Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
July 09, 2023, 06:59:02 PM |
|
এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, কেন তারা মার্কেটের চাইতেও ৭/৮ টাকা কম প্রাইসে ডলার সেল করছে এতে তাদের প্রফিট কি? যেখানে তারা নিজেরাই ১১৫ এর উপরে খুব সহজেই বিক্রি করতে পারে। অতএব এটা একটি স্ক্যাম এর ফাঁদ হওয়া সম্ভাবনা খুবই বেশি তাই সবাই এই ধরনের সাইট থেকে সাবধান । আর পারলে রিপোর্ট করে দিবেন এইসব এড দেখলে।
এইগুলো ১০০% স্ক্যাম, এই ব্যাপারে সন্দেহ রাখবেন না। আমি অতীতেও দেখেছি সব স্ক্যামাররা এইসব এড দিয়ে থাকে। যারা রিয়েল ডিলার তাদের এড আমি দেখেছি বলে মনে পরছে না। আবার এমনও হতে পারে এইগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কাম? মুরগী ধরার চেষ্টা চালাচ্ছে ফেলে দিয়েন না এইটাকে লল। ফেসবুকে ডলার বায় সেল অ্যাড দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার খুবই জানতে ইচ্ছে করে ফেসবুক কিভাবে জানে যে আমি ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছি? আমি তো কোনদিন আমার ফেসবুকের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত কোন পোস্ট করিনি বা আমার কোন পেজ ও নেই। তাহলে ওরা এরকম অ্যাডের রিকমেন্ডেন্ট আমার কাছে কিভাবে দেয়? অভিজ্ঞ ভাইয়েরা ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন দয়া করে।
ইন্টারনেট এ আপনি একটা তথ্য পাবলিক করা মানে সেটা একদম পাবলিক হয়ে যাওয়া। সেটা যেখানেই করুন না কেন। আপনি ফেসবুকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কখনো কিছু লেখেন নি, তাই বলে কি তারা আপনার কর্মকান্ডের কথা জানবে না? তাদের ফেসবুক কিংবা মেসেঞ্জার এপ আপনার ফোনে যতক্ষণ আছে ততক্ষণ আপনি ফোন দিয়ে কি করছেন তার সব তথ্যই তাদের কাছে যাচ্ছে। আপনি মনের অজান্তেই অনেক এপকে অনেক পারমিশন দিয়েছেন। আপনার ফোনে ফেসবুক থাকলেই যথেষ্ট, তারা আপনার কর্মকান্ড জানতে পারবে। আরো অবাক করা তথ্য শুনতে চান? আমি যতদূর জানি, আমরা যে মাইক্রোফোন এক্সেসের পারমিশন দিয়ে থাকি বিভিন্ন এপকে, সেটা ব্যবহার করে তারা আমাদের কাস্টম এড সার্ভ করতে পারে। আমার ক্ষেত্রে এমনও হয়েছে আমি আমার ওয়াইফের সাথে লকেট নিয়ে আলোচনা করছিলাম, ফেসবুকে ঢুকেই দেখি লকেটের এড। জেনে অবাক হবেন, আমার ওয়াইফের সাথে আলোচনা কিন্তু সামনাসামনি বসে করেছি, ফোনে নয়।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Learn Bitcoin
|
|
July 10, 2023, 02:00:12 AM |
|
আরো অবাক করা তথ্য শুনতে চান? আমি যতদূর জানি, আমরা যে মাইক্রোফোন এক্সেসের পারমিশন দিয়ে থাকি বিভিন্ন এপকে, সেটা ব্যবহার করে তারা আমাদের কাস্টম এড সার্ভ করতে পারে। আমার ক্ষেত্রে এমনও হয়েছে আমি আমার ওয়াইফের সাথে লকেট নিয়ে আলোচনা করছিলাম, ফেসবুকে ঢুকেই দেখি লকেটের এড। জেনে অবাক হবেন, আমার ওয়াইফের সাথে আলোচনা কিন্তু সামনাসামনি বসে করেছি, ফোনে নয়।
ভাই এটা অনেকের সাথেই হয়েছে এবং হচ্ছে। আমরা মেসেনজার ব্যাবহার করার জন্য এদর কে মাইক্রোফোন একসেস দিয়ে থাকি। এন্ড্রয়েড ফোন এ গুগল এপ ডিফল্ট ভাবেই থাকে, সেটাও আপনার মাইক্রোফোন একসেস নিয়ে বসে আছে। একটা ব্যাপার কেনার কথা বলছে বসে বসে, কিছুক্ষন পর ফেসবুকে সেটার এড দেখেছি। এটা সবার সাথেই হচ্ছে। কেউ হয়তো খেয়াল করে, আবার কেউ হয়তো খেয়াল করে না। এরকম হয়েছে কয়েকজন বন্ধু মিলে একটা কিছু নিয়ে আলাপ করছি, পরে সবার ফোনেই একই ধরনের এ্যাড আসা শুরু হয়েছে।
|
|
|
|
Z_MBFM
|
|
July 10, 2023, 03:51:50 AM Last edit: July 10, 2023, 04:55:20 AM by Z_MBFM |
|
আপনাকে Red Trust দেওয়ার কারন হলো আপনি একটা একাউন্টের সাথে পুরোপুরি কানেক্টেড তা হলো RM$11 একাউন্ট কানেক্টেড থাকাটা কোনো সমস্যা না এই ফোরামে আল্ট একাউন্ট থাকা কোনো সমস্যা না যতক্ষণ পর্যন্ত আপনার কোনো একাউন্ট থেকে কোনো অপকর্মের আলামত না পাওয়া যাবে। তবে এখন কথা হলো তাহলে আপনি আল্ট একাউন্টের জন্য Red কেনো খাইলেন - আপনি RM$11 দিয়ে ফোরামের কোনো একাউন্টটি রুলস অমান্য করেছিলেন তাই আপনার একাউন্ট Banned করা হয়েছে। এর মানে আপনাকে এই ফোরাম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু আপনি আবারো এই ফোরামে একটা একাউন্ট খুলেছেন এবং ধরা পরেছেন যে আপনিই হলেন RM$11 - আপনি ভূল করেছেন যে একই ওয়ালেট দুই একাউন্টে ব্যবহার করেছেন যা RM$11 এ ৯৪ বার ব্যবহার করেছিলেন। আপমি ঐ একাউন্টের ১৪২ টা পোস্ট ডিলেট করে পোস্ট সংখ্যা ০ করেছেন আপনি ভেবেছিলেন যে পোস্ট ডিলেট কিরলে আর কেও কোনো প্রমাণ খুজে পাবে না। কিন্তু আপনার চিন্তাভাবনা ভূল ছিলো কারন এই ফোরামে আপনি পোস্ট করার সাথে সাথে আপনার পোস্ট Archive হয়ে যায় যা কোনোদিন মোছা সম্ভব না। এবংকি আপনি একটা পোস্ট করার পর যদি সেটি Edit ও করেন তবুও এটা দেখা সম্ভব যে আপনি আগে কি লখেছিলেন এবং পরে edit করে কি লিখেছেন। আশা করি সব কিছু বুঝতে পারছেন ধন্যবাদ
