Bd officer
|
|
March 12, 2024, 07:57:39 AM |
|
আমি একটু মানষিক ভাবে বিপর্যস্ত অবস্থায় আছি। ফোরামে তেমন সময় দিতে পারছি না। নতুন একটা ব্যাবসা শুরু করেছিলাম, সেখানেও ঠিক ভাবে সময় দিতে পারছি না। হালাল কামাই করার একটা ইচ্ছা মনের ভেতরে সব সময় ছিলো। কিন্তু ক্যাসিনো প্রমোট করা তো হারাম। তাই সেখানের ইনকাম দিয়ে মন কে কখনোই শান্তনা দিতে পারছিলাম না। তাই ফোরামে তেমন পোষ্ট করতেও ইচ্ছা হয় না। ফ্যামিলিতে নানান সমস্যার ভেতরে যাচ্ছি। গতকাল ইচ্ছা করেই সিগন্যাচার ক্যাম্পেইন থেকে লিভ নিয়েছি। মন মানষিকতা নষ্ট হয়ে গেছে বেশ কিছু কারনে। আমি আপাতত অল্টকয়েনটকে বেশি একটিভ থাকবো। এখানেও একটিভ থাকবো। রমজান মাস চলছে, আমি চাই না কারো সাথে ঝামেলায় জড়াতে। আমার কারনে যাদের সমস্যা হয়েছে, আমাকে নিজ গুনে ক্ষমা করবেন। সকালেই একটা বাজে স্বপ্ন দেখলাম।
জানি না ভাই আপনি কোন সমস্যার মধ্যে আছেন? দুয়া করি আল্লাহ যেন এই রোমজান মাসের উসিলায় আপনার সমস্যার সমধান করেন। যাইহোক ভাই আপনার নতুন ব্যবসা কেমন চলছে? আপনি যেন আপনার নতুন ব্যবসায় সফল হতে পারেন, এই প্রত্যাশা করি। ভাই শুধু অল্টকয়েনে নয়, এখানেও বেশি সময় দিবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
|
|
|
|
Elissa~sH
Member
Offline
Activity: 84
Merit: 57
|
|
March 12, 2024, 08:21:24 AM |
|
আমি একটু মানষিক ভাবে বিপর্যস্ত অবস্থায় আছি। ফোরামে তেমন সময় দিতে পারছি না। নতুন একটা ব্যাবসা শুরু করেছিলাম, সেখানেও ঠিক ভাবে সময় দিতে পারছি না। হালাল কামাই করার একটা ইচ্ছা মনের ভেতরে সব সময় ছিলো। কিন্তু ক্যাসিনো প্রমোট করা তো হারাম। তাই সেখানের ইনকাম দিয়ে মন কে কখনোই শান্তনা দিতে পারছিলাম না। তাই ফোরামে তেমন পোষ্ট করতেও ইচ্ছা হয় না। ফ্যামিলিতে নানান সমস্যার ভেতরে যাচ্ছি। গতকাল ইচ্ছা করেই সিগন্যাচার ক্যাম্পেইন থেকে লিভ নিয়েছি। মন মানষিকতা নষ্ট হয়ে গেছে বেশ কিছু কারনে। আমি আপাতত অল্টকয়েনটকে বেশি একটিভ থাকবো। এখানেও একটিভ থাকবো। রমজান মাস চলছে, আমি চাই না কারো সাথে ঝামেলায় জড়াতে। আমার কারনে যাদের সমস্যা হয়েছে, আমাকে নিজ গুনে ক্ষমা করবেন। সকালেই একটা বাজে স্বপ্ন দেখলাম।
জানিনা ভাই আপনার কি হয়েছে। তবে ভাই চিন্তা কইরেন না আল্লাহ্ আপনার এই রমজান মাসের উসিলায় সব সমস্যা সমাধান করে দিবেন। আর ভাই যেকোন পরিস্থিতিতে নিজেকে স্থির রাখবেন ইনশাআল্লাহ্ সকল কিছু সমাধান হয়ে যাবে। সমস্যা আছে যেমনি তেমনি সমাধানও আছে ভাই চিন্তা কইরেন না। আর আপনার ব্যবসাটা একটু ভালো করে দেখাশোনা করেন দেখবেন ভালো চলবে। আমার খুব ভালো লাগছে আপনি ব্যবস্যা করতেছেন শুনে। আমার খুব পছন্দের একটা জিনিস ব্যবসা। ব্যবসার মতো এত সুন্দর স্বাধীনতা নেই কোন কাজে। আমার ইচ্ছে আছে একটা ছোট খাটো ব্যবস্যা শুরু করবো ভাই। আপনি সিগনেচার ক্যাম্পেইন থেকে লিভ নিলেন এটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম যাই হেক আপনি যে আশায় এগুলো করছেন সেগুলো যেন আল্লাহ্ কবুল করে নেয়। আপনার মনের আশা যেন পুরন হয় ভাই আপনার। আপনার জন্য এবং আপনার পরিবাবের জন্য দোয়া রইলো আল্লাহ্ যেন আপনাদের ভালো রাখে সাথে আমাদেরও ভালো রাখে ভাই। মাহে রমজানের উছিলায় যেন আপনাকে এবং আমাদের ক্ষমা করে দেন। রামাদান মুবারক ভাই।
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
March 12, 2024, 08:55:14 PM |
|
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৫৪ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। https://bitcointalk.org/index.php?topic=5488334.0
|
|
|
|
Super74
Newbie
Offline
Activity: 3
Merit: 0
|
|
March 13, 2024, 06:32:23 AM |
|
বর্তমানে btc প্রাইজ যেখানে আছে তো সামনে ভবিষ্যতে কি আরো উপরে উঠতে পারে বিটিসি মার্কেট কি গোল্ড মার্কেট কে ছাড়িয়ে চলে যাবে?
|
|
|
|
Learn Bitcoin
|
|
March 13, 2024, 07:00:47 AM |
|
বর্তমানে btc প্রাইজ যেখানে আছে তো সামনে ভবিষ্যতে কি আরো উপরে উঠতে পারে বিটিসি মার্কেট কি গোল্ড মার্কেট কে ছাড়িয়ে চলে যাবে?
