Bd officer
|
 |
July 02, 2023, 03:40:35 PM Last edit: July 02, 2023, 03:56:49 PM by Bd officer |
|
কোরবানির ঈদকে সামনে রেখে কাঁচামরিচ ও আধার দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছিল এবং কোরবানি ঈদের সকল প্রকার ইমেজ শেষ হয়ে গেলেই দাম ইনশাল্লাহ কমে যাবে। চিন্তার বিষয় নেই যৎ সামান্য মুষ্টিমেয় কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আজকের এই কাঁচামরিচের দামের হঠাৎ বৃদ্ধি পেয়েছিল।
কাঁচামরিচ নিয়ে কথা হচ্ছে আমার নিজে চাষ করা থেকে মতামত দিই। হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বৃদ্ধির পিছনে ঈদ এবং অসাধু ব্যবসায়ীদের দোষারোপ করলে হবে না। কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় পিছন অন্যতম কারণ রয়েছে এবছরে কাঁচা মরিচের উৎপাদন কম। উদাহরণস্বরূপ আমার বাবা একজন ছোটখাটো ব্যবসায়ী সাথে জমি চাষাবাদ করেন, কিন্তু আমি প্রতিবছর আমাদের ৩ শতাংশ জমিতে প্রতিবছর মরিচের চাষ করে থাকি, যাতে আমাদের বাজার থেকে ক্রয় করা না লাগে। নিজেরা খেয়ে দৈনিক প্রায় ১ কেজির মতো মরিচ উঠানো যেতো, দেখা যায় সপ্তাহে ৭-৮ কেজি মরিচ বিক্রি করা যেতো। কিন্তু এ বছরে আমাদের মরিচের এমন অবস্থা হয়েছে দৈনিক ৫০ গ্রাম করে উঠান যায় না। মরিচের পাতাগুলি কোঁকড়িয়ে (মোড়ানো) গেছে। শুধু আমাদের মরিচে হইছে তা নয় আশেপাশে অনেক চাষীদের দেখি সেম অবস্থা। আমার মনে হয় এই কারনে মরিচের দাম এবছরে বৃদ্ধি পেয়েছে। আমার মরিচ চাষের উপর ভিত্তি করে কথা গুলো বললাম এটিও একটি কারন হতে পারে। জানি না কি কারনে মরিচের দাম এত বেড়ে গেলো।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1148
Merit: 1020
Find your Digital Services at- cryptolibrary.pro
|
 |
July 02, 2023, 07:17:12 PM |
|
@Crypto Library ভাই যদি কিছু মনে না করেন আপনাকে আরও একটু কষ্ট করতে বলি , যদি আরও একটা চার্ট তৈরি করতেন, এক মাসে কে কয়টা মেরিট রিসিভ করলো কে কয়টা সেন্ড করলো। আমি হয়তো পাকিস্তান বোর্ডে গিয়ে এই রকম দেখছিলাম। ভাই আশা করছি আপনার কাছে থেকে আগামী মাসে ওই রকম মেরিট কে কয়টা সেন্ড বা রিসিভ করলো সেই চার্ট দেখতে পাবো। ধন্যবাদ ভাই আপনাকে।  ব্রাদার এখানে কিছু মনে করার মত কিছুই নেই, বরং আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সাজেশন এর জন্য আমি অলরেডি সকালে বিষয়টি নিয়ে এক্সপ্লোর করেছি, পাকিস্তান বোর্ডের পোস্টটিও দেখা হয়েছে ।।আপাতত একটু ব্যস্ততা থাকার কারণে আর এর মধ্যে হাত দিতে চাচ্ছি না, ইনশাআল্লাহ সামনের মাস থেকে আপনার সাজেশন অনুযায়ী এটি এড করার চেষ্টা করব। আর আপনাকেও অভিনন্দন যে এ মাসে তৃতীয় অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছেন আমি সবারই উদ্দেশ্যে বলতে চাই সাজেশন দিতে চাইলে অবশ্যই দিবেন মনে কোন দ্বিধাবোধ রাখবেন না।  আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। আমি ভাই এতোটাও রেস্পেক্ট পাওয়ার যোগ্য না যতোটা আপনারা করছেন। আপনাদের সকলের সাহায্য ছাড়া কোনো ভাবেই এখানে আসা সম্ভব হতো না। আপনারা ছিলেন বলেই আমিও আছি। আপনি ভুল করে LDL ভাইকে কোট করেছেন আগের পোস্ট এ  ধুর মিয়া ঠিকই তো ছিল -_- , আপনি মনে করছেন BD Crypto পোস্ট দেখে রিপ্লাইটি দিয়েছি আসলে না দুজনের প্রায় সেম সেমি ছিল হুদাই কাটাকাটি করলাম আমি আসলে এলডিএল ভাইয়ের পোস্টটিকে উদ্দেশ্য করে রিপ্লাইটি দিয়েছি -_-
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
SpaceSuite
Member

Offline
Activity: 87
Merit: 27
|
 |
July 02, 2023, 10:59:26 PM |
|
ইনশাআল্লাহ সামনের মাসে অবশ্যই সেরা পোস্ট দাতা দের তালিকা আমরা সবাই থাকবো এবং @Crypto Library ভাই ১০ জনের তালিকা তৈরি করেছে আমি আরো ১০ জন বেশি করে মোট ২০ জনের তালিকা তৈরি করব এবং সেখানে আমরা সবাই কতগুলো পোস্ট দিয়েছি এবং কত নম্বর পজিশনে সেটা দেখতে পাবো।
সত্যি বলতে ভাই ২০ জন কেন আরও বেশি করা যায় সংখ্যাটাকে কিন্তু আমি আসলে প্রথম 10 জন সবচেয়ে বেশি পোস্টদাতা রেখেছি কারণ এর মধ্যে নতুনদের বা সবার মধ্যে একটা এক্সট্রা অনুভূতি কাজ করবে বেশি বেশি পোস্ট করার জন্য ওই প্রথম ১০ জনের সাড়ির মধ্যে থাকার জন্য আর এর জন্য মাত্র ১০ জন এর লিস্ট দেওয়া। প্রথমে আমি মনে করেছিলাম পাঁচ জনের দিব তারপরে ভেবে তুলতে দশজনের দিয়েছি, আমি আসলে মনে করি সংখ্যাটি আসলে যত বেশি থাকবে মানুষের আকর্ষণ তত বেশি থাকবে। এবং চেষ্টাও তত বেশি থাকবে। তারপরও কে কয়টা পোস্ট করছেন এটা বুঝার জন্য কার অবস্থান কোথায় রয়েছে এটা নিচে উপস্থাপন করলাম  : সর্বোচ্চ পোস্টদাতা এর প্রথম ৩০ জনের লিস্ট:1. Learn Bitcoin [33] 2. 2Pizza410000BTC [30] 3. Bd officer [30] 4. roksana.hee [27] 5. BD Crypto [23] 6. sj13 [19] 7. Worsh [17] 8. Poorman2 [15] 9. tjtonmoy [15] 10. Crypto Library [14] 11. Bitcoin_people [13] 12. Fuso.hp [13] 13. Dimitri94 [12] 14. LDL [12] 15. Gulttam2a2 [11] 16. synchronym [11] 17. wtsimis [11] 18. hand242 [10] 19. Little Mouse [9] 20. Nel Ghor [9] 21. Nothingtodo [9] 22. Offline33 [9] 23. Xal0lex [9] 24. Kraps712 [8] 25. Z_MBFM [8] 26. Mr.corol [7] 27. nahid5644 [7] 28. Popkon6 [6] 29. Tiger420 [6] 30. shasan [6] ভাই, কিছু মনে কইরেন না, একখান কথা জিগাই... BitcoinTalk এ বাংলা thread ছাড়া আর একখানও thread আছে, যেইখানে পোলাপান মাসে কে কয়খান post দিসে এই লইয়া হৈ হৈ করে?
