Negotiation
|
|
January 11, 2024, 03:59:01 AM |
|
----
যদি এক সরকার দেশ ১০০ বছর শাসন করে, তাতেও আমার সমস্যা নাই। আমার সমস্যা অন্য যায়গায়। জনগনের বাক স্বাধীনতা দিতে হবে। কিন্তু সেটা বাংলাদেশে নাই বললেই চলে। আপনি সরকারের বিরুদ্ধে কিছু বলতেই পারবেন না। নির্বাচনের ২ থেকে ৩ দিন আগে আমার এক চাচা মার্কেটে গিয়ে দোকানের লোকজন কে বলতেছে এখানে কিসের ট্রাকের আলাপ চলে? ট্রাকের কোনো আলাপ চলবে না, শুধু নৌকার আলাপ করতে পারবি। আমি সেখানে ছিলাম না। এভাবে মানুষের মুখ যারা বন্ধ করে রাখতে চায়, তারা কিভাবে জনগনের প্রতিনিধি হতে পারে? ইউনিয়ন অফিসে একটা কাগজের জন্য গেলে প্রত্যেকটা মানুষ হয়রানি হয়। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ যেনো মানুষের কাছে আতংকের নাম হয়ে গেছে। অফিসে গেলে একই কথা, সার্ভার নাই। অথচ গ্রাম পুলিশের কাছে ৫০০ টাকা ধরিয়ে দিতে ২ দিনের মধ্যে সব ঠিক হয়ে যায়। বিদ্যুৎ নিয়ে দুইদিন পর পর নাটক হয়। বাজারে নিত্যপন্যের দাম আকাশচুম্বী। আরো কতো শত সমস্যা। আমি আগেই বলেছি যে, আমরা সাধারন মানুষ সরকারের কাছে ভাত কাপড় চাই না। আমরা চাই একটু শান্তি। আমাদের ন্যায্য অধিকার। কিন্তু নিকট ভবিষ্যতেও এই দেশের মানুষ তার অধিকার পাবে না। ২০২১ সালে অনলাইনে বুস্টিং এর জন্যে পাসপোর্ট করতে জেয়ে প্রতিটা ধাপে ধাপে হয়রানির শিকার হইছিলাম, আমার এন আই ডি কার্ডে নাম একটু ভুল ছিলো এই জন্যে জন্ম বিবন্ধন করা লাগছিলো, এটা করতে ৩দিন ঘুরাইছিলো। পরে ১হাজার টাকা দিসিলাম এক দিনেই হয়ে গেছিলো। এন আই ডি সংশধন করতে বলেছিলো ৩মাসের আগে হবেনা। পরে যখন ২হাজার টাকা দিলাম ২৪ ঘন্টাও লাগেনি এন আই ডি ডাউনলোড করার মেসেজ দিয়ে দিসিলো। আর পাসপোর্ট একবারেই জমা নিয়েছিলো, কারন আগেই দালাল ধরছিলাম অখানেও ৩হাজার টাকা এক্সট্রা লাগছে। ২০২২ সালে আমার মেয়ের জন্মনিবন্ধন করতে ১৫০০টাকা নিয়েছিলো। এখন প্রতিটা যায়গাতে এরকম হলে আপনি বা আমি ভালো হলেও কোনো লাভ নাই। পুরা সিস্টেমেই সমস্যা।
|
|
|
|
synchronym
|
|
January 11, 2024, 08:13:38 AM |
|
যদি এক সরকার দেশ ১০০ বছর শাসন করে, তাতেও আমার সমস্যা নাই। আমার সমস্যা অন্য যায়গায়। জনগনের বাক স্বাধীনতা দিতে হবে। কিন্তু সেটা বাংলাদেশে নাই বললেই চলে। আপনি সরকারের বিরুদ্ধে কিছু বলতেই পারবেন না। নির্বাচনের ২ থেকে ৩ দিন আগে আমার এক চাচা মার্কেটে গিয়ে দোকানের লোকজন কে বলতেছে এখানে কিসের ট্রাকের আলাপ চলে? ট্রাকের কোনো আলাপ চলবে না, শুধু নৌকার আলাপ করতে পারবি। আমি সেখানে ছিলাম না। এভাবে মানুষের মুখ যারা বন্ধ করে রাখতে চায়, তারা কিভাবে জনগনের প্রতিনিধি হতে পারে?
এখন যারা বয়স্ক ভাতা পাচ্ছে তাদেরকে পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীরা বাসায় গিয়ে হুমকি দিচ্ছে তোমরা যদি নৌকাতে ভোট না দাও তাহলে তোমাদের বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়া হবে। বর্তমান আমাদের দেশে এমন পরিস্থিতি হচ্ছে যে একজন স্বাধীন দেশে যে আমরা বসবাস করছি সেটা বোঝার উপায় নাই। স্বাধীন দেশে বসবাস করলে প্রত্যেকটা জনগণই তাদের মতামত প্রকাশ করতে পারে কিন্তু আমাদের দেশে কোন মতামত প্রকাশ করার অবকাশ নেই ।শুধু সরকারের প্রশংসা করতে হবে একটা কথা সরকারের বিপক্ষে হলেই সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী গ্রেফতার করবে না হলে আওয়ামী লীগ লীগের কিছু সন্ত্রাস বাহিনী এসে অত্যাচার করবে ।এই হল আমাদের স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে বসবাস করছি। আর ভোট চুরির কথা নাইবা বললাম আমরা যারা যমুনা টিভির নিউজগুলো দেখেছি তারা অবশ্যই বুঝতে পারবো আমাদের দেশে নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে। যমুনা টিভির ক্যামেরাতে প্রত্যেকটা কেন্দ্রের ভোট চুরির ঘটনা সুন্দরভাবে প্রকাশ করেছে ১৮ বছর না হতেই একজন কিশোর ভোট দিচ্ছে শিশুকে দিয়ে ভোট দেয়া হচ্ছে। সরকার বলছে যে ৬০% ভোট কাস্ট হয়েছে কিন্তু অরিজিনালি ২০% ভোট ও কাস্ট হয়নি। এটা নাকি সুষ্ঠু নির্বাচন যেখানে প্রদান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করেনি সেটা আবার কিসের নির্বাচন হলো।
|
|
|
|
Learn Bitcoin
|
|
January 11, 2024, 09:08:28 AM |
|
২০২১ সালে অনলাইনে বুস্টিং এর জন্যে পাসপোর্ট করতে জেয়ে প্রতিটা ধাপে ধাপে হয়রানির শিকার হইছিলাম, আমার এন আই ডি কার্ডে নাম একটু ভুল ছিলো এই জন্যে জন্ম বিবন্ধন করা লাগছিলো, এটা করতে ৩দিন ঘুরাইছিলো। পরে ১হাজার টাকা দিসিলাম এক দিনেই হয়ে গেছিলো। এন আই ডি সংশধন করতে বলেছিলো ৩মাসের আগে হবেনা। পরে যখন ২হাজার টাকা দিলাম ২৪ ঘন্টাও লাগেনি এন আই ডি ডাউনলোড করার মেসেজ দিয়ে দিসিলো। আর পাসপোর্ট একবারেই জমা নিয়েছিলো, কারন আগেই দালাল ধরছিলাম অখানেও ৩হাজার টাকা এক্সট্রা লাগছে।