বিটকয়েনের প্রাইস অবশ্যই বাড়বে। আপনি কতদূর ভবিষ্যতের কথা বলছেন জানি না। আগামীকাল ও ভবিষ্যত, ২০ বছর পরেও ভবিষ্যত। আমি বিটকয়েনে বুলিশ। কিন্তু গোল্ড মার্কেট ছাড়িয়ে যেতে বিটকয়েনকে অনেকদূর যেতে হবে। বিটকয়েনের যে সাপ্লাই লিমিটিশন আছে, বর্তামনে মার্কেটে যে বিটকয়েন আছে, তা আরো ১৩ গুন দাম হতে হবে গোল্ড এর মার্কেটক্যাপ ছুতে হলে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? গোল্ড এর টোটাল মার্কেটক্যাপ হলো সাড়ে ১৪ ট্রিলিয়ন ডলার। আর বিটকয়েনরে কারেন্ট প্রাইসে মার্কেটক্যাপ হলো ১.৪১ ট্রিলিয়ন ডলার। এর মানে হলো, বিটকয়েন কে গোল্ড এর মার্কেটক্যাপ ছুতে হলে প্রতি বিটকয়েনের মূল্য হতে হবে ৭ লাখ ২০ হাজারের ডলারের মতো। অবশ্য প্রতি দিনই নতুন বিটকয়েন মার্কেটে এড হচ্ছে। তবে আগামী ৫ বছরে অন্তত বিটকয়েন গোল্ড কে ছুতে পারবে না। এই সময়ে আবার গোল্ড এর সাপ্লাই আরো বাড়বে। কারন গোল্ড এর সাপ্লাই এর কোনো লিমিট নাই। ব্যাপার টা ক্লিয়্যার নাকি কোনো ভেজাল আছে? , ভেজাল থাকলে নিচের ছবি দেখেন।
|
|
|
|
Negotiation
|
|
March 13, 2024, 10:14:19 AM |
|
আমি একটু মানষিক ভাবে বিপর্যস্ত অবস্থায় আছি। ফোরামে তেমন সময় দিতে পারছি না। নতুন একটা ব্যাবসা শুরু করেছিলাম, সেখানেও ঠিক ভাবে সময় দিতে পারছি না। হালাল কামাই করার একটা ইচ্ছা মনের ভেতরে সব সময় ছিলো। কিন্তু ক্যাসিনো প্রমোট করা তো হারাম। তাই সেখানের ইনকাম দিয়ে মন কে কখনোই শান্তনা দিতে পারছিলাম না। তাই ফোরামে তেমন পোষ্ট করতেও ইচ্ছা হয় না। ফ্যামিলিতে নানান সমস্যার ভেতরে যাচ্ছি। গতকাল ইচ্ছা করেই সিগন্যাচার ক্যাম্পেইন থেকে লিভ নিয়েছি। মন মানষিকতা নষ্ট হয়ে গেছে বেশ কিছু কারনে। আমি আপাতত অল্টকয়েনটকে বেশি একটিভ থাকবো। এখানেও একটিভ থাকবো। রমজান মাস চলছে, আমি চাই না কারো সাথে ঝামেলায় জড়াতে। আমার কারনে যাদের সমস্যা হয়েছে, আমাকে নিজ গুনে ক্ষমা করবেন। সকালেই একটা বাজে স্বপ্ন দেখলাম।
আসসালামুয়ালাইকুম ভাই, আপনার মানশিক অবস্থা কিছুটা অনুভব করতে পারছি, আপনি যদি কিছু না মনে করেন তাহলে টেলিগ্রামে অথবা ফরামে মেসেজ করতে পারেন আপনার বিস্তারিত সমস্যার কথাগুলো লিখতে পারেন। আপনি যেহেতু মুসলিম আশা করছি ইনশাআল্লাহ কিছুটা হলেও পরামর্শ দিয়ে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ।
|
|
|
|
Bd officer
|
|
March 13, 2024, 10:27:38 AM |
|
বর্তমানে btc প্রাইজ যেখানে আছে তো সামনে ভবিষ্যতে কি আরো উপরে উঠতে পারে বিটিসি মার্কেট কি গোল্ড মার্কেট কে ছাড়িয়ে চলে যাবে?
ভবিষ্যতে বিটকয়েন গোল্ড মার্কেট ছাড়িয়ে যাবে কিনা তা সঠিক ভাবে বলতে পারলাম না। তবে বিটকয়েনের দাম এখানেই থেমে থাকবে না। এখনো কিন্তু বুলরান চলছে, এই বছরে দুই তিন মাসে বিটকয়েনের দাম অনেক বেড়েছে, এই বছরে বিটকয়েনের দাম আরো বাড়বে। তবে বিটকয়েন হালভিং কিছুদিন পর হবে, অতীতের ইতিহাস অনুযায়ী হালভিং এর পরের বছর বিটকয়েনের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় রেকর্ড রয়েছে। তাই আগামী বছর বুলরান দেখতে পাবো, বুলরানে বিটকয়েনের দাম অনেক বেড়ে যাবে। আশা করুন ১০০কে ডলার ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে ১ বিটকয়েন ১ মিলিয়ন ডলার হতে পারে।
|
|
|
|
Elissa~sH
Member
Offline
Activity: 84
Merit: 57
|
|
March 14, 2024, 04:49:31 AM |
|
বর্তমানে btc প্রাইজ যেখানে আছে তো সামনে ভবিষ্যতে কি আরো উপরে উঠতে পারে বিটিসি মার্কেট কি গোল্ড মার্কেট কে ছাড়িয়ে চলে যাবে?
