অনেকদিন হয়ে গেলো ফোরাম এ আসতে পারি না, পরিক্ষা চলা কালিন। এর মধ্যে সবার বহুল প্রতিক্ষিত প্রজেক্ট হ্যামস্টার কম্ব্যাট লঞ্চ হয়ে গেলো। এই নিয়েই কিছু কথা বলব আপনাদের সাথে এবং কিছু ইনফরমেশন শেয়ার করবো আশা করি সবার কাজে লাগবে।
Hamster Combat এ আমি মাইনিং না করেই ৫২$ ইনকাম করি। জ্বি আমি এই বট ফার্ম করেছিলাম না। তারপরোও কিভাবে আমি আর্ন করি? আমি এই পোস্ট ২টা ভাগে ভাগ করবো।
১. ফান্ডামেন্টাল এনালাইসি হ্যামস্টার কম্ব্যাট।
২. প্রিমার্কেট এনালাইসিস।(এখানেই আমরা প্রাইজ প্রেডিকশন টা করে থাকি এন্ট্রি নেয়ার জন্য)
১. ফান্ডামেন্টাল এনালিসিসহ্যামস্টার কম্ব্যাট এর কিছু পয়েন্ট -
১. কপি প্রজেক্ট কনসেপ্ট ট্যাপ টু আর্ন নটকয়েন এর মতো
২. তারা তাদের চ্যানেল এ র্যানডম নিউজ আপডেট দিত, এরা কি কোনো নিউজ চ্যানেল নাকি একটা প্রজেক্ট
৩. তাদের UI ডিজাইন ছিলো খুবই বেসিক।
৪. তাদের কোনো ইউটিলিটি নেই প্রজেক্ট এর সেই হিসেবে যদি Notcoin এর দিকে তাকান, দেখবেন তারা বিভিন্য প্রজেক্ট এর সাথে Collab করে তাদের টেলিগ্রাম মিনি বট এ টাস্ক/গেইম এর অপশন রাখে কিছু রিওয়ার্ড পুল এর মাধ্যমে।
৫. প্রজেক্ট এর টিম পুরো টাই ছিলো ছব্দবেশি, তারা তাদের আইডেন্টি রিভিল করে নাই।
৬. আর যারা বলে বেড়ায় ইতিহাস এর বড় এয়ারড্রপ দিয়ে বেড়াবে তারা দিনশেষে ইউজার দের খুশি করতে পারে না। এখানে আমি নটকয়েন এর সাথে কম্পেয়ার করবো, নটকয়েন কখনো বলে নাই আমরা বড় এয়ারড্রপ দিব। তারপরো তারা ৩০ মিলিয়ন ইউজার নিয়ে এগিয়ে গেছে এবং ভালো এয়ারড্রপ ই দিয়েছে।
এইসব কি ফ্যাকটর ছিলো আমার পরবর্তি স্টেপ প্রিমার্কেট এ বিশ্বাস এর সাথে ইনভেস্ট করা।
চলুন প্রিমার্কেট ব্রেক ডাউন করি এখন। প্রিমার্কেট কি? - প্রিমার্কেট হলো এমন মার্কেট যেখানে কোনো প্রজেক্ট বাজারে/ মার্কেট এ অফিশিয়ালি লঞ্চ হওয়ার আগেই কিছু ব্যক্তিবর্গ নিজেদের মধ্যে ট্রেড করে সেই প্রজেক্ট এর টোকেন। এখানে ট্রেড টা হয় প্রজেক্ট এর উপরে বিশ্বাস, ইউটিলিটি দেখে। কারন আসল প্রোডাক্ট এখানে কারো হাতেই থাকে না, তারা শুধু বিশ্বাস করে এই প্রোডাক্ট এর দাম এই পরিমান হতে পারে লিস্ট এর পর সেই ভিত্তিতে ট্রেড করে। যেখানেই অধিকাংশ মানুষ ভুল করে।
