tjtonmoy
|
tjtonmoy, @Little Mouse ভাই এই দুইজন বেশ কিছুদিন যাবত বাংলায় একটিভ নেই। ভাই আপনারা যারা সিনিয়র আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আবারো বাংলায় একটিভ হন। আপনাদের ছাড়া আমাদের লোকাল বোর্ড অসম্পূর্ণ লাগে।
হারিয়ে যায় নাই ভাই, আপনাদের মাঝেই আছি। একটিভ থাকি ঠিকই এবং আপনাদের পোস্ট দেখি। তবে নিজে কোন বিষয়ে পোস্ট করব, তা নিয়ে চিন্তাভাবনা করতে করতেই পরে আর পোস্ট করা হয়ে ওঠে না. সব সময়ই চাই এমন কিছু পোস্ট করতে যা অন্যদের সাহায্য করবে. অফটপিক পোস্ট বা স্প্যাম পোস্ট চাইলে তো করাই যায়, কিন্তু তাতে কি কারো উপকার হবে? হয়তো খেয়াল করলে দেখবে্ যা কিছুই পোস্ট করি তা থেকে কেউ না কেউ একটু হলেও উপকৃত হবে। অফটপিক পোস্টও আছে কিন্তু তা খুবই কম। আর কোন বিষয়ে পোস্ট করব তা খুঁজে পাওয়া খুবই মুশকিল। আপনাদের জানার আগ্রহ টা বাড়ান, যেটা বুঝতে পারছেন না সেটা জিজ্ঞাস করুন। অবশ্যই আমাদের সবটুকু দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তবে নিজে থেকে কি পোস্ট করব তা খুঁজে পাই না। এছাড়া মেরিট এর কথা যে বললেন, আসলে ভাই লোকাল কমিউনিটিতে অনেক ভালো ভালো পোস্ট আছে, তবে আমার দেওয়ার মত সেন্ডেবল মেরিট নেই. থাকলে অনেক ভালো ভালো পোস্টে এ দিয়ে তা শেষ হয়ে গেছে। Little Mouse ভাই হয়তো পার্সোনাল কোনো কাজে ব্যস্ত আছে। যার কারণে তিনি আমাদের মাঝে একটিভ হতে পারছেন না। অবশ্যই তিনি আবার আমাদের মাঝে ইনফরমেটিভ কোন একটি পোস্ট নিয়ে হাজির হবেন সে আশাতে আছি। আপনারা আপনাদের মত পোস্ট করতে থাকেন, আমি এবং বাকি সবাই আছি এবং সবকিছুই দেখছি। আর একটা বিষয়ে আমি বলতে চাই, ভাই এত মেনশন দিয়ে পোস্ট করার কোন মানে আমি বুঝিনা। কাউকে উদ্দেশ্য করে বলবো না, তবে কয়দিন ধরে পোস্টে শুধু মেনশন দেখছি। আমার মনে হয় না এভাবে পোস্ট করা দরকার ছিল । সবাইকে এইভাবে একসাথে মেনশন করে কি লাভ হচ্ছে আমি তো সেটাই বুঝিনা। এমন না যে আমরা পোস্ট গুলা দেখিনা! পোস্ট মানসম্মত হলে সেখানে অবশ্যই রিপ্লাই দেয়ার চেষ্টা করি, অথবা পছন্দ হইলে মেরিট থাকলে দিয়ে দিই। আশা করি এ বিষয়টা মাথায় রেখে এগুলো করা থেকে বিরত থাকবেন। আর যদি করার পরে আপনাদের কাজটি হয়ে যায়, তাহলে পোস্টটা নিজে থেকে ডিলিট করে দিবেন। কারণ পোস্টগুলো দেখতেও খারাপ লাগে।বিষয়টা অন্যভাবে নিবেন না, কারণ আপনাদের ভালোর জন্যই বলছি।
|
|
|
|
Fuso.hp
|
|
June 06, 2023, 03:42:36 PM Merited by Gulttam2a2 (1) |
|
আর একটা বিষয়ে আমি বলতে চাই, ভাই এত মেনশন দিয়ে পোস্ট করার কোন মানে আমি বুঝিনা। কাউকে উদ্দেশ্য করে বলবো না, তবে কয়দিন ধরে পোস্টে শুধু মেনশন দেখছি। আমার মনে হয় না এভাবে পোস্ট করা দরকার ছিল । সবাইকে এইভাবে একসাথে মেনশন করে কি লাভ হচ্ছে আমি তো সেটাই বুঝিনা। এমন না যে আমরা পোস্ট গুলা দেখিনা! পোস্ট মানসম্মত হলে সেখানে অবশ্যই রিপ্লাই দেয়ার চেষ্টা করি, অথবা পছন্দ হইলে মেরিট থাকলে দিয়ে দিই। আশা করি এ বিষয়টা মাথায় রেখে এগুলো করা থেকে বিরত থাকবেন। আর যদি করার পরে আপনাদের কাজটি হয়ে যায়, তাহলে পোস্টটা নিজে থেকে ডিলিট করে দিবেন। কারণ পোস্টগুলো দেখতেও খারাপ লাগে।
বিষয়টা অন্যভাবে নিবেন না, কারণ আপনাদের ভালোর জন্যই বলছি।