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Learn Bitcoin
|
|
July 10, 2023, 04:04:56 AM Last edit: July 10, 2023, 06:06:51 AM by Learn Bitcoin |
|
- আপনি ভূল করেছেন যে একই ওয়ালেট দুই একাউন্টে ব্যবহার করেছেন যা RM$11 এ ৯৪ বার ব্যবহার করেছিলেন। আপমি ঐ একাউন্টের ১৪২ টা পোস্ট ডিলেট করে পোস্ট সংখ্যা ০ করেছেন আপনি ভেবেছিলেন যে পোস্ট ডিলেট কিরলে আর কেও কোনো প্রমাণ খুজে পাবে না। কিন্তু আপনার চিন্তাভাবনা ভূল ছিলো কারন এই ফোরামে আপনি পোস্ট করার সাথে সাথে আপনার পোস্ট Archive হয়ে যায় যা কোনোদিন মোছা সম্ভব না। এবংকি আপনি একটা পোস্ট করার পর যদি সেটি Edit ও করেন তবুও এটা দেখা সম্ভব যে আপনি আগে কি লখেছিলেন এবং পরে edit করে কি লিখেছেন। আশা করি সব কিছু বুঝতে পারছেন ধন্যবাদ
আসলে পোষ্ট উনি ডিলেট করেছে কি না আমরা জানি না। যেহেতু তিনি একজন Nuke user, আমার মনে হয় পোষ্ট গুলো এমনিতেই ডিলেট হয়ে গেছে। আমার জানামতে কোনো ইউজার কে Nuke করা হলে তার সকল পোষ্ট এমনিতেই ডিলেট হয়ে সে ইউজার ব্যান হয়ে যায়। কোনো ইউজার Nuke হলো কি না সেটা দেখার জন্য আপনি https://bpip.org/Profile?id=3496337 বিপিআইপি তে দেখতে পারেন। আর আপনি পরবর্তী ফোরাম ব্যাবহারের সতর্ক থাকার পরামর্শ দিতে পারেন না। সে যেহেতু ফোরাম থেকে ব্যান হয়ে গেছে। নিয়ম অনুযায়ী তিনি আর ফোরাম ব্যাবহার করতে পারবেন না। তবুও কেউ যদি ফোরাম ব্যান হওয়ার পরেও ফোরাম ব্যাবহার করে, সেটা তার একান্তই ব্যাক্তিগত ব্যাপার। তবে পরবর্তীতে ধরা খেলে আবারও ব্যান খেয়ে যাবে।
|
|
|
|
Z_MBFM
|
|
July 10, 2023, 05:00:32 AM |
|
- আপনি ভূল করেছেন যে একই ওয়ালেট দুই একাউন্টে ব্যবহার করেছেন যা RM$11 এ ৯৪ বার ব্যবহার করেছিলেন। আপমি ঐ একাউন্টের ১৪২ টা পোস্ট ডিলেট করে পোস্ট সংখ্যা ০ করেছেন আপনি ভেবেছিলেন যে পোস্ট ডিলেট কিরলে আর কেও কোনো প্রমাণ খুজে পাবে না। কিন্তু আপনার চিন্তাভাবনা ভূল ছিলো কারন এই ফোরামে আপনি পোস্ট করার সাথে সাথে আপনার পোস্ট Archive হয়ে যায় যা কোনোদিন মোছা সম্ভব না। এবংকি আপনি একটা পোস্ট করার পর যদি সেটি Edit ও করেন তবুও এটা দেখা সম্ভব যে আপনি আগে কি লখেছিলেন এবং পরে edit করে কি লিখেছেন। তাই পরবর্তীতে ফোরাম ব্যবহারে সতর্ক থাকুন। আশা করি সব কিছু বুঝতে পারছেন ধন্যবাদ
আসলে পোষ্ট উনি ডিলেট করেছে কি না আমরা জানি না। যেহেতু তিনি একজন Nuke user, আমার মনে হয় পোষ্ট গুলো এমনিতেই ডিলেট হয়ে গেছে। আমার জানামতে কোনো ইউজার কে Nuke করা হলে তার সকল পোষ্ট এমনিতেই ডিলেট হয়ে সে ইউজার ব্যান হয়ে যায়। কোনো ইউজার Nuke হলো কি না সেটা দেখার জন্য আপনি https://bpip.org/Profile?id=3496337 বিপিআইপি তে দেখতে পারেন। আর আপনি পরবর্তী ফোরাম ব্যাবহারের সতর্ক থাকার পরামর্শ দিতে পারেন না। সে যেহেতু ফোরাম থেকে ব্যান হয়ে গেছে। নিয়ম অনুযায়ী তিনি আর ফোরাম ব্যাবহার করতে পারবেন না। তবুও কেউ যদি ফোরাম ব্যান হওয়ার পরেও ফোরাম ব্যাবহার করে, সেটা তার একান্তই ব্যাক্তিগত ব্যাপার। তবে পরবর্তীতে ধরা খেলে আবারও ব্যান খেয়ে যাবে। এমনও ঘটতে পারে যে তার পোস্ট অটো ডিলিট হয়েছে যেহেতু এটা আমরা নিশ্চিত নই যে এটা কেমনে হয়েছে তবে যেভাবেই ডিলিট হোক না কেনো তার ডেটাই Archive আছে এর কারনে সে ধরা খেতে বাধ্য। আমি Nuke user এর বিষয়ে তেমন কিছু জানি না তাই কোনো মন্তব্য করার চিন্তা করছি না। তবে আপনার থেকে কিছুটা বুঝলাম। হ্যা আমি নিজেও অনুমান করতে পারছি যে আমার ঐ উপদেশটা দেওয়া ফোরাম সমর্থন করে না। আমি পোস্ট ইডিট করে দিয়েছি আপনিও ইডিট করে ঐ অংশটুকু quote থেকে মুছে দেন।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
wtsimis
|
|
July 10, 2023, 05:21:40 AM |
|
ফেসবুকে ডলার বায় সেল অ্যাড দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার খুবই জানতে ইচ্ছে করে ফেসবুক কিভাবে জানে যে আমি ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছি? আমি তো কোনদিন আমার ফেসবুকের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত কোন পোস্ট করিনি বা আমার কোন পেজ ও নেই। তাহলে ওরা এরকম অ্যাডের রিকমেন্ডেন্ট আমার কাছে কিভাবে দেয়? অভিজ্ঞ ভাইয়েরা ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন দয়া করে।
