধৈর্য ধরে করতে হবে।
|
|
|
|
tjtonmoy
|
|
November 29, 2023, 09:14:22 AM |
|
আসলে বিশেষ করে যাদের কোন আয়ের উৎস নেই বা কোন চাকরি করে না তাদের ক্ষেত্রেই এইরকম পরিস্থিতি বেশি দেখা যায়। তাদের মনে আফসোস থাকে আমার যদি টাকা থাকতো আজকে বিটকয়েনে বিনিয়োগ করতে পারতাম। বিটকয়েন এমন একটি মুদ্রা যারা প্রথমে বিটকয়েন সম্পর্কে ধারনা পায় তারাই বিটকয়েনে বিনিয়োগ করার জন্য আগ্রহ বেড়ে যায়। গ্লোবালে কয়েকটি টপিকে অনেকেই মন্তব্য করেছে যে ""যা হারাতে পারবেন তাই বিনিয়োগ করুন""। তাই সর্বোপ্রথম আমাদের উচিত বিটকয়েনে বিনিয়োগ করার আগে অবশ্যই কোন আয়ের উৎস খুঁজে বের করা। এখন যদি কারো কোন আয়ের উৎস থাকে, যেমন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে মাসে ১২ হাজার বা তার থেকে বেশি বেতন পায়। তার জন্য বিনিয়োগ করা খুবই সহজ কারন সে যদি মাসে ১০ ডলার করেও বিনিয়োগ করে আস্তে আস্তে তার এমাউন্ট অনেক বড় হবে। গ্রামের দাদিরা বলে,, খুদ কুড়ালে বেল হয়,,। যাইহোক DCA পদ্ধতিতে অল্প অল্প পরিমান করে বিনিয়োগ করলে যদি দীর্ঘকয়েক বছর ধরে বিনিয়োগ করা যায়, তাহলে আস্তে আস্তে এমাউন্ট অনেক বড় হবে। তার জন্য দরকার ধৈর্য, তাড়াহুড়ো করা যাবে না ধৈর্য ধরে করতে হবে।
যারা টাকা হারাতে রাজী না, ইনভেস্টমেন্ট তাদের জন্য না। বিশেষ করে বিটকয়েন ইনভেস্টমেন্ট। ক্রিপ্টকারেন্সি মার্কেট এর ভবিষ্যত কি হবে কেউ বলতে পারবে না। আজ ১০০% পাম্প করতে পারে আবার সেই মার্কেট এর ভ্যালু শূন্য হয়ে যেতে পারে চোখের পলকে। শুধুমাত্র বিটকয়েন ইনভেস্টমেন্ট না, এইটা যে কোনো ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে প্রোযোজ্য। যা আপনি ইনভেস্ট করবেন তা হারালে আপানার জীবনে যেনো সেই রকম কোনো প্রভাব না পরে তা খেয়াল রাখতে হবে। কথায় আছে, টাকায় টাকা আনে। আমাদের টার্গেট হবে আগে বিভিন্ন জায়গা থেকে টাকা ইনকাম করা। কোনো কাজ ই ছোটো না। যেই কাজ আপনার মুখে খাবার তুলে দেয় সেই কাজ কে কখনও ছোটো করে দেখবেন না। Diversification is the key. শুধু মাত্র একটি কাজ নিয়ে পরে থাকলে হবে না। বিভন্ন উপায়ে ইনকাম করতে হবে। এর পর আপনি অতিরিক্ত টাকা দিয়ে বিভিন্ন ভাবে ইনভেস্ট করতে পারবেন। যা শুধু বিটকয়েন ইনভেস্ট এ সিমাবদ্ধ না।
|
|
|
|
Learn Bitcoin
|
|
November 29, 2023, 09:52:29 AM |
|
হেলো ভাই বোনেরা! আমি এখন অব্দি ২ টা পিজিপি টিউটোরিয়াল লিখেছি। এবং সেগুলো ছিলো লিন্যাক্স এবং উইন্ডোজ ব্যাবহারকারীদের জন্য। কিন্তু আমি ভাবছিলাম যে এন্ড্রয়েডের জন্য কোনো এ্যাপ্স আছে কি না। আমাদের বেশিরভাগ লোকাল মেম্বার রা এন্ড্রয়েড ব্যাবহার করে থাকেন। তো আজকে আপনাদের জন্য এন্ড্রয়েড এর জন্য টিউটোরিয়াল নিয়ে আসলাম।