এজন্যই আপনাদের ইউজার নেম মেনশন করে দিছি কারণ আগে আপনারা রেগুলার একটিভ ছিলেন কিন্তু এখন আপনাদের উপস্থিতি খুবই কম মনে হয়। ছোট ইউজারদের প্রাপ্তির জায়গা হচ্ছে যখন কোন সিনিয়র সদস্য জুনিয়র কোন সদস্যের পোস্ট এর রিপ্লাই বলে ভাই আপনার পোস্ট সুন্দর হয়েছে আপনি এগিয়ে যান, এই একটি কথা ছোট ইউজারদের কতটা অনুপ্রেরণা জায়গায় তা শুধুমাত্র ছোট সদস্যরা জানে। আপনাদের কাছে মেরিট না থাকলে কোন সমস্যা নেই কিন্তু আপনারা আবারো একটিভ হয়ে তুলনামূলক ছোট ইউজারদের উৎসাহী করে তুলুন। যেহেতু নাম মেনশন করা নিয়ে আপনি সতর্ক করেছেন তাই আশা করছি পরবর্তীতে যারা পোস্ট করবেন তারা নাম উল্লেখ করে পোস্ট করা থেকে বিরত থাকবে। ধন্যবাদ ভাই।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Nel Ghor
Newbie
Offline
Activity: 20
Merit: 0
|
|
June 06, 2023, 04:59:12 PM |
|
আমরা বিটকয়েন ফোরামে এবং বাংলাদেশ লোকাল থ্রেড এ পোস্ট করে আমরা সফলতার দিক দিয়ে এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশ লোকাল থ্রেড এ যত গণ্যমান্য বড় ভাই রয়েছে তাদের সহায়তা আমরা ছোটরা এগিয়ে যেতে চাই এমনকি আমরা জানি এই লোকাল থ্রেড এ অনেক সিনিয়র ভাই রয়েছে এবং তারা আমাদের সহায়তার জন্য তারা অনেক চেষ্টা করে থাকেন
ধন্যবাদ সবাইকে!!
আপনি হইতো বাংলাদেশ লোকাল বোর্ডের নতুন সদস্য তাই হইতোবা জানেন না। এখানে সকল সিনিয়র মেম্বাররা,জুনিয়র মেম্বারদের সকল বিষয়ে সহযোগিতা করে থাকেন। হইতোবা কোনো কারণে তাদের রিপ্লে দিতে দেরি হয়। কিন্তু তারা কখনোই জুনিয়র মেম্বারদের অবহেলা করেনা। তবে এটাও সত্য যে, অনেক সিনিয়র মেম্বার বাংলাদেশ লোকাল বোর্ডে এখন এক্টিভ কম থাকেন। আসলে বাস্তবতাটা এমন নয়। আপনি বাংলাদেশ লোকাল বোর্ডে সময়দেন আপনার মতামত বা সমস্যা গুলো শেয়ার করুন দেখবেন আপনার পাশে সবাই আছে। ইনশাআল্লাহ...
|
|
|
|
BD Crypto
Full Member
Offline
Activity: 658
Merit: 158
BTC Rocks
|
ভাই আপনি ঠিকই বলেছে কিন্তু আপনি এত দ্রুত কিভাবে মেরিট পেলেন আমি এতদিন যাবত ধরে এখানে পোস্ট করলাম কিন্তু আমি কোন মেরিড এখনো পেলাম না। খুবই দুঃখ জনক ভাই 😔আর আপনি খুব দ্রুতই মেরিট পেয়ে গেলেন আমি কিছুই বুঝতে পারলাম না। ভাই আপনি খুব দ্রুত আরো দূর এগিয়ে যাবেন আশা করছি ভাইয়া শুভকামনা । আর আমার পোস্ট করার আগ্রহটিই কমে যাচ্ছে
ভাই প্রথমত বিটকয়েন ফোরামে আপনি তখনই মেরিট পাবেন যখন আপনার দেওয়া কোন ইনফরমেশন বা কোন উত্তর বা কোন অবদান দ্বারা ফোরামের অন্য কোন মেম্বার বা মেম্বারগণ উপকৃত হবে। আপনি এমন কোন আইডিয়া শেয়ার করলেন যা ইউনিক এবং হেল্পফুল অর্থাৎ আপনি ফোরামে যত বেশি অবদান রাখবেন আপনার মেরিট পাওয়ার সম্ভাব্যতা তত বৃদ্ধি পাবে। তাই আমি বলব আপনি মেরিটের পিছনে না দৌড়িয়ে ফোরামে ভাল পোস্ট করা অব্যাহত রাখুন এবং অন্যকে হেল্প করুন। আর অবশ্যই চেষ্টা করবেন এমন পোস্ট করতে যা অর্থবহ। আরেকটি বিষয় সতর্ক করে দিতে চাই সেটা হচ্ছে আপনি শুধু বাংলা লোকাল বোর্ডেই ফোকাস না করে ফোরামের বিভিন্ন ইংরেজি বোর্ড যেমন: Beginners & Help , Bitcoin Discussion সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বোর্ডগুলোতে পোস্ট করা অব্যাহত রাখুন। ইনশাল্লাহ খুব দ্রুত আপনিও ফোরামে রেংক আপ করতে পারবেন। তবে অবশ্যই শিট পোস্ট, কপি পোস্ট এবং ইনডিরেক্টলি মেরিট চাওয়া থেকে বিরত থাকবেন। আশা রাখি খুব দ্রুতই আপনিও ফোরামে রেংক আপ করতে পারবেন। পাশাপাশি অবশ্যই বাংলা লোকাল বোর্ডে পোস্ট করা চলমান রাখবেন আশা রাখি সিনিয়র ভাইয়েরা আপনার অবদানকে মূল্যায়ন করবে।
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2408
Merit: 1311