সমস্যা তো ভাই হবেই। যখন মেম্বার চেয়ারম্যান এর নির্বাচন হয়, তখন পাবলিক চা পান খাওয়ার জন্য টাকা চায়। তারা কি জানে না যে এই লোক মেম্বার হলে এই টাকা আমার কাছ থেকেই সুধে আসলে সব নিয়ে নিবে? ইউনিয়ন অফিস একটা হয়রানির আখড়া হয়ে গেছে। তবে আপনি নিজে সতর্ক হলে এরা কিছুই করতে পারবে না। কিভাবে সতর্ক হবেন? আমাকে দেখেন আমি কিভাবে কি করেছি। বাচ্চা জন্ম নেয়ার ৪০ দিনের ভেতরে জন্মনিবন্ধন আবেদন করতে হবে। এবং সেটা করার জন্য আপনার এলাকার কমিউনিটি ক্লিনিকে যেখানে টিকা প্রদান করে, সেইখানের সেবিকা বা ম্যাডাম নিজেরাই সেই আবেদন পুরন করে নিয়ে যাবে। অযথা যদি দেড়ি করেন, সেটার জন্য আপনাকে হয়রানি হতে হবে। আমি ৪০ দিনের ভেতরেই আবেদন করেছি এবং কিছুদিন পরেই আমার মোবাইলে জন্ম নিবন্ধন এর মেসেজ চলে এসেছে। আমাকে আলদা কোনো টাকা খরচ করতে হয়নি। এখন প্রতিটা কাজই অনলাইন। কিছুদিন আগে আমার নিজের জন্মনিবন্ধন ইংরেজি করার প্রয়োজন পরেছিলো। আমি নিজেই অনলাইনে আবেদন করে দোকান থেকে প্রিন্ট করে ইউনিয়ন অফিসে জমা দিয়ে এসেছি। ১২০ টাকা লেগেছিলো মনে হয়। পরে গ্রাম পুলিশ দিয়ে পাঠিয়ে দিয়েছে। পাসপোর্ট করার জন্য কখনোই কোনো দালাল ধরবেন না। আর পাসপোর্ট অফিসের আশে পাশে যেসব দোকান থাকে, সেগুলো থেকে আবেদন করবেন না। তারা সব একই গোয়ালের গরু। আমার এবং আমার পরিবারের সকলের পাসপোর্ট এর আবেদন আমি নিজেই করেছি এবং সকল কাজ নিজে করেছি। এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই সবার পাসপোর্ট হাতে পেয়েছি। আমার বাচ্চার পাসপোর্ট এর আবেদন নিজে করে একটা দোকানে দকেহিয়ে জিজ্ঞেস করেছিলাম, ভাই দেখেন তো ঠিক আছে কি না। সে বললো যে ভাই এটা হবে না। নতুন করে করতে হবে। আমি তার কথা না শুনে সেটাই জমা দিয়েছি। এবং পাসপোর্ট ও হাতে পেয়েছি। তার মানে সেই লোক কিছু ধান্দা করতে চেয়েছিলো। দেশটা আসলে এমনই। আমাকে আপনাকে সচেতন হতে হবে।
|
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
Offline
Activity: 588
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
|
|
January 11, 2024, 02:43:41 PM |
|
যদি এক সরকার দেশ ১০০ বছর শাসন করে, তাতেও আমার সমস্যা নাই। আমার সমস্যা অন্য যায়গায়। জনগনের বাক স্বাধীনতা দিতে হবে। কিন্তু সেটা বাংলাদেশে নাই বললেই চলে। আপনি সরকারের বিরুদ্ধে কিছু বলতেই পারবেন না। নির্বাচনের ২ থেকে ৩ দিন আগে আমার এক চাচা মার্কেটে গিয়ে দোকানের লোকজন কে বলতেছে এখানে কিসের ট্রাকের আলাপ চলে? ট্রাকের কোনো আলাপ চলবে না, শুধু নৌকার আলাপ করতে পারবি। আমি সেখানে ছিলাম না। এভাবে মানুষের মুখ যারা বন্ধ করে রাখতে চায়, তারা কিভাবে জনগনের প্রতিনিধি হতে পারে?
এখন যারা বয়স্ক ভাতা পাচ্ছে তাদেরকে পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীরা বাসায় গিয়ে হুমকি দিচ্ছে তোমরা যদি নৌকাতে ভোট না দাও তাহলে তোমাদের বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়া হবে। বর্তমান আমাদের দেশে এমন পরিস্থিতি হচ্ছে যে একজন স্বাধীন দেশে যে আমরা বসবাস করছি সেটা বোঝার উপায় নাই। স্বাধীন দেশে বসবাস করলে প্রত্যেকটা জনগণই তাদের মতামত প্রকাশ করতে পারে কিন্তু আমাদের দেশে কোন মতামত প্রকাশ করার অবকাশ নেই ।শুধু সরকারের প্রশংসা করতে হবে একটা কথা সরকারের বিপক্ষে হলেই সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী গ্রেফতার করবে না হলে আওয়ামী লীগ লীগের কিছু সন্ত্রাস বাহিনী এসে অত্যাচার করবে ।এই হল আমাদের স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে বসবাস করছি। আর ভোট চুরির কথা নাইবা বললাম আমরা যারা যমুনা টিভির নিউজগুলো দেখেছি তারা অবশ্যই বুঝতে পারবো আমাদের দেশে নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে। যমুনা টিভির ক্যামেরাতে প্রত্যেকটা কেন্দ্রের ভোট চুরির ঘটনা সুন্দরভাবে প্রকাশ করেছে ১৮ বছর না হতেই একজন কিশোর ভোট দিচ্ছে শিশুকে দিয়ে ভোট দেয়া হচ্ছে। সরকার বলছে যে ৬০% ভোট কাস্ট হয়েছে কিন্তু অরিজিনালি ২০% ভোট ও কাস্ট হয়নি। এটা নাকি সুষ্ঠু নির্বাচন যেখানে প্রদান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করেনি সেটা আবার কিসের নির্বাচন হলো। এই দেশের নির্বাচন নিয়ে আর কথা না বলাই ভালো কারণ আমি আপনি সারাদিন চিল্লাচিল্লি করে কোন ফায়দা করতে পারবো না। কারণ এদেশের জনগণের কথার কোন মূল্য নেই। যেই দেশের জনগণের কথার কোন মূল্য নেই সেই দেশে এই সমস্ত আলাপ-আলোচনা করা সম্পূর্ণ বৃথা। আসুন আমরা সকলেই নির্বাচনী আলাপ আলোচনা বাদ দিয়ে আমরা যে সমস্ত মাধ্যম দিয়ে অর্থ উপার্জন করছি সেই সমস্ত মাধ্যম নিয়েই কথা বলি।