|
|
|
|
God Of Thunder
|
 |
July 03, 2023, 02:09:56 AM |
|
ধুর মিয়া ঠিকই তো ছিল -_- , আপনি মনে করছেন BD Crypto পোস্ট দেখে রিপ্লাইটি দিয়েছি আসলে না দুজনের প্রায় সেম সেমি ছিল হুদাই কাটাকাটি করলাম আমি আসলে এলডিএল ভাইয়ের পোস্টটিকে উদ্দেশ্য করে রিপ্লাইটি দিয়েছি -_-
আমি তাহলে ভুল দেখলাম নাকি? নাকি ঘুমের ঘোরে লিখছি কে জানে। এই ফোরাম আমার কাছে সোশ্যাল মিডিয়ার মতো হয়ে গেছে। অন্যরা ঘুম থেকে উঠে বা ঘুমানোর আগে ফেসবুক, ইন্সটাগ্রাম ইউজ করে। আর আমি ফ্রি টাইম পুরাটাই ফোরাম ইউজ করি। তবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া ও ইউজ করে থাকি। জানি না ঘুমায়ে ঘুমাতে লিখেছি নাকি। ভাই, কিছু মনে কইরেন না, একখান কথা জিগাই...
BitcoinTalk এ বাংলা thread ছাড়া আর একখানও thread আছে, যেইখানে পোলাপান মাসে কে কয়খান post দিসে এই লইয়া হৈ হৈ করে?
ভাই মনে করার কিছু নাই। তিতা হইলেও আপনি সত্যি কথা বলছেন। তবে আমাদের এখানে হইচই করার কারণ আছে। আমরা চাচ্ছিলাম এখানে একটা কম্পিটিশন বানাতে এবং সবাইকে আরো একটিভ রাখতে। আমরা চাচ্ছিলাম একটা লোকাল বোর্ড এর আবেদন করার জন্য। এর জন্য সবাইকে একটিভ রাখা জরুরি ছিলো। আর পাকিস্তান থ্রেড এ আমাদের মতোই পোস্ট নিয়ে হইচই হয়ে থাকে। একটিভ লোকাল থ্রেড বলতে এই দুইটা থ্রেড ই একটিভ আছে লোকালে। তাছাড়া অন্যান্য একটিভ কমিউনিটি অলরেডি বোর্ড পেয়ে গেছে। তো হইচই ব্যাপার টা পজেটিভ ভাবেই নিচ্ছি। এক এক জনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম হতে পারে। তবে আপনার পয়েন্ট খারাপ ছিলো না।
|
|
|
|
Offline33
Newbie
Offline
Activity: 22
Merit: 0
|
 |
July 03, 2023, 02:57:21 AM |
|
দেখতেছি কাঁচামরিচ নিয়ে অনেকেই অনেক কথা বলতেছেন। আমাদের বাংলাদেশ । প্রতিবছর প্রতিনিয়ত একটা না । একটা কিছুর দাম বেড়েই চলেছে। তবে এই বছরের রেকর্ডটা ভিন্ন। কাঁচা মরিচের পাশাপাশি আধা ও আগুন লাগিয়েছে । যা আগে ছিল ১০০ টাকা কেজি। ৪ গুণ বেড়ে হয়েছে। ৫০০ টাকা কেজি । হায়রে বাংলাদেশ বিদ্যুতের জ্বালা জীবন শেষ। এখন না দেখি কাঁচামরিচ আর আধার জ্বালায় জীবন শেষ।
সমস্যা নাই আমাদের প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন। কাঁচামরিচের দিন শেষ শুকনা মরিচের বাংলাদেশ। আবার এটাও বলেছেন যখন কাঁচা মরিচের দাম কম থাকবে। তখন কাঁচামরিচ শুকিয়ে ফ্রিজে রাখবেন । যখন দাম বাড়বে তখন ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখলেই ব্যাস কাঁচা মরিচ হয়ে গেল। কথাটা শুনে হাস্যকর হলেও আসা যাবেনা। কারণ ভাই এটা বাংলাদেশ।
|
|
|
|
wtsimis
|
 |
July 03, 2023, 07:19:54 AM |
|
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩ আলহামদুলিল্লাহ এ মাসেও খারাপ নয় পোস্ট এক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে গত মাসের তুলনায় পোস্ট এক্টিভিটি একটু বেশি রয়েছে তবে ম্যারিট এর দিক থেকে সংখ্যাটি কিছুটা কম রয়েছে এবার। আশা করি সব কিছু আরো ভালো ভাবে ঠিক হয়ে যাবে। এজন্য অবশ্যই সবাইকে একটিভ থাকতে হবে। একটিভিটি যদি কন্টিনিউ বাড়তে থাকে, তাহলে মেরিট ও বাড়বে আশা করা যায়। তবে একটিভিটি কমে গেলে মেরিট ও কমে যাবে। আপনাকে ধন্যবাদ আরো একটা মাসের ডাটা তুলে ধরার জন্য! প্রথম দশজন পোস্টদাতা 1. Learn Bitcoin [33]