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
অনেকে টেলিগ্রামে নক দিয়ে ম্যারিড চান। যে বা যারা মেসেজ দিয়ে মেরিট চান তারা ম্যারিড তো পাবেনই না বরং ব্লক হয়ে যাবেন বা ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। একান্তই যদি আপনার মেরিটের দরকার হয় তাহলে আপনি সর্বোচ্চ বলতে পারেন ভাইয়া সময় পেলে আমার পোস্টগুলো একটু দেখবেন। আমি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারতেছি কিনা বা আমার কি ধরনের পোস্ট করা উচিত। আর কারো যদি রেংক আপডেটের জন্য মেরিট দরকার হয় তাহলেও হয়তো বা মেরিট চাওয়া যেতে পারে তবে তা কোনভাবেই জুনিয়র মেম্বার বা মেম্বার হওয়ার জন্য চাওয়া উচিত হবে না। উদাহরণঃ
|
|
|
|
tjtonmoy
|
|
June 06, 2023, 07:58:10 PM Last edit: June 06, 2023, 08:14:31 PM by tjtonmoy |
|
এজন্যই আপনাদের ইউজার নেম মেনশন করে দিছি কারণ আগে আপনারা রেগুলার একটিভ ছিলেন কিন্তু এখন আপনাদের উপস্থিতি খুবই কম মনে হয়। ছোট ইউজারদের প্রাপ্তির জায়গা হচ্ছে যখন কোন সিনিয়র সদস্য জুনিয়র কোন সদস্যের পোস্ট এর রিপ্লাই বলে ভাই আপনার পোস্ট সুন্দর হয়েছে আপনি এগিয়ে যান, এই একটি কথা ছোট ইউজারদের কতটা অনুপ্রেরণা জায়গায় তা শুধুমাত্র ছোট সদস্যরা জানে। আপনাদের কাছে মেরিট না থাকলে কোন সমস্যা নেই কিন্তু আপনারা আবারো একটিভ হয়ে তুলনামূলক ছোট ইউজারদের উৎসাহী করে তুলুন।
আপনার মেনশন দেওয়াটা ঠিক আছে কারন আপনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছেন এবং যাদের যাদেরকে বলছেন তাদেরকে আলাদাভাবে মেনশন করেছেন. এটি থেকে বোঝাচ্ছে যে আপনি স্পেসিফিক কোন এক ব্যক্তির কাছ থেকে কিছু জানতে আগ্রহী বা তাকে প্রশ্ন করেছেন। হুট করে কেউ যদি পোস্টটি দেখে, তাহলে ভাষা না জানলেও সে বিষয়টিকে খারাপ ভাবে নিবে না। আর যেহেতু এখন বাংলা কমিউনিটি প্রতিনিয়ত মডারেট করা হচ্ছে সুতরাং বাইরে থেকে অথবা অন্যান্য আলাদা বোর্ডের সিনিয়র মেম্বাররা অবশ্যই মাঝে মাঝে এখানে এসে আমাদের এক্টিভিটি গুলো দেখে যাবে। অনেকেই হয়তো অনুবাদ করে দেখবে না, তবে চোখের পলকে একটি পোষ্টের যেই মান, তা যেভাবে মেনশন করে পোস্ট করা হয়েছে তা ধরে রাখতে পারে নাই । সুতরাং আমি তাদেরকেই বলেছি । আপনি যেটা বললেন যে অনুপ্রেরণা, আসলে ভাই আমি ইন্ট্রোভার্ট টাইপের। সহজে কোন ডিসকাশনে জড়াই না। এ থেকে বুঝতেই পারছেন বিশেষ কোনো প্রয়োজন অথবা আপনাদের করা প্রশ্নের যেই উত্তরটা, আমি জানি সে বিষয়ে রিপ্লাই দিয়ে থাকি। সুতরাং আগে যেভাবে বললাম, জিজ্ঞেস করলে অবশ্যই উত্তরটা পেয়ে যাবেন এবং যখন আমি যখন কোন পোস্ট করব, তখন যে পোস্টগুলো সুন্দর হবে, সবগুলো একসাথে কোট করে পোস্ট করব। শুধুমাত্র পোষ্টের বিষয়ে উৎসাহ দিয়ে আরেকটি পোস্ট করা হয়তো স্প্যাম হিসেবে কাউন্ট করা হবে। এইজন্যই আমি হয়তো সেভাবে আপনাদের অনুপ্রেরণা দিতে পারছিনা। তার জন্য আমি খুবই দুঃখিত। যেহেতু নাম মেনশন করা নিয়ে আপনি সতর্ক করেছেন তাই আশা করছি পরবর্তীতে যারা পোস্ট করবেন তারা নাম উল্লেখ করে পোস্ট করা থেকে বিরত থাকবে। ধন্যবাদ ভাই।
নাম উল্লেখ করা বা মেনশন নিয়ে আমার কোন মাথা ব্যথা নাই। কারণ কোন স্পেসিফিক কাউকে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন এবং তাদের কাছে প্রশ্নের উত্তর থাকলে আপনারও জানতে সুবিধা হবে। আর এই শেখার মাঝে আমরা অনেক কিছু শিখে নিবো। তবে উপরে যেভাবে বললাম, সবাইকে একসাথে এইভাবে মেনশন দিয়ে যারা পোস্ট করেছেন তারা এটি থেকে বিরত থাকুন এবং সঠিকভাবে মেনশন এর ব্যবহারের মাধ্যমে পোস্ট করুন। তাহলে আশা করি কেউ আপনাদের কে আর কিছু বলবে না।