প্রিমার্কেট এ কিভাবে ট্রেড করে? - যেহেতু প্রজেক্ট এর টোকেন এখনো লঞ্চ হয় নি তাই আপনাকে সেই টোকেন টা ধরে নিয়ে সেল দিতে হবে যে এটা আপনার কাছে আছে। কিন্তু তাই হয় নাকি টাকা পয়সার ব্যাপার।
এই জন্যই প্রিমার্কেট এ সেল করতে গেলে আপনাকে Collateral রাখতে হবে সেই পরিমান যে পরিমান সেল করবেন। ধরুন ১০০$ সেল করতে চান টোকেন তাহলে আপনাকে ১০০$ পরিমান USDT লক রাখতে হবে, এটা করা হয় Scam এড়াতে।
Collateral কি? - এটি হচ্ছে বন্দক কৃত বস্তু, টাকা।
কিভাবে বুঝব প্রিমার্কেট এ লাভ হবে নাকি লস। - আপনার প্রজেক্ট সম্পর্কে পরিষ্কার ধারনা থাকতে হবে, যাতে করে আপনি যতটুকু সম্ভব পরিষ্কার ধারনা নিতে পারেন, যে এই প্রজেক্ট টি লঞ্চ এর পর এইরকম পার্ফম করতে পারে। সেই অনুযায়ি আপনার এনালাইসি করতে হবে।
এনালাইসিস কে আমরা ফান্ডামেন্টাল এবং মার্কেট ভ্যালুয়েশন দিয়ে দিয়ে করে থাকব।
কি কি লাগবে আমাদের এনালাইসিস করতে? - যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন প্রথমে দেখুন এদের ব্যাকগ্রান্ড এ কে কে আছে।
- এদের টোকেনমিক্স
- আনুমানিক মার্কেট ভ্যালুয়েশন
- এইরকম প্রজেক্ট আগে কিরকম পার্ফরম করেছে।
চলুন হাতে কলমে কিছু ক্যালকুলেশন করে বুঝিয়ে দেই একটি প্রজেক্ট এর প্রাইজ প্রেডিকশন কিভাবে করে - প্রথমেই যে জিনিশ টা লাগবে সেটা হলো
টোকেনমিক্স(Tokenomics) - টোকেনমিক্স হলো কোনো প্রজেক্ট এর পুরো টোকেন টা তারা কিভাবে কাজে লাগাচ্ছে, কিভাবে ডিট্রিবিউশন করছে। কত পরিমান টোকেন মার্কেট এ থাকছে।
হ্যামস্ট্যার এর কথা যদি বলি -
ওদের ১০০ বিলিয়ন টোকেন টোটাল সাপ্লাই ছিলো - যার ৬৪% এয়ারড্রপ মানে,
TGE (TOKEN GENERATION EVENT) তে তাদের এই পরিমান টোকেন আনলক থাকবে।
TOTAl SUPPLY - একটি প্রজেক্ট সর্বোচ্চ কত টোকেন বাজারে/মার্কেট এ ছাড়তে পারবে এটাই হচ্ছে TOTAl SUPPLY
TGE - হচ্ছে একটি প্রজেক্ট তাদের টোকেন যখন সাধারন মানুষের সামনে নিয়ে আসে এবং সেটি মার্কেট এ লঞ্চ করে সেই ঘটনা বা ইনভেন্ট ই
৬৪% ১০০ বিলিয়ন এর মানে ৬৪ বিলিয়ন Circulation Supply এ থাকবে।
Circulation Supply - এর মানে হচ্ছে একটি প্রজেক্ট এর মোট সাপ্লাই থেকে, মার্কেট এ কত পরিমান টোকেন এভেইলেইবল আছে বা সারকুলেশন এ আছে ট্রেড করার জন্য।
সিম্পল একটি সুত্র ব্যবহার করলে টোকেন এর দাম বেরিয়ে আসবে -