প্রতিদিন একটা পোষ্ট লেখার আইডিয়াটা আবারো আমার জন্য কাজ করেছে। এজন্য নিজেই মাস শেষে বুঝতে পারি না যে আমি এতাগুলো পোষ্ট করে ফেলেছি। এভাবে যদি কন্টিনিউ করতে পারি, একদিন এই থ্রেড এর অলটাইম টপ পোষ্টারদের মধ্যে আমার নাম ও থাকবে। আমি অলরেডি ৭ নাম্বারে চলে আসছি। আমি আশা করবো সবাই এভাবে একটিভ থাকবেন। আজকে সকালে দেখলাম আমারো ২৫০ মেরিট হয়ে গেছে। এখন শুধু একটিভিটি বাড়ার অপেক্ষা। প্রথমেই অভিনন্দন জানাই অগ্রিম সিনিয়র মেম্বার বড় ভাই ❤️ আপনার কাছ থেকে আমাদের বাঙ্গালীদের অনেক কিছু শিখার আছে। সত্যি বলতে ভাই ২০ জন কেন আরও বেশি করা যায় সংখ্যাটাকে কিন্তু আমি আসলে প্রথম 10 জন সবচেয়ে বেশি পোস্টদাতা রেখেছি কারণ এর মধ্যে নতুনদের বা সবার মধ্যে একটা এক্সট্রা অনুভূতি কাজ করবে বেশি বেশি পোস্ট করার জন্য ওই প্রথম ১০ জনের সাড়ির মধ্যে থাকার জন্য আর এর জন্য মাত্র ১০ জন এর লিস্ট দেওয়া। প্রথমে আমি মনে করেছিলাম পাঁচ জনের দিব তারপরে ভেবে তুলতে দশজনের দিয়েছি, আমি আসলে মনে করি সংখ্যাটি আসলে যত বেশি থাকবে মানুষের আকর্ষণ তত বেশি থাকবে। এবং চেষ্টাও তত বেশি থাকবে। তারপরও কে কয়টা পোস্ট করছেন এটা বুঝার জন্য কার অবস্থান কোথায় রয়েছে এটা নিচে উপস্থাপন করলাম  : সর্বোচ্চ পোস্টদাতা এর প্রথম ৩০ জনের লিস্ট:1. Learn Bitcoin [33] 2. 2Pizza410000BTC [30] 3. Bd officer [30] 4. roksana.hee [27] 5. BD Crypto [23] 6. sj13 [19] 7. Worsh [17] 8. Poorman2 [15] 9. tjtonmoy [15] 10. Crypto Library [14] 11. Bitcoin_people [13] 12. Fuso.hp [13] 13. Dimitri94 [12] 14. LDL [12] 15. Gulttam2a2 [11] 16. synchronym [11] 17. wtsimis [11] 18. hand242 [10] 19. Little Mouse [9] 20. Nel Ghor [9] 21. Nothingtodo [9] 22. Offline33 [9] 23. Xal0lex [9] 24. Kraps712 [8] 25. Z_MBFM [8] 26. Mr.corol [7] 27. nahid5644 [7] 28. Popkon6 [6] 29. Tiger420 [6] 30. shasan [6] বর্তমান সিচুয়েশনে আমার মনে হচ্ছে আমি ফোরাম জগত ছেড়েই দিয়েছি। বিশেষ করে কিছু পারিবারিক সমস্যার কারণে এখন কম্পিউটার খোলাই হয় না। সম্ভবত অনেকদিন আগে একটি পোস্ট করেছিলাম মিমি টোকেন খুবই ভয়ংকর টোকেন। বলা যায় একপ্রকার আমাকে নিঃস্ব করে দিয়েছে। এই সমস্যাটা মন থেকে এখনো যাচ্ছে না। তাই ফোরামে তেমন একটা একটিভ থাকিনা তবুও ৩০ জন পোস্টারদের মধ্যে আমার নাম আছে দেখে আশাহত হইনি। ইনশাআল্লাহ আমিও আরও একটিভ হবো। বড় ভাইদের থেকে ট্রেডিং সম্পর্কে আরো কিছু নতুন তথ্য জানতে চাই। যাতে ভবিষ্যতে এরকম মূলধন আমার মত অন্য কোন কেউ হারিয়ে না ফেলে। আমার জন্য ভাইয়েরা একটু দোয়া করবেন আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি ☹️☹️
|
|
|
|
Offline33
Newbie
Offline
Activity: 22
Merit: 0
|
 |
July 03, 2023, 09:42:44 AM |
|
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩ আলহামদুলিল্লাহ এ মাসেও খারাপ নয় পোস্ট এক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে গত মাসের তুলনায় পোস্ট এক্টিভিটি একটু বেশি রয়েছে তবে ম্যারিট এর দিক থেকে সংখ্যাটি কিছুটা কম রয়েছে এবার। আশা করি সব কিছু আরো ভালো ভাবে ঠিক হয়ে যাবে। এজন্য অবশ্যই সবাইকে একটিভ থাকতে হবে। একটিভিটি যদি কন্টিনিউ বাড়তে থাকে, তাহলে মেরিট ও বাড়বে আশা করা যায়। তবে একটিভিটি কমে গেলে মেরিট ও কমে যাবে। আপনাকে ধন্যবাদ আরো একটা মাসের ডাটা তুলে ধরার জন্য! প্রথম দশজন পোস্টদাতা 1. Learn Bitcoin [33]