বিটিসির পজিশান যেখানে দেখতে পাচ্ছেন সেখান থেকে সামনের ভবিষ্যতে বিটিসির অবস্থান আকাশ ছুবে বলে মনে করি। বিটকয়েনের অবস্থান বর্তমান খুব বিপর্যস্ত হয়েছিলো কিন্তু সে সময়েও দীর্ঘ বিশ্বাস ছিলো বিটিসি তাদের খারাপ অবস্থা কাটিয়ে উঠবে। আমি ২০২৩ সালে বলেছিলাম আমার কোন বন্ধুকে বিটিসির খারাপ অবস্থার জন্য তোর কি মনে হয় এটা কি সামনে আাগাতে পারবে? সে বলেছিলো এই বিটিসি হচ্ছে ক্রিপ্টো এর জগতে অতিগুরুপ্তপূর্ণ। এটার ভালো অবস্থান ছাড়া কোন টোকেন সামনের দিকে ভালো কিছু করা পসিবল না। এবং তখন আমি বলেছিলাম ২০২৩ শেষ হতে না হতে বুল রানের সময় এসে যাবে তখন বিটিসির অবস্থান ভালো হয়ে পূর্বের দাম ক্রস করে উপরে উঠে যাবে। যা বলেছিলাম তাই হলো। আর এই বিটিসির দাম আরো বাড়বে সামনে এর ধারা অব্যহত থাকবে এবং গোল্ড মার্কেটকে ছাড়িয়ে যেতে অনেক সময় লাগবে। গোল্ড মার্কেট স্টাবল আগে থেকেই এর সাথে বিটিসির টেক্কা দিতে সময় লাগবে। যে ভাবে বাড়তেছে বিটিসির দাম এই দ্বারা অব্যহত থাকলে খুব বেশি লাগবেও না মনে হয় এটা অনেকেই বলবে কিন্তু আমার মনে হয় এটার পসিবিলিটি খুবই কম। বিটকয়েনের প্রাইস অবশ্যই বাড়বে। আপনি কতদূর ভবিষ্যতের কথা বলছেন জানি না। আগামীকাল ও ভবিষ্যত, ২০ বছর পরেও ভবিষ্যত। আমি বিটকয়েনে বুলিশ। কিন্তু গোল্ড মার্কেট ছাড়িয়ে যেতে বিটকয়েনকে অনেকদূর যেতে হবে। বিটকয়েনের যে সাপ্লাই লিমিটিশন আছে, বর্তামনে মার্কেটে যে বিটকয়েন আছে, তা আরো ১৩ গুন দাম হতে হবে গোল্ড এর মার্কেটক্যাপ ছুতে হলে। ব্যাপারটা কি বুঝতে পারছেন?
জ্বী ভাই আমি আপনার কথা বুঝতে পেরেছি আপনি অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সেজন্য ধন্যবাদ ভাই। আমি আপনাকে বলতে একটা কথা সেটা হলো বিটকয়েনের দাম গোল্ডের যে ব্যবধানটা রয়েছে সেটা নিয়ে কিছু কথা। বর্তমান সময়ের বিসিটির দাম বৃদ্ধির সাথে যদি এই বৃদ্ধিটা চলতে থাকে তাহলে গোল্ড মার্কেট কে টেক্কা দিতে কত সময় লাগতে পারে ভাই? আর আদোও কি সম্ভব গোল্ড মার্কেটকে টিক্কা দিয়ে সামনে সামনে যাওয়া? কারন বিটিসির দাম যেমন বৃদ্ধি পাবে বা পাচ্ছে এবং বুল রানে আরো বৃদ্ধি পাবে কিন্তু গোল্ডের দামও যেভাবে অগ্রগতির দিকে যাচ্ছে সে অনুযায়ী সামনে আরো বাড়বে গেল্ডের দাম। আমার মনে হয় গোল্ডেকে টেক্কা দেওয়া ট্রাব ব্যাপার। ভাই আপনি একটু মতামত শেয়ার করবেন।
|
|
|
|
Negotiation
|
|
March 14, 2024, 10:33:15 AM |
|
বর্তমানে btc প্রাইজ যেখানে আছে তো সামনে ভবিষ্যতে কি আরো উপরে উঠতে পারে বিটিসি মার্কেট কি গোল্ড মার্কেট কে ছাড়িয়ে চলে যাবে?