Image source: primekey.com ➥ আরো পিজিপি টিউটোরিয়াল: ➥ ওপেন কি চেইন ইনষ্টল:Openkeychain একটা এন্ড্রয়েড এপ যেটা আপনি গুগল প্লে ষ্টোর এ পেয়ে যাবেন। সার্চ করতে পারেন অথবা এই লিংক থেকেও পেতে পারেন https://play.google.com/store/apps/details?id=org.sufficientlysecure.keychainএ্যাপ টি ইনষ্টল করার পর নিচের ধাপ গুলো ফলো করুন। ➥ কি জেনারেট:নিচের দেখানো ষ্টে গুলো ফলো করুন এবং ছবির ক্যাপশন গুলো দেখুন। | Create My Key তে ট্যাপ করুন | নাম লিখুন এবং Next এ ট্যাপ করুন | ইমেইল লিখুন এবং Next এ ট্যাপ করুন | |
| আপনার পাবলিক কি সার্ভারে আপলোড করতে চাইলে Publish on keyservers এ টিক চিহ্ন দিন এবং Create Key তে ট্যাপ করুন। | আপনার কি জেনারেট হচ্ছে | আপনার কি রেডি | |
আপনার পাবলিক দেখার জন্য, লক করা ক্লিপবোর্ড আইকনে ট্যাপ করুন, এতে করে আপনার পিজিপি পাবলিক কি কপি হবে। আমার ক্ষেত্রে, এটা হচ্ছে আমার পাবলিক কি যেটা আমি মিনিট খানেক আগে জেনারেট করেছি। -----BEGIN PGP PUBLIC KEY BLOCK-----
mQGNBGVUvDUBDACbMfY1mvnLKjp0M8t1PMqh6YBTF9sx9RPNpj+G9CLBrNalcc+2 bQRdFWJjxIEImSsKf4Khaen3rTNtkQ39bNG3qBEoBgOazrK0FEulW93P0BsqbpzT l1SkDfIAXEDTrHsJ2noTbZT7S1eKsNCpnrWUb1h8rmOtBiCcBcxtgDQ+WDMbYiqe /J8bNY0otjCoIcUJnSNIFbZuRvgA3ftqkGzFFy3JpcFb3PpiP7FGCwlRdIp2Z/gL gbhPb5gSrHebNADKIbfwo4zkTi1rWYiOyhhHxfe9hmYSqWdO2e7n4Ip6EDCPdip6 YE0tYgTEMpZS2MUzyhEzI3sdhc/tD/+ZA065MVbyD6jr7DrflLQEpvFKTxTFEucf 5/sj2fEoFi9DlXpZYaupnkQE4StmbfsqBo2HGLvuU1VVAswEbs03BNgnAf0aZs/G DLDdcOIeXM5kebj3OLjNUBNYyXfzhyjj1HHKPSN8V7gseBxjWvOjsiXY0xlzGOLt q2wny8/WbtaYPgsAEQEAAbQoTGVhcm5CaXRjb2luIDxsZWFybmJpdGNvaW5AdGVz dG1haWwuY29tPokBsAQTAQoAGgQLCQgHAhUKAhYBAhkBBYJlVLw1Ap4BApsDAAoJ EBMhjHliVQZM3Z0L/i7EhA7EQgDIk5DPj14sKJB0KQ4UU2IJeoJ3nZOSQcQoayzd dFPdCHzYPzv9eK8RxYONeLw1QWV81AB+KAiPxKwLN617J+o1lqpYfyMVW8MYWomr 0kfVR4L/6IyqJ2HI61+rFR1Vjdc0XkDMBRGKX0fIKRzoCD8JptzyP5vjI/QIa7LQ YiNWys7BWwFmZb9t8b+hyUc8sctURLo5IWYKzshWoXtKQUWEjTrF8JNaGe80AbPy XjlqZAdM9vk3l01MRVjQN26UH7LxO514737F9rU2qeLzMJRmIFZsh9vO0feEVYqr pPUSbSdzyW5+geuhPRKYA2P2+b5JBaMFm/sLUQiDUH/3yvGZ698Uy+hxPi7R8UH9 loqfkwFPGBba8G1SUkK2XXgbojEh9ge5G3zMQfxkzK1YDuSPUd2zhydxyVVYm53a kRhO27K0rqJBBcukOYRzSWC4ZV5Fp8c2zNC4DWSB0gfwKVUsORqdG3yp3Sl1f7Jj HAxk3iI3LRHLMtUmibkBjQRlVLw1AQwAzLEAPZmy/Jt4vRPI3+gshMJjIghAQecf OC6AG0n4ufGFR/u2AlTtRQ092tLPOUZVCoAxfWTNzeab/2viWpDGLi07u+0AqxAJ 6CMybBbeqbLTXLiSBU5kyrmd9fPLS/jhA55edeS6KUp/SVuNy2YqpuMidOf0z0V9 gbB/cGJvVkfn5ko7gZ+FYUKAbJsHUFvNBz6sf8Q4sBeOFu3E8e7Byo/aY7okDF0Y 4NrIuxLd7zNOwS7VxXtNrguUPGr26Vn0NY7FhZaoowP5QfrgYpOMKAt8MUwI58sr ucxiUVaFqArd1BkFYyPO9Au/2EYglVJ+jMrn2W4NN2JDA+ctMfoGKVm6X7Vqg61w dozcTRGa2JAmmE17LQbwl1yzFEMxnpuAJB8R9wg2/EYFCQC+/8CNEa8TR4Nf46dw h3+gBW6/vin2qG5a9HXr1I4f9cmC6Svqn6SzOHe0ImGy7xSoHtCv7b74ZNlxtYxM qd3IdeSSLKtYYZQXQQ2TslRQJHn+IrkLABEBAAGJAZ8EGAEKAAkFgmVUvDUCmwwA CgkQEyGMeWJVBkyGNgv8DqC/h/NVE9nD0Fc9fzmMyGCmHQZniDTRh4ZWjcgyGARl