|
|
|
|
Shishir99
|
|
January 11, 2024, 03:03:02 PM |
|
আরো মজার কাহিনী হলো গিয়ে শুধু বিল গেটস নয় আমার নিজের টুইটার একাউন্টে বছরখানেক আগে এরকম হয়েছিল। তা মূলত ঘটেছিল একটা ক্র্যাক ফাইল ডাউনলোড করেছিলাম আর তাতে কাজ হয়ে গিয়েছিল আমার ব্রাউজার এর সকল ডাটা সব কিছুর অ্যাক্সেস নিয়ে নিয়েছিল, মেটা মাস্ক এক্সটেনশনে কিছু টোকেন হোল্ডিং ছিল সেগুলো পুটুস পুটুস করে টেনে নিয়ে গিয়েছে। তারপর পাঁচ হাজারের উপরে ফলোয়ার্স ছিল আমার ওই দুইটার একাউন্টে ওইটা সুন্দর করে এক্সেস নিয়ে ইলন মাস্ক এর নাম এবং প্রোফাইল পিক দিয়ে এ ধরনের ফিশিং শুরু করেছিল, যদিও পরবর্তীতে অ্যাকাউন্টটি সাসপেন্ডেড হয়ে গিয়েছে। কিন্তু বড় বড় ইনফ্লুয়েন্সার দের ক্ষেত্রে এসব ঘটনা আমার কাছে অনেক সময় কেমন যেন সাজানো মনে হয়। ভাই এতো মজার কাহিনী শুনলে তো ইন্টারনেট চালাতেই ভয় লাগে। ভালো লাগলো যে আপনিও বিল গেট্স এর থেকে একদম পিছিয়ে নেই। বিল গেট্সকে আপনার থেকে এগিয়ে যেতে দেন নাই। আমারো ইথেরিয়াম ওয়ালেট হ্যাক হয়েছে এবং আগের ইমেইল হ্যাক হয়েছে। ইমেইল রিকভার করার উপায় থাকলে আর করিনি। কারন সেটা খুব বেশি প্রয়োজনীয় ছিলো না। আর ইমেইল রিকভার করা গেলেও, ক্রিপ্টো ওয়ালেট একবার হ্যাক হয়ে গেলে, সেগুলো আর ব্যাবহার করা যায় না। টুইটারে অনেক বেশি ফেইক এডস এবং অনেক বেশি ফেইক প্রজেক্ট। ইনফ্লুয়েন্সার রা টাকা কামানোর জন্য নিজেরাই এসব ম্যালওয়্যার পোষ্ট করে তারপর বলে যে আমার একাউন্ট হ্যাক হয়েছিলো। মাঝখান থেকে তারা আসলে কিছু টাকা কামাই করে নেয়। আর টুইটার বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো তো এগুলো কখানো যাচাই ও করে না।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Bd officer
|
|
January 11, 2024, 03:15:04 PM |
|
Breaking News:বিটকয়েন ইটিএফ অফিসিয়াল ভাবে অনুমোদন দিয়েছে। দীর্ঘ দিন সিরিয়ালি নাটকের পর আজকে বিটকয়েনের ইটিএফ অনুমোদন সত্যিই ভালো লাগার মতো একটি খবর। ইটিএফ অনুমোদনের খবর প্রকাশিত হওয়ার পর থেকে বিটকয়েন বাজার হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে বিটকয়েন বাজার $47695।
BTC দেখি পুরাই চান্দে যাচ্ছে আজকে কুকয়েন দেখলাম প্রায় কিছুক্ষন আগে প্রায় ৪৯ হাজার ডলারে উঠেছিলো। বিটকয়েন যেভাবে পাম্প করছে তাতে মনে হয় আজকেই ৫০ হাজার ডলার অতিক্রম করতে পারে। অনেকেই অনুমান করেছিলো জানুয়ারিতে ৫০ হাজার ডলার ছুয়ে ফেলবে, তাদের অনুমান সত্যিই হতে চলেছে। তবে ETH অনেকটাই পাম্প করেছে, সাথে সাথে আরো অন্যান্য কয়েনের দাম ও বাড়তে চলেছে। মার্কেট আজকে সবুজ রঙে রয়েছেন।
|
|
|
|
DYING_S0UL
|
|
January 11, 2024, 05:20:14 PM |
|
----
ইউনিয়ন অফিসে একটা কাগজের জন্য গেলে প্রত্যেকটা মানুষ হয়রানি হয়। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ যেনো মানুষের কাছে আতংকের নাম হয়ে গেছে। অফিসে গেলে একই কথা, সার্ভার নাই। অথচ গ্রাম পুলিশের কাছে ৫০০ টাকা ধরিয়ে দিতে ২ দিনের মধ্যে সব ঠিক হয়ে যায়। বিদ্যুৎ নিয়ে দুইদিন পর পর নাটক হয়। ২০২১ সালে অনলাইনে বুস্টিং এর জন্যে পাসপোর্ট করতে জেয়ে প্রতিটা ধাপে ধাপে হয়রানির শিকার হইছিলাম, আমার এন আই ডি কার্ডে নাম একটু ভুল ছিলো এই জন্যে জন্ম বিবন্ধন করা লাগছিলো, এটা করতে ৩দিন ঘুরাইছিলো। পরে ১হাজার টাকা দিসিলাম এক দিনেই হয়ে গেছিলো। এন আই ডি সংশধন করতে বলেছিলো ৩মাসের আগে হবেনা। পরে যখন ২হাজার টাকা দিলাম ২৪ ঘন্টাও লাগেনি এন আই ডি ডাউনলোড করার মেসেজ দিয়ে দিসিলো। আর পাসপোর্ট একবারেই জমা নিয়েছিলো, কারন আগেই দালাল ধরছিলাম অখানেও ৩হাজার টাকা এক্সট্রা লাগছে। ২০২২ সালে আমার মেয়ের জন্মনিবন্ধন করতে ১৫০০টাকা নিয়েছিলো। ভাই সেইম অবস্থা। আপনার তো NID তে নামগত একটা ভুল ছিল আর আমার সময় ওদের ভুল সংশোধনের জন্য ওদেরই টাকা দিতে হইছিল। ভালোভাবে কাহিনিটা বলি। তো আমরা সবাইই জানি জন্মনিবন্ধনের যে কাগজি ভার্সন আছে সেটা কিন্তু বংলা ভার্সন, সেখানে কোনো ইংরেজি নাই। সারাজীবন আমরা বাংলাটাই ইউজ করছি। কিন্তু রিসেন্টলি কয়েকবছর দেখতেছি সব ডিজিটাল, জন্মনিবন্ধনও। একদিন ওয়েবসাইটে গিয়ে দেখি বাংলায় সবই ঠিক আছে ইংরেজিতে সব ভুল। ধরেন আমার নাম বাংলায় "ডাইং সোল" কিন্তু