লল ভাই পুরাই লল। এগুলা কামলা রা কই থিকা আসে। নিজের যোগ্যতা নাই, মেরিট চাইয়া লাভ আছে? এক্সপোজ কইরা ব্যান করায় দেন।
|
|
|
|
|
NicNacCoin
|
|
June 06, 2023, 11:48:43 PM |
|
নিউজটা আমি সকালে ঘুম থেকে উঠে এক্সচেঞ্জ ওপেন করতেই দেখেছি। এই মুহূর্তে কি করব বুঝতে পারছি না। কেননা আমার যে ফান্ড আছে সমস্ত ফান্ড বিনাঞ্চ এক্সচেঞ্জে রেখে দিয়েছি। এর পরে বাইনান্স কয়েন আমার কাছে প্রায় 14 টার বেশি রয়েছে। এখানে আমার অভিজ্ঞ ভাইদের অনুসরণ করছি এই মুহূর্তে আমি কিছু বুঝতে পারছি না আমার বাইনান্স এক্সচেঞ্জ থেকে সমস্ত ফান্ড সরিয়ে অন্য কোথাও নিয়ে যাব নাকি? দয়া করে আপনারা আমাকে এই ব্যাপারে সাহায্য করুন।
|
|
|
|
Popkon6
|
|
June 06, 2023, 11:49:50 PM Last edit: June 07, 2023, 12:06:39 AM by Popkon6 |
|
বিনান্স কে নিয়ে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে। তবে আমার কাছে সামান্য পরিমাণ বিনান্স আছে সে ক্ষেত্রে আমি সিনিয়র ভাইদের পরামর্শ দাবি করছি যারা এই সম্পর্কে অভিজ্ঞ। এবং আমি নিজেও টেনশনের মধ্যে পড়ে গেলাম। সকল সদস্য কে বলা হচ্ছে? Update News: আমি কিছুটা সংবাদ সংগ্রহ করতে পেরেছি যে @Binance এর বিরুদ্ধে SEC অভিযোগ করেছে যে আদালতের নিয়ম মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণে চিহ্নিত করা হয়েছে। https://twitter.com/MetaLawMan/status/1666125600195596293?t=3lXwPt12ovse2XkVCcf_nA&s=19এই সূত্রে থেকে জানা যায় বিনান্স হুমকির মুখে রয়েছে তাই আমি বলতে চাচ্ছি যে অনেকের ই হয়তো সম্পদ বিনান্স করে রেখেছেন তাই আপাতত অর্ধেক সম্পদ আপনি অন্য প্ল্যাটফর্মে নিয়ে যান। তাহলে কিছুটা হুমকির মুখ থেকে রক্ষা পাওয়া যাবে।
|
|
|
|
Nothingtodo
Full Member
Offline
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
June 07, 2023, 01:10:56 AM |
|
এই নিল ওই নিল যাহ! কান নিয়েছে চিলে কানের পিছে ছুটছি মরে, আমরা সবাই মিলে কবিতাটি অনেকেই পড়েছে কিন্তু এর অর্থ হচ্ছে কান চিলে নিয়েছে কথাটা কতটুক যুক্তিসম্মত আগে ভেবে দেখতে হবে। চিলে কান নিয়েছে কিনা সেটা সুনিশ্চিত হতে হবে। ঠিক আছে বেশ কয়েকদিন ধরে বাইনান্স এক্সচেঞ্জ নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। তবে আপনারা বিষয়টি খেয়াল করুন এবং আপনি যে টুইট গুলি শেয়ার করেছেন তার নিচে কমেন্টগুলো ভালো পড়ুন ফলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। SEC বিষয়টি এক তরফা করেছে এবং তারা সব সময় ক্রিপ্টোকারেন্সির বিপরীতে কাজ করে। আমি আপাতত এই সমস্ত গুজব তথ্যে বিশ্বাস করিনা। তাছাড়া মিডিয়ারা সব সময় ছোট্ট বিষয়টি বৃহৎ আকারে দেখতে পছন্দ করে। আমি মিডিয়ার তথ্য সম্পর্কে আমার দেশের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করবোনা তবে মিডিয়া একটু বেশি বেশি লেখে।
|
|
|
|
Worsh
Member
Offline
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
|
|
June 07, 2023, 01:32:42 AM |
|