p8pH70GXExTTF0ML/DVwQlC362a9fF5WQlAHmhuaGywO4qUGR0QM3o3Ky6idzYex Wrh+1/WnupStadvcoSFOyDyDF+sKB4alCEGEq4Q1OPIZ3vTOuq8XKkr6H74tLo09 VAou05xvruLK6eCPVEdl7NkyzSNZbbm8QMErgAoUu0LWaKVrr0OYuFZHofGqEBRv WaI2X2JC9ldP2k5RwNGer3JPrGyZ5Ts/9LcJJqGHkcJoYZ04Aio10MemOflN3lUd SWdaNrYKdc5fmTqz3hZTdNTV3bhYN/NFfBKgZq2MKUa85rQnCVpBF38xlNPZpc7W w1nGvdqaQsEqAibMbPXIbR2m3YSwjoNeudQ13vIRkbT2H6tsymcrEMPU7gZHMFyk 6e4l8Rkb5keaxcE7eg04EyoCjgLbio9vAeUCYB1HutNBBoTCgja/zXJCR2j7Az0k 4EVqsclfu8pf60TmSlrC =rso3 -----END PGP PUBLIC KEY BLOCK----- ➥ সিক্রেট কি এক্সপোর্ট:সিক্রেট কি এক্সপোর্ট করার জন্য নিচের দেখানো ষ্টেপ গুলো ফলো করুন। | থ্রি ডট এ ট্যাপ করুন এবং Backup Key তে ট্যাপ করুন | I have written down thisbackup code এ ট্যাপ করুন এবং Save backup এ ট্যাপ করুন | ফাইলটি আপনার মোবাইলে সেভ করুন | |
অবশ্যই আপনার ব্যাক আপ কি লিখে রাখুন। পরবর্তীতে তে এটা অন্য ডিভাইসে ইম্পোর্ট করার সময় লাগবে।
➥ এনক্রিপ্টেড মেসেজ পাঠানো:কাউকে এনক্রিপ্টেড মেসেজ পাঠাতে হলে আপনাকে সেই ব্যাক্তির পাবলিক কি সংগ্রহ করতে হবে। এবং সেটা আপনার ডিভাইসে ইমপোর্ট করতে হবে যেনো আপনি তাকে মেসেজ পাঠাতে পারনে। কারো পাবলিক কি ইম্পোর্ট করতে হলে প্রথমে তার পাবলিক কি কপি করুন। আমার ক্ষেত্রে আমি আমার অন্য একটা টেষ্ট পাবলিক কি কপি করলাম। কপি করার পর নিচের দেখনো ষ্টেপ গুলো ফলো করুন। | + আইকনে ট্যাপ করুন এবং Import from file এ ট্যাপ করুন | থ্রি ডট এ ট্যাপ করুন এবং Read from clipboard এ ট্যাপ করুন | Import এ ট্যাপ করুন | |
এখন আপনার রিসিভার এড করা হয়ে গেছে। এবার মেসেজ সেন্ড করা যাক!বাম পাশে ৩ লাইনে ট্যাপ করুন এবং নিচের ষ্টেপ গুলো ফলো করুন। | Encrypt/Decrypt এ ট্যাপ করুন | Encrypt Text এ ট্যাপ করুন | Encrypt এ ট্যাপ করুন এবং যে রিসিভার এড করেছিলে তার নাম লিখুন। | |
এবার আপনার মেসেজ লিখুন, এবং শেষে, ওপরে ডান পাশের লক করা ক্লিপবোর্ড আইকনে ট্যাপ করুন। এতে করে আনার মেসেজ এনক্রিপ্টেড হয়ে যাবে এবং আপনার ক্লিপবোর্ড এ এড হয়ে যাবে। এবার এটা যে কোনো যায়গায় পেষ্ট করে দেখুন। দেখুন এটা আমার; -----BEGIN PGP MESSAGE-----
hQGMA01VYPjWVnQkAQwArWsqENxsVrwd0U2Y0TR+5ODURn3WKT+cZJv8hO8MAKL8 yER5Y1ULQ4/zsGqZqHx/3yjaArV/OmvKLfcYRwKMMnppUwrs0+mHWlQupfo+1aO9 tL9yDxO7urmAp7uttDV5N2vDRGQhyWUo5tDo3WDg1sParCD+oDUxPovy6Nnp+/kd d13XQWpZYnUssn3hAtWvYtFpuHeqSbD6kBiyGqrMd1YKSGWe/B/aat4iwq0bVuUH qsZkT7kX5gbEv50/MAjs2N7k8AAQZBIapOA3yPF2GXREuF5n9MkQmr/O6x8lC7cS K8IbtsLWk+tEE9mJUMQifXJEMNJPnkgEEVVaDClD5ulfW/X766nWoW53U27ge4nG CljJfAx4cRpy0mEB6io0zi7ME4n7MvFd+1p0UBo76XUkAh8uJl7zx9KId5hqZSnF FVkS3uuG4/IFk8I+ExE/nJQloJO0fOb8sFNlXWbxPsPMUaFRtzP4FcAzDghGp894 dH59WmYEJuhhAO4XQw9o0sFZAZ0+lQkQg5c9T7xzXVD8tum1YLIHPJ51+soLO3uO