ইন্টারনেট এ আপনি একটা তথ্য পাবলিক করা মানে সেটা একদম পাবলিক হয়ে যাওয়া। সেটা যেখানেই করুন না কেন। আপনি ফেসবুকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কখনো কিছু লেখেন নি, তাই বলে কি তারা আপনার কর্মকান্ডের কথা জানবে না? তাদের ফেসবুক কিংবা মেসেঞ্জার এপ আপনার ফোনে যতক্ষণ আছে ততক্ষণ আপনি ফোন দিয়ে কি করছেন তার সব তথ্যই তাদের কাছে যাচ্ছে। আপনি মনের অজান্তেই অনেক এপকে অনেক পারমিশন দিয়েছেন। আপনার ফোনে ফেসবুক থাকলেই যথেষ্ট, তারা আপনার কর্মকান্ড জানতে পারবে। আরো অবাক করা তথ্য শুনতে চান? আমি যতদূর জানি, আমরা যে মাইক্রোফোন এক্সেসের পারমিশন দিয়ে থাকি বিভিন্ন এপকে, সেটা ব্যবহার করে তারা আমাদের কাস্টম এড সার্ভ করতে পারে। আমার ক্ষেত্রে এমনও হয়েছে আমি আমার ওয়াইফের সাথে লকেট নিয়ে আলোচনা করছিলাম, ফেসবুকে ঢুকেই দেখি লকেটের এড। জেনে অবাক হবেন, আমার ওয়াইফের সাথে আলোচনা কিন্তু সামনাসামনি বসে করেছি, ফোনে নয়। আমরা সচরাচর যে স্মার্টফোন ব্যবহার করি তাতে যে কোন সোশ্যাল মিডিয়া অ্যাপ ইন্সটল করার সময় আমাদের কাছ থেকে মোটামুটি সব ধরনের এক্সেস নিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের নিরাপত্তা কোথায় তাহলে? ২০১৭ সালে একবার আমি এরকম ভুলবশত ফিশিং অ্যাপ ইন্সটল করে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। যা আমার জীবনকে তছনছ করে দিয়েছিল। এখন ভাই এই অবস্থা থেকে কি আমাদের পরিত্রাণের কোন পদ্ধতি নেই?
|
|
|
|
BD Crypto
Full Member
Offline
Activity: 658
Merit: 158
BTC Rocks
|
|
July 10, 2023, 05:04:01 PM |
|
আমরা সচরাচর যে স্মার্টফোন ব্যবহার করি তাতে যে কোন সোশ্যাল মিডিয়া অ্যাপ ইন্সটল করার সময় আমাদের কাছ থেকে মোটামুটি সব ধরনের এক্সেস নিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের নিরাপত্তা কোথায় তাহলে? ২০১৭ সালে একবার আমি এরকম ভুলবশত ফিশিং অ্যাপ ইন্সটল করে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। যা আমার জীবনকে তছনছ করে দিয়েছিল। এখন ভাই এই অবস্থা থেকে কি আমাদের পরিত্রাণের কোন পদ্ধতি নেই?
দুঃখ প্রকাশ করছি আপনার খারাপ অভিজ্ঞতার জন্য। আর আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে বলা যায়, সত্যিকার অর্থে পরিত্রাণের পুরোপুরি কার্যকরী কোন পদ্ধতি নেই তবে কিছু বিষয়ে সচেতন হলে কিছুটা পরিত্রাণ পাওয়া যায়। আর ফিশিং অ্যাপের বিষয়ে সতর্ক হতে অবশ্যই ট্রাস্টেড সোর্স যেমন Playstore বা AppStore থেকে অ্যাপ ইন্সটল করবেন। আমরা জানি গুগল তাদের Google Service Framework, Google Play Services ইত্যাদির মাধ্যমে ইউজারদের ডাটা কালেক্ট করে। আর আমরা যেহেতু অধিকাংশই অ্যান্ড্রয়েড ব্যবহার করছি তাই গুগলের এই অ্যাক্সেসগুলো আমরা চাইলেও পুরোপুরি বন্ধ করতে পারিনা। আমরা ফেসবুকে বা ওয়েবসাইটে যেসব আমাদের রিলেটেড অ্যাড দেখি এগুলোর কারণ হচ্ছে, আমরা যখন কোন কিছু সার্চ করি বা কোন ওয়েবসাইট এ ঘোরাঘুরি করি তখন ওই ওয়েবসাইট আমাদের ডিভাইসে কুকি ইন্সটল করে দেয় যা আমাদের এক্টিভিটি গুলো এড নেটওয়ার্কের কাছে বলে দেয় এবং সে অনুযায়ী আমরা এড দেখতে পাই। আর আমাদের পারমিশন গুলো তো সাধারণত দেওয়াই থাকে। এখন কিছুটা পরিত্রাণ পাওয়ার জন্য নিচের সাধারণ পদক্ষেপটি নেওয়া যেতে পারে: ✓ ফোনের অ্যাপ পারমিশনে গিয়ে সাধারণত দেখতে পাবেন সবগুলো পারমিশন (Allow Only While Using The App) করা আছে। ওইখানে আপনি (Ask Everytime) অপশনটি পাবেন এবং সেটা অন রাখতে পারেন। এতে আপনার অজান্তে ক্যামেরা, মাইক্রোফোন বা কোন তথ্য ওই মাধ্যম ব্যবহার করে অ্যাপ সংগ্রহ করতে পারবেনা। এভাবে আপনি প্রতিটা অ্যাপের জন্য পারমিশন সেট করে নিতে পারবেন। ✓ ফেসবুকে এ ধরনের এড বন্ধ করার জন্য settings থেকে AD Preferences অপশনগুলো হাইড করে রাখতে পারেন। তারপর Ad Settings থেকে ( Data About Your Activities From Partners) অপশনটা অন থাকলে অফ করে দিতে হবে। যতটুকু নিজে জেনেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করলাম এবং জানি হয়তো ১০০% কার্যকরী না তবে কিছুটা উপকার দিবে আশা করি।
|
|
|
|
Facebook20
Newbie
Offline
Activity: 23
Merit: 0
|
|
July 10, 2023, 05:07:30 PM |
|
জিবোন টাই রেড টাস্ট 😭
আমাকে কেন রেড টাস্ট দিয়েছে আমি বোঝতে পারতাছি না। কেউ যদি বোঝেন তাহলে আমাকে একটু ভালো করে বুঝায়া দেন
|
|
|
|
Xal0lex
Moderator
Legendary
Offline
Activity: 2674
Merit: 2639
|
|
July 10, 2023, 05:15:25 PM |
|
জিবোন টাই রেড টাস্ট 😭
আমাকে কেন রেড টাস্ট দিয়েছে আমি বোঝতে পারতাছি না। কেউ যদি বোঝেন তাহলে আমাকে একটু ভালো করে বুঝায়া দেন
অযাচিত PM বার্তা পাঠানোর জন্য। এটি নিয়মের লঙ্ঘন (অনুচ্ছেদ 29)।
|
|
|
|
BD Crypto
Full Member
Offline
Activity: 658
Merit: 158
BTC Rocks
|
জিবোন টাই রেড টাস্ট 😭
আমাকে কেন রেড টাস্ট দিয়েছে আমি বোঝতে পারতাছি না। কেউ যদি বোঝেন তাহলে আমাকে একটু ভালো করে বুঝায়া দেন
আপনাকে রেড ট্রাস্ট দেওয়ার কারণ হলো আপনি ফোরামের একটি গুরুত্বপূর্ণ নিয়ম ভঙ্গ করেছেন। । ফোরামে কাউকে অযাচিত PM করা এর নিয়ম পরিপন্থী আপনি এই মাসের ০৩ তারিখে তাকে অযাচিত মেসেজ দিয়েছিলেন এটা তিনি উল্লেখ করে দিয়েছে এবং আপনার outbox এও হয়তো সেই মেসেজটি পেয়ে যাবেন।তবে হয়তো আপনি এই নিয়ম সম্পর্কে অবগত ছিলেন না। ফোরামের এ রুলসটি এখানে কোট করে দেয়া হলো: 29. Sending unsolicited PMs, including but not limited to advertising and flood, is not allowed.