Market Valuation ÷ Circulation Supply Market Valuation - আপনার প্রজেক্ট টি মার্কেট এ লঞ্চ করার পর কি পরিমান টাকা বাজারে নিজের মধ্যে ধরে রাখতে পারবে বা সব মানুষের কাছে কি পরিমান আপনার টোকেন/প্রোডাক্ট টা থাকলে আপনার পুরো প্রজেক্ট এর একটি নির্দিষ্ট পরিমান ভ্যালু থাকবে যে আপনার বিজনেজ বা প্রোডাক্ট টি ১ লাখ টাকার নাকি ১০লাখ টাকার। (সেটা ডিপেন্ড করবে আপনি কিভাবে আপনার প্রোডাক্ট এর উপর যে এটি কিরকম সাকসেস হবে।)
ধরলাম Hamster Combat এর মার্কেট ভ্যালুয়েশন ১বিলিয়ন ডলার এবং Circulation এ আছে ৬৪ বিলিয়ন এখন আমরা সহজ ম্যাথ টা ক্যালকুলেটর এ করে ফেলি।
প্রাইজ হবে - 0.0156$
এই ছিলো সহজ হিসেব, কিন্তু এখানে আরো কিছু ফ্যাক্টর কাজ করে।
ইনভেস্টর রা আপনার মার্কেট এ কি পরিমান প্রোডাক্ট আছে সেটার ভিত্তিতে আপনার ভ্যালুয়েশন করবে না, বরং আপনার মোট কত পরিমান প্রোডাক্ট আছে সেটার ভিত্তিতে করবে। খুব কম প্রজেক্ট ই তাদের ১০০% টোকেন মার্কেট ছেড়ে দেয়। সেইটা অন্য একটি বিষয়, সে বিষয়ে বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে। তাই আমি ট্র্যাক এ থাকার চেষ্টা করি।
তাহলে আমার মার্কেট এ তো আছে ৬৪% পাবলিক কিনলে তো এটাই কিনতে পারবে,
তাহলে ভ্যালুয়েশন কেনো টোটাল সাপ্লাই এর ভিত্তিতে করা হবে? - কারন আপনি আপনার প্রজেক্ট চালাতে হলে আপনার পুরো টোকেন ই একসময় আনলক করতে হবে তাহলেই সেটার ট্রু পটেনশিয়াল থাকবে।
আর সাপ্লাই ডিমান্ড এর একটা সুত্র আছে- সাপ্লাই বাড়লে ডিমান্ড কমবে, দাম ও কমবে। বিষয় টা এখানেই।
তাই যারা ইনভেস্টর তারা টোটাল সাপ্লাই এর উপর ইনভেস্টমেন্ট করে, যাতে ফিউচার লস হয় না।
এখন আরো ২টা বিষয় সম্পর্কে জানব আমরা -
Market Cap - এটা হচ্ছে, আপনার প্রজেক্ট / টোকেন টি বর্তমান এ কি পরিমান এ মার্কেট দখল করে আছে।
উদাহরণ হিসেবে ক্রিপ্টো মার্কেট ৩ট্রিলিয়ন এর - আপনার প্রজেক্ট এখানে ১বিলিয়ন ডলার নিয়ে একটি যায়গা দখল করে আছে।
FDV (Fully Diluted Valuation) - এর মানে হচ্ছে আপনার প্রজেক্ট এর টোটাল ভ্যালুয়েশন।
যেটার কথাই বলছিলাম।
আমি কিছু শব্দের বিস্তারিত লিখে দিচ্ছি কারন অনেকে হয়ত এই শব্দ গুলোর সাথে পরিচিত নাও হতে পারেন। যাতে আমি সেই শব্দ টি ব্যবহার করলে বুঝতে পারেন কি নিয়ে কথা বলছি।