nQSdv3ui8bUpLDPi+GneELaPkmqWfbKV2kkUpcMmDofQjwwEG+6HEa5xPn7YcvkG rFrCAFv/rV6wx3Q7yDNgv2Ecnl6NZhwGkZ/UvnxjQfEXmiQJb2DYUwIuT0kARGGg dRRCmVKZckNvtZiu4yjt3VYdZJSSOdJxLjzjSHKKYtyQdWJBkL3s8TMFI5mccuBZ hNAEWVO9k37Watjb6FfblS40KmjpkIEvZIdq1GTDeT/wv175CdXX20yTaxjGngw+ MZgh5qzWAgfJCge6ZBN1TLeL0Ia0JUHQFpeC4JspXwXr/BwW7Qsi7/Lke6IrAZ9k 0RmNB8iW6XHNyPccZh1Neh0PtcWlAZwWx9N7M8NJIkZQHZGiwj/jWEIvSqpoOr4p L90QecA9FCN+2UAQay3vNax8sZ1BdMJNAaUwEi9s1iX5QKL2SfM3a/WoCweOrUm8 IJ/vnhKQd2Mc0HxR6MXLh29dEtvuD2DfIWfFddhIgDIcImZ42d6l0mrHNFRMZbHL JM+A0fLp2S9Bnfs2Qp2K4fkFEyWeEUrA+QtSl+bNIiiVIRwYunojel4EM7f42zH2 DlZ921odaxSGOFtY+/gIT86XHcz6H8In0Gy0Y8DhdzR3tHeq0MtzAS7utDkJ3Hzi p3JB1+sQN6NDBODWMODtvdNx7wqpaQ6FS94D =j5Os -----END PGP MESSAGE----- আমরা মেষে চলে আসছি। একটা জিনিস দেখাইনি যে কিভাবে মেসেজ ডিক্রিপ্ট করবেন। আমার মনে হয় সবাই এটা পারবেন। প্রথমে মেসেজ টি কপি করবেন>> বাম পাশের ৩ লাইনে ট্যাপ করবেন>> Encrypt/Decrypt এ ট্যাপ করবেন>> Read from Clipboard এ ট্যাপ করবেন এবং বুম!!! পড়ার জন্য ধন্যবাদ!
|
|
|
|
cryptoWODL
|
হেলো ভাই বোনেরা! আমি এখন অব্দি ২ টা পিজিপি টিউটোরিয়াল লিখেছি। এবং সেগুলো ছিলো লিন্যাক্স এবং উইন্ডোজ ব্যাবহারকারীদের জন্য। কিন্তু আমি ভাবছিলাম যে এন্ড্রয়েডের জন্য কোনো এ্যাপ্স আছে কি না। আমাদের বেশিরভাগ লোকাল মেম্বার রা এন্ড্রয়েড ব্যাবহার করে থাকেন। তো আজকে আপনাদের জন্য এন্ড্রয়েড এর জন্য টিউটোরিয়াল নিয়ে আসলাম।
Image source: primekey.com
অসংখ্য ধন্যবাদ ভাই, নতুন একটি জিনিস শিখলাম। যাদের পিজিপি নিয়ে সংশয় বা ডাউট ছিল তারা হয়তো আজকে এই পোস্ট করে সবকিছু শিখতে পারবে পিজিপি সম্পর্কে।আপনি এটা ইংরেজিতে পোস্ট করেছিলেন সেটা পরে আমি শুধু পাবলিক কে বের করতে পেরেছিলাম কিন্তু কিভাবে মেসেজ করতে হয় সেটা শিখতে পারছিলাম না কিন্তু আজকে আপনার এই পোস্ট দেখে সেটাও শিখে নিয়েছি এবং আপনাকে আমি মেসেজও করেছি ভাই। যদি সঠিক হয় তাহলে বলবেন আর যদি ভুল হয় ভাই তাহলে একটু শুধরে দেওয়ার চেষ্টা করবেন। এইটা আমার পাবলিক কে -----BEGIN PGP PUBLIC KEY BLOCK-----
mQGNBGVVo1sBDAC790bVrrvzAFPnVUBPhF2TL6NBr0m68yx7ywf5eKJpVj6HNpfY OTtQtIjFFjwxdXS7vPVP1VTR0I0m4G0vn47niREIYOrjPiIdkmrN3ho3zq3Uy27Y PMM/u2ksNy8mRcmA2xB/coWZJNqdaSwJGTfHHe9Tf3Q4ZqJlUXebsE5489IkNHpi I7S9qMbgXrg7IpvdirULVL5pUCQ3Px5RyzMqWPTjx+3n/vibO2xhGarqVrbAgbTz YZpU5DevZFii0CT3PaAcS+5m680L+D9IZsJzXggATiVJ80REOFsPXQbzeKTAzxmW 2u1vue3VM2lvnMB0BO6wt9FrJn8KQt++03286rZA03AfMRont3MU3YautpEo5epp d+sWnaKZdQqQvv1mKTJO0V3B/0dkr5uclZuTbTC1jYD7d+wPD1NtRrn7/9GY8LVL OoO5fxj2NNRBaN8VmlMC3gkUmpPMxIG6EcUrizosWE1l7h42mSVA1ey99TiD1Tha aQX21vn2uAWYuEkAEQEAAbQlY3J5cHRvV09ETCA8bWluZGJsb3dpbmc3MzhAZ21h aWwuY29tPokBsAQTAQoAGgQLCQgHAhUKAhYBAhkBBYJlVaNbAp4BApsDAAoJEEDH