ভবিষ্যতে বিটকয়েন গোল্ড মার্কেট ছাড়িয়ে যাবে কিনা তা সঠিক ভাবে বলতে পারলাম না। তবে বিটকয়েনের দাম এখানেই থেমে থাকবে না। এখনো কিন্তু বুলরান চলছে, এই বছরে দুই তিন মাসে বিটকয়েনের দাম অনেক বেড়েছে, এই বছরে বিটকয়েনের দাম আরো বাড়বে। তবে বিটকয়েন হালভিং কিছুদিন পর হবে, অতীতের ইতিহাস অনুযায়ী হালভিং এর পরের বছর বিটকয়েনের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় রেকর্ড রয়েছে। তাই আগামী বছর বুলরান দেখতে পাবো, বুলরানে বিটকয়েনের দাম অনেক বেড়ে যাবে। আশা করুন ১০০কে ডলার ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে ১ বিটকয়েন ১ মিলিয়ন ডলার হতে পারে। $150k হবার সম্ভাবনা অনেক বেশি কারন হলো, অতিতের প্রাইস থেকে ৩গুন ধরা হয় তারপরেও প্রাইস অনেক হবে বলে হনে হচ্ছে , এর পরে বিটিকয়েন মার্কেট নিয়ে বেশি কিছু বলা যায়না মোটামুটি সবকিছুই অনুমান নির্ভর।
|
|
|
|
Bd officer
|
|
March 15, 2024, 10:54:51 AM |
|
আটক ব্যক্তির বিটকয়েন আত্মসাৎ, চট্টগ্রামের ৬ পুলিশ বরখাস্ত
গত কয়েক দিন আগে আমরা যে ফ্রিল্যান্সার ভাইকে নিয়ে আলোচনা করলাম। সেই ফ্রিল্যান্সার ভাইয়ের যারা বিটকয়েন চুরি করে নিয়েছিলো, সেই ৬ জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে। তবে নিউজে দেখতে পেলাম না যে ওই ফ্রিল্যান্সার ভাইয়ে টাকা কোথায় গেলো, তিনি ফেরত পেলেন কিনা এই রকম নিউজ দেখতে পেলাম না। ওই ভাইয়ের আর আশা করা উচিত নয়, যে তিনি টাকা আর ফেরত পাবেন। তবে, আমার কাছে ভালো লেগেছে পুলিশদের বরখাস্ত করা হয়েছে। এই ধরনের পুলিশদের এই রকম শাস্তি দেওয়াই উচিত। যাইহোক, ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে বৈধ না হলেও ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে ভালো একটা বিচার দেখা গেলো।
|
|
|
|
Crypto Library
|
আমি একটু মানষিক ভাবে বিপর্যস্ত অবস্থায় আছি। ফোরামে তেমন সময় দিতে পারছি না। নতুন একটা ব্যাবসা শুরু করেছিলাম, সেখানেও ঠিক ভাবে সময় দিতে পারছি না। হালাল কামাই করার একটা ইচ্ছা মনের ভেতরে সব সময় ছিলো। কিন্তু ক্যাসিনো প্রমোট করা তো হারাম। তাই সেখানের ইনকাম দিয়ে মন কে কখনোই শান্তনা দিতে পারছিলাম না। তাই ফোরামে তেমন পোষ্ট করতেও ইচ্ছা হয় না। ফ্যামিলিতে নানান সমস্যার ভেতরে যাচ্ছি। গতকাল ইচ্ছা করেই সিগন্যাচার ক্যাম্পেইন থেকে লিভ নিয়েছি। মন মানষিকতা নষ্ট হয়ে গেছে বেশ কিছু কারনে। আমি আপাতত অল্টকয়েনটকে বেশি একটিভ থাকবো। এখানেও একটিভ থাকবো। রমজান মাস চলছে, আমি চাই না কারো সাথে ঝামেলায় জড়াতে। আমার কারনে যাদের সমস্যা হয়েছে, আমাকে নিজ গুনে ক্ষমা করবেন। সকালেই একটা বাজে স্বপ্ন দেখলাম।
আপনি যে এই সাহসী পদক্ষেপ নিয়েছেন এটাই অনেক বেশি কিছু আমাদের মতন সাধারণ মানুষেরা বেশিরভাগ সময়ই এত ভালো একটা ক্যাম্পেইন থেকে এমনি এমনি লিভ নিতো না। আল্লাহ তায়ালা আপনার ঈমানকে আরো শক্ত করুক। আমারও ইচ্ছা আছে ক্রিপ্ট জগৎ থেকে ইনকাম করে নিজের একটা বিজনেস করার কিন্তু হয়তো আপনার মত সৎ ইচ্ছা না থাকার কারণে পূরণ হচ্ছে না বা এই বিষয়ে কোন অগ্রগতি নেই আমার। আপনার জন্য হয় মন থেকে দোয়া রইল, আপনার ব্যবসায় যেন আল্লাহ তায়ালা বরকত দান করেন। আর ভাই মানসিক বিপর্যস্ততার কথা কি বলবো, আমরা প্রত্যেকে নানান ভাবে মানসিক সমস্যার উপর দিয়ে যেতেই থাকি সাংসারিক ঝামেলা, কাজের চাপ, নিজের ক্যারিয়ারের চিন্তা। আমাদেরকে ভাই এগুলো পাশ কাটিয়ে যেতে হবে। <✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂> ব্যাপার টা ক্লিয়্যার নাকি কোনো ভেজাল আছে? , ভেজাল থাকলে নিচের ছবি দেখেন। না ভাই কথায় কোন ভেজাল নাই। হিসাব ক্লিয়ার ধরেন প্রতি বুল সিজনে আগের অলটাইম হাই প্রাইস এর বিট কয়েনের দাম যদি তিনগুণ করেও বৃদ্ধি পায় তা হলেও বিটকয়েন কে আরো ১০-১২ বছর সময় দিতে হবে বর্তমান গোল্ডের মার্কেট কে ভাঙতে। তাছাড়া গোল্ড থেমে নেই নিয়মিত মাইনিং হয়ে চলছে। তা না আমরা যদি কম্পেয়ার করি সম্পূর্ণ ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট ক্যাপ এর সাথে তাহলে হয়তো গোল্ড এর মার্কেট ক্যাপ অল্প সময়ের মধ্যে ছুলেও ছুতে পারি।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Bd officer