ইংরেজিতে লিখে রাখছে djsosg, এমন। আবার বাপের নামে লেখা জাস্ট Md, আর মায়ের তো কোনো নামই নাই, ঘরই ফাঁকা, লল। তো ইউনিয়ন পরিষদে গেলাম, বলে এখানে হবেনা, যেখান থেকে জন্মনিবন্ধন ইস্যু হইছে সেখানে যেতে হবে, এই লাগবে সেই লাগবে, মানে নানান এক্সকিউজ। বলে রাখি আমি এক জেলা থেকে অন্য জেলায় সিফ্ট হইছি, দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত। এভাবে আমাকে কয়েক মাস ঘুরাইছে, তার দ্বারা সম্ভবই না কোনোভাবে। পরে ২০০০ টাকা ঘুষ দিলাম, আর জাদুর মতো সম্ভব হয়ে গেলো। এখানে কিন্তু আমার কোনো ভুল ছিলনা, ভুল ছিলো যারা এসব ডাটা ওয়েবসাইটে ইন্ট্রি করছে, মানে তাদের কর্মচারী। কিন্তু টাকা গেলো আমার। মানে ওদের দোষ ঠিক করার জন্য ওদেরই টাকা দেয়া লাগলো। বাহ ******* নাতি বাহ।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Bd officer
|
|
January 12, 2024, 04:51:56 AM |
|
ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম, আমাদের এক মাস্টার ছিল। আমরা যখন স্কুলের পড়া মুখস্ত না করে স্কুলে যাইতাম। আমাদের সেই মাসটার একটা প্রবাদ বলতেন ""মাইরের উপর কোন ঔষধ নাই "" মাইর দিলে সব ঠিক হয়ে যাবে। বর্তমান আমাদের বাংলাদেশে সর্বক্ষেত্রেই এমন অবস্থা হয়েছে যে ""ঘুষের উপর কোন ঔষধ নাই "" আসলে আমাদের এই সোনার দেশে কোন জিনিসটা ঘুষ ছাড়া হয়। যত বড় কঠিন কাজ হোক না কেন ঘুষ দিলে সাথে সাথে সমাধান হয়ে যায়। আসলে বর্তমানে আমাদের মাঝে মানবতা বলতে কিছু নেই। বর্তমানে মানুষ এমন হয়েছে নিজে বাঁচলেই হইল, অন্যরা কিভাবে চলবে তা খেয়াল করে না। মানুষের মাঝে যদি মানবতা থাকতো তাইলে আর আজকে কোন কাজ করিয়ে নেওয়ার জন্য ঘুস দেওয়া লাগতো না।
|
|
|
|
Crypto Library
|
|
January 12, 2024, 07:10:06 AM |
|
পাসপোর্ট করার জন্য কখনোই কোনো দালাল ধরবেন না। আর পাসপোর্ট অফিসের আশে পাশে যেসব দোকান থাকে, সেগুলো থেকে আবেদন করবেন না। তারা সব একই গোয়ালের গরু। আমার এবং আমার পরিবারের সকলের পাসপোর্ট এর আবেদন আমি নিজেই করেছি এবং সকল কাজ নিজে করেছি। এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই সবার পাসপোর্ট হাতে পেয়েছি। আমার বাচ্চার পাসপোর্ট এর আবেদন নিজে করে একটা দোকানে দকেহিয়ে জিজ্ঞেস করেছিলাম, ভাই দেখেন তো ঠিক আছে কি না। সে বললো যে ভাই এটা হবে না। নতুন করে করতে হবে। আমি তার কথা না শুনে সেটাই জমা দিয়েছি। এবং পাসপোর্ট ও হাতে পেয়েছি। তার মানে সেই লোক কিছু ধান্দা করতে চেয়েছিলো। দেশটা আসলে এমনই। আমাকে আপনাকে সচেতন হতে হবে।
এই ভাই ইউনিয়ন, পৌরসভা এসব জায়গায় জন্ম নিবন্ধন সঠিক করণ বা তৈরি করন এগুলোর ক্ষেত্রে সেখানে সরাসরি গিয়ে যোগাযোগ না করাই ভালো, আপনার মতন আমিও করেছি আমি এবং আমার এক বন্ধু দুজনেই এন আই ডি এর জন্য এপ্লিকেশন করতে গিয়েছিলাম পরে আমাদের দুজনেরই নামের ভুলের কারণে এপ্লিকেশন করতে পারিনি তারপরে বাসায় চলে আসলাম আর ঢুকলাম ইউটিউবে লাগালাম সার্চ- তারপর নিজে নিজেই অ্যাপ্লিকেশন করে ফর্মটা প্রিন্ট করে জাস্ট ইউনিয়ন পরিষদে জমা দিয়েছিলাম তার ৭ দিনের মাথায় ঠিক হয়ে গিয়েছে। আসলে আমরা সঠিক রাস্তাটাই চিনিনা এর জন্য আমাদের টাকা ঢালতে হয়, আর বলবেন যে আমি পারিনা অ্যাপ্লিকেশন করতে, এমন কিছু নাই যে করা যায় না আর ইউটিউবে এ ধরনের কাজকর্মের সকল কিছুই পাবেন। যাক ভাই আপনি ভালো একটা কথা বলেছেন পাসপোর্ট এর কথা বলে, কারণ আশেপাশের দোকানগুলোর সাথে অনেক সময় দালালদের লিংক করা থাকে দরকার পড়লে তারা নিজেরাই দুই একটা জিনিস ভুল টাইপ করে দিবে। পরবর্তীতে ওইটার জন্য আপনার পাসপোর্ট আটকে যাবে তারপর টাকা দেওয়া ছাড়া আর উপায় থাকবে না। আমি নিজেও ভাবতেছি আমার একটা পাসপোর্ট তৈরি করব, আমার এক বন্ধু করেছে ভালো একটা এমাউন্ট দালালকে দিতে হয়েছে।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Learn Bitcoin
|
|
January 12, 2024, 09:06:23 AM |
|