তবে আশার বাণী হলো, যেহেতু আপনি ফোরামে ব্যান হন নাই তাই আরেকটি একাউন্ট খুলে নতুন ভাবে শুরু করতে পারবেন আর এতটা আফসোসের কিছুও নাই কারণ আপনার অ্যাকাউন্টটি নিউবি একাউন্ট। আর অবশ্যই আগে ফোরামে রুলস গুলো সম্পর্কে জেনে নিবেন। এর পাশাপাশি বাংলায় রুলস গুলো জানতে আমার আগের পোস্টটি পড়তে পারেন: নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা যারা ফোরামকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না:আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। ইদানিং আমরা সবাই লক্ষ্য করছি কিছু নতুন মেম্বার ফোরামে যুক্ত হয়েছে এবং বাংলাদেশ লোকাল বোর্ডে ফোরামের রুলস বিরোধী পোস্ট করছে। আবার অনেকে ভালো পোস্ট না করেও মেরিট এর পিছনে ছুটছেন। তাই তাদের জন্য দিক নির্দেশনা স্বরূপ কিছু বিষয় তুলে ধরছি। ১.ফোরামের ব্যাসিক রুলস গুলো জানুন : আমাদের মধ্যে যারা নতুন তাদের অনেকেরই ফোরামের রুলস সম্পর্কে ধারণা নেই। ফোরামের যেকোন বোর্ডে পোস্ট করার আগে উপরে পিন করা রুলস গুলো অবশ্যই পড়ে নেবেন। আর ফোরামের সাধারণ রুলস গুলো সম্পর্কে ধারণা নিতে এই পোস্টটি অবশ্যই পড়বেন বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন। এখানে বাংলায় গুরুত্বপূর্ণ সব নিয়মকানুন উল্লেখ করা আছে। ২.আগে নিজে জানুন অন্যকে সাহায্য করুন: ফোরামের সার্চ অপশন থেকে আপনি ক্রিপ্টো রিলেটেড যেকোন বিষয়ে সার্চ করে জ্ঞান অর্জন করতে পারেন। যদি সেই বিষয়ে কোন সলিউশন দেয়া না থাকে তবে আপনি Beginners & Help বোর্ডে ইংরেজিতে অথবা আমাদের লোকাল সেকশনে বাংলায় প্রশ্ন করতে পারেন। মেরিট পাওয়ার অথবা দ্রুত রেঙ্ক আপ করার একটি কার্যকরী পদ্ধতি হচ্ছে অন্য ফোরাম মেম্বারদের হেল্প করা অথবা রিসোর্স শেয়ার শেয়ার করা। এতে আপনার ফোরামে রেপুটেশন ও বাড়বে এবং ভালো পোস্ট দাতা হয়ে উঠবেন। অবশ্যই চেষ্টা করবেন ফোরামে অবদান রাখতে কারণ যত বেশি অবদান রাখবেন তত আপনার জন্য মেরিট পাওয়া সহজ হবে। ৩. কপি পোস্ট , শিট পোস্ট নয়: অনেকেই ফোরামে অন্যান্য রিসোর্স থেকে কপি করে ডিরেক্ট অথবা অনুবাদ করে পোস্ট করে দেন। এই ধরনের ভুল করলে আপনার ফোরাম একাউন্ট শিওর ব্যান হবে। গুরুত্বপূর্ণ কিছু অনুবাদ করে শেয়ার করতে পারেন তবে অবশ্যই মেইন রিসোর্স লিংক পোস্টের সাথে এড করে দিবেন। ৪.ধৈর্য ধরুন এবং লেগে থাকুন: ফোরামে আমাদের অনেকেরই আশা থাকে নিজেকে রেঙ্ক আপ করার। তবে সত্যি বলতে আপনার মধ্যে যদি ধৈর্য এবং ফোরামে নিয়োজিত থাকার আগ্রহ না থাকে তবে আপনার জন্য রেঙ্ক আপ করা খুবই কঠিন হয়ে যাবে। আমি ডিমোটিভেট করছি না আমি বলতে চাচ্ছি প্রতিদিন কিছুটা সময় ফোরামে ব্যয় করুন নিজে শিখুন অন্যকে সাহায্য করুন ইনশাআল্লাহ সফলতা খুব দ্রুত আসবে।
|
|
|
|
Dimitri94
|
|
July 10, 2023, 07:12:25 PM |
|
আরো অবাক করা তথ্য শুনতে চান? আমি যতদূর জানি, আমরা যে মাইক্রোফোন এক্সেসের পারমিশন দিয়ে থাকি বিভিন্ন এপকে, সেটা ব্যবহার করে তারা আমাদের কাস্টম এড সার্ভ করতে পারে। আমার ক্ষেত্রে এমনও হয়েছে আমি আমার ওয়াইফের সাথে লকেট নিয়ে আলোচনা করছিলাম, ফেসবুকে ঢুকেই দেখি লকেটের এড। জেনে অবাক হবেন, আমার ওয়াইফের সাথে আলোচনা কিন্তু সামনাসামনি বসে করেছি, ফোনে নয়।