aMgj+B9dgy4L/jNMw6HgmsqJHHg2osXVXZx5G+xCcHM715wqOqqmQ9Xcg8H6W1zT MZ86pS12UjDaSpUY1eqrnT6VN0L17iyLaCgtX3WpiCfwpnbosnguKipJsnjOQSDM jaGhOIqR3b0Em7eDlLtq65krBn+xz4wUH3tWOrrFk4C7mztLZbJIpIR8eo2zmVeC 1wEJWz3RWDP60/bjj40/2QJav/7s5DeKO0N56bKXvSeGy14Wi/dVdIDQSl9iUqh0 34MeCmb82avQqIOWa8irGkz2W0aXMwP/t8iBj5yo9QSKsgqhsDgi0d1kUFT6aJbR zQRUxvsP8WP31ue49sEQsreK51i5apE4UHudvybjQprU1AmRZ9QfLzJxFZ1FxKzM eU38Ui2ZJ2UxORMAgDQcytnAx3my2SLjuQ7NYwJq+a4QOm471efD7o4DVIUGJqzl bRJtpuwYzTvFWjXx9AYXNTiT6rTXWFfwSgQlEakz8MtyuxCpZ1nhK5vUSwCUi1ZE /Z2lDsYl9COM2LkBjQRlVaNbAQwAveMEG80WvKlyodoIQgGL2Z5SlITo5P2g3VQ0 C0gbQPX6AjapGYNwGyF1+I2zAkkKUQdUbV92K+GDKgwFWkaiKWoMbWo8LzTkm9X+ gcKsK3rpPN0EhoVp59dKvwV+S/eP4G09OxHg9oTSl2nPpeAfmkccn+3bYSTViafc 936bRvHCKVC9wgAJODZRSxtbKkwqUcfrRDstQ14YK2YMCrxyDEG8x97O1cBvotTz 8awl5vjDcTKY/wd3RYvbNDIMoI+hCako8Jne3hNnM0bw/LwKXZVMNXzesg40NWig GgQ9eC9W3uJTdMmbmQU9tjVHHpL2P7hAIRaObanPU86VOJzY0iYcm2J3v7Pp8jBA DWcU89pogyFioLjx61oQC3xN6cS8OZeZZrLXnPi7QBkAqN+q66FKB/kA1v0WCfh8 vZ56rVXdaAwaoFwNrDgq9+kHSqvYcPBNZaodJQfZrIcMgHqB/shQ0otqU9IklZ0p sRgxypNNKtVacAv1Yiz6ryLN0EovABEBAAGJAbYEGAEKAAkFgmVVo1sCmwwAIQkQ QMdoyCP4H10WIQST1gR9OYalHua+MNpAx2jII/gfXUIDC/wLG1rIdNYUqUk4I1EK q4SDk7jAVwvIiNG0CTkP5asmsyNMAej0lHYgGwVZsOY5GTB8s72lLSsNdPfwEElZ 8HrHPbCyi95F9cX4G/2Bvme2zrFIOBy1r+S/5he3F+6hCD7TytkQ/H81+NYOcplt 2Xx9teVNHahmHqZis4k+zSodCTFbqUFlu8zzeXHxftJp0uTO5l/dAjuS6TNcyR/0 LcyXNSfl11OUT3TbkY6zbXdHAhSfHUCWZwINrxQ1zXTPPZfWBwZ5MU8EViP9bSw7 UlrxuQudSBCQNtr4Pv1TfxcDS2VnfKqhIt6I7Bsh0n05uS8/XKHSdwI5ky66t3r+ 7D8mO1vH6Iei+dwl2UDsN5X5ciCRh5UD2G6NlrJy6RPe9fGQ/CwmfRLLZcA+ip0e REK3o2jp+DHYU5lWJm4aYD+Csw+gynQHGdOdZCZ+Aebdvu7WGe3pNaZLmJfcH6fN xkrmyMQXlcw1r9+ppVBA1ZN4Ad5OO5WkSObvkNnC2aRTU2k= =YnAT -----END PGP PUBLIC KEY BLOCK-----
আপনাকে পাঠানো আমার মেসেজ। -----BEGIN PGP MESSAGE-----
hQGMA01VYPjWVnQkAQv/ZWEzes5+M9ozxdTWPQbYP9wKlUmRokzEsfSvtj7J7QOq mV7KmkgCr1vhZI1dunLh/WcAwkAIwmfz/84p8vTjtsDJt8/I8IYngZUfKcnPfrpD onwIaNIDyZZMLHLxwWHd9jwWupYMwnZ7x91BiEKeWGRSbQ/RUD/hE/bnF9Mmx57c qlC1XxWJQXt/39UFqXgx5q64v80r2lmDzg5XXtKLjWI9SHau/HQmKhAWL5Zpq/2p 5mOFb9UzmVIK0tTGQnNdLm2j7U0UuCteXF98iGwZcIidzEmKUBj50VrJwMGjloRw NAJ23niKgcJ6LKKYaRx9UOQcrNPK5GJZtx1LtgmaKIbvVUckIac76eS3F78UoD9U OM9qFV9guRjAs4FQVMFwcCScvXceIzdNbVnPUHGAUltcY/FxruuLeWR8HCyLEPZ+ BopXr6CPM7tKjMnkMt81x1SmU/XwVJghQUuUzvByIEkOJjbvCKlr8YLGWoNgPpyl VEcXWpUetZAdR3jw0E3ihQGMA/kS0UhjiRgjAQv+L2JnOkD65WvXjrX3gFT6YpgN Z2MwA/pwVCBW1lwVw7uAXWc8T0BXRYLU5YVUOwf6bg9dE4ld7a9xF50KODmqu7Oc