|
|
March 16, 2024, 05:00:06 AM |
|
কাট~
@shasan ভাই!! @paid2 আবারো Custom eXch Cryptosteel Capsule রাউন্ড 3 ফ্রি র্যাফেল এনেছেন। ভাই আপনি মনে হয় র্যাফেল টা দেখতে পান নাই, আপনি যেহেতু এই র্যাফেল টা শেয়ার করেন নাই, আমি র্যাফেল টা শেয়ার করে দেই। যারা আবেদন করতে চান, শাসান ভাই এর আগে নিয়ম কানুন বলে দিয়েছিলো। ১০০০ বা তার বেশি মেরিট যাদের রয়েছে আপনারা ২ টা স্লট নিতে পারবেন, আর বাকী সবাই ১ টা করে স্লট নিতে পারবেন। যারা আবেদন করবেন আবেদন করে ফেলুন, সবার জন্য শুভকামনা। উৎস: https://bitcointalk.org/index.php?topic=5489089.msg63812351#msg63812351
সকলেই এক্টিব হয়ে যান মিয়া!! আমাদের লোকালে তো পোস্ট হচ্ছে না। সবাই সপ্তাহে ২-১ টা পোস্ট করার চেষ্টা করুন।
|
|
|
|
Learn Bitcoin
|
|
March 16, 2024, 09:03:58 AM |
|
যারা আমাকে মেনশন করে পোষ্ট করেছেন, যারা শুভ কামনা জানিয়েছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসলে আমি অনেক আগে থেকেই রেলিজিওন প্র্যাকটিস করতে চাচ্ছি, কিন্তু আপনারা সবাই জানেন যে দুনিয়ায় হালালের পরিধি অনেক ছোট। হালাল ইনকাম করাও কষ্ট। তবুও যেটাতে পাপ কম হয়, সেটাই করার চেষ্টা করা উচিৎ। ধরেন আমার কাছে ২ টা অপশন আছে, ১ টা হলো মানুষকে স্ক্যাম করলে ১ রাতে ১ লাখ কামানো যাবে। আরেকটা হলো জুয়ার ওয়েবসাইট প্রমোট করলে মাসে ৪০ হাজার কামানো যাবে। এখানে কোনটা বড় পাপ আর কোনটা ছোট পাপ এটা কি আপনারা জানেন? প্রথম টা হলো বান্দার হক নষ্ট করা, যেটা থেকে আপনি তওবা করেও কোনো লাভ নেই। যার টাকা মেরেছেন, তাকেই সেই টাকা ফেরত দিতে হবে, অথবা তার নামে সম পরিমান টাকা দান করে দিতে হবে। ২য় টা হলো আল্লাহর হক নষ্ট করা। চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারেন। এই ব্যাপারে একমাত্র আল্লাহ ভালো জানেন।
যাই হোক, আমি ফোরামে ইসলাম প্রচার করতে আসিনি। আমি শুধু চাচ্ছি অন্তত রোজার মাস টা এসবে না থাকতে। যদি পারি, তাহলে একেবারেই সব ছেড়ে দেবো। তবে আমাকে ২য় কোনো একটা ব্যাবস্থা করতে হবে। আমি একটা প্ল্যান করছিলাম যে একটা ছোট গ্রুপ তৈরী করবো, যেখানে আপনাদের যাদের হাতে অফুরন্ত ফ্রি সময় আছে, তারা খুবই অল্প পরিমানে, কিন্তু হালাল ইনকাম করতে পারবেন। এয়ারড্রপের নাম শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায়। কারন প্রায় ম্যাক্সিমাম এয়ারড্রপ স্ক্যাম করে। তবে আমি চাচ্ছি একটা টেলিগ্রাম গ্রুপ খুলে এবং একটা চ্যানেল খুলে কাজ শুরু করতে। যেহেতু বুল রান শুরু হয়ে গিয়েছে, হাজার হাজার নতুন প্রজেক্ট আসছে যেগুলো থেকে চাইলে পকেট মানি আর্ন করতে পারবেন। এর জন্য আমি একটা টেলিগ্রাম একাউন্ট করেছি। খুব শীঘ্রই টেলিগ্রাম চ্যানেল এবং একটা গ্রুপ খুলে আপনাদের সাথে শেয়ার করবো।
পাকিস্তান কমিউনিটির অলরেডি একটা গ্রুপ এবং চ্যানেল আছে, যেখানে শুধু এয়ারড্রপ নিয়েই আলোচনা হয়। দেখে অবাক হবেন যে, সেখানে অনেকেই এয়ারড্রপে কাজ করে ভালো পেমেন্ট পেয়েছে। খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আসছি, সেই পর্যন্ত ভালো থাকুন।
রামাদান কারিম!
|
|
|
|
BTC_pokaop
Member
Offline
Activity: 94
Merit: 28
|
|
March 16, 2024, 10:00:38 AM |
|
পাকিস্তান কমিউনিটির অলরেডি একটা গ্রুপ এবং চ্যানেল আছে, যেখানে শুধু এয়ারড্রপ নিয়েই আলোচনা হয়। দেখে অবাক হবেন যে, সেখানে অনেকেই এয়ারড্রপে কাজ করে ভালো পেমেন্ট পেয়েছে। খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আসছি, সেই পর্যন্ত ভালো থাকুন।
রামাদান কারিম!