ভাই এটা অনেকের সাথেই হয়েছে এবং হচ্ছে। আমরা মেসেনজার ব্যাবহার করার জন্য এদর কে মাইক্রোফোন একসেস দিয়ে থাকি। এন্ড্রয়েড ফোন এ গুগল এপ ডিফল্ট ভাবেই থাকে, সেটাও আপনার মাইক্রোফোন একসেস নিয়ে বসে আছে। একটা ব্যাপার কেনার কথা বলছে বসে বসে, কিছুক্ষন পর ফেসবুকে সেটার এড দেখেছি। এটা সবার সাথেই হচ্ছে। কেউ হয়তো খেয়াল করে, আবার কেউ হয়তো খেয়াল করে না। এরকম হয়েছে কয়েকজন বন্ধু মিলে একটা কিছু নিয়ে আলাপ করছি, পরে সবার ফোনেই একই ধরনের এ্যাড আসা শুরু হয়েছে। ভাই, এইভাবে যদি একজন ব্যবহার কারীর গুরুত্বপূর্ণ তথ্য নেওয়া হয় তাহলে সোস্যাল মিডিয়া ব্যবহারে নিরাপত্তা কোথায়? একটি আর্টিকেলে দেখলাম 2021 সালে প্রায় 90000 মানুষ সোস্যাল মিডিয়া ব্যবহারের কারনে প্রতারিত হয়েছিলেন। 2022 সালের জুলাইয়ে টুইটার হ্যাক হওয়ার পর 200 মিলিয়ন ব্যবহারকারীর ইমেইল ডেটা চুরি হয়ে ডার্কওয়েবে স্থানান্তর হয়েছিল। 2022 সালে ডেটা কনসার্নেড অথিরিটি ইউ এস স্টেট এবং ফেডারেল এজেন্সিস সরকারী মালিকানাধিন ডিভাইস গুলোতে টিকটিক এ্যাপ ব্যবহার নিষিদ্ধ করার জন্য আগ্রহ দেখিয়েছিলে। তারা ধারনা করেছিলেন যেহেতু টিকটক চীনা কোম্পানির মালিকানাধিন সেহেতু সেখানে তথ্য চুরির মত ঘটনা ঘটা স্বাভাবিক। যদিও এর সুস্পস্ট কোন প্রমান পাওয়া যায় নি তবে এমন হওয়াটাও অস্বাভাবিক নয়। আবার 2023 সালে মেটাকে 1.3 বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল সেখানে ইউরোপিয় ডেটা সুরক্ষা বোর্ড জানিয়েছিল যে মেটা উইরোপিয় জনগনের ব্যেক্তিগত তথ্য মার্কিন সার্ভারে স্থানান্তর করেছিলেন যা তাদের গোপনীতা লক্ষন করেছে। ফেসবুক ইনস্ট্রাগ্রাম এবং লিংকডিন বা টিকটক যাই বলি এগুলো বর্তমানে মানুষের জীবনের সাথে ওতপ্রতভাবে জরিত। মানুষ এগুলো তাদের বন্ধু ভাবতে শুরু করেলেও গোপনীয়তা আইন থাকা সত্বেও কেউই সেটিকে আমলে নেয় না ফলে ব্যবহারকারীর তথ্য সর্বদা ঝুকিতে থাকে।
|
|
|
|
Learn Bitcoin
|
|
July 11, 2023, 02:37:54 AM |
|
ফেসবুক ইনস্ট্রাগ্রাম এবং লিংকডিন বা টিকটক যাই বলি এগুলো বর্তমানে মানুষের জীবনের সাথে ওতপ্রতভাবে জরিত। মানুষ এগুলো তাদের বন্ধু ভাবতে শুরু করেলেও গোপনীয়তা আইন থাকা সত্বেও কেউই সেটিকে আমলে নেয় না ফলে ব্যবহারকারীর তথ্য সর্বদা ঝুকিতে থাকে।
ভাই, সোশ্যাল মিডিয়াগুলো আমরা প্রতিদিনের একটা রুটিন বানিয়ে ফেলেছি। যখনই ফ্রি টাইম থাকে, দেখবেন মনের অজান্তেই আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকে গেছেন। এখন সবাই যেহেতু করছে, এখান থেকে কাউকে আটকানো যাবে না। তাই নিজে সতর্ক থাকতে হবে। আপনি কোন এ্যাপে কি একসেস দিচ্ছেন, সেটা খেয়াল রাখতে হবে। মজার ব্যাপার কি জানেন? এই যে আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আমি নিজেই একসেস দেয়ার সময় দেখিনি যে আমি কি একসেস দিয়েছিলাম। আর সোশ্যাল মিডিয়ার কথা কি বলবো? বাংলাদেশ এর সরকারি একটা ওয়েবসাইট থেকে কিছুদিন আগে প্রচুর পরিমানে ডাটা লিক হয়েছে। যা ডার্ক ওয়েবে এখন পাওয়া যাচ্ছে। একদিন দেখবেন আপনার নামে কেউ একজন একাউন্ট খুলে সেটা দিকে আকাম কুকাম করে বসে থাকবে। সেটার অপরাধ আসবে আপনার ঘাড়ে। ডাটা লিকের দায় কি সরকার এড়াতে পারে?