v2U4HQh3SBbYsZk1Ix9I0Ynidvn7oqDAfZW8yBZEQBViu9vTDgXB5goA8XOehAgV ytlHWbBHBcOHpoj+GfB/A8L0dwJoRho3y1lvSsrWmT6MpTJVy9Z2BzSt931670iq S70FZzVf+B8afDJG2s1k+8wqBoPd/yVT12hR/Chq2Q8hSI2k/n+w+FLGuHMvlxdD NGBV/1xVgGgHrjUJv+OHe7AOuf1Z46GVAjNAmHZoLnZ+vEAPU6NnZwBk6NFckivZ 1WThvMfvBkczgrdW2WDjkX5OU9t37ms79Cdfuu7t0ESCjpaISMSUDKehf+4eHmsM CeAiGzOiHFSVgRC81XNhrXWP3dJVJu5+MDg/kCiAcYUGU60VRhTFPDIcrTwWPSs4 O8l4qqkY6YedxLFHqGQ2YqgAFUIewQGkEXoKLEDe0sFcASttTdpbsBsdCysNZtfS sCvCw4DoAQPosHRH4NPlaXMzoJHakxgQoxYjzaZIHd3HoxNepkaOvjmKw96e9Vlf XP29VuMSLdQ0f1uDFvOO0n8dVkIukcdd+An86789/JLSqntCDe1CMIjFcNG4KpTB o3sBFrygihqKEyTSYc6QOS4TqBzIlnMLhNhVg/MXAy7I/r+Z0Wg7UBb+2RJlghOA CceiJkKuiXZpNA8/caJnFEL2HhmpmUhwlFpHvDtsHVJsqw79Xfc79InQ9aVwtkv4 FWXGCTXudj8ejioArPVYw2ZsrZvETvgEH+aEamXSSMcwDmL4Dc3hmRqhr/xD02JF QegkyOb3DWBy+dWwIKGvWL80D1gufuqkhGLQhyB3YHufJXJJSNk2sqMk0iC1q1gD 4s7q3jvkv6RS6vv8mGXGXxK8FJ2cnqPxG2hB6z1a/PMWtmA4C74yLgeHbKOa8Blc N07Iobq1tO+/3WO8PQSFm65iPVWR8+SnsVMIuZiZXDCUWxWCr43S0lI2kC5UiNoO EIDbSzssRIsN/AZw5ghcLb6de8OoV/6u9tZVcNt7W1d4afPh65csqGY+EiAQcEsR SodKbDR2x4A3grtHGYHXRb0ZF4SLR/6ED9/6Sqk+bpW86yzYkQZmuVVVWu4RqrcX EXJf+zXjwBM8ANoCdI8T8RHjb9hW3qzYdNOdyMh7WHqUrbqBYJvW4mCeMlvY =3/8+ -----END PGP MESSAGE-----
|
| | . Duelbits | │ | | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | █████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ █████ | ██████████████████████████████████████████████████████ . PLAY NOW . ██████████████████████████████████████████████████████ | █████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ █████ | |
|
|
|
synchronym
|
|
November 29, 2023, 12:36:46 PM |
|
পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন ট্রফির আসর? মূলত ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণেই সিদ্ধান্ত হতে পারে। রাজনীতি উত্তেজনায় ভারত সরকার তাদের ক্রিকেটারদেরকে পাকিস্তান সফর প্রায় নিষেধ করে দিয়েছে। সে কারণেই আমরা সবাই দেখেছে এশিয়া কাপের কয়েকটা ম্যাচে পাকিস্তানের আয়োজক ছিল সেখানে ভারতের ক্রিকেট টিম কাউকে দেখা যায়নি।এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের পিসিবি জানিয়েছে ২০২৩ এশিয়া কাপ খেলতে যেমন ভারত পাকিস্তানের যায়নি একই ভাবে যদি চ্যাম্পিয়নশিপ খেলতে না যায় তাহলে ভারতকে এর মূল্য দিতে হবে। ভারতের বিভিন্ন টকশো বা গণমাধ্যমের দাবি 2025 সালের চ্যাম্পিয়নশিপ এর অন্য কোন দেশ আয়োজক হতে পারে। আয়োজক হিসাবে তারা দেখছে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের ভেনুতে হতে পারে। শেষ পর্যন্ত দেখা যাক ভারত টিম ২০২৫ এর চ্যাম্পিয়নশিপ এর ভেন্যু পরিবর্তন করতে পারে কিনা। না তাদের বাধ্য হয়ে পাকিস্তানের খেলতে যেতে হয়?