বিকাশ দিচ্ছে আর্জেন্টিনায় গিয়ে মেসিদের খেলা দেখার সুযোগআর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে গত ৮ মে ব্র্যান্ড পার্টনারশিপ ঘোষণা করেছিল বাংলাদেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ব্র্যান্ড পার্টনার হওয়া প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান তারা। বিকাশ তখনই ঘোষণা দিয়েছিল, আর্জেন্টাইন ফুটবল তারকাদের সঙ্গে বাংলাদেশের ভক্ত-অনুরাগীদের যোগাযোগ আরও বাড়াতে তারা উদ্যোগ নেবে। সেই উদ্যোগের অংশ হিসেবেই শুরু হচ্ছে বিকাশের নতুন প্রচারণা, যে প্রচারণার সময় বিকাশে কেনাকাটা করে মিলবে আর্জেন্টিনায় গিয়ে লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজ-হুলিয়ান আলভারেজদের খেলা দেখার সুযোগ। বিকাশের একটি সূত্র জানিয়েছে, ৮ জুন থেকে শুরু হতে যাওয়া এই প্রচারণা চলবে ২৮ জুন পর্যন্ত। প্রতি সপ্তাহে বিকাশ ‘পেমেন্ট’ ব্যবহার করে সর্বোচ্চ কেনাকাটা করা ৭ জন করে তিন সপ্তাহে মোট ২১ জন পাবেন আর্জেন্টিনায় গিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের খেলা দেখার সুযোগ। এই প্রচারণায় জয়ীদের বিমান টিকিট, হোটেলে থাকার খরচ দেবে বিকাশ। ফিফা আন্তর্জাতিক সূচি অনুযায়ী আর্জেন্টিনা দল যখন পরবর্তী সময়ে নিজেদের মাঠে খেলবে, সেই সময় এই সফরের ব্যবস্থা করা হবে। প্রচারণায় জয়ীদের সঙ্গে বিকাশের পক্ষ থেকে যোগাযোগ করে ম্যাচের তারিখ, প্রতিপক্ষ, ভেন্যুসহ বিস্তারিত সফরসূচি জানিয়ে দেওয়া হবে। গত বছর কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের তীব্র ভালোবাসা হয়ে উঠে বৈশ্বিক সংবাদমাধ্যমের খবর। লিওনেল মেসিদের নিয়ে এ দেশের মানুষের প্রবল আবেগ স্পর্শ করে আর্জেন্টিনার মানুষদেরও। এরই ধারাবাহিকতায় দুই দেশের কূটনীতিক সম্পর্ক পায় নতুন মাত্রা, তারপর গত মাসে বিকাশের সঙ্গে এএফএর ব্র্যান্ড পার্টনারশিপ হয়। বিকাশ ও এএফএ তখনই আশা প্রকাশ করেছিল, এ অংশীদারত্বের ফলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা দলে তাদের প্রিয় তারকাদের আরও কাছাকাছি যেতে পারবেন, ভালোবাসার আদান-প্রদান বাড়বে এবং দুই দেশের ফুটবল সম্পর্কও আরও শক্ত হবে। বিকাশের নতুন এই প্রচারণা সেই ধারাবাহিক উদ্যোগেরই প্রথম ধাপ। সোর্স প্রথম আলো
|
|
|
|
Nothingtodo
Full Member
Offline
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
June 07, 2023, 02:06:45 AM |
|
|
|
|
|
Learn Bitcoin
|
বিনান্স কে নিয়ে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে। তবে আমার কাছে সামান্য পরিমাণ বিনান্স আছে সে ক্ষেত্রে আমি সিনিয়র ভাইদের পরামর্শ দাবি করছি যারা এই সম্পর্কে অভিজ্ঞ। এবং আমি নিজেও টেনশনের মধ্যে পড়ে গেলাম।
অভিযোগ আনা হয়েছে CZ, Binance এবং Binance US এর বিরুদ্দে যে তারা নিয়ম মেনে প্লাটফর্ম পরিচালনা করছে না। The United States Securities and Exchange Commission আট টি একশন সাজেশন করেছে। তবে সেগুলো কি কি, সেটা বিস্তারিত ভাবে জানতে পারিনি। তবে কয়েনটেলিগ্রাফের আর্টিকেল অনুযায়ী Binance US এর সকল কাজ এবং ইউজারদের ব্যালেন্স ফ্রিজ করে রাখার জন্য বলা হয়েছে। বলে রাখা ভালো, Binance এবং Binance US দুইটা আলাদা ভাবে পরিচালিত হয়ে থাকে। Binance যে ভাবে পরিচালিত হয়ে থাকে, সেটা US এর অনেক রুলস ভায়োলেট করে। সে কারনেই Binance মূলত Binance US খুলেছে শুধুমাত্র US গ্রাহকদের জন্য। সেটার নিয়ম কানুন আলাদা। যেখানে তারা নিয়ম মেনে চলার জন্য ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম চালাচ্ছে, সেখানে কি রুলস ভায়োলেট করেছে আমি জানি না। তবে সময় হলেই দেখা যাবে। আপাতত Binance US গ্রাহকদের ফান্ড সরিয়ে ফেলার পরামর্শ থাকবে। এই নিল ওই নিল যাহ! কান নিয়েছে চিলে কানের পিছে ছুটছি মরে, আমরা সবাই মিলে......