তারপর নিজে নিজেই অ্যাপ্লিকেশন করে ফর্মটা প্রিন্ট করে জাস্ট ইউনিয়ন পরিষদে জমা দিয়েছিলাম তার ৭ দিনের মাথায় ঠিক হয়ে গিয়েছে। আসলে আমরা সঠিক রাস্তাটাই চিনিনা এর জন্য আমাদের টাকা ঢালতে হয়, আর বলবেন যে আমি পারিনা অ্যাপ্লিকেশন করতে, এমন কিছু নাই যে করা যায় না আর ইউটিউবে এ ধরনের কাজকর্মের সকল কিছুই পাবেন। যাক ভাই আপনি ভালো একটা কথা বলেছেন পাসপোর্ট এর কথা বলে, কারণ আশেপাশের দোকানগুলোর সাথে অনেক সময় দালালদের লিংক করা থাকে দরকার পড়লে তারা নিজেরাই দুই একটা জিনিস ভুল টাইপ করে দিবে। পরবর্তীতে ওইটার জন্য আপনার পাসপোর্ট আটকে যাবে তারপর টাকা দেওয়া ছাড়া আর উপায় থাকবে না। আমি নিজেও ভাবতেছি আমার একটা পাসপোর্ট তৈরি করব, আমার এক বন্ধু করেছে ভালো একটা এমাউন্ট দালালকে দিতে হয়েছে। শুধু এগুলোই না, যে কোনো সেবার জন্য অনলাইনে আবেদন করা যায়। আমি সেদিন পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশনে কাগজ জমা দিতে গিয়েছি, তো নাগরিক সনদ চেয়েছে যেটা করানো ছিলো না, অনলাইনে সকল তথ্য পুরন করে ৩৪ টাকা বিকাশে পেমেন্ট করে দিয়ে ইউনিয়ন অফিসে এন আই ডি নিয়ে গিয়েছি, আর সচিব কে বললাম যে আমি অনলাইনে আবেদন করেছি এই নামে। এন আই ডি রেখে আমাকে প্রিন্ট করে দিয়ে দিলো। একই কাজ আমি ইউনিয়ন অফিসে করাতে গেলে বলবে সার্ভার নাই, হেন নাই ত্যান নাই। আর সেখানে এটার জন্য সর্বনিম্ন ১০০ টাকা নিবে। আমি জানি না কতো নেয়। তবে আমার খরচ হলো মাত্র ৩৪ টাকা। সঠিক ভাবে সকল সেবা পেতে হলে সকলকে সচেতন হওয়া অত্যান্ত জরুরী। পাসপোর্ট এর ব্যাপারে বলবো, নিজে থেকে নিজের পিসিতে বসে আবেদন করুন। সাবমিট করার আগে সকল তথ্য বার বার করে দেখে নিবেন। দোকান থেকে করলে ওনারা ইচ্ছে করেই আপনার পাসপোর্ট এ ভুল করে দিবে। যেটা পরে সংশোধন করা অনেক বেশি ঝামেলার কাজ। আমি আমার পরিবারের সকলের এবং এক ছোট ভাইয়ের পাসপোর্ট করেছি। সরকারি ফি বাদে ১ টাকাও খরচ করতে হয়নি। সমস্যা হলো মানুষ আগে থেকেই ভয় পেয়ে দালালের কাছে চলে যায়।
|
|
|
|
synchronym
|
|
January 12, 2024, 06:47:22 PM |
|
বর্তমান আমাদের বাংলাদেশে সর্বক্ষেত্রেই এমন অবস্থা হয়েছে যে ""ঘুষের উপর কোন ঔষধ নাই "" আসলে আমাদের এই সোনার দেশে কোন জিনিসটা ঘুষ ছাড়া হয়। যত বড় কঠিন কাজ হোক না কেন ঘুষ দিলে সাথে সাথে সমাধান হয়ে যায়। আসলে বর্তমানে আমাদের মাঝে মানবতা বলতে কিছু নেই। বর্তমানে মানুষ এমন হয়েছে নিজে বাঁচলেই হইল, অন্যরা কিভাবে চলবে তা খেয়াল করে না। মানুষের মাঝে যদি মানবতা থাকতো তাইলে আর আজকে কোন কাজ করিয়ে নেওয়ার জন্য ঘুস দেওয়া লাগতো না। আমরা আমাদের ডিজিটাল সোনার বাংলাদেশ বসবাস করছে এর জন্য আমাদেরকে ঘুষ দিতে হবে। বিশেষ করে যেখানে সরকারি কর্মকর্তারা বড় বড় পদে বসে আছেন তাদের সাথে কথা বলতে গেলেও যেন আমাদেরকে আগে টাকা গুনতে হয় তারপর তারা কথা শুনে। ঘুষ আমাদের সমাজ থেকে কখনোই চিরতরে বিদায় হবে না দিন যত যাবে ঘুষ খাওয়ার লোকের পরিমাণ তত বাড়বে। পুলিশের কথা নাইবা বললাম পুলিশ পারলে তো একটা সিগারেটও ঘুষ খায়।
|
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
Offline
Activity: 588
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
|
|
January 12, 2024, 10:02:36 PM |
|
Breaking News:বিটকয়েন ইটিএফ অফিসিয়াল ভাবে অনুমোদন দিয়েছে। দীর্ঘ দিন সিরিয়ালি নাটকের পর আজকে বিটকয়েনের ইটিএফ অনুমোদন সত্যিই ভালো লাগার মতো একটি খবর। ইটিএফ অনুমোদনের খবর প্রকাশিত হওয়ার পর থেকে বিটকয়েন বাজার হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে বিটকয়েন বাজার $47695।
BTC দেখি পুরাই চান্দে যাচ্ছে আজকে কুকয়েন দেখলাম প্রায় কিছুক্ষন আগে প্রায় ৪৯ হাজার ডলারে উঠেছিলো। বিটকয়েন যেভাবে পাম্প করছে তাতে মনে হয় আজকেই ৫০ হাজার ডলার অতিক্রম করতে পারে। অনেকেই অনুমান করেছিলো জানুয়ারিতে ৫০ হাজার ডলার ছুয়ে ফেলবে, তাদের অনুমান সত্যিই হতে চলেছে। তবে ETH অনেকটাই পাম্প করেছে, সাথে সাথে আরো অন্যান্য কয়েনের দাম ও বাড়তে চলেছে। মার্কেট আজকে সবুজ রঙে রয়েছেন। বিটকয়েন যেভাবে চাঁদে যাচ্ছিল ঠিক সেভাবেই চাঁদ থেকে লাফ মেরেছে। বিটকয়েন ৪৮৯৬৯ ডলার থেকে ডাম্পিং হতে হতে বর্তমানে ৪৩৪০০ ডলারে অবস্থান করছে। শুধু বিটকয়েন নয় বিটকয়েনের সাথে অনন্য এলটকয়েনের বাজার ডাম্পিং হয়েছে। বর্তমানে মার্কেটের দিকে তাকালে শুধু লাল আর লাল।
|
|
|
|
wtsimis
|
|
January 13, 2024, 04:22:10 AM |
|
তারপর নিজে নিজেই অ্যাপ্লিকেশন করে ফর্মটা প্রিন্ট করে জাস্ট ইউনিয়ন পরিষদে জমা দিয়েছিলাম তার ৭ দিনের মাথায় ঠিক হয়ে গিয়েছে। আসলে আমরা সঠিক রাস্তাটাই চিনিনা এর জন্য আমাদের টাকা ঢালতে হয়, আর বলবেন যে আমি পারিনা অ্যাপ্লিকেশন করতে, এমন কিছু নাই যে করা যায় না আর ইউটিউবে এ ধরনের কাজকর্মের সকল কিছুই পাবেন। যাক ভাই আপনি ভালো একটা কথা বলেছেন পাসপোর্ট এর কথা বলে, কারণ আশেপাশের দোকানগুলোর সাথে অনেক সময় দালালদের লিংক করা থাকে দরকার পড়লে তারা নিজেরাই দুই একটা জিনিস ভুল টাইপ করে দিবে। পরবর্তীতে ওইটার জন্য আপনার পাসপোর্ট আটকে যাবে তারপর টাকা দেওয়া ছাড়া আর উপায় থাকবে না। আমি নিজেও ভাবতেছি আমার একটা