|
|
|
|
Bd officer
|
|
November 29, 2023, 12:55:48 PM |
|
➥ ওপেন কি চেইন ইনষ্টল:
Openkeychain একটা এন্ড্রয়েড এপ যেটা আপনি গুগল প্লে ষ্টোর এ পেয়ে যাবেন। সার্চ করতে পারেন অথবা এই লিংক থেকেও পেতে পারেন
ভাই এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনার দেওয়া লিংক থেকে এপটি ডাউনলোড করেছি। আজকে সময় না পাওয়ায় আগামীকাল ট্রাই করবো।
পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন ট্রফির আসর? মূলত ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণেই সিদ্ধান্ত হতে পারে। রাজনীতি উত্তেজনায় ভারত সরকার তাদের ক্রিকেটারদেরকে পাকিস্তান সফর প্রায় নিষেধ করে দিয়েছে। সে কারণেই আমরা সবাই দেখেছে এশিয়া কাপের কয়েকটা ম্যাচে পাকিস্তানের আয়োজক ছিল সেখানে ভারতের ক্রিকেট টিম কাউকে দেখা যায়নি।এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের পিসিবি জানিয়েছে ২০২৩ এশিয়া কাপ খেলতে যেমন ভারত পাকিস্তানের যায়নি একই ভাবে যদি চ্যাম্পিয়নশিপ খেলতে না যায় তাহলে ভারতকে এর মূল্য দিতে হবে। ভারতের বিভিন্ন টকশো বা গণমাধ্যমের দাবি 2025 সালের চ্যাম্পিয়নশিপ এর অন্য কোন দেশ আয়োজক হতে পারে। আয়োজক হিসাবে তারা দেখছে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের ভেনুতে হতে পারে। শেষ পর্যন্ত দেখা যাক ভারত টিম ২০২৫ এর চ্যাম্পিয়নশিপ এর ভেন্যু পরিবর্তন করতে পারে কিনা। না তাদের বাধ্য হয়ে পাকিস্তানের খেলতে যেতে হয়?
আসলে আমি একটা বিষয়ে বুঝি না, যখন এশিয়া কাপ হলো তখন ভারত পাকিস্তানে গেল না। ভারতের যতগুলি ম্যাচ ছিল সবগুলি ম্যাচ শ্রীলঙ্কায় হয়েছে। কিন্তু বিশ্বকাপে ভারত মাঠে খেলার জন্য দ্বিমত করেছিলেন পাকিস্তান টিম, কিন্তু আমরা দেখলাম ভারতের মাঠে পাকিস্তান সবগুলো ম্যাচই খেলেছে। পাকিস্তান যদি ভারতে মাটিতে খেলতে পারে তাহলে ভারত কেন পাকিস্তানের মাটিতে খেলবে না?
|
|
|
|
Shishir99
|
|
November 29, 2023, 02:12:23 PM |
|
আসলে আমি একটা বিষয়ে বুঝি না, যখন এশিয়া কাপ হলো তখন ভারত পাকিস্তানে গেল না। ভারতের যতগুলি ম্যাচ ছিল সবগুলি ম্যাচ শ্রীলঙ্কায় হয়েছে। কিন্তু বিশ্বকাপে ভারত মাঠে খেলার জন্য দ্বিমত করেছিলেন পাকিস্তান টিম, কিন্তু আমরা দেখলাম ভারতের মাঠে পাকিস্তান সবগুলো ম্যাচই খেলেছে। পাকিস্তান যদি ভারতে মাটিতে খেলতে পারে তাহলে ভারত কেন পাকিস্তানের মাটিতে খেলবে না?