ব্রাদার আপনার কাছে কি সেই লিংকটি আছে, যদি আপনার কাছে লিংকটা থাকে তাহলে এখানে শেয়ার করলে অনেক বেটার হতো। আমার অনেক দিনের শখ এয়ার ড্রপ করার। দুঃখের বিষয় বেটার কোন এয়ার ড্রপ খুঁজে পাচ্ছি না। ব্রাদার আপনার চ্যানেলটি কতদিন লাগবে এখানে শেয়ার করতে?
|
|
|
|
Negotiation
|
|
March 16, 2024, 10:06:01 AM |
|
যাই হোক, আমি ফোরামে ইসলাম প্রচার করতে আসিনি। আমি শুধু চাচ্ছি অন্তত রোজার মাস টা এসবে না থাকতে। যদি পারি, তাহলে একেবারেই সব ছেড়ে দেবো। তবে আমাকে ২য় কোনো একটা ব্যাবস্থা করতে হবে। আমি একটা প্ল্যান করছিলাম যে একটা ছোট গ্রুপ তৈরী করবো, যেখানে আপনাদের যাদের হাতে অফুরন্ত ফ্রি সময় আছে, তারা খুবই অল্প পরিমানে, কিন্তু হালাল ইনকাম করতে পারবেন। এয়ারড্রপের নাম শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায়। কারন প্রায় ম্যাক্সিমাম এয়ারড্রপ স্ক্যাম করে। তবে আমি চাচ্ছি একটা টেলিগ্রাম গ্রুপ খুলে এবং একটা চ্যানেল খুলে কাজ শুরু করতে। যেহেতু বুল রান শুরু হয়ে গিয়েছে, হাজার হাজার নতুন প্রজেক্ট আসছে যেগুলো থেকে চাইলে পকেট মানি আর্ন করতে পারবেন। এর জন্য আমি একটা টেলিগ্রাম একাউন্ট করেছি। খুব শীঘ্রই টেলিগ্রাম চ্যানেল এবং একটা গ্রুপ খুলে আপনাদের সাথে শেয়ার করবো।
পাকিস্তান কমিউনিটির অলরেডি একটা গ্রুপ এবং চ্যানেল আছে, যেখানে শুধু এয়ারড্রপ নিয়েই আলোচনা হয়। দেখে অবাক হবেন যে, সেখানে অনেকেই এয়ারড্রপে কাজ করে ভালো পেমেন্ট পেয়েছে। খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আসছি, সেই পর্যন্ত ভালো থাকুন।
রামাদান কারিম!
জি ভাই আপনি এটা করলে অনেকের জন্যেই অনেক ভালো হবে আশা করি, আমিও শুনেছি অনেক এয়ারদ্রপ থেকে ভালো এক্টা পেমেন্ট পাওয়া যায় কিন্তু অনেক আগে ১টা থেকে কিছু পেমেন্ট পাইছিলাম কিন্তু বেশিরভাগ স্কাম করে। আর যে পেমেন্ট দেয় অনেক সময় কনভার্ট করতে তার চেয়ে বেশি ফি লাগে এই জন্যে এগুলা করিনি।
|
|
|
|
DYING_S0UL
|
|
March 16, 2024, 01:35:36 PM |
|
ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন অনেক খারাপ জিনিস। কোনোকিছুতেই মন দিতে পারতেছিনা। কে কেমন আছেন? অনেকদিন পর ফোরামে আসলাম নিজেকে নিয়ে পোস্ট করলাম। সবসময় অস্থির অস্থির লাগে কেন জানি, কি করবো কিছুই বুঝতেছিনা। শুধু জানি ইদানীং অনেক আন-প্রোডাকটিভ হয়ে গেছি। নিজেকে আবার আগের ট্রাকে ব্যাক আনতে হবে। LB, গ্রুপের ডিটেইল জানায়েন, এড হবোনি।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
synchronym
|
|
March 16, 2024, 03:31:07 PM |
|
যাই হোক, আমি ফোরামে ইসলাম প্রচার করতে আসিনি। আমি শুধু চাচ্ছি অন্তত রোজার মাস টা এসবে না থাকতে। যদি পারি, তাহলে একেবারেই সব ছেড়ে দেবো। তবে আমাকে ২য় কোনো একটা ব্যাবস্থা করতে হবে। আমি একটা প্ল্যান করছিলাম যে একটা ছোট গ্রুপ তৈরী করবো, যেখানে আপনাদের যাদের হাতে অফুরন্ত ফ্রি সময় আছে, তারা খুবই অল্প পরিমানে, কিন্তু হালাল ইনকাম করতে পারবেন। এয়ারড্রপের নাম শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায়। কারন প্রায় ম্যাক্সিমাম এয়ারড্রপ স্ক্যাম করে। তবে আমি চাচ্ছি একটা টেলিগ্রাম গ্রুপ খুলে এবং একটা চ্যানেল খুলে কাজ শুরু করতে। যেহেতু বুল রান শুরু হয়ে গিয়েছে, হাজার হাজার নতুন প্রজেক্ট আসছে যেগুলো থেকে চাইলে পকেট মানি আর্ন করতে পারবেন। এর জন্য আমি একটা টেলিগ্রাম একাউন্ট করেছি। খুব শীঘ্রই টেলিগ্রাম চ্যানেল এবং একটা গ্রুপ খুলে আপনাদের সাথে শেয়ার করবো।
পাকিস্তান কমিউনিটির অলরেডি একটা গ্রুপ এবং চ্যানেল আছে, যেখানে শুধু এয়ারড্রপ নিয়েই আলোচনা হয়। দেখে অবাক হবেন যে, সেখানে অনেকেই এয়ারড্রপে কাজ করে ভালো পেমেন্ট পেয়েছে। খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আসছি, সেই পর্যন্ত ভালো থাকুন।
রামাদান কারিম!