পাসপোর্ট তৈরি করব, আমার এক বন্ধু করেছে ভালো একটা এমাউন্ট দালালকে দিতে হয়েছে। শুধু এগুলোই না, যে কোনো সেবার জন্য অনলাইনে আবেদন করা যায়। আমি সেদিন পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশনে কাগজ জমা দিতে গিয়েছি, তো নাগরিক সনদ চেয়েছে যেটা করানো ছিলো না, অনলাইনে সকল তথ্য পুরন করে ৩৪ টাকা বিকাশে পেমেন্ট করে দিয়ে ইউনিয়ন অফিসে এন আই ডি নিয়ে গিয়েছি, আর সচিব কে বললাম যে আমি অনলাইনে আবেদন করেছি এই নামে। এন আই ডি রেখে আমাকে প্রিন্ট করে দিয়ে দিলো। একই কাজ আমি ইউনিয়ন অফিসে করাতে গেলে বলবে সার্ভার নাই, হেন নাই ত্যান নাই। আর সেখানে এটার জন্য সর্বনিম্ন ১০০ টাকা নিবে। আমি জানি না কতো নেয়। তবে আমার খরচ হলো মাত্র ৩৪ টাকা। সঠিক ভাবে সকল সেবা পেতে হলে সকলকে সচেতন হওয়া অত্যান্ত জরুরী। পাসপোর্ট এর ব্যাপারে বলবো, নিজে থেকে নিজের পিসিতে বসে আবেদন করুন। সাবমিট করার আগে সকল তথ্য বার বার করে দেখে নিবেন। দোকান থেকে করলে ওনারা ইচ্ছে করেই আপনার পাসপোর্ট এ ভুল করে দিবে। যেটা পরে সংশোধন করা অনেক বেশি ঝামেলার কাজ। আমি আমার পরিবারের সকলের এবং এক ছোট ভাইয়ের পাসপোর্ট করেছি। সরকারি ফি বাদে ১ টাকাও খরচ করতে হয়নি। সমস্যা হলো মানুষ আগে থেকেই ভয় পেয়ে দালালের কাছে চলে যায়। ভাই পাসপোর্ট অফিস হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতির জায়গা। আমার ছোট ভাইয়ের পাসপোর্ট করতে গিয়েছিলাম। ওর ১৮ বছর পূর্ণ হতে অল্প কিছুদিন বাকি ছিল। সম্পূর্ণ ফর্ম আমি নিজে ফিলাপ করেছি কোন ভুল নেই। কিন্তু যখন লাইনে দাঁড়িয়ে পেপার জমা দেওয়া হল তখন উনারা বলতেছে সমস্যা,বিভিন্ন সমস্যা দেখাচ্ছে। এমন কিছু সমস্যার কথা বলতেছে যা কোন মূলত সমস্যাই না। পরে আমি পাসপোর্ট অফিসের অফিসারের কাছে গেলাম উনিও বলল 18 বছর পূর্ণ হোক তারপর আসেন। অথচ 18 বছর আগে কি পাসপোর্ট করা যায় না? পরে আমি পাসপোর্ট অফিসের এক দারোয়ানের সাথে কথা বললাম উনি বলল ২ হাজার টাকা দেন কোন কিছু লাগবে না। ২০০০ টাকা দিলাম। যে পেপারের জন্য সমস্যা বলতেছে উনি কিছুই নিল না শুধুমাত্র জন্ম নিবন্ধনের কপিটা সাথে নিল। কোন সিরিয়ালে দাঁড়ানো লাগলো না, উনি এসে হাতে একটা টোকেন দিয়ে বলল আপনি ছবি তুলতে যান। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখন আমি মাঝে মাঝে ওই লোকের সাথে ডিল করে আমার এলাকার অনেকের পাসপোর্ট করে দিয়েছি যাদের একমাত্র আইডি কার্ড ছাড়া আর কোন কাগজপত্র প্রয়োজন হয় না 😁 Breaking News:বিটকয়েন ইটিএফ অফিসিয়াল ভাবে অনুমোদন দিয়েছে। দীর্ঘ দিন সিরিয়ালি নাটকের পর আজকে বিটকয়েনের ইটিএফ অনুমোদন সত্যিই ভালো লাগার মতো একটি খবর। ইটিএফ অনুমোদনের খবর প্রকাশিত হওয়ার পর থেকে বিটকয়েন বাজার হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে বিটকয়েন বাজার $47695।
BTC দেখি পুরাই চান্দে যাচ্ছে আজকে কুকয়েন দেখলাম প্রায় কিছুক্ষন আগে প্রায় ৪৯ হাজার ডলারে উঠেছিলো। বিটকয়েন যেভাবে পাম্প করছে তাতে মনে হয় আজকেই ৫০ হাজার ডলার অতিক্রম করতে পারে। অনেকেই অনুমান করেছিলো জানুয়ারিতে ৫০ হাজার ডলার ছুয়ে ফেলবে, তাদের অনুমান সত্যিই হতে চলেছে। তবে ETH অনেকটাই পাম্প করেছে, সাথে সাথে আরো অন্যান্য কয়েনের দাম ও বাড়তে চলেছে। মার্কেট আজকে সবুজ রঙে রয়েছেন। বিটকয়েন যেভাবে চাঁদে যাচ্ছিল ঠিক সেভাবেই চাঁদ থেকে লাফ মেরেছে। বিটকয়েন ৪৮৯৬৯ ডলার থেকে ডাম্পিং হতে হতে বর্তমানে ৪৩৪০০ ডলারে অবস্থান করছে। শুধু বিটকয়েন নয় বিটকয়েনের সাথে অনন্য এলটকয়েনের বাজার ডাম্পিং হয়েছে। বর্তমানে মার্কেটের দিকে তাকালে শুধু লাল আর লাল। তেমন কিছু না চাঁদ থেকে এখন পৃথিবীতে আসতেছে 😁 গতকাল অনেক শখ করে ৫০ ডলার ফিউচার ট্রেডিং এ নিয়ে 10x লেভারেজ নিয়ে লং করেছিলাম। এখন দেখি শুধু বাঁশ আর বাঁশ 🤣 যে লিকুইডেশন দিয়েছিল কেন জানি আমার লিকুইড হয় নাই। আবার কিছু লিকুইডিশন আমি এড করেছি। ৪০ হাজারের নিচে আসলে আমার ১০০ ডলার শুন্য ডলার হয়ে যাবে 😁😁
|
|
|
|
Learn Bitcoin
|
|
January 13, 2024, 08:50:36 AM |
|