প্রতিদিন একটা পোষ্ট লেখার আইডিয়াটা আবারো আমার জন্য কাজ করেছে। এজন্য নিজেই মাস শেষে বুঝতে পারি না যে আমি এতাগুলো পোষ্ট করে ফেলেছি। এভাবে যদি কন্টিনিউ করতে পারি, একদিন এই থ্রেড এর অলটাইম টপ পোষ্টারদের মধ্যে আমার নাম ও থাকবে। আমি অলরেডি ৭ নাম্বারে চলে আসছি। আমি আশা করবো সবাই এভাবে একটিভ থাকবেন। আজকে সকালে দেখলাম আমারো ২৫০ মেরিট হয়ে গেছে। এখন শুধু একটিভিটি বাড়ার অপেক্ষা। প্রথমেই অভিনন্দন জানাই অগ্রিম সিনিয়র মেম্বার বড় ভাই ❤️ আপনার কাছ থেকে আমাদের বাঙ্গালীদের অনেক কিছু শিখার আছে। সত্যি বলতে ভাই ২০ জন কেন আরও বেশি করা যায় সংখ্যাটাকে কিন্তু আমি আসলে প্রথম 10 জন সবচেয়ে বেশি পোস্টদাতা রেখেছি কারণ এর মধ্যে নতুনদের বা সবার মধ্যে একটা এক্সট্রা অনুভূতি কাজ করবে বেশি বেশি পোস্ট করার জন্য ওই প্রথম ১০ জনের সাড়ির মধ্যে থাকার জন্য আর এর জন্য মাত্র ১০ জন এর লিস্ট দেওয়া। প্রথমে আমি মনে করেছিলাম পাঁচ জনের দিব তারপরে ভেবে তুলতে দশজনের দিয়েছি, আমি আসলে মনে করি সংখ্যাটি আসলে যত বেশি থাকবে মানুষের আকর্ষণ তত বেশি থাকবে। এবং চেষ্টাও তত বেশি থাকবে। তারপরও কে কয়টা পোস্ট করছেন এটা বুঝার জন্য কার অবস্থান কোথায় রয়েছে এটা নিচে উপস্থাপন করলাম  : সর্বোচ্চ পোস্টদাতা এর প্রথম ৩০ জনের লিস্ট:1. Learn Bitcoin [33] 2. 2Pizza410000BTC [30] 3. Bd officer [30] 4. roksana.hee [27] 5. BD Crypto [23] 6. sj13 [19] 7. Worsh [17] 8. Poorman2 [15] 9. tjtonmoy [15] 10. Crypto Library [14] 11. Bitcoin_people [13] 12. Fuso.hp [13] 13. Dimitri94 [12] 14. LDL [12] 15. Gulttam2a2 [11] 16. synchronym [11] 17. wtsimis [11] 18. hand242 [10] 19. Little Mouse [9] 20. Nel Ghor [9] 21. Nothingtodo [9] 22. Offline33 [9] 23. Xal0lex [9] 24. Kraps712 [8] 25. Z_MBFM [8] 26. Mr.corol [7] 27. nahid5644 [7] 28. Popkon6 [6] 29. Tiger420 [6] 30. shasan [6] বর্তমান সিচুয়েশনে আমার মনে হচ্ছে আমি ফোরাম জগত ছেড়েই দিয়েছি। বিশেষ করে কিছু পারিবারিক সমস্যার কারণে এখন কম্পিউটার খোলাই হয় না। সম্ভবত অনেকদিন আগে একটি পোস্ট করেছিলাম মিমি টোকেন খুবই ভয়ংকর টোকেন। বলা যায় একপ্রকার আমাকে নিঃস্ব করে দিয়েছে। এই সমস্যাটা মন থেকে এখনো যাচ্ছে না। তাই ফোরামে তেমন একটা একটিভ থাকিনা তবুও ৩০ জন পোস্টারদের মধ্যে আমার নাম আছে দেখে আশাহত হইনি। ইনশাআল্লাহ আমিও আরও একটিভ হবো। বড় ভাইদের থেকে ট্রেডিং সম্পর্কে আরো কিছু নতুন তথ্য জানতে চাই। যাতে ভবিষ্যতে এরকম মূলধন আমার মত অন্য কোন কেউ হারিয়ে না ফেলে। আমার জন্য ভাইয়েরা একটু দোয়া করবেন আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি ☹️☹️ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ৩০জনের পোস্ট লিস্ট তৈরি করার জন্য । আমিও তেমন একটা একটিভ থাকি না। যেহেতু আমি একজন বিটকয়েন ফোরামে নতুন আর বড় ভাইদের তেমন একটা একটিভ দেখিনা। বড় ভাইদের পোষ্টের কোয়ালিটি দেখে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। কিন্তু দুর্ভাগ্যবশত তাড়াই পোস্ট করা কমিয়ে দিয়েছেন। যাই হোক নতুন হিসাবে আমি ৩০ জনের পোস্ট লিস্টে আছি এবং সামনে আরো একটিভ থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে!!