....আমি আপাতত এই সমস্ত গুজব তথ্যে বিশ্বাস করিনা। তাছাড়া মিডিয়ারা সব সময় ছোট্ট বিষয়টি বৃহৎ আকারে দেখতে পছন্দ করে। আমি মিডিয়ার তথ্য সম্পর্কে আমার দেশের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করবোনা তবে মিডিয়া একটু বেশি বেশি লেখে।
কান চিলে নিবে কেনো? আর এটাকে আপনার গুজব কেনো মনে হচ্ছে? The United States Securities and Exchange Commission কে আপনার বাংলাদেশের দুদক মনে হচ্ছে? তারা তাদের আওতাধিন সব কিছু মনিটরিং করে। তারা Binance এর কিছু করতে না পারলেও Binance US সবসময় শাট-ডাউন করে দেয়ার মতো ক্ষমতা হাতে রাখে। আপনি নিজেই তো কয়েনটেলিগ্রাফের নিউজ শেয়ার করলেন।
|
|
|
|
Nothingtodo
Full Member
Offline
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
June 07, 2023, 06:23:46 AM |
|
ইডিট
ভাইয়ো লজ্জা দিয়েন না, বাংলাদেশের দুদুকের সাথে তুলনা করে তাদের মান-সম্মানে আঘাত দিয়েন না। সকালে ঘুম থেকে উঠে ধুপ করে এই নিউজটা দেখলাম তো তাই ভাবলাম মিথ্যা কিনা। পরে নিউজ ঘাটাঘাটি করে দেখলাম ঘটনা ১০০% সত্য। আমিও কিছু নিউজ এখানে শেয়ার করলাম। SEC in their Binance lawsuit seems to be claiming that SOL, ADA, MATIC, FIL, ATOM, SAND, MANA, ALGO, AXS, COTI, BUSD, & BNB are securities. Binance Lawsuit notice: https://www.courtlistener.com/docket/67474542/v-securities-and-exchange-commission/SEC in their Coinbase lawsuit seems to be claiming that SOL, ADA, MATIC, FIL, SAND, AXS, CHZ, FLOW, ICP, NEAR, VGX, DASH, and NEXO are securities https://twitter.com/lopp/status/1665750550862786564?s=19
|
|
|
|
Dimitri94
|
|
June 07, 2023, 11:52:16 AM |
|
গত এক যুগে বাংলাদেশ থেকে হাজার হজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। বিভিন্নভাবে এই টাকা পাচার করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে প্রত্যক্ষভাবে অর্থস্থানান্তরের ঘটনা ঘটে থাকে যেখানে সরকারেরও কিছু করার থাকে না। দেশের টাকা যখন বিদেশে খরচ করা হয় তখন তা দেশের জন্য ক্ষতি। বর্তমানে সরকার দেখছে যে আমাদের দেশের মানুষের মধ্যে বিদেশ ভ্রমনের প্রতিযোগীতা শুরু হয়েছে। যা আমাদের দেশের অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। যে কোন সাধারন কারনেই মানুষ এখন বিদেশে যেতে ইচ্ছুক। মেডিক্যাল সার্ভিস এবং আমদানি নির্ভর ব্যবসায়, শপিং অথবা ভ্রমনের জন্য অনেকেই বিদেশে গমন করে থাকেন। বিশেষ করে বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ্য লক্ষ্য মানুষ ইন্ডিয়াতে ভিড় জমায়। কেউ চিকিৎসার জন্য কেউ বা ভ্রমনের জন্য আবার কেউ বা অন্যান্য কাজের জন্য। এইভাবে প্রচুর বৈদেশিক মুদ্রার খরচ করা হয়ে থাকে। এখানে কেউ কেউ অবৈধভাবে অর্থ পাচারও করে থাকে। বিদেশে গমন করা নিয়ে সরকার কোনভাবে আটকাতে না পারলেও সাম্প্রতিক সময়ে নতুন একটি আইন তৈরী করার প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের প্রত্যেকেরই এন বি আরে সব ধরনের তথ্য জানাতে হবে বিদেশ ভ্রমনের পরে। আমি মনে করি এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এখন অনেকেই চাইলেও বিদেশে গমন করা থেকে কিছুটা হলেও বিরত থাকার চেস্টা করবেন। বৈদেশিক মুদ্রার অপচয় থেকে কিছুটা হলেও বাংলাদেশ রক্ষা পাবে।
|
|
|
|
Bd officer
|
এই সূত্রে থেকে জানা যায় বিনান্স হুমকির মুখে রয়েছে তাই আমি বলতে চাচ্ছি যে অনেকের ই হয়তো সম্পদ বিনান্স করে রেখেছেন তাই আপাতত অর্ধেক সম্পদ আপনি অন্য প্ল্যাটফর্মে নিয়ে যান। তাহলে কিছুটা হুমকির মুখ থেকে রক্ষা পাওয়া যাবে।
আপনি সঠিক বলেছেন যারা বাইন্যান্সে কিপ্টো সম্পদ রেখেছেন তাদের অর্ধেক সম্পদ অন্য প্লাটফর্মে রাখা ভালো হবে। যাইহোক বাইন্যান্স হুমকির মুখে রয়েছে বলেই আজকে কিপ্টো সম্পদ অর্ধেক অন্য প্লাটফর্মে রাখলেই হবে না। কিপ্টো সম্পদ আমাদের শুধু একটি প্লাটফর্মে রাখলে হবে না, একটি প্লাটফর্মে রাখলে ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই একাদিক প্লাটফর্মে রাখাই উত্তম। একটি প্ল্যাটফর্ম যদিও হ্যাক হয়ে যায় তবুও অন্য প্লাটফর্মে সম্পদ থাকবে।