ভাই পাসপোর্ট অফিস হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতির জায়গা। আমার ছোট ভাইয়ের পাসপোর্ট করতে গিয়েছিলাম। ওর ১৮ বছর পূর্ণ হতে অল্প কিছুদিন বাকি ছিল। সম্পূর্ণ ফর্ম আমি নিজে ফিলাপ করেছি কোন ভুল নেই। কিন্তু যখন লাইনে দাঁড়িয়ে পেপার জমা দেওয়া হল তখন উনারা বলতেছে সমস্যা,বিভিন্ন সমস্যা দেখাচ্ছে। এমন কিছু সমস্যার কথা বলতেছে যা কোন মূলত সমস্যাই না। পরে আমি পাসপোর্ট অফিসের অফিসারের কাছে গেলাম উনিও বলল 18 বছর পূর্ণ হোক তারপর আসেন। অথচ 18 বছর আগে কি পাসপোর্ট করা যায় না? পরে আমি পাসপোর্ট অফিসের এক দারোয়ানের সাথে কথা বললাম উনি বলল ২ হাজার টাকা দেন কোন কিছু লাগবে না। ২০০০ টাকা দিলাম। যে পেপারের জন্য সমস্যা বলতেছে উনি কিছুই নিল না শুধুমাত্র জন্ম নিবন্ধনের কপিটা সাথে নিল। কোন সিরিয়ালে দাঁড়ানো লাগলো না, উনি এসে হাতে একটা টোকেন দিয়ে বলল আপনি ছবি তুলতে যান। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখন আমি মাঝে মাঝে ওই লোকের সাথে ডিল করে আমার এলাকার অনেকের পাসপোর্ট করে দিয়েছি যাদের একমাত্র আইডি কার্ড ছাড়া আর কোন কাগজপত্র প্রয়োজন হয় না 😁 ভাই আপনাদের জন্যই যত সমস্যা। পাসপোর্ট করার আগে কি আপনারা কোনো তথ্য চেক করেন না? একটা পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগে, কি কি লাগে না, সেগুলো না যেনেই যদি পাসপোর্ট করতে যান, তাহলে তো এমন হবেই। আর পাসপোর্ট এর ফরম আপনি হাতে পুরন করতে যান কেনো? অনলাইনে আবেদন করে সেখানে সরাসরি পেমেন্ট করে দিবেন। হাতে আপনি লিখবেন একটা, ওনারা এন্ট্রি দিবে আরেকটা। এতে আপনার কিছু করার থাকবে? এখন সব কিছু অনলাইন, ম্যানুয়ালি করতে গেলেন কেনো আপনি? ২ মাসের বাচ্চার ও পাসপোর্ট হয় শুধুমাত্র ডিজিটাল জন্মসনদ থাকলেই। ১৮ বছরের নিচে পাসপোর্ট করতে গেলে একভাবে করতে হয়, ১৮ বছরের ওপরে হলে আরেকভাবে করতে হয়। এখন ইউটিউবে দেখেই সব কিছু করা যায়। আপনারা সহজ পথে না গিয়ে বাকা পথে যান, আর দোষ দেন দেশের সিস্টেমের। আসলে সিস্টেমে কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমরা বুঝি না। আপনি সঠিক পথে গেলেই আর কোনো সমস্যা হয় না। আপনি সেই দারোয়ান কে দিয়ে কাজ করিয়ে তাদেরকে ঘুষ নেয়ার সিস্তেম তৈরি করে দিলেন। আমি আমার সহ ৪ টা পাসপোর্ট করেছি। কাউকে ১ পয়সা দেই নি। তো আমার তা কিভাবে হলো?
|
|
|
|
Important Bitcoin
Newbie
Offline
Activity: 111
Merit: 0
|
|
January 13, 2024, 09:08:28 AM |
|
সিনিয়র ভাইদের পরামর্শ চাই এই ফোরামে মেরিট নিতে চাইলে কি করতে হবে? আর মেরিটের জন্য কোন কোন সাইডে পোস্ট করতে হবে এবং কি ধরনের পোস্ট করলে ভাল হবে ? দয়া করে জানাবেন।
|
|
|
|
AirtelBuzz
|
|
January 13, 2024, 11:08:45 AM |
|
সিনিয়র ভাইদের পরামর্শ চাই এই ফোরামে মেরিট নিতে চাইলে কি করতে হবে? আর মেরিটের জন্য কোন কোন সাইডে পোস্ট করতে হবে এবং কি ধরনের পোস্ট করলে ভাল হবে ? দয়া করে জানাবেন।
প্রথমত আপনাকে এই ফোরামের নিয়ম কানুন অনুযায়ী পোস্ট করতে হবে এবং ভালো পোস্টদাতা হয়ে উঠতে হবে। ১. ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! ২. মেরিট সংক্রান্ত ধারণাএই লিংকগুলোতে প্রবেশ করে মেরিট সংক্রান্ত এবং পোস্ট সংক্রান্ত সকল তথ্য পড়তে পারবেন এমনকি আমাদের এই বাংলা থ্রেট এর প্রথম পেজে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
Offline
Activity: 588
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
|
|
January 13, 2024, 11:29:05 AM |
|
সিনিয়র ভাইদের পরামর্শ চাই এই ফোরামে মেরিট নিতে চাইলে কি করতে হবে? আর মেরিটের জন্য কোন কোন সাইডে পোস্ট করতে হবে এবং কি ধরনের পোস্ট করলে ভাল হবে ? দয়া করে জানাবেন।
বিটকয়েন ফোরামে আপনাকে মেরিট উপার্জন করতে ইনফরমেটিভ পোস্ট, ইনফরমেটিভ টফিক এবং ভালো রিপ্লে করতে পারলে যদি কারো আপনার পোস্ট থেকে শিক্ষণীয় কিছু শিখতে পারে তাহলে আপনি মেরিট পেতে পারেন। এছাড়াও আপনাকে ফোরামের নিয়ম কানুন অনুযায়ী কাজ করতে হবে কখনোই প্রতারণা করার চেষ্টা করা যাবেনা। আপনি যদি প্রতারণা করার চেষ্টা করেন তাহলে ধ্বংস হয়ে যাবেন।
|
|
|
|
Negotiation
|
|
January 13, 2024, 11:30:46 AM |
|
বাচ্চা জন্ম নেয়ার ৪০ দিনের ভেতরে জন্মনিবন্ধন আবেদন করতে হবে। এবং সেটা করার জন্য আপনার এলাকার কমিউনিটি ক্লিনিকে যেখানে টিকা প্রদান করে, সেইখানের সেবিকা বা ম্যাডাম নিজেরাই সেই আবেদন পুরন করে নিয়ে যাবে। অযথা যদি দেড়ি করেন, সেটার জন্য আপনাকে হয়রানি হতে হবে। আমি ৪০ দিনের ভেতরেই আবেদন করেছি এবং কিছুদিন পরেই আমার মোবাইলে জন্ম নিবন্ধন এর মেসেজ চলে এসেছে। আমাকে আলদা কোনো টাকা খরচ করতে হয়নি।
এখন প্রতিটা কাজই অনলাইন। কিছুদিন আগে আমার নিজের জন্মনিবন্ধন ইংরেজি করার প্রয়োজন পরেছিলো। আমি নিজেই অনলাইনে আবেদন করে দোকান থেকে প্রিন্ট করে ইউনিয়ন অফিসে জমা দিয়ে এসেছি। ১২০ টাকা লেগেছিলো মনে হয়। পরে গ্রাম পুলিশ দিয়ে পাঠিয়ে দিয়েছে।