|
|
|
|
Z_MBFM
|
 |
July 03, 2023, 11:08:48 AM |
|
~snip~
আরে ভাই এটা কি কাচা বাজার যে আপনি এখনে মরিচের কানিহি নিয়ে পরে আছেন৷ আপনারা আসলে কি ভাই বুঝি না। মন জা চায় তাই শুরু করেন এখানে। এর আমি এর কিছু বলবো না এর পর এমন পোস্ট দেখলে Report to moderator করবো এবং সবাইকে অনুরোধ করনো এসব আবর্জনা দেখলে সবাই Report to moderator করবেন। বাংগালী কখনো ভালো হবে না। ফাইজলামির একটা লিমিট আছে। এটা হলো ক্রিপ্টো ফোরাম এখানে এরা যা তা করে। এখানে আইছে কাচা মরিচের হিস্ট্রি বলতে। আজব বাংগালী
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
|
wtsimis
|
 |
July 03, 2023, 02:02:19 PM |
|
@Dorimon45 এগুলা কি ভাই। শিট পোস্ট করার একটা লিমিট থাকা উচিত। একেতো শীট পোস্ট করতেছেন অপরদিকে অন্যের পোস্ট একের অধিক বার কপি করে পোস্ট করতেছেন। সিনিয়র ভাইদের থেকে জানতে চাই উনি যে অবস্থা শুরু করছে এটা কি স্পামিং নয়? আমার মাঝে মাঝে মনে হয় এরা ফোরাম জগতে আসছে শুধু বাউন্টি করার জন্য। @Dorimon45 ভাই রাগ করবেন না আপনি বাউন্টি করতেছেন বাউন্টি করেন লোকাল বোর্ডে এসে এভাবে স্পার্মিং করবেন না। আমার তো মনে হয় আপনার নামে এখন রিপোর্ট টু মডারেট করা উচিত। সিনিয়র বড় ভাইরা আসুক তারপর দেখবে। এদের মতো বাঙালির কারণে বাংলা লোকাল বোর্ড এখনো সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না।
|
|
|
|
God Of Thunder
|
@Dorimon45 এগুলা কি ভাই। শিট পোস্ট করার একটা লিমিট থাকা উচিত। একেতো শীট পোস্ট করতেছেন অপরদিকে অন্যের পোস্ট একের অধিক বার কপি করে পোস্ট করতেছেন। সিনিয়র ভাইদের থেকে জানতে চাই উনি যে অবস্থা শুরু করছে এটা কি স্পামিং নয়? আমার মাঝে মাঝে মনে হয় এরা ফোরাম জগতে আসছে শুধু বাউন্টি করার জন্য। @Dorimon45 ভাই রাগ করবেন না আপনি বাউন্টি করতেছেন বাউন্টি করেন লোকাল বোর্ডে এসে এভাবে স্পার্মিং করবেন না। আমার তো মনে হয় আপনার নামে এখন রিপোর্ট টু মডারেট করা উচিত। সিনিয়র বড় ভাইরা আসুক তারপর দেখবে। এদের মতো বাঙালির কারণে বাংলা লোকাল বোর্ড এখনো সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না।
এরা রেগুলার স্প্যামার। এখানে কারো জন্য অপেক্ষা না করে নিজে থেকেই রিপোর্ট দিবেন প্লিজ। আমি অলরেডি কয়েকটা পোষ্ট রিপোর্ট করেছি সোর্স সহ। রিপোর্ট করার সময় অবশ্যই সোর্স সহ রিপোর্ট করবেন। আমার মনে হচ্ছে অনেক বেশি রিপোর্ট এর জন্য রিপোর্ট হেন্ডেল হতে সময় লাগছে। অথবা গ্লোবাল মোড এর জন্য অপেক্ষা করছে। গ্লোবাল মোড রা সাধারনত এসব কেস এ পারমানেন্ট ব্যান দিয়ে থাকে। কারো যদি নিয়ম পড়ার ইচ্ছা না থাকে বা এখানে কি লেখা হচ্ছে, নিজের ভাষায় থাকার পরেও যদি কেউ না পড়ে চোখ বন্ধ করে কপি পেষ্ট করা শুরু করে, আমার আর আপনার এখানে কি করার আছে ভাই? আপনার কি মনে হয় উনি এখানে আপনি কি লেখেছেন সেটা দেখার জন্য আর আসবে? আমার মনে হয় জীবনেও আসবে না। আসলেও আপনার পোষ্ট পড়ার সময় ওনাদের নাই।
|
|
|
|
roksana.hee
|
 |
July 03, 2023, 04:49:17 PM Last edit: July 03, 2023, 05:08:23 PM by roksana.hee Merited by EFS (2), God Of Thunder (1) |
|
আসসালামু আলাইকুম, প্রিয় বিটকয়েনটক ইউজারবৃন্দ আশা করি সকলে ভালো আছেন। বিটকয়েন এ আমি নতুন। বিশেষ করে বাংলা ফোরামে নতুন। এর নিয়ম সঠিকভাবে জানিনা। আমি এখানে এসে একটা বিষয় দেখলাম আমার সিনিয়র ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর পোস্ট করেছে। তাদের পোস্টগুলো পড়ে আমি অনেক বিষয় জানতে পেরেছি। আমি আশা করি আমিও একদিন সফল হব ইনশাআল্লাহ। আমি সিনিয়র ভাইদের আরও সফলতা কামনা করি।
ওয়ালাইকুম আসসালাম! ধন্যবাদ, আপনি আমাদের বিটকয়েনটক ফোরামে যোগদান করার জন্য। আমরা আপনার সফলতা কামনা করছি এবং আপনি এই ফোরামে একটি সতর্ক, সহযোগিতা-মুলক এবং সংবেদনশীল ভাষায় বাংলা কমিউনিটি তৈরি করতে সহায়ক হবেন, ইনশাআল্লাহ। বিটকয়েনটক এই ফোরাম সম্পর্কে অধিক জানার চেষ্টা করুন। ভালো ভালো পোস্ট পড়বেন, ভালো ভালো পোস্ট করবেন এবং ভাল ভাল পোস্টে কমেন্ট করবেন। অবশ্যই খেয়াল রাখবেন, আপনার পোস্ট বা কমেন্ট থেকে অন্য কোন ইউজার যেন সহায়তা পেতে পারে বা সাহায্য পায়। আমি নিচে কিছু বিটকয়েনটক ফোরামের গাইডলাইন লিংক দিয়ে দিলাম। আপনি একটু পড়ে নেবেন। কিছু গুরুত্বপূর্ণ থ্রেডNewbies - Read before postingUnofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQBTCtalk Activity timesFAQ: Everything you need to know about forum 'activity, account ranks and meritMerit & new rank requirementsবাংগালী কখনো ভালো হবে না। ফাইজলামির একটা লিমিট আছে। এটা হলো ক্রিপ্টো ফোরাম এখানে এরা যা তা করে। এখানে আইছে কাচা মরিচের হিস্ট্রি বলতে। আজব বাংগালী
আরে @Dorimon45 ভাই, আপনি যে সরাসরি বাঙ্গালীদের ছোট করতেছেন, এটা কি ঠিক ভাই? আপনি তো নিজেই এক অবাঙ্গালীর মত কাজ করে বসলেন। মানে হচ্ছে, আপনি আপনার নিজের ভুলটা দেখবেন না, অন্যের ভুল নিয়ে পড়ে থাকবেন। আর একটা কথা, একটা পেইজি সম্পূর্ণ দখল করে নিলেন, পোস্ট করতে করতে? আর আপনি কি-সব চাকরি-বাকরির অফার দিচ্ছেন, এখানে? কে কাকে বিশ্বাস করবে না করবে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার! একটা অনুরোধ থাকলো ভাই, ভালো ভালো পোস্ট করবেন আর নিজের সীমার মধ্যে অবশ্যই থাকবেন, ইনশাল্লাহ ভাল কিছু হবে। আল্লাহ দিলে সবই হয়!!!