|
|
|
|
Z_MBFM
|
|
July 11, 2023, 06:40:50 AM |
|
ফেসবুক ইনস্ট্রাগ্রাম এবং লিংকডিন বা টিকটক যাই বলি এগুলো বর্তমানে মানুষের জীবনের সাথে ওতপ্রতভাবে জরিত। মানুষ এগুলো তাদের বন্ধু ভাবতে শুরু করেলেও গোপনীয়তা আইন থাকা সত্বেও কেউই সেটিকে আমলে নেয় না ফলে ব্যবহারকারীর তথ্য সর্বদা ঝুকিতে থাকে।
ভাই, সোশ্যাল মিডিয়াগুলো আমরা প্রতিদিনের একটা রুটিন বানিয়ে ফেলেছি। যখনই ফ্রি টাইম থাকে, দেখবেন মনের অজান্তেই আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকে গেছেন। এখন সবাই যেহেতু করছে, এখান থেকে কাউকে আটকানো যাবে না। তাই নিজে সতর্ক থাকতে হবে। আপনি কোন এ্যাপে কি একসেস দিচ্ছেন, সেটা খেয়াল রাখতে হবে। মজার ব্যাপার কি জানেন? এই যে আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আমি নিজেই একসেস দেয়ার সময় দেখিনি যে আমি কি একসেস দিয়েছিলাম। আর সোশ্যাল মিডিয়ার কথা কি বলবো? বাংলাদেশ এর সরকারি একটা ওয়েবসাইট থেকে কিছুদিন আগে প্রচুর পরিমানে ডাটা লিক হয়েছে। যা ডার্ক ওয়েবে এখন পাওয়া যাচ্ছে। একদিন দেখবেন আপনার নামে কেউ একজন একাউন্ট খুলে সেটা দিকে আকাম কুকাম করে বসে থাকবে। সেটার অপরাধ আসবে আপনার ঘাড়ে। ডাটা লিকের দায় কি সরকার এড়াতে পারে? নিজের ব্যক্তিগত কাজকর্মের পর যখন মোবাইলটা হাতে নেই তখন মনে কয়েকটা মাত্র উদ্দেশ্য থাকে তা হলো সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং ফোরামে কিছুটা সময় ব্যয় করা। অল্প কিছুক্ষণ মোবাইল ছাড়া থাকলে মনে হয় দম বন্ধ হয়ে মারা যাবো অস্থির লাগে আর মোবাইল কাছে থাকলে শুধুমাত্র সোসিয়াল মিডিয়া ব্যবহার তা না হলে ফোরাম গুতাগুতি এ ছাড়া আর কোনো কাজ নাই। ফোরামে সময় ব্যয় করাটা আমাদের জন্য পজেটিভ দিক তা হলে এখান থাকে অনেক কিছু শিখতে পারছি যা এই টেকনোলজির যুগে অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার নিজের কথাই বলি আমি যখন ফোরামে আসি ৫-১০ মিনিট থাকার পর মনে হয় একটু ইউটিউব কিংবা টিকটক থেকে ঘুরে আসি আর সেখানে গেলে কিভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় না বুঝতেই পারি। সোসিয়াল মিডিয়াগুলো এমনভাবে তাদের অ্যালগরিদমকে সাজিয়েছে যা মানুষকে এমনভাবে নেশায় আসক্ত করে যা জুয়ার নেশা বা অ্যালকোহলের নেশার থেকেও ভয়াবহ। সোশ্যাল মিডিয়া গুলো পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্যও দায়ী। যেমনটা আমার ক্ষেত্রেও অনেক ঘটে এখন ফেসবুক কিংবা টিকটক অথবা ইউটিউবে উদ্দেশ্যহীনভাবে কোন কিছু দেখতে শুরু করি তখন হঠাৎ করেই দেখা যায় বিভিন্ন রকম ভিডিও সামনে চলে আসে যা আমাদের খুবই আকৃষ্ট করে এবং সেখান থেকে নজর সরাতে দেয় না। এবং সেই সময় যদি পরিবারের কোন সদস্য কোন কিছু জিজ্ঞেস করে কিংবা কোন কাজ করতে বলে তখন সেই কথাগুলো আমাদের অনেক বিরক্ত লাগে এবং একপর্যায়ে তার সাথে খারাপ আচরনও করে থাকি। এ সকল মেন্টালিটি আমাদের তৈরি করতে বাধ্য করে এই সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনগুলো। এগুলো যে আমাদের কত বড় ক্ষতি করে চলেছে তা আমরা জেনেও এগুলোর নেশা কাটিয়ে উঠতে পারিনা। আমি নিজেও বুঝতে পারি যে এগুলো আমাদের কত বড় ক্ষতি করছে। এবং এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি কিন্তু কখন যে আবার মনের অজান্তেই সেগুলোর সাথে জড়িয়ে যাই তা বুঝতেই পারি। একটি গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে ৩০ মিনিটে অনেক বিরক্ত বোধ করি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঢুকলে ঘন্টার পর ঘন্টা চলে গেল আমাদের বিরক্ত লাগে না। এই হলো সোসিয়াল মিডিয়ার মারাত্মক অ্যাডিকশন।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Learn Bitcoin
|
|
July 11, 2023, 07:00:14 AM |
|
বাই দা রাস্তা, কারো কি পোস্ট করতে সমস্যা হচ্ছে? শুধু লোডিং আর লোডিং দেখাচ্ছে? আমার কালকে থেকে সমস্যা হচ্ছে আবার গিয়ে ক্লাউড নিয়ে কোন সমস্যা হলো নাকি?
ক্লাউডফ্লার কয়েকদিন পর পর আকাম করে। এই আকামের জন্য ফোরামে পোষ্ট করতেই পারছিলাম না। আবার একই পোষ্ট কয়েকবার করে ফেলেছি। পরে আবার ডিলেট করতে হয়েছিলো। আবার একই কারনে স্ক্র্যাপার বট গুলো কাজ করছে না। লয়সের স্ক্র্যাপার, ট্রাইনিনজার স্ক্র্যাপার, বিপিআইপি স্ক্র্যাপার সবগুলোই থমকে গেছিলো। হঠাৎ করেই কোনো মেনশন বা মেরিট নটিফিকেশন পাচ্ছিলাম না। কালকে এডমিন লয়সের এবং ট্রাইনিনজার বট হোয়াইলিষ্ট করে দিছে। যার কারনে এগুলো আবার কাজ করা শুরু করছে। কিন্তু বিপিআইপির ভদ তো নাই, সাচমুন মনে হয় থেমস কে পি এম করে নাই। যার কারনে বিপিআইপি এখনো আপডেট হয় নাই। আমি সাচমুনের থ্রেড এ একটু আগে পোষ্ট করেছি। আশা করি বিপিআইপিও কাজ করা শুরু করবে। কি একটা অবস্থায় পড়ে আছি। একই আইপি থেকে ডেস্কটপে পোষ্ট করতে পারছি, কিন্তু মোবাইল দিয়ে ফোরাম একসেস করতে পারছি না।