জি ভাই আপনি এটা করলে অনেকের জন্যেই অনেক ভালো হবে আশা করি, আমিও শুনেছি অনেক এয়ারদ্রপ থেকে ভালো এক্টা পেমেন্ট পাওয়া যায় কিন্তু অনেক আগে ১টা থেকে কিছু পেমেন্ট পাইছিলাম কিন্তু বেশিরভাগ স্কাম করে। আর যে পেমেন্ট দেয় অনেক সময় কনভার্ট করতে তার চেয়ে বেশি ফি লাগে এই জন্যে এগুলা করিনি। হয়তোবা আপনি এয়ারড্রপ থেকে পেমেন্ট পেয়েছেন।কিন্তু আমি অনেকগুলো এয়ারড্রপ করেছি বিশ্বাস করেন আমি এ পর্যন্ত একটা পেমেন্ট ও পাইনি তাই আমি ধরতে গেলে এয়ার ড্রপ করা প্রায় ছেড়ে দিয়েছি। যদি এয়ারড্রপ করে একটা দুটো পেমেন্ট পেতাম অবশ্যই এয়ারড্রপ করার আগ্রহটা বেড়ে যেত।
|
|
|
|
Bd officer
|
হয়তোবা আপনি এয়ারড্রপ থেকে পেমেন্ট পেয়েছেন।কিন্তু আমি অনেকগুলো এয়ারড্রপ করেছি বিশ্বাস করেন আমি এ পর্যন্ত একটা পেমেন্ট ও পাইনি তাই আমি ধরতে গেলে এয়ার ড্রপ করা প্রায় ছেড়ে দিয়েছি। যদি এয়ারড্রপ করে একটা দুটো পেমেন্ট পেতাম অবশ্যই এয়ারড্রপ করার আগ্রহটা বেড়ে যেত।
এয়ারড্রপ করে অনেকেই অনেক টাকা ইনকাম করেছেন, এখনো যারা ভালো বুঝেন তারা ভালো ইনকাম করতে পারেন। অনেক দিন পর আমাদের থ্রেডের একজন পুরনো মেম্বার @Review Master ভাইয়ের কথা মনে পড়ে গেলো, এই ভাইয়ে ভালো ভালো এয়ারড্রপ এখানে শেয়ার করতেন। কিন্তু আমরা সেগুলো পড়তাম না বা দেখতাম না। @Review Master ভাইকে আবার মেনশন করলাম, ভাই সামনে বুলরান আসতে চলেছে এখন ভালো ভালো প্রজেক্ট গুলো যদি আমাদের মাঝে শেয়ার করতেন তাহলে আমারও ভালো কিছু পেতাম।
পাকিস্তান কমিউনিটির অলরেডি একটা গ্রুপ এবং চ্যানেল আছে, যেখানে শুধু এয়ারড্রপ নিয়েই আলোচনা হয়। দেখে অবাক হবেন যে, সেখানে অনেকেই এয়ারড্রপে কাজ করে ভালো পেমেন্ট পেয়েছে। খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আসছি, সেই পর্যন্ত ভালো থাকুন।
রামাদান কারিম!
@LB ভাই টেলিগ্রাম গ্রুপ টাতে আমাদের জয়েন করেইয়া দিয়েন।।
|
|
|
|
Crypto Library
|
|
March 16, 2024, 05:00:13 PM |
|
এয়ারড্রপের নাম শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায়। কারন প্রায় ম্যাক্সিমাম এয়ারড্রপ স্ক্যাম করে। তবে আমি চাচ্ছি একটা টেলিগ্রাম গ্রুপ খুলে এবং একটা চ্যানেল খুলে কাজ শুরু করতে। যেহেতু বুল রান শুরু হয়ে গিয়েছে, হাজার হাজার নতুন প্রজেক্ট আসছে যেগুলো থেকে চাইলে পকেট মানি আর্ন করতে পারবেন। এর জন্য আমি একটা টেলিগ্রাম একাউন্ট করেছি। খুব শীঘ্রই টেলিগ্রাম চ্যানেল এবং একটা গ্রুপ খুলে আপনাদের সাথে শেয়ার করবো।
পাকিস্তান কমিউনিটির অলরেডি একটা গ্রুপ এবং চ্যানেল আছে, যেখানে শুধু এয়ারড্রপ নিয়েই আলোচনা হয়। দেখে অবাক হবেন যে, সেখানে অনেকেই এয়ারড্রপে কাজ করে ভালো পেমেন্ট পেয়েছে। খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আসছি, সেই পর্যন্ত ভালো থাকুন।
ঐ মিয়া আপনি কি আমারে কইলেন? আমারও তো এয়ার ড্রপের নাম শুনলে মাথা গরম হয়ে যায়। এয়ার ড্রপ কে আমি আসলে মনে করি টাইম ওয়েস্ট কারণ বেশিরভাগই আর ড্রপই ফেক হয়ে থাকে, আমি আজ থেকে দুই আড়াই বছর আগে এয়ার ড্রপ এর অংশগ্রহণ করতাম মূল কথা হলো আমি ২০-৩০ টার মতন এয়ার ড্রপ করার পর একটাতে মাত্র ২ ডলার এর টোকেন পেয়েছিলাম তাও সেটা ছিল ইথারিয়াম ব্লক চেইনে আর তখন ইথারিয়াম ব্লক চেইনে গ্যাস প্রচুর বেশি ছিল। মূল কথা যে পেমেন্ট পেয়েছিলাম সেটাও মাইর। তারপর থেকে এটার উপর থেকে মন উঠে গিয়েছিল। কিন্তু আমি ভাই এটা বলব না যে আমি লস খেয়েছি বা এয়ার ড্রপ এর মার্কেটে টিকতে পারিনি দেখে সবাই ফেল করবে বা সবাই লস খাবে আমাদের বাংলাদেশের এমন অনেক লোক রয়েছে যে এয়ার ড্রপ করে মোটামুটি ভাল ইনকাম করতেছে। তার মধ্যে আমাদের Review Master ভাই তো এইসব নিয়ে সবসময়ই ব্যস্ত থাকে। যাই হোক আপনার চ্যানেলের জয়েন হয়েছি। আর আপনার জন্য অগ্রিম শুভকামনা।