এখন আমরা Hamster এর প্রাইজ এ ফিরে আসি, হিসেন করলাম আমরা 0.0156$ হয়। এটা কিন্তু শুধু মাত্র সারকুলেশন এর উপর হিসেব করেছি যেটা ৬৪% এ মার্কেট ক্যাপ আমাদের।
তাহলে একটু ঐকিক নিয়মে অংক করি চলুন।
৬৪% এ যদি ১বিলিয়ন মার্কেটক্যাপ হয়
১০০% এ কত হবে? মার্কেট ক্যাপ
কি পারলেন? হিসেব কষতে, কারন এই হিসেব এর মার প্যাচ এই আমরা লস করি৷
১.৫৬ বিলিয়ন মার্কেট ক্যাপ হয় পুরো ১০০% এ মানে এটা হচ্ছে FDV (যেখানে প্রজেক্ট এর পুরো সাপ্লাই হিসেব করা হয় ভ্যালুয়েশন)
এখন শেষ প্রশ্ন, এটার উত্তর সঠিক ভাবে দিতে পারলে আপনি উইনার।
আপনার কি মনে হয়? Hamster প্রথম দিনে ১.৫ বিলিয়ন ভ্যালুয়েশন হিট করতে পারবে? উত্তর - না, যদি না অবাস্তব কিছু হয়। কারন ক্রিপ্টো তে সবই সম্ভব।(না এর কারন আমি ফান্ডামেন্টাল এনালাইসি এ দিয়েছি, আপনারা আরো ডিপ এনালাইসিস করতে পারেন)
তাহলে আমার বিশ্বাস এর দিকে আমি বুলিশ নই। আমার বিশ্বাস ছিলো এর ভ্যালুয়েশন সর্বোচ্চ ৯০০মিলিয়ন থেকে ১বিলিয়ন হবে। এর প্রধান কারন হচ্ছে আমি একে নটকয়েন এর সাথে কম্পেয়ার করেছি। নটকয়েন প্রথম দিনে ১বিলিয়ন এর উপরে যেতে পারে নাই যেখানে কিনা সেটা এর থেকেও স্ট্রং প্রজেক্ট ছিলো।
আর সর্বশেষ আমি কিভাবে মাইনিং না করে ৫২$ ইনকাম করি? উত্তর - আমি প্রিমার্কেট এ হ্যামস্টার ৩.৭ বিলিয়ন ডলার ভ্যালুয়েশন এ সেল দিয়েছি। যেখানে প্রতি টোকেন আমি ০.০৩৭$ এ সেল দিয়েছি। আমি কিন্তু এয়ারড্রপ করিনি। মার্কেট এ লঞ্চ এর পর কম দামে টোকেন কিনা রিলিজ করে দেই। যখন দেখলাম এত ভ্যালুয়েশন এ বাই সেল হচ্ছে আমি সুযোগ টা মিস দিতে চাই নি। বাকি টা এতক্ষন বললাম ই কেনো আমার আত্নবিশ্বাস ছিলো।
চলুন বাকি ম্যাথ টা আপনাদের কে দিয়ে দিলাম।
যদি FDV ৯০০ মিলিয়ন হয় আমাদের হ্যামস্টার এর টোকেন এর প্রাইজ কত হতে পারে বলুন। সবচাইতে অবাক বিষয় কি জানেন?আমরা হুজুগে বাঙালি অংক না কষে আন্দাজে কাজ করি। যেখানে প্রিমার্কেট এ ০.০১$ করে চলছিলো সেখানে আমি দেখেছি বাইবিট এর টোকেন কিছু পাবলিক ০.০১৬$ করে কিনেছে ।
আর এটা ক্রিপ্টো, আপনার নলেজ আছে আপনি প্রফিট করবেন। কেও এখানে কারো দিকে তাকানোর মতো সময় নেই। তাই চেষ্টা করুন নলেজ সংগ্রহ করার যতটা পারুন।
আমার লেখা গুলো সঠিক ভাবে সাজাতে পেরেছি কিনা জানি না, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি তে দেখবেন। ধন্যবাদ।