আর্থিক সম্পদের মধ্যে গত এক দশক ধরে বিটকয়েন সবচেয়ে ভালো পারফর্ম করে যাচ্ছে। আশা করা যায় সামনে দিনগুলিতেও বিটকয়েন ভালো পারফর্ম করবে।উৎস
|
|
|
|
Xal0lex
Moderator
Legendary
Offline
Activity: 2660
Merit: 2633
|
|
June 07, 2023, 02:05:40 PM |
|
আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক হ্যাপি আপনাদের ভালোবাসায় আজকে আমি ম্যারিটে পরিণত হলাম। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন ইনশাল্লাহ এভাবে সাপোর্ট করবেন। আমি আপনাদের কে নতুন নতুন অনেক ভালো পোস্ট উপহার দেওয়ার চেষ্টা করব। সিনিয়র ভাইয়েরা আপনারা ছোট ইউজারদেরকে একটু সাপোর্ট করবেন তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। কেননা তারাও আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবে
ধন্যবাদ সবাইকে
আপনার নতুন র্যাঙ্কের জন্য অভিনন্দন। কিন্তু আপনি যদি প্লাজিয়ারাইজিং করতে থাকেন, তবে আপনার অ্যাকাউন্ট ফোরামে দীর্ঘ সময় রাখা সম্ভব নয়।
|
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
Offline
Activity: 574
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
|
|
June 07, 2023, 02:22:21 PM Last edit: June 07, 2023, 02:49:06 PM by 2Pizza410000BTC |
|
এই সূত্রে থেকে জানা যায় বিনান্স হুমকির মুখে রয়েছে তাই আমি বলতে চাচ্ছি যে অনেকের ই হয়তো সম্পদ বিনান্স করে রেখেছেন তাই আপাতত অর্ধেক সম্পদ আপনি অন্য প্ল্যাটফর্মে নিয়ে যান। তাহলে কিছুটা হুমকির মুখ থেকে রক্ষা পাওয়া যাবে।
আপনি সঠিক বলেছেন যারা বাইন্যান্সে কিপ্টো সম্পদ রেখেছেন তাদের অর্ধেক সম্পদ অন্য প্লাটফর্মে রাখা ভালো হবে। যাইহোক বাইন্যান্স হুমকির মুখে রয়েছে বলেই আজকে কিপ্টো সম্পদ অর্ধেক অন্য প্লাটফর্মে রাখলেই হবে না। কিপ্টো সম্পদ আমাদের শুধু একটি প্লাটফর্মে রাখলে হবে না, একটি প্লাটফর্মে রাখলে ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই একাদিক প্লাটফর্মে রাখাই উত্তম। একটি প্ল্যাটফর্ম যদিও হ্যাক হয়ে যায় তবুও অন্য প্লাটফর্মে সম্পদ থাকবে।
আর্থিক সম্পদের মধ্যে গত এক দশক ধরে বিটকয়েন সবচেয়ে ভালো পারফর্ম করে যাচ্ছে। আশা করা যায় সামনে দিনগুলিতেও বিটকয়েন ভালো পারফর্ম করবে।উৎস 2023 সালে ৬৫% পাম্প, 2024 সালে halving বছর অনেক পাম্প না করলেও 150% তো হবেই মিনিমাম। Halving এর পরের বছর বিটকয়েন প্রায় কয়েকগুণ বেড়ে যায়।
আজ থেকে 9 বছর আগে আফগানিস্তানের মহিলারা ফিনান্সিয়ালি স্বাধীন হতে চেয়েছিল। আফগানিস্তানের মহিলারা যখন বিটকয়েনের দাম $৬০০ তখন আফগানিস্তানের মহিলারা বিটকয়েন ব্যবহার করতে শুরু করেছিল। আফগানিস্তানের মহিলারা মাসিক ৫০ মিলিয়ন সাতোশি অর্জন করতে সক্ষম হয়েছিল। Afghan women using #Bitcoin to achieve financial freedom at $600, 9 years ago Earning 50,000,000 sats a month without permission, banks, or centralized control ✊ টুইটার টুইট: https://twitter.com/pete_rizzo_/status/1666412354458796032?s=19
|
|
|
|
Offline33
Newbie
Offline
Activity: 22
Merit: 0
|
|
June 07, 2023, 02:49:38 PM |
|
যেহেতু আমি একজন নতুন বিটকয়েন ইউজার । তাই আমার পোস্টের কোয়ালিটি ভালো হয় না। তবে একটা আশ্বাস নিয়ে আমি বিটকয়েন ফোরামে থাকতে চাই । সেটা হলো এখানে অনেক সিনিয়র ভাইয়েরা রয়েছে । তাদের হাত ধরে এবং তাদের দেখানো রুলস অনুযায়ী পোস্ট করলে আমরা অনেক কিছু শিখতে পারবো । এবং ভবিষ্যতে বড় কিছু করতে পারবো । তাই অলসতা না করে আমি প্রতিদিন বাংলাদেশ লোকাল থ্রেড এ পোস্ট করে যাব । এবং অন্যদের কোয়ালিটি ফুল পোস্টগুলি দেখে শিখে নিব । কারণ কেউ কোনদিন এক ধাপেই বড় হয় না । ছোট থেকেই বড় হতে হয় । তাই সবার দয়া ও আশ্বাস নিয়ে আমি কিছু করে দেখাতে চাই।
সবাইকে ধন্যবাদ!!