যারা যারা Learn Bitcoin ভাই এর এয়ার ড্রপ চ্যানেলটিতে জয়েন হতে চাচ্ছেন তাদের জন্য নিচের এই লিংকটি- https://t.me/airdropsbrobdLearn Bitcoin এ ভাই হালকার উপর ঝাপসা প্রমোশন করায় দিলাম এখন টিয়া দেন 🤤
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Review Master
|
|
March 16, 2024, 05:11:41 PM Merited by Bd officer (1) |
|
হয়তোবা আপনি এয়ারড্রপ থেকে পেমেন্ট পেয়েছেন।কিন্তু আমি অনেকগুলো এয়ারড্রপ করেছি বিশ্বাস করেন আমি এ পর্যন্ত একটা পেমেন্ট ও পাইনি তাই আমি ধরতে গেলে এয়ার ড্রপ করা প্রায় ছেড়ে দিয়েছি। যদি এয়ারড্রপ করে একটা দুটো পেমেন্ট পেতাম অবশ্যই এয়ারড্রপ করার আগ্রহটা বেড়ে যেত।
এয়ারড্রপ করে অনেকেই অনেক টাকা ইনকাম করেছেন, এখনো যারা ভালো বুঝেন তারা ভালো ইনকাম করতে পারেন। অনেক দিন পর আমাদের থ্রেডের একজন পুরনো মেম্বার @Review Master ভাইয়ের কথা মনে পড়ে গেলো, এই ভাইয়ে ভালো ভালো এয়ারড্রপ এখানে শেয়ার করতেন। কিন্তু আমরা সেগুলো পড়তাম না বা দেখতাম না। @Review Master ভাইকে আবার মেনশন করলাম, ভাই সামনে বুলরান আসতে চলেছে এখন ভালো ভালো প্রজেক্ট গুলো যদি আমাদের মাঝে শেয়ার করতেন তাহলে আমারও ভালো কিছু পেতাম। ধন্যবাদ ভাই মেনশন করার জন্য। আপনি যেমনটা বললেন যে, আমি এখানে অনেক কিছুই শেয়ার করতাম, কিন্তু কেউ এসবের উপর কোনো নজর দিত নাহ। তাই আমিও উৎসাহ হারিয়ে ফেলি যে, কেননা কেউ যদি ওসব নিয়ে আলোচনা নাহ করে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। তাহলে এত ব্যস্ততার মাঝে আমি এখান অযথা সময় দিব নাহ, কারণ আমার web3 job রয়েছে এবং বিভিন্ন প্রজেক্টের কাজ করতে হয়। তাই এখানে পোষ্ট করাও বন্ধ করে দিয়েছি। যদি কারো এয়ারড্রপ নিয়ে আগ্রহ থাকে, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল এবং টুইটার অনুসরণ করতে পারে ( যদিও টেলিগ্রামে বেশি সচল থাকি)। - https://t.me/bitbytecrypto_ann- https://twitter.com/officialbitbyteনতুনদের উংসাহ দেওয়ার জন্য কিছু কথা/উপদেশ:০১) আপনারা ফ্রি টেস্টনেট কিংবা সেসব এয়ারড্রপে কোনো ফান্ড লাগে নাহ, সেসবে অংশগ্রহণ করুন। ০২) যখন কোনো প্রজেক্ট থেকে এয়ারড্রপ পাবেন, সেটিকে টাকায় রুপান্তর নাহ করে। সেটির অর্থটি দিয়ে mainnet প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করুন, যেন বড় মাপের এয়ারড্রপ পান। ০৩) কখনোই পুরাতন প্রজেক্টকে ব্যবহার করা ভুলবেন নাহ, কারণ নিত্যদিন নতুন নতুন প্রজেক্ট আসে। আর যদি নতুন প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করতে যেয়ে, পুরাতনগুলোকে ভুলে যান। তাহলে অনেক এয়ারড্রপ পাবেন নাহ। সর্বশেষে আমি এটিই বলবো যে, আলহামদুলিল্লাহ গত ৬ মাসে আমি সম্ভবত $২০,০০০ এর বেশি পরিমাণ এয়ারড্রপ পেয়েছি । কারণ আমি অন্যদের মতো এটিতে সময় দেই নাই, নইলে হয়তো অন্যান্যদের মতো $১০০,০০০ এর বেশি এয়ারড্রপ পেতাম। তার চেয়ে বড় কথা হইলো, এইমাসে Polyhedra এবং Wormhole এর এয়ারড্রপ পাবো। আশা করি, সেটি থেকে সর্বনিম্ন $১০,০০০ এর মতো পাবো। সকলের জন্য দোয়া রঈলো এবং আমার জন্যও দোয়া করবেন।
|
|
|
|
|