|
|
|
|
Mr.corol
|
 |
July 03, 2023, 05:36:44 PM |
|
আরে @Dorimon45 ভাই, আপনি যে সরাসরি বাঙ্গালীদের ছোট করতেছেন, এটা কি ঠিক ভাই? আপনি তো নিজেই এক অবাঙ্গালীর মত কাজ করে বসলেন। মানে হচ্ছে, আপনি আপনার নিজের ভুলটা দেখবেন না, অন্যের ভুল নিয়ে পড়ে থাকবেন। আর একটা কথা, একটা পেইজি সম্পূর্ণ দখল করে নিলেন, পোস্ট করতে করতে? আর আপনি কি-সব চাকরি-বাকরির অফার দিচ্ছেন, এখানে? কে কাকে বিশ্বাস করবে না করবে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার! একটা অনুরোধ থাকলো ভাই, ভালো ভালো পোস্ট করবেন আর নিজের সীমার মধ্যে অবশ্যই থাকবেন, ইনশাল্লাহ ভাল কিছু হবে। আল্লাহ দিলে সবই হয়!!!
যুক্তিসংগত কথা বলেছেন। এই ধরনের লোক এসে শুধু শুধু আমাদের বাংলা থ্রেডের সম্মান নষ্ট করতে আসে। @Dorimon45 ব্রাদার কে মডারেটর মনে হয় চিরবিদায় দিয়ে দিবে। হয়তো সকালে শুনতে পাবো তার একাউন্ট ব্যান করা হয়েছে।
|
|
|
|
BD Crypto
Full Member
 
Offline
Activity: 658
Merit: 158
BTC Rocks
|
 |
July 03, 2023, 05:52:35 PM |
|
@Dorimon45 এগুলা কি ভাই। শিট পোস্ট করার একটা লিমিট থাকা উচিত। একেতো শীট পোস্ট করতেছেন অপরদিকে অন্যের পোস্ট একের অধিক বার কপি করে পোস্ট করতেছেন। সিনিয়র ভাইদের থেকে জানতে চাই উনি যে অবস্থা শুরু করছে এটা কি স্পামিং নয়? আমার মাঝে মাঝে মনে হয় এরা ফোরাম জগতে আসছে শুধু বাউন্টি করার জন্য। @Dorimon45 ভাই রাগ করবেন না আপনি বাউন্টি করতেছেন বাউন্টি করেন লোকাল বোর্ডে এসে এভাবে স্পার্মিং করবেন না।
উনি সব কিছুই জেনে শুনে করতেছে কারণ উনি নিজেই বলছে ফোরামের নিয়ম আছে যে ছবি মিনিমাম রিকোয়ারমেন্ট ছাড়া আপলোড দেয়া যায় না। তাই আমি মনে করি উনি ফোরামের কিছু বেসিক রূলস সম্পর্কে অবশ্যই জানেন। আর সে যে কাজ করেছে তা ব্যান খাওয়ার মত তাই তাকে এত সম্মান দিয়ে রাগ করবেন না বলার কোন প্রশ্নই ওঠে না। আর সে শুধু শিট পোস্ট ই করেনি , অন্যের পোস্ট কপি করে চুরি করেছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি স্ক্যাম করার চিন্তা করছে। হয় সে ফোরামের মাধ্যমে রেফার আর্ন করতে চাচ্ছে যা সম্পূর্ণ ফোরাম রুলস বিরোধী অথবা সে কোন স্ক্যাম সাইট প্রমোট করে ব্যবহারকারীদের ক্ষতি করার চেষ্টা করছে। তাই সবাই এই ধরনের বিজ্ঞাপন থেকে সাবধান। দিন শেষে দেখবেন গাধার খাটুনি খেটে কিছুই পাবেন না। তাই আমি মনে করি Dorimon45 লোকাল বোর্ডের একটি বোঝা। উনি ব্যান হলে অন্যরা এ ধরনের স্প্যাম করার সাহস পাবেনা তাই এটা জরুরী।
|
|
|
|
2Pizza410000BTC
|
 |
July 04, 2023, 01:24:11 AM Last edit: July 04, 2023, 01:35:19 AM by 2Pizza410000BTC |
|
টাকার চেয়ে বিটকয়েন ভালো কেন? বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ইতিহাসে টাকার বিপরীতে সবচেয়ে বেশি ধরে ডলার বিক্রি করেছে। গত ৩ জুলাই বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক ১০৯ টাকা ধরে ডলার বিক্রি করে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি টাকার অবমূল্যায়ন করেছে। এভাবে যদি বাড়তে থাকে তাহলে একসময় আর্জেন্টিনার মত ধাতব মুদ্রা দিয়ে মেশিনের নাট,ও ওয়াশার বানিয়ে দাম উঠাতে হবে। বাংলাদেশে প্রতিনিয়ত টাকার যে মুদ্রাস্ফিতি হচ্ছে এবং একই সাথে সুদহার বৃদ্ধি যে পরিকল্পনা করা হচ্ছে তাতে করে আগামী পাঁচ বছর পরে বাংলাদেশে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা অনুমান করা আমার পক্ষে সম্ভব না। এসব কথা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে টাকা বা ডলারের চেয়ে বিটকয়েন সবচেয়ে বেশি নিরাপদ কেননা টাকা ও ডলারের মধ্যে সবচেয়ে বেশি যে প্রভাবটি কাজ করে তাহলে inflation বা মুদ্রা স্ফিতি। বিটকয়েনের সাপ্লাই ২১মিলিয়ন একদম নির্ধারিত হওয়ায় মুদ্রানীতি, মুদ্রাস্ফিতি, সুদহারনীতি,টাকা ছাপানোর নীতি ইত্যাদি কোন প্রভাব নেই। তাই বাংলাদেশের টাকার চেয়ে বিটকয়েন শতগুণ ভালো সেটা বলার অপেক্ষা রাখে না। নিউজ: ডলারের বিপরীতে টাকার সবচেয়ে বড় পতন
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
God Of Thunder
|
 |
July 04, 2023, 02:47:38 AM |