হিসাব টা একদম সোজা। জোর যার, মুল্লুক তার। পাকিস্তান ক্রিকেট বোর্ড এর তুলনায় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অনেক বেশি প্রভাবশালী। মূলত আইসিসি ইভেন্ট এর সিংহভাগ ডিসিশনে ইন্ডিয়ার প্রভাব অনেক বেশি। তারা যদি বলে আমরা পাকিস্তান যাবো না, সেখানে তারা যাবেই না। এবার আইসিসির যদি ক্ষমতা থাকে, তাহলে তারা ভারতকে ছাড়া ইভেন্ট আয়োজন করুক। আইসিসি কখনোই ভারত কে ছাড়া টুর্নামেন্ট আয়োজন করবে না। কারন ভারতের মতো একটা দেশে যে পরিমান ক্রিকেট এর বাজার আছে, আইসিসি সেটা কোনো ভাবেই মিস করতে চাইবে না। পাকিস্তানে সেই বাজার অনেক কম। সুতরাং পাকিস্তান বাধ্য হয়ে ভারতে গিয়ে খেলেছে। কিন্তু ভারত যদি পাকিস্তানে না যায়, আইসিসির কিছুই করার নেই। আবারা তারা ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন ও করবে না।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
HelliumZ
|
|
November 29, 2023, 02:31:35 PM |
|
আসলে আমি একটা বিষয়ে বুঝি না, যখন এশিয়া কাপ হলো তখন ভারত পাকিস্তানে গেল না। ভারতের যতগুলি ম্যাচ ছিল সবগুলি ম্যাচ শ্রীলঙ্কায় হয়েছে। কিন্তু বিশ্বকাপে ভারত মাঠে খেলার জন্য দ্বিমত করেছিলেন পাকিস্তান টিম, কিন্তু আমরা দেখলাম ভারতের মাঠে পাকিস্তান সবগুলো ম্যাচই খেলেছে। পাকিস্তান যদি ভারতে মাটিতে খেলতে পারে তাহলে ভারত কেন পাকিস্তানের মাটিতে খেলবে না?
আপনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার একটি ম্যাচে শিখর ধাওয়ান একটি ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারির সাথে পা লেগে সীমানায় যে ফোমের ব্যারিকেট লাগানো থাকে সেটা প্রায় আধা ফিটের মত সরে যাওয়া সত্ত্বেও ওই ক্যাচটি আউট দিয়ে দেয় অথচ রিপিট করে দেখানো হলেও সেটাকে আর ছয় না দিয়েই আউট দেওয়া হয়। তখন icc এই বিতর্কিত আউট কে ইন্ডিয়ার পক্ষেই সাফাই গিয়েছিল। এর মানে হচ্ছে ইন্ডিয়া ক্রিকেটে যাই করুক না কেন এর প্রতিবাদ করার মত কোন শক্তি আপাতত ক্রিকেটে নেই। এবারের বিশ্বকাপে আপনারা অনেক বৈষম্যই দেখেছেন কিন্তু প্রতিবাদ করতে কাউকে কি দেখেছেন? ক্রিকেটে ইন্ডিয়া যেটা করবে সেটা প্রতিবাদ করলে আইসিসি থেকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আপাতত ইন্ডিয়াই শীর্ষে থেকে আইসিসি নিয়ন্ত্রণ করুক এটাই আইসিসি চায়। তাই পাকিস্তানের মতো একা বিদ্রোহ করে আইসিসির কোন নিয়মের পরিবর্তন করতে পারবে না কেননা আইসিসির ৭০% খরচ ইন্ডিয়া বহন করে থাকে। আমরা দাদা-দাদির মুখ থেকে একটি প্রবাদ শুনে থাকি যে যে গরু বেশি দুধ দেয় সেগরুর লাথিও ভালো লাগে।
|
|
|
|
|
HelliumZ
|
|
November 30, 2023, 03:11:42 AM |
|
সিনবাদ মিক্সার সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছে এ ঘটনাটা ঠিক এবং এটাও ঠিক যে আমাদের ফোরামের স্বনামধন্য সিগনেচার ম্যানেজার ইতিমধ্যে সকল ইউজারকে যারা সিনবাদ মিক্সচারে সিগনেচার করেছে তাদের সিগনেচার রিমুভ করার জন্যও বলেছেন। তবে মিক্সার গুলো এরকমই হয় বেশ কয়েকদিন চলার পর হঠাৎ করে সরকার দ্বারা পাকড়াও হয়ে বন্ধ হয়ে যায়। আর বন্ধ হওয়ার জন্য একমাত্র কারণ হলো হিউজ পরিমানে মানি লন্ড্রারিং। মিক্সার সম্পূর্ণ গোপনীয় হওয়ায় সবচেয়ে বেশি মানি লন্ড্রারিং হয় যার কারণে অতীতেও ChipMixer, Whirlwind Money সহ আরো কয়েকটি মিক্সার বন্ধ হয়েছে এবং সরকার দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছে।
|
|
|
|
|