ভাই আমার বাচ্চার জন্মের ১২দিনের দিন গেসিলাম ৩দিন ঘুরে পরে টাকা দিয়ে করেছি, আমি যেখানে থাকি সেখান থেকে আমাদের ইউনিয়ন ২৫কিমি দূরে, যাওয়া আসা একটা ঝামেলার, আর টাকা না নিয়ে করবেনা। আমার ১০দিন পরে একজনের এখোনো করেনি অনলাইনে আবেদন করছে। গেলেই বলে সার্ভার সমস্যা। পাসপোর্ট করার জন্য কখনোই কোনো দালাল ধরবেন না। আর পাসপোর্ট অফিসের আশে পাশে যেসব দোকান থাকে, সেগুলো থেকে আবেদন করবেন না। তারা সব একই গোয়ালের গরু। আমার এবং আমার পরিবারের সকলের পাসপোর্ট এর আবেদন আমি নিজেই করেছি এবং সকল কাজ নিজে করেছি। এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই সবার পাসপোর্ট হাতে পেয়েছি। আমার বাচ্চার পাসপোর্ট এর আবেদন নিজে করে একটা দোকানে দকেহিয়ে জিজ্ঞেস করেছিলাম, ভাই দেখেন তো ঠিক আছে কি না। সে বললো যে ভাই এটা হবে না। নতুন করে করতে হবে। আমি তার কথা না শুনে সেটাই জমা দিয়েছি। এবং পাসপোর্ট ও হাতে পেয়েছি। তার মানে সেই লোক কিছু ধান্দা করতে চেয়েছিলো। দেশটা আসলে এমনই। আমাকে আপনাকে সচেতন হতে হবে।
ভাই আমাদের এখাঙ্কার আঞ্চলিক পাসপোর্ট অফিসের এরা টাকা না নিয়ে করছে এমন রেকোর্ড নাই, আপনাদের অখাঙ্কার জমা গ্রহনকারী মনে হয় একটু নেকদ্বার ভাই, এই জন্যে করতে পারছেন। আমার এক বন্ধুর ৩-৪ বার ঘুরাইছিলো তাই আমি রিস্ক নেইনি, আসলে দালাল কিছু মানুষ কষ্ট কমানোর জন্যে ধরে আর কিছু মানুষ বাধ্য হয় ধরতে। বিশেষ করে টাকা কেউ খুব শখ করে বেশি দেয়না কাউকে। অল্প কিছু ক্ষেত্রে অল্প কিছু মানুষ এখোনো ভালো আছে তাছারা বেশিরভার মানুষের মধ্যেই সর্বোচ্চ অধপতন হয়ে গেছে।
|
|
|
|
synchronym
|
|
January 13, 2024, 11:40:22 AM |
|
২০১৫ সালে আজকের এই দিনে বিশ্বের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসাবে একই সাথে তিন ফরমেটেই বিশ্বসেরা অলরাউন্ডার হন সাকিব আল হাসান। বিশ্বসেরা বিশ্বরেকর্ড আজ নয় বছর হল। ২০১৭ সালে আজকের এই দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২৭৬ বলে ২১৭ রান সংগ্রহ করে সাকিব।বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন সাকিব আল হাসান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ২০০৬ সালে অভিষেকের পর থেকে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে লাল-সবুজ জার্সিতে কুড়িয়েছেন নানান খ্যাতি, গড়েছেন রেকর্ডের রেকর্ড, বরাবরই বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে করছেন রাজত্ব তার। আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রাজনীতিতে যোগ দিয়েছে অবশ্যই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতি শুভকামনা থাকবে যেভাবে তিনি খেলার মাঠে বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন সেভাবে জনগণের কাছেও অনেক প্রিয় হয়ে ওঠে এমপি সাকিব আল হাসান।
|
|
|
|
Important Bitcoin
Newbie
Offline
Activity: 111
Merit: 0
|
|
January 13, 2024, 02:39:26 PM Last edit: January 13, 2024, 06:32:57 PM by Xal0lex |
|
সিনিয়র ভাইদের পরামর্শ চাই এই ফোরামে মেরিট নিতে চাইলে কি করতে হবে? আর মেরিটের জন্য কোন কোন সাইডে পোস্ট করতে হবে এবং কি ধরনের পোস্ট করলে ভাল হবে ? দয়া করে জানাবেন।
প্রথমত আপনাকে এই ফোরামের নিয়ম কানুন অনুযায়ী পোস্ট করতে হবে এবং ভালো পোস্টদাতা হয়ে উঠতে হবে। ১. ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! ২. মেরিট সংক্রান্ত ধারণাএই লিংকগুলোতে প্রবেশ করে মেরিট সংক্রান্ত এবং পোস্ট সংক্রান্ত সকল তথ্য পড়তে পারবেন এমনকি আমাদের এই বাংলা থ্রেট এর প্রথম পেজে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে। ধন্যবাদ ভাই । আপনার রিপ্লে পোস্ট দ্বারা আমি অনেক কিছু বুঝেছি , আর কিছু জানার জন্য পোস্ট করলে উত্তর দিয়েন। সিনিয়র ভাইদের পরামর্শ চাই এই ফোরামে মেরিট নিতে চাইলে কি করতে হবে? আর মেরিটের জন্য কোন কোন সাইডে পোস্ট করতে হবে এবং কি ধরনের পোস্ট করলে ভাল হবে ? দয়া করে জানাবেন।
বিটকয়েন ফোরামে আপনাকে মেরিট উপার্জন করতে ইনফরমেটিভ পোস্ট, ইনফরমেটিভ টফিক এবং ভালো রিপ্লে করতে পারলে যদি কারো আপনার পোস্ট থেকে শিক্ষণীয় কিছু শিখতে পারে তাহলে আপনি মেরিট পেতে পারেন। এছাড়াও আপনাকে ফোরামের নিয়ম কানুন অনুযায়ী কাজ করতে হবে কখনোই প্রতারণা করার চেষ্টা করা যাবেনা। আপনি যদি প্রতারণা করার চেষ্টা করেন তাহলে ধ্বংস হয়ে যাবেন। ভাই আপনার রিপ্লাই এর জন্য ধন্যবাদ। ভাই আমার আর একটা বিষয় জানার ছিল, কোন কোন বিষয়ের উপরে পোস্ট করলে ভালো হবে তা যদি একটু জানাতেন অনেক উপকার হত। [moderator's note: multiple posts have been merged]
|
|
|
|
|