|
বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ইতিহাসে টাকার বিপরীতে সবচেয়ে বেশি ধরে ডলার বিক্রি করেছে। গত ৩ জুলাই বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক ১০৯ টাকা ধরে ডলার বিক্রি করে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি টাকার অবমূল্যায়ন করেছে। এভাবে যদি বাড়তে থাকে তাহলে একসময় আর্জেন্টিনার মত ধাতব মুদ্রা দিয়ে মেশিনের নাট,ও ওয়াশার বানিয়ে দাম উঠাতে হবে। বাংলাদেশে প্রতিনিয়ত টাকার যে মুদ্রাস্ফিতি হচ্ছে এবং একই সাথে সুদহার বৃদ্ধি যে পরিকল্পনা করা হচ্ছে তাতে করে আগামী পাঁচ বছর পরে বাংলাদেশে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা অনুমান করা আমার পক্ষে সম্ভব না। এসব কথা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে টাকা বা ডলারের চেয়ে বিটকয়েন সবচেয়ে বেশি নিরাপদ কেননা টাকা ও ডলারের মধ্যে সবচেয়ে বেশি যে প্রভাবটি কাজ করে তাহলে inflation বা মুদ্রা স্ফিতি। বিটকয়েনের সাপ্লাই ২১মিলিয়ন একদম নির্ধারিত হওয়ায় মুদ্রানীতি, মুদ্রাস্ফিতি, সুদহারনীতি,টাকা ছাপানোর নীতি ইত্যাদি কোন প্রভাব নেই। তাই বাংলাদেশের টাকার চেয়ে বিটকয়েন শতগুণ ভালো সেটা বলার অপেক্ষা রাখে না।
এর সবচাইতে বেশী ইফেক্ট পড়েছে সাধারণ মানুষের ওপর। বেশ কয়েক বছর আগেও ৭৮ টাকায় এক ডলার পাওয়া যেতো। তখন অঅমাদের ১ ডলার মূল্যের পন্য আমদানী করার জন্য ব্যয় করতে হতো ৭৮ টাকা। বর্তমানে এক ডলারের পন্য আমদানী করার জন্য ব্যায় করতে হবে ১০৮/১০৯ টাকা। এই যে ডিফারেন্স, সেটার প্রভাব পড়ছে পাইকারী এবং খুচরা বাজারে। সব ধরনের মানুষ এই প্রভাবের আওতায় পড়ছে। তবে এখানে ব্যাতিক্রম যারা ক্রিপ্টোকারেন্সি বা ডলারের মাধ্যমে সরাসরি পেমেন্ট গ্রহন করছেন। ধরেন আমি ২০১৮ সালে ৮০ টাকা দরে ২০০ ডলার বেতন পেতাম যেটার তখনকার মূল্য ছিলো ১৬ হাজার টাকা। ২০২৩ সালে একই পরিমান ডলার ক্যাশ করলে পাবো ২১৮০০ টাকা (ক্রিপ্টো হলে আরো বেশিতে সেল করা যায়)। তো যারা বিটকয়েন বা ডলারে বেতন পাচ্ছে, তারা কিছুটা হলেও মুদ্রা স্ফিতি মোকাবেলা করতে পারছে।
|
|
|
|
roksana.hee
|
 |
July 04, 2023, 05:20:32 AM Last edit: July 04, 2023, 06:15:11 AM by roksana.hee |
|
বর্তমানে আমরা সবাই কম বেশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে জড়িত। এর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক এবং twitter। আমরা সকলেই কমবেশি মাধ্যম দুটির সাথে জড়িত। তবে আমরা অনেকেই এর ইতিহাস সম্পর্কে জানি না। নিচে ফেসবুক এবং twitter এর সংক্ষিপ্ত সৃষ্টি ইতিহাস আলোচনা করা হলো :
@SuparCa ভাই, এই ফোরামের নাম বিটকয়েনটক [ডট] ওআরজি। এই ফোরামের নাম দেখি আপনি অবশ্যই বুঝতে পারছেন যে, এখানে বিটকয়েন বা ক্রিপ্টো-কারেন্সি রিলেটেড তথ্য শেয়ার করে সবাই। তাই আমার অনুরোধ থাকবে, আপনি যদি পোস্ট খুঁজে না পান তাহলে, নিচে আমি কিছু পোষ্টের লিংক শেয়ার করলাম নতুনদের জন্য। আপনি পোস্টগুলো পড়বেন, পড়ে জ্ঞান অর্জন করেন, এবং এখান থেকে যদি কোন টপিক না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন? আমাদের সত্যি উচিত এই বিলিয়নার ব্যক্তিকে কংগ্রাচুলেট করা। সোর্স লিংক ======================================================================================================================= বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ইতিহাসে টাকার বিপরীতে সবচেয়ে বেশি ধরে ডলার বিক্রি করেছে। গত ৩ জুলাই বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক ১০৯ টাকা ধরে ডলার বিক্রি করে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি টাকার অবমূল্যায়ন করেছে। এভাবে যদি বাড়তে থাকে তাহলে একসময় আর্জেন্টিনার মত ধাতব মুদ্রা দিয়ে মেশিনের নাট,ও ওয়াশার বানিয়ে দাম উঠাতে হবে। বাংলাদেশে প্রতিনিয়ত টাকার যে মুদ্রাস্ফিতি হচ্ছে এবং একই সাথে সুদহার বৃদ্ধি যে পরিকল্পনা করা হচ্ছে তাতে করে আগামী পাঁচ বছর পরে বাংলাদেশে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা অনুমান করা আমার পক্ষে সম্ভব না। এসব কথা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে টাকা বা ডলারের চেয়ে বিটকয়েন সবচেয়ে বেশি নিরাপদ কেননা টাকা ও ডলারের মধ্যে সবচেয়ে বেশি যে প্রভাবটি কাজ করে তাহলে inflation বা মুদ্রা স্ফিতি। বিটকয়েনের সাপ্লাই ২১মিলিয়ন একদম নির্ধারিত হওয়ায় মুদ্রানীতি, মুদ্রাস্ফিতি, সুদহারনীতি,টাকা ছাপানোর নীতি ইত্যাদি কোন প্রভাব নেই। তাই বাংলাদেশের টাকার চেয়ে বিটকয়েন শতগুণ ভালো সেটা বলার অপেক্ষা রাখে না।