|
|
|
|
Crypto Library
|
|
July 11, 2023, 06:52:02 PM |
|
আরো অবাক করা তথ্য শুনতে চান? আমি যতদূর জানি, আমরা যে মাইক্রোফোন এক্সেসের পারমিশন দিয়ে থাকি বিভিন্ন এপকে, সেটা ব্যবহার করে তারা আমাদের কাস্টম এড সার্ভ করতে পারে। আমার ক্ষেত্রে এমনও হয়েছে আমি আমার ওয়াইফের সাথে লকেট নিয়ে আলোচনা করছিলাম, ফেসবুকে ঢুকেই দেখি লকেটের এড। জেনে অবাক হবেন, আমার ওয়াইফের সাথে আলোচনা কিন্তু সামনাসামনি বসে করেছি, ফোনে নয়।
এইটা তো ভাই ছিল মাইক্রোফোনের কথা, আমার ক্ষেত্রে অনেক সময় এমন হয়েছে যে একটা জিনিস মনে মনে চিন্তা করতেছে এগুলো সামনে এসে পড়ছে, এটার কথা কি বলবো ভাই বলেন :") আমাদের এক ইন্সট্রাক্টর বলতো যে এই গুগল আমাদের মন কেউ পড়তে পারে সেটা সেদিন থেকে বিশ্বাস করা শুরু করছি। এইগুলা তো টেকনোলজি এর জাস্ট প্রথম পর্যায়ে, সামনে এলন মাস্ক নিউরো লিংক আনার চেষ্টা করতেছে সেগুলা আরো কি ভয়াবহ হবে সেটা চিন্তা করতেছি- ক্লাউডফ্লার কয়েকদিন পর পর আকাম করে। এই আকামের জন্য ফোরামে পোষ্ট করতেই পারছিলাম না। আবার একই পোষ্ট কয়েকবার করে ফেলেছি। পরে আবার ডিলেট করতে হয়েছিলো। আবার একই কারনে স্ক্র্যাপার বট গুলো কাজ করছে না। লয়সের স্ক্র্যাপার, ট্রাইনিনজার স্ক্র্যাপার, বিপিআইপি স্ক্র্যাপার সবগুলোই থমকে গেছিলো। হঠাৎ করেই কোনো মেনশন বা মেরিট নটিফিকেশন পাচ্ছিলাম না। কালকে এডমিন লয়সের এবং ট্রাইনিনজার বট হোয়াইলিষ্ট করে দিছে। যার কারনে এগুলো আবার কাজ করা শুরু করছে। কিন্তু বিপিআইপির ভদ তো নাই, সাচমুন মনে হয় থেমস কে পি এম করে নাই। যার কারনে বিপিআইপি এখনো আপডেট হয় নাই। আমি সাচমুনের থ্রেড এ একটু আগে পোষ্ট করেছি। আশা করি বিপিআইপিও কাজ করা শুরু করবে। কি একটা অবস্থায় পড়ে আছি। একই আইপি থেকে ডেস্কটপে পোষ্ট করতে পারছি, কিন্তু মোবাইল দিয়ে ফোরাম একসেস করতে পারছি না। সেম হেয়ার ব্রাদার, আরো অনেকেরও দেখছি একবারে ৭-৮টা পোস্ট পরপর, প্রথমবার এটি হওয়ার পর যখন বিষয়টি বুঝলাম পরে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করে নিজের প্রোফাইলে লাস্ট পোস্টে গিয়ে দেখতাম যে পোস্ট হয়েছে কিনা। আবার গত কয়েক মাস আগে বিটকয়েন ফোরাম প্রায় এক ঘণ্টার মতো ডাউন ছিল, মাঝে মাঝে বিষয়গুলো আসলে অনেকের নিকট কষ্টদায়ক হয়ে ওঠে কেননা ধরেন আপনার কোন কাজ পরে রয়েছে এবং লাস্ট ঘন্টা রয়েছে ওই কাজগুলো জমা দেওয়ার জন্য তখন এই সমস্যাটা হলে কি করা যাবে? আসলে দোষটা কে দিব ক্লাউড ফেয়ারকে নাকি দুষ্ট কোন মানুষ জনদের কারণ ফোরামে অনেক জায়গায় দেখলাম এটার জন্য DDOS এটা কেউ অনেকে দোষষে, বুঝলাম না বিটকয়েন টক ফোরামের আবার ভালো রকম শত্রুও রয়েছে।
আচ্ছা ভাই আমাদের এখানে কেউ কি MERN ওয়েব ডেভেলপমেন্ট এর সাথে জড়িত আছেন? আসলে আমি নিজেকে ফুললি MERN stack এ শিফট করতে চাচ্ছি। এর জন্য ভালো কোন প্লাটফর্মের কোর্স জানা থাকলে আমাকে সাজেস্ট করবেন (: ,,,,,, আর সাথে থেকে সামনে হেল্প করবেন
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Perfectos
Newbie
Offline
Activity: 9
Merit: 1
|
|
July 11, 2023, 09:18:44 PM |
|
আচ্ছা ভাই কেউ কি আমাকে একটু Blackrock সম্পর্কে জানাবেন কয়েকদিন যাবত চারপাশে শুধু blackrock নামটি শুনে যাচ্ছি আসলে এটা কি ? অনেক জায়গায় অনেক বড় বড় লেখা আমি শর্টকাটে বাংলায় আপনাদের কাছ থেকে এই সম্পর্কে তথ্য জানতে চাচ্ছি--- আচ্ছা ভাই আমাদের এখানে কেউ কি MERN ওয়েব ডেভেলপমেন্ট এর সাথে জড়িত আছেন? আসলে আমি নিজেকে ফুললি MERN stack এ শিফট করতে চাচ্ছি। এর জন্য ভালো কোন প্লাটফর্মের কোর্স জানা থাকলে আমাকে সাজেস্ট করবেন (: ,,,,,, আর সাথে থেকে সামনে হেল্প করবেন
যদিও আমি ভাই প্রোগ্রামিং বা কোডিং এ সম্পর্কে বেশি কিছু জানিনা, তবে ইউটিউব এ ঝংকার মাহবুব কে ফলো করতে পারেন ওনার কিছু ভিডিও আমি দেখেছি, তার কথাগুলো অনেক ভালো লাগে। তাছাড়া উনি মনে হয় কোর্স করিয়ে থাকেন।
|
|
|
|
Crypto Library
|
|
July 11, 2023, 10:30:09 PM |
|
আচ্ছা ভাই কেউ কি আমাকে একটু Blackrock সম্পর্কে জানাবেন কয়েকদিন যাবত চারপাশে শুধু blackrock নামটি শুনে যাচ্ছি আসলে এটা কি ? অনেক জায়গায় অনেক বড় বড় লেখা আমি শর্টকাটে বাংলায় আপনাদের কাছ থেকে এই সম্পর্কে তথ্য জানতে চাচ্ছি---
এইটা তো ভাই হালকা গুগল করলেই পাওয়া যায়। তারপরেও শর্টকাটে যদি বলতে চাই তাহলে blackrock হলো একটি আমেরিকান মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট কোম্পানি প্রাথমিকভাবে এরা রিস্ক ম্যানেজমেন্ট এবং ফিক্সড ইনকাম রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে। বর্তমানে তারা ৯.০৯ ট্রিলিয়ন ডলার অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে ওয়ার্ল্ডের বড় একটি অ্যাসেট ম্যানেজার কোম্পানি। বিস্তারিত জানতে এই লিংকটি দেখতে পারেন- https://en.m.wikipedia.org/wiki/BlackRockযদিও আমি ভাই প্রোগ্রামিং বা কোডিং এ সম্পর্কে বেশি কিছু জানিনা, তবে ইউটিউব এ ঝংকার মাহবুব কে ফলো করতে পারেন ওনার কিছু ভিডিও আমি দেখেছি, তার কথাগুলো অনেক ভালো লাগে। তাছাড়া উনি মনে হয় কোর্স করিয়ে থাকেন।