|
|
|
|
Crypto Library
|
|
June 07, 2023, 03:53:14 PM |
|
যেহেতু আমি একজন নতুন বিটকয়েন ইউজার । তাই আমার পোস্টের কোয়ালিটি ভালো হয় না। তবে একটা আশ্বাস নিয়ে আমি বিটকয়েন ফোরামে থাকতে চাই । সেটা হলো এখানে অনেক সিনিয়র ভাইয়েরা রয়েছে । তাদের হাত ধরে এবং তাদের দেখানো রুলস অনুযায়ী পোস্ট করলে আমরা অনেক কিছু শিখতে পারবো । এবং ভবিষ্যতে বড় কিছু করতে পারবো । তাই অলসতা না করে আমি প্রতিদিন বাংলাদেশ লোকাল থ্রেড এ পোস্ট করে যাব । এবং অন্যদের কোয়ালিটি ফুল পোস্টগুলি দেখে শিখে নিব । কারণ কেউ কোনদিন এক ধাপেই বড় হয় না । ছোট থেকেই বড় হতে হয় । তাই সবার দয়া ও আশ্বাস নিয়ে আমি কিছু করে দেখাতে চাই।
প্রথমে বিটকয়েনটক ফোরামে এবং তারপর আমাদের বাংলাদেশের লোকাল থ্রেডে আপনাকে জানাই স্বাগতম। কেই শুরু থেকে সবজান্তা শমসের হয়ে থাকে না, শুরুতে সবারই একই অবস্থা থাকে তাই নিজেকে দুর্বল বা ছোট মনে করবেন না। ফোরামে সময় দিন অনেকগুলো সেকশন বা বোর্ড রয়েছে নানান বিষয়ের উপর , আপনি যে বিষয়ে পারদর্শী সেই বোর্ডে ডিসকাশন এ অংশগ্রহণ করুন, পাশাপাশি অন্যান্য বোর্ড গুলো এক্সপ্লোর করুন যেখানে টেকনিক্যাল নানান জিনিসগুলো আপনি জানতে পারবেন। তাছাড়া যারা ভালো পোস্ট করে বা ভালো রেপুটেশনওয়ালা পাবলিক তাদের কে ফলো করুন তারা কিভাবে কোথায় পোস্ট করতেছে সেদিকে খেয়াল রাখুন, আর জাস্ট নিয়মগুলো মেনে চলুন। তাহলেই আশা করি আপনার যাত্রা এই ফোরামে হতে যাচ্ছে। গত এক যুগে বাংলাদেশ থেকে হাজার হজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। বিভিন্নভাবে এই টাকা পাচার করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে প্রত্যক্ষভাবে অর্থস্থানান্তরের ঘটনা ঘটে থাকে যেখানে সরকারেরও কিছু করার থাকে না। দেশের টাকা যখন বিদেশে খরচ করা হয় তখন তা দেশের জন্য ক্ষতি। বর্তমানে সরকার দেখছে যে আমাদের দেশের মানুষের মধ্যে বিদেশ ভ্রমনের প্রতিযোগীতা শুরু হয়েছে। যা আমাদের দেশের অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। যে কোন সাধারন কারনেই মানুষ এখন বিদেশে যেতে ইচ্ছুক। মেডিক্যাল সার্ভিস এবং আমদানি নির্ভর ব্যবসায়, শপিং অথবা ভ্রমনের জন্য অনেকেই বিদেশে গমন করে থাকেন। বিশেষ করে বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ্য লক্ষ্য মানুষ ইন্ডিয়াতে ভিড় জমায়। কেউ চিকিৎসার জন্য কেউ বা ভ্রমনের জন্য আবার কেউ বা অন্যান্য কাজের জন্য। এইভাবে প্রচুর বৈদেশিক মুদ্রার খরচ করা হয়ে থাকে। এখানে কেউ কেউ অবৈধভাবে অর্থ পাচারও করে থাকে। বিদেশে গমন করা নিয়ে সরকার কোনভাবে আটকাতে না পারলেও সাম্প্রতিক সময়ে নতুন একটি আইন তৈরী করার প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের প্রত্যেকেরই এন বি আরে সব ধরনের তথ্য জানাতে হবে বিদেশ ভ্রমনের পরে। আমি মনে করি এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এখন অনেকেই চাইলেও বিদেশে গমন করা থেকে কিছুটা হলেও বিরত থাকার চেস্টা করবেন। বৈদেশিক মুদ্রার অপচয় থেকে কিছুটা হলেও বাংলাদেশ রক্ষা পাবে।
আইনের উদ্দেশ্যটা দেখতে গেলে তো খারাপ মনে হচ্ছে না , কিন্তু এই সবাই শুধু চুনোপুটিদের জন্যই রাঘব বোয়ালরা সবসময় হাতের নাগালের থেকে বাইরেই থেকে যাবে। আর যদি এটার উদ্দেশ্য অন্য কিছু হয়ে থাকে তাহলে আমি বলব যে বাংলাদেশের জনগণের স্বাধীনতা তো এমনি নেই তার ওপর এটি হবে মরার উপর খাড়ার বারি। ভ্রমণ পিয়াষুরা ঘুরবে এটাই স্বাভাবিক, আর কোথায় কে খরচ করল এটা সরকারকে সঠিকভাবে তথ্য প্রদান করলেই হলো আমি মনে করি না এখানে তাদের ভ্রমণ কমিয়ে আনার দরকার রয়েছে।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
|