এর সবচাইতে বেশী ইফেক্ট পড়েছে সাধারণ মানুষের ওপর। তো যারা বিটকয়েন বা ডলারে বেতন পাচ্ছে, তারা কিছুটা হলেও মুদ্রা স্ফিতি মোকাবেলা করতে পারছে। আপনি সঠিক বলেছেন @Learn Bitcoin ভাই, ক্রিপ্টোকারেন্সি বা ডলারের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার প্রভাব পাইকারী এবং খুচরা বাজারে পড়ছে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ট্রানজেকশন করা সহজ, দ্রুত, এবং অন্যান্য প্রস্তুত পেমেন্ট পদ্ধতিগুলির চেয়ে কম ফি প্রদান করে। সেইসাথে, ক্রিপ্টোকারেন্সি মূল্য উচ্চতর হওয়া সম্ভব, এটি বিনিময় দ্বারা আয় করার সুযোগ তৈরিতে সাহায্য করতে পারে।
|
|
|
|
God Of Thunder
|
 |
July 04, 2023, 06:04:20 AM |
|
আপনি সঠিক বলেছেন @Learn Bitcoin ভাই, ক্রিপ্টোকারেন্সি বা ডলারের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার প্রভাব পাইকারী এবং খুচরা বাজারে পড়ছে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ট্রানজেকশন করা সহজ, দ্রুত, এবং অন্যান্য প্রস্তুত পেমেন্ট পদ্ধতিগুলির চেয়ে কম ফি প্রদান করে। সেইসাথে, ক্রিপ্টোকারেন্সি মূল্য উচ্চতর হওয়া সম্ভব, এটি বিনিময় দ্বারা আয় করার সুযোগ তৈরিতে সাহায্য করতে পারে।
আমি ক্রিপ্টোকারেন্সি বা ডলারের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার প্রভাব পাইকারী এবং খুচরা বাজারে পড়ছে এটা বলি নাই। আমি বলেছি মুদ্রা স্ফিতির যে প্রভাব, টাকার বিপরীতে ডলারের দাম যেভাবে বেড়েছে, সেটার কারনে আমাদের ৮০ টাকার পন্য এখন ১১০ টাকায় আমদানী করতে হচ্ছে। যেটার প্রভাব পাইকারি এবং খুচরা বাজারে পড়েছে। ব্যাতিক্রম শুধু যারা অনলাইনে পেমেন্ট গ্রহন করছেন (ডলারে বা ক্রিপ্টোকারেন্সি তে)। কারো বেতন আগে ২০০ ডলার তথা ১৬ হাজার টাকা থেকে থাকলে এই সময়ে এসে সেই ২০০ ডলারই প্রায় ২২ হাজার টাকার মতো। সুতরাং যারা ক্রিপ্টোকারেন্সি বা ডলারে পেমেন্ট পাচ্ছে, তাদের কাছে মুদ্রা স্ফিতি তেমন প্রভাব ফেলেনি। বেশি প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। আপনি তো ফোরামের রুলস জানেন। একটা পোষ্ট এর পর আরেকটা পোষ্ট করা যাবে না এটাও জানেন আশা করি। কোনো কিছু বলার থাকলে আগের পোষ্ট এডিট করে এড করে দিবেন। এত করে ফোরামের রুলস ভায়োলেট হবে না।
|
|
|
|
Poorman2
Jr. Member
Offline
Activity: 185
Merit: 3
SSF Games - Redefining Blockchain Gaming
|
 |
July 04, 2023, 08:52:13 AM |
|
আসসালামুয়ালাইকুম..... গত জুলাই-2,2023 এ @plotset এর টুইটার প্রোফাইলে 20 জনের তালিকা করে বিলিয়নেয়ার লেদারবোর্ড আপডেট করা হয়েছে - যার প্রথমে রয়েছে @ElonMusk ধন-সম্পদের সিংহাসনে ধরে রেখেছে তার পরিবার! তার ধন-সম্পদের পরিমাণ $234B দ্বিতীয় ব্যক্তি @BernardArnault তার ধন-সম্পদের পরিমাণ $200B এবং তৃতীয় ব্যক্তি @JeffBezos তার ধন-সম্পদের পরিমাণ $154B  টুইট লিংক: https://twitter.com/plotset/status/1675414537552445440?s=20
|
www.SSF.games // A Companion Game on Mobile and Web Pre-Seed & Seed > 100k SOLD! | Private Sale - coming soon -
|
|
|
Mijanur_Rahman
Jr. Member
Offline
Activity: 44
Merit: 2
Need Campaign Manager? TG ID:@GRTonmoy11
|
 |
July 04, 2023, 02:49:45 PM |
|
 এইরকম কিভাবে করতে হয় ওয়েবসাইট এর এইখানে যেমন আমি ওইখানে ওয়েবসাইট লেখলাম এখন ওয়েবসাইট লেখার এইখানে ক্লিক করলে আমাকে ওয়েবসাইট এর ভিতরে নিয়ে জাবে । এইরকম কিভাবে করতে হয় কেউ জানলে একটু আমাকে জানাবেন ধন্যবাদ ।
|
► CCFI ⬤ crypto CCFI mining ◥◥◥◥◥◥ https://ccfitoken.com ◥◥◥◥◥◥
|
|
|
|