ধন্যবাদ ভাই আপনার সাজেশন এর জন্য, হ্যাঁ ঝংকার মাহবুব বর্তমানে বাংলাদেশের টপ লিড করতেছে প্রোগ্রামিং হিরো নিয়ে। আমি অলরেডি প্রোগ্রামিং হিরোতে কোর্সটির জন্য দিয়েছিলাম কিন্তু এটার ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তাই এটার অল্টারনেটিভ পাশাপাশি অবস্থান করতেছে এরকম আরেকটা প্লাটফর্ম খুজতেছি। তাদের নেক্সট ব্যাচ স্টার্ট হতে আরো অনেক দেরি আছে ডিসেম্বর হবে।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Learn Bitcoin
|
|
July 12, 2023, 05:33:25 AM |
|
সেম হেয়ার ব্রাদার, আরো অনেকেরও দেখছি একবারে ৭-৮টা পোস্ট পরপর, প্রথমবার এটি হওয়ার পর যখন বিষয়টি বুঝলাম পরে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করে নিজের প্রোফাইলে লাস্ট পোস্টে গিয়ে দেখতাম যে পোস্ট হয়েছে কিনা। আবার গত কয়েক মাস আগে বিটকয়েন ফোরাম প্রায় এক ঘণ্টার মতো ডাউন ছিল, মাঝে মাঝে বিষয়গুলো আসলে অনেকের নিকট কষ্টদায়ক হয়ে ওঠে কেননা ধরেন আপনার কোন কাজ পরে রয়েছে এবং লাস্ট ঘন্টা রয়েছে ওই কাজগুলো জমা দেওয়ার জন্য তখন এই সমস্যাটা হলে কি করা যাবে? আসলে দোষটা কে দিব ক্লাউড ফেয়ারকে নাকি দুষ্ট কোন মানুষ জনদের কারণ ফোরামে অনেক জায়গায় দেখলাম এটার জন্য DDOS এটা কেউ অনেকে দোষষে, বুঝলাম না বিটকয়েন টক ফোরামের আবার ভালো রকম শত্রুও রয়েছে।
বিটকয়েনটক এর শত্রু আছে কি না জানি না। তবে শুনেছিলাম ক্লাউডফ্লেয়ার এর ইস্যুটা আরো বেশ কিছু ওয়েবসাইট এফেক্ট করেছিলো। সত্য মিথ্যা জানি না। আরেকটা ব্যাপার হলো বিটকয়েনটক এর শত্রু না থাকলেও অনেক মানুষ আছে যারা এসব করে টাকা কামায়। কি মনে করে DDOS চালায় কে জানে। চোটখাটো গ্রুপ থাকতে পারে যারা ওয়েবসাইট ডাউন করে দিয়ে এডমিন কে ইমেইল করে টাকার জন্য। হতে পারে দুষ্টু পোলাপাইনরা ভাবে যেহেতু বিটকয়েন এর ওয়েবসাইট, এডমিন এর কাছ থেকে বিটকয়েন নেয়া যাবে। অনেক কিছুই কারন হতে পারে। জানি না আসল কারন কি। তবে DDOS চারাই এই দুইটা কারনেই। হয়তো টাকার জন্য, নইলে সাইট ডাউন করে ফেলে রাখার জন্য।
|
|
|
|
tjtonmoy
|
|
July 12, 2023, 08:49:25 AM |
|
~SNIP
ভাই এইটা থেকে বাচার একটি কার্যকরী উপায় হচ্ছে কাস্টম রম ব্যবহার করা। গুগল এর সার্ভিস গুলো ব্যবহার এর জন্য মাইক্রো-জি (Micro-G) এর সাহায্য নেওয়া। অনেকে বলে ফোন রুট করলে আপনি অনেক এক্সেস হারিয়ে ফেলেন এবং আপনার প্রাইভেসি অনেক লো হয়ে যায়। তবে আমার মত এ, আপনি যদি এটির সঠিক ব্যবহার জানেন, তাহলে এর থেকে সেফ আর আপনি থাকতে পারবেন না। কাস্টম রম গুলো সাধারন রম গুলোর মতই হয়, তবে স্টক রম গুলোর ইন্ডিভিজুয়াল সেটিংস গুলো আপনি এক্সেস করতে পারবেন না যা কাস্টম রম গুলো তে সম্ভব। মনে করেন আপনার বাবার জমি তে আপনি চাষাবাদ করে খাচ্ছেন কিন্তু জমি টা আপনার না। তেমনি স্টক রম ও সেম। কোম্পানি আপনাকে একটি ডিভাইস দিয়ে রেখেছে যা আপনি ব্যবহার করতেছেন কিন্তু তার সম্পূর্ন মালিকানা আপনার কাছে নেই। আর রুট করা ফোন হচ্ছে আপনার নিজস্ব মালিকানাধীন ডিভাইস। এটিকে আপনি নিজের ইচ্ছা মত সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। তবে আপনাকে জানতে হবে এটির ফুল ব্যবহার কিভাবে করতে হয়। অন্যথায় আপনি আরও বেশি সমস্যায় পরতে পারেন। সুতরাং আমি সবাইকে এটি রিকোমেন্ড করব না। যদি আপনি জানেন যে আপনি কি করছেন, শুধুমাত্র তখনই কাজটি করবেন। এবং ভবিষ্যতে কিছু হইলে তার দায়িত্ব সম্পূর্ন আপনার। নিজের মত রিসার্স করে যদি মনে হয় এটি আপনি সঠিক ভাবে করতে পারবেন, তাহলে ট্রাই করে দেখতে পারেন। এই বিষয়ে আমার যথেষ্ট ধারনা নেই। যা জানি তা বেসিক। তবে কেউ করতে চাইলে যদি সাহায্যের প্রয়োজন হয়, তাহলে বলতে পারেন। [বিঃ দ্রঃ রুট করলে ফোনের ওয়ারেন্টি থাকলে তা বাতিল হয়ে যায়। সুতরাং করার আগে নিজে চেক করে নিবেন। ]
|
|
|
|
Septex
Member
Offline
Activity: 108
Merit: 25
|
|
July 12, 2023, 06:26:38 PM |
|
বাংলায় কথা বলা এবং নিজের মতামত প্রকাশ করা সত্যিই এক অভূতপূর্ণ অনুভূতি। এখানে নিজের মতো করে কথা বলার যে আনন্দ তা আসলেই বলার বাইরে। আমি নতুন কিভাবে কি বলব কোন বিষয় নিয়ে বেশি আলোচনা করব সেগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে। যদি সিনিয়ররা একটু বলতেন যে আমি কোন বিষয়ের উপর কথা বলতে পারি বা আমাকে কোন বিষয়গুলো মেনে চলতে হবে কিভাবে এবং কি পোস্ট করলে আমার মেরিট বাড়বে যদি কেউ সাহায্য করতেন তাহলে খুবই উপকৃত হতাম। অগ্রিম ধন্যবাদ
|
|
|
|
|